এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 2nd paper mcq question and answer. HSC Logic 2nd paper mcq questions pdf download. HSC Logic 2nd paper mcq guide pdf.
উচ্চ মাধ্যমিক
যুক্তিবিদ্যা
দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৬
HSC Logic 2nd Paper
MCQ
question and answer pdf download
১. জোয়ার-ভাটা ব্যাখ্যা করা হয় কোন নিয়মের অধীন?
✅ মাধ্যাকর্ষণ নিয়মের অধীন
[খ] কার্যকারণ নিয়মের অধীন
[গ] অভেদ নিয়ম
[ঘ] বিকর্ষণ নিয়মের অধীন
২. বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কোনটি?
i. বিশ্লেষণ
ii. শৃঙ্খলযোজন
iii. অন্তর্ভূক্তি
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩. ব্যাখ্যার প্রয়োজনীয়তা কোন ক্ষেত্রে অপরিসীম?
ক প্রকল্পের বৈধতা নিরূপণের ক্ষেত্রে
[খ] যৌক্তিক জ্ঞান লাভের ক্ষেত্রে
[গ] সুনির্দিষ্ট জ্ঞান লাভের ক্ষেত্রে
✅ দুর্বোধ্যতা দূরীকরণের ক্ষেত্রে
৪. ওলা বিবি ভর করে বলে মানুষ কলেরা রোগে আক্রান্ত হয়- এটি কোন ধরনের ব্যাখ্যা?
[ক] কার্যকারণ সংক্রান্ত
[খ] বৈজ্ঞানিক
✅ লৌকিক
[ঘ] অতিরঞ্জিত
৫. কোনটি ব্যাখ্যার কাজ নয়?
✅ কম ব্যাপক থেকে বেশী ব্যাপকে যাওয়া
[খ] অস্পষ্টকে সুস্পষ্ট করা
[গ] ভাষাকে আকর্ষণীয় করা
[ঘ] ভাষাকে গ্রহণযোগ্য করা
৬. একটি মিশ্রকার্যের ব্যাখ্যায় নিচের কোনটি প্রয়োজন?
[ক] অন্তর্ভুক্তি
✅ বিশ্লেষণ
[গ] জনশ্রুতি
[ঘ] শৃঙ্খলযোজন
৭. কোনটি মিশ্র কার্য?
[ক] বাতাসের বেগ
[খ] দাঁড়ের বেগ
✅ নৌকার বেগ
[ঘ] নদীর স্রোত
৮. বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে মিল নেই কোনটির?
[ক] ব্যাখ্যা করা
[খ] সহজ করা
[গ] স্পষ্ট করা
✅ বর্ণনা করা
৯. কোনটি চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা?
[ক] সূর্যের ছায়া পৃথিবীর ওপর পড়লে
[খ] পৃথিবীর ছায়া সূর্যের ওপর পড়লে
✅ পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে
[ঘ] চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়লে
১০. বৈজ্ঞানিক ব্যাখ্যাকরণ হলো-
i. কোনো ঘটনার কারণ আবিষ্কার করা
ii. অন্য ঘটনার সাথে সাদৃশ্য বা মিল খুঁজে বের করা
iii. অল্প ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করা
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১১. 'INTERPRETATION' শব্দটির অর্থ হলো-
[ক] সংজ্ঞা
✅ ব্যাখা
[গ] বিভাগ
[ঘ] শ্রেণীকরণ
১২. লৌকিক ব্যাখ্যায় থাকে না-
[ক] প্রথাগত বিশ্বাস
[খ] কুসংস্কার
[গ] অতিপ্রাকৃত কারণ
✅ কার্যকারণ নিয়ম
১৩. ব্যাখ্যা কত প্রকার?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
১৪. বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে জড়িত কোনটি?
[ক] সংজ্ঞা
[খ] বিভাগ
✅ শ্রেণিকরণ
[ঘ] অপনয়ন
১৫. বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তিমূলে কাজ করে কোনটি?
✅ তথ্য ও উপাত্ত
[খ] নির্বিচার বিশ্বাস
[গ] অলৌকিকত্ব
[ঘ] অপ্রাসঙ্গিকতা
১৬. লৌকিক ব্যাখ্যা কীসের ওপর নির্ভরশীল?
[ক] বিজ্ঞানসম্মত জ্ঞান
[খ] সাধারণ জ্ঞান
✅ অতিপ্রাকৃতিক জ্ঞান
[ঘ] যুক্তিবিদ্যার জ্ঞান
১৭. 'রাহু নামক দেবতা চন্দ্রকে গ্রাস করলে চন্দ্রগ্রহণ হয়'- এটি কোন ধরনের প্রকল্প?
[ক] বাস্তব প্রকল্প
[খ] সুনির্দিষ্ট প্রকল্প
✅ আজগুবি প্রকল্প
[ঘ] প্রাসঙ্গিক প্রকল্প
১৮. দেশ-কাল পাত্র ভেদে যে ব্যাখ্যা একই হয় তাকে বলে-
i. বৈজ্ঞানিক ব্যাখ্যা
ii. লৌকিক ব্যাখ্যা
iii. ব্যক্তিগত ব্যাখ্যা
নিচের কোনটি সঠিক
✅ i
[খ] ii
[গ] i ও ii
[ঘ] ii ও iii
১৯. লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যাদানকারী ব্যক্তির মধ্যে পার্থক্য হলো-
i. বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী
ii. যুক্তিবাদী ও প্রজ্ঞাবান
iii. বিজ্ঞানমনস্ক ও কুসংস্কারমনা
নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] ii
✅ iii
[ঘ] i, ii ও iii
২০. ব্যক্তিভেদে ভিন্ন হয় কোন ব্যাখ্যা?
i. বৈজ্ঞানিক
ii. অবৈজ্ঞানিক
iii. লৌকিক
নিচের কোনটি সঠিক
[ক] i
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
২১. বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব হিসেবে মানুষের মধ্যে রয়েছে-
i. কৌতূহল
ii. আগ্রহ
iii. সত্যানুসন্ধানের প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২. ‘ভালো বৃষ্টিপাতে মানুষের সমৃদ্ধি’ এটিকে বলা হয়-
i. বিশ্লেষণ
ii. শৃঙ্খলযোজন
iii. অন্তর্ভুক্তি
নিচের কোনটি সঠিক
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i ও ii
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বিজ্ঞানের ক্লাসে শিক্ষক ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বললেন, পানি থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন ও অক্সিজেন উৎপাদন করা যায়। আবার সোডিয়াম ও ক্লোরিন মিশিয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে লবণ উৎপাদন করা যায়। লবণ পরিমাণমতো মিশালে খাদ্য সুস্বাদু হয়।
২৩. শিক্ষকের প্রথম বক্তব্যের ক্ষেত্রে কোনটি সঠিক?
✅ বিশ্লেষণধর্মী
[খ] অন্তর্ভুক্তি
[গ] শৃঙ্খলযোজন
[ঘ] কার্যকারণ
২৪. শিক্ষকের দ্বিতীয় বক্তব্যের ক্ষেত্রে প্রযোজ্য-
i. অন্বয়ী পদ্ধতি
ii. বৈজ্ঞানিক ব্যাখ্যা
iii. মিশ্র কার্য
নিচের কোনটি সঠিক
[ক] i
[খ] ii
[গ] i ও ii
✅ i, ii ও iii
২৫. কোনো কঠিন বিষয়কে বোধগম্য করার উপায় কোনটি?
[ক] যৌক্তিক বিভাগ
[খ] শ্রেণিকরণ
✅ ব্যাখ্যা
[ঘ] যৌক্তিক সংজ্ঞা
২৬. ইংরেজি Explanation শব্দের সঠিক অর্থ কী?
✅ ব্যাখা
[খ] ব্যাখ্যাকরণ
[গ] ব্যাখ্যাতীত
[ঘ] ব্যাখ্যাহীন
২৭. 'Explanare' শব্দটি কোন ভাষার?
[ক] গ্রিক
✅ ল্যাটিন
[গ] ইতালি
[ঘ] ফরাসি
২৮. Plunus শব্দের অর্থ হচ্ছে-
[ক] to make it eassy
✅ to make it plain
[গ] to make it clean
[ঘ] to make it direc
২৯. মায়িশা তার একটি প্রবৃত্তিকে নিবৃত্ত করার জন্য সবসময় শুধু জানতে চায়। মায়িশার এ প্রবৃত্তিকে কী বলা যাবে?
[ক] লোভ
✅ কৌতূহল
[গ] ইচ্ছা
[ঘ] আকাঙ্ক্ষা
hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৩০. ব্যাখ্যাকরণে কোনটি উপস্থিত থাকে?
[ক] দুর্বোধ্যতা
[খ] অস্পষ্টতা
✅ সরলতা
[ঘ] জটিলতা
৩১. ব্যাখ্যার মূল উদ্দেশ্য কী?
[ক] মানুষের সহজাত কৌতূহল নিবারণ
[খ] মানুষের মনের ভাব প্রকাশ করা
✅ অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করা
[ঘ] সহজবোধ্য ঘটনাকে দুর্বোধ্য করা
৩২. মানুষ সর্বদা অজানাকে জানতে চায় কেন?
[ক] জ্ঞানী হতে
✅ কৌতুহল নিবৃত্ত করতে
[গ] বাহুবা পেতে
[ঘ] জনপ্রিয় হতে
৩৩. ব্যাখ্যার ধরন কীরূপ হয়?
ক সংক্ষিপ্ত
[খ] দীর্ঘস্থায়ী
✅ আপেক্ষিক
[ঘ] অপরিবর্তনীয়
৩৪. ব্যাখ্যার উৎস কী?
✅ কৌতূহল
[খ] প্রয়োজন
[গ] চাহিদা
[ঘ] বিশ্লেষণ
৩৫. মহাকর্ষ একটি প্রাকৃতিক ঘটনা। এরূপ ঘটনাকে সহজভাবে প্রকাশ করতে কীসের প্রয়োজন?
✅ ব্যাখ
[খ] প্রকল্প
[গ] শ্রেণিকারণ
[ঘ] সংজ্ঞা
৩৬. যুক্তিবিদ কপি ব্যাখ্যার কয়টি প্রয়োগের কথা উল্লেখ করেন?
[ক] একটি
✅ দু'টি
[গ] তিনটি
[ঘ] চারটি
৩৭. ব্যাখ্যাকে আরোহের অবরোহ বলে আখ্যায়িত করেছেন কে?
[ক] যোসেফ
[খ] কপি
✅ মিল
[ঘ] ফাউলার
৩৮. মানুষের বোধশক্তির পরিতৃপ্তির উপায় হিসেবে ব্যাখ্যাকে আখ্যায়িত করেছেন কে?
[ক] প্লেটো
[খ] এরিস্টটল
✅ বেইন
[ঘ] মিল
৩৯. ব্যাখ্যার প্রয়োজনীয়তা কীসের ক্ষেত্রে অপরিসীম?
✅ সুনির্দিষ্ট জ্ঞান লাভের ক্ষেত্রে
[খ] অনির্দিষ্ট জ্ঞান লাভের ক্ষেত্রে
[গ] যৌক্তিক জ্ঞান লাভের ক্ষেত্রে
[ঘ] প্রকল্পের বৈধতা নিরূপণের ক্ষেত্রে
[ক] যৌক্তিক সংজ্ঞা
[খ] যৌক্তিক বিভাগ
✅ ব্যাখ্যাকরণ
[ঘ] শ্রেণিকরণ
৪১. ব্যাখ্যায় ঘটনার কারণ নির্ণয় করা হয় কোন অনুমানের সাহায্যে?
[ক] অবরোহ
✅ আরোহ
[গ] সহানুমান
[ঘ] মাধ্যম
৪২. যুক্তিবিদগণ কয় ধরনের ভ্রান্ত ব্যাখ্যার কথা বলেছেন?
[ক] ৩
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫
৪৩. ব্যাখ্যার লক্ষ্য হলো-
i. দুর্বোধ্য বিষয়কে সহজবোধ্য করা
ii. শৃঙ্খলাবিহীন বিষয়ের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা
iii. সুস্পষ্টতা ও প্রাঞ্জলতা সৃষ্টি করা
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৪. যুক্তিবিদ্যায় ব্যাখ্যা সম্পর্কিত আলোচনার সূত্রপাত হয়েছে-
i. অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করার জন্য
ii. দুর্বোধ্যতা দূরীকরণের জন্য
iii. কৌতূহল নিবৃত্তির জন্য
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বজ্রপাতের সময় আমরা প্রচ- শব্দ শুনতে পাই। এর কারণ হিসেবে ইমন মনে করে বিদ্যুৎশক্তির কারণে উত্তাপ সৃষ্টি হয়, উত্তাপ বায়ুকে প্রসারিত করলে শব্দের সৃষ্টি হয়।
৪৫. উদ্দীপকে ইমনের মনোভাবে কোন বিষয় প্রকাশ পেয়েছে?
✅ ব্যাখ্যা
[খ] শ্রেণিকরণ
[গ] প্রকল্প
[ঘ] সম্ভাবনা
৪৬. উক্ত ধারণার মাধ্যমে জানা যায়-
i. জটিল বিষয়ের রহস্য
ii. দুর্বোধ্য বিষয়
iii. অজানা বিষয়
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪৭. ব্যাখ্যার প্রাসঙ্গিকতা নির্ণয়ের মাধ্যম কয়টি?
✅ দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি
৪৮. প্রাসঙ্গিক ব্যাখ্যার ভিত্তিমূলে কাজ করে কোনটি?
✅ তথ্য ও উপাত্ত
[খ] নির্বিচার বিশ্বাস
[গ] অলৌকিকত্ব
[ঘ] অপ্রাসঙ্গিকতা
৪৯. ব্যাখ্যার প্রাথমিক অবস্থা কীরূপ হয়?
✅ অনুমানমূলক
[খ] অলৌকিক
[গ] নিরীক্ষণমূলক
[ঘ] পরীক্ষণমূলক
৫০. সেলিম জড়বস্তুর নিম্নগামী গতি ব্যাখ্যা করতে গিয়ে মাধ্যাকর্ষণ শক্তিকে প্রকল্প হিসেবে গঠন করেন। এখানে সেলিম কোন বিজ্ঞানীর প্রতিনিধিত্ব করছে?
[ক] আর্কিমিডিস
✅ নিউটন
[গ] এরিস্টটল
[ঘ] হিউয়েল
৫১. ব্যাখ্যাকে আরোহের অবরোহ্ বলে আখ্যায়িত করেছেন কে?
[ক] যোসেফ
[খ] কপি
✅ মিল
[ঘ] ফাউলার
৫২. মৌলিক ব্যাখ্যায় কীসের সাহায্য গ্রহণ করা হয়?
✅ প্রকৃতিক নিয়মানুবর্তিতার নীতি
[খ] অলৌকিক কারণ
[গ] সামাজিক রীতিনীতি
[ঘ] রাষ্ট্রীয় নিয়মকানুন
৫৩. চন্দ্রগ্রহণের কারণ কী?
[ক] রাহু চাঁদকে গ্রাস করে বলে
[খ] চাঁদ দেখা যায় না বলে
✅ সূর্য, পৃথিবী ও চাঁদ এক সমান্তরালে এলে
[ঘ] পৃথিবী, চাঁদ ও সূর্য এক সমান্তরালে এলে
৫৪. ব্যাখ্যার কীসের ভূমিকা লক্ষ করা যায়?
[ক] সংজ্ঞার
✅ প্রকল্পের
[গ] পরীক্ষণের
[ঘ] শ্রেণিকরণের
৫৫. একটি ঘটনা অন্য ঘটনার সাথে কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ তা জানার জন্য কী করতে হবে?
[ক] অনুমান করতে হবে
[খ] প্রকল্প তৈরি করতে হবে
[গ] পড়াশোনা করতে হবে
✅ ব্যাখার সাহায্য নিতে হবে
৫৬. ব্যাখ্যার প্রয়োজনীয়তা কীসের ক্ষেত্রে অপরিসীম?
✅ সুনির্দিষ্ট জ্ঞান লাভের ক্ষেত্রে
[খ] অজ্ঞতা দূর করার ক্ষেত্রে
[গ] অনুমান করার ক্ষেত্রে
[ঘ] শ্রেণিকরণের ক্ষেত্রে
৫৭. ব্যাখ্যার কাজ হলো-
i. জটিল বিষয়কে সরল করা
ii. কঠিন বিষয়কে সহজ করা
iii. দুর্বোধ্য বিষয়কে সুবোধ্য করা
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫৮. ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
i. প্রকল্পের ক্ষেত্রে
ii. সম্ভাবনার ক্ষেত্রে
iii. আকস্মিকতার ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৫৯ ও ৬০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
প্রশ্ন-১. আকাশে মেঘের গর্জনে শব্দ হয় কেন?
প্রশ্ন-২. গাছের পাতা সবুজ কেন?
প্রশ্ন-৩. সূর্যগ্রহণ হয় কেন?
৫৯. উদ্দীপকে বর্ণিত প্রশ্নসমূহের জবাবের জন্য কীসের প্রয়োজন?
[ক] প্রকল্পের
[খ] শ্রেণিকরণের
✅ ব্যাখার
[ঘ] যৌক্তিক সংজ্ঞার
hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৬০. উক্ত বিষয়টির প্রয়োগ লক্ষ করা যায়-
i. গবেষণার ক্ষেত্রে
ii. অনুমানের ক্ষেত্রে
iii. প্রকল্প প্রমাণের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬১. কোন ব্যাখ্যায় ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়?
✅ বৈজ্ঞানিক
[খ] লৌকিক
[গ] কৃত্রিমঘ অতিরঞ্জিত
৬২. প্রাকৃতিক নিয়ম অনুসরণ করা হয় কোন ক্ষেত্রে?
✅ বৈজ্ঞানিক ব্যাখ্যায়
[খ] লৌকিক ব্যাখ্যায়
[গ] অনুমানে
[ঘ] প্রকল্প প্রণয়নে
৬৩. সর্বজনস্বীকৃত ব্যাখ্যা কী নামে পরিচিত?
✅ বৈজ্ঞানিক ব্যাখ্যা
[খ] লেকিক ব্যাখা
[গ] অলৌকিক ব্যাখ্যা
[ঘ] অবৈজ্ঞানিক ব্যাখা
৬৪. ‘বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো ঘটনাবলির নিয়ম আবিষ্কার করা, অন্তর্ভুক্তিকরণ ও সংযুক্তকরণ এর মাধ্যমে বিশ্লেষণ’ - এটি কার উক্তি?
[ক] মিল
[খ] কপি
[গ] বেইন
✅ কার্ভেড রীড
৬৫. বৈজ্ঞানিক ব্যাখ্যার আবশ্যক শর্ত কোনটি?
[ক] প্রকল্প প্রণয়ন
[খ] সংজ্ঞায়ন
[গ] অপনয়ন
✅ সংযুক্তকরণ
৬৬. বাদুরকে পাখি বলা হয় কোন ব্যাখ্যায়?
[ক] অলৌকিক ব্যাখ্যায়
✅ বৈজ্ঞানিক ব্যাখ্যায়
[গ] লৌকিক ব্যাখ্যায়
[ঘ] অবৈজ্ঞানিক ব্যাখ্যায়
৬৭. বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে বিরোধপূর্ণ কোনটি?
✅ অনুমান
[খ] সংযুক্তিকরণ
[গ] যাচাইযোগ্যতা
[ঘ] ব্যাক্তিগত দৃষ্টিভঙ্গি
৬৮. বৈজ্ঞানিক ব্যাখ্যারূপ গন্তব্যে পৌঁছাতে যৌক্তিক পথ কোনটি?
[ক] প্রকল্প
[খ] শ্রেণিকরণ
✅ আরোহ
[ঘ] অবরোহ
৬৯. বৈজ্ঞানিক ব্যাখ্যার কাজ হচ্ছে ঘটনাবলির আবিষ্কার করা-
[ক] তথ্যসমূহ
[খ] গতিবিধি
[গ] নিয়মাবলি
✅ যোগসূত্র
৭০. 'জড়বস্তুর নিম্নমুখী গতি তত্ত্বের প্রবক্তা কে?
[ক] আইনস্টাইন
✅ নিউটন
[গ] প্লেটো
[ঘ] বেকন
৭১. 'কী' এবং 'কেন' প্রেশ্নের যথার্থ উত্তর পাওয়া যায় কোন ব্যাখ্যায়?
✅ বৈজ্ঞানিক
[খ] লৌকিক
[গ] সাধারণ
[ঘ] ভ্রান্ত
৭২. সূর্য, পৃথিবী ও চাঁদ যখন এক সমান্তরালে এসে পড়ে, তখন পৃথিবীর ছায়ার মধ্য দিয়ে চাঁদকে অতিক্রম করতে হয় বলে চন্দ্রগ্রহণ হয়। এটি কোন ধরনের ব্যাখ্যা?
✅ বৈজ্ঞানিক ব্যাখ্যা
[খ] অবৈজ্ঞানিক ব্যাখ্যা
[গ] লৌকিক ব্যাখ্যা
[ঘ] অলৌকিক ব্যাখ্যা
৭৩. কোন ব্যাখ্যাকে ‘উর্বর’ বলা হয়?
[ক] লৌকিক ব্যাখ্যা
✅ বৈজ্ঞানিক ব্যাখ্যা
[গ] সাধারণ ব্যাখ্যা,
[ঘ] ভ্রান্ত ব্যাখ্যা
৭৪. প্রচলিত বিশ্বাস, কুসংস্কার ও অন্ধবিশ্বাসের ওপর কোন ব্যাখ্যা প্রতিষ্ঠিত?
✅ লৌকিক ব্যাখ্যা
[খ] প্রাকৃতিক ব্যাখা
[গ] যথার্থ ব্যাখ্যা
[ঘ] বৈজ্ঞানিক ব্যাখা
৭৫. প্রচলিত ব্যাখ্যার অপর নাম কী?
[ক] বৈজ্ঞানিক ব্যাখ্যা
✅ লৌকিক ব্যাখ্যা
[গ] সাধারণ ব্যাখ্যা
[ঘ] সর্বজনীন ব্যাখ্যা
৭৬. লৌকিক ব্যাখ্যাকে অবৈজ্ঞানিক ব্যাখ্যা বলা হয় কেন?
[ক] কুসংস্কারাচ্ছন্ন বলে
[খ] প্রচলিত ধারণার কারণে
✅ বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগ থাকে না বলে
[ঘ] বাহ্যিক সাদৃশ্য থাকে বলে
৭৭. 'পৃথিবী ষাড‡়র শিংয়ের ওপর'- এটি কোন ব্যাখ্যা?
✅ লৌকিক
[খ] বৈজ্ঞানিক
[গ] সাধারণ
[ঘ] মৌখিক
৭৮. লৌকিক ব্যাখ্যায় কী নেই?
[ক] বিশেষ ঘটনার ব্যাখ্যা
[খ] বাহ্যিক সাদৃশ্য
✅ যথার্থতা
[ঘ] বাস্তব কারণ
৭৯. লৌকিক ব্যাখ্যায় কীরূপ ঘটনা আলোচনা করা হয়?
✅ বিশেষ ঘটনা
[খ] সার্বিক ঘটনা
[গ] প্রকৃত ঘটনা
[ঘ] অপ্রকৃত ঘটনা
৮০. সাধারণ মানুষের পরিতুষ্টির জন্য কোন ব্যাখ্যা প্রণয়ন করা হয়?
[ক] বৈজ্ঞানিক ব্যাখ্যা
✅ লৌকিক ব্যাখ্যা
[গ] সার্বজনীন ব্যাখ্যা
[ঘ] ভ্রান্ত ব্যাখ্যা
৮১. কোন ব্যাখ্যায় অনুপপত্তির আশঙ্কা থাকে?
[ক] বৈজ্ঞানিক ব্যাখ্যায়
✅ লৌকিক ব্যাখায়
[গ] সাধারণ ব্যাখ্যায়
[ঘ] ভ্রান্ত ব্যাখ্যায়
৮২. কোনটি লৌকিক ব্যাখ্যার সাথে সম্পর্কযুক্ত?
[ক] অন্তর্ভুক্তি
[খ] সংযুক্তকরণ
[গ] শৃঙ্খলযোজন
✅ অতিপ্রাকৃত সত্তা
৮৩. বৈজ্ঞানিক ব্যাখ্যায় আলোচনা করা হয়-
i. ঘটনার অন্তর্নিহিত তাৎপর্য
ii. ঘটনার বাহ্যিক ও অভ্যন্তরীণ সম্বন্ধ
iii. ঘটনার কার্যকারণ সম্বন্ধ
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮৪. বৈজ্ঞানিক ব্যাখ্যা-
i. প্রকল্পের সাথে সম্পৃক্ত
ii. শ্রেণিকরণের সাথে সম্পৃক্ত
iii. সাদৃশ্যমূলক প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮৫. লৌকিক ব্যাখ্যায় যে ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়ন্ডে
i. গুরুত্বহীন সাদৃশ্যের ভিত্তিতে
ii. অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে
iii. বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮৬. লৌকিক ব্যাখ্যার ভিত্তি হলো-
i. অতিপ্রাকৃত কারণ
ii. মৌলিক নীতি
iii. অলৌকিক বিষয়ে বিশ্বাস
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৭. বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার পার্থক্য হলো-
i. শিক্ষাগত দিক থেকে
ii. বিশ্বাসগত দিক থেকে
iii. দৃষ্টিভঙ্গিগত দিক থেকে
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৮৮ ও ৮৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, কোভিড-১৯ এক নতুন রোগ যা ফুসফুস এবং শ্বাসনালীর ক্ষতি করতে সক্ষম। করোনা নামক ভাইরাসের কারণে এ রোগ হয়ে থাকে।
৮৮. উদ্দীপকে চিকিৎসা বিজ্ঞানীদের বক্তব্য কোন প্রকার ব্যাখ্যা?
[ক] লৌকিক ব্যাখা
[খ] অতিপ্রাকৃতিক ব্যাখ্যা
✅ বৈজ্ঞানিক ব্যাখা
[ঘ] সাধারণ ব্যাখ্যা
৮৯. উক্ত ব্যাখ্যার বৈশিষ্ট্য হলো-
i. এটি মৌলিক নীতি নির্ভর
ii. দেশ-কাল ভেদে ভিন্ন হয়
iii. এতে সংযুক্তিকরণ প্রয়োজন হয়
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯০ ও ৯১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আড়তে যোগদানকারী নতুন কর্মচারী মালিককে বললো, মেঘের গর্জনে ডিম দ্রুত নষ্ট হয়ে যায়।
hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৯০. উদ্দীপকে কর্মচারীর বক্তব্যে কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে?
✅ লৌকিক ব্যাখ্যা
[খ] বৈজ্ঞানিক ব্যাখ্যা
[গ] প্রাকৃতিক ব্যাখ্যা
[ঘ] প্রচলিত ব্যাখ্যা
৯১. এ ধরনের ব্যাখ্যার বৈশিষ্ট্য হলো-
i. ব্যবহারিক উদ্দেশ্য পূরণ
ii. প্রচলিত বিশ্বাস
iii. বাহ্যিক সাদৃশ্য
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৯২. কোনো সংযুক্ত বা মিশ্র কার্যকে পৃথকভাবে ব্যাখ্যা করাকে বলে-
✅ বিশ্লেষণ
[খ] সংশ্লেষণ
[গ] অন্তর্ভুক্তি
[ঘ] শৃঙ্খলাযোজন
৯৩. বিশ্লেষণ শব্দের অর্থ কী?
[ক] কোনো বিষয় বা ঘটনা ভাবার্থ নির্ণয় করা
[খ] কোনো বিষয় বা ঘটনাকে দ্বিখন্ডেত করা
✅ কোনো বিষয় বা ঘটনাকে বিভিন্ন অংশে বিভক্ত করা
[ঘ] কোনো বিষয় বা ঘটনার সমালোচনা করা
৯৪. নৌকার গতির স্বতন্ত্র কারণের ব্যাখ্যা করাকে কী বলে?
[ক] শৃঙ্খলযোজন
✅ বিশ্লেষণ
[গ] যাচাইকরণ
[ঘ] অন্তর্ভুক্তি
৯৫. 'শৃঙ্খলাযোজন' শব্দের অর্থ কী?
✅ কতকগুলো ঘটনার পর্যায়ক্রমিক পারস্পরিক সংযুক্তি
[খ] কতকগুলো ঘটনার পর্যায়ক্রমিক বিযুক্তি
[গ] কতকগুলো ঘটনার পর্যায়ক্রমিক পারস্পরিক বিচ্ছিন্নকরণ
[ঘ] কতকগুলো ঘটনার সংযুক্তি ও বিযুক্তিকরণ
৯৬. কারণ ও কার্যের মধ্যবর্তী ধাপ আবিষ্কার করাকে বলে-
[ক] বিশ্লেষণ
[খ] সংশ্লেষণ
[গ] অন্তর্ভুক্তি
✅ শৃঙ্খলযোজন
৯৭. বিদ্যুৎ ও বজ্রধ্বনির মধ্যে যোগসূত্র স্থাপনকারী মধ্যবর্তী অবস্থা কোনটি?
[ক] বায়ু
✅ তাপ
[গ] বজ্রধ্বনি
[ঘ] আগুন
৯৮. শৃঙ্খলযোজনে কমপক্ষে কয়টি ধাপ থাকে?
[ক] ১টি
[খ] ২টি
✅ ৩টি
[ঘ] অনির্দিষ্ট সংখ্যক
৯৯. একটি ঘটনাকে অন্য একটি ঘটনার আওতায় নিয়ে আসাকে কী বলে?
[ক] সংযোজন
[খ] একত্রীকরণ
✅ অন্তর্ভুক্তি
[ঘ] বন্টন
১০০. ‘ফরিদ, হামিদ, রাতুল মানুষ জাতির অন্তর্গত। আর মানুষ প্রাণী জাতির অন্তর্গত’ - বিষয়টি বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপের সাথে সামঞ্জস্যপূর্ণ?
[ক] বিশ্লেষণ
[খ] শৃঙ্খলাযোজন
✅ অন্তর্ভুক্তি
[ঘ] কোনোটি নয়
0 Comments:
Post a Comment