HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

উচ্চমাধ্যমিক
পৌরনীতি ও সুশাসন ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন
Model Test
সকল বোর্ড

১. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু কে?
🔲 শেরে বাংলা এ. কে. ফজলুল হক
🔲 মাওলানা ভাসানী
🔲 হোসেন শহীদ সোহরাওয়ার্দী
🔲 খাজা নাজিমউদ্দিন
✅ উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী

২. কে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের দাবিকে প্রশস্ত করেন?
🔲 দুদু মিয়া
🔲 স্যার সলিমুল্লাহ
🔲 স্যার সৈয়দ আহমদ
🔲 তিতুমীর
✅ উত্তর: স্যার সলিমুল্লাহ

৩. রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত প্রথম সংগঠনের নাম কী?
🔲 রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
🔲 তমদ্দুন মজলিস
🔲 সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদ
🔲 ছাত্রলীগ
✅ উত্তর: তমদ্দুন মজলিস

৪. কোনটি নির্বাচন কমিশনের কাজ বহির্ভূত?
🔲 উপজেলা চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করানো
🔲 ভোটার তালিকা প্রণয়ন
🔲 সীমানা নির্ধারণ
🔲 নির্বাচন পরিচালনা
✅ উত্তর: উপজেলা চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করানো

৫. কোন সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বাণিজ্য করার জন্য রানি এলিজাবেথের নিকট থেকে অনুমতি লাভ করে?
🔲 নবাব সিরাজউদ্দৌলা
🔲 নবাব আলীবর্দী খান
🔲 সম্রাট জাহাঙ্গীর
🔲 সম্রাট বাহাদুর শাহ্
✅ উত্তর: সম্রাট জাহাঙ্গীর

৬. কংগ্রেসের প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে?
🔲 চিত্তরঞ্জন দাশ
🔲 উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
🔲 সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
🔲 মহাত্মা গান্ধী
✅ উত্তর: উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

৭. ১৯০৫ সালে বঙ্গভঙ্গের মাধ্যমে কোন প্রদেশকে বিভক্ত করা হয়?
🔲 বঙ্গ
🔲 পূর্ব বাংলা ও আসাম
🔲 বাংলাদেশ
🔲 বাংলা প্রেসিডেন্সি
✅ উত্তর: পূর্ব বাংলা ও আসাম

৮. ‘ভারতে মাত্র দুটি জাতি বাস করে’—উক্তিটি কার?
🔲 মহাত্মা গান্ধী
🔲 মোহাম্মদ আলী জিন্নাহ
🔲 সুভাষ চন্দ্র বসু
🔲 জওহরলাল নেহেরু
✅ উত্তর: মোহাম্মদ আলী জিন্নাহ

৯. বঙ্গভঙ্গের বিরুদ্ধে পরিচালিত আন্দোলন কোনটি?
🔲 অসহযোগ আন্দোলন
🔲 গণ–অনশন
🔲 স্বদেশি আন্দোলন
🔲 খিলাফত আন্দোলন
✅ উত্তর: স্বদেশি আন্দোলন

১০. ভারতীয় উপমহাদেশে প্রথম রাজনৈতিক দল গঠিত হয় কত সালে?
🔲 ১৮৬১ সালে
🔲 ১৮৬৯ সালে
🔲 ১৮৮০ সালে
🔲 ১৮৮৫ সালে
✅ উত্তর: ১৮৮৫ সালে

১১. ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কে প্রথম ‘গণ বিদ্রোহ’ গড়ে তোলেন?
🔲 স্যার সৈয়দ আহমেদ
🔲 হাজী শরিয়ত উল্লাহ
🔲 তিতুমীর
🔲 মাওলানা ভাসানী
✅ উত্তর: তিতুমীর

১২. বাংলাদেশে কবে সংবিধান দিবস পালিত হয়?
🔲 ৪ আগস্ট
🔲 ৪ সেপ্টেম্বর
🔲 ৪ অক্টোবর
🔲 ৪ নভেম্বর
✅ উত্তর: ৪ নভেম্বর

HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

১৩. বিশ্ব এইডস দিবস প্রতি বছর কত তারিখে পালিত হয়?
🔲 ১ আগস্ট
🔲 ১ সেপ্টেম্বর
🔲 ১ নভেম্বর
🔲 ১ ডিসেম্বর
✅ উত্তর: ১ ডিসেম্বর

১৪. ‘দ্বিজাতি তত্ত্ব’ বলতে কী বোঝায়?
🔲 দুটি জাতি–সম্পর্কিত তত্ত্ব
🔲 দুটি প্রদেশ–সম্পর্কিত তত্ত্ব
🔲 হিন্দু–মুসলিম এক জাতি
🔲 স্বাধীনতা–সম্পর্কিত তত্ত্ব
✅ উত্তর: দুটি জাতি–সম্পর্কিত তত্ত্ব

১৫. আগরতলা মামলার প্রেক্ষিতে কী ঘটেছিল?
🔲 অসহযোগ আন্দোলন
🔲 মার্শাল ল
🔲 নির্বাচন
🔲 গণ–অভ্যুত্থান
✅ উত্তর: গণ–অভ্যুত্থান

১৬. বিদেশিরা এ দেশে কোন অধিকার ভোগ করছে?
🔲 সংগঠনের অধিকার
🔲 সমাবেশের অধিকার
🔲 ধর্ম পালনের স্বাধীনতা
🔲 নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার
✅ উত্তর: ধর্ম পালনের স্বাধীনতা

১৭. মৌলিক অধিকারের সংরক্ষক কে?
🔲 জাতিসংঘ
🔲 সংবিধান
🔲 রাষ্ট্রপতি
🔲 প্রথা
✅ উত্তর: সংবিধান

১৮. মৌলিক অধিকার লঙ্ঘিত হলে নাগরিক কোথায় মামলা করতে পারে?
🔲 আপিল বিভাগে
🔲 হাইকোর্ট বিভাগে
🔲 নিম্ন আদালতে
🔲 দেওয়ানি আদালতে
✅ উত্তর: হাইকোর্ট বিভাগে

১৯. রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ক্ষমতার ভারসাম্য রক্ষা করে কোন ধরনের প্রতিষ্ঠান?
🔲 বেসরকারি
🔲 সাংবিধানিক
🔲 আর্থিক
🔲 স্বেচ্ছাসেবী
✅ উত্তর: সাংবিধানিক

২০. নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ কার দায়িত্বের অন্তর্ভুক্ত?
🔲 সুপ্রিম কোর্ট
🔲 নির্বাচন কমিশন
🔲 ভূমি মন্ত্রণালয়
🔲 স্থানীয় সরকার
✅ উত্তর: নির্বাচন কমিশন

২১. ইভটিজিং–এর কারণ কোনটি?
🔲 নৈতিক অবক্ষয়
🔲 স্বজনপ্রীতি
🔲 সাম্প্রদায়িক সম্প্রতির অভাব
🔲 স্থানীয় সরকার কাঠামোর দুর্বলতা
✅ উত্তর: নৈতিক অবক্ষয়

২২. মুজিবনগর সরকারকে শপথবাক্য পাঠ করান কে?
🔲 কমরেড মণিসিং
🔲 আব্দুল হান্নান
🔲 আব্দুল হামিদ
🔲 অধ্যাপক ইউসুফ আলী
✅ উত্তর: অধ্যাপক ইউসুফ আলী

২৩. ফরায়েজি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?
🔲 তিতুমীর
🔲 হাজী শরীয়তউল্লাহ
🔲 নবাব আব্দুল লতিফ
🔲 হাজী মুহাম্মদ মোহসিন
✅ উত্তর: হাজী শরীয়তউল্লাহ

২৪. ‘বুলেটের চেয়ে ব্যালটের শক্তি বেশি’—উক্তিটি কে করেছেন?
🔲 মওলানা আব্দুল খান ভাসানী
🔲 শেরে বাংলা এ. কে. ফজলুল হক
🔲 নবাব স্যার সলিমুল্লাহ
🔲 হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী
✅ উত্তর: হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী

২৫. ‘ন্যায়পালের’ প্রথম ব্যবহার দেখা যায় কোন দেশে?
🔲 সুইডেনে
🔲 জাপানে
🔲 ভারতে
🔲 নেপালে
✅ উত্তর: সুইডেনে
Post a Comment (0)
Previous Post Next Post