HSC হিসাববিজ্ঞান ২য় পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

উচ্চমাধ্যমিক
হিসাববিজ্ঞান ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন
Model Test
সকল বোর্ড

১. ঊর্ধ্বগতির বাজার দরের সময় ইস্যুকৃত মালের মূল্য নির্ধারণ পদ্ধতিসমূহের মধ্যে কম আয়কর প্রদান করতে হয় কোন পদ্ধতিতে?
🔲 নিত্য মজুত পদ্ধতি
🔲 কালান্তিক মজুত পদ্ধতি
🔲 আগের কাঁচামাল আগে ছাড় পদ্ধতি (FIFO)
🔲 পরের কাঁচামাল আগে ছাড় পদ্ধতি (LIFO)
✅ উত্তর: পরের কাঁচামাল আগে ছাড় পদ্ধতি (LIFO)

২. বিলিকৃত মালে মূল্য নির্ধারণ পদ্ধতিসমূহের মধ্যে কোন পদ্ধতি সর্বাধিক প্রচলিত?
🔲 নিত্য মজুত পদ্ধতি
🔲 কালান্তিক মজুত পদ্ধতি
🔲 আগের কাঁচামাল আগে ছাড় পদ্ধতি (FIFO)
🔲 পরের কাঁচামাল আগে ছাড় পদ্ধতি (LIFO)
✅ উত্তর: কালান্তিক মজুত পদ্ধতি

৩. নির্গত মালের মূল্য নির্ধারণ পদ্ধতিসমূহের মধ্যে কোন পদ্ধতিতে আয় বিবরণীতে সর্বোচ্চ বিক্রিত পণ্যের ব্যয় দেখানো হয়?
🔲 নিত্য মজুত পদ্ধতি
🔲 কালান্তিক মজুত পদ্ধতি
🔲 আগের কাঁচামাল আগে ছাড় পদ্ধতি (FIFO)
🔲 পরের কাঁচামাল আগে ছাড় পদ্ধতি (LIFO)
✅ উত্তর: কালান্তিক মজুত পদ্ধতি

৪. নিচের কোনটি অবিরত/নিত্য মজুতপণ্যের সুবিধা?
🔲 এটি একটি পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক প্রক্রিয়া
🔲 ভুল-ত্রুটি কম হয়
🔲 এটি সময় সাশ্রয় করে ও ভুল-ত্রুটি হ্রাস করে
🔲 ক্ষুদ্রায়তন ব্যবসার জন্য উপযোগী
✅ উত্তর: ভুল-ত্রুটি কম হয়

৫. নিচের কোনটি প্রশাসনিক উপরিব্যয় নয়?
🔲 অফিস ভাড়া
🔲 কাঁচামাল ক্রয়
🔲 বিমা সেলামি
🔲 বেতন
✅ উত্তর: অফিস ভাড়া

৬. অনুপাত বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হয় কারবারের-
🔲 i. দক্ষতা
🔲 ii.সচ্ছলতা
🔲 iii. লাভজনকতা।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii

৭. বিনিয়োজিত মূলধন নির্ণয়ে অন্তর্ভুক্ত হবে -
🔲 i. শেয়ার মূলধন
🔲 ii. প্রদেয় হিসাব
🔲 iii. সাধারণ সঞ্চিতি।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও iii

৮. মেশিনটির আয়ুষ্কাল ১০ বছর ধরে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করলে-
🔲 পরোক্ষ খরচ বৃদ্ধি পেতো এবং নিট লাভ কম হতো
🔲 প্রত্যক্ষ খরচ বৃদ্ধি পেতো এবং নিট লাভ কম হতো
🔲 মোট খরচ এবং নিট লাভ অপরিবর্তিত থাকতো
🔲 মূলধনী ব্যয় এবং গুপ্ত সঞ্চিতি বৃদ্ধি পেতো
✅ উত্তর: মোট খরচ এবং নিট লাভ অপরিবর্তিত থাকতো

৯. আগুনে বিনষ্ট পণ্য ৫০,০০০ টাকা কিন্তু বিমা কোম্পানি ৩০,০০০ টাকা দিতে রাজী হলে সম্পদে কত টাকা দেখাতে হবে?
🔲 ২০,০০০ টাকা
🔲 ৩০,০০০ টাকা
🔲 ৫০,০০০ টাকা
🔲 ৭০,০০০ টাকা
✅ উত্তর: ৩০,০০০ টাকা

১০. পণ্য বিক্রেতার কাছে ভ্যাট কী?
🔲 দায়
🔲 আয়
🔲 ব্যয়
🔲 সম্পদ
✅ উত্তর: দায়

১১. দায় গ্রাহকের বা অবলেখকের কমিশন কী?
🔲 সম্পদ
🔲 ব্যয়
🔲 আয়
🔲 দায়
✅ উত্তর: সম্পদ

১২. অদাবিকৃত বা দাবিহীন লভ্যাংশকে আর্থিক অবস্থার বিবরণীতে কোন শিরোনামে দেখাতে হয়?
🔲 শেয়ার মূলধন
🔲 সঞ্চিতি ও উদ্বৃত্ত
🔲 চলতি দায়
🔲 দীর্ঘমেয়াদি দায়
✅ উত্তর: চলতি দায়

১৩. বাট্টাকৃত বিলের মেয়াদ পূর্ণ না হলে উহাকে কী বলে?
🔲 চলতি দায়
🔲 দীর্ঘমেয়াদি দায়
🔲 সম্ভাব্য দায়
🔲 সম্পদ
✅ উত্তর: সম্ভাব্য দায়

১৪. কাল্পনিক ও অলীক সম্পত্তি হলো-
🔲 i. অবলেখকের দস্তুরী
🔲 ii. প্রাথমিক খরচাবলি
🔲 iii. সুনামের অবলোপন।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও ii

১৫. বছর শেষে ঋণের সুদের পরিমাণ কত?
🔲 ২,৫০০ টাকা
🔲 ৫,০০০ টাকা
🔲 ৫,৫০০ টাকা
🔲 ৬,০০০ টাকা
✅ উত্তর: ৫,৫০০ টাকা

১৬. ৩১ শে জুলাই ২০১৪ তারিখে তিনি আরও ২০,০০০ নতুন ঋণ গ্রহণ করলে সমাপনী ঋণের পরিমাণ কত হবে?
🔲 ৫০,০০০ টাকা
🔲 ৬০,০০০ টাকা
🔲 ৭০,০০০ টাকা
🔲 ৮০,০০০ টাকা
✅ উত্তর: ৭০,০০০ টাকা

১৭. ক, খ এবং গ অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা লাভ-লোকসান ১/২ : ১/৩ : ১/৬ অনুপাতে বণ্টন করে। তাদের লাভ-ক্ষতি বণ্টন অনুপাত কত হবে?
🔲 ২ : ৩ : ৬
🔲 ৬ : ৩ : ২
🔲 ১ : ২ : ৩
🔲 ৩ : ২ : ১
✅ উত্তর: ৩ : ২ : ১

১৮. মজুত পণ্য যদি অবমূল্যায়িত বা অতিমূল্যায়িত হয় তাহলে এর দ্বারা প্রভাবিত হয় —
🔲 i. প্রদেয় আয়কর
🔲 ii. লভ্যাংশ বিতরণ
🔲 iii. সঞ্চিতি তহবিলে স্থানান্তর।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: ii ও iii

১৯. কারখানা আইন অনুসারে প্রমাণ সময় কত?
🔲 দৈনিক ৮ ঘণ্টা
🔲 দৈনিক ৯ ঘণ্টা
🔲 দৈনিক ১০ ঘণ্টা
🔲 সাপ্তাহিক ৫৬ ঘণ্টা
✅ উত্তর: দৈনিক ৮ ঘণ্টা

HSC হিসাববিজ্ঞান ২য় পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

২০. একটি কারবারে মোট বিক্রয়ের পরিমাণ ২০,০০০ একক, সমাপনি মজুদ পণ্যের পরিমাণ ৪,০০০ একক এবং প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ ২,০০০ একক হলে, উত্পাদনের পরিমাণ কত একক?
🔲 ১৬,০০০ একক
🔲 ১৮,০০০ একক
🔲 ২০,০০০ একক
🔲 ২২,০০০ একক
✅ উত্তর: ২২,০০০ একক

২১. মুনাফা নির্ণয়ের জন্য মোট ব্যয়ের সাথে কোনটির যোগ করা হয়?
🔲 ক্রয়মূল্য
🔲 বিক্রয়মূল্য
🔲 কারখানা ব্যয়
🔲 সমাপনি মজুদ পণ্য
✅ উত্তর: কারখানা ব্যয়

২২. প্রতিষ্ঠানের উপার্জন ক্ষমতা সম্পর্কে জ্ঞান লাভ করা যায়-
🔲 i. মোট লাভ অনুপাতের মাধ্যমে
🔲 ii. নিট লাভ অনুপাতের মাধ্যমে
🔲 iii. কার্যনির্বাহ অনুপাতের মাধ্যমে।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 ii ও iii
🔲 i ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii

২৩. লাভ-লোকসান হিসাব অনুপাত হলো-
🔲 i. মোট লাভ অনুপাত
🔲 ii. পরিচালন অনুপাত
🔲 iii. মজুতপণ্যের আবর্তন অনুপাত।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 ii ও iii
🔲 i ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii

২৪. মুনাফা অর্জন অনুপাত নয়-
🔲 i. সম্পদের আয়ের হার
🔲 ii. তরল অনুপাত
🔲 iii. সম্পদ আবর্তন অনুপাত?

নিচের কোনটি সঠিক?
🔲 i
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: ii ও iii

২৫. ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুসারে আর্থিক অবস্থার বিবরণীর ছক কোনটি?
🔲 ফরম-এফ
🔲 টেবিল-এ
🔲 টেবিল-বি
🔲 তফসিল-১১
✅ উত্তর: তফসিল-১১

২৬. ‘তহবিলের উত্স’ এবং ‘তহবিলের প্রয়োগ বা ব্যবহার’ দেখিয়ে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয় নিচের কোন ছকে?
🔲 আনুভূমিক ছকে
🔲 উলম্ব ছকে
🔲 ঞ-ছকে
🔲 চলমান জের ছকে
✅ উত্তর: উলম্ব ছকে

২৭. আর্থিক অবস্থার বিবরণীর উলম্ব ছকে তহবিলের প্রয়োগ কয়টি শিরোনামে বিভক্ত করে দেখানো হয়েছে?
🔲 ২টি
🔲 ৩টি
🔲 ৪টি
🔲 ৫টি
✅ উত্তর: ৪টি

২৮. একটি প্রাইভেট কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত জন?
🔲 ২০ জন
🔲 ৪০ জন
🔲 ৫০ জন
🔲 ৬০ জন
✅ উত্তর: ২০ জন

২৯. কে কোম্পানির ঝুঁকি বহন করে?
🔲 বন্ডহোল্ডার
🔲 সাধারণ শেয়ারহোল্ডার
🔲 ঋণ দানকারী প্রতিষ্ঠন
🔲 ঋণপত্রের ধারক
✅ উত্তর: সাধারণ শেয়ারহোল্ডার

৩০. কোন ধরনের শেয়ারের মালিকদের লভ্যাংশের হার সর্বদা অনিশ্চিত এবং পরিবর্তনশীল?
🔲 অগ্রাধিকারযুক্ত শেয়ার
🔲 সাধারণ শেয়ার
🔲 অংশগ্রহণমূলক শেয়ার
🔲 সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার
✅ উত্তর: সাধারণ শেয়ার
Share:

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

উচ্চমাধ্যমিক
হিসাববিজ্ঞান ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন
Model Test
সকল বোর্ড

১. স্থায়ী সম্পদ পুস্তক মূল্যের অধিক মূল্যে বিক্রয় করলে কী অর্জিত হয়?
🔲 মুনাফা
🔲 ক্ষতি
🔲 খরচ
🔲 আয়
✅ উত্তর: মুনাফা

২. ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা কী বুঝায়?
🔲 ব্যাংক জমা
🔲 নগদ জমা
🔲 ব্যাংক জমাতিরিক্ত
🔲 নগদ উদ্বৃত্ত
✅ উত্তর: ব্যাংক জমাতিরিক্ত

৩. সমন্বিত ক্রয়ের পরিমাণ কত হবে?
🔲 ৯০,০০০ টাকা
🔲 ১,১০,০০০ টাকা
🔲 ১,৪০,০০০ টাকা
🔲 ১,৬০,০০০ টাকা
✅ উত্তর: ১,৬০,০০০ টাকা

৪. সরাসরি অবলোপন পদ্ধতিতে প্রাপ্য হিসাব কোন মূল্যে প্রদর্শন করা হয়?
🔲 মোট মূল্য
🔲 আদায়যোগ্য মূল্য
🔲 পাওনা মূল্য
🔲 দেনা মূল্য
✅ উত্তর: মোট মূল্য

৫. সম্পত্তি = দায় + মালিকানা স্বত্ব। হিসাববিজ্ঞানের এ সমীকরণটি কোন নীতির বৈশিষ্ট্যের কারণে?
🔲 বস্তুনিষ্ঠার নীতি
🔲 ব্যবসায়িক স্বত্বা নীতি
🔲 সামঞ্জস্যতার নীতি
🔲 চলমান ধারণা নীতি
✅ উত্তর: ব্যবসায়িক স্বত্বা নীতি

৬. ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ২,০০০ টাকা নগদান বইতে কী প্রভাব পড়ে?
🔲 ব্যাংক কলামে ডেবিট হবে ২,০০০ টাকা
🔲 ব্যাংক কলামে ক্রেডিট হবে ২,০০০ টাকা
🔲 নগদ কলামে ডেবিট হবে ২,০০০ টাকা
🔲 নগদ কলামে ক্রেডিট হবে ২,০০০ টাকা
✅ উত্তর: নগদ কলামে ক্রেডিট হবে ২,০০০ টাকা

৭. উক্ত গড়মিলের কারণে আর্থিক অবস্থার বিবরণীতে কী প্রভাব পড়বে?
🔲 i. চলতি সম্পদ বৃদ্ধি পাবে
🔲 ii. চলতি দায় বৃদ্ধি পাবে
🔲 iii. ব্যাংক উদ্বৃত্ত বৃদ্ধি পাবে।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও iii

৮. হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হলো—
🔲 মালিক পক্ষ
🔲 অভ্যন্তরীণ নিরীক্ষক
🔲 বিনিয়োগকারী
🔲 ব্যবস্থাপনা কর্তৃপক্ষ
✅ উত্তর: বিনিয়োগকারী

৯. অনাদায়ি পাওনা কোন জাতীয় হিসাব?
🔲 আয়
🔲 সম্পদ
🔲 ব্যয়
🔲 দায়
✅ উত্তর: ব্যয়

১০. মুনাফাবিহীন বিক্রয় জাবেদা কোনটি?
🔲 i. বিক্রয় হিসাব ডেবিট
🔲 ii. ক্রয় হিসাব ক্রেডিট
🔲 iii. মজুতপণ্য হিসাব ক্রেডিট।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও ii

১১. বিক্রেতার নিকট ভ্যাট কী?
🔲 আয়
🔲 ব্যয়
🔲 দায়
🔲 সম্পদ
✅ উত্তর: দায়

১২. ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় কোনটি?
🔲 বকেয়া ঋণের সুদ
🔲 প্রদেয় হিসাব
🔲 ব্যাংক ঋণ
🔲 মূলধন
✅ উত্তর: মূলধন

১৩. ৮ কক্ষবিশিষ্ট কার্যপত্রে নিচের কোন শিরোনামটির প্রয়োজন নাই?
🔲 সমন্বয় জাবেদা
🔲 সমন্বিত রেওয়ামিল
🔲 আয় বিবরণী
🔲 আর্থিক অবস্থার বিবরণী
✅ উত্তর: সমন্বিত রেওয়ামিল

১৪. প্রতি সপ্তাহে ৫০০ টাকা উত্তোলন করলে ১০% হারে উত্তোলনের সুদ হবে—
🔲 ২৭৫ টাকা
🔲 ৩০০ টাকা
🔲 ৩০০ টাকা
🔲 ২৬০০ টাকা
✅ উত্তর: ৩০০ টাকা

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

১৫. লেনদেনকে পৃথক শিরোনামে কোন বইতে লিপিবদ্ধ করা হয়?
🔲 জাবেদা
🔲 রেওয়ামিল
🔲 খতিয়ান
🔲 আর্থিক অবস্থার বিবরণী
✅ উত্তর: খতিয়ান

১৬. NSF চেক কোনটি?
🔲 জমাকৃত চেক প্রত্যাখ্যান
🔲 জমাকৃত চেক আদায়
🔲 ইস্যুকৃত চেক উপস্থাপন
🔲 ইস্যুকৃত চেক পরিশোধ
✅ উত্তর: জমাকৃত চেক প্রত্যাখ্যান

১৭. ব্যাংক চার্জ ২৬০ টাকা নগদান বইয়ে ভুলক্রমে ৬২০ টাকা ডেবিট করা হয়েছে। এর ফলে নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিলের পরিমাণ কত?
🔲 ২৬০ টাকা
🔲 ৩৬০ টাকা
🔲 ৬২০ টাকা
🔲 ৮৮০ টাকা
✅ উত্তর: ৩৬০ টাকা

১৮. ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন?
🔲 ব্যাংক
🔲 আমানতকারী
🔲 দেনাদার
🔲 পাওনাদার
✅ উত্তর: আমানতকারী

১৯. ৫,০০০ টাকার একটি লেনদেন ৫০০ টাকা লেখা হলে তা কোন ধরনের ভুল?
🔲 পরিপূরক ভুল
🔲 নীতিগত ভুল
🔲 বাদ পড়ার ভুল
🔲 লেখার ভুল
✅ উত্তর: লেখার ভুল

২০. IAS-এর পূর্ণরূপ কোনটি?
🔲 International Accounting Society
🔲 International Accounting Service
🔲 International Accounting Standards
🔲 International Auditing Services
✅ উত্তর: International Accounting Standards

২১. নতুন অনাদায়ি পাওনা সঞ্চিতির পরিমাণ কত?
🔲 ২,০০০ টাকা
🔲 ৩,০০০ টাকা
🔲 ৬,০০০ টাকা
🔲 ৭,০০০ টাকা
✅ উত্তর: ৬,০০০ টাকা

২২. পূর্ববর্তী বছরের তুলনায় পরবর্তী বছরে অবচয়ের পরিমাণ হ্রাস পায় কোন পদ্ধতিতে?
🔲 সরলরৈখিক পদ্ধতি
🔲 উত্পাদনের একক পদ্ধতি
🔲 ক্রমহ্রাসমান জের পদ্ধতি
🔲 বিমাপত্র পদ্ধতি
✅ উত্তর: বিমাপত্র পদ্ধতি

২৩. নিট লাভ দ্বারা কী বৃদ্ধি পায়?
🔲 আয়
🔲 সম্পত্তি
🔲 স্বত্বাধিকার
🔲 দায়
✅ উত্তর: স্বত্বাধিকার

২৪. নিচের কোনটি পরোক্ষ খরচ?
🔲 আন্তঃপরিবহন
🔲 নিরীক্ষা খরচ
🔲 ডক চার্জ
🔲 আমদানি শুল্ক
✅ উত্তর: নিরীক্ষা খরচ

২৫. পাওনাদারের উপর বাট্টা সঞ্চিতি সংরক্ষণের ফলে ব্যবসায়ের আর্থিক বিবরণীতে—
🔲 i. নিট লাভ বৃদ্ধি পাবে
🔲 ii. সম্পত্তি বৃদ্ধি পাবে
🔲 iii. দায় কম প্রদর্শিত হবে।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 ii ও iii
🔲 i ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: ii ও iii

২৬. নিজের কাজের জন্য অন্যের নিকট দায়বদ্ধতাকে কী বলে?
🔲 মূল্যবোধ
🔲 নৈতিকতা
🔲 জবাবদিহিতা
🔲 ভাবমূর্তি
✅ উত্তর: জবাবদিহিতা

২৭. কোনটি হিসাবের প্রধান বই?
🔲 জাবেদা
🔲 খতিয়ান
🔲 রেওয়ামিল
🔲 নগদান বই
✅ উত্তর: খতিয়ান

২৮. ৮০,০০০ টাকার লেনদেনটি কোন বহিতে লিপিবদ্ধ হবে?
🔲 ক্রয় বহি
🔲 প্রদেয় নোট বহি
🔲 প্রাপ্য নোট বহি
🔲 নগদান বহি
✅ উত্তর: নগদান বহি

২৯. আর্থিক অবস্থা নির্ণয়ে লেনদেনটির প্রভাব হলো—
🔲 i. দায় বৃদ্ধি
🔲 ii.স্বত্বাধিকার হ্রাস
🔲 iii. সম্পদ হ্রাস।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 ii ও iii
🔲 i ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii

৩০. ব্যবসায়ের সমাপনী মূলধন কত?
🔲 ৭৯,০০০ টাকা
🔲 ৮৯,০০০ টাকা
🔲 ৯১,০০০ টাকা
🔲 ১,৩৯,০০০ টাকা
✅ উত্তর: ৯১,০০০ টাকা
Share:

HSC ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

উচ্চমাধ্যমিক
ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন
Model Test
সকল বোর্ড

১. ব্যাসেল-২-এ কয়টি স্তম্ভ বা পিলারের কথা বলা হয়েছে?
🔲 ৩
🔲 ২
🔲 ১
🔲 একটিও না
✅ উত্তর: ৩

২. বর্তমানে বাংলাদেশ নিম্নের কোন নীতিমালা অনুসরণ করে?
🔲 ব্যাসেল-১
🔲 ব্যাসেল-২
🔲 ব্যাসেল-৩
🔲 কোনোটিই না
✅ উত্তর: ব্যাসেল-২

৩. দাগকাটা চেক কত প্রকার?
🔲 এক
🔲 দুই
🔲 তিন
🔲 চার
✅ উত্তর: দুই

৪. ব্যাংক কর্তৃক চেকের অর্থ পরিশোধ না করাকে ব্যাংকের ভাষায় কী বলে?
🔲 জালিয়াতি
🔲 প্রতারণা
🔲 প্রত্যাহার
🔲 প্রত্যাখ্যান
✅ উত্তর: প্রত্যাখ্যান

৫. কোন ধরনের চেকের হস্তান্তরে অনুমোদন আবশ্যক নয়?
🔲 বাহক
🔲 হুকুম
🔲 দাগকাটা
🔲 ফাঁকা
✅ উত্তর: বাহক

৬. নতুন প্রজন্মের একটি ব্যাংক গ্রাহকের জন্য আধুনিক ব্যাংকিং সেবা হিসেবে বেছে নিতে পারে—
🔲 i. মোবাইল ব্যাংকিং
🔲 ii. লকার সুবিধা
🔲 iii. ডেবিট কার্ড।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: ii ও iii

৭. বিধিবদ্ধ তারল্য বলতে কী বোঝায়?
🔲 ব্যাংক কর্তৃক যে পরিমাণ আমানত তরল সম্পদ আকারে রাখতে হয়
🔲 আমানতের যে হার কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়
🔲 ব্যাংক সর্বোচ্চ যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারে
🔲 যে সুদে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংককে ঋণ দেয়
✅ উত্তর: ব্যাংক কর্তৃক যে পরিমাণ আমানত তরল সম্পদ আকারে রাখতে হয়

৮. বাংলাদেশ ব্যাংকের অনুপস্থিতিতে কোন ব্যাংক নিকাশ ঘরের দায়িত্ব পালন করে?
🔲 জনতা
🔲 অগ্রণী
🔲 সোনালী
🔲 রূপালী
✅ উত্তর: সোনালী

৯. বাণিজ্যিক ব্যাংকগুলোর দৈনিক নগদ জমার অত্যাবশ্যকীয় হার কত?
🔲 ৪.৫%
🔲 ৫.৫%
🔲 ৬.৫%
🔲 ৭.৫%
✅ উত্তর: ৫.৫%

১০. পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
🔲 ফেডারেল রিজার্ভ সিস্টেম
🔲 ব্যাংক অব ইংল্যান্ড
🔲 ব্যাংক অব ফ্রান্স
🔲 রিকস ব্যাংক অব সুইডেন
✅ উত্তর: রিকস ব্যাংক অব সুইডেন

১১. দাগকাটা চেকের ক্ষেত্রে কোনটি অগ্রহণযোগ্য?
🔲 অনুমোদন
🔲 অনুমোদন বা হস্তান্তর
🔲 হস্তান্তর
🔲 বড় অঙ্কের লেনদেন
✅ উত্তর: অনুমোদন বা হস্তান্তর

১২. চেকের প্রস্তুতকারককে কী বলে?
🔲 প্রাপক
🔲 অনুমোদনকারী
🔲 আদেষ্টা
🔲 আদিষ্ট
✅ উত্তর: আদেষ্টা

১৩. নিচের কোনটি চেকের ওপর উল্লেখ করতে হয় না?
🔲 স্থিতির পরিমাণ
🔲 গ্রহীতার নাম
🔲 দাতার নাম
🔲 প্রস্তুতের তারিখ
✅ উত্তর: স্থিতির পরিমাণ

১৪. ডেবিট কার্ডের সুবিধা হলো—
🔲 i. ২৪ ঘণ্টা ব্যবহার
🔲 ii. ঋণসুবিধা
🔲 iii. পণ্য ও সেবা ক্রয়ে ব্যবহার।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii

HSC ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ২য় পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

১৫. কোন ক্ষেত্রে দ্বৈত বিমা করা যায় না?
🔲 অগ্নিবিমা
🔲 জীবন বিমা
🔲 নৌ বিমা
🔲 শস্য বিমা
✅ উত্তর: জীবন বিমা

১৬. নিচের কোন শব্দ হতে Bank শব্দের উত্পত্তি?
🔲 Banco
🔲 Bancu
🔲 Banky
🔲 Banki
✅ উত্তর: Banco

১৭. প্রস্তুত তারিখের কত মাস পর কোনো চেক বাসি বলে পরিগণিত হয়?
🔲 ৩
🔲 ৪
🔲 ৫
🔲 ৬
✅ উত্তর: ৬

১৮. কোন ধরনের চেকের হস্তান্তরে অনুমোদন আবশ্যক নয়?
🔲 বাহক
🔲 হুকুম
🔲 দাগকাটা
🔲 ফাঁকা
✅ উত্তর: বাহক

১৯. গ্রাহক সেবায় ব্যবহৃত আধুনিক লেনদেন যন্ত্রগুলো—
🔲 i. ডেবিট কার্ড
🔲 ii. এ টি এম
🔲 iii. বিক্রয়সেবা বিন্দু বা পিওএস।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: ii ও iii

২০. ডেবিট কার্ডের সুবিধা হলো—
🔲 i. ২৪ ঘণ্টা ব্যবহার
🔲 ii. ঋণসুবিধা
🔲 iii. পণ্য ও সেবা ক্রয়ে ব্যবহার।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও iii

২১. ডেবিট কার্ড অপেক্ষা ক্রেডিট কার্ড উত্তম কারণ—
🔲 i. এতে ঋণ সুবিধা আছে
🔲 ii. পণ্য ও সেবা কেনার সুবিধা আছে
🔲 iii. ফান্ড ট্রান্সফারের সুবিধা আছে।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও ii

২২. বিমাকৃত ব্যক্তির মৃত্যুর পর বিমাদাবি পরিশোধ করা হয় কোন বিমায়?
🔲 জীবন বিমা
🔲 আজীবন বিমাপত্র
🔲 সাময়িক বিমাপত্র
🔲 গোষ্ঠী বিমা
✅ উত্তর: আজীবন বিমাপত্র

২৩. ব্যাংক অব ইংল্যান্ড কত সালে প্রতিষ্ঠিত হয়?
🔲 ১১৫৭
🔲 ১৪০১
🔲 ১৬৯৪
🔲 ১৮০০
✅ উত্তর: ১৬৯৪

২৪. রূপালী ব্যাংক লি. কোন ধরনের ব্যাংক?
🔲 কেন্দ্রীয়
🔲 বাণিজ্যিক
🔲 বিশেষায়িত
🔲 আঞ্চলিক ব্যাংক
✅ উত্তর: বাণিজ্যিক

২৫. গ্রামীণ ব্যাংকের প্রবক্তা কে?
🔲 ফজলে হাসান আবেদ
🔲 সাইখ সিরাজ
🔲 বাংলাদেশ সরকার
🔲 ড. মো. ইউনূস
✅ উত্তর: ড. মো. ইউনূস

২৬. ঋণদানকারী ব্যাংক প্রতিষ্ঠার তথ্য পাওয়া যায় খ্রিষ্টপূর্ব ২০০০ অব্দে প্রাচীন কোন সভ্যতার মাধ্যমে?
🔲 ভারতীয়
🔲 গ্রিক
🔲 জার্মান
🔲 রোমান
✅ উত্তর: রোমান

২৭. কখন কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে?
🔲 দ্রব্য মূল্য হ্রাস পেলে
🔲 অর্থের চাহিদা হ্রাস পেলে
🔲 মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলেমুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে
🔲 ঋণের পরিমাণ হ্রাস পেলে
✅ উত্তর: মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলেমুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে

২৮. বিশ্বে বর্তমানে প্রচলিত ক্রেডিট কার্ড হলো—
🔲 i. PayPal
🔲 ii. American Express
🔲 iii. VISA Card ।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii 
✅ উত্তর: ii ও iii

২৯. কোন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয়?
🔲 জীবন বিমা
🔲 নৌ বিমা
🔲 অগ্নিবিমা
🔲 গবাদিপশু বিমা
✅ উত্তর: জীবন বিমা

৩০. একটি বিমাকৃত সম্পদের মূল্য ১২,০০,০০০ টাকা। সম্পদটি দুটি বিমা কোম্পানির সঙ্গে বিমা করা হয়েছে। নির্ধারিত ১,০০,০০০ টাকা প্রিমিয়ামের ৭০,০০০ টাকা প্রথম বিমা কোম্পানিকে এবং ৩০,০০০ টাকা দ্বিতীয় বিমা কোম্পানিকে প্রদান করা হয়েছে। সম্পদের সম্পূর্ণ ক্ষতি হলে প্রথম বিমা কোম্পানি কত টাকা ক্ষতিপূরণ পাবে?
🔲 ১২,০০,০০০
🔲 ৮,৪০,০০০
🔲 ৬,০০,০০০
🔲 ৩,৬০,০০০
✅ উত্তর: ৮,৪০,০০০
Share:

HSC ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

উচ্চমাধ্যমিক
ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন
Model Test
সকল বোর্ড

১. কিস্তি প্রদানের নিয়মটি কোন ধরনের?
🔲 অগ্রিম বৃত্তি
🔲 সাধারণ বৃত্তি
🔲 আনুপাতিক বৃত্তি
🔲 দ্বিগুণ বৃত্তি
✅ উত্তর: সাধারণ বৃত্তি

২. কোনটি ঝুঁকিবিহীন বিনিয়োগ?
🔲 শেয়ার
🔲 বন্ড
🔲 ডিবেঞ্চার
🔲 ট্রেজারি বিল
✅ উত্তর: ট্রেজারি বিল

৩. স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারকে কয় শ্রেণিতে বা ক্যাটাগরিতে ভাগ করা যায়?
🔲 ২
🔲 ৩
🔲 ৪
🔲 ৫
✅ উত্তর: ৪

৪. ধরি, একটি বন্ডের অভিহিত বা লিখিত মূল্য ১,০০০ টাকা। যদি বন্ডটি ৯৫০ টাকায় বিক্রি হয়, তাহলে বন্ডটি কিসে বিক্রি হয়েছে?
🔲 অবহারে
🔲 অধিহারে
🔲 অভিহিত মূল্যে
🔲 কোনোটিই নয়
✅ উত্তর: অবহারে

৫. আন্ত–আয়ের হার পদ্ধতির অসুবিধা কোনটি?
🔲 সব নগদ প্রবাহ বিবেচনা করে না
🔲 অর্থের সময়মূল্য বিবেচনা করে না
🔲 একাধিক আন্ত–আয় হারজনিত জটিলতা
🔲 মূলধন ব্যয় নির্ণয়ের প্রয়োজন হয়
✅ উত্তর: একাধিক আন্ত–আয় হারজনিত জটিলতা

৬. আদর্শ বিচ্যুতি নির্ণয়ের জন্য নিচের কোনটির প্রয়োজন হয়?
🔲 গড় থেকে ব্যবধান
🔲 আদর্শ মান থেকে ব্যবধান
🔲 ঝুঁকি থেকে ব্যবধান
🔲 মুনাফা থেকে ব্যবধান
✅ উত্তর: গড় থেকে ব্যবধান

৭. বিভেদাঙ্ক দ্বারা কী পরিমাপ করা হয়?
🔲 প্রাতিষ্ঠানিক বিভেদ
🔲 ঝুঁকি
🔲 মুনাফার অঙ্কের বিভেদ
🔲 অভ্যন্তরীণ বিভেদ
✅ উত্তর: ঝুঁকি

৮. বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কোনটি?
🔲 বন্ড ক্রয়
🔲 ঋণপত্র ক্রয়
🔲 অগ্রাধিকার শেয়ার ক্রয়
🔲 সাধারণ শেয়ার ক্রয়
✅ উত্তর: সাধারণ শেয়ার ক্রয়

৯. ডিবেঞ্চারে বিনিয়োগকারীরা কোন ঝুঁকি মোকাবিলা করেন?
🔲 ব্যবসায়িক ঝুঁকি
🔲 আর্থিক ঝুঁকি
🔲 সুদের হার ঝুঁকি
🔲 তারল্য ঝুঁকি
✅ উত্তর: আর্থিক ঝুঁকি

১০. ইমন শেয়ার ক্রয়ে কোন বিষয়টি পর্যালোচনা করবেন?
🔲 মূলধন ব্যয়
🔲 আর্থিক বিবরণী
🔲 মূলধন কাঠামো
🔲 মূলধনি লাভ
✅ উত্তর: আর্থিক বিবরণী

১১. অর্থের সময় মূল্য নীতিতে—
🔲 বর্তমান অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়
🔲 ভবিষ্যতে প্রাপ্য আয়গুলোর বর্তমান মূল্য নির্ণয় করা হয়
🔲 অর্থের মাসিক ও বার্ষিক মূল্য বিবেচনা করা হয়
🔲 অর্থের শুধু অতীত মূল্য বিবেচনা করা হয়
✅ উত্তর: ভবিষ্যতে প্রাপ্য আয়গুলোর বর্তমান মূল্য নির্ণয় করা হয়

১২. তারল্য ও দেউলিয়াত্বের ঝুঁকির মধ্যে কী রকম সম্পর্ক বিদ্যমান?
🔲 সমমুখী
🔲 সমান্তরাল
🔲 বিপরীতমুখী
🔲 সমানুপাতিক
✅ উত্তর: বিপরীতমুখী

১৩. প্রয়োজনের অতিরিক্ত চলতি সম্পদ বজায় রাখলে কী হয়?
🔲 তারল্য ঝুঁকি বৃদ্ধি
🔲 তারল্যজনিত সুযোগ ব্যয় বৃদ্ধি
🔲 মুনাফা বৃদ্ধি
🔲 তারল্য ঘাটতি ব্যয়ের সৃষ্টি
✅ উত্তর: তারল্যজনিত সুযোগ ব্যয় বৃদ্ধি

১৪. রাকিব ১২% চক্রবৃদ্ধি সুদে ৫ বছরের জন্য ৭,০০০ টাকা বিনিয়োগ করল ৫ বছর সে মোট কত টাকা সুদ পাবে?
🔲 ৫,৩৩৬.৩৯ টাকা
🔲 ৩,৯৫৩.৩৬ টাকা
🔲 ২,৩৩৬.৩৯ টাকা
🔲 ১,৬৩৩.৯৩ টাকা
✅ উত্তর: ৫,৩৩৬.৩৯ টাকা

HSC ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

১৫. ধরি, একটি বন্ডের অভিহিত বা লিখিত মূল্য ১,০০০ টাকা। যদি বন্ডটি ৯৫০ টাকায় বিক্রি হয়, তাহলে বন্ডটি কিসে বিক্রি হয়েছে?
🔲 অবহারে
🔲 অধিহারে
🔲 অভিহিত মূল্যে
🔲 কোনোটিই নয়
✅ উত্তর: অবহারে

১৬. নিচের কোন অবস্থায় একজন বিনিয়োগকারী বন্ড ক্রয় করবেন?
🔲 অন্তর্নিহিত মূল্য বাজার মূল্য থেকে বেশি হলে
🔲 অন্তর্নিহিত মূল্য বাজার মূল্য থেকে কম হলে
🔲 অন্তর্নিহিত মূল্য বাজার মূল্যের সমান হলে
🔲 কোনোটিই নয়
✅ উত্তর: অন্তর্নিহিত মূল্য বাজার মূল্য থেকে বেশি হলে

১৭. ব্যবসায়ে কোন পক্ষের আয় নির্দিষ্ট নয়?
🔲 বন্ডহোল্ডারের
🔲 সাধারণ শেয়ারহোল্ডারের
🔲 অগ্রাধিকার শেয়ারহোল্ডারের
🔲 কোনোটিই নয়
✅ উত্তর: সাধারণ শেয়ারহোল্ডারের

১৮. মূলধন বাজারে আয়ের পূর্বশর্ত হলো—
🔲 মুনাফা
🔲 ঝুঁকি
🔲 লেনদেন
🔲 মূল্যবৃদ্ধি
✅ উত্তর: ঝুঁকি

১৯. নির্দিষ্ট আয়ের উত্তম বিনিয়োগ হাতিয়ার কোনটি?
🔲 সাধারণ শেয়ার
🔲 বিলম্বিত দাবিমুক্ত শেয়ার
🔲 অগ্রাধিকার শেয়ার
🔲 বন্ড ও ডিবেঞ্চার
✅ উত্তর: বন্ড ও ডিবেঞ্চার

২০. দীর্ঘমেয়াদি মূলধনের উত্স কোনটি?
🔲 শেয়ার
🔲 বাণিজ্যিক কাগজ
🔲 বিনিময় বিল
🔲 ট্রেজারি নোট

২১. মূলধন বাজার সূচক বৃদ্ধি পেলে—
🔲 প্রতিদান হ্রাস পায়
🔲 বিনিয়োগ হ্রাস পায়
🔲 প্রতিদান বৃদ্ধি পায়
🔲 তারল্য হ্রাস পায়
✅ উত্তর: প্রতিদান বৃদ্ধি পায়

২২. দীর্ঘমেয়াদি মূলধনের উত্স কোনটি?
🔲 শেয়ার
🔲 বাণিজ্যিক কাগজ
🔲 বিনিময় বিল
🔲 ট্রেজারি নোট
✅ উত্তর: শেয়ার

২৩. কোনটি ঝুঁকিবিহীন বিনিয়োগ?
🔲 শেয়ার
🔲 বন্ড
🔲 ডিবেঞ্চার
🔲 ট্রেজারি বিল
✅ উত্তর: ট্রেজারি বিল

২৪. জনাব আমিনের ব্যবসার প্রয়োজন মেটানোর জন্য কোন অর্থায়ন প্রক্রিয়া গ্রহণ করা উচিত?
🔲 মধ্যমেয়াদি
🔲 স্বল্পমেয়াদি অর্থায়ন
🔲 দীর্ঘমেয়াদি অর্থায়ন
🔲 চলতি মূলধন অর্থায়ন
✅ উত্তর: দীর্ঘমেয়াদি অর্থায়ন

২৫. ওই কোম্পানির গুরুত্ব প্রদত্ত মূলধন ব্যয় কত?
🔲 ১৩.৫%
🔲 ১৩.১৩%
🔲 ১৩%
🔲 ১২%
✅ উত্তর: ১৩.১৩%

২৬. ব্যবসাপ্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি ও বিনিয়োগের উদ্দেশ্যে সংগৃহীত তহবিলকে কী বলা হয়?
🔲 স্বল্পমেয়াদি অর্থায়ন
🔲 মধ্যমেয়াদি অর্থায়ন
🔲 দীর্ঘমেয়াদি অর্থায়ন
🔲 চলতি মূলধনের অর্থায়ন
✅ উত্তর: দীর্ঘমেয়াদি অর্থায়ন

২৭. নিচের কোনটি মূলধন বাজেটিংয়ের একটি সীমাবদ্ধতা?
🔲 সময় মূল্য বিবেচনা
🔲 উত্পাদন ব্যয়ের পরিবর্তন
🔲 বাট্টার হার বিবেচনা
🔲 প্রকল্পের মেয়াদ
✅ উত্তর: উত্পাদন ব্যয়ের পরিবর্তন

২৮. কর–পরবর্তী গড় নিট মুনাফা ৮,০০০ টাকা এবং গড় বিনিয়োগ ২০,০০০ টাকা হলে গড় মুনাফার হার কত?
🔲 ৪০%
🔲 ২০%
🔲 ১০%
🔲 ৫%
✅ উত্তর: ৪০%

২৯. প্রারম্ভিক বিনিয়োগ ১,০০,০০০ টাকা এবং বার্ষিক নগদ আন্তপ্রবাহ ২০,০০০ টাকা হলে পে-ব্যাক সময় কত?
🔲 ১০ বছর
🔲 ৭ বছর
🔲 ৫ বছর
🔲 ৩ বছর
✅ উত্তর: ৫ বছর

৩০. একটি সম্পত্তির ক্রয়মূল্য ১,০০,০০০ টাকা, জীবন কাল ৪ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা হলে সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কত?
🔲 ২৫,০০০ টাকা
🔲 ২৪,০০০ টাকা
🔲 ২৩,০০০ টাকা
🔲 ২২,৫০০ টাকা
✅ উত্তর: ২২,৫০০ টাকা
Share:

HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

উচ্চমাধ্যমিক
পৌরনীতি ও সুশাসন ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন
Model Test
সকল বোর্ড

১. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু কে?
🔲 শেরে বাংলা এ. কে. ফজলুল হক
🔲 মাওলানা ভাসানী
🔲 হোসেন শহীদ সোহরাওয়ার্দী
🔲 খাজা নাজিমউদ্দিন
✅ উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী

২. কে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের দাবিকে প্রশস্ত করেন?
🔲 দুদু মিয়া
🔲 স্যার সলিমুল্লাহ
🔲 স্যার সৈয়দ আহমদ
🔲 তিতুমীর
✅ উত্তর: স্যার সলিমুল্লাহ

৩. রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত প্রথম সংগঠনের নাম কী?
🔲 রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
🔲 তমদ্দুন মজলিস
🔲 সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদ
🔲 ছাত্রলীগ
✅ উত্তর: তমদ্দুন মজলিস

৪. কোনটি নির্বাচন কমিশনের কাজ বহির্ভূত?
🔲 উপজেলা চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করানো
🔲 ভোটার তালিকা প্রণয়ন
🔲 সীমানা নির্ধারণ
🔲 নির্বাচন পরিচালনা
✅ উত্তর: উপজেলা চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করানো

৫. কোন সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বাণিজ্য করার জন্য রানি এলিজাবেথের নিকট থেকে অনুমতি লাভ করে?
🔲 নবাব সিরাজউদ্দৌলা
🔲 নবাব আলীবর্দী খান
🔲 সম্রাট জাহাঙ্গীর
🔲 সম্রাট বাহাদুর শাহ্
✅ উত্তর: সম্রাট জাহাঙ্গীর

৬. কংগ্রেসের প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে?
🔲 চিত্তরঞ্জন দাশ
🔲 উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
🔲 সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
🔲 মহাত্মা গান্ধী
✅ উত্তর: উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

৭. ১৯০৫ সালে বঙ্গভঙ্গের মাধ্যমে কোন প্রদেশকে বিভক্ত করা হয়?
🔲 বঙ্গ
🔲 পূর্ব বাংলা ও আসাম
🔲 বাংলাদেশ
🔲 বাংলা প্রেসিডেন্সি
✅ উত্তর: পূর্ব বাংলা ও আসাম

৮. ‘ভারতে মাত্র দুটি জাতি বাস করে’—উক্তিটি কার?
🔲 মহাত্মা গান্ধী
🔲 মোহাম্মদ আলী জিন্নাহ
🔲 সুভাষ চন্দ্র বসু
🔲 জওহরলাল নেহেরু
✅ উত্তর: মোহাম্মদ আলী জিন্নাহ

৯. বঙ্গভঙ্গের বিরুদ্ধে পরিচালিত আন্দোলন কোনটি?
🔲 অসহযোগ আন্দোলন
🔲 গণ–অনশন
🔲 স্বদেশি আন্দোলন
🔲 খিলাফত আন্দোলন
✅ উত্তর: স্বদেশি আন্দোলন

১০. ভারতীয় উপমহাদেশে প্রথম রাজনৈতিক দল গঠিত হয় কত সালে?
🔲 ১৮৬১ সালে
🔲 ১৮৬৯ সালে
🔲 ১৮৮০ সালে
🔲 ১৮৮৫ সালে
✅ উত্তর: ১৮৮৫ সালে

১১. ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কে প্রথম ‘গণ বিদ্রোহ’ গড়ে তোলেন?
🔲 স্যার সৈয়দ আহমেদ
🔲 হাজী শরিয়ত উল্লাহ
🔲 তিতুমীর
🔲 মাওলানা ভাসানী
✅ উত্তর: তিতুমীর

১২. বাংলাদেশে কবে সংবিধান দিবস পালিত হয়?
🔲 ৪ আগস্ট
🔲 ৪ সেপ্টেম্বর
🔲 ৪ অক্টোবর
🔲 ৪ নভেম্বর
✅ উত্তর: ৪ নভেম্বর

HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

১৩. বিশ্ব এইডস দিবস প্রতি বছর কত তারিখে পালিত হয়?
🔲 ১ আগস্ট
🔲 ১ সেপ্টেম্বর
🔲 ১ নভেম্বর
🔲 ১ ডিসেম্বর
✅ উত্তর: ১ ডিসেম্বর

১৪. ‘দ্বিজাতি তত্ত্ব’ বলতে কী বোঝায়?
🔲 দুটি জাতি–সম্পর্কিত তত্ত্ব
🔲 দুটি প্রদেশ–সম্পর্কিত তত্ত্ব
🔲 হিন্দু–মুসলিম এক জাতি
🔲 স্বাধীনতা–সম্পর্কিত তত্ত্ব
✅ উত্তর: দুটি জাতি–সম্পর্কিত তত্ত্ব

১৫. আগরতলা মামলার প্রেক্ষিতে কী ঘটেছিল?
🔲 অসহযোগ আন্দোলন
🔲 মার্শাল ল
🔲 নির্বাচন
🔲 গণ–অভ্যুত্থান
✅ উত্তর: গণ–অভ্যুত্থান

১৬. বিদেশিরা এ দেশে কোন অধিকার ভোগ করছে?
🔲 সংগঠনের অধিকার
🔲 সমাবেশের অধিকার
🔲 ধর্ম পালনের স্বাধীনতা
🔲 নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার
✅ উত্তর: ধর্ম পালনের স্বাধীনতা

১৭. মৌলিক অধিকারের সংরক্ষক কে?
🔲 জাতিসংঘ
🔲 সংবিধান
🔲 রাষ্ট্রপতি
🔲 প্রথা
✅ উত্তর: সংবিধান

১৮. মৌলিক অধিকার লঙ্ঘিত হলে নাগরিক কোথায় মামলা করতে পারে?
🔲 আপিল বিভাগে
🔲 হাইকোর্ট বিভাগে
🔲 নিম্ন আদালতে
🔲 দেওয়ানি আদালতে
✅ উত্তর: হাইকোর্ট বিভাগে

১৯. রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ক্ষমতার ভারসাম্য রক্ষা করে কোন ধরনের প্রতিষ্ঠান?
🔲 বেসরকারি
🔲 সাংবিধানিক
🔲 আর্থিক
🔲 স্বেচ্ছাসেবী
✅ উত্তর: সাংবিধানিক

২০. নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ কার দায়িত্বের অন্তর্ভুক্ত?
🔲 সুপ্রিম কোর্ট
🔲 নির্বাচন কমিশন
🔲 ভূমি মন্ত্রণালয়
🔲 স্থানীয় সরকার
✅ উত্তর: নির্বাচন কমিশন

২১. ইভটিজিং–এর কারণ কোনটি?
🔲 নৈতিক অবক্ষয়
🔲 স্বজনপ্রীতি
🔲 সাম্প্রদায়িক সম্প্রতির অভাব
🔲 স্থানীয় সরকার কাঠামোর দুর্বলতা
✅ উত্তর: নৈতিক অবক্ষয়

২২. মুজিবনগর সরকারকে শপথবাক্য পাঠ করান কে?
🔲 কমরেড মণিসিং
🔲 আব্দুল হান্নান
🔲 আব্দুল হামিদ
🔲 অধ্যাপক ইউসুফ আলী
✅ উত্তর: অধ্যাপক ইউসুফ আলী

২৩. ফরায়েজি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?
🔲 তিতুমীর
🔲 হাজী শরীয়তউল্লাহ
🔲 নবাব আব্দুল লতিফ
🔲 হাজী মুহাম্মদ মোহসিন
✅ উত্তর: হাজী শরীয়তউল্লাহ

২৪. ‘বুলেটের চেয়ে ব্যালটের শক্তি বেশি’—উক্তিটি কে করেছেন?
🔲 মওলানা আব্দুল খান ভাসানী
🔲 শেরে বাংলা এ. কে. ফজলুল হক
🔲 নবাব স্যার সলিমুল্লাহ
🔲 হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী
✅ উত্তর: হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী

২৫. ‘ন্যায়পালের’ প্রথম ব্যবহার দেখা যায় কোন দেশে?
🔲 সুইডেনে
🔲 জাপানে
🔲 ভারতে
🔲 নেপালে
✅ উত্তর: সুইডেনে
Share:

HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

উচ্চমাধ্যমিক
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন
Model Test
সকল বোর্ড

১. মানুষের সামাজিক আচরণের ভালোমন্দ বিচারের মাপকাঠি কোনটি?
🔲 ধর্ম
🔲 প্রথা
🔲 মূল্যবোধ
🔲 আইন
✅ উত্তর: মূল্যবোধ

২. সংসদ সদস্যরা সরকারের কোন বিভাগের অন্তর্ভুক্ত?
🔲 আইন
🔲 শাসন
🔲 বিচার
🔲 জনপ্রশাসন
✅ উত্তর: আইন

৩. জনসমষ্টির মানসিক ঐক্যানুভূতির মাধ্যমে কী গড়ে ওঠে?
🔲 জাতি
🔲 জাতীয়তা
🔲 রাষ্ট্র
🔲 সংঘ
✅ উত্তর: জাতীয়তা

৪. দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের সদিচ্ছাকে কী বলে?
🔲 স্বাধীনতা
🔲 মুক্তি
🔲 দেশপ্রেম
🔲 জাতীয়তা
✅ উত্তর: দেশপ্রেম

৫. কোন সরকারব্যবস্থায় একাধিক প্রদেশ মিলে সরকার গঠিত হয়?
🔲 এককেন্দ্রিক
🔲 গণতান্ত্রিক
🔲 যুক্তরাষ্ট্রীয়
🔲 একনায়কতান্ত্রিক
✅ উত্তর: যুক্তরাষ্ট্রীয়

৬. রাজতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্যগুলো হলো—
🔲 i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
🔲 ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুপস্থিত
🔲 iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও ii

৭. রাজতান্ত্রিক শাসন কত ধরনের হয়ে থাকে?
🔲 দুই
🔲 তিন
🔲 চার
🔲 পাঁচ
✅ উত্তর: দুই

৮. নিয়মিত কর প্রদান করা কোন ধরনের কর্তব্য?
🔲 সামাজিক
🔲 রাজনৈতিক
🔲 অর্থনৈতিক
🔲 নৈতিক
✅ উত্তর: অর্থনৈতিক

৯. আইনের শাসনের ফলে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় কোনটি?
🔲 সাম্য
🔲 সুশিক্ষা
🔲 গণতান্ত্রিক ঐতিহ্য
🔲 ব্যক্তিকেন্দ্রিক চেতনা
✅ উত্তর: সাম্য

১০. মানুষের জীবনধারণের জন্য যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা অপরিহার্য; তেমনি জাতি গঠনে কোনটি অপরিহার্য?
🔲 সামাজিক সংগঠন
🔲 রাজনৈতিক সংগঠন
🔲 ধর্মীয় সংগঠন
🔲 অর্থনৈতিক সংগঠন
✅ উত্তর: রাজনৈতিক সংগঠন

১১. ধর্মচর্চা কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত?
🔲 সামাজিক স্বাধীনতা
🔲 রাজনৈতিক স্বাধীনতা
🔲 ব্যক্তিগত স্বাধীনতা
🔲 অর্থনৈতিক স্বাধীনতা
✅ উত্তর: ব্যক্তিগত স্বাধীনতা

১২. অবাধ স্বাধীনতা কিসের নামান্তর?
🔲 স্বেচ্ছাচারিতা
🔲 আইনের শাসন
🔲 ব্যক্তিস্বাধীনতা
🔲 অধিকার
✅ উত্তর: স্বেচ্ছাচারিতা

১৩. ‘Civics’ শব্দটি এসেছে ল্যাটিন শব্দ—
🔲 i. Civis
🔲 ii. Civitas
🔲 iii. Civites ।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও ii

১৪. বাংলাদেশের আইনসভার নাম কী?
🔲 পার্লামেন্ট
🔲 কংগ্রেস
🔲 বিধানসভা
🔲 জাতীয় সংসদ
✅ উত্তর: জাতীয় সংসদ

HSC পৌরনীতি ও সুশাসন ১ম পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

১৫. ‘আইন হচ্ছে আবেগহীন যুক্তি।’—কার উক্তি?
🔲 অ্যারিস্টটল
🔲 হল্যান্ড
🔲 অধ্যাপক লাস্কি
🔲 অধ্যাপক ডাইসি
✅ উত্তর: অ্যারিস্টটল

১৬. প্রাকৃতিক স্বাধীনতার প্রবক্তা কে?
🔲 হারবার্ট স্পেনসার
🔲 জন স্টুয়ার্ট মিল
🔲 জন লক
🔲 হ্যারল্ড জে লাস্কি
✅ উত্তর: জন লক

১৭. মূল্যবোধের নির্ধারক কোনটি?
🔲 নৈতিকতা
🔲 ধর্ম
🔲 আচরণ
🔲 অভ্যাস
✅ উত্তর: নৈতিকতা

১৮. সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা প্রভৃতি মানবীয় গুণাবলির সমষ্টিকে কী বলা হয়?
🔲 মূল্যবোধ
🔲 ন্যায়বিচার
🔲 যোগ্যতা
🔲 দায়িত্বশীলতা
✅ উত্তর: মূল্যবোধ

১৯. ‘যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না’—উক্তিটি কার?
🔲 জন অস্টিন
🔲 জন লক
🔲 টমাস হবস
🔲 অধ্যাপক গেটেল
✅ উত্তর: টমাস হবস

২০. আইনের প্রধান উৎস কোনটি?
🔲 প্রথা
🔲 ধর্ম
🔲 ন্যায়বোধ
🔲 আইনসভা
✅ উত্তর: আইনসভা

২১. জাতীয়তাবাদের জনক বলা হয় কাকে?
🔲 মার্শাল ম্যাকলুহান
🔲 ম্যাকনামারা
🔲 টাকিম ফোটোপলস
🔲 হবস্
✅ উত্তর: হবস্

২২. বিশ্বায়নের প্রধান সহায়ক শক্তি কোনটি?
🔲 তথ্যপ্রযুক্তি
🔲 পরিবেশ
🔲 সংস্কৃতি
🔲 আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ
✅ উত্তর: তথ্যপ্রযুক্তি

২৩. নেতৃত্ব কোন ধরনের গুণ?
🔲 পারিবারিক গুণ
🔲 মানবিক গুণ
🔲 রাজনৈতিক গুণ
🔲 সামাজিক গুণ
✅ উত্তর: সামাজিক গুণ

২৪. ‘বিরোধী দলের কাজ হলো বিরোধিতা করা’—উক্তিটি কার?
🔲 লাস্কি
🔲 ফাইনার
🔲 ম্যাক্স ওয়েবার
🔲 ব্রাইস
✅ উত্তর: লাস্কি

২৫. বার্ট্রান্ড রাসেলের মতে, একজন নেতাকে কয়টি গুণের অধিকারী হতে হবে?
🔲 দুইটি
🔲 তিনটি
🔲 চারটি
🔲 পাঁচটি
✅ উত্তর: তিনটি
Share:

HSC সমাজকর্ম ২য় পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

উচ্চমাধ্যমিক
সমাজকর্ম ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন
Model Test
সকল বোর্ড

১. সামাজিক জীব হিসেবে মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা কোনটি?
🔲 সামাজিক নিরাপত্তা
🔲 রাজনৈতিক নিরাপত্তা
🔲 অর্থনৈতিক নিরাপত্তা
🔲 সাংস্কৃতিক নিরাপত্তা
✅ উত্তর: সামাজিক নিরাপত্তা

২. বিবাহ, তালাক, দেনমোহর ও উত্তরাধিকার ইত্যাদি বিষয়ের সাথে কোন আইনের সামঞ্জস্য রয়েছে?
🔲 ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন
🔲 ১৯৭৪ সালের শিশু আইন
🔲 ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইন
🔲 ১৯৮৩ সালের নারী নির্যাতন আইন
✅ উত্তর: ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন

৩. মুসলিম সমাজের বহুবিবাহ, বাল্যবিবাহ ও বিবাহ বিচ্ছেদকে নিরুৎসাহিত করা হয়েছে কীভাবে?
🔲 মুসলিম পারিবারিক আইনের মাধ্যমে
🔲 পারিবারিক আদালত অর্ডিন্যান্সের মাধ্যমে
🔲 জরুরি আইনের মাধ্যমে
🔲 ফৌজদারি আইনের মাধ্যমে
✅ উত্তর: মুসলিম পারিবারিক আইনের মাধ্যমে

৪. ইংরেজি Education–এর প্রতিশব্দ Educare. এটি কোন ভাষা থেকে এসেছে?
🔲 গ্রিক
🔲 ল্যাটিন
🔲 ফরাসি
🔲 স্প্যানিশ
✅ উত্তর: ল্যাটিন

উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নটির উত্তর দাও:
রফিক কমলাপুর রেলস্টেশনে থাকে। বাবা–মা হারা রফিকের থাকার কোনো সুনির্দিষ্ট জায়গা নেই। ফুটপাতই তার ঘর। ঠিকমতো খাবার জোটে না, স্কুলে যায় না, রাত হলে ফুটপাতেই ঘুমিয়ে পড়ে।

৫. উদ্দীপকের রফিকের জীবনে কোন চাহিদার অভাব রয়েছে?
🔲 জামাকাপড়
🔲 ভালোবাসা
🔲 বাসস্থান
🔲 মৌলিক অধিকার
✅ উত্তর: মৌলিক অধিকার

৬. বস্ত্র খাতে বিদ্যমান সমস্যার মধ্যে আছে—
🔲 i. প্রতিকূল পরিবেশ
🔲 ii. পর্যাপ্ত বিনিয়োগ
🔲 iii. ত্রুটিপূর্ণ বস্ত্রনীতি।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও iii

৭. পল্লব বন্ধুদের পাল্লায় পড়ে কৌতূহলবশত মাদক গ্রহণ করে। বাংলাদেশে অসংখ্য যুবক আছে, যারা পল্লবের মতো মাদকাসক্ত। এভাবে মাদকাসক্তি—
🔲 i. তরুণদের করে তুলছে কর্মহীন
🔲 ii. সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটাচ্ছে
🔲 iii. জনজীবন বিপর্যস্ত করছে।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও iii

৮. কোন আইনটি নারীদের জন্য নিরাপত্তা সেফগার্ড হিসেবে পরিচিত?
🔲 শ্রমিক ক্ষতিপূরণ আইন
🔲 মুসলিম পারিবারিক আইন
🔲 শিশু আইন
🔲 নারী ও শিশু নির্যাতন দমন আইন
✅ উত্তর: মুসলিম পারিবারিক আইন

৯. গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?
🔲 গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে
🔲 ডা. এ কে এম আবদুল ওয়াহেদ
🔲 ড. মুহাম্মদ ইউনূস
🔲 আনোয়ার হোসেন
✅ উত্তর: ড. মুহাম্মদ ইউনূস

১০. সমাজবিজ্ঞানী চার্লট টোলের মতে মৌলিক মানবিক চাহিদা কত প্রকার?
🔲 ৪
🔲 ৫
🔲 ৬
🔲 ৭
✅ উত্তর: ৬

১১. চিকিত্সা সমাজকর্মের বর্তমান নাম কী?
🔲 ক্লিনিক্যাল সমাজসেবা
🔲 হাসপাতাল সমাজসেবা
🔲 সাইকিয়াট্রিক সমাজকর্ম
🔲 সেবামূলক সমাজকর্ম
✅ উত্তর: হাসপাতাল সমাজসেবা

১২. সামাজিক উন্নয়ন ও প্রগতির পথে যা প্রতিবন্ধক বা বাধার সৃষ্টি করে তাকে কী বলে?
🔲 সামাজিক আইন
🔲 সামাজিক সমস্যা
🔲 সামাজিক নিরাপত্তাহীনতা
🔲 সামাজিক প্রগতিহীনতা
✅ উত্তর: সামাজিক সমস্যা

১৩. যৌতুক প্রথার ফলাফল হচ্ছে—i. দাম্পত্য কলহ
🔲 ii. নারীর নিরাপত্তাহীনতা
🔲 iii. আত্মহত্যা।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii

১৪. ‘সামাজিক প্রতিষ্ঠান’ আসলে কী?
🔲 ‘সামাজিক প্রতিষ্ঠান’ আসলে কী?
🔲 একটি অবকাঠামো
🔲 একটি শক্তি
🔲 একটি বন্ধন
✅ উত্তর: ‘সামাজিক প্রতিষ্ঠান’ আসলে কী?

১৫. গতিশীল কার্যপ্রণালি কোন প্রত্যয়ের বৈশিষ্ট্য?
🔲 আঞ্চলিক সংস্থা
🔲 সামাজিক প্রতিষ্ঠান
🔲 আন্তর্জাতিক সংস্থা
🔲 আন্তর্জাতিক প্রতিষ্ঠান
✅ উত্তর: সামাজিক প্রতিষ্ঠান

১৬. উল্লিখিত ইউপি চেয়ারম্যান কোন আইনের আওতায় এ সমস্যার সমাধান করবেন?
🔲 যৌতুক নিরোধ আইন-১৯৮০
🔲 যৌতুক নিরোধ আইন-১৯৮০
🔲 নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০৩
🔲 মুসলিম পারিবারিক অধ্যাদেশ-১৯৬১
✅ উত্তর: মুসলিম পারিবারিক অধ্যাদেশ-১৯৬১

১৭. মানবসভ্যতার প্রধান নির্দেশক কোনটি?
🔲 চিকিত্সা
🔲 বস্তু
🔲 খাদ্য
🔲 বাসস্থান
✅ উত্তর: বস্তু

১৮. মৌলিক মানবিক চাহিদাগুলো বৈশিষ্ট্যগতভাবে কোন ধরনের হয়?
🔲 অপূরণীয়
🔲 অস্থিতিশীল
🔲 চিরন্তন ও সর্বজনীন
🔲 সংকীর্ণ ও পরিবর্তনযোগ্য
✅ উত্তর: চিরন্তন ও সর্বজনীন

১৯. প্রথম লেডি অ্যালমনার মেরি স্টুয়ার্ট কত সালে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন?
🔲 ১৮৯৪ সালে
🔲 ১৮৯৫ সালে
🔲 ১৮৯৬ সালে
🔲 ১৮৯৭ সালে
✅ উত্তর: ১৮৯৫ সালে

২০. সমাজকর্মের কোন শাখা ‘Radical Social Work' হিসেবে পরিচিতি পেয়েছে?
🔲 প্রগতিশীল সমাজকর্ম
🔲 শিল্প সমাজকর্ম
🔲 ক্লিনিক্যাল সমাজকর্ম
🔲 পেশাগত সমাজকর্ম
✅ উত্তর: প্রগতিশীল সমাজকর্ম

২১. চিকিত্সা সমাজকর্মের আবির্ভাবে কোন ব্যক্তির অবদান সবচেয়ে বেশি?
🔲 ম্যারি রিচমন্ড
🔲 ডাঃ এ.এস. রিচার্ড সি ক্যাবট
🔲 ডাঃ এ.এস. চার্লস পি এমারসন
🔲 ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার
✅ উত্তর: ডাঃ এ.এস. রিচার্ড সি ক্যাবট

২২. সামাজিক সমস্যার বৈশিষ্ট্য কোনটি?
🔲 অসম সাংস্কৃতিক পরিবর্তন
🔲 বাস্তবমুখী নীতির অভাব
🔲 শিল্পায়ন ও নগরায়ণের প্রভাব
🔲 আদর্শ ও মূল্যবোধের পরিপন্থি
✅ উত্তর: আদর্শ ও মূল্যবোধের পরিপন্থি

২৩. সামাজিক সমস্যার কারণ হলো—
🔲 i. মৌল মানবিক চাহিদার অপূরণ
🔲 ii. জনসংখ্যাস্ফীতি
🔲 iii. সম্পদের অসম বণ্টন।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii

উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নটির উত্তর দাও:
মোতালেব কতগুলো নিয়ম-কানুন, আচার-অনুষ্ঠান ও বিশ্বাস অনুশীলন করছেন যা তাকে সুন্দর, পবিত্র ও কল্যাণের পথ দেখায়।

২৪. উদ্দীপকে কোন সামাজিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে?
🔲 পরিবার
🔲 বিবাহ
🔲 ধর্ম
🔲 রীতিনীতি
✅ উত্তর: ধর্ম

২৫. মানুষের সামাজিক সম্পর্ক ও সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করে কোনটি?
🔲 সামাজিক আইন
🔲 সামাজিক আইন
🔲 আন্তর্জাতিক আইন
🔲 দেওয়ানি আইন
✅ উত্তর: সামাজিক আইন

২৬. সামাজিক আইনের অন্যতম লক্ষ্য হলো—
🔲 i. আইনগত কাঠামোর আওতায় মানুষের অধিকার ভোগের নিশ্চয়তা প্রদান
🔲 ii. অন্যের অধিকারে হস্তক্ষেপ করা
🔲 iii. সামাজিক ভূমিকা পালনে ব্যক্তিকে সক্ষম করে তোলা।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও iii

২৭. বাংলাদেশে কয়টি পর্যায়ে সমাজসেবা কার্যক্রম পরিচালিত হয়?
🔲 দুটি
🔲 তিনটি
🔲 চারটি
🔲 পাঁচটি
✅ উত্তর: দুটি

২৮. ব্র্যাকের শিক্ষা কার্যক্রম কয়টি ভাগে বিভক্ত?
🔲 দুইটি
🔲 তিনটি
🔲 চারটি
🔲 পাঁচটি
✅ উত্তর: দুইটি

২৯. কোন প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী যুদ্ধাহত শিশুদের পুনর্বাসন ও কল্যাণে অবদান রাখার জন্য ১৯৬৫ সালে নোবেল পায়?
🔲 ইউনিসেফ
🔲 ইউএনডিপি
🔲 আইএলও
🔲 কেয়ার
✅ উত্তর: ইউনিসেফ

৩০. ‘জগতের সকল মানুষ সমান’- উক্তিটি করেছেন কে?
🔲 সক্রেটিস
🔲 অ্যারিস্টটল
🔲 আলেকজান্ডার
🔲 অগাস্ট কোঁৎ
✅ উত্তর: অ্যারিস্টটল
Share: