HSC অর্থনীতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC economics 2nd paper mcq question and answer. HSC economic 2nd paper mcq question pdf download. hsc economics 2nd paper guide pdf.

উচ্চ মাধ্যমিক
অর্থনীতি
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১

HSC Economics 2nd Paper
MCQ
question and answer pdf download.

১. কোন যুগে সর্বপ্রথম বাংলার সকল জনপদ একত্রে বাঙ্গালা নামে পরিচিতি লাভ করে?
✅ মুসলিম
[খ] হিন্দু
[গ] আদি প্রাচীন
[ঘ] ইংরেজ

২. আদিকালে কাদের আগমনে বাংলায় নতুনভাবে উপনিবেশ গড়ে উঠে?
✅ আর্যদের
[খ] অনার্যদের
[গ] হিন্দুদের
[ঘ] বৌদ্ধদের

৩. বাংলার অর্থনৈতিক ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা যায়?
[ক] তিনটি
[খ] চারটি
✅ পাঁচটি
[ঘ] সাতটি

৪. কোনটি প্রাচীন ও হিন্দু যুগের অর্থনীতির সময়কাল?
[ক] আদি থেকে ৬০০ সাল পর্যন্ত
✅ আদি থেকে ১২০০ সাল পর্যন্ত
[গ] ৬০০-১২০০ সাল পর্যন্ত
[ঘ] ১২০০-১৭৫৭ সাল পর্যন্ত

৫. কোনটি মুসলিম যুগের অর্থনীতির সময়কাল?
[ক] আদি থেকে ৬০০ সাল পর্যন্ত
[খ] আদি থেকে ১২০০ সাল পর্যন্ত
[গ] ৬০০-১২০০ সাল পর্যন্ত
✅ ১২০০-১৭৫৭ সাল পর্যন্ত

৬. কোনটি ইংরেজ যুগের অর্থনীতির সময়কাল?
[ক] আদি থেকে ৬০০ সাল পর্যন্ত
✅ ১৭৫৭-১৯৪৭ সাল পর্যন্ত
[গ] ৬০০-১২০০ সাল পর্যন্ত
[ঘ] ১২০০-১৭৫৭ সাল পর্যন্ত

৭. কোনটি পাকিস্তান যুগের অর্থনীতির সময়কাল?
✅ ১৯৪৭-১৯৭১ সাল পর্যন্ত
[খ] ১৭৫৭-১৯৪৭ সাল পর্যন্ত
[গ] ৬০০-১২০০ সাল পর্যন্ত
[ঘ] ১২০০-১৭৫৭ সাল পর্যন্ত

৮. প্রাচীন বাংলার বিখ্যাত অর্থশাস্ত্রবিদ কে ছিলেন?
✅ কৌটিল্য
[খ] চন্দ্রগুপ্ত
[গ] সুলেয়মান
[ঘ] নীহাররঞ্জন রায়

৯. কোন যুগে আর্যরা উন্নত সভ্যতা গড়ে তুলেছিল?
✅ প্রাচীন
[খ] পাকিস্তান
[গ] ব্রিটিশ
[ঘ] মুসলিম

১০. আর্যদের আগমনের সময় এদেশের সমাজব্যবস্থায় কোন প্ৰথা বিদ্যমান ছিল?
[ক] দাস
[খ] ভূস্বামী
✅ সামন্ত
[ঘ] জমিদারী

১১. কৌটিল্যের লিখিত অর্থশাস্ত্রে কোন শিল্পের কথা উল্লেখ পাওয়া যায়?
[ক] মৃৎ
[খ] কাসা
✅ ক্রিমিজাম
[ঘ] কড়ি

১২. আদিকালে কারা বিভিন্ন ধরনের শিল্পকর্মে পারদর্শী ছিল?
[ক] অনার্যরা
[খ] বৌদ্ধরা
✅ আর্যরা
[ঘ] মুসলিমরা

১৩. প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচিতি জানা যায় কোন গ্রন্থ থেকে?
[ক] ময়মনসিংহ গীতিকা
✅ কৌটিল্যের অর্থশাস্ত্র
[গ] জমিদার দর্পণ
[ঘ] শূন্যপুরাণ

১৪. কোন যুগে দাসপ্রথা বিরাজমান ছিল?
[ক] মুসলিম
[খ] ইংরেজ
✅ আদি হিন্দু
[ঘ] পাকিস্তান

১৫. প্রাচীন ও হিন্দু যুগে কোন শিল্প বেশ উন্নত ছিল?
✅ বস্ত্র
[খ] চিনি
[গ] চা
[ঘ] পাট

১৬. আদি ও হিন্দু যুগে বিনিময় ক্ষেত্রে কোনটির প্রচলন ছিল?
✅ দ্রব্য
[খ] রৌপ্য
[গ] স্বর্ণ
[ঘ] গবাদিপশু

১৭. প্রাচীন বাংলার বিখ্যাত অর্থশাস্ত্রবিদ কৌটিল্য কোথাকার প--ত ছিলেন?
[ক] তাম্রলিপ্তি
✅ তক্ষশিলা
[গ] গৌড়
[ঘ] সিন্ধু

১৮. আর্যদের আগমনের সময় লেনদেন ক্ষেত্রে কোন প্রথা বিদ্যমান ছিল?
✅ বিনিময় প্রথা
[খ] ঋণ প্রথা
[গ] কডw় প্ৰথা
[ঘ] ধার প্রথা

১৯. কার ভ্রমণকাহিনিতে উল্লেখ আছে, 'বাংলাদেশের মসলিন বস্ত্ৰ এত সূক্ষ্ম ছিল যে মসলিনের তৈরি পোশাক অনায়াসে আংটির ভেতর দিয়ে বের করা যেত'?
✅ বার্নিয়ার
[খ] ইবনে বতুতা
[গ] বণিক সুলেয়মান
[ঘ] হিউয়েন সাঙ

২০. কোন যুগে কাঠখোদাই, পাথর শিল্প, ধাতু শিল্প ও মৃৎ শিল্পের বিকাশ ঘটে?
[ক] মুসলিম
[খ] ইংরেজ
✅ আদি হিন্দু
[ঘ] পাকিস্তান

২১. বাংলাদেশের টেরিটোরিয়াল সীমানা কত নটিক্যাল মাইল?
[ক] ১৪
[খ] ৪৩
✅ ১২
[ঘ] ২৩

২২. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি.?
[ক] ৩,৪১৫
[খ] ৩,৬১৫
✅ ৩,৭১৫
[ঘ] ৩,৮১৫

২৩. মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত কি.মি.?
[ক] ৩৪১
[খ] ৩৬১
✅ ২৮০
[ঘ] ৩৮১

২৪. বঙ্গোপসাগরের সাথে বাংলাদেশের কত কি.মি. উপকূল রেখা রয়েছে?
[ক] ৭৪১
[খ] ৩৬১
✅ ৭১৬
[ঘ] ৩৮১

২৫. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
[ক] ৩৪
[খ] ৩৬
✅ ১২
[ঘ] ৮১

২৬. বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল সমুদ্র তটরেখা থেকে গভীর সমুদ্র পর্যন্ত প্রায় কত কি.মি.?
[ক] ৩৪১
[খ] ৩৬১
✅ ৩৬৭
[ঘ] ৩৮১

২৭. দক্ষিণ বঙ্গোপসাগরের সাথে বাংলাদেশের কত মাইল উপকূল রয়েছে?
[ক] ৩৪১
[খ] ৩৬১
✅ ৪৫০
[ঘ] ৩৮১

২৮. 'Periplus of the Erythraean Sea' -গ্রন্থটি খ্রিষ্ট্রীয় কোন শতকে রচিত হয়?
[ক] দ্বিতীয় শতকে
✅ প্রথম শতকে
[গ] তৃতীয় শতকে
[ঘ] চতুর্থ শতকে

২৯. প্রাচীন বাংলায় ধনসম্পদের উৎস ছিল কয়টি?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৫টি
[ঘ] ৬টি

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. কোন শতক পর্যন্ত কড়ির প্রচলন দেখা যায়?
[ক] ত্রয়োদশ
[খ] চতুর্দশ
[গ] অষ্টাদশ
✅ ঊনবিংশ

৩১.ক্ষেত্রকর দ্বারা কোন বিশেষ একটি শ্রেণিকে বোঝানো হতো?
[ক] তাঁতিকে
✅ কৃষককে
[গ] কুমোরকে
[ঘ] কামারকে

৩২. কার বিবরণে প্রাচীন বাংলার শস্য সম্ভারের পরিচয় পাওয়া যায়?
✅ হিউয়েন সাঙ
[খ] ইবনে বতুতা
[গ] বণিক সুলেয়মান
[ঘ] মাহুয়ান

৩৩. কোনটি প্রাচীন বাংলার ধনদৌলতের প্রথম এবং প্রধান উৎস ছিল?
✅ কৃষি
[খ] শিল্প
[গ] ব্যবসা বাণিজ্য
[ঘ] রপ্তানি

৩৪. শায়েস্তা খাঁ কে ছিলেন?
[ক] মোগল সম্রাট
[খ] বিখ্যাত পর্যটক
✅ মোগল সুবেদার
[ঘ] মোগল সেনাপতি

৩৫. প্রাচীন বাংলার বজ্রভূমিতে কীসের খনি ছিল?
[ক] সোনার
✅ হীরার
[গ] রুপার
[ঘ] লোহার

৩৬. বাঙালি বণিকেরা সামুদ্রিক লবণের বিনিময়ে কী নিয়ে আসতেন?
[ক] সোনা
✅ পাথুরে লবণ
[গ] শঙ্খ
[ঘ] হীরা

৩৭. প্রাচীন বাংলার সবচেয়ে মূল্যবান রপ্তানি পণ্য কী ছিল?
✅ মসলিন
[খ] কার্পাস
[গ] দুকূল
[ঘ] চিনি

৩৮. বিখ্যাত পর্যটক ইতালির মার্কো পোলো কোন সময় প্রাচীন বাংলা ভ্রমণ করেন?
[ক] দ্বিতীয় শতকে
✅ ত্রয়োদশ শতকে
[গ] তৃতীয় শতকে
[ঘ] পনের শতকে

৩৯. কে বাংলাকে 'আজ্যসার গৌড়' বলেছিলেন?
✅ বিদ্যাপতি
[খ] ইবনে বতুতা
[গ] হিউয়েন সাঙ
[ঘ] কৌটিল্য

৪০. কোন পরিব্রাজক সপ্তম শতাব্দীতে হর্ষবর্ধনের রাজত্বকালে বাংলা ভ্রমণ করেন?
[ক] বিদ্যাপতি
[খ] ইবনে বতুতা
✅ হিউয়েন সাঙ
[ঘ] কৌটিল্য

৪১. কৌটিল্য তার অর্থশাস্ত্রে বাংলার কয় জায়গায় হীরার খনির কথা উল্লেখ করেছেন?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] ছয়

৪২. মার্কো পোলো ত্রয়োদশ শতকে বাংলাদেশ থেকে রপ্তানি হতো এমন একটি প্রধান দ্রব্যের কথা উল্লেখ করেছেন। দ্রব্যটি কী?
[ক] চাল
✅ চিনি
[গ] মসলিন
[ঘ] গম

৪৩. বাঙালি বণিকেরা সুপারির বদলে বিদেশ থেকে কী আনত?
[ক] পান
✅ মাণিক্য
[গ] নারিকেল
[ঘ] শঙ্খ

৪৪. খ্রিস্টপূর্ব তৃতীয় থেকে দ্বিতীয় শতকের মধ্যে বাংলাদেশে কোন ধরনের মুদ্রার প্রচলন ছিল?
[ক] কড়ি
[খ] জাকা
✅ গ-ক
[ঘ] দ্রক্ষ্ম

৪৫. কোন শতকের পর থেকেই স্বর্ণমুদ্রা উধাও হয়ে যায়?
✅ সপ্তম
[খ] দশম
[গ] নবম
[ঘ] ঊনবিংশ

৪৬. কোন আমলে রূপার মুদ্রাও উধাও হয়ে যায়?
[ক] মোগল আমলে
[খ] কুষান আমলে
[গ] পাল আমলে
✅ সেন আমলে

৪৭. তপু পাঠাগারে বই পড়তে পড়তে একটি যুগ সম্পর্কে ধারণা পেল, যে যুগে বাজারব্যবস্থা গড়ে না উঠলেও গ্রিক, পারস্য ও আরবে পণ্য রপ্তানি হতো। তপু কোন যুগ সম্পর্কে ধারণা পেল?
[ক] মুসলিম যুগ
[খ] পাকিস্তান যুগ
[গ] ইংরেজ যুগ
✅ আদি ও হিন্দু যুগ

৪৮. ব্রিটিশ যুগে বাংলার অর্থনীতি দুর্বল করে দেয়-
i. ছিয়াত্তরের মন্বন্তর
ii. চিরস্থায়ী বন্দোবস্ত
iii. দ্বৈত শাসন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৯. ব্রিটিশ আমলে ইংরেজদের অবদান ছিল-
i. যোগাযোগ ব্যবস্থায়
ii. পাট ও চা-এর উৎপাদনে
iii. বন্দর ও খনি উন্নয়নে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫০. ১৯৪৭ সালের পর কারা পূর্ব পাকিস্তানের শাসনভার নিয়ন্ত্রণ করে?
[ক] ব্রিটিশরা
[খ] ভারতীয়রা
✅ পাকিস্তানিরা
[ঘ] ইংরেজরা

৫১. ১৯৬৪-৬৫ অর্থবছরে পূর্ব পাকিস্তানে মোট উৎপাদনের শতকরা কত ভাগ কৃষি থেকে আসে?
[ক] ২৮ ভাগ
[খ] ৩৮ ভাগ
[গ] ৪০ ভাগ
✅ ৫৮ ভাগ

৫২. ১৯৪৭ সালের পর কারা পূর্ব পাকিস্তানের শাসনভার নিয়ন্ত্রণ করে?
✅ পাকিস্তানিরা
[খ] ইউরোপীয়রা
[গ] অস্ট্রেলীয়রা
[ঘ] ওলন্দাজরা

৫৩. ১৯৬৯-৭০ অর্থবছরে পূর্ব পাকিস্তানের মাথাপিছু আয় কত ছিল?
[ক] ২৫০ টাকা
✅ ৩৩৯ টাকা
[গ] ৩০০ টাকা
[ঘ] ৫০০ টাকা

৫৪. ১৯৪৯-৫০ অর্থবছরে এঘচ এর প্রবৃদ্ধির হার পূর্ব বাংলায় কত ছিল?
✅ ১.৭%
[খ] ৪.৫%
[গ] ২.৪%
[ঘ] ৪.২%

৫৫. ১৯৬৪-৬৫ অর্থবছরে পশ্চিম পাকিস্তানের GNI কত টাকা ছিল?
[ক] ১৯০০ টাকা
[খ] ১৯৯৯ টাকা
[গ] ২১০০ টাকা
✅ ২৩৭৯ টাকা

৫৬. স্বাধীনতার পর কোন সালে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল?
[ক] ১৯০০ টাকা
[খ] ১৯৯৯ টাকা
[গ] ১৯০০ টাকা
✅ ১৯৭৪ টাকা

৫৭. কোন সাল থেকে রাষ্ট্রায়ত্ত খাতের শিল্প ব্যক্তিখাতে যাওয়া শুরু হয়?
[ক] ১৯০০ টাকা
[খ] ১৯৯৯ টাকা
[গ] ১৯০০ টাকা
✅ ১৯৭৮ টাকা

৫৮. বাংলার ইতিহাসে স্বর্ণযুগ কোনটি?
✅ মুসলিম যুগ
[খ] পাকিস্তান যুগ
[গ] ইংরেজ যুগ
[ঘ] আদি ও হিন্দু যুগ

৫৯. কোন সনে বাংলায় প্রথম মুদ্রা প্রচলন শুরু হয়?
[ক] ১২০০ সনে
[খ] ১২৫০ সনে
✅ ১৩০১ সনে
[ঘ] ১৪০৪ সনে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. কোন যুগে নৌ-শিল্প বেশ উন্নত হয়েছিল?
✅ মুসলিম যুগ
[খ] পাকিস্তান যুগ
[গ] ইংরেজ যুগ
[ঘ] আদি ও হিন্দু যুগ

৬১. চট্টগ্রাম বন্দরের উন্নয়ন কোন যুগে হয়েছিল?
✅ মুসলিম যুগ
[খ] পাকিস্তান যুগ
[গ] ইংরেজ যুগ
[ঘ] আদি ও হিন্দু যুগ

৬২. ১৩০১ খ্রিস্টাব্দে কার শাসনামলে সোনারগাঁয় প্রথম মুদ্রা প্রচলিত হয়?
[ক] গিয়াসউদ্দিন আযম শাহের
[খ] উদ্দিন মোবারক শাহের
✅ শামছুদ্দিন ফিরোজ শাহের
[ঘ] পিয়াসউদ্দিন রাজাপুর শাদের

৬৩. কোন সাল থেকে বিনিময় প্রথা রহিত হয়?
[ক] ১৯৫০ সনে
[খ] ১২০১ সনে
✅ ১৩০১ সনে
[ঘ] ১৪৪৪ সনে

৬৪. কোন যুগে আধুনিক মুদ্রা ব্যবস্থার প্রবর্তন হয়?
✅ মুসলিম যুগ
[খ] পাকিস্তান যুগ
[গ] ইংরেজ যুগ
[ঘ] আদি ও হিন্দু যুগ

৬৫. কোন যুগে মহাজনী ব্যবসার বিকাশ ঘটে?
✅ মুসলিম যুগ
[খ] পাকিস্তান যুগ
[গ] ইংরেজ যুগ
[ঘ] আদি ও হিন্দু যুগ

৬৬. 'কৃষকরাই পরিশ্রম করে বাংলাকে 'স্বর্গরাজ্য' বানিয়েছিলো' কে উল্লেখ করেছে
[ক] বণিক সুলেমান
[খ] ইবনে বতুতা
[গ] হিউয়েন সা
✅ মা হুয়ান

৬৭. মুসলিম আমলের কোন সুলতান সৌদি আরবে খাদ্য ও স্বর্ণ মুদ্রা প্রেরণ করেছিলেন?
✅ গিয়াসউদ্দিন আযম শাহ
[খ] উদ্দিন মোবারক শাহ
[গ] শামছুদ্দিন ফিরোজ শাহ
[ঘ] পিয়াসউদ্দিন রাজাপুর শাহ

৬৮. কোন পরিব্রাজকের বিবরণ থেকে মধ্যযুগের অর্থনৈতিক ইতিহাস সম্বন্ধে তথ্য পাই।
[ক] বণিক সুলেমান
[খ] ইবনে বতুতা
[গ] হিউয়েন সা
✅ মা হুয়ান

৬৯. বাংলায় কত ধরনের মসলিন কাপড় উৎপাদিত হতো?
[ক] ৪ ধরনের
[খ] ৬ ধরনের
[গ] ১০ ধরনের
✅ ১২ ধরনের

৭০. বিশ্বখ্যাত পর্যটক ইবনে বতুতা কার শাসনামলে বাংলা সফর করেন ?
[ক] গিয়াসউদ্দিন আযম শাহ
✅ ফখরুউদ্দিন মোবারক শাহ
[গ] শামছুদ্দিন ফিরোজ শাহ
[ঘ] পিয়াসউদ্দিন রাজাপুর শাহ

৭১. কার শাসনামলে বাংলায় দাস-দাসী কেনা-বেচা হতো?
[ক] গিয়াসউদ্দিন আযম শাহ
✅ ফখরুউদ্দিন মোবারক শাহ
[গ] শামছুদ্দিন ফিরোজ শাহ
[ঘ] পিয়াসউদ্দিন রাজাপুর শাহ

৭২. ইবনে বতুতা বাংলা ভ্রমণের সময় কত স্বর্ণমুদ্রা দিয়ে একজন দাসী কিনেছিলেন?
✅ ১ স্বর্ণমুদ্রা
[খ] ১২ স্বর্ণমুদ্রা
[গ] ১০ স্বর্ণমুদ্রা
[ঘ] ১৬ স্বর্ণমুদ্রা

৭৩. কোন আমলে সোনারগাঁও ও চট্টগ্রাম বাণিজ্য কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ লাভ করেছিল?
✅ মোঘল
[খ] সেন
[গ] পাকিস্তান
[ঘ] ইংরেজ

৭৪. কোন আমলে বাংলায় ব্যাংকব্যবস্থা বেসরকারি পর্যায়ে চালু হয়?
✅ মোঘল
[খ] সেন
[গ] পাকিস্তান
[ঘ] ইংরেজ

৭৫. মোঘল আমলে বাংলায় কয় ধরনের হুন্ডি ব্যবসা প্রচলিত ছিল?
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫

৭৬. মিতা তার বান্ধবী ফারিহাকে বললো, মানুষ এক সময় পণ্যের পরিবর্তে পণ্য বিনিময় করতো, কিন্তু পরবর্তীতে একটি যুগে এসে এটি রহিত হয়। মিতা তার বান্ধবীকে কোন যুগের কথা বলেছে?
[ক] ইংরেজ
✅ মুসলিম
[গ] ফরাসি
[ঘ] পাকিস্তান

৭৭. বিশ্বখ্যাত পর্যটক ইবনে বতুতা বাংলা সফর করে লক্ষ করেছেনত
i. বাংলার অর্থনৈতিক সচ্ছলতা
ii. খাদ্যদ্রব্যের দাম খুব সস্তা
iii. জীবনযাত্রার ব্যয় অত্যন্ত কম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৮. মোঘল আমলে বাংলার প্রধান বাণিজ্য কেন্দ্র ছিলত
i. গৌড়নগরী
ii. চট্টগ্রাম
iii. সোনারগাঁও

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭৯ ও ৮০ নং প্রশ্নের উত্তর দাও:
হীরা গ্রন্থাগারে বই পড়ে একটি যুগ সম্পর্কে জানতে পারলো, যে যুগকে প্রাচীন বাংলায় 'স্বর্ণযুগ' বলে অভিহিত করা হতো। সে আরও জানতে পারলো, সেই যুগে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ ছিল এবং তখন আধুনিক মুদ্রা ব্যবস্থারও প্রবর্তন হয়।

৭৯. অনুচ্ছেদে 'স্বর্ণযুগ' বলতে কোন যুগকে বোঝানো হয়েছে?
[ক] আদি ও হিন্দু যুগ
✅ মুসলিম যুগ
[গ] ব্রিটিশ যুগ
[ঘ] পাকিস্তান যুগ

৮০. উক্ত যুগের বৈশিষ্ট্য হলোত
i. দ্রব্যমূল্য সস্তা ছিল
ii. বিনিময় প্রথা রহিত হয়
iii. দাস-দাসী বেচাকেনা হতো

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮১. কোন দিন বাংলার স্বাধীনতার সূর্য প্রায় দুশ' বছরের জন্য অস্তমিত হয়?
[ক] ১৭৪৭ সালের ২৩ জুন
[খ] ১৭৪৭ সালের ২৩ জুন
✅ ১৭৫৭ সালের ২৩ জুন
[ঘ] ১৭৮৫ সালের ২৩ জুন

৮২. বাংলার মাটিতে বিদেশি বণিকদের মধ্যে পর্তুগিজদের পরে কারা আসে?
[ক] ইংরেজরা
[খ] ইউরোপীয়রা
[গ] অস্ট্রেলীয়রা
✅ ওলন্দাজরা

৮৩. কোন সালে ইংরেজরা বাংলার মাটিতে প্রথম কারখানা স্থাপন করে?
[ক] ১৬১৫ সালে
[খ] ১৬৩৮ সালে
[গ] ১৬৩২ সালে
✅ ১৬৫১ সালে

৮৪. কারা এদেশের সমৃদ্ধ অর্থনীতি দেখে বাণিজ্য রেখে, দেশ দখলের নেশায় মেতে উঠে?
✅ ইংরেজরা
[খ] ইউরোপীয়রা
[গ] অস্ট্রেলীয়রা
[ঘ] ওলন্দাজরা

৮৫. ব্রিটিশ উপনিবেশের অন্তর্ভুক্ত হওয়ার পূর্বে বাংলাদেশ কত বছর মুসলিম শাসনের অধীনে ছিল?
[ক] তিনশ বছর
[খ] সাড়ে চারশ বছর
✅ সাড়ে পাঁচশ বছর
[ঘ] ছয়শ বছর

৮৬. শিল্প বিপ্লবের ফলে কোনটিতে প্রভাব পড়ে?
✅ উৎপাদন ব্যবস্থায়
[খ] শাসন ব্যবস্থায়
[গ] নীল চাষে
[ঘ] সন্ন্যাসী-ফকির বিদ্রোহে

৮৭. শিল্প বিপ্লবের প্রথম দিকে কোন শিল্পটি প্রসারিত হয়?
[ক] চিনি শিল্প
[খ] পাট শিল্প
✅ বস্ত্র শিল্প
[ঘ] চা শিল্প

৮৮. ইংরেজরা কৃষকদের নীল চাষে বাধ্য করার জন্য কী করতো?
[ক] উৎসাহ উদ্দীপনা দিত
[খ] অতিরিক্ত পারিশ্রমিক দিত
[গ] নীল চাষের বিনিময়ে খাদ্য দিত
✅ অত্যাচার করতো

৮৯. মীর জাফর কত কোটি টাকা ইংরেজদের রাজস্ব হিসেবে প্রদান করে?
[ক] ১ কোটি
[খ] ১.২৫ কোটি
[গ] ১.৫৫ কোটি
✅ ১.৭৫ কোটি

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর কোন শাসন ব্যবস্থার ফল?
✅ দ্বৈত শাসন
[খ] সূর্যাস্ত আইন
[গ] দেশ বিভাগ
[ঘ] চিরস্থায়ী বন্দোবস্ত

৯১. ছিয়াত্তরের মন্বন্তরের ফলে বাংলায় কত শতাংশ মানুষের মৃত্যু হয়েছিল?
[ক] দুই-তৃতীয়াংশ
✅ এক-তৃতীয়াংশ
[গ] এক-চতুর্থাংশ
[ঘ] এক-পঞ্চমাংশ

৯২. ছিয়াত্তরের মন্বন্তরের ফলে বাংলার কত ভাগ জমি অনাবাদি হয়?
[ক] প্রায় ২০ ভাগ
[খ] প্রায় ২৫ ভাগ
✅ প্রায় ৩৩ ভাগ
[ঘ] প্রায় ৪২ ভাগ

৯৩. কোন সালের দুর্ভিক্ষের ফলে এদেশের কয়েকটি অংশে জীবিত মানুষ, মৃত মানুষকে ভক্ষণ করে?
[ক] ১৭৮৯
[খ] ১৭৭৭
✅ ১৭৭০
[ঘ] ১৭৭৬

৯৪. ছিয়াত্তরের মন্বন্তরের সময় ইংরেজ কোম্পানি কত কোটি টাকা রাজস্ব আদায় করে?
[ক] ১.৬৩ কোটি
[খ] ১.২৩ কোটি
✅ ১.৪৩ কোটি
[ঘ] ১.৫৩ কোটি

৯৫. এদেশের কৃষিতে 'চিরস্থায়ী বন্দোবস্ত' প্রথা কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল?
[ক] লর্ড মাউন্ট ব্যাটেন
✅ লর্ড কর্নওয়ালিস
[গ] লর্ড ক্লাইভ
[ঘ] লর্ড গিলবার্ট

৯৬. কোন সালে বাংলার অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্ত সূচিত হয়?
[ক] ১৬১৫ সালে
[খ] ১৬৩৮ সালে
[গ] ১৬৩২ সালে
✅ ১৭৯৩ সালে

৯৭. কোন শতকে ব্রিটেনে শিল্প বিপ্লব সংঘটিত হয়?
[ক] ষোড়শ শতকে
[খ] সপ্তদশ শতকে
[গ] ঊনবিংশ শতকে
✅ অষ্টাদশ শতকে

৯৮. কোন প্রথার ফলে বাংলায় সূর্যাস্ত আইন চালু হয়?
[ক] দ্বৈত শাসন প্রথা
✅ চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা
[গ] জমিদারি প্রথা
[ঘ] সামন্ত প্রথা

৯৯. কোন শতাব্দীতে ইংরেজরা এদেশের চাষিদের দিয়ে নীল চাষ শুরু করে?
[ক] অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে
[খ] অষ্টাদশ শতাব্দীতে
✅ ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে
[ঘ] বিংশ শতাব্দীতে

১০০.নীলচাষ সম্পর্কে সঠিক তথ্য হলোত
i. একসময় বাংলা সারা পৃথিবীর নীলের চাহিদা মিটিয়েছে
ii. নীল চাষ করে কৃষকরা প্রচুর অর্থ পেত
iii. বাংলার নীল চাষিকে অবর্ণনীয় অত্যাচার সইতে হয়েছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১০

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Home Science 1st paper mcq question and answer. HSC Home Science 1st paper mcq questions pdf download. HSC Home Science 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
গার্হস্থ্য বিজ্ঞান
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১০

HSC Home Science 1st Paper
 MCQ 
question and answer pdf download

১. কোন ধরনের দুর্যোগ আকস্মিকভাবে ঘটে এবং এর ওপর সাধারণত মানুষের হাতে থাকে না?
[ক] মানবসৃষ্ট দুর্যোগ
[খ] কৃত্রিম দুর্যোগ
✅ প্রাকৃতিক দুর্যোগ
[ঘ] হঠাৎ দুর্যোগ

২. কোন ধরনের দুর্যোগ অনেকটা মানুষের কর্মকান্ড-র ফল এবং মানুষ সচেতন ও সতর্ক থাকলে তা থেকে আত্মরক্ষা পেতে পারে?
[ক] প্রকৃতিক দুর্যোগ
✅ মানবসৃষ্ট দুর্যোগ
[গ] পশু-পাখি সৃষ্ট দুর্যোগ
[ঘ] প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ

৩. দুর্যোগপূর্ব সময়ে দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাসমূহকে বলা হয়-
[ক] দুর্যোগকালীন প্রস্তুতি
[খ] দুর্যোগ-পরবর্তী প্রস্তুতি
✅ দুর্যোগপূর্ব প্রস্তুতি
[ঘ] দুর্যোগ ছাড়া প্রস্তুতি

৪. যেহেতু আমাদের দেশ একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ অঞ্চল, সে কারণে দুর্যোগের ধরন সম্পর্কে আমরা অনেকটাই-
✅ অভিজ্ঞ
[খ] অনভিজ্ঞ
[গ] চিন্তিত
[ঘ] বিস্মিত

৫. জাতীয় পর্যায়ে দুর্যোগ সংশ্লিষ্ট কয়টি কমিটি রয়েছে?
[ক] ৫টি
[খ] ৬টি
[গ] ৭টি
✅ ৮টি

৬. ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ে কয়টি করে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে?
✅ ১টি
[খ] ২টি
[গ] ৩টি
[ঘ] ৪টি

৭. জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভাপতি কে?
[ক] মাননীয় বিরোধীদলীয় নেতা
✅ মাননীয় প্রধানমন্ত্রী
[গ] মাননীয় কৃষিমন্ত্রী
[ঘ] মাননীয় শিল্পমন্ত্রী

৮. জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটির সভাপতি কে?
✅ দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞ/বিশেষজ্ঞ ব্যক্তি
[খ] দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে আগ্রহী ব্যক্তি
[গ] দুর্যোগ প্রতিরোধ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি
[ঘ] দুর্যোগ প্রতিকার বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তি

৯. জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন কে?
[ক] দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর সভাপতি
✅ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক
[গ] মাননীয় প্রধানমন্ত্রী
[ঘ] মাননীয় রাষ্ট্রপতি

১০. ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের সভাপতি কে?
[ক] মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
[খ] মাননীয় রাষ্ট্রপতি
[গ] মাননীয় প্রধানমন্ত্রী
✅ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব

১১. দুর্যোগ সংশ্লিষ্ট ফোকাল পয়েন্টদের কার্যক্রম সমন্বয়কারী দলের সভাপতি কে?
[ক] দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর সদস্য সচিব
✅ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক
[গ] দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর ইনচার্জ
[ঘ] মাননীয় প্রধানমন্ত্রী

১২. দুর্যোগ সংশ্লিষ্ট ফোকাল পয়েন্টদের কার্যক্রম সমন্বয়কারী দলের সদস্য সচিবের দায়িত্বে নিয়োজিত-
✅ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক
[খ] দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক
[গ] মাননীয় অর্থমন্ত্রী
[ঘ] মাননীয় তথ্যমন্ত্রী

১৩. দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধি সংক্রান্ত টাস্ক ফোর্সের সভাপতি-
[ক] মাননীয় প্রধানমন্ত্রী
✅ মাননীয় রাষ্ট্রপতি
[গ] দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক
[ঘ] দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক

১৪. জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি-
[ক] সংশ্লিষ্ট জেলার থানা নির্বাহী অফিসার
[খ] সংশ্লিষ্ট জেলার উপজেলা চেয়ারম্যান
✅ সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক
[ঘ] সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য

১৫. জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব হলেন-
[ক] জেলা প্রশাসক
✅ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা
[গ] জেলা পুলিশ কর্মকর্তা
[ঘ] জেলা নির্বাহী কর্মকর্তা

১৬. থানা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি কে?
✅ সংশ্লিষ্ট থানার থানা নির্বাহী অফিসার
[খ] সংশ্লিষ্ট থানার সংসদ সদস্য
[গ] সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর
[ঘ] সংশ্লিষ্ট পৌরসভার মেয়র

১৭. ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব কে?
✅ ইউনিয়ন পরিষদের সেক্রেটারি
[খ] ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
[গ] ইউনিয়ন পরিষদের মেম্বার
[ঘ] ইউনিয়ন পরিষদের প্রধান

১৮. দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো প্রতিষ্ঠিত হয় কোন সালে?
[ক] ১৯৯০ সালে
[খ] ১৯৯১ সালে
[গ] ১৯৯২ সালে
✅ ১৯৯৩ সালে

১৯. দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন-
[ক] সরকারের একজন অতিরিক্ত মন্ত্রী
[খ] সরকারের একজন অতিরিক্ত আমলা
✅ সরকারের একজন অতিরিক্ত সচিব
[ঘ] সরকারের একজন অতিরিক্ত যুগ্ম সচিব

২০. বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অঙ্গ সংগঠন হিসেবে কাজ করছে-
[ক] বন্যা প্রস্তুতি কর্মসূচি
✅ ঘূর্ণিঝগ প্রস্তুতি কর্মসূচি
[গ] খরা প্রস্তুতি কর্মসূচি
[ঘ] ভূমিকম্প প্রস্তুতি কর্মসূচি

২১. ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির আওতায় উপকূলীয় জেলাসমূহে স্বেচ্ছাসেবীর সংখ্যা কত?
[ক] বত্রিশ হাজার
[খ] প্রায় বত্রিশ হাজার
✅ বত্রিশ হাজারের বেশি
[ঘ] ত্রিশ হাজারের বেশি

২২. বাংলাদেশে কোন সালের, কত তারিখে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাতে লক্ষাধিক মানুষ প্রাণ হারায়?
[ক] ১৯৯০ সালের ৩০ এপ্রিল
✅ ১৯৯১ সালের ২৯ এপ্রিল
[গ] ১৯৯০ সালের ৩০ মে
[ঘ] ১৯৯১ সালের ২৯ মে

২৩. কোন অধিদপ্তর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আবহাওয়ার উপাত্ত সংগ্রহ করে আগাম সতর্কীকরণ বার্তা প্রচার করে?
✅ আবহাওয়া অধিদপ্তর
[খ] জলবায়ু অধিদপ্তর
[গ] পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর
[ঘ] দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর

২৪. মহাকাশ গবেষণার জন্য সরকারি একটি সংস্থা রয়েছে, যার নাম-
[ক] কেয়ার
[খ] কারিতাস
[গ] অক্সফাম
✅ স্পারসো

২৫. ভূ-উপগ্রহের মাধ্যমে নিয়মিতভাবে মেঘচিত্র সরবরাহ করে আবহাওয়া অধিদপ্তরকে পূর্বাভাস ও সতর্কীকরণে সহায়তা করে-
[ক] জলবায়ু অধিদপ্তর
[খ] দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
[গ] পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর
✅ স্পারসো

২৬. ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় উষ্ণম-লীয় অঞ্চলে বিষুবরেখার-
[ক] এক প্রান্তের শান্ত সমুদ্রে
✅ দুই প্রান্তের শান্ত সমুদ্রে
[গ] দুই প্রান্তের অশান্ত সমুদ্রে
[ঘ] এক প্রান্তের বৃহৎ সমুদ্রে

২৭. ঘূর্ণিঝড়কে বলা হয়-
[ক] লঘুচাপ
[খ] উচ্চচাপ
[গ] গুরুচাপ
✅ নিম্নচাপ

২৮. ভূমিকম্পের ফলে জলোচ্ছ্বাস হলে তখন তাকে বলে-
[ক] সিডর
✅ সুনামি
[গ] বন্যা
[ঘ] আইলা

২৯. জলোচ্ছ্বাস হলে পানির উচ্চতা কতটুকু পর্যন্ত উঠতে পারে?
✅ ১২"
[খ] ১১"
[গ] ১০"
[ঘ] ৯"

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. ভূপৃষ্ঠের গতিশীল অবস্থা, যা খুব অল্প সময়ের মধ্যে ব্যাপক ধ্বংসলীলার সৃষ্টি করে তাকে বলে-
[ক] ঘূর্ণিঝড়
[খ] সাইক্লোন
[গ] টর্নেডো
✅ ভূমিকম্প

৩১. ভূমিকম্পের তীব্রতা কী দ্বারা পরিমাপ করা হয়?
[ক] ভার্নিয়ার স্কেল
[খ] সাধারণ স্কেল
✅ রিখটার স্কেল
[ঘ] ব্যারোমিটার

৩২. কোন মাত্রার ভূমিকম্প ঢাকা শহরে অনুভূত হলে ব্যাপক প্রাণহানি ঘটার আশঙ্কা রয়েছে?
[ক] নিম্ন
✅ মাঝারি
[গ] যেকোনো
[ঘ] খুব নিম্ন

৩৩. নদীর তীরবর্তী মাইলের পর মাইল অঞ্চল নদীগর্ভে বিলীন হয়ে যায়-
✅ নদী ভাঙনে
[খ] বন্যায়
[গ] জলোচ্ছ্বাসে
[ঘ] ঘূর্ণিঝড়ে

৩৪. পানির অভাবজনিত একটি অবস্থা হচ্ছে-
[ক] মরুকরণ
✅ খরা
[গ] ভূমিকম্প
[ঘ] টর্নেডো

৩৫. কোনো অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় কত শতাংশ কম হলে খরার সৃষ্টি হয়?
[ক] ৪৫%
[খ] ৫৫%
[গ] ৬৫%
✅ ৭৫%

৩৬. ভূমিকম্প হলে কী করতে হবে?
✅ চৌকির নিচে ঢুকতে হবে
[খ] দৌড়াদৌড়ি করতে হবে
[গ] চিৎকার করতে হবে
[ঘ] দাঁড়িয়ে থাকতে হবে

৩৭. সাধারণত অতিবৃষ্টির সময় নদীনালা ভরে গেলে কিসের পূর্বাভাস জানা যায়?
✅ বন্যার
[খ] বর্ষার
[গ] ঘূর্ণিঝড়ের
[ঘ] কালবৈশাখী ঝড়ের

৩৮. যেকোনো দুর্যোগের আগে কোনো সমস্যায় না পড়ার জন্য ব্যবস্থা রাখতে হবে?
[ক] বাস্ত্ত সমস্যা
[খ] চিকিৎসা সমস্যা
[গ] বাসস্থান সমস্যা
✅ খাদ্য সমস্যা

৩৯. বন্যার সময় প্রয়োজনীয় জিনিসপত্র কোথায় রাখার ব্যবস্থা করতে হবে?
✅ ঘরের চালের নিচে পাটাতনে
[খ] ঘরের মাটির নিচে
[গ] ঘরের চালের উপরে
[ঘ] ঘরের আলমারিতে

৪০. বন্যার পূর্বপ্রস্তুতি নেওয়ার সময় গবাদি পশুর কী ব্যবস্থা করতে হবে?
[ক] বিক্রি করে ফেলার
[খ] তাড়িয়ে দেওয়ার
✅ নিরাপদ আশ্রয়ের
[ঘ] মেরে ফেলার

HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১০

৪১. বন্যার পূর্বপ্রস্তুতি নেওয়ার সময় গবাদি পশু ও হাস-মুরাগ কোন স্থানে সরিয়ে রাখতে হবে?
✅ উঁচু স্থানে
[খ] নিচু স্থানে
[গ] সমতল স্থানে
[ঘ] পাহাড়ি এলাকায়

৪২. বন্যার পানিতে বাড়িঘর ডুবে গেলে কোথায় আশ্রয় নিতে হবে?
[ক] নিকটস্থ বাড়িতে
✅ নিকটস্থ আশ্রয়কেন্দ্রে
[গ] নিকটস্থ বিদ্যালয়ে
[ঘ] নিকটস্থ সরকারি অফিসে

৪৩. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষেত্রে কত নম্বর সতর্ক সংকেত পর্যন্ত আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই?
[ক] ১-৫
[খ] ১-৬
✅ ১-৪
[ঘ] ১-৭

৪৪. কোন সংকেত শোনার পর সবাইকে অবশ্যই আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নিতে হবে?
[ক] ১-৪নং সতর্ক সংকেত
[খ] ৫নং বিপদ সংকেত
[গ] বিপদ সংকেত
✅ মহাবিপদ সংকেত

৪৫. যেকোনো দুর্যোগে কী সরবরাহে সমস্যা দেখা দেয়?
✅ নিরাপদ পানি
[খ] শুকনো খাবার
[গ] ভেজা খাবার
[ঘ] নদীর পানি

৪৬. বন্যার সময় কোন টিউবওয়েলের পানি পানের জন্য নিরাপদ?
[ক] গভীর টিউবওয়েলের পানি
[খ] অগভীর টিউবওয়েলের পানি
✅ যে টিউবওয়েলের মুখ পানিতে ডোবেনি
[ঘ] যে টিউবওয়েলের মুখ পানিতে ডুবেছে

৪৭. কোন সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে?
✅ দুর্যোগের সময়
[খ] যেকোনো সময়
[গ] বৃষ্টির সময়
[ঘ] খরার সময়

৪৮. যেকোনো দুর্যোগের সময় কাদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে?
[ক] পুরুষদের
[খ] নারীদের
✅ ছোট শিশুদের
[ঘ] সবার

৪৯. বন্যাকালীন সময়ে যাতায়াতের জন্য নৌকা না থাকলে কী তৈরি করে নিতে হবে?
[ক] আম গাছের ভেলা
[খ] নিম গাছের ভেলা
[গ] বরই গাছের ভেলা
✅ কলা গাছের ভেলা

৫০. দুর্যোগকালীন সময়ে কিসের প্রকোপ সম্পর্কে সতর্ক থাকতে হবে?
✅ ডায়রিয়ার
[খ] হামের
[গ] যক্ষার
[ঘ] ডিপথেরিয়া

৫১. দুর্যোগকালীন সময়ে পরিবারের সকল সদস্যকে কী নেওয়ার ব্যবস্থা করতে হবে?
[ক] উপদেশ
✅ বিভিন্ন সংক্রামক রোগের টিকা
[গ] পরামর্শ
[ঘ] শিক্ষা

৫২. আশ্রয়কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কীভাবে উদ্যোগী হতে হবে?
[ক] রাজনৈতিকভাবে
[খ] অর্থনৈতিকভাবে
[গ] ব্যক্তিগতভাবে
✅ সামাজিকভাবে

৫৩. উল্টো দিকের ঝড়ে জলোচ্ছ্বাসের পানি তীরের সবকিছু কোথায় টেনে নেয়?
✅ সমুদ্রের বুকে
[খ] নদীর বুকে
[গ] পুকুরের বুকে
[ঘ] জলাশয়ের বুকে

৫৪. দুর্যোগ-পরবর্তী সময়ে ঘরবাড়ি পরিষ্কার করার জন্য কী ব্যবস্থা করতে হবে?
[ক] বোরিক পাউডার
[খ] কাপড় ধোয়ার সাবান
✅ ব্লিচিং পাউডার
[ঘ] গোসল করার সাবান

৫৫. পরিবেশ দূষণ সুস্থ-সুন্দর জীবনযাপনের পথে একটি বিরাট বাধা-
i. মানুষের জন্য
ii. অন্যান্য প্রাণীর জন্য
iii. বৃক্ষের জন্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৫৬. সামাজিক পরিবেশগত সমস্যা-
i. ঘনবসতি
ii. যানজট
iii. স্বাস্থ্য সমস্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii

৫৭. পরিবেশ দূষিত করছে-
i. যানবাহনের কালো ধোঁয়া ও জোরালো শব্দ
ii. অসংগতিপূর্ণ নগরায়ণ
iii. পশু-পাখি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৫৮. পরিবেশ দূষণের প্রকারভেদ হলো-
i. পানিদূষণ
ii. বায়ুদূষণ
iii. শব্দদূষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii

৫৯. পানিদূষণের প্রাকৃতিক কারণ-
i. বন্যা
ii. খরা
iii. বৃষ্টি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. পানিদূষণের মনুষ্যসৃষ্ট কারণ-
i. পৌর ও বাণিজ্যিক আবর্জনা
ii. রাসায়নিক সার ও কীটনাশক ওষুধ
iii. তেজস্ক্রিয় বর্জ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii

৬১. ঘনবসতি ও বস্তি এলাকায় আবর্জনা নিষ্কাশনের সুবন্দোবস্ত না থাকায় এগুলো নানাভাবে দূষিত করে-
i. কূপের পানি
ii. নলকূপের পানি
iii. কলের পানি

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii

৬২. বায়ুদূষণের কারণ-
i. ব্যাপক কয়লা ও কাঠ পোড়ানো
ii. যানবাহনের নির্গত ধোঁয়া
iii. বন্যা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৬৩. মাটিদূষণের অন্যতম কারণ-
i. রাসায়নিক সারের ব্যবহার
ii. চুনের ব্যবহার
iii. কীটনাশক পদার্থের ব্যবহার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৬৪. শব্দদূষণের মূল কারণ-
i. যানবাহনের জোরালো শব্দ
ii. কলকারখানার শব্দ
iii. প্রচ- জনকোলাহল

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii

৬৫. পরিবেশদূষণ হতে দেশকে রক্ষার সর্বোত্তম হাতিয়ার হচ্ছে-
i. প্রচুর গাছ লাগানো
ii. বনভূমির নির্বিচারে নিধন রোধ
iii. যানবাহনের সংখ্যা বাড়ানো

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৬৬. আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের-
[ক] বাড়ি
✅ পরিবেশ
[গ] দালাল
[ঘ] বন্ধুবান্ধব

৬৭. প্রধানত কার দ্বারা পরিবেশের দূষণ হয়?
[ক] পশু
[খ] পাখি
✅ মানুষ
[ঘ] সবগুলো

৬৮. পরিবেশ দূষণ কীরূপ সমস্যা?
✅ জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা
[খ] স্বাভাবিক সমস্যা
[গ] অস্বাভাবিক সমস্যা
[ঘ] তেমন কোনো সমস্যা নয়

৬৯. প্রকৃতিগতভাবে পরিবেশ দূষণকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২ ভাগে
✅ ৪ ভাগে
[গ] ৩ ভাগে
[ঘ] ৫ ভাগে

৭০. বসতি এলাকায় কলকারখানা থেকে পরিত্যক্ত পদার্থ অপরিকল্পিতভাবে নির্গমনের ফলে কী দূষিত হওয়ার সম্ভাবনা থাকে?
✅ পানি
[খ] বায়ু
[গ] মাটি
[ঘ] শব্দ

৭১. সুস্থ মানুষ দিকে কত কেজি বাতাস গ্রহণ করে?
[ক] ১৫.৫
[খ] ১৫
[গ] ১৬
✅ ১৬.৫

৭২. পরিবেশ দূষণ বলতে কিসের ওপর গুরুত্ব দেওয়া হয়?
✅ প্রাকৃতিক পরিবেশের
[খ] সামাজিক পরিবেশের
[গ] জাতীয় পরিবেশের
[ঘ] আন্তর্জাতিক পরিবেশের

৭৩. প্রাকৃতিক পরিবেশ দূষণের ফলে কিসের পরিবর্তন হচ্ছে?
[ক] রাষ্ট্রের
[খ] সমাজের
[গ] সরকারের
✅ জলবায়ুর

৭৪. নিম্ন অঞ্চলে জমে থাকা বৃষ্টির পানিতে কিসের বংশ বৃদ্ধি পাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ?
[ক] ব্যাঙের
[খ] সাপের
✅ মশার
[ঘ] কচ্ছপের

৭৫. গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বায়ুম-লে কিসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে?
[ক] নাইট্রোজেনের
✅ কার্বন ডাইঅক্সাইডের
[গ] হাইড্রোজেনের
[ঘ] অক্সিজেনের

৭৬. বিজ্ঞানীরা বলেছেন, সমুদ্রের পানির উচ্চতা বাড়তে থাকলে সমুদ্র উপকূলবর্তী অনেক দেশ সমুদ্রের তলে বিলীন হয়ে যাবে আগামী-
[ক] ১০ বছরে
[খ] ১৫ বছরে
[গ] ২০ বছরে
✅ ৩০ বছরে

৭৭. ঢাকা শহরে কী হতে নির্গত কালো ধোঁয়া সবচেয়ে ক্ষতিকর?
✅ যানবাহন
[খ] কারখানা
[গ] ইটের ভাটা
[ঘ] কোনোটিই নয়

৭৮. জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারে বায়ুম-লে কোন গ্যাস প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে?
[ক] বায়োগ্যাস
[খ] অক্সিজেন
[গ] নাইট্রোজেন
✅ কার্বন ডাইঅক্সাইড

৭৯. কিসের ফলে মাটি সহজেই ক্ষয় হয়ে অনুর্বর হয়ে পড়ে?
[ক] ব্যাপক হারে মাটি কাটা
[খ] ব্যাপক হারে বন্যা
[গ] ব্যাপক হারে বৃষ্টিপাত
✅ ব্যাপক হারে বৃক্ষ নিধন

৮০. কোন পর্যায়ের পাঠ্যসূচিতে পরিবেশ দূষণকে অন্তর্ভুক্ত করা উচিত?
[ক] প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক পর্যায়ে
✅ মাধ্যমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়
[গ] বিশ্ববিদ্যালয় পর্যায়
[ঘ] প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়

৮১. দেশের প্রতিটি প্রশাসনিক ইউনিটে কী গঠন করা উচিত?
[ক] মাটি দূষণ নিয়ন্ত্রণ বোর্ড
[খ] ক্ষমতা দূষণ নিয়ন্ত্রণ বোর্ড
[গ] শব্দ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড
✅ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড

৮২. বৃক্ষ নিধন কার্যকলাপ রোধ করা না গেলে অদূর ভবিষ্যতে দেশ কিসে পরিণত হবে?
✅ মরুভূমিতে
[খ] জঙ্গলে
[গ] পাহাড়ে
[ঘ] চরে

৮৩. শব্দ দূষণরোধে হাইড্রোলিক হর্নের পরিবর্তে কী ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে?
[ক] মোটর হর্ন
[খ] সুইট হর্ন
✅ মিউজিক হর্নঘ লাইট হর্ন

৮৪. পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বেশি প্রয়োজন-
[ক] দলগত প্রচেষ্টার চেয়ে ব্যক্তিগত প্রচেষ্টা
[খ] মোটামুটি চেষ্টা
✅ ব্যক্তিগত প্রচেষ্টার চেয়ে দলগত প্রচেষ্টা
[ঘ] চিন্তা করা

৮৫. পরিবেশের ভারসাম্য রক্ষায় কী ধরনের পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ?
[ক] যৌথ পরিবার
[খ] একক পরিবার
[গ] মাতৃতান্ত্রিক পরিবার
✅ পরিকল্পিত পরিবার

৮৬. কত সালে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয়েছে?
[ক] ২০০০ সালে
[খ] ২০০১ সালে
✅ ২০০২ সালে
[ঘ] ২০০৩ সালে

৮৭. পরিবেশ দূষণে সবচেয়ে বেশি আক্রান্ত-
✅ ঢাকা শহর
[খ] চট্টগ্রাম শহর
[গ] রাজশাহী শহর
[ঘ] রংপুর শহর

৮৮. পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি দেশের শতকরা কতভাগ বনভূমি থাকা প্রয়োজন?
[ক] ১০ ভাগ
[খ] ১৫ ভাগ
[গ] ২০ ভাগ
✅ ২৫ ভাগ

৮৯. বাংলাদেশে বনভূমির পরিমাণ-
✅ ৮%
[খ] ৭%
[গ] ৬%
[ঘ] ৫%

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. কয়টি অক্সিজেন পরমাণু নিয়ে ওজোন স্তর গঠিত?
[ক] একটি
[খ] দুটি
✅ তিনটি
[ঘ] চারটি

৯১. কী সূর্যের তীব্র অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করে?
[ক] ট্রপোম-ল
✅ ওজোন স্তর
[গ] স্ট্রাটোম-ল
[ঘ] আয়ন স্তর

৯২. ওজোন স্তর ধ্বংস হচ্ছে-
[ক] পশুর নানা কার্যক্রমে
[খ] পাখির নানা কার্যক্রমে
✅ মানুষের নানা কার্যক্রমে
[ঘ] বৃক্ষের নানা কার্যক্রমে

৯৩. কোন গ্যাস ওজোন স্তর ধ্বংস করছে?
[ক] অক্সিজেন
[খ] নাইট্রোজেন
[গ] হিলিয়াম
✅ সিএফসি

৯৪. বাংলাদেশ পৃথিবীর অন্যতম-
[ক] সুখী দেশ
✅ প্রাকৃতিক দুর্যোগের দেশ
[গ] ব্যর্থ দেশ
[ঘ] অতি দরিদ্র দেশ

৯৫. বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ কী?
✅ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান
[খ] বাংলাদেশের জনসংখ্যা
[গ] বাংলাদেশের দারিদ্রে্যর হার
[ঘ] বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা

৯৬. বাংলাদেশের উত্তরে কী রয়েছে?
[ক] বঙ্গোপসাগর
✅ হিমালয় পর্বতমালা
[গ] মায়ানমার
[ঘ] কক্সবাজার

৯৭. বাংলাদেশের দক্ষিণে রয়েছে-
✅ বঙ্গোপসাগর
[খ] রাজশাহী
[গ] সিলেট
[ঘ] হিমালয় পর্বতমালা

৯৮. এখন অনেক দেশেই প্রভাব বিস্তার করেছে-
[ক] হোয়াইট হাউস প্রতিক্রিয়ার ফল
[খ] সরকারের প্রতিক্রিয়ার ফল
[গ] জনগণের প্রতিক্রিয়ার ফল
✅ গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফল

৯৯. প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হওয়ার ফলে কী ধরনের সমস্যা দেখা দিচ্ছে?
[ক] কৃত্রিম সমস্যা
✅ প্রাকৃতিক সমস্যা
[গ] মানসিক সমস্যা
[ঘ] শারীরিক সমস্যা

১০০. দুর্যোগ কয় ধরনের?
✅ ২ ধরনের
[খ] ৩ ধরনের
[গ] ৪ ধরনের
[ঘ] ৫ ধরনের
Share:

HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Home Science 2nd paper mcq question and answer. HSC Home Science 2nd paper mcq questions pdf download. HSC Home Science 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
গার্হস্থ্য বিজ্ঞান
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১

HSC Home Science 2nd Paper
MCQ
question and answer pdf download

১. কোন পরিবারে ক্ষমতা ও নেতৃত্ব একজন পুরুষের ওপর ন্যাস্ত থাকে?
[ক] মাতৃপ্রধান পরিবারে
✅ পিতৃপ্রধান পরিবারে
[গ] নয়াবাস পরিবারে
[ঘ] যৌথ পরিবারে

২. আমাদের সমাজ মূলত-
[ক] মাতৃপ্রধান
✅ পিতৃপ্রধান
[গ] পিতৃবাস
[ঘ] মাতৃবাস

৩. আমাদের দেশে কোন উপজাতিদের মধ্যে মাতৃপ্রধান পরিবার লক্ষ করা যায়?
[ক] চাকমা
[খ] মণিপুরি
✅ গারো
[ঘ] সাঁওতাল

৪. বিবাহোত্তর বসবাসের স্থানের ওপর ভিত্তি করে পরিবার কয় ভাগে বিভক্ত?
[ক] দুই ভাগে
✅ তিন ভাগে
[গ] চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে

৫. হিন্দু পুরাণে কার পঞ্চস্বামী ছিল?
✅ দ্রৌপদীর
[খ] বেহুলার
[গ] সাবিত্রীর
[ঘ] কুন্তিদেবীর

৬. আধুনিক সভ্য সমাজে কোন ধরনের পরিবার বেশি?
[ক] বহুপত্নীক পরিবার
✅ একপতি পত্নীক পরিবার
[গ] মাতৃতান্ত্রিক পরিবার
[ঘ] গোষ্ঠী পরিবার

৭. কোন সমাজে বহুপত্নীক পরিবার দেখা যায়?
[ক] খ্রিষ্ট সমাজে
[খ] বৌদ্ধ সমাজে
✅ মুসলিম সমাজে
[ঘ] শিখ সমাজে

৮. আদিমকালে সমাজে কোন ধরনের পরিবারের অসিত্মত্ব ছিল?
✅ গোষ্ঠী পরিবার
[খ] বহুপত্নীক পরিবার
[গ] মাতৃ বাসস্থান পরিবার
[ঘ] নয়াবাস পরিবার

৯. বাসস্থানের অধিকার অথবা বিবাহোত্তর বাসস্থানের বসবাসের স্থান অনুযায়ী পরিবার কত প্রকার?
[ক] দুই প্রকার
[খ] তিন প্রকার
✅ চার প্রকার
[ঘ] পাঁচ প্রকার

১০. মাতৃবাস পরিবারে বিবাহের পর স্বামী-স্ত্রী কোথায় বসবাস করে?
✅ স্ত্রীর পিতৃগৃহে
[খ] নতুন সংসারে
[গ] স্বামীর পিতৃগৃহে
[ঘ] মাতৃগৃহে

১১. সন্তান মাতার সম্পত্তি ও বংশমর্যাদা উত্তরাধিকারসূত্রে লাভ করে কোন ধরনের পরিবারে?
[ক] যৌথ পরিবারে
[খ] পিতৃসূত্রীয় পরিবারে
✅ মাতৃসূত্রীয় পরিবারে
[ঘ] নয়াবাস পরিবারে

১২. অণু পরিবারের সংখ্যা কোথায় বেশি?
[ক] গ্রামাঞ্চলে
✅ শহরাঞ্চলে
[গ] হিন্দু সমাজে
[ঘ] মুসলিম সমাজে

১৩. মাতৃতান্ত্রিক পরিবার বাংলাদেশের কোথায় দেখা যায়?
[ক] মুসলিম সমাজে
[খ] হিন্দু সমাজে
✅ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে
[ঘ] শহরাঞ্চলে

১৪. বর্তমানে শহরাঞ্চলে কোন পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে?
✅ নয়াবাস পরিবার
[খ] যৌথ পরিবার
[গ] বিস্তৃত পরিবার
[ঘ] এক পরিবার

১৫. বংশমর্যাদা ও উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার কয় ভাগে বিভক্ত?
✅ দুই ভাগে
[খ] তিন ভাগে
[গ] চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে

১৬. আকারের ওপর ভিত্তি করে পরিবার কয় ধরনের?
[ক] দুই ধরনের
✅ তিন ধরনের
[গ] চার ধরনের
[ঘ] পাঁচ ধরনের

১৭. গ্রামাঞ্চলে কৃষিপ্রধান সমাজে কোন পরিবারের সংখ্যা বেশি?
✅ যৌথ পরিবার
[খ] অণু পরিবার
[গ] নয়াবাস পরিবার
[ঘ] মাতৃপ্রধান পরিবার

১৮. এক বা একাধিক স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার কয় প্রকার?
✅ দুই প্রকার
[খ] তিন প্রকার
[গ] চার প্রকার
[ঘ] পাঁচ প্রকার

১৯. গোত্র অনুসারে পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার কয় প্রকার?
✅ দুই প্রকার
[খ] তিন প্রকার
[গ] চার প্রকার
[ঘ] পাঁচ প্রকার

২০. বাংলাদেশে কোন সমাজে স্বজাতি বর্ণের মধ্যে পাত্রপাত্রী নির্বাচন করতে দেখা যায়?
[ক] মুসলিম সমাজে
✅ হিন্দু সমাজে
[গ] বৌদ্ধ সমাজে
[ঘ] খ্রিষ্ট সমাজে

২১. দৈহিক প্রকৃতি ও মানসিক আবেগ প্রবণতার প্রধান কেন্দ্র কোনটি?
✅ পরিবার
[খ] সমাজ
[গ] বিদ্যালয়
[ঘ] খেলার মাঠ

২২. বহু পরিবারের সমষ্টিকে কী বলা হয়?
✅ সমাজ
[খ] রাষ্ট্র
[গ] ক্লাব
[ঘ] মহল্লা

২৩. সংঘবদ্ধ জীবনের সবচেয়ে বিশ্বজনীন রূপ-
[ক] সমাজ
[খ] রাষ্ট্র
✅ পরিবার
[ঘ] ক্লাব

২৪. সন্তান জন্মদান, পিতামাতার স্নেহ-ভালোবাসা, মায়া-মমতা অধিকারবোধ ইত্যাদি হচ্ছে-
[ক] পরিবারের সামাজিক একক
[খ] পরিবারের বিশ্বজনীনত্ব
[গ] পরিবারের আকার
✅ পরিবারের আবেগময় ভিত্তি

২৫. পরিবারের সকল সদস্যের চাহিদা পূরণ হয় কিসের মাধ্যমে?
[ক] ধর্মের মাধ্যমে
✅ অর্থের মাধ্যমে
[গ] দায়িত্বের মাধ্যমে
[ঘ] রুচির মাধ্যমে

২৬. পরিবারের ভিত্তি কোনটি?
[ক] শিক্ষার বিকাশ
✅ বংশধারা সংরক্ষণ
[গ] সামাজিক নিরাপত্তা
[ঘ] অর্থনৈতিক নিরাপত্তা

২৭. পারস্পরিক বিশ্বাস গভীর হলে কোনটি দৃঢ় হবে?
✅ পারিবারিক বন্ধন
[খ] জীবনের নিরাপত্তা
[গ] সামাজিক রন্ধন
[ঘ] অর্থনৈতিক নিরাপত্তা

২৮. পরিবারের মধ্যে কিসের মিল থাকলে পরিবার ও সমাজে শান্তি বজায় থাকে?
[ক] বয়সের
[খ] চাহিদার
[গ] লক্ষ্যের
✅ ধর্মের

২৯. একটি পরিবারে সদস্য সংখ্যা কমপক্ষে কতজন হতে হবে?
[ক] ৩
[খ] ৫
[গ] ৪
✅ ২

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. পরিবারে সদস্যদের মধ্যে কোন গুণটি বেশি থাকলে পরিবারের স্থায়িত্ব বেশি হয়?
[ক] কর্তব্যবোধ
[খ] আবেগ
✅ আন্তরিকতা
[ঘ] আত্মসংযম

৩১. পারস্পরিক বিশ্বাস গভীর হলে কোনটি দৃঢ় হবে?
✅ পারিবারিক বন্ধন
[খ] জীবনের নিরাপত্তা
[গ] সামাজিক বন্ধন
[ঘ] অর্থনৈতিক নিরাপত্তা

৩২. পরিবারের মধ্যে কীসের মিল থাকলে পরিবার ও সমাজে শান্তি বজায় থাকে?
[ক] বয়সের
[খ] চাহিদার
[গ] লক্ষ্যের
✅ ধর্মের

৩৩. পরিবারে সদস্যদের মধ্যে কোন গুণটি বেশি থাকলে পরিবারের স্থায়িত্ব বেশি হয়?
[ক] কর্তব্যবোধ
[খ] আবেগ
✅ আন্তরিকতা
[ঘ] আত্মসংযম

৩৪. স্বামী-স্ত্রীর দাম্পত্য সম্পর্ক কোন ধরনের কাজ?
✅ জৈবিক
[খ] শিক্ষামূলক
[গ] অর্থনৈতিক
[ঘ] মনস্তাত্ত্বিক

৩৫. সন্তানের জন্মদান পরিবারের কোন ধরনের কাজ?
[ক] শিক্ষামূলক কাজ
✅ সামাজিক কাজ
[গ] ধর্মীয় কাজ
[ঘ] মনস্তাত্ত্বিক কাজ

৩৬. সমাজের প্রাথমিক শিক্ষাকেন্দ্র কোনটি?
[ক] বিদ্যালয়
✅ পরিবার
[গ] গোত্র
[ঘ] ধর্ম

৩৭. কিসের মাধ্যমে সন্তানেরা বৃহত্তর সমাজ জীবনের সাথে পরিচিত হয়?
[ক] বিদ্যালয়ের মাধ্যমে
[খ] বন্ধুবান্ধবের মাধ্যমে
✅ পরিবারের মাধ্যমে
[ঘ] শিক্ষকের মাধ্যমে

৩৮. পরিবারকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি?
✅ রাষ্ট্রের সাথে
[খ] বিদ্যালয়ের সাথে
[গ] সমাজের সাথে
[ঘ] গোত্রের সাথে

৩৯. ছোট শিশু মায়ের নিবিড় ভালোবাসার মধ্যে কী খুঁজে পায়?
[ক] শিক্ষা
[খ] ধর্ম
✅ নিরাপত্তা
[ঘ] স্বাস্থ্য

৪০. কিসের অভাবে একটি শিশুর মানসিক বিকাশ ও ব্যক্তিত্বের বিকাশকে ব্যাহত করে?
[ক] অর্থের অভাবে
✅ স্নেহ-ভালোবাসার অভাবে
[গ] স্বাস্থ্যের অভাবে
[ঘ] পরিচ্ছন্নতার অভাবে

৪১. মানুষ স্নেহ ভালোবাসার চাহিদা মেটানোর উপযুক্ত পরিবেশ কোথায় পায়?
[ক] সহপাঠীদের কাছে
✅ পরিবারের কাছে
[গ] আত্মীয়-স্বজনের কাছে
[ঘ] প্রতিবেশিদের কাছে

৪২. গ্রামীণ অর্থনীতিতে পরিবার কীসের একক?
[ক] আয়ের
[খ] ভোগের
✅ উৎপাদনের
[ঘ] কৃষির

৪৩. শিশুদের মূল্যবোধ জাগ্রত করে কোনটি?
[ক] সমাজ
[খ] পাঠাগার
[গ] বিনোদন
✅ ধর্মীয়বোধ

৪৪. সামাজিক ক্রিয়ার প্রশিক্ষণ কেন্দ্র কোনটি?
[ক] পাঠাগার
[খ] বিদ্যালয়
[গ] ধর্মীয় প্রতিষ্ঠান
✅ পরিবার

৪৫. পারিবারিক আড্ডা পরিবারের সদস্যদের মধ্যে কী বজায় রাখে?
[ক] ভালোবাসা
[খ] সহমর্মিতা
✅ ঐক্য
[ঘ] সম্মান

৪৬. সমাজকে সুন্দরভাবে এবং পরিকল্পিত উপায়ে টিকিয়ে রাখতে হলে কোনটির প্রয়োজন?
[ক] সামাজিক প্রতিষ্ঠান
[খ] শিক্ষা প্রতিষ্ঠান
✅ পরিবার
[ঘ] রাজনৈতিক প্রতিষ্ঠান

৪৭. আমাদের জীবনের মৌলিক চাহিদাগুলো অর্জনের জন্য কী প্রয়োজন?
✅ অর্থ
[খ] সচেতনতা
[গ] মর্যাদা
[ঘ] শিক্ষা

৪৮. পরিবারের সদস্যরা একে অন্যের অনুভূতি অনুভব করতে পারে কীসের মাধ্যমে?
✅ গভীর মমত্ববোধের মাধ্যমে
[খ] শিক্ষার মাধ্যমে
[গ] প্রতিযোগিতার মাধ্যমে
[ঘ] আবেগের মাধ্যমে

৪৯. শিশুর স্বাস্থ্য পরিচর্যার মুখ্য ভূমিকা পালন করে কোনটি?
[ক] রাষ্ট্র
✅ পরিবার
[গ] পরিচর্যাকারী
[ঘ] হাসপাতাল

৫০. পরিবার থেকে কিসের উৎপত্তি?
✅ সমাজের
[খ] রাষ্ট্রের
[গ] ধর্মের
[ঘ] অর্থের

HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

৫১. এ দেশের শতকরা কত ভাগ মানুষ নগরে বসবাস করে?
[ক] ১০ ভাগ
[খ] ১২ ভাগ
✅ ১৫ ভাগ
[ঘ] ২০ ভাগ

৫২. কোন কারণে বর্তমানে যৌথ পরগুলো ভেঙে যাচ্ছে?
[ক] শিক্ষার কারণে
[খ] ধর্মের কারণে
✅ নগরায়ণের কারণে
[ঘ] চাকরির কারণে

৫৩. কোন দেশে আয়ের উৎস হিসেব জমির ফসল বিশেষ ভূমিকা রাখে?
[ক] শীতপ্রধান দেশে
[খ] উন্নত দেশে
[গ] গ্রীষ্মপ্রধান দেশে
✅ কৃষিপ্রধান দেশে

৫৪. যৌথ পরিবার ভেঙে কোন পরিবার গঠিত হচ্ছে?
✅ অণু পরিবার
[খ] পিতৃবাস পরিবার
[গ] নয়াবাস পরিবার
[ঘ] বিস্তৃত পরিবার

৫৫. শিশুদের দেখভাল করার জন্য বর্তমানে শহরে কী স্থাপিত হয়েছে?
✅ দিবাযত্ন কেন্দ্র
[খ] দাতব্য প্রতিষ্ঠান
[গ] বৃদ্ধাশ্রম
[ঘ] হাসপাতাল

৫৬. কোন ধরনের পরিবারের মধ্যে যৌতুক প্রদান বেশি দেখা যায়?
[ক] শিক্ষিত পরিবারে
[খ] যৌথ পরিবারে
✅ উচ্চ ও নিম্নবিত্ত পরিবারে
[ঘ] অশিক্ষিত পরিবারে

৫৭. অতীতে পরিবারগুলো কঠোর মনোভাব দেখাত-
[ক] শিক্ষার ক্ষেত্রে
✅ ধর্মীয় নীতি পালনে
[গ] পোশাকের ক্ষেত্রে
[ঘ] খাদ্য-খাওয়ার ক্ষেত্রে

৫৮. অতীতে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করত-
✅ পরিবার নিজেই
[খ] সমাজ
[গ] রাষ্ট্র
[ঘ] শিক্ষা প্রতিষ্ঠান

৫৯. নগরে পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন?
✅ কর্মসংস্থানের জন্য
[খ] একক পরিবার গঠনের লক্ষ্যে
[গ] রাজনৈতিক কারণে
[ঘ] সামাজিক কারণে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. চাকরিজীবী মায়েদের সন্তানের দেখাশুনার জন্য বর্তমানে কোনটি স্থাপিত হচ্ছে?
[ক] বেবিহোম
[খ] পুনর্বাসন কেন্দ্র
[গ] নার্সারি
✅ দিবাযত্ন কেন্দ্র

৬১. বর্তমানে বিবাহের ক্ষেত্রে কার মতামতকে বেশি গুরুত্ব দেয়া হয়?
[ক] প্রতিবেশিদের
[খ] আত্মীয় স্বজনের
[গ] মা-বাবার
✅ পাত্র-পাত্রীদের

৬২. দেশে যৌতুক বিরোধী আইন করা হয়েছে কেন?
[ক] নারী শিক্ষা প্রসারের জন্য
[খ] সামাজিক সচেতনতার জন্য
✅ যৌতুক প্রথা নিরসনের জন্য
[ঘ] যৌতুক নিরুৎসাহিতের জন্য

৬৩. বর্তমানে শহরের শিশুরা কত বছর বয়স থেকে স্কুলে যায়?
✅ ৩ বছর
[খ] ৫ বছর
[গ] ৪ বছর
[ঘ] ২ বছর

৬৪. বিশ্বায়নের ফলে জ্ঞান-বিজ্ঞানের উন্নয়ন ও তথ্য প্রযুক্তির দ্রুত প্রসার ঘটায় কী হচ্ছে?
[ক] পৃথিবী প্রসারিত হচ্ছে
[খ] কর্মসংস্থান কমে যাচ্ছে
✅ পৃথিবী ছোট হয়ে আসছে
[ঘ] অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে

৬৫. প্যাকেটজাত নানা উপকরণ রন্ধন পদ্ধতিতে কীরূপ করে?
[ক] সুগন্ধপূর্ণ
[খ] নিরাপদ
✅ সহজ
[ঘ] সুস্বাদু

৬৬. গ্রামীণ ও শহরের মানুষের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয় কেন?
[ক] অনুন্নত জীবনযাত্রার প্রভাবে
[খ] রাজনৈতিক কারণে
✅ বিদেশি সংস্কৃতির প্রভাবে
[ঘ] মনস্তাত্ত্বিক পরিবর্তনের কারণে

৬৭. বিশ্বায়নের নেতিবাচক দিকগুলো থেকে শিশুদের রক্ষা করতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে?
[ক] রাজনৈতিক স্থিতিশীলতা
[খ] অর্থনৈতিক নিরাপত্তা
✅ পারিবারিক সচেতনতা
[ঘ] সামাজিক চাহিদা পূরণ

৬৮. অপসংস্কৃতির কবল থেকে শিশুকে রক্ষা করে-
✅ পারিবারিক বন্ধন
[খ] রাষ্ট্রীয় নীতি
[গ] সামাজিক বন্ধন
[ঘ] সাংস্কৃতিক কার্যাবলি

৬৯. শিশু মনোবিজ্ঞানী Hurlock মা-বাবা ও সন্তানের সম্পর্ক উন্নয়নের জন্য কয়টি 'অ' এর কথা উল্লেখ করেছেন?
[ক] দুটি
✅ তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৭০. পরিবারের ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়-
[ক] নারীরা
[খ] বৃদ্ধরা
✅ শিশুরা
[ঘ] সবাই

৭১. কারা শারীরিক ও মানসিক অক্ষমতার কারণে অপরের ওপর নির্ভরশীল থাকে?
✅ বয়স্করা
[খ] শিশুরা
[গ] নারীরা
[ঘ] যুবকেরা

৭২. জীবনের প্রাথমিক পর্যায়ের কোন ধরনের পরিবেশ শিশুর মানসপটে গভীরভাবে রেখাপাত করে?
[ক] অর্থনৈতিক পরিবেশ
[খ] সামাজিক পরিবেশ
✅ পারিবারিক পরিবেশ
[ঘ] ধর্মীয় পরিবেশ

৭৩. বড় হবার সাথে সাথে শিশু যদি বাবা-মার কাছ থেকে পর্যাপ্ত স্নেহ-ভালোবাসা পায় তবে সে কী অর্জন করে?
[ক] আত্মনিয়ন্ত্রণ
[খ] আত্মমর্যাদা
[গ] আত্মসচেতনতা
✅ আত্মবিশ্বাস

৭৪. কোন ব্যবধানটি ভাই-বোনের সম্পর্ককে প্রভাবিত করে?
[ক] উচ্চতা
[খ] শিক্ষা
[গ] ভালোবাসা
✅ বয়স

৭৫. যৌথ পরিবার ভেঙ্গে একক পরিবারে পরিণত হচ্ছে কেন?
[ক] প্রযুক্তি উন্নয়নের কারণে
✅ সমাজ পরিবর্তনের কারণে
[গ] অর্থনৈতিক উন্নতির কারণে
[ঘ] রাজনৈতিক অস্থিরতার কারণে

৭৬. পরিবারে কার উদারতা পারিবারিক বন্ধনের চাবিকাঠি?
[ক] বাবার
[খ] গুরুজনদের
✅ সদস্যদের
[ঘ] মায়ের

৭৭. শিশুর মৌলিক আত্মবিশ্বাস অর্জনে বাধার সৃষ্টি করে কোনটি?
✅ পারিবারিক সংকট
[খ] বন্ধুদের বিরূপ আচরণ
[গ] মর্যাদাগত সংকট
[ঘ] শিক্ষকদের অসহযোগিতা

৭৮. পরিবারের ভাঙ্গনে হতাশাগ্রস্ত কিশোরদের মধ্যে কোন ধরনের আচরণ দেখা যায়?
[ক] স্বার্থপরতা
[খ] শিক্ষা বিমুখতা
[গ] ভারসাম্যহীনতা
✅ অপরাধ প্রবণতা

৭৯. পারিবারিক বন্ধন দৃঢ় হলে শিশুর ক্ষেত্রে কোনটি ঘটে?
[ক] ঈর্ষার সৃষ্টি হয়
[খ] নৈতিক বিকাশ ঘটে
✅ প্রতিভার বিকাশ হয়
[ঘ] নির্ভরশীলতা বাড়ে

৮০. পরিকল্পিত পরিবার গঠনের মৌলিক উপাদান কোনটি?
✅ বিবাহ
[খ] বন্ধুত্ব
[গ] শিক্ষা
[ঘ] ধর্ম

৮১. কোন ধরনের পরিবার জনসংখ্যা বৃদ্ধি রোধ করে?
✅ পরিকল্পিত পরিবার
[খ] পিতৃপ্রধান পরিবার
[গ] মাতৃপ্রধান পরিবার
[ঘ] যৌথ পরিবার

৮২. সন্তানের স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষার নিরাপত্তা বিধান করা সম্ভব-
[ক] যৌথ পরিবারে
[খ] পিতৃপ্রধান পরিবারে
✅ পরিকল্পিত পরিবারে
[ঘ] মাতৃপ্রধান 'পরিবারে

৮৩. বাংলাদেশ কোন ধরনের দেশ?
[ক] উন্নত দেশ
✅ উন্নয়নশীল দেশ
[গ] শিল্পপ্রধান দেশ
[ঘ] দরিদ্র দেশ

৮৪. কোন ধরনের পরিবারে জন্মগ্রহণকারী শিশু সুস্বাস্থ্যের অধিকারী হয়?
[ক] যৌথ পরিবার
✅ পরিকল্পিত পরিবার
[গ] পিতৃপ্রধান পরিবার
[ঘ] অণু পরিবার

৮৫. শিশুর সঞ্চালনমূলক বিকাশের জন্য প্রয়োজন-
[ক] শিক্ষা
[খ] স্বাস্থ্য
✅ খেলাধুলা
[ঘ] খাদ্য

৮৬. শিশুর মানসিক বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো-
[ক] শিক্ষা
✅ পরিবেশ
[গ] ধর্ম
[ঘ] খাদ্য

৮৭. পরিকল্পিত পরিবারে কীভাবে সন্তানের জন্মদান হয়?
✅ মা-বাবার ইচ্ছানুযায়ী
[খ] পরিবারের প্রয়োজনে
[গ] সামাজিক ধারাবাহিকতায়
[ঘ] সামর্থ্য অনুযায়ী

৮৮. পরিকল্পিত পরিবারে শিশু তার চাহিদা মতো সুষম খাদ্য পেলে তার কোন ধরনের বিকাশ সুষ্ঠু হয়?
✅ দৈহিক
[খ] সামাজিক
[গ] মানসিক
[ঘ] আবেগিক

৮৯. কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোনটি প্রয়োজন?
[ক] সমস্যা দূর করা
✅ সুষ্ঠু পরিকল্পনা করা
[গ] ভালোভাবে কাজ করা
[ঘ] সঠিক সিদ্ধান্ত নেওয়া

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. অপরিকল্পিত পরিবারে জনসংখ্যা বেশি থাকায় জীবনযাত্রার মান কীরূপ হয়?
[ক] সুশৃঙ্খল
[খ] ঊর্ধ্বমুখী
[গ] ক্রমশ সংকুচিত
✅ ক্রমশ নিম্নমুখী

৯১. পরিবারের সদস্যদের সামাজিক সম্পর্ক বৃদ্ধি পায় কীভাবে?
[ক] সদস্যরা উচ্চ শিক্ষিত হলে
[খ] আর্থিক সচ্ছলতা থাকলে
✅ সদস্যরা সামাজিক কার্যক্রমে অংশ নিলে
[ঘ] জীবনযাত্রার মান উন্নত হলে

৯২. কোন ধরনের পরিবারে শিশু মৃত্যুর হার কম?
[ক] চিকিৎসক পরিবারে
[খ] শিক্ষিত পরিবারে
✅ পরিকল্পিত পরিবারে
[ঘ] সচ্ছল পরিবারে

৯৩. শিশুর বুদ্ধিমত্তার বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি?
[ক] বিনোদন
[খ] সচ্ছল পরিবার
✅ উপযুক্ত পরিবেশ
[ঘ] প্রাথমিক শিক্ষা

৯৪. কোনটি না থাকলে শিশুদের মধ্যে নেতিবাচক মনোভাব গড়ে ওঠে?
[ক] আর্থিক সচ্ছলতা
[খ] বড়দের সান্নিধ্য
[গ] যুক্তিপূর্ণ চিন্তা
✅ চিত্তবিনোদন

৯৫. পরিকল্পিত উপায়ে পরিবার গঠন করাকে কী ধরনের পরিবার বলে?
[ক] আদর্শ পরিবার
✅ পরিকল্পিত পরিবার
[গ] মৌলিক পরিবার
[ঘ] অনু পরিবার

৯৬. মানব জাতির বিকাশ লাভের সাথে সাথে পরিবর্তিত হয়েছে-
i. সমাজের অগ্রগতি
ii. পরিবারের রূপ
iii. পরিবারের কাঠামো

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৭. পরিবার হচ্ছে শিশুর জীবন গঠনের মূলভিত্তি। শিশু পরিবার থেকে শিক্ষা লাভ করে-
i. মূল্যবোধ
ii. সাহিত্য-সংস্কৃতি
iii. আচার-আচরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৮. সমাজের প্রত্যেক মানুষকে মেনে চলতে হয়-
i. ধর্মীয় অনুশাসন
ii. আইনকানুন
iii. সামাজিক প্রথা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৯. ক্ষমতার মাত্রা অনুযায়ী পরিবার হচ্ছে-
i. পিতৃতান্ত্রিক পরিবার
ii. গোষ্ঠী পরিবার
iii. মাতৃতান্ত্রিক পরিবার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iiiঘ i, ii ও iii

১০০. মাতৃতান্ত্রিক পরিবারে চালু রয়েছে-
i. দক্ষিণ ভারতে
ii. মালাবারে
iii. কোচিনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Share: