এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC economics 1st paper mcq question and answer. HSC economic 1st paper mcq question pdf download. hsc economics 1st paper guide pdf.
উচ্চ মাধ্যমিক
অর্থনীতি
প্রথম পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৬
HSC Economics 1st Paper
MCQ
question and answer pdf download.
১. মূলধনের ধারণাকে কয়টি দিক থেকে বিশ্লেষণ করা যায়?
✅ ২টি
[খ] ৪টি
[গ] ৩টি
[ঘ] ৫টি
২. মূলধন উৎপাদনের কততম উপাদান?
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
✅ তৃতীয়
[ঘ] চতুর্থ
৩. মূলধন কী?
[ক] ভোগের ব্যবহৃত উপাদান
[খ] প্রাকৃতিকভাবে সৃষ্ট উপাদান
[গ] সঞ্চয় গঠনের উপাদান
✅ উৎপাদনের উৎপাদিত উপাদান
৪. 'সঞ্চিত শ্রম ও সঞ্চিত প্রাকৃতিক সম্পদের যুক্ত ফলই মূলধন' - কে বলেছেন?
[ক] জে এস. মিল
[খ] কেয়ার্নস
✅ উইকসেল
[ঘ] এডাম স্মিথ
৫. 'যে সমস্ত সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা আয় উপার্জনে সহায়তা করে তাকে মূলধন বলে' - কে বলেছেন?
[ক] জে এস. মিল
[খ] কেয়ার্নস
✅ চ্যাপম্যান
[ঘ] এডাম স্মিথ
৬. একটি দালানকে বাসগৃহ হিসেবে ব্যবহার করলে তখন কী হিসেবে গণ্য হবে?
[ক] মূলধন
✅ ভোগ্যপণ্য
[গ] বাসস্থান
[ঘ] বিনিয়োগ
৭. উৎপাদনের যে অংশ পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে কী বলে?
✅ মূলধন
[খ] ভোগ্যপণ্য
[গ] বাসস্থান
[ঘ] বিনিয়োগ
৮. মূলধন গঠনের প্রধান উপায় কোনটি?
[ক] ভোগের সুযোগ-সুবিধা
[খ] ঋণ গ্রহণ
✅ সঞ্চয়ের সামর্থ্য
[ঘ] সঞ্চয়ের অনিচ্ছা
৯. কোন অর্থনীতিবিদ মূলধনের তিনটি রূপের কথা উল্লেখ করেছেন?
[ক] জে এস. মিল
[খ] কেয়ার্নস
✅ আলেকজান্ডার কেয়ার্নক্রস
[ঘ] এডাম স্মিথ
১০. আধুনিক কালে কোনটি অধিক উৎপাদনে সহায়তা করে?
[ক] কাঁচামাল
[খ] যন্ত্রপাতি
✅ মূলধন
[ঘ] শেয়ার
১১. একটি গৃহকে যদি কারখানা হিসেবে ব্যবহার করা হয় তখন তা কী হিসেবে গণ্য হবে?
✅ মূলধন
[খ] ভোগ্যপণ্য
[গ] বাসস্থান
[ঘ] বিনিয়োগ
১২. একজন কৃষক লাঙল দিয়ে জমি চাষ করেন। এখানে লাঙল কোন ধরনের মূলধন?
✅ উৎপাদক
[খ] চলতি
[গ] ভাসমান
[ঘ] ভোগ্য
১৩. কেয়ার্নব্রুসের উলিস্নখিত মূলধনের তিনটি রূপ হলো-
i. বস্তুগত মূলধন
ii. অর্থকরী মূলধন
iii. ঋণ মূলধন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৪. কীভাবে মূলধন গঠন করা হয়?
[ক] ভোগের মাধ্যমে
[খ] ঋণের মাধ্যমে
✅ সঞ্চয়ের মাধ্যমে
[ঘ] ব্যয়ের মাধ্যমে
১৫. মূলধন গঠনের প্রধান উপায় কোনটি?
[ক] বিনিয়োগের সুযোগ-সুবিধা
[খ] ঋণ গ্রহণ
✅ সঞ্চয়ের সামর্থ্য
[ঘ] সঞ্চয়ের ইচ্ছা
১৬. ব্যবহারের ভিত্তিতে মূলধন কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২
[খ] ৩
✅ ৪
[ঘ] ৫
১৭. কোনটি মূলধনের বৈশিষ্ট্য?
[ক] জীবন্ত উপকরণ
✅ অতীত শ্রমের ফল
[গ] যোগান সময় সাপেক্ষ
[ঘ] ক্ষণস্থায়ী
১৮. মূলধন হলো 'উৎপাদনের উৎপাদিত উপাদান'- বক্তব্যটি কোন অর্থনীতিবিদের?
[ক] স্যামুয়েলসন
✅ বম-বয়ার্ক
[গ] চ্যাপম্যান
[ঘ] মার্শাল
১৯. নিচের কোনটি মানুষের আয় দ্বারা সৃষ্ট উপাদান?
✅ মূলধন
[খ] ভোগ্যপণ্য
[গ] বাসস্থান
[ঘ] বিনিয়োগ
২০. নিচের কোনটি মূলধন?
[ক] ব্যাংক আমানত
[খ] স্বর্ণ
[গ] টাকা
✅ লাঙল
২১. মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত সম্পদের বা বস্তুর যে অংশ পুনরায় উৎপাদন কাজে নিয়োজিত হয়, তাকে কী বলে?
✅ মূলধন
[খ] ভোগ্যপণ্য
[গ] বাসস্থান
[ঘ] বিনিয়োগ
২২. মূলধন হলো-
i. উৎপাদনশীল
ii. অতীত শ্রমের ফল
iii. সঞ্চয়ের ফল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৩. মূলধন যোগানের উৎস কয়টি?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি
২৪. কোনটি মূলধনের বৈশিষ্ট্য?
[ক] জীবন্ত উপকরণ
✅ অতীত শ্রমের ফল
[গ] যোগান সময়সাপেক্ষ
[ঘ] ক্ষণস্থায়ী
২৫. মূলধনের প্রধান উপাদান কোনটি?
[ক] উৎপাদন
[খ] চাহিদা
✅ সঞ্চয়
[ঘ] সম্পদ
২৬. কোনটি মূলধনের বৈশিষ্ট্য নয়?
[ক] মূলধন অতীত শ্রমের ফল
[খ] মূলধন উৎপাদনশীল
[গ] মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান
✅ মূলধন স্থায়ী উপাদান
২৭. উৎপাদনের প্রাথমিক উপকরণ কী কী?
[ক] মূলধন ও শ্রম
✅ ভূমি ও শ্রম
[গ] মূলধন ও বিনিয়োগ
[ঘ] সংগঠন ও মূলধন
২৮. প্রকৃতির প্রাথমিক দাম হিসেবে কোনটি অগ্রহণযোগ্য?
✅ মূলধন
[খ] ভোগ্যপণ্য
[গ] বাসস্থান
[ঘ] বিনিয়োগ
২৯. মূলধন উৎপাদনের কী ধরনের উপাদান?
[ক] স্থায়ী
✅ অস্থায়ী
[গ] মৌলিক
[ঘ] চূড়ান্ত
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৩০. কোনটি নিষি্ক্রয় উপাদান?
✅ মূলধন
[খ] ভোগ্যপণ্য
[গ] বাসস্থান
[ঘ] বিনিয়োগ
৩১. কোনটি বেশি হলে দেশে মূলধন গঠনের পরিমাণও বেশি হয়?
✅ সঞ্চয়
[খ] বিনিয়োগ
[গ] ভোগ
[ঘ] উৎপাদন
৩২. উৎপাদনে মৌলিক উপাদান হলো-
i. ভূমি
ii. মূলধন
iii. শ্রম
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৩. ব্যবহারের মাধ্যমে নিঃশেষ হয়-
i. উপযোগ
ii. মূলধন
iii. সঞ্চয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৪. মূলধন হলো উৎপাদনের-
i. অমৌলিক উপাদান
ii. মৌলিক উপাদান
iii. অস্থায়ী উপাদান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও।
শাহ আলম সাহেব স্ত্রী নিয়ে ঢাকার একটি ছোট বাসায় বসবাস করেন। তিনি বর্তমানে ঐ বাসায় বসবাসের পাশাপাশি পাঁচটি সেলাই মেশিন বসিয়ে পাঁচজন নারী শ্রমিক দিয়ে বিক্রির উদ্দেশ্যে নারীদের বিভিন্ন পোশাকও তৈরি করছেন।
৩৫. শাহ আলম সাহেবের সেলাই মেশিনগুলোকে কী বলা যায়?
[ক] মূল্যহীন সম্পদ
[খ] সংগঠন
✅ মূলধন
[ঘ] কমদামি সম্পদ
৩৬. বর্তমানে শাহ আলম সাহেবের বাসাটি একাধারে-
i. মূলধন
ii. সম্পদ
iii. ব্যবসায় প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৭. কোনটি মূলধনের বৈশিষ্ট্য?
[ক] সক্রিয়
[খ] গতিহীন
✅ উৎপাদনশীল
[ঘ] চিরস্থায়ী
৩৮. মূলধনের বৈশিষ্ট্য কোনটি?
[ক] মূলধন প্রকৃতি প্রদত্ত ও উৎপাদনশীল
✅ মূলধন মানবসৃষ্ট ও পুনরায় উৎপাদনে ব্যবহৃত হয়
[গ] মূলধন জীবন্ত সত্তা ও পুনরায় উৎপাদনে ব্যবহৃত হয়
[ঘ] মূলধন উৎপাদনক্ষেত্রের সব উপকরণের সমন্বয় সাধন করে উৎপাদন বৃদ্ধি করে
৩৯. চলতি মূলধনের বৈশিষ্ট্য-
i. এই মূলধন একবার ব্যবহার করা হয়
ii. এই মূলধন ব্যবহারের ফলে নিঃশেষ হয় না
iii. এই মূলধন ব্যবহারের ফলে রূপগত পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
[ক] মূলধন সঞ্চয় দ্বারা সৃষ্ট
[খ] মূলধন ভবিষ্যৎ আয়ের উৎস
✅ মূলধন সমজাতীয়
[ঘ] মূলধনের উৎপাদন ব্যয় আছে
৪১. কোনটি মূলধনের বৈশিষ্ট্য?
[ক] মূলধন সক্রিয় উপকরণ
[খ] মূলধন সমজাতীয়
✅ মূলধন উৎপাদনশীল
[ঘ] মূলধন স্থায়ী
৪২. মূলধনের বৈশিষ্ট্য হলো-
i. মূলধন সঞ্চয় দ্বারা সৃষ্ট
ii. মূলধন আয় সৃষ্টি করে
iii. মূলধন গতিশীল নয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৩. কোনটি মূলধনের কাজ?
✅ শ্রমিকের দক্ষতা সৃষ্টি
[খ] শ্রমের গতিশীলতা সৃষ্টি
[গ] শ্রমিকের সংখ্যা বৃদ্ধি
[ঘ] শ্রমের মজুরি বৃদ্ধি
৪৪. আধুনিক উৎপাদন ব্যবস্থা প্রধানত কীসের ওপর নির্ভরশীল?
✅ মূলধন
[খ] ভোগ্যপণ্য
[গ] বাসস্থান
[ঘ] বিনিয়োগ
৪৫. উন্নয়নশীল দেশগুলোতে কীসের স্বল্পতার কারণে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়?
[ক] শ্রমের
[খ] সংগঠনের
✅ মূলধনের
[ঘ] ভূমির
৪৬. শিল্পোন্নয়ন মূলত মূলধনের কীসের ওপর নির্ভরশীল?
✅ বিনিয়োগ
[খ] উৎপাদন
[গ] ভোগ
[ঘ] শ্রম
৪৭. উৎপাদন ক্ষেত্রে কোনটি উপকরণ হিসেবে ব্যবহৃত হয়?
✅ মূলধন
[খ] ভোগ্যপণ্য
[গ] বাসস্থান
[ঘ] বিনিয়োগ
৪৮. পুঁজিবাদ উদ্ভব ও বিকাশের মূল কারণ কী?
✅ মূলধন
[খ] ভোগ্যপণ্য
[গ] বাসস্থান
[ঘ] বিনিয়োগ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দাও:
সালাম সাহেব গাজীপুরে একখ- জমি কিনে ৫ তলা একটি বাড়ি নির্মাণ করেন। যেখানে আরও যন্ত্রপাতি স্থাপন করে সোয়েটার উৎপাদন করেন।
৪৯. সালাম সাহেবের নির্মাণকৃত বিল্ডিংটি কোন ধরনের মূলধন?
[ক] ভাসমান
✅ স্থায়ী
[গ] আবদ্ধ
[ঘ] চলতি
৫০. এ ধরনের মূলধনের বৈশিষ্ট্য হলো-
i. বার বার ব্যবহার করা যায়
ii. দীর্ঘকালীন উৎস থেকে এ মূলধন সংগৃহীত
iii. দৃশ্যমান নয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো ৫১ ও ৫২ নং প্রশ্নের উত্তর দাও।
অমিত সাহেব ব্যবসার জন্য ১০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করলেন। মেশিনের জন্য তার সংস্থাপন খরচ হলো ২,০০০ টাকা। এরপর ৫,০০০ টাকার কাঁচামাল ক্রয় করে তিনি উৎপাদন শুরু করলেন।
৫১. অমিত সাহেবের ব্যবহৃত চলতি মূলধন কত?
[ক] ২০০০ টাকা
✅ ৫০০০ টাকা
[গ] ১০,০০০ টাকা
[ঘ] ৭০০০ টাকা
৫২. উদ্দীপকে বর্ণিত ৫০০০ টাকা ব্যয় কোন ধরনের মূলধন?
[ক] ভাসমান
✅ ঘূর্ণনায়ন
[গ] আবদ্ধ
[ঘ] চলতি
৫৩. কোনটি স্থিতিস্থাপক মূলধন?
[ক] ভাসমান
[খ] ঘূর্ণনায়ন
[গ] আবদ্ধ
✅ চলতি
৫৪. জনাব শহিদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বাড়ি কোন ধরনের মূলধনের উদাহরণ?
✅ ব্যক্তিগত
[খ] জাতীয়
[গ] সামাজিক
[ঘ] কার্যকরী মূলধন
৫৫. ট্রেডমার্ক কোন ধরনের মূলধন?
[ক] ভোগ্য মূলধন
[খ] আবদ্ধ মূলধন
✅ স্থায়ী মূলধন
[ঘ] ভাসমান মূলধন
৫৬. দেশপ্রেম কী ধরনের মূলধন?
[ক] আন্তর্জাতিক
✅ জাতীয়
[গ] সামাজিক
[ঘ] নিমজ্জমান
৫৭. বিগত বছরের মূলধনের সাথে বর্তমান বছরে যে পরিমাণ মূলধন অন্তর্ভুক্ত হয়, তাকে কী বলে?
[ক] সংযোজিত
[খ] মূলধন
✅ মূলধন গঠন
[ঘ] নিমজ্জিত মূলধন
৫৮. কার্যকরী মূলধনের উদাহরণ কোনটি?
[ক] ব্যবসায়-বাণিজ্য অর্থ
✅ কাঁচামাল
[গ] পাট, চা
[ঘ] শেয়ার, বন্ড
৫৯. মূলধন গঠনের শেষ পর্যায় কোনটি?
[ক] আর্থিক সংজ্ঞায় সংগ্রহ
✅ সঞ্চয়কে মূলধনে রূপান্তর
[গ] সামাজিক মর্যাদা লাভ
[ঘ] আর্থিক সঞ্চয় সৃষ্টি
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৬০. ব্যবসায়-বাণিজ্যে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রতিবন্ধক কী?
✅ মূলধন গঠন কম
[খ] মাথাপিছু আয় কম
[গ] সঞ্চয় কম
[ঘ] শ্রমের মজুরি কম
৬১. রংপুরে প্রচুর পাট উৎপাদন হয়। এ বীজ কোন ধরনের মূলধন?
✅ চলতি
[খ] স্থায়ী
[গ] ভাসমান
[ঘ] নিমজ্জমান
৬২. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত 'ইউরেনিয়াম' ক্রয়ের জন্য ব্যবহৃত অর্থ কোন ধরনের মূলধন?
✅ আবদ্ধ মূলধন
[খ] ভাসমান মূলধন
[গ] ঘূর্ণায়মান মূলধন
[ঘ] কার্যকরী মূলধন
৬৩. মূলধনকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
✅ ২
[খ] ৪
[গ] ৩
[ঘ] ৫
৬৪.কলকারখানা কোন ধরনের মূলধন?
✅ স্থায়ী
[খ] চলতি
[গ] জাতীয়
[ঘ] ভাসমান
৬৫.ভোগ্য মূলধন বলতে কী বোঝায়?
[ক] ভোগের উপযোগী মূলধন
[খ] উদ্যোক্তার জন্য বরাদ্দকৃত মূলধন
[গ] উৎপাদনের অযোগ্য মূলধন
✅ ভরণপোষণের জন্য ব্যবহৃত মূলধন
৬৬. অধ্যাপক মার্শাল উৎপাদকের মূলধনকে কোন মূলধন হিসেবে অভিহিত করেছেন?
[ক] ভোগ্য
✅ বাণিজ্য
[গ] আবদ্ধ
[ঘ] জাতীয়
৬৭. সাধারণত কোনটির মাপকাঠিতে মূলধন পরিমাপ করা হয়?
✅ অর্থের
[খ] ভোগের
[গ] যন্ত্রপাতির
[ঘ] সম্পত্তির
৬৮. ব্যবসায় খাটানো সমস্ত অর্থ কোন মূলধন হিসেবে বিবেচনা করা হয়?
[ক] অর্থগত
[খ] সামগ্রিক
[গ] বাণিজ্য
✅ ঋণগত
৬৯. কোন মূলধন অর্থ মূল্যে পরিমাপ করা যায়?
[ক] অর্থগত
[খ] সামগ্রিক
[গ] বাণিজ্য
✅ সম্পত্তিগত
৭০. রেল ইঞ্জিন কেবল রেলের বগি বা রেলগাড়ি টানার কাজে লাগে। এটি কোন মূলধনের অন্তর্গত?
[ক] জাতীয়
[খ] অনাবদ্ধ
✅ নিমজ্জমান
[ঘ] ভাসমান
৭১. নিচের কোনটি ব্যক্তিগত মূলধন?
[ক] ব্যাংক
[খ] সড়ক
✅ শেয়ার
[ঘ] বিমান
৭২. যে মূলধন রাষ্ট্রীয় মালিকানায় থাকে তাকে কী বলে?
[ক] ব্যক্তিগত মূলধন
[খ] আন্তর্জাতিক মূলধন
✅ জাতীয় মূলধন
[ঘ] সরকারি মূলধন
৭৩. মোকাম্মেল সাহেব তার পেনশনের শেষ দুই লাখ টাকা ব্যবসায় খাটাবেন বলে মনস্থির করলেন। এ ক্ষেত্রে তার টাকাটি কোন ধরনের মূলধন?
✅ অর্থগত
[খ] সামগ্রিক
[গ] বাণিজ্য
[ঘ] সম্পত্তিগত
৭৪. কোনো উৎপাদিত দ্রব্য বর্তমান অভাব পূরণের জন্য ব্যবহৃত হলে তাকে কী?
✅ সম্পদ
[খ] মূলধন
[গ] বিনিয়োগ
[ঘ] অর্থ
৭৫.নিচের কোনটি সম্পদের অংশ?
✅ মূলধন
[খ] মূলধন
[গ] বিনিয়োগ
[ঘ] অর্থ
৭৬. শিল্পের প্রধান কাঁচামাল গ্যাস। এটিকে কোন ধরনের মূলধনের সাথে তুলনা করা যায়?
[ক] চলতি মূলধন
✅ ভাসমান মূলধন
[গ] ভোগ্য মূলধন
[ঘ] আবদ্ধ মূলধন
৭৭. স্থায়িত্বের ভিত্তিতে মূলধনকে প্রধানত-
i. স্থায়ী মূলধন
ii. জাতীয় মূলধন
iii. চলতি মূলধন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৮. অর্থ তখনই মূলধন হিসেবে গণ্য হয় যখন-
i. ভোগ্যদ্রব্য হিসেবে বিবেচিত হয়
ii. যন্ত্রপাতি ক্রয়ে রাখা হয়
iii. কাঁচামাল ক্রয়ে ব্যয় হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৯. কোনটি মূলধনের কাজ?
✅ শ্রমের দক্ষতা সৃষ্টি
[খ] শ্রমের মজুরি বৃদ্ধি
[গ] শ্রমের গতিশীলতা সৃষ্টি
[ঘ] শ্রমের সংখ্যা বৃদ্ধি
৮০. নিচের কোনটি সামগ্রিক মূলধনের উদাহরণ?
[ক] রাইস মিল
[খ] সমুদ্রগামী জাহাজ
✅ রেলপথ
[ঘ] যন্ত্রপাতি
৮১. মূলধনের মালিকানা যখন ব্যক্তিগত পর্যায়ে থাকে তখন তাকে কোন মূলধন বলে?
✅ ব্যক্তিগত মূলধন
[খ] আবদ্ধ মূলধন
[গ] অনাবদ্ধ মূলধন
[ঘ] সামগ্রিক মূলধন
৮২. সমাজের বা জনসাধারণের মালিকানায় যে মূলধন থাকে তাকে কোন মূলধন বলে?
✅ ব্যক্তিগত মূলধন
[খ] আবদ্ধ মূলধন
[গ] অনাবদ্ধ মূলধন
[ঘ] সামগ্রিক মূলধন
৮৩. 'সম্পদের পিতা হলো শ্রম আর মাতা হলো ভূমি।'- কে বলেছেন?
✅ উইলিয়াম পেটি
[খ] কেয়ার্নব্রুস
[গ] বমবাওয়ার্ক
[ঘ] অধ্যাপক পিগু
৮৪. এক সময় কোনটিকে 'প্রবৃদ্ধির চালিকাশক্তি' বলা হতো?
✅ মূলধন
[খ] বিনিয়োগ
[গ] শ্রম
[ঘ] উৎপাদন
৮৫. একটি সমুদ্রগামী জাহাজ কোন ধরনের মূলধন?
✅ জাতীয় মূলধন
[খ] ব্যক্তিগত মূলধন
[গ] স্থায়ী মূলধন
[ঘ] সামাজিক মূলধন
৮৬. উৎপাদন ক্ষেত্রে কোনটি উপকরণ হিসেবে ব্যবহৃত হয়?
✅ মূলধন
[খ] বিনিয়োগ
[গ] শ্রম
[ঘ] উৎপাদন
৮৭. কেয়ার্নক্রস মূলধনের কয়টি রূপ উল্লেখ করেন?
[ক] ২
[খ] ৪
✅ ৩
[ঘ] ৫
৮৮. বুনন যন্ত্র (Weaving machine) কোন ধরনের মূলধন?
[ক] ঘূর্ণায়মান মূলধন
[খ] ভাসমান মূলধন
✅ নিমজ্জিত মূলধন
[ঘ] ব্যক্তিগত মূলধন
৮৯. যে মূলধন একাধিক উৎপাদন কার্যে ব্যবহৃত হয় তাকে কী বলে?
[ক] ঘূর্ণায়মান মূলধন
✅ ভাসমান মূলধন
[গ] নিমজ্জিত মূলধন
[ঘ] ব্যক্তিগত মূলধন
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৯০. নিচের কোনটি নিমজ্জমান মূলধনের উদাহরণ?
✅ রেলপথ
[খ] বাড়ি
[গ] কাঁচামাল
[ঘ] বিদ্যুৎ
৯১. ঢাকার ব্যবসায়ী তার গার্মেন্টস কারখানা চট্টগ্রামে স্থানান্তর করলেন। এক্ষেত্রে কোন ধরনের মূলধনের গতিশীলতার সৃষ্টি হয়েছে?
[ক] আন্তর্জাতিক
[খ] স্তরগত
✅ অভ্যন্তরীণ
[ঘ] শিল্পগত
৯২. একজন শিক্ষক শিক্ষকতার চাকরি ছেড়ে ব্যাংকের চাকরিতে যোগদান করলেন। এটি শ্রমের কোন ধরনের গতিশীলতা?
[ক] শিল্পগত গতিশীলতা
✅ পেশাগত গতিশীলতা
[গ] ভৌগোলিক গতিশীলতা
[ঘ] স্তরগত গতিশীলতা
৯৩. নিমজ্জমান মূলধন কোনটি?
[ক] বস্তু
[খ] কাঁচামাল
[গ] কয়লা
✅ সেলাই মেশিন
৯৪. জনাব মুক্তাদির হাসান তার ল্যাবে লেমিনার এয়ার ফ্লো কেবিনেট নামের বিশেষ ধরনের এক 'টেবিল টিস্যু কালচার' করে আলুর জীবাণুমুক্ত চারাগাছ উৎপাদন করেন। লেমিনার এয়ার ফ্লো কেবিনেট কোন ধরনের মূলধন?
[ক] চলতি
✅ নিমজ্জিত
[গ] ভাসমান
[ঘ] জাতীয়
৯৫. জনাব আসলাম একজন ব্যবসায়ী। ব্যবসায়িক উদ্দেশ্যে তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় মূলধনসামগ্রী স্থানান্তর করেন। জনাব আসলামের মূলধনসামগ্রী স্থানান্তর কোন ধরনের গতিশীলতা?
✅ ভৌগোলিক
[খ] স্তরগত
[গ] শিল্পগত
[ঘ] আন্তর্জাতিক
৯৬. রংপুর ও কড়িগ্রামে প্রচুর পাট উৎপাদন হয়। পাটের বীজ কোন ধরনের মূলধন?
[ক] স্থায়ী
[খ] আবদ্ধ
[গ] সম্পত্তিগত
✅ চলতি
৯৭. জনাব কামাল একজন কৃষক। কৃষিকাজ করার জন্য তিনি লাঙল ব্যবহার করেন। জনাব কামালের জন্য তার লাঙলটি কোন ধরনের মূলধন।
[ক] স্থায়ী
✅ নিমজ্জমান
[গ] ভাসমান
[ঘ] চলতি
৯৮. নিচের কোনটি চলতি মূলধনের পর্যায়ভুক্ত?
[ক] সমুদ্রগামী জাহাজ
[খ] দালানকোঠা
[গ] বঙ্গবন্ধু বহুমুখী সেতু
✅ কাঁচামাল
৯৯. নিমজ্জিত মূলধনের বৈশিষ্ট্য হলো-
i. এ মূলধন কাঁচামাল ক্রয়ে ব্যবহৃত হয়
ii. এ মূলধনের ব্যবহার সীমিত
iii. বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনে ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১০০. সেলাই মেশিন হলো-
i. স্থায়ী মূলধন
ii. নিমজ্জমান মূলধন
iii. ভাসমান মূলধন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
0 Comments:
Post a Comment