HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৭

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Home Science 2nd paper mcq question and answer. HSC Home Science 2nd paper mcq questions pdf download. HSC Home Science 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
গার্হস্থ্য বিজ্ঞান
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৭

HSC Home Science 2nd Paper
MCQ
question and answer pdf download

১. কোন বয়সে ছেলেমেয়েরা মা-বাবার ভালোবাসার বন্ধনযুক্ত হতে চায়?
[ক] শিশু বয়সে
[খ] কৈশোর বয়সে
[গ] শৈশব বয়সে
✅ তরুণ বয়সে

২. মানুষের চালিকাশক্তি কোনটি?
✅ ব্যক্তিত্ব
[খ] বয়স
[গ] টাকা
[ঘ] শিক্ষা

৩. কোন বয়সে মানুষের ব্যক্তিত্বের বীজ রোপিত হয়?
[ক] শিশু বয়স
[খ] বৃদ্ধ বয়স
✅ তরুণ বয়স
[ঘ] শৈশব বয়স

৪. কোন পরিবেশের মধ্যে ব্যক্তিত্বের আত্মপ্রকাশ ঘটে?
✅ সামাজিক পরিবেশ
[খ] পারিবারিক পরিবেশ
[গ] রাষ্ট্রীয় পরিবেশ
[ঘ] অর্থনৈতিক পরিবেশ

৫. ব্যক্তিত্বের প্রতি অনুকূপ মনোভাব সৃষ্টি করে-
✅ দৈহিক আকর্ষণ
[খ] অর্থ
[গ] শিক্ষা
[ঘ] বয়স

৬. তরুণ-তরুণীরা কোন ধরনের ব্যক্তিদের পছন্দ করে?
[ক] যারা তাদের ভালোবাসে
[খ] যারা তাদের প্রশংসা করে
[গ] যারা তাদের উপদেশ দেয়
✅ যারা তাদের আচরণ বোঝে

৭. কোনটি তরুণ বয়সের ঐশ্বর্য?
✅ দৈহিক সৌন্দর্য
[খ] আত্মসন্তুষ্টি
[গ] আত্মবিশ্বাস
[ঘ] মানসিক সৌন্দর্য

৮. চুরি করা, মিথ্যা বলা ইত্যাদি আচরণ তরুণদের মধ্যে কোন ধরনের বিপত্তির কারণে হয়ে থাকে?
[ক] পারিবারিক
[খ] নৈতিক
✅ মানসিক
[ঘ] সামাজিক

৯. কোন ধরনের আচরণ সম্পর্কে অনভিজ্ঞ তারুণ্যে সবচেয়ে বেশি প্রকট হয়ে ওঠে?
[ক] নৈতিক আচরণ
[খ] সামাজিক আচরণ
[গ] পারিবারিক আচরণ
✅ যৌন আচরণ

১০. সুন্দর চেহারা ও দৈহিক কাঠামো কিসের জন্ম দেয়?
✅ দাম্ভিকতার
[খ] সরলতার
[গ] পরিপক্কতার
[ঘ] নৈতিকতার

১১. আবেগের সুষ্ঠু বিকাশ হয়-
[ক] প্রতিকূল পরিবেশে
✅ অনুকূল পরিবেশে
[গ] পারিবারিক পরিবেশে
[ঘ] সামাজিক পরিবেশে

১২. কত বছর বয়সের ছেলেমেয়েরা খিটখিটে মেজাজের হয়?
[ক] ১০ বছর
[খ] ১১ বছর
[গ] ১২ বছর
✅ ১৪ বছর

১৩. কী ধরনের পরিবেশ আবেগের সুষ্ঠু বিকাশ হয়?
[ক] পারিবারিক
[খ] সামাজিক
[গ] প্রতিকূল
✅ অনুকূল

১৪. তরুণ বয়সের ছেলেমেয়েরা দিনের অধিকাংশ সময় গৃহের বাইরে কাটায় কেন?
[ক] অর্থ উপার্জনের জন্য
✅ প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের জন্য
[গ] খেলাধুলার জন্য
[ঘ] সামাজিক কর্মকান্ড-র জন্য

১৫. তরুণদের মনোভাব, কথাবার্তা, আগ্রহ ও আচরণের ওপর কার প্রভাব বেশি পরিলক্ষিত হয়?
[ক] ভাইবোনের
✅ সমবয়সিদের
[গ] মা-বাবার
[ঘ] শিক্ষকদের

১৬. তারুণ্যে মেয়েরা কী ধরনের দল গঠন করে থাকে?
[ক] উদ্দেশ্যমূলক দল
✅ ছোট ও দৃঢ় দল
[গ] খেলাধুলার দল
[ঘ] বড় দল

১৭. নেতৃত্বস্থানীয় তরুণ-তরুণীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?
[ক] শিক্ষা
[খ] পারিপাট্য
✅ ব্যক্তিত্ব
[ঘ] সুস্বাস্থ্য

১৮. অভিযোজনের সংকটময় কাল হচ্ছে-
[ক] শিশু বয়স
[খ] শৈশব
[গ] কৈশোর
✅ তারুণ্য

১৯. তরুণ-তরুণীর জীবনে একটি বাস্তব জগৎ হচ্ছে-
✅ সমবয়সি
[খ] পরিবার
[গ] মা-বাবা
[ঘ] দাদা-দাদি

২০. কখন পরিশ্রমসাপেক্ষ খেলাধুলার প্রতি আগ্রহ কমে যায়?
[ক] শৈশবে
[খ] কৈশোরে
[গ] যৌবনে
✅ তারুণ্যের শেষ দিকে

২১. নেতৃস্থানীয় তরুণ-তরুণীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো-
[ক] চেহারা
[খ] পোশাক
✅ ব্যক্তিত্ব
[ঘ] স্বাস্থ্য

২২. নৈতিকতার চালিকাশক্তি হচ্ছে-
✅ বিবেক
[খ] শিক্ষা
[গ] আচরণ
[ঘ] ধর্ম

২৩. শিশুরা নৈতিক শিক্ষা কোথা থেকে লাভ করে?
[ক] সহপাঠী
✅ পরিবার
[গ] সমাজ
[ঘ] রাষ্ট্র

২৪. কোন ধরনের তরুণদের মধ্যে নীতিবোধের কিছুটা অভাব থাকে?
✅ উচ্চবিত্ত তরুণদের মধ্যে
[খ] নিম্নবিত্ত তরুণদের মধ্যে
[গ] মধ্যবিত্ত তরুণদের মধ্যে
[ঘ] নিম্ন মধ্যবিত্ত তরুণদের মধ্যে

২৫. মিচেল (Mitchell) তরুণদের নৈতিক আচরণের কয়টি পরিবর্তন দেখতে পান?
[ক] দুটি
[খ] তিনটি
[গ] চারটি
✅ পাঁচটি

২৬. সমাজের নির্ধারিত সকল রীতিনীতি অনুযায়ী ভালো-মন্দ, বিচার-বুদ্ধি ও লোভ প্রতিহত করাকে কী বলে?
✅ নৈতিকতা
[খ] সামাজিকতা
[গ] সামাজিক আইন
[ঘ] সামাজিক নিয়ম

২৭. তরুণ বয়সে নৈতিক উন্নতির সাথে আর কোন বিষয়টি যুক্ত হয় যা অঙ্গাঙ্গীভাবে জড়িত?
✅ চিন্তাধারার বৃদ্ধি
[খ] অনুসরণ
[গ] আনুগত্য
[ঘ] দৃষ্টিভঙ্গি

২৮. কোন সমাজের তরুণদের মধ্যে ন্যায়-অন্যায় সম্পর্কে ধারণা সুস্পষ্ট?
✅ মধ্যবিত্ত
[খ] সংস্কৃতমনা
[গ] নিম্নবিত্ত
[ঘ] উচ্চবিত্ত

২৯. মানবজীবনের কোন সময়ে ন্যায়পরায়ণতা বোধ প্রাধান্য লাভ করে?
[ক] প্রাপ্ত বয়সে
✅ তারুণ্যে
[গ] অতি শৈশবে
[ঘ] শৈশবে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. তরুণ বয়সে ছেলেমেয়েদের কার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা আবশ্যক?
[ক] প্রতিবেশী
[খ] শিক্ষক
✅ পরিবারের সদস্য
[ঘ] সমবয়সি

৩১. তরুণ বয়সে ছেলেমেয়েরা বাবা-মাকে সেকেলে বা Back dated মনে করে কেন?
✅ সংস্কৃতিগত পার্থক্যের জন্য
[খ] চিন্তাধারার পার্থক্যের জন্য
[গ] বয়সের ব্যবধানের জন্য
[ঘ] সামাজিক পার্থক্যের জন্য

৩২. কোন ধরনের পরিবারের মধ্যে মা-বাবার সাথে তরুণ ছেলেমেয়েদের সুসম্পর্কের অভাব বেশি দেখা যায়?
[ক] বড় পরিবার
[খ] মধ্যবিত্ত পরিবার
[গ] ছোট আকৃতির পরিবার
✅ মধ্যম আকৃতির পরিবার

৩৩. তরুণ ছেলেমেয়েরা কার শাসন পদ্ধতি পছন্দ করে না?
✅ মা-বাবার
[খ] সহপাঠীর
[গ] শিক্ষকের
[ঘ] বড় ভাইবোনের

৩৪. তরুণ ছেলেমেয়েরা কাদের সাথে থাকতে বেশি পছন্দ করে?
[ক] মা-বাবার
✅ বন্ধুবান্ধবের
[গ] শিক্ষকের
[ঘ] দাদা-দাদির

৩৫. কত বছর বয়সে পেশা নির্বাচন করতে হয়?
✅ ১৮ বছর
[খ] ১৯ বছর
[গ] ২০ বছর
[ঘ] ২২ বছর

৩৬. কখন ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ পেশা সম্পর্কে গভীরভাবে চিন্তা করে?
[ক] যৌবনে
[খ] কৈশোরে
✅ তারুণ্যের শেষভাগে
[ঘ] শৈশবে

৩৭. কত বছর বয়সের ছেলেমেয়েরা জীবিকা সম্পর্কে অলীক কল্পনা করে?
[ক] ৯/১০ বছর
✅ ১১/১২ বছর
[গ] ১৫/১৬ বছর
[ঘ] ১৮/২০ বছর

৩৮. ছেলেমেয়েদের সংকটময় কাল হচ্ছে-
[ক] শৈশব
[খ] প্রাক-শৈশব
[গ] কৈশোর
✅ তারুণ্য

৩৯. সমাজের অনাকাঙি্ক্ষত কাজ বলতে কী বোঝায়?
✅ সমাজবিরোধী কাজ
[খ] নৈতিক কাজ
[গ] অনাকাঙি্ক্ষত কাজ
[ঘ] রাষ্ট্রবিরোধী কাজ

HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৭

৪০. কত বছর বয়স হতে ছেলেমেয়েদের অপরাধপ্রবণতা শুরু হয়?
[ক] ৫/৭ বছর
[খ] ৬/৭ বছর
[গ] ৮/৯ বছর
✅ ১০/১১ বছর

৪১. শিশুর প্রথম ও প্রধান শিক্ষালয় কোনটি?
✅ পরিবার
[খ] সমাজ
[গ] বিদ্যালয়
[ঘ] রাষ্ট্র

৪২. ব্যক্তিত্ব গঠনে কার ভূমিকা অপরিসীম?
ক রাষ্ট্রের
[খ] সমাজের
✅ পরিবারের
[ঘ] বিদ্যালয়ের

৪৩. মানুষের স্বাভাবিক কর্মক্ষমতা লোপ পায়-
✅ মাদকদ্রব্য সেবনের ফলে
[খ] অতিরিক্ত খাদ্য খাওয়ার ফলে
[গ] অর্থনৈতিক মন্দার কারণে
[ঘ] পারিবারিক অশান্তির কারণে

৪৪. তারুণ্যে প্রধান সামাজিক ও নৈতিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম-
✅ মাদকাসক্তি
[খ] অশিক্ষা
[গ] দারিদ্র্য
[ঘ] অবহেলা

৪৫. জীবনধারণের জন্য যে জীবিকার প্রয়োজন তাকে কী বলে?
[ক] নিরাপত্তা
[খ] সম্মান
✅ বৃত্তি
[ঘ] প্রতিষ্ঠা

৪৬. কখন থেকে একজন ব্যক্তি জীবিকা নির্বাচনের তাগিদ অনুভব করে?
[ক] কৈশোর
[খ] তারুণ্য
✅ শৈশব
[ঘ] বয়ঃপ্রাপ্তি

৪৭. কোন সময়ে ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ পেশা সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে পারে?
[ক] কৈশোরে
[খ] মধ্য শৈশবে
✅ তারুণ্যের শেষভাগে
[ঘ] প্রাক শৈশবে

৪৮. জীবনে প্রতিষ্ঠা আনার মাধ্যম কোনটি?
[ক] পড়াশোনা
✅ পেশা
[গ] বিনোদন
[ঘ] সামাজিকতা

৪৯. মানবজীবনের কোন সময়কালে নানা ধরনের বিপর্যয় দেখা দেয়?
ক শৈশবে
[খ] বার্ধক্যে
✅ তারুণ্যে
[ঘ] নবজাতকালে

৫০. কোনটি প্রতিকূল পারিবারিক পরিবেশের ফল?
[ক] যানবাহনে বিনা টিকেটে ভ্রমণ
✅ মা-বাবার দাম্পত্য কলহ
[গ] জোরপূর্বক চাঁদা আদায়
[ঘ] শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি

৫১. কোন ধরনের বিপর্যয়ে ছেলেমেয়েরা নিজেদের কোনো মূল্যই উপলব্ধি করতে পারে না?
✅ আত্মদ্বন্দ্ব
[খ] অপরাধপ্রবণতা
[গ] সামাজিক দাসত্ব
[ঘ] সামাজিক অন্তরণ

৫২. নিচের কোনটি সামাজিক, মানসিক এবং নৈতিক বিকাশের পরাজয়?
✅ অপরাধপ্রবণতা
[খ] সামাজিক অন্তরণ
[গ] আত্মদ্বন্দ্ব
[ঘ] সামাজিক দাসত্ব

৫৩. হতাশা ও আগ্রাসনের বশবর্তী হয়ে ছেলেমেয়েরা অন্যায় করার মাধ্যমে কী প্রকাশ করে?
[ক] বিদ্রোহী মনোভাব
[খ] মানসিক তৃপ্তি
✅ অতৃপ্ত অহংকারবোধ
[ঘ] মানসিক শান্তি

৫৪. তরুণদের কার সাথে সন্ধ্যার পর কোথাও যাওয়া ঠিক নয়?
[ক] আত্মীয়-স্বজন
[খ] বন্ধু
✅ অপরিচিত
[ঘ] প্রতিবেশী

৫৫. সন্তানদের কখন থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা উচিত?
[ক] তারুণ্য
[খ] কৈশোরকাল
✅ শৈশবকাল
[ঘ] বয়ঃসন্ধিকাল

৫৬. তারুণ্যের বিপর্যয় রোধে কার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ?
✅ পরিবারের
[খ] রাষ্ট্রের
[গ] দাদা-দাদির
[ঘ] বন্ধুবান্ধবদের

৫৭. ছেলেমেয়েদের মানসিক পরিবর্তন দ্রুত হয় কোন সময়?
[ক] শিশু বয়সে
[খ] মধ্য শৈশবে
✅ তরুণ বয়সে
[ঘ] যৌবনে

৫৮. মানসিক চাপ থেকে রক্ষা পাওয়ার উপায় কী?
[ক] পড়াশুনা করা
✅ মনোবল বজায় রাখা
[গ] পরিপাটি পোশাক পরা
[ঘ] স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া

৫৯. কোন বয়সকে ঝড়ঝঞ্ঝার বয়স বলা হয়?
✅ তারুণ্য
[খ] বার্ধক্য
[গ] শৈশব
[ঘ] কৈশোর

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. বয়ঃসন্ধিকালের সময়সীমা কত বছর?
[ক] ১১-১৩
[খ] ৯-১২
✅ ১৩-১৫
[ঘ] ১২-১৫

৬১. কাদেরকে যৌবনের দূত বলে অভিহিত করা হয়?
[ক] ছেলেদের
[খ] মেয়েদের
✅ তরুণদের
[ঘ] জ্ঞানী ব্যক্তিদের

৬২. তরুণরা প্রত্যাশা পূরণে নানারূপ সমস্যার সম্মুখীন হয় কেন?
[ক] অবাস্তব চিন্তার কারণে
✅ অনভিজ্ঞতার কারণে
[গ] আবেগের কারণে
[ঘ] মূল্যবোধের কারণে

৬৩. প্রাপ্ত বয়সের সূচনাপর্ব কোনটি?
[ক] বার্ধক্য
✅ তারুণ্য
[গ] প্রাক কৈশোর
[ঘ] শৈশব

৬৪. মানুষের ব্যক্তিত্বের বীজ রোপিত হয় কখন?
[ক] শৈশবে
[খ] কৈশোরে
✅ তারুণ্যে
[ঘ] নবজাতককালে

৬৫. Adolescence শব্দটির বাংলা প্রতিশব্দ কী?
✅ তারুণ্য
[খ] ব্যক্তিত্ব
[গ] তরুণ
[ঘ] কৈশোর

৬৬. কোন বয়সে মানুষ আত্মপরিচিতি অর্জন করে?
✅ তারুণ্যে
[খ] কৈশোরে
[গ] বার্ধক্যে
[ঘ] শৈশবে

৬৭. তরুণ বয়সে সাধারণত কতটি পরিবর্তন লক্ষ করা যায়?
[ক] ৪টি
✅ ৫টি
[গ] ৬টি
[ঘ] ৩টি

৬৮. সালেহা কলেজে দ্বিতীয় বর্ষে পড়ে। তার প্রধান বৈশিষ্ট্য কোনটি?
[ক] আত্মপরিচিতি অর্জন
[খ] মূল্যবোধের পরিবর্তন
[গ] নিজ সম্পর্কে নিশ্চিত ধারণা
✅ অত্যধিক আবেগপ্রবণতা

৬৯. মাদকদ্রব্য সেবনের ফলে কোনটি লোপ পায়?
[ক] চিন্তাশক্তি
[খ] চারিত্রিক দৃঢ়তা
✅ স্বাভাবিক কর্মক্ষমতা
[ঘ] আত্মসচেতনতা

৭০. যেসব দ্রব্য সেবন মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এবং দৈহিক কর্মকান্ড-র ওপর দীর্ঘস্থায়ী, প্রকট ও বিরূপ প্রভাব ফেলে সে দ্রব্যগুলোকে কী বলে?
[ক] শক্তি বর্ধক
[খ] পুষ্টিকারক
✅ মাদকদ্রব্য
[ঘ] সৌন্দর্যবর্ধক

৭১. শারীরিক বা মানসিকভাবে মাদকদ্রব্যের ওপর নির্ভরশীল ব্যক্তিকে কী বলা হয়?
[ক] অক্ষম
✅ মাদকাসক্ত
[গ] ভারসাম্যহীন
[ঘ] অসুস্থ

৭২. মাদক মানুষের জীবনকে কী করে?
[ক] রুচিসম্মত করে
✅ ধ্বংস করে
[গ] শৃঙ্খলিত করে
[ঘ] সুন্দর করে

৭৩. কোনো বন্ধু বা ব্যক্তি মাদক গ্রহণের প্রস্তাব দিলে কী করতে হবে?
[ক] তাকে এড়িয়ে যেতে হবে
[খ] পরিস্থিতির কারণে গ্রহণ করতে হবে
✅ জোর দিয়ে না বলতে হবে
[ঘ] স্বাভাবিকভাবে মিশতে হবে

৭৪. তরুণদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে নিজেদের কী করা উচিত?
[ক] আত্মসচেতন হওয়া
[খ] নেতৃত্ব দিতে শেখা
[গ] সঠিক জ্ঞান লাভ
✅ সুপ্রতিষ্ঠিত

৭৫. অভিভাবকরা কিসের ভিত্তিতে তরুণদের শাসন করেন?
[ক] সামাজিকতা
✅ অভিজ্ঞতা
[গ] শিক্ষা
[ঘ] মানসিকতা

৭৬. কোন ধরনের বাবা-মার সাথে সন্তানদের বিরোধ বেশি হয়?
[ক] বন্ধুত্বপূর্ণ
[খ] ধার্মিক
✅ রক্ষণশীল
[ঘ] স্নেহপূর্ণ

৭৭. কোন ধরনের বাবা-মায়েরা তরুণদের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারেন?
[ক] রক্ষণশীল
[খ] উদাসীন
[গ] ধার্মিক
✅ স্নেহধর্মী

৭৮. কখন চোখে নতুন স্বপ্ন থাকে?
✅ তরুণ বয়সে
[খ] কিশোর বয়সে
[গ] শৈশব বয়সে
[ঘ] যৌবন বয়সে

৭৯. কখন মেয়েদের ডিম্বাশয় ও জরায়ুর বৃদ্ধি ঘটে?
[ক] শিশু বয়সে
[খ] শৈশব বয়সে
✅ তরুণ বয়সে
[ঘ] বৃদ্ধ বয়সে

৮০. তারুণ্যের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
[ক] উচ্চতা
✅ আবেগময়তা
[গ] উচ্চাকাঙ্খা
[ঘ] পরিপক্বতা

৮১. তরুণদের উন্নতির শিখরে পৌঁছে দেয়-
i. সাহসিকতা
ii. দুর্বারগতি
iii. নতুনত্বের বাসনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮২. তরুণের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে-
i. দৈহিক পরিবর্তন
ii. যৌন পরিপক্বতা
iii. হাস্যোজ্জ্বল চেহারা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. ব্যক্তিত্ব গঠনে মুখ্য ভূমিকা পালন করে-
i. বংশগতি
ii. পারিবারিক পরিবেশ
iii. সামাজিক পরিবেশ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৪. তরুণদের মধ্যে দাম্ভিকতার জন্ম দেয়-
i. সুন্দর চেহারা
ii. পরিপাটি পোশাক
iii. দৈহিক কাঠামো

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৫. পরিবারের চেয়ে সমবয়সি দলের প্রভাব বেশি পরিলক্ষিত হয়-
i. কথাবার্তায়
ii. আগ্রহে
iii. আচরণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৬. তারুণ্যের নৈতিক আচরণের পরিবর্তন হলো-
i. সমবয়সিদের প্রতি আনুগত্য
ii. একটি বিশেষ আদর্শ অনুসরণ
iii. নৈতিকতা সম্পর্কে নতুন ধারণা লাভ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৭. নৈতিকতার চালিকাশক্তি হচ্ছে বিবেক। এ বিবেক হচ্ছে-
i. সহানুভূতি
ii. স্নেহ-ভালোবাসা
iii. সহমর্মিতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৮. তরুণদের জীবিকা নির্বাচনে প্রভাব বিস্তার করে থাকে-
i. শিক্ষাগত যোগ্যতা
ii. আর্থসামাজিক অবস্থা
iii. পারিবারিক মর্যাদা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৯. বর্তমানে তরুণ সমাজ আক্রান্ত হচ্ছে-
i. মিথ্যাচারে
ii. স্বেচ্ছাচারে
iii. অশিক্ষায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. প্রতিকূল পারিবারিক পরিবেশ বলতে বোঝায়-
i. মা-বাবার দাম্পত্য কলহ
ii. নগরায়ণ
ii. সমাজবিরোধী কার্যকলাপ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯১. তরুণ সমাজকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারে-
i. ধর্মের প্রতি অনুপ্রেরণা
ii. খেলাধুলার ব্যবস্থা
iii. সাংস্কৃতিক কর্মকান্ড

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯২. যেসব বিষয়ে অভিযোজনের প্রয়োজন সে বিষয়গুলোর মধ্যে রয়েছে-
i. সমবয়স্ক দলের গভীর প্রভাব
ii. সামাজিক আচরণের পরিবর্তন
iii. নতুন সামাজিক দল গঠন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৩. যেকোনো পেশায় সাফল্য লাভের জন্য বুদ্ধি ছাড়াও প্রয়োজন-
i. অধ্যবসায়
ii. সহিষ্ণুতা
iii. নিয়মানুবর্তিতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৪. তারুণ্যের বিপর্যয়ের ধরন হচ্ছে-
i. সামাজিক দাসত্ব
ii. সামাজিক অন্তরণ
iii. চঞ্চলতা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৫. গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকমুক্ত থাকার কৌশল হিসেবে আয়োজন করা যায়-
i. মাদকবিরোধী পোস্টার
ii. সভা-সমাবেশ
iii. সেমিনার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৬. তরুণদের বিপর্যয়ে হাত থেকে রক্ষা করতে পারে-
i. পরিবারের সহযোগিতা
ii. রাষ্ট্রের সহযোগিতা
iii. সমাজের সহযোগিতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৭. ছেলেমেয়েদের ছোটবেলা থেকে শিক্ষা নিতে হবে-
i. খেলনা নির্বাচনে
ii. বই কেনায়
iii. পোশাক নির্বাচনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৮. ভগ্ন পরিবার বলতে বোঝায়-
i. স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি
ii. দারিদ্র্য
iii. অশিক্ষা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৯. সাধারণত অত্যধিক আদর পেয়ে উচ্ছৃঙ্খল হয়ে যায়-
i. একমাত্র সন্তান
ii. প্রথম সন্তান
iii. কনিষ্ঠ সন্তান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০০. অপরাধের অন্যতম কারণ হচ্ছে-
i. পরিবারের ভাঙন
ii. অর্থনৈতিক সমস্যা
iii. লেখাপড়া ও খেলাধুলার সুযোগের অভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Share:

HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 1st paper mcq question and answer. HSC Geography 1st paper mcq questions pdf download. HSC vugol 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
ভূগোল
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৩

HSC Geography 1st Paper
MCQ
question and answer pdf download

১. নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি?
[ক] পার্শ্বক্ষয়ের ফলে
✅ তলদেশ ক্ষয়ের দরুন
[গ] স্রোতের বেগ কমলে
[ঘ] ঢাল হ্রাসের ফলে

২. লৌহ কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিচূর্ণীভূত হয়?
✅ অক্সিডেশন
[খ] সলিউশন
[গ] কার্বনেশন
[ঘ] হাইড্রেশন

৩. যমুনা নদীর উৎপত্তি কোথায়?
[ক] গঙ্গোত্রী হিমবাহে
[খ] নাগা-মনিপুরে
[গ] লুসাই পাহাড়ে
✅ মানস সরোবরে

৪. বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত?
[ক] উত্তর-পূর্ব
[খ] উত্তর-পশ্চিম
[গ] দক্ষিণ-পূর্ব
✅ দক্ষিণ-পশ্চিম

৫. পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে কী বলে?
[ক] কাসকেড
[খ] খরস্রোত
✅ জলপ্রপাত
[ঘ] গিরিখাত

৬. পৃথিবীর ভূত্বক কয়টি বৃহৎ পেস্নট দ্বারা গঠিত?
[ক] ৫
✅ ৭
[গ] ৯
[ঘ] ১১

৭. সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূপ্রকৃতি অঞ্চলের অন্তর্গত?
[ক] উপকূলীয় ভূমি
[খ] বরেন্দ্র ভূমি
[গ] পস্নাবন ভূমি
✅ পাহাড়ি ভূমি

নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:
আলী মিয়া তার গ্রামের বাড়িতে এবং কৃষিজমিতে প্রায়ই কিছু ছোট ছোট গর্ত দেখতে পায় এবং গর্তগুলোর চারপাশে মাটি জমানো থাকে।

৮. উদ্দীপকের প্রক্রিয়াটি-
[ক] নগ্নীভবন
✅ বিচূর্ণীভবন
[গ] ক্ষয়ীভবন
[ঘ] অপসারণ

৯. উদ্দীপকে প্রক্রিয়াটির ভূমিকা পালনকারী প্রভাবক হচ্ছে-
i. অণুজীব
ii. কীটপতঙ্গ
iii. জীবজন্তু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০. সমভূমি অঞ্চলের নদী উপত্যকা-
i. প্রশস্ত হয়
ii. গভীর হয়
iii. সংকীর্ণ হয়

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii

১১. পদ্মা নদীর উৎপত্তি কোথায়?
[ক] মানস সরোবরে
[খ] লুসাই পাহাড়ে
[গ] নাগা-মনিপুরে
✅ গাঙ্গোত্রী হিমবাহে

১২. পাত-সঞ্চলন মতবাদ প্রদান করেন কে?
✅ লি পিনচন
[খ] ডাললি স্ট্যাম্প
[গ] ইরাটসথেনিস
[ঘ] রিচার্ড হার্টশোন

১৩. ফরাসি ভূবিজ্ঞানী জেভিয়ার লি পিনচন কত সালে পাত-সঞ্চালন মতবাদ প্রদান করেন?
[ক] ১৯৬১
[খ] ১৯৬৩
[গ] ১৯৬৭
✅ ১৯৬৮

১৪. ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র কে আবিষ্কার করেন?
[ক] জেভিয়ার লি পিনচন
[খ] আলেকজান্ডার হামবোল্ড
✅ রিখটার
[ঘ] হার্টশোন

১৫. রিখটার স্কেলের মাধ্যমে কী পরিমাপ করা হয়?
[ক] বারিপাত
✅ ভূমিকম্পের তীব্রতা
[গ] বায়ুপ্রবাহের গতি
[ঘ] স্রোতের তীব্রতা

১৬. নিচের কোন অঞ্চলে ভূমিকম্প বেশি হয়?
✅ ভঙ্গিল পর্বত ও আগ্নেয়গিরি
[খ] বনভূমি ও পাহাড়ি
[গ] সমভূমি ও মালভূমি
[ঘ] বনভূমি ও সমভূমি

১৭. সুনামি শব্দের অর্থ কী?
✅ ঢেউ
[খ] চোখ
[গ] ঝড়
[ঘ] বন্যা

১৮. পৃথিবীতে কতটি আগ্নেয়গিরি রয়েছে?
[ক] ৩৫০
[খ] ৫০০
[গ] ৫১৬
✅ ৫২৯

১৯. দুটি পাত স্থানচ্যুত হলে তাদের সীমামেত্ম ভূপৃষ্ঠের চাপ কেমন হয়?
✅ কমে যায়
[খ] বেড়ে যায়
[গ] অপরিবর্তিত থাকে
[ঘ] কমতে কিংবা বাড়তে পারে

২০. পৃথিবীর ভূমিরূপ বিন্যাসে পেস্নটের কোন গতির ভূমিকা গুরুত্বপূর্ণ?
[ক] সম্প্রসারণ গতি
✅ সংকোচন গতি
[গ] পার্শ্বীয় গতি
[ঘ] উর্ধ্বগতি

২১. মহাদেশীয় পেস্নট যদি মিলানো যায় তাহলে দক্ষিণ আমেরিকার পূর্ব প্রামেত্মর সাথে মিলবে-
✅ আফ্রিকার পশ্চিম প্রান্ত
[খ] ইউরোপের পশ্চিম প্রান্ত
[গ] আফ্রিকার পূর্ব প্রান্ত
[ঘ] ইউরোপের পূর্ব প্রান্ত

২২. সৃষ্টির শুরুতে পৃথিবী কোন অবস্থায় ছিল?
[ক] কঠিন
[খ] তরল
✅ বায়বীয়
[ঘ] কঠিন ও বায়বীয়

২৩. নিচের কোনটির কারণে ভূমিরূপের আকস্মিক পরিবর্তন সংঘটিত হয়?
✅ আগ্নেয়গিরি
[খ] হিমবাহ
[গ] সমুদ্রস্রোত
[ঘ] তুহিন

২৪. নিচের কোন শক্তির প্রভাবে ভূমিরূপের ধীর পরিবর্তন হয়?
[ক] আগ্নেয়গিরি
[খ] ভূমিকম্প
[গ] ভূগর্ভের চাপ
✅ তুহিন

২৫. রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা যায় কত পর্যন্ত?
[ক] ১ থেকে ৮
[খ] ১ থেকে ৯
✅ ১ থেকে ১০
[ঘ] ১ থেকে ১২

২৬. মার্সেলির স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা যায় কত পর্যন্ত?
[ক] ১ থেকে ৮
[খ] ১ থেকে ৯
[গ] ১ থেকে ১০
✅ ১ থেকে ১২

২৭. সি.এফ রিখটার ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের স্কেল আবিষ্কার করেন কত সালে?
[ক] ১৯৩০
[খ] ১৯৩১
✅ ১৯৩৫
[ঘ] ১৯৩৬

২৮. মার্সেলি ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের স্কেল আবিষ্কার করেন কত সালে?
[ক] ১৯৩০
✅ ১৯৩১
[গ] ১৯৩৫
[ঘ] ১৯৩৬

২৯. পৃথিবীর শতকরা ৫০ ভাগ ভূমিকম্প সংঘটিত হয় কোন এলাকায়?
✅ ভঙ্গিল পার্বত্য এলাকা
[খ] খাড়া উপকূলীয় অঞ্চল
[গ] প্রণব ভূমি অঞ্চল
[ঘ] সমুদ্রগর্ভে

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায়?
[ক] জাপান
✅ ইতালি
[গ] চীন
[ঘ] ইন্দোনেশিয়া

৩১. জাপানের ফুজিয়ামা কোন ধরনের আগ্নেয়গিরি?
[ক] সক্রিয় বিস্ফোরক
[খ] সক্রিয় অবিরাম
[গ] সক্রিয় সবিরাম
✅ সুপ্ত আগ্নেয়গিরি

৩২. ক্রাকাতোয়া আগ্নেয়গিরি কোথায়?
✅ ইন্দোনেশিয়া
[খ] জাপান
[গ] ইতালি
[ঘ] মেক্সিকো

৩৩. যেসব আগ্নেয়গিরি হতে বহুকাল অগ্ন্যুৎপাত হয়নি এবং হবে না তাকে বলে-
[ক] সুপ্ত আগ্নেয়গিরি
✅ মৃত আগ্নেয়গিরি
[গ] শান্ত সক্রিয়
[ঘ] শান্ত মৃত

৩৪. সক্রিয় সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ-
[ক] লাসেন পিক
✅ ভিসুভিয়াস
[গ] ফুজিয়ামা
[ঘ] ম্যানোলোয়া

৩৫. পৃথিবীর সর্ববৃহৎ আগ্নেয় পর্বত মাউন্টনোয়া কোন মন্ডলে?
✅ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
[খ] ইউরোশিয়া অঞ্চল
[গ] আটলান্টিক অঞ্চল
[ঘ] ভারত মহাসাগরীয় অঞ্চল

৩৬. আগ্নেয় মেঘলা মালার মতো ঘিরে রেখেছে কোনটিকে?
[ক] আটলান্টিক মহাসাগরকে
✅ প্রশান্ত মহাসাগরকে
[গ] ইউরেশিয়া অঞ্চলকে
[ঘ] ভারত মহাসাগরকে

৩৭. ভিসুভিয়াস আগ্নেয় পর্বতমালা কোন বলয়ে?
[ক] প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
✅ ইউরেশিয়া অঞ্চল
[গ] আটলান্টিক অঞ্চল
[ঘ] ভারত মহাসাগরীয় অঞ্চল

৩৮. সমুদ্র তলদেশে ভূমিকম্প সংঘটিত হলে তাকে কী বলে?
[ক] ভূআলোড়ন
✅ সুনামি
[গ] অগ্ন্যুৎপাত
[ঘ] ভূমিকম্প

৩৯. সুনামি শব্দটি কোন দেশী শব্দ?
✅ জাপানি
[খ] দেশি
[গ] চীনা
[ঘ] ওলন্দাজ

৪০. প্লাবন সমভূমি এলাকা কোনটি?
[ক] চট্টগ্রাম
[খ] দিনাজপুর
✅ যশোর
[ঘ] ময়মনসিংহ

৪১. পদ্মা নদীর উৎপত্তিস্থল-
[ক] আসামের লুসাই পাহাড়
[খ] মিজোরামের লুসাই পাহাড়
[গ] কৈলাশ শৃঙ্গের মানস সরোবর
✅ হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ

৪২. পদ্মার শাখা নদী কোনটি?
✅ মধুমতি
[খ] ধলেশ্বরী
[গ] বুড়িগঙ্গা
[ঘ] ব্রহ্মপুত্র

৪৩. যমুনা নদীর উৎপত্তিস্থল কোথায়?
[ক] হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ
[খ] আসামের লুসাই পাহাড়
✅ কৈলাশ শৃঙ্গের মানস সরোবর
[ঘ] তিববতের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর

৪৪. বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী?
[ক] পদ্মা
[খ] মেঘনা
✅ যমুনা
[ঘ] ব্রহ্মপুত্র

৪৫. মেঘনা নদীর উপনদী কোনটি?
✅ ধলেশ্বরী
[খ] করতোয়া
[গ] তিস্তা
[ঘ] মহাগগা

৪৬. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি লাভ করে বাংলাদেশের জলসীমায় সমাপ্তি ঘটেছে কোন নদী?
[ক] গোমতি
[খ] কর্ণফুলী
[গ] ডাকাতিয়া
✅ হালদা

৪৭. নদীর সয়জাত ভূমিরূপ নয় কোনটি?
[ক] প্লাবন সমভূমি
[খ] পলল কোণ
[গ] পলল পাখা
✅ জলপ্রপাত

৪৮. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় নির্গত হয়-
i. প্রবলবেগে লাভা
ii. প্রবলবেগে কাদা
iii. প্রবলবেগে বাম্প

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৯. পেস্নটের গতির কারণ-
i. পরিচলন স্রোত
ii. ধাক্কা পদ্ধতি
iii. আকর্ষণ পদ্ধতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫০. পৃথিবীর অভ্যন্তরীণ ক্রিয়াকলাপের ফলে ভূঅভ্যন্তরের উপরিভাগে যে ধরনের পরিবর্তন তা হলো-
i. ভূআলোড়ন
ii. ভূমিকম্প
iii. ভূমিধস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫১. অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হয়-
i. দ্বীপের সৃষ্টি হয়
ii. গহবরের সৃষ্টি হয়
iii. হ্রদের সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫২. সুনামির কারণ-
i. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত
ii. ভূমিকম্প
iii. জোয়ারভাটার প্রভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৩. জৈবিক বিচর্ণীভবন সংঘটিত হয়-
i. উদ্ভিদের দ্বারা
ii. জীবজন্তুর দ্বারা
iii. মানুষের দ্বারা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৫৩ ও ৫৪ নং প্রশ্নের উত্তর দাও:
যশোর জেলার কপোতাক্ষ নদীর বর্তমানে কোনো সোত নেই। তলদেশ ভরাট হয়ে গেছে। অথচ অতীতে এ নদের জলে কৃষিকাজ হতো। বর্তমানে প্রতিবছর বন্যায় প্লাবিত হয় পার্শ্ববর্তী এলাকা।

৫৩. উদ্দীপকে উল্লিখিত নদীটি নদীর কোন পর্যায়ের অন্তর্গত?
[ক] প্রাথমিক অবস্থা
[খ] কৈশোর অবস্থা
[গ] যৌবন অবস্থা
✅ বার্ধক্য অবস্থা

৫৪. পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হওয়ার কারণ-
i. পলি সঞ্চিত হয়ে তলদেশ ভরাট
ii. গভীরতা একেবারে কমে যাওয়া
iii. বর্ষাকালে নদীর পানিধারণ ক্ষমতা হ্রাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৫. ভূমিকম্পের উৎপত্তিস্থলকে কী বলে?
[ক] উপকেন্দ্র
✅ কেন্দ্র
[গ] চ্যুতি
[ঘ] সুনামি

৫৬. সমুদ্রের কোথায় ভূমিকম্প হলে সুনামি হয়?
[ক] তটদেশীয় অঞ্চলে
[খ] ঝিনুক অঞ্চলে
✅ সমুদ্রের তলদেশে
[ঘ] তীরবর্তী অঞ্চলে

৫৭. পৃথিবীর কোন অঞ্চলে ভূমিকম্প বেশি হয়?
✅ ভঙ্গিল পর্বত ও আগ্নেয়গিরি অঞ্চলে
[খ] সমভূমি ও মালভূমি অঞ্চলে
[গ] বনভূমি ও মরুভূমি অঞ্চলে
[ঘ] সমভূমি ও বনভূমি অঞ্চলে

৫৮. পৃথিবীতে কতটি আগ্নেয়গিরির অবস্থান রয়েছে?
[ক] প্রায় ২০০টি
✅ প্রায় ৫১৬টি
[গ] প্রায় ৫০০টি
[ঘ] ৭০০টি

৫৯. পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?
✅ নায়াগ্রা
[খ] ভিক্টোরিয়া
[গ] অ্যাঞ্জেল
[ঘ] হুন্ডৃু

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের সময় কী নির্গত হয়?
i. প্রবল বেগে লাভা
ii. প্রবল বেগে কাদা মিশ্রিত পানি
iii. প্রবল বেগে বাম্প

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬১. ভূপৃষ্ঠে কয়েক সেকেন্ড স্থায়ী আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে কী বলে?
[ক] আগ্নেয়গিরি
✅ ভূমিকম্প
[গ] সুনামি
[ঘ] জোয়ারভাটা

৬২. ভূঅভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কী বলে?
✅ কেন্দ্র
[খ] উপকেন্দ্র
[গ] সমকেন্দ্র
[ঘ] পরিকেন্দ্র

৬৩. সাধারণত ভূঅভ্যন্তরে কত কি.মি. গভীরে ভূমিকম্পের কেন্দ্র অবস্থান করে?
[ক] ৪-১০০
[খ] ৫-১০৫০
✅ ৫-১১০০
[ঘ] ৫-১২০০

৬৪. পৃথিবীর অধিক ভূমিকম্পপ্রবণ দেশ কোনটি?
[ক] ফিলিপাইন
✅ জাপান
[গ] রাশিয়া
[ঘ] ইতালি

৬৫. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ভূমিকম্পপ্রবণ দেশ কোনটি?
[ক] রাশিয়া
✅ ইতালি
[গ] ফিলিপাইন
[ঘ] জাপান

৬৬. সমুদ্রের তলদেশের কোনো কোনো স্থান উচু হয়ে কীসের সৃষ্টি হয়?
[ক] পাহাড়
[খ] মালভূমি
[গ] ভঙ্গিল পর্বত
✅ দ্বীপ

৬৭. হাওয়াই দ্বীপপুঞ্জ কোন ধরনের পর্বত?
[ক] আগ্নেয়
[খ] ভঙ্গিল
[গ] ল্যাকোলিথ
[ঘ] স্ত্যূপ

৬৮. আগ্নেয়গিরির জ্বালামুখে পানি সঞ্চিত হয়ে কোন হ্রদটি তৈরি হয়েছে?
[ক] সেণক
[খ] এলিজাবেথ
[গ] বৈকাল
✅ মাউন্টকার্ট

৬৯. মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে বৃষ্টির পানি সঞ্জিত হয়ে কী সৃষ্টি হয়?
[ক] নদী
✅ হ্রদ
[গ] সাগর
[ঘ] পুকুর

৭০. নীভবন অর্থ কী?
✅ উন্মুক্ত করা
[খ] বন্ধ করা
[গ] ক্ষয়সাধন
[ঘ] প্রসারণ

৭১. নগ্নীভবন কয় ধরনের প্রক্রিয়ায় কাজ করে?
[ক] ৩
✅ ৪
[গ] ৫
[ঘ] ৬

৭২. গঙ্গা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
[ক] চাঁপাইনবাবগঞ্জ
[খ] রাজশাহী
[গ] মেহেরপুর
✅ কুষ্টিয়া

৭৩. বাংলাদেশের করতোয়া ও তিস্তা কোন নদীর উপনদী?
[ক] পদ্ম
[খ] মেঘনা
✅ যমুনা
[ঘ] ব্রহ্মপুত্র

৭৪. বাংলাদেশের রংপুর ও দিনাজপুরে কোন ধরনের সমভূমি দেখা যায়?
[ক] পলিজ কোণ
[খ] নবগঠিত পলল
[গ] পলিজ পাখা
✅ পাদদেশীয় পলল

HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

৭৫. অধিক গভীর ও খাড়া ঢালবিশিষ্ট গিরিখাতগুলোকে কী বলে?
✅ ক্যানিয়ন
[খ] পার
[গ] খরস্রোত
[ঘ] উপত্যকা

৭৬. নদীবাহিত পলি, বালি, কাঁকর প্রভৃতি তলানিরূপে সঞ্চিত হয়ে নদীর মোহনায় কী সৃষ্টি করে।
[ক] ঢাল
✅ চর
[গ] মঞ্চ
[ঘ] ছিপি

৭৭. ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত কি.মি.?
✅ ২,৮৫০
[খ] ২,৯৫০
[গ] ৩,০৫০
[ঘ] ৪,০৫০

৭৮. কোন কারণে উপকূলের শিলা ভেঙে যায়?
✅ জোয়ারভাটা
[খ] সুনামি
[গ] ভূমিকম্প
[ঘ] আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

৭৯. সুনামির ঢেউ তীরের কাছে যেতে থাকলে-
i. শক্তি সঞ্চিত হয়
ii. উচ্চতা বাড়ে
iii. বেগ কমে যায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮০. এইচ. এফ.রিড (H.F.Reid)-এর মতবাদটির নাম কী?
[ক] পাত সঞ্চালন মতবাদ
[খ] ক্ষয়চক্র মতবাদ
✅ ইলাস্টিক রিবাউন্ড মতবাদ
[ঘ] সমস্থিতি মতবাদ

৮১.লাভা বলতে কী বোঝায়?
✅ অশ্মমন্ডলের ফাটল দিয়ে বের হয়ে আসা ম্যাগমাকে
[খ] ভূঅভ্যন্তরে জমে থাকা ম্যাগমাকে
[গ] ম্যাগমা সৃষ্টির পূর্বের অবস্থাকে
[ঘ] আগ্নেয় তৎপরতার একটি ভূঅভ্যন্তরস্থ উপাদান

নিচের উদ্দীপকটি পড় এবং ৮৩ ও ৮৪ নং প্রশ্নের উত্তর দাও :
সুমন দীর্ঘদিন যাবৎ জাপানে বসবাস করছেন। একরাতে তিনি আকস্মিক ভূআলোড়ন অনুভব করলেন। তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে খোলামাঠে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন চারদিকে শুধু ধ্বংসস্তুপ।

৮৩. সুমনের অনুভবকৃত ঘটনার কারণ হলো-
[ক] তুষারপাতের জন্য
[খ] হিমবাহের জন্য
[গ] সৌরশক্তির জন্য
✅ অন্তঃশক্তির জন্য

৮৪. উদ্দীপকে উল্লিখিত ঘটনার ফলে ভূপৃষ্ঠে এবং ভূঅভ্যন্তরে যে ধরনের পরিবর্তন হয়-
i. ভূত্বকে ফাটল
ii. ভূপৃষ্ঠে ভাজ
iii. নদীর গতিপথ পরিবর্তন হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৫. বিচুর্ণীভবন প্রক্রিয়ায় শিলাখ- সামান্য স্থানচ্যুত হয় কেন?
✅ মাধ্যাকর্ষণ শক্তির কারণে
[খ] বায়ুপ্রবাহের কারণে
[গ] সমুদ্রস্রোতের কারণে
[ঘ] সমুদ্র ঢেউয়ের কারণে

৮৬. স্নাইডার কোন দেশের ভূবিজ্ঞানী?
[ক] জাপান
[খ] জার্মান
✅ ফ্রান্স
[ঘ] ইংল্যান্ড

৮৭. মহাদেশীয় পাতগুলো মহাসাগরীয় পাতের ওপর কোন অবস্থায় আছে?
✅ ভাসমান অবস্থায়
[খ] ডুবন্ত অবস্থায়
[গ] কঠিন অবস্থায়
[ঘ] তরল অবস্থায়

৮৮. পৃথিবীর মহাসাগরীয় পাতের নিচে কোন মন্ডল অবস্থিত?
[ক] শিলামন্ডল
[খ] অশ্বমন্ডল
✅ ক্ষুদ্রমন্ডল
[ঘ] গুরুমন্ডল

৮৯. দুটি পাশাপাশি অবস্থিত পাত যদি তাদের সীমানা বরাবর পরস্পরের বিপরীত দিকে চলতে শুরু করে তবে পাতের এ গতিকে বলে-
✅ পার্শ্বীয় গতি
[খ] সংকোচন গতি
[গ] সম্প্রসারণ গতি
[ঘ] কোনোটিই নয়

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. পাত সম্প্রসারণ গতির ফলে মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টি হয়ছে-
i. দক্ষিণ আমেরিকা
ii. আফ্রিকা
iii. এন্টার্কটিকা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯১. পার্শ্বীয় গতির ফলে সৃষ্টি হয়-
i. ভাঁজ
ii. ফাটল
iii. চ্যুতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯২. বায়ুপ্রবাহ, জলস্রোত, বৃষ্টিপাত এবং অন্যান্য কারণে ভূমির উপরিভাগ ক্ষয় হলে তাকে কী বলে?
✅ ভূমিক্ষয়
[খ] ভূমিকম্প
[গ] ভূমিধস
[ঘ] কোনোটিই নয়

৯৩. পানি মিশ্রিত গলিত শিলা যখন আপন ভারে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামে তখন তাকে বলে-
[ক] ভূমিকম্প
✅ ভূমিধস
[গ] ভূমিক্ষয়
[ঘ] কোনোটিই নয়

৯৪. শুল্ক ঋতুতে মাটি ক্ষয়ের প্রধান কারণ-
[ক] পানি
[খ] জুম চাষ
✅ বায়ুপ্রবাহ
[ঘ] বনোচ্ছেদ

৯৫. বাংলাদেশে কোন ঋতুতে প্রবল বৃষ্টিপাত হয়?
[ক] গ্রীষ্মকাল
✅ বর্ষাকাল
[গ] শরৎকাল
[ঘ] হেমন্তকাল

৯৬. জুম চাষ বাংলাদেশের কোন এলাকায় হয়?
[ক] সিলেটে
[খ] খুলনায়
[গ] রাজশাহীতে
✅ পার্বত্য চট্টগ্রামে

৯৭. ২০১২ সালে বাংলাদেশের কোন অঞ্চলে ভূমিধস হয়ছিল?
[ক] কিশোরগঞ্জ
[খ] মানিকগঞ্জ
✅ মুন্সীগঞ্জ
[ঘ] নারায়ণগঞ্জ

৯৮. অত্যন্ত দ্রুত গতিশীল কোনো সুনামির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় কত কি.মি.?
✅ প্রায় ৫০ কি.মি.
[খ] প্রায় ৬০০ কি.মি.
[গ] প্রায় ৭০০ কি.মি.
[ঘ] প্রায় ৮০০ কি.মি.

৯৯. জাপানের হাওয়াই দ্বীপপুঞ্জের হিলো দ্বীপে সুনামি আঘাত হেনেছিল-
[ক] ১৯৩৬ সালে
[খ] ১৯৪২ সালে
[গ] ১৯৪৫ সালে
✅ ১৯৪৬ সালে

১০০. কোনটি সুনামির অভ্যন্তরীণ কারণ?
[ক] ভূমিধস
[খ] উল্কা পিন্ডের পতন
✅ ভূমিকম্প
[ঘ] কোনোটিই নয়

১০১. পর্তুগালের রাজধানী লিসবনে কত সালে সুনামি সংঘটিত হয়েছিল?
[ক] ১৮০০ সালে
[খ] ১৮১৫ সালে
[গ] ১৭৫০ সালে
✅ ১৭৫৫ সালে

১০২. ১৭০৩ সালে সুনামি সংঘটিত হয় কোন দেশে?
[ক] বেলজিয়ামে
✅ জাপানে
[গ] পর্তুগালে
[ঘ] ভারতে
Share:

HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Home Science 2nd paper mcq question and answer. HSC Home Science 2nd paper mcq questions pdf download. HSC Home Science 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
গার্হস্থ্য বিজ্ঞান
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৮

HSC Home Science 2nd Paper
MCQ
question and answer pdf download

১. প্রত্যেক মানুষেরই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে মৌলিক ধারণা থাকা প্রয়োজন কেন?
[ক] মানসিক সুস্থতার জন্য
[খ] সমৃদ্ধ জীবনের জন্য
[গ] দীর্ঘজীবনের জন্য
✅ নিরাপদ ও উন্নত জীবনের জন্য

২. প্রজনন স্বাস্থ্যসেবা কাদের জন্য প্রয়োজন হয়?
✅ সব বয়সিদের
[খ] তরুণ-তরুণীদের
[গ] শিশুদের
[ঘ] কিশোর-কিশোরীদের

৩. মানসিক স্বাস্থ্যের লক্ষণ কোনটি?
✅ দৃঢ় আত্মবিশ্বাসী ও ব্যক্তিত্বসম্পন্ন হয়
[খ] প্রতিকূল পরিবেশ মোকাবিলা করতে পারে না
[গ] অসামাজিক আচরণে লিপ্ত থাকে
[ঘ] উপযোজন ও অভিযোজনে বাধার সম্মুখীন হয়

৪. মানসিক স্বাস্থ্যের অধিকারী ব্যক্তির অন্যতম লক্ষণ কোনটি?
[ক] সফলতা
✅ মানসিক তৃপ্তি
[গ] মানসিক শান্তি
[ঘ] হতাশা

৫. কোনটি মানসিক জটিলতায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনুপস্থিত?
[ক] মানসিক অশান্তি
[খ] হতাশা
✅ মানসিক তৃপ্তি
[ঘ] বিষণ্ধসঢ়;ণতা

৬. মানসিক সুস্থতার জন্য কোনটি আবশ্যক?
✅ শারীরিক সুস্থতা
[খ] ধনসম্পদের প্রাচুর্যতা
[গ] সৃজনশীলতা
[ঘ] প্রাতিষ্ঠানিক শিক্ষা

৭. মানসিক স্বাস্থ্যের অধিকারী ব্যক্তি প্রতিকূল ও সমস্যাসংকুল পরিবেশে কীভাবে তার কার্যক্রম
চালায়?
[ক] খিটখিটে মেজাজে
[খ] ভীত মনে
✅ দৃঢ় আত্মবিশ্বাসের সাথে
[ঘ] উত্তেজিত হয়ে

৮. মানসিক দিক দিয়ে সুস্থ ব্যক্তির আচরণে কিসের পরিচয় পাওয়া যায়?
[ক] অন্তর্মুখী ব্যক্তিত্বের
✅ খিটখিটে মেজাজের
[গ] উত্তেজিত মেজাজের
[ঘ] আত্মতৃপ্তির

৯. মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মেজাজ কীরূপ হয়ে থাকে?
[ক] আত্মবিশ্বাসী
✅ খিটখিটে প্রকৃতির
[গ] আত্মতৃপ্তির অধিকারী
[ঘ] অনুকূল মনোভাব

১০. মানসিক সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তির কাজের মধ্যে কী ধরনের?
[ক] প্রতিকূল মনোভাব
[খ] আগ্রহের অভাব
[গ] হতাশাগ্রস্ততা
✅ যথাযথ আগ্রহ ও অনুকূল মনোভাব

১১. সামাজিক পরিবেশে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের আচরণ কীরূপ হয়?
✅ নিজেকে গুটিয়ে রাখে
[খ] আত্মবিশ্বাসী হয়
[গ] আত্মমূল্যায়ন ক্ষমতাসম্পন্ন হয়
[ঘ] নিজেকে সবার সামনে প্রকাশ করে

১২. বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের ক্রোড়পত্র (২০১১) অনুযায়ী প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর কত শতাংশ
মানসিক রোগে আক্রান্ত?
[ক] ১৪.২%
✅ ১৬.১%
[গ] ১৮.৫%
[ঘ] ২০.৩%

১৩. বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের ক্রোড়পত্র (২০১১) অনুযায়ী প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর কত শতাংশ নিউরোটিক ডিজঅর্ডারে আক্রান্ত?
[ক] ৮.২%
✅ ৮.৪%
[গ] ৮.৮%
[ঘ] ৮-১০%

১৪. ঢাকা বিভাগে পরিচালিত জরিপ অনুযায়ী কত শতাংশ শিশু মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে?
[ক] ১৫.৫%
[খ] ১৬.৮%
✅ ১৮.৪%
[ঘ] ২০.৫%

১৫. মানসিক স্বাস্থ্য ব্যক্তির কী ধরনের ক্ষমতা?
✅ মানসিক
[খ] শারীরিক
[গ] আর্থিক
[ঘ] আবেগীয়

১৬. কোনটির দ্বারা ব্যক্তি সমাজের সাথে সংগতি বিধান করে চলতে পারে?
✅ শারীরিক স্বাস্থ্য
[খ] মানসিক স্বাস্থ্য
[গ] আবেগ
[ঘ] সৃজনশীলতা

১৭. মানুষের সামগ্রিক স্বাস্থ্যের একটি দিক কোনটি?
[ক] শারীরিক স্বাস্থ্য
✅ মানসিক স্বাস্থ্য
[গ] দৃঢ় আত্মবিশ্বাস
[ঘ] আত্মমর্যাদা

১৮. মানসিক স্বাস্থ্যের সুস্থতা ও স্বাভাবিকতার প্রভাব বিস্তারকারী বিষয়গুলোকে কী বলা হয়?
[ক] মানসিকতা
✅ মনোভাব
[গ] মানসিক স্বাস্থ্যের উপাদান
[ঘ] মানসিক ক্ষমতা

১৯. ব্যক্তির বংশগত, শারীরিক সামগ্রিক সুস্থতা ও পুষ্টি ব্যবস্থা কিসের অন্তর্ভুক্ত?
[ক] আবেগের
[খ] পরিবেশের
[গ] ব্যক্তিত্বের
✅ দৈহিক স্বাস্থ্যের

২০. বংশগতির নির্ধারক কোনটি?
[ক] সামাজিক পরিবেশ
✅ জিন
[গ] পুষ্টিকর খাদ্য
[ঘ] নিউরোন

২১. শিশুর দৈহিক ও মানসিক সুস্থতা কোন পরিবেশে বিকশিত হয়?
[ক] কৃত্রিম
[খ] পরিচ্ছন্ন
[গ] প্রাকৃতিক
✅ সুষ্ঠু

২২. মানসিক স্বাস্থ্য রক্ষার উপায় কোনটি?
[ক] পুষ্টিকর খাদ্য
[খ] ধর্মীয় শিক্ষা
✅ ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশ
[ঘ] পর্যাপ্ত চিত্তবিনোদন

২৩. পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কীরূপ হবে?
[ক] প্রতিযোগিতাপূর্ণ
✅ বিশ্বাসপূর্ণ
[গ] অসহযোগিতাপূর্ণ
[ঘ] কলহপ্রবণ

২৪. শিশুদের প্রকৃতি কেমন হয়?
[ক] অস্থিতিশীল
[খ] অশান্ত
✅ অনুকরণপ্রিয়
[ঘ] সহানুভূতিহীন

২৫. শিশুর প্রথম সামাজিক পরিবেশ কোনটি?
✅ গৃহ
[খ] বিদ্যালয়
[গ] খেলার মাঠ
[ঘ] ধর্মীয় প্রতিষ্ঠান

২৬. পিতামাতার কোন ধরনের আচরণ শিশুর স্বাধীন আগ্রহ ও ইচ্ছাশক্তি দমন করে?
[ক] আস্থাহীন আচরণ
[খ] উদাসীন আচরণ
✅ অতি রক্ষণশীল আচরণ
[ঘ] অতিমাত্রায় স্বীকৃতিসূচক আচরণ

২৭. পিতামাতার অতি রক্ষণশীল আচরণে শিশুরা কেমন প্রকৃতির হয়?
[ক] সত্যবাদী
✅ পরনির্ভরশীল
[গ] দায়িত্ববান
[ঘ] আবেগী

২৮. পিতামাতার অতিমাত্রায় স্বীকৃতিসূচক মনোভাব শিশুর আচরণে কীরূপ প্রভাব ফেলে?
[ক] দায়িত্ববান করে তোলে
[খ] পরনির্ভরশীল করে তোলে
[গ] ভীতু করে তোলে
✅ স্বার্থপর ও জেদি করে তোলে

২৯. শাকির মা-বাবা সবসময় তাকে শাসনের মধ্যে রাখেন। কোনো কাজ করতে চাইলে বাধা
সৃষ্টি করেন। মা-বাবার এরূপ আচরণ লাকির ওপর কীরুপ প্রভাব ফেলবে?
[ক] স্বার্থপর করে তুলবে
✅ কোধ বৃদ্ধি করবে
[গ] দায়িত্বহীন করবে
[ঘ] নির্ভরশীল করবে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. প্রজনন স্বাস্থ্যের প্রয়োজন কেন?
[ক] দীর্ঘ জীবনের জন্য
✅ দেহ ও মনের সুস্থতার জন্য
[গ] সুস্থ সন্তান জন্মদানের জন্য
[ঘ] সুষ্ঠু বিকাশের জন্য

৩১. কোন সময় থেকে নারীর প্রজনন স্বাস্থ্যের পরিচর্যা শুরু করা উচিত?
[ক] গর্ভধারণের সময়
✅ ঋতুস্রাবের সময়
[গ] বিবাহের পর
[ঘ] শৈশবকাল থেকে

৩২. পুরুষের ক্ষেত্রে কত বছর পর থেকে প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা উচিত?
✅ ১২-১৩ বছর
[খ] ১৪-১৫ বছর
[গ] ১৬-১৭ বছর
[ঘ] ১৭-১৮ বছর

৩৩. বাংলাদেশ প্রজনন স্বাস্থ্য জরিপ অনুযায়ী কত শতাংশ মেয়ের বিয়ে ১৮ বা তার কম বয়সে হয়?
[ক] ৬০
[খ] ৭০
✅ ৮০
[ঘ] ৯০

৩৪. সন্তান জন্মদানের সময় বাংলাদেশে প্রতি লাখে কত জন মায়ের মৃত্যু হয়?
[ক] ১২০ জন
[খ] ২২০ জন
✅ ৩২০ জন
[ঘ] ৪২০ জন

৩৫. বাংলাদেশে যেসব নারী সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। তাদের বেশিরভাগের বয়স
কত?
[ক] ১-১২ বছর
✅ ১২-১৯ বছর
[গ] ১৯-২৫ বছর
[ঘ] ২০-৩০ বছর

৩৬.ইউএনএফপি-এর ২০০৫ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশ কত শতাংশ নারী প্রজননতন্ত্রের
বিভিন্ন সমস্যায় ভোগে?
[ক] ৩০
[খ] ৪০
✅ ৫০
[ঘ] ৬০

৩৭. প্রজনন স্বাস্থ্যসেবা কাদের জন্য প্রয়োজন হয়?
[ক] তরুণ-তরুণীদের
[খ] কিশোর-কিশোরীদের
[গ] শিশুদের
✅ সব বয়সিদের

৩৮. মানুষের প্রজনন স্বাস্থ্যজনিত অস্বাভাবিকতা ও রোগ কয় ধরনের হয়?
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৩৯. কোনটি যৌনবাহিত রোগ?
[ক] হাম
[খ] কলেরা
✅ গনেরিয়া
[ঘ] ক্যান্সার

৪০. মেয়েদের জন্য কত বছরের পূর্বে গর্ভধারণ ঝুঁকিপূর্ণ?
✅ ২০ বছর
[খ] ২৪ বছর
[গ] ২৮ বছর
[ঘ] ৩০ বছর

৪১. কত বছরের পর গর্ভধারণ ঝুঁকিপূর্ণ?
[ক] ২০ বছর
[খ] ২৫ বছর
[গ] ৩০ বছর
✅ ৩৫ বছর

৪২. জরায়ুর মুখে ক্যান্সার প্রতিরোধে কোনটি করা উচিত?
[ক] স্বাস্থ্য পরীক্ষা করা
✅ টিকা দেওয়া
[গ] রক্ত পরীক্ষা করা
[ঘ] ইঞ্জেকশন দেওয়া

৪৩. পারুলের ২০ বছর বয়সে বিয়ে হয়। পরের বছরই সে গর্ভধারণ করে। পারুল কোন সমস্যার
সম্মুখীন হতে পারে?
✅ গর্ভপাত
[খ] যৌন রোগে আক্রান্ত
[গ] ক্যান্সারে আক্রান্ত
[ঘ] কৌষ্ঠকাঠিন্য

৪৪. প্রজনন স্বাস্থ্য সুরক্ষার জন্য মেয়েদের কত বছরের পূর্বে গর্ভধারণ করা উচিত নয়?
[ক] ১৭ বছর
[খ] ১৮ বছর
[গ] ১৯ বছর
✅ ৩৫ বছর

৪৫. শিশুর জন্মপূর্ব যত্ন বলতে কী বোঝায়?
[ক] গর্ভস্থ সন্তানের যত্ন
[খ] জন্ম পরবর্তী শিশুর যত্ন
✅ গর্ভবতী মায়ের যত্ন
[ঘ] শিশু গর্ভে আসার মায়ের যত্ন

৪৬. জন্মের পর থেকে কত দিন বয়স পর্যন্ত শিশুকে নবজাতক বলা হয়?
[ক] ১০ দিন
[খ] ১২ দিন
✅ ১৪ দিন
[ঘ] ১৬ দিন

৪৭. নারীরা সাধারণত কত বছর বয়স পর্যন্ত গর্ভধারণ ও প্রজননে সক্ষম?
[ক] ১৫-৩০ বছর
[খ] ২০-৪০ বছর
[গ] ২০-৪৫ বছর
✅ ১৫-৫৫ বছর

৪৮. মেনোপজের সময় কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে?
[ক] পারিবারিক
[খ] অর্থনৈতিক
✅ শারীরিক
[ঘ] সামাজিক

৪৯. কোন সময় ছেলেমেয়েরা প্রজননক্ষম হয়ে ওঠে?
[ক] যৌবনে
[খ] বিয়ের পর
[গ] শৈশবে
✅ বয়ঃসন্ধিকালে

৫০. প্রজনন স্বাস্থ্য সুরক্ষার জন্য কখন থেকে ছেলেমেয়েদের এ সম্পর্কিত বিধিবিধান মেনে
চলতে হয়?
[ক] শৈশব
[খ] জন্মের পর
✅ বয়ঃসন্ধিকাল
[ঘ] যৌবনকাল

৫১. উপযুক্ত বয়সে গর্ভধারণের ফলে কোনটি ঘটে?
[ক] মায়ের সৌন্দর্য বৃদ্ধি পায়
✅ সুস্থ শিশুর জন্ম হয়
[গ] অধিক ওজনের শিশুর জন্ম হয়
[ঘ] কম ওজনের শিশুর জন্ম হয়

৫২. সুস্থ শিশু জন্ম দেওয়ার জন্য গর্ভবতী মায়ের করণীয় কোনটি?
[ক] বাইরে ঘুরতে যাওয়া
[খ] কাজকর্ম থেকে বিরত থাকা
✅ সুষম খাদ্য গ্রহণ
[ঘ] সারাদিন বিশ্রাম নেওয়া

৫৩. আমাদের দেশের অধিকাংশ মা ও শিশু অপুষ্টিতে ভোগে কেন?
[ক] পুষ্টিকর খাদ্যের অভাবে
[খ] বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে
✅ পুষ্টি সম্পর্কে সচেতনতার অভাবে
[ঘ] চিকিৎসা সেবার অপ্রতুলতার কারণে

৫৪. মেনোপজ কী?
[ক] প্রজনন অক্ষমতা
[খ] গর্ভধারণজনিত সমস্যা
✅ স্থায়িভাবে মাসিক বন্ধ হয়ে যাওয়া
[ঘ] মাসিকজনিত সমস্যা

৫৫. এইডস এবং এইচআইভি শব্দটি কোন ভাষার শব্দ?
✅ ইংরেজি
[খ] ফারসি
[গ] উর্দু
[ঘ] জার্মানি

৫৬. কোনটি ঘাতক ব্যাধি?
✅ এইডস
[খ] কলেরা
[গ] জন্ডিস
[ঘ] ডায়াবেটিস

৫৭. HIV ভাইরাস মানুষের শরীরের প্রবেশ করলে কোন ক্ষমতা হ্রাস পায়?
[ক] কাজ করার
[খ] চিন্তাচেতনার
✅ রোগ প্রতিরোধের
[ঘ] চলাফেরার

৫৮. কোন দেশের চিকিৎসাবিজ্ঞানী প্রথম এইডস রোগের ভাইরাস আবিষ্কার করেন?
[ক] জার্মানি
[খ] অস্ট্রেলিয়া
[গ] আফ্রিকা
✅ যুক্তরাষ্ট্র

৫৯. কোন রোগের ওষুধ এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি?
[ক] ম্যালেরিয়া
✅ এইডস
[গ] কলেরা
[ঘ] ডায়রিয়া

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. বর্তমান বিশ্বের বহুল আলোচিত বিষয় কোনটি?
[ক] ডায়রিয়া
✅ এইডস
[গ] জন্ডিস
[ঘ] যক্ষ্মা

৬১. কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এইডস রোগ শনাক্তকরা হয়?
[ক] ১৯৮০ সালে
✅ ১৯৮১ সালে
[গ] ১৯৮২ সালে
[ঘ] ১৯৮৩ সালে

৬২. আফ্রিকায় কোন দশকে এইডসের বিস্তার ঘটে?
[ক] ষাট
✅ সত্তর
[গ] আশি
[ঘ] নববই

৬৩. এইচআইভি পরীক্ষা করার জন্য প্রতিটি নাগরিককে বছর কয়বার রক্ত পরীক্ষা করা উচিত?
✅ এক
[খ] দুই
[গ] তিন
[ঘ] চার

৬৪. এইডস প্রতিরোধে ব্লাড ব্যাংকে কাদের রক্ত বিক্রিতে বাধা প্রদান করতে হবে?
[ক] গার্মেন্টসকর্মীদের
✅ বিদেশ থেকে আগত ব্যক্তিদের
[গ] নেশাগ্রস্তদের
[ঘ] রিকশাচালকদের

৬৫. বাংলাদেশ সরকার কত সালে জাতীয় এইডস কমিটি গঠন করে?
[ক] ১৯৮০ সালে
[খ] ১৯৮২ সালে
✅ ১৯৮৫ সালে
[ঘ] ১৯৯০ সালে

৬৬. বিশ্বস্বাস্থ্য সংস্থার সহায়তায় কত সালে এদেশে এইডস প্রতিরোধ কর্মকান্ড শুরু করে?
[ক] ১৯৮০ সালে
[খ] ১৯৮২ সালে
[গ] ১৯৮৪ সালে
✅ ১৯৮৮ সালে

৬৭. কত সালে এইডস এবং যৌনরোগ বিষয়ক জাতীয় নীতি প্রণয়ন ও অনুমোদন করা হয়?
✅ ১৯৯৭ সালে
[খ] ১৯১৮ সালে
[গ] ১৯৯৯ সালে
[ঘ] ২০০০ সালে

৬৮. কত সালে এইচআইভি বিষয়ক জাতীয় কৌশলগত পরিকল্পনা অনুমোদিত ও গৃহীত হয়?
[ক] ২০০৪ সালে
✅ ২০০৫ সালে
[গ] ২০০৮ সালে
[ঘ] ২০১০ সালে

৬৯. নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত বিষয়ক আইন কত সালে পাস হয়?
✅ ২০০২ সালে
[খ] ২০০৪ সালে
[গ] ২০০৮ সালে
[ঘ] ২০০৯ সালে

HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮

৭০. বর্তমানে দেশে কতটি রক্ত পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে?
[ক] ৯০টি
[খ] ৯২টি
[গ] ৯৫টি
✅ ৯৮টি

৭১. শফিকের শরীরে অবিরাম জ্বর থাকে। দিন দিন তার শরীরের ওজন হ্রাস পাচ্ছে। শফিকের এরূপ
শারীরিক অবস্থা কোন রোগের লক্ষণ?
[ক] কলেরা
[খ] জন্ডিস
✅ এইডস
[ঘ] ডায়াবেটিস

৭২. কোনটি এইডস রোগের উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থার অন্তর্ভুক্ত?
[ক] অপরিশোধিত যন্ত্রপাতি ব্যবহার
[খ] পরীক্ষিত জীবাণুমুক্ত রক্ত গ্রহণ
✅ একই সিরিঞ্জ দ্বারা একাধিক ব্যক্তির মাদক গ্রহণ
[ঘ] এইডস আক্রান্ত ব্যক্তির সাথে স্বাভাবিক মেলামেশা

৭৩. কোনটি এইডসের নিম্ন ঝুঁকির শ্রেণিভুক্ত?
[ক] অনিরাপদ যৌন সম্পর্ক
[খ] এইডস আক্রান্ত ব্যক্তির সাথে মেলামেশা করা
✅ অপরিশোধিত যন্ত্রপাতি ব্যবহার
[ঘ] এইডস আক্রান্ত ব্যক্তির সেবা করা

৭৪. এইডস প্রতিরোধে কোন কাজটি থেকে বিরত থাকতে হবে?
[ক] এইডস আক্রান্ত ব্যক্তির সাথে মেলামেশা
✅ অনিরাপদ যৌন সম্পর্ক
[গ] এইডস আক্রান্ত ব্যক্তির সেবা করা
[ঘ] এইডস আক্রান্ত ব্যক্তির সাথে একই পাত্রে খাওয়া

৭৫. এইডস রোগ থেকে রক্ষার অন্যতম উপায় কোনটি?
[ক] চিকিৎসা ব্যবস্থা গ্রহণ
[খ] আক্রান্ত ব্যক্তিকে এড়িয়ে চলা
[গ] নিয়মিত ওষুধ গ্রহণ
✅ প্রতিরোধ ব্যবস্থা অবলম্বন

৭৬. সজীব মাদকাসক্ত। সন্ধ্যার পর তারা কয়েকজন বন্ধু একই সিরিঞ্জ ব্যবহার করে মাদক গ্রহণ করে। সজীব ও তার বন্ধুরা কোন রোগে আক্রান্ত হতে পারে?
[ক] জন্ডিস
[খ] চর্মরোগ
[গ] ক্যান্সার
✅ এইডস

৭৭. জাতীয় এইডস কমিটি কোন মন্ত্রণালয়ের আওতায় কাজ করে?
✅ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়
[খ] নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
[গ] ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
[ঘ] সমাজকল্যাণ মন্ত্রণালয়

৭৮. জাতীয় এইডস কমিটি কোন কাজটি করে থাকে?
[ক] এইডস রোগীদের আর্থিক সহায়তা প্রদান করে
[খ] এইডস রোগীদের চিকিৎসার ব্যবস্থা করে
[গ] এইডস রোগীদের পুনর্বাসনের ব্যবস্থা করে
✅ এইডস প্রতিরোধ সম্পর্কে পরামর্শ দেয়

৭৯. নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত বিষয়ক আইন কত সালে পাস হয়?
[ক] ২০০৩
[খ] ২০০৫
[গ] ২০০৬
✅ ২০০২

৮০. রুমিদের বিশ্ববিদ্যালয়ে এইডস বিষয়ক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা
হয়। এ কার্যক্রমের ফলে কোনটি ঘটবে?
[ক] এইডস রোগীদের আর্থিকভাবে সহায়তা করা যাবে
[খ] এইডস নির্মূল করা যাবে
✅ এইডস বিষয়ে সচেতনতা বাড়বে
[ঘ] এইডসের চিকিৎসাপ্রাপ্তি সহজ হবে

৮১. এইডস আক্রান্তদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন হয়?
[ক] আক্রমণাত্মক
[খ] সহানুভূতিশীল
[গ] ইতিবাচক
✅ নেতিবাচক

৮২. কোনো ব্যক্তির সাথে নিষ্ঠুর আচরণ করা যাবে না; এটি সর্বজনীন মানবাধিকারের কত নং আর্টিকেল?
[ক] ৮
[খ] ৭
[গ] ৬
✅ ৫

৮৩. কী কারণে কিশোর-কিশোরীরা ঝুঁকিপূর্ণ কাজ করে?
[ক] নিজেকে অন্যের চোখে বড় দেখাতে
✅ কৌতূহল ও আবেগের বশবর্তী হয়ে
[গ] বন্ধুদের প্ররোচনায়
[ঘ] অর্থ উপার্জনের জন্য

৮৪. কিশোর-কিশোরীরা আবেগ প্রশমনের জন্য কোনটি করবে?
✅ সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন
[খ] সন্তানদের কড়া শাসনে রাখা
[গ] সন্তানদের অবাধ স্বাধীনতা প্রদান
[ঘ] সন্তানদের ইচ্ছার মূল্য না দেওয়া

৮৫. ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যানের ক্ষেত্রে কী করতে হবে?
[ক] নিশ্চুপ থাকতে হবে
[খ] এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে
✅ না বলার দক্ষতা অর্জন করতে হবে
[ঘ] বড়দের সহায়তা গ্রহণ করতে হবে

৮৬. কোনো ধর্ম বা সমাজে অনুমোদন করে না, কোন কাজটি?
✅ মাদকাসক্ত হওয়া
[খ] কম পরিশ্রম করা
[গ] নিরক্ষর থাকা
[ঘ] খেলাধুলা করা

৮৭. আত্মসচেতনতা সৃষ্টি এবং গণসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
কোনটি?
[ক] প্রশিক্ষণ
✅ র¨vলি
[গ] আলোচনা অনুষ্ঠান
[ঘ] পাঠ্যক্রম

৮৮. এইডস আক্রান্তদের প্রতি আমাদের কেমন ব্যবহার করতে হবে?
✅ স্বাভাবিক ব্যবহার করতে হবে
[খ] তাদেরকে এড়িয়ে চলতে হবে
[গ] উৎসব অনুষ্ঠানে তাদেরকে এড়িয়ে চলতে হবে
[ঘ] তাদের সাথে কঠোর আচরণ করতে হবে

৮৯. এইডসে আক্রান্ত হয়েছে রানার বন্ধু। তার প্রতি রানার অন্য বন্ধুদের আচরণ কেমন হবে?
[ক] তার কথা এলাকার সবাইকে জানাতে হবে
✅ তার চলাফেরার সকল বাধা দূর করতে হবে
[গ] তার সাথে মেলামেশা বন্ধ করতে হবে
[ঘ] তার সেবাযত্ন থেকে বিরত থাকতে হবে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. কর্মস্থলে একজন এইডস রোগীর প্রতি আচরণ কীরূপ হবে?
[ক] কর্মস্থল থেকে তাকে বরখাস্ত করতে হবে
✅ স্বাভাবিক সুযোগ-সুবিধা দিতে হবে
[গ] আর্থিক সহায়তা প্রদান করতে হবে
[ঘ] স্বাভাবিক মেলামেশা থেকে বিরত থাকতে হবে

৯১. সামাজিক যেকোনো কর্মকান্ড- এইডস রোগীদের অংশগ্রহণ কেমন হবে?
[ক] তার সাথে মেলামেশা বন্ধ করতে হবে
[খ] তার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না
✅ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে
[ঘ] অংশগ্রহণ থেকে বিরত রাখতে হবে

৯২. মানসিক স্বাস্থ্যের সুস্থতার যেসব প্রভাব বিদ্যমান থাকে সেগুলো হচ্ছে-
i. শারীরিক
ii. মনস্তাত্ত্বিক
iii. সামাজিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৩. মানসিক স্বাস্থ্য বলতে বোঝায়-
i. আচরণগত স্বাভাবিকতা
ii. আন্তঃকোষীয় ও বহিঃকোষীয় কার্যাবলি স্বাভাবিকতা
iii. অভিযোজন সক্ষমতার সার্বিক রূপ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৪. মানুষ তার চাহিদাগুলো সমাজস্বীকৃত পথে পরিতৃপ্ত করতে না পারলে-
i. প্রক্ষোভের সৃষ্টি হয়
ii. ইতিবাচক আবেগীয় অবস্থায়
iii. মানসিক দ্বনে্ধসঢ়;দ্বর সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৫. মানসিক স্বাস্থ্য হলো-
i. মানসিক অপূর্ণতা
ii. সামাজিক বিকাশ
iii. আবেগীয় বিকাশ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৬. মানসিক স্বাস্থ্যের উপাদানের অন্তর্ভুক্ত হলো-
i. দৈহিক স্বাস্থ্যগত পরিবেশ
ii. রাজনৈতিক পরিবেশ
iii. সামাজিক পরিবেশ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৭. সুষ্ঠু উপযোজন ও মানসিক সুস্থতার সহায়ক হচ্ছে-
i. ব্যক্তির নিজের সম্পর্কে বাস্তব ধারণা পোষণ
ii. রাজনৈতিক কর্মকান্ড সম্পর্কে বাস্তব ধারণা পোষণ
iii. পরিবেশ সম্পর্কে ব্যক্তির সঠিক ধারণা পোষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৮. মানসিক স্বাস্থ্যসম্পন্ন শিশুর থাকবে-
i. আত্মতৃপ্তি
ii. সামাজিক আগ্রহ
iii. মেধা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৯৯. শিশুর মানসিক সুস্বাস্থ্যের জন্য বাসগৃহ হতে হবে-
i. আলো-বাতাসপূর্ণ স্থানে
ii. শিল্পনগরীতে
iii. আবাসিক এলাকায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

১০০. গৃহ পরিবেশকে শান্তিপূর্ণ করে তোলে পরিবারের সদস্যদের-
i. কর্মব্যস্ততা
ii. বিশ্বাসযোগ্য সম্পর্ক
iii. ভালোবাসাপূর্ণ সম্পর্ক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
Share: