এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC economics 1st paper mcq question and answer. HSC economic 1st paper mcq question pdf download. hsc economics 1st paper guide pdf.
উচ্চ মাধ্যমিক
অর্থনীতি
প্রথম পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৫
HSC Economics 1st Paper
MCQ
question and answer pdf download.
১. কোনটি উৎপাদনের মৌলিক উপাদান?
[ক] সঞ্চয়
✅ শ্রম
[গ] বিনিয়োগ
[ঘ] ভোগ
২. উৎপাদনের কোন উপাদানটি সক্রিয়?
[ক] সঞ্চয়
✅ শ্রম
[গ] বিনিয়োগ
[ঘ] ভোগ
৩. মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রম যার বিনিময়ে অর্থ উপার্জন হয় তাকে কী বলে?
[ক] সঞ্চয়
✅ শ্রম
[গ] বিনিয়োগ
[ঘ] ভোগ
৪. সময়ের প্রেক্ষিতে কোনটি ক্ষণস্থায়ী?
[ক] সঞ্চয়
✅ শ্রম
[গ] বিনিয়োগ
[ঘ] ভোগ
৫. শ্রমের বৈশিষ্ট্য কোনটি?
[ক] নিশ্চল উপাদান
✅ শ্রম ক্ষণস্থায়ী
[গ] শ্রম স্থায়ী
[ঘ] শ্রম চুক্তিভিত্তিক
৬. মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্ক কীরূপ?
✅ সমমুখী
[খ] বিপরীত
[গ] পৌনঃপুনিক
[ঘ] গুণিতক
নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
নিম্নে একটি শ্রমবাজার এর চাহিদা ও যোগান নিম্নরূপ:
৭. উদ্দীপকে প্রদর্শিত শ্রমবাজারে ভারসাম্য মজুরি ও ভারসাম্য নিয়োগের পরিমাণ হলো যথাক্রমে-
[ক] (১৫, ১০)
[খ] (৫, ১০)
✅ (১০,২০)
[ঘ] (৫,২০)
৮. দামস্তর স্থির রেখে শ্রমবাজারে মজুরি ১০ টাকা হতে হ্রাস পেয়ে ৫ টাকা হলে-
i. শ্রমের ঘাটতি দেখা দিবে
ii. শ্রমিকের জীবনযাত্রার মান হ্রাস পাবে
iii. প্রকৃত মজুরি বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯. মিনহাজ গত মাসে সাত দিন বেকার ছিল বলে শ্রমের সময়টুকু নষ্ট হয়ে যায়। এর কারণ কী?
[ক] শ্রম বিক্রয়যোগ্য বলে
[খ] শ্রম স্থায়ী বলে
✅ শ্রম ক্ষণস্থায়
[ঘ] শ্রম হস্তান্তরযোগ্য বলে
১০. শ্রম বাজার কোন বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে?
[ক] সঞ্চয়
✅ শ্রম
[গ] বিনিয়োগ
[ঘ] ভোগ
১১. শ্রমের যোগানদাতা কে?
[ক] পরিসংখ্যান ব্যুরো
[খ] কারখানা
✅ পরিবার
[ঘ] উৎপাদনকারী প্রতিষ্ঠান
১২. উৎপাদনের গতিশীল উপাদান কোনটি?
[ক] সঞ্চয়
✅ শ্রম
[গ] বিনিয়োগ
[ঘ] ভোগ
১৩. কীসের যোগান পরিবর্তন সময় সাপেক্ষ?
[ক] চাহিদা
[খ] মজুরি
✅ শ্রমিক
[ঘ] সুদের হার
১৪.শ্রমিকের কর্মশক্তি যাতে অক্ষুণ্ণ থাকে সে জন্য কী করতে হবে?
✅ স্বাস্থ্যকর বাসস্থানের ব্যবস্থা
[খ] ভ্রমণের ব্যবস্থা
[গ] শ্রমিক মালিক সুসম্পর্ক
[ঘ] চিকিৎসা ব্যয় বৃদ্ধি
১৫. শ্রমিকের বয়স ও কাজের সময় সীমা নির্ধারিত হয় কীসের প্রেক্ষিতে?
[ক] অর্থনৈতিক কাঠামো
[খ] বাজার কাঠামো
✅ সমাজ কাঠামো
[ঘ] উৎপাদন কাঠামো
১৬. মজুরি বাড়লে শ্রমিক কম শ্রম দান করে কেন?
✅ অবসর যাপনের জন্য
[খ] অলসতার জন্য
[গ] শ্রমের যোগান কম বলে
[ঘ] অধিক শ্রমিক বলে
১৭. শ্রম হলো-
i. জীবন্ত উপকরণ
ii. ক্ষণস্থায়ী
iii. গতিশীল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮. অব্যবহৃত শ্রম চিরতরে নষ্ট হয়ে যায়, কারণ-
i. শ্রম ক্ষণস্থায়ী
ii. শ্রম সংরক্ষণ অযোগ্য
iii. শ্রম সক্রিয় উপাদান
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৯. কোনটি দ্বারা প্রান্তিক মজুরি প্রকাশ করা হয়?
[ক] TO
[খ] HW
✅ MW
[ঘ] OS
২০. কলেজের শিক্ষকদের তুলনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পারিশ্রমিক বেশি কেন?
✅ শিক্ষাগত যোগ্যতার কারণে
[খ] বয়সের পার্থক্যের কারণে
[গ] পেশাগত দক্ষতার কারণে
[ঘ] পরিশ্রমের ধরনের কারণে
২১. কোনটি উৎপাদনের জীবন্ত উপকরণ?
[ক] সঞ্চয়
✅ শ্রম
[গ] বিনিয়োগ
[ঘ] ভোগ
২২. নিচের কোনটি মজুত করা যায় না?
[ক] সঞ্চয়
✅ শ্রম
[গ] বিনিয়োগ
[ঘ] ভোগ
২৩. শ্রমের বৈশিষ্ট্য হলো-
i. এটি জীবন্ত
ii. এটি গতিশীল
iii. এটি ক্ষণস্থায়ী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৪. অর্থনীতিতে শ্রম বলতে বোঝায়-
[ক] আনন্দের উদ্দেশ্যে করা কায়িক কর্মপ্রচেষ্টাকে
[খ] আনন্দের উদ্দেশ্যে করা কায়িক ও মানসিক কর্মপ্রচেষ্টাকে
[গ] আর্থিক উদ্দেশ্যে করা কায়িক কর্মপ্রচেষ্টাকে
✅ আর্থিক উদ্দেশ্যে করা কায়িক ও মানসিক কর্মপ্রচেষ্টাকে
২৫. শ্রমের মালিক কে?
[ক] ভূস্বামী
✅ শ্রমিক
[গ] সংগঠক
[ঘ] শিল্পপতি
২৬. শ্রমকে জীবন্ত উপকরণ বলা হয় কেন?
[ক] শ্রমকে সংরক্ষণ করা যায় বলে
✅ কেবলমাত্র কর্মরত অবস্থায়ই শ্রমের অসিত্মত্ব থাকে
[গ] শ্রম মানবসৃষ্ট উপাদান বলে
[ঘ] শ্রম অবিনশ্বর বলে
২৭. নিচের কোনটি সঞ্চয় করা যায় না?
[ক] সঞ্চয়
✅ শ্রম
[গ] বিনিয়োগ
[ঘ] ভোগ
২৮. শ্রমের বৈশিষ্ট্য হলো-
i. উৎপাদনের জীবন্ত উপকরণ
ii. সঞ্চয় করা যায় না
iii. যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও:
নুসরাৎ জাহান একটি কোম্পানির কম্পিউটার অপারেটর। তার মাসিক বেতন ১০,০০০ টাকা। ঐ কোম্পানির মালিক জনাব মোস্তাফিজুর রহমান কঠোর পরিশ্রম দ্বারা দিন দিন উন্নতি সাধন করছেন।
২৯. অর্থনীতির ভাষায় নুসরাৎ ও মোস্তাফিজকে কী বলা যায়?
[ক] ভূস্বামী
✅ শ্রমিক
[গ] সংগঠক
[ঘ] শিল্পপতি
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৩০. মোস্তাফিজ সাহেবের প্রদত্ত শ্রম কোন ধরনের শ্রম?
[ক] শারীরিক
✅ মানসিক
[গ] যৌগিক
[ঘ] মিশ্র
৩১. স্থানভিত্তিক শ্রমবাজারকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
[ক] ২ ভাগে
✅ ৪ ভাগে
[গ] ৩ ভাগে
[ঘ] ৫ ভাগে
৩২. অঞ্চলভিত্তিক শ্রমবাজার কয় ধরনের?
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৫
৩৩.শ্রমের ক্রেতা ও বিক্রেতার বাজারকে কী বলে?
[ক] শেয়ার বাজার
✅ শ্রমবাজার
[গ] উপাদান বাজার
[ঘ] মূলধন বাজার
৩৪. শ্রমের ক্রয়-বিক্রয় হয় কিসের ভিত্তিতে?
[ক] উৎপাদনের ভিত্তিতে
✅ মজুরির ভিত্তিতে
[গ] শ্রমিক-মালিক সম্পর্কের ভিত্তিতে
[ঘ] দ্রব্যের মানের ভিত্তিতে
৩৫. শ্রমের চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে কী নির্ধারিত হয়?
✅ ভারসাম্য মজুরি
[খ] ভারসাম্য আয়
[গ] কর্মক্ষমতা
[ঘ] শ্রমিক-মালিক সম্পর্ক
৩৬. শ্রমবাজার প্রধানত কয় প্রকার?
[ক] ১ প্রকার
✅ ২ প্রকার
[গ] ৩ প্রকার
[ঘ] ৫ প্রকার
৩৭. এদেশের পরিবারসমূহের বৃহৎ অংশের আয়ের প্রাথমিক উৎস কী?
✅ শ্রমসেবার আয়
[খ] চাকরির বেতন
[গ] ব্যবসাগত আয়
[ঘ] রপ্তানি আয়
৩৮. শ্রমিকের শ্রমদানের ক্ষমতা নির্ভর করে মূলত নিচের কোনটির ওপর?
[ক] কাজের সময়ের ওপর
[খ] কাজ করার অনীহার ওপর
✅ কাজ করার সামর্থ্যের ওপর
[ঘ] মালিকের ওপর
৩৯. পোশাক কর্মী রহিমের কারখানার কোনো কাজ ভালোভাবে সম্পন্ন করার ক্ষমতা দ্বারা কী বোঝানো হয়?
✅ শ্রমের দক্ষতা
[খ] মূলধন দক্ষতা
[গ] উৎপাদন অক্ষমতা
[ঘ] উৎপাদন ক্ষেত্রে মানবিকতা
৪০. যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ইত্যাদি উন্নত দেশে উৎপাদনের পরিমাণ ও মান দুটোই বেশি হওয়ার পেছনে কোন কারণটি প্রকটভাবে কাজ করছে?
✅ শ্রমের দক্ষতা
[খ] মূলধন দক্ষতা
[গ] উৎপাদন অক্ষমতা
[ঘ] উৎপাদন ক্ষেত্রে মানবিকতা
৪১. শ্রমিকের কর্মদক্ষতা হ্রাস পায় কেন?
[ক] অবসর পেলে
[খ] চিকিৎসা ভাতা পেলে
[গ] অধিক মজুরি পেলে
✅ উন্নতির সম্ভাবনা না থাকলে
৪২. শ্রমিক কাজের বিনিময়ে কী উপার্জন করে?
✅ মজুরি
[খ] সম্মান
[গ] শ্রম
[ঘ] স্বাচ্ছন্দ্য
৪৩. রিমা স্বেচ্ছামূলক কাজ করে, নোহা অর্থের জন্য ছবি আঁকে, রিনা মজা করার জন্য খেলা করে এবং রিপা মনের ইচ্ছায় গান গায়। কার কাজটিকে অর্থনীতিতে শ্রম বলে?
[ক] রিমার
[খ] রিপার
✅ নোহার
[ঘ] রিনার
৪৪. রহিমা একটি গার্মেন্টসে কাজ করে উপযুক্ত পারিশ্রমিক পায় না। এর ফলে কোনটি হয়?
[ক] কাজ বেশি করে
✅ কর্মক্ষমতা হ্রাস পায়
[গ]"কর্মক্ষমতা বৃদ্ধি পায়
[ঘ] জীবনযাত্রার ব্যয় বেশি হয়
৪৫. শ্রমের বাজার হতে পারে-
i. আঞ্চলিক
ii. দেশীয়
iii. আন্তর্জাতিক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii=
৪৬. এদেশের জাতীয় আয়ের তিন-চতুর্থাংশই হলো-
i. মজুরি
ii. বেতন
iii. উদ্যোক্তার আয়ের মজুরি উপাদান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৭. সরকার বিভিন্ন দেশে সরাসরি লোক প্রেরণ করেু
i. জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে
ii. বায়রার মাধ্যমে
iii. বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪৮ ও ৪৯নং প্রশ্নের উত্তর দাও :
সালাম ও মনির একটি ফ্যাক্টরিতে কর্মরত। সালাম শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা লাভ করেছে। কিন্তু মনির কোনো শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেনি। তাই তাদের দুজনের জীবনযাত্রার মানও বিভিন্ন ধরনের।
৪৮. মনিরের তুলনায় সালাম কোনটি বেশি পাবে?
✅ মজুরি
[খ] সম্মান
[গ] শ্রম
[ঘ] স্বাচ্ছন্দ্য
৪৯. তাদের মজুরি হারের পার্থক্যের কারণ হলো-
i. নৈতিক যোগ্যতা
ii. আবহাওয়া
iii. দক্ষতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫০. একটি নির্দিষ্ট মজুরিতে শ্রমের ক্রয়-বিক্রয় কার্যক্রম সম্পাদিত হলে তাকে কী বলে?
[ক] শেয়ার বাজার
✅ শ্রমবাজার
[গ] উপাদান বাজার
[ঘ] মূলধন বাজার
৫১. নিচের কোনটির ওপর শ্রমের দক্ষতা নির্ভর করে?
[ক] ধর্ম
[খ] বংশমর্যাদা
✅ শিক্ষা
[ঘ] বর্ণ
৫২. শ্রমের যোগান নির্ভর করে-
i. জনসংখ্যার আয়তন
iii. শ্রমের গতিশীলতা
iii. বাজারের দামস্তর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫৩. 'চুক্তির অধীনে কাজ করার জন্য নিয়োগকর্তা শ্রমিককে যে অর্থ প্রদান করে তাকে মজুরি বলে' - উক্তিটি কোন অর্থনীতিবিদের?
[ক] র¨vগনারের
[খ] মার্শালের
✅ বেনহামের
[ঘ] লর্ড কিনূসের
৫৪. শ্রমের দক্ষতা কীসের ওপর নির্ভরশীল?
✅ কাজ করার সামর্থ্য
[খ] কাজের পরিমাণ
[গ] কাজের সময়
[ঘ] কাজের পরিধি
৫৫. কোনটি দ্বারা শ্রমিকের উৎপাদন ক্ষমতা বাড়ে?
✅ শ্রমিকের দক্ষতা
[খ] পদোন্নতি
[গ] সংগঠনের নৈপুণ্য
[ঘ] সামাজিক নিরাপত্তা
৫৬.শ্রমের দক্ষতা নির্ধারক বিষয় কোনটি?
[ক] শারীরিক অযোগ্যতা
[খ] উপযুক্ত খাদ্য
✅ আধুনিক যন্ত্রপাতি
[ঘ] উৎপাদন বৃদ্ধি
৫৭. কীভাবে শ্রমিক দক্ষতা অর্জন করে?
✅ প্রশিক্ষণ নিয়ে
[খ] বয়সের মাধ্যমে
[গ] অভিজ্ঞতা দ্বারা
[ঘ] অধিক শ্রমের মাধ্যমে
৫৮. মিলি গার্মেন্টস কারখানাটি এমন একটি কারখানা যেখানে পর্যাপ্ত আলো-বাতাস পাওয়া যায় না। এতে কারখানায় কোন ধরনের অভাব দেখা যায়?
[ক] চাকরির সুবিধা
[খ] পদোন্নতি
[গ] মজুরি
✅ কাজের উন্নত পরিবেশ
৫৯. শ্রমিকের দেহ ও মন সুস্থ থাকলে নিচের কোনটি বাড়বে?
[ক] শ্রমের চাহিদা
[খ] উদ্যোক্তার মূলধন
✅ শ্রমের দক্ষতা
[ঘ] সংগঠনের মূলধন
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৬০. শ্রমিকদের কাজে অনীহা সৃষ্টির কারণ নয় কোনটি?
[ক] কাজের প্রতিকূল শর্তাবলি
[খ] চাকরিতে উন্নতির অভাব
[গ] সুযোগ সুবিধার অভাব
✅ আধুনিক শিক্ষা
৬১. উৎপাদন ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করলে কী ঘটে?
✅ শ্রমিকের উৎসাহ বাড়ে
[খ] শ্রমিকের উৎসাহ কমে
[গ] শ্রমিক অনুৎসাহিত হয়
[ঘ] মজুরি বাড়ে
৬২. বিশ্বের উন্নত দেশগুলোতে উৎপাদনের পরিমাণ ও মান বেশি কেন?
[ক] উদ্যোক্তার অর্থ
[খ] পর্যাপ্ত মূলধনের জন্য
✅ শ্রমের দক্ষতার জন্য
[ঘ] শিক্ষার হার
৬৩. পরিচালনা ব্যবস্থা কেমন হলে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায়?
[ক] কড়া মেজাজি
[খ] দৃঢ় ও রক্ষণশীল
[গ] শারীরিক যোগ্যতাসম্পন্ন
✅ দক্ষ ও উচ্চমানসম্পন্ন
৬৪. শ্রমের দক্ষতার নির্ধারক কোনটি?
[ক] উৎপাদনের পরিমাণ বৃদ্ধি
[খ] পণ্যের মান বৃদ্ধি
[গ] পণ্যের দাম বৃদ্ধি
✅ কারখানার উন্নত পরিবেশ
৬৫. আকিব তার কাজের উপযুক্ত পারিশ্রমিক পায় না। এতে যেটি হতে পারে-
i. কর্মস্পৃহা হ্রাস
ii. দক্ষতা হ্রাস
iii. কাজের পরিমাণ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৬. শ্রমিকের উৎপাদন ক্ষমতা বাড়ে-
i. আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জামে
ii. আধুনিক ইমারতে কারখানা নির্মাণ হলে
iii. নতুন উৎপাদন কৌশল ব্যবহারে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৬৭. নিচের কোনটি বাংলাদেশের শ্রমশক্তির প্রধান বৈশিষ্ট্য?
✅ অদক্ষ শ্রমিক
[খ] উচ্চ উৎপাদনশীলতা
[গ] গুণগত মান বৃদ্ধি
[ঘ] শ্রমিকের সহজলভ্যতা
৬৮. বাংলাদেশের শ্রমিকদের গুণগত মান নিম্ন কেন?
[ক] চিকিৎসার অভাব
[খ] প্রযুক্তির অভাব
✅ কারিগরি জ্ঞানের অভাব
[ঘ] জলবায়ু
৬৯. বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধির হার ও শ্রমশক্তি বৃদ্ধি হার এর সম্পর্ক কেমন?
[ক] কর্মসংস্থান বৃদ্ধির হার > শ্রমশক্তির বৃদ্ধির হার
[খ] কর্মসংস্থান বৃদ্ধির হার = শ্রমশক্তি বৃদ্ধির হার
✅ কর্মসংস্থান বৃদ্ধির হার < শ্রমশক্তি বৃদ্ধির হার
[ঘ] কর্মসংস্থান বৃদ্ধির হার ≤ শ্রমশক্তি বৃদ্ধির হার
৭০. বাংলাদেশের মানুষের প্রধান পেশা কী?
✅ কৃষি
[খ] শিল্প
[গ] সেবা
[ঘ] খেলাধূলা
৭১. বাংলাদেশের অভ্যন্তরীণ শ্রমবাজারে কোন ধরনের শ্রমিকের যোগান বেশি?
[ক] আধাদক্ষ
[খ] দক্ষ
[গ] প্রযুক্তি জ্ঞানসম্পন্ন
✅ অদক্ষ
৭২. বর্তমানে এদেশের শ্রমিকদের বেশির ভাগ কোন দেশে কর্মরত?
✅ আরব আমিরাতে
[খ] ওমানে
[গ] সৌদি আরবে
[ঘ] মালয়েশিয়ায়
৭৩. বাংলাদেশ আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশ করে কোন সালে?
[ক] ১৯৭২
[খ] ১৯৭৮
[গ] ১৯৮২
✅ ১৯৭৬
৭৪. দেশের জনগোষ্ঠী শিক্ষিত হলে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিচের কোনটি ঘটে?
✅ আন্তর্জাতিক শ্রমবাজারে চাহিদা
[খ] উৎপাদন হ্রাস
[গ] ভবিষ্যতে উন্নতি
[ঘ] সামাজিক মর্যাদা
৭৫. বাংলাদেশে বেকারত্ব কমছে না কেন?
✅ শ্রমশক্তি বৃদ্ধির হার বেশি
[খ] শ্রমশক্তি বৃদ্ধির হার কম
[গ] শ্রমিকদের দক্ষতা কম
[ঘ] পুরনো প্রযুক্তির ব্যবহার
৭৬. শ্রমের চাহিদা কিসের ওপর নির্ভর করে?
✅ দক্ষতা
[খ] গতিশীলতা
[গ] যোগান
[ঘ] সঞ্চয়
৭৭. শ্রমের চাহিদার উৎপত্তি হয় কোথা থেকে?
[ক] শ্রমের দক্ষতা
[খ] শ্রমিকের দক্ষতা
✅ শ্রমিকের উৎপাদনশীলতা
[ঘ] শ্রমের স্থায়িত্বহীনতা
৭৮. মজুরির সাথে শ্রমের চাহিদার সম্পর্ক কীরূপ?
[ক] সমানুপাতিক
[খ] সমমুখী
[গ] আনুপাতিক
✅ বিপরীতমুখী
৭৯. মজুরি কম হলে শ্রমের যোগানে কী ধরনের প্রভাব পড়ে?
[ক] বাড়ে
[খ] একই থাকে
[গ] শূন্য হয়ে পড়ে
✅ কমে
৮০. শ্রমের যোগান বাড়ানো যায় কীভাবে?
[ক] অভিজ্ঞতার
✅ উচ্চতর প্রশিক্ষণের
[গ] মজুরি বৃদ্ধির
[ঘ] শ্রমবাজারের
৮১. শ্রমের যোগান রেখার আকৃতি কেমন?
✅ ঊর্ধ্বগামী
[খ] ভূমি অক্ষের সমান্তরাল
[গ] লম্ব অক্ষের সমান্তরাল
[ঘ] নিম্নগামী
৮২. কোনটির ওপর শ্রমের যোগান নির্ভর করে?
[ক] শ্রমের দক্ষতা
✅ শ্রমিকের দক্ষতা
[গ] শ্রমিকের উৎপাদনশীলতা
[ঘ] শ্রমের স্থায়িত্বহীনতা
৮৩. শ্রমের চাহিদা কোন ধরনের চাহিদা?
[ক] বাজার চাহিদা
[খ] সামাজিক চাহিদা
✅ উদ্ভূত চাহিদা
[ঘ] ব্যক্তিগত চাহিদা
৮৪. শ্রমের চাহিদা রেখার আকৃতি কীরূপ?
[ক] ভূমি অক্ষের সমান্তরাল
[খ] লম্ব অক্ষের সমান্তরাল
[গ] বামদিক থেকে ডানদিকে উর্ধগামী
[ঘ] বামদিক থেকে ডানদিকে নিম্নগামী
৮৫. শ্রমিকের জীবনযাত্রার মান উন্নত হলে কী হবে?
[ক] শ্রমের যোগান দাম কম
✅ শ্রমের যোগান দাম বেশি
[গ] শ্রমের দক্ষতা কম
[ঘ] শ্রমের চাহিদা বেশি
৮৬. কোনটির দ্বারা শ্রমের যোগান বাড়ে?
✅ জন্মহার বৃদ্ধি
[খ] মৃত্যুহার বৃদ্ধি
[গ] জন্মহার হ্রাস
[ঘ] মোট অভিবাসন
৮৭. অধিক প্রান্তিক উৎপাদন মূল্যে শ্রমিকের মজুরি কেমন হবে?
✅ অধিক
[খ] স্থির
[গ] কম
[ঘ] অর্ধেক
৮৮. আর্থিক মজুরি থেকে কীভাবে প্রকৃত মজুরি পাওয়া যায়?
[ক] দামস্তর দিয়ে গুণ করে
[খ] দামস্তর যোগ করে
[গ] দামস্তর বিয়োগ করে
✅ দামস্তর দিয়ে ভাগ করে
৮৯. কোন রেখাকে Backward Bending Supply Curve বলা হয়?
[ক] চাহিদা রেখা
[খ] যোগান রেখা
[গ] শ্রমের চাহিদা রেখা
✅ শ্রমের যোগান রেখা
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৯০. একটি নির্দিষ্ট মজুরিতে একজন শ্রমিক যে পরিমাণ শ্রম দিতে রাজি থাকে তাকে কী বলে?
[ক] চাহিদা রেখা
[খ] যোগান রেখা
[গ] শ্রমের চাহিদা
✅ শ্রমের যোগান
৯১. কোনো নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক তার কাজের পারিশ্রমিক হিসেবে যে পরিমাণ অর্থ পায় তাকে কী বলে?
✅ আর্থিক মজুরি
[খ] শ্রমের দাম
[গ] প্রকৃত মজুরি
[ঘ] মাসিক মজুরি
৯২. নিচের কোনটি অর্থের মাধ্যমে প্রকাশ করা যায়?
✅ আর্থিক মজুরি
[খ] শ্রমের দাম
[গ] প্রকৃত মজুরি
[ঘ] মাসিক মজুরি
৯৩. একজন শ্রমিকের প্রকৃত অবস্থা কীসের ওপর নির্ভর করে?
[ক] আর্থিক মজুরি
[খ] শ্রমের দাম
✅ প্রকৃত মজুরি
[ঘ] মাসিক মজুরি
৯৪. একজন শ্রমিকের মজুরি ৩০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৫০০০ টাকা হলো এবং চিকিৎসা ভাতা ২০০ টাকা বৃদ্ধি পেলে শ্রমিকের কোনটি ঘটবে?
[ক] প্রকৃত মজুরি হ্রাস
[খ] দ্রব্যমূল্য হ্রাস
[গ] প্রকৃত মজুরি একই থাকবে
✅ কল্যাণ বাড়বে
৯৫. আর্থিক মজুরি স্থির রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে প্রকৃত মজুরি কী হবে?
[ক] স্থির থাকবে
[খ] বাড়বে
✅ কমবে
[ঘ] দ্বিগুণ হবে
৯৬. কীভাবে একজন শ্রমিকের জীবনযাত্রার মান পরিমাপ করা যায়?
[ক] আর্থিক মজুরি দ্বারা
✅ প্রকৃত মজুরি দ্বারা
[গ] কায়িক শ্রম দ্বারা
[ঘ] পোশাক-পরিচ্ছদ
৯৭. একজন শ্রমিক এক মাস কাজ করে ৮,০০০ টাকা মজুরি পেলে, আর্থিক মজুরি কত?
[ক] ১,০০০ টাকা
[খ] ৪,৫০০ টাকা
[গ] ১,৫০০ টাকা
✅ ৮,০০০ টাকা
৯৮. আর্থিক মজুরিকে কোনটি দ্বারা প্রকাশ করা হয়?
[ক] T
[খ] H
✅ W
[ঘ] I
৯৯. আর্থিক মজুরি পরিমাপের একমাত্র মাপকাঠি কোনটি?
[ক] শ্রম
✅ অর্থ
[গ] প্রকৃত মজুরি
[ঘ] দামস্তর
১০০. গড় মজুরি কোনটি দ্বারা প্রকাশ করা হয়?
[ক] TO
[খ] HT
✅ AW
[ঘ] OS
0 Comments:
Post a Comment