এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 2nd paper mcq question and answer. HSC Logic 2nd paper mcq questions pdf download. HSC Logic 2nd paper mcq guide pdf.
উচ্চ মাধ্যমিক
যুক্তিবিদ্যা
দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৩
HSC Logic 2nd Paper
MCQ
question and answer pdf download
১. কোনটি লৌকিক আরোহ পদ্ধতি?
[ক] বৈজ্ঞানিক
✅ অবৈজ্ঞানিক
[গ] সাদৃশ্যানুমান
[ঘ] পূর্ণাঙ্গ
২. অবৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্ত নেওয়া হয় কীভাবে?
[ক] পরীক্ষালব্ধ জ্ঞানের মাধ্যমে
✅ অবাধ অভিজ্ঞতার মাধ্যমে
[গ] কার্যকারণ নীতির মাধ্যমে
[ঘ] পর্যবেক্ষণের মাধ্যমে
৩. অবৈজ্ঞানিক আরোহ কোনটির ওপর নির্ভরশীল?
✅ ঘটনা পর্যবেক্ষণের ওপর
[খ] পরীক্ষণের ওপর
[গ] বৈজ্ঞানিক গবেষণার ওপর
[ঘ] কার্যকারণের ওপর
৪. ‘এ যাবৎ যতফুল দেখেছি তার সবই সুগন্ধযুক্ত'- এটি কোন আরোহের দৃষ্টান্ত?
[ক] বৈজ্ঞানিক
[খ] ঘটনা সংযোজন
✅ অবৈজ্ঞানিক
[ঘ] যুক্তিসাম্যমূলক
৫. অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কীরূপ হয়?
[ক] সার্বিক বিশ্লেষক
✅ সার্বিক সংশ্লেষক
[গ] পূর্ণ গণনামূলক
[ঘ] পূর্ণাঙ্গ
৬. নিচের কোনটি অবৈজ্ঞানিক আরোহের
✅ সব মানুষ হয় স্বার্থপর
[খ] সব ত্রিভুজ হয় দুই সমকোণ
[গ] সব গরু হয় চতুষ্পদী
[ঘ] কিছু কাক হয় কালো
৭. অবৈজ্ঞানিক আরোহের মূল্য কীসের
✅ সিদ্ধান্তের সংখ্যার ওপর
[খ] সিদ্ধান্তের মাত্রার ওপর
[গ] আশ্রয়বাক্যের সংখ্যার ওপর
[ঘ] পর্যবেক্ষণের ওপর
৮. অবৈজ্ঞানিক আরোহ কী ধরনের যুক্তিবাক্য স্থাপন করে?
✅ সার্বিক যুক্তিবাক্য
[খ] বিশেষ যুক্তিবাক্য
[গ] বিশ্লেষক যুক্তিবাক্য
[ঘ] বিশিষ্ট যুক্তিবাক্য
৯. ‘সকল মানুষ হয় লম্বা’ - এই সিদ্ধান্তে কোন দিকটি অনুপস্থিত?
[ক] আরোহত্মক উল্লম্ফন
✅ কার্যকারণ নীতি
[গ] বিশেষ সত্য
[ঘ] প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি
১০. ‘সকল রাজহাঁস সাদা’ - এটি কোন আরোহের উদাহরণ?
[ক] বৈজ্ঞানিক
✅ অবৈজ্ঞানিক
[গ] যুক্তিসাম্যমূলক
[ঘ] পূর্ণাঙ্গ
১১. অপর্যাপ্ত দৃষ্টান্ত নিরীক্ষণ করে সিদ্ধান্ত গৃহীত হলে কোন অনুপপত্তি ঘটে?
✅ ভ্রান্ত নিরীক্ষণ
[খ] অসাধু সাদৃশ্যমূলক অনুমান
[গ] দৃষ্টন্তের অনিরীক্ষণ
[ঘ] কাকতালীয়
১২. কোনটি সদর্থক অনুপপত্তি?
[ক] কাকতালীয়
✅ অবৈধ সামান্যীকরণ
[গ] ভ্রান্ত নিরীক্ষণ
[ঘ] অসাধু সাদৃশ্য
১৩. অবৈজ্ঞানিক আরোহে কোন অনুপপত্তি ঘটে?
[ক] কাকতালীয়
✅ অবৈধ সার্বিকীকরণ
[গ] সংকর
[ঘ] নঞর্থক
১৪. নিচের কোনটি বর্ণনামূলক আরোহ?
[ক] বৈজ্ঞানিক
✅ অবৈজ্ঞানিক
[গ] পূর্ণাঙ্গ
[ঘ] সাদৃশ্যানুমান
১৫. অবৈজ্ঞানিক আরোহ হলো-
i. অনুকূল অভিজ্ঞতা
ii. বাস্তব ঘটনার অভিজ্ঞতা
iii. আরোহমলক লম্ফের উপস্থিতি
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
নাভিদ ও নোমান দুই বন্ধু। নাভিদ বললো, আমি এই পর্যন্ত যত বক দেখেছি তার সবগুলো সাদা ছিল। তখন নোমান বললো, তাহলে বলতে হয়। জগতের সব বক হয় সাদা।
১৬. দুই বন্ধুর বক্তব্যে কোন আরোহের প্রতিফলন ঘটেছে?
[ক] বৈজ্ঞানিক
✅ অবৈজ্ঞানিক
[গ] সাদৃশ্যানুমান
[ঘ] পূর্ণাঙ্গ
১৭. উক্ত আরোহের বৈশিষ্ট্য হলো-
i. আরোহমূলক উল্লম্ফন বিদ্যমান
ii. সিদ্ধান্ত সম্ভাব্য হয়
iii. কার্যকারণ নীতি অনুপস্থিত
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮. অবৈজ্ঞানিক আরোহ প্রক্রিয়া কীরূপ?
✅ সরল
[খ] জটিল
[গ] মিশ্র
[ঘ] যৌগিক
১৯. কোন আরোহের ভিত্তিতে সাধারণ সত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়?
✅ বৈজ্ঞানিক আরোহ
[খ] অবৈজ্ঞানিক আরোহ
[গ] সাদৃশ্যানুমান
[ঘ] পূর্ণাঙ্গ আরোহ
২০. শুধু অনুকূল দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে হয় কোন আরোহে?
[ক] বৈজ্ঞানিক আরোহে
✅ অবৈজ্ঞানিক আরোহে
[গ] সাদৃশ্যানুমানে
[ঘ] পূর্ণাঙ্গ আরোহে
২১. ‘এরূপ ঘটনা সব সময় সত্য দেখা গেছে এবং এর বিপরীত কোনো ঘটনা কখনো দেখা যায়নি'- এটি কোন আরোহের মূল সুর
[ক] বৈজ্ঞানিক
✅ অবৈজ্ঞানিক
[গ] সাদৃশ্যানুমানমূলক
[ঘ] প্রকৃত
২২. বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের বৈসাদৃশ্যের বিষয় কী?
✅ কার্যকারণ নীতির উপস্থিতি
[খ] প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপস্থিতি
[গ] নিশ্চিত সিদ্ধান্ত
[ঘ] সরল প্রক্রিয়া
২৩. নিচের কোনটি অবৈজ্ঞানিক আরোহের বিশেষ দিক?
✅ প্রকল্প গঠনে সহায়ক
[খ] ঘটনার নিশ্চয়তা দিতে পারা
[গ] ঘটনার কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা
[ঘ] নঞর্থক দৃষ্টান্ত গ্রহণ করা
২৪. কোন অনুমান ঘটনার অপনয়ন করতে অক্ষম?
[ক] বৈজ্ঞানিক আরোহ
✅ অবৈজ্ঞানিক আরোহ
[গ] সাদৃশ্যানুমান
[ঘ] অপ্রকৃত আরোহ
২৫. পর্যবেক্ষণ, বিশ্লেষণ, অপনয়ন, কোন আরোহের স্তর?
✅ বৈজ্ঞানিক
[খ] অবৈজ্ঞানিক
[গ] পূর্ণাঙ্গ
[ঘ] সাদৃশ্যানুমান
২৬. কোন যুক্তিবিদ অবৈজ্ঞানিক আরোহের বিরুদ্ধে আপত্তি তুলেছেন?
✅ মিল
[খ] বেইন
[গ] যোসেফ
[ঘ] ল্যাটা
২৭. সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে কোন আরোহ প্রয়োগ করে থাকে?
✅ অবৈজ্ঞানিক
[খ] পূর্ণাঙ্গ
[গ] বৈজ্ঞানিক
[ঘ] সাদৃশ্যনুমান
২৮. বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক অনুমানের সাধারণ বৈশিষ্ট্য কোনটি?
[ক] কার্যকারণ নীতি অনুসরণ
✅ আরোহমূলক লম্ফ বিদ্যমান
[গ] নিশ্চিত সিদ্ধান্ত প্রদান
[ঘ] সম্ভাব্য সিদ্ধান্ত প্রদান
২৯. বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের পার্থক্যসমূহ মূলতত
i. মূলনীতিগত
ii. নিশ্চয়তার মাত্রাগত
iii. দৃষ্টান্তের মানগত
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৩০. বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে সাদৃশ্য হলো-
i. আরোহাত্মক উল্লম্ফন বিদ্যমান।
ii. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বিদ্যমান
iii. উভয়ই কার্যকারণ নীতি নির্ভর
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জীবন ও প্লাবন দু'জন বিসিএস পরীক্ষার্থী। তারা প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে একে অপরকে প্রশ্ন করে। একদিন জীবন জিজ্ঞাসা করলো, আচ্ছা ভুটানের মুদ্রার নাম কীরে? প্লাবন বললো, ইয়ান। জীবন হেসে বললো, ভুটানের মুদ্রার নাম গুলট্রাম ।
৩১. উদ্দীপকে জীবনের বক্তব্যে কোন আরোহের প্রতিফলন ঘটেছে?
✅ বৈজ্ঞানিক
[খ] অবৈজ্ঞানিক
[গ] সাদৃশ্যানুমান
[ঘ] পূর্ণাঙ্গ
৩২. উদ্দীপকে প্লাবন ও জীবনের বক্তব্যের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়েছে মূলত-
i. নিশ্চয়তার দিক হতে
ii. অনিশ্চয়তার দিক হতে
iii. সম্ভাবনার দিক হতে
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৩. কোনটি প্রকৃত আরোহের তৃতীয় প্রকারভেদ?
[ক] বৈজ্ঞানিক আরোহ
[খ] অবৈজ্ঞানিক আরোহ
✅ সাদৃশ্যানুমান
[ঘ] পূর্ণাঙ্গ আরোহ
৩৪. সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত অধিকাংশ সময় কীরূপ হয়?
[ক] অনিশ্চিত
✅ সম্ভাব্য
[গ] সাদৃশ্যানুমান
[ঘ] অনিশ্চিত
৩৫. Analogy কে ‘গণিতশাস্ত্রের সমানুপাতিক’ বুঝিয়েছেন কে?
[ক] সক্রেটিস
[খ] প্লেটো।
[গ] ম্যাকিয়াভেলি
✅ এরিস্টটল
৩৬. কণা ও বর্ণা দুই বোন। কণা খুব ভদ্র মেয়ে। সুতরাং বর্ণাও খুব ভদ্র মেয়ে। এই অনুমানটি কী?
[ক] অবৈজ্ঞানিক আরোহ
[খ] বৈজ্ঞানিক আরোহ
✅ সাদৃশ্যানুমান
[ঘ] ঘটনা সংযোজন
৩৭. সাদৃশ্যানুমানের ভিত্তি কী?
[ক] কার্যকারণ নীতি
✅ ঘটনার সাদৃশ্য
[গ] প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি
[ঘ] ঘটনার বৈসাদৃশ্য
৩৮. দুটো বস্তুর মধ্যে সাদৃশ্য দেখে অন্য বিষয়ের সাদৃশ্য অনুমান করাকে কী বলে?
[ক] বৈজ্ঞানিক আরোহ
[খ] অবৈজ্ঞানিক আরোহ
✅ সাদৃশ্যানুমান
[ঘ] পূর্ণাঙ্গ আরোহ
৩৯. 'দুটো বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য থাকলে অপর কোনো বিষয়েও তাদের মধ্যে সাদৃশ্য থাকতে পারে।'- এটি কার উক্তি?
[ক] কার্ডেথ রিডের
[খ] ওয়েলটনের
✅ বেইনের
[ঘ] ওয়ার্টসনের
[ক] বেইনের
✅ ওয়েলটনের
[গ] কার্ভেথ রিডের
[ঘ] মিলের
৪১. আধুনিককালে সাদৃশ্যানুমানকে
✅ গুণের
[খ] রূপের
[গ] আকারের
[ঘ] সংখ্যার
৪২. সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত কীরূপ যুক্তিবাক্য হয়?
[ক] সার্বিক
✅ বিশিষ্ট
[গ] নঞর্থক
[ঘ] বিশ্লেষক
৪৩. সাদৃশ্যের প্রাসঙ্গিকতা বলতে কী বোঝায়?
✅ আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের সম্পর্কের নৈকট্য
[খ] সার্বিকবাক্য ও সিদ্ধান্তের সম্পর্কের নৈকট্য
[গ] আশ্রয়বাক্য ও সার্বিকবাক্যের সম্পর্কের নৈকট্য
[ঘ] উদ্দেশ্য ও বিধেয়কের পারস্পরিক নির্ভরশীল
৪৪. সাদৃশ্যের প্রাসঙ্গিকতার ক্ষেত্রে প্রচ্ছন্নভাবে নিচের কোনটির ইঙ্গিত থাকে?
✅ কার্যকারণ সম্বন্ধের
[খ] আরোহাত্মক উল্লম্ফনের
[গ] প্রকৃতির নিয়মানুবর্তিতার
[ঘ] বিশ্লেষকের
৪৫. সাদৃশ্যানুমান হলো-
i. প্রকৃত আরোহ
ii. সম্ভাব্য আরোহ
iii. প্রকৃত ও অপ্রকৃত আরোহ
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৬. 'সাদৃশ্যামূলক বিষয়গুলো গণনা না করে তাদের গুরুত্ব নির্ণয় করাই শ্রেয়।'- এটি কার উক্তি?
[ক] ওয়েলটনের
✅ বোসাংকের
[গ] মিলের
[ঘ] বেইনের
নিচের উদ্দীপকটি পড় এবং ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মঙ্গল গ্রহ পৃথিবীর মতোই গ্রহ এবং এদের মধ্যে কিছু মিল রয়েছে। দুটি গ্রহের আবহাওয়াই নাতিশীতোষ্ণ এবং দুটোতেই মাটি আর পানি রয়েছে। পৃথিবীতে গাছপালা আছে। অতএব, মঙ্গল গ্রহেও গাছপালা আছে ।
৪৭. উদ্দীপকে বর্ণিত বক্তব্যের সাথে কোন আরোহের সাদৃশ্য রয়েছে?
[ক] ঘটনা সংযোজন
[খ] বৈজ্ঞানিক
✅ সাদৃশ্যানুমান
[ঘ] যুক্তিসাম্যমূলক
৪৮. উক্ত বিষয়ের দৃষ্টান্ত প্রমাণ করা যায়-
i. সংশ্লেষক বাক্য প্রতিষ্ঠার মাধ্যমে
ii. বিশেষ বাক্য প্রতিষ্ঠার মাধ্যমে
iii. আরোহমলক লম্ফের উপস্থিতির মাধ্যমে
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৯. কোন অনুমানে মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
✅ সাধু সাদৃশ্যানুমানে
[খ] অসাধু সাদৃশ্যানুমানে
[গ] পূর্ণাঙ্গ আরোহে
[ঘ] বৈজ্ঞানিক আরোহ
৫০. সাধু সাদৃশ্যানুমান কীরূপ প্রক্রিয়া?
[ক] লৌকিক
[খ] ভ্রান্ত
[গ] অবৈজ্ঞানিক
✅ যৌক্তিক
৫১. সাধু সাদৃশ্যানুমানের ভিত্তি কী?
ক লৌকিক সাদৃশ্য
✅ মৌলিক সাদৃশ্য
[গ] ভ্রান্ত সাদৃশ্য
[ঘ] বৈজ্ঞানিক আরোহে
৫২. বৈজ্ঞানিক অনুসন্ধানের পথ নির্দেশ করে কোনটি?
[ক] পূর্ণাঙ্গ আরোহ
[খ] অবৈজ্ঞানিক আরোহ
✅ সাধু সাদৃশ্যানুমান
[ঘ] অসাধু সাদৃশ্যানুমান
৫৩. সাধু সাদৃশ্যানুমানের গুরুত্ব কীরূপ?
[ক] কম
✅ অধিক
[গ] গতানুগতিক
[ঘ] খুব কম
৫৪. সাধু সাদৃশ্যানুমানে কোন দিকটির প্রাধান্য থাকে?
✅ কার্যকারণ সম্পর্ক
[খ] প্রকৃতির বিরুদ্ধাচরণ
[গ] ঘটনার বৈসাদৃশ্য
[ঘ] ঘটনার অপ্রাসঙ্গিকতা
৫৫. সাধু সাদৃশ্যানুমানের দৃষ্টান্তে কোনটি বেশি থাকে?
✅ জ্ঞাত বিষয়
[খ] অজ্ঞাত বিষয়
[গ] মাত্রাগত বিষয়
[ঘ] গুণগত বিষয়
৫৬. গুরুত্বহীন বাহ্যিক ও অপ্রাসঙ্গিক বিষয়ে সাদৃশ্য দেখিয়ে অনুমান করা হয় কোন আরোহ অনুমানে?
[ক] অবরোহ অনুমানে
[খ] আরোহ অনুমানে
[গ] সাধু সাদৃশ্যানুমানে
✅ অসাধু সাদৃশ্যানুমানে
৫৭. নিচের কোনটি অসাধু সাদৃশ্যানুমানের বৈশিষ্ট্য?
[ক] প্রাসঙ্গিকতা
✅ অমৌলিকত্ব
[গ] মৌলিকত্ব
[ঘ] গুরুত্বপূর্ণ
৫৮. অসাধু সাদৃশ্যানুমানের ভিত্তি কী?
[ক] মৌলিক সাদৃশ্য
✅ বাহ্যিক সাদৃশ্য
[গ] অভ্যন্তরীন সাদৃশ্য
[ঘ] জ্ঞাত সাদৃশ্য
৫৯. সাদৃশ্যানুমানের ক্ষেত্রে যে অনুপপত্তি ঘটে তা হলো-
[ক] সাধু
✅ অসাধু
[গ] অনিরীক্ষণ
[ঘ] অবৈধ সামান্যীকরণ
hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৬০. সাধু সাদৃশ্যানুমান অসাধু সাদৃশ্যানুমানের তুলনায়-
i. প্রাসঙ্গিক
ii. অপ্রাসঙ্গিক
iii. মৌলিক
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬১. অসাধু সাদৃশ্যানুমানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়-
i. বাহ্যিক সাদৃশ্যের ভিত্তিতে
ii. অমৌলিক সাদৃশ্যের ভিত্তিতে
iii. প্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬২. সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত কীরূপ যুক্তিবাক্য হয়?
✅ বিশিষ্ট
[খ] সার্বিক
[গ] নিরপেক্ষ
[ঘ] নিশ্চিত
৬৩. ‘পৃথিবীতে জীব বাস করে, অতএব মঙ্গলগ্রহেও জীব বাস করে’ - এ উদাহরণটিকে আমরা কী মনে করতে পারি?
[ক] অবৈজ্ঞানিক আরোহ
[খ] বৈজ্ঞানিক আরোহ
✅ সাদৃশ্যানুমান
[ঘ] ঘটনা সংযোজন
৬৪. সাদৃশ্যানুমান ও বৈজ্ঞানিক উভয় আরোহের কোনটি বিদ্যমান থাকে?
[ক] ঘটনার বৈসাদৃশ্য
[খ] প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি
✅ আরোহমূলক লম্ফ
[ঘ] নিশ্চিত সিদ্ধান্ত
৬৫. বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কীরূপ?
[ক] সম্ভাব্য
[খ] অসম্ভাব্য
✅ নিশ্চিত
[ঘ] অনির্দিষ্ট
৬৬. কোনটি সম্পূর্ণ আরোহ?
✅ বৈজ্ঞানিক
[খ] অবৈজ্ঞানিক
[গ] অপূর্ণ গণনামূলক
[ঘ] সাদৃশ্যানুমান
৬৭. 'মানুষ মাত্রই মরণশীল' এ কথাটির ভিত্তি কী?
[ক] বিশেষ নীতি,
[খ] অবাধ অভিজ্ঞতা
[গ] আরোহমূলক লম্ফ
✅ কার্যকারণ নীতি
৬৮. সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কীরূপ?
[ক] সার্বিক থেকে বিশেষ
✅ বিশেষ থেকে বিশেষ
[গ] সার্বিক থেকে সার্বিক
[ঘ] বিশেষ থেকে সার্বিক
৬৯. কোন আরোহের অনুপপত্তি নেই?
✅ বৈজ্ঞানিক
[খ] অবৈজ্ঞানিক
[গ] সাদৃশ্যানুমান
[ঘ] পূর্ণাঙ্গ আরোহ
৭০. বৈজ্ঞানিক ও সাদৃশ্যানুমানমূলক আরোহের সাদৃশ্য হলো-
i. উভয়ই প্রকৃত আরোহ
ii. বাস্তব ঘটনার পর্যবেক্ষণ আছে
iii. সিদ্ধান্তে কার্যকারণ সম্পর্ক উপস্থিত থাকে
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭১. বৈজ্ঞানিক ও সাদৃশ্যানুমানমূলক আরোহের বৈসাদৃশ্য লক্ষ করা যায়-
i. অনুপপত্তির ক্ষেত্রে
ii. অপনয়ন সূত্র প্রয়োগের ক্ষেত্রে
iii. আরোহাত্মক লম্ফ উপস্থিতির ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭২ ও ৭৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
পলাশ দেখতে সজীবের মতো। উভয়ই ফর্সা, লম্বা ও খেলোয়ার। পলাশ এবার উচ্চ মাধ্যমিকে A+ পেয়েছে। অতএব, সজীবও A+ পাবে।
৭২. উদ্দীপকে বর্ণিত ধারণাটি কোন অনুমানের?
[ক] পূর্ণাঙ্গ আরোহের
✅ সাদৃশ্যানুমানের
[গ] বৈজ্ঞানিক আরোহের
[ঘ] অবৈজ্ঞানিক আরোহের
৭৩. উদ্দীপকে উল্লেখিত বিষয়ের সাথে বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য রয়েছে-
i. বস্তুগত সত্য অনুমানের ক্ষেত্রে
ii. বাস্তব ঘটনা পর্যবেক্ষণের ক্ষেত্রে
iii. কাল্পনিক ঘটনার অনুসন্ধানের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৪. অবৈজ্ঞানিক আরোহের মূল্য কীসের ওপর নির্ভর করে?
✅ নিরীক্ষিত বিষয়ের সংখ্যার ওপর
[খ] সাদৃশ্যের ওপর
[গ] বিষয়ের গুরুত্বের ওপর
[ঘ] মৌলিক তথ্যের ওপর
৭৫. গুণগত দিক বিশ্লেষণ করা হয় কোন অনুমানে?
✅ সাদৃশ্যানুমানে
[খ] বৈজ্ঞানিক আরোহে
[গ] অবৈজ্ঞানিক আরোহে
[ঘ] পূর্ণাঙ্গ আরোহে
৭৬.কোন কোন আরোহে আরোহমূলক লম্ফ উপস্থিত থাকে?
[ক] বৈজ্ঞানিক আরোহ ও ঘটনা সংযোজন
[খ] অবৈজ্ঞানিক আরোহ ও যুক্তিসাম্যমূলক আরোহ
[গ] বৈজ্ঞানিক আরোহ ও পূর্ণাঙ্গ আরোহ
✅ অবৈজ্ঞানিক আরোহ ও সাদৃশ্যানুমান
৭৭. অবৈজ্ঞানিক আরোহ ও সাদৃশ্যানুমানের মধ্যে অমিল কোনটি?
[ক] আরোহাত্মক উল্লম্ফন
[খ] কার্যকারণ সম্পর্ক
[গ] প্রকৃত আরোহ
✅ বিরোধহীন অভিজ্ঞতা
৭৮. অবৈজ্ঞানিক আরোহে সিদ্ধান্তের ভিত্তি কী?
[ক] কার্যকারণ নীতি
✅ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি
[গ] বৈজ্ঞানিক বিশ্লেষণ
[ঘ] ঘটনার সাদৃশ্য
৭৯. 'মানুষের মতো উদ্ভিদের জন্ম, বংশবৃদ্ধি, মৃত্যু আছে/মানুষের প্রাণ আছে/অতএব, উদ্ভিদেরও প্রাণ আছে।' এখানে কোন আরোহের চিত্র ফুটে উঠেছে?
[ক] ঘটনা সংযোজন
✅ সাদৃশ্যানুমান
[গ] যুক্তিসাম্যমূলক
[ঘ] বৈজ্ঞানিক
৮০. সাদৃশ্যানুমানের মূল্য পরিমাপের জন্য যুক্তিবিদগণ কোন সূত্র প্রয়োগ করেন?
✅ গাণিতিক
[খ] জ্যামিতিক
[গ] বৈজ্ঞানিক
[ঘ] ভৌগলিক
৮১. অবৈজ্ঞানিক আরোহ ও সাদৃশ্যানুমানের মধ্যে সাদৃশ্য হলো-
i. আরোহাত্মক লম্ফ বিদ্যমান
ii. প্রকৃত আরোহ বিদ্যমান
iii. সম্ভাব্য সিদ্ধান্ত বিদ্যমান
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮২. সাদৃশ্যানুমানের মূল্য নির্ভর করে-
i. সাদৃশ্যমূলক বিষয়ের গুরুত্বের ওপর
ii. প্রাথমিকতার ওপর
iii. মৌলিকতার ওপর
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৩. কোনটি অবৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত?
✅ সকল মানুষ হয় স্বার্থপর
[খ] ত্রিভুজ হয় দুই সমকোণ
[গ] সকল গরু হয় চতুষ্পদী
[ঘ] সকল মানুষ হয় মরণশীল
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
১নং দৃষ্টান্ত: কাক হয় কালো, কোকিল হয় কালো। অতএব, সকল পাখি হয় কালো ।
২নং দৃষ্টান্ত: সালাম ও মিল্টন উভয়ই ফর্সা, লম্বা, ফুটবল খেলোয়াড়। সালাম যুক্তিবিদ্যায় ভালো। অতএব, মিল্টনও যুক্তিবিদ্যায় ভালো হবে ।
৮৪. ১ নং দৃষ্টান্ত ২ নং দৃষ্টান্ত হতে পৃথক হওয়ার বিষয় হলো-
i. আরোহমূলক লম্ফের উপস্থিতি
ii. কার্যকারণ নীতির উপস্থিতি
iii. অনুমানের ধরন
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৫. কোন যুক্তিবিদ অপ্রকৃত আরোহের প্রকারভেদ করেছেন?
✅ মিল
[খ] কপি
[গ] যোসেফ
[ঘ] রাসেল
৮৬. যুক্তিবিদ মিল অপ্রকৃত আরোহকে কী বলে অভিহিত করেছেন?
[ক] আরোহ ছেদ
✅ আরোহ ভাগ
[গ] আরোহগণ
[ঘ] আরোহ যোগ
নিচের উদ্দীপকটি পড় এবং ৮৭ ও ৮৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
একদিন সুমন ঢাকার পাবলিক লাইব্রেরিতে যায়। সে একটি বুক সেলফের সকল বই যাচাই করে এই সিদ্ধান্তে উপনীত হলো যে, প্রত্যেকটি বই রবীন্দ্রনাথ ঠাকুরের।
৮৭. উদ্দীপকে বর্ণিত বিষয়বস্তুর সাথে কোন আরোহের মিল রয়েছে?
[ক] প্রকৃত আরোহের
✅ পূর্ণাঙ্গ আরোহের
[গ] ঘটনা সংযোজন
[ঘ] যুক্তিসাম্যমূলক আরোহের
৮৮. উদ্দীপকে উল্লেখিত বিষয়ের সাথে বৈজ্ঞানিক আরোহের পার্থক্য হলো-
i. গুণগত দিক থেকে
ii. সংখ্যাগত দিক থেকে
iii. পদ্ধতিগত দিক থেকে
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮৯. কোনটি যুক্তিসাম্যমূলক আরোহের ক্ষেত্রে প্রযোজ্য?
[ক] প্রকৃত
✅ অবরোহমূলক পদ্ধতি
[গ] গ্রহণযোগ্য
[ঘ] বৈজ্ঞানিক
hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৯০. কোন আরোহে ঘটনার পর্যবেক্ষণ অনুপস্থিত?
[ক] প্রকৃত
[খ] পূর্ণাঙ্গ
✅ যুক্তিসাম্যমূলক
[ঘ] ঘটনা সংযোজন
৯১. কোন আরোহে আরোহমূলক লম্ফ থাকে না?
[ক] প্রকৃত
[খ] পূর্ণাঙ্গ
✅ যুক্তিসাম্যমূলক
[ঘ] ঘটনা সংযোজন
৯২. যুক্তিসাম্যমূলক আরোহের ধরন কীরূপ?
✅ সরল
[খ] জটিল
[গ] যৌগিক
[ঘ] মিশ্র
৯৩. কোন যুক্তিবিদ আরোহের প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে জ্যামিতিক শাস্ত্রের ব্যবহার নির্দেশ করেছেন?
✅ মিল
[খ] বেইন
[গ] ওয়েলটন
[ঘ] যোসেফ
৯৪. যুক্তিসাম্যমূলক আরোহে কোন পদ্ধতিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
[ক] আরোহমূলক
✅ অবরোহমূলক
[গ] বৈজ্ঞানিক
[ঘ] অবৈজ্ঞানিক
৯৫. নিচের কোন আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুপস্থিত থাকে?
[ক] বৈজ্ঞানিক
[খ] অবৈজ্ঞানিক
[গ] সাদৃশ্যানুমানে
✅ যুক্তিসাম্যমূলক
৯৬. কোন আরোহে একটি দৃষ্টান্ত পরীক্ষা করেই নিশ্চিত সিদ্ধান্তে পৌছানো সম্ভব?
[ক] বৈজ্ঞানিক
[খ] ঘটনা সংযোজক
[গ] পূর্ণাঙ্গ
✅ যুক্তিসাম্যমূলক
৯৭. যুক্তিসাম্যমূলক আরোহে প্রতীক হিসেবে কাজ করে?
[ক] সংখ্যা
✅ চিত্র
[গ] বস্তু
[ঘ] গুণ
৯৮. তথাকথিত আরোহের উদাহরণ হলোত
i. পূর্ণাঙ্গ আরোহ
ii. যুক্তিসাম্যমূলক আরোহ
iii. ঘটনা সংযোজন
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৯৯. যুক্তিসাম্যমূলক আরোহে-
i. একটিমাত্র দৃষ্টান্ত থেকে সিদ্ধান্ত গ্রহণ করা যায়
ii. জ্যামিতিক প্রক্রিয়া প্রয়োগ করা যায়
iii. পরীক্ষণে পর্যবেক্ষণের সুযোগ অনুপস্থিত
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১০০.কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে মানসিকভাবে একত্র করা হয় কোন আরোহের মাধ্যমে?
✅ ঘটনা সংযোজন
[খ] সাদৃশ্যানুমান
[গ] প্রকল্প প্রণয়ন
[ঘ] অপনয়ন
0 Comments:
Post a Comment