HSC ভূগোল ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৭

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 2nd Paper mcq question and answer. HSC Geography 2nd Paper mcq questions pdf download. HSC vugol 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
ভূগোল
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৭

HSC Geography 2nd Paper
MCQ
question and answer pdf download

১. বাংলাদেশে সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা কোনটি?
[ক] রেলপথ
✅ নৌপথ
[গ] সড়কপথ
[ঘ] আকাশপথ

২. কোন বিভাগে ডুয়েল গেজ রেলপথ রয়েছে?
✅ ঢাকা
[খ] চট্টগ্রাম
[গ] খুলনা
[ঘ] সিলেট

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:

৩. ‘খ’ চিহ্নিত বিভাগীয় শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
[ক] ভদ্রা
✅ রূপসা
[গ] মেঘনা
[ঘ] কীর্তনখোলা

৪. ‘ক’ ও ‘খ’ চিহ্নিত বিভাগীয় শহর দুটি কোন কোন পথ দ্বারা সংযুক্ত?
i. বিমান
ii. রেল
iii. নৌ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫. নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত?
[ক] মধুমতি
[খ] মেঘনা
[গ] বুড়িগঙ্গা
✅ শীতলক্ষ্যা

৬. স্বল্প ব্যয়ে অধিক পণ্য পরিবহনে কোনটি সুবিধাজনক?
[ক] সড়কপথ
[খ] রেলপথ
✅ জলপথ
[ঘ] আকাশপথ

৭. চট্টগ্রাম বন্দর থেকে সিলেটে জ্বালানি তেল পরিবহনে কোন রেলপথ ব্যবহার করা হয়?
✅ মিটারগেজ
[খ] ব্রডগেজ
[গ] ন্যারোগেজ
[ঘ] ডুয়েলগেজ

৮. পরিবহন ব্যবস্থা সাধারণত কয় প্রকার?
[ক] ২ প্রকার
✅ ৩ প্রকার
[গ] ৪ প্রকার
[ঘ] ৫ প্রকার

৯. বাংলাদেশের নদীর কারণে যেসব সড়কপথ বিচ্ছিন্ন তাদের সংযোগ রক্ষার্থে কোন সার্ভিস চালু আছে?
[ক] লঞ্চ
✅ ফেরি
[গ] জাহাজ
[ঘ] নৌকা

১০. বাংলাদেশে কোন সড়কের মাধ্যমে একটি জেলার অধীনে বিভিন্ন উপজেলার মধ্যকার সংযোগ রক্ষা করা হয়?
[ক] জেলা সড়ক
[খ] আঞ্চলিক সড়ক
✅ উপজেলা সড়ক
[ঘ] গ্রাম সড়ক

১১. বাংলাদেশের কোন অঞ্চলে ব্রডগেজ রেললাইন চালু আছে? .
✅ খুলনা
[খ] সিলেট
[গ] চট্টগ্রাম
[ঘ] ময়মনসিংহ

১২. বাংলাদেশে সর্বমোট রেলস্টেশন কয়টি?
✅ ৪৯৯টি
[খ] ৪৫৮টি
[গ] ৪৬২টি
[ঘ] ৪৭০টি

১৩. বাংলাদেশে কত কি. মি. নাব্য জলপথ শুধু বর্ষাকালে ব্যবহার হয়?
✅ ৩০০০ কি. মি.
[খ] ৩২০০ কি. মি.
[গ] ৩৪০০ কি. মি.
[ঘ] ৩৬০০ কি. মি.

১৪. নদীপথে চলাচলকারী যাত্রীদের মধ্যে কতভাগ টাবুরী নৌকা ব্যবহার করে?
[ক] ৯০ ভাগ
[খ] ৯২ ভাগ
✅ ৯৪ ভাগ
[ঘ] ৯৬ ভাগ

১৫. নদীপথে স্টিমার ব্যবহারকারী যাত্রী শতকরা কতজন?
[ক] ৫ জন
✅ ৬ জন
[গ] ৭ জন
[ঘ] ৮ জন

১৬. বর্তমানে বাংলাদেশে কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

১৭. নদীপথ কোন অঞ্চলের মানুষের যোগাযোগের মাধ্যম?
[ক] ময়মনসিংহ
[খ] পাবনা
[গ] কুমিলস্না
✅ বরগুনা

১৮. জেলা বোর্ড সড়ক বলতে কী বোঝ?
[ক] বিভিন্ন উপজেলার সাথে সংযোগ স্থাপনকারী সড়ক
✅ বিভিন্ন জেলার সাথে সংযোগ স্থাপনকারী সড়ক
[গ] বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাথে সংযোগ স্থাপনকারী সড়ক
[ঘ] রাজধানীর সাথে বিভিন্ন জেলার সংযোগ স্থাপনকারী সড়ক

১৯. বিভিন্ন গ্রামের সাথে সংযোগ স্থাপনকারী সড়ক কোনটি?
✅ ইউনিয়ন পরিষদের সড়কপথ
[খ] উপজেলা সড়কপথ
[গ] জেলা বোর্ড সড়ক
[ঘ] জাতীয় জনপদ

২০. অল্প দূরত্ববিশিষ্ট স্থানের জন্য কোন বাহনটি বেশি কার্যকর?
[ক] বাস
[খ] ট্রাক
[গ] ট্রেন
✅ রিকশা

২১. ভারি পণ্য পরিবহনে কোনটি কার্যকর?
[ক] বাস
✅ ট্রাক
[গ] রিকশা
[ঘ] ভ্যান

২২. যুদ্ধ সরঞ্জাম প্রেরণে কোন পথ অধিক কার্যকর?
[ক] বিমানপথ
[খ] নদীপথ
✅ সড়কপথ
[ঘ] সমুদ্রপথ

২৩. বাংলাদেশে কোন ধরনের সমুদ্রবন্দর দেখতে পাওয়া যায়?
[ক] খাল বন্দর
[খ] উপসাগরীয় বন্দর
✅ নদী মুখের বন্দর
[ঘ] খাড়ি বন্দর

২৪. বাংলাদেশে কয়টি সমুদ্রবন্দর রয়েছে?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

২৫. বড়াল ব্রিজ কোন জেলায় অবস্থিত?
[ক] রংপুর
[খ] বগুড়া
✅ পাবনা
[ঘ] কুষ্টিয়া

২৬. যমুনা সেতু কোন দুটি জেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে?
[ক] টাঙ্গাইল-জামালপুর
[খ] জামালপুর-গাইবান্ধা
✅ টাঙ্গাইল-সিরাজগঞ্জ
[ঘ] সিরাজগঞ্জ-বগুড়া

২৭. সমুদ্রগামী জাহাজকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার পূর্বে কোন মহাসাগর পাড়ি দিতে হয়?
[ক] ভারত মহাসাগর
✅ আটলান্টিক মহাসাগর
[গ] প্রশান্ত মহাসাগর
[ঘ] উত্তর মহাসাগর

২৮. ‘সুবর্ণভূমি’ বিমানবন্দরটি কোন দেশে অবস্থিত?
[ক] কাতার
[খ] দুবাই
[গ] সৌদি আরব
✅ থাইল্যান্ড

২৯. ‘কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর’ সৌদি আরবের কোন শহরে অবস্থিত?
[ক] জেদ্দা
✅ দাম্মাম
[গ] রিয়াদ
[ঘ] মদিনা

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. সৌদি আরবের রিয়াদের বিমানবন্দরের নাম কী?
[ক] কি. আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর
✅ কি. খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর
[গ] কি. ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর
[ঘ] মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর

৩১. বাংলাদেশে কতটি স্থলবন্দর রয়েছে?
[ক] ১০
[খ] ১৫
✅ ১৯
[ঘ] ২৪

৩২. বাংলাদেশের কোন জেলায় রেলপথ নাই?
[ক] যশোর
[খ] রাজশাহী
✅ বরিশাল
[ঘ] জামালপুর

৩৩. বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রধান সড়ক রুট কয়টি?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৬টি

৩৪. ব্রিটিশ আমলে সমগ্র বাংলাদেশ কোন বন্দরের পশ্চাদভূমি ছিল?
[ক] মুম্বাই
✅ কলকাতা
[গ] মংলা
[ঘ] চট্টগ্রাম

৩৫. বাংলাদেশে কয়টি রেলওয়ে ফেরী আছে?
[ক] ১টি
✅ ২টি
[গ] ৩টি
[ঘ] ৪টি

৩৬. মংলা সমুদ্রবন্দর কোন জেলায় অবস্থিত?
[ক] খুলনা
[খ] বরগুনা
✅ বাগেরহাট
[ঘ] পটুয়াখালী

৩৭. বাংলাদেশে কয় ধরনের বিমান সার্ভিস রয়েছে?
✅ ২ ধরনের
[খ] ৩ ধরনের
[গ] ৪ ধরনের
[ঘ] ৬ ধরনের

৩৮. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
[ক] চট্টগ্রাম
✅ সিলেট
[গ] ঢাকা
[ঘ] সৈয়দপুর

৩৯. বর্তমানে বাংলাদেশ বিমান বহরে মোট কয়টি উড়োজাহাজ রয়েছে?
[ক] ১০
[খ] ১২
✅ ১৩
[ঘ] ২০

৪০. বাংলাদেশের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার প্রভাব কোনটি?
✅ অর্থনৈতিক উন্নতি
[খ] সম্পদের সুসম বন্টন
[গ] বাজার ব্যবস্থার অবনতি
[ঘ] শ্রমের গতিশীলতা

৪১. বাংলাদেশে সর্বপ্রথম রেলপথের সূচনা হয় কোন সালের কত তারিখে?
[ক] ১৮৬২ সালের ১৪ নভেম্বর
✅ ১৮৬২ সালের ১৫ নভেম্বর
[গ] ১৯৬২ সালের ১৪ নভেম্বর
[ঘ] ১৯৬২ সালের ১৫ নভেম্বর

৪২. ইংল্যান্ডে সর্বপ্রথম কত সালে রেল পরিবহন চালু হয়?
[ক] ১৮০৫
✅ ১৮১৫
[গ] ১৮২৫
[ঘ] ১৮৩০

৪৩. বাংলাদেশের কোন দিক হতে কোন দিকে ক্রমান্বয়ে ঢালু?
✅ উত্তর হতে দক্ষিণ
[খ] দক্ষিণ হতে পশ্চিম
[গ] পশ্চিম হতে পূর্ব
[ঘ] উত্তর হতে পূর্ব

৪৪. বাংলাদেশের কোন দিক হতে কোন দিকে ক্রমান্বয়ে ঢালু?
✅ উত্তর হতে দক্ষিণ
[খ] দক্ষিণ হতে পশ্চিম
[গ] পশ্চিম হতে পূর্ব
[ঘ] উত্তর হতে পূর্ব

৪৫. বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে দেশের সমুদ্রবন্দর, বিভাগীয় ও জেলা সদর এবং প্রধান বন্দর ও শহরের সাথে সংযোগ স্থাপনকারী সড়কপথসমূহকে কী বলে?
✅ জাতীয় জনপথ
[খ] জেলাবোর্ড সড়ক
[গ] থানা পরিষদের রাস্তা
[ঘ] পৌরসভার সড়কপথ

৪৬. বাজারব্যবস্থার উন্নতির জন্য কোন পথ থাকায় খুবই সুবিধা হয়েছে?
[ক] রেল
✅ সড়ক
[গ] আকাশ
[ঘ] নদী

৪৭. ঢাকাকে দেশের বাণিজ্যিক রাজধানীর সাথে কোন মহাসড়কটি সংযুক্ত করেছে?
✅ ঢাকা-চট্টগ্রাম
[খ] ঢাকা-সিলেট
[গ] ঢাকা-খুলনা
[ঘ] ঢাকা-বরিশাল

৪৮. বাংলাদেশের কোন অঞ্চলে নদীপথ যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম?
✅ দক্ষিণাঞ্চলে
[খ] পূর্বাঞ্চলে
[গ] উত্তরাঞ্চলে
[ঘ] পশ্চিমাঞ্চলে

৪৯. বাংলাদেশে যোগাযোগের ক্ষেত্রে কোন মাধ্যমটির দ্রুত প্রসার ঘটছে?
[ক] বেতার
[খ] টেলিভিশন
[গ] টেলিফোন
✅ মোবাইল

৫০. বাংলাদেশের অন্যতম প্রধান নদীবন্দর ও শিল্পকেন্দ্র কোনটি?
[ক] চাদপুর
✅ নারায়ণগঞ্জ
[গ] টঙ্গী
[ঘ] সদরঘাট

৫১. রেলপথের শ্রেণিবিভাগ-
i. মিটারগেজ
ii. ব্রডগেজ
iii. ডুয়েলগেজ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫২. আকাশপথে বাংলাদেশের সঙ্গে সরাসরি সংযোগ পথ রয়েছে-
i. ঢাকা-যুক্তরাজ্য
ii. ঢাকা-কলকাতা
iii. ঢাকা-দুবাই

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৩. বাংলাদেশের পরিবহন ব্যবস্থার ওপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব হলো-
i. নদনদী ও ভূপ্রকৃতি
ii. মূলধন ও শ্রমিক
iii. বর্ষাকালের প্রভাব ও সড়ক নির্মাণে স্বল্প সময়কাল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৪. বিশ্বের উন্নত দেশে এম কমার্স কী কাজে ব্যবহৃত হয়?
i. ক্রয়-বিক্রয়
ii. টিকেট বুকিং
iii. শেয়ার-ক্রয়-বিক্রয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৫. বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে সড়ক পথ কম হওয়ার কারণ-
i. ঢালযুক্ত স্থান
ii. বন্ধুর ভূমিরূপ
iii. নদী অঞ্চল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৬. ব্রডগেজ রেলপথের কয়েকটি উল্লেখযোগ্য রেল জংশন ও রেল স্টেশনের মধ্যে রয়েছে-
i. ঈশ্বরদী
ii. দর্শনা
iii. সান্তাহার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৭. বাংলাদেশে মিটারগেজ রেলপথ বিদ্যমান রয়েছে-
i. উত্তরাঞ্চলে
ii. দক্ষিণ-পূর্বাঞ্চলে
iii. দক্ষিণ পশ্চিমাঞ্চলে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৫৮ থেকে ৫৯নং প্রশ্নের উত্তর দাও:
একদিন আব্দুল আজিজ সাহেব তার মেয়ে ইসরাত জাহানকে নিয়ে একটি রাস্তার আইল্যান্ড দিয়ে হাঁটাহাঁটি করছিলেন। রাস্তাটির দুপাশ দিয়ে গাড়ি চলাচল করছিল। আব্দুল আজিজ সাহেব ও তাঁর মেয়ে কিছুক্ষণ পরে একটি রেলপথ ধরে বাসায় পৌছালেন। রেলপথের বৈচিত্র্যতা দেখে ইসরাত অবাক হলেন।

৫৮. আব্দুল আজিজ সাহেব ও তার মেয়ে যে পথে হাঁটাহাঁটি করছিলেন তা কোন পথের বৈশিষ্ট্য?
✅ জাতীয় জলপথ
[খ] জেলা বোর্ড সড়কপথ
[গ] পৌরসভার সড়কপথ
[ঘ] উপজেলা পরিষদের সড়কপথ

৫৯. আব্দুল আজিজ সাহেব যে রেলপথ ধরে বাসায় যাচ্ছিলেন তা কয় ধরনের হয়ে থাকে?
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

নিচের উদ্দীপকটি পড়ে ৬০ ও ৬১নং প্রশ্নের উত্তর দাও:
জাহিদুল একজন ব্যবসায়ী। তিনি বরিশাল থেকে চাল কিনে ঢাকা নিয়ে আসেন। তিনি যে পথ ব্যবহার করেন তাতে তার একটু সময় বেশি লাগলেও পরিবহন খরচ কম হয়।

৬১. জাহিদুল কোন পথ ব্যবহার করেন?
[ক] সড়ক
✅ নৌ
[গ] রেল
[ঘ] আকাশ

৬২. উক্ত পরিবহন বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখে-
i. পণ্য পরিবহনের মাধ্যমে
ii. যাত্রী পরিবহন করে
iii. পর্যটক আকর্ষণ করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬৩ ও ৬৪নং প্রশ্নের উত্তর দাও:
সফিকের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। কিন্তু চাকরির সুবাদে তাকে গোপালপুর থাকতে হয়। একই জেলা হওয়ায় সে প্রতি সপ্তাহে একবার বাড়ি যায়।

৬৩. উদ্দীপকে সফিক মধুপুর থেকে গোপালপুর যাওয়ার জন্য যে সড়কপথ ব্যবহার করেন তা কোন ধরনের?
[ক] জেলা বোর্ড সড়ক
[খ] জাতীয় জনপদ
✅ উপজেলা সড়কপথ
[ঘ] ইউনিয়ন পরিষদ সড়ক

৬৪. উপজেলা পর্যায়ের সড়কগুলো অমসৃণ হওয়ার কারণ-
i. অতিবৃষ্টি
ii. ভূমিকম্প
iii. বন্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬৫ ও ৬৬নং প্রশ্নের উত্তর দাও:
বাতেন সাহেব একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। সিদ্ধান্ত নিয়েছেন এ বছর তিনি হজ করবেন। এ জন্য যাবতীয় প্রস্তুতিও তিনি সম্পন্ন করেছেন।

৬৫. বাতেন সাহেবের হজে যাওয়ার জন্য যাতায়াতের কোন মাধ্যমটি বেশি কার্যকর?
✅ বিমানপথ
[খ] জলপথ
[গ] স্থলপথ
[ঘ] রেলপথ

৬৬. বিমানপথের সুবিধা হলো-
i. দ্রুত যাত্রী পরিবহন
ii. দ্রুত পণ্য পরিবহন
iii. প্রত্যন্ত অঞ্চলে পরিবহন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের চিত্র থেকে ৬৭ ও ৬৮নং প্রশ্নের উত্তর দাও:

৬৭. ‘খ’ চিহ্নিত বিভাগীয় শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
[ক] ভদ্রা
✅ রূপসা
[গ] মেঘনা
[ঘ] কীর্তনখোলা

৬৮. ‘ক’ ও ‘খ’ চিহ্নিত বিভাগীয় শহর দুটি কোন কোন পথ দ্বারা সংযুক্ত?
i. বিমান
ii. রেল
iii. নৌ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৯. পরিবহন ব্যবস্থা সাধারণত কয় প্রকার?
[ক] ২ প্রকার
✅ ৩ প্রকার
[গ] ৪ প্রকার
[ঘ] ৫ প্রকার

৭০. ২০২১ সালে বাংলাদেশে মোট জাতীয় মহাসড়কের পরিমাণ কত ছিল?
✅ ৩৯৪৪ কি.মি.
[খ] ৩৫৬০ কি.মি.
[গ] ৩৫৫০ কি.মি.
[ঘ] ৩৫৪০ কি.মি.

৭১. বাংলাদেশের নদীর কারণে যেসব সড়কপথ বিচ্ছিন্ন তাদের সংযোগ রক্ষার্থে কোন সার্ভিস চালু আছে?
[ক] লঞ্চ
✅ ফেরি
[গ] জাহাজ
[ঘ] নৌকা

৭২. যমুনা সেতুর মাধ্যমে বাংলাদেশের কোন দুটি অংশকে সংযোগ করা হয়েছে?
[ক] উত্তর ও দক্ষিণ
✅ পূর্ব ও পশ্চিম
[গ] পূর্ব ও দক্ষিণ
[ঘ] উত্তর ও পশ্চিম

৭৩. জাতীয় সড়কগুলো কীসের সংযোগ রক্ষা করে?
[ক] নগরীর সাথে নগরী
[খ] নগরীর সাথে জেলা
[গ] জেলার সাথে জেলা
✅ নগরীর সাথে রাজধানী

৭৪. বাংলাদেশে কোন সড়কের মাধ্যমে একটি জেলার অধীনে বিভিন্ন উপজেলার মধ্যকার সংযোগ রক্ষা করা হয়?
[ক] জেলা সড়ক
[খ] আঞ্চলিক সড়ক
✅ উপজেলা সড়ক
[ঘ] গ্রাম সড়ক

৭৫. ২০২১ সালে বাংলাদেশে মোট সড়কের পরিমাণ কত ছিল?
[ক] ২১৪৪৪ কি.মি.
[খ] ২১৪৫৫ কি.মি.
[গ] ২১৪৬৫ কি.মি.
✅ ২২৪১৯ কি.মি.

৭৬. ২০২১ সালে বাংলাদেশের মোট জেলা সড়কের পরিমাণ কত ছিল?
✅ ১৩৫৯২ কি.মি.
[খ] ১৩২৮৫ কি.মি.
[গ] ১৩৩১২ কি.মি.
[ঘ] ১৩৩৫১ কি.মি.

৭৭. ১৯৭১ সালে বাংলাদেশের রেলপথের পরিমাণ প্রায় কত ছিল?
[ক] ২৭৫৭ কি.মি.
[খ] ২৭৯৫ কি.মি.
✅ ২৮৫৭ কি.মি.
[ঘ] ২৮৯৫ কি.মি.

৭৮. ২০১১-১২ সালে বাংলাদেশে রেলপথের পরিমাণ কত ছিল?
✅ ২৮৭৭ কি.মি.
[খ] ২৮১৭ কি.মি.
[গ] ২৮৩৭ কি.মি.
[ঘ] ২৮৫২ কি.মি.

৭৯. বাংলাদেশের কোন অঞ্চলে ব্রডগেজ রেললাইন চালু আছে?
✅ খুলনা
[খ] সিলেট
[গ] চট্টগ্রাম
[ঘ] ময়মনসিংহ

নিচের উদ্দীপকটি পড় এবং ৮০ ও ৮১নং প্রশ্নের উত্তর দাও:
সফিকের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। কিন্তু চাকরির সুবাদে তাকে গোপালপুর থাকতে হয়। একই জেলা হওয়ায় সে প্রতি সপ্তাহে একবার বাড়ি যায়।

৮০. উদ্দীপকে সফিক মধুপুর থেকে গোপালপুর যাওয়ার জন্য যে সড়কপথ ব্যবহার করেন তা কোন ধরনের?
[ক] জেলা বোর্ড সড়ক
[খ] জাতীয় জনপদ
✅ উপজেলা সড়কপথ
[ঘ] ইউনিয়ন পরিষদ সড়ক

৮১. উপজেলা পর্যায়ের সড়কগুলো অমসৃণ হওয়ার কারণ-
i. অতিবৃষ্টি
ii. ভূমিকম্প
iii. বন্যা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮২. সমুদ্রবন্দর প্রধানত কয় প্রকার?
[ক] ২ প্রকার
[খ] ৩ প্রকার
✅ ৪ প্রকার
[ঘ] ৫ প্রকার

৮৩. বাংলাদেশে কোন ধরনের সমুদ্রবন্দর দেখতে পাওয়া যায়?
[ক] খাল বন্দর
[খ] উপসাগরীয় বন্দর
✅ নদী মুখের বন্দর
[ঘ] খাড়ি বন্দর

৮৪. বাংলাদেশে নদীবন্দর গড়ে ওঠার জন্য যেসব অনুকূল পরিবেশ প্রয়োজন তা হলো-
i. নদীতে পর্যাপ্ত পানি
ii. বালুচর ও কর্দমযুক্ত খাত
iii. পশ্চাদভূমির উপস্থিতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৫. বাংলাদেশের অধিকাংশ জেলা ও উপজেলার সাথে রাজধানীর সংযোগ রয়েছে কোন পথের মাধ্যমে?
[ক] বিমানপথ
✅ সড়কপথ
[গ] রেলপথ
[ঘ] নদীপথ

৮৬. যমুনা সেতু কোন অঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ বৃদ্ধি করেছে?
✅ উত্তরাঞ্চল
[খ] দক্ষিণাঞ্চল
[গ] পূর্বাঞ্চল
[ঘ] পশ্চিমাঞ্চল

৮৭. বাংলাদেশে কয় ধরনের জলপথ রয়েছে?
[ক] ২ ধরনের
✅ ৩ ধরনের
[গ] ৪ ধরনের
[ঘ] ৫ ধরনের

৮৮. বাংলাদেশের জলপথসমূহ হলো-
i. অভ্যন্তরীণ জলপথ
ii. আঞ্চলিক জলপথ
iii. আন্তর্জাতিক জলপথ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৯. বাংলাদেশের রেলসেতুর অন্তর্ভুক্ত-
i. যমুনা সেতু
ii. বড়াল সেতু
iii. হার্ডিঞ্জ ব্রিজ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. বর্তমানে কোন দেশের সাথে বাংলাদেশের রেল যোগাযোগ আছে?
[ক] মায়ানমার
✅ ভারত
[গ] চীন
[ঘ] পাকিস্তান

৯১. বিশ্বব্যাপী ভারি পণ্য আদান-প্রদানের ক্ষেত্রে যোগাযোগের কোন মাধ্যম ব্যবহার করা হয়?
[ক] বিমানপথ
[খ] স্বলপথ
✅ সমুদ্রপথ
[ঘ] নদীপথ

৯২. বাংলাদেশের সাথে কোন মহাদেশের সমুদ্রপথে সরাসরি যোগাযোগ নেই?
[ক] অস্ট্রেলিয়া
[খ] আফ্রিকা
✅ আমেরিকা
[ঘ] ইউরোপ

৯৩. সমুদ্রগামী জাহাজ সুয়েজ খালপথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে কোন দেশে পৌছায়?
✅ পর্তুগাল
[খ] জার্মানি
[গ] পাকিস্তান
[ঘ] আর্জেন্টিনা

৯৪. কোনটি পর্তুগালের সমুদ্রবন্দর?
✅ লিসবন
[খ] মোম্বাসা
[গ] এডেন
[ঘ] জাকার্তা

৯৫. কেপটাউন সমুদ্রবন্দর কোন দেশে অবস্থিত?
[ক] পাকিস্তান
[খ] ইংল্যান্ড
✅ দক্ষিণ আফ্রিকা
[ঘ] আর্জেন্টিনা

৯৬. সমুদ্রগামী জাহাজকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার পূর্বে কোন মহাসাগর পাড়ি দিতে হয়?
[ক] ভারত মহাসাগর
✅ আটলান্টিক মহাসাগর
[গ] প্রশান্ত মহাসাগর
[ঘ] উত্তর মহাসাগর

৯৭. সৌদি আরবের রিয়াদের বিমানবন্দরের নাম কী?
[ক] কি. আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর
✅ কি. খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর
[গ] কি. ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর
[ঘ] মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর

HSC ভূগোল ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৭

৯৮. সমুদ্রগামী জাহাজ চট্টগ্রাম বন্দর হয়ে ভারত মহাসাগর পাড়ি দিয়ে যেসব বন্দরে পৌছায় তা হলো-
i. দার-এস-সালাম বন্দর
ii. পাকিস্তানের করাচি বন্দর
iii. যুক্তরাজ্যের লন্ডন বন্দর

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৯. ব্রডগেজ রেলব্যবস্থা কোন নদীর পশ্চিমাংশে স্থাপিত হয়েছে?
[ক] পদ্মা
[খ] ধলেশ্বরী
✅ যমুনা
[ঘ] বুড়িগঙ্গা

১০০. বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর কোনটি?
✅ চট্টগ্রাম
[খ] মংলা
[গ] পায়রা
[ঘ] নারায়ণগঞ্জ
Share:

HSC কৃষিশিক্ষা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC agriculture 1st Paper mcq question and answer. HSC agriculture 1st Paper mcq Questions pdf download. HSC Krishi Shikkha 1st paper mcq pdf.

উচ্চ মাধ্যমিক
কৃষিশিক্ষা
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১

HSC Agriculture 1st Paper
MCQ
question and answer pdf download

১. কৃষি তথ্য সার্ভিসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
[ক] জয়দেবপুর
[খ] মহাখালী
[গ] ধানমন্ডি
✅ খামারবাড়ি

২. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৫৭
✅ ১৯৬১
[গ] ১৯৬৫
[ঘ] ১৯৯৯

৩. BARI-এর প্রধান কার্যালয় কোথায়?
[ক] জয়দেবপুর
[খ] মহাখালী
[গ] ধানম--
✅ গাজীপুর

৪. নিচের কোনটি দানাজাতীয় ফসল?
[ক] সূর্যমুখী
✅ কাউন
[গ] শনপাট
[ঘ] মেস্তা

৫. ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন ও উন্নয়ন সাধনের কাজ করে নিচের কোন প্রতিষ্ঠানটি?
✅ RARI
[খ] BINA
[গ] BARC
[ঘ] BRRI

৬. নিচের কোন প্রতিষ্ঠান কৃষক সভার আয়োজন করে?
✅ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
[খ] বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন
[গ] বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
[ঘ] বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট

নিচের ছকটি লক্ষ কর এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:

৭. উদ্দীপকে '?' চিহ্ন দ্বারা কোন ফসলকে বুঝানো হয়েছে?
[ক] তুলা
[খ] আখ
✅ বেগুন
[ঘ] পাট

৮. উদ্দীপকে উলি­খিত ফসলটির বৈশিষ্ট্য—
i. নিচু ও মাঝারি নিচু জমিতে চাষ করা হয়
ii. প্রতিটি গাছের নিবিড় যত্নের প্রয়োজন
iii. সমস্ত ফসল একত্রে সংগ্রহ করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯. পাটকে মাঠ ফসল বলার কারণ-
[ক] ফসলের নিবিড় যত্নের প্রয়োজন হয়
[খ] ফসলের লাভ ও ব্যয়ের অনুপাত বেশি হয়
✅ সমস্ত ফসল একত্রে পরিপক্ব ও সংগ্রহ করা হয়
[ঘ] ফসলের মূল্য মৌসুমের শুরুতে বেশি হয়

১০. ফসল ও অন্যান্য কৃষিজ সম্পদ উৎপাদনের বিজ্ঞানসম্মত পদ্ধতিকে কী বলে?
✅ কৃষি
[খ] কৃষি সেবা
[গ] কৃষি প্রযুক্তি
[ঘ] গবেষণা

১১. বিশ্বের সবচেয়ে পুরনো ও বৃহত্তম শিল্প কোনটি?
[ক] কুটির শিল্প
[খ] চামড়া শিল্প
✅ কৃষিশিল্প
[ঘ] খনিজ শিল্প

১২. খাদ্য নিরাপত্তা বিষয়টি সরাসরি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত?
[ক] কৃষি অর্থনীতি
✅ কৃষি উন্নয়ন
[গ] কৃষি অবকাঠামো
[ঘ] কৃষি ব্যবস্থাপনা

১৩. মাঠ ফসলের বৈশিষ্ট্য হলো-
i. একবর্ষজীবী ফসল
ii. সেচ ছাড়াই অনেক ফসল চাষ করা যায়
iii. নিচু ও মাঝারি নিচু জমিতে চাষ করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
জববার হাওলাদার একজন সবজি চাষি। তিনি তার বাড়ির পাশের জমিতে ফুলকপি, পালংশাক ও টমেটোর চাষ করেন। এতে তিনি লাভবান হন।

১৪. উদ্দীপকের ফসলগুলোর ধরন কেমন?
[ক] মাঠ ফসল
✅ উদ্যান ফসল
[গ] মূল জাতীয় ফসল
[ঘ] কন্দ জাতীয় ফসল

১৫. উদ্দীপকের ফসলগুলোর বৈশিষ্ট্য হলো-
i. সাধারণত এরা বহুবর্ষজীবী
ii. উৎপাদন খরচ বেশি
iii. বীজ সারিবদ্ধভাবে বপন করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬. বাংলাদেশের শতকরা কতভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল?
[ক] ৬০
[খ] ৭০
✅ ৮০
[ঘ] ৯০

১৭. কৃষক সভার মূল উদ্দেশ্য কী?
✅ কৃষি উৎপাদন বৃদ্ধি
[খ] কৃষি জমির পরিমাণ বৃদ্ধি
[গ] কৃষকের সংখ্যা বৃদ্ধি
[ঘ] কৃষকদের অভিজ্ঞতা বৃদ্ধি

১৮. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষদ কতটি?
[ক] ৫টি
[খ] ৭টি
✅ ৬টি
[ঘ] ৮টি

১৯. বাংলাদেশে কৃষি গবেষণা প্রতিষ্ঠান হলো-
i. BARC
ii. BRRI
iii. CRRI

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:
ওহি গাজীপুরের জয়দেবপুর এলাকায় একটি গবেষণা প্রতিষ্ঠানে যায়। সেখানে জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের অন্যতম প্রধান অংশ হিসেবে ধান উৎপাদন সংশিস্নষ্ট গবেষণা ও উন্নয়ন কাজ হয়ে থাকে।

২০. উদ্দীপকের প্রতিষ্ঠানটির নাম কী?
[ক] RARI
[খ] BINA
[গ] BARC
✅ BRRI

২১. উদ্দীপকের প্রতিষ্ঠানটির কাজ হলো-
i. মৌসুম ভিত্তিক ধানের স্বল্পমেয়াদি জাত উদ্ভাবন করা
ii. লবণাক্ততা সহনশীল জাত কৃষকদের মাঝে সম্প্রসারণ
iii. উন্নত প্রযুক্তি কৃষকদের মাঝে সম্প্রসারণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২২. বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা কত ভাগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত?
✅ ৬২
[খ] ৫৫
[গ] ৬৬
[ঘ] ৮৬

২৩. বাংলাদেশে কৃষির উপখাতগুলো হচ্ছে-
i. প্রাণিসম্পদ
ii. শস্য
iii. বন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৪. মাঠ ফসলের বৈশিষ্ট্য হলো-
i. একটি গাছ থেকে দীর্ঘদিন ধরে ফসল পাওয়া যায়
ii. বেড়া নির্মাণের প্রয়োজন হয় না
iii. মাঠে সমষ্টিগতভাবে যত্ন নেওয়া হয়।

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫. উদ্যান ফসলের উদাহরণ কোনটি?
[ক] পাট ও সরিষা
[খ] গম ও ধান
✅ টমেটো ও কাঁঠাল
[ঘ] মসুর ও ধান

২৬. ২০১৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান শতকরা কত?
[ক] ৩৩. ৫৫%
✅ ১. ৬৬%
[গ] ৩. ৫৩%
[ঘ] ১. ৪৪%

২৭. আমাদের দেশে প্রাণিজ আমিষের প্রধান উৎস কোনটি?
[ক] ডাল
✅ মাছ
[গ] গরু
[ঘ] পোল্ট্রি

২৮. নিচের কোন প্রাণীটি গবাদিপশুর আওতায় পড়ে?
[ক] ডাল
✅ ঘোড়া
[গ] গরু
[ঘ] পোল্ট্রি

২৯. পোল্ট্রি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে—
[ক] মাংস ও দুধ উৎপাদন
✅ মাংস ও ডিম উৎপাদন
[গ] মাংস ও বাচ্চা উৎপাদন
[ঘ] ডিম ও জৈব সার উৎপাদন

hsc agriculture 1st paper mcq. hsc agriculture 1st paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. বাংলাদেশে মোট জনগোষ্ঠীর কত শতাংশের অধিক লোক মৎস্য খাতের উপর নির্ভরশীল?
[ক] ৬০
[খ] ৭০
✅ ১০
[ঘ] ৯০

৩১. মোহনা থেকে আহরিত মাছকে কোন পানির মাছ বলা হয়?
[ক] মিঠা পানির মাছ
✅ লোনা পানির মাছ
[গ] মুক্ত জলাশয়ের মাছ
[ঘ] ঘোলা পানির মাছ

৩২. তেলাপিয়া কোন জলাশয়ের মাছ?
[ক] মোহনার অঞ্চলের মাছ
✅ বদ্ধ জলাশয়ের মাছ
[গ] মুক্ত জলাশয়ের মাছ
[ঘ] ঘোলা পানির মাছ

৩৩. অভ্যন্তরীণ জলাশয়কে কয় ভাগে ভাগ করা যায়?
✅ দুই ভাগে
[খ] তিন ভাগে
[গ] চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে

৩৪. বাংলাদেশে মাথাপিছু বনভূমির পরিমাণ কত?
[ক] ০.০১৫ হেক্টর
[খ] ০.২০০ হেক্টর
[গ] ০.০১০ হেক্টর
✅ ০.০১৮ হেক্টর

৩৫. বাংলাদেশের কত ভাগ বন সরকার কর্তৃক সংরক্ষিত?
[ক] ৬০
[খ] ৭৯
✅ ৮৯
[ঘ] ৯০

৩৬. বাংলাদেশের বন এলাকাকে কয়টি অঞ্চলে বিভক্ত?
✅ ৪টি
[খ] ৫টি
[গ] ৬টি
[ঘ] ৭টি

৩৭. বাংলাদেশের মোট আয়তনের কত শতাংশ বনাঞ্চল রয়েছে?
[ক] ২২
[খ] ২৩
✅ ১৭
[ঘ] ৯০

৩৮. কয়টি জেলায় উপকূলীয় সবুজ বেষ্টনীয় বনাঞ্চল সৃষ্টি করা হয়েছে?
[ক] ৬৪টি জেলায়
[খ] ২০টি জেলায়
✅ ১০টি জেলায়
[ঘ] ১৫টি জেলায়

৩৯. কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির কত ভাগে বনাঞ্চল থাকা প্রয়োজন?
[ক] ১৭ ভাগ
[খ] ২০ ভাগ
✅ ২৫ ভাগ
[ঘ] ৩০ ভাগ

৪০. উঠোন বৈঠকের মাধ্যমে কৃষকদের মধ্যে কী পৌঁছে দেওয়া হয়?
[ক] কৃষি ঋণ
✅ কৃষি তথ্য ও সেবা
[গ] সার ও কীটনাশক
[ঘ] স্বাস্থ্য বিষয়ক তথ্য

৪১. কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় কোন স্থান?
[ক] মাঠের কোনা
[খ] ক্লাব ঘর
✅ বনে
[ঘ] বাড়ির উঠান

৪২. একটি কৃষক সভায় অংশগ্রহণকারী কৃষক সদস্যের সংখ্যা সাধারণত কত হয়।
✅ ২০-৩৯ জন
[খ] ৫০-৬০ জন
[গ] ১০০ জন
[ঘ] ৩৩৩ জন

৪৩. কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলো হলো-
i. কৃষি প্রকৌশল ও কারিগরি বিজ্ঞান অনুষ
ii. জীবন অনু
iii. কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিদ্যা অনুষদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৪. সবচেয়ে বেশি সংখ্যক কৃষি যন্ত্রপাতি উদ্ভাবনকারী বড় প্রতিষ্ঠান কোনটি?
[ক] বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
[খ] শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়
✅ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
ঘ মেসার্স রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস

৪৫. বাংলাদেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো হলো-
i. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)
ii. বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই)
iii. আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইবি)

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭ নং প্রশ্নের উত্তর দাও:
অভি একদিন সন্ধ্যায় তাদের টিভিতে একটি চ্যানেলে 'কৃষি দিবানিশি' অনুষ্ঠান দেখছিল। অনুষ্ঠানে কৃষিবিষয়ক বিভিন্ন সফল কাহিনী, তথ্য, সমস্যা সমাধান দেখানো হচ্ছিল। সে তার বাবার কাছে এমন কৃষিবিষয়ক আরও অনুষ্ঠান সম্পর্কে জানল।

৪৬. অভি কোন টিভি চ্যানেলে অনুষ্ঠানটি দেখছিল?
✅ বিটিভি
[খ] ইটিভি
[গ] এটিএন
[ঘ] চ্যানেল আই

৪৭. অভির বাবা তাকে আরও যে অনুষ্ঠান সম্পর্কে জানালো-
i. কৃষি ও জীবন সম্পর্কে
ii. BARC সম্পর্কে
iii. সবুজ বাংলা সম্পর্কে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮. মাঠ ফসল কোনটি?
[ক] আলু
[খ] পিঁয়াজ
✅ ভুট্টা
[ঘ] আদা

৪৯. পোল্ট্রি কোনটি?
[ক] ময়না
[খ] টিয়া
✅ টার্কি
[ঘ] ঘুঘু

৫০. উদ্যান ফসলের উদাহরণ-
i. আলু
ii. পেঁয়াজ
iii. ছোলা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৫১ ও ৫২ নং প্রশ্নের উত্তর দাও:
কৃষি শিক্ষক ক্লাসে কৃষির বিভিন্ন ক্ষেত্র আলোচনা করছিলেন। এর মধ্যে সবচেয়ে বড় দুইটি ক্ষেত্র নিয়ে বেশি সময় আলোচনা করেন। ক্ষেত্রগুলো সকল মানুষের প্রধান মৌলিক চাহিদা পূরণ করে।

৫১. কৃষি শিক্ষক কোন দুইটি ক্ষেত্র নিয়ে বেশি আলোচনা করেন?
i. মাঠ ফসল
ii. উদ্যান ফসল
iii. পোল্ট্রি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫২. কৃষি শিক্ষক দুটি ক্ষেত্র নিয়ে বেশি আলোচনার কারণ কোনটি?
✅ প্রধান খাদ্য
[খ] পুষ্টির চাহিদা পূর
[গ] অর্থনৈতিক গুরুত্ব
[ঘ] উৎপাদন ঝুঁকি

৫৩. দেশের মোট আবাদি জমির শতকরা কত ভাগ মাঠ ফসল?
[ক] ৩০
[খ] ৪৯
[গ] ৬০
✅ ৭০

৫৪. কোনটি আঁশ জাতীয় ফসল?
✅ কেনাফ
[খ] ধইরা
[গ] অড়হর
[ঘ] গর্জুন

৫৫. সবচেয়ে বেশি আবাদ হয় কোন সবজি?
[ক] বেগুন
✅ গোল আলু
[গ] মিষ্টি কুমড়া
[ঘ] লাউ

৫৬. মাছ কোন পর্বের?
[ক] আর্থ্রোপোডা
[খ] কাটা
[গ] অসট্রিকথিস
✅ কর্ডাটা

৫৭. পোল্ট্রির শ্রেণি কোনটি?
[ক] আর্থ্রোপোডা
[খ] কাটা
[গ] অসট্রিকথিস
✅ এভিস

৫৮. সামাজিক বনের সবচেয়ে উপকারী বৃক্ষ কোনটি?
[ক] আম
[খ] সেগুন
✅ কাঁঠাল
[ঘ] নিম

৫৯. বাস্তব কৃষি জ্ঞানের উৎস কোনটি?
✅ কৃষক
[খ] কৃষি বিজ্ঞানী
[গ] কৃষি সম্প্রসারণ কর্মী
[ঘ] এনজিও মাঠকর্মী

hsc agriculture 1st paper mcq. hsc agriculture 1st paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. দেশের সবচেয়ে বড় কৃষি শিক্ষা প্রতিষ্ঠান কোনটি?
✅ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
[খ] ঢাকা বিশ্ববিদ্যালয়
[গ] শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
[ঘ] রাজশাহী বিশ্ববিদ্যালয়

৬১. কৃষি তথ্য সার্ভিস কোন বিষয়ে তথ্য সরবরাহ করে?
[ক] ফসল
[খ] মাছ
[গ] পশু পাখি
✅ কৃষির সকল ক্ষেত্র

৬২. প্রদর্শনী প্লট করে-
i. গবেষণা প্রতিষ্ঠান
ii. সম্প্রসারণ প্রতিষ্ঠান
iii. এনজিও

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৩. কৃষি উপকরণ সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি?
✅ বিএডিসি
[খ] কৃষিতথ্য সার্ভিস
[গ] এসি আই
[ঘ] হার্ডস

৬৪. কৃষি তথ্য পাওয়ার যেকোনো সময় সবচেয়ে বড় দ্রুততম মাধ্যম কোনটি?
✅ ইন্টারনেট
[খ] মোবাইল ফোন
[গ] টেলিভিশন
[ঘ] রেডিও

৬৫. কৃষি গবেষণার নতুন প্রযুক্তি কৃষকদের দেওয়া কোন প্রতিষ্ঠানের কাজ?
[ক] গবেষণা প্রতিষ্ঠান
✅ সম্প্রসারণ প্রতিষ্ঠান
[গ] এনজিও
[ঘ] প্রশিক্ষণ প্রতিষ্ঠা

৬৬. কৃষি গবেষণা প্রতিষ্ঠানের মৌলিক কাজ কোনটি?
✅ জাত উদ্ভাবন
খ কৃষকের সমস্যা নিয়ে গবেষণা করা
[গ] রোগবালাই নিয়ে গবেষণা করা
[ঘ] উন্নত প্রযুক্তি উদ্ভাবন

৬৭. অভিজ্ঞ কৃষক কে?
[ক] বয়স্ক কৃষক
[খ] দক্ষ কৃষক
[গ] শিক্ষিত কৃষক
✅ জ্ঞানী কৃষক

৬৮. উঠোন বৈঠকে কতজন কৃষক অংশগ্রহণ করে?
[ক] ৫০-৬০ জন
[খ] ৪০-৫০ জন
[গ] ৩০-৪০ জন
✅ ২০-৩০ জন

৬৯. উঠোন বৈঠক কোথায় হয়?
[ক] গ্রোথ সেন্টার
[খ] কৃষক বিদ্যালয়ে
[গ] উপজেলা কৃষি অফিসে
✅ কৃষকের বাড়িতে

৭০. কৃষক বিদ্যালয় পরিচালনা করে-
✅ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
[খ] এনজিও
[গ] কৃষি গবেষণা প্রতিষ্ঠান
[ঘ] কৃষি প্রশিক্ষণ অফিস

৭১. কৃষি গবেষণা প্রতিষ্ঠান কোনটি?
✅ BINA
[খ] ATI
[গ] BADC
[ঘ] BAU

৭২. কৃষক সভা কখন করা হয়?
[ক] নির্দিষ্ট তারিখে
[খ] নির্দিষ্ট সপ্তাহে
✅ জরুরি সময়
[ঘ] নির্দিষ্ট মাসে

৭৩. সরকারি কৃষির তথ্য ও সেবার উৎস কোনটি?
i. কৃষি তথ্য সার্ভিস
ii. ইন্টারনেট
iii. বিএডিসি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৭৪ ও ৭৫ নং প্রশ্নের উত্তর দাও:
মজিদ কৃষক বিদ্যালয়ে গিয়ে উপকারী পোকা চিনতে পারে। সে পাশের গ্রামের আরেক কৃষক বিদ্যালয়ে গিয়ে ফসল ব্যবস্থাপনা সম্বন্ধে জানতে পারে। এগুলোর জ্ঞান নিজের জমিতে প্রয়োগ করে সুফল পেয়েছেন।

৭৪. কৃষক মজিদের বিদ্যালয় কোনটি?
i. আইপিএম
ii. আইসিএম
iii. আইএফএম

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৫. কৃষক মজিদ বিদ্যালয়ে কেন যায়?
[ক] লেখাপড়া শিখতে
✅ কৃষিজ্ঞান অর্জন করতে
[গ] প্রশিক্ষণ গ্রহণ করতে
[ঘ] অবসর সময় কাটাতে

৭৬. কোনটি তেল বীজ ফসল?
✅ কুসুমফুল
[খ] ফেলন
[গ] মেস্তা
[ঘ] কাউন

৭৭. দেশের উৎপাদিত মোট ফসলের কতভাগ উদ্যান ফসল?
[ক] ৬০
[খ] ৫০
[গ] ৪০
✅ ৩০

৭৮. কৃষক বিদ্যালয়ে এক ক্লাসে কতজন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন?
[ক] ৬০
✅ ৫০
[গ] ৪০
[ঘ] ৩০

৭৯. কৃষক সভায় কতজন কৃষক অংশগ্রহণ করেন?
✅ ৫০-৬০
[খ] ৬০-৭০
[গ] ৪০-৫৯
[ঘ] ৩৩-৮০

৮০. সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কয়টি?
[ক] ২২
✅ ১২
[গ] ৪৫
[ঘ] ৩০

৮১. বাংলাদেশে জাতীয় কৃষি সংশিষ্ট গবেষণা প্রতিষ্ঠান কয়টি?
[ক] ৬০
[খ] ৩৫
[গ] ১৪
✅ ১৩

৮২. কৃষিতথ্য সার্ভিসের আঞ্চলিক কার্যালয় কয়টি?
✅ ১০
[খ] ৩৫
[গ] ১৪
[ঘ] ১৩

৮৩. কৃষিতথ্য পাওয়ার যেকোনো সময় সবচেয়ে সহজ উপায় কোনটি?
✅ অনলাইন
[খ] মোবাইল ফোন
[গ] ইলেকট্রনিক মিডিয়া
[ঘ] প্রকাশনা

৮৪. সবচেয়ে বেশি কৃষি তথ্যের ভা-ার কোনটি?
✅ ওয়েবসাইট
[খ] পত্রিকা
[গ] রেডিও
[ঘ] টেলিভিশন

৮৫. মাছের শ্রেণি হচ্ছে-
i. অসটিকথিস
ii. কনড্রিকথিস
iii. এভিস

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৬. কোনটি এনজিও?
[ক] BADC
✅ BRAC
[গ] BARC
[ঘ] BARI

৮৭. কৃষি উপকরণ সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি?
[ক] BADC
✅ ACI
[গ] GETCO
[ঘ] ALFA

৮৮. মোবাইল ফোনে কৃষি সমস্যার সমাধান দেয় কোনটি?
[ক] কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
[খ] কৃষি গবেষণা প্রতিষ্ঠান
[গ] কৃষি প্রশিক্ষণ প্রতিষ্ঠান
✅ কৃষিতথ্য সার্ভিস

৮৯. ধান নিয়ে গবেষণা করে কোন প্রতিষ্ঠান?
[ক] BARI
[খ] BJRI
[গ] BSRI
✅ BRRI

hsc agriculture 1st paper mcq. hsc agriculture 1st paper guide pdf download. উচ্চমাধ্যমিক কৃষিশিক্ষা ১ম পত্র বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. কোনটি সবচেয়ে বড় গবেষণা প্রতিষ্ঠান
✅ BARI
[খ] BJRI
[গ] BSRI
[ঘ] BRRI

৯১. AIS কোন ধরনের প্রতিষ্ঠান?
[ক] গবেষণা
[খ] সম্প্রসারণ
[গ] উচ্চশিক্ষা
✅ প্রচার

৯২. বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কোনটি?
i. শিক্ষা
ii. গবেষণা
iii. সম্প্রসারণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৩. বাংলাদেশের কৃষকদের কৃষি তথ্য ও সেবা পাওয়ার সবচেয়ে সহজ উপায় কোনটি?
✅ মোবাইল ফোন
[খ] ইন্টারনেট
[গ] কৃষক সভা
[ঘ] কৃষি সম্প্রসারণ অফিস

৯৪. কোনটিতে ঝুঁকি কম লাভ বেশি?
[ক] গবাদিপশু
✅ উদ্যান ফসল
[গ] মাছ
[ঘ] পোল্ট্রি

HSC কৃষিশিক্ষা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

৯৫. বাংলাদেশের জনসংখ্যার শতকরা কত ভাগ গ্রামে বাস করে?
✅ ৬৪.১৪
[খ] ৬৮.৫০
[গ] ৫৫.৭৬
[ঘ] ৪৫.৬৫

৯৬. দেশের মোট শ্রমশক্তির শতকরা কত ভাগ কৃষি খাতে নিয়োজিত?
✅ ৪০.৬০
[খ] ৮৮.৫০
[গ] ৫৫.৭৬
[ঘ] ৯৫.৬৫

৯৭. ২০১৭-২০১৮ অর্থবছরে জিডিপিতে কৃষির বিভিন্ন খাতের সমন্বিত অবদান শতকরা কত ভাগ?
✅ ১৪.১০
[খ] ৮৮.৭০
[গ] ৩৩.৯৯
[ঘ] ৩৫.৩৪

৯৮. ২০১৭-২০১৮ অর্থবছরে জিডিপিতে মৎস্য খাতের অবদান শতকরা কত ভাগ?
[ক] ৫.৬৫
[খ] ৪.৫৭
✅ ৩.৫৭
[ঘ] ৩৫.৩৪

৯৯. চলতি অর্থবছরে জাতীয় অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদান শতকরা কত ভাগ?
✅ ১.৫৪
[খ] ৮.৭০
[গ] ৩.৯৯
[ঘ] ৫.৩৪

১০০. মোট রফতানি আয়ের কত ভাগ পাটজাত দ্রব্য থেকে আসে?
[ক] ১.৫৪
[খ] ৮.৭০
✅ ৩.৬০
[ঘ] ৫.৩৪
Share:

HSC ভূগোল ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 2nd Paper mcq question and answer. HSC Geography 2nd Paper mcq questions pdf download. HSC vugol 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
ভূগোল
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৮

HSC Geography 2nd Paper
MCQ
question and answer pdf download

১. বাণিজ্যসংক্রান্ত আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি করে কোন সংস্থা?
✅ WTO
[খ] APTA
[গ] SAPTA
[ঘ] NAFTA

২. বাংলাদেশের প্রচলিত রপ্তানি পণ্য কোনটি?
[ক] তৈরি পোশাক
✅ পাটজাত দ্রব্য
[গ] হিমায়িত চিংড়ি
[ঘ] পাকা চামড়া

৩. বহির্বিশ্বের সাথে বাণিজ্য সংঘটিত হওয়ার প্রধান কারণ-
i. সম্পদের ঘাটতি
ii. পরিবেশগত পার্থক্য
iii. উৎপাদিত উদ্বৃত্ত পণ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪. বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার কোথায়?
[ক] মালয়েশিয়া
[খ] লিবিয়া
✅ সৌদি আরব
[ঘ] ইন্দোনেশিয়া

৫. বাংলাদেশের অধিকাংশ আন্তর্জাতিক বাণিজ্য কোন পথে সংঘটিত হয়ে থাকে?
✅ জলপথে
[খ] সড়কপথে
[গ] রেলপথে
[ঘ] আকাশপথে

৬. জনসংখ্যা বৃদ্ধির জন্য কোনটির ওপর বিরূপ প্রভাব পড়ে না?
[ক] জনস্বাস্থ্য
[খ] বাসস্থান
✅ জনশক্তি রপ্তানি
[ঘ] আবাদযোগ্য জমি

৭. নিচের অপ্রচলিত পণ্য কোনটি?
✅ তৈরি পোশাক
[খ] কাচাপাট
[গ] কাগজ
[ঘ] বিটুমিন

৮. বাংলাদেশের শ্রমশক্তি বিদেশে প্রেরণ করা হয় কোন সাল থেকে?
[ক] ১৯৭৩
[খ] ১৯৭৪
[গ] ১৯৭৫
✅ ১৯৭৬

৯. বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি?
[ক] চা
[খ] চামড়া
[গ] হিমায়িত মাছ,
✅ তৈরি পোশাক

১০. নিচের কোনটি বৃহত্তম বাণিজ্যিক সংগঠন?
[ক] নাফতা
[খ] সাফটা
[গ] আসিয়ান
✅ ইউরোপীয় ইউনিয়ন

১১. আন্তর্জাতিক বাণিজ্য কয় প্রকার?
[ক] এক
✅ দুই
[গ] তিন
[ঘ] চার

১২. গ্রামের হাটবাজারে ক্রয়-বিক্রয় কোন ধরনের বাণিজ্য?
[ক] আমদানি
[খ] রপ্তানি
[গ] আন্তর্জাতিক
✅ অভ্যন্তরীণ

১৩. বাংলাদেশের আমদানি বাণিজ্যে শীর্ষ দেশ কোনটি?
✅ চীন
[খ] ভারত
[গ] সিঙ্গাপুর
[ঘ] জাপান

১৪. বাংলাদেশের রপ্তানি পণ্যে তৈরি পোশাকের শতকরা হার কত?
[ক] ৩৮.৫%
[খ] ৪০.১%
✅ ৪৩.০২%
[ঘ] ৩৯.৫%

১৫. বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে-
✅ তৈরি পোশাক থেকে
[খ] হিমায়িত খাদ্য থেকে
[গ] পাট ও পাটজাত পণ্য থেকে
[ঘ] চামড়া ও চামড়াজাত পণ্য থেকে

১৬. বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক সবচেয়ে বেশি ও ঘনিষ্ঠ?
[ক] ভারত
✅ যুক্তরাষ্ট্র
[গ] জাপান
[ঘ] সৌদি আরব

১৭. জাইকা কোন দেশের উন্নয়ন সংস্থা?
[ক] জার্মানি
✅ জাপান
[গ] রাশিয়া
[ঘ] চীন

১৮. বাণিজ্যিক ও ব্যবসায়ী বিষয়গুলোর নিয়ন্ত্রক সংস্থা কোনটি?
[ক] WHO
[খ] IMF
✅ WTO
[ঘ] GDP

১৯. বাণিজ্যের ধরন ও প্রকৃতির ওপর নির্ভর করে বাণিজ্যকে কয় ভাগে ভাগ করা যায়?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২০. মেলা শব্দটির ইংরেজি প্রতিশব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
[ক] জার্মানি
✅ ফ্রেঞ্চ
[গ] ল্যাটিন
[ঘ] রোমান

২১. বিশ্বের শীর্ষ পাট রপ্তানিকারক দেশ কোনটি?
✅ বাংলাদেশ
[খ] ভারত
[গ] পাকিস্তান
[ঘ] চীন

২২. জি-টু-জি-এর আওতায় মালয়েশিয়ায় কতজন কর্মী প্রেরণ করা হয়েছে?
✅ ১৯৮ জন
[খ] ২৯৮ জন
[গ] ২০০ জন
[ঘ] ২৫০ জন

২৩. দুই বা ততোধিক সার্বভৌম দেশের মধ্যে দ্রব্য ও সেবাকর্ম আদান প্রদানকে কী বলে?
[ক] রপ্তানি বাণিজ্য
[খ] আমদানি বাণিজ্য
✅ আন্তর্জাতিক বাণিজ্য
[ঘ] বাণিজ্য

২৪. আন্তর্জাতিক বাণিজ্যের মূল ভিত্তি কোনটি?
✅ ভৌগোলিক শ্রমবিভাগ
[খ] আন্তর্জাতিক পরিস্থিতি
[গ] অর্থনৈতিক অবস্থার ভিন্নতা
[ঘ] পরিবেশগত পার্থক্য

২৫. ইন্দোনেশিয়া কোনটি রপ্তানিতে শীর্ষে রয়েছে?
[ক] গম
[খ] তেল
✅ রবার
[ঘ] চা

২৬. বর্তমানে আমাদের রপ্তানি আয়ের শতকরা কত ভাগ পোশাক খাত থেকে আসে?
[ক] ৭৫ ভাগ
✅ ৮০ ভাগ
[গ] ৮৫ ভাগ
[ঘ] ৯০ ভাগ

২৭. বাংলাদেশে মোট রপ্তানি আয়ের শতকরা কতভাগ ইতালি থেকে আসে?
✅ ৩.৭৪ ভাগ
[খ] ৪.৬৭ ভাগ
[গ] ৫.৪৪ ভাগ
[ঘ] ৬.২৮ ভাগ

২৮. বাংলাদেশে আমদানিকৃত প্রাথমিক পণ্য কোনটি?
[ক] ভোজ্য তেল
[খ] সার
✅ গম
[ঘ] ক্লিংকার

২৯. বাংলাদেশের সাথে কোন দেশের বাণিজ্য ঘাটতি বেশি?
✅ চীন
[খ] জাপান
[গ] কোরিয়া
[ঘ] যুক্তরাষ্ট্র

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে কোন দেশ থেকে?
[ক] ওমান
[খ] কুয়েত
[গ] সিঙ্গাপুর
✅ সৌদি আরব

৩১. কোন কারণে প্রতিযোগী দেশগুলোর ব্যবসায়ীদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে?
✅ অসম প্রতিযোগিতা
[খ] রাজনৈতিক সমস্যা
[গ] অর্থনৈতিক বৈষম্য
[ঘ] ভৌগোলিক কারণ

৩২. কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি?
[ক] জাপান
[খ] কুয়েত
[গ] রাশিয়া
✅ চীন

৩৩. বাংলাদেশের মোট জনশক্তির মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে কোন অঞ্চলে?
[ক] দুরপ্রাচ্য
[খ] ইউরোপ
✅ মধ্যপ্রাচ্য
[ঘ] আফ্রিকা

৩৪. OPEC-এর পূর্ণরূপ কী?
✅ Organization of Petroleum Exporting Countries
[খ] Organization of Polaneum Exporting Countries
[গ] Organization of Petroleum Extracting Countries
[ঘ] Organization of Polar Enhance Company

৩৫. এশিয়ার দেশগুলোর মধ্যে নিচের কোনটি রপ্তানি বাণিজ্যে শীর্ষে?
[ক] ভারত
✅ চীন
[গ] জাপান
[ঘ] পাকিস্তান

৩৬. পোশাক শিল্পের বাণিজ্য বৃদ্ধির জন্য সরকার দেশের বিভিন্ন স্থানে কী স্থাপন করেছে?
✅ EPZ
[খ] BCIC
[গ] EPG
[ঘ] EPI

৩৭. আমদানিকারক দেশ হিসেবে বাংলাদেশের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক কোন দেশের?
[ক] কুয়েত
[খ] ভারত
✅ চীন
[ঘ] জাপান

৩৮. বাংলাদেশের অপ্রচলিত দ্রব্যের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয় নিচের কোনটি?
✅ চামড়া
[খ] হিমায়িত খাদ্য
[গ] কৃষি দ্রব্য
[ঘ] রাসায়নিক দ্রব্য

৩৯. বাংলাদেশের জনশক্তি আমদানিকারক প্রধান দেশ কোনটি?
[ক] ওমান
[খ] জাপান
✅ সৌদি আরব
[ঘ] লিবিয়া

৪০. বিশ্বের শীর্ষ গম রপ্তানিকারক দেশ কোনটি?
✅ ব্রাজিল
[খ] কানাডা
[গ] চীন
[ঘ] ভরত

৪১. বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ)-এর বৃহত্তম বিনিয়োগকারী দেশ কোনটি?
[ক] উত্তর কোরিয়া
✅ দক্ষিণ কোরিয়া
[গ] জাপান
[ঘ] চীন

৪২. শিল্পজাত রপ্তানি পণ্য নিচের কোনটি?
[ক] হিমায়িত খাদ্য
[খ] কৃষিজাত দ্রব্য
[গ] কাঁচাপাট
✅ তৈরি পোশাক

৪৩. যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানির পরিমাণ
i. শীর্ষস্থানীয়
ii. মোট রপ্তানির ১৮.১৬% শতাংশ
iii. ৬২২০.৬৫ মিলিয়ন মার্কিন ডলার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৪. বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশে বাংলাদেশের বাণিজ্যের অসুবিধা কী?
i. রপ্তানি পণ্যের ওপর কোটা আরোপ
ii. ক্রেতা কর্তৃক মূল্য নির্ধারণ
iii. পাটের বিকল্প আবিষ্কার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৫. OPEC-এর মূল উদ্দেশ্য-
i. খনিজ তেলসংক্রান্ত বাণিজ্য নীতি প্রণয়ন
ii. সদস্য দেশগুলোর খনিজ তেল উত্তোলন নীতির সমন্বয়সাধন
iii. তৈলসংক্রান্ত স্বার্থ সুরক্ষা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৬. চীন লৌহ ও ইস্পাত শিল্প থেকে উৎপাদিত দ্রব্য রপ্তানি করে-
i. দক্ষিণ কোরিয়ায়
ii. যুক্তরাষ্ট্রে
iii. ইতালিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৭. জাপান বাংলাদেশ থেকে আমদানি করে
i. চামড়াজাত পণ্য
ii. তৈরি পোশাক
iii. চিংড়ি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৪৮ ও ৪৯নং প্রশ্নের উত্তর দাও:
আন্তর্জাতিক বাণিজ্য বিভিন্ন দেশের বাণিজ্যনীতি, পৃথক বাজার ব্যবস্থা, পৃথক অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদি কারণে ভিন্ন প্রকৃতির হয়। সবকিছু বিবেচনা করে মোবাশ্বের সাহেব ইউরোপে পোশাক রপ্তানি করার সিদ্ধান্ত নেন।

৪৮. মোবাশ্বের সাহেবের বাণিজ্য সংঘটিত হবে কীসের মধ্যে?
✅ সার্বভৌম দেশে
[খ] বিভিন্ন অঞ্চলে
[গ] উপনিবেশে
[ঘ] বৃহৎ দেশের মধ্যে

৪৯. উক্ত বাণিজ্যে অসুবিধার সৃষ্টি করে-
i. কর ব্যবস্থা
ii. আর্থিক নীতি
iii. শ্রম নীতি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৫০ থেকে ৫২নং প্রশ্নের উত্তর দাও:
চীন অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। বর্তমান বিশ্বে শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে চীন অন্যতম। বাংলাদেশ চীন থেকে বহু পণ্য আমদানি করে।

৫০. এশিয়া মহাদেশের মধ্যে রপ্তানিকারক দেশ হিসেবে চীনের অবস্থান কততম?
✅ প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

৫১. ২০১২-১৩ সালে চীন হতে বাংলাদেশের মোট আমদানির পরিমাণ কত?
✅ ৩১২০ মিলিয়ন মার্কিন ডলার
[খ] ৩১২৫ মিলিয়ন মার্কিন ডলার
[গ] ৩১৩০ মিলিয়ন মার্কিন ডলার
[ঘ] ৩১৩৫ মিলিয়ন মার্কিন ডলার

৫২. চীনের রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো-
i. ভুট্টা
ii. চা
iii. গম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের ছকটি দেখ এবং ৫৩ ও ৫৪নং প্রশ্নের উত্তর দাও:
প্রবাসী বাংলাদেশি ২০২০ সাল
পেশাজীবীদক্ষখস্বল্পদক্ষ
ক৬১,৭১৯ জন৯,৪১২ জনগ

৫৩. উপরের ছকে ‘ক’ চিহ্নিত ঘরে কতজন হবে?
[ক] ৮০০ জন
✅ ৩৭৮ জন
[গ] ৮২৫ জন
[ঘ] ৮২৮ জন

৫৪. উপরের ছকে ‘গ’ চিহ্নিত ঘরে কতজন হবে?
✅ ১,৩৯,৬৪০ জন
[খ] ৩,৭৫,১২০ জন
[গ] ৩,৭২,১২০ জন
[ঘ] ৩,৭০,১২০ জন

নিচের উদ্দীপকটি পড়ে ৫৫ থেকে ৫৭নং প্রশ্নের উত্তর দাও:
জামাল ২০১৯ সালের প্রথম দিকে বি.এ পাস্ করে। কোনো চাকরি না পেয়ে ভালো সুবিধা পাওয়ার আশায় সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা করল। এজন্য সে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করল। সুঠাম দেহের অধিকারী হওয়ায় মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হয়। অবশেষে ২০২০-এর শেষ দিকে সে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়।

৫৫. ২০২০ সালে বাংলাদেশ সিঙ্গাপুরে মোট কতজন জনশক্তি রপ্তানি করে?
[ক] ১৯৫৮৫ জন
[খ] ১৯৫৮৪ জন
[গ] ১৯৫৮২ জন
✅ ১৭৪৩ জন

৫৬. জামালের শারীরিক যোগ্যতা নিচের কোন গুণটির বহিঃপ্রকাশ ঘটায়?
✅ কাজ করার ক্ষমতা
[খ] কাজ করার ইচ্ছা
[গ] সততা
[ঘ] কাজের দক্ষতা

৫৭. জামাল যে কারণে বিদেশ গমনে আগ্রহ দেখিয়েছে তা হলো-
i. কাজের মজুরি
ii. পদোন্নতির সম্ভাবনা
iii. নিরাপত্তা বিমা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৮. একটি দেশের বাইরে পণ্য ও সেবাসমূহের স্থানান্তরকে কী বলে?
[ক] আমদানি
[খ] বিনিময়
[গ] বিপণন
✅ রপ্তানি

৫৯. একদেশের সাথে অন্য দেশের পণ্যদ্রব্যের আদান-প্রদান কোন ধরনের বাণিজ্য?
[ক] রপ্তানি
[খ] আমদানি
✅ আন্তর্জাতিক
[ঘ] অভ্যন্তরীণ

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. বাণিজ্য কোন পর্যায়ের অর্থনৈতিক কাজ?
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
✅ তৃতীয়
[ঘ] চতুর্থ

৬১. ইউরvাপীয় অবাধ বাণিজ্য সংঘের (EFTA) সদরদপ্তর কোথায় অবস্থিত?
[ক] ব্রাজিলের রিওডি জেনেরোতে
✅ সুইজারল্যান্ডের জেনেভায়
[গ] জার্মানির বার্লিনে
[ঘ] নেদারল্যান্ডের হেগে

৬২. বাংলাদেশের কোন পণ্য GSP-র সুবিধায় যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করে?
✅ তৈরি পোশাক
[খ] পাট
[গ] হিমায়িত খাদ্য
[ঘ] চা

৬৩. বাংলাদেশের সর্বাধিক রপ্তানি আয় কোন দেশ থেকে আসে?
[ক] কানাডা
✅ যুক্তরাষ্ট্র
[গ] জার্মানি
[ঘ] মালয়েশিয়া

৬৪. বাংলাদেশ সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে কোন দেশে?
[ক] ফ্রান্সে
[খ] ব্রিটেনে
[গ] চীনে
✅ যুক্তরাষ্ট্রে

৬৫. বাংলাদেশের প্রাথমিক রপ্তানি পণ্য নিচের কোনটি?
✅ হিমায়িত খাদ্য
[খ] পাদুকা
[গ] সিরামিক দ্রব্য
[ঘ] রাসায়নিক দ্রব্য

৬৬. যেসব পণ্যের ব্যবহার দেশে সবেচেয়ে কম বা নেই তাকে কীরূপ পণ্য বলে?
[ক] প্রচলিত
✅ অপ্রচলিত
[গ] সাধারণ
[ঘ] নিত্যব্যবহার্য

৬৭. বাংলাদেশের পোশাক শিল্পের উন্নতিতে সবচেয়ে বড় নিয়ামক কোনটি?
✅ শ্রমিক প্রাপ্তির সহজলভ্যতা
[খ] অনুকূল জলবায়ু
[গ] পর্যাপ্ত কাঁচামাল
[ঘ] শুল্ক হ্রাস

৬৮. বর্তমানে বাংলাদেশের বিলিয়ন ডলার শিল্প কোনটি?
[ক] পাটজাত পণ্য
✅ তৈরি পোশাক
[গ] ঔষধ
[ঘ] হিমায়িত খাদ্য

৬৯. বাণিজ্যের ধরন ও প্রকৃতির ওপর নির্ভর করে বাণিজ্যকে কয় ভাগে ভাগ করা যায়?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৭০. বাংলাদেশের অভ্যন্তরীণ বাণিজ্য কেন্দ্রগুলো কত ধরনের?
[ক] ৩
✅ ৪
[গ] ৫
[ঘ] ৬

৭১. বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম কোনটি?
✅ তৈরি পোশাক
[খ] চা
[গ] চামড়া
[ঘ] হিমায়িত খাদ্য

৭২. মেলা শব্দটির ইংরেজি প্রতিশব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
[ক] জার্মানি
✅ ফ্রেঞ্চ
[গ] ল্যাটিন
[ঘ] রোমান

৭৩. বাংলাদেশের রপ্তানি পণ্যের ১১তম বড় বাজার কোনটি?
[ক] যুক্তরাষ্ট্র
[খ] যুক্তরাজ্য
[গ] ভারত
✅ জাপান

৭৪. বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে প্রচলিত পণ্য কোনগুলো?
i. পার্টেক্স, চিটাগুড়, দিয়াশলাই
ii. হিমায়িত খাদ্যসামগ্রী, পান-সুপারি, মসলা
iii. তৈরি পোশাক, চিংড়ি মাছ, ব্যাঙের পা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৫. বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার কোথায়?
অথবা, বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার কোনটি?
[ক] মালয়েশিয়া
[খ] লিবিয়া
✅ সৌদি আরব
[ঘ] ইন্দোনেশিয়া

৭৬.বাংলাদেশের অপ্রচলিত পণ্যসমূহ হলো-
i. হিমায়িত চিংড়ি
ii. ইলিশ
iii. কাঁচাপাট

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৭. কাকে অর্থনৈতিক পরাশক্তি দেশ বলা হয়?
[ক] চীন
✅ জাপান
[গ] কোরিয়া
[ঘ] নেপাল

৭৮. আসিয়ান সংস্থাটির সদর দপ্তর কোথায়?
[ক] ফিলিপাইন
[খ] ব্রুনাই
✅ সিঙ্গাপুর
[ঘ] জাকার্তা

৭৯. GSP-এর পূর্ণরূপ কী?
✅ Generalized System of Preference
[খ] General System of Preference
[গ] Generalized System of Perfection
[ঘ] General System of Preference

৮০. বিশ্ব বাণিজ্য বিন্নি দেশের মধ্যে আদান-প্রদানে সাহায্য করে-
i. জ্ঞান বিজ্ঞান
ii. শিল্পকলা
iii. সভ্যতা ও সংস্কৃতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮১. দেশের মোট আমদানি-রপ্তানির কত শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পনণ হয়?
[ক] প্রায় ৮৫%
[খ] প্রায় ৯৫%
✅ প্রায় ৯২%
[ঘ] প্রায় ৮২%

৮২. বাংলাদেশের রপ্তানি পণ্যের সর্ববৃহৎ বাজার কোনটি?
[ক] ইতালি
[খ] যুক্তরাজ্য
✅ যুক্তরাষ্ট্র
[ঘ] ফ্রান্স

৮৩. বিশ্বের সর্বোচ্চ রপ্তানিকারক দেশ কোনটি?
✅ চীন
[খ] জাপান
[গ] যুক্তরাষ্ট্র
[ঘ] জার্মানি

৮৪. WTO প্রধানত নিচের কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
[ক] সংস্কৃতি
[খ] খেলাধুলা
✅ বাণিজ্য
[ঘ] বিজ্ঞান

৮৫. বিশবব্যাপী আমদানি-রপ্তানির সিংহভাগ হয় কোন পথে?
[ক] স্থলপথে
✅ জলপথে
[গ] রেলপথে
[ঘ] আকাশ পথে

৮৬. ওপেক প্রতিষ্ঠার উদ্যোক্তা কোন রাষ্ট্র?
[ক] ইরাক
[খ] ভারত
[গ] ইরান
✅ ভেনিজুয়েলা

৮৭. WTO এর পূর্বনাম কী?
[ক] WTO
[খ] GATCO
✅ GATT
[ঘ] WTO UNOIN

৮৮. অপ্রচলিত দ্রব্য কোনটি?
✅ ওষুধ
[খ] চা
[গ] পাট
[ঘ] চামড়া

৮৯. আসিয়ানভুক্ত দেশ হলো-
i. মালয়েশিয়া
ii. ফিলিপাইন
iii. সিঙ্গাপুর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. রেলওয়ের সিগন্যালিং সিস্টেম নিয়ন্ত্রণকে কী বলে?
✅ Interlocking
[খ] Internallocking
[গ] Intralocking
[ঘ] Internetlockin

৯১. South Asia Free Trade Area (SAFTA) প্রতিষ্ঠিত হয় কত সালে?
[ক] ২০০৩ সালের ১ জুলাই
[খ] ২০০৪ সালের ১ জুন
[গ] ২০০৫ সালের ১ জুন
✅ ২০০৬ সালের ১ জুলাই

৯২. বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশে বাংলাদেশের বাণিজ্যের অসুবিধা কী?
i. রপ্তানি পণ্যের উপর কোটা আরোপ
ii. ক্রেতা কর্তৃক মূল্য নির্ধারণ
iii. পাটের বিকল্প আবিষ্কার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশ হওয়ায় বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাজ্যসহ ইউরোপীয় সাধারণ বাজারে শুল্কমুক্ত বাণিজ্যের সুবিধা ভোগ করছে।

HSC ভূগোল ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮

৯৩. ২০১৯-২০ অর্থবছরে যুক্তরাজ্যে বাংলাদেশের রপ্তানির পরিমাণ কত?
[ক] ৩,১৪০ মিলিয়ন মার্কিন ডলার
[খ] ৩,২৪৫ মিলিয়ন মার্কিন ডলার
✅ ৩,৪৫৪ মিলিয়ন মার্কিন ডলার
[ঘ] ৩,৩৪৮ মিলিয়ন মার্কিন ডলার

৯৪. বাংলাদেশ যুক্তরাজ্যে যে পরিমাণ পণ্য রপ্তানি করে তা মোট রপ্তানি বাণিজ্যের কত ভাগ?
✅ ১০.৪২ ভাগ
[খ] ১০.৫৫ ভাগ
[গ] ১০.৫৮ ভাগ
[ঘ] ১০.৬৪ ভাগ

৯৫. ২০১৯ সালে স্বল্পদক্ষ জনশক্তির পরিমাণ মোট প্রবাসী বাংলাদেশির কত ভাগ ছিল?
✅ ২৮ ভাগ
[খ] ৩০ ভাগ
[গ] ৩২ ভাগ
[ঘ] ৩৫ ভাগ

৯৬. ২০১৯ সালে মোট প্রবাসী বাংলাদেশির মধ্যে কত ভাগ দক্ষ জনশক্তি ছিল?
[ক] ৩০ ভাগ
[খ] ৩৩ ভাগ
✅ ৪৩ ভাগ
[ঘ] ৫২ ভাগ

নিচের উদ্দীপকটি পড়ে ৯৭ থেকে ৯৯নং প্রশ্নের উত্তর দাও:
চীন অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। বর্তমান বিশ্বে শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে চীন অন্যতম। বাংলাদেশ চীন থেকে বহু পণ্য আমদানি করে।

৯৭. এশিয়া মহাদেশের মধ্যে রপ্তানিকারক দেশ হিসেবে চীনের অবস্থান কততম?
✅ প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

৯৮. ২০১৯-২০২০ অর্থ বছরে চীন হতে বাংলাদেশের মোট আমদানির পরিমাণ কত?
✅ ১০,৫৭৩ মিলিয়ন মার্কিন ডলার
[খ] ১০,৫০০ মিলিয়ন মার্কিন ডলার
[গ] ১০,৫৫০ মিলিয়ন মার্কিন ডলার
[ঘ] ১০,৫৭০ মিলিয়ন মার্কিন ডলার

৯৯. চীনের রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো-
i. ভুট্টা
ii. চা
iii. গম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০০. বাংলাদেশে আমদানিকৃত প্রাথমিক পণ্য কোনটি?
[ক] ভোজ্য তেল
[খ] সার
✅ গম
[ঘ] ক্লিংকার
Share: