উচ্চমাধ্যমিক
সমাজকর্ম
বহুনির্বাচনি প্রশ্ন
Model Test
সকল বোর্ড
১. সমাজকর্ম পেশা মূলত কী কেন্দ্রিক?
🔲 সেবাকেন্দ্রিক
🔲 সমষ্টিকেন্দ্রিক
🔲 সমস্যা সমাধানকেন্দ্রিক
🔲 দলকেন্দ্রিক
✅ উত্তর: সমস্যা সমাধানকেন্দ্রিক
২. দিবাযত্নকেন্দ্র, বেবিহোম, শিশুযত্নকেন্দ্র, নারী উন্নয়ন ইত্যাদি কোন শ্রেণির কল্যাণ গঠিত কর্মসূচি?
🔲 সুবিধাপ্রাপ্ত শ্রেণি
🔲 স্বাবলম্বী শ্রেণি
🔲 চাকরিজীবী শ্রেণি
🔲 সুবিধাবঞ্চিত শ্রেণি
✅ উত্তর: সুবিধাবঞ্চিত শ্রেণি
৩. দল সমাজকর্মে প্রতিষ্ঠান কয় ধরনের হয়?
🔲 ২
🔲 ৩
🔲 ৪
🔲 ৫
✅ উত্তর: ২
৪. পেশার বৈশিষ্ট্য কোনটি?
🔲 পরিবর্তনীয়
🔲 কায়িকশ্রমনির্ভর
🔲 অর্থ উপার্জনশীল
🔲 স্বেচ্ছাশ্রমনির্ভর
✅ উত্তর: অর্থ উপার্জনশীল
৫. সমাজকর্মের কোন কার্যক্রমে কয়েদি পুনর্বাসনকে গুরুত্ব দেওয়া হয়?
🔲 সংশোধনমূলক
🔲 প্রতিকারমূলক
🔲 প্রতিরোধমূলক
🔲 সংস্কারমূলক
✅ উত্তর: সংশোধনমূলক
৬. ‘সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তির সামাজিক ভূমিকা পালনে সাহায্য করে’—কথাটির তাৎপর্য কী?
🔲 নাগরিকের মধ্যে দায়িত্ব-কর্তব্যের অনুভূতি সৃষ্টি করে
🔲 ব্যক্তির সুপ্ত ক্ষমতাকে জাগ্রত করে
🔲 ব্যক্তির সামাজিকীকরণকে ফলপ্রসূ করে
🔲 ব্যক্তির মনোজাগতিক পরিবর্তন ঘটায়
✅ উত্তর: ব্যক্তির সুপ্ত ক্ষমতাকে জাগ্রত করে
৭. NASW কোন দেশের সমাজকর্মীদের সংগঠন?
🔲 ইংল্যান্ড
🔲 যুক্তরাষ্ট্র
🔲 ভারত
🔲 অস্ট্রেলিয়া
✅ উত্তর: যুক্তরাষ্ট্র
৮. পেশা ও বৃত্তির মূল সাদৃশ্য হলো, উভয়ই—
🔲 জীবিকা অর্জনের পন্থা
🔲 নীতি ও মূল্যবোধ মেনে চলে
🔲 দায়িত্ব ও জবাবদিহিতার আওতাধীন
🔲 বিশেষ জ্ঞান ও নৈপুণ্যসম্পন্ন
✅ উত্তর: জীবিকা অর্জনের পন্থা
৯. পেশার মূল দিক কোনটি?
🔲 জীবন ধারণের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড
🔲 বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা অর্জন
🔲 ব্যবহারিক জ্ঞানের বাস্তব সমন্বয়
🔲 বিশেষ জ্ঞানার্জন
✅ উত্তর: বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা অর্জন
১০. ‘পেশা হলো অন্যকে নির্দেশনা, পরিচালনা ও উপদেশ প্রদানের এমন এক জীবিকা, যার জন্য বিশেষ জ্ঞানার্জন প্রয়োজন’—সংজ্ঞাটি কে প্রদান করেছেন?
🔲 সমাজকল্যাণ অভিধান
🔲 এ ই বোন
🔲 সমাজকর্ম অভিধান
🔲 উইলবার্ড ই মোর
✅ উত্তর: এ ই বোন
১১. স্বেচ্ছামূলক সমাজকল্যাণের বৈশিষ্ট্য কোনটি?
🔲 মানব আচরণ–সম্পর্কিত জ্ঞান অর্জন
🔲 সব মানুষের কল্যাণ প্রচেষ্টা
🔲 জনগণের স্বতঃস্ফূর্ত উদ্যোগ
🔲 মানুষের সার্বিক কল্যাণ সাধন
✅ উত্তর: সব মানুষের কল্যাণ প্রচেষ্টা
১২. কোনটি অতি প্রাচীন সমাজকল্যাণ প্রতিষ্ঠান?
🔲 যাকাত
🔲 সরাইখানা
🔲 দানশীলতা
🔲 সদকা
✅ উত্তর: দানশীলতা
১৩. শিল্পকলাকে সমাজের দর্পণ বলা হয় কেন?
🔲 পারিবারিক জীবনের বিভিন্ন দিকের প্রতিফলন থাকে বলে
🔲 সমাজজীবনের বিভিন্ন দিকের প্রতিফলন ঘটায় বলে
🔲 ব্যক্তিজীবনের বিভিন্ন দিকের প্রতিফলন ঘটায় বলে
🔲 নাগরিক জীবনের বিভিন্ন দিকের প্রতিফলন ঘটে বলে
✅ উত্তর: সমাজজীবনের বিভিন্ন দিকের প্রতিফলন ঘটায় বলে
১৪. সনাতন সমাজকল্যাণের পরিশীলিত রূপ কোনটি?
🔲 ঐতিহ্যবাহী সমাজকল্যাণ
🔲 সমাজকর্ম
🔲 শিল্প সমাজকর্ম
🔲 সমাজবিজ্ঞান
✅ উত্তর: সমাজকর্ম
১৫. ‘সক্ষমকারী পেশা’ বলতে কী বোঝায়?
🔲 সমাজকর্মী নিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে
🔲 সমস্যাগ্রস্ত ব্যক্তির চাকরির ব্যবস্থা করা
🔲 সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আর্থিক সাহায্য দেওয়া
🔲 সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা
✅ উত্তর: সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজ সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা
১৬. সরকারি পর্যায়ে দারিদ্র সমস্যা মোকাবিলা করার লক্ষ্যে ইংল্যান্ডে সর্বপ্রথম গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করেন কে?
🔲 রানি এলিজাবেথ
🔲 রাজা তৃতীয় এডওয়ার্ড
🔲 রাজা অষ্টম হেনরি
🔲 স্যার উইলিয়াম হেনরি বিভারিজ
✅ উত্তর: রাজা অষ্টম হেনরি
১৭. কত সালে প্রথম দরিদ্র আইন প্রণীত হয়?
🔲 ১৪৪৯ সালে
🔲 ১৩৪৯ সালে
🔲 ১৬৪৯ সালে
🔲 ১৫৪৯ সালে
✅ উত্তর: ১৩৪৯ সালে
১৮. ‘ব্ল্যাক ডেথ’ হলো—
🔲 i. প্লেগজনিত মৃত্যু
🔲 ii. শিল্প দুর্ঘটনায় মৃত্যু
🔲 iii. তীব্র শ্রমিকসংকট।
নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও ii
১৯. কোন মূল্যবোধ ব্যক্তিকে আলাদা সত্তা হিসেবে আত্মপ্রকাশে বাধা সৃষ্টি করে?
🔲 ব্যক্তিস্বাতন্ত্র্য মূল্যবোধ
🔲 পারিবারিক মূল্যবোধ
🔲 পেশাগত মূল্যবোধ
🔲 জাতীয় মূল্যবোধ
✅ উত্তর: পারিবারিক মূল্যবোধ
২০. রিপন একজন সমাজকর্মী ও সোহেল একজন পুলিশ কর্মকর্তা। কোন মূল্যবোধগত কারণে রিপন ও সোহেল একে অন্যের থেকে পৃথক?
🔲 ধর্মীয়
🔲 জাতীয়
🔲 আধ্যাত্মিক
🔲 পেশাগত
✅ উত্তর: পেশাগত
২১. সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃতি লাভ করে কখন?
🔲 ১৯১৩ সালে
🔲 ১৯১৮ সালে
🔲 ১৯৪০ সালে
🔲 ১৯৬০ সালে
✅ উত্তর: ১৯৪০ সালে
২২. মানবসমস্যা মূলত কয়টি পর্যায়ে বিস্তৃত?
🔲 ২টি
🔲 ৩টি
🔲 ৪টি
🔲 ৫টি
✅ উত্তর: ৩টি
২৩. সমাজকর্মের মূল লক্ষ্য হলো—
🔲 i. ব্যক্তি, দল ও সমষ্টির সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলা
🔲 ii. ব্যক্তি ও পরিবেশের মধ্যে কার্যকর মিথষ্ক্রিয়া স্থাপন
🔲 iii. ভৌত অবকাঠামোগত উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য।
নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও ii
২৪. ইংল্যান্ডে প্রথম দরিদ্র আইন, ১৩৪৯ প্রণয়নের মূল লক্ষ্য ছিল—
🔲 i. সক্ষম শ্রমিকদের যেকোনো ইচ্ছুক মালিকদের অধীনে নিজ এলাকায় কাজ করাতে বাধ্য করা
🔲 ii. ভবঘুরেমি ও ভিক্ষাবৃত্তি বন্ধ করা
🔲 iii. সক্ষম দরিদ্রদের ভিক্ষাদানে জনগণকে উৎসাহিত করা।
নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও iii
২৫. ‘১৮৩৪ সালের দরিদ্র আইন সংস্কার’ এ আইনটিকে নির্মম বলা হয় কেন?
🔲 দরিদ্রদের ভিক্ষাবৃত্তি বন্ধ করে দেওয়ায়
🔲 শ্রমাগারে দরিদ্রদের ওপর নির্যাতন করার বিধান থাকায়
🔲 দরিদ্রদের সামাজিকভাবে বসবাসের অধিকার কেড়ে নেওয়ায়
🔲 দরিদ্রদের মেরে ফেলার বিধান থাকায়
✅ উত্তর: শ্রমাগারে দরিদ্রদের ওপর নির্যাতন করার বিধান থাকায়
২৬. নৈতিকতা এবং ব্যবহারিক জ্ঞানভিত্তিক জীবিকা নির্বাহের পন্থাকে কী বলা হয়?
🔲 দল
🔲 পেশা
🔲 কর্ম
🔲 জ্ঞান
✅ উত্তর: পেশা
২৭. ওয়াক্ফকৃত সম্পত্তি তত্ত্বাবধায়কের নাম কী?
🔲 মোতাওয়াল্লি
🔲 সেবায়েত
🔲 নায়েব
🔲 খাদেম
✅ উত্তর: মোতাওয়াল্লি
২৮. কীরূপ নীতি অবলম্বন করলে ব্যক্তির সমস্যার সমাধান সম্ভব?
🔲 জটিল নীতি
🔲 নমনীয় নীতি
🔲 একই নীতি
🔲 ভিন্নধর্মী নীতি
✅ উত্তর: ভিন্নধর্মী নীতি
২৯. পেশার কোন বৈশিষ্ট্য সমাজকর্মের ক্ষেত্রে প্রযোজ্য?
🔲 বিশেষ জ্ঞান
🔲 উপার্জন ক্ষমতা
🔲 উচ্চতর ডিগ্রি
🔲 দায়িত্ববোধ
✅ উত্তর: বিশেষ জ্ঞান
৩০. উপজেলা সমাজসেবা কর্মসূচি পূর্বে কী নামে পরিচিত ছিল?
🔲 গ্রামীণ সমাজসেবা কর্মসূচি
🔲 ইউনিয়ন সমাজসেবা কর্মসূচি
🔲 থানা সমাজসেবা কর্মসূচি
🔲 জেলা সমাজসেবা কর্মসূচি
✅ উত্তর: গ্রামীণ সমাজসেবা কর্মসূচি
0 Comments:
Post a Comment