উচ্চমাধ্যমিক
হিসাববিজ্ঞান ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন
Model Test
সকল বোর্ড
১. স্থায়ী সম্পদ পুস্তক মূল্যের অধিক মূল্যে বিক্রয় করলে কী অর্জিত হয়?
🔲 মুনাফা
🔲 ক্ষতি
🔲 খরচ
🔲 আয়
✅ উত্তর: মুনাফা
২. ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা কী বুঝায়?
🔲 ব্যাংক জমা
🔲 নগদ জমা
🔲 ব্যাংক জমাতিরিক্ত
🔲 নগদ উদ্বৃত্ত
✅ উত্তর: ব্যাংক জমাতিরিক্ত
৩. সমন্বিত ক্রয়ের পরিমাণ কত হবে?
🔲 ৯০,০০০ টাকা
🔲 ১,১০,০০০ টাকা
🔲 ১,৪০,০০০ টাকা
🔲 ১,৬০,০০০ টাকা
✅ উত্তর: ১,৬০,০০০ টাকা
৪. সরাসরি অবলোপন পদ্ধতিতে প্রাপ্য হিসাব কোন মূল্যে প্রদর্শন করা হয়?
🔲 মোট মূল্য
🔲 আদায়যোগ্য মূল্য
🔲 পাওনা মূল্য
🔲 দেনা মূল্য
✅ উত্তর: মোট মূল্য
৫. সম্পত্তি = দায় + মালিকানা স্বত্ব। হিসাববিজ্ঞানের এ সমীকরণটি কোন নীতির বৈশিষ্ট্যের কারণে?
🔲 বস্তুনিষ্ঠার নীতি
🔲 ব্যবসায়িক স্বত্বা নীতি
🔲 সামঞ্জস্যতার নীতি
🔲 চলমান ধারণা নীতি
✅ উত্তর: ব্যবসায়িক স্বত্বা নীতি
৬. ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ২,০০০ টাকা নগদান বইতে কী প্রভাব পড়ে?
🔲 ব্যাংক কলামে ডেবিট হবে ২,০০০ টাকা
🔲 ব্যাংক কলামে ক্রেডিট হবে ২,০০০ টাকা
🔲 নগদ কলামে ডেবিট হবে ২,০০০ টাকা
🔲 নগদ কলামে ক্রেডিট হবে ২,০০০ টাকা
✅ উত্তর: নগদ কলামে ক্রেডিট হবে ২,০০০ টাকা
৭. উক্ত গড়মিলের কারণে আর্থিক অবস্থার বিবরণীতে কী প্রভাব পড়বে?
🔲 i. চলতি সম্পদ বৃদ্ধি পাবে
🔲 ii. চলতি দায় বৃদ্ধি পাবে
🔲 iii. ব্যাংক উদ্বৃত্ত বৃদ্ধি পাবে।
নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও iii
৮. হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হলো—
🔲 মালিক পক্ষ
🔲 অভ্যন্তরীণ নিরীক্ষক
🔲 বিনিয়োগকারী
🔲 ব্যবস্থাপনা কর্তৃপক্ষ
✅ উত্তর: বিনিয়োগকারী
৯. অনাদায়ি পাওনা কোন জাতীয় হিসাব?
🔲 আয়
🔲 সম্পদ
🔲 ব্যয়
🔲 দায়
✅ উত্তর: ব্যয়
১০. মুনাফাবিহীন বিক্রয় জাবেদা কোনটি?
🔲 i. বিক্রয় হিসাব ডেবিট
🔲 ii. ক্রয় হিসাব ক্রেডিট
🔲 iii. মজুতপণ্য হিসাব ক্রেডিট।
নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 i ও iii
🔲 ii ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i ও ii
১১. বিক্রেতার নিকট ভ্যাট কী?
🔲 আয়
🔲 ব্যয়
🔲 দায়
🔲 সম্পদ
✅ উত্তর: দায়
১২. ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় কোনটি?
🔲 বকেয়া ঋণের সুদ
🔲 প্রদেয় হিসাব
🔲 ব্যাংক ঋণ
🔲 মূলধন
✅ উত্তর: মূলধন
১৩. ৮ কক্ষবিশিষ্ট কার্যপত্রে নিচের কোন শিরোনামটির প্রয়োজন নাই?
🔲 সমন্বয় জাবেদা
🔲 সমন্বিত রেওয়ামিল
🔲 আয় বিবরণী
🔲 আর্থিক অবস্থার বিবরণী
✅ উত্তর: সমন্বিত রেওয়ামিল
১৪. প্রতি সপ্তাহে ৫০০ টাকা উত্তোলন করলে ১০% হারে উত্তোলনের সুদ হবে—
🔲 ২৭৫ টাকা
🔲 ৩০০ টাকা
🔲 ৩০০ টাকা
🔲 ২৬০০ টাকা
✅ উত্তর: ৩০০ টাকা
🔲 জাবেদা
🔲 রেওয়ামিল
🔲 খতিয়ান
🔲 আর্থিক অবস্থার বিবরণী
✅ উত্তর: খতিয়ান
১৬. NSF চেক কোনটি?
🔲 জমাকৃত চেক প্রত্যাখ্যান
🔲 জমাকৃত চেক আদায়
🔲 ইস্যুকৃত চেক উপস্থাপন
🔲 ইস্যুকৃত চেক পরিশোধ
✅ উত্তর: জমাকৃত চেক প্রত্যাখ্যান
১৭. ব্যাংক চার্জ ২৬০ টাকা নগদান বইয়ে ভুলক্রমে ৬২০ টাকা ডেবিট করা হয়েছে। এর ফলে নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিলের পরিমাণ কত?
🔲 ২৬০ টাকা
🔲 ৩৬০ টাকা
🔲 ৬২০ টাকা
🔲 ৮৮০ টাকা
✅ উত্তর: ৩৬০ টাকা
১৮. ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করেন?
🔲 ব্যাংক
🔲 আমানতকারী
🔲 দেনাদার
🔲 পাওনাদার
✅ উত্তর: আমানতকারী
১৯. ৫,০০০ টাকার একটি লেনদেন ৫০০ টাকা লেখা হলে তা কোন ধরনের ভুল?
🔲 পরিপূরক ভুল
🔲 নীতিগত ভুল
🔲 বাদ পড়ার ভুল
🔲 লেখার ভুল
✅ উত্তর: লেখার ভুল
২০. IAS-এর পূর্ণরূপ কোনটি?
🔲 International Accounting Society
🔲 International Accounting Service
🔲 International Accounting Standards
🔲 International Auditing Services
✅ উত্তর: International Accounting Standards
২১. নতুন অনাদায়ি পাওনা সঞ্চিতির পরিমাণ কত?
🔲 ২,০০০ টাকা
🔲 ৩,০০০ টাকা
🔲 ৬,০০০ টাকা
🔲 ৭,০০০ টাকা
✅ উত্তর: ৬,০০০ টাকা
২২. পূর্ববর্তী বছরের তুলনায় পরবর্তী বছরে অবচয়ের পরিমাণ হ্রাস পায় কোন পদ্ধতিতে?
🔲 সরলরৈখিক পদ্ধতি
🔲 উত্পাদনের একক পদ্ধতি
🔲 ক্রমহ্রাসমান জের পদ্ধতি
🔲 বিমাপত্র পদ্ধতি
✅ উত্তর: বিমাপত্র পদ্ধতি
২৩. নিট লাভ দ্বারা কী বৃদ্ধি পায়?
🔲 আয়
🔲 সম্পত্তি
🔲 স্বত্বাধিকার
🔲 দায়
✅ উত্তর: স্বত্বাধিকার
২৪. নিচের কোনটি পরোক্ষ খরচ?
🔲 আন্তঃপরিবহন
🔲 নিরীক্ষা খরচ
🔲 ডক চার্জ
🔲 আমদানি শুল্ক
✅ উত্তর: নিরীক্ষা খরচ
২৫. পাওনাদারের উপর বাট্টা সঞ্চিতি সংরক্ষণের ফলে ব্যবসায়ের আর্থিক বিবরণীতে—
🔲 i. নিট লাভ বৃদ্ধি পাবে
🔲 ii. সম্পত্তি বৃদ্ধি পাবে
🔲 iii. দায় কম প্রদর্শিত হবে।
নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 ii ও iii
🔲 i ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: ii ও iii
২৬. নিজের কাজের জন্য অন্যের নিকট দায়বদ্ধতাকে কী বলে?
🔲 মূল্যবোধ
🔲 নৈতিকতা
🔲 জবাবদিহিতা
🔲 ভাবমূর্তি
✅ উত্তর: জবাবদিহিতা
২৭. কোনটি হিসাবের প্রধান বই?
🔲 জাবেদা
🔲 খতিয়ান
🔲 রেওয়ামিল
🔲 নগদান বই
✅ উত্তর: খতিয়ান
২৮. ৮০,০০০ টাকার লেনদেনটি কোন বহিতে লিপিবদ্ধ হবে?
🔲 ক্রয় বহি
🔲 প্রদেয় নোট বহি
🔲 প্রাপ্য নোট বহি
🔲 নগদান বহি
✅ উত্তর: নগদান বহি
২৯. আর্থিক অবস্থা নির্ণয়ে লেনদেনটির প্রভাব হলো—
🔲 i. দায় বৃদ্ধি
🔲 ii.স্বত্বাধিকার হ্রাস
🔲 iii. সম্পদ হ্রাস।
নিচের কোনটি সঠিক?
🔲 i ও ii
🔲 ii ও iii
🔲 i ও iii
🔲 i, ii ও iii
✅ উত্তর: i, ii ও iii
৩০. ব্যবসায়ের সমাপনী মূলধন কত?
🔲 ৭৯,০০০ টাকা
🔲 ৮৯,০০০ টাকা
🔲 ৯১,০০০ টাকা
🔲 ১,৩৯,০০০ টাকা
✅ উত্তর: ৯১,০০০ টাকা
0 Comments:
Post a Comment