HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download. hsc sociology 1st paper mcq guide pdf download.

সমাজবিজ্ঞান
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১

HSC Sociology 1st Paper
MCQ
Question and Answer pdf download

১. সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছিল কেন?
[ক] আদর্শ সমাজ গঠনের জন্য
✅ মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করার জন্য
[গ] সামাজিক সমস্যা দূর করার জন্য
[ঘ] পৃথক একটি শাস্ত্র উদ্ভাবনের জন্য

২.সমাজবিজ্ঞানের মুখ্য আলোচ্য বিষয় কী?
[ক] রাষ্ট্র
[খ] পরিবার
[গ] বিবাহ
✅ সমাজ

৩. সমাজবিজ্ঞানের সংজ্ঞায় প্রতিষ্ঠানের ওপর জোর দিয়েছেন নিচের কোন সমাজবিজ্ঞানী?
✅ এমিল ডুর্খেইম
[খ] গিডিংস
[গ] সামনার
[ঘ] সিমেল

৪. সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে কোন সমাজবিজ্ঞানী মানবগোষ্ঠী এবং সামাজিক আচরণকে গুরুত্ব দিয়েছেন?
✅ রিচার্ড টি. শেফার
[খ] নিল জে. স্মেলসার
[গ] ম্যাক্স ওয়েবার
[ঘ] ডুর্খেইম

৫. ইশতিয়াক পরীক্ষার খাতায় সমাজবিজ্ঞানের সংজ্ঞা লিখতে গিয়ে সে সমাজবিজ্ঞানকে সামাজিক আচরণ এবং সমাজের সুশৃঙ্খল এবং বস্তুনিষ্ঠ অধ্যয়ন হিসেবে আখ্যায়িত করে। সে কোন মনীষী প্রদত্ত সংজ্ঞাটি লিখেছিল?
✅ ডেভিড পোপেনো
[খ] নিল জে. স্মেলসার
[গ] ম্যাক্স ওয়েবার
[ঘ] ডুর্খেইম

৬. সামাজিক কার্যাবলির ওপর গুরুত্বারোপ করে সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেন কোন মনীষী?
✅ কোভালেভস্কি
[খ] নিল জে. স্মেলসার
[গ] ম্যাক্স ওয়েবার
[ঘ] ডুর্খেইম

৭. সামাজিক বিজ্ঞানসমূহের অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে সর্বকনিষ্ঠ কোনটি?
[ক] অর্থনীতি
[খ] নৃবিজ্ঞান
[গ] রাষ্ট্রবিজ্ঞান
✅ সমাজবিজ্ঞান

৮. সমাজবিজ্ঞান কোন বিষয়ের শাখা?
[ক] অর্থনীতি
[খ] নৃবিজ্ঞান
[গ] রাষ্ট্রবিজ্ঞান
✅ সামাজিক বিজ্ঞান

৯. 'Sociology is the science of social institutions.' সংজ্ঞাটি কে প্রদান করেছেন?
[ক] কোভালেভস্কি
[খ] নিল জে. স্মেলসার
[গ] ম্যাক্স ওয়েবার
✅ এমিল ডুর্খেইম

১০. সমাজবিজ্ঞানের প্রথম নাম কী?
✅ সোশ্যাল ফিজিকস
[খ] সোশ্যাল আইডিয়া
[গ] সোশ্যাল নেটওয়ার্ক
[ঘ] সোশ্যাল ওয়ার্ক

১১. 'মানব সম্পর্কের বৈজ্ঞানিক জ্ঞান হলো সমাজবিজ্ঞান' -সংজ্ঞাটি কে প্রদান করেছেন?
[ক] কোভালেভস্কি
[খ] নিল জে. স্মেলসার
[গ] ম্যাক্স ওয়েবার
✅ জন এফ কিউবার

১২. কোন বিষয়টিকে 'The Science of Society' বলা হয়?
[ক] অর্থনীতি
[খ] নৃবিজ্ঞান
[গ] রাষ্ট্রবিজ্ঞান
✅ সমাজবিজ্ঞান

১৩. সমাজবিজ্ঞানের অধিকাংশ সংজ্ঞার মধ্যে কোন বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে?
[ক] সামাজিক সংগঠন
[খ] সামাজিক কার্যাবলি
✅ পারস্পরিক সম্পর্ক
[ঘ] সমাজের গতিপ্রকৃতি

১৪. ডেভিড পোপেনো সমাজবিজ্ঞানকে যে বিষয়ের অধ্যয়ন হিসেবে আখ্যায়িত করেছেন তা হলো-
i. সামাজিক আচরণ
ii. সমাজ
iii. সামাজিক পরিবর্তন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫. সমাজব্যবস্থা সফলভাবে পরিচালনা করতে হলে প্রয়োজন-
[ক] রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়ন
[খ] সমাজকর্মের গবেষণা
✅ সমাজবিজ্ঞানের অধ্যয়ন
[ঘ] মনোবিজ্ঞান পাঠ

১৬. মিঠু চলমান সমাজের বিভিন্ন পরিবর্তন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জ্ঞান অর্জন করে করতে চায়। তার কোন বিষয়টি অধ্যয়ন করা উচিত?
✅ সমাজবিজ্ঞান
[খ] রাষ্ট্রবিজ্ঞান
[গ] সমাজকর্ম
[ঘ] নৃবিজ্ঞান

নিচের উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও:
হৈমন্তী দ্বাদশ শ্রেণিতে পড়ে। সে তার পাঠ্যবই থেকে জেনেছে, সমাজবিজ্ঞান পাঠ্যসূচির যৌক্তিকতা পর্যালোচনা করে।

১৭. হৈমন্তীর পাঠ্যবই কীরূপ সমাজবিজ্ঞানকে নির্দেশ করে?
[ক] নগর সমাজবিজ্ঞান
[খ] ধর্মীয় সমাজবিজ্ঞান
✅ শিক্ষা সমাজবিজ্ঞান
[ঘ] ঐতিহাসিক সমাজবিজ্ঞান

১৮. হৈমন্তীর পঠিত সমাজবিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য-
i. শিক্ষার সাথে সমাজকাঠামোর সম্পর্ক বিশ্লেষণ
ii. শিক্ষাব্যবস্থার যৌক্তিকতা পর্যালোচনা
iii. শিক্ষার তাত্ত্বিক দর্শন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৯. Logos শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
[ক] ইংরেজি
[খ] ল্যাটিন
[গ] ফরাসী
✅ গ্রিক

২০.'Sociology' শব্দটির প্রবক্তা কে?
[ক] প্লেটো
[খ] এরিস্টটল
[গ] ইবনে খালদুন
✅ অগাস্ট কোঁৎ

২১. 'সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান' - উক্তিটি কার?
[ক] কোভালেভস্কি
[খ] নিল জে. স্মেলসার
[গ] ম্যাক্স ওয়েবার
✅ এমিল ডুর্খেইম

২২. 'Socius' কোন ভাষার শব্দ?
[ক] ইংরেজি
✅ ল্যাটিন
[গ] ফরাসী
[ঘ] গ্রিক

২৩. সমাজসম্পর্কিত বস্তুনিষ্ঠ পাঠ বা বিশ্লেষণকে কী বলে?
[ক] অর্থনীতি
[খ] নৃবিজ্ঞান
[গ] রাষ্ট্রবিজ্ঞান
✅ সমাজবিজ্ঞান

২৪. কোন বিষয়কে সামাজিক কর্মকান্ডের বিজ্ঞান বলা হয়?
[ক] অর্থনীতি
[খ] নৃবিজ্ঞান
[গ] রাষ্ট্রবিজ্ঞান
✅ সমাজবিজ্ঞান

নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও:
ক্লাসে তোমাকে সমাজবিজ্ঞানের সংজ্ঞা বলতে বলায় তুমি বললে, 'সমাজবিজ্ঞান হলো সামাজিক আচরণ এবং মানবসমাজের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন।'

২৫. তোমার দেওয়া সংজ্ঞাটি, কোন সমাজবিজ্ঞানীর সংজ্ঞার অনুরূপ?
[ক] কোভালেভস্কি
[খ] নিল জে. স্মেলসার
[গ] ম্যাক্স ওয়েবার
✅ ডব্লিউ পি. স্কট

২৬.উক্ত সংজ্ঞায় যেসব প্রত্যয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো-
i. সামাজিক আচরণ
ii. সামাজিক সম্পর্ক
iii. মানব সমাজের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৭. প্রকৃতিগত দিক থেকে সমাজবিজ্ঞানের ধরন কোনটি?
[ক] ব্যবহারিক
✅ বস্তুনিষ্ঠ
[গ] প্রায়োগিক
[ঘ] আপেক্ষিক

২৮. সমাজবিজ্ঞানীদের গবেষণার মূল লক্ষ্য কী?
✅ তাত্ত্বিক জ্ঞানের বিকাশ ঘটানো
[খ] আদর্শ সমাজ গড়ে তোলা
[গ] সমাজে বিদ্যমান নানা বিষয়ে মতামত দেয়া
[ঘ] আদর্শ রাষ্ট্রের রূপরেখা তুলো ধরা

২৯. সমাজের কোন বিষয়টি নির্ণয় করা সমাজবিজ্ঞানের অন্যতম লক্ষ্য?
[ক] সামাজিক পরিবর্তন
[খ] সমাজকাঠামো
[গ] সামাজিক স্তরবিন্যাস
✅ সমাজের বাস্তবতা

৩০. কোনটি সমাজকাঠামোর মূলভিত্তি?
[ক] সামাজিক প্রথা
[খ] সামাজিক দল
[গ] সামাজিক গোষ্ঠী
✅ মানব সম্পর্ক

৩১. সমাজকাঠামোর ব্যাখ্যা প্রদান করে কোন বিষয় বা অধ্যয়ন শাস্ত্র?
[ক] রাজনৈতিক সমাজবিজ্ঞান
[খ] সমাজকল্যাণ
✅ সমাজবিজ্ঞান
[ঘ] নীতিশাস্ত্র

৩২. বর্তমান সমাজে কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে সমাজবিজ্ঞান এটির অপকারিতা বা এটি কমানোর প্রশ্নে তাত্ত্বিক দিক থেকে কী ধরনের ভূমিকা রাখবে?
[ক] সিদ্ধান্ত প্রদান করবে
✅ নিরপেক্ষ থাকবে
[গ] মন্তব্য করবে না
[ঘ] পরামর্শ দেবে

৩৩. সমাজবিজ্ঞানের নিরপেক্ষতার ক্ষেত্রে সমাজবিজ্ঞানীদের মতভেদ কয়টি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়?
✅ দুই
[খ] চার
[গ] তিন
[ঘ] পাঁচ

৩৪. সমাজের পাঠ হিসেবে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে কোন বক্তব্যটি প্রযোজ্য?
[ক] আদর্শভিত্তিক পাঠ
[খ] সংশ্লেষণধর্মী পাঠ
✅ পূর্ণাঙ্গ পাঠ
[ঘ] আংশিক পাঠ

৩৫. সমাজবিজ্ঞান কোনটির মধ্যকার কার্যকারণ সম্পর্ক নিয়ে আলোচনা করে?
✅ সামাজিক প্রপঞ্চ
[খ] সামাজিক গতিশীলতা
[গ] সামাজিক প্রসার
[ঘ] সামাজিক মূল্যবোধ

৩৬. কোনটি সমাজের পরিবর্তন, বিবর্তন, প্রগতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে?
[ক] সামাজিক প্রপঞ্চ
✅ সামাজিক গতিশীলতা
[গ] সামাজিক প্রসার
[ঘ] সামাজিক মূল্যবোধ

৩৭. কোন বিষয়টি প্রকৃতির বিভিন্ন বিষয়কে পরীক্ষা-নিরীক্ষা করে?
✅ প্রাকৃতিক বিজ্ঞান
[খ] জীববিজ্ঞান
[গ] সমাজবিজ্ঞান
[ঘ] নৃবিজ্ঞান

৩৮. সমাজবিজ্ঞান সমাজের আলোচনার পাশাপাশি আর কোনটি করে থাকে?
[ক] মূল্যায়ন
[খ] সংশ্লেষণ
[গ] নীতি নির্ধারণ
✅ পর্যালোচনা

৩৯. কোন বিজ্ঞান সমাজকে সামগ্রিকভাবে ও ব্যাপকভাবে অধ্যয়ন করে?
[ক] প্রাকৃতিক বিজ্ঞান
[খ] জীববিজ্ঞান
✅ সমাজবিজ্ঞান
[ঘ] নৃবিজ্ঞান

৪০. ম্যাক্স ওয়েবারের মতে সমাজবিজ্ঞানের উদ্দেশ্য কোনটি?
✅ সামাজিক কার্যাবলির অধ্যয়ন
[খ] সামাজিক অগ্রগতি
[গ] অসামাজিকতা রোধ
[ঘ] সামাজিক নিয়ন্ত্রণ

৪১. ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, ব্যক্তির সাথে গোষ্ঠীর সম্পর্ক বা অন্য কোনো প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে কোন বিষয় আলোচনা করে?
[ক] প্রাকৃতিক বিজ্ঞান
[খ] জীববিজ্ঞান
✅ সমাজবিজ্ঞান
[ঘ] নৃবিজ্ঞান

৪২. সমাজবিজ্ঞান সমাজে বসবাসরত মানুষের কী বিশ্লেষণ করে?
✅ পারস্পরিক সম্পর্ক
[খ] জীবন প্রণালি
[গ] আচার-আচরণ
[ঘ] নৈতিক মূল্যবোধ

৪৩. উন্নয়নকামী সমাজে সমাজবিজ্ঞান চর্চার লক্ষ্য হলো-
i. সমাজের সমস্যাবলি চিহ্নিতকরণ
ii. সমস্যাবলি সমাধানের নির্দেশনা দেওয়া
iii. সমাজের সমস্যাবলির উৎপত্তি নির্ধারণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৪. সমাজবিজ্ঞানের প্রসার ঘটছে-
i. পরিবর্তনের মাধ্যমে
ii. পরিমার্জনের মাধ্যমে
iii. পূর্ণ মূল্যায়নের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৫. বাড়ৈইখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সবুর সাহেব বিশৃঙ্খলা প্রতিরোধে সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান। কোন বিষয়ের জ্ঞান তাকে এ ব্যাপারে সাহায্য করবে?
[ক] পৌরনীতির
[খ] সমাজকল্যাণের
✅ সমাজবিজ্ঞানের
[ঘ] অর্থনীতির

৪৬. সমাজবিজ্ঞানের পঠন ও গবেষণার বিষয় হলো-
i. মানব আচরণ
ii. সমাজ
iii. সংঘ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪৭ ও ৪৮নং প্রশ্নের উত্তর দাও:
Robert Bierstedt তার 'The Social Order' বইতে বলেন, সমাজতত্ত্ব হলো সামাজিক বিজ্ঞান, এটি প্রাকৃতিক বিজ্ঞান নয়। সমাজতত্ত্ব আদর্শিক নয়, বরং বাস্তবতার ভিত্তিতে গবেষণা করে।

৪৭. উল্লিখিত বইটিতে সমাজতত্ত্ব/সমাজবিজ্ঞানের কোন বিষয়টি ফুটে উঠেছে?
[ক] সমাজবিজ্ঞানের সংজ্ঞা
[খ] সমাজবিজ্ঞানের পরিধি
✅ সমাজবিজ্ঞানের প্রকৃতি
[ঘ] সমাজবিজ্ঞানের বিষয়বস্তু

৪৮. অনুচ্ছেদে আলোচিত বিষয়টির বৈশিষ্ট্য সম্পর্কে বলা যায়-
i. সমাজের পূর্ণাঙ্গ পাঠ
ii. একটি বিশ্লেষণধর্মী বিজ্ঞান
iii. নৈতিকতার প্রশ্নে মূল্যবোধ নিরপেক্ষ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৯. সমাজবিজ্ঞানকে বলা হয়-
[ক] মূল্যবোধভিত্তিক বিজ্ঞান
✅ বস্তুনিষ্ঠ বিজ্ঞান
[গ] আদর্শনিষ্ঠ বিজ্ঞান
[ঘ] ব্যবহারিক বিজ্ঞান

HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

৫০. সমাজবিজ্ঞানকে ঐতিহ্যগতভাবে মূল্যবোধ নিরপক্ষে বিজ্ঞান বলা হয়। কারণ সমাজবিজ্ঞান-
✅ সমাজের বাস্তবতা তুলে ধরে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে
[খ] সমাজের মূল্যবোধ নিয়ে আলোচনা করে
[গ] সমাজের সকল বিষয় ভাবাবেগ দ্বারা মূল্যায়ন করে
[ঘ] নৈতিকতার দিক থেকে সমাজের বিশ্লেষণ করে

৫১. ড. মাজেদা একজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী। ব্যক্তিগত জীবনে পরিবারের পুরুষ সদস্যদের দ্বারা তিনি নানাভাবে নির্যাতনের শিকার। তাই নারীর অধিকার বিষয়ে তার করা প্রতিটি গবেষণা প্রতিবেদনে একধরনের পুরুষ বিদ্বেষী মনোভাবের ছাপ পাওয়া যায়। উদ্দীপকে সমাজবিজ্ঞানের প্রকৃতির কোন রূপটি ফুটে উঠেছে?
[ক] সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ
[খ] সমাজবিজ্ঞান বিশ্লেষণধর্মী বিজ্ঞান
[গ] সমাজবিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান
✅ সমাজবিজ্ঞান সর্বদা নিরপেক্ষতা অবলম্বন করতে পারে না

৫২. কোনো বিষয়ের বৈশিষ্ট্য, রূপ, স্বভাব বা পরিচয়কে কী বলে?
[ক] সংজ্ঞা
[খ] পরিধি
✅ প্রকৃতি
[ঘ] সঠিক বিশ্লেষণ

৫৩. সমাজবিজ্ঞানের ক্ষেত্রে নিচের কোন উক্তিটি প্রযোজ্য?
[ক] সমাজের বিশেষ দিক নিয়ে আলোচনা করে
✅ সমাজের পূর্ণাঙ্গ অধ্যয়ন করা
[গ] সামাজিক সদস্যকে প্রাধান্য দেয়
[ঘ] সমাজবিজ্ঞানীগণ পরিধির বিস্তৃতিতে সদা সচেষ্ট

৫৪. সমাজবিজ্ঞান যে ধরনের বিজ্ঞান-
i. ব্যাখ্যামূলক
ii. ইতিহাসভিত্তিক
iii. বস্তুনিষ্ঠ ও বর্ণনাত্মক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৫. বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান-
i. বস্তু নিরপেক্ষ
ii. মূল্যবোধ নিরপেক্ষ
iii. ধনতান্ত্রিক বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৬. অগাস্ট কোঁৎ-এর মতানুযায়ী সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় কয়টি?
✅ দুই
[খ] চার
[গ] তিন
[ঘ] পাঁচ

৫৭. মানুষের আবেগ, বুদ্ধিমত্তা, প্রেষণা ইত্যাদি বিষয় সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়?
[ক] চিকিৎসা সমাজবিজ্ঞান
✅ সামাজিক মনোবিজ্ঞান
[গ] পরিবেশের সমাজবিজ্ঞান
[ঘ] সমাজচিন্তা

৫৮. পরিবারের উৎপত্তি ও কার্যাবলি সম্পর্কে জানতে হলে কোনটি অধ্যয়ন করতে হবে?
[ক] সামাজিক জনবিজ্ঞান
[খ] পরিবেশের সমাজবিজ্ঞান
✅ পরিবারের সমাজবিজ্ঞান
[ঘ] সামাজিক মনোবিজ্ঞান

৫৯. ভবিষ্যতে পরিবারের বিলুপ্তি হবে কিনা তার দার্শনিক আলোচনা করে থাকে কোন সমাজবিজ্ঞান?
[ক] সামাজিক জনবিজ্ঞান
[খ] পরিবেশের সমাজবিজ্ঞান
✅ পরিবারের সমাজবিজ্ঞান
[ঘ] সামাজিক মনোবিজ্ঞান

৬০.বিবাহ সম্পর্কিত আলোচনা সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়?
[ক] সামাজিক জনবিজ্ঞান
[খ] পরিবেশের সমাজবিজ্ঞান
✅ পরিবারের সমাজবিজ্ঞান
[ঘ] সামাজিক মনোবিজ্ঞান

৬১. 'মার্কিন যুক্তরাষ্ট্রে বিবাহ বিচ্ছেদের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে' এ অনুসিদ্ধান্ত সমাজবিজ্ঞানের কোন শাখার গবেষকদের গবেষণার ফল?
[ক] সামাজিক জনবিজ্ঞান
[খ] পরিবেশের সমাজবিজ্ঞান
✅ পরিবারের সমাজবিজ্ঞান
[ঘ] সামাজিক মনোবিজ্ঞান

৬২. সামাজিক জনবিজ্ঞান অধ্যয়নে কোনটি জানা যাবে?
[ক] সামাজিক মূল্যবোধ
[খ] বিবাহ
✅ অভিবাসন
[ঘ] গ্রামীণ ক্ষমতাকাঠামো

৬৩. বাংলাদেশের শহর এলাকায় জনসংখ্যার চাপ দিন দিন বাড়ছে। এ বিষয়টির কারণ অনুসন্ধান করবে সমাজবিজ্ঞানের কোন শাখা?
✅ সামাজিক জনবিজ্ঞান
[খ] সামাজিক পরিসংখ্যান
[গ] নগর সমাজবিজ্ঞান
[ঘ] শিল্প সমাজবিজ্ঞান

৬৪. বাংলাদেশের পাহাড়ি গ্রামের সমাজকাঠামো ও সমতলের গ্রামের সমাজকাঠামোর মধ্যে তুলনামূলক আলোচনা করে সমাজবিজ্ঞানের কোন শাখা?
✅ গ্রামীণ সমাজবিজ্ঞান
[খ] নগর সমাজবিজ্ঞান
[গ] সামাজিক মনোবিজ্ঞান
[ঘ] সামাজিক জনবিজ্ঞান

৬৫. নগর পরিকল্পনার ক্ষেত্রে সমাজবিজ্ঞানের কোন ক্ষেত্রের সহায়তা নেওয়া হয়?
[ক] সামাজিক জনবিজ্ঞান
[খ] সামাজিক পরিসংখ্যান
✅ নগর সমাজবিজ্ঞান
[ঘ] শিল্প সমাজবিজ্ঞান

৬৬. নিচের কোন ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান একান্ত জরুরি?
✅ সমাজ সংস্কার
[খ] উৎপাদন কৌশল
[গ] সুষম বণ্টন
[ঘ] সুষম উৎপাদন

৬৭. সমাজে পেশাজীবী শ্রেণি সৃষ্টিতে কোন ধরনের সমাজতাত্ত্বিকদের পরামর্শ অধিক হারে কার্যকর হবে?
[ক] সামাজিক জনবিজ্ঞানী
[খ] সামাজিক মনোবিজ্ঞানী
[গ] নগর সমাজবিজ্ঞানী
✅ শিক্ষা সমাজবিজ্ঞানী

৬৮. রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কিত আলোচনা সমাজতত্ত্বের কোন শাখায় স্থান পায়?
[ক] আইনের সমাজবিজ্ঞান
[খ] সমাজচিন্তা
✅ রাজনৈতিক সমাজতত্ত্ব
[ঘ] উন্নয়ন সমাজবিজ্ঞান

৬৯. সমাজবিজ্ঞানের কোন শাখায় রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, গণতন্ত্র ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়?
[ক] অর্থনৈতিক সমাজবিজ্ঞান
[খ] নগর সমাজবিজ্ঞান
✅ রাজনৈতিক সমাজবিজ্ঞান
[ঘ] ধর্মের সমাজবিজ্ঞান

৭০. জাপানের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কিত আলোচনা কোন অধ্যয়ন শাস্ত্রে আলোচিত হতে পারে?
[ক] অর্থনৈতিক সমাজতত্ত্ব
[খ] নগর সমাজবিজ্ঞান
✅ রাজনৈতিক সমাজতত্ত্ব
[ঘ] ধর্মের সমাজবিজ্ঞান

৭১. মানুষের মুদ্রাদোষ ও এর কারণ সম্পর্কিত আলোচনা সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়?
✅ সামাজিক জনবিজ্ঞান
[খ] সামাজিক মনোবিজ্ঞান
[গ] নগর সমাজবিজ্ঞান
[ঘ] শিক্ষা সমাজবিজ্ঞান

৭২. যৌতুক সম্পর্কিত নীতিমালা বাংলাদেশে কার্যকর রয়েছে কিন্তু অস্ট্রেলিয়াতে এ সম্পর্কিত বিধান নেই। এর কারণ অনুসন্ধান করতে পারে সমাজবিজ্ঞানের কোন শাখা?
[ক] চিকিৎসা সমাজবিজ্ঞান
[খ] সামাজিক মনোবিজ্ঞান
[গ] সামাজিক জনবিজ্ঞান
✅ আইনের সমাজবিজ্ঞান

৭৩. সামাজিক প্রপঞ্চসমূহের সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণে সহায়তা করে সমাজবিজ্ঞানের কোন শাখা?
[ক] সামাজিক জনবিজ্ঞান
✅ সামাজিক পরিসংখ্যান
[গ] চিকিৎসা সমাজবিজ্ঞান
[ঘ] শিক্ষার সমাজবিজ্ঞান

৭৪. পরিবেশ সমাজবিজ্ঞান মূলত কী নিয়ে আলোচনা করে?
✅ মানুষ ও প্রকৃতির মধ্যকার সম্পর্ক
[খ] পরিবেশ ও বৃক্ষরাজির মধ্যকার সম্পর্ক
[গ] মানুষ ও জীবজগতের মধ্যকার সম্পর্ক
[ঘ] জীবজগৎ ও প্রাণিজগতের মধ্যকার সম্পর্ক

৭৫. হ্যামার উপজাতির নারীদের গলায় বিয়ের পরে লোহার বন্ধনী পরিয়ে দেওয়া হয় এবং সামাজিকভাবে তারা কোনো মূল্য পায় না। এ বিষয়টি সম্পর্কে অধ্যয়ন করে সমাজবিজ্ঞানের কোন শাখা?
✅ জেন্ডার ও উন্নয়ন
[খ] শিল্প সমাজবিজ্ঞান
[গ] সামাজিক মনোবিজ্ঞান
[ঘ] সামাজিক জনবিজ্ঞান

৭৬. সাহিত্যের সমাজতাত্ত্বিক বিশ্লেষণ এবং সমাজকাঠামোর সঙ্গে সাহিত্যের সম্পর্ক অনুসন্ধান করে সমাজবিজ্ঞানের কোন শাখা?
[ক] শিল্পকলার সমাজবিজ্ঞান
✅ সাহিত্যের সমাজবিজ্ঞান
[গ] সামাজিক জনবিজ্ঞান
[ঘ] শিক্ষার সমাজবিজ্ঞান

৭৭. অষ্টাদশ শতকের সামাজিক পারিপার্শ্বিক অবস্থা জানতে কোন বিষয়টি সবচেয়ে বেশি কাজে লাগবে?
✅ তৎকালীন সাহিত্য
[খ] শিল্পবিপ্লবের ইতিহাস
[গ] সমকালীন স্থাপত্য
[ঘ] সামাজিক ইতিহাস

৭৮. শিল্পকলাকে সমাজের দর্পণ বলা হয় কেন?
[ক] পারিবারিক জীবনের বিভিন্ন দিকের প্রতিফলন থাকে বলে
✅ সমাজজীবনের বিভিন্ন দিকের প্রতিফলন ঘটায় বলে
[গ] ব্যক্তিজীবনের বিভিন্ন দিকের প্রতিফলন ঘটায় বলে
[ঘ] নাগরিক জীবনের বিভিন্ন দিকের প্রতিফলন ঘটায় বলে

৭৯. সমাজবিজ্ঞানের পরিধি অত্যন্ত ব্যাপক কেন?
[ক] সমাজের আংশিক বিষয় নিয়ে আলোচনা করে বলে
[খ] সমাজের বিশেষ বিশেষ দিক নিয়ে আলোচনা করে বলে
✅ সমাজের সবকিছু নিয়ে আলোচনা করে বলে
[ঘ] সমাজিক রীতিনীতি নিয়ে আলোচনা করে বলে

৮০. সমাজবিজ্ঞানের কোন শাখায় ব্যক্তিত্বের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা হয়?
✅ সামাজিক মনোবিজ্ঞান
[খ] অর্থনৈতিক সমাজবিজ্ঞান
[গ] সামাজিক জনবিজ্ঞান
[ঘ] নগর সমাজবিজ্ঞান

৮১. "The Ancient Regime and the French Revolution" গ্রন্থের লেখক কে?
[ক] ভলতেয়ার
[খ] সেন্ট সাইমন
✅ ডি টকভিলে
[ঘ] রুশো

৮২. আধুনিক সমাজবিজ্ঞান যে পদ্ধতির পরিসংখ্যানের ওপর নির্ভরশীল সেগুলো হলো-
i. অনুমিত পরিসংখ্যান
ii. গুণগত পরিসংখ্যান
iii. পরিমাণগত পরিসংখ্যান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. উন্নয়ন পরিকল্পনার জন্য কীরূপ জ্ঞান অর্জন করা অপরিহার্য?
[ক] উন্নয়নবিষয়ক জ্ঞান
[খ] গবেষণাধর্মী জ্ঞান
✅ সমাজতাত্ত্বিক জ্ঞান
[ঘ] বিশ্লেষণধর্মী জ্ঞান

৮৪. সমাজকর্মী মতিয়ার সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখতে চায়। সে নিচের কোন বিষয়টি পাঠ করে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবে?
[ক] ইতিহাস
✅ সমাজবিজ্ঞান
[গ] পৌরনীতি
[ঘ] নীতিবিদ্যা

৮৫. প্রাচীন মায়া সভ্যতার সমাজকাঠামো সম্পর্কে জানতে হলে কোন শাস্ত্র অধ্যয়ন করতে হবে?
[ক] ইতিহাস
✅ সমাজবিজ্ঞান
[গ] পৌরনীতি
[ঘ] নীতিবিদ্যা

৮৬. সামাজিক জনবিজ্ঞানের গবেষণার পরিধি দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণ হলো-
i. কর্মক্ষেত্রের বৈচিত্র্য সৃষ্টি
ii. সামাজিক গতিশীলতা বৃদ্ধি
iii. আন্তর্জাতিক অভিবাসন বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮৭-৮৯নং প্রশ্নের উত্তর দাও:
সাহারা মরুভূমির বিভিন্ন যাযাবর গোত্রগুলো বসবাসের সুবিধার্থে নদীর তীরে বসতি গড়ে তুলেছিল। এ ধরনের বসতিগুলোর সমন্বয়ে গড়ে উঠেছিল মরক্কো রাষ্ট্র। রাষ্ট্রনায়করা মরুভূমিতে বসবাসরত জনগোষ্ঠীকে নগরগুলোতে স্থানান্তরের পদক্ষেপ গ্রহণ করেন।

৮৭. উল্লিখিত মরক্কোর গড়ে ওঠার বিষয়টি সমাজবিজ্ঞানের কোন ক্ষেত্রের আলোচ্য বিষয়?
[ক] সামাজিক জনবিজ্ঞান
[খ] নগর সমাজবিজ্ঞান
✅ রাজনৈতিক সমাজবিজ্ঞান
[ঘ] গ্রামীণ সমাজবিজ্ঞান

৮৮. অনুচ্ছেদের রাষ্ট্রনায়কদের গৃহীত পদক্ষেপটি সমাজবিজ্ঞানের কোন ক্ষেত্রের আলোচ্য বিষয়?
✅ সামাজিক জনবিজ্ঞান
[খ] নগর সমাজবিজ্ঞান
[গ] রাজনৈতিক সমাজবিজ্ঞান
[ঘ] গ্রামীণ সমাজবিজ্ঞান

৮৯. অনুচ্ছেদে ইঙ্গিতকৃত সমাজবিজ্ঞানের উভয় শাখার মধ্যে সাদৃশ্য বিশ্লেষণে পরিলক্ষিত হয়-
i. মূল কেন্দ্রবিন্দু ও সমাজ
ii. নাগরিক ও তাদের কর্ম
iii. রাষ্ট্রের উৎপত্তি ও ক্রমবিকাশ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯০. সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে-
[ক] মানুষের আচরণের ভালমন্দ নির্ণয় করা
✅ মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা
[গ] প্রাণিকুলের আচরণ বিশ্লেষণ করা
[ঘ] সমাজ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা

৯১. সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে-
[ক] মানুষ
[খ] সংস্কৃতি
[গ] সম্প্রদায়
✅ সমাজ

৯২. কোন বিষয় অধ্যয়ন করলে শিকার ও সংগ্রহভিত্তিক সমাজের কথা জানা যাবে?
[ক] পরিবেশের সমাজবিজ্ঞান
✅ ঐতিহাসিক সমাজবিজ্ঞান
[গ] সামাজিক জনবিজ্ঞান
[ঘ] শিক্ষার সমাজবিজ্ঞান

৯৩. জনসংখ্যার বিন্যাস, স্থানান্তর গমন সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়?
[ক] নগর সমাজবিজ্ঞান
✅ সামাজিক জনবিজ্ঞান
[গ] সমাজ মনোবিজ্ঞান
[ঘ] রাজনৈতিক সমাজবিজ্ঞান

৯৪. সমাজতাত্ত্বিক মতবাদের আলোচ্য বিষয় কী?
[ক] কোনো জাতির সাংস্কৃতিক জীবনধারা
[খ] জনসংখ্যা সম্পর্কিত তত্ত্ব
[গ] ঐতিহাসিক ঘটনাবলির সমাজতাত্ত্বিক পর্যালোচনা
✅ বিভিন্ন সমাজ চিন্তাবিদদের তত্ত্ব

৯৫. সমাজবিজ্ঞানের গবেষণার বিষয় হলো-
i. মানব আচরণ
ii. সমাজ
iii. সংঘ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৬. সমাজবিজ্ঞানীরা সামাজিক ব্যাখ্যা প্রদানে কীসের ওপর গুরুত্ব দেন?
✅ লোকাচারের ওপর
[খ] প্রবাদের ওপর
[গ] গবেষণার ওপর
[ঘ] স্তরবিন্যাসের ওপর

৯৭. ব্যক্তির আচরণের প্রতিষ্ঠিত রূপ কোনটি?
[ক] প্রথা
[খ] সংঘ
✅ প্রতিষ্ঠান
[ঘ] লোকরীতি

৯৮. সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে কী প্রকাশ পায়?
✅ সামাজিক বৈচিত্র্য
[খ] সমাজকাঠামোর স্বরূপ
[গ] মানুষের আচরণ
[ঘ] সামাজিক সমস্যার প্রকৃতি

৯৯. সামাজিক মানুষের আচার-আচরণ, রীতি-নীতি, জীবনপ্রণালি সম্পর্কে জানতে হলে কোন বিষয়টি পাঠ করা প্রয়োজন?
[ক] ইতিহাস
✅ সমাজবিজ্ঞান
[গ] পৌরনীতি
[ঘ] নীতিবিদ্যা

১০০. যে বিষয়টির অধ্যয়ন ছাড়া আমাদের সামাজিক জীবন অসম্পূর্ণ থাকবে-
[ক] ইতিহাস
✅ সমাজবিজ্ঞান
[গ] পৌরনীতি
[ঘ] নীতিবিদ্যা
Share:

HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download. hsc sociology 1st paper mcq guide pdf download.

সমাজবিজ্ঞান
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-২

HSC Sociology 1st Paper
MCQ
Question and Answer pdf download

১. পৃথিবীকে সভ্য পর্যায়ে নিয়ে আসার জন্য কার অবদান সবচেয়ে বেশি?
✅ বিজ্ঞানের
[খ] যুক্তির
[গ] চিন্তার
[ঘ] পর্যবেক্ষণের

২. প্রাকৃতিক বিজ্ঞান কী?
[ক] প্রাকৃতিক পরিবেশ সম্পর্কিত জ্ঞান
[খ] প্রকৃত পর্যবেক্ষণ
[গ] মানুষ সম্পর্কিত জ্ঞান
✅ প্রকৃতির ভৌত বৈশিষ্ট্যসমূহের পাঠ

৩. 'বিজ্ঞান বলতে বোঝায় কার্যকারণ সূত্রে গ্রথিত জ্ঞান’-উক্তিটি কার?
[ক] ক্রাউথার
[খ] জেডি বার্নাল
[গ] আইনস্টাইন
✅ টমাস হবস

৪. বিজ্ঞানের সুশৃঙ্খল জ্ঞান কীসের দ্বারা নির্ণীত?
[ক] মূল্যবোধ
[খ] সামাজিক চাহিদা
✅ যুক্তি
[ঘ] নৈতিকতা

৫. কার মতে, 'বিজ্ঞান মানুষ ও বিশ্বজগৎ সম্বন্ধে বিশ্বাস ও মনোভাব নির্ধারণের অন্যতম প্রধান উৎস'?
[ক] ক্রাউথার
✅ জে.ডি. বার্নাল
[গ] আইনস্টাইন
[ঘ] টমাস হবস

৬. বিজ্ঞান কোন ধরনের জ্ঞানের সমষ্টি?
✅ অভিজ্ঞতালব্ধ
[খ] বিশেষ
[গ] বাস্তব
[ঘ] সাধারণ

৭. বিজ্ঞান এমন বিশেষ জ্ঞান যা নির্ভরশীল-
[ক] অভিজ্ঞতার ওপর
✅ পরীক্ষণের ওপর
[গ] ব্যক্তির ওপর
[ঘ] অধ্যয়নের ওপর

৮. 'Science in History' গ্রন্থটির রচয়িতা কে?
[ক] ক্রাউথার
✅ জে.ডি. বার্নাল
[গ] আইনস্টাইন
[ঘ] টমাস হবস

৯. বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা হয়?
✅ দুই
[খ] চার
[গ] পাঁচ
[ঘ] ছয়

১০. এমিল ডুর্খেইম বিজ্ঞানের কয়টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন?
✅ তিন
[খ] চার
[গ] পাঁচ
[ঘ] ছয়

১১. জে. ডি. বার্নাল তার গ্রন্থে বিজ্ঞান সম্বন্ধে যে মন্তব্য করেছেন তা হলো-
i. এটি একটি প্রতিষ্ঠান
ii. এক ধরনের পদ্ধতি
iii. ঐতিহ্যগতভাবে বেড়ে ওঠা জ্ঞানভা-ার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২. বিজ্ঞান একটি পুরনো বিষয় কারণ-
i. ইতিহাসে এর গতি নানা বিবর্তনের মাঝ দিয়ে গেছে।
ii. প্রতিটি বিন্দুতে সামাজিক ক্রিয়াকর্মের সাথে বিজ্ঞান নিবিড়ভাবে যুক্ত
iii. বিজ্ঞান সমাজের বিভিন্ন ঘটনার সত্য উদ্ঘাটনের চেষ্টা করে থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও:
বর্তমান সভ্যতা আজকের পর্যায়ে আসার ক্ষেত্রে এমন একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা কার্যত পর্যবেক্ষণ ও পরীক্ষণের ওপর নির্ভরশীল। বিষয়টির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরীক্ষা, প্রমাণ ও যুক্তি।

১৩. অনুচ্ছেদে কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
✅ বিজ্ঞান
[খ] গবেষণা
[গ] বৈজ্ঞানিক পদ্ধতি
[ঘ] কৌশল

১৪. অনুচ্ছেদে বর্ণিত বিষয়ের বৈশিষ্ট্য হচ্ছে-
i. বিমূর্ত ও গতিশীলতা
ii. সুশৃঙ্খল ও ধারাবাহিক
iii. বিশৃঙ্খল ও ধ্বংসাত্মক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৫. তুলনামূলক পদ্ধতি কয়ভাগে প্রয়োগ করা হয়?
[ক] ১
✅ ২
[গ] ৪
[ঘ] ৫

১৬. সুশৃঙ্খল জ্ঞানই বিজ্ঞান যা নির্ণীত হয়-
i. পরীক্ষা দ্বারা
ii. প্রমাণ দ্বারা
iii. যুক্তি দ্বারা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৭. বিজ্ঞান বলতে কী বুঝ?
[ক] সঠিক তথ্যাবলি সনা করা
[খ] সঠিক গবেষণা পদ্ধতি নির্ণয় করা
✅ প্রাপ্ত তথ্যাবলির ভিত্তিতে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া
[ঘ] গবেষণা কৌশলে নিরপেক্ষতা অবলম্বন করা

১৮. ‘‘বিজ্ঞান হলো সুসংবদ্ধ জ্ঞান’’- এ অভিমতটি হলো সমাজবিজ্ঞানী-
[ক] রবার্ট সান্ডের
✅ নোয়া ওয়েবস্টারের
[গ] কলসন ও স্টোনের
[ঘ] এন্ডারসনের

১৯. জ্ঞান অন্বেষণের প্রবেশপথ কোনটি?
[ক] ধ্যান
[খ] পর্যবেক্ষণ
[গ] গবেষণা
✅ বৈজ্ঞানিক পদ্ধতি

২০. 'বৈজ্ঞানিক পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি, যেখানে পৃথক বা স্বাতন্ত্র্য নিয়মের পদ্ধতিসমূহ ব্যবহার করে দক্ষতাসহ উপাত্ত বা জ্ঞান অর্জন করা হয়'- উক্তিটি কার?
✅ জে. এ. হগসের
[খ] ম্যাকাইভারের
[গ] রবার্ট সান্ডের
[ঘ] হবসের

২১. 'বৈজ্ঞানিক পদ্ধতি হলো তথ্যয়াজির এক ধারাবাহিক পর্যবেক্ষণ ও শ্রেণিকরণ'- উক্তিটি কোন মনীষীর?
✅ জি. এ. ল্যান্ডবার্গের
[খ] ম্যাকাইভারের
[গ] রবার্ট সান্ডের
[ঘ] হবসের

২২. বিজ্ঞানসম্মত অনুসন্ধানের উপায়কে কী বলে?
[ক] ধ্যান
[খ] পর্যবেক্ষণ
[গ] গবেষণা
✅ বৈজ্ঞানিক পদ্ধতি

২৩. বিজ্ঞানের ভিত্তি কী?
[ক] ধ্যান
[খ] পর্যবেক্ষণ
[গ] গবেষণা
✅ বৈজ্ঞানিক পদ্ধতি

২৪. বৈজ্ঞানিক পদ্ধতি কয়টি প্রক্রিয়াকে নির্দেশ করে?
✅ ১টি
[খ] ২টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

২৫. সংগৃহীত তথ্যের সত্যতা ও যথার্থতা নিরূপণ করা কার কাজ?
✅ বিজ্ঞানীর
[খ] প্রত্নতত্ত্ববিদের
[গ] রাজনীতিবিদের
[ঘ] অর্থনীতিবিদের

২৬. সমাজবিজ্ঞানী ডেভিস ও কোসেনজা বৈজ্ঞানিক পদ্ধতির কয়টি বৈশিষ্ট্য নির্ণয় করেছেন?
✅ পাঁচটি
[খ] চারটি
[গ] সাতটি
[ঘ] ছয়টি

২৭. আধুনিক বিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য কী?
[ক] কাঠামোবাদ
✅ যুক্তিবাদ
[গ] নিশ্চিতকরণ
[ঘ] পর্যবেক্ষণ

২৮. বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রধান নির্ধারক কোনটি?
[ক] কার্যকরী সংজ্ঞা
[খ] নিশ্চিতকরণ
[গ] পর্যবেক্ষণ
✅ সাধারণীকরণ

২৯. বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীরা কতটি নীতি অনুসরণ করে থাকেন?
✅ ৬টি
[খ] ২টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৩০. বৈজ্ঞানিক পদ্ধতির যে সকল নীতিমালা প্রায় সকল বিজ্ঞানী অনুসরণ করে থাকেন-
i. সাধারণীকরণ
ii. পুনঃপর্যবেক্ষণ
iii. সমস্যার সংজ্ঞায়ন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১. সব বিজ্ঞানী বৈজ্ঞানিক সমস্যার সমাধানে প্রয়াসী হন। এক্ষেত্রে তাদের কাজ হয়-
i. সমস্যা চিহ্নিতকরণ
ii. সমস্যার স্বরূপ নির্ধারণ
iii. সমস্যা পর্যবেক্ষণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩২ ও ৩৩নং প্রশ্নের উত্তর দাও:
নাবিলা তার সমাজবিজ্ঞান পাঠ্যবইয়ে একটি পদ্ধতি সম্পর্কে পড়ছিল। এ পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলির বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করা যায়।

৩২.নাবিলার পঠিত বিষয়ের সাথে মিল রয়েছে কোন পদ্ধতির?
[ক] ধ্যান
[খ] পর্যবেক্ষণ
[গ] গবেষণা
✅ বৈজ্ঞানিক পদ্ধতি

৩৩. উক্ত পদ্ধতির নীতিমালা হচ্ছে-
i. কার্যকরী সংজ্ঞা
ii. সাধারণীকরণ
iii. নিশ্চিতকরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪. পদ্ধতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি?
[ক] Theory
✅ Method
[গ] Way
[ঘ] Technique

৩৫. কৌশলের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
[ক] Theory
[খ] Method
[গ] Way
✅ Technique

৩৬. যে যৌক্তিক প্রণালিতে সামাজিক বিষয়াবলি ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে তথ্যরাজি ধারাবাহিক পর্যবেক্ষণ করা হয় তাকে বলে-
[ক] ধ্যান
[খ] পর্যবেক্ষণ
[গ] গবেষণা
✅ বৈজ্ঞানিক পদ্ধতি

৩৭. গবেষণার উপাদানগুলো প্রাকৃতিক বিজ্ঞানে কীরূপ আচরণ প্রকাশ করে?
✅ গবেষকের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে
[খ] গবেষকের নিয়ন্ত্রণের বাইরে থাকে
[গ] স্বয়ংক্রিয় ভূমিকা পালন করে
[ঘ] পরীক্ষাগারের প্রকৃতির ওপর নির্ভরশীল

৩৮. নির্ভরশীল চলককে কী বলা হয়?
✅ কারণ
[খ] ফল
[গ] পর্যবেক্ষণ
[ঘ] দর্শন

৩৯. সামাজিক গবেষণার কোন পদ্ধতির মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সমাজ ও সম্প্রদায়ের মধ্যে তুলনা করে তাদের জীবনযাপন পদ্ধতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য যাচাই করে বৈজ্ঞানিক সিদ্ধান্তে উপনীত হওয়া?
[ক] পরীক্ষণ পদ্ধতি
✅ তুলনামূলক পদ্ধতি
[গ] পরিসংখ্যান পদ্ধতি
[ঘ] দার্শনিক পদ্ধতি

৪০. 'Sociological Theory and Social Research' গ্রন্থটির রচয়িতা কে?
[ক] ক্রাউথার
✅ কুলি
[গ] আইনস্টাইন
[ঘ] টমাস হবস

৪১. বৈজ্ঞানিক পদ্ধতি মূলত সুসংবদ্ধ জ্ঞান প্রতিষ্ঠার জন্য পরিচালিত কিছু সংখ্যক-
[ক] জ্ঞানের সমষ্টি
[খ] নীতিমালার সমষ্টি
[গ] বৈশিষ্ট্যর সমষ্টি
✅ কৌশলের সমষ্টি

৪২. বিভিন্ন পদ্ধতির উদ্ভব ঘটেছে কেন?
[ক] শ্রেণিবৈষম্যের কারণে
✅ কাঠামোগত ভিন্নতার কারণে
[গ] স্তরবিন্যাসের কারণে
[ঘ] সামাজিক বিশৃঙ্খলার কারণে

৪৩. এবনে গোলাম সামাদ বৈজ্ঞানিক গবেষণা বা পদ্ধতির কয়টি পর্যায় লক্ষ করেছেন?
[ক] ১
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৪৪. আসিফ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসারে গবেষণা করে। এক্ষেত্রে প্রথমেই সে কী করে?
✅ সমস্যা নির্বাচন
[খ] সমস্যার সংজ্ঞায়ন
[গ] বুক রিভিউ
[ঘ] চলক নির্ধারণ

৪৫. গবেষণার বিষয় নির্বাচন করাকে কী নামে অভিহিত করা হয়?
✅ সমস্যা নির্বাচন
[খ] সমস্যার সংজ্ঞায়ন
[গ] বুক রিভিউ
[ঘ] চলক নির্ধারণ

৪৬. সমস্যার সংজ্ঞায়ন বৈজ্ঞানিক পদ্ধতির কততম স্তর?
[ক] ১
✅ ২
[গ] ৪
[ঘ] ৫

৪৭. বিজ্ঞানভিত্তিক গবেষণার সর্বশেষ পর্যায় কোনটি?
[ক] পর্যবেক্ষণ
[খ] তথ্য সংগ্রহ
✅ ভবিষ্যদ্বাণীকরণ
[ঘ] তথ্যের শ্রেণিবিন্যাস

৪৮. কীভাবে সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হতে পারে?
[ক] অনুসিদ্ধান্ত গঠন করে
[খ] নির্বাচিত সমস্যাটিকে সাভাবে বিশ্লেষণ করে
✅ বিশেষ বিশেষ ঘটনা জরিপ ও বিশ্লেষণ করে
[ঘ] তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করে

৪৯. দুটি প্রত্যয় বা ধারণার মধ্যকার সম্পর্ককে কী বলে?
[ক] অনুসিদ্ধান্ত
✅ কল্পনা
[গ] সংগতিবিধান
[ঘ] প্রকল্প

৫০. বৈজ্ঞানিক গবেষণায় সাধারণ সূত্র প্রণয়নের কাজটি কী নামে পরিচিত?
[ক] সাধারণীকরণ
✅ নিশ্চিতকরণ
[গ] প্রকল্প
[ঘ] পর্যবেক্ষণ

৫১. গবেষকের সংগৃহীত তথ্যাবলি বিশেষ নিয়মে সাজানোর বিষয়টি গবেষণার কোন স্তরের কাজ?
[ক] ১ম
✅ ৩য়
[গ] ৭ম
[ঘ] ৫ম

HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ২

৫২. একজন সমাজবিজ্ঞানীর গবেষণার প্রধান উপাদান কোনটি?
✅ মানুষ
[খ] উদ্ভিদ
[গ] জড়বস্তু
[ঘ] জীবজগৎ

৫৩. একজন গবেষককে গবেষণার ক্ষেত্রে বিবেচনায় আনতে হয় সমসাময়িক সমাজে-
i. সমস্যাটির পরিধি
ii. সমস্যাটির গুরুত্ব
iii. সমস্যাটির যৌক্তিকতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৪. সামাজিক গবেষণার বিষয় হতে পারে-
i. মাদকাসক্তি
ii. কিশোর অপরাধ
iii. যৌতুক প্রথা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৫. পর্যবেক্ষণ পদ্ধতিতে গবেষক সমাজকে পর্যবেক্ষণ করেন কীভাবে?
[ক] অন্তর্নিহিত উপাদানের প্রেক্ষিতে
[খ] প্রাপ্ত তথ্যের ভিত্তিতে
[গ] সাধারণ উপাত্তের ভিত্তিতে
✅ স্বাভাবিক ও অকৃত্রিম অবস্থায়

৫৬. 'অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ হলো সরাসরি জনগোষ্ঠীর প্রাত্যহিক আচরণসমূহকে স্বাভাবিকভাবে অবলোকন করা' - উক্তিটি কার?
✅ প্লেটোর
[খ] এরিস্টটলের
[গ] ম্যাকাইভারের
[ঘ] কুলির

৫৭. বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
[ক] উপাত্ত সংগ্রহ
[খ] যথার্থতা যাচাই
[গ] উপাত্তের শ্রেণিবিন্যাস
✅ সমস্যা নির্বাচন

৫৮. বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ নয় কোনটি?
[ক] সমস্যা নির্বাচন
[খ] অনুসিদ্ধান্ত যাচাই
✅ সুশৃঙ্খল অধ্যয়ন
[ঘ] সমস্যার সংজ্ঞায়ন

৫৯. বৈজ্ঞানিক পদ্ধতির স্তর কয়টি?
[ক] ১ টি
✅ ৬ টি
[গ] ৪ টি
[ঘ] ৫ টি

৬০. অনুমিত সিদ্ধান্ত প্রমাণ করার জন্য কী প্রয়োজন?
[ক] তথ্য সংগ্রহ
[খ] তথ্য উপস্থাপন
[গ] তথ্য সাজানো
✅ তথ্য বিশ্লেষণ

৬১. সমাজবিজ্ঞানের বিষয়বস্তু কীরূপ?
[ক] বস্তুগত
[খ] বস্তুনিষ্ঠ
✅ অবস্তুগত
[ঘ] আপেক্ষিক

৬২. নিচের কোন শাস্ত্রে নিখুঁত তথ্য সংগ্রহে ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়?
✅ সমাজবিজ্ঞানে
[খ] পদার্থবিদ্যায়
[গ] দর্শনে
[ঘ] রসায়নে

৬৩. সর্বজনীন ও অভিজ্ঞতাসম্পন্ন কোন বিষয়ের বৈশিষ্ট্য?
[ক] প্রাকৃতিক বিজ্ঞানের
[খ] সমাজবিজ্ঞানের
✅ বিজ্ঞানের
[ঘ] অর্থনীতির

৬৪. Order and System-এর ভিত্তিতে কাকে বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দেওয়া যায়?
✅ সমাজবিজ্ঞানকে
[খ] পদার্থবিদ্যাকে
[গ] দর্শনকে
[ঘ] রসায়নকে

৬৫. বিজ্ঞানের উদ্দেশ্য কী?
[ক] প্রজ্ঞার জন্ম দেওয়া
[খ] ধীশক্তির জন্ম দেওয়া
[গ] ধারণার জন্ম দেওয়া
✅ জ্ঞানের উদ্ভাবন

৬৬. সমাজবিজ্ঞানী অগবার্ন ও নিমকফের মতে বিজ্ঞানের কতটি সাধারণ উপাদান থাকবে?
[ক] ১
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫

৬৭. সমাজ, দল, প্রতিষ্ঠান, সংঘ, সম্প্রদায় ইত্যাদিকে সমাজবিজ্ঞানের কী হিসেবে বিবেচনা করা হয়?
[ক] উপাদান
✅ প্রত্যয়
[গ] গবেষণার বিষয়
[ঘ] তত্ত্ব

৬৮. নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণের ভিত্তিতে অর্জিত জ্ঞানকে কী বলে?
[ক] কলা
✅ বিজ্ঞান
[গ] সামাজিক বিজ্ঞান
[ঘ] সমাজবিজ্ঞান

৬৯.কোনটি বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণলব্ধ তথ্যসমূহের বিচার বিশ্লেষণপূর্বক জ্ঞান অন্বেষণের প্রচেষ্টা চালায়?
[ক] কলা
[খ] বিজ্ঞান
[গ] সামাজিক বিজ্ঞান
✅ সমাজবিজ্ঞান

৭০. কোন বিজ্ঞানের গবেষণা পদ্ধতি অনেক উন্নত?
[ক] মনোবিজ্ঞান
✅ প্রাকৃতিক বিজ্ঞান
[গ] সামাজিক বিজ্ঞান
[ঘ] সমাজবিজ্ঞান

৭১. জে. বি. চিতাম্বর বিজ্ঞানের কয়টি উপাদানের কথা বলেছেন?
[ক] ১
✅ ২
[গ] ৪
[ঘ] ৫

৭২. জ্ঞান অন্বেষণের লক্ষ্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সর্বক্ষেত্রে প্রযোজ্য তত্ত্ব প্রতিষ্ঠাকে কী নামে আখ্যায়িত করা যায়?
[ক] কলা
✅ বিজ্ঞান
[গ] সামাজিক বিজ্ঞান
[ঘ] সমাজবিজ্ঞান

৭৩. প্রাকৃতিক বিজ্ঞানের গবেষণার বিষয়বস্তু কীরূপ?
[ক] কাল্পনিক
✅ বিস্তুগত
[গ] আপেক্ষিক
[ঘ] তাত্ত্বিক

৭৪. সমাজতাত্ত্বিক গবেষণাকে ফলপ্রসূ বলে ধরে নেওয়া যায়-
i. সমাজবিজ্ঞানের গবেষণা পদ্ধতি বিজ্ঞানভিত্তিক হওয়ায়
ii. সমাজবিজ্ঞানের গবেষণার প্রকৃতি বিজ্ঞানভিত্তিক হওয়ায়
iii. সমাজবিজ্ঞান গবেষণায় সংখ্যাতাত্ত্বিক রীতি ব্যবহার করায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৫. ঐতিহাসিক পদ্ধতি কয়টি বিষয়ের উপর নির্ভরশীল?
[ক] ১ টি
✅ ২ টি
[গ] ৪ টি
[ঘ] ৫ টি

৭৬. সমাজবিজ্ঞানীর গবেষণার ক্ষেত্রে বলা যায়-
i. যৌক্তিক
ii. বর্ণনাধর্মী
iii. বিজ্ঞান ধর্মী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৭৭ ও ৭৮নং প্রশ্নের উত্তর দাও:
'ক' বিষয়ের গবেষণার বিষয়বস্তু হচ্ছে মানবসমাজ। বিষয়টির মধ্যে বিজ্ঞানের অধিকাংশ বৈশিষ্ট্য ও গুণাবলি বিদ্যমান। তাই বিষয়টি বৈজ্ঞানিক মর্যাদা প্রাপ্তির অধিকারী।

৭৭. 'ক' বিষয়টি নিচের কোন বিষয়কে নির্দেশ করে?
[ক] কলা
[খ] বিজ্ঞান
[গ] সামাজিক বিজ্ঞান
✅ সমাজবিজ্ঞান

৭৮. উক্ত বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য কোনটি?
[ক] চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করে
[খ] পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করে
[গ] গণিতের সূত্র আবিষ্কার করে
✅ সামাজিক সমস্যা নিয়ে গবেষণা করে

৭৯. সমাজবিজ্ঞানের যেকোনো আলোচনা, গবেষণা, ব্যাখ্যা, বিশ্লেষণ কেমন হওয়া যুক্তিসঙ্গত?
✅ বস্তুনিষ্ঠ
[খ] নিরপেক্ষ
[গ] বিজ্ঞানসম্মত
[ঘ] প্রত্যয়ভিত্তিক

৮০. বিভিন্ন জাতি ও সভ্যতার উত্থান-পতনের স্বরূপ ধরা পড়ে কীভাবে?
[ক] ঐতিহাসিকদের গবেষণায়
[খ] সংস্কৃতির মাধ্যমে
[গ] ইতিহাসের ধারায়
✅ সমাজবিজ্ঞানীদের গবেষণায়

৮১. সমাজবিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞানের কোন বিষয়টি অনুসরণ করে?
[ক] পরীক্ষাগারে প্রমাণ
✅ গবেষণা পদ্ধতি
[গ] সূত্র
[ঘ] গাণিতিক পদ্ধতি

৮২. সামাজিক গবেষণায় মৌলিক অধ্যয়নের বিষয় হচ্ছে-
i. প্রকৃতি
ii. সমাজ
iii. সামাজিক সম্পর্ক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৩. ‘‘সমাজবিজ্ঞান সবচেয়ে বেশি পদ্ধতির আশ্রয় নিয়েছে এবং সবচেয়ে কম ফলাফল লাভ করেছে’’ - উক্তিটি কার?
[ক] ই. বি. টেইলরের
[খ] সি. আর. কোথারির
✅ হেনরি পঁয়কারের
[ঘ] আর. এস. লিন্ডের

৮৪. নিচের কোন পদ্ধতি সামাজিক উন্নয়ন কর্মসূচির পূর্বশর্ত হিসেবে কাজ করে?
[ক] পর্যবেক্ষণ পদ্ধতি
[খ] দার্শনিক পদ্ধতি
✅ সামাজিক জরিপ পদ্ধতি
[ঘ] তুলনামূলক পদ্ধতি

৮৫. কোন কোন সমাজচিন্তাবিদ দার্শনিক পদ্ধতিতে সমাজকে বিচার-বিশ্লেষণ করেছেন?
[ক] ভিকো ও ডুর্খেইম
[খ] ডুর্খেইম ও অগাস্ট কোঁৎ
[গ] ম্যাকাইভার ও কো
✅ ভিকো ও ইবনে খালদুন

৮৬. 'Theory and Practice in Social Research' গ্রন্থটির রচয়িতা কে?
[ক] কার্ল মার্কস
✅ হেনস্ রাজ
[গ] প্লেটো
[ঘ] স্পেন্সার

৮৭. ইংরেজি Method শব্দটি গ্রিক কোন শব্দ থেকে এসেছে?
[ক] Met I Athod
✅ Meta I hodos
[গ] Met I Thought
[ঘ] Meta I Thod

৮৮. ঐতিহাসিক বর্ণনার ভিত্তিতে অতীত ঘটনা সম্পর্কে যুক্তিনির্ভর গবেষণা প্রচেষ্টাকে কী বলে?
[ক] দার্শনিক পদ্ধতি
✅ ঐতিহাসিক পদ্ধতি
[গ] তুলনামূলক পদ্ধতি
[ঘ] জরিপ পদ্ধতি

৮৯. অতীতকালের সামাজিক ঘটনাবলি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বর্তমান সমাজ সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করার পন্থাকে সমাজবিজ্ঞানে কী হিসেবে আখ্যায়িত করা হয়?
[ক] দার্শনিক পদ্ধতি
✅ ঐতিহাসিক পদ্ধতি
[গ] তুলনামূলক পদ্ধতি
[ঘ] জরিপ পদ্ধতি

৯০. দার্শনিক ওয়েবার সমাজবিজ্ঞান গবেষণার ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করেন?
✅ দার্শনিক পদ্ধতি
[খ] ঐতিহাসিক পদ্ধতি
[গ] তুলনামূলক পদ্ধতি
[ঘ] জরিপ পদ্ধতি

৯১. ম্যাক্স ওয়েবার তার ঐতিহাসিক পদ্ধতিতে কোনটিকে প্রাধান্য দিয়েছেন?
[ক] রাজনৈতিক পর্যালোচনা
✅ অর্থনৈতিক পর্যালোচনা
[গ] ধর্মীয় পর্যালোচনা
[ঘ] সামাজিক পর্যালোচনা

৯২. ঐতিহাসিক পদ্ধতির মূল বক্তব্য কোনটি?
[ক] অতীত জীবন বর্তমানকে নির্দেশ করে
✅ অতীত জীবনেই বর্তমান জীবনের মূল সূত্র নিহিত
[গ] অতীত জীবন মানুষকে পরিচালিত করে
[ঘ] অতীত মানুষের ভবিষ্যতকে নিয়ন্ত্রণ করে

৯৩. গবেষণা পক্ষপাতদোষে দুষ্ট হয় কেন?
[ক] অধিক তথ্যের কারণে
[খ] গবেষকের দূরদর্শিতার অভাবে
[গ] সঠিক পদ্ধতি নির্বাচনের অভাবে
✅ সঠিক তথ্যের অভাবে

৯৪. সামাজিক জরিপ পদ্ধতি বলতে কী বোঝায়?
✅ সরেজমিনে তথ্য অনুসন্ধান
[খ] কোনো ব্যক্তি বা ঘটনার অধ্যয়ন
[গ] সমাজজীবনে অংশগ্রহণের মাধ্যমে তথ্য অনুসন্ধান
[ঘ] পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যাচাইকরণ

৯৫. ‘কোনো প্রশাসনিক একক বা কোনো সুনির্দিষ্ট এলাকায় বসবাসরত মানবগোষ্ঠী সম্পর্কে সর্বাত্মক উপাত্ত সংগ্রহই হলো সামাজিক পরিণ’ - উক্তিটি কার?
✅ জেরি এবং জেরি
[খ] চ্যাপম্যান
[গ] মার্চ আব্রাম
[ঘ] বোগারডাস

৯৬. সমাজের ঘটনাবলি অনুসন্ধানের ক্ষেত্রে কোন পদ্ধতিকে সমাজবিজ্ঞানীরা মৌলিক পদ্ধতি হিসেবে গণ্য করেন?
[ক] ঐতিহাসিক পদ্ধতিকে
✅ ঘটনা জরিপ পদ্ধতিকে
[গ] দার্শনিক পদ্ধতিকে
[ঘ] তুলনামূলক পদ্ধতিকে

৯৭. একটি অনন্য সাধারণ বিষয়ে গবেষণার মাধ্যমে সামান্যীকরণে পৌঁছানোর ক্ষেত্রে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়?
✅ ঘটনা অনুসন্ধান পদ্ধতি
[খ] ঐতিহাসিক পদ্ধতি
[গ] তুলনামূলক পদ্ধতি
[ঘ] জরিপ পদ্ধতি

৯৮. সাক্ষাৎকার গ্রহণ, প্রশ্নপত্র, জীবনবৃত্তান্ত কৌশলগুলো কোথায় ব্যবহার করা হয়?
[ক] পর্যবেক্ষণ পদ্ধতিতে
✅ কেস স্টাডি পদ্ধতিতে
[গ] জরিপ পদ্ধতিতে
[ঘ] তুলনামূলক পদ্ধতিতে

৯৯. 'Understanding Research Methods' গ্রন্থের রচয়িত কে?
[ক] P.V. Young
[খ] C. H. Cooly
[গ] Fredric Le Play
✅ G. R. Adams এবং Schavaneveldt

১০০. মানব জাতিতাত্ত্বিক গবেষণায় ঘটনা অনুসন্ধানের উপকরণাদি ব্যবহার কে করেন?
✅ হার্বার্ট স্পেন্সার
[খ] কার্ল মার্কস
[গ] সিগমন্ড ফ্রয়েড
[ঘ] চার্লস ডারউইন
Share:

HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download. hsc sociology 1st paper mcq guide pdf download.

সমাজবিজ্ঞান
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৩

HSC Sociology 1st Paper
MCQ
Question and Answer pdf download

১. ইবনে খালদুন কোন বিশ্ববিদ্যালয়ে প্রধান অধ্যাপক হিসেবে নিযুক্ত হন?
[ক] বাগদাদ বিশ্ববিদ্যালয়ে
[খ] বোখারা বিশ্ববিদ্যালয়ে
✅ আল আযহার বিশ্ববিদ্যালয়ে
[ঘ] খোরাসান বিশ্ববিদ্যালয়ে

২. ইবনে খালদুনের 'আল মুকাদ্দিমা' গ্রন্থ কয়টি পর্যায়ে বিভক্ত?
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৩. সমাজবিজ্ঞানের পথিকৃৎ বলা হয় কোন দার্শনিককে?
[ক] কার্ল মার্কসকে
✅ ইবনে খালদুনকে
[গ] এমিল ডুর্খেইমকে
[ঘ] ম্যাক্স ওয়েবারকে

৪. ইবনে খালদুন কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
[ক] ১৩১২
[খ] ১৩৮০
✅ ১৩৩২
[ঘ] ১৪০৬

৫. কার মতে স্বপ্নের মাধ্যমেই মানুষের মনে প্রথম আত্মার ধারণা সৃষ্টি হয়?
[ক] ইবনে খালদুন
✅ হার্বার্ট স্পেন্সার
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস

৬. ইবনে খালদুনের বিখ্যাত ইতিহাস গ্রন্থের নাম কী?
[ক] আল-আকবর
✅ আল-মুকাদ্দিমা
[গ] আল-আইয়াম
[ঘ] আল-কিসাস

৭. ইবনে খালদুন রাষ্ট্র ও সার্বভৌমত্ব সম্বন্ধে কোন গ্রন্থে বিশদ আলোচনা করেছেন?
[ক] আল-আকবর
✅ আল-মুকাদ্দিমা
[গ] আল-আইয়াম
[ঘ] আল-কিসাস

৮. 'পরিবর্তনের চাকায় মানুষ নিয়তই পরিবর্তিত হচ্ছে এবং এ পরিবর্তনের শক্তিগুলো মানুষের নিয়ন্ত্রণের বাইরে' উক্তিটি কার?
[ক] কার্ল মার্কসের
✅ আর্নল্ড টয়েনবির
[গ] এমিল ডুর্খেইমের
[ঘ] ম্যাক্স ওয়েবারের

৯. 'সমাজ ভৌগোলিক প্রভাব, আবহাওয়া ও মাটি দ্বারা বিশেষভাবে প্রভাবিত'-উক্তিটি কার?
[ক] কার্ল মার্কসকে
✅ ইবনে খালদুনের
[গ] এমিল ডুর্খেইমকে
[ঘ] ম্যাক্স ওয়েবারের

১০. ইবনে খালদুন সমাজবিজ্ঞানে কোন নতুন ধারণা প্রদান করেন?
[ক] সমাজের বৈচিত্র্য
[খ] সমাজ গতিশীল
✅ বাদওয়া ও হারদা
[ঘ] গোষ্ঠী সংঘর্ষ

১১. আল-মুকাদ্দিমা গ্রন্থের বৈশিষ্ট্য কোনটি?
[ক] সুবিন্যস্তভাবে সজ্জিত
[খ] হস্তাক্ষরে লিখিত
✅ বিষয়বস্তু যুক্তি ও তথ্যনির্ভর
[ঘ] বৈচিত্র্যপূর্ণ উপস্থাপনা

১২. আল-মুকাদ্দিমার তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয় কী?
[ক] ইতিহাস দর্শন
[খ] সংস্কৃতির বৈশিষ্ট্য
✅ রাষ্ট্র ও সার্বভৌমত্ব
[ঘ] গোষ্ঠীগত সংহতি

১৩. আল-মুকাদ্দিমার প্রথম অধ্যায়ে কোনটি আলোচিত হয়েছে?
[ক] যাযাবর ও বেদুইন সমাজ
✅ মানবসমাজ ও এর প্রয়োজনীয়তা
[গ] রাজ্য ও সার্বভৌমত্ব
[ঘ] বিজ্ঞান ও শিক্ষা

১৪. সামাজিক ক্রমবিবর্তনের ধারাকে ইবনে খালদুন কীসের ন্যায় ব্যাখ্যা করেছেন?
✅ জীবন্ত বস্তু
[খ] জড় বস্তু
[গ] স্থবির বস্তু
[ঘ] গতিশীল বস্তু

১৫. ইবনে খালদুনের মতে রাষ্ট্রের বয়সের স্তর সাধারণত কয়টি?
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

১৬. ইবনে খালদুনের মতে প্রতিটি রাষ্ট্রের বয়স কত বছরের মধ্যে সীমাবদ্ধ?
[ক] ৮০ বছর
✅ ১২০ বছর
[গ] ৬০ বছর
[ঘ] ১০০ বছর

১৭. ইবনে খালদুন কর্তৃক নামকরণকৃত জ্ঞানের নতুন শাখা কোনটি?
✅ আল-উমরান
[খ] ক্যাপিটাল
[গ] মুকাদ্দিমা
[ঘ] পজিটিভিজম

১৮. ইবনে খালদুনের মতে সমাজের ভিত্তি কী?
[ক] ধর্মীয় ঐক্য
[খ] রাজনৈতিক ঐক্য
[গ] সামাজিক ঐক্য
✅ গোষ্ঠী সংহতি

১৯. খালদুনের মতে কোন সমাজে সামাজিক সংহতি সবচেয়ে দৃঢ়?
[ক] হিন্দু সমাজে
✅ উপজাতীয় সমাজে
[গ] মুসলিম সমাজে
[ঘ] শিল্প সমাজে

২০. কার চিন্তায় আমরা আল-উমরান- এর অনুরূপ বিজ্ঞানের সন্ধান পাই?
[ক] ইবনে খালদুনের
✅ অগাস্ট কোঁৎ- এর
[গ] এমিল ডুর্খেইমের
[ঘ] কার্ল মার্কসের

২১. আল-মুকাদ্দিমার কোন অধ্যায়টি 'ঞযব চৎরহপব' নামক গ্রন্থের সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
✅ তৃতীয়
[ঘ] চতুর্থ

২২. খালদুনের মতে, কোনটির বিভিন্নতার কারণে সমাজ ও রাজনৈতিক কাঠামোতে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হতে পারে?
[ক] মানুষের ধারণার
[খ] ধর্মের
✅ আসাবিয়ার
[ঘ] গোষ্ঠীর

২৩. শুধুমাত্র রাজনৈতিক ঘটনার নিছক বর্ণনা ইতিহাসের বিষয়বস্তু হতে পারে না। বিষয়টি সর্বপ্রথম কে উপলব্ধি করেন?
✅ ইবনে খালদুন
[খ] অগাস্ট কোঁৎ
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস

২৪. সমাজ ও রাষ্ট্রের উত্থান পতনের কারণ অনুসন্ধান করার ক্ষেত্রে খালদুন কোন পদ্ধতির সাহায্য গ্রহণ করেন?
[ক] রাজনৈতিক বিশ্লেষণাত্মক
[খ] বৈজ্ঞানিক বিশ্লেষণাত্মক
✅ ঐতিহাসিক বিশ্লেষণাত্মক
[ঘ] সামাজিক বিশ্লেষণাত্মক

২৫. ইবনে খালদুন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
[ক] ১৪০৫
✅ ১৪০৬
[গ] ১৪০৭
[ঘ] ১৪০৮

২৬. ইবনে খালদুন একটি নতুন বিজ্ঞানের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন-
i. মানব ইতিহাস সম্পর্কে সঠিক জ্ঞান লাভের জন্য
ii. ঐতিহাসিক ঘটনা উপলব্ধির জন্য
iii. ইতিহাসকে সঠিভাবে বিশ্লেষণের জন্যে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৭. খালদুনের সবচেয়ে বড় অবদান তিনি মানবসমাজ অধ্যয়নের জানো-
i. একটি নতুন বিজ্ঞান উদ্ভবের প্রয়োজনীয়তা উপলব্ধি
ii. একটি নতুন বিজ্ঞান উদ্ভাবন করেছিলেন
iii. নতুন বিজ্ঞানের রূপরেখা অঙ্কন করেছিলেন নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮. 'Positive Philosophy' গ্রন্থটির রচয়িতা কে?
[ক] ইবনে খালদুন
✅ অগাস্ট কোঁৎ
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস

২৯. আল-উমরানের চতুর্থ অধ্যায়ে আলোচিত হয়েছে-
i. রাজার অধীন পদসমূহ
ii. যাযাবর ও বেদুইন সমাজ
iii. সরকারি অফিস-আদালত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩০. গোষ্ঠী সংহতির মূল উৎস হলো-
i. রাজনৈতিক আদর্শ
ii. রক্ত সম্পর্ক
iii. পারিবারিক ঐতিহ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৩১. কোন যুগে প্রকৃতির বাইরে ঈশ্বর বা অন্য কোনো চরম সত্তাকে অস্বীকার করা হয়েছে?
[ক] আদিম যুগে
✅ দৃষ্টবাদ যুগে
[গ] শিল্প যুগে
[ঘ] সামরিক সমাজে

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩২-৩৪নং প্রশ্নের উত্তর দাও:
হুন লু উপজাতির লোকজন গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করে। এ গোষ্ঠীবদ্ধতার ভিত্তিতে তারা তাদের সমাজ গড়ে তুলেছে। তাদের সমাজের রয়েছে নিজস্ব নিয়মনীতি ও সংস্কৃতি যা অন্যান্য সমাজ থেকে হুন লু সমাজকে পৃথক করেছে।

৩২. ইবনে খালদুনের দৃষ্টিতে হুন লু সমাজে কোনটি বিদ্যমান?
[ক] মুকাদ্দিমা
✅ আসাবিয়া
[গ] আল উমরান
[ঘ] ইবরার

৩৩. ইবনে খালদুন এ বিষয়টিকে কেন্দ্র করে ধারণা প্রদান করেছেন-
i. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে
ii. সার্বভৌমত্ব সম্পর্কে
iii. রাষ্ট্রের পতন সম্পর্কে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৪. এ বিষয়টি সম্পর্কে ইবনে খালদুন জানতে পেরেছেন-
i. ক্রিয়াবাদী পদ্ধতি অনুসরণের দ্বারা
ii. ঐতিহাসিক বিশ্লেষণাত্মক পদ্ধতি অনুসরণের দ্বারা
iii. সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন সম্পর্কে গবেষণার দ্বারা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৩৫. আসাবিয়া হচ্ছে-
✅ সামাজিক সংহতি
[খ] সামাজিক ক্ষমতা
[গ] সামাজিক চেতনা
[ঘ] সামাজিক নির্ভরশীলতা

৩৬. পথিকৃৎ সমাজবিজ্ঞানীদের মধ্যে যিনি তিউনিসে জন্মগ্রহণ করেন তিনি সমাজবিজ্ঞানের এমন একটি প্রত্যয় উদ্ভাবন করেন যার অর্থ গোত্র সংহতি। অনুচ্ছেদে উল্লিখিত সমাজবিজ্ঞানীর উক্ত প্রত্যয় ছাড়াও উল্লেখযোগ্য অবদান হলো-
[ক] বিবর্তনবাদের প্রবর্তন
[খ] সমাজ গবেষণায় ঐতিহাসিক পদ্ধতি প্রয়োগ
[গ] দৃষ্টবাদী রাজনীতির প্রবর্তন
✅ ঐতিহ্যবাহী কর্তৃত্বের উদ্ভাবন

৩৭. ইবনে খালদুনের সমাজবিজ্ঞানের কেন্দ্রবিন্দু কোনটি?
✅ আল আসাবিয়া
[খ] রক্ত সম্পর্ক
[গ] পারিবারিক ঐতিহ্য
[ঘ] রাজনৈতিক আদর্শ

৩৮. ইবনে খালদুনের মতে, রাষ্ট্রের প্রতিটি স্তরের আয়ুষ্কাল কত?
✅ ৪০ বছর
[খ] ৬০ বছর
[গ] ৮০ বছর
[ঘ] ১২০ বছর

৩৯. আল-মোকাদ্দিমা গ্রন্থটির প্রকাশকাল কোনটি?
[ক] ১৩১২ খ্রিস্টাব্দ
✅ ১৩৮০ খ্রিস্টাব্দ
[গ] ১৪৮০ খ্রিস্টাব্দ
[ঘ] ১৩৭৭ খ্রিস্টাব্দ

৪০. 'আল-উমরান' অর্থ কী?
✅ সংস্কৃতি বিজ্ঞান
[খ] ইতিহাস
[গ] সমাজবিজ্ঞান
[ঘ] দর্শন

৪১. খালদুনের ইতিহাস শাস্ত্র-
i. নিরপেক্ষ
ii. বিজ্ঞাননির্ভর
iii. বস্তুনিষ্ঠ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪২. ইবনে খালদুনের মতে সমাজবিজ্ঞানের কেন্দ্রবিন্দু হলো-
i. গোষ্ঠী সংহতি
ii. রক্ত সম্পর্ক ও পারিবারিক ঐতিহ্য
iii. সমাজের মানুষের চরিত্র

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৩. অগাস্ট কোঁৎ জন্মগ্রহণ করেন কত খ্রিষ্টাব্দে?
[ক] ১৮০১
✅ ১৭৯৮
[গ] ১৮১০
[ঘ] ১৮১৫

৪৪. কোন দার্শনিকের চিন্তা দ্বারা অগাস্ট কোঁৎ প্রভাবিত হয়েছিলেন?
[ক] সেন্ট অগাস্টিন
✅ সেন্ট সাইমন
[গ] ভলতেয়ার
[ঘ] রুশো

৪৫. সমাজবিজ্ঞানের জনক কে?
[ক] কার্ল মার্কস
[খ] ম্যাক্স ওয়েবার
✅ অগাস্ট কোঁৎ
[ঘ] হার্বার্ট স্পেন্সার

HSC সমাজবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

৪৬. অগাস্ট কোঁৎ কোন দেশে জন্মগ্রহণ করেন?
[ক] ইংল্যান্ডে
[খ] ইতালিতে
[গ] গ্রিসে
✅ ফ্রান্সে

৪৭. অগাস্ট কোঁতের মতে, সামাজিক প্রপঞ্চগুলোর বিশ্লেষণ কয়টি দৃষ্টিকোণ থেকে হতে পারে?
✅ ২টি
[খ] ৪টি
[গ] ৩টি
[ঘ] ৫টি

৪৮. কার মতে, সামাজিক প্রপঞ্চগুলো কতগুলো অপরিবর্তনীয় নিয়ম দ্বারা পরিচালিত হয়?
[ক] ইবনে খালদুনের
✅ অগাস্ট কোঁৎ- এর
[গ] এমিল ডুর্খেইমের
[ঘ] কার্ল মার্কসের

৪৯. কখন অগাস্ট কোঁৎ ইতিহাসের প্রগতির ধারাকে তিনটি স্তরের মাধ্যমে ব্যাখ্যা করেন?
[ক] ১৮৩৭ খ্রিষ্টাব্দে
[খ] ১৮৩৮ খ্রিষ্টাব্দে
✅ ১৮৩৯ খ্রিষ্টাব্দে
[ঘ] ১৮৪০ খ্রিষ্টাব্দে

৫০. অগাস্ট কোঁৎ সর্বপ্রথম 'Sociology' শব্দটি ব্যবহার করেন কত সালে?
[ক] ১৮৩৭ খ্রিষ্টাব্দে
[খ] ১৮৩৮ খ্রিষ্টাব্দে
✅ ১৮৩৯ খ্রিষ্টাব্দে
[ঘ] ১৮৪০ খ্রিষ্টাব্দে

৫১. মানবসমাজের অদৃষ্টবাদ স্তরটির স্থায়িত্বকাল কত সময় ছিল?
[ক] আদি থেকে একাদশ শতক পর্যন্ত
[খ] আদি থেকে দ্বাদশ শতক পর্যন্ত
✅ আদি থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত
[ঘ] আদি থেকে চতুর্দশ শতক পর্যন্ত

৫২. অধিবিদ্যা স্তরে বিশ্বজগৎ সম্বনে্দ্ব মানুষের বিশ্বাস কী ছিল?
[ক] বিশ্বজগৎ ঈশ্বর দ্বারা পরিচালিত
✅ বিশ্বজগৎ এক বিশেষ শক্তি দ্বারা পরিচালিত
[গ] বিশ্বজগৎ দেবতা শক্তি দ্বারা পরিচালিত
[ঘ] বিশ্বজগৎ আল্লাহর শক্তি দ্বারা পরিচালিত

৫৩. সমাজবিজ্ঞানের কোন বিষয়টি অগাস্ট কোঁৎকে প্রসিদ্ধ করেছে?
✅ দৃষ্টবাদ সম্পর্কে আলোচনা
[খ] ধর্মতত্ত্ব সম্বন্ধীয় ব্যাখ্যা
[গ] অধিবিদ্যা সম্বন্ধীয় ব্যাখ্যা
[ঘ] বিজ্ঞানসমূহের ক্রমোচ্চ স্তরবিন্যাস

৫৪. অগাস্ট কোঁৎ আনের ক্রমোচ্চ স্তরবিন্যাসে কোন বিষয়টিকে সর্বোচ্চ স্তরে স্থান নিয়েছেন?
[ক] জীবিদ্যাকে
[খ] পদার্থবিদ্যাকে
[গ] গণিতশাস্ত্রকে
✅ সমাজবিজ্ঞানকে

৫৫. অগাস্ট কোঁৎ ক্রমোচ্চ স্তরবিন্যাসে কোন বিষয়টিকে সর্বনিম্নস্তরে স্থান দিয়েছেন?
[ক] জীবিদ্যাকে
[খ] পদার্থবিদ্যাকে
✅ গণিতশাস্ত্রকে
[ঘ] সমাজবিজ্ঞানকে

৫৬. অগাস্ট কোঁৎ- এর মতে, সমাজবিজ্ঞান সকল বিজ্ঞানকে কোন নিয়মের অধীনে আনতে সক্ষম?
[ক] দর্শনবাদ
[খ] অধিবিদ্যা
✅ দৃষ্টবাদী
[ঘ] ধর্মতত্ত্ব

৫৭. দৃষ্টবাদকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
[ক] ২ ভাগে
[খ] ৪ ভাগে
✅ ৩ ভাগে
[ঘ] ৫ ভাগে

৫৮. অগাস্ট কোঁৎ-এর উল্লিখিত ত্রয়স্তরের প্রথম স্তরে কোন শ্রেণির প্রাধান্য থাকে?
✅ পুরোহিত শ্রেণির
[খ] গোত্র নেতার
[গ] রাষ্ট্রপ্রধানের
[ঘ] শিক্ষাগুরুর

৫৯. ধর্মতত্ত্বগত স্তরের অনুরূপ সমাজকে কী বলা হয়?
[ক] শিল্প সমাজ
✅ সামরিক সমাজ
[গ] আইনসম্মত সমাজ
[ঘ] ধার্মিক সমাজ

৬০. সেন্ট সায়মনের চিন্তা ও দর্শনের সাথে কার চিন্তা ও দর্শনের যথেষ্ট সাদৃশ্য লক্ষ করা যায়?
[ক] ইবনে খালদুনের
✅ অগাস্ট কোঁৎ- এর
[গ] এমিল ডুর্খেইমের
[ঘ] কার্ল মার্কসের

৬১. 'মুকাদ্দিমা' গ্রন্থে আলোচনা করা হয়েছে-
i. অর্থনীতি বিষয়ে
ii. সাহিত্য বিষয়ে
iii. রাজনীতি বিষয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬২. অগাস্ট কোঁৎ প্রদত্ত সূত্রানুযায়ী মানুষের ধারণা এবং জ্ঞানের প্রতিটি শাখা কয়টি স্তরের ভেতর দিয়ে অগ্রসর হয়?
[ক] দুইটি
[খ] চারটি
✅ তিনটি
[ঘ] পাঁচটি

৬৩. কোঁৎ-এর উল্লিখিত ত্রয়স্তরের কোন স্তরে রাষ্ট্রের উদ্ভব ঘটে?
[ক] ধর্মতাত্ত্বিক স্তরে
[খ] দৃষ্টবাদী স্তরে
✅ অধিবিদ্যাগত স্তরে
[ঘ] অদৃষ্টবাদী স্তরে

৬৪. কোন সমাজব্যবস্থা রাজতন্ত্রের অনুকূলে কাজ করে এবং রাজতন্ত্রকে টিকিয়ে রাখে?
✅ সামরিক সমাজ
[খ] আইনসম্মত সমাজ
[গ] শিল্প সমাজ
[ঘ] ধার্মিক সমাজ

৬৫. যুদ্ধ এবং বল প্রয়োগ কোন সমাজের প্রধান বৈশিষ্ট্য?
✅ সামরিক সমাজের
[খ] আইনসম্মত সমাজের
[গ] শিল্প সমাজের
[ঘ] ধার্মিক সমাজের

৬৬. প্রাকৃতিক আইন ও বিধি-বিধান কোন সমাজকে নিয়ন্ত্রণ করে?
[ক] সামরিক সমাজ
✅ আইনসম্মত সমাজ
[গ] শিল্প সমাজ
[ঘ] ধার্মিক সমাজ

৬৭. কোথায় সামরিক সমাজের বৈশিষ্ট্য লোপ পেতে থাকে এবং শিল্প সমাজের বৈশিষ্ট্যের সূত্রপাত ঘটে?
[ক] সামরিক সমাজ
✅ আইনসম্মত সমাজে
[গ] শিল্প সমাজ
[ঘ] ধার্মিক সমাজে

৬৮. দৃষ্টবাদ পর্যায়ের অনুরূপ সমাজ কোনটি?
[ক] সামরিক সমাজ
[খ] আইনসম্মত সমাজ
✅ শিল্প সমাজ
[ঘ] ধার্মিক সমাজ

৬৯. আল-উমরানের পঞ্চম অধ্যায়ে আলোচিত হয়েছে-
i. জীবনধারণের উপায়
ii. চাহিদা ও সরবরাহ
iii. রাজ্য ও সার্বভৌমত্ব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭০. সোস্যাল স্ট্যাটিকসের বিষয়বস্তু কী?
[ক] সমাজের পরিবর্তন
[খ] সমাজের ঐক্য
✅ সমাজকাঠামো
[ঘ] সমাজের প্রগতি

৭১. অগাস্ট কোঁৎ-এর মতে জ্ঞানের বিকাশের শেষ যুগ কোনটি?
[ক] Positive Scientific Stage
✅ Positivism
[গ] Legalistic Stage
[ঘ] Theological Military Stage

৭২. কোন যুগে যাজক এবং পুরোহিতগণের নির্দেশেই সমাজ ও রাষ্ট্র পরিচালিত হতো?
[ক] শিল্প যুগে
[খ] দৃষ্টবাদী যুগে
[গ] অধিবিদ্যাগত স্তরে
✅ ধর্মতত্ত্বগত স্তরে

৭৩. অগাস্ট কোঁৎ কত সালে মৃত্যুবরণ করেন?
[ক] ১৮৫৬ সালে
[খ] ১৮৫৮ সালে
✅ ১৮৫৭ সালে
[ঘ] ১৮৫১ সালে

৭৪. অগাস্ট কোঁৎ রচিত গ্রন্থের মধ্যে রয়েছে-
i. The Division of Labour in Society
ii. Positive Philosophy
iii. Positive Polity

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৫. কোঁৎ-এর মতে, আধুনিক সমাজের বৈশিষ্ট্য হলো-
i. বৈজ্ঞানিক চিন্তার প্রসার
ii. শিল্পকর্মের প্রসার
iii. ধর্মীয় চিন্তার প্রসার

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৬. দৃষ্টবাদী সমাজব্যবস্থার যাজক- পুরোহিতদের স্থান দখল করবে-
i. শিল্পপতিরা
ii. বৈজ্ঞানিকরা
iii. টেকনোক্রেটরা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭৭-৭৯নং প্রশ্নের উত্তর দাও:
বাংলার সেন শাসকদের শাসনামলে ব্রাহ্মণদের প্রভাব প্রতিপত্তি ছিল সবচেয়ে বেশি। সেন শাসকদের সকল কাজের ক্ষেত্রে দিক নির্দেশনা দিতো ব্রাহ্মণরা। সমাজের সব নিয়মকানুনও পরিচালিত হতো ব্রাহ্মণদের নির্দেশে।

৭৭. অগাস্ট কোঁৎ-এর দৃষ্টিতে অনুচ্ছেদে উল্লেখিত বিষয়টি সমাজ বিকাশের কততম স্তর?
[ক] দ্বিতীয়
✅ প্রথম
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

৭৮. উক্ত সমাজের অনুরূপ স্তরকে কী সমাজ বলা যায়?
✅ সামরিক সমাজ
[খ] আইনসম্মত সমাজ
[গ] শিল্প সমাজ
[ঘ] ধার্মিক সমাজ

৭৯. অগাস্ট কোঁৎ- এর দৃষ্টিতে উক্ত সমাজের বৈশিষ্ট্য হলো-
i. ক্রান্তিকালীন স্তর
ii. যুদ্ধ এবং বলপ্রয়োগ
iii. দৈব শক্তির প্রভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮০. 'সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতা' ধারণাটি কোন সমাজবিজ্ঞানীর?
[ক] ইবনে খালদুন
✅ অগাস্ট কোঁৎ
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস

৮১. মানুষের বুদ্ধিবৃত্তিক বিকাশসংক্রান্ত সূত্রটি কার?
[ক] ইবনে খালদুন
✅ অগাস্ট কোঁৎ
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস

৮২. দৃষ্টবাদী স্তর বলতে বোঝায়-
[ক] সমাজ ও রাষ্ট্রের যে স্তরে ধর্মের প্রভাব
[খ] যে স্তরে বিগ্রহ লেগে থাকবে বেশি
✅ সমাজ ব্যবস্থায় বৈজ্ঞানিক চিন্তা-চেতনা প্রাধান্য পাবে
[ঘ] যে স্তরে মানুষের দৃষ্টি প্রকৃতি ও বাস্তবতার দিকে ধাবিত হয়

৮৩. Sociology শব্দটি কে প্রথম চয়ন করেন?
[ক] ইবনে খালদুন
✅ অগাস্ট কোঁৎ
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস

৮৪. অগাস্ট কোঁৎ মানুষের জ্ঞানের প্রাথমিক স্তর হিসেবে কোনটিকে নির্দেশ করেছেন?
✅ ধর্মতাত্ত্বিক স্তর
[খ] অধিবিদ্যাগত স্তর
[গ] দৃষ্টবাদী স্তর
[ঘ] অদৃষ্টবাদী স্তর

৮৫. অগাস্ট কোঁৎ সমাজবিজ্ঞানকে কয় ভাগে ভাগ করেছেন?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৮৬. দৃষ্টবাদ দ্বারা-
[ক] সামাজিক ঐক্য সম্পর্কে জানা যায়।
[খ] কোনো ঘটনার সামাজিক পটভূমি জানা যায়
✅ কোনো ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায়
[ঘ] সমাজব্যবস্থার বিবর্তন ব্যাখ্যা করা যায়

৮৭. চকাকে Positivism- এর জন্মদাতা বলা হয়?
[ক] ইবনে খালদুনকে
✅ অগাস্ট কোঁৎকে
[গ] এমিল ডুর্খেইমকে
[ঘ] কার্ল মার্কসকে

৮৮. সামরিক সমাজে―
i. শিল্প উৎপাদন তেমন একটা হয় না
ii. শিল্পপতিদের তেমন কোন ভূমিকা থাকে না
iii. শিল্প সমাজের বৈশিষ্ট্যের সূত্রপাত ঘটে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৯ ও ৯০নং প্রশ্নের উত্তর দাও:
সমাজবিজ্ঞান পাঠ করতে গিয়ে এমন একজন সমাজবিজ্ঞানীর কথা সবার আগে চলে আসে যিনি সমাজ বিকাশের স্তরকে তিনটি ভাগে ভাগ করেছেন। তাঁর মতে, সমাজ প্রথমে ধর্মীয় যুগে, তারপর দার্শনিক যুগে এবং সবশেষে বিজ্ঞানের যুগে এসে পৌছেছে। কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ।

৮৯. উদ্দীপকে কোন সমাজবিজ্ঞানীর কথা উল্লেখ করা হয়েছে?
[ক] ইবনে খালদুন
✅ অগাস্ট কোঁৎ
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস

৯০. উক্ত সমাজবিজ্ঞানী সমাজবিবর্তনের ক্ষেত্রে দেখিয়েছেন মানুষ-
i. প্রথমে ছিল আক্রমণাত্মক
ii. পরে আক্রমণকে প্রতিহত করতে শেখে
iii. সর্বশেষে মানুষ বেঁচে থাকার তাগিকে নতুন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯১. হার্বার্ট স্পেন্সার জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে?
[ক] ১৮০১
✅ ১৮২০
[গ] ১৮১০
[ঘ] ১৮১৫

৯২. নিচের কোন সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞানকে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন?
[ক] ইবনে খালদুন
✅ হার্বার্ট স্পেন্সার
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস

৯৩. ইংরেজ সমাজবিজ্ঞানের জনক কে?
[ক] ইবনে খালদুন
✅ হার্বার্ট স্পেন্সার
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস

৯৪. সমাজবিজ্ঞানে জৈবিক সাদৃশ্যের সূত্রটি কে দিয়েছেন?
[ক] ইবনে খালদুন
✅ হার্বার্ট স্পেন্সার
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস

৯৫. বিবর্তন প্রত্যয়টি সংজ্ঞায়িত করার পূর্বে স্পেন্সার কয়টি সূত্রের অবতারণা করেছিলেন?
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৯৬. স্পেন্সারের মতে, মানবসমাজ যৌগিক অবস্থা থেকে কোন অবস্থায় রূপান্তরিত হচ্ছে?
[ক] জটিল
[খ] সরল
✅ অতি যৌগিক
[ঘ] চূড়ান্ত যৌগিক

৯৭. স্পেন্সারের মতে, সামরিক ও যুদ্ধভিত্তিক সমাজ ক্রমে কোন সমাজে রূপান্তরিত হয়?
✅ শিল্প সমাজে
[খ] কৃষিভিত্তিক সমাজে
[গ] ধর্মীয় সমাজে
[ঘ] সাম্যবাদী সমাজে

৯৮. বিবর্তনবাদী মতবাদের প্রবক্তা কে?
[ক] ইবনে খালদুন
✅ হার্বার্ট স্পেন্সার
[গ] এমিল ডুর্খেইম
[ঘ] কার্ল মার্কস

৯৯. স্পেন্সারের মতে, বিবর্তিত সমাজে কী সৃষ্টি হয়?
[ক] অর্থনৈতিক প্রতিষ্ঠান
✅ রাজনৈতিক প্রতিষ্ঠান
[গ] অলাভজনক প্রতিষ্ঠান
[ঘ] সামাজিক প্রতিষ্ঠান

১০০. স্পেন্সারের মতে, বিবর্তনের একপর্যায়ে কীসের বিলুপ্তি ঘটে?
✅ যুদ্ধভিত্তিক সমাজ
[খ] শিল্প সমাজ
[গ] সাম্যবাদী সমাজ
[ঘ] কৃষিভিত্তিক সমাজ
Share: