HSC অর্থনীতি ১ম পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

উচ্চমাধ্যমিক
অর্থনীতি ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন
Model Test
সকল বোর্ড

১. অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি?
🔲 দুটি
🔲 চারটি
🔲 তিনটি
🔲 পাঁচটি
✅ উত্তর: চারটি

২. উপযোগ পরিমাপের পদ্ধতি কয়টি?
🔲 ২টি
🔲 ৪টি
🔲 ৩টি
🔲 ৫টি
✅ উত্তর: ২টি

৩. চাহিদা রেখা—
🔲 ভূমি অক্ষের সমান্তরাল
🔲 লম্ব অক্ষের সমান্তরাল
🔲 ডানদিকে ঊর্ধ্বগামী
🔲 ডানদিকে নিম্নগামী
✅ উত্তর: ডানদিকে নিম্নগামী

৪. কখন বাজারে উদ্ধৃত্ত দেখা দেয়?
🔲 চাহিদা বেশি হলে
🔲 ভারসাম্য অবস্থায়
🔲 জোগান বেশি হলে
🔲 ক্রেতার সংখ্যা বেশি হলে
✅ উত্তর: জোগান বেশি হলে

৫. TP–এর পূর্ণরূপ কী?
🔲 Total Population
🔲 Total Production
🔲 Total Procedure
🔲 Turbo Production
✅ উত্তর: Total Production

৬. স্বল্পকালে পূর্ণপ্রতিযোগিতায় কয়ভাবে ভারসাম্য অর্জন করে?
🔲 দুই ভাবে
🔲 চার ভাবে
🔲 তিন ভাবে
🔲 পাঁচ ভাবে
✅ উত্তর: চার ভাবে

৭. GNP–এর পূর্ণরূপ কী?
🔲 Gross National Profit
🔲 Gross Natural Product
🔲 Gross National Product
🔲 Gross National Population
✅ উত্তর: Gross National Product

৮. ব্যাংকের চেক, প্রাইজবন্ড কোন ধরনের মুদ্রা?
🔲 হিসাবগত মুদ্রা
🔲 বিহিত মুদ্রা
🔲 প্রকৃত মুদ্রা
🔲 ঐচ্ছিক মুদ্রা
✅ উত্তর: ঐচ্ছিক মুদ্রা

৯. মোবাইল ব্যাংকিংয়ের উত্পত্তি হয় কোথায়?
🔲 ইউরোপে
🔲 আমেরিকায়
🔲 চীনে
🔲 যুক্তরাষ্ট্রে
✅ উত্তর: ইউরোপে

১০. সামষ্টিক অর্থনীতির মূল চলক কোনটি?
🔲 বিনিয়োগ স্তর
🔲 বেকারত্বের হার
🔲 ভোগ স্তর
🔲 জাতীয় আয়
✅ উত্তর: জাতীয় আয়

১১. চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে কী বলে?
🔲 ঢাল
🔲 চাহিদা রেখা
🔲 চাহিদা সূচি
🔲 চলক
✅ উত্তর: চাহিদা সূচি

১২. নিচের কোনটি মোট আয় সমীকরণ?
🔲 i. TR=P×Q
🔲 ii.TR=AR×Q
🔲 iii. TR=TC×Q।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও ii

১৩. জাতীয় আয় গণনার পদ্ধতি কয়টি?
🔲 ২টি
🔲 ৩টি
🔲 ৪ টি
🔲 ৫টি
✅ উত্তর: ৩টি

১৪. বাণিজ্যিক ব্যাংক কী দ্বারা আমানত সৃষ্টি করে?
🔲 সঞ্চয়পত্র
🔲 ঋণ
🔲 বন্ধক
🔲 বিনিময়
✅ উত্তর: ঋণ

HSC অর্থনীতি ১ম পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

১৫. মুদ্রাস্ফীতি নেই কোন অর্থব্যবস্থায়?
🔲 ইসলামি
🔲 মিশ্র
🔲 ধনতান্ত্রিক
🔲 সমাজতান্ত্রিক
✅ উত্তর: সমাজতান্ত্রিক

১৬. মৌলিক অর্থনৈতিক সমস্যা—
🔲 i. কী উত্পাদন করতে হবে?
🔲 ii. কীভাবে উত্পাদন করতে হবে?
🔲 iii. কার জন্য উত্পাদন করতে হবে?

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 ii ও iii
🔲 i ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii

১৭. প্রান্তিক উপযোগ প্রকাশ করা হয় কী দ্বারা?
🔲 TP
🔲 MP
🔲 TU
🔲 MU
✅ উত্তর: MU

১৮. চাহিদা বিধি কার্যকর হয় না—
🔲 i. বিলাসজাত পণ্যে
🔲 ii. স্বাভাবিক পণ্যে
🔲 iii. গিফেন দ্রব্যে।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 ii ও iii
🔲 i ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও iii

১৯. অপূর্ণ প্রতিযোগিতায় AR এবং MR রেখা কেমন হয়—
🔲 i. AR > MR
🔲 ii. AR = MR
🔲 iii. AR = 2MR।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও iii

২০. সরকারি ব্যয়ের সূত্র কোনটি?
🔲 G = Y – (C + I)
🔲 G = Y - C
🔲 G = C + I
🔲 G = Y + I
✅ উত্তর: G = Y – (C + I)

২১. GNI পরিমাপের সূত্র কোনটি?
🔲 GNI= GDP + NNI
🔲 GNI= GDP + NX
🔲 GNI= NNI + NX
🔲 GNI= NX + CCA
✅ উত্তর: GNI= GDP + NX

২২. প্ররোচিত বিনিয়োগ রেখা কেমন?
🔲 ঊর্ধ্বগামী
🔲 নিম্নগামী
🔲 সমান্তরাল
🔲 আড়াআড়ি
✅ উত্তর: ঊর্ধ্বগামী

২৩. আধুনিক অর্থনীতির জনক কে?
🔲 জে. এম. কেইনস
🔲 আলফ্রেড মার্শাল
🔲 এ্যাডাম স্মিথ
🔲 র‍্যাগনার ফ্রিশ
✅ উত্তর: র‍্যাগনার ফ্রিশ

২৪. অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টি?
🔲 ২টি
🔲 ৩টি
🔲 ৪টি
🔲 ৫টি
✅ উত্তর: ৩টি

২৫. নিচের কোনটি উত্পাদন অপেক্ষক?
🔲 Q = f (L, K)
🔲 Q = f (P)
🔲 C = f (L, K)
🔲 Y = f (X)
✅ উত্তর: Q = f (L, K)

২৬. উত্পাদন অপেক্ষকের সঙ্গে সম্পর্কিত—
🔲 i. প্রযুক্তি
🔲 ii. উপকরণ
🔲 iii. কারিগরি জ্ঞান।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 ii ও iii
🔲 i ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও ii

২৭. উপকরণের ঝুঁকি বহন করে কে?
🔲 উত্পাদনকারী
🔲 সংগঠন
🔲 রাষ্ট্র
🔲 ভোক্তা
✅ উত্তর: সংগঠন

২৮. সরকার বাজারকে প্রসারিত করতে পারে—
🔲 i. করারোপ করে
🔲 ii. বাণিজ্য নীতি উদারীকরণ করে
🔲 iii. আর্থিক নীতি সহজীকরণ করে।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 ii ও iii
🔲 i ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: ii ও iii

২৯. সমজাতীয় দ্রব্য বলতে বোঝায়—
🔲 i. দ্রব্যের গঠন ও গুণগত দিক থেকে অভিন্ন
🔲 ii. দ্রব্যের একক হলো পূর্ণ পরিবর্তক
🔲 iii. পণ্যগুলো পৃথকীকরণ সম্ভব।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 ii ও iii
🔲 i ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও ii

৩০. নোট প্রচলন করা কোন্ ব্যাংকের কার্যাবলির আওতাধীন?
🔲 বিশেষায়িত ব্যাংকের
🔲 বাণিজ্যিক ব্যাংকের
🔲 কেন্দ্রীয় ব্যাংকের
🔲 রাষ্ট্রীয় ব্যাংকের
✅ উত্তর: কেন্দ্রীয় ব্যাংকের
Post a Comment (0)
Previous Post Next Post