এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 2nd paper mcq question and answer. HSC Logic 2nd paper mcq questions pdf download. HSC Logic 2nd paper mcq guide pdf.
উচ্চ মাধ্যমিক
যুক্তিবিদ্যা
দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১
HSC Logic 2nd Paper
MCQ
question and answer pdf download
১. যৌক্তিক সংজ্ঞায় উল্লেখ করতে হয় পদের-
i. বিভেদক লক্ষণ
ii. উপলক্ষণ
iii. আসন্নতম জাতি
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২. ‘মানুষ হয় বুদ্ধিবৃত্তি ও বিচার শক্তিসম্পন্ন জীব’ - বাক্যটিতে কী ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে?
[ক] অব্যাপক সংজ্ঞা
[খ] চক্রক সংজ্ঞা
✅ বাহুল্য সংজ্ঞা
[ঘ] দুর্বোধ্য সংজ্ঞা
৩. ‘গাছ হয় বৃক্ষ’ - এটি কোন ধরনের সংজ্ঞা?
[ক] বাহুল্য
[খ] দুর্বোধ্য
[গ] রূপক
✅ চক্রক
৪. ‘যিনি খেলা করেন তিনি খেলোয়াড়’ - এখানে কী ধরনের অনুপপত্তি ঘটেছে?
[ক] বাহুল্য সংজ্ঞা
✅ চক্রক সংজ্ঞা
[গ] অতিব্যাপক সংজ্ঞা
[ঘ] অব্যাপক সংজ্ঞা
৫. ‘সিংহ হলো পশুর রাজা’ - এখানে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
✅ রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি
[খ] চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি
[গ] বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি
[ঘ] অবান্তর লক্ষণজনিত অনুপপত্তি
৬. যৌক্তিক সংজ্ঞায় সব সময়-
✅ সংজ্ঞেয় ও সংজ্ঞার্থ পদ সমান
[খ] সংজ্ঞেয় ও সংজ্ঞার্থ পদ অসমান
[গ] সংজ্ঞার্থ কম ও সংজ্ঞেয় পদ বেশি
[ঘ] সংজ্ঞার্থ বেশি এবং সংজ্ঞেয় পদ কম
৭. ‘মানুষ হচ্ছে আত্মনিয়ন্ত্রণকারী বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব’ - এখানে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
[ক] বাহূল্য সংজ্ঞা
[খ] দুর্বোধ্য সংজ্ঞা
[গ] অতিব্যাপক সংজ্ঞা
✅ অব্যাপক সংজ্ঞা
৮. বাহুল্য সংজ্ঞা বলতে কী বোঝ?
[ক] যথার্থ সংজ্ঞা
[খ] সংজ্ঞার গুণ
[গ] সংজ্ঞার পরিমাণ
✅ সংজ্ঞার অনুপপত্তি
৯. ‘পাখি হয় ডানা ও লেজবিশিষ্ট প্রাণী’ - বাক্যটিতে কী প্রকাশিত হয়?
✅ বর্নণা
[খ] যৌক্তিক বিভাগ
[গ] যৌক্তিক সংজ্ঞা
[ঘ] ব্যাখা
১০. ‘বিদ্যালয় একটি পাঠশালা' - এই সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
[ক] দূর্বোধ্য
[খ] রূপক
✅ চক্রক
[ঘ] বাহূল্য
১১.কোন পদটির সংজ্ঞা প্রদান সম্ভব নয়?
[ক] ব্যবসায়ী
[খ] কৃষক
[গ] সাপ
✅ রহিম
১২. পরতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না, কারণ-
i. এর চেয়ে বৃহত্তম জাতি নাই
ii. একে অন্য জাতির অন্তর্ভুক্ত করা যায় না
iii. এটি বিশিষ্ট পদ
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
কবির সাহেব তার ছেলের কাছে মানুষের জীবন নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, মানুষের জীবন সুখ, দুঃখ, হাসি ও কান্না নিয়ে। ছেলে বাবার কাছে জিজ্ঞেস করল, সুখ কী? তখন বাবা ছেলেকে বললেন যে, সুখ হচ্ছে দুঃখের অনুপস্থিতি!
১৩. উদ্দীপকে বাবার সর্বশেষ বক্তব্যে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
✅ নঞর্থক সংজ্ঞা
[খ] রূপক সংজ্ঞা
[গ] অতিব্যাপক সংজ্ঞা
[ঘ] অব্যাপক সংজ্ঞা
১৪. উদ্দীপকে উল্লিখিত অনুপপত্তি ঘটলে সংজ্ঞা-
i. ভ্রান্ত হবে
ii. ত্রুটিপূর্ণ হবে
iii. বোধগম্য হবে
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপক হতে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শিক্ষক পদটি সম্পর্কে দুজন ব্যক্তির সংজ্ঞা নিম্নরূপ:
আনিস : শিক্ষকরা হলেন জাতির বিবেক ।
জলি : শিক্ষকরা হলেন বিচার ক্ষমতার অধিকারী, শিক্ষা প্রচারক, বিনয়ী এবং বুদ্ধিমান জীব ।
১৫. আনিসের বক্তব্যে সংঘটিত অনুপপত্তি কোনটি?
✅ রূপক
[খ] দুর্বোধ্য
[গ] নঞর্থক
[ঘ] অব্যাপক
১৬. জলির সংজ্ঞায় অতিরিক্ত গুণ হিসেবে উল্লেখ করা হয়েছে-
i. উপলক্ষণ
ii. অবান্তর লক্ষণ
iii. বিভেদক লক্ষণ
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭. ‘মানুষ হলো মনুষ্য জাতীয় জীব।’ এ বাক্যটিতে ঘটেছে-
[ক] রূপক সংজ্ঞা দোষ
✅ চক্রক সংজ্ঞা দোষ
[গ] অব্যাপক সংজ্ঞা দোষ
[ঘ] দুর্বোধ্য সংজ্ঞা দোষ
১৮. বর্ণনা কোন ধরনের প্রক্রিয়া?
[ক] মৌলিক
✅ লৌকিক
[গ] বৈজ্ঞানিক
[ঘ] প্রাকৃতিক
১৯. কোথায় রূপক ভাষা ব্যবহৃত হয়?
[ক] যুক্তিবিদ্যা
✅ সাহিত্য
[গ] বিজ্ঞান
[ঘ] দর্শন
২০. নিচের কোনটি রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তির উদাহরণ?
[ক] মানুষ হয় প্রাণী
✅ উট হয় মরুভূমির জাহাজ
[গ] সুখ হলো দুঃখের অভাব
[ঘ] ফুল হয় পুষ্প
২১. পদের জাত্যর্থের সুস্পষ্ট বর্ণনাকে কী বলে?
[ক] শ্রেণিকরণ
[খ] ব্যাখ্যাকরণ
✅ যৌক্তিক সংজ্ঞা
[ঘ] যৌক্তিক বিভাগ
২২. পরমতম জাতি নিচের কোনটি?
[ক] ক্ষুদ্রতম জাতি
[খ] উপজাতি
[গ] সর্বনিম্ন জাতি
✅ সর্বোচ্চ জাতি
২৩. ‘মেয়েটি হয় তুষারশুভ্র’ - বাক্যটিতে অনুপপত্তি ঘটেছে?
[ক] অথিব্যাপক
✅ রূপক
[গ] চক্রক
[ঘ] নঞর্থক
২৪. নিচের কোনটি চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তির উদাহরণ?
[ক] মানুষ হলো প্রাণী
✅ মানুষ হলো মনুষ্যজাতীয় প্রাণী
[গ] সুখ হলো দুঃখের অভাব
[ঘ]চরিত্র হয় জীবনের মুকুট
২৫. ‘আলো হচ্ছে অন্ধকারের বিপরীত'- এখানে কোন সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে?
[ক] বাহূল্য
[খ] চক্রক
[গ] দূর্বোধ
✅ নেতিবাচক
২৬. ‘মানুষ হয় সৃষ্টির মুকুট’ বাক্যটিকে কী ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে?
[ক] অব্যাপক
✅ রূপক
[গ] অতিব্যাপক
[ঘ] দূর্বোধ্য
২৭. মনের মৌলিক গুণগুলোর সংজ্ঞা দেওয়া যায় না, কারণ মনের মৌলিক গুণগুলো-
i. মূল্যহীন
ii. অতুলনীয়
iii. কোনো জাতির অন্তর্ভুক্ত করা যায় না
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮. সংজ্ঞায় কোনটি পরিহারযোগ্য?
i. রূপক ভাষা
ii. দুর্বোধ্য ভাষা
iii. সহজ-সরল ভাষা
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
যুক্তিবিদ্যার ক্লাসে শিক্ষক মহোদয় দুটি দৃষ্টান্ত উল্লেখ করেন।
দৃষ্টান্ত-১: ত্রিভুজ হয় তিন বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র।
দৃষ্টান্ত-২: গরু হলো একটি প্রাণী; যার চারটি পা, দুটি শিং এবং একটি লম্বা লেজ আছে।
২৯. উদ্দীপকের দৃষ্টান্ত-১ কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ?
✅ সংজ্ঞা
[খ] বর্ণনা
[গ] ধারণা
[ঘ] অনুমান
hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৩০. দৃষ্টান্ত-২ এ প্রকাশিত বিষয় উল্লেখ করা হয়-
i. বিভেদক লক্ষণের সাহায্যে
ii. উপলক্ষণের সাহায্যে
iii. অবান্তর লক্ষণের সাহায্যে
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩১. যুক্তিবিদ্যার কোনো অনুমানের ভ্রান্তিকে কী বলে?
[ক] বর্ণনা
[খ] অযথার্থ
✅ অনুপপত্তি
[ঘ] ভুল
৩২. সংজ্ঞায় একটি পদের সম্পূর্ণ জাত্যর্থকে বিশেষভাবে উল্লেখ করতে হবে এর অধিক হলে চলবে না। এটি সংজ্ঞার-
[ক] দ্বিতীয় নিয়ম
[খ] তৃতীয় নিয়ম
✅ প্রথম নিয়ম
[ঘ] চতুর্থ নিয়ম
৩৩. বাহুল্য সংজ্ঞার ইংরেজি কী?
✅ Redundant Definition
[খ] Accidental Definition
[গ] Figurative Definition
[ঘ] Obscure Definition
৩৪. 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন ন্যায়পরায়ণ জীব’ সংজ্ঞাটি একটি-
[ক] সংকীর্ণ সংজ্ঞা
✅ বাহূল্য সংজ্ঞা
[গ] রূপক সংজ্ঞা
[ঘ] দূর্বোধ্য সংজ্ঞা
৩৫. কোন গুণের উল্লেখ থাকলে সংজ্ঞা ভ্রান্ত হতে বাধ্য?
[ক] আসন্নতম জাতি
[খ] বিভেদক লক্ষণ
✅ অবান্তর লক্ষণ
[ঘ] মৌলিক ও অপরিহার্য গুণ
৩৬. মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন দ্বিপদ বিশিষ্ট জীবত এটি কোন দোষে দুষ্ট সংজ্ঞা?
[ক] বাহূল্য সংজ্ঞা
✅ অবান্তর সংজ্ঞা
[গ] অব্যাপক সংজ্ঞা
[ঘ] অতিব্যাপক সংজ্ঞা
৩৭. ‘মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন মরণশীল জীব’ - বাক্যটিতে কোন অনুপপত্তি ঘটেছে?
[ক] আপতিক
✅ বাহূল্য
[গ] অব্যাপক
[ঘ] অতিব্যাপক
৩৮. বাহুল্য সংজ্ঞাকে ভ্রান্ত সংজ্ঞা বলা হয় কেন?
[ক] সমার্থক শব্দ ব্যবহৃত হয় বলে
[খ] অবান্তর লক্ষণ উল্লেখ থাকে বলে
[গ] রূপক শব্দ ব্যবহার হয় বলে
✅ উপলক্ষণ উল্লেখ করা হয় বলে
৩৯. অব্যাপক সংজ্ঞায় অতিরিক্ত গুণটি কী?
[ক] লক্ষণ
[খ] উপলক্ষণ
[গ] অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ
✅ বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ
[ক] অতিব্যাপক সংজ্ঞা
✅ অব্যাপক সংজ্ঞা
[গ] রূপক সংজ্ঞ
[ঘ] বাহুল্য সংজ্ঞা
৪১. 'সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ হবে সংজ্ঞেয় পদের ব্যস্ত্যর্থের সমান'- এ নিয়ম লঙ্ঘন করলে কত প্রকার অনুপপত্তি ঘটবে?
[ক] এক
✅ দুই
[গ] তিন
[ঘ] চার
৪২. সংজ্ঞেয় ও সংজ্ঞার্থ পদ পরস্পর বিনিময়যোগ্য হওয়ার কারণ কী?
✅ ব্যক্ত্যর্থ সমপরিমাণ
[খ] বিপরীতমুখী সম্পর্ক
[গ] ব্যক্ত্যর্থ কম-বেশি
[ঘ] বিপরীতমুখী সম্পর্ক
৪৩. ‘মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন সৎ জীব'— বাক্যটিতে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
[ক] বাহূল্য
[খ] আপতিক
✅ অব্যাপক
[ঘ] অতিব্যাপক
৪৪. দিন হয় দিবস- এখানে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
[ক] নঞর্থক
[খ] অতিব্যাপক
✅ চক্রক
[ঘ] দূর্বোধ্য
৪৫. ‘টাকা হয় অর্থ'। এ সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
[ক] দূর্বোধ্য সংজ্ঞা
[খ] রূপক সংজ্ঞা
[গ] বাহূল্য সংজ্ঞা
✅ চক্রক সংজ্ঞা
৪৬. যৌক্তিক সংজ্ঞায় জটিল ভাষা ব্যবহার করলে কোন অনুপপত্তি ঘটে?
[ক] বাহূল্য
[খ] রূপক
[গ] চক্রক
✅ দূর্বোধ্য
৪৭. ‘নারী হচ্ছে বসনভূষণ শোভিত লজ্জাবতী লতা'- এ বাক্যে কেন অনুপপত্তি ঘটেছে?
[ক] রূপক শব্দ ব্যবহার করায়
✅ দুর্বোধ্য শব্দ ব্যবহার করায়
[গ] নঞর্থক শব্দ ব্যবহার করায়
[ঘ] অতিরিক্ত গুণ আরোপ করায়
৪৮. যৌক্তিক সংজ্ঞায় রূপক শব্দ ব্যবহার করা হলে কোন ধরনের অনুপপত্তি ঘটে?
✅ রূপক
[খ] চক্রক
[গ] দূর্বোধ্য
[ঘ] বাহূল্য
৪৯. জ্যৈষ্ঠ হলো মধুমাস' - এখানে কোন ধরনের সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে?
✅ রূপক
[খ] বাহূল্য
[গ] দূর্বোধ্য
[ঘ] চক্রক
৫০. নিচের কোনটি রূপক সংজ্ঞার দৃষ্টান্ত?
[ক] মানুষ নয় পশু
[খ] আদম হন আদি মানব
[গ] গাছ হয় বৃক্ষ
✅ সিংহ হয় পশুর রাজা
৫১. সময় হচ্ছে অনন্তের চলমান প্রতিচ্ছবি- সংজ্ঞাটি কোন ধরনের?
[ক] বাহূল্য
✅ রূপক
[গ] চক্রক
[ঘ] অতিব্যাপক
৫২. ‘প্রয়োজনই উদ্ভাবনের কর্তা’ - এ সংজ্ঞায় কী জাতীয় অনুপপত্তি ঘটে?
[ক] বাহূল্য
[খ] চক্রক
[গ] দূর্বোধ্য
✅ রূপক
৫৩.‘প্রয়োজনই আবিষ্কারের জননী’। নিচে দাগ দেওয়া শব্দটি দিয়ে কীরূপ অর্থ নির্দেশ করছে?
[ক] নঞর্থক
✅ রূপক
[গ] দূর্বোধ্য
[ঘ] চক্রক
৫৪. নঞর্থক সংজ্ঞা অনুপপত্তির কারণ কী?
✅ নেতিবাচক শব্দ ব্যবহার
[খ] সদর্থক শব্দ ব্যবহার
[গ] দুর্বোধ্য সংজ্ঞা প্রদান
[ঘ] রূপক অর্থ ব্যবহার
৫৫. ‘শান্তি হলো যুদ্ধের অনুপস্থিতি।’ এটি কোন ধরনের সংজ্ঞার উদাহরণ?
[ক] চক্রক
✅ নঞর্থক
[গ] রূপক
[ঘ] অত্যিাপক
৫৬. নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি এড়াতে সংজ্ঞার কোন নিয়ম অনুসরণ করতে হবে?
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
✅ চতুর্থ
৫৭. 'ত্রিভুজ হয় তিন বাহু দিয়ে বেষ্টিত একটি সমতল ক্ষেত্র।' এটি হলো ত্রিভুজের-
i. অপরিহার্য অর্থ
ii. যৌক্তিক সংজ্ঞা
iii. যৌক্তিক বিভাগ
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৮. 'মানুষ হয় মরণশীল প্রাণী’-এখানে উদ্দেশ্য পদটির জাত্যর্থ হলো-
i. বুদ্ধিবৃত্তি
ii. ক্ষুধাবৃত্তি
iii. জীববৃত্তি
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৫৯ ও ৬০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ফকির আলমগীর একজন মরমী সাধক। একদিন তাকে জিজ্ঞাস করা হলো, মানুষ কী? তিনি বললেন, যার জীবন ও বুদ্ধি আছে সেই তো মানুষ। বুদ্ধির কারণেই মানুষ অন্য জীব থেকে সেরা!
৫৯. ফকির আলমগীরের বক্তব্যে যুক্তিবিদ্যার কোন বিষয়টি প্রকাশ পায়?
[ক] যৌক্তিক বিভাগ
✅ যৌক্তিক সংজ্ঞা
[গ] প্রকল্প
[ঘ] ব্যাখ্যা
hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৬০. উদ্দীপকে বর্ণিত বিষয়ের বৈশিষ্ট্য হলো-
i. এটি একটি সমীকরণের মতো
ii. এটি সকল পদের ক্ষেত্রে প্রযোজ্য
iii. এটি জাত্যর্থের পূর্ণ বিবৃতি
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬১. পদের অপরিহার্য অর্থ প্রকাশের উপায় কোনটি?
[ক] অনুমান
[খ] বর্ণনা
✅ যৌক্তিক সংজ্ঞা
[ঘ] দ্বিকোটিক বিভাগ
৬২. 'সংজ্ঞায় শুধু বিভেদক লক্ষণকে প্রকাশ করা হয়’ - এখানে কোন বিষয়টি ফুটে উঠেছে?
[ক] ব্যক্ত্যর্থসম্পন্ন গুণ
[খ] জাত্যর্থ বহির্ভূত গুণ
[গ] বর্ণনামূলক গুণ
✅ জাত্যর্থসম্পন্ন গুণ
৬৩. যৌক্তিক সংজ্ঞার কাজ কী?
[ক] ব্যক্ত্যর্থের বিশ্লেষণ
✅ জাত্যর্থের বিশ্লেষণ
[গ] সংখ্যার বিশ্লেষণ
[ঘ] পরিমাণের বিশ্লেষণ
৬৪. পদের যৌক্তিক সংজ্ঞায় কোনটি পূর্ণাঙ্গভাবে প্রকাশ পায়?
[ক] অবর জাতি
[খ] বিভেদক লক্ষণ
[গ]আসন্নতম জাতি
✅ জাত্যর্থ
৬৫. 'ত্রিভুজ' পদের জাত্যর্থ কয়টি?
[ক] একটি
✅ দুটি
[গ] তিনটি
[ঘ] চারটি
৬৬. কোন যৌক্তিক প্রক্রিয়ার মাধ্যমে পদের অর্থ সুস্পষ্ট করা হয়?
[ক] ব্যাখা
✅ সংজ্ঞা
[গ] বর্ণনা
[ঘ] বিভাগ
৬৭. নিচের কোনটি একটি স্বয়ংসম্পূর্ণ প্রক্রিয়া?
✅ সংজ্ঞা
[খ] বর্ণনা
[গ] শ্রেণিকরণ
[ঘ] প্রকল্প
৬৮. কোনটির কোনো মাত্রাভেদ নেই?
[ক] ব্যাখ্যার
[খ] বর্ণনার
[গ] অনুমানের
✅ সংজ্ঞার
৬৯. মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব’ এটি নিচের কোনটিকে নির্দেশ করে?
✅ সংজ্ঞা
[খ] বর্ণনা
[গ] শ্রেণিকরণ
[ঘ] প্রকল্প
৭০. জাত্যর্থ বহির্ভূত কোনো বিবৃতিকে কী বলা হয়?
[ক] সংজ্ঞা
✅ বর্ণনা
[গ] বিভাগ
[ঘ] প্রকল্প
৭১. বর্ণনার ইংরেজি প্রতিশব্দ কী?
[ক] Definition
[খ] Explanation
✅ Description
[ঘ] Divition
৭২. সংজ্ঞা যদি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া হয় তবে বর্ণনা কী ধরনের প্রক্রিয়া?
[ক] আরোহমূলক প্রক্রিয়া
[খ] অলৌকিক প্রক্রিয়া
✅ লৌকিক প্রক্রিয়া
[ঘ] অবরোহমূলক প্রক্রিয়া
৭৩. বর্ণনায় কোনটির উল্লেখ থাকে?
[ক] জাত্যর্থ
✅ অবান্তর লক্ষণ
[গ] বিভেদক লক্ষণ
[ঘ] আবশ্যিক গুণাবলি
৭৪. ‘পাখি হয় ডানা ও লেজ বিশিষ্ট প্রাণী’ - বাক্যটিতে কী প্রকাশিত হয়?
✅ বর্ণনা
[খ] ব্যাখ্যা
[গ] সংজ্ঞা
[ঘ] বিভাগ
৭৫. মানুষকে ‘পাখাবিহীন দ্বিপদ জীব' হিসেবে বর্ণনা করেছেন কে?
[ক] এরিস্টটল
✅ প্লেটো
[গ] সক্রেটিস
[ঘ] ম্যাকিয়াভেলি
৭৬. নিচের কোনটি একক বস্তুর ক্ষেত্রেই প্রয়োগ করা হয়?
[ক] সংজ্ঞা
✅ বর্ণনা
[গ] বিভাগ
[ঘ] শ্রেণিকরণ
৭৭. কোনটির ক্ষেত্রে অনুপপত্তি ঘটার আশঙ্কা নেই?
✅ বর্ণনা
[খ] সংজ্ঞা
[গ] বিভাগ
[ঘ] সহানুমান
৭৮. যুক্তিবিদ কপির মতে, পদের অস্পষ্টতা বিদ্যমান থাকে-
i. আরোপক সংজ্ঞায়
ii. প্রতিবেদক সংজ্ঞায়
iii. তাত্ত্বিক সংজ্ঞায়
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৯. 'মানুষ হয় শিংবিহীন জীব’। এ বাক্যে প্রকাশ পেয়েছে-
i. মানুষের পূর্ণ জাত্যর্থ
ii. মানুষের আংশিক জাত্যর্থ
iii. অবান্তর লক্ষণ
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৮০. বর্ণনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ-
i. উপলক্ষণ
ii. অবান্তর লক্ষণ
iii. বিভেদক লক্ষণ
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮১. মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন দ্বিপদ জীব। এটি মানুষ পদের-
[ক] বিভাগ
✅ বর্ণনা
[গ] সংজ্ঞা
[ঘ] প্রকল্প
৮২. যৌক্তিক সংজ্ঞার ভ্রান্তরূপ হলো-
i. রূপক সংজ্ঞা
ii. অতিব্যাপক সংজ্ঞা
iii. চক্রক সং
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮৩. সংজ্ঞায় চক্রক অনুপপত্তি ঘটার কারণ-
i. একই কথার পুনরাবৃত্তি ঘটানো
ii. সমার্থক শব্দের ব্যবহার
iii. সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮৪. নঞর্থক অনুপপত্তির কারণ হলো-
i. সংজ্ঞায় নেতিবাচক শব্দ ব্যবহার করা
ii. যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন করা
iii. যৌক্তিক সংজ্ঞায় রূপক শব্দ ব্যবহার করা
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৫. যৌক্তিক সংজ্ঞায় পঞ্চম নিয়মের লঙ্ঘন করলে ঘটে-
i. রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি
ii. অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি
iii. অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৮৬ ও ৮৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
একদিন ভূগোল ক্লাসে শিক্ষক শ্যামলকে জিজ্ঞাস করলেন, সমুদ্র কাকে বলে? শ্যামল উত্তরে বললো, সমুদ্র হচ্ছে জলধি। তখন শিক্ষক বললেন, তোমার উত্তরটি সঠিক নয়।
৮৬.শ্যামলের বক্তব্যে কোন অনুপপত্তি ঘটেছে?
[ক] নঞর্থক
[খ] রূপক
✅ চক্রক
[ঘ] বাহূল্য
৮৭. উদ্দীপকে উল্লেখিত অনুপপত্তি এড়াতে হলে-
i. যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম অনুসরণ করতে হবে
ii. সংজ্ঞেয় পদের সমার্থক শব্দ ব্যবহার এড়াতে হবে
iii. নেতিবাচক শব্দ ব্যবহার করা যাবে না
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৮. পরতম জাতির সংজ্ঞা না দেওয়ার কারণ কী?
✅ আসন্নতম জাতি নেই
[খ] মধ্যবর্তী জাতি নেই
[গ] উপজাতি নেই
[ঘ] মৌলিক বিষয় বলে
৮৯. কোনটি পরতম জাতির দৃষ্টান্ত?
[ক]মানুষ
[খ] নদী
✅ দ্রব্য
[ঘ] চিরকুমার
hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৯০. নিচের কোন পদটির সংজ্ঞা দেওয়া সম্ভব?
[ক] সুখের অনুভূতি
[খ] পরিবর্তনশীল বস্তু
[গ] কার্যকারণ নিয়ম
✅ ডাক্তার
৯১. স্বকীয় নামের সংজ্ঞা দেওয়া যায় না কেন?
[ক] ব্যক্ত্যর্থ নেই বলে
✅ জাত্যর্থ নেই বলে
[গ] অর্থহীন বলে
[ঘ] বিশ্লেষণ করা যায় না বলে এ
৯২. নিচের কোনটি বিশিষ্ট গুণবাচক পদ?
[ক] রহিম
[খ] দ্রব্য
✅ সততা
[ঘ] ঢাকা
৯৩. সাধারণ ও অপরিহার্য বৈশিষ্ট্যের ভিত্তিতে নিচের কোনটি পাখি নয়?
[ক] কাক
✅ বাদুড়
[গ] চিল
[ঘ] বক
৯৪. কোন পদটির জাত্যর্থ নির্দেশ করা অসম্ভব?
[ক] পাখি
✅ বিষাদ বন্ধু
[গ] ফুল
[ঘ] মানুষ
৯৫. নিচের কোন পদের সংজ্ঞা দেওয়া যায় না?
[ক] সাপেক্ষ পদ
[খ] নিরপেক্ষ পদ
✅ নামবাচক পদ
[ঘ] বস্তুবাচক
৯৬. কোন পদটির সংজ্ঞা প্রদানে সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়?
[ক] কুমারী
[খ] চিরকুমার
[গ] মানুষ
✅ রহিম
৯৭. কার্যকারণ নীতির সংজ্ঞা দেওয়া যায় না কেন?
✅ পরম নিয়ম হওয়ার কারণে
[খ] ব্যাখ্যা করা যায় না বলে
[গ] অনুপপত্তির অশঙ্কা থাকে বলে
[ঘ] জটিল বিষয় হওয়ার কারণে
৯৮. নিচের কোন পদের সংজ্ঞা দেওয়া যায় না?
[ক] মানুষ
[খ] জীব
✅ দুঃখ
[ঘ] উদ্ভিদ
৯৯. যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতার দৃষ্টান্ত-
i. দেশ ও কাল
ii. জীব ও মানুষ
iii. সুখ ও দুঃখ
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০০. কোনটিকে পদের সারসত্তা বলা হয়?
✅ জ্যাতার্থ
[খ] ব্যক্ত্যর্থ
[গ] অনুমান
[ঘ] সহানুমান
0 Comments:
Post a Comment