এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC economics 1st paper mcq question and answer. HSC economic 1st paper mcq question pdf download. hsc economics 1st paper guide pdf.
উচ্চ মাধ্যমিক
অর্থনীতি
প্রথম পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৯
HSC Economics 1st Paper
MCQ
question and answer pdf download.
১. ১৯৩০ সালে আমেরিকার অর্থনীতিতে কীসের সৃষ্টি হয়?
✅ মহামন্দার
[খ] শিল্প বিপ্লবের
[গ] মুদ্রাস্ফীতির
[ঘ] কৃষি বিপ্লবের
২. কোন ধারণাটি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বিচার-বিবেচনা করা হয়?
[ক] বিনিয়োগ ব্যয়
✅ সামগ্রিক আয়
[গ] কর্পোরেট আয়
[ঘ] ব্যবসায়িক আয়
৩. ব্যবসায়-বাণিজ্য হতে মুনাফা অর্জিত হয় কয়টি উপায়ে?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি
৪. মুনাফাকে ভাগ করা হয় কয়টি অংশে?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি
৫. একক ও অংশীদারি ব্যবসা হতে অর্জিত নিট আয়কে কী বলে?
[ক] কর্পোরেট আয়
✅ প্রোপাইটরি আয়
[গ] ডিভিডেন্ট
[ঘ] অবণ্টিত কর্পোরেট মুনাফা
৬. কর্পোরেট মুনাফা কয়টি ভাগে বণ্টিত?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি
৭. সামগ্রিক আয় সাধারণত কত বছরের প্রাপ্ত আয়ের সমষ্টি?
✅ ১ বছরের
[খ] ২ বছরের
[গ] ৩ বছরের
[ঘ] ৪ বছরের
৮. কর্পোরেট ব্যবসা হতে অর্জিত মুনাফাকে কী বলে?
[ক] বিনিয়োগ ব্যয়
[খ] সামগ্রিক আয়
✅ কর্পোরেট আয়
[ঘ] ব্যবসায়িক আয়
৯. কর্পোরেট মুনাফা যে অংশ পুনঃবিনিয়োগ এবং প্রতিষ্ঠানের অতীত ঋণ পরিশোধের জন্য বরাদ্দ রাখা হয় তাকে কী বলে?
✅ অবণ্টিত কর্পোরেট মুনাফা
[খ] ডিভিডেন্ট
[গ] প্রোপাইটারের আয়
[ঘ] কর্পোরেট মুনাফা
১০. ১৯৩০ সালের মহামন্দার পর কোন অর্থনীতির মাইলফলক শুরু হয়?
[ক] ব্যষ্টিক অর্থনীতির
✅ সামষ্টিক অর্থনীতির
[গ] কৃষি অর্থনীতির
[ঘ] নগর অর্থনীতির
১১. কোনটি বাদ দিয়ে প্রাপ্ত নিট সুদ নির্ণয় করা হয়?
✅ সরকারি ঋণের সুদ
[খ] সঞ্চয়
[গ] মুনাফা কর
[ঘ] ভোগ ব্যয়
১২. কর্পোরেট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করা হয় তাকে কী বলে?
[ক] অবণ্টিত কর্পোরেট মুনাফা
✅ ডিভিডেন্ট
[গ] প্রোপাইটারের আয়
[ঘ] কর্পোরেট মুনাফা
১৩. ব্যবসায়িক আয়ের যে অংশ বিনিয়োগের জন্য সঞ্চয়কারীকে প্রদান করা হয় তাকে কী বলে?
[ক] মুনাফা
✅ সুদ
[গ] বিনিয়োগ
[ঘ] মূলধন
১৪. একটি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায় কোনটি থেকে?
[ক] বিনিয়োগ ব্যয়
✅ সামগ্রিক আয়
[গ] কর্পোরেট আয়
[ঘ] ব্যবসায়িক আয়
১৫. সামগ্রিক আয়ের উৎস হলো-
i. শ্রমিকের জন্য স্বাস্থ্য ও কল্যাণ তহবিল
ii. সামাজিক বিমা অবদান
iii. পেনশন তহবিল নিয়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬. অর্থনীতিতে ময়দাকে কোন দ্রব্য হিসেবে বিবেচনা করা হয়?
[ক] চূড়ান্ত দ্রব্য
✅ মাধ্যমিক দ্রব্য
[গ] প্রাথমিক দ্রব্য
[ঘ] মূলধনী দ্রব্য
১৭. কর্পোরেট মুনাফার বণ্টিত ভাগ হলো-
i. কর্পোরেট আয়কর
ii. অবণ্টিত কর্পোরেট মুনাফা
iii. ডিভিডেন্ট
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাওঃ
ভ্যাটিক্যান সিটিতে বসবাস করে টমাস লি নামের এক বাংলাদেশি। সে নিচের তার ভ্যাটিক্যান সিটির নাগরিক বন্ধু মি. তেবুল গাই এর হাতে একটি বই দেখতে পায়। যাতে উল্লেখ রয়েছে দেশটির ২০১২ সালের অর্থবছরের ভোক্তা সাধারণের বিভিন্নমুখী চাহিদা পূরণের সময়ে উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের মোট আর্থিক মূল্য সম্পর্কিত নানা তথ্য।
১৮. উদ্দীপকের বইটিতে ভ্যাটিক্যান সিটির কীসের চিত্র ফুটে উঠেছে?
[ক] বিনিয়োগ আয়ের
✅ সামগ্রিক আয়ের
[গ] কর্পোরেট আয়ের
[ঘ] ব্যবসায়িক আয়ের
১৯. এই ধরনের চিত্রে ফুটে ওঠে-
i. জমি থেকে প্রাপ্ত খাজনার তথ্য
ii. বাড়ি-ঘর থেকে প্রাপ্ত খাজনার তথ্য
iii. কল-কারখানা থেকে প্রাপ্ত খাজনার তথ্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২০. Y = C +I+G+ (X-M) = কী হবে?
[ক] GDP
✅ GNP
[গ] NNP
[ঘ] NDP
২১. NDP = কী?
✅ GDP – CCA
[খ] GNP - CCA
[গ] GNI – NNP
[ঘ] GNI - CCA
২২. মোট জাতীয় আয় হিসাবের সময় নিচের কোনটি যুক্ত হয় না?
[ক] দ্রব্য ও সেবার বাজার মূল্য
[খ] বিদেশে কর্মরত দেশীয়দের আয়
✅ দেশে কর্মরত বিদেশিদের আয়
[ঘ] নিট রপ্তানি
২৩. জাতীয় আয় গণনায় কোন পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচিত হয়?
[ক] প্রাথমিক
[খ] প্রাক-মাধ্যমিক
✅ চূড়ান্ত
[ঘ] মাধ্যমিক
২৪. সামগ্রিক আয়ের সমীকরণ কোনটি?
✅ Y = C +I+G
[খ] Y = C + I
[গ] Y = C + I-G
[ঘ] Y = C + NNI
২৫. নিচের কোনটিতে দেশের অভ্যন্তরীণ উৎপাদন প্রতিফলিত হয়?
✅ GDP
[খ] GNP
[গ] NNI
[ঘ] CCA
২৬. কোন অর্থনীতিতে GDP ও GNP সর্বদা সমান হয়?
[ক] পুঁজিবাদী অর্থনীতিতে
[খ] খোলা অর্থনীতিতে
[গ] নির্দেশমূলক অর্থনীতিতে
✅ বন্ধ অর্থনীতিতে
২৭. ব্যয়ের দৃষ্টিকোণ থেকে বদ্ধ অর্থনীতিতে নিচের কোনটি সঠিক?
✅ GDP = C + I + G
[খ] GDP = C + I + G + (X - M)
[গ] GDP = C + I - G
[ঘ] GDP = C + I + G - (X - M)
২৮. GDP হিসাবের সময় নিচের কোন করটি বাদ দিতে হয়?
[ক] প্রত্যক্ষ কর
✅ পরোক্ষ কর
[গ] ভূমি রাজস্ব
[ঘ] ভ্যাট
২৯. বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় কোনটিতে অন্তর্ভুক্ত হয় না?
[ক] GNP
[খ] CCA
[গ] NNI
✅ GDP
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৩০. GDP হিসাবের ক্ষেত্রে গুরুত্বের সাথে কোন বিষয়টি বিবেচনা করা হয়?
✅ ভৌগোলিক সীমানা
[খ] প্রাকৃতিক সম্পদ
[গ] মূলধন দ্রব্য
[ঘ] জনশক্তি
৩১. বিদেশি নাগরিকসহ সব উৎপাদনকারী দেশের ভেতরে যা উৎপাদিত হয় তাকে কী বলা হয়?
✅ জিডিপি
[খ] এনএনপি
[গ] জিএনপি
[ঘ] এনআই
৩২.দেশের অভ্যন্তরে এক বছরে ৫ মণ ধান, ২ মণ পাট ও ১০০ পোশাক তৈরি হয় যার বাজার মূল্য প্রতি এককে যথাক্রমে ১০০ টাকা, ৫০ টাকা ও ১০ টাকা। এক্ষেত্রে মোট দেশজ উৎপাদন কত?
[ক] ১২০০ টাকা
[খ] ১৩০০ টাকা
[গ] ১৫০০ টাকা
✅ ১৬০০ টাকা
৩৩. নিট রপ্তানি শূন্য হলে কী হয়?
[ক] GNP < GDP
[খ] GNP - GDP
[গ] GNP > GDP
✅ GNP = GDP
৩৪. একটি দেশের মোট আয়ের ধারণা দিতে পারে-
i. মোট জাতীয় আয়
ii. মোট দেশজ উৎপাদন
iii. নিট জাতীয় আয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও:
মি. জন একজন বিদেশি যুবক। সে বাংলাদেশে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালায়। আবার বাংলাদেশি যুবক শাকিল সৌদি আরবে চাকরি করে দেশে প্রচুর অর্থ পাঠায়।
৩৫. মি. জনের উপার্জিত অর্থ এদেশের কোন হিসাবের সাথে যুক্ত হবে?
[ক] মোট জাতীয় উৎপাদন
[খ] নিট জাতীয় উৎপাদন
✅ মোট দেশজ উৎপাদন
[ঘ] নিট জাতীয় উৎপাদন
৩৬. শাকিলের আয় যুক্ত হবে বাংলাদেশের-
i. মোট দেশজ উৎপাদনে
ii. মোট জাতীয় উৎপাদনে
iii. মোট জাতীয় আয়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৭. প্রবাসী বাংলাদেশিদের আয় নিচের কোনটিতে অন্তর্ভুক্ত হয়?
[ক] CCA
[খ] NDP
[গ] GDP
✅ GNP
৩৮. কোনটিতে বিদেশিদের আয় অন্তর্ভুক্ত হয়?
[ক] CCA
[খ] NDP
✅ GDP
[ঘ] GNP
৩৯. GDP-এর পূর্ণরূপ কোনটি?
✅ Gross Domestic Product
[খ] Gross Dramatic Product
[গ] Gross Depreciation Product
[ঘ] Gross Dominative Product
[ক] প্রাথমিক দ্রব্য
[খ] প্রাক-মাধ্যমিক দ্রব্য
✅ চূড়ান্ত দ্রব্য
[ঘ] মাধ্যমিক দ্রব্য
উদ্দীপকটি পড়ে ৪১ ও ৪২ নং প্রশ্নের উত্তর দাওঃ
A দেশের GDP = ৫ বিলিয়ন ডলার, আমদানি-২ বিলিয়ন ডলার এবং রপ্তানি ৩ বিলিয়ন ডলার।
৪১. A দেশের GNP কত?
[ক] ৪
[খ] ৫
✅ ৬
[ঘ] ৭
৪২. A দেশের আন্তর্জাতিক বাণিজ্যের ফলাফল কী?
✅ লাভ হবে
[খ] স্বল্পমেয়াদী ক্ষতি হবে
[গ] অপরিবর্তিত থাকবে
[ঘ] দীর্ঘমেয়াদী ক্ষতি হবে
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৩ ও ৪৪ নং প্রশ্নের উত্তর দাও।
বাংলাদেশে জাপানি রবি সেলফোন কোম্পানি ২০১৪ সালে প্রচুর মুনাফা অর্জন করে। বাংলাদেশেরও প্রায় ৫০ হাজার নাগরিক জাপানে কাজ করেন এবং তাদের অর্জিত আয় দেশে প্রেরণ করেন।
৪৩. রবি সেলফোন কোম্পানির আয় বাংলাদেশেরত
✅ GDP-তে অন্তর্ভুক্ত হবে
[খ] GNP-তে অন্তর্ভুক্ত হবে
[গ] GNP-ও GDP উভয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে
[ঘ] GDP-তে অন্তর্ভুক্ত হবে না
৪৪. বাংলাদেশের নাগরিকদের প্রেরিত আয়-
i. বাংলাদেশের GNP-তে অন্তর্ভুক্ত হবে
ii. জাপানের GNP-তে অন্তর্ভুক্ত হবে
iii. জাপানের GDP-তে অন্তর্ভুক্ত হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৫. GDP = ?
✅ C + I + G
[খ] Y + C + I
[গ] C + 1 + Z
[ঘ] I + Y + G
৪৬. একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার সমষ্টিকে কী বলে?
✅ মোট দেশজ উৎপাদন
[খ] নিট দেশজ উৎপাদন
[গ] মোট জাতীয় উৎপাদন
[ঘ] নিট জাতীয় উৎপাদন
৪৭. মোট জাতীয় আয় কী?
✅ এক বছরের উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবাকার্যের মোট মূল্য
[খ] দ্রব্য ও সেবাকার্যের বিক্রয়লব্ধ অর্থ
[গ] এক বছরে দেশের বাইরে উৎপাদিত দ্রব্যসামগ্রীর আর্থিক মূল্য
[ঘ] রপ্তানি দ্রব্যের দ্বারা অর্জিত অর্থ
৪৮. একটি দেশের অর্থনৈতিক অবস্থা কীরূপ তা জানার জন্য কোনটি পরিমাপ করা আবশ্যক?
[ক] মোট দেশজ উৎপাদন
[খ] নিট দেশজ উৎপাদন
✅ মোট জাতীয় আয়
[ঘ] নিট জাতীয় আয়
৪৯. মোট দেশজ উৎপাদনের সাথে নিট উৎপাদন আয় যোগ করে কী পাওয়া যায়?
[ক] মোট দেশজ উৎপাদন
[খ] নিট দেশজ উৎপাদন
✅ মোট জাতীয় আয়
[ঘ] নিট জাতীয় আয়
৫০. সাভারের মোমিন আবুধাবির একটি কোম্পানিতে চাকরি করেন। তার আয় এদেশের জাতীয় আয় হিসেবের কোন ক্ষেত্রে যোগ হবে?
[ক] জিডিপি
[খ] এনএনপি
✅ জিএনপি
[ঘ] এনআই
৫১. মোট দেশজ উৎপাদন + বিদেশে অবস্থানরত দেশি জনগণের আয় - দেশে অবস্থানরত বিদেশিদের আয় = কী?
[ক] মোট উৎপাদন
[খ] নিট উৎপাদন
✅ মোট জাতীয় আয়
[ঘ] নিট আয়
৫২. পরোক্ষ কর কোন ব্যয়ের অংশ নয়?
✅ উৎপাদন ব্যয়ের
[খ] ভোগ ব্যয়ের
[গ] সামগ্রিক ব্যয়ের
[ঘ] বিনিয়োগ ব্যয়ের
৫৩. সরকার দেশ পরিচালনা ও উন্নয়নের জন্য দ্রব্য ও সেবাকর্ম ক্রয় করে যে ব্যয় করে তাকে কী বলে?
✅ সরকারি ব্যয়
[খ] সরকারি ভোগ ব্যয়
[গ] সরকারি বিনিয়োগ ব্যয়
[ঘ] ব্যক্তিগত ভোগ ব্যয়
৫৪. জিএনআই-এর উপাদান কয়টি?
[ক] ২টি
[খ] ৩টি
✅ ৪টি
[ঘ] ৫টি
৫৫. জাতীয় আয়ের উপাদান নয় কোনটি?
[ক] ব্যক্তিগত ভোগ ব্যয়
[খ] সরকারি ভোগ ব্যয়
[গ] মোট বেসরকারি বিনিয়োগ
✅ হস্তান্তর পাওনা
৫৬. জাতীয় আয়ে মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচনা করলে কোন সমস্যা দেখা দেয়?
[ক] ঘাটতি সমস্যা
[খ] উদ্বৃত্ত সমস্যা
✅ দ্বৈত গণনার সমস্যা
[ঘ] ব্যয়গত সমস্যা
৫৭. মোট জাতীয় আয়ে বিবেচনা করা হয়ু
i. দেশের ভেতরের উৎপাদিত দ্রব্যসামগ্রীকে
ii. দেশের বাইরে উৎপাদিত দ্রব্যসামগ্রীকে
iii. পরোক্ষ ব্যবসায়িক করের সমষ্টিকে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৮. নিচের কোনটি হস্তান্তর পাওনা?
✅ বেকার ভাতা
[খ] সামরিক ব্যয়
[গ] প্রশাসনিক ব্যয়
[ঘ] মূলধনী ব্যয়
৫৯. সামগ্রিক আয় হিসাবে অন্তর্ভুক্ত করা হয়-
i. উৎপাদিত দ্রব্যসামগ্রী
ii. সেবাকর্মের মোট আর্থিক মূল্য
iii. মোট সুদ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, রর ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৬০ ও ৬১ নং প্রশ্নের উত্তর দাও:
বিথী বাংলাদেশের নাগরিক হলেও কানাডায় বসবাস করেন। কানাডার ভৌগোলিক সীমানার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্য ১০০ বিলিয়ন ডলার। কিন্তু মোট উৎপাদন থেকে মূলধনের ব্যবহারজনিত অবচয় ব্যয় বাদ দিলে অবশিষ্ট থাকে ৭৫ বিলিয়ন ডলার।
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৬০. বিধীর দেশের উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্যকে কী বলে?
[ক] GDP
[খ] NI
✅ GNP
[ঘ] NNP
৬১. কানাডার GDP নির্ভর করে-
i. CCA এর ওপর
ii. শ্রম ও মূলধনের ওপর
iii. ভূমি ও প্রাকৃতিক সম্পদের ওপর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৬২. GNI-এর পূর্ণরূপ কী?
[ক] Gross Net Investment
[খ] Gross Net Income Gross
[গ] National Investment
✅ Gross National Income
৬৩. বিদেশে কর্মরত দেশীয় নাগরিকদের আয় নিচের কোনটিতে অন্তর্ভুক্ত হয়?
[ক] GDP
[খ] NI
✅ GNP
[ঘ] NNP
৬৪. NNI-এর পূর্ণ রূপ কোনটি?
[ক] National Net Income
[খ] Need National Investment
✅ Net National Income
[ঘ] Net National Investment
৬৫. মাথাপিছু আয় নির্ণয় করা হয় নিচের কোনটি দ্বারা?
[ক] GDP
[খ] NI
✅ NNI
[ঘ] NNP
৬৬. NNI পরিমাপের সূত্রটি কী?
[ক] C + I + G
[খ] C + I + G + (X - M)
[গ] C + I + G - CCA
✅ C + I + G + (X - M) - CCA
৬৭. কোন অর্থনীতিতে ঘঘও বের করার সময় নিট রপ্তানি মূল্য যোগ করা হয়?
✅ মুক্ত অর্থনীতি
[খ] বদ্ধ অর্থনীতি
[গ] নির্দেশমূলক অর্থনীতি
[ঘ] ইসলামি অর্থনীতি
৬৮. CCA বলতে নিচের কোনটিকে বোঝানো হয়?
[ক] মূলধনের ব্যবহারজনিত মুনাফা
[খ] মূলধনের ব্যবহারজনিত আয়
✅ মূলধনের ব্যবহারজনিত অবচয় ব্যয়
[ঘ] মূলধনের ব্যবহারজনিত উৎপাদন
৬৯. কোনটি থেকে দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানা যায়?
✅ নিট জাতীয় আয় থেকে
[খ] মোট জাতীয় ব্যয় থেকে
[গ] জাতীয় উৎপাদন থেকে
[ঘ] নিট উৎপাদন থেকে
৭০. মোট জাতীয় উৎপাদন থেকে কী বাদ দিলে নিট জাতীয় উৎপাদন পাওয়া যাবে?
[ক] মোট খরচ
[খ] দেশজ উৎপাদন
[গ] উৎপাদন ব্যয়
✅ ক্ষয়ক্ষতির খরচ
৭১. NNP থেকে কী বাদ দিলে নিট জাতীয় আয় পাওয়া যায়?
[ক] প্রত্যক্ষ কর
[খ] ব্যবসায়িক কর
✅ পরোক্ষ কর
[ঘ] অবচয় ব্যয়
৭২. নিট জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হয়-
i. পরিবারের আয়
ii. সরকারের আয়
iii. ব্যবসায়ের আয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৭৩. কোন ধরনের ঋণ জাতীয় উৎপাদনে কোনো ভূমিকা রাখে না?
[ক] সরকারি ঋণ
[খ] বেসরকারি ঋণ
[গ] বিশ্ব ব্যাংকের ঋণ
✅ যুদ্ধকালীন ঋণ
৭৪. মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় হলো উৎপাদন ব্যবস্থায় ব্যবহৃত মূলধনের-
i. উৎপাদনজনিত ব্যয়
ii. রক্ষণাবেক্ষণজনিত ব্যয়
iii. ক্ষয়ক্ষতিপূরণজনিত ব্যয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৫. CCA কী?
✅ Capital Consumption Allowance
[খ] Cost of Capital in Average
[গ] Cost of Captial Assumed
[ঘ] Current Cost of Administration
৭৬. NNP-এর পূর্ণরূপ কোনটি?
[ক] New National Product
✅ Net National Product
[গ] Nominal National Product
[ঘ] Natural National Product
৭৭. কোনটি NNI-এর হিসাবে অন্তর্ভুক্ত হয় না?
[ক] বেসরকারি ভোগ ব্যয়
[খ] পরোক্ষ কর
✅ অবচয় ব্যয়
[ঘ] বেসরকারি নিট বিনিয়োগ
৭৮. A দেশের GNP = ৬০০ এবং CCA = ১৪০ হলে NNP কত?
✅ ৪৬০
[খ] ৩৮০
[গ] ৫০০
[ঘ] ৭৪০
৭৯. কোনটি বেশি হলেও অর্থনৈতিক অবস্থা আশাপ্রদ নাও হতে পারে?
[ক] এনএনআই
✅ জিএনআই
[গ] জিডিপি
[ঘ] জিএনপি
৮০. মোট বিনিয়োগ থেকে কী বাদ দিলে নিট বিনিয়োগ ব্যয় পাওয়া যায়?
✅ অবচয় ব্যয়
[খ] মোট ভোগ ব্যয়
[গ] মোট বিনিয়োগ ব্যয়
[ঘ] মোট উৎপাদন ব্যয়
৮১. কোনটি থেকে একটি দেশের অর্থনীতির সঠিক চিত্র পাওয়া যায়?
✅ এনএনআই
[খ] জিএনআই
[গ] জিডিপি
[ঘ] জিএনপি
৮২. মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়ের বিভিন্ন ধারণা প্রচলিত থাকায় তার পরিমাণ বিভিন্ন ধরনের হতে পারে কোন দেশগুলোতে?
[ক] উন্নত দেশগুলোতে
[খ] স্বল্পন্নত দেশগুলোতে
[গ] অতি উন্নত দেশে
✅ উন্নয়নশীল দেশগুলোতে
৮৩. মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতি অন্তর্ভুক্ত থাকে কোনটিতে?
✅ GNI
[খ] NNP
[গ] NNI
[ঘ] C
৮৪. জাতীয় আয় ধারণার মধ্যে কোনটি নির্ণয় কঠিন?
✅ NNI
[খ] NNP
[গ] NNI
[ঘ] NGI
৮৫. GDP ও বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়ের সমষ্টি-
✅ GNI
[খ] NNP
[গ] NNI
[ঘ] GGI
৮৬. কোনটি দেওয়া থাকলেও এনএনআই-এর পরিমাপ বিভিন্ন রকম হতে পারে?
[ক] এনএনআই
✅ জিএনআই
[গ] জিডিপি
[ঘ] জিএনপি
৮৭. কোন ধরনের সুদ জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়?
[ক] বেসরকারি ঋণের সুদ
✅ সরকারি ঋণের সুদ
[গ] বৈদেশিক ঋণের সুদ
[ঘ] ব্যাংক ঋণের সুদ
৮৮. জাতীয় আয় গণনার মূলত পদ্ধতি কয়টি?
[ক] দুই
[খ] চার
✅ তিন
[ঘ] পাঁচ
৮৯. ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় কী?
[ক] ভোগ + বণ্টন + বিনিয়োগ + নিট রপ্তানি
✅ ভোগ + বিনিয়োগ + সরকারি ব্যয় + নিট রপ্তানি
[গ] বিনিয়োগ + মুনাফা + সরকারি ব্যয় + নিট রপ্তানি
[ঘ] মুনাফা + সরকারি ব্যয় + ভোগ + আমদানি
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৯০. আয় পদ্ধতি অনুসারে মূলধন থেকে আসে কোনটি?
[ক] উপযোগ
✅ সুদ
[গ] মজুরি
[ঘ] বিনিয়োগ
৯১. নিচের কোনটি সংগঠনের প্রাপ্ত আয়?
[ক] উপযোগ
✅ মুনাফা
[গ] মজুরি
[ঘ] বিনিয়োগ
৯২. কোন পদ্ধতিতে জাতীয় আয় হলো উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণসমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি?
[ক] উৎপাদন পদ্ধতি
[খ] ব্যয় পদ্ধতি
✅ আয় পদ্ধতি
[ঘ] বিনিয়োগ পদ্ধতি
৯৩. কোনো নির্দিষ্ট সময়ে দেশের সব ধরনের ব্যয়ের যোগফল জাতীয় আয়ের কোন পদ্ধতির আওতাভুক্ত?
[ক] উৎপাদন পদ্ধতি
✅ ব্যয় পদ্ধতি
[গ] আয় পদ্ধতি
[ঘ] বিনিয়োগ পদ্ধতি
৯৪. দেশের ১৫টি খাতের কী যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়?
[ক] ভোগ মূল্য
[খ] বাজার মূল্য
[গ] বিনিয়োগ মূল্য
✅ উৎপাদন মূল্য
৯৫. উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করার সময় কোনটি বিবেচনায় আনা হয়?
[ক] প্রাথমিক দ্রব্য
[খ] মাধ্যমিক দ্রব্য
✅ চূড়ান্ত দ্রব্য
[ঘ] মূলধন দ্রব্য
৯৬. বাংলাদেশের অর্থনীতি কয়টি খাতে বিভক্ত?
[ক] ১০টি
✅ ১৫টি
[গ] ১২টি
[ঘ] ২০টি
৯৭. Y = C + I + G + (X - M) এই সমীকরণে (X - M) কী?
[ক] বিনিয়োগ - আমদানি
[খ] মোট ভোগ - নিট রপ্তানি
✅ রপ্তানি - আমদানি
[ঘ] মোট দেশজ উৎপাদন - আমদানি
৯৮. মি. জন একজন গায়ক। তিনি প্রায়ই তার বন্ধুদের গান শোনান। তার এই কর্মকান্ড এউচ নির্ধারণে কী হবে?
[ক] বিবেচ্য
✅ অবিবেচ্য
[গ] নিষ্প্রয়োজন
[ঘ] গ্রহণযোগ্য
৯৯. একই পণ্য দুইবার গণনা করলে কী সমস্যার উদ্ভব হয়?
[ক] একক গণনার
✅ দ্বৈত গণনার
[গ] উদ্বৃত্ত
[ঘ] ব্যয়গত
১০০. জিডিপি গণনার ক্ষেত্রে কোন ধরনের হিসাব মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত করা হয় না?
[ক] ভবিষ্যতে উৎপাদিত পণ্য
✅ অতীতের উৎপাদিত পণ্য
[গ] বর্তমানে উৎপাদিত পণ্য
[ঘ] চূড়ান্ত উৎপাদিত পণ্য
0 Comments:
Post a Comment