এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC economics 1st paper mcq question and answer. HSC economic 1st paper mcq question pdf download. hsc economics 1st paper guide pdf.
উচ্চ মাধ্যমিক
অর্থনীতি
প্রথম পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৩
HSC Economics 1st Paper
MCQ
question and answer pdf download.
১. কে উৎপাদনের ঝুঁকি বহন করে?
[ক] ভূমি
[খ] শ্রম
✅ সংগঠক
[ঘ] মূলধন
২. উৎপাদন ব্যবস্থাপনার কাজ করেন কে?
[ক] ভূমি
[খ] শ্রম
✅ সংগঠক
[ঘ] মূলধন
৩. উৎপাদন কীসের ওপর নির্ভর করে?
[ক] ব্যক্তির
[খ] সংগঠকের
[গ] শ্রমের
✅ উপকরণের
৪. নিচের কোনটি মূলত রূপান্তর প্রক্রিয়া?
[ক] ভোগ
[খ] সঞ্চয়
[গ] বিনিময়
✅ উৎপাদন
৫. প্রকৃতি প্রদত্ত বস্তুর সাথে অতিরিক্ত উপযোগ সংযোজন করাকে কী বলে?
[ক] ভোগ
[খ] সঞ্চয়
[গ] বিনিময়
✅ উৎপাদন
৬. কাদের মতে, উৎপাদন হলো কোন নতুন জিনিস সৃষ্টি করা?
[ক] আধুনিক সমাজচিন্তাবিদ
[খ] আধুনিক অর্থনীতিবিদ
✅ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ
[ঘ] ক্লাসিক্যাল সমাজচিন্তাবিদ
৭. উৎপাদনে উপকরণ সংগ্রহ ও তদারকি করে কে?
[ক] ভূমি
[খ] শ্রম
✅ সংগঠন
[ঘ] মূলধন
৮. অর্থনীতিতে উৎপাদন করার পর সৃষ্ট উপযোগের কী থাকতে হবে?
[ক] ব্যবহারিক মূল্য
✅ বিনিময় মূল্য
[গ] আর্থিক মূল্য
[ঘ] প্রকৃত মূল্য
৯. সাধারণ অর্থে উৎপাদন কী?
✅ কোনো কিছু সৃষ্টি
[খ] কোনো কিছু ধ্বংস
[গ] কোনো কিছু একত্রিকরণ
[ঘ] কোনো কিছু বিয়োজন
১০. আমজাদ মিস্ত্রি কাঠ দিয়ে বিভিন্ন প্রকার আসবাবপত্র তৈরি করেন। অর্থনীতিতে এ আসবাবপত্র তৈরির কাজটি কেমন?
[ক] সংগঠন
✅ উৎপাদন
[গ] মূলধন
[ঘ] যোগান
১১. নিচের কোনটি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদন নয়?
[ক] কাঠ থেকে চেয়ার তৈরি
✅ বাড়িতে শখে বাগান করা
[গ] সিলেটের আনারস ঢাকায় আনয়ন
[ঘ] একটি টেলিভিশন সেট মেরামত করা
১২. অর্থনীতিতে উপযোগ সৃষ্টি করা যায়-
i. বস্তুর রূপ ও স্থান পরিবর্তন করে
ii. সময় ও গতি পরিবর্তন করে
iii. সময়, সেবা এবং মালিকানার পরিবর্তন করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নং প্রশ্নগুলোর উত্তর দাও:
জনাব তাহের আলী পৌষ-মাঘ মাসে ধান চাষ করেন ও ধান মজুত করেন। তা ভাদ্র-আশ্বিন মাসে বিক্রি করে তিনি বেশি দাম পান। বাকি সময় তিনি সবজি চাষ করেন এবং তা শহরে এনে বিক্রি করেন।
১৩. ধান মজুত করে ভাদ্র-আশ্বিন মাসে বিক্রি করায় যে উৎপাদন সৃষ্টি হয়, তাকে কী বলে?
[ক] মালিকানা উৎপাদন
[খ] সেবাগত উৎপাদন
✅ সময়গত উৎপাদন
[ঘ] রূপগত উৎপাদন
১৪. ব্যবসায়ী হিসেবে সবজি শহরে নিয়ে বিক্রি করা-
i. রূপগত উৎপাদন
ii. সেবাগত উৎপাদন
iii. স্থানগত উৎপাদন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
১৫. অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায়?
[ক] নতুন দ্রব্য সৃষ্টি
[খ] অতিরিক্ত আয় সৃষ্টি
✅ নতুন উপযোগ সৃষ্টি
[ঘ] উপকরণ একত্রীকরণ
১৬. প্রকৃতি প্রদত্ত সম্পদের আকার, আকৃতি ও রূপ পরিবর্তন করে নতুন ধরনের উপযোগ সৃষ্টি সম্ভব হলে, তাকে বলে-
[ক] ভোগ
[খ] সঞ্চয়
[গ] বিনিময়
✅ উৎপাদন
১৭. আখের ছোবড়া থেকে কাগজ তৈরি হলে কী ধরনের উপযোগ সৃষ্টি হয়?
[ক] স্থানগত
[খ] সেবাগত
[গ] সময়গত
✅ রূপগত
১৮. কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কী বলে?
[ক] উৎপাদন
✅ উপযোগ
[গ] ভোগ
[ঘ] চাহিদা
১৯. গ্রামের কলা, ফলমূল, সবজি শহরে স্থানান্তর করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
[ক] মালিকানাগত
[খ] সময়গত
[গ] রূপগত
✅ স্থানগত
২০. কীভাবে রূপগত উপযোগ সৃষ্টি করা যায়?
[ক] স্থানান্তর করে
✅ বস্তুর আকৃতির পরিবর্তন করে
[গ] নতুনভাবে সৃষ্টি করে
[ঘ] মালিকানার পরিবর্তন করে
২১. উপযোগ সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
✅ ৫ ভাগে
২২. কোনো দ্রব্যের উপযোগ সংযোজনের ফলে কী বৃদ্ধি পায়?
[ক] প্রান্তিক উপযোগ
[খ] মোট উপযোগ
[গ] দ্রব্যের চাহিদা
✅ বিনিময় মূল্য
২৩. রহিম তুলা থেকে সুতা সংগ্রহ করে নিজ বাড়িতে শাড়ি, লুঙ্গি, গামছা তৈরি করেন। তার তৈরিকৃত শাড়ি, লুঙ্গি ও গামছায় কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
[ক] স্থানগত
[খ] কালগত
✅ রূপগত
[ঘ] স্বত্বগত
২৪. রাজশাহীর আম কুমিলস্নায় নিয়ে আসলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
[ক] কালগত উপযোগ
[খ] রূপগত উপযোগ
[গ] সেবাগত উপযোগ
✅ স্থানগত উপযোগ
২৫. জানুয়ারি মাসে উৎপাদিত আলু জুন মাসে বিক্রয় করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?
[ক] রূপগত
✅ সময়গত
[গ] স্থানগত
[ঘ] সেবাগত
২৬. পরিবহন ব্যবস্থা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
[ক] রূপগত
✅ সেবাগত
[গ] স্থানগত
[ঘ] সময়গত
২৭.গায়ক গান গেয়ে সবাইকে আনন্দ দেয়- এটি কোন ধরনের উপযোগ?
[ক] কালগত উপযোগ
[খ] রূপগত উপযোগ
✅ সেবাগত উপযোগ
[ঘ] স্থানগত উপযোগ
২৮. একটি দেশের রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলো ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা হলে কী উপযোগ সৃষ্টি হবে?
[ক] সময়গত
[খ] স্থানগত
[গ] সেবাগত
✅ মালিকানাগত
২৯. কাউকে সম্পত্তি রেজিস্ট্রি করে দিলে কোন উপযোগের সৃষ্টি হয়?
[ক] সময়গত
[খ] স্থানগত
[গ] সেবাগত
✅ মালিকানাগত
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৩০. উৎপাদনের স্বরূপ হলো-
i. আটা থেকে রুটি তৈরি
ii. বাড়িতে শখে বাগান করা
iii. মোবাইল ফোন মেরামত করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩১. রায়হান একজন শিল্প উদ্যোক্তা। একজন সংগঠক হিসেবে তিনি-
i. উৎপাদনের উপাদান সংগ্রহ করেন
ii. সব কাজ তদারকি করেন
iii. দক্ষতার সাথে কারবার পরিচালনা করেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও ররর
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩২. একটি বেকারি পরিচালনার ক্ষেত্রে স্বল্পমেয়াদে কোনটি পরিবর্তনশীল ব্যয়?
[ক] ব্রেকিং ওভেন
[খ] স্থায়ী মূলধনের সুদ
[গ] দালান ভাড়া বাবদ বার্ষিক ব্যয়
✅ উপকরণ সামগ্রীর খরচ
৩৩. রহিমউদ্দিন মুন্সী তার বাগানের ফুল শহরে নিয়ে এসে বিক্রি করলে বেশি দাম পায়। কারণ-
i. শহরে আনলে ফুলের উপযোগ বাড়ে
ii. সৌখিন লোকেরাই ফুল বেশি পছন্দ করেন
iii. শহরে আনলে ফুলের বিনিময় মূল্য বাড়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[ঘ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নগুলোর উত্তর দাও:
মি. 'ক' এ বছর আলুর ফলন বেশি পান কিন্তু দাম কম ও মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় তার আলু দূরবর্তী গ্রাম থেকে জেলা শহরে এনে বিক্রি করেন বেশি দামের প্রত্যাশায়।
৩৪. উদ্দীপকে মি. ক-এর কাজে কী ধরনের উপযোগ সৃষ্টি হলো?
✅ স্থানগত
[খ] সেবাগত
[গ] সময়গত
[ঘ] রূপগত
৩৫. মি. 'ক' জেলা শহরে বিক্রি না করলেু
i. তার পণ্য আলুর দাম কম পেতেন
ii. মধ্যস্বত্বভোগীরা লাভবান হতো
iii. সময়গত উপযোগের কার্যকারিতা বুঝতে পারতেন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৬. গায়ক এর গান কোন ধরনের উপযোগ?
[ক] স্থানগত
✅ সেবাগত
[গ] সময়গত
[ঘ] রূপগত
৩৭. শহরে ময়লা-আবর্জনা হতে বিশেষ প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন হলে, কী ধরনের উপযোগ সৃষ্টি হয়?
[ক] স্থানগত
[খ] সেবাগত
[গ] সময়গত
✅ রূপগত
৩৮. উৎপাদনের উপকরণ কয়টি?
[ক] ২টি
✅ ৪টি
[গ] ৬টি
[ঘ] ৭টি
৩৯. উৎপাদনের আদি ও মৌলিক উপকরণ কোনটি?
✅ ভূমি
[খ] শ্রম
[গ] মূলধন
[ঘ] সংগঠন
৪০. উৎপাদনের কোন উপকরণের যোগান স্থায়ীভাবে সীমাবদ্ধ?
✅ ভূমি
[খ] শ্রম
[গ] মূলধন
[ঘ] সংগঠন
৪১. কোনটি সক্রিয় উপকরণ?
[ক] ভূমি
✅ শ্রম
[গ] মূলধন
[ঘ] সংগঠন
৪২. শ্রমের প্রধান বৈশিষ্ট্য কী?
✅ জীবন্ত উপকরণ
[খ] নিষি্ক্রয় উপকরণ
[গ] স্থবির উপকরণ
[ঘ] স্থির উপকরণ
৪৩. শ্রমের মালিক কে?
[ক] ব্যবসায়ী
[খ] শ্রমিক সংঘ
[গ] জমিদার
✅ শ্রমিক
৪৪. কীসের মাধ্যমে মূলধন সৃষ্টি হয়?
[ক] ভোগের মাধ্যমে
[খ] অর্থ ব্যয়ের মাধ্যমে
✅ সঞ্চয়ের মাধ্যমে
[ঘ] বিনিময়ের মাধ্যমে
৪৫. যন্ত্রপাতি, কাঁচামাল উৎপাদনের কোন উপকরণ?
[ক] ভূমি
[খ] শ্রম
✅ মূলধন
[ঘ] সংগঠন
৪৬. উৎপাদনের কোন উপকরণ ঝুঁকি বহন করে?
[ক] ভূমি
[খ] শ্রম
[গ] মূলধন
✅ সংগঠন
৪৭. অর্থনীতিতে সব ধরনের প্রাকৃতিক সম্পদকে কী বলে?
✅ ভূমি
[খ] শ্রম
[গ] মূলধন
[ঘ] সংগঠন
৪৮. ভূমি ও মূলধন নিজে উৎপাদন প্রক্রিয়া শুরু করতে না পারায় কী হিসেবে গণ্য হয়?
[ক] স্থবির উপকরণ
✅ নিষি্ক্রয় উপকরণ
[গ] স্থির উপকরণ
[ঘ] সক্রিয় উপকরণ
৪৯. উৎপাদনের মানবিক উপাদান কোনটি?
[ক] ভূমি
✅ শ্রম
[গ] মূলধন
[ঘ] সংগঠন
[ক] শ্রমের যোগান তৎক্ষনাৎ বাড়ানো যায়
[খ] শ্রম একটি অনড় উপকরণ
[গ] শ্রমের যোগান সীমাবদ্ধ
✅ শ্রম অত্যন্ত ক্ষণস্থায়ী উপকরণ
৫১. রাজমিস্ত্রী বিভিন্ন হাতিয়ার দিয়ে বিল্ডিং তৈরির কাজ করেন। তার এই হাতিয়ারগুলো অর্থনীতিতে কী বলে গণ্য করা হয়?
[ক] ভূমি
[খ] শ্রম
✅ মূলধন
[ঘ] সংগঠন
৫২. ভূমির বৈশিষ্ট্য হলো-
i. স্থানান্তরযোগ্যতা
ii. নিষি্ক্রয় উপকরণ
iii. চিরস্থায়ী উপকরণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৩.উৎপাদনের উপকরণ হলো-
i. ভূমি
ii. প্রযুক্তি
iii. সংগঠন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৪. উৎপাদনের একটি মৌলিক উপাদান হিসেবে শ্রমের বৈশিষ্ট্য হলো-
i. এটি জীবন্ত উপকরণ
ii. দীর্ঘস্থায়ী
iii. শ্রম ও শ্রমিক-অবিচ্ছেদ্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৫. উৎপাদনের বৈশিষ্ট্য হলো-
i. বস্তুগত উপকরণ ও বস্তুগত উৎপাদন
ii. সময় ও কারিগরি জ্ঞান
iii. উপযোগ ও বিনিময় মূল্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৫৬. উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি?
[ক] ভূমি
[খ] শ্রম
✅ মূলধন
[ঘ] সংগঠন
৫৭. কোনো কিছু উৎপাদনের জন্য যে সকল বস্তু ও সেবাকর্ম প্রয়োজন তাকে বলে-
[ক] উৎপাদন অপেক্ষক
✅ উৎপাদনের উপকরণ
[গ] উৎপাদন পদ্ধতি
[ঘ] মাত্রাগত উৎপাদন
৫৮. উৎপাদনের কোন উপাদানটি অবিনশ্বর?
✅ ভূমি
[খ] শ্রম
[গ] মূলধন
[ঘ] সংগঠন
৫৯. উৎপাদনের ক্ষণস্থায়ী উপাদান-
i. শ্রম
ii. মূলধন
iii. সংগঠন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৬০. উৎপাদনের জীবন্ত উপকরণ কোনটি?
[ক] ভূমি
✅ শ্রম
[গ] মূলধন
[ঘ] সংগঠন
৬১.নিচের কোনটি গড় উৎপাদনের সূত্র?
[ক] মোট উপকরণ x মোট উৎপাদন
[খ] মোট উৎপাদন + প্রান্তিক উৎপাদন
✅ মোট উৎপাদন ÷ মোট উপকরণ
[ঘ] মোট উৎপাদন + মোট উপকরণ
৬২. নিচের কোনটি সঠিক?
[ক] MP বাড়তে থাকলেও AP হ্রাস পায়
✅ MP বাড়তে থাকলে APও বাড়তে থাকে
[গ] MP সর্বোচ্চ হলে APও সর্বোচ্চ হয়
[ঘ] MP কমা শুরু করলেই APও কমা শুরু করে
৬৩. নিচের কোন তথ্যটি সঠিক?
[ক] MP বাড়তে থাকলেও AP হ্রাস পায়
✅ MP কমতে থাকলে APও কমতে থাকে
[গ] MP সর্বোচ্চ হলে APও সর্বোচ্চ হয়
[ঘ] MP কমা শুরু করলেই APও কমা শুরু করে
৬৪. প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখার কোন বিন্দুতে ছেদ করে?
[ক] সর্বনিম্ন বিন্দুকে ছেদ করে
✅ সর্বোচ্চ বিন্দুকে ছেদ করে
[গ] সমান্তরাল ছেদ করে
[ঘ] লম্বালম্বি ছেদ করে
৬৫. প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে কোনটি ঘটে?
[ক] সব পর্যায়ের উৎপাদন কমতে থাকে
[খ] প্রথমে বাড়তে পারে, তারপর কমে, কিন্তু কখনই ঋণাত্মক হয় না
✅ প্রথমে বাড়তে পারে, পরে কমে এবং শেষ পর্যন্ত ঋণাত্মক হয়
[ঘ] সবসময় গড় উৎপাদন অপেক্ষা কম
৬৬. সাবু ১ বিঘা জমিতে ১০ জন শ্রমিক দিয়ে ধান উৎপাদন করেছে। তার শ্রমিক প্রতি গড় উৎপাদন ৬০ কেজি হলে ওই জমিতে মোট কত কেজি ধান সে পেয়েছে?
✅ ৬০০ কেজি
[খ] ৮০০ কেজি
[গ] ৭০০ কেজি
[ঘ] ১৬০ কেজি
৬৭. মোট শ্রম উপকরণ দ্বারা মোট উৎপাদনকে ভাগ করলে কী পাওয়া যায়?
[ক] প্রান্তিক উৎপাদন
✅ গড় উৎপাদন
[গ] মোট উৎপাদন
[ঘ] প্রকৃত উৎপাদন
৬৮. প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি থাকলে গড় উৎপাদন কেমন হবে?
[ক] কমে
✅ বাড়ে
[গ] অপরিবর্তিত থাকে
[ঘ] সমান থাকে
৬৯. কোন স্তরে প্রান্তিক উৎপাদন ও গড় উৎপাদন সমান হয়?
[ক] ১ম স্তরে
[খ] ৩য় স্তরে
✅ ২য় স্তরে
[ঘ] ৪র্থ স্তরে
৭০. উৎপাদনের চারটি উপাদানের মধ্যে কোনটি সর্বপ্রথম অংশগ্রহণ করে?
✅ ভূমি
[খ] শ্রম
[গ] মূলধন
[ঘ] সংগঠন
৭১. কোন স্তরে প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে কম হয়?
[ক] ১ম স্তরে
✅ ৩য় স্তরে
[গ] ২য় স্তরে
[ঘ] ৪র্থ স্তরে
৭২. হোসেন তার ৩০ বিঘা জমিতে ৩০০ মণ ধান উৎপাদন করেন। তার শ্রমিক প্রতি গড় উৎপাদন ১০ মণ হলে তিনি কতজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন?
[ক] ১০ জন
✅ ৩০ জন
[গ] ২০ জনঙ
[ঘ] ৫০ জন
৭৩. মি. মাহমুদ তার গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে ২০০ জন শ্রমিক নিয়োগ দিয়ে মাসে ২০,০০০ শার্ট তৈরি করেন। তার প্রতিষ্ঠানের গড় উৎপাদন কত?
✅ ১০০টি শার্ট
[খ] ২০০টি শার্ট
[গ] ৩০০টি শার্ট
[ঘ] ৪০০টি শাট
নিচের উদ্দীপকটি পড়ে ৭৪ ও ৭৫ নং প্রশ্নের উত্তর দাও:
কোম্পানি ১০ জন শ্রমিক নিয়োগ করে ৫০০ একক দ্রব্য উৎপাদন করে। বাজার দ্রব্যের চাহিদা বাড়ায় কোম্পানি আরও ১ জন শ্রমিক নিয়োগ দিল। তবে খরচ না বাড়লেও মোট উৎপাদন হয় ৫৫০ একক।
৭৪. উপরোক্ত তথ্য অনুযায়ী প্রান্তিক উৎপাদন কত?
[ক] ২০ একক
[খ] ৩০ একক
[গ] ৪০ একক
✅ ৫০ একক
৭৫.উদ্দীপকের ধারণাটি-
i. স্বল্পকালীন সময়ের প্রেক্ষিতে বিবেচ্য
ii. মাত্রাগত উৎপাদন বিধি অনুসরণ করে
iii. অন্যান্য উপকরণ স্থির বিবেচনা করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭৬. উৎপাদন ব্যবস্থায় উপকরণ বৃদ্ধির সাথে উৎপাদন কৌশল ও প্রযুক্তিগত পরিবর্তন করা হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কী হয়?
✅ অকার্যকর
[খ] কার্যকর
[গ] অবমূল্যায়িত
[ঘ] অলাভজনক
৭৭. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অনুযায়ী প্রান্তিক উৎপাদন রেখা সর্বোচ্চ উৎপাদনের পর এর আকৃতি কেমন হয়?
[ক] উর্ধ্বগামী
✅ নিম্নগামী
[গ] সমান্তরাল
[ঘ] স্থির
৭৮. মার্শাল, রিকার্ডো ও ম্যালথাস কখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটির বিজ্ঞানভিত্তিক ধারণা দেন?
[ক]চতুর্বিংশ শতাব্দীতে
✅ ঊনবিংশ শতাব্দীতে
[গ] অষ্টাদশ শতকে
[ঘ] বিংশ শতাব্দীতে
৭৯. কোনো নির্দিষ্ট পরিমাণ জমি চাষের জন্য অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ করলে উৎপাদন কীরূপ হবে?
[ক] ক্রমবর্ধমান
✅ ক্রমহ্রাসমান
[গ] সমানুপাতিক
[ঘ] শূন্য
৮০. 'কোনো নির্দিষ্ট পরিমাণ জমি চাষের জন্য অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ করতে থাকলে আনুপাতিক হার অপেক্ষায় কম হারে উৎপাদন বৃদ্ধি পায়।' - বক্তব্যটি কোন অর্থনীতিবিদ প্রদান করেন?
[ক] রিকার্ডো
[খ] বেনহাম
✅ মার্শাল
[ঘ] টারগো
৮১. 'অন্যান্য অবস্থা স্থির থেকে, উপাদানের একটি সংমিশ্রণের মধ্যে যদি কোন একটির অনুপাত বাড়ানো হয় তবে এরূপ বাড়ানোর ফলে প্রথমে প্রান্তিক উৎপাদন এবং পরে গড় উৎপাদন হ্রাস পাবে। বক্তব্যটি কোন অর্থনীতিবিদ প্রদান করেন?
[ক] রিকার্ডো
✅ বেনহাম
[গ] মার্শাল
[ঘ] টারগো
৮২. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে কখন প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়?
✅ মোট উৎপাদন কমতে থাকলে
[খ] মোট উৎপাদন বাড়তে থাকলে
[গ] মোট উৎপাদন সর্বোচ্চ হলে
[ঘ] মোট উৎপাদন শূন্য হলে
৮৩. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কোন পর্যায়ে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়?
[ক] প্রথম পর্যায়ে
✅ তৃতীয় পর্যায়ে
[গ] দ্বিতীয় পর্যায়ে
[ঘ] চতুর্থ পর্যায়ে
৮৪. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে যখন গড় ও প্রান্তিক উৎপাদন কমে তখন গড় উৎপাদন প্রান্তিক উৎপাদনের চেয়ে কী হারে কমে?
✅ কম হারে
[খ] বেশি হারে
[গ] আনুপাতিক হারে
[ঘ] স্থির হারে
৮৫. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে কখন MP = AP হবে?
[ক] MP যখন ক্রমবর্ধমান
[খ] MP যখন স্থির
✅ MP যখন ক্রমহ্রাসমান
[ঘ] MP যখন শূন্য
৮৬. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে যখন MP ঋণাত্মক তখন অচ কী হবে?
✅ AP ধনাত্মক
[খ] AP স্থির
[গ] AP ঋণাত্মক
[ঘ] AP ক্রমহ্রাসমান
৮৭. উদ্দীপকে গড় উৎপাদন কত?
✅ ৮
[খ] ১৬
[গ] ৩২
[ঘ] ২৪
৮৮. গড় উৎপাদন (AP) ও প্রান্তিক উৎপাদন (MP) রেখার আকৃতি হবে-
[ক] AP ঊর্ধ্বগামী ও MP নিম্নগামী
[খ] AP ভূমি অক্ষের সমান্তরাল ও MP নিম্নগামী
[গ] AP নিম্নগামী ও MP ঊর্ধ্বগামী
✅ AP ও MP উভয়েই ভূমি অক্ষের সমান্তরাল
৮৯. সময়ের ভিত্তিতে উৎপাদন ব্যয়কে কয় ভাগে ভাগ করা যায়?
✅ ২
[খ] ৬
[গ] ৩
[ঘ] ৪
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৯০. স্বল্পকালে উৎপাদন বন্ধ থাকলে ও উৎপাদনকারীকে যে ব্যয় বহন করতে হয় তা কী ধরনের ব্যয়?
[ক] পরিবর্তনীয় ব্যয়
✅ স্থির ব্যয়
[গ] গড় ব্যয়
[ঘ] প্রান্তিক ব্যয়
৯১. মোট ব্যয়ের পরিবর্তন ÷ উৎপাদনের পরিমাণের পরিবর্তন = কত?
[ক] দাম (P)
✅ প্রান্তিক ব্যয় (MC)
[গ] গড় ব্যয় (AC)
[ঘ] প্রান্তিক আয় (MR)
৯২. স্থির ব্যয় কোন মেয়াদের সাথে জড়িত?
✅ স্বল্পমেয়াদ
[খ] অতি স্বল্পমেয়াদ
[গ] দীর্ঘমেয়াদ
[ঘ] অতি দীর্ঘমেয়াদ
৯৩. নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য যে ব্যয় করা হয় তাকে কী বলে?
✅ মোট ব্যয়
[খ] প্রান্তিক ব্যয়
[গ] পরিবর্তনীয় ব্যয়
[ঘ] গড় ব্যয়
৯৪. উৎপাদন কার্যে যেসব উপকরণের ব্যয় সর্বদা অপরিবর্তিত তাকে কী বলে?
✅ মোট স্থির ব্যয়
[খ] প্রান্তিক ব্যয়
[গ] পরিবর্তনীয় ব্যয়
[ঘ] গড় ব্যয়
৯৫. মোট ব্যয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কী পাওয়া যায়?
✅ মোট স্থির ব্যয়
[খ] প্রান্তিক ব্যয়
[গ] পরিবর্তনীয় ব্যয়
[ঘ] গড় ব্যয়
৯৬. উপকরণ পরিবর্তন করে উৎপাদন কার্যের জন্য উপকরণগুলোর যে ব্যয় হয় তাকে বলে?
[ক] স্বল্পকালীন মোট ব্যয়
[খ] স্বল্পকালীন মোট স্থির ব্যয়
✅ স্বল্পকালীন মোট পরিবর্তনশীল ব্যয়
[ঘ] স্বল্পকালীন গড় ব্যয়
৯৭. মোট পরিবর্তনশীল ব্যয়ের কোনটিকে প্রাথমিক ব্যয় বলা হয়?
[ক] বিদ্যুৎশক্তি ও জ্বালানি ব্যয়
✅ কাঁচামাল ব্যয়
[গ] বিজ্ঞাপন ব্যয়
[ঘ] অবচয় ব্যয়
৯৮. উৎপাদন ব্যয় শূন্য হলে কোন ব্যয়ের অসিত্মত্ব থাকে না?
[ক] মোট ব্যয়
[খ] প্রান্তিক ব্যয়
✅ পরিবর্তনশীল ব্যয়
[ঘ] গড় ব্যয়
৯৯. কোনটি স্থির ব্যয়ের অন্তর্ভুক্ত?
[ক] শ্রমিকের মজুরি
[খ] কাঁচামালের দাম
[গ] অস্থায়ী কর্মচারীর বেতন
✅ বাড়িভাড়া
১০০. কোনটি পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ?
✅ জ্বালানি ও বিদ্যুৎ ব্যয়
[খ] স্থায়ী মূলধনের সুদ
[গ] কারখানার ভাড়া
[ঘ] ভূমি কর
0 Comments:
Post a Comment