HSC বাংলা ১ম পত্র শর্ট সাজেশন্স ২০২৪ বহুনির্বাচনি প্রশ্ন (সকল বোর্ড)

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
বাংলা ১ম পত্র সাজেশন ২০২৪
বহুনির্বাচনি প্রশ্ন
সকল বোর্ড

HSC Bangla 1st Paper Short Suggestion 2024 pdf download
MCQ

১। পরোপকারই পরম ধর্ম বিড়াল গল্পে উক্তিটি কে করেছে?
ক. প্রসন্ন
খ. মঙ্গলা
গ. বিড়াল
ঘ. কমলাকান্ত

২। খালেক ব্যাপারীর চারিত্রিক বৈশিষ্ট্য হলো-
i. দুর্বলচিত্ত
ii. ধর্মভীরু
iii. ব্যক্তিত্বহীন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও i ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

৩। নবাব মসনদের পাশে দাড়িয়ে আছেন। ইনি কী নবাব না ফকির। একথার মধ্য দিয়ে মিরজাফর চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে?
ক. সাদাসিধে
খ. দৃঢ়চিত্ত
গ. কুটকৌশলী
ঘ. পরনির্ভরশীল

৪। সমাজের ধনবৃদ্ধি অর্থ ধনীর ধন বৃদ্ধি কেন?
ক. ধনীরা শোষণনীতি বজায় রাখে বলে
খ. ধনীরা দরিদ্রকে অবহেলা করে বলে
গ. দরিদ্ররা সমভাগ পায় না বলে
ঘ. ধনীর অধিকার সুপ্রতিষ্ঠিত বলে

৫। অনুপমের আসল অভিভাবক কে?
ক. মা
খ. মামা
গ. বাবা
ঘ. শ্বশুর

নিচের উদ্দীপকটি পড়্ এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাওঃ
আমি শুনে হাসি আখিজলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হপল আজ আমি আজ চোর বটে।

৬। উদ্দীপকের চোর বিড়াল প্রবন্ধের কোন চরিত্রের প্রতিনিধিত্বকারী?
ক. কমলাকান্ত
খ. নেপোলিয়ান
গ. মার্জার
ঘ. ডিউক

৭। উদ্দীপকে বিড়াল প্রবন্ধে কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক. ক্রোধ ও বিবক্তি
খ. নকল সোনার গনা
গ. বিয়ের আয়োজনে দীনতায়
ঘ. পন্ডুনাথের একগুয়েমিতার

৮। অপরিচিতা গল্পে সরস রচনার গুন আছে কার?
ক. বিনুর
খ. অনুপমের
গ. হরিশের
ঘ. অনুপমের মামার

৯। অপরিচিতা গল্পে প্রজাপতি হলো
i. জীবের স্রষ্টা
ii. বিয়ের দেবতা
iii. একটি সুদৃশ্য পতাকা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও ii
গ. i i ও iii
ঘ. i, ii ও iii

১০। দেড়শ বছর পুর্বে ভারতবাসী অসভ্য বর্বর ছিল কেন?
ক. ঐশ্বর্য ছিল না বলে
খ. কৃষক ছিল বলে
গ. শিক্ষা ছিল না বলে
ঘ. সুবিধা বঞ্চিত ছিল বলে

১১। চাষার দুক্ষু প্রবন্ধের প্রধান আলোচ্য বিষয় কোনটি?
ক. চাষির সমৃদ্ধি
খ. চাষির ঐতিহ্য
গ. চাষির দারিদ্র
ঘ. চাসির হতাশা

১২। পখাল কী?
ক. হাত পাখা
খ. পামত্মা ভাত
গ. পাখির ডাক
ঘ. বিশেষ কিছু

১৩। এন্ডি বলতে বোঝায়
i. আসামী সিল্ক
ii. পশমি সুতা
iii. রেশমি সুতা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

১৪। মৌরিফুল কী জাতীয় রচনা?
ক. উপন্যাস
খ. গল্প
গ. নাটক
ঘ. কাব্য

১৫। অন্ধের নড়ি কী অর্থ?
ক. অন্ধের লাঠি
খ. অন্ধের টাকা পয়সা
গ. একমাত্র অবলম্বন
ঘ. একমাত্র টাকা

১৬। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?
ক. অর্দ্রাজুন
খ. একতালা দুই তলা
গ. শর্মিষ্ঠা
ঘ. কৃষ্ণকুমারী

১৭। অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য
i. প্রবহমানতা
ii. চরণান্তিক মিল
iii. যতিপাতের স্বাধীনাত

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

১৮। বাংলা সাহিত্যে সনেটের আবিষ্কারক কে?
ক. মাইকেল মধুসুদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. সুধীন্দ্রনাথ দর
ঘ. কাজী নজরুল ইসলাম

নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাওঃ
বিশ্বজোড়া পাঠশালা মোর
সবার আমি ছাত্র
নানাভাবে নতুন জিনিস
শিখচি দিবারাত্র।

১৯। উদ্দীপকের ভাববস্তু ঐকতান কবিতার যে চরণে প্রতিফলিত হয়েছে।
i. পুরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে
ii. যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি
iii. একতারা যাহাদের তারাও সম্মান যে পায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও ii
গ. i i ও iii
ঘ. i, ii ও iii

২০। ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে কী উপাধি দেয়?
ক. নোবেল
খ. একুশে পদক
গ. নাইট
ঘ. সাহিত্য সম্রাট

২১। সুদর্শন মূলত কী?
ক. এক ধরনের পোকা
খ. এক ধরনের পাখি
গ. এক ধরনের বক
ঘ. এক ধরনের চিল

২২। এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায় বরুন কাকে অবিরল জল দেয়?
ক. সমুদ্রকে
খ. হ্রদকে
গ. নদীকে
ঘ. সরোবরকে

২২। বিশ্ব দেউল অর্থ হলো-
i. মন্দির
ii. অবতীর্ণ মহাপুরুষ
iii. পৃথিবীর দেবালয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও ii i
গ. i ও iii
ঘ. i, ii ও iii

২৩। বাংলা নদ নদী জলাঙ্গীরেজল দেয় কেন?
ক. প্রকৃতি নিয়মে
খ. দেবীর আদেশে
গ. বিশালাক্ষীর অনুরোধে
ঘ. জলাঙ্গীর অনুরোধে

২৪। এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায় কী ফুটে উঠেছে-
i. বাংলার রূপময় প্রকৃতি
ii. বাংলার নদ নদী
iii. বাংলার পতঙ্গ প্রাণী

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও ii
গ. i i ও iii
ঘ. i, ii ও iii

২৫। বিশালাক্ষীর ক্ষেত্রে প্রযোজ্য হলো-
i. আয়তলোচনা নারী
ii. দেবী দুর্গ
iii. জলকন্যা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

২৬। জীবনানন্দ দাশের মাতার নাম কী?
ক. কুসুমকুমারী দাশ
খ. কুসুমরানি দাশ
গ. কুসুম কানন দাশ
ঘ. কুসুমবালা দাশ

নিচের উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
আমার মন পাখিটা যার রে উড়ে যায়
ধান শালিকের গায়
নাটা বনের চোরা কাটা ডেকেছে আমায়।

২৭। অনুচ্ছেদটির মূলভাবের সাথে কোমার গঠিত এই পৃথিবীতে এক স্থান আছে কবিতা কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ?
ক. উপমা প্রয়োগে
খ. পাখপাখালির বর্ণনার
গ. ভালোবাসা প্রকাশের
ঘ. প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনার

২৮। উদ্ধতাংশ এবং সেই পৃথিবীতে এক স্থান আছে কবিতার সাদৃশ্যের কারণ হলো-
i. নিসর্গপ্রীতি
ii. দেশপ্রেম
iii. উপমা ব্যবহারে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও i ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

২৯। কিসের চেয়ে বড় মন্দির কাবা নেই?
ক. মগজ
খ. মথুরার
গ. হৃদয়ের
ঘ. কেভাবের

৩০। সকল দেবতার বিশ্ব দেউল কোনটি?
ক. মন্দির
খ. হৃদয়
গ. কাবা
ঘ. ধর্ম

৩১। অ্যাশমল কে ছিলেন?
ক. বিখ্যাতবিজ্ঞানী
খ. বিখ্যাত দার্শনিক
গ. বিখ্যাত পুরাকীর্তি সংগ্রাহক
ঘ. বিখ্যাত মনীষী

৩২। টাওয়ার অব লন্ডন বর্তমানেকী হিসেবে ব্যবহৃত হচ্ছে?
ক. কারাগার
খ. অস্ত্রশালা
গ. নির্জন আশ্রম
ঘ. রাজকীয় ভবন

৩৩। মুক্তি সাম্য ভ্রাতৃত্ব ও সম্পত্তির পবিত্র অধিকার কোনটি মূল বানী?
ক. ফরাসি বিপ্লবের
খ. রুশ বিপ্লবের
গ. ইউরোপীয় রেনেসাদের
ঘ. সামন্তবাদের

উদ্দীপকটি পড় এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তরদাওঃ
পাঞ্জাবি পশুর দল
যেন অসুনথি রক্তলোভী উন্মত্ত রোবট
জল্লাদের মতোছুটাছুটি করে
বাংলাদেশে নামে হত্যাযজ্ঞে।

৩৪। উদ্দীপকের কোন দিকটি রেইনকোট গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. সৈনিকের পেশাদারিত্ব
খ. পাঞ্জাবিদের রক্তলোলুপ মানসিকতা
গ. মুক্তিকামী মানুষের উপর নিষ্ঠুর নিপীড়ন
ঘ. ঘৃণ্য দালালদের দৌরাত্ম্য

৩৫। উদ্দীপকের জল্লাদেরা রেইনকোট গল্পে কার প্রতিনিধিত্ব করে?
ক. প্রফেসর নুরুল হুদার
খ. মিসকিরিয়ান্ট
গ. আব্দুস সাত্তার মৃধার
ঘ. পাকিস্তানী মিলিটারির

৩৬। রেইনকোট গল্পে মিসক্রিয়ান্ট শব্দটি দ্বারা কাদেরকে বুঝানো হয়েছে।
ক. রাজাকারদের
খ. দালালদের
গ. পাকবাহিনীকে
ঘ. মুক্তিবাহিনীকে

৩৭। পৃথিবী এক সময় এরাই নিয়ন্ত্রন করবে কারা?
ক. মানুষ
খ. পিপড়া
গ. হরিণ
ঘ. কুকুর

৩৮। কিউরেটর বলতে কোনটি বোঝানো হয়েছে?
ক. সুপারম্যান
খ. জাদুঘর রক্ষক
গ. সর্বশ্রেষ্ঠ
ঘ. সমন্বয়কারী

৩৯। অন্য কোনো প্রাণীর সংস্পর্শে এলেই কোনটির মাঝে জীবনের লক্ষন দেখাযায়?
ক. ব্যাকটেরিয়া
খ. ভাইরাস
গ. স্পাইরোগাইরা
ঘ. সাইটোপ্লাজম

৪০। মাদাম লোইসেলের শারীরিক পতনের মূল কারণ কী?
ক. প্রতিহিংসা
খ. ঈর্ষা
গ. উচ্চভিলাষ
ঘ. সিদ্ধান্তহীনতা

৪১। নেকলেস গল্পটির রচিয়তা কে?
ক. এমিল জোলা
খ. ইভান তুর্গনেভ
গ. গীদ্যা মোপাসা
ঘ. পূর্নেন্দু দস্তিদার

৪২।আহা খোদা যদি আমাগো পোলাপাইন দিত। কথাটা ব্যথাবিদীর্ণ অন্তরে জাগ্রত হয়-
i. রহিমা
ii. আমেনার
iii. ব্যক্তিত্বহীন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও i ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

৪৩। রহিমা ভয় পায়-
i. খোদাকে
ii. মাজারকে
iii. মজিদকে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও i ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়এবং ৪৪ ও ৪৫ নং প্রশ্নের উত্তর দাওঃ
স্বার্থের কারণে তমাল সাহেবের জীবনের চরম বিপর্যয়ের সময় স্ত্রী পুত্র কন্যা দুরে সরে গেল অথচ বিশ্বস্ত ভৃতা আনোয়ার জীবন দিয়ে হলেও তমাল সাহেবের নিরাপত্তা নিশ্চিত করার শপথ নেয়।

৪৪। উদ্দীপকের আনোয়অর সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের অনুরূপ?
ক. সাফ্রে
খ. লুৎফা
গ. নারান সিং
ঘ. মোহনলাল

৪৫। উদ্দীপকে সিরাজউদ্দৌলা নাটকের যে ভাব প্রকাশিত তা হলো-
i. স্বার্থান্ধতা
ii. ব্যক্তিজীবনের বিপর্যয়
iii. আত্মীয়তার বন্ধনের শৈথিল্য

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও i ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

৪৬। কোন নদীর পলিতে গলিতে হেম আছে?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. সুরমা
ঘ. কর্ণফুলী

৪৭। রক্তে আমার অনাদি অস্থি কবিতায় কার উপমা নেই?
ক. গলিত হেম
খ. জীবনের রং
গ. অনাদি অস্থি
ঘ. ভয়াল ঘূর্ণি

HSC বাংলা ১ম পত্র শর্ট সাজেশন্স ২০২৪ (বহুনির্বাচনি প্রশ্ন)

নিচের উদ্দীপকটি পড়এবং ৪৮ ও ৪৯ নং প্রশ্নের উত্তর দাওঃ
সকল লোকের মাঝে বসে
আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা

৪৮। উদ্দীপকের মুদ্রাদের লোক লোকান্তর কবিতার কোন পঙক্তিকে ধারণ করে?
ক. আমার চেতনা যেন একটি শাদা সত্যিকার পাখি
খ. সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়
গ. যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল
ঘ. যখনি উজ্জ্বল হয় আমার এ চেতনার মণি

৪৯। উদ্দীপকে লোক লোকান্তর কবিতায় যে ভাব প্রকাশিত-
i. আত্মসমালোচনা
ii. শিল্পের জন্য শিল্প
iii. শিল্পের বিচ্ছিন্নতাবোধ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও i ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

৫০। লোক লোকান্তর কবিতার বর্ণিত পাখি কোথায় বসে আছে?
ক. অশ্বথের ডালে
খ. জামের ডালে
গ. চন্দনের ডালে
ঘ. আমের ডালে

৫১। নুরলদীনের সারাজীবন কী ধরনের রচনা?
ক. কাব্যনাটক
খ. গীতিকার
গ. নাট্যকাব্য
ঘ. গাথাকাব্য

৫২। বিচলিত স্নেহ বলতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কী বোঝানো হয়েছে।
i. আপনজনের উৎকণ্ঠা
ii. ভালোবাসা আর শঙ্কা
iii. বিফল স্নেহ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও i ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

৫৩। পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল । কারণ তিনি-
ক. ক্রীতদাস ছিলেন
খ. শিকারি ছিলেন
গ. পশুর দ্বারা আক্রান্ত হয়েছিলেন
ঘ. অস্ত্রের আঘাতপ্রাপ্ত হয়েছিলেন

৫৪। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় জননীর আশীবাদে কে দীর্ঘায়ূ হবে?
ক. যে কর্ষণ করে
খ. গাভীর পরিচর্যাকারী
গ. মৎস্য লালন কারী
ঘ. লৌহখন্ড প্রজুলনকারী

৫৫। রক্তে আমার অনাসি অস্থি কবিতায় কবি মারণবেলা বলতে বুঝিয়েছেন?
i. অস্তিম বেলা
ii. হনন কাল
iii. মুমূর্ষ অবস্থা

নিচের কোনটি সঠিক?
ক. ii
খ. i ও i i
গ. i ও iii
ঘ. i, ii ও iii

৫৬। লোক লোকান্তর কবিতায় পাখির নখ কী রঙের?
ক. তীব্র লাল
খ. তীব্র হলুদ
গ. গোলাপি
ঘ. খয়েরি

৫৭। মনে হয় কেটে যাবে এখানে কী কেটে যাওয়ার কথা বোঝানো হয়েছে?
ক. চেুনার
খ. সম্পর্কের বাধন
গ. মনের বাধন
ঘ. প্রকৃতিপ্রেম

৫৮। সিরাজউদ্দৌলা নাটকের চরিত্রসংখ্যা কয়টি?
ক. প্রায় ত্রিশটি
খ. প্রায় চল্লিশটি
গ. প্রায় পঞ্চাশটি
ঘ. প্রায় ষাটটি

৫৯। রাইনের মতে সন্দেহ করাটা অবশ্য কিসের কাজ?
ক. বোকার
খ. বুদ্ধিমানের
গ. চালাকের
ঘ. সাধারন বিষয়ে

৬০। কোম্পানির ঘুষখোর ডাক্তার কে?
ক. ক্লেটন
খ. রজার ড্রেক
গ. ওয়াটস
ঘ. হলওয়েল

৬১। শ্রমিকদের প্রতিবাদী চেতনা ফেব্রুয়ার ১৯৬৯ কবিতার কোন ঘঁনার ইঙ্গি করে?
ক. সাতচল্লিশের দেশ বিভাগ
খ. ভাষা আন্দোলন
গ. ছয়দফা আন্দোলন
ঘ. উনসত্তরের গণঅভ্যূত্থান

৬২। আঠারো বছর বয়স কবিতায় সপে আত্মাকে শপথের কোলাহলে বলতেকী বোঝায়?
ক. রক্তদানের পূণ্য
খ. কথা ও কাজের ঐক্য
গ. অত্মত্যাগের মহিমা
ঘ. যৌবনের দুঃসহসিকাত

৬৩। আঠারো বছর বয়স কোন ছন্দে রচিত?
ক. অক্ষরবৃত্ত
খ. স্বরবৃত্ত
গ. গদ্য ছন্দ
ঘ. মাত্রাবৃত্ত

৬৪। সেই অমোঘ অনন্য অস্ত্র। এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে।
ক. স্নেহের
খ. হিংসার
গ. ভালোবাসার
ঘ. ঘৃনার

উদ্দীপকের আলোকে ৬৫ ও ৬৬ নং প্রশ্নের উত্তর দাওঃ
মাগো ওরা বলে
সবার কথা কেড়ে নেবে
তোমার কোলে শুয়ে
গল্প শুনতে দেবে না

৬৫। উদ্দীপকের সঙ্গে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার কোন বিষয়টি সাদৃশ্যপূর্ণ
ক. ১৯৫২ সালের ভাষা আন্দোলন
খ. ১৯৬৯ এর গণ অভ্যুত্থান
গ. ১৯৭০ এর সাধারন নির্বাচন
ঘ. ১৯৭১ এর মুক্তিযুদ্ধ

৬৬। পাশুটে মানে কী?
ক. ধোয়াটে
খ. ফ্যাকাশে
গ. ফাংসুটে
ঘ. বুনো গাছ

৬৭। আমার পথ প্রবন্ধে কী ফুটে উঠেছে?
ক. ত্যাগের মহিমা
খ. সত্যের স্বরূপ
গ. পরাবলম্বন
ঘ. দেশপ্রেম

৬৮। শিউলিমালা কোন জাতীয় গ্রন্থ?
ক. গল্পগ্রন্থ
খ. উপন্যাস
গ. নাটক
ঘ. প্রবন্ধ

৬৯। কাজী নজরুল ইসলাম সম্পদিত পত্রিকা কোনটি?
ক. সওগাত
খ. কালি ও কলম
গ. ধুমকেতু
ঘ. প্রগতি

৭০। কোনটি আমাদের নিস্ক্রিয় করে ফেলে
ক. বিনয়
খ. দন্ড
গ. পরাবলম্বন
ঘ. অসত্য

৭১। ঘুমকাতুরে কে?
ক. জমিলা
খ. রহিমা
গ. আমেনা
ঘ. তানুবিবি

৭২। কত বছর বয়সে আমেনার বিয়ে হয়েছিল?
ক. বারো
খ. তেরো
গ. চৌদ্দ
ঘ. পনেরো

৭৩। যতসব শয়তানি বেদাতি কাজকারবার উক্তিটি কার?
ক. মজিদ
খ. খালেক বেপারী
গ. তাহেরেরবাপ
ঘ. নতুন পীর

৭৪। আমি চিরকাল ইংরেজদেরবন্ধু উমিচাদের একথার দ্বারা প্রকাশ পেয়েছে-
i. তোষামুদে মনোভাব
ii. স্বার্থ উদ্ধারের চেষ্টা
iii. ইংরেজদের প্রতি ভালোবাস

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও ii i
গ. i ও iii
ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়এবং ৭৫ ও ৭৬ নং প্রশ্নের উত্তরদাও
রাম রাবনের যুদ্ধে লঙ্কার পরাজয় হয়েছিল সামরিক দুর্বলতার জন্য নয় বরং বিভীষনের বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার জন্য

৭৫। উদ্দীপকের বিভীষণ চরিত্রটি সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়-
ক. মিরকাসিম
খ. মিরজাফর
গ. মিরমদান
ঘ. মোহনপাল

৭৬। চরিত্র দুটি যে দিক থেকে সমতুল্য তা হলো-
i. বিশ্বাসঘতকতা
ii. দেশদ্রোহিতা
iii. স্বার্থপরতা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও i ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

৭৭। বসন্তের সৌন্দর্য কবিরকাছে অর্থহীন হওয়ার কারণ-
ক. প্রিয়জনের সৌন্দর্য
খ. প্রকৃতির বিষন্নতা
গ. শারীরিক অসুস্থতা
ঘ. আবেদন সৃষ্টি না করা

৭৮। তাহারেই পড়ে মকেবিতাটি আচ্ছন্ন হয়ে আছে-
ক. কবির ব্যক্তিজীবনের দুখ
খ. বিষাদময় রিক্ততার সুর
গ. বসন্তের আগমন ও শীতের করুন বিদায়
ঘ. মানবমনে প্রকৃতির প্রভাব

৭৯। কুড়ি শব্দটির ব্যৃৎপত্তি নিদের্শ করা হয়েছে কোনটিতে?
ক. কুঁড়ি> কুড়ি
খ. কূঁড়ি> কূড়ি
গ. কুঁড়ি< কোরক
ঘ. কুঁড়ি> কোরক

৮০। পাখিরা নীড়ে ঘুমাবে-
i. বৈচিত্র্যময় শাস্তপ্রকৃতির জন্য
ii. পৃথিবীতে ভালোবাসার বীজ প্রাপ্ত হলে
iii. কবির কাঙ্খিত অস্ত্র উত্তোলিত হলে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও i ii
গ. i i ও iii
ঘ. i, ii ও iii

৮১। আঠারোবছর বয়স বাছে
ক. ঝড়ে আর বন্যায়
খ. দুর্যোগে আর ঝড়ে
গ. স্বপ্নে আর উদ্দীপনায়
ঘ. কর্মে আর প্রেরণায়

উদ্দীপকের আলোকে ৮২ ও ৮৩ নং প্রশ্নেুর উত্তর দাওঃ
মিছিলের ভিড়ে যুবকটিকে
মনে হলো কত দিনের চেনা
তেজদীপ্ত কণ্ঠে আকাশ বাতাস মুখরিত প্রাণে
মুষ্টিবদ্ধ লোমশ হাতে তুলেছে নিশান।

৮২। উদ্দীপকের যুবকটির সঙ্গে মিল আছে ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতার কার?
ক. রফিক
খ. বরকত
গ. সালাম
ঘ. জববার

৮৩। উদ্দীপকের যুবকটির মুষ্টিবদ্ধ লোমশ হাত কবিতায় কিসের প্রতীকরুপে প্রকাশিত?
i. সংগ্রামের
ii. অন্যায়ের প্রতিবাদের
iii. ঘাতকের

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও i ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

৮৪। সপে আত্মাকে শপথের কোলাহলে এ শপথের উদ্দেশ্য হলো
i. নিত্য নতুন করণীয় সম্পাদন
ii. উন্নযনের লক্ষ্যে পৌছানো
iii. স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় পদক্ষেপ গস্খহণ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও i ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

৮৫। সালতি অর্থ কী?
ক. আম কাঠের সুরু ডোঙ্গা বা নৌকা
খ. তাল কাঠের সরু ডোঙ্গাবা নৌকা
গ. শাল গাছের গুড়ি
ঘ. কলা গাছের ভেলা

উদ্দীপকটি পড়এবং ৮৬ ও ৮৭ নং প্রশ্নের উত্তর দাওঃ
জনাব কবির কঠোর পরিশ্রম করেউপার্জিত টাকা অভাবী মানুষের মাঝে বিলিয়ে দেয়। নিজের সংসার ধর্মের কথা তার মনে থাকে না, সে যেন সাধারণ মানুষের পাশে এসে দাড়াতে পারলে খুশি।

৮৬। উদ্দীপকের সাথে জীবন ও বৃক্ষ প্রবন্ধের সাদৃশ্য কোথায়?
ক. প্রাপ্তিতে
খ. প্রতীক্ষায়
গ. স্বপ্নে
ঘ. সাধনায়

৮৭। উদ্দীপকের জীবন ও বৃক্ষ প্রবন্ধের যে বিষয়টি ফুটে উঠেছে?
i. বৃক্ষেও আত্মদান
ii. বৃক্ষের আনন্দ
iii. পরোপকার

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও i ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

৮৮। শেখ মুজিবুর রহমানকে কী বলা হয়?
ক. সর্বকালের মহান বাঙালি
খ. সর্বকালের গুণী বাঙালি
গ. সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
ঘ. সর্বকালের ত্যাগী বাঙালি

৮৯। বঙ্গবন্ধুর অনশন ভাঙিয়েছিলেন কে?
ক. ডাক্তার
খ. মোশতাক আহমেদ
গ. খয়রাত হোসেন
ঘ. মহিউদ্দিন আহমদ

৯০। ফরিদপুরের ছাত্রছাত্রীদের স্লোগান ছিল-
i. রাষ্ট্রভাষা বাংলা চাই
ii. শেখ মুজিবের মুক্তি চাই
iii. রাজবন্ধিদের মুক্তি চাই

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও i ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
Share:

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 1st paper mcq question and answer. HSC Logic 1st paper mcq questions pdf download. HSC Logic 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
যুক্তিবিদ্যা
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১

HSC Logic 1st Paper
MCQ
question and answer pdf download

১. যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কী?
✅ Logic
[খ] Philosophy
[গ] Psychology
[ঘ] Logike

২. ‘Logos’ শব্দের অর্থ কী?
[ক] যুক্তি বা অনুমান
[খ] বুদ্ধি বা মেধা
[গ] স্মৃতি বা কল্পনা
✅ চিন্তা বা ভাষা

৩. 'Logic' শব্দটি গ্রিক কোন শব্দ থেকে এসেছে?
[ক] Logis
[খ] Logic
[গ] Logic
✅ Logike

৪. ‘Logos’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
[ক] ইংরেজি
✅ গ্রিক
[গ] ল্যাটিন
[ঘ] জার্মান

৫. যুক্তিবিদ্যার জনক কে?
[ক] প্লেটো
✅ এরিস্টটল
[গ] যোসেফ
[ঘ] আই.এম.কপি

৬. যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কী?
[ক] ভাষ্য
[খ] আবেগ
[গ] চিন্তা
✅ অনুমান

৭. যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয়ই বলেছেন কোন যুক্তিবিদ?
✅ জে. এস. মিল
[খ] বেন
[গ] হ্যামিলটন
[ঘ] অ্যালড্রিস

৮. 'A system of logic' গ্রন্থটির লেখক কে?
[ক] এরিস্টটল
[খ] জেভন্স
✅ জে. এস. মিল
[ঘ] আই. এম. কপি

৯. মধ্যযুগীয় যুক্তিবিদ্যায় কোন শ্রেণির দার্শনিকদের ভূমিকা রয়েছে?
[ক] সোফিস্ট
[খ] বুলীয়
[গ] স্টোয়িক
✅ স্কলাস্টিক

১০. যুক্তিবিদ্যার মূল কাজ কোনটি?
[ক] আবেগকে নিয়ন্ত্রণ করা
[খ] যুক্তির প্রকাশ করা
[গ] বুদ্ধিবৃত্তিকে বিকশিত করা
✅ যুক্তির বৈধতা-অবৈধতা নির্ণয় করা

১১. বুৎপত্তিগত অর্থের দিক থেকে যুক্তিবিদ্যা হচ্ছে-
✅ ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান
[খ] চিন্তা পদ্ধতির ফলিত কলা
[গ] সূত্র ও নিয়ম সংক্রান্ত বিজ্ঞান
[ঘ] অনুমান সম্পর্কিত জ্ঞান

১২.Aristotle কোন যুগের যুক্তিবিদ?
✅ প্রাচীন
[খ] মধ্য
[গ] আধুনিক
[ঘ] সাম্প্রতিক

১৩. মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক কে?
[ক] ইবনে সিনা
✅ আল-ফারাবি
[গ] আল-গায্যালি
[ঘ] ইবনে রুশদ

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
দৃশ্যকল্প ১: যুক্তিবিদ্যা সবসময় যুক্তিপদ্ধতির নিয়মাবলিকে আমাদের বাস্তব চিন্তা ক্ষেত্রে প্রয়োগ করার কৌশল শিক্ষা দেয়।
দৃশ্যকল্প ২: যুক্তিবিদ্যা যথার্থ যুক্তিপদ্ধতির নিয়মকানুন আবিষ্কার করে।

১৪. দৃশ্যকল্প-১ যুক্তিবিদ্যার যে প্রকৃতি নির্দেশ করছে তা হলো-
✅ যুক্তিবিদ্যা হলো কলা
[খ] যুক্তিবিদ্যা হলো বিজ্ঞান
[গ] যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই
[ঘ] যুক্তিবিদ্যা একটি বিমূর্ত বিষয়

১৫. দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ উভয়ই যুক্তিবিদ্যার-
i. স্বরূপ নির্দেশক
ii. পরিসর নির্দেশক
iii. বৈশিষ্ট্য নির্দেশক

নিচের কোনটি সঠিক?
[ক] ii ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬. যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান?
[ক] সদর্থক
[খ] নঞর্থক
✅ আদর্শনিষ্ঠ
[ঘ] নন্দনতাত্ত্বিক

১৭. জ্ঞান কত প্রকার?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

১৮. এরিস্টটলীয় যুক্তিবিদ্যাকে কোন যুগের যুক্তিবিদ্যা বলে অভিহিত করা হয়?
[ক] মধ্যযুগীয়
[খ] সাম্প্রতিক
✅ সাবেকী
[ঘ] প্রতীকী

১৯. রেনেসাঁ পরবর্তী সময়কে কোন যুগ বলে অভিহিত করা হয়?
✅ আধুনিক যুগ
[খ] প্রাচীন যুগ
[গ] মধ্যযুগ
[ঘ] সাম্প্রতিক যুগ

২০. ‘‘যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা’’- উক্তিটি কোন যুক্তিবিদের?
[ক] টমসন
[খ] ওয়েলটন
[গ] হ্যামিলটন
✅ কপি

২১. যুক্তিবিদ্যা কোন বিষয়টির কারণে আদর্শনিষ্ঠ বিজ্ঞান?
[ক] কল্যাণ
[খ] সুন্দর
✅ সত্য
[ঘ] মঙ্গল

২২. যুক্তিবিদ্যার স্বতঃসিদ্ধ নিয়মগুলো হলো-
i. কার্যকারণ নিয়ম
ii. অভেদ নিয়ম
iii. বিরোধ নিয়ম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩. যুক্তিবিদ্যা হলো-
i. অনুমান সম্পর্কিত বিজ্ঞান
ii. ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান
iii. আচরণ সম্পর্কিত বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৪. কলা বলতে বোঝায় -
i. দক্ষতা
ii. পটুত্ব
iii. কর্মনৈপুন্য

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি থেকে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও:
সুমন বিকেলে মাঠে খেলতে যাবার সময় লক্ষ করল আকাশে কালো মেঘ এবং জোরে বাতাস বইছে। সে জানে এটা ঝড়ের লক্ষণ। তাই সে সিদ্ধান্ত নিল চজ মাঠে খেলতে যাবে না৷

২৫. উদ্দীপকটি নিচের কোনটিকে নির্দেশ করে?
[ক] যুক্তিবাক্য
[খ] অনুমান
✅ অবধারন
[ঘ] ধারণ

২৬. স্বরূপগত দিক থেকে সুমনের চিন্তাটি-
i. বিজ্ঞান
ii. কলা
iii. আদর্শনিষ্ঠ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭. এরিস্টটল প্রদত্ত যুক্তিবিদ্যাকে কী বলা হয়?
[ক] আধুনিক যুক্তিবিদ্যা
[খ] অবরোহ যুক্তিবিদ্যা
[গ] প্রতীকী যুক্তিবিদ্যা
✅ সাবেকী যুক্তিবিদ্যা

২৮. ‘‘যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা।’’ - কোন দুই যুক্তিবিদ একথা বলেন?
✅ মিল ও হোয়েটলি
[খ] আই.এম. কপি ও অ্যালড্রিস
[গ] ম্যানসেল ও টমসন
[ঘ] যোসেফ ও ফউলার

২৯. চিন্তা বা অনুমানের বাহন হলো-
i. যুক্তি
ii. যুক্তিবাক্য
iii. ভাষা

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i ও ii

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. প্রধানত যুক্তিবিদ্যা হলো-
i. আদর্শনিষ্ঠ বিজ্ঞান
ii. চিন্তার বিজ্ঞান
iii. বিজ্ঞান ও কলা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iiii

৩১. 'চিন্তা' হচ্ছে মানুষের একটি -
i. ইন্দ্রিয় নির্ভর প্রক্রিয়া
ii. বুদ্ধিমূলক প্রকিয়া
iii. জ্ঞান-নির্ভর প্রকিয়া

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] ii
[গ] iii
✅ ii ও iii

নিচের উদ্দীপকের আলোকে ৪৪ ও ৪৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শাহীন শোয়েবকে বললো, ‘‘যুক্তিবিদ্যা অনুমানের নিয়মগুলোকে বাস্তবে প্রয়োগের কৌশল শিক্ষা দেয়।’’ কিন্তু শোয়েব বললো, এটি ঠিক নয়, ‘‘কারণ যুক্তিবিদ্যা শুধু আমাদের অনুমানের নিয়মসমূহ প্রণয়ন করে।’’ তারা যুক্তিবিদ্যার স্যারকে জিজ্ঞেস করলে তিনি বলেন, তোমাদের দুজনের বক্তব্যই সত্য।

৩২. উদ্দীপকে শাহীনের বক্তব্যে কী প্রকাশ পেয়েছে?
i. যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান
ii. যুক্তিবিদ্যা একটি বর্ণনামূলক বিজ্ঞান
iii. যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ iii
[ঘ] i, ii ও iii

৩৩. শাহীন, শোয়েব ও যুক্তিবিদ্যার শিক্ষকের বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায় যে-
[ক] যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান
[খ] যুক্তিবিদ্যা একটি কলা
[গ] যুক্তিবিদ্যা একটি বর্ণনামূলক বিজ্ঞান
✅ যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই

উদ্দীপকটি পড় এবং ৪৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
১ গবেষণা
২ উপাত্ত
৩ তথ্য

৩৪. উদ্দীপকটি কোন বিজ্ঞানের পর্যায়ভুক্ত?
✅ তত্ত্বমূলক
[খ] আদর্শমূলক
[গ] বর্ণনামূলক
[ঘ] ব্যবহারিক

৩৫. ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে কী বলা হয়?
[ক] দর্শন
✅ যুক্তিবিদ্যা
গ জ্ঞানবিদ্যা
[ঘ] অধিবিদ্যা

৩৬. জ্ঞান কত প্রকার?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৩৭. এরিস্টটলীয় যুক্তিবিদ্যার মূলসূত্র কয়টি?
[ক] একটি
[খ] দুইটি
[গ] তিনটি
✅ চারটি

৩৮. সত্য, সুন্দর ও মঙ্গলের আদর্শ নিয়ে দর্শনের কোন শাখায় আলোচনা করা হয়?
[ক] জ্ঞানবিদ্যা
[খ] অধিবিদ্যা
✅ মূল্যবিদ্যা
[ঘ] বাস্তববিদ্যা

৩৯. 'An Introduction to Logic' গ্রন্থের রচয়িতা কে?
ক এরিস্টটল
[খ] জে. এস. মিল
[গ] আই. এম. কপি
✅ যোসেফ

৪০. গ্রিসের দার্শনিক কে?
[ক] যোসেফ
[খ] কপি
[গ] জে. এস. মিল
✅ এরিস্টটল

৪১. যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই, কারণ-
i. যুক্তিবিদ্যায় চিন্তার নিয়মাবলি আবিষ্কার ও প্রমাণ করে
ii. যুক্তিবিদ্যায় বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করে
iii. যুক্তিবিদ্যায় যুক্তির ব্যবহারিক ও প্রায়োগিক কৌশল নির্দেশ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৪২. যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো-
i. আকারগত সত্যতা
ii. বস্তুগত সত্যতা
iii. সার্বিক সত্যতা

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] ii ও ii
[গ] i, i ও iii
✅ i, ii ও iii

৪৩. যুক্তিবিদ্যা বলতে বোঝায়-
i. আচরণ সম্পর্কিত বিজ্ঞান
ii. সৌন্দর্য সম্পর্কিত বিজ্ঞান
iii. চিন্তা-সংক্রান্ত বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ iii
[ঘ] i, i ও iii

৪৪. কপির সংজ্ঞায় যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য ফুটে উঠেছে। যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য হলো-
i. শুদ্ধ যুক্তি প্রতিষ্ঠা
ii. বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য করা
iii. সহানুমান গঠন করা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৫. প্রাচীন যুগকে কয়টি ধারায় বিভক্ত করা হয়? জ্ঞান
[ক] একটি
[খ] দুইটি
✅ তিনটি
[ঘ] চারটি

৪৬. প্রাচীন যুগের শ্রেষ্ঠ যুক্তিবিদ কে?
[ক] প্লেটো
[খ] পস্নুটো
✅ এরিস্টটল
[ঘ] জেনো

৪৭. যুক্তিবিদ্যার প্রথম শিক্ষক কে.
✅ এরিস্টটল
[খ] প্লেটো
[গ] ডেকার্ট
[ঘ] লাইবনিজ

৪৮. কোথায় সর্বপ্রথম যুক্তিবিদ্যার চর্চা শুরু হয়?
[ক] নরওয়ে
[খ] গ্রিস
[গ] ফ্রান্স
✅ জার্মান

৪৯. যুক্তিবিদ্যার প্রথম পাঠ্য সংস্করণের অন্তর্ভুক্ত কোনটি?
[ক] An Essay Concerning Human Understanding
[খ] A System of Logic
✅ Novum Organum
[ঘ] The Art of Thinking

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

৫০. 'The Republic' গ্রন্থটি কার লেখা?
[ক] এরিস্টটল
[খ] সক্রেটিস
✅ প্লেটো
[ঘ] মিল

৫১. মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক কে?
✅ আল-ফারাবি
[খ] ইবনে সিনা
[গ] ইবনে রুশদ
[ঘ] ডান্স স্কটাস

৫২. মধ্যযুগে যুক্তিবিদ্যার ওপর সবচেয়ে বেশি কাজ করেছেন কোন যুক্তিবিদ?
[ক] আল কিন্দি
✅ আল ফারাবি
[গ] ইবনে সিনা
[ঘ] ইবনে রুশদ

৫৩. ‘জন ডান্স স্কটাস' কোন যুগের দার্শনিক ছিলেন?
[ক] প্রাচীন যুগ
✅ মধ্যযুগ
[গ] আধুনিক যুগ
[ঘ] সাম্প্রতিক যুগ

৫৪. মধ্যযুগের যুক্তিবিদন্ড
✅ পরফিরি
[খ] মিল
[গ] রাসেল
[ঘ] যোসেফ

৫৫. ভারতীয় উপমহাদেশে খ্রি. পূর্ব কত শতকে যুক্তিবিদ্যার উৎপত্তি হয়?
[ক] ৫ম
✅ ৬ষ্ঠ
[গ] ৭ম
[ঘ] ৮ম

৫৬. আধুনিক যুগের প্রথম যুক্তিবিদন্ড
[ক] আল ফারাবি
[খ] মিল
[গ] এরিস্টটল
✅ ফ্রান্সিস বেকন

৫৭. কোন গ্রন্থটি প্রতীকী যুক্তিবিদ্যা তথা আধুনিক যুক্তিবিদ্যার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়?
[ক] The Right Use of Reason
[খ] A System of Logic
[গ] The Art of Thinking
✅ Principia Mathematica

৫৮. আরোহ পদ্ধতির প্রবর্তক কে?
[ক] প্লেটো
[খ] এরিস্টটল
✅ মিল
[ঘ] বেইন

৫৯. আধুনিক যুগের যুক্তিবিদ কে?
✅ জন স্টুয়ার্ট মিল
[খ] ডান্স স্কোটাস
[গ] জেনো
[ঘ] আলফ্রেড হোয়াইটহেড

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০.নিচের কোন দার্শনিকের যুক্তিচর্চা ছিল অন্তদর্শনমূলক?
[ক] এরিস্টটল
[খ] সক্রেটিস
✅ জন স্টুয়ার্ট মিল
[ঘ] জন লক

৬১. আধুনিক যুগের শেষ দার্শনিক কে?
[ক] বেকন
✅ হেগেল
[গ] প্লেটো ঘ জর্জ বুল

৬২. ‘Laws of Thought’ গ্রন্থটির রচয়িতা কে?
[ক] মিল
[খ] কপি
✅ জর্জ বুল
[ঘ] রাসেল

৬৩. 'Laws of Thought' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
[ক] ১৭৪৪
[খ] ১৭৫৪
[গ] ১৮৪৪
✅ ১৮৫৪

৬৪.জর্জ বুল প্রতীকী যুক্তিবিদ্যার প্রবর্তন করেন কেন?
[ক] যুক্তির সত্যতা যাচাইয়ের জন্য
[খ] যুক্তির দুর্বলতা বোঝানোর জন্য
✅ যুক্তির বৈধতা ও সত্যমান নির্ণয়ের জন্য
[ঘ] যুক্তির আকার ও প্রাসঙ্গিকতা বিচারের জন্য

৬৫. সোমাকে তার শিক্ষক প্রশ্ন করলেন- ‘‘বলতো সাম্প্রতিক যুগে কার যুক্তিবিদ্যাকে ‘Algebraic Logic’ বলা হয়?’’
[ক] লাইবনিজ
[খ] রাসেল
[গ] হেগেল
✅ জর্জ বুল

৬৬. সাম্প্রতিক যুগে যুক্তির বৈধতা নির্ধারণ হয় কীভাবে?
[ক] বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে
✅ ভাষার যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে
[গ] গবেষণার মাধ্যমে
[ঘ] গাণিতিক পদ্ধতির মাধ্যমে

৬৭. যুক্তিবিদ্যায় জ্ঞানের প্রধান উৎস কয়টি?
[ক] একটি
✅ দুইটি
[গ] তিনটি
[ঘ] চারটি

৬৮. সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞানের অপর নাম কী?
[ক] কলা
[খ] সংজ্ঞা
✅ বিজ্ঞান
[ঘ] তত্ব

৬৯. ‘‘যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তিপদ্ধতি সম্বন্ধীয় বিজ্ঞান ও কলাবিদ্যা’’- উক্তিটি কার?
[ক] হ্যামিলটন
[খ] টমসন
[গ] মিল
✅ হোয়েটলি

৭০. যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও একটি কলা। কারা এরূপ কথা বলেন?
✅ মিল ও হোয়েটলি
[খ] পোর্ট ও রয়েল যুক্তিবিদগন
[গ] ম্যানসেল ও টমসন
[ঘ] যোসেফ ও ফাউলার

৭১. ‘ক’ পোর্ট রয্যাল (Port Royal) যুক্তিবিদ হিসেবে পরিচিত। ‘ক’ কাকে নির্দেশ করে?
[ক] মিলকে
✅ অ্যালড্রিচকে
[গ] যোসেফকে
[ঘ] কপিকে

৭২. যুক্তিবিদ্যাকে শুধু কলা বলেছেন কোন যুক্তিবিদ?
[ক] মিল
[খ] জেভন্স
✅ অ্যালড্রিচকে
[ঘ] টমশন

৭৩. যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা। কারণ-
[ক] এটি অনুমান প্রক্রিয়ার সাহায্য নেয়
[খ] এটি বিষয়বস্তুর গভীরে প্রবেশ করে
✅ এটি জ্ঞানকে বাস্তবে প্রয়োগের কৌশল শিক্ষা দেয়
[ঘ] এটি বস্তুগত ও আকারগত সত্যতা নিয়ে আলোচনা করে

৭৪. ‘‘যুক্তিবিদ্যা চিন্তার নিয়ম সম্পর্কিত বিজ্ঞান’’ উক্তিটি কার?
[ক] হোয়েটলি
[খ] জে. এস. মিল
✅ টমশন
[ঘ] হ্যামিলটন

৭৫. আদর্শনিষ্ঠ বিজ্ঞান কোন ধরনের?
✅ মূল্যায়নধর্মী
[খ] বাস্তবানুগ
[গ] কল্পনা নির্ভর
[ঘ] অনুমাননির্ভর

৭৬. যুক্তিবিদ্যা 'আদর্শমূলক বিজ্ঞান' কীভাবে?
[ক] নিজস্ব মতবাদ মেনে চলে
[খ] আদর্শ নিয়ে আলোচনা করে
✅ সত্যের আদর্শ যুক্তি মূল্য নিরুপণ করে
[ঘ] মঙ্গল কামনায় যুক্তি নিরুপণ করে

৭৭. যুক্তিবিদ্যা কোন আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুকে মূল্যায়ন করে?
✅ সত্যের
[খ] নৈতিকতার
[গ] বৈধতার
[ঘ] সুন্দরের

৭৮. যে বিজ্ঞান বস্তুসত্তার প্রকৃতি নিয়ে আলোচনা করে তাকে কী বলে?
[ক] বিষয়নিষ্ঠ বিজ্ঞান
[খ] আদর্শনিষ্ঠ বিজ্ঞান
✅ বস্তুনিষ্ঠ বিজ্ঞান
[ঘ] আকারনিষ্ঠ বিজ্ঞান

৭৯. যে বিজ্ঞান বস্তুর আকার নিয়ে আলোচনা করে তাকে কী বলে?
[ক] বিষয়নিষ্ঠ বিজ্ঞান
[খ] আদর্শনিষ্ঠ বিজ্ঞান
[গ] বস্তুনিষ্ঠ বিজ্ঞান
✅ আকারনিষ্ঠ বিজ্ঞান

৮০. জ্ঞানের পদ্ধতি নির্দেশই যুক্তিবিদ্যার কাজ- কে বলেছেন?
✅ এরিস্টটল
[খ] মিল
[গ] যোসেফ
[ঘ] কপি

৮১. বিষয়বস্তুর ভিত্তিতে বিজ্ঞানের রূপ হলোত
i. আকারগত
ii. আদর্শগত
iii. বস্তুগত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮২. ‘যুক্তিবিদ্যা একটি খাঁটি বিজ্ঞান’-কোন যুক্তিবিদগণ এটির অবতারণা করেন?
i. হ্যামিল্টন
ii. টমসন
iii. অ্যালড্রিচ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই কারণ-
i. যুক্তিবিদ্যা চিন্তার নিয়মাবলি আবিষ্কার ও প্রমাণ করে
ii. বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করে
iii. যুক্তির ব্যবহারিক ও প্রায়োগিক কৌশল নির্দেশ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৪. আদর্শনিষ্ঠ বিজ্ঞান হলো-
i. যুক্তিবিদ্যা
ii. নীতিবিদ্যা
iii. নন্দনতত্ত্ব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৮৫. যুক্তিবিদ্যা হলো-
i. বিজ্ঞানের মৌলসূত্র ও নিয়মাবলি সরবরাহ করে
ii. আদর্শনিষ্ঠ বিজ্ঞান
iii. প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করার বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৪০ ও ১৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
টুটুল তার বাবাকে বললোত ‘‘আমি এমন একটি বিষয় পড়তে চাই যা একইসাথে বিজ্ঞান ও কলা উভয়ই’’।

৮৬. অনুচ্ছেদে টুটুল কোন বিষয়ের স্বরূপ সম্পর্কে বলেছেন?
[ক] মনোবিজ্ঞান
[খ] নৃবিজ্ঞান
[গ] রসায়ন
✅ যুক্তিবিদ্যা

৮৭. টুটুলের ইঙ্গিতকৃত বিষয়টি একাধারে-
i. অধিবিদ্যা
ii. বিজ্ঞান
iii. কলাবিদ্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও রর
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৮. অনুমান কোন বিদ্যার মূল আলোচ্য বিষয়?
✅ যুক্তিবিদ্যা
[খ] অধিবিদ্যা
[গ] জ্ঞানবিদ্যা
[ঘ] নীতিবিদ্যা

৮৯. যুক্তিবিদ্যায় অনুমান কয় প্রকার?
✅ দুই খ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. আকারগত সত্যতা প্রতিষ্ঠা করে কোন যুক্তিবিদ্যা?
✅ অবরোহ
[খ] আরোহ
[গ] মাধ্যম
[ঘ] অমাধ্যম

৯১. যুক্তিবাক্যের মূল উপাদান কী?
✅ পদ
[খ] বাক্য
[গ] অনুমান
[ঘ] উদ্দেশ্য

৯২.যুক্তিবিদ্যা কীভাবে মানুষকে সাহায্য করে?
[ক] নৈতিকতার মাধ্যমে
✅ চিন্তা করার মাধ্যমে
[গ] ধার্মিক হওয়ার মাধ্যমে
[ঘ] দার্শনিক হওয়ার মাধ্যমে

৯৩. কোনো ঘটনাকে মনের মতো করে কৃত্রিম ভাবে সংঘটিত করে তা নিরীক্ষণ করাকে কী বলে?
[ক] প্রকল্প
[খ] নিরীক্ষণ
✅ পরীক্ষণ
[ঘ] কার্যকারন

৯৪. অনুমানের ভাষাগত প্রকাশকে কী বলে?
✅ যুক্তি
[খ] পদ
[গ]বাক্য
[ঘ] যুক্তিবাক্য

৯৫. নুসরাত পদের প্রকারভেদ মুখস্থ করছে। এগুলো কীসের সাথে সম্পর্কিত?
✅ যুক্তিবিদ্যা
[খ] বিজ্ঞান
[গ] কলা
[ঘ] নীতিবিদ্যা

৯৬. মানুষ চরিত্রগতভাবেই-
[ক] ভাববাদী
✅ যুক্তিবাদী
[গ] চিন্তাবাদী
[ঘ] বাস্তববাদী

৯৭. জারা তার বন্ধুকে বললোত উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে এক ধরনের সম্পর্ক থাকে। এই সম্পর্কের নাম কী?
[ক] পদ
[খ] অবধারণ
✅ বিধেয়ক
[ঘ] বাক্য

৯৮. সুসংহত ও সুসংবদ্ধ চিন্তা যখন ভাষায় প্রকাশ পায় তখন তাকে কী বলে?
[ক] বাক্য
[খ] পদ
✅ যুক্তি
[ঘ] অনুমান

৯৯. যুক্তিবিদ্যার চর্চা কী জন্য সর্বাপেক্ষা যৌক্তিক?
[ক] স্বাস্থ্য ঠিক রাখা
[খ] চিন্তার সজীবতা
✅ জ্ঞানের প্রয়োগ
[ঘ] মানসিক দুর্বলতা

১০০. যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলেছেন-
i. ম্যানসেল
ii. টমসন
iii. হ্যামিলটন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Share:

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 1st paper mcq question and answer. HSC Logic 1st paper mcq questions pdf download. HSC Logic 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
যুক্তিবিদ্যা
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-২

HSC Logic 1st Paper
MCQ
question and answer pdf download

১. দর্শনের জনক কে?
[ক] এরিস্টটল
[খ] প্লেটো
[গ] সক্রেটিস
✅ থেলিস

২. দর্শনের শাখা কয়টি?
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৩. দর্শনের অন্যতম শাখা কোনটি?
[ক] মনোবিজ্ঞান
[খ] নীতিবিদ্যা
✅ মূল্যবিদ্যা
[ঘ] রূপবিদ্যা

৪. যুক্তিবিদ্যা দর্শনের কোন শাখার অন্তর্ভুক্ত?
[ক] জ্ঞানবিদ্যা
[খ] অধিবিদ্যা
✅ মূল্যবিদ্যা
[ঘ] মনোবিদ্যা

৫. 'যুক্তিবিদ্যা হলো দর্শনের সারসত্তা'- উক্তিটি কার?
[ক] মিল
[খ] এরিস্টটল
[গ] প্লেটো
✅ বার্ট্রান্ড রাসেল

৬. যুক্তিবিদ্যা ও দর্শন উভয়ই সত্য উদঘাটনে প্রয়াসী কেন?
✅ উভয়ই আদর্শ সত্য প্রতিষ্ঠা করতে চায়
[খ] উভয়ই জ্ঞানবিদ্যার অন্তর্ভুক্ত হতে চায়
[গ] উভয়ই কুসংস্কার দূর করতে চায়
[ঘ] উভয়ই মৌলিক সমস্যার সমাধান করতে চায়

৭. প্রকৃতির একটি বিশেষ বিভাগ সম্পর্কে সুনিশ্চিত জ্ঞানকে বলা হয়-
✅ বিজ্ঞান
[খ] যুক্তিবিদ্যা
[গ] নৃবিজ্ঞান
[ঘ] জ্ঞান

৮. যুক্তিবিদ্যা ও দর্শন যুক্তির শুদ্ধতার ওপর নির্ভরশীল কেন?
[ক] যুক্তি যাচাইয়ের জন্য
✅ অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করার জন্য
[গ] বৈজ্ঞানিক স্বীকৃতি লাভের জন্য
[ঘ] নির্বিচার নীতি প্রবর্তনের জন্য

৯. দর্শন ও যুক্তিবিদ্যার মধ্যে সাদৃশ্য বিষয় কী?
✅ সত্য উদঘাটন
[খ] ধর্মীয়বোধ সৃষ্টি
[গ] সুন্দরের চর্চা
[ঘ] শুদ্ধতার চর্চা

১০. আরিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি বিষয়ে অধ্যয়নরত। তার পঠিত বিষয়টির উদ্দেশ্য হলো জগত এবং জীবন সম্পর্কে একটা সুসংবদ্ধ ও যুক্তিযুক্ত জ্ঞান প্রদান করা। সোহানের অধ্যয়নরত বিষয়টির নাম কী?
[ক] ভাষা বিজ্ঞান
✅ দর্শন
[গ] সমাজবিজ্ঞান
[ঘ] রাষ্ট্রবিজ্ঞান

১১. দর্শন ও যুক্তিবিদ্যার চর্চা শুরু হয়েছিল কোন দেশে?
✅ গ্রিসে
[খ] রোমে
[গ] ইরানে
[ঘ] ইতালিতে

১২. শিক্ষক ক্লাসে দুটি বিষয়ের কথা বললেন, যারা পরস্পরের ওপর নির্ভরশীল এবং একটি বৃহৎ অর্থে অপরটিকে অন্তর্ভুক্ত করে। এখানে কোন দুটি বিষয়কে বোঝানো হয়েছে?
[ক] রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান
[খ] নৃবিজ্ঞান ও মনোবিজ্ঞান
✅ যুক্তিবিদ্যা ও দর্শন
[ঘ] দর্শন ও গণিত

১৩. যুক্তিবিদ্যা অধ্যয়নের ফলে বিশেষভাবে আমরা যে মূল্যবোধ আয়ত্ত করতে পারি তা হলো-
[ক] ক্ষমা,
[খ] কল্যাণ
✅ সত্য
[ঘ] সৌন্দর্য

১৪. জ্ঞানের প্রকৃতি, উৎস ও উৎপত্তি নিয়ে আলোচনা করে দর্শনের কোন অংশ?
✅ Epistemology
[খ] Metaphysics
[গ] Axiology
[ঘ] Ethics

১৫. 'Metaphysics' শব্দের অর্থ কী?
[ক] নীতিবিদ্যা
✅ অধিবিদ্যা
[গ] যুক্তিবিদ্যা
[ঘ] মূল্যবিদ্যা

১৬. যুক্তিবিদ্যার মৌলিক নিয়মাবলির নিশ্চয়তা বিধান করে কোনটি?
✅ দর্শন
[খ] পদার্থবিজ্ঞান
[গ] রসায়নবিজ্ঞান
[ঘ] ভাষাবিজ্ঞান

১৭. দর্শনের ইংরেজি শব্দ Philosophy শব্দটি এসেছে-
i. Philos এবং sophia থেকে
ii. Philoso থেকে,
iii. গ্রিক শব্দ থেকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৮. দর্শন চেষ্টা করেু
i. জীবন ও জগতের সব ধরনের সমস্যা চিহ্নিত করতে
ii. ভাষার যৌক্তিক বিশ্লেষণ করতে
iii. জীবন ও জগতের সব ধরনের সমস্যার সমাধান দিতে

নিচের কোনটি সঠিক?
ক i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯. যুক্তিবিদ্যার স্বতঃসিদ্ধ যে বিষয়গুলো দর্শনের আলোচ্য বিষয়-
i. কার্যকারণ নিয়ম
ii. প্রকৃতির নিয়মানুবর্তিতার নিয়ম
iii. অভেদ নিয়ম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২০. দর্শনের সাথে যুক্তিবিদ্যার মিল হিসেবে গ্রহণযোগ্য হচ্ছেত
i. মৌলিক নিয়মে নির্ভরতা
ii. তত্ত্বসমূহ দার্শনিক মানদন্ড- যাচাইকৃত
iii. নিয়মগুলো দর্শনের আলোচ্য বিষয়ভুক্ত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:
ভাবুক প্রকৃতির ছেলে ইমন। সে জগৎ ও জীবনের মৌলিক সমস্যা সমূহ সমাধানের লক্ষ্যে সব সময় ব্যাস্ত থাকে। যেমন- জড়, প্রাণ, মন, আত্মা, স্রষ্টা ইত্যাদি বিষয়ক সমস্যা। এসকল সমস্যা সমাধানের উপায় গুলোকে সে যুক্তিবিদ্যার আলোকে যাচাই করতে চায়।

২১. ইমনের জীবনাচরণে কোন বিষয়ের প্রভাব পরিলক্ষিত হয়?
✅ দর্শন
[খ] নীতিশাস্ত্র
[গ] নন্দনতত্ত্ব
[ঘ] সমাজবিজ্ঞান

২২. অনুচ্ছেদে উল্লেখিত সমস্যাসমূহ সমাধানে উক্ত বিষয়টির যে সকল শাখা অবদান রাখে
i. অধিবিদ্যা
ii. জ্ঞানতত্ব
iii. মূলবিদ্যা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৩. Ethics শব্দের অর্থ কী?
[ক] নন্দনতত্ত্ব
[খ] যুক্তিবিদ্যা
✅ নীতিবিদ্যা
[ঘ] দর্শন

২৪. 'Ethos' শব্দের অর্থ কী?
[ক] কৌশল
[খ] পন্থা
[গ] প্রথা
✅ চরিত্র

২৫. ইংরেজি Ethics শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
✅ গ্রিক
[খ] ল্যাটিন
[গ] হিব্রু
[ঘ] জাপানি

২৬. শাব্দিক অর্থে নীতিবিদ্যাকে কী বলা হয়?
✅ চরিত্র বিষয়ক বিদ্যা
[খ] নৈতিকতা বিষয়ক বিদ্যা
[গ] আচরন বিষয়ক বিদ্যা
[ঘ] যুক্তি বিষয়ক বিদ্যা

২৭. নীতিবিদ্যা দর্শনের কোন শাখার অন্তর্ভুক্ত?
[ক] জ্ঞানবিদ্যা
[খ] অধিবিদ্যা
✅ মূল্যবিদ্যা
[ঘ] নন্দনতত্ত্ব

২৮. জনির ভালো-মন্দ, নৈতিক-অনৈতিক বোধ খুবই প্রবল। তার মধ্যে কোন বিষয়ের প্রভাব রয়েছে?
[ক] যুক্তিবিদ্যার
✅ নীতিবিদ্যার
[গ] নন্দনতত্ত্বের
[ঘ] জ্ঞানবিদ্যার

২৯. মানুষ উন্নত জীবনের ধারক হতে পারে কীভাবে?
[ক] বুদ্ধি ও শক্তির সমন্বয়ে
✅ যুক্তি ও বিবেকের সমন্বয়ে
[গ] অর্থ ও বুদ্ধির সমন্বয়ে
[ঘ] শক্তি ও অর্থের সমন্বয়ে

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. সমাজে বসবাসকারী সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষের ইচ্ছাকৃত আচরণ কোন শাস্ত্রের আলোচনার বিষয়?
✅ নীতিবিদ্যা
[খ] যুক্তিবিদ্যা
[গ] গণিত
[ঘ] দর্শন

৩১. ‘ব্যবসায় নীতিবিদ্যা' নীতিবিদ্যার কোন শাখায় আলোচনা করা হয়?
✅ প্রায়োগিক নীতিবিদ্যা
[খ] তাত্ত্বিক নীতিবিদ্যা
[গ] পরানীতিবিদ্যা
[ঘ] জীবনীতিবিদ্যা

৩২. যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা উভয়ই আদর্শনিষ্ঠ বিজ্ঞান কেন?
[ক] ভালো-মন্দকে নির্ধারণ করার জন্য
✅ সত্যের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য
[গ] কুসংস্কার দূর করার জন্য
[ঘ] আচরণ পর্যালোচনা করার জন্য

৩৩. যৌক্তিকতা → ? → নৈতিকতা → নীতিবিদ্যা
উপরের প্রশ্নচিহ্নিত ঘরে কোনটি হবে?
[ক] মনোবিদ্যা
✅ যুক্তিবিদ্যা
[গ] দর্শন
[ঘ] নন্দনতত্ত্ব

৩৪. প্রাতিষ্ঠানিকভাবে কত সাল থেকে ব্যবসায় নীতিবিদ্যার চর্চা শুরু হয়?
✅ ১৯৭০
[খ] ১৯৭৫
[গ] ১৯৮০
[ঘ] ১৯৮৫

৩৫. 'কল্যাণ' ধারণাটি নিচের কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত?
✅ নীতিবিদ্যা
[খ] যুক্তিবিদ্যা
[গ] আদর্শবিদ্যা
[ঘ] নন্দনতত্ত্ব

৩৬. সমাজ ও রাষ্ট্র স্বীকৃত জীবিকা অর্জনের মাধ্যমকে কী বলে?
[ক] ব্যবসায়
✅ পেশা
[গ] বৃদ্ধি
[ঘ] চাকরি

৩৭. জহির একজন ডাক্তার। সে সব সময় দেরিতে হাসপাতালে আসে এবং রোগীকে অবহেলা করে। তার মধ্যে কীসের অভাব রয়েছে?
✅ পেশাগত নৈতিকতার
[খ] ব্যবসায় নৈতিকতার
[গ] ঔচিত্য বোধের
[ঘ] মানবিকতার

৩৮. ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত-অনুচিত ইত্যাদি মূল্যায়নধর্মী বক্তব্য তোমার পাঠ্যপুস্তকের কোন বিয়ষকে নির্দেশ করে?
[ক] যুক্তিবিদ্যা
✅ নন্দনতত্ত্ব
[গ] মনোবিদ্যা
[ঘ] নীতিবিদ্যা

৩৯. ইংরেজি 'Moral' শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে?
[ক] Morality
✅ Mores
[গ] Ethos
[ঘ] Philos

৪০. 'নীতিবিদ্যা হচ্ছে দর্শনের সেই শাখা যা নৈতিকতা, নৈতিক সমস্যা ও নৈতিক অবধারণ সম্পর্কিত আলোচনা করে’ - উক্তিটি কার?
[ক] লিলির
[খ]ওয়েবারের
✅ ফ্রানকেনা
[ঘ] হেগেলের

৪১. আমাদের ঔচিত্যবোধ সংক্রান্ত আলোচনা করে কোন শাস্ত্র?
✅ নীতিবিদ্যা
[খ] ভাষাবিদ্যা
[গ] অধিবিদ্যা
[ঘ] যুক্তিবিদ্যা

৪২. যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা উভয়শাস্ত্রের লক্ষ্য কী?
[ক] আচরণ নিয়ন্ত্রণ
[খ] দুর্নীতি নিয়ন্ত্রণ
✅ মানুষের কল্যাণ সাধন
[ঘ] কর ফাঁকি নিয়ন্ত্রণ

৪৩. জয় তার ছোট ভাইকে উচিত-অনুচিত সম্পর্কিত ধারণা দিলেন। উত্ত বিষয়টি কোন বিষয়ের আলোচনায় ফুটে ওঠে?
[ক] কলাবিদ্যা
✅ নীতিবিদ্যা
[গ] অধিবিদ্যা
[ঘ] যুক্তিবিদ্যা

৪৪. নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের-
i. আচরণ নিয়ন্ত্রণ
ii. আচরণ সম্পর্কিত বিজ্ঞান
iii. আদর্শনিষ্ঠ বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৫. সাম্প্রতিককালে প্রায়োগিক নীতিবিদ্যার নতুন ধারা হিসেবে যাত্রা শুরু করে-
i. ব্যবসায় নীতিবিদ্যা
ii. জীব নীতিবিদ্যা
iii. পেশাগত নীতিবিদ্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৬. নীতিবিদ্যা পার্থক্য নির্দেশ করে-
i. ভালো ও মন্দের
ii. উচিত ও অনুচিতের
iii. মঙ্গল ও কল্যাণের

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৭. সুমন সাহে একটি স্বনামধন্য কোম্পানির মালিক। তার কোম্পানিতে উৎপাদনকৃত পণ্যের গুণগত মান ও পরিমাণ বজায় রাখেন। এ কারণে অন্যান্য কোম্পানির মালিকরা তার ব্যক্তিত্বের প্রশংসা করেন। এখানে সুমন সাহেবের কোম্পানি ও উৎপাদনকৃত পণ্যের নৈতিক যুক্তি হলো-
i. দৃষ্টিভঙ্গির সত্যতা তুলে ধরা
ii. অসৎ মুনাফা বৃদ্ধির কৌশল বর্জন করা
iii. অন্য প্রতিষ্ঠানের মালিকদের নৈতিক দায়িত্ববোধ জাগ্রত করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪৮ ও ৪৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ভেজালবিরোধী অভিযানে ম্যাজিস্ট্রেট রোকন উদ্দৌলা অত্যন্ত সুনাম অর্জন করেছেন। খাদ্যে ভেজাল মেশানো একটি পুরোনো সমস্যা হলেও এর থেকে পরিত্রাণের পথ অনেকেই খুঁজে পাননি। তবে ম্যাজিস্ট্রেট সাহেব খুবই হতাশ হয়েছেন ওজনে কম দেওয়ার অভিনব পদ্ধতিগুলোর ব্যবহার দেখে।

৪৮. ম্যাজিস্ট্রেটের ভূমিকায় যে দিকটি ফুটে উঠেছে-
i. নীতিবিদ্যার প্রভাব
ii. যুক্তিবিদ্যার প্রভাব
iii. নন্দনতত্ত্বের প্রভাব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৯. খাদ্যে ভেজাল মেশানোর কারণ হিসেবে যুক্তিসংগত কোনটি?
[ক] অর্থ সংকট
✅ নৈতিকতার অভাব
[গ] আইনের দূর্বলতা
[ঘ] যুক্তির অভাব

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

উদ্দীপকটি পড়ে ৫০ ও ৫১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
স্বপন ক্লাসে নিয়মিত পড়া শিখে আসে, ক্লাসে কারো সাথে ঝগড়া করে না, কারো কোনোকিছু না বলে ধরে না। এজন্যই সবাই তাকে ভালোবাসে। তার বন্ধু রাফিনও ভাল ছেলে; তবে সে সব সময় যুক্তির অনুসরণ করে কথা বলে ও সে অনুযায়ী কাজ করে ।

৫০. স্বপনের গুণগুলোর সম্পর্ক আছে যে বিদ্যার সাথে-
[ক] দর্শন
[খ] যুক্তিবিদ্যা
✅ নীতিবিদ্যা
[ঘ] নন্দনতত্ত্ব

৫১. স্বপন ও রাফিনের সাথে সম্পর্কিত বিষয় দুটির ক্ষেত্রে প্রযোজ্য, উভয়ই-
✅ আদর্শনিষ্ঠ বিজ্ঞান
[খ] আকারগত বিজ্ঞান
[গ] বস্তুগত বিজ্ঞান
[ঘ] সব বিজ্ঞানের সেরা বিজ্ঞান

৫২. নন্দনতত্ত্ব শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
[ক] Philosophy
[খ] Logic
✅ Aesthetics
[ঘ] Axiology

৫৩. ইংরেজি Aesthetics শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
[ক] Philosophy
✅ Aesthetikos
[গ] Aesthetics
[ঘ] Axiology

৫৪. 'Aesthetikos' শব্দের অর্থ কী?
[ক] আনন্দময়
[খ] মঙ্গলজনক
[গ] কল্যাণকর
✅ সংবেদনশীল

৫৫. গ্রিক দার্শনিক এরিস্টটল কোন গ্রন্থে কলা বা নন্দনতত্ত্বের বিষয় নিয়ে আলোচনা করেন?
✅ পোয়েটিকস
[খ] দি পলিটিকস
[গ] দি কনস্টিটিউশন
[ঘ] দি রিপাবলিক

৫৬. কোন যুক্তিবিদ 'aesthetics' শব্দটি নন্দনতত্ত্বের ক্ষেত্রে প্রথম ব্যবহার করেন?
ক এরিস্টটল
[খ] প্লেটো
✅ বৌমগার্টেন
[ঘ] কান্ট

৫৭. নন্দন শব্দের অর্থ কী?
[ক] সুন্দর
✅ আনন্দ
[গ] মঙ্গল
[ঘ] সত্য

৫৮. যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্বের বিষয়বস্তু কেমন?
[ক] বিচারধর্মী
[খ] বিশ্লেষণধর্মী
✅ মূল্যায়নধর্মী
[ঘ] কল্যাণধর্মী

৫৯. ফারুক স্যার অত্যন্ত মনোমুগ্ধকর বাচনভঙ্গিতে কবিতা আবৃত্তি করেন, যা শুধু শুনতেই ইচ্ছা করে। ফারুক স্যারের আবৃত্তির গুণটি কোন বিদ্যার বৈশিষ্ট্য প্রকাশ করে?
[ক] নীতিবিদ্যা
[খ] অধিবিদ্যা
✅ নন্দনতত্ত্ব
[ঘ] মনোবিদ্যা

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. নন্দনতত্ত্ব শব্দটি বাংলা ভাষায় চালু করেন কে?
[ক] বুদ্ধদেব বসু
[খ] জীবনানন্দ দাশ
✅ রবীন্দ্রনাথ ঠাকুর
[ঘ] কাজী নজরুল ইসলাম

৬১. সৌন্দর্য নিয়ে আলোচনা করে কোন বিদ্যা?
[ক] যুক্তিবিদ্যা
[খ] নীতিবিদ্যা
✅ নন্দনতত্ত্ব
[ঘ] মনোবিজ্ঞান

৬২. নন্দনতত্ত্ব আনন্দের খোরাক জোগায় কীভাবে?
[ক] নৈতিকতার মাধ্যমে
✅ নান্দনিক মূল্য সৃষ্টির মাধ্যমে
[গ] অর্থ উপার্জনের মাধ্যমে
[ঘ] কল্যাণ কামনার মাধ্যমে

৬৩. নন্দনতত্ত্বের সৃষ্টি হয়েছে কার হাত ধরে?
✅ এরিস্টটল
[খ] প্লেটো
[গ] যোসেফ
[ঘ] মিল

৬৪. নন্দনতত্ত্বের অন্যতম লক্ষ্য কোনটি?
✅ শিল্পকর্মের সৌন্দর্য যাচাই করা
[খ] নৈতিক শিক্ষা দেওয়া
[গ] সত্য-মিথ্যা যাচাই করা
[ঘ] বচনের বৈধতা নির্ণয় করা

৬৫. কবিতা, গান, শিল্পকর্ম আমাদের মনে কীসের সৃষ্টি করে?
✅ নান্দনিক অনুভূতি
[খ] ধর্মীয় অনুভূতি
[গ] মানবিক অনুভূতি
[ঘ] সামাজিক অনুভূতি

৬৬. সৌন্দর্য, শিল্প, রুচিবোধ ও রসবোধ নিয়ে আলোচনা করে কোন বিদ্যা?
[ক] নীতিবিদ্যা
✅ নন্দনতত্ত্ব
[গ] গণিত
[ঘ] যুক্তিবিদ্যা

৬৭. শিক্ষক ক্লাসে পড়াতে গিয়ে যুক্তিবিদ্যার সাথে সম্পর্কযুক্ত এমন একটি বিষয়ের কথা বললেন যেটি মঙ্গল ও সৌন্দর্য সম্পর্কিত আলোচনা ও মূল্যায়ন করে। উক্ত বিষয়টির নাম কী?
[ক] যুক্তিবিদ্যা
✅ নন্দনতত্ত্ব
[গ] দর্শন
[ঘ] অধিবিদ্যা

৬৮. যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্ব উভয়ই-
i. আদর্শনিষ্ঠ বিদ্যা
ii. বস্তুনিষ্ঠ বিদ্যা
iii. মূল্যবিদ্যার শাখা

নিচের কোনটি সঠিক?
[ক]i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৯. যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান উভয়ই ব্যবহারিক বিজ্ঞান কেন?
ক সমস্যা সমাধানের জন্য
✅ মানুষের কল্যাণ সাধনের জন্য
[গ] বৈজ্ঞানিক জ্ঞানের জন্য
[ঘ] প্রতীক ব্যবহারের জন্য

৭০. কম্পিউটার বিজ্ঞানের মৌলিক তত্ত্ব হলো-
i. গাণিতিক যুক্তিবিজ্ঞান
ii. অ্যালগরিদম তত্ত্ব
iii. ওয়েব ব্রাউজিং

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭১. কম্পিউটার এর যেসব ক্ষেত্রে যুক্তিবিদ্যার প্রয়োগ লক্ষণীয়-
i. কম্পিউটার স্থাপত্য
ii. প্রোগ্রামিং এর ভাষা
iii. সফটওয়্যার প্রকৌশল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭২. যুক্তিবিদ্যা কম্পিউটার বিজ্ঞানকে দিয়েছে-
i. সম্মিলনী ভিত্তি কাঠামো
ii. উৎপাদন ব্যয় কমানোর নির্দেশনা
iii. গাণিতিক সমস্যা গণনের বিভিন্ন দিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৩. যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞানের প্রকৃতিগত বিষয়াবলির মাধ্যমে যেসব সাদৃশ্য পরিলক্ষিত হয়-
i. উভয় ক্ষেত্রে প্রাপ্ত সিদ্ধান্ত গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য
ii. উভয় ক্ষেত্রে প্রাপ্ত সিদ্ধান্ত পদ্ধতিগত ও যৌক্তিক
iii. উভয় ক্ষেত্রে প্রাপ্ত সিদ্ধান্ত আকস্মিক ও সম্ভাব্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭৪ ও ৭৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বর্তমানে ব্যবসায় বাণিজ্য এবং বিপণন সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর। প্রযুক্তির কল্যাণেই ব্যবসায়ের ক্ষেত্রে এসেছে বিস্ময়কর পরিবর্তন ও সাফল্য।

৭৪. ব্যবসায়-বাণিজ্যের উন্নতিকল্পে উদ্দীপকে উল্লেখিত পদ্ধতির ব্যবহার কোন দিকটির সাথে তুলনীয়?
[ক] কম্পিউটারের সীমিত কার্যক্রম
[খ]কম্পিউটারের কর্মপ্রবাহ
✅ কম্পিউটারের স্বকীয় বৈশিষ্ট্য
[ঘ] কম্পিউটারের আবিষ্কার

৭৫. উদ্দীপকের কম্পিউটারের সাথে ব্যবহারিক সম্পর্ক রয়েছে এমন বিদ্যা হিসেবে সমর্থনযোগ্য হচ্ছে-
i. গণিতশাস্ত্র
ii. প্রতীকী যুক্তিবিদ্যা
iii. নীতিবিদ্যা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৬. শাব্দিক অর্থে শিক্ষা কী?
✅ জ্ঞানার্জনের প্রয়াস
[খ] বড় হওয়া
[গ] অভিজ্ঞতা অর্জন
[ঘ] দৈহিক বিকাশ

৭৭. শিক্ষা শব্দ দ্বারা ব্যাপক অর্থে বোঝায়-
[ক] লালন পালন করা
✅ জীবনব্যাপী ক্রমবিকাশ
[গ] শিক্ষক বা শিক্ষা দান সম্পর্কে
[ঘ] অন্তর্নিহিত প্রতিভার বিকাশ

৭৮. ইংরেজি Education শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
[ক] বাংলা
[খ] গ্রিক
✅ ল্যাটিন
[ঘ] জার্মানি

৭৯. ল্যাটিন 'Educatio' শব্দের বাংলা অর্থ কী?
[ক] গঠন করা
✅ গড়ে তোলা
[গ] সাহায্য করা
[ঘ] দান করা

৮০. শিক্ষা বলতে কয়টি ধারণাকে বোঝায়?
[ক] ১
[খ] ২
✅ ৩
[ঘ] ৪

৮১. যুক্তিবিদ্যার কোন অংশের আলোচনা বিচার ক্ষমতা বৃদ্ধি করে?
[ক] যুক্তিবাক্য
✅ অবধারণ
[গ] পদ
[ঘ] অনুমান

৮২. ‘‘জীবিত ও মৃতলোকের মধ্যে যে তফাত সেই তফাত হচ্ছে শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে’’ - কে বলেছেন?
[ক] হ্যামিলটন
[খ] বারকার
✅ এরিস্টটল
[ঘ] প্লেটো

৮৩. সুসংবদ্ধ ও সুশৃঙ্খল চিন্তাকে উৎসাহিত করে কোন শাস্ত্র?
ক নীতিবিদ্যা
✅ যুক্তিবিদ্যা
[গ] দর্শন
[ঘ] গণিত

৮৪. প্লেটো এবং এরিস্টটলের মতে শিক্ষা কীসের প্রক্রিয়া?
[ক] জীবনে প্রতিষ্ঠিত হওয়ার
✅ সুস্থ দেহে সুস্থ মন তৈরির
[গ]যৌক্তিক জ্ঞান বৃদ্ধির
[ঘ] সামাজিক জ্ঞান বৃদ্ধির

৮৫. আচরণের ইতিবাচক পরিবর্তনের জন্য কীসের প্রয়োজন?
✅ পরিশুদ্ধ মনোভাব
[খ]বৈজ্ঞানিক চিন্তা
[গ] যৌক্তিক ক্ষমতা
[ঘ] জটিল চিন্তাশক্তি

৮৬. কোনটিকে সব বিজ্ঞানের মূল বিজ্ঞান বলা হয়?
[ক] গণিত
[খ] নীতিবিদ্যা
[গ] মনোবিজ্ঞান
✅ যুক্তিবিদ্যা

৮৭. গবেষণায় সহায়তার জন্য শিক্ষা ও যুক্তিবিদ্যা উভয়ই কী প্রণয়ন করে?
[ক] যুক্তি পদ্ধতি
[খ] চিন্তা পদ্ধতি
✅ প্রকল্প
[ঘ] সিদ্ধান্ত

৮৮. কোন দুটি বিষয়ের মধ্যকার অনুবন্ধ অপরিহার্য?
[ক] যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা
[খ] যুক্তিবিদ্যা ও নন্দনতত্ব
✅ যুক্তিবিদ্যা ও শিক্ষা
[ঘ] যুক্তিবিদ্যা ও ভাষাশিক্ষা

৮৯. কীসের মাধ্যমে আমাদের অভ্যাস, মনোভাব ও দক্ষতার বিকাশ হয়?
[ক] যুক্তিবিদ্যা
✅ শিক্ষা
[গ] গণিত
[ঘ] কম্পিউটার বিজ্ঞান

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে কী বলা হয়?
[ক] দর্শন
[খ] জ্ঞানবিদ্যা
✅ যুক্তিবিদ্যা
[ঘ] অধিবিদ্যা

৯১. শিক্ষাদর্শন অনুযায়ী মানুষের আচরণের স্থায়ী পরিবর্তন বলতে বোঝায়-
i. ব্যক্তিত্বের বিকাশকে
ii. অভিজ্ঞতা অর্জনকে
iii. অজানা বিষয় আয়ত্ত করাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
গ ii ও iii
✅ i, ii ও iii

৯২. অবৈধ বিষয় থেকে বৈধ বিষয় পার্থক্য করতে তুমি কোন বিদ্যার জ্ঞান সহায়ক বলে মনে করো?
[ক] মনোবিজ্ঞান
✅ যুক্তিবিদ্যা
[গ] পদার্থবিদ্যা
[ঘ] সমাজবিজ্ঞান

৯৩. কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করে কোন শাস্ত্র?
[ক] গণিত
✅ যুক্তিবিদ্যা
[গ] শিক্ষা
[ঘ] নন্দনতত্ত্ব

৯৪. আমাদের চিন্তা ও অনুমান প্রকাশের মাধ্যম কী?
[ক] পদ
[খ] যুক্তিবাক্য
✅ ভাষা
[ঘ] অবধারণ

৯৫. যুক্তিবিদ্যার ক্ষেত্রে সঠিক ও যথাযথ অনুমান পদ্ধতি কোনটি?
[ক] আরোহ
✅ অবরোহ
[গ] পরীক্ষণ
[ঘ] তুলনামূলক

৯৬. মানুষকে শুদ্ধ চিন্তার অভ্যাস গঠনে সহায়তা করে কোন
ব্যায়াম?
[ক] শিক্ষা
✅ যুক্তিবিদ্যা
[গ] দর্শন
[ঘ] গণিত

৯৭. যুক্তি প্রদান মানুষের কোন ধরনের ক্ষমতা?
✅ সহজাত
[খ] প্রত্যক্ষ
[গ] পরোক্ষ
[ঘ] অভিজ্ঞতালব্ধ

৯৮. যুক্তিবিদ্যা আমাদের কোন ধরনের চিন্তায় সহায়তা করে?
[ক] বিমর্ত
[খ] মূর্ত
✅ যৌক্তিক
[ঘ] বৈজ্ঞানিক

৯৯. বাস্তব জীবনে যুক্তিবিদ্যা ও যুক্তিচিন্তন প্রয়োগের গুরুত্বপূর্ণ ক্ষেত্র কোনটি?
✅ দার্শনিক যুক্তিবিদ্যা
[খ] স্টোয়িক যুক্তিবিদ্যা
[গ] এরিস্টটলীয় যুক্তিবিদ্যা
[ঘ] অ্যাবিসিনিয়ান যুক্তিবিদ্যা

১০০. কোন বিষয়ের জ্ঞান আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে সঠিক পথে চলতে সহায়তা করে?
[ক] ভাষাবিদ্যা
[খ] অধিবিদ্যা
✅ যুক্তিবিদ্যা
[ঘ] নন্দনতত্ত্ব
Share: