HSC অর্থনীতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC economics 1st paper mcq question and answer. HSC economic 1st paper mcq question pdf download. hsc economics 1st paper guide pdf.

উচ্চ মাধ্যমিক
অর্থনীতি
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৮

HSC Economics 1st Paper
 MCQ 
question and answer pdf download.

১. খাজনা কী ধরনের আয়?
[ক] প্রকৃত আয়
[খ] বাস্তবভিত্তিক আয়
[গ] মুক্ত আয়
✅ উদ্বৃত্ত আয়

২. রিকার্ডোর পরে কোন অর্থনীতিবিদ খাজনা ধারণা বিস্তারিতভাবে ব্যাখ্যা দেন?
[ক] স্টোনিয়ার যেগ
✅ অধ্যাপক মার্শাল
[গ] জর্জ গিলার
[ঘ] স্যামুয়েলসন

৩. নিচের কোনটির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক?
✅ ভূমি
[খ] আয়
[গ] মূলধন
[ঘ] সংগঠন

৪. 'ভূমির আদি ও অক্ষয় শক্তি ব্যবহারের জন্য উপাদানের যে অংশ ভূমির মালিককে দেওয়া হয় তাকে খাজনা বলে।' প্রামাণ্য সংজ্ঞাটি কোন অর্থনীতিবিদ দিয়েছেন?
[ক] স্টোনিয়ার যেগ
✅ অধ্যাপক রিকার্ডো
[গ] জর্জ গিলার
[ঘ] স্যামুয়েলসন

৫. ভূমির ব্যবহারের দামকে খাজনা বলার অন্তর্নিহিত কারণ কোনটি?
✅ যোগান সীমাবদ্ধ
[খ] যোগান অসীম
[গ] চাহিদা সীমাবদ্ধ
[ঘ] যোগান বেশি

৬. কোন অর্থনীতিবিদদের মতে, যেসব উপাদানের যোগান সীমাবদ্ধ সেসব উপাদানের ওপর খাজনার উদ্ভব হতে পারে?
✅ ক্লাসিক্যাল
[খ] নিউক্লাসিক্যাল
[গ] ওল্ড ক্লাসিক্যাল
[ঘ] আধুনিক

৭. ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে, কোনটি একমাত্র উপাদান যার যোগান সম্পূর্ণ সীমাবদ্ধ ও অস্থিতিস্থাপক?
✅ ভূমি
[খ] আয়
[গ] মূলধন
[ঘ] সংগঠন

৮. 'কেবল ভূমি নয়, যেকোনো উপাদান থেকে খাজনা উদ্ভব হতে পারে' - এটি কাদের মত?
[ক] ভূমিবাদীদের অর্থনীতিবিদগণ
[খ] ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ
✅ আধুনিক অর্থনীতিবিদগণ
[ঘ] নিউক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ

৯. সুযোগ ব্যয়ের অতিরিক্ত আয়কে খাজনা বলেছেন কোন অর্থনীতিবিদ?
[ক] স্টোনিয়ার যেগ
[খ] অধ্যাপক রিকার্ডো
✅ জর্জ স্টিগলার
[ঘ] স্যামুয়েলসন

১০. খাজনা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন কোন অর্থনীতিবিদ?
[ক] স্টোনিয়ার যেগ
✅ ডেভিড রিকার্ডো
[গ] গিলার
[ঘ] স্যামুয়েলসন

১১. অধ্যাপক মার্শাল খাজনাকে কীসের সাথে সম্পর্কিত দেখান?
✅ ভূমি
[খ] আয়
[গ] মূলধন
[ঘ] সংগঠন

১২. জমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হওয়ায়-এর যোগান রেখা কেমন হবে?
[ক] ডানদিকে নিম্নগামী
[খ] বামদিকে উর্ধ্বগামী
[গ] ভূমি অক্ষের সমান্তরাল
✅ লম্ব অক্ষের সমান্তরাল

১৩. আধুনিক ভাষ্যে খাজনা উদ্ভব হতে পারেত
i. মূলধন থেকে
ii. শ্রম থেকে
iii. সংগঠন থেকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১৪. অনুপার্জিত আয় সৃষ্টি হলে মূলত কাদের আয় বৃদ্ধি পায়?
[ক] শ্রমিকদের
[খ] ধনীদের
[গ] চাষীদের
✅ ভূমির মালিকদের

১৫. রহিম তার বাড়ি জলিলের কাছে ৫,০০০ টাকায় ভাড়া দিল। সাধারণত ভাড়া দেওয়ার সাথে মিল রয়েছে
i. উৎপাদনের বাড়ি
ii. খাজনার
iii. ব্যবহারমূল্যের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৬. কোন খাজনা হিসাব করা সহজ?
✅ মোট খাজনা
[খ] নিট খাজনা
[গ] নিম খাজনা
[ঘ] আধুনিক খাজনা

১৭. কোন খাজনা হিসাব করার সময় জটিলতা থাকতে পারে?
✅ অর্থনৈতিক খাজনা
[খ] নিট খাজনা
[গ] নিম খাজনা
[ঘ] আধুনিক খাজনা

১৮. নিম খাজনা বের করার সূত্র হলো-
i. মোট আয় - মোট পরিবর্তনীয় ব্যয়
ii. গড় আয় - গড় পরিবর্তন বায়
iii. মোট আয় - মোট ব্যয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৯. যন্ত্রপাতির যোগানের সীমাবদ্ধতা কীরূপ?
[ক] স্থিতিস্থাপক
[খ] ব্যয়বহুল
✅ ক্ষণস্থায়ী
[ঘ] দীর্ঘস্থায়ী

২০.কোনটির যোগান স্বল্পকাল ও দীর্ঘকাল উভয় সময়েই সম্পূর্ণ অস্থিতিস্থাপক?
[ক] কারখানা
[খ] উৎপাদন
✅ ভূমি
[ঘ] মূলধন

২১. নিম খাজনা কোন ধরনের ধারণা?
[ক] পূর্ণাঙ্গ
✅ অপূর্ণাঙ্গ
[গ] বাজেয়াপ্ত
[ঘ] স্বয়ংসম্পূর্ণ

২২. নিম খাজনা ধারণাটি কোন ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ?
[ক] দীর্ঘকালীন
✅ স্বল্পকালীন
[গ] মধ্যবর্তীকালীন
[ঘ] প্রাক-প্রাথমিক

২৩. সরকার কোনো কারণে খাজনা বাজেয়াপ্ত করলে উপকরণের যোগান কেমন থাকে?
[ক] হ্রাস পায়
✅ অপরিবর্তিত থাকে
[গ] ক্রমবর্ধমান হয়
[ঘ] বৃদ্ধি পায়

২৪. উৎপাদনের যে কোনো উপকরণের ন্যূনতম যোগান দামের চেয়ে যে অতিরিক্ত দাম বা পারিশ্রমিক দেওয়া হয় তাকে কী বলে?
✅ খাজনা
[খ] বাড়তি আয়
[গ] মজুরি
[ঘ] মুনাফা

২৫. ভূমির জন্য খাজনা দেওয়া হয়, কারণ-
i. ভূমির যোগান সীমাবদ্ধ
ii. ভূমির উর্বরতার পার্থক্য আছে
iii. ভূমিতে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৬. বাংলাদেশে কোন সময়ে থানাগুলো উপজেলায় উন্নীত করায় ভূমির মূল্য কয়েকগুণ বৃদ্ধি পেয়েছিল?
[ক] সত্তরের দশকে
✅ আশির দশকে
[গ] ষাট এর দশকে
[ঘ] নববই এর দশকে

নিচের চিত্রটি দেখ এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:








২৭. চিত্রটি যে ধরনের খাজনা নির্দেশ করে তা-
i. প্রকৃতি প্রদত্ত উপকরণ ব্যবহারের ফলে পাওয়া যায়
ii. স্বল্পকাল ও দীর্ঘকাল উভয় ক্ষেত্রে এরূপ খাজনার উদ্ভব হয়
iii. এই খাজনা হিসাবের সময় TVC- এর প্রয়োজন হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮. উদ্দীপকে খাজনার পরিমাণ কত হবে?
[ক] ৯
[খ] ১০
[গ] ১২
✅ ২৪

২৯. ভূমির মালিক রহিম ভূমির জন্য সরকারকে কী দেন?
✅ খাজনা
[খ] বাড়তি আয়
[গ] মজুরি
[ঘ] মুনাফা

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. উৎপাদন সুযোগ ব্যয়ের অতিরিক্ত আয়কে কী বলে?
✅ খাজনা
[খ] বাড়তি আয়
[গ] মজুরি
[ঘ] মুনাফা

৩১. কাদের মতে যেকোনো উৎপাদনের ক্ষেত্রে খাজনার উদ্ভব হতে পারে?
[ক] এডাম স্মিথ এর মতে
[খ] ক্ল্যাসিক্যাল অর্থনীতিবিদের মতে
[গ] রিকার্ডোর মতে
✅ আধুনিক অর্থনীতিবিদের মতে

৩২. উপকরণের দৃষ্টিকোণ থেকে খাজনাকে কয়ভাগে ভাগ করা যায়?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৩৩. আয়ের দৃষ্টিকোণ থেকে খাজনাকে কয়ভাগে ভাগ করা যায়?
✅ ৩
[খ] ৬
[গ] ৪
[ঘ] ৫

৩৪. চুক্তিবদ্ধ খাজনার অপর নাম কী?
[ক] নিম খাজনা
✅ মোট খাজনা
[গ] নিট খাজনা
[ঘ] অর্থনৈতিক খাজনা

৩৫. কোন জমির উদ্বৃত্ত আয় কম থাকে?
[ক] উর্বর জমি
[খ] অনুর্বর জমি
[গ] শহরের জমি
✅ নিকৃষ্ট জমি

৩৬. কোনটির বিকল্প ব্যবহারের জন্য খাজনার উদ্ভব হয়?
[ক] উপকরণের
[খ] মূলধনের
[গ] সংগঠনের
✅ জমির

৩৭. একটি উপকরণের সুযোগ ব্যয় ও প্রকৃত আয়ের ব্যবধানের ফলে কোন ধরনের খাজনা সৃষ্টি হয়?
[ক] মোট
[খ] নিম্ন
✅ নিট
[ঘ] অনুপার্জিত

৩৮. 'প্রকৃতির বদান্যতার কারণে খাজনার উদ্ভব হয়'ত এটি কাদের ধারণা?
✅ ফরাসি ভূমিবাদীদের
[খ] বর্তমান অর্থনীতিবিদদের
[গ] ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের
[ঘ] নিওক্লাসিক্যাল অর্থনীতিবিদদের

৩৯. জমির যোগান স্থির ও জনসংখ্যা বৃদ্ধির দরুন কোন খাজনার উদ্ভব হয়?
[ক] নিম খাজনা
[খ] মোট খাজনা
[গ] নিট খাজনা
✅ অর্থনৈতিক খাজনা

৪০. যে কোনো উপকরণের যোগান দাম যদি সাময়িকভাবে স্থির থাকে তাহলে তার আয়কে কীরূপ খাজনা বলে?
[ক] মোট
[খ] নিম্ন
✅ নিম
[ঘ] অনুপার্জিত

৪১. ভূমির মালিককে কেন খাজনা দিতে হয়?
✅ ভূমির চাহিদা যোগান অপেক্ষা বেশি বলে
[খ] ভূমির যোগান চাহিদা অপেক্ষা বেশি বলে
[গ] ভূমির দাম অনেক বেশি বলে
[ঘ] ভূমির স্থায়ীত্ব বেশি হলে

৪২. রহিম তার বাড়িটি খলিলের নিকট ৮,০০০ টাকায় ভাড়া দিল। রহিমের এই ৮,০০০ টাকাকে অর্থনীতিতে কী হিসেবে গণ্য করবে?
✅ খাজনা
[খ] বাড়তি আয়
[গ] মজুরি
[ঘ] মুনাফা

৪৩. ভূমিতে ক্রমাগত বেশি পরিমাণে শ্রম ও মূলধন নিয়োগ করলে কোনটি হ্রাস পায়?
[ক] মোট উৎপাদন
✅ প্রান্তিক উৎপাদন
[গ] গড় উৎপাদন
[ঘ] নিট উৎপাদন

৪৪. উপকরণের দিক থেকে খাজনা হলো-
i. অর্থনৈতিক খাজনা
ii. নিম খাজনা
iii. বিশুদ্ধ অর্থনৈতিক খাজনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৫. অনুপার্জিত আয় সৃষ্টি হয় কোনটির কারণে?
[ক] জনসংখ্যা হ্রাস
✅ জনসংখ্যা বৃদ্ধি
[গ] উন্নয়ন প্রকল্প বন্ধে
[ঘ] শিল্পের বিকেন্দ্রীকরঠে

৪৬. আয়ের দৃষ্টিকোণ থেকে খাজনা হলো-
i. মোট খাজনা
ii. নিট খাজনা
iii. নিম খাজনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৭. যে জমিতে উৎপাদিত ফসলের পরিমাণ ও খরচ সমান হয়। তাকে কোন জমি বলে?
✅ প্রান্তিক
[খ] অনুর্বর
[গ] অনুৎপাদনশীল
[ঘ] উর্বর

৪৮. ডেভিড রিকার্ডো তার খাজনা তত্ত্ব কোন সময়ে ব্যক্ত করেন?
[ক] অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে
✅ ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে
[গ] অষ্টাদশ শতাব্দীর শেষভাগে
[ঘ] ঊনবিংশ শতাব্দীর শেষভাগে

৪৯. অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো কোন দেশের নাগরিক ছিলেন?
✅ ইংল্যান্ড
[খ] ইতালি
[গ] আমেরিকা
[ঘ] গ্রিস

HSC অর্থনীতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮

৫০.কার মতানুযায়ী খাজনা দামের অন্তর্ভুক্ত নয়?
[ক] স্টোনিয়ার যেগ
✅ রিকার্ডো
[গ] গিলার
[ঘ] স্যামুয়েলসন

৫১. চাহিদার তুলনায় জমির যোগানের স্বল্পতাই খাজনা উদ্ভবের কারণ' কোন অর্থনীতিবিদ বলেছেন?
[ক] স্টোনিয়ার যেগ
✅ ডেভিড রিকার্ডো
[গ] গিলার
[ঘ] স্যামুয়েলসন

৫২. রিকার্ডোর মতে, জমিতে দ্রুত কোন বিধি কার্যকর হয়?
[ক] ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি
[খ] ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি
✅ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি
[ঘ] সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি

৫৩. জমির যোগান দাম নেই কেন?
✅ জমি প্রকৃতির দান
[খ] জমির যোগান অসীম
[গ] জমি গতিশীল নয় বলে
[ঘ] জমি কম উৎপাদনশীল

৫৪. রিকার্ডো জমিকে কয় শ্রেণিতে ভাগ করেছেন?
✅ ৩
[খ] ৬
[গ] ৪
[ঘ] ৫

৫৫. রিকার্ডো কোন শ্রেণির জমিকে প্রান্তিক জমি বলেছেন?
[ক] ১ম শ্রেণি
✅ ৩য় শ্রেণি
[গ] ২য় শ্রেণি
[ঘ] উর্বর জমি

৫৬. রিকার্ডোর ২য় শ্রেণির জমিতে খাদ্যের চাহিদা কেন বৃদ্ধি পায়?
[ক] চাহিদা বৃদ্ধি পাওয়ায়
[খ] চাহিদা হ্রাস পাওয়ায়
✅ জনসংখ্যা হ্রাসের কারণে
[ঘ] জনসংখ্যা বৃদ্ধির কারণে

৫৭. রিকার্ডো তার খাজনা তত্ত্বে মত প্রকাশ করেনু
i. খাজনার অর্থ
ii. খাজনা উৎপত্তির কারণ
iii. খাজনা নির্ধারণ প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৮. সামাজিক অগ্রগতির সাথে দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধি পেলে তাকে কী বলা হয়?
[ক] অতিরিক্ত আয়
✅ অনুপার্জিত আয়
[গ] প্রকৃত আয়
[ঘ] প্রান্তিক আয়

৫৯. প্রান্তিক জমিতে খাজনা না থাকার কারণ হলো-
i. জমির আয় ও উৎপাদন খরচ সমান
ii. আয় উদ্বৃত্ত কম বলে
iii. জমির আয়ের চেয়ে খরচ বেশি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. অপরিবর্তনীয় ফার্মের উপাদানকে কী বলে?
✅ স্থির উপাদান
[খ] পরিবর্তনীয় উপাদান
[গ] ব্যয়বহুল উপাদান
[ঘ] নিট উপাদান

৬১. ঘরবাড়ি, যন্ত্রপাতি প্রভৃতির আয়কে কোন খাজনা বলা হয়?
[ক] মোট
✅ নিম
[গ] নিট
[ঘ] মোট

৬২. কোন খাজনার পরিমাণ প্রধানত নির্ভর করে চাহিদার ওপর?
[ক] মোট
✅ বিশুদ্ধ
[গ] নিট
[ঘ] মোট

৬৩. ফার্মের মোট আয় থেকে মোট পরিবর্তনীয় খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে কী বলে?
[ক] বিশুদ্ধ ভাজনা
✅ নিম খাজনা
[গ] প্রকৃত খাজনা
[ঘ] মোট খাজনা

৬৪. নিম খাজনার অপর নাম হলো-
i. উপ খাজনা
ii. নিট খাজনা
iii. আধা খাজনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, রর ও iii

৬৫. মানুষ কর্তৃক সৃষ্ট উপকরণ হতে স্বল্পকালে প্রাপ্ত আয়কে কী বলে?
[ক] মোট খাজনা
[খ] নিট খাজনা
✅ নিম খাজনা
[ঘ] আধুনিক খাজনা

৬৬. নিম খাজনা পরিমাপের সূত্র কোনটি?
[ক] TR – TC
✅ TR – TVC
[গ] TR – AC
[ঘ] TR – AVC

৬৭. TR – TVC = কী?
[ক] মোট খাজনা
[খ] নিট খাজনা
✅ নিম খাজনা
[ঘ] আধুনিক খাজনা

৬৮. ২য় শ্রেণির জমির খাজনা কত?
[ক] ১০০০
✅ ২০০০
[গ] ৩০০০
[ঘ] ৪০০০

৬৯. রিকার্ডোর খাজনা তত্ত্বানুসারে মাতববর হোসেনের ৩য় শ্রেণির জমিকে কী বলা হয়?
i. প্রান্তিক জমি
ii. নিকৃষ্ট জমি
iii. খাজনাবিহীন জমি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭০. প্রান্তিক জমির আয় ও ব্যয় সমান হলে কী হয়?
[ক] খাজনার উদ্ভব হয়
[খ] খাজনা সর্বোচ্চ হয়
✅ খাজনা শূন্য হয়
[ঘ] খাজনা দামের অন্তর্ভুক্ত হয়

৭১. ভূমির সামাজিক যোগান রেখার আকৃতি কেমন?
[ক] ডানদিকে নিম্নগামী
[খ] বামদিকে উর্ধ্বগামী
[গ] ভূমি অক্ষের সমান্তরাল
✅ লম্ব অক্ষে সম্পূর্ণ খড়

৭২. আধুনিক অর্থনীতিতে খাজনা বলতে কোন আয়কে বোঝানো হয়?
✅ অপ্রাচুর্যজনিত
[খ] উদ্বৃত্ত
[গ] শূন্য
[ঘ] মোট

৭৩. ব্যক্তির দৃষ্টিকোণ থেকে জমির যোগান দাম কেমন?
✅ স্থিতিস্থাপক
[খ] উদ্বৃত্ত
[গ] শূন্য
[ঘ] মোট

৭৪. জমির চাহিদা রেখার আকৃতি কেমন?
✅ ডানদিকে নিম্নগামী
[খ] বামদিকে ঊর্ধ্বগামী
[গ] লম্ব অক্ষের সমান্তরাল
[ঘ] ভূমি অক্ষের সমান্তরাল

৭৫. খাজনা নির্ধারিত হয় কী দ্বারা
[ক] জমি দ্বারা
✅ দাম দ্বারা
[গ] অর্থ দ্বারা
[ঘ] আয় দ্বারা

৭৬. আধুনিক অর্থনীতিতে ভূমির খাজনা কী দ্বারা নির্ধারিত হয়?
✅ চাহিদা ও যোগান
[খ] দাম
[গ] শুধু চাহিদা
[ঘ] শুধু যোগান

৭৭. স্বল্পকালে মানব সৃষ্ট উপকরণ থেকে উদ্ভব হয়-
[ক] মোট খাজনা
[খ] নিট খাজনা
✅ নিম খাজনা
[ঘ] আধুনিক খাজনা

৭৮. মানুষের সৃষ্ট উৎপাদনের উপকরণ হতে স্বল্পকালে যে অতিরিক্ত আয় হয় তাকে বলে-
[ক] মোট খাজনা
[খ] নিট খাজনা
✅ নিম খাজনা
[ঘ] আধুনিক খাজনা

৭৯. নিম খাজনা ধারণার প্রবর্তক কে?
[ক] ডেভিড রিকার্ডো
✅ অধ্যাপক মার্শাল
[গ] জর্জ স্টিগলার
[ঘ] ডি স্যালভেটর

৮০. স্বল্পকালে উদ্ভব হয় কোন খাজনার?
[ক] মোট খাজনা
[খ] নিট খাজনা
✅ নিম খাজনা
[ঘ] আধুনিক খাজনা

৮১. নিম খাজনা দেওয়া হয় কেন?
[ক] জমির উর্বরতা শক্তির জন্য
[খ] জমির অতিরিক্ত ব্যবহারের জন্য
✅ মানবসৃষ্ট উপকরণের সীমাবদ্ধ যোগানের জন্য
[ঘ] পতিত জমি ব্যবহারের জন্য

নিচের উদ্দীপকের আলোকে ৮২ ও ৮৩ নং প্রশ্নের উত্তর দাও:
নদীতে বেশি মাছ ধরা পড়াায় জাল এবং নৌকা ভাড়া দ্বিগুণ হলো।

৮২. নৌকা ভাড়া বৃদ্ধি কোন খাজনার সঙ্গে সঙ্গতিপূর্ণ?
[ক] মোট খাজনা
[খ] নিট খাজনা
✅ নিম খাজনা
[ঘ] আধুনিক খাজনা

৮৩. দীর্ঘকালে এই খাজনা কেমন হবে?
[ক] বৃদ্ধি পাবে
[খ] হ্রাস পাবে
✅ শূন্য হবে
[ঘ] অসীম হবে

৮৪. 'Progress and Poverty' গ্রন্থের লেখক কে?
[ক] রিকার্ডো
✅ হেনরি জর্জ
[গ] মার্শাল
[ঘ] স্যামুয়েলসন

৮৫. অনুপার্জিত আয় ধারণাটি সর্বপ্রথম কোন অর্থনীতিবিদ প্রকাশ করেন?
[ক] রিকার্ডো
✅ হেনরি জর্জ
[গ] মার্শাল
[ঘ] স্যামুয়েলসন

নিচের চিত্রটি লক্ষ করো এবং ৮৬ ও ৮৭ নং প্রশ্নের উত্তর দাও:

৮৬. চিত্রানুসারে জমির খাজনার পরিমাণ হলো-
✅ ৭৫ টাকা
[খ] ১৫০ টাকা
[গ] ২০০ টাকা
[ঘ] ২৫০ টাকা

৮৭. জমির চাহিদা রেখা G বিন্দুতে DD1 এর সমান্তরাল হলে মোট খাজনার ওপর কী প্রভাব পড়াবে?
✅ ৭৫ টাকা বৃদ্ধি পাবে
[খ] ১৫০ টাকা কম পাবে
[গ] ২০০ টাকা বেশি পাবে
[ঘ] ২৫০ টাকা হ্রাস পাবে

নিচের উদ্দীপকের আলোকে ৮৮ ও ৮৯ নং প্রশ্নের উত্তর দাও:

৮৮. চিত্রানুসারে জমির খাজনার পরিমাণ হলো-
[ক] ১০ টাকা
[খ] ১৫ টাকা
✅ ১৫০ টাকা
[ঘ] ২২৫ টাকা

৮৯. জমির চাহিদা রেখা সমান্তরালে এ বিন্দুতে স্থানান্তরিত হলে মোট খাজনার উপর কী প্রভাব পড়াবে?
✅ ৭৫ টাকা বৃদ্ধি পাবে
[খ] ১৫০ টাকা কম পাবে
[গ] ২০০ টাকা বেশি পাবে
[ঘ] ২৫০ টাকা হ্রাস পাবে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. ব্যক্তির দৃষ্টিকোণ থেকে জমির যোগান কীরূপ?
✅ স্থিতিস্থাপক
[খ] দাম শূন্য
[গ] অস্থিতিস্থাপক
[ঘ] দাম বেশি

৯১. কোন অর্থনীতিবিদ চাহিদা ও যোগান রেখা প্রয়োগ করে খাজনা নির্ধারণ মডেল বিশে­ষণ করেন?
[ক] স্টোনিয়ার যেগ
✅ মার্শাল
[গ] গিলার
[ঘ] স্যামুয়েলসন

৯২. কোন ধরনের খাজনাকে 'অর্থনৈতিক খাজনা' বলে?
[ক] মোট খাজনা
✅ নিট খাজনা
[গ] নিম খাজনা
[ঘ] আধুনিক খাজনা

৯৩. সাধারণত খাজনাকে কয় ভাগে ভাগ করা হয়?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

৯৪. 'নিম খাজনা হলো মোট আয় থেকে মোট পরিবর্তনীয় ব্যয়ের বিয়োগফল' - সংজ্ঞাটি কোন অর্থনীতিবিদের?
[ক] স্টোনিয়ার যেগ
✅ ডি. সেলভেটর
[গ] গিলার
[ঘ] স্যামুয়েলসন

৯৫. নিম খাজনা ধারণা কোন অর্থনীতিবিদ প্রবর্তন করেন?
[ক] স্টোনিয়ার যেগ
✅ আলফ্রেড মার্শাল
[গ] গিলার
[ঘ] স্যামুয়েলসন

৯৬. কেবল ভূমি ব্যবহারের জন্য কোন খাজনা দেওয়া হয়?
[ক] মোট খাজনা
✅ নিট খাজনা
[গ] নিম খাজনা
[ঘ] আধুনিক খাজনা

৯৭. নিম খাজনা বের করার সূত্র কোনটি?
✅ মোট আয়ু মোট পরিবর্তনীয় ব্যয়
[খ] মোট আয় - মোট ব্যয়
[গ] মোট খাজনাু নিট খাজনা
[ঘ] অর্থনৈতিক খাজনা - নিট খাজনা

৯৮. সীমাবদ্ধ যোগানবিশিষ্ট জমি, বাড়ি বা অন্য কোনো সম্পদ ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ প্রদান করা হয় তাকে কী বলে?
✅ মোট খাজনা
[খ] নিট খাজনা
[গ] নিম খাজনা
[ঘ] আধুনিক খাজনা

৯৯. নিচের কোনটি নিট খাজনার সূত্র?
[ক] AR – AVC
[খ] TR – TVC
[গ] TR + অতিরিক্ত আয়
✅ মোট খাজনা-(মজুরি + সুদ + মুনাফা + কর)

১০০. একজন ব্যক্তির মোট খাজনা ১০০ টাকা, এর মধ্যে মজুরি ২০, সুদ ২০, কর ২০ এবং মুনাফা ২০ টাকা থাকে, তবে নিট খাজনা কত?
✅ ২০ টাকা
[খ] ৪০ টাকা
[গ] ৬০ টাকা
[ঘ] ১০০ টাকা
Post a Comment (0)
Previous Post Next Post