HSC সমাজবিজ্ঞান ২য় পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

উচ্চমাধ্যমিক
সমাজবিজ্ঞান ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন
Model Test
সকল বোর্ড

১. ‘সমাজবিজ্ঞান সমীক্ষণ’ বইটির রচয়িতা কে?
🔲 ড. এ কে নাজমুল করিম
🔲 অধ্যাপাক আফসার উদ্দিন
🔲 অধ্যাপক ফজলুর রশিদ হক
🔲 ড. রঙ্গলাল সেন
✅ উত্তর: ড. এ কে নাজমুল করিম

২. কাকে আহ্বায়ক করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়েছিল?
🔲 গোলাম মাহবুব
🔲 আবদুল মতিন
🔲 অলি আহাদ
🔲 শামসুল হক
✅ উত্তর: আবদুল মতিন

৩. বাংলাদেশের গ্রাম ও শহর সমাজের প্রধান পার্থক্য নির্দেশ করে কোনটি?
🔲 কৃষিজ ও অকৃষিজ পেশা
🔲 সাংস্কৃতিক বিভাজন
🔲 পরিবারের ধরন
🔲 খাদ্যাভাসের ভিন্নতা
✅ উত্তর: কৃষিজ ও অকৃষিজ পেশা

৪. নিচের কোনটিকে বাংলাদেশের শাসক এলিট বলা যায়?
🔲 বৃহৎ রাজনৈতিক দল
🔲 বিরোধী রাজনৈতিক দল
🔲 ক্ষমতাসীন রাজনৈতিক দল
🔲 নাগরিক সংগঠন
✅ উত্তর: ক্ষমতাসীন রাজনৈতিক দল

৫. বাংলাদেশে শহর সমাজে মর্যাদার প্রধান বিষয় কী?
🔲 সম্পদ
🔲 রাজনীতি
🔲 বংশ মর্যাদা
🔲 পেশা ও শিক্ষা
✅ উত্তর: পেশা ও শিক্ষা

৬. ‘নিরক্ষরতা’ কী?
🔲 বক্তব্য বুঝতে না পারা
🔲 লিখার অক্ষমতা
🔲 পড়তে ও লিখতে না পারা
🔲 শুধু অক্ষরজ্ঞান থাকা
✅ উত্তর: পড়তে ও লিখতে না পারা

৭. বাংলাদেশ জলবায়ু পরিবর্তনকে মাথায় রেখে কী প্রণয়ন করেছে?
🔲 ভিশন ২০১৫
🔲 ভিশন ২০২১
🔲 ভিশন ২০২৯
🔲 ভিশন ২০৪১
✅ উত্তর: ভিশন ২০২১

৮. কত সালে নারী উন্নয়ন নীতি ঘোষিত হয়?
🔲 ২০০৮
🔲 ২০০৯
🔲 ২০০৯
🔲 ২০০৯
✅ উত্তর: ২০০৯

৯. টার্গেট গ্রুপ পদ্ধতি কী?
🔲 দারিদ্র্য বিমোচন কার্যক্রম
🔲 ধর্মীয় গোঁড়ামি দূরীকরণ
🔲 দক্ষ কর্মী বাহিনী গঠন
🔲 কর্মসংস্থান সৃষ্টি
✅ উত্তর: দারিদ্র্য বিমোচন কার্যক্রম

১০. বেসরকারি সংস্থার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হয়—
🔲 i. সরকারি অনুমোদন নিয়ে
🔲 ii. সরকার গৃহীত পরিকল্পনা নীতির সঙ্গে সম্পর্কিতভাবে
🔲 iii. সমাজকল্যাণ বিভাগের রেজিস্ট্রশনপ্রাপ্ত হয়ে?

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii

১১. সর্বপ্রথম পাথর ঘষে আগুন আবিষ্কার করে কোন ধরনের মানুষ?
🔲 সর্বপ্রথম পাথর ঘষে আগুন আবিষ্কার করে কোন ধরনের মানুষ?
🔲 পিকিং
🔲 আর্য
🔲 হাইডেলবার্গ
✅ উত্তর: সর্বপ্রথম পাথর ঘষে আগুন আবিষ্কার করে কোন ধরনের মানুষ?

১২. ‘The Indian Musalmans’ গ্রন্থের লেখক কে?
🔲 হেনরি সামনার মেইন
🔲 উইলিয়াম হান্টার
🔲 হরপ্রসাদ শাস্ত্রী
🔲 রাধাকমল মুখার্জি
✅ উত্তর: উইলিয়াম হান্টার

১৩. বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার পটভূমির ক্ষেত্র—
🔲 i. পাশ্চাত্যের লেখকগণের ভূমিকা রয়েছে
🔲 ii. আরবীয় লেখকগণের ভূমিকা রয়েছে
🔲 iii. দেশীয় সমাজবিজ্ঞানীদের ভূমিকা রয়েছে?

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: ii ও iii

১৪. কোন সভ্যতা শক্তিশালী আর্থিক বুনিয়াদের ওপর প্রতিষ্ঠিত ছিল?
🔲 হিব্রু সভ্যতা
🔲 সিন্ধু সভ্যতা
🔲 ফিনিশীয় সভ্যতা
🔲 সুমেরীয় সভ্যতা
✅ উত্তর: সিন্ধু সভ্যতা

১৫. পশ্চিম পাকিস্তানের শিল্পকাঠামো গড়ে উঠেছিল কীভাবে?
🔲 পূর্ব পাকিস্তানের রাজস্ব আয় দিয়ে
🔲 পূর্ব পাকিস্তানের প্রাপ্ত বৈদেশিক ঋণ দিয়ে
🔲 পশ্চিম পাকিস্তানের রাজস্বয় আয় দিয়ে
🔲 পূর্ব পাকিস্তানের অর্জিত বৈদেশি মুদ্রা দিয়ে
✅ উত্তর: পূর্ব পাকিস্তানের অর্জিত বৈদেশি মুদ্রা দিয়ে

১৬. তৎকালীন পাকিস্তান শাসনামলে কখন বেতারে রবীন্দ্রসংগীত প্রচার করা বন্ধ করে দেওয়া হয়?
🔲 ১৯৬৭ সালে
🔲 ১৯৬৫ সালে
🔲 ১৯৬৩ সালে
🔲 ১৯৬১ সালে
✅ উত্তর: ১৯৬৭ সালে

HSC সমাজবিজ্ঞান ২য় পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

১৭. রহিমা খাতুন গ্রামীণ ব্যাংকের সেবা নিতে গিয়ে দেখলেন এটি অন্যান্য ব্যাংক থেকে আলাদা। এ পার্থক্য কোন ক্ষেত্রে লক্ষণীয়?
🔲 ঋণদানের
🔲 সঞ্চয় প্রবণতার
🔲 আর্থিক সহযোগিতার
🔲 সরকারকে ঋণ প্রদানের
✅ উত্তর: ঋণদানের

১৮. কোনটি ছিল বাঙালির আশা–আকাঙ্ক্ষার প্রতীক?
🔲 ৬ দফা
🔲 ১১ দফা
🔲 ১৪ দফা
🔲 ২১ দফা
✅ উত্তর: ৬ দফা

১৯. চাকার আবিষ্কার হয় কোন যুগে?
🔲 প্রাচীন প্রস্তর যুগের
🔲 মধ্য প্রস্তর যুগের
🔲 নব্য প্রস্তর যুগের
🔲 প্রাচীন প্রস্তর যুগের
✅ উত্তর: নব্য প্রস্তর যুগের

২০. প্রত্নতাত্ত্বিক যুগ বিভাগের ভিত্তি কী ছিল?
🔲 শিল্পকারখানার প্রসার
🔲 অবকাঠামোগত উন্নয়ন
🔲 হাতিয়ার তৈরির উপকরণ ও কৌশল
🔲 উৎপাদন কৌশল
✅ উত্তর: হাতিয়ার তৈরির উপকরণ ও কৌশল

২১. মধ্য প্রাচীন প্রস্তর যুগের সময়কার সংস্কৃতিকে কী বলে উল্লেখ করা হয়?
🔲 মুন্তেরিয়া
🔲 মন্বন্তর
🔲 পলেস্তারা
🔲 মালাম্মা
✅ উত্তর: মুন্তেরিয়া

২২. চাকা আবিষ্কৃত হয় ‘X’ যুগে। ‘X ’ দ্বারা কোন যুগটিকে নির্দেশ করা হয়েছে?
🔲 পাথরের যুগ
🔲 ব্রোঞ্জ যুগ
🔲 লৌহ যুগ
🔲 তাম্র যুগ
✅ উত্তর: ব্রোঞ্জ যুগ

২৩. ক্ষুদ্র জাতিসত্ত্বার রয়েছে—
🔲 i. নিজস্ব সংস্কৃতি
🔲 ii. ভাব বিনিময়ের আলাদা মাধ্যম
🔲 iii. পৃথক দৈহিক বৈশিষ্ট্য।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii

২৪. জুম চাষ নিষিদ্ধ করা হয় কোন সালে?
🔲 ১৯৪৩ সালে
🔲 ১৯৪৭ সালে
🔲 ১৯৫০ সালে
🔲 ১৯৯২ সালে
✅ উত্তর: ১৯৫০ সালে

২৫. বাংলাদেশের গ্রামীণ সমাজে সামাজিক গতিশীলতার হার কম হওয়ার কারণ—
🔲 i. কৃষিনির্ভর সমাজ হওয়ায়
🔲 ii. একই পেশার ওপর নির্ভরশীল হওয়ায়
🔲 iii. প্রথা নির্ভর সমাজব্যবস্থা থাকায়।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও ii

২৬. নিপুর সমাজে কেউ চাকরি করে, কেউ ব্যবসা, আবার কেউ দিনমজুর। তবে এখানে কৃষিকাজের কোনো সুযোগ নেই। সমাজটি

নিচের কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
🔲 উপশহর
🔲 শহর
🔲 গ্রাম
🔲 মেগাসিটি
✅ উত্তর: শহর

২৭. রাতারাতি ধনী হওয়ায় আশায় একজন মাদকদ্রব্যের ব্যবসা শুরু করে । এক সময় নিজেই মাদকদ্রব্য গ্রহণে অভ্যস্ত হয়ে পড়ে। তার এরূপ মাদকাসক্তির পেছনে কোন কারণটি কাজ করেছে?
🔲 ভৌগোলিক অবস্থানগত কারণ
🔲 মূল্যবোধের অবক্ষয়
🔲 উচ্চাভিলাষ
🔲 অপরিণামদর্শিতা
✅ উত্তর: উচ্চাভিলাষ

২৮. ‘RDA’ কোন জেলায় অবস্থিত?
🔲 বগুড়া
🔲 কুমিল্লা
🔲 নরসিংদী
🔲 রংপুর
✅ উত্তর: বগুড়া

২৯. ‘ক’ রাষ্ট্রের নীতিনির্ধারকরা সুষ্ঠু উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করেত চাইছেন। তারা কোন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করলে এটা সহজেই করতে পারবেন?
🔲 রাষ্ট্রবিজ্ঞান
🔲 সমাজকল্যাণ
🔲 যুক্তিবিদ্যা
🔲 সমাজবিজ্ঞান
✅ উত্তর: রাষ্ট্রবিজ্ঞান

৩০. বাংলাদেশের কোন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যসংখ্যা সর্বাধিক?
🔲 চাকমা
🔲 মারমা
🔲 গারো
🔲 সাঁওতাল
✅ উত্তর: মারমা
Post a Comment (0)
Previous Post Next Post