HSC মনোবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Psychology 1st Paper mcq question and answer. HSC Psychology 1st Paper mcq Questions pdf download. HSC Monobiggan 1st paper mcql Proshno Uttor.

উচ্চ মাধ্যমিক
মনোবিজ্ঞান
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৪

HSC Psychology
1st Paper
mcq Question and Answer pdf download

১. প্রাণীর ব্যক্তিগত অভিজ্ঞতার নাম কী?
✅ অনুভূতি
[খ] আগ্রহ
[গ] অভিজ্ঞতা
[ঘ] আবেগ

২. মানুষকে তার নির্দিষ্ট লক্ষে পরিচালিত করে কোনটি?
[ক] আবেগ
[খ] জ্ঞান
✅ প্রেষণা
[ঘ] বুদ্ধি

৩. কোনটির জন্য মানুষের কর্মস্পৃহা পরিলক্ষিত হয়?
[ক] সংবেদন
✅ প্রেষণা
[গ] প্রত্যক্ষণ
[ঘ] আবেগ

৪. কোনটি না থাকা মানে মানুষের জীবন নিষ্ক্রিয় হয়ে যাওয়া?
[ক] প্রত্যক্ষণ
[খ] আবেগ
[গ] বুদ্ধি
✅ প্রেষণা

৫. মানুষ বা প্রাণী কেমন আচরণ করবে তা কীসের উপর নির্ভরশীল?
[ক] বুদ্ধির উপর
✅ প্রেষণার উপর
[গ] শিক্ষণের উপর
[ঘ] আবেগের উপর

৬. প্রেষণা শব্দটি এসেছে কোন শব্দ থেকে?
[ক] Motion
✅ Motive
[গ] Desire
[ঘ] Need

৭. ‘যা আমাদের আচরণের সূত্রপাত ঘটায়, সচল রাখে এবং পরিচালনা করে তাকে প্রেষণা বলে’- সংজ্ঞাটি কার?
[ক] জন সি রাচ
[খ] ক্রাইডার
✅ জন এল. ভোগেল
[ঘ] সলোমন

৮. ব্যাপকার্থে, প্রেষণাকে আচরণের কারণ হিসেবে সংজ্ঞায়িত করা যায়। সংজ্ঞাটি দিয়েছেন কোন বিজ্ঞানী?
[ক] ক্লাইডার
[খ] গোথালস
[গ] জন এল. ভোগেল
✅ উইলিয়াম বাসকিস্ট

৯. প্রাণীরা জীবনে যা কিছু করে সবকিছুর মৌলিক উৎস কোনটি?
[ক] শিক্ষণ
✅ প্রেষণা
[গ] জ্ঞান
[ঘ] স্মৃতি

১০. প্রেষণা চক্র প্রেষণা চক্রের দ্বিতীয় ধাপ কোনটি?
[ক] অভাববোধ
[খ] উদ্দেশ্য সাধন
[গ] করণ আচরণ
✅ তাড়না

১১. প্রেষণা চক্রের সর্বশেষ ধাপ কোনটি?
[ক] তাড়না
[খ] অভাববোধ
✅ উদ্দেশ্য সাধন
[ঘ] করণ আচরণ

১২. প্রেষণা কী?
[ক] একটি স্থির অবস্থা
✅ একটি গতিশীল অবস্থা
[গ] একটি আবেগীয় অবস্থা
[ঘ] একটি উদ্দেশ্যমূলক অবস্থা

১৩. প্রেষণা কীসের আকারে আবর্তিত হয়?
[ক] গোলাকারে
[খ] ত্রিকোণাকারে
✅ চক্রাকারে
[ঘ] সমান্তরালে

১৪. কোন ব্যক্তি ক্ষুধায় পীড়িত হলে কেমন হয়ে উঠে?
[ক] শান্ত
✅ চঞ্চল
[গ] নির্বোধ
[ঘ] চালাক

১৫. অভাববোধ থেকে কোনটি তৈরি হয়?
[ক] উদ্দেশ্য সাধনের চেষ্টা
[খ] করণ আচরণ
[গ] শিক্ষণ
✅ তাড়না

১৬. উত্তেজনা উপশম করার জন্য প্রাণী যে আচরণ করে, তাকে কী বলে?
✅ করণ আচরণ
[খ] তাড়না
[গ] প্রেষিত আচরণ
[ঘ] উদ্দেশ্য সাধন

১৭. প্রেষণা চক্রের সর্বশেষ পর্যায় কোনটি?
[ক] তাড়না
✅ উদ্দেশ্য সাধন
[গ] করণ আচরণ
[ঘ] অভাববোধ

১৮. নিচের কোনটি প্রেষিত আচরণের বৈশিষ্ট্য?
✅ উদ্দেশ্যমূলক
[খ] বহুমুখী
[গ] উদ্দেশ্যহীন
[ঘ] অসামাজিক

১৯. প্রেষিত আচরণ কীসের থেকে সৃষ্টি হয়?
[ক] অভাববোধ
✅ খ্যাতি
[গ] রক্তের চাপ
[ঘ] পরিবেশের থেকে

২০. কোনটি প্রেষিত আচরণ?
[ক] চোখের পাতা বন্ধ করা
[খ] হাঁচি দেওয়া
[গ] হাইতোলা
✅ উদ্দেশ্য প্রণোদিত

২১. নিচের কোনটি প্রতিবর্তী ক্রিয়া?
[ক] খাওয়া
[খ] হাঁটা
✅ হাঁচি দেওয়া
[ঘ] ঘুমানো

২২. কীসের মাধ্যমে প্রেষণার উপস্থিতি টের পাওয়া যায়?
[ক] অভ্যন্তরীণ আচরণের মাধ্যমে
✅ বাহ্যিক আচরণের মাধ্যমে
[গ] কথা বলার মাধ্যমে
[ঘ] মুখম-ল দেখে

২৩. কোনটি প্রাণীকে তার অভাব পূরণ করতে তাড়িত করে?
[ক] খ্যাতি
[খ] ক্ষমতা
[গ] সম্মান
✅ অভাববোধ

২৪. ক্রন্দ্রনরত ক্ষুধার্ত শিশুকে শুধু খাবার দিয়েই কান্না থামানো যায়, এটি কোন ধরনের প্রেষণার উদাহরণ?
[ক] উদ্দেশ্যমূলক
[খ] ভারসাম্য সংস্থাপক
✅ নির্বাচনমূলক
[ঘ] গন্তব্যস্থলাভিমুখী

২৫. ক্ষুধার্ত ইদুরকে খাবার দিলে খাবার খায়, কিন্তু পানি দিলে তা গ্রহণ করেনা- এটি প্রেষণার কোন বৈশিষ্ট্য?
[ক] ভারসাম্য সংস্থাপক
✅ নির্বাচনমূলক
[গ] উদ্দেশ্যমূলক
[ঘ] গন্তব্যস্থলাভিমুখী

২৬. শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?
[ক] ৯৬.২°F
✅ ৯৮.৪°F
[গ] ৯৯.৪°F
[ঘ] ১০০°F

২৭. অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখার জন্য শরীরের প্রত্যেকটি উপাদান কেমন থাকা দরকার?
[ক] বেশি মাত্রায়
[খ] কম মাত্রায়
[গ] সমান মাত্রায়
✅ নির্দিষ্ট মাত্রায়

২৮. ক্ষুধার সাথে রক্তের শর্করার সম্পর্ক নির্ণয় করেছেন কোন বিজ্ঞানী?
✅ Cuckhardt
[খ] Thompson
[গ] Andersson
[ঘ] Stricker

২৯. Cuckhardt এবং Carlson কত সালে ক্ষুধার সাথে রক্তের শর্করার সম্পর্ক নির্ণয় করেন?
[ক] ১৯৩৫
[খ] ১৯০৯
✅ ১৯১৫
[ঘ] ১৯৩৩

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৩০. প্রাণীর জৈবিক অস্তিত্ব থেকে যেসব প্রেষণার উদ্ভব হয়, তাকে কোন ধরনের প্রেষণা বলে?
[ক] Viscerugenic
[খ] Psychogenic
✅ Physiological
[ঘ] Social

৩১. কোনটি জৈবিক প্রেষণার উদাহরণ?
[ক] খ্যাতি
[খ] যশ
[গ] অর্থ
✅ ক্ষুধা

৩২. প্রাণীর জন্মগত এবং কোনরূপ শিক্ষণ ব্যতীত উৎপন্ন হয় কোন প্রেষণা?
✅ জৈবিক প্রেষণা
[খ] সামাজিক প্রেষণা
[গ] সাধারণ প্রেষণা
[ঘ] অর্জিত প্রেষণা

৩৩. মুখ্য প্রেষণা বলা হয় কোনটিকে?
[ক] অর্জিত প্রেষণাকে
[খ] সাধারণ প্রেষণাকে
[গ] সামাজিক প্রেষণাকে
✅ জৈবিক প্রেষণাকে

৩৪. পাকস্থলী কেটে বাদ দিয়েও দেখা গেছে যে প্রাণী ক্ষুধার তাড়না অনুভব করে, কে বলেছেন?
[ক] Cuckhardt
[খ] Thompson
✅ Tsang
[ঘ] Andersson

৩৫. ক্ষুধার্ত কুকুরের রক্ত স্বাভাবিক কুকুরে প্রবেশ করিয়ে পরীক্ষা করেন কে?
[ক] Tsang
[খ] Thompson
[গ] Stricker
✅ Cuckhardt

৩৬. কোন বিজ্ঞানী বলেন খাবার খাওয়া নিয়ন্ত্রিত হয় স্নায়বিক এবং হরমোনগত লুপ দ্বারা?
[ক] Mayer
[খ] Miller
✅ Thompson
[ঘ] Keesey

৩৭. স্নায়বিক এবং হরমোনগত লুপ কোনটির ভিতর দিয়ে চলে গিয়েছে?
[ক] এমিগডালা
[খ] থ্যালামাস
[গ] গুরুমস্তিষ্ক
✅ হাইপোথ্যালামাস

৩৮. Thomas সামাজিক প্রেষণাকে কতটি মৌলিক শ্রেণিতে ভাগ করেছেন?
[ক] ২টি
[খ] ৩টি
✅ ৪টি
[ঘ] ৫টি

৩৯. সামাজিক প্রেষণা তৈরি হয় কোথায় থেকে?
[ক] কর্মজীবন থেকে
[খ] পারিবারিক জীবন থেকে
✅ সমাজ জীবন থেকে
[ঘ] বাহ্যিক পরিবেশ থেকে

৪০. কোনটি গোষ্ঠীগত প্রেষণা?
[ক] ব্যক্তির পছন্দ
[খ] ব্যক্তির রুচি
[গ] ব্যক্তির অভিমত
✅ একত্রে বসবাস করার বাসনা

৪১. Murray কতটি সামাজিক প্রেষণার কথা বলেছেন?
[ক] ১৭টি
✅ ২০টি
[গ] ২৫টি
[ঘ] ৩০টি

৪২. নিরাপত্তা কোন ধরনের প্রেষণা?
[ক] জৈবিক
[খ] অর্জিত
✅ সামাজিক
[ঘ] সাধারণ

৪৩. যূথচারিতা জন্মগতভাবে কোন ধরনের প্রেষণা?
✅ অর্জিত
[খ] জৈবিক
[গ] সামাজিক
[ঘ] সাধারণ

৪৪. সফলতা অর্জন বা প্রতিষ্ঠা লাভের ইচ্ছা কী?
[ক] যূথচারিতা
✅ কৃতি প্রেষণা
[গ] স্বীকৃতির চাহিদা
[ঘ] পদমর্যাদার চাহিদা

৪৫. কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা প্রণয়ন করেন কে?
[ক] ক্রাইভার
[খ] গোহালস্
✅ হেনরী মারে
[ঘ] সলোমন

৪৬. প্রাণীর আলোড়িত অবস্থাকে কী বলে?
[ক] প্রেষণা
[খ] অভিজ্ঞতা
[গ] অনুভূতি
✅ আবেগ

৪৭. আবেগহীন মানুষ কীসের মতো?
[ক] পশুর মতো
[খ] বনমানুষের মতো
[গ] পাখির মতো
✅ যন্ত্রের মতো

৪৮. আচরণে উত্তেজনা, অস্থিরতা, চঞ্চলতা, তীব্রতার যে তারতম্য ঘটে তার মূলে রয়েছে কোনটি?
[ক] প্রেষণা
[খ] বুদ্ধি
✅ আবেগ
[ঘ] শিক্ষণ

৪৯. আবেগের উদাহরণ কোনটি?
[ক] হাঁটা
[খ] গান গাওয়া
[গ] খেলা করা
✅ ক্রোধ

৫০. Emovere শব্দটি কোন দেশি শব্দ?
✅ ল্যাটিন শব্দ
[খ] গ্রিক শব্দ
[গ] ফারসি শব্দ
[ঘ] জার্মান শব্দ

৫১. Emovere অর্থ কী?
[ক] প্রকাশ করা
✅ বাইরে পরিচালিত করা
[গ] কান্না করা
[ঘ] রেগে যাওয়া

৫২. শাব্দিক অর্থে একটি আলোড়িত বা উত্তেজিত অবস্থাকে কী বলে?
[ক] প্রেষণা
[খ] শিক্ষণ
✅ আবেগ
[ঘ] সংবেদন

৫৩. মনোবিজ্ঞানিগণ আবেগের কয়টি উপাদানের পার্থক্য করেন?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৫৪. আবেগ হলো একটি অনুভূতিমূলক অভিজ্ঞতা কোন বিজ্ঞানী বলেছেন?
[ক] ক্রাইডার
[খ] সলোমন
✅ জন. সি. রাচ
[ঘ] ওয়াইনী ওয়াইটেল

৫৫. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে কতভাগে ভাগ করা যায়?
✅ ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

৫৬. সমবেদী স্নায়ুতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কী?
[ক] নিষ্ক্রিয়
[খ] সক্রিয়
✅ উত্তেজকধর্মী
[ঘ] দ্বিমের বিশিষ্ট

৫৭. আবেগের মধ্যস্থতাকারী কোনটি?
[ক] লঘু মস্তিষ্ক
[খ] থ্যালামাস
✅ এমিগ্ডালা
[ঘ] পিটুইটারি গ্রন্থি

৫৮. সুমার্জিত ও অর্থপূর্ণ আবেগের জন্য কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
✅ মস্তিষ্ক আবরণ
[খ] গুরু মস্তিষ্ক
[গ] লঘু মস্তিষ্ক
[ঘ] থ্যালামাস

৫৯. আবেগময় আচরণ নিয়ন্ত্রণ করে কোনটি?
[ক] পিটুইটারি গ্রন্থি
✅ মস্তিষ্ক আবরণ
[গ] অধঃমস্তিষ্ক
[ঘ] কর্পাস ক্যালোসাম

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৬০. এভারেস্ট বিজয় করেছেন কোন জন?
✅ হিলারী
[খ] ভাস্কো -ডা-গামা
[গ] মার্কনী
[ঘ] ক্লেইন

৬১. আমেরিকা আবিষ্কার করেন কে?
[ক] জেরার্ড
[খ] তেনজিং
✅ ভাস্কো-ডা-গামা
[ঘ] আইনস্টাইন

৬২. বেতার আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
[ক] ডারউইন
✅ মার্কোনী
[গ] স্কট
[ঘ] ফরেসম্যান

৬৩. কোনটির ফলে ব্যক্তির বিচার বিবেচনা লোপ পায়?
[ক] হাসি
[খ] কান্না
✅ ঈর্ষা
[ঘ] লজ্জা

৬৪. আবেগের আচরণগত পরিবর্তনকে কয়ভাগে ব্যাখ্যা করা যেতে পারে।
✅ দুই ভাগে
[খ] তিন ভাগে
[গ] চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে

৬৫. ফর্সা লোকের মুখমন্ডল লাল হয় কেন?
[ক] রক্ত ত্বক থেকে নিম্ন ভিমুখী হয় বলে
✅ রক্ত ত্বকের দিকে প্রবাহিত হয় বলে
[গ] রক্ত প্রবাহ কমে যায় বলে
[ঘ] রক্ত জমাট বাঁধে বলে

৬৬. ভয়ে বা দুঃসংবাদ শুনে আমাদের মুখমন্ডল কেমন হয়ে যায়?
[ক] লালচে
[খ] কালচে
✅ ফ্যাকাশে
[ঘ] উজ্জ্বল

৬৭. আবেগের সময় কোনটির সাহায্যে মুখমন্ডলের বাহ্যিক অবস্থার পরিমাপ করা যায়?
[ক] প্রেসারগজ
[খ] পিউপিলো মিটার
✅ নিউমোগ্রাফ
[ঘ] ইলেকট্রোকার্ডিওগ্রাফ

৬৮. আবেগের সময় চোখের পরিবর্তন কোনটির সাহায্যে পরিমাপ করা হয়?
[ক] নিউমোগ্রাফ
[খ] সিসমোগ্রাফ
✅ পিউপিলো মিটার
[ঘ] প্রেসারগজ

৬৯. কোনটির কারণে মানুষ অন্য প্রাণী থেকে আলাদা?
[ক] প্রাণের কারণে
[খ] সামাজিকতার কারণে
✅ আবেগের কারণে
[ঘ] চালচলনের কারণে

৭০. মানুষ ও প্রাণী পূর্ব পুরুষ থেকে বিবর্তিত হয়ে এসেছে’- কার উক্তি?
[ক] প্লেটো
[খ] সক্রেটিস
✅ চার্লস ডারউইন
[ঘ] নিউটন

৭১. কোন সমাজে আবেগের উত্তেজনাকে অনেকটা নিয়ন্ত্রণ করা হয়েছে?
[ক] প্রাচীন সমাজে
[খ] মধ্যযুগীয় সমাজে
[গ] বর্বর সমাজে
✅ আধুনিক সুসভ্য সমাজে

৭২. কখন থেকে মানুষ আবেগের অভ্যাস গঠন করতে শেখে?
✅ শৈশব থেকে
[খ] তারুণ্য থেকে
[গ] যুবক থেকে
[ঘ] বার্ধক্য থেকে

৭৩. প্রেষিত আচরণ-
i. নির্বাচনমূলক
ii. ভারসাম্য সংস্থাপক
iii. লক্ষ্যহীন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৪. ক্ষুধার সাথে রক্তের শর্করার একটা সম্পর্ক আছে’- এই কথাটি বলেন-
i. H. A. Murray
ii. Luchhardt
iii. Carlson

নিচের কোনটি সঠিক?
[ক] ii
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৫. H. A. Murray প্রদত্ত প্রেষণার শ্রেণিবিভাগ-
i. শারীরবৃত্তীয়
ii. অর্জিত
iii. সামাজিক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৬. বেশির মনোবিজ্ঞানী প্রদত্ত প্রেষণার শ্রেণিবিভাগ-
i. জৈবিক প্রেষণা
ii. অর্জিত প্রেষণা
iii. সামাজিক প্রেষণা

নিচের কোনটি সঠিক?
[ক] iii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৭. জৈবিক প্রেষণার উদাহরণ-
i. ক্ষুধা
ii. নিরাপত্তা
iii. কাম

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৭৮. সাধারণ প্রেষণার উদাহরণ-
i. জানার ইচ্ছা
ii. রুচি
iii. পর্বতারোহণ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৭৯. বানর ও শিম্পাঞ্জীকে নিয়ে গবেষণা করেন-
i. হেনরী মারে
ii. বাটলার
iii. ওয়েবার

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৮০. সামাজিক প্রেষণার বৈশিষ্ট্য-
i. শারীরিক ভিত্তি নেই
ii. এটা সব প্রাণীতে বিদ্যমান
iii. সংখ্যায় অধিক

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৮১. আবেগের উদাহরণ-
i. ভয়
ii. ক্রোধ
iii. খেলা করা

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৮২. পরাসমবেদী স্নায়ুর কাজ-
i. শরীরের শক্তিকে সংরক্ষণ করা
ii. শরীরের লোম খাড়া করা
iii. হৎপিন্ডের গতি মন্থর করা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. এভারেস্ট বিজয় করেছেন-
i. মার্কনী
ii. হিলারী
iii. তেনজিং

নিচের কোনটি সঠিক?
[ক] ii
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৪. একম্যান যেসব দেশের জনগোষ্ঠীর উপর গবেষণা করেন-
i. আমেরিকা
ii. ব্রাজিল
iii. রাশিয়া

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৫. মানুষকে মহান করে তোলে-
i. প্রেম
ii. প্রীতি
iii. হিংসা

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ৮৬ ও ৮৭ নং প্রশ্নের উত্তর দাও:
অপুর মা অপুকে বলল, পরীক্ষায় A+ পেলে মোবাইল কিনে দেবে মায়ের কথা শুনে অপু ভালোভাবে পড়ল এবং A+ পেল। মা অপুকে মোবাইল কিনে দিল।

৮৬. অপুর ভালো ফলাফলের পেছনে কোনটি কাজ করেছে?
[ক] আবেগ
✅ প্রেষণা
[গ] সংবেদন
[ঘ] প্রত্যক্ষণ

৮৭. উদ্দীপকের ঘটনাটির পিছনে দায়ী উপাদানটির বৈশিষ্ট্য
i. আচরণের প্রধান নির্ধারক
ii. মানুষের আচরণকে সচল রাখে
iii. আচরণের ক্ষতি করে

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

নিচের তথ্যের আলোকে ৮৮ ও ৮৯ নং প্রশ্নের উত্তর দাও:
দবিয়ার সাহেবের পরিবারে কিছুদিন ধরে অভাব লেগে আছে। তাই দবিয়ার সাহেব কঠোর পরিশ্রম শুরু করে। এখন তার পরিবারে সুখ ফিরিয়ে এসেছে।

৮৮. উদ্দীপকে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাটিকে কী বলে?
[ক] চাহিদা
[খ] উদ্দেশ্য
✅ প্রেষণা চক্র
[ঘ] জীবন চক্র

৮৯. উদ্দীপকে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাটির উপাদান
i. অভাববোধ
ii. তাড়না
iii. করণ আচরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ৯০ও ৯১ নং প্রশ্নের উত্তর দাও:
তুলি তিন দিন ধরে জ্বরে ভুগছে। কিছু খেতে পারে না। ফলে তুলি ক্ষিধায় ছটপট করছে। আবার কিছু খেতে পারছে না।

৯০. উদ্দীপকে তুলির জ্বরের ফলে সৃষ্ট ঘটনাটি কী ধরনের প্রেষণা?
[ক] সামাজিক
[খ] অর্জিত
✅ জৈবিক
[ঘ] সাধারণ

৯১. তুলির জ্বরের ফলে সৃষ্ট ঘটনার পিছনে দায়ী প্রেষণার বৈশিষ্ট্য-
i. শারীরিক তাগিদ বা প্রয়োজন থেকে সৃষ্টি হয়
ii. জন্মগত
iii. জীবন ধারণের জন্য অপরিহার্য

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৯২. প্রাণীর কর্মশক্তি দান করে কোনটি?
[ক] শিক্ষণ
[খ] পরিবেশ
✅ প্রেষণা
[ঘ] জ্ঞান

৯৩. Water region মস্তিষ্কের কোন অংশ পাওয়া যায়?
[ক] এমিগডালায়
[খ] গুরুমস্তিষ্কে
[গ] থ্যালামাসে
✅ হাইপোথ্যালামাসে

নিচের উদ্দীপকটি পড় এবং ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দাও:
কলি ও তুলি দুই বোন। কলি দৈনন্দিন কাজকর্ম করে এবং ছোট বোন তুলিকে কাজে সাহায্য করতে বলে। এতে তুলি রেগে যায়। কলি এর প্রতিবাদ না করে ঘুমাতে যায়।

৯৪. তুলির আচরণ কী নির্দেশ করে?
[ক] ক্লান্তি
[খ] প্রেষণা
✅ আবেগ
[ঘ] বুদ্ধি

৯৫. তুলির আচরণের বিপরীতে কলি যা করে তা পরিচালিত হয়-
i. হাইপোথ্যালামাস
ii. রেটিকুলার ফরমেশন
iii. মধ্য মস্তিষ্ক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৬. যৌন হরমোন উদাহরণ-
i. এন্ড্রোজেন
ii. এস্ট্রোজেন
iii. কর্টিন

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৭. Motive শব্দের অর্থ কী?
[ক] আবেগ
[খ] অভিজ্ঞতা
✅ উদ্দেশ্য
[ঘ] বাইরে পরিচালিত

৯৮. আবেগের ইংরেজি প্রতিশব্দ কী?
[ক] Emotive
✅ Emotion
[গ] Emovere
[ঘ] Emperssion

HSC মনোবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪

৯৯. Motive শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
[ক] Drive
[খ] Cycle
✅ Motivation
[ঘ] None

১০০. কোনটি পুরুষ যৌন হরমোন?
✅ এন্ড্রোজেন
[খ] এস্ট্রোজেন
[গ] এংসিওটেনসিন
[ঘ] প্রোলেকটিন
Share:

HSC মনোবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Psychology 1st Paper mcq question and answer. HSC Psychology 1st Paper mcq Questions pdf download. HSC Monobiggan 1st paper mcql Proshno Uttor.

উচ্চ মাধ্যমিক
মনোবিজ্ঞান
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৫

HSC Psychology
1st Paper
mcq Question and Answer pdf download

১. অনুষঙ্গ কত প্রকার?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

২. অভিজ্ঞতার ফলে তাৎক্ষণিক বা সম্ভবনাসূচক আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে শিক্ষণ হিসেবে সংজ্ঞায়িত করেছেন কারা?
✅ ক্রাইডার, গোথাল্স
[খ] কোহলার, কোফ্কা
[গ] মর্গান, স্কোপলার
[ঘ] বাসকিস্ট, জারবিং

৩. শিক্ষণ কী?
[ক] বই পড়া জ্ঞান
[খ] টিভি দেখা জ্ঞান
✅ অনুশীলনের ফলে আচরণের পরিবর্তন
[ঘ] অপরিবর্তিত আচরণ

৪. আচরণ যা সম্ভাবনাসূচক আচরণের পরিবর্তন কোনটির কারণে ঘটে?
[ক] ক্লান্তি
✅ পরিবেশগত অভিজ্ঞতা
[গ] ঔষধ
[ঘ] আঘাতজনিত কারণে

৫. শিক্ষণকে অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তন হিসেবে সংজ্ঞায়িত করেন কে?
[ক] জন সি. রাচ
[খ] মর্গান
[গ] ওয়াইনী ওয়াইটেন
✅ উইলিয়াম বাসকিস্ট

৬. শিক্ষণের সংজ্ঞায় কয়টি বিষয় সুস্পষ্টভাবে ফুটে উঠে?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৭. শিক্ষণ হলে কী ঘটবে?
✅ আচরণের পরিবর্তন
[খ] অপরিবর্তিত আচরণ দেখা যাবে
[গ] দৈহিক বিকাশ
[ঘ] জ্ঞানের ঘাটতি

৮. আচরণের পরিবর্তন কীসের ফলে হতে হবে?
[ক] বই পড়ার ফলে
[খ] জানার ফলে
[গ] দেখার ফলে
✅ অনুশীলন বা অভ্যাসের ফলে

৯. আচরণের পরিবর্তন কেমন হতে হবে?
[ক] স্বল্পস্থায়ী
✅ দীর্ঘস্থায়ী
[গ] খুবই কম
[ঘ] খুবই বেশি

১০. শিক্ষণের উপাদান বা শর্তসমূহ শিক্ষণের সূত্রপাত হয় কীভাবে?
[ক] প্রেষণার ফলে
[খ] চাওয়ার ফলে
✅ সমস্যাকে কেন্দ্র করে
[ঘ] আবেগের ফলে

১১. কোনটি না থাকলে মানুষ কোন কিছু শিখত না?
[ক] প্রেষণা
[খ] আবেগ
[গ] উদ্দীপক
✅ সমস্যা

১২. একজন ছাত্রের কবিতার লাইন মুখস্থ করার পেছনে সমস্যা কী?
[ক] কবিতাটি শিক্ষা
[খ] জ্ঞান বৃদ্ধি করা
✅ শিক্ষকের মুখস্থ ধরা
[ঘ] বন্ধুদের কাছে নিজেকে বড় করা

১৩. স্কীনার বাক্সের ইঁদুরের সমস্যা কী ছিল?
[ক] খাবার খাওয়া
✅ খাবার সংগ্রহের কৌশল বের করা
[গ] বাক্স থেকে বের হওয়া
[ঘ] ধাঁধা মিলানো

১৪. কোন স্থান বা কালে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক বা যোগাযোগ হওয়াকে কী বলে?
[ক] শিক্ষণ
[খ] নৈকট্য
[গ] যোগাযোগ
✅ অনুষঙ্গ

১৫. দুটি সম্পর্কযুক্ত ঘটনা পাশাপাশি ঘটলে শিক্ষণ কী রকম হয়?
[ক] কম হয়
[খ] বেশি হয়
✅ ত্বরান্বিত হয়
[ঘ] একই থাকে

১৬. যখন উদ্দীপকের মধ্যে সংযোগ স্থাপিত হয় তখন তাকে কী বলে?
[ক] উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ
✅ সংবেদী অনুষঙ্গ
[গ] মিলন
[ঘ] নৈকট্য

১৭. উদ্দীপক-উদ্দীপক সংযোগের উদাহরণ কোনটি?
[ক] ব্যাট ও মার্বেল
[খ] প্যান্ট ও জুতা
✅ আগুন ও ধোঁয়া
[ঘ] ছাতা ও বাতাস

১৮. যখন কোন উদ্দীপকের সাথে কোন প্রতিক্রিয়া সংযুক্ত হয়, তখন তাকে কী বলে?
[ক] সংবেদী অনুষঙ্গ
✅ উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ
[গ] নৈকট্য
[ঘ] সম্পর্ক

১৯. উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগের উদাহরণ কোনটি?
[ক] ব্যাট ও বল
[খ] আগুন ও ধোঁয়া
✅ সবুজ বাতি জ্বলে উঠলে গাড়ি চালানো
[ঘ] বৃষ্টি ও ছাতা

২০. কয় ধরনের সংযোগ রয়েছে?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২১. প্রেষণার উদাহরণ কোনটি?
[ক] গাড়ি চালানো
[খ] বই পড়া
[গ] ঝগড়া করা
✅ ক্ষুধা

২২. শিক্ষণের পরিমাণ নির্ভর করে কীসের উপর?
[ক] প্রেষণার উপর
[খ] সংবেদনের উপর
[গ] প্রচেষ্টার উপর
✅ প্রত্যক্ষণের উপর

২৩. কোনো ব্যক্তি একটি বিশেষ মুহূর্তে যা করে, তাকে কী বলে?
[ক] শিক্ষণ
[খ] জ্ঞান
✅ কর্মসম্পাদন
[ঘ] প্রচেষ্টা

২৪.শিক্ষণের সময় আচরণের যে পরিবর্তন হয়, তা সুপ্ত থাকে’- কে বলেছেন?
[ক] জেমস
[খ] উন্ড
[গ] স্কিনার
✅ টলম্যান

২৫. শিক্ষণের বাহ্যিক প্রকাশ ঘটে কীসের মাধ্যমে?
✅ কর্মসম্পাদনের মাধ্যমে
[খ] প্রচেষ্টার মাধ্যমে
[গ] বলবৃদ্ধির মাধ্যমে
[ঘ] আবেগের মাধ্যমে

২৬. অনিচ্ছাকৃত শিক্ষণকে কী বলা হয়?
[ক] অনুকরণ শিক্ষণ
✅ প্রাসঙ্গিক শিক্ষণ
[গ] সুপ্ত শিক্ষণ
[ঘ] অন্তদৃষ্টিমূলক শিক্ষণ

২৭. প্রাণী শিক্ষণের উপর প্রথম মনোগ্রাফ লেখেন কে?
✅ থর্নডাইক
[খ] স্কিনার
[গ] জেমস
[ঘ] ওয়াটসন

২৮. থর্নডাইকের মতবাদ শিক্ষণ মতবাদে কতদিন পর্যন্ত প্রভাব বিস্তার করেছিল?
[ক] এক যুগ
✅ অর্ধ শতাব্দী
[গ] এক শতাব্দী
[ঘ] দুই শতাব্দী

২৯. ইতর প্রাণী কেবল চেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিখে’- কে বলেন?
[ক] স্কিনার
[খ] প্যাভলভ
✅ থর্নডাইক
[ঘ] ওয়াটসন

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৩০. 'Law of effect' প্রণয়ন করেন কে?
[ক] ওয়াইটেন
[খ] প্যাভলভ
[গ] সলোমন
✅ থর্নডাইক

৩১. থর্নডাইক কত সালে ফল লাভের সূত্র প্রণয়ন করেন?
[ক] ১৯০১
[খ] ১৮৯৮
✅ ১৯১১
[ঘ] ১৯২৯

৩২. উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগকে শক্তিশালী করে কোনটি?
[ক] ভুল
[খ] শিক্ষণ
[গ] প্রচেষ্টা
✅ সন্তুষ্টি

৩৩. থর্নডাইকের মতামতের সমালোচনা করেন কে?
[ক] প্যাভলভ
[খ] স্কিনার
✅ হবহাউজ
[ঘ] ক্লাইডার

৩৪. প্রচেষ্টা ও ভুল সংশোধন প্রক্রিয়ায় প্রাণী প্রথমে কোন প্রক্রিয়া অনুসরণ করে?
[ক] গঠনমূলক প্রক্রিয়া
[খ] নির্দিষ্ট প্রক্রিয়া
[গ] চিন্তাশীল প্রক্রিয়া
✅ অন্ধ যান্ত্রিক প্রক্রিয়া

৩৫. আইন প্যাভলভ কী ছিলেন?
✅ শারীরবিদ
[খ] রসায়নবিদ
[গ] চিকিৎসক
[ঘ] মনোবিজ্ঞানী

৩৬. আইন প্যাভলভ কোন দেশের নাগরিক?
[ক] যুক্তরাষ্ট্র
[খ] জার্মানি
✅ রাশিয়া
[ঘ] যুক্তরাজ্য

৩৭. সর্বপ্রথম সাপেক্ষীকরণ বা সাপেক্ষ প্রতিবর্তী ধারণার প্রচলন করেন কে?
[ক] স্কিনার
✅ প্যাভলভ
[গ] থর্নডাইক
[ঘ] ওয়াটসন

৩৮. আইভান প্যাভলভ কত সালে নোবেল পুরুস্কার পান?
[ক] ১৯০১
✅ ১৯০৪
[গ] ১৯১০
[ঘ] ১৯১৭

৩৯. সাপেক্ষীকরণে কত ধরনের প্রতিক্রিয়া লক্ষ করা যায়?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৪০. সাপেক্ষ উদ্দীপক কর্তৃক সৃষ্ট প্রতিক্রিয়াকে কী বলা হয়?
[ক] স্বাভাবিক প্রতিক্রিয়া
[খ] অসাপেক্ষ প্রতিক্রিয়া
✅ সাপেক্ষ প্রতিক্রিয়া
[ঘ] জটিল প্রতিক্রিয়া

৪১. সহায়ক শিক্ষণে প্রাণী তার আচরণের সাথে ঐ আচরণের ফলাফলের অনুষঙ্গ স্থাপন করতে শিখে’- কে বলেন?
[ক] প্যাভলভ
✅ ক্লাইডার
[গ] ওয়াইটেন
[ঘ] এডামস্

৪২. যেখানে স্বতস্ফুর্ত প্রতিক্রিয়া তাদের ফলাফল দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে কোন ধরনের শিক্ষণ বলে?
[ক] প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ
[খ] জ্ঞানগত শিক্ষা
✅ সহায়ক শিক্ষণ
[ঘ] চিরায়ত সাপেক্ষীকরণ

৪৩. অভীষ্ট বা সন্তুষ্টি লাভের জন্য কোনটি প্রয়োজন?
[ক] প্রচেষ্টা
✅ বলবর্ধক
[গ] পুরুস্কার
[ঘ] শাস্তি

৪৪. তৃষ্ণার্তের জন্য বলবর্ধক কোনটি?
[ক] খাবার
[খ] প্রসংশা
✅ পানি
[ঘ] পুরুস্কার

৪৫. Operant Learning শব্দটি ব্যবহার করেন কে?
[ক] থর্নডাইক
✅ স্কীনার
[গ] প্যাভলভ
[ঘ] ওয়াটসন

৪৬. বি.উ স্কীনার কোন প্রাণী নিয়ে গবেষণা করেন?
✅ ইঁদুর
[খ] বিড়াল
[গ] কুকুর
[ঘ] পায়রা

৪৭. কোন শিক্ষণ ব্যবস্থায় সন্তুষ্টি বা বলবর্ধক নির্ভুল প্রতিবেদন করার পর আসে?
[ক] প্রচেষ্টা বা ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ
[খ] চিরায়ত সাপেক্ষীকরণ
✅ সহায়ক শিক্ষণ
[ঘ] জ্ঞানগত শিক্ষণ

৪৮. কোন ধরনের শিক্ষণে প্রাণীকে অধিক স্বাধীনতা দেওয়া হয়?
[ক] প্রচেষ্টার মাধ্যমে শিক্ষণ
[খ] চিরায়ত সাপেক্ষীকরণ
[গ] জ্ঞানগত শিক্ষণ
✅ সহায়ক শিক্ষণ

৪৯. সহায়ক শিক্ষণের বৈশিষ্ট্য কোনটি?
[ক] লালা নিঃসরণ
✅ হুড়কায় চাপ দেওয়া
[গ] স্বাধীনতা নেই
[ঘ] নির্ভরযোগ্য নয়

৫০. কোন শিক্ষণে উদ্দীপকসমূহের মধ্যে সংযোগ স্থাপন করা হয়?
[ক] সংশোধনমূলক শিক্ষণে
[খ] চিরায়ত সাপেক্ষীকরণে
[গ] সহায়ক শিক্ষণে
✅ জ্ঞানগত শিক্ষণে

৫১. পরিজ্ঞানমূলক শিক্ষণ মতবাদের প্রবর্তক কে?
✅ কোহলার
[খ] নিউটন
[গ] স্কীনার
[ঘ] প্যাভলভ

৫২. কোন শিক্ষণে সমাধান পরিপূর্ণ উপলব্ধির মাধ্যমে আসে?
[ক] করণ শিক্ষণ
✅ পরিজ্ঞানমূলক শিক্ষণ
[গ] সুপ্তশিক্ষণ
[ঘ] অনুকরণ শিক্ষণ

৫৩. কোহলার কোন প্রাণী নিয়ে গবেষণা করেন?
[ক] ইঁদুর
✅ শিম্পাঞ্জী
[গ] বিড়াল
[ঘ] পাখি

৫৪. সুলতান কে?
[ক] একটি ইঁদুর
[খ] একটি বিড়াল
[গ] একটি কুকুর
✅ একটি শিম্পাঞ্জী

৫৫. কোন প্রাণী পরিজ্ঞানমূলক শিক্ষণের পরিচয় দিতে সক্ষম হয়েছিল?
✅ কুকুর
[খ] বিড়াল
[গ] মুরগি
[ঘ] ইঁদুর

৫৬. সন্তুষ্টি বা বলবর্ধক ব্যতীত শিক্ষণকে কোন ধরনের শিক্ষণ বলে?
[ক] পরিজ্ঞানমূলক শিক্ষণ
[খ] প্রাসঙ্গিক শিক্ষণ
✅ সুপ্ত শিক্ষণ
[ঘ] পরিহার শিক্ষণ

৫৭. শিক্ষণের সময় কোন শিক্ষণ আচরণের মধ্যে পরিলক্ষিত হয় না?
[ক] পরিজ্ঞানমূলক শিক্ষণ
✅ সুপ্ত শিক্ষণ
[গ] প্রাসঙ্গিক শিক্ষণ
[ঘ] পরিহার শিক্ষণ

৫৮. টলম্যান এবং হনজিক কত সালে ইঁদুর নিয়ে গবেষণা করেন?
[ক] ১৯১৯
[খ] ১৯২৯
✅ ১৯৩০
[ঘ] ১৯৪৯

৫৯. প্রাসঙ্গিক শিক্ষণ সংক্রান্ত পরীক্ষণ চালান কোন বিজ্ঞানী?
[ক] বস্নজেট
[খ] টলম্যান
✅ জেনকিন্স
[ঘ] হনজিক

৬০. প্রাণীগুলোকে গোলক ধাঁধায় ছেড়ে পরীক্ষণ পরিচালনা করেন কে?
✅ বাক্সস্টন
[খ] জেনকিন্স
[গ] বস্নজেট
[ঘ] হনজিক

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৬১. কোন শিক্ষণ চিরায়ত সাপেক্ষীকরণ ও করণ শিক্ষণের একটি মিশ্ররূপ?
[ক] পরিজ্ঞানমূলক শিক্ষণ
[খ] সুপ্ত শিক্ষণ
[গ] প্রাসঙ্গিক শিক্ষণ
✅ পরিহার শিক্ষণ

৬২. পরিহার শিক্ষণের উপর গবেষণা করেন কে?
✅ সলোমন
[খ] স্কীনার
[গ] গোথালস্
[ঘ] প্যাভলভ

৬৩. সলোমন এবং ওয়াইন কত সালে পরিহার শিক্ষণ নিয়ে গবেষণা করেন?
[ক] ১৯২৯
[খ] ১৯৩০
✅ ১৯৫৩
[ঘ] ১৯৬৩

৬৪. অতীত অভিজ্ঞতার যথাসম্ভব অবিকল পুনরুৎপাদন করায় ক্ষমতাকে কী বলে?
✅ স্মৃতি
[খ] বিস্মৃতি
[গ] শিক্ষণ
[ঘ] জ্ঞান

৬৫. নিচের কোনটি সঠিক?
[ক] স্মৃতি = বিস্মৃতি - শিক্ষণ
✅ স্মৃতি = শিক্ষণ - বিস্মৃতি
[গ] স্মৃতি = শিক্ষণ + বিস্মৃতি
[ঘ] শিক্ষণ = বিস্মৃতি - স্মৃতি

৬৬. ‘যা পূর্বে শিক্ষা লাভ করা হয়েছে, তা স্মরণ করাই হলো স্মৃতি’- কে বলেছেন?
[ক] ওয়াইনার
[খ] এডাম্স
✅ উডওয়ার্থ
[ঘ] জন সি. রাচ

৬৭. আধুনিক মনোবিজ্ঞানীদের মতে স্মৃতি কোন ধরনের প্রক্রিয়া?
✅ সক্রিয়
[খ] নিষ্ক্রিয়
[গ] জটিল
[ঘ] সরল

৬৮. তথ্যের প্রক্রিয়াজাতকরণ তত্ত্বানুসারে স্মৃতির প্রক্রিয়া মূলত কয়টি মৌলিক প্রক্রিয়া দ্বারা গঠিত?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৬৯. স্মৃতির প্রথম স্তর কোনটি?
[ক] সংরক্ষণ
✅ শিক্ষণ
[গ] পুনরুদ্রেক
[ঘ] প্রত্যভিজ্ঞ

৭০. মনে সংরক্ষিত অব্যক্ত প্রতিরূপ ব্যক্ত করাকে কী বলে?
[ক] প্রত্যভিজ্ঞ
[খ] পুনর্জন
✅ পুনরুদ্রেক
[ঘ] সংরক্ষণ

৭১. যে বিষয়টিকে পূর্বে জানা ছিল, তাই পুনর্বার তোত হচ্ছে এ 'জ্ঞানকে কী বলে?
[ক] শিক্ষণ
✅ প্রত্যভিজ্ঞ
[গ] অভিজ্ঞতা
[ঘ] প্রত্যক্ষণ

৭২. সংবেদী স্মৃতির সময়কাল কত?
✅ ১ সে. এর কম
[খ] ২ সে. এর কম
[গ] ৩ সে. এর কম
[ঘ] ৪ সে. এর কম

৭৩. জ্ঞানীয় মনোবিজ্ঞানীরা স্মৃতির পূর্বের ধারণাকে চ্যালেঞ্জ করেন কোন সময়?
[ক] ১৯৫০-এর দশকে
[খ] ১৯৬০-এর দশকে
✅ ১৯৭০-এর দশকে
[ঘ] ১৯৮০-এর দশকে

৭৪. স্মৃতি কয়টি উপাদান নিয়ে গঠিত?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৭৫. ‘ক্রি-উপাদান মডেল’ প্রদান করেন কে?
✅ রিচার্ড আটকিনসন
[খ] ওয়াইনী ওয়াইটেন
[গ] মার্গারেট পিটারসন
[ঘ] কেভানহ্

৭৬. স্মৃতির প্রথম পর্যায় কোনটি?
[ক] স্বল্পস্থায়ী স্মৃতি
[খ] দীর্ঘস্থায়ী স্মৃতি
[গ] মহড়া পর্যায়
✅ সংবেদী স্মৃতি

৭৭. সংবেদী স্মৃতিতে তথ্য সংরক্ষণ থাকে কতক্ষণ?
[ক] এক সেকেন্ড
✅ এক সেকেন্ডের কম সময়
[গ] দুই সেকেন্ড
[ঘ] তিন সেকেন্ডের বেশি সময়

৭৮. তথ্যের প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু কোনটি?
[ক] সংবেদি স্মৃতি
[খ] মহড়া পর্যায়
✅ স্বল্পস্থায়ী স্মৃতি
[ঘ] দীর্ঘস্থায়ী স্মৃতি

৭৯. কোন বিষয় একবার দেখে বা শুনে তাৎক্ষণিকভাবে বলতে" স্মৃতির উদাহরণ?
✅ স্বল্পস্থায়ী স্মৃতি
[খ] দীর্ঘস্থায়ী স্মৃতি
[গ] সংবেদি স্মৃতি
[ঘ] মহড়া পর্যায়

৮০. নিচের কোনটি সঠিক?
[ক] শিক্ষণ = বিস্মৃতি - স্মৃতি
[খ] স্মৃতি = বিস্মৃতি - শিক্ষণ
✅ বিস্মৃতি = শিক্ষণ - স্মৃতি
[ঘ] বিস্মৃতি = স্মৃতি - শিক্ষণ

৮১. বিস্মৃতি বলতে একটি নির্দিষ্ট তথ্যকে পুনরুৎপাদন করার অক্ষমতাকে বোঝায়’- সংজ্ঞাটি কার?
[ক] ওয়াইনী ওয়াইটেন
✅ ক্রাইভার
[গ] কোহলার
[ঘ] জর্জ মিলার

৮২. অনুশিক্ষণ প্রতিবন্ধকতার উপর গবেষণা করেন কে?
[ক] ওয়াইনী ওয়াইটেন
✅ মুলার
[গ] ওয়াটসন
[ঘ] এডাম্স

৮৩. কোনটির কারণে স্মৃতির বিকৃতি ঘটে?
[ক] অব্যবহার
[খ] অনুশিক্ষণ প্রতিবন্ধকতা
[গ] পূর্ব-শিক্ষণ প্রতিবন্ধকতা
✅ প্রকারগত পরিবর্তন

৮৪. লীপইয়ারে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়?
[ক] ২৮ দিন
✅ ২৯ দিন
[গ] ৩০ দিন
[ঘ] ৩১ দিন

৮৫. নির্ভুল পুনরাবৃত্তির জন্য যতবার শিক্ষা করা দরকার তার অধিক যেকোনো শিক্ষণই অতিশিক্ষণ- কে বলেছেন?
[ক] ওয়াইটেন
[খ] ওয়াটসন
✅ এবিংহস
[ঘ] রবিনসন

৮৬. 'Survey Q3R' পদ্ধতি আবিষ্কার করেন কে?
[ক] এডামস্
[খ] পিটারসন
[গ] এবিংহস
✅ রবিনসন

৮৭. চিরায়ত সাপেক্ষীকরণের সময় সংঘটিত প্রক্রিয়া-
i. অর্জন
ii. অবলুপ্তি
iii. পুনরাগমন

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

HSC মনোবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

৮৮. স্মৃতিকে উন্নত করার কৌশল হলো-
i. আবৃতি করে পড়া
ii. না বুঝে মুখস্থ করা
iii. গভীর মনোযোগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৯. প্রাসঙ্গিক শিক্ষণের উপর গবেষণা করেন-
i. জেনকিনস্
ii. বাকস্টন
iii. হনজিক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯০. পরিহার শিক্ষণের উপর গবেষণা করেন-
i. বাকস্টন
ii. সলোমন
iii. ওয়াইন

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯১. পরিহার শিক্ষণের পর্যায়-
i. সুপ্ত শিক্ষণ
ii. চিরায়ত সাপেক্ষীকরণ
iii. করণ শিক্ষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের নিচের উদ্দীপকের আলোকে ৯২ ও ৯৩ নং প্রশ্নের উত্তর দাও:
পাভেলের ফাইনাল পরীক্ষা কিছুদিন পর । অথচ এখন পাভেল অনেক কিছুই মনে করতে পারছে না। অধিকাংশ পড়া ভুলে গেছে।

৯২. উদ্দীপকে পাভেলের ঘটনাটিকে কী বলে?
[ক] শিক্ষণ
✅ বিস্মৃতি
[গ] স্মৃতি
[ঘ] প্রচেষ্টা

৯৩. উদ্দীপকে পাভেলের ঘটনাটির কারণ-
i. অব্যবহার জনিত
ii. মনোযোগের এবং অনুরাগের অভাব
iii. স্নায়বিক ছাপ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

নিচের নিচের উদ্দীপকের আলোকে ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দাও:
হেনা নানার বাড়ি বেড়াতে এসে ১০টি ফলের গাছ দেখেছিল নানাভাই তাকে ফলগুলোর নাম লিখতে বলায় সে ৭টি সঠিক ও ২টি ভুল করেছিল এবং ১টি লিখতে পারেনি।

৯৪. হেনার বিস্মৃতির পরিমাণ কত?
✅ ৩০%
[খ] ৩৫%
[গ] ৪০%
[ঘ] ৪৫%

৯৫. হেনার পুনরুদ্রেক সাফল্যাংকের পরিমাণ কত?
[ক] ৪০%
[খ] ৫০%
[গ] ৬০%
✅ ৭০%

নিচের নিচের উদ্দীপকের আলোকে ৯৬ ও ৯৭ নং প্রশ্নের উত্তর দাও:
একটি ছোট্ট শিশুকে সালাম দেওয়া শেখানো হলো। বাড়িতে কোনো নতুন লোক এলেই সে হাত তুলে আসসালামু আলাইকুম বলে।

৯৬.অভিজ্ঞতার মাধ্যমে সংঘটিত আচরণ বা জ্ঞানের তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে কী বলে?
[ক] আবেগ
✅ প্রেষণা
[গ] শিক্ষণ
[ঘ] প্রত্যক্ষণ

৯৭. উদ্দীপকে শিশুর আচরণের বৈশিষ্ট্য-
i. অভিজ্ঞতার মাধ্যমে সংঘটিত
ii. অনুশীলনের মাধ্যমে সংঘটিত
iii. আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তন।

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের নিচের উদ্দীপকের আলোকে ৯৮ ও ৯৯ নং প্রশ্নের উত্তর দাও:
রফিক সাহেব আজ অনেক খুশি। কারণ তার বেতন বেড়েছে আজ এই খুশিতে রফিক সাহেব আজ অন্যদিনের দ্বিগুণ কাজ করল।

৯৮. রফিক সাহেবের দ্বিগুণ কাজের পেছনে কোন উদ্দীপকটি কাজ করেছে?
[ক] প্রেষণা
[খ] মনোযোগ
✅ বলবৃদ্ধি
[ঘ] পরিপক্কতা

৯৯. চিরায়ত সাপেক্ষীকরণে বলবৃদ্ধি আসে-
i. নির্ভুল প্রতিক্রিয়ার পরে
ii. নির্ভুল প্রতিক্রিয়ার আগে
iii. মাঝামাঝিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii

১০০. 'Survey Q3R' পদ্ধতির তিন 'R' হলো-
i. Read
ii. Recite
iii. Review

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Share:

HSC মনোবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Psychology 1st Paper mcq question and answer. HSC Psychology 1st Paper mcq Questions pdf download. HSC Monobiggan 1st paper mcql Proshno Uttor.

উচ্চ মাধ্যমিক
মনোবিজ্ঞান
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৬

HSC Psychology
1st Paper
mcq Question and Answer pdf download

১. উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌছা মাত্রই প্রাণিদেহে যে প্রাথমিক চেতনা সৃষ্টি হয় তাকে কী বলে?
[ক] অধ্যাস
[খ] মনোযোগ
✅ সংবেদন
[ঘ] প্রত্যক্ষণ

২. ‘সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ইন্দ্রিয় যন্ত্র, পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে - সংজ্ঞাটি কার?
✅ ক্রাইডার
[খ] জন সি. রাচ
[গ] রডিজার
[ঘ] ম্যাকমোহন

৩. ‘সংবেদন বলতে সংবেদীয় প্রক্রিয়ার সৃষ্ট মৌলিক অভিজ্ঞতাসমূহকে বোঝায়, যেমন- দর্শন। সংজ্ঞাটি প্রদান করেন কে?
[ক] রডিজার
[খ] গোথাল্স
✅ জন সি. রাচ
[ঘ] মর্গান

৪. সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার সংবেদনস্থল কোথায় অবস্থিত?
[ক] জিহবায়
✅ মেরুরজ্জুতে
[গ] ত্বকে
[ঘ] চোখে

৫. চক্ষু কোন উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে?
✅ আলো
[খ] শব্দ
[গ] স্পর্শ
[ঘ] তাপমাত্রা

৬. ত্বক কোন উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে?
[ক] শব্দ
[খ] আলো
✅ স্পর্শ
[ঘ] তাপমাত্র

৭. পারিপার্শ্বিক উদ্দীপককে স্নায়বিক উদ্দীপনায় রূপান্তরিত করে কোনটি?
✅ সংবেদীয় গ্রাহক কোষ
[খ] মস্তিষ্ক
[গ] স্নায়ুররঞ্জু
[ঘ] ত্বক

৮. উদ্দীপক থেকে ইন্দ্রিয়ের মাধ্যমে উদ্দীপনা গ্রহণ এবং তা মস্তিষ্কে প্রেরণ পর্যন্ত কোন প্রক্রিয়ার কাজ?
✅ সংবেদন
[খ] প্রত্যক্ষণ
[গ] প্রেষণা
[ঘ] শিক্ষণ

৯. নিমেণ কোনটি প্রত্যক্ষণের বৈশিষ্ট্য?
[ক] প্রান্তীয় প্রক্রিয়া
[খ] উপস্থাপনমূলক প্রক্রিয়া
[গ] অসংগঠিত প্রক্রিয়া
✅ শিক্ষার্জিত

১০. প্রেষণা ও আশা-আকাঙক্ষার প্রভাব মুক্ত কোনটি?
[ক] আবেগ
[খ] অনুভূতি
✅ সংবেদন
[ঘ] প্রত্যক্ষণ

১১. মস্তিষ্কে প্রেরিত উদ্দীপন অতীত অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ ও ব্যাখ্যা করা কোন প্রক্রিয়ার কাজ?
[ক] সংবেদন
✅ প্রত্যক্ষণ
[গ] আবেগ
[ঘ] শিক্ষণ

১২. কোন প্রক্রিয়ায় সংযোজক স্নায়ু মুখ্য ভূমিকা পালন করে?
[ক] সংবেদন
✅ প্রত্যক্ষণ
[গ] প্রেষণা
[ঘ] আবেগ

১৩. কোন প্রক্রিয়াটি শিক্ষার্জিত?
[ক] আবেগ
[খ] প্রেষণা
✅ প্রত্যক্ষণ
[ঘ] সংবেদন

১৪. সংবেদনের তীব্রতা কিসের উপর নির্ভর করে?
[ক] উদ্দীপকের স্থায়িত্বের উপর
✅ উদ্দীপকের তীব্রতার উপর
[গ] উদ্দীপকের ব্যাপকতার উপর
[ঘ] সংবেদন সমতার উপর

১৫. কোন উদ্দীপক যতটুকু জায়গায় উত্তেজনা সৃষ্টি করে সে পরিমাণকে কী বলে?
[ক] তীব্রতা
[খ] স্থায়িত্ব
✅ ব্যাপকতা
[ঘ] সমতা

১৬. উদ্দীপকের যে নিম্নশক্তি ব্যক্তির মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে কী বলে?
[ক] ব্যাপকতা
[খ] নিম্নসীমা
✅ উচ্চসীমা
[ঘ] তীব্রতা

১৭. একই সাথে দুটি শব্দ শুনে আমরা তা পার্থক্য করতে পারি- এটাকে কী বলে?
✅ স্থানীয় প্রক্রিয়া
[খ] প্রান্তীয় প্রক্রিয়া
[গ] পার্থক্য সীমা
[ঘ] সরল প্রক্রিয়া

১৮. দুটি উদ্দীপকের মধ্যে ন্যূনতম ইন্দিগ্রাহ্য পার্থক্যকে কী বলে?
[ক] উচ্চসীমা
[খ] নিম্ন সীমা
✅ পার্থক্যসীমা
[ঘ] সংবেদন সমতা

১৯. দীর্ঘ উদ্দীপনার প্রতি সংবেদনশীলতার পর্যায়ক্রমিক ক্রমাবনতিকে কী বলে?
[ক] সংবেদনের ব্যাপকতা
✅ সংবেদন সমতা
[গ] সংবেদনের নিম্ন সীমা
[ঘ] পার্থক্য সীমা

২০. অন্ধকার অভিযোজন সম্পন্ন হতে কত মিনিট সময় লাগে?
[ক] ২০ মিনিট
[খ] ২৫ মিনিট
✅ ৩০ মিনিট
[ঘ] ৫০ মিনিট

২১. অন্ধকার অভিযোজন সম্পন্ন হতে প্রায় ৩০ মিনিট সময় লাগে -এ অভিমতটি কার?
✅ ওয়াইনী ওয়াইটেন
[খ] ম্যাকমোহন
[গ] এডাম্স
[ঘ] কোহ্লার

২২. অস্কার অভিযোন কয় ধাপের প্রক্রিয়া?
✅ দুই ধাপের
[খ] তিন ধাপের
[গ] চার ধাপের
[ঘ] পাঁচ ধাপের

২৩. সর্বোচ্চ সংবেদনশীলতা পৌঁছতে শংকুগুলvার কত সময় লাগে?
[ক] ৩ - ৪. মিনিট
✅ ৫ - ১০ মিনিট
[গ] ১০ - ১৫ মিনিট
[ঘ] ১৫ - ২০ মিনিট

২৪. পারিপার্শ্বিক অবস্থাদি সম্পর্কে মানুষ বা প্রাণী যে অর্থপূর্ণ ধারণা এবং অভিজ্ঞতা লাভ করে তাকে কী বলে?
[ক] সংবেদন
✅ প্রত্যক্ষণ
[গ] অলীক প্রত্যক্ষণ
[ঘ] কল্পনা

২৫. কাদের মতে, আচরণের সাথে উদ্দীপকের সম্পর্ক হচ্ছে প্রত্যক্ষণ?
[ক] সমগ্রতাবাদীদের মতে
[খ] মনোঃ সমীক্ষণবাদের মতে
✅ আচরণবাদের মতে
[ঘ] কাঠামোবাদের মতে

২৬. কোনো বস্তু বা ঘটনা সম্পর্কে প্রাথমিক চেতনা বা বোধকে কী বলে?
[ক] সংবেদন
✅ প্রত্যক্ষণ
[গ] আবেগ
[ঘ] স্মৃতি

২৭. সংবেদনের অর্থবোধ বা ব্যাখ্যাকে বলে?
[ক] সংবেদন
✅ প্রত্যক্ষণ
[গ] আবেগ
[ঘ] স্মৃতি

২৮. বাইরের পরিবেশ থেকে আমরা যে উদ্দীপনা লাভ করি তা কিভাবে মস্তিষ্কে পৌঁছায়?
[ক] গোছানোভাবে
✅ এলোমেলোভাবে
[গ] সংগঠিত
[ঘ] প্যাটার্ন আকারে

২৯. নিচের কোনটি প্রত্যক্ষণের বৈশিষ্ট্য?
✅ নির্বাচনমুখি
[খ] স্থানীয় প্রক্রিয়া
[গ] প্রান্তীয় প্রক্রিয়া
[ঘ] সংকেত হিসেবে কাজ করা

৩০. কোনটির কারণে আমরা কোন উদ্দীপককে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে একই রকম দেখতে পাই?
[ক] নির্বাচনমুখিতা
✅ অপরিবর্তনীয়তা
[গ] নমনীয়তা
[ঘ] সামগ্রিকতা

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৩১. প্রত্যক্ষণ সংগঠনের উপর প্রথম বিজ্ঞানভিত্তিক গবেষণা পরিচালনা করেন কারা?
[ক] কাঠামোবাদী মনোবিজ্ঞানীগণ
[খ] মনোঃ সমীকরণবাদীরা
[গ] আচরণবাদী মনোবিজ্ঞানীরা
✅ সমগ্রতাবাদী মনোবিজ্ঞানিগণ

৩২. সমগ্রতাবাদী মনোবিজ্ঞানী কে?
[ক] উইলহেম উন্ড
[খ] প্যাভলভ
✅ কোহলার
[ঘ] বি. এ স্কীনার

৩৩. প্রত্যক্ষণের সংগঠনের উপাদানসমূহকে কয়ভাগে ভাগ করা হয়?
✅ ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

৩৪. সুষম বা সামঞ্জস্যপূর্ণ বস্তু সকলকে একত্রে প্রত্যক্ষণ করাকে কী বলে?
[ক] অলীক প্রত্যক্ষণ
✅ প্রতিসাম্য
[গ] সাদৃশ্য
[ঘ] নৈকট্য

৩৫. নিমেণর কোনটি উদ্দীপক উপাদান?
[ক] চাহিদা
[খ] প্রবণতা
✅ নৈকট্য
[ঘ] আবেগ

৩৬. নিমেণর কোনটি প্রত্যক্ষণের জৈবিক উপাদান?
[ক] নৈকট্য
✅ চাহিদা
[গ] প্রতিসাম্য
[ঘ] সাদৃশ্য

৩৭. প্রত্যক্ষণের ঝোঁক বা প্রবণতার উপর পরীক্ষা চালান কে?
[ক] গোথালস্
[খ] কেভান্হ
✅ শিপোলা
[ঘ] কোহলার

৩৮. শিপোলা তার পরীক্ষণপাত্রদেরকে কয়টি দলে ভাগ করেন?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৩৯. শিপোলা তার পরীক্ষণে কোন যন্ত্রটি ব্যবহার করেন?
[ক] অণুবীক্ষণ যন্ত্র
[খ] দূরবীক্ষণ যন্ত্র
[গ] সিসমোগ্রাফ
✅ টাচিস্টোস্কোপ

৪০. স্যানফোর্ড তার পরীক্ষণটি কত সালে পরিচালনা করেন?
[ক] ১৯২৭ সালে
✅ ১৯৩৭ সালে
[গ] ১৯৪৭ সালে
[ঘ] ১৯৫৭ সালে

৪১. স্যানফোডের্র পরীক্ষায় ক্ষুধার্ত পরীক্ষণপাত্র 'ME'- অসম্পূর্ণ শব্দটি কী হিসেবে সম্পূর্ণ করেছে?
[ক] MEAN
[খ] MEET
✅ MEAT
[ঘ] MET

৪২. মূল্যবোধ কীভাবে প্রত্যক্ষণকে প্রভাবিত করে তা কার পরীক্ষণে প্রমাণিত হয়েছে?
[ক] অলপোর্ট
✅ পোস্টম্যান
[গ] ভারনন
[ঘ] মুরে

৪৩. ‘‘প্রতীক হলো সেই জিনিস যা দেখা হয় এবং পটভূমি হলো সেই পশ্চাদভূমি যার সাথে এটি অবস্থান করে’’-সংজ্ঞাটি কার?
[ক] ম্যাকমোহন
✅ ওয়াইনী ওয়াইটেন
[গ] স্যানফোর্ড
[ঘ] শিপোলা

৪৪. নিমেণর কোনটি প্রতীকের বৈশিষ্ট্য?
[ক] আকার ও সীমারেখা নেই
[খ] দূরে দৃষ্ট হয়
✅ সংগঠিত
[ঘ] ক্ষেত্র ব্যাপক

৪৫. প্রতীক-পটভূমি সম্পর্ককে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৪৬. যে সকল চিত্রে প্রতীক ও পটভূমির অবস্থান অপরিবর্তিত থাকে তাকে কী বলে?
✅ অপরিবর্তনশীল প্রতীক পটভূমি
[খ] পরিবর্তনশীল প্রতীক পটভূমি
[গ] দ্ব্যর্থবোধক প্রতীক পটভূমি
[ঘ] সাধারণ প্রতীক পটভূমি

৪৭. যে প্রতীক-পটভূমি প্রত্যক্ষণে বিভিন্ন ধরনের অর্থ হতে পারে তাকে কী বলে?
[ক] অপরিবর্তনশীল প্রতীক পটভূমি
[খ] পরিবর্তনশীল প্রতীক পটভূমি
✅ দ্ব্যর্থবোধক প্রতীক পটভূমি
[ঘ] সাধারণ প্রতীক পটভূমি

৪৮. কোন বাস্তব উদ্দীপককে ভ্রান্তভাবে প্রত্যক্ষণ করার নাম কী?
[ক] অলীক প্রত্যক্ষণ
✅ অধ্যাস
[গ] প্রতিসাম্য
[ঘ] নৈকট্য

৪৯. ‘‘আমাদের একটি বস্তুর প্রত্যক্ষণ যখন বস্তুটির সত্যিকার আকৃতিগত বৈশিষ্ট্যের সাথে মিলে না তখন অধ্যাস ঘটে।’’ কে বলেন?
✅ ক্লাইডার
[খ] মর্গান
[গ] কোরেন
[ঘ] কেভান্হ

৫০. জ্যামিতিক অধ্যাসের উদাহরণ কোনটি?
✅ মুলার-লায়ার অধ্যাস
[খ] ফাই ঘটনা
[গ] চাঁদকে আকাশের চেয়ে বড় দেখানো
[ঘ] অর্ধবালতি পরিষ্কার পানিতে লাঠিকে বাঁকা দেখা

৫১. স্থির বস্তুকে গতিশীল বলে প্রত্যক্ষণ করাকে কোন ধরনের অধ্যাস বলে?
[ক] জ্যামিতিক অধ্যাস
✅ গতি অধ্যাস
[গ] চন্দ্র অধ্যাস
[ঘ] প্রাকৃতিক অধ্যাস

৫২. দিগন্তের চাদকে মধ্য আকাশের চেয়ে বড় দেখায়। কোন অধ্যাসের ফলে এরকম দেখায়?
[ক] শারীরবৃত্তীয় অধ্যাস
[খ] প্রাকৃতিক অধ্যাস
✅ চান্দ্র অধ্যাস
[ঘ] গতি অধ্যাস

৫৩. অর্ধবালতি পরিষ্কার পানিতে একটি লাঠি স্থাপন করলে লাঠিটিকে বাঁকা দেখায়। এটি কোন অধ্যাস?
[ক] গতি অধ্যাস
[খ] চান্দ্র অধ্যাস
[গ] শারীরবৃত্তীয় অধ্যাস
✅ প্রাকৃতিক অধ্যাস

৫৪. শারীরিক ঘটনার কারণে অধ্যাসের সৃষ্টি হলে তাকে কোন ধরনের অধ্যাস বলে?
[ক] জ্যামিতিক অধ্যাস
[খ] চান্দ্র অধ্যাস
✅ শারীরবৃত্তীয় অধ্যাস
[ঘ] গতি অধ্যাস

৫৫. মানসিক রোগীদের ক্ষেত্রে ঘটে-
✅ অলীক প্রত্যক্ষণ
[খ] জ্যামিতিক অধ্যাস
[গ] চান্দ্র অধ্যায়
[ঘ] গতি অধ্যাস

৫৬. অবাস্তব উদ্দীপকের প্রত্যক্ষণকে কী বলে?
[ক] ভ্রান্ত প্রত্যক্ষণ
✅ অলীক প্রত্যক্ষণ
[গ] অধ্যাস
[ঘ] প্রতিসাম্য

৫৭. ‘কেউ শুনতে পেল ফেরেশতা তাকে ডাকছে, কিন্তু পাশে বসা অন্যরা শুনল না।’ একে কী বলে?
[ক] অধ্যাস
[খ] প্রতিসাম্য
✅ অলীক প্রত্যক্ষণ
[ঘ] ভ্রান্ত প্রত্যক্ষণ

৫৮. অলীক প্রত্যক্ষণের জন্য দায়ী কোনটি?
[ক] শিক্ষা
[খ] শারীরিক বিকৃতি
[গ] পরিবেশ
✅ মানসিক বিকৃতি

৫৯. নিমেণর কোনটি সঠিক?
[ক] অলীক প্রত্যক্ষণে বাস্তব ভিত্তি আছে
[খ] অধ্যাসে কল্পনা কাজ করে না
✅ অধ্যাস ও অলীক প্রত্যক্ষণ উভয়ই ভুল প্রত্যক্ষণ
[ঘ] অধ্যাস স্বল্পমেয়াদী ঘটনা

৬০. নিমেণর কোনটি অধ্যাসের বৈশিষ্ট্যঃ
[ক] অস্বাভাবিক ব্যক্তির বেলায় ঘটে
[খ] বাস্তব ভিত্তি নেই
[গ] স্বল্পমেয়াদি ঘটনা
✅ বস্তুকেন্দ্রিক

৬১. নিমেণর কোনটি অলীক প্রত্যক্ষণের বৈশিষ্ট্য?
[ক] স্বাভাবিক ব্যক্তির বেলায় ঘটে
[খ] বাস্তব ভিত্তি আছে
[গ] দীর্ঘমেয়াদি ঘটনা
✅ চিকিৎসার দ্বারা দূর করা যায়

৬২. প্রত্যক্ষণের পূর্ববর্তী ঘটনা কী?
[ক] শিক্ষণ
✅ মনোযোগ
[গ] স্মৃতি
[ঘ] আবেগ

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৬৩. মনোযোগ একটি পূর্ব অনুমিত প্রত্যক্ষণমূলক সমন্বয় সংজ্ঞাটি দিয়েছেন কে?
[ক] Pieron
[খ] Adam's
✅ Paseual
[ঘ] Cryder

৬৪. ‘মনোযোগ বলতে উপস্থাপিত বিষয় বস্তুর উপর দৃষ্টি কেন্দ্রিভূত করাকে বোঝায়’- কে বলেছেন?
[ক] মর্গান
[খ] ওয়াইডা
[গ] রডিজার
✅ ম্যাকমোহন

৬৫.মনোযোগ কিসের বাছাইকরণের ফলে ঘটে?
✅ প্রত্যক্ষণের
[খ] সংবেদনের
[গ] শিক্ষার
[ঘ] আবেগের

৬৬. নিমেণর কোনটি মনোযোগের বৈশিষ্ট্য?
[ক] তীব্র
[খ] অপরিবর্তনশীল
✅ নির্বাচনমূলক
[ঘ] ক্ষেত্র ব্যাপক

৬৭. কোন উদ্দীপকের প্রতি মনোযোগ নিবিষ্ট হলে কী ধরনের পরিবর্তন দেখা যায়?
[ক] সাঞ্চারণমূলক
✅ সঞ্চালনমূলক
[গ] গঠনমূলক
[ঘ] স্থায়ী

৬৮. মনোযোগ এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়ে থাকে সর্বোচ্চ কত সেকেন্ড সময়ে?
[ক] ১০ সেকেন্ড
[খ] ১৫ সেকেন্ড
✅ ২০ সেকেন্ড
[ঘ] ২৫ সেকেন্ড

৬৯. কোন কবি একই সঙ্গে চারটি বিষয়ে শ্রুতিলিখন দিতে পারতেন?
[ক] আসাদ চৌধুরী
✅ মধুসূদন দত্ত
[গ] আল মাহমুদ
[ঘ] জীবনানন্দ দাশ

৭০. পরিশত যুবকদের ক্ষেত্রে দোদুল্যমানতার গড় হার প্রতি মিনিটে কত?
[ক] ৭ - ১০
[খ] ১০ - ১৫
✅ ১৫ - ২০
[ঘ] ২০ - ২৫

HSC মনোবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

৭১. মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্ত কোনটি?
[ক] আকার
[খ] তীব্রতা
✅ আবেগ
[ঘ] গতিশীলতা

৭২. সাফারি পার্কে পিকনিকে গিয়ে হাসান অনেকগুলো বানরের সাথে একটি গরিলা দেখতে পেল। সে গরিলার ছবি তুলল।

উদ্দীপকে বর্ণিত হাসানের ক্ষেত্রে মনোযাগর কোন শর্তটি বিদ্যমান?
[ক] তীব্রতা
[খ] গতিশীলতা
[গ] পুনরাবৃত্তি
✅ আকার

৭৩. মনোযোগর শর্ত বা কারণসমূহকে কয়ভাগে ভাগ করা যায়?
✅ ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

৭৪. কোনটি মনোযোগের বস্তুনিষ্ঠ শর্ত?
[ক] আগ্রহ
[খ] কামনা
✅ আকার
[ঘ] প্রেষণা


৭৫. একদল বানরের মাঝে একটি গরিলা থাকলে - তা সহজেই আমাদের আকর্ষণ করে এর কারণ কী?
[ক] তীব্রতা
✅ আকার
[গ] নতুনত্ব
[ঘ] বিচ্ছিন্নতা

৭৬. তীব্র গন্ধ, উজ্জ্বল আলো, উচ্চস্বর, প্রভৃতির দিকে সহজেই মনোযোগ ধাবিত হওয়ার কারণ কী?
✅ আকার
[খ] রঙিন বস্তু
[গ] তীব্রতা
[ঘ] বৈপরীত্য

৭৭. যাকে আমরা ভালোবাসি তার সদগুণের প্রতি আমাদের মনোযোগ ধাবিত হয়- কে বলেছেন?
[ক] রবিনসন
✅ নাইট
[গ] এন্ডারসন
[ঘ] পাওলি

৭৮. মনোযোগকে প্রভাবিত করে কোনটি?
[ক] স্মৃতি
[খ] জ্ঞান
✅ ক্লান্তি
[ঘ] পানি

৭৯. সংবেদনের বৈশিষ্ট্য-
i. প্রান্তীয় প্রক্রিয়া
ii. স্থানীয় প্রক্রিয়া
iii. ব্যাপকতা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮০. প্রত্যক্ষণের বৈশিষ্ট্য হলো-
i. প্রান্তীয় প্রক্রিয়া
ii. নমনীয়তা
iii. সামগ্রিকতা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮১. স্যানফোর্ডের গবেষণায় পরীক্ষপাত্র 'ME-অসম্পূর্ণ শব্দ যে হিসেবে সম্পূর্ণ করেছে-
i. MEAN
ii. MEAT
iii. MEAL

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮১. পটভূমির বৈশিষ্ট্য হচ্ছে-
i. প্রতীকের চেয়ে বড়
ii. কম আকর্ষণীয়
iii. ক্ষেত্র ব্যাপক

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮২. প্রতীক সম্পর্কে সঠিক তথ্য হচ্ছে-
i. নির্দিষ্ট আকার ও সীমারেখা আছে
ii. অসংগঠিত
iii. অধিক উজ্জ্বল ও আকর্ষণীয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. পটভূমি সম্পর্কে সঠিক তথ্য হচ্ছে-
i. দূরে দৃষ্ট হয়
ii. ক্ষেত্র ব্যাপক
iii. সংগঠিত

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৪. অলীক প্রত্যক্ষণের বৈশিষ্ট্য-
i. বাস্তব ভিত্তি নেই
ii. স্বল্পমেয়াদি ঘটনা
iii. চিকিৎসার দ্বারা দূর করা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৫. অলীক প্রত্যক্ষণ সম্পর্কে সঠিক-
i. বাস্তব ভিত্তি নেই
ii. ব্যক্তিকেন্দ্রিক
iii. সর্বজনীন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৬. মনোযোগের বৈশিষ্ট্য-
i. নির্বাচনধর্মী
ii. পরিবর্তনশীল
iii. ক্ষেত্র ব্যাপক

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৭. মনোযোগের দোদুল্যমানতা নিয়ে গবেষণা করেন-
i. Anderson
ii. Holling worth
iii. Tussing

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৮. মনোযোগ আছে-
i. প্রান্ত
ii. পরিধি
iii. কেন্দ্র

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৮৯. আলো অভিযোজন-
i. সংবেদনশীলতা হ্রাস হয়ে উঠে
ii. হঠাৎ আলোর ক্ষেত্রে ধীরে ধীরে সব গোচরীভূত হয়
iii. সময় লাগে ৪০ মিনিট

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯০. মস্তিষ্কে উদ্দীপকের যা হয়-
i. বিশ্লেষণ
ii. সমন্বয় সাধন
iii. একীকরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৯১ ও ৯২ নং প্রশ্নের উত্তর দাও:
কয়েকদিন আগে সীমার ঘনিষ্ঠ বান্ধবী রীমা মারা যায়। সীমা এখনও মাঝে মাঝে রীমার ডাক শুনতে পায়।

৯১. সীমার ক্ষেত্রে ঘটছে-
[ক] অধ্যাস
✅ অলীক প্রত্যক্ষণ
[গ] সংবেদন
[ঘ] প্রত্যক্ষণ

৯২. সীমার ক্ষেত্রে সংঘটিত ঘটনার বৈশিষ্ট্য হলো-
i. এক্ষেত্রে প্রকৃতপক্ষে কোনো উদ্দীপক থাকে না
ii. এটি সাধারণত অস্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে ঘটে
iii. তরুণদের ক্ষেত্রে ঘটে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও:
আরিফ পড়ার টেবিলে বসে বই পড়তেছিল। হঠাৎ সে পায়ে ব্যথা ও অনুভব করে। কারণ পায়ে মশা কামড় দিচ্ছিল।

৯৩. আরিফের ব্যথা অনুভব করার বিষয়টিকে কী বলে?
✅ সংবেদন
[খ] প্রত্যক্ষণ
[গ] মনোযোগ
[ঘ] প্রেষণা

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৯৪. ব্যথা অনুভব করার প্রক্রিয়াটির বৈশিষ্ট্য-
i. তীব্রতা নির্ভর করে মূলত উদ্দীপকের উপর
ii. সংকেত হিসেবে কাজ করে
iii. এটি একটি প্রান্তীয় প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৯৫ ও ৯৬ নং প্রশ্নের উত্তর দাও:
টিপু অর্ধ বালতি পরিষ্কার পানিতে একটি লাঠি স্থাপন করল। এরপর তাকিয়ে দেখে লাঠিটিকে বাঁকা দেখাচ্ছে।

৯৫. উদ্দীপকের ঘটনাটি কোন ধরনের অধ্যাসের উদাহরণ?
[ক] গতি অধ্যাস
[খ] চান্দ্র অধ্যাস
✅ প্রাকৃতিক অধ্যাস
[ঘ] জ্যামিতিক অধ্যাস

৯৬. অধ্যাস ও অলীক প্রত্যক্ষণের সাদৃশ্য-
i. উভয়ই এক ধরনের ভুল প্রত্যক্ষণ
ii. উভয়ই স্বাভাবিক ঘটনা থেকে ভিন্নতর
iii. উভয় ক্ষেত্রে নির্ভুল জ্ঞান লাভ হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৯৭ ও ৯৮ নং প্রশ্নের উত্তর দাও:
রাত্রিবেলা হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে প্রথমে কিছুই দেখা যায় না। কিন্তু পরে ধীরে ধীরে সবই দেখা যায়।

৯৭. উদ্দীপকে উদ্দীপক ও প্রতিক্রিয়ার এ অভিযোজনকে কী বলে?
[ক] ব্যাপকতা
[খ] তীব্রতা
✅ সংবেদন সমতা
[ঘ] স্থানীয় প্রক্রিয়া

৯৮.উপরের বর্ণনা অনুযায়ী সংবেদনের বৈশিষ্ট্য-
i. প্রান্তীয় প্রক্রিয়া
ii. উপস্থাপনমূলক প্রক্রিয়া
iii. অসংগঠিত প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৯৯ ও ১০০ নং প্রশ্নের উত্তর দাও:
আবছা অন্ধকারে দেখতে পেল সাদা কাপড় পরিহিত এক মহিলা তাকে ইশারায় ডাকছে। অথচ বাস্তবে কোন মহিলার অস্তিত্ব নেই।

৯৯. উদ্দীপকের ঘটনাটিকে বলে?
[ক] অধ্যাস
✅ অলীক প্রত্যক্ষণ
[গ] বৈপরীত্য
[ঘ] প্রতিসাম্য

১০০. যেসব রোগের ক্ষেত্রে উক্ত প্রত্যক্ষণ দেখা হয়-
i. Schizophrenia
ii. Drug Addicted
iii. PTSD

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share: