HSC সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

HSC Social Work 1st Paper MCQ question and answer. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
সমাজকর্ম
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১

HSC Social Work
1st Paper
MCQ
Question and Answer pdf download

১. অর্থবহ সামাজিক পরিবর্তন আনয়নে সমাজকর্ম কীভাবে সহায়তা করে?
[ক] সামাজিক সুসম্পর্ক তৈরি করে
✅ সকল মানুষের কল্যাণ সাধন করে
[গ] দক্ষতা বৃদ্ধি করে
[ঘ] ব্যক্তিগত সমস্যা সমাধান করে

২. কোন সমাজের জটিল আর্থ-সামাজিক ও মানসিক সমস্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে সমাজকর্মের উদ্ভব?
[ক] সনাতন
[খ] আধুনিক
[গ] প্রাচীন
✅ শিল্প বিপ্লবোত্তর

৩. সমাজকর্ম মানুষকে কোন ধরনের ভূমিকা পালনে একটা কার্যকর পর্যায়ে উপনীত হতে সহায়তা করে?
✅ মনো-সামাজিক
[খ] ধর্মীয়
[গ] অর্থনৈতিক
[ঘ] রাজনৈতিক

৪. সনাতন সমাজকল্যাণের পরিশীলিত রূপ কোনটি?
[ক] ঐতিহ্যবাহী সমাজকল্যাণ
✅ সমাজকর্ম
[গ] শিল্প সমাজকল্যাণ
[ঘ] সমাজবিজ্ঞান,

৫. সক্ষমকারী পেশা বলতে বোঝায়
[ক] সমাজকর্মীর নিজের আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা
[খ] সমস্যাগ্রস্ত ব্যক্তির চাকরির ব্যবস্থা করা
[গ] সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আর্থিক সাহায্য দেয়া
✅ সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা

৬. ‘‘সমাজকর্ম’’-এর ইংরেজি হলো—
[ক] Social science
[খ] Social welfare
✅ Social work
[ঘ] Sociology

৭. Introduction to social work গ্রন্থের লেখক কে?
[ক] আর. এ. স্কিডমোর এবং এম.জি. থ্যাকারি
✅ ডব্লিউ এ. ফ্রিডল্যান্ডার
[গ] জি. উইলসন ও রাইল্যান্ড
[ঘ] উইলেনস্কি ও লেবো

৮. ব্যক্তি ও পরিবেশের মধ্যে কার্যকর মিথস্ক্রিয়ায় সাহায্য করে কোনটি?
[ক] পৌরনীতি ও সুশাসন
[খ] ইতিহাস
[গ] অর্থনীতি
✅ সমাজকর্ম

৯. সমাজকর্মকে বৈজ্ঞানিক জ্ঞান এবং মানবিক সম্পর্কের উপর দাঁড় করিয়েছেন কোন মনীষী?
[ক] ডব্লিউ শেফার্ড
✅ ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার
[গ] আরমান্ডো মরেলস
[ঘ] এম.জি থ্যাকারি

১০. Social Welfare in Today's World গ্রন্থটির লেখক কে?
[ক] Ronald Clerk
✅ Ronald C Fedrico
[গ] C. Fredrikn
[ঘ] R.W. Bin. Ronald

১১. সমাজকর্ম ব্যক্তির সামাজিক ভূমিকা পালন ক্ষমতা পুনরুদ্ধার করে। কথাটির তাৎপর্য কী?
[ক] ব্যক্তির দায়িত্ব কর্তব্যের অনুভূতি সৃষ্টি করে
[খ] ব্যক্তিকে সামাজিক করে তোলে
✅ ব্যক্তির সুপ্ত ক্ষমতাকে জাগ্রত করে
[ঘ] ব্যক্তির সমস্যার সমাধান করে

১২. 'The Cultural Background of Personality' গ্রন্থটির প্রণেতা—
‌‌‌‌‌‌‌‌‌[ক] আল-মাখতুম
✅ লিনটন
[গ] ই. এ. হোবেল
[ঘ] ই.এ. হোয়াইট

১৩. ফ্রিডল্যান্ডারের সংজ্ঞায় সমাজকর্মের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে?
✅ সেবামূলক ব্যবস্থা
[খ] সার্বিক কল্যাণ
[গ] সম্পদের ব্যবহার
[ঘ] সামাজিক নিরাপত্তা

১৪. কোনটিকে Profession of Practice বলা হয়?
[ক] অর্থনীতি
[খ] আইন
✅ সমাজকর্ম
[ঘ] সমাজবিজ্ঞান

১৫. সমাজকর্ম পত্রিকা Charities Review কবে প্রকাশিত হয়?
[ক] ১৮৯০ সালে
✅ ১৮৯১ সালে
[গ] ১৯৯০ সালে
[গ] ১৯৯১ সালে

১৬. কত সালে প্রকাশিত সমাজকর্ম অভিধানের সংজ্ঞায় ফ্রিল্যান্ডারের সংজ্ঞার প্রতিফলন ঘটেছে?
[ক] ১৯৬৩
[খ] ১৯৬৭
✅ ১৯৯৫
[ঘ] ১৯৯৮

HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

১৭. Government and Social Welfare গ্রন্থের লেখক কে?
[ক] চার্লস জ্যাস্ট্র
[খ] ফ্রিডল্যান্ডার
✅ ওয়েন ভেসী
[ঘ] উইলসন

১৮. কাদের প্রয়োজন পূরণে সমাজকর্ম সমষ্টিকে উপযোগী করে তোলে?
✅ ব্যক্তি ও পরিবারের
[খ] ব্যক্তি ও দলের
[গ] বন্ধু ও প্রতিবেশীর
[ঘ] প্রতিবেশী ও সামাজিক প্রতিষ্ঠানের

১৯. সমাজকর্মের বিশেষ তাৎপর্যপূর্ণ সংজ্ঞা নির্ধারণ করেছে কোন সংস্থা?
✅ আমেরিকান জাতীয় সমাজকর্মী সংস্থা
[খ] জার্মান জাতীয় সমাজকর্মী সংস্থা
[গ] গ্রিক জাতীয় সমাজকর্মী সংস্থা
[ঘ] ইংল্যান্ডের জাতীয় সমাজকর্মী সংস্থা

২০. সমাজকর্মের উদ্দেশ্য ও লক্ষ্যগুলোর মূলভিত্তি হলো-
[ক] ব্যক্তি ও পরিবেশের সম্পর্ক
[খ] সামাজিক মিথস্ক্রিয়া
গ সামাজিক সম্পর্ক
✅ সামাজিক ভূমিকা

২১. সাহায্যার্থীর অন্তর্নিহিত শক্তি বলতে কী বোঝানো হয়?
[ক] ব্যক্তির নৈতিকতা
✅ ব্যক্তির সুপ্ত প্রতিভা ও দক্ষতা
[গ] ব্যক্তির মূল্যবোধ
[ঘ] ব্যক্তির সততা

২২. সমাজের বৃহত্তর কল্যাণে সমাজকর্ম কীভাবে জনগণকে সকল কর্মকা-- অংশগ্রহণ এবং মানবসম্পদ উন্নয়নে ব্যক্তির সুপ্ত ক্ষমতা ও প্রতিভার বিকাশ সাধন করার লক্ষ্যে কাজ করে থাকে?
✅ নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে
[খ] নেতৃত্ব দানের মাধ্যমে
[গ] রাজনৈতিক দল সৃষ্টির মাধ্যমে
[ঘ] সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে

২৩. পরিবর্তনশীল সামাজিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে মানুষকে কোনটি সাহায্য করে?
✅ সমাজকর্ম
[খ] সমাজবিজ্ঞান
[গ] আইন পেশা
[ঘ] পৌরনীতি ও সুশাসন

২৪. সুইডেন, নরওয়ের মতো দেশগুলোর প্রতি লক্ষ করলে দেখা যায় তারা কাঙি্ক্ষত ও গঠনমূলক সামাজিক পরিবেশ সৃষ্টিতে সক্ষম হয়েছে। সমাজকর্মের দৃষ্টিতে তাদের এ অবস্থায় পৌছার যৌক্তিক কারণ কী?
✅ পরিকল্পিত উপায়ে কর্মসূচি পরিচালনা
[খ] জনসংখ্যার তুলনায় সম্পদ বেশি হওয়া
[গ] উন্নত বিশ্বের সাথে সম্পর্ক ভালো হওয়া
[ঘ] দক্ষ জনগোষ্ঠী থাকা

২৫. NASW কী?
[ক] National Association of Several Workers
✅ National Association of Social Workers
[গ] Normal Administration of Social Workers
[ঘ] Normative Aim of Social Workers

২৬. সমাজকর্মের মূল লক্ষ্য হলো—
✅ সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করে
[খ] সামাজিক সম্পর্কের উন্নয়ন করা
[গ] সামাজিক ভূমিকার উন্নয়ন
[ঘ] সামাজিক মিথস্ক্রিয়া সৃষ্টি

২৭. সমাজকর্ম হলো—
i. বৈজ্ঞানিক জ্ঞান, মানবিক সম্পর্ক বিষয়ক ও দক্ষতাসম্পন্ন পেশাদার সেবাকর্ম
ii. মানবীয় গুণ, নৈতিকতার বিকাশ ও আধ্যাত্মিক জীবন গঠনের পদ্ধতি
iii. ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সাহায্য করার সেবাকর্ম

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮. সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের
লক্ষ্যে যে ধরনের ভূমিকায় সেবাদান করে-–
i. প্রতিকারমূলক
ii. প্রতিশোধমূলক
iii. উন্নয়নমূলক

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

২৯. সমাজকর্মের লক্ষ্য অর্জনে NASW কর্তৃক প্রকাশিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো—
i. সম্পদ, সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটানো
ii. কার্যকর ও মানবীয় সেবা ব্যবস্থা ত্বরান্বিত করা
iii. মানুষের হৃতক্ষমতার পুনরুদ্ধার করা

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০. একজন সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন—
i. সমাজকে জটিলতর অবস্থায় উন্নীত করতে
ii. সমাজ হতে নানা অবাঞ্ছিত সমস্যা দূর করতে
iii. কাঙি্ক্ষত পরিবর্তনের ক্ষেত্র প্রস্তুত করতে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব 'ক' কলেজে যে বিষয়টি পড়ান সেটি সমস্যা সমাধানের আধুনিক বিজ্ঞানভিত্তিক ও সেবামূলক প্রক্রিয়া। এর মূল লক্ষ্য হলো সামাজিক ভূমিকা পালনের জন্য সমাজের প্রতিটি স্তরের জনগণকে সক্রিয় ও সক্ষম করে তোলা এবং অনুকূল সামাজিক পরিবেশ সৃষ্টি করা।

৩১. অনুচ্ছেদে কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
✅ সমাজকর্ম
[খ] সমাজবিজ্ঞান
[গ] রাষ্ট্রবিজ্ঞান
[ঘ] মনোবিজ্ঞান

৩২. উদ্দীপকে যেসব বৈশিষ্ট্য ফুটে উঠেছে—
i. মানুষকে স্বাবলম্বী করে তোলে
ii. মানুষের মানবিক আচরণ বিশেস্নষণ করে
iii. জনগণের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৩৩. সমাজকর্মীর কার্যক্রমের মধ্যে প্রকাশ পায় কোনটি?
✅ পেশাগত দক্ষতা
[খ] মোহনীয় আচরণ
[গ] শৈল্পিক দক্ষতা
[ঘ] বুদ্ধিদীপ্ত জ্ঞান

৩৪. মাসুদ সাহেব একজন সমাজকর্মী। তিনি সেবা প্রদানের ক্ষেত্রে কী মেনে চলেন?
[ক] ধর্মীয় আইন
[খ] রাষ্ট্রীয় আইন
[গ] সামাজিক আইন
✅ পেশাদার নীতিমালা

৩৫. মানুষের আচরণের মানদ- কোনটি?
✅ সামাজিক মূল্যবোধ
[খ] রাজনৈতিক মূল্যবোধ
[গ] সাংস্কৃতিক মূল্যবোধ
[ঘ] ধর্মীয় মূল্যবোধ

৩৬. নিচের কোনটি পেশা হিসেবে সমাজকর্মকে পরিচালনার জন্য সমাজকর্মের ধ্যান-ধারণা, নিয়ম-শৃঙ্খলা বা নীতি প্রণয়নের একটি মানদ- স্থাপন করে?
[ক] সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান
✅ সমাজকর্মের মূল্যবোধ
[গ] সমাজকর্মের ব্যবহারিক জ্ঞান
[ঘ] সমাজকর্মের পদ্ধতি

৩৭. সমাজকর্মের অনুশীলন কেমন হয়?
[ক] একমুখী
[খ] বাস্তবতা
[গ] বর্জিত
✅ দ্বিমুখী ও অংশগ্রহণমূলক

HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

৩৮. সমাজকর্মী আফিয়া ও সাহায্যার্থী রাবেয়ার পারস্পরিক সম্পর্ক বলে দেয় যে তারা একটি সুষ্ঠু সমাধানে পৌঁছাতে সক্ষম হবে। এখানে সমাধান কৌশল সফল হওয়ার যৌক্তিক কারণ কী?
[ক] পর্যাপ্ত সম্পদ
✅ পেশাগত সম্পর্ক স্থাপন
[গ] নীতির সঠিক প্রয়োগ
[ঘ] সম্পদের সর্বোত্তম ব্যবহার

৩৯. সমাজকর্মে গৃহীত প্রতিকারমূলক কার্যক্রম নিচের কোনটির আওতাভুক্ত?
✅ সমাজকর্মের পরিধি
[খ] সমাজকর্মের প্রকৃতি
[গ] সমাজকর্মের প্রয়োজনীয়তা
[ঘ] সমাজকর্মের উদ্দেশ্য

৪০. সমাজকর্মের কোন ধরনের কার্যক্রম অপরাধী ও কিশোর অপরাধীদের সমাজে পুনরায় স্বাভাবিকভাবে জীবনযাপনের সুযোগ সৃষ্টি করে দেয়?
[ক] প্রতিকারমূলক কার্যক্রম
✅ প্রতিরোধমূলক কার্যক্রম
[গ] উন্নয়নমূলক কার্যক্রম
[ঘ] সংশোধনমূলক কার্যক্রম

৪১. সমাজকর্মের পরিধি বলতে কী বোঝায়?
ক তাত্ত্বিক জ্ঞানকে
[খ] সমাজের উন্নত ক্ষেত্রকে
[গ] উন্নয়নকে
✅ প্রয়োগ উপযোগিতাকে

HSC সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

৪২. কীভাবে সমাজকর্ম মানুষকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করে?
[ক] সমাজের অনাকাঙি্ক্ষত সমস্যা দূর করে
✅ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে
[গ] সমাজে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করে
[ঘ] রাষ্ট্রীয় নীতি বাস্তবায়ন করে

৪৩. সমাজকর্ম মানুষের যে দিকটির বিকাশ সাধন করে স্বাবলম্বী হতে সাহায্য করে তা হলো—
[ক] শারীরিক শক্তি
[খ] দক্ষতা
[গ] আচরণ
✅ সুপ্ত প্রতিভা

৪৪. রাকিব একজন সমাজকর্মী হিসবে সমাজের দরিদ্র, দুস্থ, অসহায় মানুষকে এমনভাবে সাহায্য করে যাতে তাদেরকে অন্যের মুখাপেক্ষী হতে না হয়। রাকিবের এরূপ কাজ সমাজকর্মের কোন লক্ষ্যের অন্তর্ভুক্ত?
[ক] সুষ্ঠু সামাজিক ভূমিকা পালনে সহায়তা করা
✅ আত্মনির্ভরশীল করে গড়ে তোলা
[গ] পরিকল্পিত সামাজিক পরিবর্তন আনয়ন
[ঘ] সামাজিক বিপর্যয় রোধ

৪৫. সমাজকর্ম সার্বিক কার্যাবলি পরিচালনা করে-
i. সব শ্রেণির জনগোষ্ঠীর কল্যাণের জন্যে
ii. সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্যে
iii. স্থিতিশীল সামাজিক পরিবেশ সৃষ্টির জন্যে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৪৬. জাতিসংঘের সামাজিক কমিশন আন্তর্জাতিক জরিপ পরিচালনার মাধ্যমে সমাজকর্মের যে বৈশিষ্ট্য উলেস্নখ করেছেন তা হলো-
i. একটি সাহায্যকারী কার্যক্রম
ii. একটি সংযোগকারী কার্যক্রম
iii. একটি সামাজিক কার্যক্রম

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৭. সেবা প্রদানের ক্ষেত্রে সমাজকর্মীকে খেয়াল রাখতে হয়-
i. সমাজকর্মের মূল্যবোধ ও ব্যবহারিক নীতিমালার প্রতি
ii. রাষ্ট্রীয় বিধিবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি
iii. সামাজিক আদর্শ ও মূল্যবোধের প্রতি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৪৮. সমাজকর্ম প্রতিরোধমূলক কার্যাবলি গ্রহণ করে-
i. চলমান পরিস্থিতি মোকাবিলার জন্য
ii. অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় তার জন্য
iii. ভবিষ্যৎ বিপর্যয় রোধ করার জন্য

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ নং ও ৫০নং প্রশ্নের উত্তর দাও:
হাসানপুর গ্রামের একটি পরিত্যক্ত পুকুরের ময়লা- আবর্জনা পরিষ্কার করে সেখানে মাছ চাষের পরিকল্পনা করেন স্থানীয় যুব উন্নয়নবএক্ষেত্রে প্রথমে তারা অধিদপ্তরের কর্মকর্তারা।বস্থানীয় জনগণের মতামতেরবভিত্তিতে তাদেরকে প্রশিক্ষণের উদ্যোগ নেন। বেকার সমস্যার সমাধান হবে এই ভেবে স্থানীয় জনগণও এ উদ্যোগে সাড়া দেয়।

৪৯. উদ্দীপকের ঘটনায় নিচের কোনটির বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
✅ সমাজকর্ম
[খ] সমাজবিজ্ঞান
[গ] লোক প্রশাসন
[ঘ] রাষ্ট্রবিজ্ঞান

৫০. উদ্দীপকে এ বিষয়টির যেসব বৈশি উঠেছে—
i. বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার
ii. পেশাগত সম্পর্ক স্থাপন
iii. মূল্যবোধ ও নীতির অনুশীলন

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫১. সমাজে বিরাজমান যেকোনো সমস্যা কার্যকরভাবে মোকাবিলা করার জন্যে জনগণের মধ্যে কোনটি থাকা আবশ্যক?
[ক] নৈতিকতা
✅ সচেতনতা
[গ] সম্পদ
[ঘ] দক্ষতা

৫২. পেশাদার সমাজকর্মের প্রয়োজন অনুভূত হয় কখন?
✅ শিল্প বিপ্লবের পর
[খ] প্রথম বিশ্বযুদ্ধের পর
[গ] দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
[ঘ] ১৮৭৩ সালের অর্থনৈতিক মন্দার পর

৫৩. সমাজের ক্রমবর্ধমান জটিল সমস্যাবলির স্থায়ী সমাধানের লক্ষ্যে কোনটির উদ্ভব ঘটেছে?
[ক] সনাতন সমাজকর্ম খ ঐতিহ্যগত সমাজকর্ম
✅ পেশাদার সমাজকর্ম
[ঘ] মনো-সমাজকর্ম

৫৪. সমাজকর্মে ‘ত্রিবিধ ভূমিকা’ বলতে বোঝায়-
✅ প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক
[খ] পরিচর্যা, প্রতিকার ও বস্তুগত সহায়তামূলক
[গ] পরিবর্তন, প্রতিরোধ ও অবস্তুগতবসহায়তামূলক
[ঘ] উন্নয়নমূলক পরিচর্যা ও পরামর্শমূলক

৫৫. সমাজকর্ম অনুশীলনের মাধ্যমে—
i. সমস্যার উৎস নির্ণয় করা হয়।
ii. সমস্যার কারণ চিহ্নিত করা হয়।
iii. সমস্যার প্রকৃতি ও প্রভাব নির্ণয় করা হয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৬. ভাষাগত উন্নয়নের জনগোষ্ঠীকে নিয়ে ভূমিকা কী?
[ক] সামাজিক সচেতনতা বৃদ্ধি করা
[খ] শিক্ষার হার বৃদ্ধি করা
✅ শ্রেণিদ্বন্দ্ব ও শ্রেণিবৈষম্য হ্রাস করা
[ঘ] অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা

HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

৫৭.সমাজকর্ম কীভাবে সমস্যার কারণ, প্রকৃতি ও প্রভাব নির্ণয় করে সমস্যার কার্যকর সমাধান করে?
[ক] সাংস্কৃতিক গবেষণার মাধ্যমে
✅ সামাজিক গবেষণার মাধ্যমে
[গ] নৃতাত্ত্বিক গবেষণার মাধ্যমে
[ঘ] প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে

৫৮. ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে কীভাবে সমাজকর্ম সহায়তা করে?
✅ বিভিন্ন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে
[খ] আর্থিক সাহায্য করে
[গ] শিক্ষা প্রদানের মাধ্যমে
[ঘ] বিভিন্ন পরামর্শ প্রদান করে

৫৯. কোন পরিবেশ নিয়ন্ত্রণ ও উন্নয়নে সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ?
[ক] অর্থনৈতিক ও সাংস্কৃতিক
[খ] অর্থনৈতিক ও রাজনৈতিক
✅ সামাজিক ও অর্থনৈতিক
[ঘ] সামাজিক ও সাংস্কৃতিক

৬০. কিশোর অপরাধ সংশোধন কেন্দ্র কেন গড়ে উঠেছে?
✅ কিশোর অপরাধীদের চরিত্র সংশোধনের জন্য
[খ] কিশোরদের কারিগরি প্রশিক্ষণের জন্য
[গ] কিশোর অপরাধীদের পুনর্বাসনের জন্য
[ঘ] কিশোর অপরাধীদের শনাক্ত করার জন্য

৬১.কয়েদি পুনর্বাসন সমাজকর্মের কোন কার্যক্রমের অন্তর্ভুক্ত?
[ক] প্রতিরোধমূলক
[খ] প্রতিকারমূলক
[গ] সংস্কারমূলক
✅ সংশোধনমূলক

৬২. দিবাযত্ন কেন্দ্র, বেবিহোম, শিশুযত্ন কেন্দ্র, নারী উন্নয়ন ইত্যাদি কোন শ্রেণির কল্যাণে গঠিতঃকর্মসূচি?
[ক] সুবিধাপ্রাপ্ত শ্রেণি
[খ] স্বাবলম্বী শ্রেণি
[গ] চাকরিজীবী শ্রেণি
✅ সুবিধাবঞ্চিত শ্রেণি

৬৩. সদ্য নির্বাচিত সরকার তার দেশের মানুষের সামাজিক জীবনের সার্বিক কল্যাণের জন্যে কাজ করতে চান। এজন্য তাকে প্রথমত—
i. সুষ্ঠু সামাজিক নীতি প্রণয়ন করতে হবে
ii. সুষ্ঠু সামাজিক পরিকল্পনা গ্রহণ করতে হবে
iii. সুষ্ঠু অবকাঠামোগত উন্নয়ন করতে হবে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৬৪. সমাজকর্ম আর্থ-সামাজিক স্বনির্ভরতা অর্জনের একটি প্রক্রিয়া হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যে
ii. সামর্থ্যের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে
iii. গোষ্ঠীগত শক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৬৫. ব্যক্তির অন্তর্নিহিত মূল্য ও মর্যাদার যথাযথ স্বীকৃতি প্রদান করা হলে-
i. ব্যক্তির মধ্যকার সুপ্ত প্রতিভার বিকাশ সাধিত হয়
ii. ব্যক্তির মধ্যে কর্মবিমুখতার মনোভাব সৃষ্টি হয়
iii. ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাসের সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৬. ব্যক্তিস্বাতন্ত্র্য মূল্যবোধ অনুসারে ব্যক্তি—
i. নিজের মূল্যবোধকে সর্বাধিক প্রাধান্য দেয়
ii. সবকিছু থেকে নিজের মূল্যবোধ রক্ষাকে প্রাধান্য দেয়
iii. জাতীয় মূল্যবোধকে অবজ্ঞা করে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৬৭. ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতির তাৎপর্য হলো-
i. ব্যক্তির সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সাহায্য করে
ii. সমস্যা সমাধানে ব্যক্তির সাহায্য সহযোগিতা পাওয়া যায়
iii. সমস্যা সমাধানে পরিকল্পনা প্রণয়ন সহজ হয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৬৮. সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন পর্যায়ে সমাজকর্মীরা সহায়তা করে থাকে—
i. নীতি প্রণয়নের ক্ষেত্র চিহ্নিত করে
ii. নীতি বাস্তবায়নের কলাকৌশল নির্ধারণে
iii. নীতি বাস্তবায়নে অর্থ সংস্থানে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬৯ ও ৭০ নং প্রশ্নের উত্তর দাও:
বিভিন্ন সমস্যা যেমন- দারিদ্র্য, সমাজে বিদ্যমান নিরক্ষরতা, অজ্ঞতা, বেকারত্ব, জনসংখ্যাস্ফীতি, অপরাধ, কিশোর অপরাধ এগুলো মোকাবিলায় সমাজকর্ম প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করে। পাশাপাশি পশ্চাৎপদ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক কল্যাণ ও উন্নয়নের জন্য চাহিদাভিত্তিক সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে।

৬৯. অনুচ্ছেদে সমাজকর্মের কোন বিষয়টি ফুটে উঠেছে?
✅ গুরুত্ব
[খ] বৈশিষ্ট্য
[গ] পরিধি
[ঘ] লক্ষ্য ও উদ্দেশ্য

৭০. সমাজকর্মের এ বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য হলো-
i. সামাজিক নীতি প্রণয়ন ও যথাযথ বাস্তবায়ন করে
ii. পেশাদার সমাজকর্মী সৃষ্টিতে সহায়তা করে
iii. সহায়ক পদ্ধতি হিসেবে সামাজিক গবেষণাকে অন্তর্ভুক্ত করে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Share:

HSC সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

HSC Social Work 1st Paper MCQ question and answer. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
সমাজকর্ম
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-২

HSC Social Work
1st Paper
MCQ
Question and Answer pdf download

১. কোন যুগের অবসান ঘটলে ভূমিদাস ও তাদের পরিবারের সদস্যরা কর্মহীন হয়ে পড়ে?
✅ সামন্ত যুগ
[খ] দাস যুগ
[গ] পুঁজিবাদী যুগ
[ঘ] মধ্য যুগ

২. ইংল্যান্ডে বিভিন্ন আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটে দায়িত্ব সমস্যা প্রকট আকার ধারণ করে কোন যুগে?
✅ প্রাকশিল্প যুগে
[খ] শিল্প যুগে
[গ] আধুনিক যুগে
[ঘ] আদিম যুগে

৩. ১৩৪৮ খ্রিষ্টাব্দের মহামারিতে ইংল্যান্ডের কতবশতাংশ লোক মৃত্যুমুখে পতিত হয়?
[ক] এক-তৃতীয়াংশ
✅ দুই-তৃতীয়াংশ
[গ] এক-চতুর্থাংশ
[ঘ] এক-পঞ্চমাংশ

৪. দরিদ্র ও অসহায়দের জন্য ইংল্যান্ড সরকার কর্তৃক আইন স্বীকৃত হয় কীভাবে?
✅ দরিদ্র আইনের মাধ্যমে
[খ] শিশু আইনের মাধ্যমে
[গ] সামাজিক আইনের মাধ্যমে
[ঘ] মাদক নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে

৫. ইংল্যান্ডে শ্রমিকদের কর্ম সময় ও মজুরি নিয়মিত করা এবং একটি শিক্ষানবিস ব্যবস্থায় কারিগরি দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কত খ্রিষ্টাব্দে একটি আইন প্রণয়ন করা হয়?
✅ ১৫৬২ খ্রিস্টাব্দে
[খ] ১৫৬৩ খ্রিস্টাব্দে
[গ] ১৫৬৪ খ্রিস্টাব্দেদ
[ঘ] ১৫৬৫ খ্রিস্টাব্দে

৬. ১৩৪৮ খ্রিষ্টাব্দে জাতীয় দুর্যোগ হিসেবে কোন দেশে প্লেগ রোগ 'ব্ল্যাক ডেথ' নামে পরিচিতি লাভ করে?
[ক] ফ্রান্স
[খ] মাল্টা
[গ] ইতালি
✅ ইংল্যান্ড

৭. ১৩৪৯-১৫৯৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রণীত আইনগুলো ব্যর্থতায় পর্যবসিত হয় কেন?
[ক] সরকারের অবহেলায়
✅ কতিপয় শ্রেণির ঘৃণ্য দৃষ্টিভঙ্গির কারণে
[গ] প্রাকৃতিক দুর্যোগের কারণে
[ঘ] আইনের অপব্যবহারের ফলে

৮. দরিদ্র আইন বলতে বোঝায়-
i. ভিক্ষুক, ভবঘুরে এবং দুঃস্থ কল্যাণে প্রণীতপআইন
ii. বেকার, অলস ও সুবিধাবঞ্চিত শ্রেণির কর্মসংস্থান গড়ে তোলার জন্য প্রণীত আইন
iii. দরিদ্রদের শ্রেণিকরণ করে সহায়তা, কর্মসংস্থান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে শাস্তির বিধান সংবলিত আইন

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯. ১৩৪৯-১৫৯৭ খ্রিষ্টাব্দের মধ্যে প্রণীত আইনগুলো প্রণয়ন করা হয়েছিল—
i. ভিক্ষাবৃত্তি রোধকল্পে
ii. শ্রমিক ও ভবঘুরে উন্নয়নে
iii. সন্ত্রাস দূরীকরণে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১০. ইংল্যান্ডের রানি প্রথম এলিজাবেথ আইন প্রণয়ন করেন—
i. দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে
ii. ভিক্ষাবৃত্তি রোধ করার জন্য
iii. নিরক্ষরতা দূরীকরণের প্রয়াস হিসেবে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
"শান্তির শহর নামক দেশটির সরকার দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য দারিদ্রে্যর হার নিরসনে জোর দেন। এ লক্ষ্যে তিনি নিয়ন্ত্রণমূলক একটি আইন প্রণয়ন করেন।

১১. উদ্দীপকের সরকার নিচের কোন ব্যক্তির প্রতিনিধিত্ব করে?
✅ রানি প্রথম এলিজাবেথ
[খ] জন মেজর
[গ] মার্গারেট থ্যাচার
[ঘ] রাজা অষ্টম হেনরি

১২. এই ব্যক্তির আইন প্রণয়নের ফলে—
i. দুঃস্থদের কল্যাণ সাধন করা হয়
ii. সমাজসেবামূলক কাজের পরিধি বৃদ্ধি পায়
iii. সামাজিক নিরাপত্তা সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩. কোন আইনকে বর্তমান বিশ্বের আধুনিক ও পেশাদার সমাজকর্মের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়?
✅ দরিদ্র আইন ১৬০১
[খ] দরিদ্র সংস্কার আইন ১৮৩৪
[গ] ১৯০৯ খ্রিষ্টাব্দের শ্রমিক বিনিয়োগ আইন
[ঘ] বেকারত্ব আইন ১৯৩৪

১৪. ১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন কত খ্রিষ্টাব্দে সংস্কার করা হয়?
✅ ১৮৩৪
[খ] ১৯০৫
[গ] ১৯৪২
[ঘ] ১৯৪৫

১৫. ১৬০১ খ্রিষ্টাব্দের দারিদ্র্য আইন অনুযায়ী কারা সাহায্যাথী দরিদ্রদের আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করত?
[ক] পোপরা
[খ] ম্যাজিস্ট্রেটরা
[গ] সৈন্যরা
✅ ওভারসিয়াররা

১৬. এলিজাবেথীয় দরিদ্র আইনে অক্ষম দরিদ্রদের পুনর্বাসনের জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হয়?
[ক] শ্রমাণার
✅ দারিদ্র্যাগার
[গ] বাহ্যিক সাহায্য-
[ঘ] কম খরচে ভরণপোষণের ব্যবস্থা করা

১৭. ওভারসিয়ারের মাধ্যমে কাদের সাহায্য করা হতো?
[ক] সক্ষম দরিদ্রদের
✅ অক্ষম দরিদ্রদের
[গ] মধ্যবিত্তদের
[ঘ] নির্ভরশীল শিশুদের

১৮. অন্ধ বাবা, সুস্থ সবল মা এবং পিতামাতাহীন চাচাতো বোন রায়নাকে নিয়ে রাস্তায় ভিক্ষা করছে শর্মিলা। এ ঘটনায় ইংল্যান্ডে প্রণীত কোন আইনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
✅ ১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন
[খ] ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইন
[গ] ১৯০৫ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন কমিশন
[ঘ] ১৯৪২ সালের সামাজিক নিরাপত্তামূলক আইন

১৯. ১৮৩৪ খ্রিষ্টাব্দের দরিদ্র সংস্কার আইন প্রণীত হয় কোন সরকারের অধীনে?
✅ আর্ল গ্রে-এর লিবারেল সরকারের
[খ] অষ্টম এডওয়ার্ড-এর সরকারের
[গ] তৃতীয় হেনরির সরকারের
[ঘ] এলিজাবেথীয় ডেমোক্রেটিক সরকারের

২০. ১৮৩৪ খ্রিস্টাব্দের দরিদ্র আইনে দরিদ্র শ্রমাগারকে 'দরিদ্রঃজেলখানা’ হিসেবে অভিহিত করেন কে?
[ক] জন ব্রিড সামনার উ.রিচার্ড ওয়েস্টলার
[গ] এ্যাডউইন চ্যাডউইক
[ঘ] কার্ল মার্কস

২১. সমাজকর্ম পেশাকে প্রাতিষ্ঠানিক রূপদান ও সমাজসেবা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিচের কোন আইনের ভূমিকা তাৎপর্যপূর্ণ?
✅ ১৮৩৪ খ্রিষ্টাব্দের দরিদ্র সংস্কার আইন
[খ] ১৯৩১ খ্রিষ্টাব্দের জাতীয় অর্থনীতি আইন
[গ] ১৯৩৪ খ্রিষ্টাব্দের বেকারত্ব আইন
[ঘ] ১৯০৯ খ্রিষ্টাব্দের শ্রমিক বিনিয়োগ আইন

২২. ইংল্যান্ডে দরিদ্র সংস্কার আইন ১৮৩৪ প্রণয়নের কত বছরের মধ্যে দরিদ্র সাহায্য ব্যয় এক-তৃতীয়াংশ কমে যায়?
[ক] এক
[খ] দুই
✅ তিন
[ঘ] চার

২৩. Outdoor Relief Regulation Order- প্রণীত হয় কখন?
[ক] ১৮৫১ খ্রিষ্টাব্দে
✅ ১৮৫২ খ্রিষ্টাব্দে
[গ] ১৮৫৩ খ্রিস্টাব্দে
[ঘ] ১৮৫৪ খ্রিস্টাব্দে

২৪. ১৮৩৪ খ্রিষ্টাব্দের দরিদ্র সংস্কার আইনকে নির্মম বলা হয় কেন?
✅ শ্রমাগারে দরিদ্রদের ওপর নির্যাতন করার বিধান থাকায়
[খ] দরিদ্রদের ভিক্ষাবৃত্তি বন্ধ করে দেওয়ায়
[গ] দরিদ্রদের সামাজিকভাবে বসবাসের অধিকার কেড়ে নেওয়ায়
[ঘ] দরিদ্রদের মেরে ফেলার বিধান থাকায়

২৫. 'Oliver Twist' গ্রন্থটি কে রচনা করে?
[ক] উইলিয়াম শেক্সপিয়ার
✅ চার্লস ডিকেন্স
[গ] টমাস মুর
[ঘ] এডউইন চ্যাডউইক

২৬. 'ব্ল্যাক ডেথ' হলো-
i. প্লেগ রোগজনিত মৃত্যু
ii. শিল্প দুর্ঘটনায় মৃত্যু
iii. তীব্র শ্রমিক সংকট

নিচের কোনটি সঠিক
✅ i
[খ] i ও i
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭. Lowest bidder হলো-
i. আত্মীয়স্বজনের নির্ভরশীল বালক-বালিকাদের দায়িত্ব গ্রহণ
ii. কম খরচে নির্ভরশীল বালক-বালিকাদের দায়িত্ব গ্রহণ
iii. বিনা খরচে নির্ভরশীল বালক-বালিকাদের দায়িত্ব গ্রহণ

নিচের কোনটি সঠিক
[ক] i
✅ ii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii

২৮. ১৮৩২ খ্রিষ্টাব্দের রাজকীয় কমিশনের মূল লক্ষ্য ছিল—
i. প্রচলিত আইনের কার্যকারিতা বৃদ্ধি আইন
ii. বাস্তবায়নে প্রশাসনিক দুর্বলতা অনুসন্ধান
iii. আইন বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৯. দরিদ্র সংস্কার আইন ১৮৩৪-এর আওতায় বিভিন্ন রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়—
i. প্রায় দুইশত বিশ্রমাগার নির্মাণ করে
ii. চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে
iii. দারিদ্র্যাগার সংস্কারের মাধ্যমে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০. ১৮৩৪ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন সৃষ্টি হয়েছিল মূলতু
i. দরিদ্র আইনের তীব্র বিরোধিতা ও অসমেত্মাষের প্রেক্ষিতে
ii. দরিদ্র আইনের প্রশাসন ও প্রয়োগ ব্যবস্থার বাস্তবতা তদন্ত সাপেক্ষে রাজকীয় কমিটি দ্বারা
iii. Nassau W Senior ও Edwin Chadwick-এর কমিটির সুপারিশের প্রেক্ষিতে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১. ১৮৩৪ খ্রিষ্টাব্দের আইন প্রয়োগের ক্ষেত্রে অনুসরণ করা হয়-
i. কম যোগ্যতার নীতি
ii. শ্রমাগার পরীক্ষার নীতি
iii. নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিকেন্দ্রিকরণ নীতি

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও:
প্রাকশিল্প যুগে ইংল্যান্ডের দারিদ্র্য সমস্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে রানি ১ম এলিজাবেথের সময় একটি আইন প্রণীত হয়। এবআইনে দরিদ্র জনগণের তাৎক্ষণিক অর্থনৈতিক ও বাসস্থানজনিত সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়।

৩২. উদ্দীপকে কোন আইনের ইঙ্গিত রয়েছে?
[ক] ১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন
✅ ১৮৩৪ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন
[গ] ১৯০৫ সালের দরিদ্র আইন
[ঘ] ১৯৪২ সালের দরিদ্র আইন

৩৩. উদ্দীপকের আইন অনুযায়ী প্রধান বিধান হলো—
i. স্থানীয় পর্যায়ে দরিদ্রদের মধ্যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা
ii. প্যারিশের প্রত্যেক জনগণ কর্তৃক প্যারিশের নিজস্ব দরিদ্র কর প্রদান
iii. সাহায্যদানের সুবিধার্থে দরিদ্রদের বিভক্তিকরণ

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪. ১৯০৫ সালের দরিদ্র আইন কমিশনের সুপারিশমালায় স্থানীয় সাহায্য ও সংস্থার প্রশাসনগুলোকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল?
[ক] দুইটি
✅ তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৩৫. ১৯০৬ সালের খাদ্য আইনে কী করা হয়েছে?
[ক] বিনামূল্যে খাদ্য বিতরণ
✅ প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে খাবার বিতরণ
[গ] কাজের বিনিময়ে খাদ্য বিতরণ
[ঘ] প্রবীণদের বিনামূল্যে খাদ্য বিতরণ

৩৬. ১৯০৭ সালের শিক্ষা আইনের আলোকে বৃদ্ধদের সামাজিক নিরাপত্তার জন্য কত সালের বৃদ্ধকালীন পেনশন আইন পাস করা হয়?
[ক] ১৯০৭ সালে
✅ ১৯০৮ সালে
[গ] ১৯০৯ সালে
[ঘ] ১৯১১ সালে

৩৭. ১৯০৯ সালের শ্রমিক বিনিময় আইনে অক্ষম দরিদ্রদের দরিদ্রাগারে রাখার পরিবর্তে কীসের উদ্যোগ নেওয়া হয়?
[ক] শ্রমাগারে রাখার
[খ] পেনশন দেওয়ার
[গ] আশ্রমে রাখার
✅ পুনর্বাসনের

৩৮. কোন আইনে বেকার শ্রমিকদের এবং বেকার বিমা বহির্ভূত তাদের জন্য বেকার সাহায্য প্রদানে ব্যবস্থা গৃহীত হয়?
[ক] শ্রমিক বিনিময় আইন ১৯০৯
[খ] জাতীয় বিমা আইন ১৯১১
[গ] বিধবা, এতিম ও বৃদ্ধ পেনশন আইন ১৯২৫
✅ জাতীয় অর্থনীতি আইন ১৯৩১

৩৯. কোন শিল্পায়িত সমাজে উপার্জনহীনতাকে সমস্যার মূল কারণ হিসেবে চিহ্নিত করেন?
[ক] রাজা তৃতীয় এডওয়ার্ড
[খ] অষ্টম হেনরি
[গ] লর্ড জর্জ হ্যামিল্টন
✅ উইলিয়াম বিভারিজ

৪০. ইংল্যান্ডে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আদর্শ মডেল হিসেবে স্বীকৃত -
[ক] ১৬০১ খ্রিষ্টাব্দের দরিদ্র আইন
[খ] ১৯০৫ সালের দরিদ্র আইন কমিশন
✅ বিভারিজ রিপোর্ট
[ঘ] দান সংগঠন সমিতি

৪১. বিভারিজ মানবসমাজে অগ্রগতির প্রধান অন্তরায় হিসেবে কয়টি দৈত্যের কথা উলেস্নখ করেছেন?
[ক] তিনটি
[খ] চারটি
✅ পাঁচটি
[ঘ] ছয়টি

৪২. বিভারিজ রিপোর্টের ভিত্তিতে যেসব সামাজিক আইন প্রণয়ন করা হয় যেসব কর্মসূচির মধ্যে পারিবারিক ভাতা কর্মসূচি ব্যতীত অন্য কর্মসূচিগুলো কবে চালু হয়?
[ক] ১ জানুয়ারি ১৯৪৭
[খ] আগস্ট ১৯৪৬
✅ ৫ জুলাই ১৯৪৮
[ঘ] ৫ নভেম্বর ১৯৪৮

৪৩. বিভারিজ রিপোর্টের নির্দেশনা অনুযায়ী তৎকালীন শ্রম আইনের ভিত্তিতে কত ভাগ অক্ষমদের কর্মে নিয়োগের ব্যবস্থা করা হয়?
[ক] ২%
✅ ৩%
[গ] ৪%
[ঘ] ৫%

৪৪. কবে থেকে সরকারি সাহায্য কর্মসূচি কার্যকর হয়?
✅ ১ জুলাই ১৯৪৮
[খ] ৫ জুলাই ১৯৪৮
[গ] ১ আগস্ট ১৯৪৮
[ঘ] ৫ আগস্ট ১৯৪৮

৪৫. সরকারি সাহায্য কার্যক্রমে জাতীয় সাহায্য বোর্ড এর কতটি আঞ্চলিক কার্যালয় কার্যকরী রয়েছে?
[ক] ১০টি
✅ ১২টি
[গ] ২৫টি
[ঘ] ৩৫০টি

HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

৪৬. ১৯১১ সালের জাতীয় বিমা আইনে শ্রমিকদের স্বাস্থ্য বিমার অর্থের সংস্থান করা হতো—
i সরকারি অনুদান দ্বারা
ii. শ্রমিকদের চাঁদা দ্বারা
iii. বিভিন্ন সাহায্যকারী সংস্থার অনুদান দ্বারা

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৭. দরিদ্র আইন কমিশনের সুপারিশের ওপর ভিত্তি করে যে সামাজিক আইন প্রণীত হয় তা হলো—
i. ১৯০৬ সালের খাদ্য আইন
ii. ১৯০৭ সালের শিক্ষা আইন
iii. ১৯০৮ সালের বৃদ্ধকালীন পেনশন আইন

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৮. ১৯০৫ সালের দরিদ্র কমিশন আইন সমাজকল্যাণের ক্ষেত্রে সুদূরপ্রসারী পরিবর্তন এনেছিল—
i. সামাজিক সমস্যা সমাধানে আইন প্রণয়ন করে
ii. সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে
iii. জাতীয় অর্থনীতি সমৃদ্ধকরণে ভূমিকা রেখে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

HSC সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

নিচের উদ্দীপকটি পড় এবং ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দাও:
'ক' নামক দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামাজিক অনিশ্চয়তা দেখা দেয়। উক্ত সমস্যা নিরসনের জন্যে ১৯৪২ সালে 'ক' দেশে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির সূচনা হয়। উক্ত কর্মসূচির অন্তর্ভুক্ত বিষয়সমূহের মধ্যে উলেস্নখযোগ্য হলো শিল্প দুর্ঘটনা বিমা, পারিবারিক ভাতা ইত্যাদি।

৪৯. উদ্দীপকে বর্ণিত 'ক' দেশ নিচের কোন দেশকে নির্দেশ করে?
[ক] আমেরিকা
[খ] অস্ট্রেলিয়া
[গ] শ্রীলংকা
✅ ইংল্যান্ড

৫০. উক্ত কর্মসূচির কার্যকারিতা—
i. শ্রমিকদের পেশাগত নিরাপত্তার সহায়ক হবে
ii. বেশ কিছু সংখ্যক পরিবারকে আর্থিকভাবে উপকার করবে
iii. জনগণকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করবে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫১. কীসের ধারণা বিবর্তিত হয়ে পেশাদার সমাজকর্মের বীজ রোপিত করে?
[ক] সমাজসেবার
✅ দান সংগঠন সমিতির
[গ] সামাজিক নিরাপত্তার
[ঘ] সামাজিক বিমার

৫২. ম্যারি রিচমন্ড এর চালুকৃত পেশাগত শিক্ষাব্যবস্থা পরবর্তীতে কীসে উন্নীত হয়?
[ক] চ্যারিটিস রিভিউ
✅ নিউইয়র্ক স্কুল অব সোশ্যাল ওয়ার্ক
[গ] একাডেমি অব সোশ্যাল ওয়ার্ক
[ঘ] ন্যাশনাল স্কুল অব সোশ্যাল ওয়ার্ক

৫৩. ১৯৫৯ সালে কোন সমাজবিজ্ঞানী দাবি করেন যে, সমাজকর্ম পেশার মর্যাদা অর্জন করেছে?
[ক] ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার
[খ] আর্নেস্ট গ্রিনউড
[গ] জন সি কিডনে
✅ ওয়ানার ডব্লিউ বোয়েম

৫৪. COS হলো-
[ক] Community Organization Strategy
✅ Charity Organization Society
[গ] Client of Success
[ঘ] কোনটি নয়।

৫৫. দান সংগঠন সমিতি গড়ে তোলা হয়েছিল—
i. দরিদ্রদের কার্যকরভাবে সহায়তা দেওয়ার জন্য
ii. দান কার্যক্রমের পরিধি বৃদ্ধির জন্য
iii. দান কাজের দ্বৈততা প্রতিরোধ করার জন্য

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৬.দান সংগঠন সমিতির উদ্দেশ্য হলো—
i. বিভিন্ন ত্রাণ বিতরণকারী সংগঠনের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি করা
ii. সম্পদের অপচয় রোধ করা
iii. বিভিন্ন রকম দান কার্যক্রমের পুনরাবৃত্তি রোধ করা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ৫৭ ও ৫৮ নং প্রশ্নের উত্তর দাও:
সমাজকর্ম পেশার বিকাশে একটি সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে উক্ত সংগঠনটির উদ্ভব ঘটে। সংগঠনটির অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সম্পদের অপচয় রোধ করা, দরিদ্রদের কার্যকরভাবে সহায়তা দেওয়া ইত্যাদি।

৫৭. অনুচ্ছেদে বর্ণিত সংগঠনটির সাথে নিচের কোনটির সাদৃশ্য রয়েছে?
[ক] দান সংগঠন সমিতিও
[খ] রেড ক্রিসেন্ট সমিতি
✅ সি ও এস
[ঘ] আমেরিকান সমাজকর্মী সমিতি

৫৮. উক্ত সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য—
i. সম্পদের অপচয় রোধ করা
ii. দরিদ্রদের কার্যকরভাবে সহায়তা
iii. অনিয়ম-দুর্নীতি রোধ করা

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] ii
[গ] ii ও ii
✅ i, ii ও iii

৫৯. পেশাদার কর্মীদের যোগ্যতা ও দক্ষতা অর্জন নিশ্চিত করতে কোন সমিতি বিশেষ ভূমিকা পালন করে?
✅ Academy of Certified Social Workers
[খ] Academy in Certified Social Workers
[গ] Academy with Certified Social Workers
[ঘ] Association of Social Workers

৬০. সমাজকর্মীদের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে পরীক্ষার বিকল্প হিসেবে কোন সদস্যপদ প্রাপ্তিকে শর্ত হিসেবে গ্রহণ করে?
✅ ACSW
[খ] ASCW
[গ] ASWF
[ঘ] NASW

৬১. সমাজকর্ম পেশার গুরুত্বপূর্ণ জবভবৎবহপব গ্রন্থ প্রকাশ করে কোনটি?
[ক] The Social Work
✅ Encyclopedia of Social Work
[গ] Social Work Research and Abstracts
[ঘ] Academy of Certified Social Work

৬২. জাতীয় সমাজকর্মী সমিতি প্রতিষ্ঠা করা হয় কেন?
✅ সমাজকর্ম পেশার মান উন্নয়নে
[খ] দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য প্রদানে
[গ] বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে
[ঘ] সংগঠিত পর্যায়ে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায়

৬৩. পেশাদার সমাজকর্মীরা সাহায্যাথীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে সাহায্যার্থীকে সমস্যা সমাধানে উপযোগী করে তোলে। সমাজকর্মীদের এ ধরনের কাজে কোন নীতির বহিঃপ্রকাশ ঘটে?
✅ স্বাবলম্বন নীতির
[খ] সাম্যনীতির
[গ] সামগ্রিক নীতির
[ঘ] গোপনীয়তার নীতির

৬৪. কয়টি সংগঠন একত্রিত হয়ে ঘঅঝড গঠিত হয়?
✅ ৭টি
[খ] ৯টি
[গ] ৮টি
[ঘ] ৬টি

৬৫. ‘‘এনসাইক্লোপিডিয়া অব সোশ্যাল ওয়ার্ক’’- গ্রন্থটি কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়?
[ক] COS
✅ NASW
[গ] AASW
[ঘ] CSWE

৬৬. NASW এর Board of Directors-এর প্রেসিডেন্টের দায়িত্ব কে পালন করেন?
✅ NASW এর নির্বাহী পরিচালক
[খ] NASWF এর নির্বাহী পরিচালক
[গ] ACSW এর নির্বাহী পরিচালক
[ঘ] NASW এর সভাপতি

৬৭. বিশ্বব্যাপী পেশাদার সমাজকর্ম শিক্ষার বিকাশ ও প্রসারে কার্যকর ভূমিকা পালনকারী পেশাগত সংগঠনগুলোর মধ্যে কোনটি বিশেষভাবে উলেস্নখযোগ্য?
[ক] COS
✅ CSWE
[গ] AASSW
[ঘ] NASSA

HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

৬৮. যোগ্যতাসম্পন্ন দক্ষ সাংবাদিক সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিক নির্দেশক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি নামে একটি সংগঠন গড়ে তোলা হয়েছে। এ সংগঠনটি নিচের কোনটির প্রতিনিধিত্ব করছে?
[ক] COS
[খ] NASW
✅ CSWE
[ঘ] SWYB

৬৯. NASW হচ্ছে-
i. সমাজকর্মীদের সংগঠন
ii. পেশাজীবীদের সংগঠন
iii. দরিদ্রদের সংগঠন

নিচের কোনটি সঠিক
✅ i
[খ] ii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii

৭০. NASW সমাজকর্ম পেশার মান উন্নয়নে ভূমিকা রাখছে—
i. সমাজকর্মীদের দক্ষতা ও যোগ্যতা নিশ্চিত করে
ii. বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে
iii. দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য প্রদান করে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭১. NASW-এর ত্রৈমাসিক পত্রিকা 'Social Work Research and Abstracts' প্রকাশ করে-
i. সমাজকর্ম শিক্ষার সাথে সংশ্লিষ্ট বিভিনণ বিষয়াদি
ii. গবেষণার সাথে সংশ্লিষ্ট বিভিনণ বিষয়াদি
iii. প্রয়োগের সাথে সংশ্লিষ্ট বিভিনণ বিষয়াদি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭২. আধুনিক সমাজকর্মীদের পেশাগত দিক বিবেচনায় NASW-র আওতায়—
i. নৈতিক মানদ- প্রণয়ন করা হয়।
ii. লাইসেন্স প্রদান করা হয়
iii. ব্যবহারিক নীতিমালা প্রণয়ন করা হয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৩. CSWE-এর কাজের পরিধি হলো—
i. সমাজকর্ম শিক্ষা সংক্রান্ত
ii. সমাজকর্মীদের প্রশিক্ষণ সংক্রান্ত
iii. সমাজকর্ম পেশার মান উন্নয়ন সংক্রান্ত

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৭৪ ও ৭৫ নং প্রশ্নের উত্তর দাও:
আমেরিকার ৭টি পেশাগত সংগঠনের সমন্বয়ে একটি সমিতি গঠিত হয়েছে। সমিতিটি সমাজকর্ম পেশার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। উক্ত সমিতির প্রাথমিক লক্ষ্যের মধ্যে রয়েছে সংগঠনগুলোর কর্মীদের পেশাগত মানোন্নয়ন, বাস্তব উপযোগী নীতি প্রণয়ন ইত্যাদি।

৭৪. উদ্দীপকে কোন প্রতিষ্ঠানটির কথা বলা হয়েছে মিল রয়েছে?
✅ এনএএসডব্লিউ
[খ] জাতীয় মহিলা সমিতি
[গ] সিএসডব্লিউই
[ঘ] দান সংগঠন সমিতি কে

৭৫. এ প্রতিষ্ঠানটির প্রাথমিক লক্ষ্য সমাজকল্যাণমূলক সংগঠনগুলোকে—
i. বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণে সহায়তা করবে
ii. অধিকতর কার্যকর করবে
iii. আর্থিকভাবে লাভবান করবে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৬. কোন শতাব্দীতে ফরসি লেখকদের রচনায় শিল্প বিপ্লব প্রত্যয়টি ব্যবহৃত হয়?
[ক] ঊনবিংশ শতাব্দীতে
[খ] ঊনবিংশ শতাব্দীর আঠারো দশকে
[গ] ঊনবিংশ শতাব্দীর উনিশ দশকে
✅ ঊনবিংশ শতাব্দীর বিশ দশকে

৭৭. কোন বিষয়টিকে আধুনিক যুগের আরম্ভকাল হিসেবে বিবেচনা করা হয়?
[ক] কৃষির উন্নয়ন
[খ] শিক্ষার বিস্তার
✅ শিল্প বিপ্লব
[গ] সমাজকর্মের বিকাশ

৭৮. শিল্প বিপ্লব সংঘটিত হয়-
[ক] ১৭৭১ থেকে ১৮০০
[খ] ১৭৫০ থেকে ১৮৪০
✅ ১৭৬০ থেকে ১৮৫০
[ঘ] ১৭৮০ থেকে ১৮৭০

৭৯. ধনতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরি গড়ে উঠেছিল যে অবস্থার মধ্য দিয়ে ইতিহাসে তার নাম দেওয়া হয়েছে শিল্প বিপ্লব'- উক্তিটি কার?
✅ অমিত সেন
[খ] লেডি উইলিয়ামস
[গ] আরনল্ড টয়েনবি
[ঘ] অধ্যাপক মেয়ার

৮০. ১৮৭০ সাল থেকে বিংশ শতাব্দীর প্রথম পর্যন্ত কোন কোন দেশে শিল্প বিপ্লব সংঘটিত হয়?
[ক] ইংল্যান্ড ও জাপান
✅ জার্মানি ও যুক্তরাষ্ট্র
[গ] ইতালি ও জার্মানি
[ঘ] যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড

৮১. প্রচলিত পদ্ধতির পরিবর্তন সাধন করে যান্ত্রিক পদ্ধতিতে পরিবর্তনকে কী বিপ্লব বলে?
[ক] রাজনৈতিক বিপ্লব
[খ] সামাজিক বিপ্লব
✅ শিল্প বিপ্লব
[ঘ] কৃষি বিপ্লব

৮২. বর্তমানে ৪ জন শ্রমিকের কাজ শিল্প বিপ্লবের আগে ১০০ জন শ্রমিক করত। তাহলে শিল্প বিপ্লবের পরে ২ জন শ্রমিক পূর্বের কতজন শ্রমিকের কাজ করতে পারবে?
[ক] ২০ জন
[খ] ৩০ জন
[গ] ৪০ জন
✅ ৫০ জন

৮৩. শিল্প বিপ্লবের প্রভাবে যান্ত্রিক শিল্পের উদ্ভাবন হলে সমাজে কোন সমস্যার সৃষ্টি হয়?
✅ বেকারত্ব
[খ] যোগাযোগ
[গ] যাতায়াত
[ঘ] অর্থনৈতিক

৮৪. সমাজে আমূল পরিবর্তন সংঘটিত হয় কেন?
[ক] কৃষি বিপ্লবের ফলে
✅ শিল্প বিপ্লবের ফলে
[গ] নগরায়ণের ফলে
[ঘ] শহরায়নের ফলে

৮৫. কোন কারণে অতীতের উৎপাদন পদ্ধতির আমূল পরিবর্তন সাধন হয়?
[ক] বিজ্ঞান ও জ্ঞানের বিকাশের জন্যে
[খ] সহজ বিনিময় মাধ্যমের জন্যে
✅ যান্ত্রিক প্রযুক্তি ও শক্তির ব্যবহারের জন্যে
[ঘ] পেশাগত সমাজকর্মের জন্যে

৮৬. কীভাবে পুরো পৃথিবী বিশ্বগ্রামে পরিণত হয়েছে?
[ক] সাংস্কৃতিক ঐতিহ্য পরিবর্তনের ফলে
✅ শিল্প বিপ্লবের প্রভাবে
[গ] রাজনৈতিক চিন্তাচেতনা পরিবর্তনের কারণে
[ঘ] ধর্মীয় রীতিনীতির পরিবর্তনের ফলে

৮৭. শিল্প বিপ্লবোত্তর সমাজে সামাজিক স্থিতিশীলতা বজায় রেখে স্বাভাবিক উন্নয়ন নিশ্চিতকরণে কোনটির প্রতি গুরুত্বারোপ অপরিহার্য হয়ে পড়ে?
[ক] অর্থনৈতিক নিরাপত্তা
[খ] সামাজিক নিরাপত্তা
✅ আত্মনির্ভরশীলতা
[ঘ] ধর্মীয় মূল্যবোধ

৮৮. শিল্প বিপ্লবের পর কেন সমাজকর্ম শিক্ষা কর্মসূচি চালু করা হয়?
[ক] বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির ব্যবধানের
[খ] মনস্তাত্ত্বিক উপাদানের ঘাটতির জন্যে
✅ নতুন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের জন্যে
[ঘ] অপরাধপ্রবণতা বৃদ্ধির জন্য

৮৯. বিপ্লব ধারণাটি ইঙ্গিত প্রদান করে-
i. প্রচলিত ব্যবস্থার দ্রুত পরিবর্তনে
ii. সামাজিক ব্যবস্থার দ্রুত সংস্কারে
iii. প্রতিষ্ঠিত ব্যবস্থার দ্রুত উন্নয়নে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯০. শিল্প বিপ্লবের ফলে মানুষ ও তার সামগ্রিক সামাজিক জীবনে যে পরিবর্তন হয়েছে সেগুলো হলো-
i. চিন্তাধারা ও মানসিক পরিবর্তন
ii. সামাজিক ও জীবনধারার পরিবর্তন
iii. অর্থনৈতিক ও সচ্ছলতার পরিবর্তন

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

৯১. শিল্প বিপ্লব বলতে বোঝায়-
i. উৎপাদনে যান্ত্রিক প্রযুক্তির প্রচলন
ii. শহরকেন্দ্রিক জীবন ব্যবস্থার প্রবর্তন
iii. শিল্প ক্ষেত্রে স্বল্প স্থায়ী পরিবর্তন

নিচের কোনটি সঠিক
✅ ii
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯২. শিল্প বিপ্লবের অন্যতম যুগান্তকারী ফসল হলো-
i. নারীর অধিকার প্রতিষ্ঠা
ii. অধিকার উপভোগের স্বাধীনতা
iii. অর্থনৈতিক ক্ষমতায়ন

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৩. শিল্প বিপ্লবের ফলে সৃষ্টি হয়েছে -
i. শ্রমিক শ্রেণি
ii. পুঁজিপতি শ্রেণি
iii. জমিদার শ্রেণি

নিচের কোনটি সঠিক
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৪. নগর সভ্যতার বিকাশ ঘটার কারণ হলো—
i. শিল্প বিপ্লব
ii. গ্রামীণ জনগণ শহরে স্থানান্তর
iii. সস্তা শ্রমিক

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৫. শিল্প বিপ্লবের নেতিবাচক প্রভাব হিসেবে লক্ষণীয়—
i. সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তাহীনতা
ii. পারিবারিক ভাঙন
iii. সামাজিক মূল্যবোধের অবক্ষয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯৬ ও ৯৭ নং প্রশ্নের উত্তর দাও:
বহু বছর ধরে সোবহান সাহেব লন্ডনে বসবাস করছেন। গত বছর তার মেয়ে অনিতাও লন্ডনে পাড়ি জমায়। লন্ডন শহর দেখে অনিতা অবাক হয়। এত উন্নয়নও প্রগতি আগে সে কখনো দেখেনি। সোবহান সাহেব মেয়েকে বলেন, অবাক হওয়ার কিছু নেই। এ হচ্ছে বিপ্লবের ফল, যা বিশবব্যাপী মানুষের আর্থ-সামাজিক পরিবর্তন এনেছে।

৯৬. উদ্দীপকের সোবহান সাহেব কোন বিপ্লবের প্রতি ইঙ্গিত করেছেন?
[ক] গণতান্ত্রিক বিপ্লব
✅ শিল্প বিপ্লব
[গ] রুশ বিপ্লব
[ঘ] সবুজ বিপ্লব

৯৭. এ বিপ্লবের ফলে-
i. শিল্পায়ন ও নগরায়ণ ত্বরান্বিত হয়।
ii. নানা ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি হয়
iii. বিশ্বব্যাপী উন্নয়নের জোয়ার আসে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Share:

HSC সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

HSC Social Work 1st Paper MCQ question and answer. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
সমাজকর্ম
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৩

HSC Social Work
1st Paper
MCQ
Question and Answer pdf download

১. ‘সাধারণত পেশাজীবীদের উচ্চ বেতন, উচ্চ সামাজিক মর্যাদা এবং কাজ করার স্বাধীনতা থাকে - উক্তিটি কে করেছেন?
[ক] আর্নেস্ট গ্রিনউড
[খ] জন সি কিডনে
[গ] গর্ডন মার্শাল
✅ জি মিলারসন

২. পেশা কোন শব্দ থেকে উদ্ভূত?
[ক] জার্মান
✅ ফারসি
[গ] ইতালীয়
[ঘ] আরবি

৩. নৈতিকতা এবং ব্যবহারিক জ্ঞানভিত্তিক জীবিকা নির্বাহের পন্থাকে কী বলা হয়?
[ক] দল
✅ পেশা
[গ] কর্ম
[ঘ] জ্ঞান

৪. চিকিৎসকের চিকিৎসা একটি পেশা কেন?
[ক] এতে প্রচুর ইনকাম করা যায় বলে
[খ] এতে ভালো সম্মান পাওয়া যায় বলে
✅ এতে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান আছে বলে
[ঘ] যে কেউ এই কাজ করতে পারে না বলে

৫. মানুষ তার জীবনধারণের জন্য যে সকল অর্থনৈতিক কর্মকা-- লিপ্ত থাকে, তাকে কী বলে?
✅ বৃত্তি
[খ] পেশা
[গ] চাকরি
[ঘ] ব্যবসা

৬. পেশার মূল দিক কোনটি?
[ক] জীবনধারণের জন্য অর্থনৈতিক কর্মকা-
✅ বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা অর্জন
[গ] ব্যবহারিক জ্ঞানের বাস্তব সমন্বয়
[ঘ] বিশেষ জ্ঞানার্জন

৭. পেশা ও বৃত্তির মধ্যে কোন বিষয়টির মিল রয়েছে?
✅ পেশা ও বৃত্তি উভয়েই জীবিকার্জনের পন্থা
[খ] নীতি ও মূল্যবোধ আশ্রিত
[গ] বিশেষ জ্ঞান ও দক্ষতা নির্ভর
[ঘ] মানদ- ও আইন কানুন রয়েছে

৮. কত সালে গ্রিনউড পেশার বৈশিষ্ট্য নির্ধারণ করেন?
[ক] ১৯৫০
✅ ১৯৫৭
[গ] ১৯৫৯
[ঘ] ১৯৬০

৯. ‘বস্তুতপক্ষে সমাজকর্ম একটি ব্যাপক দৃষ্টিভঙ্গিসম্পন্ন পেশী; যা মানবজীবনের প্রায় প্রতিটি দিক এবং উপাদান নিয়ে ব্যাপৃত’— উক্তিটি কার?
✅ আরমান্ডো মরেলস ও বি ডব্লিউ শেফারের
[খ] ফ্রান্সিস-ই-মেরিল ও আরটি শেফারের
[গ] মিন্টন রকইচ ও ডার্থ লির
[ঘ] পিনকাস ও মিনাহামের

১০. কোনো বৃত্তিকে পেশা বলা যাবে যখন উক্ত বৃত্তির কাজটি—
i. প্রযুক্তিসম্পন্ন হবে
ii. সচেতনতামূলক হবে
iii. পেশাগত নীতি ও মূল্যবোধ অনুসরণ করে চলবে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১১. যেকোনো পেশাকে পরিপূর্ণ পেশার মর্যাদা অর্জন করতে হলে—
i. রাষ্ট্রের স্বীকৃতি অর্জন জরুরি
ii. সেবামূলক মানসিকতা আবশ্যক
iii. সুশৃঙ্খল জ্ঞানভান্ডারের প্রয়োজনীয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

১২. আধুনিক শিল্পবিপ্লবোত্তর সময়ে প্রতিটি পেশায় যুক্ত হয়েছে সংশ্লিষ্ট বিষয়ের
i. জ্ঞান ও দক্ষতা
ii. মূল্যবোধ ও নৈতিকতা
iii. অভিজ্ঞতা ও সামাজিক স্বীকৃতি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৩. মূল্যবোধ ও নৈতিক মানদ- পেশাদার কর্মীদের নিয়ন্ত্রণ করে -
i. আচার-আচরণ
ii. দায়িত্ব
iii. কার্যাবলি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

১৪. কোন ধরনের পরিবর্তন সমাজজীবনে নানা ধরনের বিশৃঙ্খলা ও অসামঞ্জস্য সৃষ্টি করে?
[ক] অর্থনৈতিক পরিবর্তন
[খ] প্রযুক্তিগত পরিবর্তন
[গ] বৈপ্লবিক পরিবর্তন
✅ অপরিকল্পিত পরিবর্তন

১৫. স্থানীয় একটি এনজিও রূপসা এলাকার প্রায় অর্ধ শতাধিক বেকার যুকবদের আত্মনির্ভরশীল করার উদ্যোগ নিয়েছে। এখানে কোন পেশার ইঙ্গিত রয়েছে?
✅ সমাজকর্ম
[খ] আইন
[গ] সাংবাদিকতা
[ঘ] শিক্ষকতা

১৬. কোন সমাজে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা
হিসেবে স্বীকৃত?
[ক] আধুনিক সমাজে
✅ পাশ্চাত্যের উন্নত সমাজে
[গ] আদিম সমাজে
[ঘ] অনুন্নত সমাজে

১৭. ওয়ার্নার ডব্লিউ বোয়েম কত সালে সমাজকর্মকে পূর্ণ পেশা হিসেবে স্বীকৃতি দেন?
✅ ১৯৫৯ সালে
[খ] ১৯৬৩ সালে
[গ] ১৯৬১ সালে
[ঘ] ১৯৬৭ সালে

১৮. সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি লাভ করে কখন?
[ক] ১৯১৬ সালে
[খ] ১৯১৮ সালে
✅ ১৯৪০ সালে
[ঘ] ১৯৬০ সালে

১৯. সমাজকর্ম সমাজে কাদের জন্য একটি বহুমুখী দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানবিক পেশা হিসেবে স্বীকৃত?
✅ সুবিধা বঞ্চিত জনগণের
[খ] সাধারণ জনগণের
[গ] পেশাজীবীদের
[ঘ] রাজনৈতিক নেতাদের

২০. সমাজকর্মের মূল প্রতিপাদ্য বিষয় কী?
[ক] মানুষের অর্থনৈতিক ভূমিকা চিহ্নিতকরণ
✅ মানুষের সামাজিক ভূমিকা পুনরুদ্ধার
[গ] শারীরিক সক্ষমতা অর্জনে সহায়তা
[ঘ] ধর্মীয় ভূমিকা পালনের সহায়তা

২১. সমাজকর্ম একটি সুখী ও সুন্দর সমাজব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চালায় সমস্যার-
i. স্থায়ী সমাধানের মাধ্যমে
ii. সাময়িক সমাধানের মাধ্যমে
iii. বাস্তবধর্মী সমাধানের মাধ্যমে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২২. পেশাদার সমাজকর্মী বিশেষ ভূমিকা পালন করে
i. অবহেলিত, বঞ্চিত ও শোষিত শ্রেণির অধিকার রক্ষায়
ii. সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণে
iii. সামাজিক শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও উন্নয়নে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৩. সমাজকর্ম সাহায্যাথীকে সরাসরিভাবে-
i. আত্মকেন্দ্রিক করে গড়ে তোলে
ii. স্বাবলম্বী করে গড়ে তোলে
iii. আত্মনির্ভরশীল করে গড়ে তোলে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

২৪. কোনটি বিচারবোধ হিসাবে ব্যক্তিগত বা দলগত কল্যাণে প্রযোজ্য হয়?
[ক] বিশ্বাস
[খ] দর্শন
✅ মূল্যবোধ
[ঘ] ধর্ম

২৫. ব্যক্তি ও সমাজকে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণের একটি অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত কোনটি?
[ক] পেশা
[খ] বৃত্তি
✅ মূল্যবোধ
[ঘ] পারিশ্রমিক

২৬. সামাজিক মূল্যবোধ কোন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব বিস্তার করে?
[ক] মানুষের আচার-আচরণের ক্ষেত্রে
[খ] ধর্মীয় উন্মাদনার ক্ষেত্রে
[গ] রাজনৈতিক সহিংসতার ক্ষেত্রে
✅ অর্থনৈতিক বঞ্চনার ক্ষেত্রে

২৭. চরম মূল্যবোধ হলো-
[ক] ভোটাধিকার
[খ] বাকস্বাধীনতা
[গ] বৈষম্যহীনতা
✅ গণতান্ত্রিক অধিকার

২৮. যার ভিত্তিতে মানুষের আচার-আচরণের ভালো- মন্দ বিচার করা হয়, তাকে কী বলে?
✅ মূল্যবোধ
[খ] আদর্শ
[গ] রীতি-নীতি
[ঘ] নৈতিকতা

২৯. কীসের ভিত্তিতে ব্যক্তি পৃথিবীর অন্য সবকিছুর থেকেবনিজের ব্যক্তিসত্তাকে অধিক প্রাধান্য দেয়?
✅ ব্যক্তিস্বাতন্ত্র্য মূল্যবোধের
[খ] পেশাগত মূল্যবোধের
[গ] আধ্যাত্মিক মূল্যবোধের
[ঘ] ধর্মীয় মূল্যবোধের

৩০. কোন মূল্যবোধ যুগল বিপরীতমুখী?
✅ ব্যক্তিস্বাতন্ত্র্য ও পারিবারিক মূল্যবোধ
[খ] পারিবারিক ও পেশাগত মূল্যবোধ
[গ] পেশাগত ও জাতীয় মূল্যবোধ
[ঘ] জাতীয় ও আধ্যাত্মিক মূল্যবোধ

৩১. কোনো রাষ্ট্র উন্নত ও শক্তিশালী হতে হলে তার নাগরিকদের কোন মূল্যবোধ ধারণ করা উচিত?
[ক] আধ্যাত্মিক মূল্যবোধ
[খ] নৈতিক মূল্যবোধ
[গ] তাত্ত্বিক মূল্যবোধ
✅ জাতীয় মূল্যবোধ

৩২. যখন সমাজ কর্তৃক প্রতিটি মানুষ ভালবাসা ও সম্মান প্রাপ্ত হয় তখন আইন বা বিধানের তুলনায় কোন মূল্যবোধ শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হয়?
[ক] আধ্যাত্মিক
[খ] পারিবারিক
✅ নৈতিক
[ঘ] পেশাগত

৩৩. মূল্যবোধের ওপর ভিত্তি করে ব্যক্তির যেসববকর্মকা- পরিচালিত হয় তা হলো—
i. দৃষ্টিভঙ্গির বিকাশ সাধন
ii. নিজের আচার-আচরণ ও কার্যপ্রণালি নিয়ন্ত্রণ
iii. অপরের ভালো-মন্দের দিক নির্দেশনা প্রদান

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৩৪. সামাজিক মূল্যবোধের উৎকৃষ্ট উদাহরণ-
i. সততা, সহনশীলতা ও শ্রদ্ধাবোধ
ii. বিশ্বস্ততা, আনুগত্য ও দায়িত্ববোধ
iii. কার্যবোধ, মানবসেবা ও পরোপকার

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৫. সমাজকর্মে কর্মসম্পাদনে উপায় হিসেবে মূল্যবোধের উদাহরণ হলো—
i. সেবাগ্রহীতার গোপনীয়তা রক্ষার প্রতি সম্মান
ii. মানব মর্যাদার প্রতি সম্মান
iii. সম্মতি বা মতামত প্রদানের অধিকারের প্রতি সম্মান

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

HSC সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

৩৬. মূল্যবোধ ব্যবস্থা বলতে বোঝায়-
i. ব্যক্তির তুলনামূলক পছন্দের ভিত্তিকে
ii. ভালো-মন্দ বিচারবোধের ভিত্তিকে
iii. সঠিক-ভুল সম্পর্কিত ভিত্তিকে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৭. সামাজিক মূল্যবোধের উৎকৃষ্ট উদাহরণ-
i. সততা, সহনশীলতা, শ্রদ্ধাবোধ
ii. বিশ্বস্ততা, আনুগত্য, দায়িত্ববোধ
iii. মানবসেবা, পরোপকার

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৮. জাতীয় মূল্যবোধ প্রতিফলিত করে দেশের—
i. ইতিহাসকে
ii. ঐতিহ্যকে
iii. অভিজ্ঞতাকে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের ছকটি পড় এবং ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও:
'ক' বিষয়ের বৈশিষ্ট্য:
১. একটি বিমূর্ত ধারণা
২. একটি আদর্শ মানদ- যার সাহায্যে মানুষের আচরণের ভালো-মন্দ বিচার করা হয়।

৩৯. ছকের 'ক' বিষয়টি দ্বারা নিচের কোনটিকে বোঝানো হচ্ছে?
[ক] প্রথা
✅ মূল্যবোধ
[গ] লোকাচার
[ঘ] সংস্কৃতি

৪০. এ বিষয়টির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. এটি শুধুমাত্র উন্নত সমাজে বিদ্যমান
ii. এটি বিভিন্ন প্রয়োজনে বিভিন্নভাবে ব্যবহৃত হয়
iii. প্রতিটি পেশাতেই এর উপস্থিতি বিদ্যমান

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

৪১. নিচের কোনটি মানুষের লক্ষ্য অর্জনে সহায়তা করে?
[ক] ব্যক্তির পরিবর্তন সাধন ক্ষমতায় গুরুত্ব প্রদান
[খ] সেবাগ্রহীতার আত্মনিয়ন্ত্রণ
✅ ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি
[ঘ] গোপনীয়তা রক্ষার নীতি

৪২. সমাজে মানুষের আচরণের মানদ- হিসেবে কাজ করে কোনটি?
✅ সামাজিক মূল্যবোধ
[খ] রাজনৈতিক মূল্যবোধ
[গ] ধর্মীয় মূল্যবোধ
[ঘ] সাংস্কৃতিক মূল্যবোধ

৪৩. সমাজকর্ম মূল্যবোধ বলতে বোঝায়-
[ক] সামজিক মূল্যবোধের সমষ্টি
[খ] সাধারণ লক্ষ্যার্জনের হাতিয়ার
[গ] মানবতার চিরায়ত রূপ
✅ সমস্যা সমাধান প্রক্রিয়ার উপাদান

৪৪. কোনটি মানবিক মূল্যবোধের উৎকর্ষ সাধনে সহায়ক হিসেবে কাজ করে?
[ক] ব্যক্তি স্বাধীনতা
[খ] সামাজিক দায়িত্ববোধ
[গ] শ্রমের মর্যাদা
✅ ব্যক্তির মর্যাদা ও স্বীকৃতি

৪৫. আমেরিকার জাতীয় সমাজকর্ম সমিতি সমাজকর্মের কতিপয় মূল্যবোধ উলেস্নখ করেছে- এর মধ্যে প্রথম কোনটি?
✅ ব্যক্তির মূল্য ও মর্যাদা
[খ] মানুষের প্রতি সম্মান প্রদর্শন
[গ] পরিবর্তনের জন্য ব্যক্তির সামর্থ্যের মূল্যায়ন
[ঘ] সেবা গ্রহণকারীর আত্মনিয়ন্ত্রণ অধিকার

৪৬. কোন মূলমন্ত্র গণতান্ত্রিক সমাজব্যবস্থায় সকলের
জন্যে সমান সুযোগ প্রদানের মূল্যবোধ প্রতিষ্ঠায় সহায়তা করেছে?
[ক] আইনের চোখে সবাই সমান
[খ] মানুষে মানুষে ভাই ভাই
✅ মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই
[ঘ] মানুষ নিজেই নিজের ভাগ্যনিয়ন্ত্রক

৪৭. পেশাদার সমাজকর্মীরা ব্যক্তি, দল ও সমষ্টির সাথেবকাজ করার সময় কেন অত্যন্ত সতর্কতা অবলম্বন করে থাকে?
[ক] সমাজকর্মীরা ব্যক্তিত্বপরায়ণ বলে
[খ] সাহায্যপ্রার্থীরা নিচু শ্রেণির মানুষ বলে
✅ সমাজকর্মীর ওপর যেন তারা নির্ভরশীল হয়ে না পড়ে
[ঘ] সমাজকর্মীদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্যে

৪৮. ব্যক্তিগত স্বকীয়তা এবং যোগ্যতা প্রমাণের সুযোগ সৃষ্টি করে দেয়—
✅ আত্মনিয়ন্ত্রণের অধিকার
[খ] সকলের জন্য সমান সুযোগ
[গ] সম্পদের সদ্ব্যবহার
[ঘ] স্বনির্ভরতা অর্জন

৪৯. 'নিশ্চয় আলস্নাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ না সে জাতি নিজেরা তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে'— ইসলামের এই বাণীর মধ্যে সমাজকল্যাণের কোন দার্শনিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে?
[ক] সকলের সমান সুযোগ দান
✅ আত্মনিয়ন্ত্রণ অধিকার
[গ] সামগ্রিক দৃষ্টিভঙ্গি
[ঘ] পারস্পরিক সাহায্য

৫০. আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে কী বোঝায়?
[ক] সাহায্যার্থীর বিষয়ে সমাজকর্মীর সিদ্ধান্ত গ্রহণের অধিকার
[খ] সাহায্যাথীর সমস্যা বিশেস্নষণের অধিকার
[গ] সাহায্যাথীর সমস্যা সমাধানে সমাজকর্মীর অধিকার
✅ সমস্যা সমাধানে সাহায্যাথীর নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকার

৫১. কোন মূল্যবোধের যথাযথ অনুসরণের ফলে মানুষের মধ্যে আত্মনির্ভরশীল মানসিকতা সৃষ্টি হয়?
[ক] আত্মনিয়ন্ত্রণ অধিকার
✅ স্বনির্ভরতা অর্জন
[গ] সকলের সমান সুযোগ দান
[ঘ] শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা

৫২. সমাজে একজনের যা কর্তব্য ও দায়িত্ব অন্যজনের তা কী হিসেবে পরিগণিত হবে?
✅ অধিকার
[খ] নৈতিকতা
[গ] মূল্যবোধ
[ঘ] আইন

৫৩. সমাজে প্রাপ্ত বস্তুগত এবং অবস্তুগত সম্পদের সম্ভাব্য সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সমাজের কল্যাণ আনয়নকে কী বলে?
[ক] স্বনির্ভরতা
[খ] গণতান্ত্রিক অধিকার
✅ সম্পদের সদ্ব্যবহার
[ঘ] সামাজিক দায়িত্ববোধ

৫৪. সমাজে সহযোগিতামূলক এবং সমবায়িক মনোভাব সৃষ্টির নিয়ামক কোনটি?
[ক] শ্রমের মর্যাদা
[খ] সামাজিক দায়িত্ববোধ
[গ] ব্যক্তি স্বাধীনতা
✅ পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা

৫৫. 'আমি মানুষ হিসেবে মানুষের কাছে আবেদন জানাচ্ছি, তোমাদের মনুষ্যত্বের কথা মনে রেখো, বাকি সব ভুলে যাও।'তউক্তিটি কার?
[ক] চ-ীদাসের
[খ] নেপোলিয়নের
✅ আলবার্ট আইনস্টাইনের
[ঘ] আরলিয়েন জনশোর

৫৬. ব্যক্তির পছন্দ, চাহিদা, সামর্থ্য এবং ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ এবং সে অনুযায়ী নিজেকে গড‡় তোলার ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে?
[ক] ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি
[খ] সম্পদের সদ্ব্যবহার
✅ আত্মনিয়ন্ত্রণ
[ঘ] ব্যক্তিস্বাধীনতা

৫৭. অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও অ্যাডিলেডে কত বছর মেয়াদি স্নাতকপূর্ব ডিপ্লোমা কোর্স চালু করা হয়?
[ক] এক বছর
✅ দুই বছর
[গ] তিন বছর
[ঘ] চার বছর

৫৮. সমাজকর্মের কোন মূল্যবোধটি সমাজের সর্বস্তরের জনগণের অধিকারকে নিশ্চিত করতে এবং সমাজকে বৈষম্য ও ভেদাভেদ মুক্ত রাখতে অগ্রণী ভূমিকা পালন করে?
[ক] ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি
✅ সকলের জন্য সমান সুযোগ
[গ] সম্পদের সদ্ব্যবহার
[ঘ] সামাজিক দায়িত্ববোধ

৫৯. সমাজকর্মে আত্মনিয়ন্ত্রণ অধিকার মূল্যবোধটি বাস্তব অবস্থার প্রেক্ষাপটে নির্ধারণ করা হয়-
i. অপরাধ সংশোধন কার্যক্রমে
ii. কিশোর অপরাধ সংশোধন কার্যক্রমে
iii. মানসিক বিকারগ্রস্তদের সাহায্য-সহযোগিতামূলক কার্যক্রমে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৬০. গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় যেসব বিষয়গুলো নাগরিকের অধিকার হিসেবে স্বীকৃত-
i. সুস্থ জীবন, ব্যক্তিস্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তা
ii. অযৌক্তিক গ্রেফতার, শাস্তি অথবা বহিষ্কার হতে স্বাধীনতা
iii. চিন্তা, বিবেক ও ধর্মের স্বাধীনতা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬১. আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি (NASW) প্রণীত মূল্যবোধের মধ্যে রয়েছে—
i. ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি
ii. সুবিধাভোগীর ক্ষমতায়ন
iii. মানববৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শন

নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] ii
✅ i, ii ও iii
[ঘ] ii ও iii

HSC Social Work 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক সমাজকর্ম ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Social Work 1st Paper mcq guide pdf download.

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৬২ ও ৬৩ নং প্রশ্নের উত্তর দাও:
হাবিবা এইচএসসি পরীক্ষার্থী। দ্বাদশ শ্রেণিতে উঠার পরপরই বাবা, মা তার বিয়ে দিয়ে দৈন। নতুন সংসার ও পরীক্ষার পড়া সব মিলিয়ে সে মানসিক পীড়নের মধ্যে থাকে। টেস্ট পরীক্ষার আগের দিন তার স্বামী কলেজের সমাজকর্মের শিক্ষক মাহফুজ স্যারকে ফোন করে জানায় 'হাবিবা অস্বাভাবিক আচরণ করছে।' শিক্ষক বিষয়টি গুরুত্বের সাথে নেন এবং হাবিবার সাথে সরাসরি কথা বলে তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

৬২. উদ্দীপকের সমাজকর্মের শিক্ষক কী ভূমিকা পালন করেছেন?
[ক] শিক্ষকের
✅ সমাজকর্মীর
[গ] অভিভাবকের
[ঘ] আত্মীয়ের

৬৩. হাবিবার আচরণ স্বাভাবিক করতে শিক্ষক সমাজকর্মের কী মূল্যবোধ অনুসরণ করতে পারেন?
i. আত্মনিয়ন্ত্রণ অধিকার
ii. স্বনির্ভরতা অর্জন
iii. সামাজিক দায়িত্ববোধ

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৬৪. ১৯৫৭ সালে জাতিসংঘ এবং সমাজকর্মী ফেডারেশন এর সম্মিলিত তত্ত্বাবধানে সমাজকর্মের পেশাগত নীতিমালা নির্ধারণে বিশ্বের কয়টি দেশের বিশেষজ্ঞদের নিয়ে Study Group গঠন করা হয়?
[ক] ছয়টি
[খ] সাতটি
[গ] আটটি
✅ নয়টি

৬৫. একজন সমাজকর্মীর কোনটিকে প্রথম ও প্রধান
কর্তব্য হিসেবে গ্রহণ করতে হবে?
[ক] সমাজকর্ম শিক্ষা ও গবেষণায় নিয়োজিত থাকাকে
✅ সমাজকর্ম পেশার প্রতি দায়িত্ব পালনকে
[গ] সাহায্যপ্রার্থীদের স্বার্থের প্রতি প্রাধান্য দেওয়াকে
[ঘ] সহকর্মীদের প্রতি শ্রদ্ধা ও সৌজন্যতা প্রকাশ করাকে

৬৬. সমাজকর্মে মূল্যবোধ ও নীতিমালার যথাযথ অনুশীলনের ওপর কোন পেশার সফলতা নির্ভর করে?
✅ সমাজকর্ম
[খ] শিক্ষকতা
[গ] চিকিৎসা
[ঘ] ডাক্তারি

৬৭. সমাজকর্মী সকলকে সমান সুযোগ দান করেন, কারণ এর মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তির -
✅ অন্তর্নিহিত ক্ষমতার বিকাশ ঘটে
[খ] স্বাস্থ্য ও জীবনমান নিয়ন্ত্রিত হয়
[গ] যেকোনো পরিবেশে খাপ খাইয়ে চলার ক্ষমতা লাভ করে
[ঘ] নিরপত্তা বিধান ও সামাজিক ভূমিকা পালনে সহায়ক হয়

৬৮. সমাজকর্মীরা তাদের সহকর্মীদের সাথে আচরণ প্রদর্শন করবে—
i. শ্রদ্ধা বজায় রেখে
ii. সৌজন্য বজায় রেখে
iii. বিশ্বস্ততা বজায় রেখে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৯. সমাজকর্মীর প্রাথমিক দায়িত্ব হিসেবে সাহায্যাথীর—
i. স্বার্থ সংরক্ষণ করা জরুরি
ii. অধিকার সংরক্ষণ করা উচিত
iii. বিশ্বস্ততা বজায় রাখতে হবে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৭০. 'সমাজকর্ম পেশাগত একটিবধারাবাহিক, সুসংগঠিত এবং বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠা লাভের প্রচেষ্টা চালাচ্ছে। - কথাটি কে বলেছেন?
[ক] আর্নেস্ট গ্রিনউড
[খ] চার্লস এস লেভি
✅ ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার
[ঘ] রবিন উইলিয়ামস

৭১. ১৯১৮ সালে আমেরিকার কোন প্রতিষ্ঠানের ‘সমাজকর্ম সমিতি' গঠনের মধ্য দিয়ে সমাজকর্মের প্রথম পেশাগত সংগঠনের সূত্রপাত হয়?
[ক] বিশ্ববিদ্যালয়
[খ] পোশাক শিল্প
[গ] জাহাজ নির্মাণ শিল্প
✅ হাসপাতাল

৭২. 'এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই যে, সমাজকর্ম পেশার সকল মানদ-ই পূরণ করেছে।' সমাজকর্মের পেশাগত বিষয় সম্পর্কিত এ মন্তব্য কার?
[ক] চার্লস এস লেভি
[খ] রবিন উইলিয়ামস
[গ] আর্নেস্ট গ্রিনউড
✅ ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার

৭৩. সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে—
i. পৃথিবীর সকল দেশে
ii. পৃথিবীর অনেক উন্নত দেশে
iii. কতিপয় উন্নয়নশীল দেশে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৪. বর্তমান বিশ্বে সমাজকর্মকে একটি পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার পেছনে যৌক্তিকতা-
i. এটি একটি সাহায্যকারী পেশা
ii. সমাজকর্মীরা অধিক জ্ঞান সম্পন্ন ও দক্ষ হয়
iii. সমাজকর্মে পেশার সকল বৈশিষ্ট্য বিদ্যমান

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৭৫ ও ৭৬ নং প্রশ্নের উত্তর দাও:
রবিন বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম ডিগ্রি নিয়ে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে এলাকার যুবকদের স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করে। তার কাজে সমাজের সকলে সমর্থন দান করে।

৭৫. রবিনের কাজটিকে কী বলা হয়?
✅ সমাজকর্ম পেশা
[খ] অর্থনৈতিক কাজ
[গ] সামাজিক কর্তব্য
[ঘ] নৈতিক কাজ

৭৬. তার কাজটি পেশার মর্যাদা লাভের কারণ—
i. সামাজিক স্বীকৃতি রয়েছে
ii. সুশৃঙ্খল জ্ঞান রয়েছে
iii. জনকল্যাণমুখিতা রয়েছে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Share: