এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC economics 1st paper mcq question and answer. HSC economic 1st paper mcq question pdf download. hsc economics 1st paper guide pdf.
উচ্চ মাধ্যমিক
অর্থনীতি
প্রথম পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৪
HSC Economics 1st Paper
MCQ
question and answer pdf download.
১. সর্বপ্রথম কে বাজার সম্পর্কে আলোচনার সূত্রপাত করেন?
[ক] অ্যাডাম স্মিথ
[খ] হ্যানি
✅ মার্শাল
[ঘ] হেনরি
২. একটি পণ্যকে ঘিরে ক্রেতা-বিক্রেতার মধ্যে কী ঘটে?
✅ সংযোগ
[খ] বিতর্ক
[গ] বিস্তৃতি
[ঘ] আলোচনা
৩. কীসের প্রকৃতি অনুযায়ী বাজার ধারণা আলোচনা করা হয়?
✅ দ্রব্যের
[খ] উৎপাদনের
[গ] স্থানের
[ঘ] মূল্যের
৪. সাধারণ অর্থে বাজার বলতে কী বোঝায়?
[ক] ক্রেতা-বিক্রেতা
✅ নির্দিষ্ট স্থান
[গ] পণ্যের লেনদেন
[ঘ] দরকষাকষি
৫. নিচের কোনটি বাজারের উপাদান?
✅ ক্রেতা-বিক্রেতা
[খ] নির্দিষ্ট স্থান
[গ] পণ্যের লেনদেন
[ঘ] দরকষাকষি
৬. বাজারের বৈশিষ্ট্য কোনটি?
✅ নির্দিষ্ট সময়
[খ] নির্দিষ্ট যোগান
[গ] চাহিদা
[ঘ] নির্দিষ্ট দ্রব্য
৭. অর্থনীতিতে বাজার বলতে কী বোঝায়?
✅ নির্দিষ্ট সময়
[খ] নির্দিষ্ট দামে পণ্য ক্রয়-বিক্রয়
[গ] চাহিদা
[ঘ] নির্দিষ্ট দ্রব্য
৮. কীসের ভিত্তিতে বাজারের ধরন ভিন্ন হতে পারে?
[ক] ক্রেতার
[খ] বিক্রেতার
✅ দ্রব্যের ধরনের
[ঘ] স্থানের
৯. কী নির্ধারিত হলে ক্রেতা-বিক্রেতা দ্রব্য কেনা-বেচা করে?
[ক] নির্দিষ্ট সময়
[খ] নির্দিষ্ট যোগান
[গ] চাহিদা
✅ মূল্য
১০. ক্রেতা-বিক্রেতাদের মধ্যে কীসের মাধ্যমে দ্রব্যের মূল্য নির্ধারিত হয়?
✅ দরকষাকষি
[খ] চাহিদা
[গ] কেনা বেচার
[ঘ] দ্রব্যের ধরনের
১১. দ্রব্যের বাজার বিশ্বব্যাপী তার বাজার কেমন হয়?
[ক] স্বল্পস্থায়ী
[খ] সংকীর্ণ
[গ] দীর্ঘস্থায়ী
✅ প্রসারিত
১২. সরকারের কোন নীতির কারণে বাজার সংকীর্ণ হয়?
[ক] বাণিজ্য
[খ] রাজস্ব
[গ] বাজার
✅ আর্থিক
১৩. অর্থনীতিতে বাজার হলো একটি-
i. একটি নির্দিষ্ট সময়
ii. ক্রেতা ও বিক্রেতার মধ্যে কেনাবেচা
iii. এক বা একাধিক অঞ্চল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৪. বাজার ধারণার মৌলিক বিষয় হলো-
i. চাহিদা
ii. যোগান
iii. সময়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:
অর্থনীতিবিদগণ বাজার শব্দ দ্বারা দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয়ের নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং কোনো অঞ্চলের সমগ্রকে বোঝান, যেখানে ক্রেতা ও বিক্রেতার অবাধ সংযোগের মাধ্যমে দ্রবের মূল্য সহজে ও দ্রুততার সাথে সমান হওয়ার প্রবণতা দেখা যায়।
১৫. অনুচ্ছেদে উলিস্নখিত বাজার সম্পর্কিত সংজ্ঞাটি কার?
[ক] সিডনি চ্যাপম্যান
[খ] মার্শাল
✅ কুর্নট
[ঘ] পিগু
১৬. উক্ত সংজ্ঞা অনুসারে বাজারের বৈশিষ্ট্য হলো-
i. নির্দিষ্ট অঞ্চল বা স্থান
ii. ক্রয়-বিক্রয়যোগ্য এক বা একাকি দ্রব্য বা সেবা
iii. ক্রেতা ও বিক্রেতার মধ্যে দরকষাকষির মাধ্যমে দাম নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, রর ও iii
১৭. কোনটি বাজারের অপরিহার্য বৈশিষ্ট্য নয়?
✅ নির্দিষ্ট স্থান
[খ] নির্দিষ্ট দামে পণ্য ক্রয়-বিক্রয়
[গ] চাহিদা
[ঘ] নির্দিষ্ট দ্রব্য
১৮. বাজার অর্থনীতি নিয়ন্ত্রিত হয়-
✅ দাম দ্বারা
[খ] উৎপাদনকারী দ্বারা
[গ] সঞ্চয় দ্বারা
[ঘ] বিনিময় দ্বারা
১৯. অর্থনীতিতে বাজার বলতে বোঝায়-
[ক] কোনো নির্দিষ্ট স্থানকে
[খ] কোনো নির্দিষ্ট পণ্যকে
[গ] ক্রেতা-বিক্রেতার দর কষাকষিতে
✅ নির্দিষ্ট দামে কোনো পণ্যের ক্রয়-বিক্রয় কার্যক্রমকে
২০. বাজার বলতে বোঝায়-
i. একটি নির্দিষ্ট স্থান
ii. একটি পণ্যকে কেন্দ্র করে লেনদেন প্রক্রিয়া
iii. নির্ধারিত দামে দ্রব্য ক্রয় বিক্রয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২১. অর্থনীতিতে বাজার ধারণাটি সম্পর্কিত হলো-
i. চাহিদার সাথে
ii. সময়ের সাথে
iii. যোগানের সাথে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২২. সময়ের ভিত্তিতে বাজারকে চার ভাগে ভাগ করেছেন কে?
[ক] সিডনি চ্যাপম্যান
✅ মার্শাল
[গ] কুর্নট
[ঘ] পিগু
২৩. রতন কাজীপাড়া গ্রামের একটি বাগানে শাকসবজি উৎপাদন করে। রতনের উৎপাদিত দ্রব্যের বাজার কোন ধরনের?
[ক] স্বল্পকালীন
[খ] দীর্ঘকালীন
✅ অতি স্বল্পকালীন
[ঘ] অতি দীর্ঘকালীন
২৪. কোনো দ্রব্যের বাজার যদি দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে কয়েকটি দেশজুড়ে তথা পৃথিবীব্যাপী বিস্তৃত থাকে, তবে তাকে কোন বাজার বলে?
[ক] জাতীয়
[খ] আঞ্চলিক
✅ আন্তর্জাতিক
[ঘ] স্থানীয়
২৫. কোন বাজারে অস্থায়ী ও পচনশীল দ্রব্য ক্রয়-বিক্রয় হয়?
[ক] স্বল্পকালীন
[খ] দীর্ঘকালীন
✅ অতি স্বল্পকালীন
[ঘ] অতি দীর্ঘকালীন
২৬. ক্রেতার রুচি, অভ্যাস, জ্ঞান ইত্যাদির আমূল পরিবর্তন ঘটে কোন বাজারে?
[ক] স্বল্পকালীন
[খ] দীর্ঘকালীন
[গ] অতি স্বল্পকালীন
✅ অতি দীর্ঘকালীন
২৭. আয়তনের ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ৫
২৮. কোন বাজারে চাহিদানুযায়ী দ্রব্যের যোগান পরিবর্তনযোগ্য নয়?
[ক] স্বল্পকালীন
[খ] দীর্ঘকালীন
✅ অতি স্বল্পকালীন
[ঘ] অতি দীর্ঘকালীন
২৯. কোন বাজারে প্রয়োজন অনুযায়ী যোগান সামান্য পরিবর্তন করা যায়?
✅ স্বল্পকালীন
[খ] দীর্ঘকালীন
[গ] অতি স্বল্পকালীন
[ঘ] অতি দীর্ঘকালীন
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৩০. মনির তার মায়ের জন্য বিদেশ থেকে একটি গয়না নিয়ে এসেছে। এটি কোন বাজারের পণ্য?
[ক] জাতীয়
[খ] আঞ্চলিক
✅ আন্তর্জাতিক
[ঘ] স্থানীয়
৩১. তৈরি পোশাকের বাজার কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
[ক] জাতীয়
[খ] আঞ্চলিক
✅ আন্তর্জাতিক
[ঘ] স্থানীয়
৩২. কয়েক ঘণ্টা থেকে কয়েকদিন স্থায়ী এমন বাজারকে কোন বাজার বলে?
[ক] স্বল্পকালীন
[খ] দীর্ঘকালীন
✅ অতি স্বল্পকালীন
[ঘ] অতি দীর্ঘকালীন
৩৩. আসবাবপত্রের বাজার কোন বাজারের উদাহরণ?
[ক] স্বল্পকালীন
✅ দীর্ঘকালীন
[গ] অতি স্বল্পকালীন
[ঘ] অতি দীর্ঘকালীন
৩৪. কাঁচাবাজার কোন বাজারের পণ্য?
[ক] স্বল্পকালীন
[খ] দীর্ঘকালীন
✅ অতি স্বল্পকালীন
[ঘ] অতি দীর্ঘকালীন
৩৫. অধ্যাপক মার্শাল দ্রব্যের দাম নির্ধারণ প্রক্রিয়া কীসের ভিত্তিতে দেখিয়েছেন?
✅ চাহিদা ও যোগান
[খ] আয় ও ভোগ
[গ] উৎপাদন ও ব্যয়
[ঘ] চাহিদা ও সময়
৩৬. সাধারণত কৃষিজাত দ্রব্যের যোগান কেমন?
✅ স্থিতিস্থাপক
[খ] অস্থিতিস্থাপক
[গ] শূন্য স্থিতিস্থাপক
[ঘ] আড়াআড় স্থিতিস্থাপক
৩৭. অধ্যাপক মার্শাল বাজারকে বিশ্লেষণ করেন-
i. শুধু চাহিদার ভিত্তিতে
ii. চাহিদা ও যোগানের ভিত্তিতে
iii. সময়ের গুরুত্বের ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের রেখাচিত্রটি পড়ো এবং ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও :
৩৮. চিত্রটি কোন বাজারকে নির্দেশ করে?
✅ পূর্ণ প্রতিযোগিতার
[খ] অপূর্ণ প্রতিযোগিতার
[গ] মনোপসনি
[ঘ] একচেটিয়া
৩৯. উক্ত বাজারে গড় আয় ও প্রান্তিক আয় সমান হওয়ার কারণ হলো-
i. নির্দিষ্ট ক্রেতা বা বিক্রেতার দাম নির্ধারণে ভূমিকা নেই
ii. দাম স্থির থাকে
iii. এই বাজারে নতুন কোনো ফার্ম অংশগ্রহণ করতে পারে না
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
রহিম প্রতিদিন ৬০ টাকা লিটার দরে বাজারে দুধ বিক্রি করে। তার গ্রামে শনিবার কয়েকটি বিবাহ অনুষ্ঠান থাকায় দুধের দাম ৮০ টাকা লিটার দরে বিক্রি করে। সে অন্যান্য দিনের ন্যায় সমপরিমাণ দুধ বাজারে নিয়ে আসে।
৪০. দুধের বাজার কোন ধরনের?
[ক] স্বল্পকালীন
[খ] দীর্ঘকালীন
✅ অতি স্বল্পকালীন
[ঘ] অতি দীর্ঘকালীন
৪১. রহিমের ক্ষেত্রে যোগান রেখার প্রকৃতি-
i. বামদিক থেকে ডানদিকে উর্ধ্বগামী
ii. লম্ব অক্ষের সমান্তরাল
iii. সম্পূর্ণ অস্থিতিস্থাপক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪২. সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার?
[ক] ২ প্রকার
✅ ৪ প্রকার
[গ] ৬ প্রকার
[ঘ] ৮ প্রকার
৪৩. প্রতিযোগিতার ভিত্তিতে বাজার প্রধানত কত প্রকার?
✅ ২ প্রকার
[খ] ৪ প্রকার
[গ] ৬ প্রকার
[ঘ] ৮ প্রকার
৪৪. গ্রামের একজন শাকসবজি বিক্রেতা চাইলেই পালং শাকের সরবরাহ বাড়াতে পারেন না। এক্ষেত্রে পালং শাকের বাজার কোন ধরনের বাজারের উদাহরণ?
[ক] স্বল্পকালীন
[খ] দীর্ঘকালীন
✅ অতি স্বল্পকালীন
[ঘ] অতি দীর্ঘকালীন
৪৫. অতি স্বল্পকালে বাজারে দাম বিশেষ করে কিসের উপর নির্ভর করে?
[ক] যোগান
[খ] উপকরণ
[গ] উৎপাদন
✅ চাহিদা
৪৬. পাট, সোনা ও তৈরি পোশাকের বাজার-
i. স্থানীয় বাজার
ii. আন্তর্জাতিক বাজার
iii. জাতীয় বাজার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৭. স্বর্ণের বাজার কোন ধরনের বাজারের উদাহরণ?
[ক] স্বল্পকালীন
[খ] দীর্ঘকালীন
✅ আন্তর্জাতিক
[ঘ] অতি দীর্ঘকালীন
৪৮. ঈদ উপলক্ষে মি. রহিম নরসিংদী থেকে কাপড় কিনে এনে ঢাকায় বিক্রি করেন। এখানে কোন জাতীয় বাজার নির্দেশ করে?
[ক] স্বল্পকালীন
[খ] দীর্ঘকালীন
[গ] আন্তর্জাতিক
✅ জাতীয়
৪৯. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা-বিক্রেতার সংখ্যা কত?
[ক] দুইজন
[খ] কয়েকজন
✅ অসংখ্য
[ঘ] একজন
৫০. কোন বাজারের পণ্য সমজাতীয়?
✅ পূর্ণ প্রতিযোগিতার
[খ] অপূর্ণ প্রতিযোগিতার
[গ] মনোপসনি
[ঘ] একচেটিয়া
৫১. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে কী বলা হয়?
✅ দাম গ্রহীতা
[খ] দাম সৃষ্টিকারী
[গ] যোগান সৃষ্টিকারী
[ঘ] মুনাফা সৃষ্টিকারী
৫২. বাহ্যিক প্রভাব নেই কোন বাজারে?
✅ পূর্ণ প্রতিযোগিতার
[খ] অপূর্ণ প্রতিযোগিতার
[গ] মনোপসনি
[ঘ] একচেটিয়া
৫৩. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ব্যয়-
✅ সর্বনিম্ন
[খ] সর্বোচ্চ
[গ] স্বাভাবিক
[ঘ] অস্বাভাবিক
৫৪. পূর্ণ প্রতিযোগিতার বাজারে কোনটি শিল্পের ভারসাম্য শর্ত?
✅ S = D
[খ] MR = MC
[গ] P = AR = MR
[ঘ] MR > MC
৫৫. পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মের মূল লক্ষ্য কী?
[ক] অধিক দ্রব্য উৎপাদন করা
✅ মুনাফা সর্বোচ্চ করা
[গ] জনকল্যাণ
[ঘ] অন্য বাজারে প্রভাব সৃষ্টি করা
৫৬. কোন বাজারে উপকরণের অবাধ বিচরণ থাকে?
✅ পূর্ণ প্রতিযোগিতামূলক
[খ] অপূর্ণ প্রতিযোগিতার
[গ] মনোপসনি
[ঘ] একচেটিয়া
৫৭. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কীভাবে পণ্যের মূল্য নির্ধারিত হয়?
✅ চাহিদা ও যোগানে সমতার দ্বারা
[খ] কয়েকজন বিক্রেতা দ্বারা
[গ] অপূর্ণ প্রতিযোগিতামূলক
[ঘ] একজন বিক্রেতা থাকে
৫৮.মোট আয় ও মোট ব্যয় সমান হলে কোন ধরনের মুনাফা অর্জিত হয়?
[ক] সর্বোচ্চ মুনাফা
[খ] উচ্চ মুনাফা
✅ স্বাভাবিক মুনাফা
[ঘ] সর্বনিম্ন মুনাফা
৫৯. কোন বাজারের ক্রেতা-বিক্রেতারা বাজার সম্বন্ধে পূর্ণ জ্ঞান রাখে?
[ক] অলিগোপলি
[খ] মনোপলি
[গ] ডুয়োপলি
✅ পূর্ণ প্রতিযোগিতা
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৬০. কোন বাজারে দ্রব্যের দাম কোনো ক্রেতা-বিক্রেতা এককভাবে কমাতে পারে না?
✅ পূর্ণ প্রতিযোগিতার
[খ] অপূর্ণ প্রতিযোগিতার
[গ] মনোপসনি
[ঘ] একচেটিয়া
৬১. পূর্ণ প্রতিযোগিতার বাজারে কোনটি দামের ভারসাম্য শর্ত?
[ক] S = D
[খ] MR <MC < P
✅ P = AR = MR
[ঘ] MR = MC
৬২. পূর্ণ প্রতিযোগিতার বাজারে দীর্ঘমেয়াদে শিল্প কেমন মুনাফা অর্জন করে?
[ক] সর্বনিম্ন
[খ] অস্বাভাবিক
[গ] সর্বোচ্চ
✅ স্বাভাবিক
৬৩. পূর্ণ প্রতিযোগিতার বাজারে AR ও MR রেখা কোন দিকে গমন করে?
[ক] ডানদিকে ঊর্ধ্বগামী
✅ ডানদিকে ভূমি অক্ষে সমান্তরাল
[গ] বামদিকে নিম্নগামী
[ঘ] লম্ব অক্ষে সমান্তরাল
৬৪. রাসেল নিউমার্কেট থেকে একটি শার্ট ক্রয় করেছে। রাসেলের ক্রয়কৃত শার্টটি কোন বাজারের পণ্য?
✅ পূর্ণ প্রতিযোগিতার
[খ] অপূর্ণ প্রতিযোগিতার
[গ] মনোপসনি
[ঘ] একচেটিয়া
৬৫. কখন একচেটিয়া কারবার দ্রব্যের দাম কমিয়ে দেয়?
[ক] উৎপাদন বেশি হলে।
[খ] চাহিদা না থাকলে
✅ নতুন ফার্ম প্রবেশ করলে
[ঘ] দ্রব্যে গুণগত মান নষ্ট হলে
৬৬. ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য অনুপস্থিত থাকে কোন বাজারে?
[ক] পূর্ণ প্রতিযোগিতার
[খ] অপূর্ণ প্রতিযোগিতার
[গ] মনোপসনি
✅ একচেটিয়া
৬৭. কোনটি একচেটিয়া বাজারের উদাহরণ?
✅ তিতাস গ্যাসের বাজার
[খ] শেয়ারবাজার
[গ] কাঁচাবাজার
[ঘ] সাবানের বাজার
৬৮. কোন বাজারে বিক্রেতার ইচ্ছা অনুযায়ী দ্রব্যের যোগান নির্ধারিত হয়?
[ক] পূর্ণ প্রতিযোগিতার
[খ] অপূর্ণ প্রতিযোগিতার
[গ] মনোপসনি
✅ একচেটিয়া
৬৯. কোন বাজারে নতুন ফার্ম প্রবেশের কোনো সুযোগ নাই?
[ক] পূর্ণ প্রতিযোগিতার
[খ] অপূর্ণ প্রতিযোগিতার
[গ] মনোপসনি
✅ একচেটিয়া
৭০. একচেটিয়া কারবারির উৎপাদনের মূল লক্ষ্য কী?
[ক] বাজার নিয়ন্ত্রণ
✅ মুনাফা অর্জন
[গ] পণ্য উৎপাদন
[ঘ] জনকল্যাণ সাধন
৭১. একচেটিয়া বাজারের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
[ক] AR = MR
[খ] MR> AR
✅ MR <AR
[ঘ] AR = MRP
৭২. কোন ফার্ম কম উৎপাদন করে বেশি দামে বিক্রি করতে পারে?
[ক] ডুয়োপলি বাজার
[খ] ডুয়োপসনি বাজার
✅ একচেটিয়া বাজার
[ঘ] পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
৭৩. অক্সিজেন কোন বাজারের দ্রব্য?
[ক] পূর্ণ প্রতিযোগিতার
[খ] অপূর্ণ প্রতিযোগিতার
[গ] মনোপসনি
✅ একচেটিয়া
৭৪. মনোপলি ফার্ম চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে না কেন?
[ক] বিক্রেতার চাহিদা সৃষ্টি করে বলে
✅ ক্রেতা চাহিদা সৃষ্টি করে বলে
[গ] শিল্পপতিদের জন্য
[ঘ] সরকারি হস্তক্ষেপের জন্য
৭৫.ববি নিত্য নতুন ডিজাইন দিয়ে নানা রকমের পোশাক তৈরি করে। তারপর সে তার ইচ্ছামতো দাম নির্ধারণ করে। ববি কোন বাজারের পণ্য তৈরি করে?
[ক] পূর্ণ প্রতিযোগিতার
[খ] অপূর্ণ প্রতিযোগিতার
[গ] মনোপসনি
✅ একচেটিয়া
৭৬. বাংলাদেশের প্রেক্ষিতে একচেটিয়া বাজার বলা যায় কোনটিকে?
✅ বিদ্যুতের বাজার
[খ] কম্পিউটারের বাজার
[গ] শেয়ার বাজার
[ঘ] চালের বাজার
৭৭. কোন বাজারের উৎপাদিত দ্রব্য সদৃশ্য কিন্তু সামান্য বিভেদীকৃত?
[ক] পূর্ণ প্রতিযোগিতার
[খ] অপূর্ণ প্রতিযোগিতার
[গ] মনোপসনি
✅ একচেটিয়া প্রতিযোগিতামূলক
৭৮.একচেটিয়া প্রতিযোগিতায় কোনটি বিদ্যমান?
✅ বিজ্ঞাপন খরচ
[খ] বেশি আধিপত্য
[গ] দাম নিয়ন্ত্রণ
[ঘ] উৎপাদন ব্যয় সুবিধা
৭৯. কোন বাজারে পণ্যের দাম বৃদ্ধি পেলেও এর চাহিদা শূন্য হয় না?
[ক] পূর্ণ প্রতিযোগিতার
[খ] অপূর্ণ প্রতিযোগিতার
[গ] মনোপসনি
✅ একচেটিয়া প্রতিযোগিতামূলক
৮০. কোন বাজারের শিল্পে ফার্মের অবাধ প্রবেশ বা প্রস্থানে কোনো বাধা নেই?
[ক] পূর্ণ প্রতিযোগিতার
[খ] অপূর্ণ প্রতিযোগিতার
[গ] মনোপসনি
✅ একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার
৮১. ক্লোজআপ টুথপেস্ট কোন বাজারের পণ্য?
[ক] পূর্ণ প্রতিযোগিতার
[খ] অপূর্ণ প্রতিযোগিতার
[গ] মনোপসনি
✅ একচেটিয়া প্রতিযোগিতামূলক
৮২. কোনটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য?
[ক] চাল, ডাল
✅ LUX সাবান, বেস্নড
[গ] বিদ্যুৎ, অক্সিজেন
[ঘ] ঢেউটিন, মোটরগাড়ি
৮৩. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্ম কী ধরনের মুনাফা অর্জন করে?
[ক] স্বাভাবিক
✅ অস্বাভাবিক
[গ] সর্বোচ্চ
[ঘ] ক্ষতি স্বীকার করে
৮৪. কোন সময়ে একচেটিয়ামূলক প্রতিযোগিতা বাজারে ফার্মের ভারসাম্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মত থাকে?
[ক] স্বল্পকালে
[খ] অতি স্বল্পকালে
✅ দীর্ঘকালে
[ঘ] অতি দীর্ঘকালে
৮৫. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের গড় আয় ও চাহিদা রেখা কোন দিকে গমন করে?
✅ ডানদিকে নিম্নগামী
[খ] ডানদিকে ঊর্ধ্বগামী
[গ] বামদিকে নিম্নগামী
[ঘ] বামদিকে ঊর্ধ্বগামী
৮৬. কোনটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের উদাহরণ?
[ক] প্রাকৃতিক গ্যাস
[খ] ডাকটিকেট
✅ সয়াবিন তেল
[ঘ] মোটা চাল
৮৭. বাস্তব জগতের অধিকাংশ বাজারই কোন ধরনের?
[ক] পূর্ণ প্রতিযোগিতার
[খ] অপূর্ণ প্রতিযোগিতার
[গ] মনোপসনি
✅ একচেটিয়া প্রতিযোগিতামূলক
৮৮. কোনটির অধীনে অসংখ্য ফার্ম থাকতে পারে?
[ক] ফার্ম
[খ] প্লান্ট
[গ] উপবিভাগ
✅ শিল্প
৮৯. ফার্মের ভারসাম্য তথা মুনাফা সর্বোচ্চকরণের কয়টি পদ্ধতি প্রচলিত আছে?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৯০. একই ব্যবস্থাপনায় উৎপাদনের সকল প্লান্টের সমষ্টিকে কী বলে?
✅ ফার্ম
[খ] প্লান্ট
[গ] উপবিভাগ
[ঘ] শিল্প
৯১. কোনটি সর্বোচ্চকরণের উদ্দেশ্যে ফার্ম ভারসাম্যে পৌঁছায়?
[ক] আয়
[খ] বিনিয়োগ
✅ মুনাফা
[ঘ] উৎপাদন
৯২. শিল্পের দাম ও উৎপাদননীতি কেমন হয়?
[ক] সংকীর্ণ
[খ] বিস্তৃত
✅ বৃহত্তর
[ঘ] ক্ষুদ্রতর
৯৩. যোগান বেশি থাকে কোনটির?
[ক] ফার্মের
[খ] প্লান্টের
✅ শিল্পের
[ঘ] মিলের
৯৪. 'মুনাফা হলো উদ্যোক্তার মজুরি' - কোন অর্থনীতিবিদ বলেছেন?
✅ অধ্যাপক মার্শাল
[খ] অধ্যাপক চ্যাপম্যান
[গ] উইলিয়াম ফেলনার
[ঘ] টাউজিগ
৯৫. মার্শাল সময়ের ভিত্তিতে বাজারকে ভাগ করেছেনু
i. স্বল্পকালীন
ii. দীর্ঘকালীন
iii. অতি স্বল্পকালীন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৯৬. মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিয়ে হিসাব করার পদ্ধতির নাম কী?
[ক] আধুনিক
[খ] প্রচলিত
✅ সনাতন
[ঘ] উত্তম
৯৭. প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয়ের মাধ্যমে মুনাফা হিসাব করার পদ্ধতি কোনটি?
✅ আধুনিক
[খ] প্রচলিত
[গ] সনাতন
[ঘ] উত্তম
৯৮. আধুনিক পদ্ধতিতে মুনাফা সর্বোচ্চকরণের ১ম বা প্রয়োজনীয় শর্ত কোনটি?
[ক] TR > TC
✅ MR = MC
[গ] MR < MC
[ঘ] TR = TC
৯৯. রহমানের জুট মিলে কেউ পাট তৈরি করে, কেউ দড়ি তৈরি করে, আবার কেউ বস্তা তৈরি করে। এই সবগুলো ইউনিট মিলে কী গঠিত হয়?
✅ ফার্ম
[খ] শির্ল্প
[গ] মির্ল
[ঘ] প্লান্ট
১০০. মোট আয় থেকে মোট ব্যয়ের পার্থক্যকে কী বলে?
[ক] নিট আয়
[খ] মোট সঞ্চয়
[গ] মজুরি
✅ মুনাফা
0 Comments:
Post a Comment