উচ্চমাধ্যমিক
অর্থনীতি ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন
Model Test
সকল বোর্ড
১. কোনো দেশের মোট ভূখণ্ডের কত শতাংশ বনাঞ্চল থাকা প্রয়োজন?
🔲 ১৮ শতাংশ
🔲 ২৫ শতাংশ
🔲 ২০ শতাংশ
🔲 ৩২ শতাংশ
✅ উত্তর: ২৫ শতাংশ
২. বাংলাদেশে কয়টি EPZ রয়েছে?
🔲 ৫টি
🔲 ৬টি
🔲 ৭টি
🔲 ৮টি
✅ উত্তর: ৮টি
৩. নিচের কোনটি জ্যামিতিক হার?
🔲 ১, ২, ৩, ৪
🔲 ১, ২, ৪, ৮
🔲 ২, ৪, ৬, ৮
🔲 ১, ৩, ৫, ৭
✅ উত্তর: ১, ২, ৪, ৮
৪. “Essay on the principles of population” গ্রন্থটি কার?
🔲 মার্শাল
🔲 রবার্ট ম্যালথাস
🔲 জন ডালটন
🔲 এল রবিন্স
✅ উত্তর: রবার্ট ম্যালথাস
৫. দামস্তরের ক্রমাগত বৃদ্ধিকে কী বলে?
🔲 দাম বৃদ্ধি
🔲 ক্রয়ক্ষমতা বৃদ্ধি
🔲 অর্থমূল্য হ্রাস
🔲 মুদ্রাস্ফীতি
✅ উত্তর: মুদ্রাস্ফীতি
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নটির উত্তর দাও:
সাইফুল সাহেব একজন ব্যবসায়ী; কিন্তু তার বন্ধু মাহাবুব সাহেব একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ইদানীং জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ায় মনসুর সুখ-স্বাচ্ছন্দ্যের মধ্যে বসবাস করলেও হামিদ সাহেব দুঃখ-কষ্টের মধ্যে জীবন যাপন করছেন।
৬. উদ্দীপকে উল্লিখিত অবস্থার পরিপ্রেক্ষিতে কারা ক্ষতিগ্রস্ত হয়?
🔲 i. ঋণদাতাগণ
🔲 ii. শেয়ারহোল্ডারগণ
🔲 iii. প্রান্তিক কৃষক।
নিচের কোনটি সঠিক?
🔲 i
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও iii
৭. কারণ অনুসারে মুদ্রাস্ফীতি হলো—
🔲 i. মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি
🔲 ii. ধাবমান মুদ্রাস্ফীতি
🔲 iii. ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি।
নিচের কোনটি সঠিক?
🔲 i
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও iii
৮. বাংলাদেশের কৃষির অন্যতম বৈশিষ্ট্য কী?
🔲 জুম চাষ
🔲 লাঙল চাষ
🔲 প্রাচীন চাষপদ্ধতি
🔲 হাল চাষ
✅ উত্তর: প্রাচীন চাষপদ্ধতি
৯. জাহাজ নির্মাণ কোন শিল্পের অন্তর্ভুক্ত?
🔲 বৃহৎ
🔲 মাঝারি
🔲 ক্ষুদ্র
🔲 অতি ক্ষুদ্র
✅ উত্তর: বৃহৎ
১০. রায়হানের শিল্পটি কোন ধরনের শিল্প?
🔲 বৃহৎ শিল্প
🔲 মাঝারি শিল্প
🔲 ক্ষুদ্র শিল্প
🔲 কুটির শিল্প
✅ উত্তর: কুটির শিল্প
১১. অতি ক্ষুদ্র শিল্পের লোকসংখ্যা কত জন?
🔲 ৫ থেকে ১০ জন
🔲 ১০ থেকে ১৫ জন
🔲 ১০ থেকে ২৪ জন
🔲 ১০ থেকে ২৮ জন
✅ উত্তর: ১০ থেকে ২৪ জন
১২. জনসংখ্যা–সম্পর্কিত প্রচলিত তত্ত্ব কয়টি?
🔲 ২টি
🔲 ৫টি
🔲 ৭টি
🔲 ৯টি
✅ উত্তর: ২টি
১৩. কাম্য জনসংখ্যার উত্পাদনভিত্তিক সংজ্ঞা কে দিয়েছেন?
🔲 এল রবিন্স
🔲 ম্যালথাস
🔲 ডালটন
🔲 মার্শাল
✅ উত্তর: এল রবিন্স
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নটির উত্তর দাও:
এমরান হোসেন ব্যাংক থেকে ব্যবসার জন্য ঋণ গ্রহণ করেন। তিনি লক্ষ করেন যে দেশের মুদ্রার যোগান বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলো সহজ শর্তে এবং স্বল্প সুদে বিভিন্ন ব্যবসায়ীদের ঋণ প্রদান করছে। যার ফলে মানুষের ক্রয়ক্ষমতা বেড়ে যাচ্ছে এবং দেশে নেতিবাচক প্রভাব দেখা দিচ্ছে।
১৪. উদ্দীপকটিতে কোন ধরনের মুদ্রাস্ফীতির উদাহরণ দেওয়া হয়েছে?
🔲 ঋণ বৃদ্ধিজনিত
🔲 ব্যয় বৃদ্ধিজনিত
🔲 অর্থ বৃদ্ধিজনিত
🔲 মজুরি বৃদ্ধিজনিত
✅ উত্তর: ঋণ বৃদ্ধিজনিত
১৫. মূল্যস্তর ক্রমাগত হ্রাসের প্রবণতাকে কী বলে?
🔲 মুদ্রা সংকোচন
🔲 মুদ্রাস্ফীতি
🔲 মুদ্রাসংকট
🔲 দামস্তর হ্রাস
✅ উত্তর: মুদ্রা সংকোচন
১৬. একটি দেশের রপ্তানির পরিমাণ বাড়লে—
🔲 i. বাজার সম্প্রসারণ হয়
🔲 ii. জীবনযাত্রার মান বাড়ে
🔲 iii. উত্পাদন বৃদ্ধি পায়।
নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 ii ও iii
🔲 i ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii
🔲 উত্পাদন ব্যয়
🔲 মূলধনী ব্যয়
🔲 রাজস্ব ব্যয়
🔲 কেন্দ্রীয় ব্যয়
✅ উত্তর: রাজস্ব ব্যয়
১৮. একটি দেশের মূল ভূখণ্ডের কতভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন?
🔲 ১৮ ভাগ
🔲 ২০ ভাগ
🔲 ২৫ ভাগ
🔲 ৩২ ভাগ
✅ উত্তর: ২৫ ভাগ
১৯. কোনটি কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উত্স?
🔲 কৃষি ব্যাংক
🔲 এনজিও
🔲 ব্র্যাক ব্যাংক
🔲 গ্রাম্য মহাজন
✅ উত্তর: গ্রাম্য মহাজন
২০. ব্যাংকের সুলভ ও উদার ঋণনীতির ফলে দেশের অর্থনীতিতে কী ঘটে?
🔲 অর্থের যোগান বৃদ্ধি
🔲 মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়
🔲 অর্থের যোগান হ্রাস পায়
🔲 মুদ্রাসংকট হয়
✅ উত্তর: অর্থের যোগান বৃদ্ধি
২১. রপ্তানি বাণিজ্যে মুদ্রাস্ফীতি কী ধরনের প্রভাব ফেলে?
🔲 অধিক আয় হয়
🔲 রপ্তানি বৃদ্ধি পায়
🔲 রপ্তানি হ্রাস পায়
🔲 আমদানি কমে
✅ উত্তর: রপ্তানি হ্রাস পায়
২২. রপ্তানি বাণিজ্য কোন বাণিজ্যের অন্তর্ভুক্ত?
🔲 আমদানি বাণিজ্য
🔲 মুক্ত বাণিজ্য
🔲 আন্তর্জাতিক বাণিজ্য
🔲 সংরক্ষিত বাণিজ্য
✅ উত্তর: আন্তর্জাতিক বাণিজ্য
২৩. তুলনামূলক ব্যয় তত্ত্বটির প্রবক্তা কে?
🔲 ডেভিড রিকার্ডো
🔲 জন ডালটন
🔲 মার্টিন এ্যালব্রো
🔲 কেইনস্
✅ উত্তর: ডেভিড রিকার্ডো
২৪. আমদানি-বিকল্প শিল্পের ফলে—
🔲 i. মূলধন দ্রব্য উত্পাদন বাড়ে
🔲 ii. বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়
🔲 iii. স্বনির্ভরতা অর্জন হয়।
নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 ii ও iii
🔲 i ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii
২৫. ব্যাংকের সুলভ ও উদার ঋণনীতির ফলে দেশের অর্থনীতিতে কী ঘটে?
🔲 অর্থের যোগান বৃদ্ধি
🔲 মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়
🔲 অর্থের যোগান হ্রাস পায়
🔲 মুদ্রাসংকট হয়
✅ উত্তর: অর্থের যোগান বৃদ্ধি
২৬. বাংলাদেশে কত সালে প্রথম পাটকল স্থাপিত হয়?
🔲 ১৯৫১ সালে
🔲 ১৯৫২ সালে
🔲 ১৯৫৩ সালে
🔲 ১৯৫৪ সালে
✅ উত্তর: ১৯৫১ সালে
২৭. কর ধার্যের ফলে সৃষ্ট চাপকে কী বলে?
🔲 নাগরিক চেতনা
🔲 সরকারি আইন
🔲 করঘাত
🔲 করচাপ
✅ উত্তর: করঘাত
২৮. কোন ঋণ সব সময় দীর্ঘমেয়াদি হয়?
🔲 অভ্যন্তরীণ ঋণ
🔲 কৃষি ঋণ
🔲 বৈদেশিক ঋণ
🔲 প্রাতিষ্ঠানিক ঋণ
✅ উত্তর: বৈদেশিক ঋণ
২৯. ফন্ট সাজসজ্জার কাজ হয় কোন ট্যাবে?
🔲 Home
🔲 Reference
🔲 Insert
🔲 Font
✅ উত্তর: Home
৩০. লেখালেখির সাজসজ্জায় কোনটি ব্যবহূত হয়?
🔲 স–ত্র
🔲 কপি পেস্ট
🔲 বুলেট
🔲 প্রিন্ট
✅ উত্তর: বুলেট
0 Comments:
Post a Comment