HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 1st paper mcq question and answer. HSC Logic 1st paper mcq questions pdf download. HSC Logic 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
যুক্তিবিদ্যা
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৪

HSC Logic 1st Paper
MCQ
question and answer pdf download

১. 'সকল মানুষ হয় বিবেকবান' বাক্যটি কোন বিধেয়ক নির্দেশ করে?
[ক] জাতি
[খ] উপজাতি
✅ লক্ষণ
[ঘ] উপলক্ষণ

২. কোন গুণটি মানুষ পদের উপলক্ষণ?
[ক] দানশীলতা
[খ] হাস্যপ্রিয়তা
✅ বিচক্ষণতা
[ঘ] কর্মক্ষমতা

৩. পরফিরি বিধেয়কের তালিকা থেকে কোনটি বাদ দেন?
✅ সংজ্ঞা
[খ] জাতি
[গ] উপলক্ষণ
[ঘ] অবান্তর লক্ষণ

৪. ‘সব কৃষক হয় বাঙালি' - এখানে 'কৃষক' পদটি বাঙালি পদের-
[ক] জাতি
✅ উপজাতি
[গ] উপলক্ষণ
[ঘ] বিভেদক লক্ষণ

৫. কোনো গুণকে উপলক্ষণ বলার কারণ হলো-
i. জাত্যর্থের অংশ নয় বলে
ii. জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় বলে
iii. জাত্যর্থ থেকে ব্যাপক বলে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iiiঘ i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জুয়েল আহম্মেদ পৌরসভা নির্বাচনের প্রার্থী হলেন এবং ভাবলেন সকলের কাছেই যেতে হবে। কারণ সকল নাগরিক হন ভোটার।

৬. উদ্দীপকের 'সকল নাগরিক হন ভোটার' - কোন যুক্তিবাক্য?
✅ সার্বিক সদর্থক
[খ] সার্বিক নঞর্থক
[গ] বিশেষ সদর্থক
[ঘ] বিশেষ নঞর্থক

৭. 'ভোটার' এবং 'নাগরিকের' মধ্যকার সম্পর্ক কী নির্দেশ করে?
[ক] সংজ্ঞা
✅ বিধেয়ক
[গ] বিধেয়
[ঘ] উদ্দেশ্য

উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:

৮. চিত্রে প্রদর্শিত M জাতির দিক থেকে কোন ধরনের বিধেয়ককে প্রকাশ করেছে?
✅ পরতম জাতি
[খ] মধ্যবর্তী জাতি
[গ] সমজাতীয় উপজাতি
[ঘ] ক্ষুদ্রতম উপজাতি

৯. চিত্রে প্রদর্শিত M এবং O এর মধ্যকার সম্পর্ক হলো-
[ক] সমজাতীয় উপজাতি ও ক্ষুদ্রতম উপজাতি
✅ বৃহত্তম জাতি ও ক্ষুদ্রতম উপজাতি
[গ] মধ্যবর্তী জাতি ও ক্ষুদ্রতম উপজাতি
[ঘ] আসন্নতম জাতি ও ক্ষুদ্রতম উপজাতি

উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও:

১নং ছক ২নং ছক
ফুল → গোলাপ, বেলী, রজনীগন্ধা
কলা → সাগর, সবরী, চাঁপা

১০. উদ্দীপকে ১নং ছক কোন বিধেয়ককে নির্দেশ করে?
[ক] লক্ষণ
[খ] উপজাতি
✅ জাতি
[ঘ] উপলক্ষণ

১১. উদ্দীপকে- ১ ও ২ নং ছকের মধ্যকার সম্পর্ক বিধেয়কের আলোকে-
[ক] পরিপুরক
[খ] বিপরীত ধর্মী
[গ] সম্পূরক
✅ সাপেক্ষ

১২. উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যকার সম্পর্ককে কী বলে?
[ক] অনুমান
[খ] আবর্তন
[গ] প্রতিবর্তন
✅ বিধেয়ক

১৩. বিধেয়ক শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
[ক] পরফিরি
[খ] মিল
✅ এরিস্টটল
[ঘ] প্লেটো

১৪. এরিস্টটলের মতে বিধেয় ও উদ্দেশ্য পদের মধ্যে কত ধরনের সম্বন্ধ থাকতে পারে?
[ক] দুই
[খ]তিন
✅ চার
[ঘ] পাঁচ

১৫. বিধেয়ককে প্রথমে চার প্রকার এবং পরবর্তীতে পাঁচ প্রকারে ভাগ করেন কারা?
[ক] এরিস্টটল ও মিল
[খ] মিল ও পরফিরি
✅ এরিস্টটল ও পরফিরি
[ঘ] পরফিরি ও প্লেটো

১৬. বিধেয়কের ইংরেজি প্রতিশব্দ কী?
[ক] Proprium
[খ] Genus
✅ Predicables
[ঘ] Species

১৭. বিধেয়ক অনুপস্থিত থাকে কোন ধরনের যুক্তিবাক্যে?
[ক] সার্বিক
[খ] বিশেষ
[গ] সদর্থক
✅ নঞর্থক

১৮. নিচের কোন বাক্যটিতে বিধেয়ক নেই?
[ক] মানুষ হয় হাস্যপ্রিয়
[খ] মানুষ হয় দ্বিপদবিশিষ্ট
✅ মানুষ নয় চতুষ্পদী
[ঘ] মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী

১৯. যুক্তিবাক্যের বিধেয় পদ কীরূপ হলে বিধেয়ক অনুপস্থিত থাকে?
[ক] সরল পদ
[খ] সার্বিক পদ
✅ বিশিষ্ট পদ
[ঘ] বিশেষ পদ

২০. নিচের কোনটি পরফিরির বিধেয়কের অন্তর্ভুক্ত নয়?
✅ সংজ্ঞা
[খ] জাতি
[গ] উপলক্ষণ
[ঘ]অবান্তর লক্ষণ

২১. ‘‘বিধেয়ক হচ্ছে সদর্থক যুক্তিবাক্যের এক শ্রেণির সাধারণ বিধেয় পদের সাথে উদ্দেশ্যের সম্ভাব্য সম্পর্কসমূহ।’’ উক্তিটি কার?
[ক] L. S. Stebbing
[খ] J. S. Mill
✅ Latta and Macbeath
[ঘ] H. W. B Joseph

২২. তপু যুক্তিবাক্যে উদ্দেশ্যের সাথে বিধেয় পদের সম্বন্ধ সম্পর্কে আলোচনা করছিল। তপুর আলোচ্য বিষয়ের নাম কী?
✅ বিধেয়ক
[খ] আশ্রয়বাক্য
[গ] সিদ্ধান্ত
[ঘ] অনুমান

২৩. দার্শনিক পদের জাত্যর্থ নয় কোনটি?
[ক] বুদ্ধিবৃত্তি
[খ] জীববৃত্তি
✅ জ্ঞানানুরাগ
[ঘ] সততা

২৪. মানুষ পদের আসন্নতম জাতি কোনটি?
[ক] জড়বস্তু
[খ] সপ্রাণবস্তু
✅ জীব
[ঘ] সভ্যজীব

২৫. কয়টি সম্বন্ধের আওতায় বিধেয়ক হবে?
✅ দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

২৬. জীবকে মানুষ পদের আসন্নতম জাতি বলার যথার্থতা কী?
[ক] সবচেয়ে দূরবর্তী বলে
[খ] স্বচেয়ে শক্তিশালী বলে
[গ] সবচেয়ে নিকটবর্তী বলে
✅ সবচেয়ে বড় বলে

২৭. বিধেয়ক কীসের নাম?
[ক] পদের
[খ] শব্দের
[গ] যুক্তিবাক্যের
✅ সম্পর্কের

২৮. কোনটি এরিস্টটলের বিধেয়কের প্রকারভেদের অন্তর্ভুক্ত নয়?
[ক] সংজ্ঞা
[খ] জাতি
✅ উপজাতি
[ঘ] উপলক্ষণ

২৯. কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয়কের উল্লেখ রয়েছে-
i. সদর্থক যুক্তিবাক্যে
ii. বিশিষ্ট্য যুক্তিবাক্যে
iii. সার্বিক যুক্তিবাক্যে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. ‘দ্রব্য' হলো পরতম জাতি, কারণ-
i. ব্যক্ত্যর্থ বেশি
iii. লক্ষণ হিসেবে
iii. এটি শ্রেণিবাচক পদ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iiii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১. কোনো বাক্যের বিধেয়ক না থাকার যথার্থ কারণ হলো-
i. সংযোজক না থাকা
ii. বাক্যটি নঞর্থক হওয়া
iii. বিধেয় বিশিষ্ট হওয়া

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২. একটি বাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সাথে যেভাবে থাকে-
i. জাতি হিসেবে
ii. উপজাতি হিসেবে
iii. লক্ষণ হিসেবে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৩. বিধেয়ক অনুপস্থিত থাকে
i. নঞর্থক যুক্তিবাক্যে
ii. সদর্থক যুক্তিবাক্যে
iii. বিধেয় পদ বিশিষ্ট পদ হলে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
‘ক’ নামক একজন গ্রিক দার্শনিক বিধেয়ককে পাঁচ ভাগে ভাগ করেন এবং তিনি দেখান যে, অনেক যুক্তিবাক্যে বিধেয়ক অনুপস্থিত।

৩৪. উদ্দীপকে ‘ক’ নামক দার্শনিকের সাথে কার মিল রয়েছে?
[ক] এরিস্টটলের
✅ পরফিরির
[গ] মিলের
[ঘ] যোসেফের

৩৫. উদ্দীপকে উল্লেখিত যুক্তিবাক্যে বিষয়টি অনুপস্থিত থাকার যথার্থ কারণ হলো-
i. বাক্যটি নঞর্থক হওয়া
ii. সংযোজক না থাকা
iii. বিশিষ্ট পদ হওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৬.প্রতিটি যুক্তিবাক্যে কয়টি পদ থাকে?
✅ দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৩৭. উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কী বলে?
✅ বিধেয়
[খ] বিধেয়ক
[গ] উদ্দেশ্য
[ঘ] সংযোজক

৩৮. উদ্দেশ্য ও বিধেয় পদের সম্পর্ককে কী বলে?
[ক] অনুমান
✅ বিধেয়ক
[গ] আশ্রয়বাক্য
[ঘ] সংযোজন

৩৯. অপেক্ষাকৃত বেশি শর্ত সাপেক্ষ কোনটি?
✅ বিধেয়ক
[খ] বিধেয়
[গ] জাতি
[ঘ] উপজাতি

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪

৪০. কোন ধরনের পদের ওপর বিধেয়ক নির্ভরশীল?
✅ জাতি বা শ্রেণিবাচক
[খ] বস্তুবাচক
[গ] গুণবাচক
[ঘ] সদর্থক

৪১. বিধেয় ও বিধেয়কের সম্পর্ক কেমন?
[ক] অভিন্ন
✅ ভিন্ন
[গ] বিপরীত
[ঘ] বিরুদ্ধ

৪২. 'সকল মানুষ হয় মরণশীল’ এখানে বিধেয় কোনটি?
[ক] মানুষ
[খ] সকল মানুষ
[গ] হয়
✅ মরণশীল

৪৩. জুয়েল দুটি সার্বিক ধারণার মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। তার প্রক্রিয়া সাদৃশ্যপূর্ণ-
[ক] উদ্দেশ্যের সাথে
[খ] অনুমানের সাথে
✅ বিধেয়কের সাথে
[ঘ] আকারগত সত্যের সাথে

৪৪. বিধেয়ক সাধারণত কোন বাক্যে থাকে?
✅ সদর্থক বাক্যে
[খ] নঞর্থক বাক্যে
[গ] সার্বিক বাক্যে
[ঘ] বিশেষ বাক্যে

৪৫. উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যকার পাঁচ ধরনের সম্বন্ধকে একত্রে কী বলে?
[ক] বিধেয়
[খ] উদ্দেশ্য
✅ বিধেয়ক
[ঘ] পদ

৪৬. ক্লাসে অভি একটি যুক্তিবাক্য বললো যেখানে বাক্যটির একটি অংশ উদ্দেশ্য সম্পর্কে কিছু স্বীকার করে নিয়েছে। নিচের কোন বাক্যটির উদ্দেশ্য সম্পর্কে কিছু স্বীকার করে নেয়?
✅ বিধেয়
[খ] সংকেত
[গ] বিধেয়ক
[ঘ] পদ

৪৭. বিধেয় ও বিধেয়ক উভয়ই-
i. যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়
ii. উদ্দেশ্য পদের সাথে সম্পর্কিত
iii. একই প্রকৃতির

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮. এরিস্টটলের মতে বিধেয় ও উদ্দেশ্য পদের মধ্যকার সম্বন্ধসমূহ হলো-
i. বিভেদক
ii. উপলক্ষণ
iii. সহানুমান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৯. বিধেয়কের ক্ষেত্রে বলা যায়-
i. এটি সম্পর্কের নাম
ii. উদ্দেশ্য ও বিধেয় এর অন্তর্ভুক্ত
iii. অনুমানের একটি আলোচ্য বিষয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের যুক্তিবাক্যটি পড় এবং ৫০ ও ৫১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
৩ ফেব্রুয়ারি ২০২২ এর একটি পত্রিকার শিরোনাম ছিল, বাবা-দাদির পর হাবিবের মৃত্যু। এই শিরোনামটি দেখে রতন সাহেব তার স্ত্রীকে বলেন, ‘সকল মানুষ হয় মরণশীল'।

৫০. উদ্দীপকের ‘মরণশীল' শব্দটি নিচের কোনটিকে নির্দেশ করে?
[ক] উদ্দেশ্য
✅ বিধেয়
[গ] বিধেয়ক
[ঘ] সিদ্ধান্ত

৫১. রতন সাহেবের বক্তব্য সম্পর্কে সঠিক তথ্য হলো-
i. মানুষ পদটি উদ্দেশ্য
ii. মরণশীল পদটি উদ্দেশ্য
iii. মানুষ ও মরণশীল পদের মধ্যকার সম্পর্ক হলো বিধেয়ক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫২. সর্বপ্রথম কোন গ্রিক দার্শনিক বিধেয়কের প্রকারভেদ করেন?
[ক] পিথাগোরস
[খ] সক্রেটিস
[গ] প্লেটো
✅ এরিস্টটল

৫৩. এরিস্টটল এর মতে বিধেয়ক কয় প্রকার?
✅ চার
[খ] পাঁচ
[গ] ছয়
[ঘ] সাত

৫৪. ব্যক্ত্যর্থের দিক দিয়ে জাতি কোনটিকে অন্তর্ভুক্ত করে?
✅ উপজাতিকে
[খ] বিভেদক লক্ষণকে
[গ] উপলক্ষণকে
[ঘ] অবান্তর লক্ষণকে

৫৫. জাতিকে ভাগ করলে কোনটি পাওয়া যায়?
[ক] উপলক্ষণ
✅ উপজাতি
[গ] জাতি
[ঘ] শ্রেণি

৫৬. উপজাতি বলতে কোনটিকে বোঝায়?
[ক] যার ব্যক্ত্যর্থের পরিধি বেশি
[খ] যার ব্যক্ত্যর্থ অনুপস্থিত
✅ যার ব্যক্ত্যর্থের পরিধি কম
[ঘ] যার ব্যক্ত্যর্থের পরিধি পরিপূর্ণ

৫৭. দুটি শ্রেণিবাচক পদের মধ্যে ব্যস্ত্যর্থের ক্ষুদ্রতর পরিধি সম্পন্ন পদটিকে কী বলা হয়?
✅ উপজাতি
[খ] উপলক্ষণ
[গ] জাতি
[ঘ] লক্ষণ

৫৮. যে উপজাতিকে আর কোনো উপজাতিতে বিভক্ত করা যায় না তাকে কী বলে?
[ক] পরতম জাতি
[খ] অবর উপজাতি
[গ] সমজাতীয় উপজাতি
✅ ক্ষুদ্রতম উপজাতি

৫৯. যে উপলক্ষণ একটা শ্রেণির আসন্নতম জাতির জাত্যর্থ থেকে নিঃসৃত হয় তাকে কী বলে?
✅ জাতিগত উপলক্ষণ
[খ] উপজাতিগত উপলক্ষণ
[গ] বিভেদক লক্ষণ
[ঘ] অবান্তর লক্ষণ

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. জাত্যর্থের বিচারে উপজাতি জাতি অপেক্ষাত
✅ ব্যাপকতর
[খ] সংকীর্ণ
[গ] উচ্চতর
[ঘ] নিম্নতর

৬১. দর্শনের ছাত্র শিহাব তার বন্ধুকে বললো, 'কিছু জীব হয় মানুষ'। এখানে ‘মানুষ’ পদটি নিচের কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
✅ উপজাতি
[খ] জাতি
[গ] লক্ষণ
[ঘ] উপলক্ষণ

৬২. জাতি ও উপজাতির সঠিক উদাহরণ কোনটি? ,
[ক] জীব ও বৃক্ষ
✅ জীব ও মানুষ
[গ] মানুষ ও পাখি
[ঘ] পশু ও পাখি

৬৩. Differentia এর বাংলা পরিভাষা কোনটি?
✅ বিভেদক লক্ষণ
[খ] উপলক্ষণ
[গ] অবান্তর লক্ষণ
[ঘ] উপজাতি

৬৪. বুদ্ধিবৃত্তি গুণটি মানুষ পদের কোন দিকটিকে নির্দেশ করে?
✅ বিভেদক লক্ষণ
[খ] অবান্তর লক্ষণ
[গ] উপলক্ষণ
[ঘ] জাতি

৬৫. নিচের কোনটি বিভেদক লক্ষণ?
[ক] জীববৃত্তি
✅ বুদ্ধিবৃত্তি
[গ] সততা
[ঘ] শিক্ষাবৃত্তি

৬৬. যে গুণের কারণে একটি উপজাতি সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক হয় তাকে কী বলে?
[ক] উপলক্ষণ
✅ লক্ষণ
[গ] জাতি
[ঘ] উপজাতি

৬৭.বৃহত্তম জাতি ও ক্ষুদ্রতম উপজাতির মধ্যবর্তী শ্রেণিগুলোকে কিরূপ জাতি বলে অভিহিত করা যায়?
[ক] ক্ষুদ্রতম জাতি
✅ অবর জাতি
[গ] পরতম জাতি
[ঘ] আসন্নতম জাতি

৬৮. যে উপলক্ষণ কোনো উপজাতির বিভেদক লক্ষণ বা নিজস্ব গুণ থেকে নিঃসৃত হয় তাকে কী বলে?
[ক] ব্যক্তিগত বিযোজ্য অবান্তর লক্ষণ
[খ] জাতিগত উপলক্ষণ
✅ উপজাতিগত উপলক্ষণ
[ঘ] শ্রেণিবাচক বিযোজ্য অবান্তর লক্ষণ

৬৯. 'মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন শিক্ষিত জীব' মানুষ শ্রেণির জন্য শিক্ষিত গুণটি কোন শ্রেণির বিধেয়ক?
✅ শ্রেণিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ
[খ] ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ
[গ] শ্রেণিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ
[ঘ] ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ

৭০. কোন গুণটি মানুষ পদের উপলক্ষণ?
[ক] দানশীলতা
[খ] হাস্যপ্রিয়তা
✅ বিচক্ষণতা
[ঘ] কান্নাপ্রিয়তা

৭১. বিধেয়কের আলোচনা প্রসঙ্গে শিক্ষক বললেন, ‘সকল মানুষ হয় জীব'। এখানে ‘জীব’ পদ কোন ধরনের বিধেয়ককে নির্দেশ করে?
[ক] অবান্তর লক্ষণ
✅ জাতি
[গ] উপজাতি
[ঘ] লক্ষণ

৭২. হাস্যপ্রিয়তা, সংগীতপ্রিয়তা মানুষেরত
[ক] জাতিগত উপলক্ষণ
[খ] বিভেদক লক্ষণ
✅ অবান্তর লক্ষণ
[ঘ] উপজাতিগত উপলক্ষণ

৭৩. যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির মধ্যে সাময়িকভাবে বর্তমান থাকে তাকে কী বলে?
✅ ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ
[খ] উপলক্ষণ
[গ] বিভেদক লক্ষণ
[ঘ] ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ

৭৪. ছাত্র পদের আসন্নতম জাতি কোনটি?
[ক] সভ্যজীব
[খ] কিছু মানুষ
✅ মানুষ
[ঘ] অসভ্য

৭৫. ‘জন্মস্থান’ পদটি কোন ধরনের বিধেয়ক?
[ক] জাতি
[খ] লক্ষণ
✅ অবান্তর লক্ষণ
[ঘ] কোনটিই নয়

৭৬. কোন গুণটি উপলক্ষণ?
[ক] জীববৃত্তি
✅ ক্ষুধা
[গ] গান গাওয়া
[ঘ] গায়ের রং

৭৭. ‘‘সকল দার্শনিক হয় বিজ্ঞ’’ - এই বাক্যের প্রতিবর্তিত রূপ নিচের কোনটি?
[ক] কিছু দার্শনিক হয় A-বিজ্ঞ
[খ] কিছু দার্শনিক নয় A-বিজ্ঞ
[গ] সকল দার্শনিক হয় A-বিজ্ঞ
✅ কোনো দার্শনিক নয় A-বিজ্ঞ

৭৮. বৃহত্তম জাতি ও ক্ষুদ্রতম উপজাতির মধ্যবর্তী শ্রেণির নাম কী?
✅ অবর উপজাতি
[খ] সমজাতীয় উপজাতি
[গ] অপরতম উপজাতি
[ঘ] আসন্নতম উপজাতি

৭৯. কোনটি সবচেয়ে ব্যাপকতর শ্রেণি?
[ক] সমজাতীয় উপজাতি
[খ] আসন্নতম জাতি
[গ] মধ্যবর্তী জাতি
✅ পরতম জাতি

৮০. সকল মানুষ হয় বিচারশক্তি সম্পন্ন প্রাণী-এখানে বিচারশক্তিকে উপলক্ষণ বলার কারণ কী?
✅ জাত্যর্থের ওপর নির্ভরশীল বলে
[খ] জাত্যর্থের অংশ বলে
[গ] ব্যক্ত্যর্থ হতে অপরিহার্যভাবে নিঃসৃত হয় বলে,
[ঘ] জাত্যর্থ হতে অপরিহার্যভাবে নিঃসৃত হয় না বলে

৮১. কোন উপজাতিকে আর কোনো ক্ষুদ্রতর উপজাতিতে বিভক্ত করা যায় না?
[ক] অবর উপজাতি
[খ] সমজাতীয় উপজাতি
✅ ক্ষুদ্রতম উপজাতি
[ঘ] আসন্নতম উপজাতি

৮২. উপজাতি হিসেবে মানুষের জাত্যর্থ হলো
i. বুদ্ধিবৃত্তি
ii. জীববৃত্তি
iii. জ্ঞানানুরাগ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iiii
[ঘ] i, ii ও iii

৮৩. সমজাতীয় উপজাতির উদাহরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য হলো-
i. মানুষ
ii. ছাগল
iii. দ্ৰব্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৪. জাতির নিকটতম বৈশিষ্ট্য এবং বিভেদক লক্ষণ থেকে আসে-
i. জাতিগত উপলক্ষণ
ii. উপজাতিগত উপলক্ষণ
iii. বস্তুগত উপলক্ষণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৫. উপলক্ষণের অন্তর্ভুক্ত হলো-
i. চিন্তাশীলতা
ii. ক্ষুধা
iii. বিচারশক্তি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৬. জামিল বলে, বিভেদক লক্ষণ জাত্যর্থের অংশবিশেষ। বিভেদক লক্ষণ জাত্যর্থের-
i. অনিবার্য অংশ,
iii. সাধারণ অংশ
ii. অপরিহার্য অংশ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৭. উপলক্ষণের প্রকারভেদের অন্তর্ভুক্ত হচ্ছে-
i. জাতিগত উপলক্ষণ
ii. বিভেদক লক্ষণ
iii. উপজাতিগত লক্ষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৮. ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের অন্তর্ভুক্ত হচ্ছে-
i. ব্যক্তির পোশাক
ii. আচার-ব্যবহার
iii. রুচি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

উদ্দীপক অনুসারে ৮৯ ও ৯০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শিক্ষক ক্লাসে বিভেদক লক্ষণ ও উপলক্ষণের আলোচনায় বলেন, বিভেদক লক্ষণের কারণে মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা এবং উপলক্ষণ জাত্যর্থের অংশ নয়, কিন্তু জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত।

৮৯. উদ্দীপকে উল্লেখিত বিভেদক লক্ষণ কোনটিকে সমর্থন করে?
[ক] জীববৃত্তি
✅ বুদ্ধিবৃত্তি
[গ] চিন্তাশীলতা
[ঘ] হাস্যপ্রিয়তা

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. চিন্তাশীল গুণটিকে উপলক্ষণ বলার যথার্থতা হলো-
i. জাত্যর্থের অংশ নয়।
ii. জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত
iii. নতুন তথ্য প্রকাশ করে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯১. যুক্তিবিদ পরফিরি বিধেয়কের অন্তর্ভুক্ত করেননি কোনটিকে?
✅ সংজ্ঞা
[খ] জাতি
[গ] উপলক্ষণ
[ঘ] অবান্তর লক্ষণ

৯২. কোন যুক্তিবিদ জাতিবাচক ও উপজাতিবাচক পদকে শ্রেণিবিন্যাস করেছেন?
[ক] এরিস্টটল
[খ] যোসেফ
✅ পরফিরি
[ঘ] ম্যাকবেথ

৯৩. পরফিরির ছকের ইংরেজি নাম কী?
[ক] Tree ড়ভ Ramus
✅ Tree of Prophyry
[গ] Tree of Aristotle
[ঘ] Tree of Plato

৯৪. পরফিরি তার ছকে দ্রব্যকে কয়ভাগে ভাগ করেছেন?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৯৫. দ্রব্য ও মানুষের মধ্যবর্তী পদগুলোকে কী বলা হয়?
[ক] উপলক্ষণ
[খ] বিভেদক লক্ষণ
✅ অবর জাতি বা উপজাতি
[ঘ] বিধেয়ক

৯৬. কোন মনীষীর ছককে র¨vমাসের ছক বলা হয়?
✅ পরফিরি
[খ] এরিস্টটল
[গ] সক্রেটিস
[ঘ] প্লেটো

৯৭. কোনটি বৃহত্তম জাতি?
[ক] মানুষ
✅ দ্রব্য
[গ] প্রাণী
[ঘ] অবর

৯৮. পরফিরি কোথাকার দার্শনিক ছিলেন?
[ক] ইতালি
[খ] রুশ
✅ গ্রিক
[ঘ] ব্রিটেন

৯৯. পরফিরির ছকে সর্বোচ্চ স্তরে রয়েছে-
[ক] প্রাণী
✅ দ্রব্য
[গ] মানুষ
[ঘ] নিরাকার

১০০.সবচেয়ে বড় জাতি কোনটি?
[ক] আসন্নতম জাতি
[খ] মধ্যবর্তী উপজাতি
[গ] আবর জাতি
✅ পরতম জাতি
Share:

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 1st paper mcq question and answer. HSC Logic 1st paper mcq questions pdf download. HSC Logic 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
যুক্তিবিদ্যা
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৫

HSC Logic 1st Paper
MCQ
question and answer pdf download

১. অনুমান প্রধানত কত প্রকার?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

২. অনুমান নির্ভর করে
i. পর্যবেক্ষণকৃত বিষয়ের ওপর
ii. মানসিক অবস্থার ওপর
iii. যুক্তির আকারের ওপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রনি হয় দ্বিপদী
জনি হয় দ্বিপদী,
মলি হয় দ্বিপদী
মিন্টু হয় দ্বিপদী
অতএব, সকল মানুষ হয় দ্বিপদী।

৩. উদ্দীপকটি দ্বারা কোন ধরনের অনুমানকে নির্দেশ করে?
[ক] অবরোহ
✅ আরোহ
[গ] অমাধ্যম
[ঘ] সহানুমান

৪. অবরোহ পদ্ধতিতে কীভাবে সিদ্ধান্ত টানা হয়?
✅ দুটি আশ্রয়বাক্য থেকে
[খ] তিনটি আশ্রয়বাক্য থেকে
[গ] কয়েকটি বিশেষ দৃষ্টান্ত থেকে
[ঘ] একটি সার্বিক দৃষ্টান্ত থেকে

৫. অবরোহ অনুমানের লক্ষ্য কী?
[ক] বস্তুগত সত্যতা
[খ] প্রমাণগত সত্যতা
✅ আকারগত সত্যতা
[ঘ] অনুমানগত সত্যতা

৬. অনুমান হয়-
i. মানসিক প্রক্রিয়া
ii. শ্রেণিকরণ প্রক্রিয়া,
iii. শারীরিক প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] ii ও iii

৭. অবরোহ অনুমানের সিদ্ধান্ত সব সময়ই আশ্রয়বাক্য থেকে-
i. বেশি ব্যাপক
ii. সমান ব্যাপক
iii. কম ব্যাপক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮. যুক্তিবিদ্যার মৌলিক ভিত্তি কোনটি?
[ক] অবধারণ
✅ অনুমান
[গ] বচন
[ঘ] পদ

৯. জ্ঞান লাভের পরোক্ষ প্রক্রিয়াকে কী বলে?
[ক] বিধেয়ক
✅ অনুমান
[গ] আবর্তন
[ঘ] পদ

১০. জামিল কোনো স্থানে ধোঁয়া দেখে অনুমান করল সেখানে আগুন লেগেছে। এখানে ‘ধোঁয়া’ কোন ধরনের জ্ঞান?
✅ প্রত্যক্ষ
[খ] পরোক্ষ
[গ] সাধারণ
[ঘ] যৌক্তিক

১১. অনুমান কী জাতীয় প্রক্রিয়া?
[ক] শারীরিক
[খ] বৌদ্ধিক
[গ] চৈতনিক
✅ মানসিক

১২. জ্ঞানের প্রধান উৎস কী?
✅ অনুমান
[খ] প্রত্যক্ষণ
[গ] চিন্তা
[ঘ] পরীক্ষণ

১৩. অনুমানের প্রথম স্তর কোনটি?
[ক] অনুভূতি
[খ] কল্পনা
✅ অবধারণ
[ঘ] স্মৃতি

১৪. যৌক্তিক অনুমানের লক্ষ্য হলো-
✅ জ্ঞান অর্জন করা
[খ] সত্য বর্জন করা
[গ] মঙ্গল লাভ করা
[ঘ] বিদ্যা অর্জন করা

১৫. অনুমানের প্রাথমিক উপাদানের নাম কী?
[ক] জ্ঞাত তথ্য
[খ] অজ্ঞাত তথ্য
[গ] যুক্তিবাক্য
✅ অবধারণ

১৬. অনুমানে কী থাকতে পারে?
✅ নতুনত্ব
[খ] কারণ
[গ] শর্ত
[ঘ] যথার্থতা

১৭. প্রকৃত অনুমান হিসেবে কোন অনুমান সর্বজন স্বীকৃত?
✅ মাধ্যম অনুমান
[খ] অমাধ্যম অনুমান
[গ] যথার্থ অনুমান
[ঘ] অযথার্থ অনুমান

১৮. অনুমানকে বিশ্লেষণ করলে কয়টি দিক পাওয়া যায়?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৯. অনুমানের বাস্তবতা কীসের ওপর নির্ভর করে?
[ক] ঘটনার পর্যবেক্ষণ
✅ ঘটনার পরীক্ষণ
[গ] অভিজ্ঞতা
[ঘ] পর্যালোচনা

২০. অনুমানের সিদ্ধান্তটি কীসের মধ্যে খুঁজে পাওয়া যায়?
✅ আশ্রয়বাক্যের মধ্যে
[খ] যুক্তির মধ্যে
[গ] অনুপপত্তির মধ্যে
[ঘ] বাক্যের মধ্যে

২১. 'Inference' শব্দটির উৎস কোন ল্যাটিন শব্দ থেকে?
[ক] Inferentia
✅ Inferre
[গ] Infer
[ঘ] Infra

২২. অবরোহ অনুমানের প্রকৃতি হলো-
[ক] বিশেষ থেকে সার্বিক
✅ সার্বিক থেকে বিশেষ
[গ] সার্বিক থেকে সার্বিক
[ঘ] বিশেষ থেকে বিশেষ

২৩. অবরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো সময়ই আশ্রয়বাক্য থেকে-
[ক] কম ব্যাপক নয়
[খ] সমান ব্যাপক নয়
✅ বেশি ব্যাপক নয়
[ঘ] সংকীর্ণতর নয়

২৪. অবরোহের আশ্রয়বাক্য আকারগতভাবে সত্য হলে সিদ্ধান্তটি কেমন হবে?
✅ আকারগতভাবে সত্য
[খ] বস্তুগতভাবে সত্য
[গ] আকারগতভাবে মিথ্যা
[ঘ] বস্তুগতভাবে মিথ্যা

২৫. যে অবরোহ অনুমানে সিদ্ধান্তটি একটি আশ্রয়বাক্য থেকে টানা হয় তাকে কী বলে?
[ক] মাধ্যম অনুমান
✅ অমাধ্যম অনুমান
[গ] অপ্রকৃত অনুমান
[ঘ] সহানুমান

২৬. কোন ধরনের অনুমানকে পরোক্ষ অনুমান বলে?
✅ মাধ্যম অনুমান
[খ]অমাধ্যম অনুমান
[গ] আবর্তন
[ঘ] প্রতিবর্তন

২৭. অমাধ্যম অনুমানে কয়টি যুক্তিবাক্য থাকে?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

২৮. কোন অনুমানের যথার্থতা নিয়ে মতভেদ রয়েছে?
[ক] অবরোহ
[খ] আরোহ
[গ] মাধ্যম
✅ অমাধ্যম

২৯. অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্য কয়টি?
[ক] চারটি
[খ] তিনটি
[গ] দুটি
✅ একটি

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. কোনো মানুষ নয় অমর।
কোন অমর জীব নয় মানুষ
উক্ত যুক্তিটি একটি-
[ক] মাধ্যম অনুমান
✅ অমাধ্যম অনুমান
[গ] আরোহ অনুমান
[ঘ] কোনটি নয়

৩১. ব্যাপ্যতার দিক থেকে আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত সমান হয় কোন অনুমানে?
[ক] আরোহ
✅ অবরোহ
[গ] মাধ্যম
[ঘ] অমাধ্যম

৩২. অমাধ্যম ও মাধ্যম অনুমানের পার্থক্য কীসের ওপর নির্ভর করে?
[ক] আশ্রয়বাক্যের গুণ
✅ আশ্রয়বাক্যের সংখ্যা
[গ] আশ্রয়বাক্যে পদের ব্যাপ্যতা
[ঘ] আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের ভিন্নতা

৩৩. কীরূপ অনুমানে সবসময় একাধিক আশ্রয়বাক্য থাকে?
[ক] অবরোহ অনুমানে
[খ] আরোহ অনুমানে
[গ] অমাধ্যম অনুমানে
✅ মাধ্যম অনুমানে

৩৪. ‘‘অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলা যায় না।’’ উক্তিটি কে ব্যক্ত করেছেন?
[ক] কোহেন ও নেগেল
[খ] কোহেন ও মিল
[গ] নেগেল ও বেইন
✅ মিল ও বেইন

৩৫. অমাধ্যম অনুমানে সিদ্ধান্ত কয়টি যুক্তিবাক্য থেকে অনুমিত হয়?
[ক] দুটি
✅ একটি
[গ] একাধিক
[ঘ] বহু

৩৬. অবরোহ অনুমান কীরূপ সত্যতা অর্জন করতে চায়?
✅ রূপগত সত্যতা
[খ] বস্তুগত সত্যতা
[গ] প্রমাণগত সত্যতা
[ঘ] নিয়মগত সত্যতা

৩৭. মাধ্যম অনুমান কয়টি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয়?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৩৮. অমাধ্যম অনুমানের শ্রেণিবিভাগ কোনটি?
[ক] সহানুমান
[খ] দ্বিকল্প সহানুমান
✅ প্রতিবর্তন
[ঘ] আরোহ

৩৯. মাধ্যম অনুমানের যুক্তিতে কতটি যুক্তিবাক্য থাকে?
[ক] দুটি
✅ তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৪০. অবরোহ অনুমান মানেত
i. সার্বিক থেকে বিশেষে গমন
ii. বিশেষ থেকে সার্বিকে গমন
iii. সিদ্ধান্ত কখনো আশ্রয়বাক্য অপেক্ষা বেশী ব্যাপক হতে পারে না

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪১. অবরোহ অনুমানের অন্তর্ভুক্ত হচ্ছে-
i. প্রকৃত অনুমান
ii. মাধ্যম অনুমান
iii. অমাধ্যম অনুমান

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪২. অবরোহ অনুমানের প্রকৃতির ক্ষেত্রে বলা যায়-
i. আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না
ii. অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে ব্যাপক
iii. সিদ্ধান্ত অনিবার্যভাবে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের দৃষ্টান্তটি পড় এবং ৪৩ ও ৪৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সব মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন
সামির হয় একজন মানুষ
অতএব, সামির হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন।

৪৩. উল্লেখিত দৃষ্টান্তটি কোন অনুমানকে নির্দেশ করে?
[ক] আরোহ
[খ] প্রকৃত
[গ] মাধ্যম
✅ অবরোহ

৪৪. উক্ত দৃষ্টান্তটির ক্ষেত্রে বলা যায়-
i. সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত
ii. সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে ব্যাপক নয়
iii. সম্পূর্ণ আকারগত প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৫. বিশেষ থেকে সার্বিকে যাওয়া যায় কোন আরোহে?
[ক] অবরোহ
[খ] মাধ্যম
[গ] সহানুমান
✅ আরোহ

৪৬. আরোহ অনুমান প্রধানত কয় প্রকার?
[ক]এক
✅ দুই
[গ] তিন
[ঘ] চার

৪৭. আরোহ অনুমানের প্রকারভেদ দুটি কী কী?
[ক] অবরোহ ও আরোহ
[খ] সার্বিক ও বিশেষ
[গ] মাধ্যম ও অমাধ্যম
✅ প্রকৃত ও অপ্রকৃত

৪৮. 'Induction'- শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?
[ক] Educare
[খ] Dichotomy
✅ Epagogue
[ঘ] Definition

৪৯. আরোহের সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্য থেকে
[ক] কম ব্যাপক
✅ বেশি ব্যাপক
[গ] সমব্যাপক
[ঘ] সমব্যাপক বা কমব্যাপক

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

৫০. নবীর উদ্দিন একটি অনুমান গঠন করে, যার সিদ্ধান্ত বাক্যটি আশ্রয়বাক্য থেকে পরিমাণের দিক থেকে বেশী ব্যাপক। নবীর উদ্দিন কর্তৃক গঠিত অনুমানটি হলোত
[ক] অবরোহ অনুমান
[খ] সহানুমান
[গ] আবর্তন
✅ আরোহ অনুমান

৫১. আরোহ অনুমানের সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্য হয় কেন?
[ক] কার্যকারণ নীতির কারণে
[খ] যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হওয়ার কারণে
✅ আরোহাত্মক লম্ফ থাকার কারণে
[ঘ] বৈজ্ঞানিক গবেষণার ফলে

৫২. কোনটি প্রকৃত আরোহ?
[ক] পূর্ণাঙ্গ আরোহ
[খ] ঘটনা সংযোজন
✅ সাদৃশ্যানুমান
[ঘ] যুক্তিসাম্যমূলক আরোহ

৫৩. অপ্রকৃত আরোহ কত প্রকার?
✅ ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬

৫৪. আরোহ অনুমানের লক্ষ্য কী?
[ক] আকারগত সত্য প্রতিষ্ঠা
✅ আকারগত ও বস্তুগত সত্য প্রতিষ্ঠা
[গ] বস্তুগত সত্যতা প্রতিষ্ঠা
[ঘ] রূপগত সত্যতা প্রতিষ্ঠা

৫৫. আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন ধরনের বাক্য?
[ক] বিশ্লেষক
✅ সংশ্লেষক
[গ] সাপেক্ষ
[ঘ] নিরপেক্ষ

৫৬. আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত না হওয়ার কারণ কী?
[ক] আশ্রয়বাক্যে সঠিক তথ্য থাকে না
[খ] আশ্রয়বাক্য যুক্তিহীন থাকে
✅ সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে নতুন তথ্য প্রকাশ করে
[ঘ] সিদ্ধান্তে যেকোনো তথ্য প্রকাশ পায়

৫৭. আরোহ অনুমানের সিদ্ধান্তের সত্যতা সমর্থিত হয় কী দ্বারা?
[ক] বিধেয়
[খ] বিধেয়ক
[গ] উদ্দেশ্য
✅ আশ্রয়বাক্য

৫৮. মনির হয় মরণশীল
শাহিন হয় মরণশীল
হিটলার হয় মরণশীল
অতএব, সব মানুষ হয় মরণশীল।

এ অনুমানটি কোন ধরনের অনুমান?
✅ আরোহ অনুমান
[খ] অমাধ্যম অনুমান
[গ] মাধ্যম অনুমান
[ঘ] নিরপেক্ষ সহানুমান

৫৯. আরোহ অনুমানের ক্ষেত্রে প্রযোজ্য-
i. আশ্রয়বাক্যের বস্তুগত সত্যতা বিচার করা হয়
ii. সিদ্ধান্ত সর্বদা আশ্রয়বাক্য থেকে ব্যাপক হয়
iii. সিদ্ধান্ত সত্য, মিথ্যা বা সম্ভাব্য হয়

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. মামুন বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দেখল যে, সবখানেই মানুষ মারা যাচ্ছে। এর থেকে সে সিদ্ধান্ত স্থাপন করল যে, মানুষ মরণশীল। এটি কোন পদ্ধতিকে সমর্থন করে?
i. আরোহ
ii. অবরোহ
iii. প্রকৃত আরোহ

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬১. আরোহ অনুমানের ক্ষেত্রে বলা যায়-
i. অনুমানের গতি ঊর্ধ্বমুখী
ii. সিদ্ধান্তটি সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক
iii. অনুমানের গতি নিম্নমুখী

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬২. আরোহ অনুমানের প্রকৃতির ক্ষেত্রে প্রযোজ্য তথ্যসমূহ হলো-
i. আরোহ অনুমানের সিদ্ধান্ত কোনো ক্ষেত্রেই আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক হয় না
ii. আরোহ অনুমানে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয়
iii. আরোহ অনুমানে আশ্রয়বাক্যকে স্বীকার করেও সিদ্ধান্তকে অস্বীকার

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদ থেকে ৬৩ ও ৬৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ওয়াশফিকুর সীমা, নাসিমা, মালা, মুক্ত, শশী প্রমুখের ওপর সমীক্ষণ চালিয়ে বললেন, 'তরুণরা আবেগ নির্ভর।' কিন্তু আল আমিন বললেন, 'না, তরুণরা আবেগ নির্ভর বলেই সীমা, নাসিমা, মালা, মুক্ত, শশী আবেগনির্ভর।'

৬৩. ওয়াশফিকুরের বক্তব্য কোন ধরনের
[ক] অবরোহ
✅ আরোহ
[গ] অবরোহ ও মাধ্যম অনুমান
[ঘ] অবরোহ ও আরোহ

৬৪. ওয়াশফিকুর ও আল আমিনের বক্তব্য নিচের কোন বিষয়ের নির্দেশক?
[ক] ওয়াশফিক ও অবরোহ
[খ] ওয়াশফিক ও আরোহ
[গ] আরোহ ও আল আমিন
✅ অবরোহ ও আরোহ

উদ্দীপকটি পড়ে ৬৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সাথী হয় মরণশীল
যুঁথি হয় মরণশীল
বিথী হয় মরণশীল
অতএব, সকল মানুষ হয় মরণশীল।

৬৫. উক্ত দৃষ্টান্তকে আরোহ অনুমান বলার যথার্থ কারণ-
i. বিশেষ দৃষ্টান্তের ওপর নির্ভরশীল
ii. সার্বিক দৃষ্টান্তের ওপর নির্ভরশীল
iii. সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে ব্যাপক

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৬. অনুমানের দ্বিতীয় উপাদান কী?
[ক] পরোক্ষ তথ্য
✅ অজ্ঞাত তথ্য
[গ] ভ্রান্ত তথ্য
[ঘ] জ্ঞাত তত্ত্ব

৬৭. যে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে কী বলে?
[ক] সরল বাক্য
[খ] জটিল বাক্য
[গ] যৌগিক বাক্য
✅ আশ্রয়বাক্য

৬৮. বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিমুল জ্ঞাত বিষয়ের ওপর নির্ভর করে অজ্ঞাত বিষয়ে উপনীত হওয়ার প্রক্রিয়া অনুসরণ করে। শিমুলের অনুসৃত প্রক্রিয়াকে কী বলে?
[ক] ব্যক্ত্যর্থ
[খ] জ্যাতার্থ
✅ অনুমান
[ঘ] আবর্তন

৬৯. যে বাক্যসমূহে জ্ঞাত তথ্য প্রকাশ করা হয় তাকে কীরূপ বাক্য বলা হয়?
[ক] সরল বাক্য
✅ আশ্রয়বাক্য
[গ] জটিল বাক্য
[ঘ] যৌগিক বাক্য

৭০. এক বা একাধিক আশ্রয়বাক্যের ওপর নির্ভরশীল কোনটি?
✅ অনুমান
[খ] পদ
[গ] বাক্য
[ঘ] শব্দ

৭১. অনুমান প্রক্রিয়ার অনিবার্য অংশ কোনটি?
✅ আশ্রয়বাক্য
[খ] বিধেয়ক
[গ] ব্যক্ত্যর্থ
[ঘ] সিদ্ধান্ত

৭২. কোনটি ‘আশ্রয়বাক্য’ ও ‘সিদ্ধান্তের’ মধ্যে অনিবার্য সম্পর্কের প্রকাশক?
ক ব্যক্ত্যর্থ
[খ] জাত্যর্থ
✅ অনুমান
[ঘ] বিধেয়ক

৭৩. অনুমান হলো-
i. ধারণা
ii. ভাষায় প্রকাশিত যুক্তি
iii. সত্য আবিষ্কারের উপায়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৪. অনুমানের বৈশিষ্ট্য হলো-
i. এক বা একাধিক প্রদত্ত বাক্য থাকে
ii. আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে
iii. কার্য ও কারণের মধ্যে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৫. অনুমানে অনিবার্য সম্বন্ধে থাকবে-
i. যুক্তিবাক্যের মধ্যে
ii. একটি নতুন যুক্তিবাক্য থাকে
iii. প্রদত্ত ও নতুন বাক্যের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৬. অনুমানের জ্ঞাত ও অজ্ঞাত সত্যের মধ্যে সম্পর্ক থাকবে-
i. বিপরীতমুখী
ii. অবিচ্ছেদ্য
iii. অনিবার্য

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৭. অনুমানের ভূমিকা রয়েছে-
i. যুক্তিকে বৈধভাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে
ii. মানসিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে
iii. বুদ্ধিবৃত্তিক ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৮. পরোক্ষভাবে জ্ঞান লাভের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে-
i. অনুমানের মাধ্যমে
ii. প্রাধিকারের মাধ্যমে
iii. শ্রুতির মাধ্যমে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের দৃষ্টান্তটি পড়ে ৭৯ ও ৮০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সকল সমুদ্র হয় আকর্ষণীয়
বঙ্গোপসাগর হয় একটি সমুদ্র
অতএব, বঙ্গোপসাগর হয় আকর্ষণীয়।

৭৯. ওপরের দৃষ্টান্তটি কোন প্রক্রিয়াকে নির্দেশ করে?
[ক] বিভেদক লক্ষণ
✅ অনুমান
[গ] অপনয়ন
[ঘ] অপসারণ

৮০. উক্ত প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত থাকেত
i. এক বা একাধিক প্রদত্ত বাক্য
ii. বাক্যগুলোর মধ্যে অনিবার্য সম্পর্ক
iii. একটি যৌক্তিক সিদ্ধান্ত

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮১. অনুমানের প্রকারভেদ সম্পর্কে কোন যুক্তিবিদ আলোচনা করেন?
[ক] সক্রেটিস
[খ] প্লেটো
[গ] ইবনে ফারাবি
✅ জন স্টুয়ার্ট মিল

৮২. অনুমানের প্রকারভেদ দুটি কী কী?
✅ অবরোহ ও আরোহ
[খ] আকারগত ও বস্তুগত
[গ] মধ্যম ও আরোহ
[ঘ] অমাধ্যম ও অবরোহ

৮৩. অবরোহ অনুমানের ইংরেজি নাম কী?
✅ Deductive Inference
[খ] Inductive Inference
[গ] Mediate Inference
[ঘ] Immediate Inference

৮৪. কোন অনুমানের ক্ষেত্রে আমরা অধিকতর ব্যাপক ধারণা থেকে কম ব্যাপক ধারণার দিকে অগ্রসর হই?
✅ অবরোহ অনুমানে
[খ] প্রকৃত অনুমানে
[গ] আরোহ অনুমানে
[ঘ] অপ্রকৃত অনুমানে

৮৫. ‘‘অবরোহ ও আরোহ বিপরীত দুটি পদ্ধতি নয়, তারা একই অনুমানের দুটি রূপ।’’ উক্তিটি কার?
[ক] যোসেফ ও মিল
[খ] কোহেন ও নেগেল
[গ] ওয়েলটন ও বেকন
✅ লাট্টা ও ম্যাকবেথ

৮৬. আরোহ অনুমানের সিদ্ধান্ত কেমন হয়?
✅ সার্বিক
[খ] জটিল
[গ] দুর্বোধ্য
[ঘ] অসামঞ্জস্যপূর্ণ

৮৭. অবরোহ ও আরোহ অনুমানের সম্পর্ক কীরূপ?
[ক] নিম্নমুখী
[খ] সমমূখী
[গ] ঊর্ধ্বমুখী
✅ বিপরীতমূখী

৮৮. অবরোহ অনুমানের গতি কীরূপ হয়?
[ক] বিপরীতমুখী
[খ] সমমুখী
[গ] ঊর্ধ্বমুখী
✅ নিম্নমুখী

৮৯. আরোহ অনুমানে কীসের ভিত্তিতে আশ্রয়বাক্য সংগ্রহ করা হয়?
[ক] বুদ্ধিমত্তা
✅ বাস্তব অভিজ্ঞতা
[গ] দূরদর্শীতা
[ঘ] সম্ভাব্যতা

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. আশ্রয়বাক্যগুলো অভিজ্ঞতা নির্ভর হয় কোন অনুমানে?
[ক] অমাধ্যম
[খ] অপ্রকৃত
[গ] অবরোহ
✅ আরোহ

৯১. কোন অনুমানের সিদ্ধান্ত বৈধ বা অবৈধ হয়?
[ক] প্রকৃত
✅ অবরোহ
[গ] অপ্রকৃত
[ঘ] আরোহ

৯২. অনুমান প্রক্রিয়া মিথ্যা হওয়ার যথার্থ কারণ কোনটি?
[ক] সিদ্ধান্ত অধিকতর ব্যাপক হওয়া
[খ] অব্যাপ্য উদ্দেশ্য পদ
✅ আশ্রয়বাক্য ও সিদ্ধান্তে সম্পর্কের অভাব
[ঘ] অব্যাপ্য বিধেয় পদ

৯৩. অবরোহ যুক্তির ক্ষেত্রে বলা যায়-
i. এটি অবৈধ হতে পারে
ii. এটি বৈধ হতে পারে
iii. সিদ্ধান্ত বিশেষ বাক্য হয়

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৪. অবরোহ অনুমানের ক্ষেত্রে ব্যবহৃত শব্দসমূহ হলো-
i. সত্যতা
ii. বৈধ
iii. অবৈধ

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৫. আসিফ একটি অনুমান গঠন করতে চায়। অনুমান গঠনের জন্য প্রয়োজন-
i. আশ্রয়বাক্য
ii. সংযোজক
iii. সিদ্ধান্ত

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৬. আরোহ অনুমানের লক্ষ্য-
i. আকারগত সত্যতা নিরূপণ করা
ii. বস্তুগত সত্যতা নিরূপণ করা
iii. রূপগত সত্যতা নিরূপণ করা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৭ ও ৯৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আমাদের অভিজ্ঞতায় একাধিক দৃষ্টান্তে দুটি বস্তুর সঙ্গে দুটি বস্তু যোগ করলে চারটি বস্তু দেখতে পাই। তখন আমরা আরোহ অনুমানের সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করি যে, সকল ক্ষেত্রে দুই আর দুই-এ চার হয়।

৯৭. উদ্দীপকের আলোকে ৩ + ৩ = ৬, এটা কোন অনুমানে পাওয়া যায়?
[ক] অবরোহ
✅ আরোহ
[গ] মাধ্যম
[ঘ] অমাধ্যম

৯৮. ‘অতএব, সকল ক্ষেত্রে দুই আর দুই-এ চার হয়'- উক্তিটি একটি-
i. সিদ্ধান্ত
ii. আরোহ অনুমান
iii. অবরোহ অনুমান

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৯. অনুমানের ভাষাগত রুপ হচ্ছে-
[ক] পদ
[খ] যুক্তিবাক্য
[গ] অবধারণ
✅ যুক্তি

১০০.যুক্তিবিদ্যায় মূল আলোচ্য বিষয় কোনটি?
[ক] অবধারণ
[খ] ধারনা
✅ অনুমান
[ঘ] কল্পনা
Share:

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 1st paper mcq question and answer. HSC Logic 1st paper mcq questions pdf download. HSC Logic 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
যুক্তিবিদ্যা
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৬

HSC Logic 1st Paper
MCQ
question and answer pdf download

১. নিচের কোনটি প্রথম সংস্থানের মূর্তি?
✅ CELARENT
[খ] CAMESTRES
[গ] CAMENES
[ঘ] CESARE

২. দ্বিকল্প সহানুমান কোন ধরনের অনুমান?
✅ মিশ্র সহানুমান
[খ] অমিশ্র সহানুমান
[গ] শুদ্ধ প্রাকল্পিক সহানুমান
[ঘ] শুদ্ধ বৈকল্পিক

৩. অমাধ্যম অনুমানের শ্রেণিবিভাগ কোনটি?
[ক] সহানুমান
✅ প্রতিবর্তন
[গ] দ্বিকল্প সহানুমান
[ঘ] আরোহ

৪. ‘হয় তুমি ভাত খাবে না হয় রুটি খাবে' - বাক্যটি কোন ধরনের যুক্তিবাক্য?
[ক] নিরপেক্ষ
✅ বৈকল্পিক
[গ] প্রাকল্পিক
[ঘ] সংযৌগিক

৫. 'CESARE' কোন সংস্থানের বৈধ মূর্তি?
[ক] প্রথম সংস্থান
✅ দ্বিতীয় সংস্থান
[গ] তৃতীয় সংস্থান
[ঘ] চতুর্থ সংস্থান

৬. 'A'-যুক্তিবাক্যকে প্রতিবর্তন করলে সিদ্ধান্ত পাওয়া যায়ত
[ক] A-যুক্তিবাক্য
[খ] I- যুক্তিবাক্য
✅ E- যুক্তিবাক্য
[ঘ] O-যুক্তিবাক্য

৭. দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি কোনটি?
[ক] DISAMIS
[খ] BARBARA
✅ FESTINO
[ঘ] FESAPO

৮. প্রথম আকারের বৈধ মূর্তি কয়টি?
✅ ৪টি
[খ] ৬টি
[গ] ৫টি
[ঘ] ৭টি

৯. C – L – R – NT ড্যাস চিহ্নিত স্থানগুলোতে কোন ক্রমধারা বসবে?
[ক] AAE
[খ] AEA
[গ] EEA
✅ EAE

১০. সহানুমানের গঠনশৈলীতে ব্যবহৃত পদগুলো হলো-
[ক] সদর্থক, নঞর্থক ও ব্যাহতার্থক
[খ] প্রধান, অপ্রধান ও বিপরীত
✅ প্রধান, অপ্রধান ও মধ্য
[ঘ] জাত্যর্থক, অজাত্যর্থক ও মধ্য

১১. ‘সকল মানুষ হয় বিজ্ঞ’ - এই বাক্যের প্রতিবর্তিত রূপ কোনটি?
[ক] কিছু কিছু মানুষ হয় A-বিজ্ঞ
[খ] কিছু কিছু মানুষ নয় A-বিজ্ঞ
[গ] সকল মানুষ হয় A-বিজ্ঞ
✅ কোনো মানুষ নয় A-বিজ্ঞ

১২. প্রতিবর্তনের সিদ্ধান্তকে বলা হয়-
[ক] প্রতিবর্তনীয়
✅ প্রতিবর্তিত
[গ] প্রতি-আবর্তিত
[ঘ] প্রতি-আবর্তনীয়

১৩. প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়ম লঙ্ঘন করলে কয়টি অনুপপত্তি ঘটে?
✅ দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

১৪. কিছু A নয় B; সুতরাং কিছু B নয় A - দৃষ্টান্তটি-
i. একটি অবৈধ আবর্তন
ii. O-বাক্যের অবৈধ আবর্তনজনিত অনুপপত্তি
iii. আবর্তনের নিয়ম বিরোধী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
হয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে। সুতরাং Y প্রথম হয়নি।

১৫. উদ্দীপকের অনুমানটি কোন ধরনের?
[ক] আবর্তন
[খ] দ্বিকল্প
[গ] প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
✅ বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

১৬. মধ্যপদ ন্যায় অনুমানে কয়বার ব্যাপ্য হতে হয়?
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

১৭. মাধ্যম অনুমানের রূপ কোনটি?
[ক] সরল আবর্তন
✅ সহানুমান
[গ] প্রতিবর্তন
[ঘ] প্রতি-আবর্তন

১৮. সকল লেখক হয় জ্ঞানী (A)
অতএব, কিছু জ্ঞানী লোক হয় লেখক
যুক্তিটি কোন ধরনের অনুমান?
[ক] সহানুমান
[খ] সরল আবর্তন
✅ অসরল আবর্তন
[ঘ] প্রতি-আবর্তন

১৯. প্রধান পদ যে আশ্রয়বাক্যে থাকে তাকে কী বলে?
[ক] সাধারণ বাক্য
✅ প্রধান আশ্রয়বাক্য
[গ] সিদ্ধান্ত
[ঘ] অ-প্রধান আশ্রয়বাক্য

২০. প্রাকল্পিক সহানুমানের প্রধান আশ্রয়বাক্যটি কোন ধরনের যুক্তিবাক্য?
[ক] যৌগিক প্রাকল্পিক যুক্তিবাক্য
[খ] নিরপেক্ষ যুক্তিবাক্য
✅ প্রাকল্পিক যুক্তিবাক্য
[ঘ] বৈকল্পিক যুক্তিবাক্য

২১. তৃতীয় সংস্থানে সিদ্ধান্ত সর্বক্ষেত্রে কী হয়?
[ক] সদর্থক যুক্তিবাক্য
[খ] নঞর্থক যুক্তিবাক্য
✅ বিশেষ যুক্তিবাক্য
[ঘ] সার্বিক যুক্তিবাক্য

২২. এরিস্টটলীয় যুক্তিবিদ্যার মূল সূত্র কয়টি?
[ক] একটি
✅ দুটি
[গ] তিনটি
[ঘ] চারটি

২৩. সহানুমান সম্পর্কিত ধারণা প্রবর্তন করেন-
[ক] সক্রেটিস
[খ] প্লেটো
✅ এরিস্টটল
[ঘ] মিল

২৪. হেতুপদকে কোনটি দ্বারা প্রতীকায়িত করা হয়?
✅ M
[খ] L
[গ] P
[ঘ] S

২৫. সব পাখি হয় হলুদ
সব মাছারাঙা হয় হলুদন্ড
অতএব, সব মাছরাঙা হয় পাখি।
এখানে কোন অনুপপত্তির সৃষ্টি হয়েছে?
[ক] চতুষ্পদী
✅ অব্যাপ্য মধ্যপদ
[গ] অবৈধ প্রধান পদ
[ঘ] অবৈধ অপ্রধান পদ

২৬. অ বাক্যের আবর্তিত হলো-
[ক] A-বাক্য
[খ] E-বাক্য
✅ I-বাক্য
[ঘ] O-বাক্য

২৭. অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য থাকে-
✅ একটা
[খ] দুইটা
[গ] তিনটা
[ঘ] চারটা

২৮. সহানুমানে ব্যবহৃত অপ্রধান পদের প্রতীক কোনটি?
[ক] M
✅ S
[গ] P
[ঘ] Q

২৯. সহানুমানের আশ্রয়বাক্য দুটি সত্য হলে সিদ্ধান্তটিও হবে-
[ক] মিথ্যা
[খ] আংশিক সত্য
[গ] আংশিক মিথ্যা
✅ সত্য

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. প্রতি-আবর্তন অমাধ্যম অনুমানের একটি-
i. মৌলিক প্রক্রিয়া
ii. যৌগিক প্রক্রিয়া
iii. সরল প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৩১. দ্বিকল্প সহানুমানের সিদ্ধান্ত সম্পর্কে যেটি অধিক গ্রহণযোগ্য
i. বৈকল্পিক যুক্তিবাক্য
ii. নিরপেক্ষ যুক্তিবাক্য
iii. প্রাকল্পিক যুক্তিবাক্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩২. অবরোহ অনুমানের লক্ষ্য কী?
[ক] বস্তুগত সত্যতা
[খ] প্রমাণগত সত্যতা
[গ] অনুমানগত সত্যতা
✅ আকারগত সত্যতা

৩৩. অবরোহ অনুমানে সার্বিক বাক্য থেকে কোন ধরনের বাক্য সিদ্ধান্তে অনুমিত হয়?
✅ বিশেষ বাক্যে
[খ] বৈকল্পিক বাক্যে
[গ] প্রাকল্পিক বাক্যে
[ঘ] সমমানিক বাক্যে

৩৪. অবরোহ অনুমানের প্রকৃতি হলো-
[ক] বিশেষ থেকে সার্বিক
✅ সার্বিক থেকে বিশেষ
গ বিশেষ থেকে বিশেষ
[ঘ]সার্বিক থেকে সার্বিক

৩৫. যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্যের ওপর নির্ভর করে সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে কী বলে?
✅ মাধ্যম অনুমান
[খ] আরোহ অনুমান
[গ] অমাধ্যম অনুমান
[ঘ] আবর্তন

৩৬. কোনটি অবরোহ অনুমানের প্রকারভেদ?
✅ মাধ্যম অনুমান
[খ] সাদৃশ্যমূলক অনুমান
[গ] অবৈজ্ঞানিক অনুমান
[ঘ] বৈজ্ঞানিক অনুমান

৩৭. ভাববাদী যুক্তিবিদগণ অবরোহ অনুমানকে অভিহিত করেছেনত
✅ সত্যানুসন্ধানের প্রাথমিক ও মৌলিক প্রক্রিয়া
[খ] জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ প্রক্রিয়া
[গ] সত্য থেকে মিথ্যাতে উত্তরণ প্রক্রিয়া
[ঘ] বৈজ্ঞানিক প্রক্রিয়া

৩৮. নিচের কোনটি প্রত্যক্ষ অনুমান হিসেবে পরিচিত?
[ক] প্রকৃত অনুমান
[খ] অপ্রকৃত অনুমান
✅ অমাধ্যম অনুমান
[ঘ] মাধ্যম অনুমান

৩৯. অবরোহ অনুমান কোন সত্যের অনুসারী?
[ক] বস্তুগত
✅ আকারগত
[গ] মানসিক
[ঘ] বস্তুগত ও আকারগত

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

৪০. অবরোহ অনুমানের সিদ্ধান্ত কী বাক্য হতে পারে?
[ক] যুক্তিবাক্য
[খ] বাক্য
✅ বিশেষ বাক্য
[ঘ] সাধারণ বাক্য

৪১. দীপিকা একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। তার এ অনুমান কোন ধরনের অনুমান?
✅ অমাধ্যম অনুমান
[খ] মাধ্যম অনুমান
[গ] আরোহ অনুমান
[ঘ] অবরোহ অনুমান

৪২. নিচের কোনটি অমাধ্যম অনুমানের প্রকারভেদ?
[ক] দ্বিকল্প অনুমান
✅ প্রতিবর্তন
[গ] সহানুমান
[ঘ] সাদৃশ্যানুমান

৪৩. অমাধ্যম অনুমানের আশ্রয়বাক্যটি সত্য হলে সিদ্ধান্তটি কীরূপ হবে?
✅ সত্য
[খ] মিথ্যা
[গ] সত্য ও মিথ্যা
[ঘ] কোনটিই নয়

৪৪. 'অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে আশ্রয়বাক্যে বিবৃত বিষয় ছাড়া কোনো নতুন তথ্য নেই।' - উক্তিটি কার?
✅ মিলের
[খ] বেইনের
[গ] যোসেফের
[ঘ] কফির

৪৫. আবির এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত স্থাপন করে। তার এ অনুমান কোন ধরনের অনুমান?
[ক] আরোহ অনুমান
✅ অবরোহ অনুমান
[গ] দ্বিকল্প অনুমান
[ঘ] সাদৃশ্যানুমান অনুমান

৪৬. যুক্তিবিদ বেইনের মতে অমাধ্যম অনুমানের প্রকৃতি কেমন?
[ক] প্রকৃত অনুমান
✅ অপ্রকৃত অনুমান
[গ] যথার্থ অনুমান
[ঘ] আরোহ অনুমান

৪৭. যুক্তিবিদ ওয়েলটনের মতে অমাধ্যম অনুমানের প্রকৃতি কীরূপ?
✅ প্রকৃত অনুমান
[খ] অপ্রকৃত অনুমান
[গ] অযথার্থ অনুমান
[ঘ] তথাকথিত অনুমান

৪৮. যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয় তাকে বলে-
i. অমাধ্যম অনুমান
ii. মাধ্যম অনুমান
iii. সহানুমান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৯. অমাধ্যম অনুমানের ক্ষেত্রে সঠিক তথ্য হলো-
i. দুটি পদ থাকে
ii. একটি আশ্রয়বাক্য থাকে
iii. দুটি যুক্তবাক্য থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫০. অমাধ্যম অনুমানের প্রকৃতি হলো
i. একাধিক আশ্রয়বাক্যের উপস্থিতি বিদ্যমান
ii. প্রতিজ্ঞা থেকে সরাসরি সিদ্ধান্ত নিঃসৃত হয়
iii. আকারগত সত্যতার সাথে সাদৃশ্যপূর্ণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫১. আবর্তনের ইংরেজি শব্দ কোনটি?
[ক] Obversion
[খ] Opposition
[গ] Conversion
✅ Contraposition

৫২. কোনো আশ্রয়বাক্যের উদ্দেশ্যের স্থলে বিধেয়কে আর বিধেয়ের স্থলে তার উদ্দেশ্যকে বসিয়ে সিদ্ধান্ত গ্রহণকে কী বলা হয়?
[ক] প্রতিবর্তন
✅ আবর্তন
[গ] আবর্তিত
[ঘ] আবর্তনীয়

৫৩. আবর্তনীয় ও আবর্তিতের মধ্যে কোন ধরনের বিষয় অপরিবর্তীত থাকে?
✅ গুণ
[খ] সংখ্যা
[গ] ঘটনা
[ঘ] পরিমাণ

৫৪. কোন আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে?
[ক] প্রতি আবর্তন,
[খ] অসমান আবর্তন
✅ সরল আবর্তন
[ঘ] অসরল আবর্তন

৫৫. সহানুমানে কোন যুগল থেকে কোনো সিদ্ধান্ত হবে না?
[ক] AO
[খ] AI
[গ] EI
✅ EO

৫৬. কোনটি সহানুমানের অনুপপত্তি?
[ক] ভ্রান্ত নিরীক্ষণ
[খ] কাকতালীয় অনুপপত্তি
✅ চতুষ্পদী অনুপপত্তি
[ঘ] অনিরীক্ষণ অনুপপত্তি

৫৭. বাবু 'মানুষ' পদটিকে সহানুমানের সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করে। ‘মানুষ’ পদটি সম্পর্কে কোনটি প্রযোজ্য?
[ক] অপ্রধান পদ
[খ] পক্ষপদ
✅ সাধ্যপদ
[ঘ] হেতুপদ

৫৮. সহানুমানের প্রকৃতি, গঠন এবং বৈধতা সম্পর্কিত সাধারণ নিয়ম কার সূত্র থেকে আবিষ্কৃত হয়?
[ক] জে এস মিলের
[খ] সুইনবার্নের
✅ এরিস্টটলের
[ঘ] যোসেফের

৫৯. 'Dictum de ommi et nullo'- সহানুমানের এই সূত্রের প্রণেতা কে?
[ক] সক্রেটিস
[খ] প্লেটো
✅ এরিস্টটল
[ঘ] মিল

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. Dictum শব্দের অর্থ কী?
[ক] নিয়ম
[খ] পদ্ধতি
✅ সূত্র
[ঘ] জ্ঞান

৬১. এরিস্টটলের সূত্রটি কী হিসেবে কাজ করে?
ক সহানুমানের আকার
[খ] সহানুমানের নিয়ম
✅ সহানুমানের ভিত্তি
[ঘ] সহানুমানের অনুপপত্তি

৬২. সহানুমানের প্রধান পদের অবস্থান-
i. প্রধান আশ্রয়বাক্যে
ii. অপ্রধান আশ্রয়বাক্যে
iii. সিদ্ধান্তের বিধেয়ে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৬৩. এরিস্টটলের সহানুমানের সূত্রের ক্ষেত্রে বলা হয়-
i. এটির ভিত্তি হিসেবে কাজ করে
ii. এটি মৌলিক নিয়ম
iii. এটি অভিজ্ঞতা নিরপেক্ষ নিয়ম

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ র, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৬৪ ও ৬৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
অয়ন, চিন্তা করে দেখল, সব মানুষ মরণশীল। আবার সব ছাত্র মানুষ। সুতরাং সে সিদ্ধান্ত করল, সব ছাত্র মরণশীল।

৬৪. উদ্দীপকে অয়নের সিদ্ধান্তটি কোন যুক্তিবিদের সাথে সামঞ্জস্যপূর্ণ?
[ক] স্টুয়ার্ট মিলের
✅ এরিস্টটলের
[গ] প্লেটোর
[ঘ] কার্ডেথ রিডের

৬৫. উদ্দীপকে সহানুমানের যে বৈশিষ্ট্যগুলো লক্ষ করা যায়-
i. তিনটি যুক্তিবাক্য
ii. মধ্যপদের ব্যাপতা
iii. তিনটি পদ

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৬. প্রতি-আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ কীরূপ হবে?
[ক] ভিন্ন
✅ অভিন্ন
[গ] সদর্থক
[ঘ] নঞর্থক

৬৭. আবর্তিত প্রতিবর্তন যেটির যৌথ প্রক্রিয়া অনুধাবন
i. আবর্তন
ii. প্রতিবর্তন
iii. অন্তরাবর্তন

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৮. সহানুমানের প্রথম সংস্থানকে কী বলে?
[ক] দ্বিকল্প
✅ নিখুঁত আকার
[গ] অনিখুঁত আকার
[ঘ] বৈকল্পিক

৬৯. সহানুমানে রূপ বা মূর্তি কয়টি অর্থে ব্যবহৃত হয়?
✅ ২টি
[খ] ৩ টি
[গ] ৪টি
[ঘ] ৫ টি

৭০. কোন সংস্থানে মধ্যপদটি প্রধান এবং অপ্রধান দুটি আশ্রয়বাক্যেই উদ্দেশ্য হিসেবে অবস্থান করে?
[ক] প্রথম সংস্থানে
[খ] দ্বিতীয় সংস্থানে
✅ তৃতীয় সংস্থানে
[ঘ] চতুর্থ সংস্থানে

৭১. নিচের কোনটি প্রথম সংস্থানের মূর্তি?
✅ CELARENT
[খ] CAMESTRES
[গ] CAMENES
[ঘ] CESARE

৭২. কোনটি ২য় সংস্থানের বৈধ মূর্তি?
[ক] DARII
[খ] FESAPO
[গ] DATISI
✅ BAROCO

৭৩. তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি কয়টি?
[ক] ৪
[খ] ৫
✅ ৬
[ঘ] ৭

৭৪. দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তিগুলোকে বিশ্লেষণ করলে কয়টি বিশেষ নিয়ম পাওয়া যায়?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৭৫. চারটি সংস্থানে সর্বমোট কতটি মূর্তি পাওয়া যাবে?
[ক] ৬০টি
[খ] ৬২টি
✅ ৬৪টি
[ঘ] ৬৫টি

৭৬. কোন সংস্থানে মধ্যপদটি উভয় আশ্রয়বাক্যে উদ্দেশ্যে অবস্থান করে?
[ক] ১ম
[খ] ২য়
✅ ৩য়
[ঘ] ৪র্থ

৭৭. সহানুমানের আশ্রয়বাক্য দুটিতে মধ্যপদের ভিন্ন ভিন্ন অবস্থানের ফলে সহানুমান যে আকার বা রূপ ধারণ করে তাকে কী বলে?
[ক] ন্যায়ানুমান
✅ সংস্থান
[গ] অনুপপত্তি
[ঘ] মধ্যপদের অবস্থান

৭৮. প্রথম সংস্থানে অও মূর্তিকে কী বলা হয়?
✅ DARII
[খ] CELARENT
[গ] FERIO
[ঘ] BARBARA

৭৯. এরিস্টটলের সূত্রটি সহানুমানের কোন সংস্থানের ক্ষেত্রে প্রযোজ্য?
✅ ১ম
[খ] ২য়
[গ] ৩য়
[ঘ] ৪র্থ

৮০. সংস্থানে প্রতিটি মূর্তির আকারের মধ্যে কয়টি করে Vowel আছে?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৮১. সহানুমানের সংস্থান কীসের ভিত্তিতে নির্ধারিত হয়?
[ক] প্রধান পদ
[খ] অপ্রধান পদ
✅ মধ্যপদ
[ঘ] সংযোজক

৮২. সহানুমানে কোন সংস্থানকে নিখুঁত আকার বলা হয়?
✅ প্রথম সংস্থান
[খ] দ্বিতীয় সংস্থান
[গ] তৃতীয় সংস্থান
[ঘ] চতুর্থ সংস্থান

৮৩. দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তিগুলোর আকার হলোত
i. AEE
ii. AOO
iii. AI

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৪. প্রতিবর্তনের নিয়মের ক্ষেত্রে কোনটি সঠিক?
[ক] আশ্রয়বাক্যের উদ্দেশ্য হবে সিদ্ধান্তের বিধেয়
✅ গুণের পরিবর্তন ঘটবে
[গ] গুণের পরিবর্তন ঘটবে না
[ঘ] পরিমাণের পরিবর্তন হবে

৮৫. প্রতিবর্তনের আশ্রয়বাক্যকে কী বলা হয়?
✅ প্রতিবর্তনীয়
[খ] আবর্তনীয়
[গ] আবর্তিত
[ঘ] প্রতিবর্তিত

৮৬. প্রতিবর্তনের সিদ্ধান্তকে কী বলে?
[ক] প্রতিবর্তনীয়
✅ প্রতিবর্তিত
[গ] প্রতিবর্তী
[ঘ] প্রতিবর্তন

৮৭. প্রতিবর্তনের নিয়মাবলির ক্ষেত্রে বলা যায়ু
i. আশ্রয়বাক্যের উদ্দেশ্যে পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হবে
ii. আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে
iii. আশ্রয়বাক্যে ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৮. আশরাফ একটি যুক্তিবাক্যকে প্রতিবর্তন করে। এক্ষেত্রে যা সমর্থনযোগ্যত
i. আশ্রয়বাক্যকে প্রতিবর্তনীয় বলে
ii. সিদ্ধান্তকে আবর্তনীয় বলে
iii. প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিতের গুণ ভিন্ন হবে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৯ ও ৯০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
অধ্যাপক আনিসুজ্জামান এমন একটি বিষয়ের আলোচনা করেন যা অমাধ্যম অনুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে বিধেয় পদের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করে।

৮৯. অধ্যাপক আনিসুজ্জামান কোন বিষয়ের আলোচনা করেন?
[ক] আবর্তন
[খ] সংজ্ঞা
✅ প্রতিবর্তন
[ঘ] সহানুমান

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. উক্ত বিষয়টির ক্ষেত্রে যে নিয়মের আভাস পাওয়া যায়-
i. আশ্রয়বাক্যে উদ্দেশ্য পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে
ii. আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে
iii. আশ্রয়বাক্যের বিরুদ্ধপদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯১. প্রতি-আবর্তনের ইংরেজি নাম কী?
[ক] Obversion
[খ] Conversion
✅ Contraposition
[ঘ] Contrapositive

৯২. প্রতি-আবর্তনের আশ্রয়বাক্যের ইংরেজি নাম কী?
[ক] Contrapositive
[খ] Obverted
✅ Contraponend
[ঘ] Contraposition

৯৩. প্রতি-আবর্তনের ক্ষেত্রে প্রথমে কী করতে হয়?
[ক] আবর্তন
✅ প্রতিবর্তন
[গ] প্রতি-আবর্তন
[ঘ] বস্তুগত প্রতিবর্তন

৯৪. নোবেল আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহার করে বিধিসঙ্গতভাবে একটি সিদ্ধান্ত স্থাপন করে। প্রক্রিয়াটি কী নামে পরিচিত?
[ক] আবর্তন
[খ] প্রতিবর্তন
গ বিরোধমূলক
✅ আবর্তিত প্রতিবর্তন

৯৫. A যুক্তিবাক্যের প্রতি-আবর্তন হয় কোন বাক্যে?
[ক] A
✅ E
[গ] I
[ঘ] O

৯৬. বিশেষ সদর্থক যুক্তিবাক্যের প্রতি-আবর্তন সম্ভব নয়, কারণ-
[ক] আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয় না
✅ আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়
[গ] সদর্থক যুক্তিবাক্যের প্রতি আবর্তন হয় না
[ঘ] নঞর্থক যুক্তিবাক্যের আবর্তন হয় না

৯৭. E-যুক্তিবাক্যের প্রতি-আবর্তন কোনটি হবে?
[ক] A-যুক্তিবাক্যের
✅ I-যুক্তিবাক্যের
[গ] E-যুক্তিবাক্যের
[ঘ] O-যুক্তিবাক্যের

৯৮. কোন যুক্তিবাক্যের প্রতি-আবর্তন সম্ভব নয়?
[ক] O-যুক্তিবাক্যর
[খ] A-যুক্তিবাক্যর
✅ I-যুক্তিবাক্যর
[ঘ] E-যুক্তিবাক্যর

৯৯. প্রতি-আবর্তনে আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে কী হতে পারে না?
[ক] অব্যাপ্য
✅ ব্যাপ্য
[গ] সার্বিক
[ঘ] বিশেষ

১০০.সব বিনম্র ব্যক্তি হলো পূজনীয়। বাক্যটির প্রতি-আবর্তন হবে-
[ক] A
✅ E
[গ] I
[ঘ] Y
Share: