HSC যুক্তিবিদ্যা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 2nd paper mcq question and answer. HSC Logic 2nd paper mcq questions pdf download. HSC Logic 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
যুক্তিবিদ্যা
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৪

HSC Logic 2nd Paper
MCQ
question and answer pdf download

১. প্রকল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় কোনটি?
[ক] প্রাসঙ্গিকতা
[খ] যৌক্তিকতা
✅ বিরোধিতা
[ঘ] বিরোধমুক্ত ধারণা

২. বৈধ প্রকল্পের আবশ্যিক শর্ত কোনটি?
[ক] সম্ভাব্য কারণ
[খ] অপর্যাপ্ত কারণ
[গ] অনির্দিষ্ট কারণ
✅ বাস্তব কারণ

৩. একটি প্রকল্প কখন বৈধ হিসেবে প্রমাণিত হয়?
✅ প্রকল্পের শর্তগুলো পূরণ হলে
[খ] প্রয়োজনীয় হলে
[গ] যৌক্তিক হলে
[ঘ] স্থায়ী হলে

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ধ্রুব কলেজ থেকে বাড়ি ফিরে দেখলো তার পড়ার টেবিলে রাখা ‘চোখের বালি’ বইটি নেই। তখন সে ধারণা করলো হয়তো বইটি কেউ চুরি করে নিয়ে গেছে। কিছুক্ষণ পর দেখলো যে বইটি তার পড়ার টেবিলের নিচেই পড়ে আছে।

৪. ধ্রুবর প্রাথমিক ধারণাটি যুক্তিবিদ্যার কোন বিষয়ের সাথে সংশিস্নষ্ট?
✅ প্রকল্প
[খ] অনুমান
[গ] আকস্মিকতা
[ঘ] সম্ভাবনা

৫. উদ্দীপক নির্দেশ করে
i. সম্ভাবনা ও আকস্মিকতা
ii. সম্ভাবনা ও প্রকল্প
iii. আকস্মিকতা ও প্রকল্প

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬. 'সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে' - এটা কার মতবাদ ছিল?
✅ টলেমী
[খ] কোপারনিকাস
[গ] এডিসন
[ঘ] নিউটন

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
তমাল নিয়মিত কলেজে ক্লাস করেছে, যেকোনো সমস্যায় শিক্ষকগণের পরামর্শ নিয়েছে এবং বাড়িতেও পড়ালেখায় যথেষ্ট সময় দিয়েছে। কিন্তু পরীক্ষায় ফেল করেছে। তার বন্ধুরা বললো, তমাল অধিক পড়ালেখার কারণে ফেল করেছে।

৭. তমালের বন্ধুদের গৃহীত প্রকল্পটি হলো-
[ক] সুনির্দিষ্ট প্রকল্প
[খ] বাস্তব প্রকল্প
✅ আত্মবিরোধী প্রকল্প
[ঘ] অবৈধ প্রকল্প

৮. উদ্দীপকের প্রকল্পটি কেন গ্রহণযোগ্য নয়?
✅ স্ববিরোধিতার জন্য
[খ] অপর্যাপ্ততার জন্য
[গ] অস্পষ্টতার জন্য
[ঘ] অপ্রাসঙ্গিকতার জন্য

৯. কোন ধরনের প্রকল্প কোনো ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারে না?
[ক] বৈধ প্রকল্প
[খ] সুনির্দিষ্ট প্রকল্প
✅ অস্পষ্ট প্রকল্প
[ঘ] আত্মসঙ্গতিপূর্ণ প্রকল্প

১০. আরিফা নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকে ও পড়াশোনা করে কিন্তু পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। বলা হলো পড়াশোনা করাই তার অকৃতকার্য হওয়ার কারণ। গৃহীত প্রকল্পটি একটি-
[ক] বৈধ প্রকল্প
[খ] সাময়িক প্রকল্প
[গ] বাস্তব প্রকল্প
✅ স্ববিরোধী

১১. নিচের কোনটি বৈধ প্রকল্পের শর্ত?
✅ বাস্তব কারণ
[খ] ঘটনার নিরীক্ষণ
[গ] আরোহ সমন্বয়
[ঘ] সংকট উত্তরক দৃষ্টান্ত

১২. কোনো ঘটনা ব্যাখ্যা দেয়ার জন্য যে সাময়িক প্রকল্প নেয়া হয় তাকে কী বলে?
[ক] বর্ণনামূলক প্রকল্প
✅ কাজ চালানো প্রকল্প
[গ] প্রতিবেদক অনুকল্প
[ঘ] সংকট উত্তরক দৃষ্টান্ত

১৩. সংকট উত্তরক দৃষ্টান্ত পাওয়া যায় কীভাবে?
[ক] ধারণা গঠনে
✅ পরীক্ষণে
[গ] কার্যকারণে
[ঘ] প্রকৃতির নিয়মে

১৪. যাচাইকরণ কত প্রকার?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৫. নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে প্রকল্প প্রমাণ করাকে কী বলে?
[ক] সংকট উত্তরক দৃষ্টান্ত
✅ প্রত্যক্ষ সমর্থন
[গ] পরোক্ষ সমর্থন
[ঘ] আরোহ সমন্বয়

১৬.কোনো ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেয়ার আনুমানিক ধারণাকে বলে-
[ক] দ্বিকল্প
[খ] অনুকল্প
✅ প্রকল্প
[ঘ] আরোহ

১৭. বিজ্ঞানীদের ‘ইথারে'র ধারণাটি নিচের কোন প্রকল্পকে নির্দেশ করে?
[ক] নিয়ম সংক্রান্ত
✅ কাজ চালানো প্রকল্প
[গ] বর্ণনা সংক্রান্ত
[ঘ] ব্যাখামূলক

১৮. Hypothesis কোন ধরনের শব্দ?
[ক] গ্রিক
[খ] ল্যাটিন
✅ ইংরেজি
[ঘ] পর্তুগীজ

১৯. প্রকল্প সব সময় -
i. নির্দিষ্ট হতে হবে
ii. যাচাইযোগ্য হতে হবে
iii. স্ববিরোধী হতে হবে

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii

২০. কোনো একটি প্রকল্পকে বৈধ হতে প্রয়োজন-
i. সুনির্দিষ্টতা
ii. প্রাসঙ্গিকতা
iii. অপ্রত্যয়যোগ্যতা

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
করিম সাহেব নতুন বাসায় উঠার পর তার ছেলে অসুস্থ হলে, তার স্ত্রী বললেন, বাসায় জ্বীন ভূতের আনাগোনা আছে। কথাটি করিম সাহেবের বিশ্বাস না হওয়ায় তিনি একজন ডাক্তার নিয়ে আসলেন। ডাক্তার পরীক্ষা- নিরীক্ষা করে দেখলেন যে, বাসাটি অনেকদিন ব্যবহৃত না হওয়ায় বিভিন্ন ধরনের জীবাণুর জন্ম হয়েছে। এজন্য তিনি কিছু ওষুধপত্র দিলেন যেগুলো সেবনের ফলে তার ছেলে সুস্থ হয়ে উঠলো।

২১. উদ্দীপকে করিম সাহেব-এর বাসায় জ্বীন ভূতের আনাগোনা দ্বারা কোন ধরনের প্রকল্পকে বোঝানো হয়েছে?
✅ অবাস্তব
[খ] স্ববিরোধপূর্ণ
[গ] অসঙ্গতিপূর্ণ
[ঘ] সুনির্দিষ্ট

২২. উদ্দীপকে করিম সাহেব-এর বাসায় 'জ্বীন ভূতের আনাগোনা' এবং ডাক্তারের গৃহীত সিদ্ধান্ত হতে কোন দুটি বিষয় প্রকাশ পায়?
i. অসঙ্গত প্ৰকল্প
ii. সঙ্গত প্ৰকল্প
iii. প্রতিবেদক অনুগল্প

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বাগানে একটি ফুলও নাই এটা দেখে সামিনা চিৎকার করে কাঁদতে থাকলে প্রতিবেশী নাবিলা বললো, আমি সুমনকে একটি ব্যাগ হাতে নিয়ে বাগান থেকে বেরিয়ে যেতে দেখেছি। তখন সামিনা বুঝল মনে হয় সুমনই ফুলগুলি নিয়ে গেছে। পরে তার ঘরে গিয়ে সামিনা ফুল দেখে নিশ্চিত হলো যে, সুমনই ফুল নিয়ে গেছে। অন্যদিকে, সাদিয়া অসুস্থ হয়ে পড়লে আশেপাশের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের রোগ এবং চিকিৎসার কথা বলে। সাদিয়ার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিয়ে সে অনুযায়ী
চিকিৎসা করেন।

২৩. উদ্দীপকে সুমন সম্পর্কে সামিনা যে সিদ্ধান্ত নিলেন তা হলো-
i. প্রত্যক্ষ যাচাই
ii. পরোক্ষ যাচাই
iii. নিরীক্ষণের মাধ্যমে যাচাই

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] i ও iii
[গ] i ও ii
✅ i, ii ও iii

২৪. উদ্দীপকে সামিনা ও সাদিয়ার বাবার বক্তব্য যুক্তিযুক্ত হবার কারণ-
i. নিরীক্ষণের মাধ্যমে যাচাই
ii. পরীক্ষণের মাধ্যমে যাচাই
iii. প্রত্যক্ষ যাচাই

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] ii
[গ] i ও ii
✅ i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শামীম ও কৌশিক রাতের বেলায় বাড়ি আসছে। হঠাৎ শামীম চিৎকার করে বললো, ঐ দেখ রাস্তার পাশে ভূত দাঁড়িয়ে আছে। কৌশিক বললো, না এটি ভূত নয়, নিশ্চয়ই কোনো কলা গাছ হেলে আছে।

২৫. কৌশিকের বক্তব্যটি কী ধরনের?
[ক] আনুমানিক
[খ] বর্ণনামূলক
✅ কুসংস্কার
[ঘ] বৈজ্ঞানিক

২৬. শামীম ও কৌশিকের বক্তব্যে মিল কোথায়?
[ক] সংজ্ঞায়
[খ] বিভাগে
[গ] ব্যাখায়
✅ প্রকল্পে

উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সুমন ও রাজন দুই ভাই কলেজ মাঠে খেলতে গিয়ে আর ফিরে আসেনি। খুঁজে না পাওয়ায় সবার ধারণা হলো তাদেরকে ভূতে ধরে নিয়ে গেছে।

২৭. সবার ধারণা এর প্রকৃতি কীরূপ?
[ক] প্রাকৃতিক
[খ] ঐশ্বরিক
[গ] বৈজ্ঞানিক
✅ অবাস্তব

২৮. বর্ণিত ঘটনাটি যুক্তিবিদ্যার কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
✅ প্রকল্প
[খ] সংজ্ঞা
[গ]বিভাগ
[ঘ] সম্ভাব্যত

২৯. কোন ঘটনার কারণ আবিষ্কার করতে সম্ভাবনাপূর্ণ বিষয়কে কী বলে অনুমান করা হয়?
[ক] ফলাফল
[খ] কারণ
[গ] উদ্দেশ্য
✅ প্রকল্প

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ hypothesis কোন শব্দ থেকে এসেছে?
[ক] hypothesis
✅ hupothesis
[গ] hypothesis
[ঘ] huepothesi

৩১. 'জানালার কাঁচ ভাঙ্গা দেখে আমি ব্যাখ্যার জন্য একটি ধারণা গঠন করি যে, কেউ হয়ত ঢিল ছুড়ে কাঁচটি ভেঙ্গে দিয়েছে’ - একে আমরা কী বলব?
[ক] পরীক্ষামূলক সমর্থন
[খ] নিরীক্ষণ
✅ আনুমানিক ধারণা
[ঘ] পরীক্ষণ

৩২. প্রকল্পের মূল/মূখ্য উদ্দেশ্য কী?
[ক] ঘটনা সম্পর্কে প্রাথমিক জ্ঞানার্জন
[খ] সময় সাশ্রয়করণ
✅ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান
[ঘ] ঘটনার প্রকৃত কারণ উপাদান

৩৩. প্রাসঙ্গিকভাবে কোনো ধারণা গ্রহণ করাকে কী বলা হয়?
[ক] ব্যাখ্যা
[খ] অনুমান
✅ প্রকল্প
[ঘ] সম্ভাব্যতা

৩৪. 'প্রকল্প হলো একটি ব্যাখ্যাদানের প্রচেষ্টা’ত উক্তিটি কার?
[ক] মিলের
[খ] বেইনের
[গ] বোসাঙ্কের
✅ কপির

৩৫. বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য আমরা প্রাথমিকভাবে কীসের ওপর ভিত্তি করে অগ্রসর হই?
[ক] অভিজ্ঞতার
✅ প্রকল্পের
[গ] সিদ্ধান্তের
[ঘ] ঘটনার সত্যতার

৩৬.বৈজ্ঞানিক গবেষণা শুরু হয় কীভাবে?
[ক] কার্যের মাধ্যমে
[খ] কারণের মাধ্যমে
✅ প্রকল্প গঠনের মাধ্যমে
[ঘ] অপনয়নের মাধ্যমে

৩৭. প্রকল্প আরোহ অনুসন্ধানের কোন স্তর?
[ক] প্রাথমিক
[খ] সর্বশেষ
[গ] সহযোগী
✅ মধ্যবর্তী

৩৮. প্রকল্পের ক্ষেত্রে আনুমানিক কারণকে কোন প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
✅ আরোহাত্মক
[খ] অবরোহাত্মক
[গ] অপনয়ন
[ঘ] ব্যতিরেকী

৩৯. প্রকল্পের উৎস হিসেবে গণ্য করা হয় কোনটিকে?
[ক] প্রকল্পের সংখ্যাকে
[খ] প্রকল্পের উপাদানকে
✅ প্রকল্প গঠনের উপায়কে
[ঘ] প্রকল্পের সংজ্ঞাকে

HSC যুক্তিবিদ্যা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪

৪০. প্রকল্পের সত্যতা কোন বিষয়ের ওপর নির্ভর করে?
[ক] বাস্তব অভিজ্ঞতার
✅ ঘটনার বাস্তবতার
[গ] ঘটনার সম্ভাব্যতার
[ঘ] ঘটনা নিরীক্ষণের

৪১. প্রকল্পকে তিন শ্রেণিতে ভাগ করেছেনত
[ক] মিল
[খ] ওয়েলটন
[গ] বেকন
✅ কার্ভেথ রিড

৪২. কোনো ঘটনা কার দ্বারা সংঘটিত হয়েছে তা জানার জন্য কোন প্রকল্প গ্রহণ করতে হয়?
[ক] কর্ম সংক্রান্ত প্রকল্প
✅ কর্তা সংক্রান্ত প্রকল্প
[গ] নিয়ম সংক্রান্ত প্রকল্প
[ঘ] বস্তু সংক্রান্ত প্রকল্প

৪৩. কারণ সংক্রান্ত প্রকল্পকে কী বলে?
✅ ব্যাখ্যামূলক প্রকল্প
[খ] যাচাইমূলক প্রকল্প
[গ] বাস্তব প্রকল্প
[ঘ] নিরীক্ষণমূলক প্রকল্প

৪৪. প্রকল্প প্রণয়ন করতে হয়-
i. কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে
ii. প্রকৃত কারণ নির্ণয় করতে
iii. চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৫. প্রকল্পের উদ্দেশ্য হলো-
i. ঘটনার সঠিক কারণ নির্ণয় করা
ii. বিজ্ঞানের অগ্রগতিকে ত্বরান্বিত করা
iii. ঘটনার ব্যাখ্যাদানের প্রচেষ্টা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৬. প্রকল্পের ব্যবহার অপরিহার্য-
i. বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য .
ii. বৈজ্ঞানিক গবেষণার জন্য
iii. বিভিন্ন ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রফিক সাহেব একজন সরকারি চাকরিজীবী। একদিন অফিস থেকে ঘরে ফিরে এসে পকেটে হাত দিয়ে দেখেন যে, মানিব্যাগ নেই। পরবর্তীতে তিনি ধারণা করলেন যে, বাসে পকেটমার মানিব্যাগটি নিয়ে গেছে অথবা ভুলে অফিসের ড্রয়ারে রেখে এসেছেন।

৪৭. উদ্দীপকে উল্লিখিত বিষয়বস্তুর সাথে পাঠ্যসূচির কোন বিষয়ের মিল রয়েছে?
[ক] ব্যাখার
[খ] শ্রেণিকরণের
[গ] সম্ভাবনার
✅ প্রকল্পের

৪৮. উদ্দীপকে উল্লিখিত বিষয়বস্তুর বৈশিষ্ট্য হলো-
i. এটি একটি আনুমানিক ধারণা
ii. এটি সত্য কিংবা মিথ্যা হতে পারে
iii. এটি বৈজ্ঞানিক গবেষণার ভিত্তি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৯. ঘটনা নিরীক্ষণ করা হয় প্রকল্পের কোন স্তরে?
✅ প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

৫০. প্রকল্পের কোন স্তরে আনুমানিক ধারণা গঠন করা হয়?
[ক] প্রথম
✅ দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

৫১. প্রকল্পের তৃতীয় স্তর কোনটি?
[ক] ঘটনার নিরীক্ষণ
[খ] পরীক্ষামূলক সমর্থন
✅ সিদ্ধান্ত গ্রহণ
[ঘ] আনুমানিক ধারণা গঠন

৫২. যেকোনো প্রকল্পের নিয়ম বা তত্ত্বে উপনীত হওয়ার ক্ষেত্রে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর?
[ক] ঘটনার নিরীক্ষণ
[খ] আনুমানিক ধারণা গঠন
[গ] সিদ্ধান্ত স্থাপন
✅ পরীক্ষামূলক সমর্থন

৫৩. কোন বিজ্ঞানী সুনির্দিষ্ট ও সঠিক পদ্ধতিতে প্রকল্প প্রণয়নের পক্ষপাতী?
ক টলেমী
[খ] কোপার্নিকাস
✅ নিউটন
[ঘ] আইনস্টাইন

৫৪. প্রকল্পের কোন স্তরে অনুমিত সিদ্ধান্ত যাচাই করা হয়?
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
✅ চতুর্থ

৫৫. প্রকল্পের দ্বিতীয় স্তরের মাধ্যমেত
i. আনুমানিক ধারণা গঠন করা হয়
ii. সিদ্ধান্ত গ্রহণ করা হয়
iii. প্রয়োজনীয় তথ্যের সন্নিবেশ ঘটানো হয়।

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৬. প্রকল্প গঠনের উদ্দেশ্য কোনটি?
[ক] ঘটনার স্বরূপ জানা
✅ ঘটনার কারণ নির্ণয় করা
[গ] ঘটনায় যুক্তি প্রয়োগ করা
[ঘ] ঘটনার বিবৃতি দেওয়া

৫৭. একটি প্রকল্প কখন বৈধ হিসেবে প্রমাণিত হয়?
✅ প্রকল্পের শর্তগুলো পূরণ করলে
[খ] প্রয়োজনীয় হলে
[গ] যৌক্তিক হলে
[ঘ] স্থায়ী হলে

৫৮. প্রকল্পের শর্ত কোনটি?
✅ সুনির্দিষ্টতা
[খ] স্ববিরোধীতা
[গ] বাস্তবতাহীনতা
[ঘ] অপ্রাসঙ্গিকতা

৫৯. একটি প্রকল্প কখন বৈধ হিসেবে প্রমানিত হয়?
✅ প্রকল্পের শর্ত পূরণ করলে
[খ] প্রয়োজনীয় হলে
[গ] যৌক্তিক হলে
[ঘ] স্থায়ী হলে

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. ‘বিষয়বস্তু সম্পর্কে যথাযথ জ্ঞান থাকাই নাবিলার পরীক্ষায় ফেল করার কারণ'- এখানে প্রকল্পের কোন শর্তটি ভঙ্গ করা হয়েছে?
✅ স্ববিরোধী
[খ] অযৌক্তিক
[গ] অস্পষ্ট
[ঘ] অপ্রসাঙ্গিক

৬১. কোন ধরনের প্রকল্প ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারে না?
[ক] বৈধ প্রকল্প
[খ] সুনির্দিষ্ট প্রকল্প
✅ অস্পষ্ট প্রকল্প
[ঘ] আত্মসংগতিপূর্ণ প্রকল্প

৬২.ঝিলমিল হঠাৎ হঠাৎ কামড়ায়, দৌড়ায়, আর পানি দেখলে ভয় পায়। তাই দেখে হিরণ বলল, ‘ওকে ভুতে ধরেছে।'- প্রকল্পটি কোন ধরনের?
✅ অযৌক্তিক প্রকল্প
[খ] বৈধ প্রকল্প
[গ] সুনির্দিষ্ট প্রকল্প
[ঘ] বাস্তব প্রকল্প

৬৩. বাস্তব কারণভিত্তিক প্রকল্পকে কী বলে?
[ক] সত্য প্রকল্প
✅ বৈধ প্রকল্প
[গ] প্রায়োগিক প্ৰকল্প
[ঘ] নিয়ম সংক্রান্ত প্রকল্প

৬৪. 'কচু খেলে চুলকানি ভালো হয়’ত এটি প্রকল্পের কোন শর্ত বিরোধী?
[ক] ১ম
✅ ২য়
[গ] ৩য়
[ঘ] ৪র্থ

৬৫. বৈধ প্রকল্পের শর্ত কোনটি?
[ক] প্রকল্পে একক ব্যক্তির প্রাধান্য থাকবে
✅ প্রকল্পকে আত্মসঙ্গতিপূর্ণ হতে হবে
[গ] প্রকল্পকে জটিল হতে হবে
[ঘ] প্রকল্প অপ্রাসঙ্গিক হলেও চলবে

৬৬. একটি বৈধ প্রকল্পের ভিত্তি হিসেবে নিচের কোনটি জরুরি?
✅ অসিত্মত্বশীল বস্তু
[খ] ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু
[গ] অবাস্তব বিষয়
[ঘ] অনুমাননির্ভর বস্তু

৬৭. প্রকল্পের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?
[ক] যৌক্তিকতা
[খ] সুনির্দিষ্টতা
✅ প্রাসঙ্গিকতা
[ঘ] প্রমাণযোগ্যতা

৬৮. কোন তথ্যটি প্রকল্পের ক্ষেত্রে সহায়ক?
[ক] প্রকল্প হবে অনুমিত ঘটনাভিত্তিক
✅ প্রকল্প হবে বাস্তব ঘটনাভিত্তিক
[গ] প্রকল্প হবে আত্মবিরোধী
[ঘ] প্রকল্প হবে অনির্দিষ্ট ও অস্পষ্ট

৬৯. কোন ধরনের প্রকল্প মূল্যহীন হিসেবে বিবেচিত হয়?
✅ অস্পষ্ট
[খ] স্পষ্ট
[গ] যৌক্তিক
[ঘ] সত্য

৭০. নিচের কোনটি অবৈধ প্রকল্পের দৃষ্টান্ত?
✅ অসম্পূর্ণ প্রকল্প
[খ] প্রাসঙ্গিক প্রকল্প
[গ] যৌক্তিক প্রকল্প
[ঘ] স্ববিরোধমুক্ত প্রকল্প

৭১. কোনো প্রকল্পকে যদি করা না যায় তাহলে সেটি কী হবে?
✅ অবৈধ
[খ] বৈধ
[গ] অপ্রমাণিত
[ঘ] অযোগ্য

৭২. প্রকল্পকে কীভাবে যাচাই করা হয়?
[ক] অনুমানের মাধ্যমে
[খ] ব্যাখ্যার মাধ্যমে
[গ] বিবৃতির মাধ্যমে
✅ পরীক্ষণের মাধ্যমে

৭৩. প্রকল্পের শর্ত হলো-
i. প্রমাণযোগ্যতা
ii. প্রাসঙ্গিকতা
iii. সুনির্দিষ্টতা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৪. ঘর থেকে বের হওয়ার সময় দুটি শালিক দেখে ধারণা করা হলো যে, দিনটি ভালো যাবে। প্রকল্পটি হলো-
i. স্ববিরোধী
ii. অযৌক্তিক
iii. অবাস্তব

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৫. বৈধ প্রকল্পের বৈশিষ্ট্য হলো-
i. যাচাইযোগ্যতা
ii. সমর্থনযোগ্যতা
iii. প্রাসঙ্গিকতা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৭৬ ও ৭৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
‘হাজার বছর ধরে' চলচ্চিত্রের একটি দৃশ্যে একজন অভিনেতা বলছে যে, ‘গ্রামে ওলা বিবি আইছে, মাঝি বড়িতে তিনজন কলেরায় মইরা গেছে।' এ দৃশ্য দেখে তানিয়া বললো, এ সব আজগুবী, অবাস্তব ও ভিত্তিহীন বিশ্বাস। প্রকৃতপক্ষে আমাদের বিশ্বাস হতে হবেত যৌক্তিক, বৈজ্ঞানিক নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ।

৭৬. উদ্দীপকে বর্ণিত তানিয়ার বক্তব্যের সাথে মিল রয়েছে-
[ক] প্রকল্পের প্রাসঙ্গিকতার
[খ] প্রকল্পের প্রকারভেদের
[গ] প্রকল্পের স্তরের
✅ বৈধ প্রকল্পের শর্তসমূহের

৭৭. উদ্দীপকে উল্লিখিত বিষয়টির বৈশিষ্ট্য হলো-
i. এটি আত্মবিরোধী হয় না
ii. এটি সত্যের সাথে সংগতিপূর্ণ হয়
iii. এটি যাচাইযোগ্য হয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৮. নিচের কোনটি প্রকল্পের প্রমাণের অন্তর্ভুক্ত?
✅ যাচাইকরণ
[খ] অসংগত
[গ] অনির্দিষ্ট
[ঘ] অপর্যাপ্ত

৭৯. বৈধ প্রকল্প কখন সূত্র বা নিয়মে উন্নীত হয়?
✅ প্রমাণ করলে
[খ] বর্ণনা করলে
[গ] সুনির্দিষ্ট হলে
[ঘ] যৌক্তিক হলে

৮০. ভূকেন্দ্রিক প্রকল্পটি কে প্রণয়ন করেন?
[ক] গ্যালেলিও
✅ টলেমী
[গ] নিউটন
[ঘ] কোপার্নিকান

৮১. ‘পৃথিবী হলো মহাবিশ্বের কেন্দ্র'- এ কথা কে বলেছেন?
[ক] বেকন
✅ টলেমী
[গ] এডিসন
[ঘ] কোপার্নিকান

৮২. কোনো প্রকল্প বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নির্ণয়ের মানদন্ড কোনটি?
✅ যাচাইকরণ
[খ] গ্রহণযোগ্যতা
[গ] ছাঁটাইকরণ
[ঘ] নিরীক্ষণ

৮৩. Verification শব্দের অর্থ কী?
✅ যাচাইকরণ
[খ] বাছাইকরণ
[গ] ছাঁটাইকরণ
[ঘ] সিদ্ধান্তগ্রহণ

৮৪. কোনো প্রকল্পের প্রত্যক্ষ প্রমাণে কোনটির সহায়তা নেয়া যায়?
✅ নিরীক্ষণ
[খ] অবরোহ অনুমান
[গ] ঘটনা সংকলন
[ঘ] কল্পনাশক্তি

৮৫. প্রকল্প প্রমাণের দ্বিতীয় প্রমাণটি কী?
[ক] সমর্থন
✅ অনন্য সাধারণ প্রকৃতি
[গ] আরোহ সমন্বয়
[ঘ] স্বয়ংসম্পূর্ণ প্রকৃতি

৮৬. নিরীক্ষন ও পরীক্ষণের সাহায্যে প্রকল্প প্রমাণ করাকে কী বলে?
✅ প্রত্যক্ষ সমর্থন
[খ] পরোক্ষ সমর্থন
[গ] আরোহ সমন্বয়
[ঘ] সংকট উত্তরক দৃষ্টান্ত

৮৭. প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে যাচাইকৃত প্রকল্পকে কী বলে?
[ক] যাচাইকরণ
✅ প্রত্যক্ষ যাচাইকরণ
[গ] পরোক্ষ যাচাইকরণ
[ঘ] বাছাইকরণ

৮৮. কখন প্রকল্প তত্ত্বের মর্যাদা লাভ করে?
[ক] প্রাসঙ্গিক হলে
✅ যাচাইয়ের মাধ্যমে প্রমাণিত হলে
[গ] যৌক্তিক হলে
[ঘ] বাস্তব ঘটনা নির্ভর হলে

৮৯. প্রকল্প প্রণয়নে ঘটনা ব্যাখ্যায় পর্যাপ্ত না হলে কী ঘটে?
[ক] প্রকল্পটি বাতিল হয়
[খ] প্রকল্পটি অপ্রাসঙ্গিক হয়
[গ] প্রকল্পটি বৈধ হয়
✅ প্রকল্পটি অবৈধ হয়

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. সংকট উত্তরক দৃষ্টান্তের অপর নাম কী?
[ক] অনন্য দৃষ্টান্ত
[খ] চরম অনুমান
✅ চরম দৃষ্টান্ত
[ঘ] চরম আরোহ

৯১. প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলোর মধ্যে সংঘাত নিরসন করে-
✅ চরম দৃষ্টান্ত
[খ] সাময়িক প্রকল্প
[গ] প্রতিবেদক অনুকল্প
[ঘ] আরোহ সমন্বয়

৯২. প্রকল্পের প্রমাণ হলোন্ডে
i. অনন্য সাধারণ প্রকৃতি
ii. স্বয়ংসম্পূর্ণ প্রকৃতি
iii. আরোহ সমন্বয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৩. সংকট উত্তরক দৃষ্টান্ত কত প্রকার?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৯৪. সংকট উত্তরক দৃষ্টান্ত পাওয়া যায় কীভাবে?
[ক] প্রকৃতির নিয়মে
[খ] কার্যকারনে
[গ] ধারণা গঠনে
✅ পরীক্ষণে

৯৫. যখন পরীক্ষণের সাহায্যে নিয়ন্ত্রিত পরিবেশে সংকট উত্তরক দৃষ্টান্ত সংগ্রহ করা হয় তখন তাকে কী বলে?
[ক] চরম দৃষ্টান্ত
[খ] চরম সংকট
✅ চরম পরীক্ষণ
[ঘ] চরম নিরীক্ষণ

৯৬. ‘ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা হলো প্রকল্পের অন্যতম প্রমাণ’ উক্তিটি কোন যুক্তিবিদের?
✅ হিউওয়েল
[খ] বেকন
[গ] বেইন
[ঘ] মিল

৯৭. প্রকল্পকে প্রত্যক্ষভাবে যাচাই করা হয়-
i. অবরোহ পদ্ধতির সাহায্যে
ii. নিরীক্ষণের সাহায্যে
iii. পরীক্ষণের সাহায্য

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৮. পরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত বিশেষ দৃষ্টান্ত হলো-
i. সংকট উত্তরক পরীক্ষণ
ii. চরম পরীক্ষণ
iii. চরম সংকটের পরীক্ষণ

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৯৯ ও ১০০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
কোনো এক চোর সিঁদ কেটে একটি বাড়িতে চুরি করল। অনুসন্ধানকারী দারোগা কয়েকজনকে চোর বলে সন্দেহ করলেন। তিনি বুঝে উঠতে পারলেন না, কে প্রকৃত চোর। এরূপ অবস্থায় তিনি সিঁদ কাটা মাটির উপর একটি পায়ের ছাপ দেখতে পেলেন। এ পায়ের ছাপ পরীক্ষা করেই তিনি
প্রকৃত চোরকে ধরে ফেললেন।

৯৯. উদ্দীপকে ‘পায়ের ছাপ' প্রকল্পের কীসের আওতাভুক্ত?
[ক] চরম পরীক্ষণের
✅ চরম দৃষ্টান্তের
[গ] ব্যাখ্যামূলক প্রকল্পের
[ঘ] বর্ণনামূলক প্রকল্পের

১০০. উক্ত প্রকল্পটি
i. একটি প্রকল্পের সত্যতাকে প্রমাণ করে
ii. অন্যান্য প্রকল্পের সত্যতাকে অপ্রমাণ করে
iii. ব্যাখ্যাদানে সাহায্য করে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Share:

HSC যুক্তিবিদ্যা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 2nd paper mcq question and answer. HSC Logic 2nd paper mcq questions pdf download. HSC Logic 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
যুক্তিবিদ্যা
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৫

HSC Logic 2nd Paper
MCQ
question and answer pdf download

১. কার্যকারণের মূল কথা হলো-
i. সব ঘটনার পেছনে একটি কারণ আছে
ii. কারণ ছাড়া কোন ঘটনাই সংঘটিত হতে পারে না
iii. কারণ ছাড়া কার্য ঘটে না

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
তামান্না ও সাদিয়া প্রতিদিনের মতো কলেজে যাচ্ছে, কলেজের কাছে আসতেই তামান্না সাদিয়াকে বললো, দেখ ছাত্রছাত্রীরা ছোটাছুটি করছে। সাদিয়া বললো, চল আমরা তাড়াতাড়ি বাড়ি যাই, মনে হয় মারামারি হচ্ছে।

২. ছাত্রছাত্রীরা ছোটাছুটি করলে মারামারি হয়। সাদিয়ার ধারণাটি যে ধরনেরত
i. অভিজ্ঞতাভিত্তিক
ii. অনুমানভিত্তিক
iii. বুদ্ধিভিত্তিক

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও ii

৩. উদ্দীপকে যে তথ্যটি তুলে ধরা হয়েছে তা কোন মতবাদকে সমর্থন করে?
[ক] পরিশেষ পদ্ধতি
✅ অন্বয়ী পদ্ধতি
[গ] সহপরিবর্তন পদ্ধতি
[ঘ] ব্যতিরেকী পদ্ধতি

উদ্দীপকের আলোকে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রুমানার মা বললেন, রুমানার A+ পাওয়ার কারণ ভিকারুননিসায় পড়াশোনা করা। রুমানার খালা বললেন, আমার মেয়ে ভালো প্রাইমারি স্কুলে পড়েছে।তাই এখন সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে।

৪. রুমানার মায়ের বক্তব্যে অন্বয়ী পদ্ধতির কোন অনুপপত্তি ঘটেছে?
✅ অনিরীক্ষণ
[খ] ভ্রান্ত নিরীক্ষণ
[গ] শর্তকে কারণ হিসেবে বিবেচনা করা
[ঘ] কাকতালীয়

৫. রুমানার মা ও খালার বক্তব্যে মিল হচ্ছে-
i. উভয়ের ক্ষেত্রে অনুপপত্তি ঘটেছে
ii. উভয়েই কার্যকারণ নির্ণয়ে সচেষ্ট
iii. উভয়ই পরীক্ষণমূলক পদ্ধতি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও ii

নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
দৃশ্যকল্প-১: আলেয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। ডাক্তারের পরামর্শ মতে বিভিন্ন ঔষধের সাথে পানি মিশিয়ে খেল। এতে সে সুস্থ হলো। অতএব, সে সিদ্ধান্ত নিল পানি রোগ মুক্তির কারণ।
দৃশ্যকল্প-২: লিপির জন্মদিনের কেক যারা খেয়েছিল তারাই অসুস্থ হয়েছিল। যারা খায়নি তারা অসুস্থ হয়নি। অতএব, কেক অসুস্থতার কারণ।

৬. দৃশ্যকল্প-১ এ কোন পদ্ধতিকে নির্দেশ করে?
[ক] ব্যতিরেকী পদ্ধতি
✅ অন্বয়ী পদ্ধতি
[গ] সহপরিবর্তন পদ্ধতি
[ঘ] যৌথ অন্বয়ী-ব্যাতিরেকি পদ্ধতি

৭. উদ্দীপকের যে দৃশ্যকল্পে অনুপপত্তি ঘটেছেত
i. দৃশ্যকল্প-১
ii. দৃশ্যকল্প-২
iii. দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২

নিচের কোনটি সঠিক
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i ও ii

নিচের উদ্দীপকটি পড় এবং এর ভিত্তিতে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মিজানের জ্বর। ডাক্তার জ্বর মাপার জন্য থার্মোমিটার দিয়ে দেখলেন তাপমাত্রা যত বাড়ে পারদের স্তরও তত বাড়ে। ওষুধ আনতে গিয়ে মিজানের বাবা দেখলেন ওষুধের সরবরাহ কম বলে ওষুধের দাম বেশি।

৮. উদ্দীপকে ‘তাপমাত্রা পারদের স্তর বৃদ্ধি’ কোন ধরনের পরিবর্তন?
[ক] প্রত্যক্ষ পরিবর্তন
[খ] পরোক্ষ পরিবর্তন
✅ সদর্থক পরিবর্তন
[ঘ] নঞর্থক পরিবর্তন

৯. উদ্দীপকে ১ম পরিবর্তন ও ২য় পরিবর্তনের মধ্যে তুলনা করলে দেখা যায় যে উভয়-
[ক] অন্বয়ী পদ্ধতি
[খ] ব্যতিরেকী পদ্ধতি
✅ সহপরিবর্তন পদ্ধতি
[ঘ] পরিবেশ পদ্ধতি

নিচের উদ্দীপক থেকে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মিনু রবিবারের পরীক্ষা দিতে যাবার আগে ডিম খেয়েছিল। তাই সে দিনের পরীক্ষাটি খারাপ হয়েছে। কিন্তু আজ ডিম খায়নি এবং পরীক্ষা ভালো হয়েছে।

১০. উদ্দীপকটি কোন ধরনের পরীক্ষণাত্মক পদ্ধতির দৃষ্টান্ত?
[ক] অন্বয়ী
✅ ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
[ঘ] পরিশেষ

১১. ডিম খাওয়ার সঙ্গে পরীক্ষা খারাপ দেয়ার সম্পর্কটি-
i. কার্যকারণের ভ্রান্ত প্রয়োগ
ii. শর্তকে কারণ মনে করা
iii. সহকার্যকে কারণ মনে করা

নিচের কোনটি সঠিক
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i, ii ও ii

১২. কার্য-কারণ কোন ধরনের পদ?
[ক] জাতিবাচক পদ
✅ সাপেক্ষ পদ
[গ] সদর্থক পদ
[ঘ] বিশিষ্ট পদ

১৩. অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত থাকলে- ‘প্যারাসিটামল খেলে জ্বর সারে।' - এটি যে পদ্ধতির সাহায্যে প্রাপ্ত সিদ্ধান্ত তা হলো-
[ক] অন্বয়ী পদ্ধতি
✅ ব্যতিরেকী পদ্ধতি
[গ] যৌথ অন্বয়ী-ব্যতিরেকী
[ঘ] পরিশেষ পদ্ধতি

১৪. সহপরিবর্তন পদ্ধতির রূপ কয়টি?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

১৫. নিচের কোনটি মিশ্র কার্য?
[ক] বাতাসের বেগ
[খ] দাঁড়ের টান
✅ নৌকার বেগ
[ঘ] নদীর স্রোত

১৬. ‘অপনয়ন' কথার অর্থ কী?
✅ বর্জন
[খ] গ্রহণ
[গ] অর্জন
[ঘ] বিয়োজক

১৭. কোনো অফিসে ১০ জন কর্মচারী পেটের পীড়ায় আক্রান্ত হলো। এক্ষেত্রে কার্যকারণ নির্ণয়ের জন্য কোন পদ্ধতি গ্রহণ করতে হবে?
✅ অন্বয়ী
[খ] ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
[ঘ] পরিশেষ

১৮. সহপরিবর্তন পদ্ধতি কোন কোন পদ্ধতির বিশেষ রূপান্তরিত অবস্থা?
✅ অন্বয়ী ও ব্যতিরেকী
[খ] ব্যতিরেকী ও পরিশেষ
[গ] অন্বয়ী ও পরিশেষ
[ঘ] পরিশেষ ও যৌথ পদ্ধতি

১৯. অন্বয়ী পদ্ধতি কোন ধরনের?
✅ সাদৃশ্যের
[খ] পার্থক্যের
[গ] পরিবর্তনের
[ঘ] বৈসাদৃশ্যের

২০. জামিল সাহেব চলন্ত ট্রেনে দেখছেন গাছপালা, ক্ষেত খামার পিছনের দিকে দৌড়াচ্ছে। এটি কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত?
✅ নিরীক্ষণ
[খ] পরীক্ষণ
[গ] প্রকল্প
[ঘ] সামান্যীকরণ

২১. আম খেলে ফোঁড়া হয়’ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত?
[ক] ব্যতিরেকী পদ্ধতি
✅ অন্বয়ী পদ্ধতি
[গ] যৌথ অন্বয়ী-ব্যতিরেকী
[ঘ] ব্যতিরেকী

২২. পরীক্ষণ নির্ভর পদ্ধতি কোনটি?
[ক] অন্বয়ী পদ্ধতি
[খ] সহপরিবর্তন
[গ] যৌথ অন্বয়ী-ব্যতিরেকী
✅ ব্যতিরেকী

২৩. কার্য ও কারণ সম্পর্ক নির্ণয়ের নিশ্চিত পদ্ধতি কোনটি?
[ক] অন্বয়ী
✅ ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
[ঘ] পরিশেষ

২৪. ‘কার্যকে বাদ দিলে যদি কারণের কোনো অঙ্গহানি না ঘটে তাহলে তা কারণ বা কারণের অংশ নয়'- এটি কোন পদ্ধতির অপনয়নের সূত্র?
[ক] অন্বয়ী
✅ ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
[ঘ] পরিশেষ

২৫. অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতির যৌথরূপ কোনটি?
[ক] অন্বয়ী
[খ] ব্যতিরেকী
✅ যৌথ অন্বয়ী-ব্যতিরেকী
[ঘ] সহপরিবর্তন

২৬. কারণের গুণগত বৈশিষ্ট্য কী?
[ক] বস্তুর নিত্যতা
[খ] শক্তির নিত্যতা
✅ অভেদ নিয়ম
[ঘ] আপেক্ষিকতার নিয়ম

২৭. সহপরিবর্তন শব্দটির অর্থ হলো-
[ক] বিপরীত পরিবর্তন
✅ পারস্পরিক পরিবর্তন
[গ] ধীরে ধীরে পরিবর্তন
[ঘ] প্রগতির সঙ্গে পরিবর্তন

২৮. একটি হোস্টেলে ১৫ জন ছাত্র ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হলো। এ ক্ষেত্রে কার্য-কারণ নির্ণয়ের জন্য কোন পদ্ধতি গ্রহণ করতে হবে?
✅ অন্বয়ী
[খ] ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
[ঘ] পরিশেষ

২৯. প্রয়োগক্ষেত্রের ব্যাপকতা, সহজ-সরল ও প্রকল্প প্রণয়নে সহায়তাত কোন পদ্ধতির সুবিধা?
✅ অন্বয়ী
[খ] ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
[ঘ] পরিশেষ

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. ‘কার্যকারণ নীতি’ আরোহের কোন ধরনের ভিত্তি?
✅ আকারগত
[খ] বস্তুগত
[গ] আদর্শগত
[ঘ] গুণগত

৩১. কাকতালীয় অনুপপত্তির উদ্ভব হয় কোন ক্ষেত্রে?
[ক] সহপরিবর্তন পদ্ধতি
[খ] অন্বয়ী পদ্ধতি
[গ] পরিশেষ পদ্ধতি
✅ ব্যতিরেকী পদ্ধতি

৩২. 'সব বিষয়ে মিল' এবং শুধু একটি বিষয়ে অমিল' - যে পদ্ধতির মূল বিবেচ্য বিষয় তাহলো-
i. অন্বয়ী পদ্ধতির
ii. ব্যতিরেকী পদ্ধতির
iii. যৌথ অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতির

নিচের কোনটি সঠিক
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

৩৩. ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে কোন বক্তব্যটি যথার্থ?
i. নিশ্চিত সিদ্ধান্ত পাওয়া যায়
ii. অন্য পদ্ধতির সিদ্ধান্ত যাচাই করা যায়
iii. সম্পূর্ণ নিরীক্ষণের পদ্ধতি

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৪. ‘পরিশেষ পদ্ধতির’ অর্থ হলো-
i. যোগফল
ii. বিয়োগফল
iii. ভাগশেষ

নিচের কোনটি সঠিক
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

৩৫. যৌথ অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতির সুবিধা-
i. নিশ্চিত সিদ্ধান্ত
ii. প্রায়োগিক
iii. প্রকল্প সহায়ক

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
তথ্য-১:
পূর্বগ - অনুগ
X, Y, Z - L, M, N
X, P, Q - L, S, T
X, U, V - L, W, X
সুতরাং, X হয় L এর কারণ।
তথ্য-২:
পূর্বগ - অনুগ
X, Y, Z – L, M, N
X, Y, - L, M
সুতরাং, Z হচ্ছে N এর কারণ।

৩৬. উদ্দীপকে তথ্য-১ এ কোন পদ্ধতির প্রকাশ ঘটেছে?
✅ অন্বয়ী পদ্ধতি
[খ] ব্যতিরেকী পদ্ধতি
[গ] যৌথ অন্বয়ী- ব্যতিরেকী পদ্ধতি
[ঘ] সহপরিবর্তন পদ্ধতি

৩৭. উদ্দীপকে ১নং ও ২নং তথ্য দ্বারা নিচের কোনটি নির্দেশ করে?
✅ অন্বয়ী ব্যতিরেকী
[খ] ব্যতিরেকী-অন্বয়ী
[গ] সহপরিবর্তন-পরিশেষ
[ঘ] পরিশেষ-সহপরিবর্তন

৩৮. নেপচুন গ্রহ ও আর্গন গ্যাস আবিষ্কারে প্রয়োগ করা হয়েছে কোন পদ্ধতি?
[ক] ব্যতিরেকী
✅ পরিশেষ
[গ] সহপরিবর্তন
[ঘ] যৌথ

উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
কাফি'র এক আত্মীয় হঠাৎ মারা গেল। কাফি কিছুতেই নিজের মনকে বোঝাতে পারছিল না। তাই সে ডাক্তারের কাছে ছুটে গেল। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানালো যে, তার আত্মীয় হৃদরোগের কারণে মারা গেছেন।

৩৯. উদ্দীপকে ডাক্তারের পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্য কী?
[ক] প্রকৃতির নিয়ম আবিষ্কার করা
[খ] অপনয়নের সূত্র আবিষ্কার করা
✅ কার্যকারণ নিয়ম আবিষ্কার করা
[ঘ] আকারগত কারণ আবিষ্কার করা

HSC যুক্তিবিদ্যা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

৪০. উদ্দীপকে যে নিয়মের ইঙ্গিত পাওয়া যায় তা একটিত
i. স্বতঃমিথ্যা নিয়ম
ii. স্বতঃসিদ্ধ নিয়ম
iii. সর্বজনীন নিয়ম

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৪১ ও ৪২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
গণি মিয়ার ছোট ছেলের জন্মের পরই ঐ বছর তার ক্ষেতে ভালো কৃষক ফসল হলো। এ থেকে তিনি ধারণা করলেন ছেলের জন্মই তার ক্ষেতের ভালো ফসলের কারণ।

৪১. উদ্দীপকে বর্ণিত ধারণাতে কোন পদ্ধতির ভ্রান্ত প্রয়োগ ঘটেছে?.
[ক] পরিশেষ
[খ] অন্বয়ী
[গ] সহপরিবর্তন
✅ ব্যতিরেকী

৪২. উদ্দীপকে বর্ণিত ছেলের জন্ম ও ভালো ফসল এর মধ্যে নেই-
i. কার্যকারণ সম্পর্ক
ii. যৌক্তিক সম্পর্ক
iii. কাকতালীয় সম্পর্ক

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৪৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
কলি তার বান্ধবী বিথিকে বললো যে, আমি যেদিন চটপটি খাই, সেদিনই আমার পেটের সমস্যা দেখা দেয়, বিথি জিজ্ঞাসা করল, যেদিন চটপটি খাওনা সেদিন কি পেটে সমস্যা হয়? কলি বললো, ‘না’। তারা মনে করল চটপটি খাওয়ার জন্যই পেটে সমস্যা হয়।

৪৩. উদ্দীপকে বর্ণিত কলির বক্তব্যের মাধ্যমে কীসের প্রতিফলন ঘটেছে?
[ক] যৌথ অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতির
✅ অন্বয়ী পদ্ধতির
[গ] সহপরিবর্তন পদ্ধতির
[ঘ] পরিশেষ পদ্ধতির

৪৪. বৈজ্ঞানিক পদ্ধতির উদ্দেশ্য হলো বস্তু বা ঘটনাসমূহের আকার আবিষ্কার করা’- উক্তিটি কার?
✅ বেকন
[খ] বেইন
[গ] মিল
[ঘ] রিড

৪৫. মিলের পরীক্ষণাত্মক পদ্ধতির অপর নাম কী?
✅ আরোহমূলক পদ্ধতি
[খ] অবরোহমূলক পদ্ধতি
[গ] সহায়ক পদ্ধতি
[ঘ] নিরীক্ষণমূলক পদ্ধতি

৪৬.নিচের কোন পদ্ধতি পরীক্ষণমূলক পদ্ধতির ভিত্তি হিসেবে কাজ করে?
[ক] ব্যতিরেকী
[খ] যৌথ অন্বয়ী-ব্যতিরেকী
✅ অপনয়ন
[ঘ] পরিশেষ

৪৭. কোনো ঘটনাবলির অবান্তর বিষয়কে পর্যবেক্ষণ থেকে বাদ দেওয়াকে কী বলে?
✅ অপনয়ন
[খ] কার্যকারণ
[গ] অবরোহ
[ঘ] আরোহু

৪৮. পরীক্ষণ পদ্ধতিকে অপনয়নের পদ্ধতি বলে অভিহিত করেছেন-
[ক] ওয়েলটন ও বেইন
[খ] কার্ডেথ রিড ও জেভেন্স
[গ] এরিস্টটল ও বেকন
✅ মিল ও বেইন

৪৯. 'পূর্ববর্তী ঘটনার মধ্য থেকে যে অংশ বাদ দিলে কার্যের কোন ক্ষতি হয় না, সে অংশটি কারণের অংশ হতে পারেনা।’ ওপরে বর্ণিত অপনয়নের সূত্রটি কে প্রদান করেন?
[ক] জে এস মিল
[খ] ড. পি কে রায়
✅ বেইন
[ঘ] কপি

৫০. কোন যুক্তিবিদ অপনয়ন সূত্র প্রণয়ন করেন?
[ক] রিড
✅ বেইন
[গ] বেকন
[ঘ] মিল

৫১. কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে অপনয়ন পদ্ধতির সূত্র কয়টি?
ক দুইটি
[খ] তিনটি
✅ চারটি
[ঘ] পাঁচটি

৫২. অপনয়ন পদ্ধতির ধরন কীরূপ?
[ক] ইতিবাচক
✅ নেতিবাচক
[গ] সদর্থক
[ঘ] সার্বিক

৫৩. পরীক্ষণমূলক পদ্ধতি হলো-
i. অন্বয়ী পদ্ধতি
ii. ব্যতিরেকী পদ্ধতি
iii. সহপরিবর্তন পদ্ধতি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৪. অপনয়নের সূত্রগুলো আবিষ্কার করেন-
i. মিল
ii. যোসেফ
iii. বেন

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii


নিচের উদ্দীপকটি পড়ে ৫৫ ও ৫৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শিহাব স্কুল হতে ফিরে দেখল যে ওর বাবা বিছানায় শুয়ে আছে। বাবার কাছে গিয়ে বুঝতে পারল যে ওর বাবার জ্বর হয়েছে। জ্বর পরীক্ষা করার জন্য শিহাব বাবার কপালে হাত দিল এবং বুঝতে পারল যে, বাবার জ্বর হয়েছে।

৫৫. উদ্দীপকে বর্ণিত ঘটনার সাথে পাঠ্যপুস্তকের কোন বিষয়ের মিল রয়েছে?
✅ পরীক্ষণের
[খ] কার্যকারণের
[গ] ঘটনার
[ঘ] কারণের

৫৬. উক্ত বিষয়ের বৈশিষ্ট্য হলো, এটি-
i. অভিজ্ঞতা নির্ভর
ii. প্রমাণ নির্ভর
iii. নিরীক্ষণ নির্ভর

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৭. অন্বয়ী কী ধরনের পদ্ধতি?
✅ নিরীক্ষণধর্মী
[খ] ব্যতিরকী পদ্ধতি
[গ] জটিল পদ্ধতি
[ঘ] সহপরিবর্তন পদ্ধতি

৫৮. 'কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের প্রথম পদ্ধতির নাম কী?
✅ অন্বয়ী পদ্ধতি
[খ] ব্যতিরকী পদ্ধতি
[গ] যৌথ পদ্ধতি
[ঘ] সহপরিবর্তন পদ্ধতি

৫৯. যুক্তিবিদ মিলের কার্যকারণ প্রমাণ পদ্ধতির মধ্যে কোনটি সর্বাধিক উৎকৃষ্ট?
✅ অন্বয়ী পদ্ধতি
[খ] যৌথ পদ্ধতি
[গ] সহপরিবর্তন পদ্ধতি
[ঘ] পরিশেষ পদ্ধতি

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. অন্বয়ী পদ্ধতির স্বরূপ কী?
[ক] কারণ থেকে কার্য আবিষ্কার করা হয়
[খ] কার্য থেকে কারণ আবিষ্কার করা হয়
✅ কার্য ও কারণ দুই-ই আবিষ্কার করা হয়
[ঘ] সার্বিক সিদ্ধান্ত টানা হয়

৬১. একটি হোস্টেলে ২০ জন ছাত্র ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হলো। এক্ষেত্রে কার্যকারণ নির্ণয়ের জন্য কোন পদ্ধতি গ্রহণ করতে হবে?
✅ অন্বয়ী
[খ] ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
[ঘ] পরিশেষ

৬২. প্রয়োগক্ষেত্রের ব্যাপকতা, সহজ-সরল ও প্রকল্প প্রণয়নে সহায়তা কোন পদ্ধতির সুবিধা?
✅ অন্বয়ী
[খ] ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
[ঘ] পরিশেষ

৬৩. অন্বয়ী পদ্ধতির সিদ্ধান্ত কেমন হবে?
[ক] নিশ্চিত
[খ] স্থায়ী
✅ সম্ভাব্য
[ঘ] অসম্ভব

৬৪. কোন পদ্ধতি প্রয়োগে গবেষণাগারে যন্ত্রপাতির প্রয়োজন হয় না?
[ক] ব্যতিরেকী
[খ] পরিশেষ
[গ] সহপরিবর্তন
✅ অন্বয়ী

৬৫. চন্দ্রগ্রহণ, ঘূর্ণিঝড়, বন্যার মতো ঘটনা ব্যাখ্যার জন্য কোন পদ্ধতি সহায়ক?
[ক] ব্যতিরেকী
✅ অন্বয়ী
[গ] পরিশেষ
[ঘ] সহপরিবর্তন

৬৬. অন্বয়ী পদ্ধতিতে অপনয়নের কোন সূত্র প্রয়োগ করা হয়?
✅ প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

৬৭. কার্য থেকে কারণ এবং কারণ থেকে কার্য উভয় দিকে গমন করা যায় কোন পদ্ধতিতে?
[ক] পরিশেষ পদ্ধতিতে
[খ] সহপরিবর্তন পদ্ধতিতে
✅ অন্বয়ী পদ্ধতিতে
[ঘ] যৌথ অন্বয়-ব্যতিরেকী পদ্ধতিতে

৬৮. অন্বয়ী পদ্ধতিকে ‘একক অন্বয়ী পদ্ধতি' হিসেবে অভিহিত করেছেন কোন যুক্তিবিদ?
[ক] মেলোন ও যোসেফ
[খ] কফি ও জেভন্স
[গ] বেইন ও রিড
✅ কফি ও মেলোন

৬৯. ব্যতিরেকী পদ্ধতিতে অপনয়নের কোন সূত্র প্রয়োগ করা হয়?
[ক] প্রথম
✅ দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

৭০. কার্যকারণ সংক্রান্ত কোন প্রমাণ পদ্ধতিতে কেবল দুটো দৃষ্টান্ত প্রয়োজন হয়?
✅ ব্যতিরেকী
[খ] অন্বয়ী
[গ] যৌথ
[ঘ] পরিশেষ

৭১. চুম্বকের আকর্ষণ’ এ বিষয়টির কার্যকারণ সম্পর্ক কোন পদ্ধতিতে আবিষ্কার করা হয়?
[ক] অন্বয়ী
✅ ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
[ঘ] পরিশেষ

৭২. কোন পদ্ধতিতে পার্থক্যের বিষয় প্রথম দৃষ্টান্তে উপস্থিত থাকে, দ্বিতীয় দৃষ্টান্তে অনুপস্থিত থাকে?
[ক] অন্বয়ী
✅ ব্যতিরেকী
[গ] পরিশেষ
[ঘ] সহপরিবর্তন

৭৩. পুত্র সন্তানের জন্মদানই করিম সাহেবের ব্যবসায় উন্নতির একমাত্র কারণ - এখানে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
✅ কার্যকারণ সংকান্ত অনুপপত্তি
[খ] অনিরীক্ষণজনিত
[গ] কাকতালীয় অনুপপত্তি
[ঘ] অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি

৭৪. শিক্ষক শ্রেণিকক্ষে বলেন, পরীক্ষণমূলক একটি পদ্ধতির সাহায্যে নিশ্চিত তথ্য পাওয়া যায়। নিচের কোনটি শিক্ষকের বর্ণিত পদ্ধতি?
[ক] অন্বয়ী
[খ] যৌথ অন্বয়ী-ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
✅ ব্যতিরেকী

৭৫. ‘পা পিছলে যাওয়াই হলো লোকটির গাছ থেকে পড়ে যাওয়ার কারণ’- এ সিদ্ধান্তে কোন অনুপপত্তি ঘটেছে?
✅ কাকতালীয় অনুপপত্তি
[খ] অনিরীক্ষণজনিত অনুপপত্তি
[গ] দূরবর্তী শর্তকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি
[ঘ] শর্তকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি

৭৬. 'লবণ দিলে তরকারি স্বাদ হয়, না দিলে হয় না’- এখানে কোন অনুপপত্তি ঘটেছে?
[ক] কাকতালীয় অনুপপত্তি
[খ] অবৈধ সার্বিকীকরণ অনুপপত্তি
✅ কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি
[ঘ] কার্য-অবস্থান সংক্রান্ত অনুপপত্তি

৭৭. যেকোনো একটি শর্তকে কারণ হিসেবে গ্রহণ করলে কোন অনুপপত্তি ঘটবে?
[ক] কারণজনিত
✅ শর্তজনিত
[গ] কার্যজনিত
[ঘ] ব্যাখ্যাজনিত

৭৮. ‘পরীক্ষায় ভালো ফলাফল তার সংসারের সমৃদ্ধির কারণ’- এখানে কোন অনুপপত্তি ঘটেছে?
[ক] কাকতালীয় অনুপপত্তি
[খ] কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি
[গ] সহ-অবস্থান অনুপপত্তি
✅ দূরবর্তী শর্তকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি

৭৯. দূরবর্তী শর্তকে কারণ মনে করা কোন ধরনের অনুপপত্তি?
[ক] কাকতালীয় অনুপপত্তি
✅ কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি
[গ] সহ-অবস্থানজনিত অনুপপত্তি
[ঘ] দূরবর্তী শর্তকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি

৮০. কারণ ও শর্তের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে না কোন পদ্ধতি?
✅ ব্যতিরেকী পদ্ধতি
[খ] পরিশেষ পদ্ধতি
[গ] অন্বয়ী পদ্ধতি
[ঘ] সহপরিবর্তন পদ্ধতি

৮১. ব্যতিরেকী পদ্ধতির সাহায্যে স্থাপিত সিদ্ধান্ত কীরূপ?
[ক] সম্ভাব্য
[খ] অসত্য
[গ] সন্দেহজনক
✅ নিশ্চিত

৮২. ব্যতিরেকী পদ্ধতি হলোত
i. পরীক্ষণের পদ্ধতি
ii. সম্ভাব্য সিদ্ধান্তের পদ্ধতি
iii.কার্যকারণ আবিষ্কারের পদ্ধতি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. ব্যতিরেকী পদ্ধতির অনুপপত্তি হলো-
i. কাকতালীয় অনুপপত্তি
ii. কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি
iii. দূরবর্তী শর্তকে কারণ হিসেবে গ্রহণজনিত অনুপপত্তি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৪ ও ৮৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
দৃশ্যপট-১: গ্রুপের সব ছাত্র ভালো ফলাফল করেছে কারণ তারা পরীক্ষার জন্য সবাই ভালো প্রস্তুতি নিয়েছে।
দৃশ্যপট-২: নিশার জলন্ত মোমটি একটি কাঁচের গস্নাস উপুর করে রাখার ফলে নিভে গেলো। কারণ মোমটির উপর গস্নাসটি উপুর করে রাখাতে সেখানে অক্সিজেনের অভাব ঘটল।

৮৪. দৃশ্যপট-২ কার্যকারণ প্রমাণের কোন পদ্ধতিটিকে নির্দেশ করে?
[ক] অন্বয়ী
✅ ব্যতিরেকী
[গ] সহপরিবর্তন
[ঘ] পরিশেষ

৮৫. দৃশ্যপট-১ ও ২ এর পদ্ধতি দুটির মধ্যে সাদৃশ্য হচ্ছে-
i. উভয়ই কার্যকারণ প্রমাণ পদ্ধতি
ii. দুটি পদ্ধতির পরিধি সমান
iii. দুটিতেই দৃষ্টান্ত নিরীক্ষণ করা হয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৬. পরীক্ষণমূলক তৃতীয় পদ্ধতির অর্থ কোনটি?
✅ মিল ও পার্থক্যের পদ্ধতি
[খ] অমিল ও পার্থক্যের পদ্ধতি
[গ] যুক্তি ও পার্থক্যের পদ্ধতি
[ঘ] মুক্তি ও পার্থক্যের পদ্ধতি

৮৭. যৌথ পদ্ধতিতে কয়টি দৃষ্টান্ত প্রয়োজন?
[ক] একটি
✅ দুটি
[গ] তিনটি
[ঘ] চারটি

৮৮. যৌথ অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতির অর্থ কোনটি?
✅ মিল ও পার্থক্যের পদ্ধতি
[খ] অমিল ও পার্থক্যের পদ্ধতি
[গ] যুক্তি ও পার্থক্যের পদ্ধতি
[ঘ] মুক্তি ও পার্থক্যের পদ্ধতি

৮৯. যৌথ অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতির অসুবিধা কোনটি?
[ক] নিরীক্ষণধর্মী পদ্ধতি
[খ] অন্বয়ীর পরিবর্তিত রূপ
[গ] প্রকল্প গঠনের সহায়ক
✅ সম্ভাব্য সিদ্ধান্ত

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. যৌথ পদ্ধতি কোন কোন পদ্ধতির সমন্বিত রূপ?
✅ অন্বয়ী ও ব্যতিরেকী
[খ] অন্বয়ী ও পরিশেষ
[গ] ব্যতিরেকী ও পরিশেষ
[ঘ] ব্যতিরেকী ও সহপরির্তন

৯১. যৌথ অন্বয়ী-ব্যতিরেকী পদ্ধতিতে কয়টি অনুপপত্তি সংঘটিত হয়?
[ক] একটি
✅ দুটি
[গ] তিনটি
[ঘ] চারটি

৯২. কার্যের পূর্ববর্তী সংশিস্নষ্ট বিষয়াবলি নিরীক্ষণ না করে সিদ্ধান্ত নিলে কোন অনুপপত্তি ঘটে?
✅ অবস্থাবলির অনিরীক্ষণ অনুপপত্তি
[খ] অবস্থাবলির নিরীক্ষণ অনুপপত্তি
[গ] কাকতালীয় অনুপপত্তি
[ঘ] সহ অবস্থান অনুপপত্তি

৯৩. সহপারবতন পদ্ধতির অপপ্রয়োগে কয়টি অনুপপত্তি ঘটে?
[ক] দুটি
✅ তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৯৪. সহপরিবর্তন পদ্ধতি কোন ধরনের পদ্ধতি?
✅ নিরীক্ষণভিত্তিক পদ্ধতি
[খ] পরীক্ষণভিত্তিক পদ্ধতি
[গ] অনিরীক্ষণভিত্তিক পদ্ধতি
[ঘ] অপরীক্ষণভিত্তিক পদ্ধতি

৯৫. নিরীক্ষণের মাধ্যমে কী সংগ্রহ করা হয়?
[ক] উপাত্ত
[খ] তথ্য
✅ দৃষ্টান্ত
[ঘ] প্রমাণ

৯৬. ‘দেশের তরুণ সমাজ যত বেশি শিক্ষিত ও সচেতন হয়ে উঠে, দেশ থেকে দুর্নীতি তত দ্রুত অপসারিত হতে থাকে। উদ্দীপকে কার্যকারণ পদ্ধতির কোন বিষয়টি প্রযোজ্য?
[ক] অন্বয়ী পদ্ধতি
[খ] ব্যতিরেকী পদ্ধতি
✅ সহপরিবর্তন পদ্ধতি
[ঘ] পরিশেষ পদ্ধতি

৯৭. কয়েকটি শর্তের সমষ্টিকে কী বলা হয়?
[ক] ঘটনা
[খ] অনুপপত্তি
✅ কারণ
[ঘ] বস্তু

৯৮. সহপরিবর্তন পদ্ধতির ভ্রান্ত প্রয়োগে কোন ধরনের অনুপপত্তি ঘটে?
✅ কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি
[খ] অনিরীক্ষণ অনুপপত্তি
[গ] নিরীক্ষণ অনুপপত্তি
[ঘ] কাকতালীয় অনুপপত্তি

৯৯. কোন পদ্ধতি গুণগত পরিবর্তনে সহায়ক ভূমিকা পালনে ব্যর্থ?
[ক] অন্বয়ী পদ্ধতি
✅ সহপরিবর্তন পদ্ধতি
[গ] যৌথ পদ্ধতি
[ঘ] পরিশেষ পদ্ধতি

নিচের উদ্দীপকটি পড় এবং ১০০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
লোকে যতবেশি ভেজাল খাদ্য খাচ্ছে, ততবেশি তাদের স্বাস্থ্যহানী ঘটছে। সুতরাং ভেজাল খাদ্যই স্বাস্থ্যহানীর কারণ।

১০০. উদ্দীপকে কোন অনুপপত্তি ঘটেছে?
[ক] সহ-কার্যজনিত অনুপপত্তি
✅ অনিরীক্ষণ অনুপপত্তি
[গ] কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি
[ঘ] কাকতালীয় অনুপপত্তি
Share:

HSC যুক্তিবিদ্যা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 2nd paper mcq question and answer. HSC Logic 2nd paper mcq questions pdf download. HSC Logic 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
যুক্তিবিদ্যা
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৬

HSC Logic 2nd Paper
MCQ
question and answer pdf download

১. জোয়ার-ভাটা ব্যাখ্যা করা হয় কোন নিয়মের অধীন?
✅ মাধ্যাকর্ষণ নিয়মের অধীন
[খ] কার্যকারণ নিয়মের অধীন
[গ] অভেদ নিয়ম
[ঘ] বিকর্ষণ নিয়মের অধীন

২. বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কোনটি?
i. বিশ্লেষণ
ii. শৃঙ্খলযোজন
iii. অন্তর্ভূক্তি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩. ব্যাখ্যার প্রয়োজনীয়তা কোন ক্ষেত্রে অপরিসীম?
ক প্রকল্পের বৈধতা নিরূপণের ক্ষেত্রে
[খ] যৌক্তিক জ্ঞান লাভের ক্ষেত্রে
[গ] সুনির্দিষ্ট জ্ঞান লাভের ক্ষেত্রে
✅ দুর্বোধ্যতা দূরীকরণের ক্ষেত্রে

৪. ওলা বিবি ভর করে বলে মানুষ কলেরা রোগে আক্রান্ত হয়- এটি কোন ধরনের ব্যাখ্যা?
[ক] কার্যকারণ সংক্রান্ত
[খ] বৈজ্ঞানিক
✅ লৌকিক
[ঘ] অতিরঞ্জিত

৫. কোনটি ব্যাখ্যার কাজ নয়?
✅ কম ব্যাপক থেকে বেশী ব্যাপকে যাওয়া
[খ] অস্পষ্টকে সুস্পষ্ট করা
[গ] ভাষাকে আকর্ষণীয় করা
[ঘ] ভাষাকে গ্রহণযোগ্য করা

৬. একটি মিশ্রকার্যের ব্যাখ্যায় নিচের কোনটি প্রয়োজন?
[ক] অন্তর্ভুক্তি
✅ বিশ্লেষণ
[গ] জনশ্রুতি
[ঘ] শৃঙ্খলযোজন

৭. কোনটি মিশ্র কার্য?
[ক] বাতাসের বেগ
[খ] দাঁড়ের বেগ
✅ নৌকার বেগ
[ঘ] নদীর স্রোত

৮. বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে মিল নেই কোনটির?
[ক] ব্যাখ্যা করা
[খ] সহজ করা
[গ] স্পষ্ট করা
✅ বর্ণনা করা

৯. কোনটি চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা?
[ক] সূর্যের ছায়া পৃথিবীর ওপর পড়লে
[খ] পৃথিবীর ছায়া সূর্যের ওপর পড়লে
✅ পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে
[ঘ] চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়লে

১০. বৈজ্ঞানিক ব্যাখ্যাকরণ হলো-
i. কোনো ঘটনার কারণ আবিষ্কার করা
ii. অন্য ঘটনার সাথে সাদৃশ্য বা মিল খুঁজে বের করা
iii. অল্প ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১১. 'INTERPRETATION' শব্দটির অর্থ হলো-
[ক] সংজ্ঞা
✅ ব্যাখা
[গ] বিভাগ
[ঘ] শ্রেণীকরণ

১২. লৌকিক ব্যাখ্যায় থাকে না-
[ক] প্রথাগত বিশ্বাস
[খ] কুসংস্কার
[গ] অতিপ্রাকৃত কারণ
✅ কার্যকারণ নিয়ম

১৩. ব্যাখ্যা কত প্রকার?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৪. বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে জড়িত কোনটি?
[ক] সংজ্ঞা
[খ] বিভাগ
✅ শ্রেণিকরণ
[ঘ] অপনয়ন

১৫. বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তিমূলে কাজ করে কোনটি?
✅ তথ্য ও উপাত্ত
[খ] নির্বিচার বিশ্বাস
[গ] অলৌকিকত্ব
[ঘ] অপ্রাসঙ্গিকতা

১৬. লৌকিক ব্যাখ্যা কীসের ওপর নির্ভরশীল?
[ক] বিজ্ঞানসম্মত জ্ঞান
[খ] সাধারণ জ্ঞান
✅ অতিপ্রাকৃতিক জ্ঞান
[ঘ] যুক্তিবিদ্যার জ্ঞান

১৭. 'রাহু নামক দেবতা চন্দ্রকে গ্রাস করলে চন্দ্রগ্রহণ হয়'- এটি কোন ধরনের প্রকল্প?
[ক] বাস্তব প্রকল্প
[খ] সুনির্দিষ্ট প্রকল্প
✅ আজগুবি প্রকল্প
[ঘ] প্রাসঙ্গিক প্রকল্প

১৮. দেশ-কাল পাত্র ভেদে যে ব্যাখ্যা একই হয় তাকে বলে-
i. বৈজ্ঞানিক ব্যাখ্যা
ii. লৌকিক ব্যাখ্যা
iii. ব্যক্তিগত ব্যাখ্যা

নিচের কোনটি সঠিক
✅ i
[খ] ii
[গ] i ও ii
[ঘ] ii ও iii

১৯. লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যাদানকারী ব্যক্তির মধ্যে পার্থক্য হলো-
i. বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী
ii. যুক্তিবাদী ও প্রজ্ঞাবান
iii. বিজ্ঞানমনস্ক ও কুসংস্কারমনা

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i, ii ও iii

২০. ব্যক্তিভেদে ভিন্ন হয় কোন ব্যাখ্যা?
i. বৈজ্ঞানিক
ii. অবৈজ্ঞানিক
iii. লৌকিক

নিচের কোনটি সঠিক
[ক] i
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২১. বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব হিসেবে মানুষের মধ্যে রয়েছে-
i. কৌতূহল
ii. আগ্রহ
iii. সত্যানুসন্ধানের প্রচেষ্টা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২. ‘ভালো বৃষ্টিপাতে মানুষের সমৃদ্ধি’ এটিকে বলা হয়-
i. বিশ্লেষণ
ii. শৃঙ্খলযোজন
iii. অন্তর্ভুক্তি

নিচের কোনটি সঠিক
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i ও ii

নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বিজ্ঞানের ক্লাসে শিক্ষক ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বললেন, পানি থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন ও অক্সিজেন উৎপাদন করা যায়। আবার সোডিয়াম ও ক্লোরিন মিশিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে লবণ উৎপাদন করা যায়। লবণ পরিমাণমতো মিশালে খাদ্য সুস্বাদু হয়।

২৩. শিক্ষকের প্রথম বক্তব্যের ক্ষেত্রে কোনটি সঠিক?
✅ বিশ্লেষণধর্মী
[খ] অন্তর্ভুক্তি
[গ] শৃঙ্খলযোজন
[ঘ] কার্যকারণ

২৪. শিক্ষকের দ্বিতীয় বক্তব্যের ক্ষেত্রে প্রযোজ্য-
i. অন্বয়ী পদ্ধতি
ii. বৈজ্ঞানিক ব্যাখ্যা
iii. মিশ্র কার্য

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] ii
[গ] i ও ii
✅ i, ii ও iii

২৫. কোনো কঠিন বিষয়কে বোধগম্য করার উপায় কোনটি?
[ক] যৌক্তিক বিভাগ
[খ] শ্রেণিকরণ
✅ ব্যাখ্যা
[ঘ] যৌক্তিক সংজ্ঞা

২৬. ইংরেজি Explanation শব্দের সঠিক অর্থ কী?
✅ ব্যাখা
[খ] ব্যাখ্যাকরণ
[গ] ব্যাখ্যাতীত
[ঘ] ব্যাখ্যাহীন

২৭. 'Explanare' শব্দটি কোন ভাষার?
[ক] গ্রিক
✅ ল্যাটিন
[গ] ইতালি
[ঘ] ফরাসি

২৮. Plunus শব্দের অর্থ হচ্ছে-
[ক] to make it eassy
✅ to make it plain
[গ] to make it clean
[ঘ] to make it direc

২৯. মায়িশা তার একটি প্রবৃত্তিকে নিবৃত্ত করার জন্য সবসময় শুধু জানতে চায়। মায়িশার এ প্রবৃত্তিকে কী বলা যাবে?
[ক] লোভ
✅ কৌতূহল
[গ] ইচ্ছা
[ঘ] আকাঙ্ক্ষা

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. ব্যাখ্যাকরণে কোনটি উপস্থিত থাকে?
[ক] দুর্বোধ্যতা
[খ] অস্পষ্টতা
✅ সরলতা
[ঘ] জটিলতা

৩১. ব্যাখ্যার মূল উদ্দেশ্য কী?
[ক] মানুষের সহজাত কৌতূহল নিবারণ
[খ] মানুষের মনের ভাব প্রকাশ করা
✅ অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করা
[ঘ] সহজবোধ্য ঘটনাকে দুর্বোধ্য করা

৩২. মানুষ সর্বদা অজানাকে জানতে চায় কেন?
[ক] জ্ঞানী হতে
✅ কৌতুহল নিবৃত্ত করতে
[গ] বাহুবা পেতে
[ঘ] জনপ্রিয় হতে

৩৩. ব্যাখ্যার ধরন কীরূপ হয়?
ক সংক্ষিপ্ত
[খ] দীর্ঘস্থায়ী
✅ আপেক্ষিক
[ঘ] অপরিবর্তনীয়

৩৪. ব্যাখ্যার উৎস কী?
✅ কৌতূহল
[খ] প্রয়োজন
[গ] চাহিদা
[ঘ] বিশ্লেষণ

৩৫. মহাকর্ষ একটি প্রাকৃতিক ঘটনা। এরূপ ঘটনাকে সহজভাবে প্রকাশ করতে কীসের প্রয়োজন?
✅ ব্যাখ
[খ] প্রকল্প
[গ] শ্রেণিকারণ
[ঘ] সংজ্ঞা

৩৬. যুক্তিবিদ কপি ব্যাখ্যার কয়টি প্রয়োগের কথা উল্লেখ করেন?
[ক] একটি
✅ দু'টি
[গ] তিনটি
[ঘ] চারটি

৩৭. ব্যাখ্যাকে আরোহের অবরোহ বলে আখ্যায়িত করেছেন কে?
[ক] যোসেফ
[খ] কপি
✅ মিল
[ঘ] ফাউলার

৩৮. মানুষের বোধশক্তির পরিতৃপ্তির উপায় হিসেবে ব্যাখ্যাকে আখ্যায়িত করেছেন কে?
[ক] প্লেটো
[খ] এরিস্টটল
✅ বেইন
[ঘ] মিল

৩৯. ব্যাখ্যার প্রয়োজনীয়তা কীসের ক্ষেত্রে অপরিসীম?
✅ সুনির্দিষ্ট জ্ঞান লাভের ক্ষেত্রে
[খ] অনির্দিষ্ট জ্ঞান লাভের ক্ষেত্রে
[গ] যৌক্তিক জ্ঞান লাভের ক্ষেত্রে
[ঘ] প্রকল্পের বৈধতা নিরূপণের ক্ষেত্রে

HSC যুক্তিবিদ্যা ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

৪০. ভূমিকম্পের কারণ জানতে যুক্তিবিদ্যার কোন বিষয়টি সহায়ক ভূমিকা পালন করে?
[ক] যৌক্তিক সংজ্ঞা
[খ] যৌক্তিক বিভাগ
✅ ব্যাখ্যাকরণ
[ঘ] শ্রেণিকরণ

৪১. ব্যাখ্যায় ঘটনার কারণ নির্ণয় করা হয় কোন অনুমানের সাহায্যে?
[ক] অবরোহ
✅ আরোহ
[গ] সহানুমান
[ঘ] মাধ্যম

৪২. যুক্তিবিদগণ কয় ধরনের ভ্রান্ত ব্যাখ্যার কথা বলেছেন?
[ক] ৩
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৪৩. ব্যাখ্যার লক্ষ্য হলো-
i. দুর্বোধ্য বিষয়কে সহজবোধ্য করা
ii. শৃঙ্খলাবিহীন বিষয়ের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা
iii. সুস্পষ্টতা ও প্রাঞ্জলতা সৃষ্টি করা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৪. যুক্তিবিদ্যায় ব্যাখ্যা সম্পর্কিত আলোচনার সূত্রপাত হয়েছে-
i. অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করার জন্য
ii. দুর্বোধ্যতা দূরীকরণের জন্য
iii. কৌতূহল নিবৃত্তির জন্য

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বজ্রপাতের সময় আমরা প্রচ- শব্দ শুনতে পাই। এর কারণ হিসেবে ইমন মনে করে বিদ্যুৎশক্তির কারণে উত্তাপ সৃষ্টি হয়, উত্তাপ বায়ুকে প্রসারিত করলে শব্দের সৃষ্টি হয়।

৪৫. উদ্দীপকে ইমনের মনোভাবে কোন বিষয় প্রকাশ পেয়েছে?
✅ ব্যাখ্যা
[খ] শ্রেণিকরণ
[গ] প্রকল্প
[ঘ] সম্ভাবনা

৪৬. উক্ত ধারণার মাধ্যমে জানা যায়-
i. জটিল বিষয়ের রহস্য
ii. দুর্বোধ্য বিষয়
iii. অজানা বিষয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৭. ব্যাখ্যার প্রাসঙ্গিকতা নির্ণয়ের মাধ্যম কয়টি?
✅ দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৪৮. প্রাসঙ্গিক ব্যাখ্যার ভিত্তিমূলে কাজ করে কোনটি?
✅ তথ্য ও উপাত্ত
[খ] নির্বিচার বিশ্বাস
[গ] অলৌকিকত্ব
[ঘ] অপ্রাসঙ্গিকতা

৪৯. ব্যাখ্যার প্রাথমিক অবস্থা কীরূপ হয়?
✅ অনুমানমূলক
[খ] অলৌকিক
[গ] নিরীক্ষণমূলক
[ঘ] পরীক্ষণমূলক

৫০. সেলিম জড়বস্তুর নিম্নগামী গতি ব্যাখ্যা করতে গিয়ে মাধ্যাকর্ষণ শক্তিকে প্রকল্প হিসেবে গঠন করেন। এখানে সেলিম কোন বিজ্ঞানীর প্রতিনিধিত্ব করছে?
[ক] আর্কিমিডিস
✅ নিউটন
[গ] এরিস্টটল
[ঘ] হিউয়েল

৫১. ব্যাখ্যাকে আরোহের অবরোহ্ বলে আখ্যায়িত করেছেন কে?
[ক] যোসেফ
[খ] কপি
✅ মিল
[ঘ] ফাউলার

৫২. মৌলিক ব্যাখ্যায় কীসের সাহায্য গ্রহণ করা হয়?
✅ প্রকৃতিক নিয়মানুবর্তিতার নীতি
[খ] অলৌকিক কারণ
[গ] সামাজিক রীতিনীতি
[ঘ] রাষ্ট্রীয় নিয়মকানুন

৫৩. চন্দ্রগ্রহণের কারণ কী?
[ক] রাহু চাঁদকে গ্রাস করে বলে
[খ] চাঁদ দেখা যায় না বলে
✅ সূর্য, পৃথিবী ও চাঁদ এক সমান্তরালে এলে
[ঘ] পৃথিবী, চাঁদ ও সূর্য এক সমান্তরালে এলে

৫৪. ব্যাখ্যার কীসের ভূমিকা লক্ষ করা যায়?
[ক] সংজ্ঞার
✅ প্রকল্পের
[গ] পরীক্ষণের
[ঘ] শ্রেণিকরণের

৫৫. একটি ঘটনা অন্য ঘটনার সাথে কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ তা জানার জন্য কী করতে হবে?
[ক] অনুমান করতে হবে
[খ] প্রকল্প তৈরি করতে হবে
[গ] পড়াশোনা করতে হবে
✅ ব্যাখার সাহায্য নিতে হবে

৫৬. ব্যাখ্যার প্রয়োজনীয়তা কীসের ক্ষেত্রে অপরিসীম?
✅ সুনির্দিষ্ট জ্ঞান লাভের ক্ষেত্রে
[খ] অজ্ঞতা দূর করার ক্ষেত্রে
[গ] অনুমান করার ক্ষেত্রে
[ঘ] শ্রেণিকরণের ক্ষেত্রে

৫৭. ব্যাখ্যার কাজ হলো-
i. জটিল বিষয়কে সরল করা
ii. কঠিন বিষয়কে সহজ করা
iii. দুর্বোধ্য বিষয়কে সুবোধ্য করা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৮. ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. প্রকল্পের ক্ষেত্রে
ii. সম্ভাবনার ক্ষেত্রে
iii. আকস্মিকতার ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৫৯ ও ৬০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
প্রশ্ন-১. আকাশে মেঘের গর্জনে শব্দ হয় কেন?
প্রশ্ন-২. গাছের পাতা সবুজ কেন?
প্রশ্ন-৩. সূর্যগ্রহণ হয় কেন?

৫৯. উদ্দীপকে বর্ণিত প্রশ্নসমূহের জবাবের জন্য কীসের প্রয়োজন?
[ক] প্রকল্পের
[খ] শ্রেণিকরণের
✅ ব্যাখার
[ঘ] যৌক্তিক সংজ্ঞার

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. উক্ত বিষয়টির প্রয়োগ লক্ষ করা যায়-
i. গবেষণার ক্ষেত্রে
ii. অনুমানের ক্ষেত্রে
iii. প্রকল্প প্রমাণের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬১. কোন ব্যাখ্যায় ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়?
✅ বৈজ্ঞানিক
[খ] লৌকিক
[গ] কৃত্রিমঘ অতিরঞ্জিত

৬২. প্রাকৃতিক নিয়ম অনুসরণ করা হয় কোন ক্ষেত্রে?
✅ বৈজ্ঞানিক ব্যাখ্যায়
[খ] লৌকিক ব্যাখ্যায়
[গ] অনুমানে
[ঘ] প্রকল্প প্রণয়নে

৬৩. সর্বজনস্বীকৃত ব্যাখ্যা কী নামে পরিচিত?
✅ বৈজ্ঞানিক ব্যাখ্যা
[খ] লেকিক ব্যাখা
[গ] অলৌকিক ব্যাখ্যা
[ঘ] অবৈজ্ঞানিক ব্যাখা

৬৪. ‘বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো ঘটনাবলির নিয়ম আবিষ্কার করা, অন্তর্ভুক্তিকরণ ও সংযুক্তকরণ এর মাধ্যমে বিশ্লেষণ’ - এটি কার উক্তি?
[ক] মিল
[খ] কপি
[গ] বেইন
✅ কার্ভেড রীড

৬৫. বৈজ্ঞানিক ব্যাখ্যার আবশ্যক শর্ত কোনটি?
[ক] প্রকল্প প্রণয়ন
[খ] সংজ্ঞায়ন
[গ] অপনয়ন
✅ সংযুক্তকরণ

৬৬. বাদুরকে পাখি বলা হয় কোন ব্যাখ্যায়?
[ক] অলৌকিক ব্যাখ্যায়
✅ বৈজ্ঞানিক ব্যাখ্যায়
[গ] লৌকিক ব্যাখ্যায়
[ঘ] অবৈজ্ঞানিক ব্যাখ্যায়

৬৭. বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে বিরোধপূর্ণ কোনটি?
✅ অনুমান
[খ] সংযুক্তিকরণ
[গ] যাচাইযোগ্যতা
[ঘ] ব্যাক্তিগত দৃষ্টিভঙ্গি

৬৮. বৈজ্ঞানিক ব্যাখ্যারূপ গন্তব্যে পৌঁছাতে যৌক্তিক পথ কোনটি?
[ক] প্রকল্প
[খ] শ্রেণিকরণ
✅ আরোহ
[ঘ] অবরোহ

৬৯. বৈজ্ঞানিক ব্যাখ্যার কাজ হচ্ছে ঘটনাবলির আবিষ্কার করা-
[ক] তথ্যসমূহ
[খ] গতিবিধি
[গ] নিয়মাবলি
✅ যোগসূত্র

৭০. 'জড়বস্তুর নিম্নমুখী গতি তত্ত্বের প্রবক্তা কে?
[ক] আইনস্টাইন
✅ নিউটন
[গ] প্লেটো
[ঘ] বেকন

৭১. 'কী' এবং 'কেন' প্রেশ্নের যথার্থ উত্তর পাওয়া যায় কোন ব্যাখ্যায়?
✅ বৈজ্ঞানিক
[খ] লৌকিক
[গ] সাধারণ
[ঘ] ভ্রান্ত

৭২. সূর্য, পৃথিবী ও চাঁদ যখন এক সমান্তরালে এসে পড়ে, তখন পৃথিবীর ছায়ার মধ্য দিয়ে চাঁদকে অতিক্রম করতে হয় বলে চন্দ্রগ্রহণ হয়। এটি কোন ধরনের ব্যাখ্যা?
✅ বৈজ্ঞানিক ব্যাখ্যা
[খ] অবৈজ্ঞানিক ব্যাখ্যা
[গ] লৌকিক ব্যাখ্যা
[ঘ] অলৌকিক ব্যাখ্যা

৭৩. কোন ব্যাখ্যাকে ‘উর্বর’ বলা হয়?
[ক] লৌকিক ব্যাখ্যা
✅ বৈজ্ঞানিক ব্যাখ্যা
[গ] সাধারণ ব্যাখ্যা,
[ঘ] ভ্রান্ত ব্যাখ্যা

৭৪. প্রচলিত বিশ্বাস, কুসংস্কার ও অন্ধবিশ্বাসের ওপর কোন ব্যাখ্যা প্রতিষ্ঠিত?
✅ লৌকিক ব্যাখ্যা
[খ] প্রাকৃতিক ব্যাখা
[গ] যথার্থ ব্যাখ্যা
[ঘ] বৈজ্ঞানিক ব্যাখা

৭৫. প্রচলিত ব্যাখ্যার অপর নাম কী?
[ক] বৈজ্ঞানিক ব্যাখ্যা
✅ লৌকিক ব্যাখ্যা
[গ] সাধারণ ব্যাখ্যা
[ঘ] সর্বজনীন ব্যাখ্যা

৭৬. লৌকিক ব্যাখ্যাকে অবৈজ্ঞানিক ব্যাখ্যা বলা হয় কেন?
[ক] কুসংস্কারাচ্ছন্ন বলে
[খ] প্রচলিত ধারণার কারণে
✅ বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগ থাকে না বলে
[ঘ] বাহ্যিক সাদৃশ্য থাকে বলে

৭৭. 'পৃথিবী ষাড‡়র শিংয়ের ওপর'- এটি কোন ব্যাখ্যা?
✅ লৌকিক
[খ] বৈজ্ঞানিক
[গ] সাধারণ
[ঘ] মৌখিক

৭৮. লৌকিক ব্যাখ্যায় কী নেই?
[ক] বিশেষ ঘটনার ব্যাখ্যা
[খ] বাহ্যিক সাদৃশ্য
✅ যথার্থতা
[ঘ] বাস্তব কারণ

৭৯. লৌকিক ব্যাখ্যায় কীরূপ ঘটনা আলোচনা করা হয়?
✅ বিশেষ ঘটনা
[খ] সার্বিক ঘটনা
[গ] প্রকৃত ঘটনা
[ঘ] অপ্রকৃত ঘটনা

৮০. সাধারণ মানুষের পরিতুষ্টির জন্য কোন ব্যাখ্যা প্রণয়ন করা হয়?
[ক] বৈজ্ঞানিক ব্যাখ্যা
✅ লৌকিক ব্যাখ্যা
[গ] সার্বজনীন ব্যাখ্যা
[ঘ] ভ্রান্ত ব্যাখ্যা

৮১. কোন ব্যাখ্যায় অনুপপত্তির আশঙ্কা থাকে?
[ক] বৈজ্ঞানিক ব্যাখ্যায়
✅ লৌকিক ব্যাখায়
[গ] সাধারণ ব্যাখ্যায়
[ঘ] ভ্রান্ত ব্যাখ্যায়

৮২. কোনটি লৌকিক ব্যাখ্যার সাথে সম্পর্কযুক্ত?
[ক] অন্তর্ভুক্তি
[খ] সংযুক্তকরণ
[গ] শৃঙ্খলযোজন
✅ অতিপ্রাকৃত সত্তা

৮৩. বৈজ্ঞানিক ব্যাখ্যায় আলোচনা করা হয়-
i. ঘটনার অন্তর্নিহিত তাৎপর্য
ii. ঘটনার বাহ্যিক ও অভ্যন্তরীণ সম্বন্ধ
iii. ঘটনার কার্যকারণ সম্বন্ধ

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৪. বৈজ্ঞানিক ব্যাখ্যা-
i. প্রকল্পের সাথে সম্পৃক্ত
ii. শ্রেণিকরণের সাথে সম্পৃক্ত
iii. সাদৃশ্যমূলক প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৫. লৌকিক ব্যাখ্যায় যে ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়ন্ডে
i. গুরুত্বহীন সাদৃশ্যের ভিত্তিতে
ii. অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে
iii. বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৬. লৌকিক ব্যাখ্যার ভিত্তি হলো-
i. অতিপ্রাকৃত কারণ
ii. মৌলিক নীতি
iii. অলৌকিক বিষয়ে বিশ্বাস

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৭. বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার পার্থক্য হলো-
i. শিক্ষাগত দিক থেকে
ii. বিশ্বাসগত দিক থেকে
iii. দৃষ্টিভঙ্গিগত দিক থেকে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৮৮ ও ৮৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, কোভিড-১৯ এক নতুন রোগ যা ফুসফুস এবং শ্বাসনালীর ক্ষতি করতে সক্ষম। করোনা নামক ভাইরাসের কারণে এ রোগ হয়ে থাকে।

৮৮. উদ্দীপকে চিকিৎসা বিজ্ঞানীদের বক্তব্য কোন প্রকার ব্যাখ্যা?
[ক] লৌকিক ব্যাখা
[খ] অতিপ্রাকৃতিক ব্যাখ্যা
✅ বৈজ্ঞানিক ব্যাখা
[ঘ] সাধারণ ব্যাখ্যা

৮৯. উক্ত ব্যাখ্যার বৈশিষ্ট্য হলো-
i. এটি মৌলিক নীতি নির্ভর
ii. দেশ-কাল ভেদে ভিন্ন হয়
iii. এতে সংযুক্তিকরণ প্রয়োজন হয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯০ ও ৯১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আড়তে যোগদানকারী নতুন কর্মচারী মালিককে বললো, মেঘের গর্জনে ডিম দ্রুত নষ্ট হয়ে যায়।

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. উদ্দীপকে কর্মচারীর বক্তব্যে কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে?
✅ লৌকিক ব্যাখ্যা
[খ] বৈজ্ঞানিক ব্যাখ্যা
[গ] প্রাকৃতিক ব্যাখ্যা
[ঘ] প্রচলিত ব্যাখ্যা

৯১. এ ধরনের ব্যাখ্যার বৈশিষ্ট্য হলো-
i. ব্যবহারিক উদ্দেশ্য পূরণ
ii. প্রচলিত বিশ্বাস
iii. বাহ্যিক সাদৃশ্য

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯২. কোনো সংযুক্ত বা মিশ্র কার্যকে পৃথকভাবে ব্যাখ্যা করাকে বলে-
✅ বিশ্লেষণ
[খ] সংশ্লেষণ
[গ] অন্তর্ভুক্তি
[ঘ] শৃঙ্খলাযোজন

৯৩. বিশ্লেষণ শব্দের অর্থ কী?
[ক] কোনো বিষয় বা ঘটনা ভাবার্থ নির্ণয় করা
[খ] কোনো বিষয় বা ঘটনাকে দ্বিখন্ডেত করা
✅ কোনো বিষয় বা ঘটনাকে বিভিন্ন অংশে বিভক্ত করা
[ঘ] কোনো বিষয় বা ঘটনার সমালোচনা করা

৯৪. নৌকার গতির স্বতন্ত্র কারণের ব্যাখ্যা করাকে কী বলে?
[ক] শৃঙ্খলযোজন
✅ বিশ্লেষণ
[গ] যাচাইকরণ
[ঘ] অন্তর্ভুক্তি

৯৫. 'শৃঙ্খলাযোজন' শব্দের অর্থ কী?
✅ কতকগুলো ঘটনার পর্যায়ক্রমিক পারস্পরিক সংযুক্তি
[খ] কতকগুলো ঘটনার পর্যায়ক্রমিক বিযুক্তি
[গ] কতকগুলো ঘটনার পর্যায়ক্রমিক পারস্পরিক বিচ্ছিন্নকরণ
[ঘ] কতকগুলো ঘটনার সংযুক্তি ও বিযুক্তিকরণ

৯৬. কারণ ও কার্যের মধ্যবর্তী ধাপ আবিষ্কার করাকে বলে-
[ক] বিশ্লেষণ
[খ] সংশ্লেষণ
[গ] অন্তর্ভুক্তি
✅ শৃঙ্খলযোজন

৯৭. বিদ্যুৎ ও বজ্রধ্বনির মধ্যে যোগসূত্র স্থাপনকারী মধ্যবর্তী অবস্থা কোনটি?
[ক] বায়ু
✅ তাপ
[গ] বজ্রধ্বনি
[ঘ] আগুন

৯৮. শৃঙ্খলযোজনে কমপক্ষে কয়টি ধাপ থাকে?
[ক] ১টি
[খ] ২টি
✅ ৩টি
[ঘ] অনির্দিষ্ট সংখ্যক

৯৯. একটি ঘটনাকে অন্য একটি ঘটনার আওতায় নিয়ে আসাকে কী বলে?
[ক] সংযোজন
[খ] একত্রীকরণ
✅ অন্তর্ভুক্তি
[ঘ] বন্টন

১০০. ‘ফরিদ, হামিদ, রাতুল মানুষ জাতির অন্তর্গত। আর মানুষ প্রাণী জাতির অন্তর্গত’ - বিষয়টি বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপের সাথে সামঞ্জস্যপূর্ণ?
[ক] বিশ্লেষণ
[খ] শৃঙ্খলাযোজন
✅ অন্তর্ভুক্তি
[ঘ] কোনোটি নয়
Share: