HSC সমাজকর্ম ১ম পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

উচ্চমাধ্যমিক
সমাজকর্ম
বহুনির্বাচনি প্রশ্ন
Model Test
সকল বোর্ড

১. সমাজকর্ম পেশা মূলত কী কেন্দ্রিক?
🔲 সেবাকেন্দ্রিক
🔲 সমষ্টিকেন্দ্রিক
🔲 সমস্যা সমাধানকেন্দ্রিক
🔲 দলকেন্দ্রিক
✅ উত্তর: সমস্যা সমাধানকেন্দ্রিক

২. দিবাযত্নকেন্দ্র, বেবিহোম, শিশুযত্নকেন্দ্র, নারী উন্নয়ন ইত্যাদি কোন শ্রেণির কল্যাণ গঠিত কর্মসূচি?
🔲 সুবিধাপ্রাপ্ত শ্রেণি
🔲 স্বাবলম্বী শ্রেণি
🔲 চাকরিজীবী শ্রেণি
🔲 সুবিধাবঞ্চিত শ্রেণি
✅ উত্তর: সুবিধাবঞ্চিত শ্রেণি

৩. দল সমাজকর্মে প্রতিষ্ঠান কয় ধরনের হয়?
🔲 ২
🔲 ৩
🔲 ৪
🔲 ৫
✅ উত্তর: ২

৪. পেশার বৈশিষ্ট্য কোনটি?
🔲 পরিবর্তনীয়
🔲 কায়িকশ্রমনির্ভর
🔲 অর্থ উপার্জনশীল
🔲 স্বেচ্ছাশ্রমনির্ভর
✅ উত্তর: অর্থ উপার্জনশীল

৫. সমাজকর্মের কোন কার্যক্রমে কয়েদি পুনর্বাসনকে গুরুত্ব দেওয়া হয়?
🔲 সংশোধনমূলক
🔲 প্রতিকারমূলক
🔲 প্রতিরোধমূলক
🔲 সংস্কারমূলক
✅ উত্তর: সংশোধনমূলক

৬. ‘সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তির সামাজিক ভূমিকা পালনে সাহায্য করে’—কথাটির তাৎপর্য কী?
🔲 নাগরিকের মধ্যে দায়িত্ব-কর্তব্যের অনুভূতি সৃষ্টি করে
🔲 ব্যক্তির সুপ্ত ক্ষমতাকে জাগ্রত করে
🔲 ব্যক্তির সামাজিকীকরণকে ফলপ্রসূ করে
🔲 ব্যক্তির মনোজাগতিক পরিবর্তন ঘটায়
✅ উত্তর: ব্যক্তির সুপ্ত ক্ষমতাকে জাগ্রত করে

৭. NASW কোন দেশের সমাজকর্মীদের সংগঠন?
🔲 ইংল্যান্ড
🔲 যুক্তরাষ্ট্র
🔲 ভারত
🔲 অস্ট্রেলিয়া
✅ উত্তর: যুক্তরাষ্ট্র

৮. পেশা ও বৃত্তির মূল সাদৃশ্য হলো, উভয়ই—
🔲 জীবিকা অর্জনের পন্থা
🔲 নীতি ও মূল্যবোধ মেনে চলে
🔲 দায়িত্ব ও জবাবদিহিতার আওতাধীন
🔲 বিশেষ জ্ঞান ও নৈপুণ্যসম্পন্ন
✅ উত্তর: জীবিকা অর্জনের পন্থা

৯. পেশার মূল দিক কোনটি?
🔲 জীবন ধারণের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড
🔲 বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা অর্জন
🔲 ব্যবহারিক জ্ঞানের বাস্তব সমন্বয়
🔲 বিশেষ জ্ঞানার্জন
✅ উত্তর: বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা অর্জন

১০. ‘পেশা হলো অন্যকে নির্দেশনা, পরিচালনা ও উপদেশ প্রদানের এমন এক জীবিকা, যার জন্য বিশেষ জ্ঞানার্জন প্রয়োজন’—সংজ্ঞাটি কে প্রদান করেছেন?
🔲 সমাজকল্যাণ অভিধান
🔲 এ ই বোন
🔲 সমাজকর্ম অভিধান
🔲 উইলবার্ড ই মোর
✅ উত্তর: এ ই বোন

১১. স্বেচ্ছামূলক সমাজকল্যাণের বৈশিষ্ট্য কোনটি?
🔲 মানব আচরণ–সম্পর্কিত জ্ঞান অর্জন
🔲 সব মানুষের কল্যাণ প্রচেষ্টা
🔲 জনগণের স্বতঃস্ফূর্ত উদ্যোগ
🔲 মানুষের সার্বিক কল্যাণ সাধন
✅ উত্তর: সব মানুষের কল্যাণ প্রচেষ্টা

১২. কোনটি অতি প্রাচীন সমাজকল্যাণ প্রতিষ্ঠান?
🔲 যাকাত
🔲 সরাইখানা
🔲 দানশীলতা
🔲 সদকা
✅ উত্তর: দানশীলতা

১৩. শিল্পকলাকে সমাজের দর্পণ বলা হয় কেন?
🔲 পারিবারিক জীবনের বিভিন্ন দিকের প্রতিফলন থাকে বলে
🔲 সমাজজীবনের বিভিন্ন দিকের প্রতিফলন ঘটায় বলে
🔲 ব্যক্তিজীবনের বিভিন্ন দিকের প্রতিফলন ঘটায় বলে
🔲 নাগরিক জীবনের বিভিন্ন দিকের প্রতিফলন ঘটে বলে
✅ উত্তর: সমাজজীবনের বিভিন্ন দিকের প্রতিফলন ঘটায় বলে

১৪. সনাতন সমাজকল্যাণের পরিশীলিত রূপ কোনটি?
🔲 ঐতিহ্যবাহী সমাজকল্যাণ
🔲 সমাজকর্ম
🔲 শিল্প সমাজকর্ম
🔲 সমাজবিজ্ঞান
✅ উত্তর: সমাজকর্ম

১৫. ‘সক্ষমকারী পেশা’ বলতে কী বোঝায়?
🔲 সমাজকর্মী নিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে
🔲 সমস্যাগ্রস্ত ব্যক্তির চাকরির ব্যবস্থা করা
🔲 সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আর্থিক সাহায্য দেওয়া
🔲 সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা
✅ উত্তর: সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা

HSC সমাজকর্ম ১ম পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

১৬. সরকারি পর্যায়ে দারিদ্র সমস্যা মোকাবিলা করার লক্ষ্যে ইংল্যান্ডে সর্বপ্রথম গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করেন কে?
🔲 রানি এলিজাবেথ
🔲 রাজা তৃতীয় এডওয়ার্ড
🔲 রাজা অষ্টম হেনরি
🔲 স্যার উইলিয়াম হেনরি বিভারিজ
✅ উত্তর: রাজা অষ্টম হেনরি

১৭. কত সালে প্রথম দরিদ্র আইন প্রণীত হয়?
🔲 ১৪৪৯ সালে
🔲 ১৩৪৯ সালে
🔲 ১৬৪৯ সালে
🔲 ১৫৪৯ সালে
✅ উত্তর: ১৩৪৯ সালে

১৮. ‘ব্ল্যাক ডেথ’ হলো—
🔲 i. প্লেগজনিত মৃত্যু
🔲 ii. শিল্প দুর্ঘটনায় মৃত্যু
🔲 iii. তীব্র শ্রমিকসংকট।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও ii

১৯. কোন মূল্যবোধ ব্যক্তিকে আলাদা সত্তা হিসেবে আত্মপ্রকাশে বাধা সৃষ্টি করে?
🔲 ব্যক্তিস্বাতন্ত্র্য মূল্যবোধ
🔲 পারিবারিক মূল্যবোধ
🔲 পেশাগত মূল্যবোধ
🔲 জাতীয় মূল্যবোধ
✅ উত্তর: পারিবারিক মূল্যবোধ

২০. রিপন একজন সমাজকর্মী ও সোহেল একজন পুলিশ কর্মকর্তা। কোন মূল্যবোধগত কারণে রিপন ও সোহেল একে অন্যের থেকে পৃথক?
🔲 ধর্মীয়
🔲 জাতীয়
🔲 আধ্যাত্মিক
🔲 পেশাগত
✅ উত্তর: পেশাগত

২১. সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি লাভ করে কখন?
🔲 ১৯১৩ সালে
🔲 ১৯১৮ সালে
🔲 ১৯৪০ সালে
🔲 ১৯৬০ সালে
✅ উত্তর: ১৯৪০ সালে

২২. মানবসমস্যা মূলত কয়টি পর্যায়ে বিস্তৃত?
🔲 ২টি
🔲 ৩টি
🔲 ৪টি
🔲 ৫টি
✅ উত্তর: ৩টি

২৩. সমাজকর্মের মূল লক্ষ্য হলো—
🔲 i. ব্যক্তি, দল ও সমষ্টির সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলা
🔲 ii. ব্যক্তি ও পরিবেশের মধ্যে কার্যকর মিথষ্ক্রিয়া স্থাপন
🔲 iii. ভৌত অবকাঠামোগত উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও ii

২৪. ইংল্যান্ডে প্রথম দরিদ্র আইন, ১৩৪৯ প্রণয়নের মূল লক্ষ্য ছিল—
🔲 i. সক্ষম শ্রমিকদের যেকোনো ইচ্ছুক মালিকদের অধীনে নিজ এলাকায় কাজ করাতে বাধ্য করা
🔲 ii. ভবঘুরেমি ও ভিক্ষাবৃত্তি বন্ধ করা
🔲 iii. সক্ষম দরিদ্রদের ভিক্ষাদানে জনগণকে উৎসাহিত করা।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও iii

২৫. ‘১৮৩৪ সালের দরিদ্র আইন সংস্কার’ এ আইনটিকে নির্মম বলা হয় কেন?
🔲 দরিদ্রদের ভিক্ষাবৃত্তি বন্ধ করে দেওয়ায়
🔲 শ্রমাগারে দরিদ্রদের ওপর নির্যাতন করার বিধান থাকায়
🔲 দরিদ্রদের সামাজিকভাবে বসবাসের অধিকার কেড়ে নেওয়ায়
🔲 দরিদ্রদের মেরে ফেলার বিধান থাকায়
✅ উত্তর: শ্রমাগারে দরিদ্রদের ওপর নির্যাতন করার বিধান থাকায়

২৬. নৈতিকতা এবং ব্যবহারিক জ্ঞানভিত্তিক জীবিকা নির্বাহের পন্থাকে কী বলা হয়?
🔲 দল
🔲 পেশা
🔲 কর্ম
🔲 জ্ঞান
✅ উত্তর: পেশা

২৭. ওয়াক্‌ফকৃত সম্পত্তি তত্ত্বাবধায়কের নাম কী?
🔲 মোতাওয়াল্লি
🔲 সেবায়েত
🔲 নায়েব
🔲 খাদেম
✅ উত্তর: মোতাওয়াল্লি

২৮. কীরূপ নীতি অবলম্বন করলে ব্যক্তির সমস্যার সমাধান সম্ভব?
🔲 জটিল নীতি
🔲 নমনীয় নীতি
🔲 একই নীতি
🔲 ভিন্নধর্মী নীতি
✅ উত্তর: ভিন্নধর্মী নীতি

২৯. পেশার কোন বৈশিষ্ট্য সমাজকর্মের ক্ষেত্রে প্রযোজ্য?
🔲 বিশেষ জ্ঞান
🔲 উপার্জন ক্ষমতা
🔲 উচ্চতর ডিগ্রি
🔲 দায়িত্ববোধ
✅ উত্তর: বিশেষ জ্ঞান

৩০. উপজেলা সমাজসেবা কর্মসূচি পূর্বে কী নামে পরিচিত ছিল?
🔲 গ্রামীণ সমাজসেবা কর্মসূচি
🔲 ইউনিয়ন সমাজসেবা কর্মসূচি
🔲 থানা সমাজসেবা কর্মসূচি
🔲 জেলা সমাজসেবা কর্মসূচি
✅ উত্তর: গ্রামীণ সমাজসেবা কর্মসূচি
Share:

HSC সমাজবিজ্ঞান ২য় পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

উচ্চমাধ্যমিক
সমাজবিজ্ঞান ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন
Model Test
সকল বোর্ড

১. ‘সমাজবিজ্ঞান সমীক্ষণ’ বইটির রচয়িতা কে?
🔲 ড. এ কে নাজমুল করিম
🔲 অধ্যাপাক আফসার উদ্দিন
🔲 অধ্যাপক ফজলুর রশিদ হক
🔲 ড. রঙ্গলাল সেন
✅ উত্তর: ড. এ কে নাজমুল করিম

২. কাকে আহ্বায়ক করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়েছিল?
🔲 গোলাম মাহবুব
🔲 আবদুল মতিন
🔲 অলি আহাদ
🔲 শামসুল হক
✅ উত্তর: আবদুল মতিন

৩. বাংলাদেশের গ্রাম ও শহর সমাজের প্রধান পার্থক্য নির্দেশ করে কোনটি?
🔲 কৃষিজ ও অকৃষিজ পেশা
🔲 সাংস্কৃতিক বিভাজন
🔲 পরিবারের ধরন
🔲 খাদ্যাভাসের ভিন্নতা
✅ উত্তর: কৃষিজ ও অকৃষিজ পেশা

৪. নিচের কোনটিকে বাংলাদেশের শাসক এলিট বলা যায়?
🔲 বৃহৎ রাজনৈতিক দল
🔲 বিরোধী রাজনৈতিক দল
🔲 ক্ষমতাসীন রাজনৈতিক দল
🔲 নাগরিক সংগঠন
✅ উত্তর: ক্ষমতাসীন রাজনৈতিক দল

৫. বাংলাদেশে শহর সমাজে মর্যাদার প্রধান বিষয় কী?
🔲 সম্পদ
🔲 রাজনীতি
🔲 বংশ মর্যাদা
🔲 পেশা ও শিক্ষা
✅ উত্তর: পেশা ও শিক্ষা

৬. ‘নিরক্ষরতা’ কী?
🔲 বক্তব্য বুঝতে না পারা
🔲 লিখার অক্ষমতা
🔲 পড়তে ও লিখতে না পারা
🔲 শুধু অক্ষরজ্ঞান থাকা
✅ উত্তর: পড়তে ও লিখতে না পারা

৭. বাংলাদেশ জলবায়ু পরিবর্তনকে মাথায় রেখে কী প্রণয়ন করেছে?
🔲 ভিশন ২০১৫
🔲 ভিশন ২০২১
🔲 ভিশন ২০২৯
🔲 ভিশন ২০৪১
✅ উত্তর: ভিশন ২০২১

৮. কত সালে নারী উন্নয়ন নীতি ঘোষিত হয়?
🔲 ২০০৮
🔲 ২০০৯
🔲 ২০০৯
🔲 ২০০৯
✅ উত্তর: ২০০৯

৯. টার্গেট গ্রুপ পদ্ধতি কী?
🔲 দারিদ্র্য বিমোচন কার্যক্রম
🔲 ধর্মীয় গোঁড়ামি দূরীকরণ
🔲 দক্ষ কর্মী বাহিনী গঠন
🔲 কর্মসংস্থান সৃষ্টি
✅ উত্তর: দারিদ্র্য বিমোচন কার্যক্রম

১০. বেসরকারি সংস্থার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হয়—
🔲 i. সরকারি অনুমোদন নিয়ে
🔲 ii. সরকার গৃহীত পরিকল্পনা নীতির সঙ্গে সম্পর্কিতভাবে
🔲 iii. সমাজকল্যাণ বিভাগের রেজিস্ট্রশনপ্রাপ্ত হয়ে?

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii

১১. সর্বপ্রথম পাথর ঘষে আগুন আবিষ্কার করে কোন ধরনের মানুষ?
🔲 সর্বপ্রথম পাথর ঘষে আগুন আবিষ্কার করে কোন ধরনের মানুষ?
🔲 পিকিং
🔲 আর্য
🔲 হাইডেলবার্গ
✅ উত্তর: সর্বপ্রথম পাথর ঘষে আগুন আবিষ্কার করে কোন ধরনের মানুষ?

১২. ‘The Indian Musalmans’ গ্রন্থের লেখক কে?
🔲 হেনরি সামনার মেইন
🔲 উইলিয়াম হান্টার
🔲 হরপ্রসাদ শাস্ত্রী
🔲 রাধাকমল মুখার্জি
✅ উত্তর: উইলিয়াম হান্টার

১৩. বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার পটভূমির ক্ষেত্র—
🔲 i. পাশ্চাত্যের লেখকগণের ভূমিকা রয়েছে
🔲 ii. আরবীয় লেখকগণের ভূমিকা রয়েছে
🔲 iii. দেশীয় সমাজবিজ্ঞানীদের ভূমিকা রয়েছে?

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: ii ও iii

১৪. কোন সভ্যতা শক্তিশালী আর্থিক বুনিয়াদের ওপর প্রতিষ্ঠিত ছিল?
🔲 হিব্রু সভ্যতা
🔲 সিন্ধু সভ্যতা
🔲 ফিনিশীয় সভ্যতা
🔲 সুমেরীয় সভ্যতা
✅ উত্তর: সিন্ধু সভ্যতা

১৫. পশ্চিম পাকিস্তানের শিল্পকাঠামো গড়ে উঠেছিল কীভাবে?
🔲 পূর্ব পাকিস্তানের রাজস্ব আয় দিয়ে
🔲 পূর্ব পাকিস্তানের প্রাপ্ত বৈদেশিক ঋণ দিয়ে
🔲 পশ্চিম পাকিস্তানের রাজস্বয় আয় দিয়ে
🔲 পূর্ব পাকিস্তানের অর্জিত বৈদেশি মুদ্রা দিয়ে
✅ উত্তর: পূর্ব পাকিস্তানের অর্জিত বৈদেশি মুদ্রা দিয়ে

১৬. তৎকালীন পাকিস্তান শাসনামলে কখন বেতারে রবীন্দ্রসংগীত প্রচার করা বন্ধ করে দেওয়া হয়?
🔲 ১৯৬৭ সালে
🔲 ১৯৬৫ সালে
🔲 ১৯৬৩ সালে
🔲 ১৯৬১ সালে
✅ উত্তর: ১৯৬৭ সালে

HSC সমাজবিজ্ঞান ২য় পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

১৭. রহিমা খাতুন গ্রামীণ ব্যাংকের সেবা নিতে গিয়ে দেখলেন এটি অন্যান্য ব্যাংক থেকে আলাদা। এ পার্থক্য কোন ক্ষেত্রে লক্ষণীয়?
🔲 ঋণদানের
🔲 সঞ্চয় প্রবণতার
🔲 আর্থিক সহযোগিতার
🔲 সরকারকে ঋণ প্রদানের
✅ উত্তর: ঋণদানের

১৮. কোনটি ছিল বাঙালির আশা–আকাঙ্ক্ষার প্রতীক?
🔲 ৬ দফা
🔲 ১১ দফা
🔲 ১৪ দফা
🔲 ২১ দফা
✅ উত্তর: ৬ দফা

১৯. চাকার আবিষ্কার হয় কোন যুগে?
🔲 প্রাচীন প্রস্তর যুগের
🔲 মধ্য প্রস্তর যুগের
🔲 নব্য প্রস্তর যুগের
🔲 প্রাচীন প্রস্তর যুগের
✅ উত্তর: নব্য প্রস্তর যুগের

২০. প্রত্নতাত্ত্বিক যুগ বিভাগের ভিত্তি কী ছিল?
🔲 শিল্পকারখানার প্রসার
🔲 অবকাঠামোগত উন্নয়ন
🔲 হাতিয়ার তৈরির উপকরণ ও কৌশল
🔲 উৎপাদন কৌশল
✅ উত্তর: হাতিয়ার তৈরির উপকরণ ও কৌশল

২১. মধ্য প্রাচীন প্রস্তর যুগের সময়কার সংস্কৃতিকে কী বলে উল্লেখ করা হয়?
🔲 মুন্তেরিয়া
🔲 মন্বন্তর
🔲 পলেস্তারা
🔲 মালাম্মা
✅ উত্তর: মুন্তেরিয়া

২২. চাকা আবিষ্কৃত হয় ‘X’ যুগে। ‘X ’ দ্বারা কোন যুগটিকে নির্দেশ করা হয়েছে?
🔲 পাথরের যুগ
🔲 ব্রোঞ্জ যুগ
🔲 লৌহ যুগ
🔲 তাম্র যুগ
✅ উত্তর: ব্রোঞ্জ যুগ

২৩. ক্ষুদ্র জাতিসত্ত্বার রয়েছে—
🔲 i. নিজস্ব সংস্কৃতি
🔲 ii. ভাব বিনিময়ের আলাদা মাধ্যম
🔲 iii. পৃথক দৈহিক বৈশিষ্ট্য।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii

২৪. জুম চাষ নিষিদ্ধ করা হয় কোন সালে?
🔲 ১৯৪৩ সালে
🔲 ১৯৪৭ সালে
🔲 ১৯৫০ সালে
🔲 ১৯৯২ সালে
✅ উত্তর: ১৯৫০ সালে

২৫. বাংলাদেশের গ্রামীণ সমাজে সামাজিক গতিশীলতার হার কম হওয়ার কারণ—
🔲 i. কৃষিনির্ভর সমাজ হওয়ায়
🔲 ii. একই পেশার ওপর নির্ভরশীল হওয়ায়
🔲 iii. প্রথা নির্ভর সমাজব্যবস্থা থাকায়।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও ii

২৬. নিপুর সমাজে কেউ চাকরি করে, কেউ ব্যবসা, আবার কেউ দিনমজুর। তবে এখানে কৃষিকাজের কোনো সুযোগ নেই। সমাজটি

নিচের কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
🔲 উপশহর
🔲 শহর
🔲 গ্রাম
🔲 মেগাসিটি
✅ উত্তর: শহর

২৭. রাতারাতি ধনী হওয়ায় আশায় একজন মাদকদ্রব্যের ব্যবসা শুরু করে । এক সময় নিজেই মাদকদ্রব্য গ্রহণে অভ্যস্ত হয়ে পড়ে। তার এরূপ মাদকাসক্তির পেছনে কোন কারণটি কাজ করেছে?
🔲 ভৌগোলিক অবস্থানগত কারণ
🔲 মূল্যবোধের অবক্ষয়
🔲 উচ্চাভিলাষ
🔲 অপরিণামদর্শিতা
✅ উত্তর: উচ্চাভিলাষ

২৮. ‘RDA’ কোন জেলায় অবস্থিত?
🔲 বগুড়া
🔲 কুমিল্লা
🔲 নরসিংদী
🔲 রংপুর
✅ উত্তর: বগুড়া

২৯. ‘ক’ রাষ্ট্রের নীতিনির্ধারকরা সুষ্ঠু উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করেত চাইছেন। তারা কোন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করলে এটা সহজেই করতে পারবেন?
🔲 রাষ্ট্রবিজ্ঞান
🔲 সমাজকল্যাণ
🔲 যুক্তিবিদ্যা
🔲 সমাজবিজ্ঞান
✅ উত্তর: রাষ্ট্রবিজ্ঞান

৩০. বাংলাদেশের কোন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যসংখ্যা সর্বাধিক?
🔲 চাকমা
🔲 মারমা
🔲 গারো
🔲 সাঁওতাল
✅ উত্তর: মারমা
Share:

HSC সমাজবিজ্ঞান ১ম পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

উচ্চমাধ্যমিক
সমাজ বিজ্ঞান ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন
Model Test
সকল বোর্ড

১. বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের সমাজকাঠামো ও সমতলের গ্রামের সমাজকাঠামোর মধ্যে তুলনামূলক আলোচনা করে সমাজবিজ্ঞানের কোন শাখা?
🔲 নগর সমাজবিজ্ঞান
🔲 গ্রামীণ সমাজবিজ্ঞান
🔲 সামাজিক মনোবিজ্ঞান
🔲 সামাজিক জনবিজ্ঞান
✅ উত্তর: গ্রামীণ সমাজবিজ্ঞান

২. সামাজিক স্তরবিন্যাসের প্রাচীনতম রূপ কোনটি?
🔲 জাতিবর্ণ প্রথা
🔲 এস্টেট প্রথা
🔲 দাস প্রথা
🔲 সামাজিক কাঠামো
✅ উত্তর: দাস প্রথা

৩. বর্ধিত পরিবারে সদস্যের অন্তভু‌র্ক্ত হলেন—
🔲 i. স্বামী-স্ত্রী
🔲 ii. সন্তানসন্ততি
🔲 iii. নাতি-নাতনি।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii

৪. সামাজিকীকরণের মধ্যে কয়টি প্রক্রিয়া লক্ষ করা যায়?
🔲 দুটি
🔲 তিনটি
🔲 চারটি
🔲 পাঁচটি
✅ উত্তর: চারটি

৫. ব্যক্তি জীবনের সঙ্গে গোষ্ঠী জীবনের সামঞ্জস্য সাধন হয় কিসের মাধ্যমে?
🔲 শিক্ষা
🔲 মূল্যবোধ
🔲 সামাজিকীকরণ
🔲 আত্তীকরণ
✅ উত্তর: সামাজিকীকরণ

৬. যেসব মনোভাব থেকে প্রবীণের প্রতি বৈষম্যমূলক আচরণ জন্ম নেয়, তা হলো, প্রবীণেরা—
🔲 i. জৈবিকভাবে অযোগ্য
🔲 ii. আবেগীয় দিক থেকে অস্থিতিশীল
🔲 iii. সামাজিকভাবে অযোগ্য।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: ii ও iii

৭. বৈজ্ঞানিক অপরাধবিজ্ঞানের জনক কে?
🔲 এইচ সাদারল্যান্ড
🔲 লিমার্ট
🔲 সিজার লমব্রোসো
🔲 গ্যাব্রিয়েল টার্ডে
✅ উত্তর: সিজার লমব্রোসো

৮. ক্রমবিবর্তনের ধারায় এবং অত্যন্ত স্বাভাবিকভাবে কিসের উৎপত্তি ঘটেছে?
🔲 সংঘের
🔲 রাষ্ট্রের
🔲 সম্প্রদায়ের
🔲 সমাজের
✅ উত্তর: সমাজের

৯. হার্বার্ট স্পেনসার সমাজের বিবর্তনকে কার বিবর্তনের সূত্রের অবলম্বনে ব্যাখ্যা করেন?
🔲 অগাস্ট কোৎ-এর
🔲 চার্লস ডারউইনের
🔲 কার্ল মার্কসের
🔲 সরোকিনের
✅ উত্তর: চার্লস ডারউইনের

১০. যান্ত্রিক সংহতি কোন সমাজে দেখা যায়?
🔲 আদিম সমাজে
🔲 সামন্ত্রতান্ত্রিক সমাজে
🔲 পুঁজিবাদী সমাজে
🔲 আধুনিক সমাজে
✅ উত্তর: আদিম সমাজে

১১. পরিবারের উৎপত্তি সম্পর্কিত মতবাদকে কয়টি ধারায় ভাগ করা হয়?
🔲 দুই
🔲 তিন
🔲 চার
🔲 পাঁচ
✅ উত্তর: দুই

১২. কোন অঞ্চল মানবসভ্যতা বিকাশে বেশি উপযোগী?
🔲 পাহাড়ি অঞ্চল
🔲 উষ্ণ অঞ্চল
🔲 নাতিশীতোষ্ণ অঞ্চল
🔲 শীতল অঞ্চল
✅ উত্তর: নাতিশীতোষ্ণ অঞ্চল

১৩. গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষের কম বয়সে যৌবন প্রাপ্তি ঘটে কেন?
🔲 খাবারের কারণে
🔲 জলবায়ুর কারণে
🔲 ভৌগোলিক কারণে
🔲 পরিবেশের কারণে
✅ উত্তর: জলবায়ুর কারণে

১৪. ভারতীয় সমাজে কয় ধরনের জাতিবর্ণ প্রথা দেখা যায়?
🔲 দুই
🔲 তিন
🔲 চার
🔲 পাঁচ
✅ উত্তর: চার

HSC সমাজ বিজ্ঞান ১ম পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

১৫. নিচের কোনটি সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য নয়?
🔲 দ্রুত পরিবর্তন
🔲 অনিশ্চিত
🔲 স্থিতিশীল
🔲 বিচিত্রতা
✅ উত্তর: স্থিতিশীল

১৬. 'Ancient Society’ গ্রন্থের লেখক কে?
🔲 মর্গান
🔲 ডারউইন
🔲 স্পেনসার
🔲 টেইলর
✅ উত্তর: মর্গান

১৭. হেভিঘার্স্টের মতে, শিশুর সঙ্গীদল তার ব্যক্তিত্বকে কয়ভাবে প্রভাবিত করে?
🔲 ২
🔲 ৩
🔲 ৪
🔲 ৫
✅ উত্তর: ৪

১৮. সামাজিকীকরণে বিশ্বায়নের প্রভাব হলো—
🔲 i. ব্যক্তিস্বাতন্ত্র্যবোধের প্রসার
🔲 ii. মূল্যবোধের অবক্ষয়
🔲 iii. বৈশ্বিক ভাবধারার বিকাশ।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: ii ও iii

১৯. সমাজবিজ্ঞানের অধ্যয়নে সর্বপ্রথম ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি ব্যবহার করেন কোন সমাজবিজ্ঞানী?
🔲 ম্যালিনোস্কি
🔲 ডুর্খেইম
🔲 স্পেনসার
🔲 পারসন্স
✅ উত্তর: স্পেনসার

২০. জেন্ডার বৈষম্যের প্রভাবে সমাজে—
🔲 i. নারী নির্যাতন বৃদ্ধি পায়
🔲 ii. মানবাধিকার লঙ্ঘিত হয়
🔲 iii. সামাজিক উন্নয়ন ব্যাহত হয়।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii

২১. কোন অপরাধ অনেকটা সন্তর্পণে ও নীরবে সংঘটিত হয়?
🔲 কিশোর অপরাধ
🔲 ক্ষতিগ্রস্ত বা শিকারবিহীন অপরাধ
🔲 ভদ্রদেশি অপরাধ
🔲 সংঘটিত অপরাধ
✅ উত্তর: ভদ্রদেশি অপরাধ

২২. Folkways অর্থ কী?
🔲 প্রথা
🔲 লোকাচার
🔲 লোকরীতি
🔲 লোকসংগীত
✅ উত্তর: লোকাচার

২৩. সমাজ কোন ধরনের সংগঠন?
🔲 সেবামূলক
🔲 আর্থিক
🔲 মানবীয়
🔲 রাজনৈতিক
✅ উত্তর: মানবীয়

২৪. দেবর–ননদ হচ্ছে—
🔲 জৈবিক বন্ধন
🔲 বৈবাহিক বন্ধন
🔲 কাল্পনিক বন্ধন
🔲 প্রথাগত বন্ধন

২৫. বিবাহের প্রধান লক্ষ্য কী বলে তুমি মনে কর?
🔲 জৈবিক চাহিদা মেটানো
🔲 পরিবার গড়া
🔲 সমাজবদ্ধ হওয়া
🔲 আত্মিক বন্ধন সৃষ্টি
✅ উত্তর: সমাজবদ্ধ হওয়া

২৬. বাংলাদেশের ঘরের জানালাগুলোতে সানশেড লাগানো হয় কেন?
🔲 বর্ষার বৃষ্টি থেকে রক্ষা করার জন্য
🔲 চোর–ডাকাত থেকে বাঁচার জন্য
🔲 রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য
🔲 ঝড়ো বাতাস থেকে রক্ষা পাওয়ার জন্য
✅ উত্তর: বর্ষার বৃষ্টি থেকে রক্ষা করার জন্য

২৭. জীবদেহে বংশগতির প্রভাব লক্ষ করা যায়—
🔲 i. চলাফেরার ধরনে
🔲 ii. রক্তের গ্রুপে
🔲 iii. চাকরি লাভে।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও ii

২৮. নিচের কোনটি সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য নয়?
🔲 দ্রুত পরিবর্তন
🔲 অনিশ্চিত
🔲 স্থিতিশীল
🔲 বিচিত্রতা
✅ উত্তর: স্থিতিশীল

২৯. ‘আমরা যা তাই হলো সংস্কৃতি’—উক্তিটি কার?
🔲 ম্যাকগাইভার
🔲 ডুর্খেইম মার্শালের
🔲 কার্ল মার্কস
🔲 হবস
✅ উত্তর: ম্যাকগাইভার

৩০. ‘The Prince’ গ্রন্থের লেখক কে?
🔲 জন লক
🔲 হবস
🔲 ম্যাকেয়াভেলি
🔲 রুশো
✅ উত্তর: ম্যাকেয়াভেলি
Share:

HSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

উচ্চমাধ্যমিক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বহুনির্বাচনি প্রশ্ন
Model Test
সকল বোর্ড

১. চাকরিজীবীদের কাছে ইন্টারনেট ব্যবস্থা জনপ্রিয়। কারণ, এ ব্যবস্থায়—
🔲 i. যাতায়াত বাবদ খরচ কম হয়
🔲 ii. উপার্জন করা যায়
🔲 iii. সময়ের সাশ্রয় হয়।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii

২. নিচের কোনটি Blog-এর বাংলা প্রতিশব্দ?
🔲 সাপ্তাহিক পত্রিকা
🔲 ব্যক্তিকেন্দ্রিক লাইব্রেরি
🔲 ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা
🔲 পারিবারিক লাইব্রেরি
✅ উত্তর: ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা

৩. ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দ্বারা হিসাব করা হয়?
🔲 bps
🔲 baud
🔲 Bps
🔲 Kbps
✅ উত্তর: bps

৪. বিটের বিন্যাসের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডকে কয় ভাগে ভাগ করা যায়?
🔲 ২
🔲 ৩
🔲 ৪
🔲 ৫
✅ উত্তর: ২

৫. দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল—
🔲 i. চীন সংখ্যা পদ্ধতি
🔲 ii. মায়ান সংখ্যা পদ্ধতি
🔲 iii. ভারতীয় সংখ্যা পদ্ধতি ।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: ii ও iii

৬. নিচের কোনটি MSD–এর পূর্ণ রূপ?
🔲 Metric System Digit
🔲 More Significant Digit
🔲 Most Significant Digit
🔲 Most Suitable Digit
✅ উত্তর: Most Significant Digit

৭. অকটাল সংখ্যা পদ্ধতির বেইজ বা ভিত্তি কত?
🔲 ২
🔲 ৮
🔲 ১০
🔲 ১৬
✅ উত্তর: ৮

৮. ওয়েব কী?
🔲 URL
🔲 ওয়েবসাইট
🔲 HTML ডকুমেন্ট
🔲 WWW
✅ উত্তর: WWW

৯. টিম বার্নার্স লি কত সালে HTML আবিষ্কার করেন?
🔲 ১৯‍৭৯ সালে
🔲 ১৯৮০ সালে
🔲 ১৯৮১ সালে
🔲 ১৯৮২ সালে
✅ উত্তর: ১৯৮০ সালে

১০. কো-এক্সিয়াল কেব্​লের কেন্দ্রে নিচের কোনটি থাকে?
🔲 অ্যালুমিনিয়াম ওয়্যার
🔲 সলিড কপার ওয়্যার
🔲 জ্যাকেট
🔲 প্লাস্টিক ইনসুলেটর
✅ উত্তর: সলিড কপার ওয়্যার

১১. কোনটি অপটিক্যাল ফাইবার ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহার করা হয়?
🔲 আলফা রশ্মি
🔲 লেজার রশ্মি
🔲 বিটা রশ্মি
🔲 গামা রশ্মি
✅ উত্তর: লেজার রশ্মি

১২. অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কীভাবে আলো চলাচল করে?
🔲 প্রতিসরণের মাধ্যমে
🔲 প্রতিফলনের মাধ্যমে
🔲 সমাবর্তনের মাধ্যমে
🔲 পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে
✅ উত্তর: পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে

১৩. মাইক্রোওয়েভ সিস্টেম মূলত কয়টি ট্রান্সসিভার নিয়ে গঠিত?
🔲 ২টি
🔲 ৩টি
🔲 ৪টি
🔲 ৫টি
✅ উত্তর: ২টি

১৪. পিকোনেট কোন প্রযুক্তির সঙ্গে জড়িত?
🔲 ওয়াইফাই
🔲 ওয়াইম্যাক্স
🔲 মোবাইল নেটওয়ার্ক
🔲 ব্লুটুথ
✅ উত্তর: ব্লুটুথ

HSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

১৫. WiFi ও WiMAX–এর মধ্যে পার্থক্য—
🔲 i. কভারেজ এরিয়ায়
🔲 ii. ট্রান্সমিশন মোডে
🔲 iii. ট্রান্সমিশন স্পিডে ।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও iii

১৬. প্রথম প্রজন্মের মোবাইল শুরু হয় কখন?
🔲 1971 সালে
🔲 1973 সালে
🔲 1975 সালে
🔲 1979 সালে
✅ উত্তর: 1979 সালে

১৭. MAC অ্যাড্রেস কী?
🔲 NIC–এর ক্রমিক নম্বর
🔲 ROM–এর ক্রমিক নম্বর
🔲 IP–এর ক্রমিক নম্বর
🔲 HUB–এর ক্রমিক নম্বর
✅ উত্তর: NIC–এর ক্রমিক নম্বর

১৮. বাস টপোলজিতে—
🔲 i. কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে
🔲 ii. মূল কেব্​ল ব্যাকবোন
🔲 iii. রিপিটার ব্যবহার করা হয়।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: ii ও iii

১৯. IP–এর পূর্ণরূপ কী?
🔲 Internes Protocol
🔲 International Protocol
🔲 Internet Protocol
🔲 Internet Provider
✅ উত্তর: Internet Protocol

২০. SEO–এর পূর্ণরূপ কী?
🔲 See Enlarged Option
🔲 Search Engine Optimization
🔲 Search Earliest Order
🔲 South East Organization
✅ উত্তর: Search Engine Optimization

২১. URL দ্বারা কোনটি প্রকাশ করা হয়?
🔲 ইন্টারনেট
🔲 ডোমেইন নেম
🔲 ইয়াহু
🔲 গুগল
✅ উত্তর: ডোমেইন নেম

২২. প্রথম কোনো ওয়েবসাইটে ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয়, তাকে কী বলে?
🔲 মূলধারার পেজ
🔲 হোম পেজ
🔲 উপধারার পেজ
🔲 ওয়েসবাইট
✅ উত্তর: হোম পেজ

২৩. কম্পিউটার কোন ধরনের ভাষা বোঝে?
🔲 English Language
🔲 Spoken Language
🔲 Machine Language
🔲 Customized Language
✅ উত্তর: Machine Language

২৪. C–এর আবিষ্কারক কে?
🔲 মার্টিন রিচার্ডস
🔲 লেডি এডা
🔲 ডেনিস রিচি
🔲 বব মাইনার
✅ উত্তর: ডেনিস রিচি

২৫. C++ কোন সালে শুরু হয়?
🔲 ১৯৮০ সালে
🔲 ১৯৮২ সালে
🔲 ১৯৮৩ সালে
🔲 ১৯৮৪ সালে
✅ উত্তর: ১৯৮৩ সালে
Share:

HSC বাংলা ১ম পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

১. আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানবকল্যাণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
〇 মূল্যবান
〇 সস্তা
〇 হিতকর
〇 মূল্যহীন
⦿ উত্তর: সস্তা

২. ‘সোনার তরী’ কবিতার যে পঙ্‌ক্তিতে আসন্ন প্রাকৃতিক দুর্যোগের আভাস পাওয়া যায়—
i. গগনে গরজে মেঘ
ii. ভরা নদী ক্ষুরধারা
iii. চারিদিকে বাঁকা জল করিছে খেলা।

নিচের কোনটি সঠিক?
〇 i ও ii
〇 i ও iii
〇 ii ও ii
〇 i, ii ও iii
⦿ উত্তর: i, ii ও iii

৩. মজিদ প্রথম যৌবনে কেমন বউয়ের স্বপ্ন দেখতেন?
〇 রহিমার মতো
〇 জমিলার মতো
〇 আমেনার মতো
〇 হাসুনির মায়ের মতো
⦿ উত্তর: আমেনার মতো

৪. ‘ওরে বাপরে! আমি একলা থাকতে পারব না।’ —উক্তিটি কার?
〇 বিলাসীর
〇 ন্যাড়ার
〇 খুড়ার
〇 গল্পকথকের আত্মীয়ের স্ত্রীর
⦿ উত্তর: গল্পকথকের আত্মীয়ের স্ত্রীর

৫. গান্ধীজির শেখানো ‘নিজের ওপর অটুট বিশ্বাস’ বলতে ‘আমার পথ’ প্রবন্ধে কী বোঝানো হয়েছে?
〇 আত্মঅহংকার
〇 আত্মজাগরণ
〇 আত্মপ্রচারণা
〇 আত্মস্বীকারোক্তি
⦿ উত্তর: আত্মজাগরণ

৬. একমুষ্টি শিক্ষা দেওয়াকে আমরা কী বলে মনে করি?
〇 জীবসেবা
〇 মানবসেবা
〇 মানবকল্যাণ
〇 দরিদ্রের কল্যাণ
⦿ উত্তর: মানবকল্যাণ

৭. মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে নুরুল হুদা কোথায় যাচ্ছিলেন?
〇 জাদুঘরে
〇 শাহবাগে
〇 ঢাকা মেডিকেলে
〇 ঢাকা কলেজে
⦿ উত্তর: ঢাকা কলেজে

৮. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কাদের রক্তের বুদ্‌বুদ কৃষ্ণচূড়া ফুল হয়ে ফোটে?
〇 শহিদদের
〇 বীরদের
〇 মুক্তিযোদ্ধাদের
〇 হানাদারদের
⦿ উত্তর: শহিদদের

৯. ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’—কথাটিতে বাঙালির কোন বিষয়টি ফুটে উঠেছে?
〇 স্বাধীনচেতনা
〇 সংগাম
〇 মাতৃভাষাপ্রেম
〇 দেশপ্রেম
⦿ উত্তর: মাতৃভাষাপ্রেম

১০. মহাকালের চিরন্তন স্রোতে মানুষ কোনটি এড়াতে পারে না?
〇 সুখকে
〇 দুঃখকে
〇 অনিবার্য বিষয়কে
〇 দুর্ঘটনাকে
⦿ উত্তর: দুঃখকে

১১. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ব্যবহৃত ‘কুহেলি উত্তরী’ শব্দটি কী অর্থ বহন করে?
〇 মাঘের কুয়াশা
〇 উত্তরের কুয়াশা
〇 কুয়াশার চাদর
〇 পৌষের কুয়াশা
⦿ উত্তর: কুয়াশার চাদর

১২. আঠারো বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণা সৃষ্টি হয়?
〇 সামান্য
〇 বীভৎস
〇 সহনীয়
〇 অসহ্য
⦿ উত্তর: অসহ্য

১৩. ‘যত বড় মুখ নয় তত বড় কথা’—বাক্যটির মর্মার্থ কী?
〇 বেশি স্পর্ধা
〇 ওজনহীন কথা
〇 গুরুত্বহীন কথা
〇 অনর্থক কথা
⦿ উত্তর: গুরুত্বহীন কথা

১৪. ‘গন্ডুষ’ শব্দটির অর্থ কী?
〇 এক কোষ জল
〇 এক ঘটি জল
〇 এক কলসি জল
〇 এক গ্লাস জল
⦿ উত্তর: এক কোষ জল

১৫. ‘বিলাসী’ গল্পে তৎকালীন হিন্দু সমাজের কী ফুটে উঠেছে?
〇 বাল্যবিবাহ
〇 বহুবিবাহ
〇 বর্ণবৈষম্য
〇 উচ্চাভিলাষিতা
⦿ উত্তর: বর্ণবৈষম্য

১৬. ‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর’—এ পঙ্‌ক্তিতে কী বোঝানো হয়েছে?
〇 পরোপকার
〇 আত্মগ্লানি
〇 সর্বংসহা মনোভাব
〇 কৃতজ্ঞতাবোধ
⦿ উত্তর: আত্মগ্লানি

১৭. মহব্বতনগরে আগমনের পূর্বে মজিদ কোথায় ছিল?
〇 আওয়ালপুরে
〇 গারো পাহাড়ে
〇 নোয়াখালীতে
〇 করিমগঞ্জে
⦿ উত্তর: গারো পাহাড়ে

১৮. ‘বায়ান্নর দিনগুলো’ রচনায় ‘মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।’—উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
〇 উৎকণ্ঠা
〇 নেতিবাচকতা
〇 স্থূলতা
〇 অপরিণামদর্শিতা
⦿ উত্তর: অপরিণামদর্শিতা

১৯. মহাকালের প্রতীক তরণিতে ঠাঁই পায় কোথায়?
〇 মহৎ সৃষ্টিকর্ম
〇 ব্যক্তিসত্তা
〇 জীবসত্তা
〇 মানবসত্তা
⦿ উত্তর: মহৎ সৃষ্টিকর্ম

HSC বাংলা ১ম পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

২০. আঠারো বছর বয়সের তরুণেরা পদাঘাতে কী ভাঙতে চায়?
〇 লোহার শিকল
〇 পাথরবাধা
〇 লোহার দরজা
〇 কণ্টকবাধা
⦿ উত্তর: পাথরবাধা

২১. গদা নিয়ে যুদ্ধে পারঙ্গম কে?
〇 ভীম
〇 রাম
〇 লক্ষণ
〇 শকুনিমামা
⦿ উত্তর: ভীম

২২. মৃত্যুঞ্জয় কত দিন শয্যাগত ছিল?
〇 এক মাস
〇 দেড় মাস
〇 দুই মাস
〇 আড়াই মাস
⦿ উত্তর: দেড় মাস

উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নটির উত্তর দাও:
ঢাকার ফুটপাতে বসে ভিক্ষা করে এক পুরুষ। করুণ স্বরে মিনতি করে সে প্রতিটি পথচারীর কাছে। কেউ কেউ তাকে ভিক্ষা দেয়, আবার কেউ দেয় না।

২৩. ‘মানব-কল্যাণ’ প্রবন্ধ এবং উদ্দীপকের মধ্যে সাদৃশ্য রয়েছে কোন দিক থেকে?
〇 করুণার প্রসঙ্গে
〇 ভিক্ষা করার প্রসঙ্গে
〇 অসহায়ত্বের প্রসঙ্গে
〇 দারিদ্র্যের প্রসঙ্গে।
⦿ উত্তর: ভিক্ষা করার প্রসঙ্গে

২৪. ‘প্রতিদান’ কবিতায় কবির কোথায় আঘাত করার কথা বলা হয়েছে?
〇 চোখে
〇 পিঠে
〇 মাথায়
〇 বুকে
⦿ উত্তর: বুকে

২৫. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় থরে থরে কোন ফুল ফুটেছে?
〇 শিউলি
〇 বকুল
〇 কৃষ্ণচূড়া
〇 জবা
⦿ উত্তর: কৃষ্ণচূড়া

২৬. ‘অপরিচিতা’ গল্পে অনুপমের মায়ের চোখের পলক পড়ছে না কেন?
〇 মেমসাহেব দেখে
〇 কল্যাণীকে দেখে
〇 সৌন্দর্য দেখে
〇 অনুপমের রূপে
⦿ উত্তর: কল্যাণীকে দেখে

২৭. ন্যাড়াকে সাপ ধরার বিদ্যা শেখাতে বিলাসীর আপত্তি ছিল, কারণ কাজটি—
i. বিলাসীর অপছন্দের
ii. শক্ত ও ভীতিকর
iii. প্রতারণামূলক।

নিচের কোনটি সঠিক?
〇 i ও ii
〇 i ও iii
〇 ii ও iii
〇i, ii ও iii
⦿ উত্তর: i ও ii

২৮. ‘উত্তরী’ বলতে কী বোঝায়?
〇 উত্তর দিক
〇 চাদর
〇 উত্তরের হাওয়া
〇 উত্তরপত্র
⦿ উত্তর: চাদর

২৯. ‘প্রতিদান কবিতায় কেমন রজনী জাগার কথা বলা হয়েছে?
〇 দীর্ঘ রজনী
〇 শ্যামল রজনী
〇 দীঘল রজনী
〇 ধবল রজনী
⦿ উত্তর: দীঘল রজনী

৩০. কেউ মরা, আধমরা কেউ, কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া—চরণ দুটি সমার্থ হলো—
〇 আপামর জনতার ঐক্য
〇 মানুষের অসহায়ত্ব
〇 আন্দোলন দমনে প্রচেষ্টা
〇 নাগরিক আন্দোলনে উদ্যোগ
⦿ উত্তর: আপামর জনতার ঐক্য
Share: