এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 1st paper mcq question and answer. HSC Logic 1st paper mcq questions pdf download. HSC Logic 1st paper mcq guide pdf.
উচ্চ মাধ্যমিক
যুক্তিবিদ্যা
প্রথম পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৬
HSC Logic 1st Paper
MCQ
question and answer pdf download
১. নিচের কোনটি প্রথম সংস্থানের মূর্তি?
✅ CELARENT
[খ] CAMESTRES
[গ] CAMENES
[ঘ] CESARE
২. দ্বিকল্প সহানুমান কোন ধরনের অনুমান?
✅ মিশ্র সহানুমান
[খ] অমিশ্র সহানুমান
[গ] শুদ্ধ প্রাকল্পিক সহানুমান
[ঘ] শুদ্ধ বৈকল্পিক
৩. অমাধ্যম অনুমানের শ্রেণিবিভাগ কোনটি?
[ক] সহানুমান
✅ প্রতিবর্তন
[গ] দ্বিকল্প সহানুমান
[ঘ] আরোহ
৪. ‘হয় তুমি ভাত খাবে না হয় রুটি খাবে' - বাক্যটি কোন ধরনের যুক্তিবাক্য?
[ক] নিরপেক্ষ
✅ বৈকল্পিক
[গ] প্রাকল্পিক
[ঘ] সংযৌগিক
৫. 'CESARE' কোন সংস্থানের বৈধ মূর্তি?
[ক] প্রথম সংস্থান
✅ দ্বিতীয় সংস্থান
[গ] তৃতীয় সংস্থান
[ঘ] চতুর্থ সংস্থান
৬. 'A'-যুক্তিবাক্যকে প্রতিবর্তন করলে সিদ্ধান্ত পাওয়া যায়ত
[ক] A-যুক্তিবাক্য
[খ] I- যুক্তিবাক্য
✅ E- যুক্তিবাক্য
[ঘ] O-যুক্তিবাক্য
৭. দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি কোনটি?
[ক] DISAMIS
[খ] BARBARA
✅ FESTINO
[ঘ] FESAPO
৮. প্রথম আকারের বৈধ মূর্তি কয়টি?
✅ ৪টি
[খ] ৬টি
[গ] ৫টি
[ঘ] ৭টি
৯. C – L – R – NT ড্যাস চিহ্নিত স্থানগুলোতে কোন ক্রমধারা বসবে?
[ক] AAE
[খ] AEA
[গ] EEA
✅ EAE
১০. সহানুমানের গঠনশৈলীতে ব্যবহৃত পদগুলো হলো-
[ক] সদর্থক, নঞর্থক ও ব্যাহতার্থক
[খ] প্রধান, অপ্রধান ও বিপরীত
✅ প্রধান, অপ্রধান ও মধ্য
[ঘ] জাত্যর্থক, অজাত্যর্থক ও মধ্য
১১. ‘সকল মানুষ হয় বিজ্ঞ’ - এই বাক্যের প্রতিবর্তিত রূপ কোনটি?
[ক] কিছু কিছু মানুষ হয় A-বিজ্ঞ
[খ] কিছু কিছু মানুষ নয় A-বিজ্ঞ
[গ] সকল মানুষ হয় A-বিজ্ঞ
✅ কোনো মানুষ নয় A-বিজ্ঞ
১২. প্রতিবর্তনের সিদ্ধান্তকে বলা হয়-
[ক] প্রতিবর্তনীয়
✅ প্রতিবর্তিত
[গ] প্রতি-আবর্তিত
[ঘ] প্রতি-আবর্তনীয়
১৩. প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়ম লঙ্ঘন করলে কয়টি অনুপপত্তি ঘটে?
✅ দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি
১৪. কিছু A নয় B; সুতরাং কিছু B নয় A - দৃষ্টান্তটি-
i. একটি অবৈধ আবর্তন
ii. O-বাক্যের অবৈধ আবর্তনজনিত অনুপপত্তি
iii. আবর্তনের নিয়ম বিরোধী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
হয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে। সুতরাং Y প্রথম হয়নি।
১৫. উদ্দীপকের অনুমানটি কোন ধরনের?
[ক] আবর্তন
[খ] দ্বিকল্প
[গ] প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
✅ বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান
১৬. মধ্যপদ ন্যায় অনুমানে কয়বার ব্যাপ্য হতে হয়?
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪
১৭. মাধ্যম অনুমানের রূপ কোনটি?
[ক] সরল আবর্তন
✅ সহানুমান
[গ] প্রতিবর্তন
[ঘ] প্রতি-আবর্তন
১৮. সকল লেখক হয় জ্ঞানী (A)
অতএব, কিছু জ্ঞানী লোক হয় লেখক
যুক্তিটি কোন ধরনের অনুমান?
[ক] সহানুমান
[খ] সরল আবর্তন
✅ অসরল আবর্তন
[ঘ] প্রতি-আবর্তন
১৯. প্রধান পদ যে আশ্রয়বাক্যে থাকে তাকে কী বলে?
[ক] সাধারণ বাক্য
✅ প্রধান আশ্রয়বাক্য
[গ] সিদ্ধান্ত
[ঘ] অ-প্রধান আশ্রয়বাক্য
২০. প্রাকল্পিক সহানুমানের প্রধান আশ্রয়বাক্যটি কোন ধরনের যুক্তিবাক্য?
[ক] যৌগিক প্রাকল্পিক যুক্তিবাক্য
[খ] নিরপেক্ষ যুক্তিবাক্য
✅ প্রাকল্পিক যুক্তিবাক্য
[ঘ] বৈকল্পিক যুক্তিবাক্য
২১. তৃতীয় সংস্থানে সিদ্ধান্ত সর্বক্ষেত্রে কী হয়?
[ক] সদর্থক যুক্তিবাক্য
[খ] নঞর্থক যুক্তিবাক্য
✅ বিশেষ যুক্তিবাক্য
[ঘ] সার্বিক যুক্তিবাক্য
২২. এরিস্টটলীয় যুক্তিবিদ্যার মূল সূত্র কয়টি?
[ক] একটি
✅ দুটি
[গ] তিনটি
[ঘ] চারটি
২৩. সহানুমান সম্পর্কিত ধারণা প্রবর্তন করেন-
[ক] সক্রেটিস
[খ] প্লেটো
✅ এরিস্টটল
[ঘ] মিল
২৪. হেতুপদকে কোনটি দ্বারা প্রতীকায়িত করা হয়?
✅ M
[খ] L
[গ] P
[ঘ] S
২৫. সব পাখি হয় হলুদ
সব মাছারাঙা হয় হলুদন্ড
অতএব, সব মাছরাঙা হয় পাখি।
এখানে কোন অনুপপত্তির সৃষ্টি হয়েছে?
[ক] চতুষ্পদী
✅ অব্যাপ্য মধ্যপদ
[গ] অবৈধ প্রধান পদ
[ঘ] অবৈধ অপ্রধান পদ
২৬. অ বাক্যের আবর্তিত হলো-
[ক] A-বাক্য
[খ] E-বাক্য
✅ I-বাক্য
[ঘ] O-বাক্য
২৭. অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য থাকে-
✅ একটা
[খ] দুইটা
[গ] তিনটা
[ঘ] চারটা
২৮. সহানুমানে ব্যবহৃত অপ্রধান পদের প্রতীক কোনটি?
[ক] M
✅ S
[গ] P
[ঘ] Q
২৯. সহানুমানের আশ্রয়বাক্য দুটি সত্য হলে সিদ্ধান্তটিও হবে-
[ক] মিথ্যা
[খ] আংশিক সত্য
[গ] আংশিক মিথ্যা
✅ সত্য
hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৩০. প্রতি-আবর্তন অমাধ্যম অনুমানের একটি-
i. মৌলিক প্রক্রিয়া
ii. যৌগিক প্রক্রিয়া
iii. সরল প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৩১. দ্বিকল্প সহানুমানের সিদ্ধান্ত সম্পর্কে যেটি অধিক গ্রহণযোগ্য
i. বৈকল্পিক যুক্তিবাক্য
ii. নিরপেক্ষ যুক্তিবাক্য
iii. প্রাকল্পিক যুক্তিবাক্য
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩২. অবরোহ অনুমানের লক্ষ্য কী?
[ক] বস্তুগত সত্যতা
[খ] প্রমাণগত সত্যতা
[গ] অনুমানগত সত্যতা
✅ আকারগত সত্যতা
৩৩. অবরোহ অনুমানে সার্বিক বাক্য থেকে কোন ধরনের বাক্য সিদ্ধান্তে অনুমিত হয়?
✅ বিশেষ বাক্যে
[খ] বৈকল্পিক বাক্যে
[গ] প্রাকল্পিক বাক্যে
[ঘ] সমমানিক বাক্যে
৩৪. অবরোহ অনুমানের প্রকৃতি হলো-
[ক] বিশেষ থেকে সার্বিক
✅ সার্বিক থেকে বিশেষ
গ বিশেষ থেকে বিশেষ
[ঘ]সার্বিক থেকে সার্বিক
৩৫. যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্যের ওপর নির্ভর করে সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে কী বলে?
✅ মাধ্যম অনুমান
[খ] আরোহ অনুমান
[গ] অমাধ্যম অনুমান
[ঘ] আবর্তন
৩৬. কোনটি অবরোহ অনুমানের প্রকারভেদ?
✅ মাধ্যম অনুমান
[খ] সাদৃশ্যমূলক অনুমান
[গ] অবৈজ্ঞানিক অনুমান
[ঘ] বৈজ্ঞানিক অনুমান
৩৭. ভাববাদী যুক্তিবিদগণ অবরোহ অনুমানকে অভিহিত করেছেনত
✅ সত্যানুসন্ধানের প্রাথমিক ও মৌলিক প্রক্রিয়া
[খ] জ্ঞাত থেকে অজ্ঞাতে উত্তরণ প্রক্রিয়া
[গ] সত্য থেকে মিথ্যাতে উত্তরণ প্রক্রিয়া
[ঘ] বৈজ্ঞানিক প্রক্রিয়া
৩৮. নিচের কোনটি প্রত্যক্ষ অনুমান হিসেবে পরিচিত?
[ক] প্রকৃত অনুমান
[খ] অপ্রকৃত অনুমান
✅ অমাধ্যম অনুমান
[ঘ] মাধ্যম অনুমান
৩৯. অবরোহ অনুমান কোন সত্যের অনুসারী?
[ক] বস্তুগত
✅ আকারগত
[গ] মানসিক
[ঘ] বস্তুগত ও আকারগত
[ক] যুক্তিবাক্য
[খ] বাক্য
✅ বিশেষ বাক্য
[ঘ] সাধারণ বাক্য
৪১. দীপিকা একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। তার এ অনুমান কোন ধরনের অনুমান?
✅ অমাধ্যম অনুমান
[খ] মাধ্যম অনুমান
[গ] আরোহ অনুমান
[ঘ] অবরোহ অনুমান
৪২. নিচের কোনটি অমাধ্যম অনুমানের প্রকারভেদ?
[ক] দ্বিকল্প অনুমান
✅ প্রতিবর্তন
[গ] সহানুমান
[ঘ] সাদৃশ্যানুমান
৪৩. অমাধ্যম অনুমানের আশ্রয়বাক্যটি সত্য হলে সিদ্ধান্তটি কীরূপ হবে?
✅ সত্য
[খ] মিথ্যা
[গ] সত্য ও মিথ্যা
[ঘ] কোনটিই নয়
৪৪. 'অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে আশ্রয়বাক্যে বিবৃত বিষয় ছাড়া কোনো নতুন তথ্য নেই।' - উক্তিটি কার?
✅ মিলের
[খ] বেইনের
[গ] যোসেফের
[ঘ] কফির
৪৫. আবির এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত স্থাপন করে। তার এ অনুমান কোন ধরনের অনুমান?
[ক] আরোহ অনুমান
✅ অবরোহ অনুমান
[গ] দ্বিকল্প অনুমান
[ঘ] সাদৃশ্যানুমান অনুমান
৪৬. যুক্তিবিদ বেইনের মতে অমাধ্যম অনুমানের প্রকৃতি কেমন?
[ক] প্রকৃত অনুমান
✅ অপ্রকৃত অনুমান
[গ] যথার্থ অনুমান
[ঘ] আরোহ অনুমান
৪৭. যুক্তিবিদ ওয়েলটনের মতে অমাধ্যম অনুমানের প্রকৃতি কীরূপ?
✅ প্রকৃত অনুমান
[খ] অপ্রকৃত অনুমান
[গ] অযথার্থ অনুমান
[ঘ] তথাকথিত অনুমান
৪৮. যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয় তাকে বলে-
i. অমাধ্যম অনুমান
ii. মাধ্যম অনুমান
iii. সহানুমান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৯. অমাধ্যম অনুমানের ক্ষেত্রে সঠিক তথ্য হলো-
i. দুটি পদ থাকে
ii. একটি আশ্রয়বাক্য থাকে
iii. দুটি যুক্তবাক্য থাকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫০. অমাধ্যম অনুমানের প্রকৃতি হলো
i. একাধিক আশ্রয়বাক্যের উপস্থিতি বিদ্যমান
ii. প্রতিজ্ঞা থেকে সরাসরি সিদ্ধান্ত নিঃসৃত হয়
iii. আকারগত সত্যতার সাথে সাদৃশ্যপূর্ণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৫১. আবর্তনের ইংরেজি শব্দ কোনটি?
[ক] Obversion
[খ] Opposition
[গ] Conversion
✅ Contraposition
৫২. কোনো আশ্রয়বাক্যের উদ্দেশ্যের স্থলে বিধেয়কে আর বিধেয়ের স্থলে তার উদ্দেশ্যকে বসিয়ে সিদ্ধান্ত গ্রহণকে কী বলা হয়?
[ক] প্রতিবর্তন
✅ আবর্তন
[গ] আবর্তিত
[ঘ] আবর্তনীয়
৫৩. আবর্তনীয় ও আবর্তিতের মধ্যে কোন ধরনের বিষয় অপরিবর্তীত থাকে?
✅ গুণ
[খ] সংখ্যা
[গ] ঘটনা
[ঘ] পরিমাণ
৫৪. কোন আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে?
[ক] প্রতি আবর্তন,
[খ] অসমান আবর্তন
✅ সরল আবর্তন
[ঘ] অসরল আবর্তন
৫৫. সহানুমানে কোন যুগল থেকে কোনো সিদ্ধান্ত হবে না?
[ক] AO
[খ] AI
[গ] EI
✅ EO
৫৬. কোনটি সহানুমানের অনুপপত্তি?
[ক] ভ্রান্ত নিরীক্ষণ
[খ] কাকতালীয় অনুপপত্তি
✅ চতুষ্পদী অনুপপত্তি
[ঘ] অনিরীক্ষণ অনুপপত্তি
৫৭. বাবু 'মানুষ' পদটিকে সহানুমানের সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করে। ‘মানুষ’ পদটি সম্পর্কে কোনটি প্রযোজ্য?
[ক] অপ্রধান পদ
[খ] পক্ষপদ
✅ সাধ্যপদ
[ঘ] হেতুপদ
৫৮. সহানুমানের প্রকৃতি, গঠন এবং বৈধতা সম্পর্কিত সাধারণ নিয়ম কার সূত্র থেকে আবিষ্কৃত হয়?
[ক] জে এস মিলের
[খ] সুইনবার্নের
✅ এরিস্টটলের
[ঘ] যোসেফের
৫৯. 'Dictum de ommi et nullo'- সহানুমানের এই সূত্রের প্রণেতা কে?
[ক] সক্রেটিস
[খ] প্লেটো
✅ এরিস্টটল
[ঘ] মিল
hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৬০. Dictum শব্দের অর্থ কী?
[ক] নিয়ম
[খ] পদ্ধতি
✅ সূত্র
[ঘ] জ্ঞান
৬১. এরিস্টটলের সূত্রটি কী হিসেবে কাজ করে?
ক সহানুমানের আকার
[খ] সহানুমানের নিয়ম
✅ সহানুমানের ভিত্তি
[ঘ] সহানুমানের অনুপপত্তি
৬২. সহানুমানের প্রধান পদের অবস্থান-
i. প্রধান আশ্রয়বাক্যে
ii. অপ্রধান আশ্রয়বাক্যে
iii. সিদ্ধান্তের বিধেয়ে
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৬৩. এরিস্টটলের সহানুমানের সূত্রের ক্ষেত্রে বলা হয়-
i. এটির ভিত্তি হিসেবে কাজ করে
ii. এটি মৌলিক নিয়ম
iii. এটি অভিজ্ঞতা নিরপেক্ষ নিয়ম
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ র, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৬৪ ও ৬৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
অয়ন, চিন্তা করে দেখল, সব মানুষ মরণশীল। আবার সব ছাত্র মানুষ। সুতরাং সে সিদ্ধান্ত করল, সব ছাত্র মরণশীল।
৬৪. উদ্দীপকে অয়নের সিদ্ধান্তটি কোন যুক্তিবিদের সাথে সামঞ্জস্যপূর্ণ?
[ক] স্টুয়ার্ট মিলের
✅ এরিস্টটলের
[গ] প্লেটোর
[ঘ] কার্ডেথ রিডের
৬৫. উদ্দীপকে সহানুমানের যে বৈশিষ্ট্যগুলো লক্ষ করা যায়-
i. তিনটি যুক্তিবাক্য
ii. মধ্যপদের ব্যাপতা
iii. তিনটি পদ
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৬৬. প্রতি-আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ কীরূপ হবে?
[ক] ভিন্ন
✅ অভিন্ন
[গ] সদর্থক
[ঘ] নঞর্থক
৬৭. আবর্তিত প্রতিবর্তন যেটির যৌথ প্রক্রিয়া অনুধাবন
i. আবর্তন
ii. প্রতিবর্তন
iii. অন্তরাবর্তন
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৮. সহানুমানের প্রথম সংস্থানকে কী বলে?
[ক] দ্বিকল্প
✅ নিখুঁত আকার
[গ] অনিখুঁত আকার
[ঘ] বৈকল্পিক
৬৯. সহানুমানে রূপ বা মূর্তি কয়টি অর্থে ব্যবহৃত হয়?
✅ ২টি
[খ] ৩ টি
[গ] ৪টি
[ঘ] ৫ টি
৭০. কোন সংস্থানে মধ্যপদটি প্রধান এবং অপ্রধান দুটি আশ্রয়বাক্যেই উদ্দেশ্য হিসেবে অবস্থান করে?
[ক] প্রথম সংস্থানে
[খ] দ্বিতীয় সংস্থানে
✅ তৃতীয় সংস্থানে
[ঘ] চতুর্থ সংস্থানে
৭১. নিচের কোনটি প্রথম সংস্থানের মূর্তি?
✅ CELARENT
[খ] CAMESTRES
[গ] CAMENES
[ঘ] CESARE
৭২. কোনটি ২য় সংস্থানের বৈধ মূর্তি?
[ক] DARII
[খ] FESAPO
[গ] DATISI
✅ BAROCO
৭৩. তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি কয়টি?
[ক] ৪
[খ] ৫
✅ ৬
[ঘ] ৭
৭৪. দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তিগুলোকে বিশ্লেষণ করলে কয়টি বিশেষ নিয়ম পাওয়া যায়?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি
৭৫. চারটি সংস্থানে সর্বমোট কতটি মূর্তি পাওয়া যাবে?
[ক] ৬০টি
[খ] ৬২টি
✅ ৬৪টি
[ঘ] ৬৫টি
৭৬. কোন সংস্থানে মধ্যপদটি উভয় আশ্রয়বাক্যে উদ্দেশ্যে অবস্থান করে?
[ক] ১ম
[খ] ২য়
✅ ৩য়
[ঘ] ৪র্থ
৭৭. সহানুমানের আশ্রয়বাক্য দুটিতে মধ্যপদের ভিন্ন ভিন্ন অবস্থানের ফলে সহানুমান যে আকার বা রূপ ধারণ করে তাকে কী বলে?
[ক] ন্যায়ানুমান
✅ সংস্থান
[গ] অনুপপত্তি
[ঘ] মধ্যপদের অবস্থান
৭৮. প্রথম সংস্থানে অও মূর্তিকে কী বলা হয়?
✅ DARII
[খ] CELARENT
[গ] FERIO
[ঘ] BARBARA
৭৯. এরিস্টটলের সূত্রটি সহানুমানের কোন সংস্থানের ক্ষেত্রে প্রযোজ্য?
✅ ১ম
[খ] ২য়
[গ] ৩য়
[ঘ] ৪র্থ
৮০. সংস্থানে প্রতিটি মূর্তির আকারের মধ্যে কয়টি করে Vowel আছে?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি
৮১. সহানুমানের সংস্থান কীসের ভিত্তিতে নির্ধারিত হয়?
[ক] প্রধান পদ
[খ] অপ্রধান পদ
✅ মধ্যপদ
[ঘ] সংযোজক
৮২. সহানুমানে কোন সংস্থানকে নিখুঁত আকার বলা হয়?
✅ প্রথম সংস্থান
[খ] দ্বিতীয় সংস্থান
[গ] তৃতীয় সংস্থান
[ঘ] চতুর্থ সংস্থান
৮৩. দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তিগুলোর আকার হলোত
i. AEE
ii. AOO
iii. AI
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৪. প্রতিবর্তনের নিয়মের ক্ষেত্রে কোনটি সঠিক?
[ক] আশ্রয়বাক্যের উদ্দেশ্য হবে সিদ্ধান্তের বিধেয়
✅ গুণের পরিবর্তন ঘটবে
[গ] গুণের পরিবর্তন ঘটবে না
[ঘ] পরিমাণের পরিবর্তন হবে
৮৫. প্রতিবর্তনের আশ্রয়বাক্যকে কী বলা হয়?
✅ প্রতিবর্তনীয়
[খ] আবর্তনীয়
[গ] আবর্তিত
[ঘ] প্রতিবর্তিত
৮৬. প্রতিবর্তনের সিদ্ধান্তকে কী বলে?
[ক] প্রতিবর্তনীয়
✅ প্রতিবর্তিত
[গ] প্রতিবর্তী
[ঘ] প্রতিবর্তন
৮৭. প্রতিবর্তনের নিয়মাবলির ক্ষেত্রে বলা যায়ু
i. আশ্রয়বাক্যের উদ্দেশ্যে পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হবে
ii. আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে
iii. আশ্রয়বাক্যে ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৮. আশরাফ একটি যুক্তিবাক্যকে প্রতিবর্তন করে। এক্ষেত্রে যা সমর্থনযোগ্যত
i. আশ্রয়বাক্যকে প্রতিবর্তনীয় বলে
ii. সিদ্ধান্তকে আবর্তনীয় বলে
iii. প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিতের গুণ ভিন্ন হবে
নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৯ ও ৯০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
অধ্যাপক আনিসুজ্জামান এমন একটি বিষয়ের আলোচনা করেন যা অমাধ্যম অনুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে বিধেয় পদের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করে।
৮৯. অধ্যাপক আনিসুজ্জামান কোন বিষয়ের আলোচনা করেন?
[ক] আবর্তন
[খ] সংজ্ঞা
✅ প্রতিবর্তন
[ঘ] সহানুমান
hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৯০. উক্ত বিষয়টির ক্ষেত্রে যে নিয়মের আভাস পাওয়া যায়-
i. আশ্রয়বাক্যে উদ্দেশ্য পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে
ii. আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে
iii. আশ্রয়বাক্যের বিরুদ্ধপদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে
নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯১. প্রতি-আবর্তনের ইংরেজি নাম কী?
[ক] Obversion
[খ] Conversion
✅ Contraposition
[ঘ] Contrapositive
৯২. প্রতি-আবর্তনের আশ্রয়বাক্যের ইংরেজি নাম কী?
[ক] Contrapositive
[খ] Obverted
✅ Contraponend
[ঘ] Contraposition
৯৩. প্রতি-আবর্তনের ক্ষেত্রে প্রথমে কী করতে হয়?
[ক] আবর্তন
✅ প্রতিবর্তন
[গ] প্রতি-আবর্তন
[ঘ] বস্তুগত প্রতিবর্তন
৯৪. নোবেল আশ্রয়বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহার করে বিধিসঙ্গতভাবে একটি সিদ্ধান্ত স্থাপন করে। প্রক্রিয়াটি কী নামে পরিচিত?
[ক] আবর্তন
[খ] প্রতিবর্তন
গ বিরোধমূলক
✅ আবর্তিত প্রতিবর্তন
৯৫. A যুক্তিবাক্যের প্রতি-আবর্তন হয় কোন বাক্যে?
[ক] A
✅ E
[গ] I
[ঘ] O
৯৬. বিশেষ সদর্থক যুক্তিবাক্যের প্রতি-আবর্তন সম্ভব নয়, কারণ-
[ক] আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয় না
✅ আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়
[গ] সদর্থক যুক্তিবাক্যের প্রতি আবর্তন হয় না
[ঘ] নঞর্থক যুক্তিবাক্যের আবর্তন হয় না
৯৭. E-যুক্তিবাক্যের প্রতি-আবর্তন কোনটি হবে?
[ক] A-যুক্তিবাক্যের
✅ I-যুক্তিবাক্যের
[গ] E-যুক্তিবাক্যের
[ঘ] O-যুক্তিবাক্যের
৯৮. কোন যুক্তিবাক্যের প্রতি-আবর্তন সম্ভব নয়?
[ক] O-যুক্তিবাক্যর
[খ] A-যুক্তিবাক্যর
✅ I-যুক্তিবাক্যর
[ঘ] E-যুক্তিবাক্যর
৯৯. প্রতি-আবর্তনে আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে কী হতে পারে না?
[ক] অব্যাপ্য
✅ ব্যাপ্য
[গ] সার্বিক
[ঘ] বিশেষ
১০০.সব বিনম্র ব্যক্তি হলো পূজনীয়। বাক্যটির প্রতি-আবর্তন হবে-
[ক] A
✅ E
[গ] I
[ঘ] Y
0 Comments:
Post a Comment