HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৭

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 1st paper mcq question and answer. HSC Logic 1st paper mcq questions pdf download. HSC Logic 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
যুক্তিবিদ্যা
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৭

HSC Logic 1st Paper
MCQ
question and answer pdf download

১. 'আরোহ হলো বিশেষ থেকে সার্বিক অথবা কম ব্যাপক থেকে বেশি ব্যাপক বাক্যের ন্যায়সঙ্গত অনুমান’ কার মতে?
[ক] জেতন্স
[খ] কার্ভেথ রিড
[গ] যোসেফ
✅ ফাউলার

২. কোন বাক্যে উদ্দেশ্য সম্পর্কে বিধেয় নতুন তথ্য দিয়ে থাকে?
[ক] বিশ্লেষক বাক্য
[খ] সার্বিক বাক্য
✅ সংশ্লেষক বাক্য
[ঘ] বিশেষ বাক্য

৩. আবির তার অনুসন্ধান প্রক্রিয়া থেকে অবান্তর বিষয়গুলো বাদ দিল। সে যে প্রক্রিয়ার আশ্রয় নিয়েছিল-
[ক] পর্যবেক্ষণ
[খ] নিরীক্ষণ
[গ] সার্বিকীকরণ
✅ অপনয়ন

৪. আরোহ পদ্ধতির শেষ স্তর কোনটি?
[ক] সার্বিকীকরণ
[খ] অপনয়ন
✅ পরীক্ষামূলক সমর্থন
[ঘ] পর্যবেক্ষণ

৫. আরোহ অনুমানে সিদ্ধান্ত নিঃসৃত হয়ু
i. প্রকৃতির নিয়মানুবর্তিতার ওপর ভিত্তি করে
ii. বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে
iii. কার্যকারণ নিয়মের মাধ্যমে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬. আরোহ অনুমানে আমরা উপনীত হই-
i. জানা থেকে অজানায়
ii. কাছে থেকে দূরে
iii. বিশেষ থেকে সার্বিকে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭. ‘‘রূপগত ও বস্তুগত সত্যতা’’ পাওয়া যায় যে অনুমানে-
i. অরোহ অনুমানে
ii. অবরোহ অনুমানে
iii. প্রকৃত অনুমানে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
নাফিস একটি সার্বিক সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আরোহ অনুমান প্রক্রিয়ার বিভিন্ন ধাপ গ্রহণ করলো। সে সর্বপ্রথম প্রকল্প প্রণয়ন করলো তারপর সার্বিকীকরণ এবং সর্বশেষে সে তার সিদ্ধান্তের পরীক্ষামূলক সমর্থন দিল। কিন্তু তার অনুমান সঠিক হলো না।

৮. নাফিস আরোহ অনুমানের কোন ধাপকে বাদ দেয়ায় তার অনুমান সঠিক হয়নি?
✅ নিরীক্ষণ
[খ] সমস্যা চিহ্নিতকরণ
[গ] পরিকল্পনা গ্রহণ
[ঘ] নীতি বাস্তবায়ন

৯. উক্ত ধাপের আওতাভুক্ত বিষয় হলো উচ্চতর দক্ষতা
i. সংজ্ঞায়ন
ii. বিশ্লেষণ
iii. অপনয়ন

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কোন অনুমানের ভিত্তি?
✅ আরোহ
[খ] অবরোহ
[গ] আবর্তন
[ঘ] কার্যকারণ

১১. প্রকৃতির নিয়ম একটি-
✅ মৌলিক নিয়ম
[খ] যৌগিক নিয়ম
[গ] মিশ্র নিয়ম
[ঘ] অমিশ্র নিয়ম

১২. প্রকৃতি সর্বদা কীসের অনুগামী?
[ক] প্রকৃতি
[খ] বাধা
[গ] পুনরাবৃত্তি
✅ নিয়ম

১৩. 'প্রকৃতি সর্বত্রই শৃঙ্খলা অনুযায়ী নিয়মানুবর্তিতা নীতির কোন দিক?
✅ সদর্থক
[খ] নঞর্থক
[গ] সার্বিক
[ঘ] বিশেষ

১৪. প্রকৃতির ঐক্য (Unity of Nature) কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
[ক] মিল
[খ] যোসেফ
✅ ওয়েলটন
[ঘ] এরিস্টটল

১৫. কোনটি প্রাকৃতিক বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম?
[ক] পরীক্ষণ নীতি
[খ] অপনয়ন নীতি
✅ প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি
[ঘ] পর্যবেক্ষণ নীতি

১৬. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়ম- এগুলো কী?
✅ প্রকৃতিগত নিয়ম
[খ] বিজ্ঞানের দুটি নিয়ম
[গ] অনুমানের নিয়ম
[ঘ] আশ্রয়বাক্যের নিয়ম

১৭. আপাত অসঙ্গত মতবাদকে কী বলে?
[ক] অনুপপত্তি
✅ কূটাভাস
[গ] ছন্দপদ
[ঘ] নিয়মানুবর্তিতা

১৮. কার্যকারণ নিয়মের অর্থ কী?
[ক] প্রতিটি ঘটনারই একটি কার্য আছে
✅ প্রতিটি ঘটনারই একটি কারণ আছে
[গ] প্রতিটি সত্যেরই একটি মিথ্যা আছে
[ঘ] প্রতিটি মিথ্যারই একটি সত্য আছে

১৯. কার্যকারণ নিয়মটি কোন প্রকৃতির?
[ক] মৌলিক
[খ] যৌগিক
✅ স্বতঃসিদ্ধ
[ঘ] পরম

২০. 'যে ঘটনার শুরু আছে, সেই ঘটনার অবশ্যই একটি কারণ আছে'- উক্তিটি কার?
[ক] কার্ভেথ রিডের
✅ জে. এস. মিলের
[গ] যোসেফের
[ঘ] ওয়েলটনের

২১. 'কার্য’ ও ‘কারণের’ মধ্যে সম্পর্ক কীরূপ?
[ক] বিপরীতমূখী সম্পর্ক
✅ আবশ্যিক সম্পর্ক
[গ] বিরুদ্ধ সম্পর্ক
[ঘ] অনিশ্চিত সম্পর্ক

২২. 'কোনো ঘটনাই স্বতঃস্ফূর্তভাবে ঘটে না' - এটি ছিল কার্যকারণের কোন দিক?
[ক] সদর্থক
✅ নঞর্থক
[গ] সার্বিক
[ঘ] মৌলিক

২৩. কার্যকারণ নিয়মে দুটি ঘটনার মধ্যে যেটি পূর্বে ঘটে তাকে কী বলে?
[ক] কার্য
✅ কারণ
[গ] ঘটনা
[ঘ] শর্ত

২৪. কার্যকারণ নীতিতে দুটি ঘটনার মধ্যে যেটি তার ফল হিসেবে পরে ঘটে তাকে কী বলে?
✅ কার্য
[খ] কারণ
[গ] ফলাফল
[ঘ] শর্ত

২৫. কার্যকারণ নীতিটি বিশ্লেষণ করলে কোন বক্তব্যটি পাওয়া যায়?
[ক] প্রতিটি কার্যের একটা বিবরণ আছে
[খ] প্রতিটি ঘটনার একটা ফলাফল আছে
✅ প্রতিটি ঘটনার একটা কারণ আছে
[ঘ] কার্য থেকে কারণ উদ্ভূত

২৬. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে সার্বিক বিশ্লেষণ করে আমরা প্রকৃতির মধ্যে যে বৈশিষ্ট্য পাইত
i. ঐক্য
ii. বৈচিত্ৰ
iii. বিশৃঙ্খলা

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৭. কার্যকারণ নীতি হলো-
i. আরোহের একটি মৌলিক নিয়ম
ii. আরোহের আকারগত ভিত্তি
iii. বৈজ্ঞানিক আরোহের ভিত্তি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৮. শিলা আরোহ যুক্তি পদ্ধতির মাধ্যমে সঠিক জ্ঞান অর্জন করতে চায়। এ মাধ্যমে সঠিক জ্ঞানার্জনে প্রয়োজন-
i. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি
ii. কার্যকারণ নিয়ম
iii. পর্যাপ্ত হেতু নিয়ম

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ভূমিকম্প নিয়ে নেপালের গবেষকরা নানাভাবে এর ব্যাখ্যা দিচ্ছেন। তবে সাধারণ মানুষ ভাবছে প্রকৃতি তার নিজস্ব রীতিতেই আবর্তিত হচ্ছে। একে ঠেকানোর মতো আধুনিক প্রযুক্তি এখনো আবিষ্কৃত হয়নি।

২৯. উদ্দীপকটিতে কী প্রকাশিত হয়েছে?
[ক] বিরোধ নিয়ম
[খ] অভেদ নিয়ম
[গ] কার্যকারণ নিয়ম
✅ প্রকৃতির নিয়ম

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. উদ্দীপকের আলোকে ‘প্রকৃতি’ আসলে কী?
i. প্রকৃতি হয় নিয়মানুবর্তী
ii. প্রকৃতি নিয়মের দাস
iii. প্রকৃতি নিজের পুনরাবৃত্তি করে

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩১. কার্যের পূর্ববর্তী ঘটনা বা বিষয়কে কী বলে?
[ক] কার্য
✅ কারণ
[গ] শর্ত
[ঘ] কূটাভাস

৩২. কারণের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
✅ গুণগত বৈশিষ্ট্য
[খ] কালগত বৈশিষ্ট্য
[গ] মানগত বৈশিষ্ট্য
[ঘ] আকারগত বৈশিষ্ট্য

৩৩. কারণ নির্ণয়ের জন্য অপরিহার্য-
[ক] নিরীক্ষণ
[খ] পরীক্ষণ
✅ শর্ত
[ঘ] ঘটনা

৩৪. কারণ ও কার্যের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান?
[ক] তাত্ত্বিক
✅ আবশ্যিক
[গ] ভাষাগত
[ঘ] ক্রিয়াগত

৩৫. যেসব শর্তের উপস্থিতিতে কোনো ঘটনা অবশ্যই ঘটবে তাকে কী বলে?
[ক] আবশ্যিক শর্ত
✅ পর্যাপ্ত শর্ত
[গ] সদর্থক শর্ত
[ঘ] নঞর্থক শর্ত

৩৬. যে সব শর্তের অনুপস্থিতিতে ঘটনা ঘটে না তাকে কী বলে?
✅ আবশ্যিক শর্ত
[খ] পর্যাপ্ত শর্ত
[গ] সদর্থক শর্ত
[ঘ] নঞর্থক শর্ত

৩৭. ভেজা জ্বালানি ছাড়া ধোঁয়া হয় নাত এখানে ভেজা জ্বালানি হলো ধোঁয়ার-
[ক] পর্যাপ্ত শর্ত
✅ আবশ্যিক শর্ত
[গ] সদর্থক শর্ত
[ঘ] নঞর্থক শর্ত

৩৮. কারণের পরিমাণগত সমতার বিষয়টি কয়টি নিয়মের সাহায্যে ব্যাখ্যা করা যায়?
✅ দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৩৯. কারণ ও শর্ত উভয়েই কার্যের কখন ঘটে?
✅ পূর্বে
[খ] পরে
[গ] একইসাথে
[ঘ] যেকোনো সময়

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৭

৪০. আগুন জ্বলার জন্য আবশ্যিক শর্ত হলো-
[ক] কাগজ
[খ] ম্যাচ
✅ অক্সিজেন
[ঘ] ব্যাক্তি

৪১. শক্তির নিত্যতা নীতি এর অর্থ কী?
[ক] বিশ্বে শক্তির পরিমাণের হ্রাস-বৃদ্ধি হয়
[খ] শক্তির একরূপ থেকে আর একরূপে পরিবর্তিত হয় না
✅ বিশ্বে শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে
[ঘ] বিশ্বে শক্তির মোট পরিমাণ নশ্বর

৪২. বস্তুর নিত্যতা সূত্রটির যৌক্তিক অর্থ কী?
[ক] সব ধ্বংস করা যায়
✅ বস্তু ধ্বংস করা যায় না
[গ] সব সৃষ্টি করা যায়
[ঘ] বস্তুর পরিমাণ পরিবর্তন হয়

৪৩. মশার কামড়ে ম্যালেরিয়া জ্বর হয়। এটির সাপেক্ষে কোনটি সঠিক?
[ক] মশার কামড় হলো কার্য
[খ] ম্যালেরিয়া হলো কারণ
✅ মশার কামড় হলো কারণ
[ঘ] মশার কামড় হলে অনুগামী ঘটনা

৪৪. যুক্তিবিদরা শর্তগুলোকে কয়ভাগে ভাগ করেছেন?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৪৫. কার্য সংঘটনের বা উৎপাদনের জন্য যে শর্তের অনুপস্থিতি আবশ্যক তাকে কী বলে?
[ক] সাপেক্ষ শর্ত
[খ] সদর্থক শর্ত
✅ নঞর্থক শর্ত
[ঘ] কার্যকারণ শর্ত

৪৬. অক্সিজেন দহন ক্রিয়ার কীরূপ শর্ত?
✅ আবশ্যিক শর্ত
[খ] ঐচ্ছিক শর্ত
[গ] পর্যাপ্ত আবশ্যিক শর্ত
[ঘ] পর্যাপ্ত শর্ত

৪৭. বস্তু ও শক্তির অবিনশ্বরতা কারণের-
i. গুণগত বৈশিষ্ট্য
ii. পরিমাণগত বৈশিষ্ট্য
iii. আবশ্যিক বৈশিষ্ট্য

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮. কারণের পরিমাণগত বৈশিষ্ট্য যে সূত্রের ওপর প্রতিষ্ঠিত-
i. কার্যকারণ নিয়ম
ii. বস্তুর অবিনশ্বরতা নিয়ম
iii. শক্তির অবিনশ্বরতা নিয়ম

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৯. যে শর্তের উপস্থিতিতে কার্য সংঘটিত হয়-
i. নঞর্থক শর্ত
ii. সদর্থক শর্ত
iii. কোনোটিই নয়

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫০ ও ৫১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মৃনাল মনোযোগ দিয়ে পড়ার সময় হঠাৎ কেউ স্পর্শ করেছে বলে চিৎকার করে উঠলো। বাড়ির সবাই হাজির হয়ে দেখলো বাতাসে জানালার পর্দা উড়ে এসে মৃনালের গায়ে লাগাতে সে ভয়ে চিৎকার করে উঠেছে। অন্যদিকে তার ছোট ভাই নোমানের পা ভাঙ্গার কারণ হিসেবে গাছ থেকে পিছলে পড়ে যাওয়াকে সবাই দায়ী করছে।

৫০. উদ্দীপকে নোমানের সাথে ঘটা ঘটনাটি কারণের কোন অনুপপত্তির সাথে সম্পৃক্ত?
[ক] দূরবর্তী শর্ত
✅ একটি মাত্র শর্ত
[গ] সহকার্য
[ঘ] কাকতালীয়

৫১. মৃনালের আচরণে সৃষ্ট অনুপপত্তিটি হচ্ছে-
✅ ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ
[খ] সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ
[গ] দৃষ্টান্তের অনিরীক্ষণ
[ঘ] প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণ

৫২. বহুকারণবাদের ইংরেজি প্রতিশব্দ কী?
[ক] Conjunction of Causes
[খ] Plurality of Causes
✅ Observation
[ঘ] Cayses of Causes

৫৩. একই কার্যের একাধিক কারণের কথা বলা হয় কোন মতবাদে?
[ক] উপযোগবাদ
[খ] আচরণবাদ
✅ বহুকারণবাদ
[ঘ] কার্য সংমিশ্রণ

৫৪. ‘চ’ নামের জটিল কার্য x, y ও z কারণের সমন্বয়ে-উৎপন্ন হয়। এটি কোন নিয়মকে নির্দেশ করে?
[ক] বহুকারণবাদ
[খ] উপযোগবাদ
✅ বহুকারণ সমন্বয়
[ঘ] কার্য সংমিশ্রণ

৫৫. বহুকারণবাদের প্রবক্তা কে?
[ক] বেইন
[খ] যোসেফ
✅ মিল
[ঘ] পরফিরি

৫৬. কার্য সংমিশ্রণ কয় রকমের হতে পারে?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৫৭. ১০০ ওয়াটের ৫টি বৈদ্যুতিক বাল্পের সমন্বিত আলো কোন ধরনের কার্য সংমিশ্রণকে নির্দেশ করে?
✅ সমজাতীয়
[খ] ভিন্ন জাতীয়
[গ] বহুকারণ
[ঘ] বহুকারণ সমন্বয়

৫৮. অক্সিজেন ও হাইড্রোজেনের সমন্বয়ে পানি উৎপাদন কোন ধরনের কার্য সংমিশ্রণ?
[ক] সমজাতীয়
✅ ভিন্ন জাতীয়
[গ] বহুকারণঘ বহুকারণ সমন্বয়

৫৯. কীসের সংজ্ঞা বহুকারণবাদকে মিথ্যা প্রতিপন্ন করে?
[ক] কার্যের
[খ] নিয়মের
✅ কারণের
[ঘ] ঘটনার

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. নদীতে নৌকা ডুবির ফলে একটি শিশুর মৃত্যু হলো। এখানে মৃত্যু হলো-
[ক] কারণ
[খ] শর্ত
✅ কার্য
[ঘ] যুক্তি

৬১. যদি কোনো ঘরে দুটো ২৫ শক্তির বাল্ব ব্যবহার করা হয় তাহলে তাদের যুক্ত কার্য ফল হবে কত?
[ক] ২৫ শক্তির আলোক
[খ] ৩০ শক্তির আলোক
✅ ৫০ শক্তির আলোক
[ঘ] ৭৫ শক্তির আলোক

৬২. বহুকারণ মতবাদটি কারণের সংজ্ঞার সাথে কীরূপ?
[ক] সাদৃশ্যপূর্ন
[খ] পরিপূরক
[গ] সমন্বয়
✅ বিরোধপূর্ণ

৬৩. ‘বহুকারণবাদ বস্তু প্রকৃতি ঘটিত বাস্তব সত্য সম্পর্কে যতটা নয়, তার চেয়েও বেশি আমাদের ত্রুটিপূর্ণ জ্ঞানের একটি নিদর্শন’ কার মতে?
✅ বেইন
[খ] কার্ভেথ রিড
[গ] মিল
[ঘ] হিউম

৬৪. বহুকারণবাদ খ-নের একটি উপায় হচ্ছে-
[ক] সাধারণীকরণ করা
✅ সামান্যকীকরণ করা
[গ] অসামান্যকীকরণ করা
[ঘ] শর্তহীন করা

৬৫. ‘আলো প্রাপ্তি’ কার্যটি যে কারণকে নির্দেশ করে-
i. সূর্য
ii. চন্দ্র
iii. মোমবাতি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৬. কার্য সংমিশ্রণ হতে পারে-
i. সমজাতীয়
ii. সৃজনশীল
iii. ভিন্ন জাতীয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৭. Observation কোন শব্দ থেকে উদ্ভূত?
[ক] ফরাসি
[খ] গ্রিক
✅ ল্যাটিন
[ঘ] পর্তুগিজ

৬৮. কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে ঘটনা প্রত্যক্ষ করার নাম-
[ক] প্রত্যক্ষণ
[খ] পরীক্ষণ
✅ নিরীক্ষণ
[ঘ] কার্যকারণ

৬৯. সুজা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে মৌমাছির মধু সংগ্রহ প্রক্রিয়া প্রত্যক্ষণ করে। সুজার কাজটি কোনটিকে সমর্থন করে?
[ক] বিশ্লেষণ
[খ] শ্রেণিকরণ
[গ] পরীক্ষা
✅ নিরীক্ষণ

৭০. নিরীক্ষকের যে মানসিক দক্ষতা ও বুদ্ধিসত্তার ওপর নিরীক্ষণ নির্ভর করে তাকে কী বলে?
✅ বৌদ্ধিক শর্ত
[খ] শারীরিক শর্ত
[গ] দৈহিক শর্ত
[ঘ] নৈতিক শর্ত

৭১. নিরীক্ষকের নিরপেক্ষ ও সংস্কারমুক্ত থাকা কোন ধরনের শর্ত?
[ক] বৌদ্ধিক
[খ] শারীরিক
[গ] দৈহিক
✅ নৈতিক

৭২. নিরীক্ষণজনিত অনুপপত্তিকে কয় ভাগে ভাগ করা যায়?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৭৩. অনিরীক্ষণ কোন জাতীয় অনুপপত্তি?
✅ সদর্থক
[খ] সর্বজনীন
[গ] ব্যক্তিগত
[ঘ] নঞর্থক

৭৪. নিরীক্ষণের কোনো রকম ভুল হলে সৃষ্টি হয়-
✅ ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি
[খ] চক্রবাক অনুপপত্তি
[গ] কাকতলীয় অনুপপত্তি
[ঘ] চতুষ্পদী অনুপপত্তি

৭৫. কোনো ঘটনার আংশিক নিরীক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হলে কোন অনুপপত্তি ঘটে?
[ক] ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি
✅ অ-নিরীক্ষণ অনুপপত্তি
[গ] সদর্থক অনুপপত্তি
[ঘ] আংশিক নিরীক্ষণ অনুপপত্তি

৭৬. ভ্রান্ত নিরীক্ষণ কয় প্রকারের?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৭৭. ছায়া আলোকে বললো, ‘‘SMS অশুভ কারণ তা মৃত্যু সংবাদ বহন করে।’’ ছায়ার বক্তব্যে কোন অনুপপত্তি ঘটেছে?
[ক] অবৈধ সার্বিকীকরণ
✅ দৃষ্টান্তের অনিরীক্ষণ
[গ] প্রয়োজনীয় অবস্থাবলীর অনিরীক্ষণ
[ঘ] কাকতালীয় অনুপপত্তি

৭৮. নিরীক্ষণ সম্পন্ন হয় কীসের মাধ্যমে?
[ক] পরীক্ষণের
[খ] পর্যবেক্ষণের
[গ] প্রকল্পের
✅ প্রত্যক্ষণের

৭৯. অন্ধকার রাতে বৈদ্যুতিক খামকে ভূত বলে মনে করা কী ধরনের নিরীক্ষণ?
[ক] সর্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ
[খ] কাকতালীয়
[গ] দৃষ্টান্তের ভ্রান্ত নিরীক্ষণ
✅ ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ

৮০. ল্যাটিন ভাষায় 'Post hoc ergo propter hoc' এর অর্থ কী?
[ক] সদর্থক অনুপপত্তি
[খ] নঞর্থক আনুপপত্তি
[গ] সর্বজনীন অনুপপত্তি
✅ কাকতালীয় অনুপপত্তি

৮১. ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি হলো-
i. ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি
ii. দৃষ্টান্তের ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি
iii. সর্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮২. অনিরীক্ষণ অনুপপত্তির অন্তর্ভুক্ত হলো-
i. ব্যক্তিগত অনিরীক্ষণ
ii. দৃষ্টান্তের অনিরীক্ষণ
iii. প্রয়োজনীয় অবস্থাবলির অনিরীক্ষণ

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮৩ ও ৮৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রাদিয়া কয়েকজন কবির হাতের লেখা খারাপ দেখে সিদ্ধান্ত গ্রহন করলো যে, সকল কবির হাতের লেখা হয় খারাপ।

৮৩. উদ্দীপকে রাদিয়ার যুক্তিতে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
✅ দৃষ্টান্তের অনিরীক্ষণ
[খ] প্রয়োজনীয় বিষয়ের অনিরীক্ষণ
[গ] সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ
[ঘ] ব্যাক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ

৮৪. রাদিয়ার গৃহীত সিদ্ধান্ত-
[ক] পরীক্ষণ নির্ভর
[খ] প্রকৃতির নিয়ম নির্ভর
✅ নিরীক্ষণ নির্ভর
[ঘ] কার্যকারণ নিয়ম নির্ভর

উদ্দীপকটি পড়ে ৮৫ ও ৮৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
প্যাঁচা ডাকার সাথে সাথে অপু গাছ থেকে পড়ে গেল। সুতরাং প্যাঁচার ডাকই অপুর পড়ে যাওয়ার কারণ।

৮৫. যুক্তিটিতে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
[ক] অনিরীক্ষণজনিত
✅ কাকতালীয়
[গ] অবৈধ সার্বিকীকরণ
[ঘ] কার্যকারণ ঘটিত

৮৬. যুক্তিটিতে অনুপপত্তি ঘটার কারণত
i. কার্যকারণ সম্পর্কবিহীন ঘটনা
ii. অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা
iii. আকস্মিক ও অবান্তর ঘটনা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৭. পরীক্ষণের প্রাথমিক রূপটি কী?
✅ প্রত্যক্ষণ
[খ] যাচাইকরণ
[গ] সিদ্ধান্ত গ্রহণ
[ঘ] ধারণা গঠন

৮৮. পরীক্ষণের সঠিক তথ্য কোনটি?
[ক] এটি নিষ্ক্রিয় প্রক্রিয়া
[খ] এটি প্রকৃতি নির্ভর প্রক্রিয়া
✅ এটি বিশ্লেষণিক প্রক্রিয়া
[ঘ] এটি অনিয়ন্ত্রিত প্রক্রিয়া

৮৯. ‘‘পরীক্ষণ হলো এক প্রকার নিরীক্ষণ যা পূর্ব থেকে প্রস্তুতকৃত এবং যার অবস্থাবলি জ্ঞাত’’ - উক্তিটি কার?
[ক] মিল
[খ] বেইন
[গ] যোসেফ
✅ কার্ভেথ রি

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. পরীক্ষণে কীসের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয়?
[ক] দৃষ্টান্তের সংখ্যা
[খ] ঐতিহাসিক সত্যতা
✅ বিষয়বস্তু
[ঘ] উদ্দেশ্য

৯১. কে বলেছেন পরীক্ষণ একটি পূর্ব পরিকল্পিত নিরীক্ষণ?
✅ কার্ভেথ রিড
[খ] জয়েস
[গ] ভোলানাথ রায়
[ঘ] জন স্টুয়ার্ট মিল

৯২. নিরীক্ষণ ও পরীক্ষণ উভয়ের লক্ষ্য কী?
[ক] সঠিকভাবে প্রত্যক্ষণ
[খ] পরীক্ষাগারে ঘটনা উৎপাদন
✅ যথার্থ সিদ্ধান্ত প্রতিষ্ঠা
[ঘ] প্রাকৃতিক ঘটনা পর্যবেক্ষণ

৯৩. ‘পরীক্ষণের বেলায় আমরা প্রকৃতিকে যেন জেরা করি।' পরীক্ষণ সম্পর্কিত এ উক্তিটি কার?
[ক] মিল
✅ বেকন
[গ] এরিস্টটল
[ঘ] সক্রেটিস

৯৪. পরীক্ষণকার্য পরিচালনার জন্য প্রধান শর্ত কী?
✅ যন্ত্রপাতিসহ গবেষণাগার
[খ] প্রাকৃতিক পরিবেশ
[গ] প্রাকৃতিক অবস্থার প্রেক্ষিতে প্রত্যক্ষণ করা
[ঘ] পরিকল্পিতভাবে প্রত্যক্ষণ করা।

৯৫. মনি গবেষণাগারে যন্ত্রপাতির সাহায্যে হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে পানি তৈরি করলো। তার পানি তৈরি করা কোন পদ্ধতির অন্তর্ভুক্ত?
✅ পরীক্ষণ
[খ] নিরীক্ষণ
[গ] পর্যবেক্ষণ
[ঘ] অপনয়ন

৯৬. নিরীক্ষণ ও পরীক্ষণের প্রকৃতি কীরূপ?
[ক] একই
✅ ভিন্ন
[গ] বিপরীতমুখী
[ঘ] অসম

৯৭. পরীক্ষণের তুলনায় নিরীক্ষণ কীরূপ প্রক্রিয়া?
[ক] জটিল
[খ] ধীর
✅ সহজ
[ঘ] ক্ষুদ্র

৯৮. কোনটিতে আর্থিক সুবিধা রয়েছে?
✅ নিরীক্ষণে
[খ] পরীক্ষণে
[গ] অনুপপত্তিতে
[ঘ] প্রত্যক্ষণে

৯৯. নিরীক্ষণের বেলায় কোনো ঘটনাকে বার বার উৎপাদন ও পরীক্ষা করা যায় না কী কারণে?
[ক] যন্ত্রপাতির অপর্যাপ্ততা
[খ] কৃত্রিম পরিবেশের আধিক্য
✅ প্রকৃতির মুখাপেক্ষী থাকতে হয়
[ঘ] পারিপার্শ্বিক পরিবেশ পরিবর্তনে বেশি সময় লাগে

১০০. নিরীক্ষণ ও পরীক্ষণ উভয়ইন্ডে-
i. কৃত্রিম
ii. নিস্ক্রিয়
iii. প্রাকৃতিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide