এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Home Science 1st paper mcq question and answer. HSC Home Science 1st paper mcq questions pdf download. HSC Home Science 1st paper mcq guide pdf.
উচ্চ মাধ্যমিক
গার্হস্থ্য বিজ্ঞান
প্রথম পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-২
HSC Home Science 1st Paper
MCQ
question and answer pdf download
১. কাজের সর্বাধিক তৃপ্তি অর্জনের জন্য কী করা প্রয়োজন?
[ক] সংগঠন
✅ পরিকল্পনা
[গ] সমন্বয় সাধন
[ঘ] নির্দেশনা
২. পরিকল্পনা প্রণয়নে নির্ধারিত হওয়া আবশ্যক কোনটি?
[ক] মূল্যবোধ
[খ] নিয়ন্ত্রণ
✅ লক্ষ্য
[ঘ] সিদ্ধান্ত
৩. কোন কাজ কোথায়, কীভাবে করা হবে তা কোনটি স্থির করে?
[ক] নির্দেশনা
[খ] বাস্তবায়ন
[গ] পরিকল্পনা
✅ সংগঠন
৪. বিভিন্ন বিষয়ের মধ্যে সংযোগ করাকে কী বলে?
✅ সংগঠন
[খ] নিয়ন্ত্রণ
[গ] মূল্যায়ন
[ঘ] বাস্তবায়ন
৫. সংগঠনের তৃতীয় পর্যায় কোনটি?
[ক] ধারাবাহিক বিন্যাস
[খ] কাজের ধারা রচনা
[গ] সিদ্ধান্ত গ্রহণ করা
✅ কর্মকাঠামো তৈরি
৬. কাজের বিভিন্ন অংশ ও ব্যক্তির মধ্যে সামঞ্জস্যবিধান করাকে কী বলে?
✅ সমন্বয় সাধন
[খ] বাস্তবায়ন
[গ] নিয়ন্ত্রণ
[ঘ] পরিচালনা
৭. কোনো কাজের পথ প্রদর্শন করাকে কী বলে?
[ক] মূল্যায়ন
[খ] লক্ষ্য
[গ] বাস্তবায়ন
✅ নির্দেশনা
৮. ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ স্তর কোনটি?
[ক] নির্দেশনা
[খ] পরিকল্পনা
[গ] মূল্যায়ন
✅ নিয়ন্ত্রণ
৯. পরিকল্পনা অনুযায়ী কাজ বাস্তবায়ন করতে হলে কোনটির প্রয়োজন হয়?
✅ নিয়ন্ত্রণ
[খ] সংগঠন
[গ] সমন্বয় সাধন
[ঘ] নির্দেশনা
১০. গৃহ ব্যবস্থাপনা কার্যকলাপের মৌলিক অঙ্গ কোনটি?
[ক] মূল্যায়ন
✅ সিদ্ধান্ত গ্রহণ
[গ] নিয়ন্ত্রণ
[ঘ] পরিকল্পনা
১১. কিসের মাধ্যমে কাজের উন্নতি সাধন করা হয়?
✅ মূল্যায়ন
[খ] সংগঠন
[গ] নিয়ন্ত্রণ
[ঘ] নির্দেশনা
১২. সিদ্ধান্ত গ্রহণকারীকে কীরূপ হতে হয়?
[ক] উচ্চশিক্ষিত
[খ] স্বাস্থ্যবান
✅ দূরদৃষ্টিসম্পন্ন
[ঘ] সংঘবদ্ধ
১৩. সমগ্র জীবনধারাকে প্রভাবিত করে সিদ্ধান্ত গ্রহণের কোন স্তর?
[ক] পঞ্চম
✅ চতুর্থ
[গ] তৃতীয়
[ঘ] দ্বিতীয়
১৪. M.P. Follet কোন গ্রন্থে মতানৈক্যের চারটি স্তর দেখিয়েছেন?
✅ Creative Experience
[খ] Home Management
[গ] Creative Sense
[ঘ] Decision Making
১৫. পরিকল্পনা ছাড়া কাজ করলে সেই কাজ-
i. সহজ হয়
ii. অগোছালো হয়
iii. খামখেয়ালিপূর্ণ হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬. নির্দেশনা হতে হয়-
i. সুস্পষ্ট
ii. সম্পূর্ণ
iii. নির্দিষ্ট
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭. সমন্বয় সাধন গুরুত্বপূর্ণ-
i. পরিকল্পনাকে রূপ দিতে
ii. কাজকে এগিয়ে নিতে
iii. সার্বিক অগ্রগতি প্রদানে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮. সমস্যার স্বরূপ উদ্ঘাটনে গড়ে ওঠে-
i. মননশীল মনোভাব
ii. অনুসন্ধানী মনোভাব
iii. স্বতন্ত্র মনোভাব
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৯. সিদ্ধান্ত গ্রহণকারীর বিকল্প সমাধান গ্রহণকে প্রভাবিত করে-
i. আয়
ii. বয়স
iii. অভিজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
নাসিমা হক একটি বিদ্যালয় পরিচালনার পরিকল্পনা করলেন। যেখানে একাধিক ব্যক্তির সহযোগিতা প্রয়োজন। কাজটি পরিচালনার জন্য তাকে কিছু বিষয় বিবেচনা করতে হবে।
২০. অনুচ্ছেদে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপের কথা বলা হয়েছে?
[ক] মূল্যায়ন
[খ] পরিকল্পনা
✅ সংগঠন
[ঘ] নির্দেশনা
২১. নাসিমা হক কাজটি পরিচালনা করতে যেসব বিষয় বিবেচনা করবেন-
i. কাকে দিয়ে করানো হবে
ii. কার অভিজ্ঞতা আছে
iii. কী কী সম্পদ ব্যবহার করবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
আরাফাত রহমান তার কারখানার কর্মীদেরকে কাজের লক্ষ্যে আদেশ-নির্দেশ প্রদান করেন। তিনি কাজের অগ্রগতির জন্য কর্মীদের সাথে পরামর্শ করেন। যা কারখানার উন্নতিকল্পে গুরুত্বপূর্ণ।
২২. উদ্দীপকে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে?
[ক] সংগঠন
✅ নির্দেশনা
[গ] পরিকল্পনা
[ঘ] মূল্যায়ন
২৩. আরাফাত রহমানের পরামর্শ গুরুত্বপূর্ণ-
i. পরিকল্পনা বাস্তবায়নে
ii. সম্পর্ক ও মানোন্নয়নে
iii সুষ্ঠু তত্ত্বাবধানে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
মাইসাদের পরিবারের সকলে শীতের ছুটিতে বেড়াতে যাবে। কেউ কক্সবাজার, কেউ বান্দরবান যেতে চায়। মাইসার বাবা রাতে সবাইকে নিয়ে আলোচনায় বসলেন। অবশেষে বান্দরবান যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। কবে, কখন, কীভাবে যাওয়া হবে সবকিছু ঠিক করা হলো।
২৪. মাইসার পরিবার কোন ধরনের সিদ্ধান্ত নিল?
[ক] মিশ্র
[খ] জটিল
[গ] একক
✅ দলীয়
২৫. উক্ত সিদ্ধান্তের ক্ষেত্রে-
i. কাজ সুন্দর হয়
ii. কাজে ভুল কম হয়
iii. সময় বেশি লাগে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
২৬. ভবিষ্যৎ কর্মপদ্ধতি সম্পর্কে অনুমান করার জন্য প্রয়োজন হয়-
[ক] সংগঠনের
✅ পরিকল্পনার
[গ] সিদ্ধান্ত গ্রহণের
[ঘ] নির্দেশনার
২৭. সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে পরিবারের-
✅ মূল্যবোধ, লক্ষ্য ও মান
[খ] পরিকল্পনা ও সংগঠন
[গ] নির্দেশনা ও সমন্বয় সাধন
[ঘ] নিয়ন্ত্রণ ও মূল্যায়ন
নিচের উদ্দীপকটি পড় এবং ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও :
একাদশ শ্রেণির ছাত্রীরা পিকনিক পার্টির আয়োজন করল। সবাই সময়মতো না আসায় বাস গন্তব্যে পৌঁছতে অনেক সময় লাগল। পিকনিককে আকর্ষণীয় করার জন্য যেসব কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, তা বাস্তবায়ন সম্ভব হলো না। এতে সবাই মনঃক্ষুণ্ন হয়।
২৮. পিকনিকের কর্মসূচিটি সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজন ছিল-
i. পরিকল্পনার
ii. সংগঠনের
iii. নির্দেশনার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৯. পিকনিকের মতো কর্মসূচি গ্রহণের জন্য প্রয়োজন-
[ক] নেতা নির্বাচন
[খ] অতীত মূল্যায়ন
[গ] একক সিদ্ধান্ত
✅ দলীয় সিদ্ধান্ত
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৩০. সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?
i. মূল্যবোধ
ii. মান
iii. লক্ষ্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩১. "নিয়ন্ত্রণ মানে পরিকল্পিত আচরণকে সুবন্দোবস্ত করা।’’-উক্তিটি কার?
[ক] H. Fayal
[খ] Newman
✅ Deacon
[ঘ] G. Glover
৩২. রফিক সাহেব পরিবারের সবাইকে নিয়ে বান্দরবান বেড়াতে যাওয়ার কথা ভাবলেন। তার স্ত্রী কক্সবাজার যেতে চাইলেন। এক্ষেত্রে রফিক সাহেবের করণীয় কী?
[ক] একক সিদ্ধান্তে চলা
✅ দলীয় সিদ্ধান্ত গ্রহণ
[গ] পরিকল্পনা করা
[ঘ] সকলকে সংগঠিত করা
৩৩. কাজের ফলাফল যাচাই করাকে কী বলা হয়?
[ক] বাস্তবায়ন
[খ] নিয়ন্ত্রণ
✅ মূল্যায়ন
[ঘ] সংগঠন
৩৪. পরিকল্পনা কখন গ্রহণ করতে হয়?
[ক] কাজ চলাকালীন
[খ] কাজ আরম্ভ করার সময়
✅ কাজ আরম্ভ করার আগে
[ঘ] মতামত গ্রহণের পর
৩৫. পরিকল্পনা যেমন হওয়া আবশ্যক-
i. সহজবোধ্য
ii. বাস্তবসম্মত
iii. সুস্পষ্ট
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৬. কাকে কেন্দ্র করে গৃহ ব্যবস্থাপনার ধাপসমূহ আবর্তিত হয়?
✅ লক্ষ্য
[খ] মান
[গ] সিদ্ধান্ত গ্রহণ
[ঘ] উদ্দেশ্য
৩৭. পরিকল্পনা গ্রহণ করার উদ্দেশ্য কী?
✅ লক্ষ্য অর্জন
[খ] কাজ বাস্তবায়ন
[গ] চিন্তা হ্রাস
[ঘ] সমন্বয় সাধন
৩৮. সিদ্ধান্ত গ্রহণের প্রথম পর্যায় কোনটি?
[ক] সিদ্ধান্ত গ্রহণ
✅ সমস্যার স্বরূপ উপলব্ধি
[গ] বিকল্প সমাধান অনুসন্ধান
[ঘ] বিকল্প সমাধান সম্পর্কে চিন্তা
৩৯. কোন কাজে দলীয় সিদ্ধান্ত নেওয়া আবশ্যক?
✅ ঝুঁকিপূর্ণ কাজ
[খ] পরিকল্পনা গ্রহণ
[গ] নেতৃত্বদান
[ঘ] পোশাক ক্রয়
৪০. দলীয় সিদ্ধান্ত গ্রহণের সময় যেসব বিষয় লক্ষ করা আবশ্যক-
i. সুবিধা
ii. অসুবিধা
iii. ঝুঁকি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
[ক] পরিকল্পনা
[খ] সংগঠন
[গ] নির্দেশনা
✅ নিয়ন্ত্রণ
৪২. কার্যক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা করে কোনটি?
[ক] পরিকল্পনা
[খ] সংগঠন
✅ নির্দেশনা
[ঘ] নিয়ন্ত্রণ
৪৩. চারজন ব্যক্তির সহযোগিতার ভিত্তিতে একটি কাজ করার প্রণালিকে কী বলে?
[ক] পরিকল্পনা
[খ] মূল্যায়ন
✅ সংগঠন
[ঘ] লক্ষ্য
৪৪. কাজের ভালো-মন্দ বিচার করাকে কী বলে?
[ক] পরিকল্পনা
✅ মূল্যায়ন
[গ] নিয়ন্ত্রণ
[ঘ] বাস্তবায়ন
৪৫. গৃহ ব্যবস্থাপনার মৌলিক কাজ কোনটি?
✅ পরিকল্পনা
[খ] নিয়ন্ত্রণ
[গ] মূল্যায়ন
[ঘ] সংগঠন
৪৬. ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলির মধ্যে গুরুত্বপূর্ণ ধাপ কোনটি?
✅ পরিকল্পনা
[খ] নির্দেশনা
[গ] নিয়ন্ত্রণ
[ঘ] মূল্যায়ন
৪৭. গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ কোনটি?
✅ পরিকল্পনা
[খ] সংগঠন
[গ] নিয়ন্ত্রণ
[ঘ] মূল্যায়ন
৪৮. নির্দেশনা কীরূপ হওয়া প্রয়োজন?
✅ সরল
[খ] জটিল
[গ] স্পষ্ট
[ঘ] দুর্বোধ
৪৯. কোন ধরনের সিদ্ধান্তে আত্মমর্যাদা বাড়ে?
[ক] একক
✅ দলীয়
[গ] ব্যক্তিগত
[ঘ] জটিল
৫০.সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে পরিবারের-
✅ মূল্যবোধ, লক্ষ্য ও মান
[খ] পরিকল্পনা ও সংগঠন
[গ] নির্দেশনা ও সমন্বয় সাধন
[ঘ] নিয়ন্ত্রণ ও মূল্যায়ন
৫১. পরিকল্পনাকে কাজে রূপ দেওয়ার জন্য কোনটি প্রয়োজন?
[ক] লক্ষ্য
[খ] মূল্যায়ন
✅ নির্দেশনা
[ঘ] বাস্তবায়ন
৫২. কোনো কিছু করার জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নের পথ আবিষ্কার করাকে কী বলে?
[ক] নীল নকশা
[খ] খসড়া নকশা
✅ চূড়ান্ত নকশা
[ঘ] গৃহ নকশা
৫৩. সংগঠন পর্যায়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়?
[ক] কাজ সুষ্ঠুভাবে সম্পাদন
[খ] কাজের ধারাকে কার্যকর
[গ] কাজের ভালোমন্দ যাচাই
✅ মান অনুযায়ী কাজ সম্পাদন
৫৪. সিদ্ধান্ত গ্রহণকারীকে কীরূপ হতে হয়?
[ক] উচ্চশিক্ষিত
✅ দূরদৃষ্টিসম্পন্ন
[গ] ধীরস্থির
[ঘ] সংঘবদ্ধ
৫৫. বিভিন্ন পরিকল্পিত কাজের সংযোগ সাধন করাকে কী বলে?
[ক] পরিকল্পনা
[খ] সংগঠন
[গ] নির্দেশনা
✅ নিয়ন্ত্রণ
৫৬. গৃহ ব্যবস্থাপনার স্তরগুলোকে চক্রাকারে সাজালে নিয়ন্ত্রণের পর কোন স্তরটির স্থান?
[ক] পরিকল্পনা
[খ] সিদ্ধান্ত
[গ] সংগঠন
✅ মূল্যায়ন
৫৭. সিদ্ধান্ত গ্রহণ সাধারণত কয় ধরনের হতে পারে?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
৫৮. যেকোনো কাজের সঠিক বাস্তবায়নের আকাঙ্ক্ষাকে কী বলে?
[ক] লক্ষ্য
✅ পরিকল্পনা
[গ] নিয়ন্ত্রণ
[ঘ] মূল্যায়ন
৫৯. ভবিষ্যতের কার্যকলাপের পূর্বাভাসকে কী বলে?
[ক] নির্দেশনা
[খ] মূল্যায়ন
[গ] সংগঠন
✅ পরিকল্পনা
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৬০. সিদ্ধান্ত গ্রহণের কয়টি স্তর রয়েছে?
[ক] ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
✅ ৫টি
৬১. জারিন তার কাজগুলো সুচারুরূপে সম্পাদন করে। জারিনের কাজের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
✅ পরিকল্পনা
[খ] সংগঠন
[গ] নির্দেশনা
[ঘ] সমন্বয়
৬২. গৃহ ব্যবস্থাপনার ধাপ কয়টি?
[ক] ২
[খ] ৩
[গ] ৫
✅ ৭
৬৩. পরিকল্পনা সাশ্রয় করে-
i. সময়
ii. শক্তি
iii. অর্থের
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬৪ ও ৬৫নং প্রশ্নের উত্তর দাও :
মাহফুজ একটি রেস্টুরেন্ট চালু করার পরিকল্পনা করলেন। সেখানে একাধিক ব্যক্তির সহযোগিতার প্রয়োজন। কাজটি পরিচালনার জন্য তাকে কিছু বিষয় বিবেচনা করতে হবে।
৬৪. উদ্দীপকে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপের কথা বলা হয়েছে?
[ক] মূল্যায়ন
[খ] পরিকল্পনা
✅ সংগঠন
[ঘ] নির্দেশনা
৬৫. মাহফুজ কাজটি পরিচালনা করতে যেসব বিষয় বিবেচনা করবেন?
i. কাকে দিয়ে করানো হবে
ii. কার অভিজ্ঞতা আছে
iii. কী কী সম্পদ ব্যবহার করবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
৬৬. মানুষের শান্তির আশ্রয়কেন্দ্র কোনটি?
✅ গৃহ
[খ] স্কুল
[গ] বাজার
[ঘ] অফিস
৬৭. গৃহকে আরামপ্রদ ও শান্তির নীড় করার জন্য কী দরকার?
[ক] কর্মপন্থা নির্ধারণ
✅ সুষ্ঠু ব্যবস্থাপনা
[গ] সঠিক নির্দেশনা
[ঘ] সংগঠন
৬৮. গৃহ ব্যবস্থাপনার আদর্শরূপে ব্যবস্থাপনাকে কী হিসেবে গ্রহণ করা যায়?
✅ জীবনধারা
[খ] পরিকল্পনা
[গ] সিদ্ধান্ত
[ঘ] মূল্যায়ন
৬৯. কোনটিকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে গৃহ ব্যবস্থাপনার ধাপসমূহ চক্রাকারে আবর্তিত থাকে?
[ক] নির্দেশনা
[খ] সিদ্ধান্ত
✅ লক্ষ্য
[ঘ] নিয়ন্ত্রণ
৭০. গৃহ ব্যবস্থাপনার প্রথম ও মৌলিক কাজ কোনটি?
✅ পরিকল্পনা
[খ] সংগঠন
[গ] নির্দেশনা
[ঘ] মূল্যায়ন
৭১. পরিকল্পনা কোন ধরনের প্রক্রিয়া?
[ক] শারীরিক
✅ মানসিক
[গ] অর্থনৈতিক
[ঘ] রাজনৈতিক
৭২. গৃহ ব্যবস্থাপনার প্রধান ধাপ কোনটি?
[ক] সংগঠন
[খ] সমন্বয়
✅ পরিকল্পনা
[ঘ] নিয়ন্ত্রণ
৭৩. কীভাবে পারিবারিক লক্ষ্য অর্জন করা যায়?
✅ পরিকল্পনার মাধ্যমে
[খ] সমন্বয়ের মাধ্যমে
[গ] নির্দেশনার মাধ্যমে
[ঘ] সংগঠনের মাধ্যমে
৭৪. পরিকল্পনা কোন ধরনের প্রক্রিয়া?
[ক] শারীরিক প্রক্রিয়া
✅ মানসিক প্রক্রিয়া
[গ] সমন্বয় প্রক্রিয়া
[ঘ] নিয়ন্ত্রণ প্রক্রিয়া
৭৫. ভবিষ্যৎ কার্যকলাপের পূর্বাভাস বলা হয় কোনটিকে?
[ক] সমন্বয়কে
✅ পরিকল্পনাকে
[গ] সংগঠনকে
[ঘ] নিয়ন্ত্রণকে
৭৬. পরিকল্পনার প্রয়োজন হয় না-
✅ লক্ষ্য না থাকলে
[খ] নিয়ন্ত্রণ না থাকলে
[গ] সমন্বয় না থাকলে
[ঘ] সংগঠন না থাকলে
৭৭. পরিবারের বিভিন্ন সদস্যের মতামতের ওপর ভিত্তি করে কী করতে হয়?
[ক] সিদ্ধান্ত
✅ পরিকল্পনা
[গ] সমন্বয়
[ঘ] উদ্দেশ্য
৭৮. পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখে-
[ক] মতামত যাচাই
[খ] সহজবোধ্যতা
✅ সদস্যদের মধ্যে সুসম্পর্ক
[ঘ] মূল্যায়ন
৭৯. পরিকল্পনা কাজের জন্য কী সৃষ্টি করে?
✅ প্রেরণা
[খ] উদ্দীপনা
[গ] নির্দেশনা
[ঘ] নিয়ন্ত্রণ
৮০. কোনো পরিকল্পনা যখন বেশকিছু মানুষ একত্রে সম্পাদন করে তখন কী প্রয়োজন হয়?
[ক] নির্দেশনা
✅ সংগঠন
[গ] উদ্দীপনা
[ঘ] প্রেরণা
৮১. সাধারণ অর্থে সংগঠন বলতে কী বোঝায়।
✅ একত্রিত হয়ে কাজ করা
[খ] দায়িত্ব বণ্টন করা
[গ] কাজ নির্দিষ্ট করা
[ঘ] সমন্বয় করা
৮২. সংগঠন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হলো-
[ক] সঠিকভাবে বণ্টন করা
✅ লক্ষ্য সম্পর্কে ধারণা লাভ
[গ] পারস্পরিক সম্পর্ক স্থাপন করা সমন্বয় সাধন করা
[ঘ] সমন্বয় সাধন করা
৮৩. ‘‘আকাঙি্ক্ষত ফল লাভের উপায়কে সংগঠন বলে?’’- কে বলেছেন?
✅ Nicholes
[খ] Baker
[গ] Rice
[ঘ] Kluckhlon
৮৪. Baker-এর প্রদত্ত বিভিন্ন পর্যায় থেকে ঘরপযড়ষবং সংগঠনের কয়টি পর্যায় উল্লেখ করেন?
[ক] দুটি
✅ তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি
৮৫. সুষ্ঠুভাবে সম্পাদনের সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করাকে কী বলে?
✅ সংগঠন
[খ] নির্দেশনা
[গ] সমন্বয়
[ঘ] নিয়ন্ত্রণ
৮৬. গৃহ ব্যবস্থাপনার দ্বিতীয় ধাপ কোনটি?
[ক] নির্দেশনা
[খ] পরিকল্পনা
[গ] নিয়ন্ত্রণ
✅ সংগঠন
৮৭. গৃহ ব্যবস্থাপনার তৃতীয় ধাপ হচ্ছে-
[ক] সংগঠন
[খ] পরিকল্পনা
✅ নির্দেশনা
[ঘ] সমন্বয়
৮৮.নির্দেশনা প্রক্রিয়ার প্রধান কাজ কোনটি?
✅ আদেশ
[খ] সংগঠন
[গ] সমন্বয়
[ঘ] পরিকল্পনা
৮৯. নির্দেশনা কেমন হবে?
✅ স্পষ্ট
[খ] সতর্ক
[গ] অস্পষ্ট
[ঘ] নির্দিষ্ট
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৯০. কোন ধরনের নির্দেশনা অনেক সময় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে?
[ক] লিখিত
✅ মৌখিক
[গ] ছাপানো
[ঘ] স্পষ্ট
৯১. পরিকল্পনা কেমন হতে হবে?
[ক] নমনীয়
[খ] ভঙ্গুর
[গ] কঠোর
✅ সহজ
৯২. পরিকল্পনা ও সংগঠনের পরবর্তী ধাপ কোনটি?
[ক] মূল্যায়ন
[খ] সিদ্ধান্ত
[গ] সমন্বয়
✅ বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ
৯৩. সুবন্দোবস্ত বলতে বোঝায়-
[ক] নিয়ন্ত্রণ
[খ] বাস্তবায়ন
✅ পর্যবেক্ষণ
[ঘ] নির্দেশনা
৯৪. ‘‘নিয়ন্ত্রণ হলো গৃহীত পরিকল্পনা জারিকৃত নির্দেশনা অনুযায়ী কার্য পরিচালনা হচ্ছে কিনা তা পরীক্ষা করা।’’ - কে বলেছেন?
✅ H. Fayal
[খ] Nicholes
[গ] Baker
[ঘ] Kluckhon
৯৫. কোনটি ছাড়া পরিকল্পনা সফল হতে পারে না?
[ক] পর্যবেক্ষণ
[খ] সংগঠন
[গ] নিয়ন্ত্রণ
✅ সমন্বয়
৯৬. কাজের ফলাফল যাচাই করাকে কী বলে?
✅ মূল্যায়ন
[খ] সমন্বয়
[গ] নিয়ন্ত্রণ
[ঘ] বাস্তবায়ন
৯৭. কাজের উদ্দেশ্য ও লক্ষ্যকে কেন্দ্র করে কী যাচাই করতে হয়?
[ক] পর্যবেক্ষণ
✅ ফলাফল
[গ] উদ্দীপনা
[ঘ] একাগ্রতা
৯৮. সিদ্ধান্তের সাথে কোনটির নিগূঢ় সম্পর্ক রয়েছে?
✅ মূল্যবোধের
[খ] পর্যবেক্ষণের
[গ] সংগঠনের
[ঘ] সমন্বয়ের
৯৯. মানুষ কিসের ওপর ভিত্তি করে বিভিন্ন প্রকার সিদ্ধান্ত গ্রহণ করে থাকে?
[ক] মূল্যবোধ
[খ] লক্ষ্য
✅ মূল্যবোধ ও লক্ষ্য
[ঘ] পরিকল্পনা
১০০. অভ্যাসবশত সিদ্ধান্ত গ্রহণের বিফলতার সম্ভাবনা-
[ক] কম থাকে
✅ বেশি থাকে
[গ] থাকে না
[ঘ] নিশ্চিত
0 Comments:
Post a Comment