উচ্চমাধ্যমিক
সমাজ বিজ্ঞান ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন
Model Test
সকল বোর্ড
১. বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের সমাজকাঠামো ও সমতলের গ্রামের সমাজকাঠামোর মধ্যে তুলনামূলক আলোচনা করে সমাজবিজ্ঞানের কোন শাখা?
🔲 নগর সমাজবিজ্ঞান
🔲 গ্রামীণ সমাজবিজ্ঞান
🔲 সামাজিক মনোবিজ্ঞান
🔲 সামাজিক জনবিজ্ঞান
✅ উত্তর: গ্রামীণ সমাজবিজ্ঞান
২. সামাজিক স্তরবিন্যাসের প্রাচীনতম রূপ কোনটি?
🔲 জাতিবর্ণ প্রথা
🔲 এস্টেট প্রথা
🔲 দাস প্রথা
🔲 সামাজিক কাঠামো
✅ উত্তর: দাস প্রথা
৩. বর্ধিত পরিবারে সদস্যের অন্তভুর্ক্ত হলেন—
🔲 i. স্বামী-স্ত্রী
🔲 ii. সন্তানসন্ততি
🔲 iii. নাতি-নাতনি।
নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii
৪. সামাজিকীকরণের মধ্যে কয়টি প্রক্রিয়া লক্ষ করা যায়?
🔲 দুটি
🔲 তিনটি
🔲 চারটি
🔲 পাঁচটি
✅ উত্তর: চারটি
৫. ব্যক্তি জীবনের সঙ্গে গোষ্ঠী জীবনের সামঞ্জস্য সাধন হয় কিসের মাধ্যমে?
🔲 শিক্ষা
🔲 মূল্যবোধ
🔲 সামাজিকীকরণ
🔲 আত্তীকরণ
✅ উত্তর: সামাজিকীকরণ
৬. যেসব মনোভাব থেকে প্রবীণের প্রতি বৈষম্যমূলক আচরণ জন্ম নেয়, তা হলো, প্রবীণেরা—
🔲 i. জৈবিকভাবে অযোগ্য
🔲 ii. আবেগীয় দিক থেকে অস্থিতিশীল
🔲 iii. সামাজিকভাবে অযোগ্য।
নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: ii ও iii
৭. বৈজ্ঞানিক অপরাধবিজ্ঞানের জনক কে?
🔲 এইচ সাদারল্যান্ড
🔲 লিমার্ট
🔲 সিজার লমব্রোসো
🔲 গ্যাব্রিয়েল টার্ডে
✅ উত্তর: সিজার লমব্রোসো
৮. ক্রমবিবর্তনের ধারায় এবং অত্যন্ত স্বাভাবিকভাবে কিসের উৎপত্তি ঘটেছে?
🔲 সংঘের
🔲 রাষ্ট্রের
🔲 সম্প্রদায়ের
🔲 সমাজের
✅ উত্তর: সমাজের
৯. হার্বার্ট স্পেনসার সমাজের বিবর্তনকে কার বিবর্তনের সূত্রের অবলম্বনে ব্যাখ্যা করেন?
🔲 অগাস্ট কোৎ-এর
🔲 চার্লস ডারউইনের
🔲 কার্ল মার্কসের
🔲 সরোকিনের
✅ উত্তর: চার্লস ডারউইনের
১০. যান্ত্রিক সংহতি কোন সমাজে দেখা যায়?
🔲 আদিম সমাজে
🔲 সামন্ত্রতান্ত্রিক সমাজে
🔲 পুঁজিবাদী সমাজে
🔲 আধুনিক সমাজে
✅ উত্তর: আদিম সমাজে
১১. পরিবারের উৎপত্তি সম্পর্কিত মতবাদকে কয়টি ধারায় ভাগ করা হয়?
🔲 দুই
🔲 তিন
🔲 চার
🔲 পাঁচ
✅ উত্তর: দুই
১২. কোন অঞ্চল মানবসভ্যতা বিকাশে বেশি উপযোগী?
🔲 পাহাড়ি অঞ্চল
🔲 উষ্ণ অঞ্চল
🔲 নাতিশীতোষ্ণ অঞ্চল
🔲 শীতল অঞ্চল
✅ উত্তর: নাতিশীতোষ্ণ অঞ্চল
১৩. গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষের কম বয়সে যৌবন প্রাপ্তি ঘটে কেন?
🔲 খাবারের কারণে
🔲 জলবায়ুর কারণে
🔲 ভৌগোলিক কারণে
🔲 পরিবেশের কারণে
✅ উত্তর: জলবায়ুর কারণে
১৪. ভারতীয় সমাজে কয় ধরনের জাতিবর্ণ প্রথা দেখা যায়?
🔲 দুই
🔲 তিন
🔲 চার
🔲 পাঁচ
✅ উত্তর: চার
🔲 দ্রুত পরিবর্তন
🔲 অনিশ্চিত
🔲 স্থিতিশীল
🔲 বিচিত্রতা
✅ উত্তর: স্থিতিশীল
১৬. 'Ancient Society’ গ্রন্থের লেখক কে?
🔲 মর্গান
🔲 ডারউইন
🔲 স্পেনসার
🔲 টেইলর
✅ উত্তর: মর্গান
১৭. হেভিঘার্স্টের মতে, শিশুর সঙ্গীদল তার ব্যক্তিত্বকে কয়ভাবে প্রভাবিত করে?
🔲 ২
🔲 ৩
🔲 ৪
🔲 ৫
✅ উত্তর: ৪
১৮. সামাজিকীকরণে বিশ্বায়নের প্রভাব হলো—
🔲 i. ব্যক্তিস্বাতন্ত্র্যবোধের প্রসার
🔲 ii. মূল্যবোধের অবক্ষয়
🔲 iii. বৈশ্বিক ভাবধারার বিকাশ।
নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: ii ও iii
১৯. সমাজবিজ্ঞানের অধ্যয়নে সর্বপ্রথম ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি ব্যবহার করেন কোন সমাজবিজ্ঞানী?
🔲 ম্যালিনোস্কি
🔲 ডুর্খেইম
🔲 স্পেনসার
🔲 পারসন্স
✅ উত্তর: স্পেনসার
২০. জেন্ডার বৈষম্যের প্রভাবে সমাজে—
🔲 i. নারী নির্যাতন বৃদ্ধি পায়
🔲 ii. মানবাধিকার লঙ্ঘিত হয়
🔲 iii. সামাজিক উন্নয়ন ব্যাহত হয়।
নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii
২১. কোন অপরাধ অনেকটা সন্তর্পণে ও নীরবে সংঘটিত হয়?
🔲 কিশোর অপরাধ
🔲 ক্ষতিগ্রস্ত বা শিকারবিহীন অপরাধ
🔲 ভদ্রদেশি অপরাধ
🔲 সংঘটিত অপরাধ
✅ উত্তর: ভদ্রদেশি অপরাধ
২২. Folkways অর্থ কী?
🔲 প্রথা
🔲 লোকাচার
🔲 লোকরীতি
🔲 লোকসংগীত
✅ উত্তর: লোকাচার
২৩. সমাজ কোন ধরনের সংগঠন?
🔲 সেবামূলক
🔲 আর্থিক
🔲 মানবীয়
🔲 রাজনৈতিক
✅ উত্তর: মানবীয়
২৪. দেবর–ননদ হচ্ছে—
🔲 জৈবিক বন্ধন
🔲 বৈবাহিক বন্ধন
🔲 কাল্পনিক বন্ধন
🔲 প্রথাগত বন্ধন
২৫. বিবাহের প্রধান লক্ষ্য কী বলে তুমি মনে কর?
🔲 জৈবিক চাহিদা মেটানো
🔲 পরিবার গড়া
🔲 সমাজবদ্ধ হওয়া
🔲 আত্মিক বন্ধন সৃষ্টি
✅ উত্তর: সমাজবদ্ধ হওয়া
২৬. বাংলাদেশের ঘরের জানালাগুলোতে সানশেড লাগানো হয় কেন?
🔲 বর্ষার বৃষ্টি থেকে রক্ষা করার জন্য
🔲 চোর–ডাকাত থেকে বাঁচার জন্য
🔲 রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য
🔲 ঝড়ো বাতাস থেকে রক্ষা পাওয়ার জন্য
✅ উত্তর: বর্ষার বৃষ্টি থেকে রক্ষা করার জন্য
২৭. জীবদেহে বংশগতির প্রভাব লক্ষ করা যায়—
🔲 i. চলাফেরার ধরনে
🔲 ii. রক্তের গ্রুপে
🔲 iii. চাকরি লাভে।
নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও ii
২৮. নিচের কোনটি সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য নয়?
🔲 দ্রুত পরিবর্তন
🔲 অনিশ্চিত
🔲 স্থিতিশীল
🔲 বিচিত্রতা
✅ উত্তর: স্থিতিশীল
২৯. ‘আমরা যা তাই হলো সংস্কৃতি’—উক্তিটি কার?
🔲 ম্যাকগাইভার
🔲 ডুর্খেইম মার্শালের
🔲 কার্ল মার্কস
🔲 হবস
✅ উত্তর: ম্যাকগাইভার
৩০. ‘The Prince’ গ্রন্থের লেখক কে?
🔲 জন লক
🔲 হবস
🔲 ম্যাকেয়াভেলি
🔲 রুশো
✅ উত্তর: ম্যাকেয়াভেলি
0 Comments:
Post a Comment