HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

উচ্চমাধ্যমিক
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন
Model Test
সকল বোর্ড

১. ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কোনটি?
🔲 ক্রয়–বিক্রয়
🔲 মুনাফা অর্জন
🔲 সম্পদ বৃদ্ধি
🔲 গ্রাহক সন্তুষ্টি
✅ উত্তর: মুনাফা অর্জন

২. জাতীয় সংসদ বা রাষ্ট্রপ্রধানের অধ্যাদেশ বলে কোন ধরনের কোম্পানি গঠিত হয়?
🔲 সনদপ্রাপ্ত কোম্পানি
🔲 বিধিবদ্ধ কোম্পানি
🔲 নিবন্ধিত কোম্পানি
🔲 পাবলিক লি. কোম্পানি
✅ উত্তর: বিধিবদ্ধ কোম্পানি

৩. ভোক্তা সমবায় সমিতিতে সদস্যদের মধ্যে লভ্যাংশ কীভাবে বণ্টন হয়?
🔲 ক্রয় অনুপাতে
🔲 বিক্রয় অনুপাতে
🔲 মূলধন অনুপাতে
🔲 সমান হারে
✅ উত্তর: ক্রয় অনুপাতে

৪. টাইফয়েড, জন্ডিস ইত্যাদি রোগ কোন দূষণের ফলে ঘটে?
🔲 পানি
🔲 বায়ু
🔲 শব্দ
🔲 মাটি
✅ উত্তর: পানি

৫. মানসম্মত পণ্য সবরাহের মাধ্যমে ব্যবসায় সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করে?
🔲 ক্রেতা–ভোক্তা
🔲 শ্রমিক–কর্মী
🔲 বিনিয়োগকারী
🔲 সরকার
✅ উত্তর: ক্রেতা–ভোক্তা

৬. ‘ব্যবসায় নৈতিকতা’ বলতে কী বোঝায়?
🔲 সবাইকে শ্রদ্ধা করা
🔲 উচিত–অনুচিত মেনে চলা
🔲 নিয়মনীতি অনুশীলন করা
🔲 বিচারবুদ্ধি অনুযায়ী কাজ করা
✅ উত্তর: উচিত–অনুচিত মেনে চলা

৭. শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
🔲 সময়গত
🔲 সময়গত রূপগত
🔲 স্থানগত
🔲 স্থানগত স্বত্বগত
✅ উত্তর: সময়গত রূপগত

৮. সমবায় সমিতির গঠনতন্ত্র কোনটি?
🔲 সংঘস্মারক
🔲 সংঘবিধি
🔲 চুক্তিপত্র
🔲 উপবিধি
✅ উত্তর: উপবিধি

৯. সমবায় সমিতির সর্বনিম্ন সদস্যসংখ্যা কতজন?
🔲 ৭ জন
🔲 ১০ জন
🔲 ১৫ জন
🔲 ২০ জন
✅ উত্তর: ২০ জন

১০. একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় কতটুকু?
🔲 সসীম
🔲 অসীম
🔲 নির্ধারিত
🔲 মূলধনের সমপরিমাণ
✅ উত্তর: অসীম

১১. নিচের কোন শেয়ার মালিকদের ভোটাধিকার থাকে না?
🔲 অগ্রাধিকার
🔲 বিলম্বিত
🔲 সাধারণ
🔲 বোনাস
✅ উত্তর: অগ্রাধিকার

১২. মাছ চাষ কোন শিল্পের অন্তর্গত?
🔲 প্রজনন
🔲 কৃষি
🔲 নিষ্কাশন
🔲 উৎপাদন
✅ উত্তর: প্রজনন

১৩. অংশীদারি ব্যবসায় পরিচালনার দিকনির্দেশন হিসেবে কাজ করে কোনটি?
🔲 চুক্তিপত্র
🔲 নিবন্ধনপত্র
🔲 উপবিধি
🔲 পারস্পরিক বিশ্বাস
✅ উত্তর: চুক্তিপত্র

১৪. সমবায় সমিতির সুবিধা হলো—
🔲 i. ব্যয় সংকোচন
🔲 ii. স্বল্পমূল্যের পণ্যসামগ্রী উৎপাদন ও বণ্টন
🔲 iii. আর্থিক বৈষম্য হ্রাস।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii

HSC ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র MCQ মডেল টেস্ট ২০২৪ (সকল বোর্ড)

১৫. অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন কয়ভাবে হয়ে থাকে?
🔲 ৪
🔲 ৫
🔲 ৬
🔲 ৭
✅ উত্তর: ৫

১৬. অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে হবে—
🔲 i. শিক্ষিত
🔲 ii. সাবালক
🔲 iii. সুস্থ মস্তিষ্কসম্পন্ন।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: ii ও iii

১৭. বার্তা সংস্থা কোন শিল্পের অন্তর্গত?
🔲 সেবা পরিবেশক
🔲 প্রক্রিয়াজাতকরণ
🔲 প্রত্যক্ষ সেবা
🔲 সংযোজন
✅ উত্তর: সেবা পরিবেশক

১৮. কোন ধরনের শেয়ারহোল্ডার কোম্পানি সংগঠনের প্রকৃত মালিক?
🔲 সাধারণ
🔲 অগ্রাধিকার
🔲 পরিশোধ্য অগ্রাধিকার
🔲 রাইট
✅ উত্তর: সাধারণ

উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নটির উত্তর দাও:
পহেলা বৈশাখে ইলিশের চাহিদা বৃদ্ধি পায়। তাই মাছ ব্যবসায়ী আবিদ অতিরিক্ত মুনাফার প্রত্যাশায় কয়েক মাস আগে থেকেই ইলিশ মাছ এক প্রকার রাসায়নিক পদার্থ দিয়ে গুদামে সংরক্ষণ করেন।

১৯. উদ্দীপকে বর্ণিত আবিদের কাজটি কোন বিষয়ের সঙ্গে অসংগতিপূর্ণ?
🔲 মুনাফা অর্জন
🔲 নৈতিকতা
🔲 সামাজিক দায়বদ্ধতা
🔲 গুদামজাতকরণ
✅ উত্তর: নৈতিকতা

২০. বাণিজ্যের আওতাভুক্ত হলো—
🔲 i. বিমা
🔲 ii. পণ্য বিনিময়
🔲 iii. গুদামজাতকরণ।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii

২১. বাংলাদেশে কত সালের ‘অংশীদারি আইন’ চালু আছে?
🔲 ১৯১৩
🔲 ১৯৩২
🔲 ১৯৯১
🔲 ১৯৯৪
✅ উত্তর: ১৯৩২

২২. যে শেয়ার পুরোনো শেয়ার মালিকদের নিকট বিক্রয় করা হয় তাকে কী বলে?
🔲 রাইট শেয়ার
🔲 বিলম্বিত শেয়ার
🔲 অগ্রাধিকার শেয়ার
🔲 অংশগ্রহণমূলক অগ্রাধিকার শেয়ার
✅ উত্তর: রাইট শেয়ার

২৩. একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র হলো—
🔲 i. সেলুন
🔲 ii. কাপড়ের দোকান
🔲 iii. লন্ড্রি।

নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও ii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii

২৪. ‘মানবসম্পদ’ ব্যবসায়ের কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
🔲 সামাজিক
🔲 প্রাকৃতিক
🔲 প্রযুক্তিগত
🔲 অর্থনৈতিক
✅ উত্তর: অর্থনৈতিক


উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নটির উত্তর দাও:
রাসেল টেক্সমার্ট লিমিটেডের একজন উদ্যোক্তা। তিনি কোম্পানি থেকে সাধারণ্যে বিক্রয়ে অযোগ্য এমন কিছুসংখ্যক শেয়ার গ্রহণ করেন। কোম্পানি গঠনের সময় প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য তাঁকে এ শেয়ার দেওয়া হয়।

২৫. উদ্দীপকে বর্ণিত রাসেল কোন ধরনের শেয়ার গ্রহণ করেন?
🔲 অগ্রাধিকার
🔲 বিলম্বিত
🔲 অধিকারযোগ্য
🔲 সাধারণ
✅ উত্তর: বিলম্বিত

২৬. সমুদ্র হতে ঝিনুক সংগ্রহ কোন শিল্পের উন্তর্গত?
🔲 প্রজনন
🔲 প্রক্রিয়াভিত্তিক
🔲 নিষ্কাশন
🔲 যৌগিক
✅ উত্তর: নিষ্কাশন

২৭. সাবান তৈরি কোন শিল্পের অন্তর্গত?
🔲 যৌগিক
🔲 সংযোজন
🔲 প্রক্রিয়াভিত্তিক
🔲 বিশ্লেষণ
✅ উত্তর: যৌগিক

২৮. কোম্পানির নিরীক্ষিত হিসাব বিবরণী কার নিকট দাখিল করা বাধ্যতামূলক?
🔲 নিবন্ধক
🔲 বিএসইসি
🔲 পরিচালকগণ
🔲 অর্থ মন্ত্রণালয়
✅ উত্তর: নিবন্ধক

২৯. মধ্যস্থ ব্যবসায়ীর শোষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অধিক উপযোগী সংগঠন কোনটি?
🔲 পাবলিক লিমিটেড কোম্পানি
🔲 সমবায় সমিতি
🔲 যৌথ উদ্যোগ
🔲 একমালিকানা
✅ উত্তর: সমবায় সমিতি

৩০. ফাহিম একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি মানসম্মত পণ্য উৎপাদন ও বিক্রয় করে থাকেন। ফাহিমের কাজটি ব্যবসায়ের কোন ধারণার সঙ্গে সম্পর্কিত?
🔲 ব্যবসায় নৈতিকতা
🔲 সামাজিক দায়বদ্ধতা
🔲 ব্যবসায় মূল্যবোধ
🔲 পরিবেশ সংরক্ষণ
✅ উত্তর: ব্যবসায় নৈতিকতা
Post a Comment (0)
Previous Post Next Post