এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC economics 1st paper mcq question and answer. HSC economic 1st paper mcq question pdf download. hsc economics 1st paper guide pdf.
উচ্চ মাধ্যমিক
অর্থনীতি
প্রথম পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-২
HSC Economics 1st Paper
MCQ
question and answer pdf download.
১. উপযোগ কোন ধরনের ধারণা?
[ক] মানবিক
✅ মানসিক
[গ] আধ্যাত্মিক
[ঘ] কাল্পনিক
২. যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বুঝায় তবে উৎপাদন বলতে কী বুঝায়?
[ক] যোগান সৃষ্টি
[খ] চাহিদা সৃষ্টি
✅ উপযোগ সৃষ্টি
[ঘ] মজুদ সৃষ্টি
৩. কোনটি পর্যায়গত উপযোগ?
[ক] ১, ২, ৩
✅ I, II, III
[গ] সংখ্যাবাচক পছন্দক্রম
[ঘ] পরিমাণগত উপযোগ
৪. কোনটি সংখ্যাবাচক উপযোগ?
✅ ১, ২, ৩
[খ] I, II, III
[গ] সংখ্যাবাচক পছন্দক্রম
[ঘ] পরিমাণগত উপযোগ
৫. উপযোগ কয়টি পদ্ধতিতে পরিমাপ করা যায়?
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪
৬. উপযোগ কাকে বলে?
[ক] তৃপ্তি মেটানোর ক্ষমতাকে
[খ] চাহিদার পরিমাণকে
[গ] ভোগের তীব্রতাকে
✅ অভাব মোচনের ক্ষমতাকে
৭. উপযোগ নিঃশেষ হয় কীভাবে?
[ক] দাম দ্বারা
✅ ভোগ দ্বারা
[গ] যোগান দ্বারা
[ঘ] চাহিদা দ্বারা
৮. উপযোগকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ১
✅ ২
[গ] ৩
[ঘ] ৪
৯. একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকলে তার কোনটি হ্রাস পায়?
[ক] স্বাদ
✅ উপযোগ
[গ] রুচি
[ঘ] উপকারিতা
১০. কোন অর্থনীতিবিদরা সংখ্যাবাচক উপযোগকে সমর্থন করেন?
[ক] আধুনিক
✅ ক্লাসিক্যাল
[গ] হিকস অ্যালেন
[ঘ] কেইনসীয়
১১. আধুনিক অর্থনীতিবিদরা কোন উপযোগকে সমর্থন করেন?
[ক] সংখ্যাবাচক উপযোগ
✅ পর্যায়গত উপযোগ
[গ] প্রান্তিক উপযোগ
[ঘ] পরিমাণগত উপযোগ
১২. আদ্রিতার কমলা খেতে ইচ্ছা করল। আদ্রিতার কাছে কমলার কী থাকায় সে কমলা ক্রয় করবে?
[ক] চাহিদা
✅ উপযোগ
[গ] অভাব
[ঘ] আকাঙ্ক্ষা
১৩. জনি বাজার থেকে ১০টি আম কিনে এনে প্রথম ৪টি আম খাওয়ার পর বাকিগুলো খেতে পারলো না। জনির আচরণে অর্থনীতির কোন ধারণার প্রকাশ পেয়েছে?
[ক] চাহিদা পূরণ
✅ উপযোগ পূরণ
[গ] যোগান পূরণ
[ঘ] চাহিদা বিধি
১৪. ভোগ করার ক্ষেত্রে কোন ক্রিয়াটি সংঘটিত হয়?
[ক] কোনো দ্রব্যের চাহিদা মেটানো
✅ কোনো দ্রব্যের উপযোগিতা নিঃশেষ
[গ] কোনো দ্রব্য তৈরির উপকরণ ব্যবহার
[ঘ] কোনো দ্রব্যের ভালো-মন্দ বিচার
১৫. উপযোগ ধারণাটির সাথে সংশিস্নষ্ট বিষয়-
i. কোনো দ্রব্য দ্বারা অভাব মোচনের ক্ষমতা
ii. কোনো দ্রব্য দ্বারা অভাব পূরণের ক্ষমতা
iii. কোনো দ্রব্যের উপযোগ ধ্বংস
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৬. উপযোগ হলো-
i. একটি মানসিক ধারণা
ii. অভাব পূরণের ক্ষমতা
iii. দ্রব্যের উপকারিতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৭. কোনো দ্রব্যের উপযোগের পরিবর্তন ঘটে যখনু
i. ভোক্তার রুচির পরিবর্তন হয়
ii. ভোক্তার আয়ের পরিবর্তন হয়
iii. ভোক্তার অভ্যাসের পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:
রফিক একজন জর্দা ব্যবসায়ী। কেউ তাকে কখনো জর্দা খেতে দেখেনি। তবুও সে এই ক্ষতিকর ব্যবসা চালিয়ে যাচ্ছে। তাকে যদি কেউ প্রশ্ন করে, জেনেশুনে এ ব্যবসা কেন করেন? তিনি এক গাল হেসে সহজ উত্তর দেবেন- মানুষ খায় বলে আমি বিক্রি করি।
১৮. রফিকের জর্দা বিক্রির যৌক্তিক কারণ কী?
[ক] নিত্য প্রয়োজনীয়
[খ] নৈতিকতার অভাব
✅ পর্যাপ্ত উপযোগ
[ঘ] বিক্রেতার অভাব
১৯. জর্দা বিক্রির মাধ্যমে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে―
i. উপযোগ একটি ভ্রান্ত ধারণা
ii. যা অভাব পূরণে সক্ষম তারই উপযোগিতা আছে
iii. উপযোগ ন্যায় অন্যায় অনুসরণ করে না
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
২০. সংখ্যাগত উপযোগের ধারণা কে প্রদান করেন?
[ক] রিকার্ডো
[খ] অ্যাডাম স্মিথ
✅ মার্শাল
২১. পর্যায়গত উপযোগ ধারণা ব্যাখ্যা করেন কোন অর্থনীতিবিদ?
[ক] রিকার্ডো
[খ] অ্যাডাম স্মিথ
[গ] মার্শাল
✅ জে. আর হিকস
২২.ব্যবহারের মাধ্যমে যখন দ্রব্যের উপযোগ নিঃশেষ করা হয়, তখন তাকে কী বলে?
✅ ভোগ
[খ] সঞ্চয়
[গ] বিনিয়োগ
[ঘ] সরকারি ব্যয়
২৩. দ্রব্যের বিশেষ গুণ যা মানুষের অভাব পূরণে সক্ষমু
[ক] উৎপাদন
[খ] বিনিময়
[গ] যোগান
✅ উপযোগ
২৪. উপযোগ পরিমাপের একক-
[ক] লিটার
✅ ইউটিল
[গ] মিটার
[ঘ] গ্রাম
২৫. 'উপযোগ হলো কোন দ্রব্যের ঐ বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে' - কে বলেছেন?
[ক] লিপসি
[খ] মার্শাল
✅ মেয়ার্স
[ঘ] রবিন্স
২৬. ভোক্তার আচরণের প্রকাশ ঘটে কীসের মাধ্যমে?
[ক] আয়ের মাধ্যমে
✅ চাহিদার মাধ্যমে
[গ] ভোগের মাধ্যমে
[ঘ] ক্রয়ক্ষমতার মাধ্যমে
২৭. সর্বশেষ একক থেকে কোন উপযোগ পাওয়া যায়?
[ক] মোট উপযোগ
[খ] ঋণাত্মক উপযোগ
✅ প্রান্তিক উপযোগ
[ঘ] ঋণাত্মক উপযোগ
২৮. D = 5 - P সমীকরণে স্বাধীন চলক কোনটি?
[ক] D
[খ] 5-P
✅ P
[ঘ] 5
২৯. প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত মোট উপযোগ কী হয়?
✅ বাড়ে
[খ] কমে
[গ] শূন্য হয়
[ঘ] স্থির থাকে
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৩০. কখন ভোক্তা অতিরিক্ত এক একক দ্রব্যের জন্য কম দাম দিতে চায়?
[ক] দ্রব্যের উপযোগ বাড়লে
[খ] দ্রব্যের দাম কমলে
✅ দ্রব্যের উপযোগ কমলে
[ঘ] দ্রব্যের দাম বাড়লে
৩১. নিচের কোনটি একটি বিশেষ সময়ে ঋণাত্মক হতে পারে?
[ক] গড় উপযোগ
[খ] উপযোগ
✅ প্রান্তিক উপযোগ
[ঘ] মোট উপযোগ
৩২. দ্রব্যের দাম তার প্রান্তিক উপযোগের কী?
✅ সমান
[খ] কম
[গ] বিপরীতমুখী
[ঘ] বেশি
৩৩. প্রান্তিক উপযোগ ধারণার সাহায্যে প্রথম ভোক্তার আচরণ বিশ্লেষণ করেন কোন অর্থনীতিবিদ?
✅ মার্শাল
[খ] রিকার্ডো
[গ] অ্যাডাম স্মিথ
[ঘ] ফিশার
৩৪. কোনো দ্রব্যের অতিরিক্ত একক ভোগের জন্য যে অতিরিক্ত উপযোগের সৃষ্টি হয় তাকে কী বলে?
[ক] গড়ে উপযোগ
[খ] উপযোগ
✅ প্রান্তিক উপযোগ
[ঘ] মোট উপযোগ
৩৫. মিঠু ৪টি পেয়ারা কিনলো, এক্ষেত্রে ৪র্থ পেয়ারাটিকে কী বলা যায়?
[ক] মোট পেয়ারা
✅ প্রান্তিক পেয়ারা
[গ] ভোগকৃত পেয়ারা
[ঘ] উপভোগ্য পেয়ারা
৩৬. কোনো দ্রব্য বারবার ভোগ করলে ঐ দ্রব্যের প্রতি ভোক্তার-
i. আগ্রহ কমে
ii. উপযোগ বাড়ে
iii. উপযোগ কমে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৭. কখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয়?
[ক] আয় বৃদ্ধির ফলে
[খ] সঞ্চয় বৃদ্ধির ফলে
[গ] লাভের একক বৃদ্ধির ফলে
✅ ভোগের একক বৃদ্ধির ফলে
৩৮. কোনটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির শর্ত?
[ক] ভোক্তার আয় বৃদ্ধি
[খ] ভোক্তার পছন্দ পরিবর্তন
[গ] ভোক্তার রুচি পরিবর্তন
✅ ভোক্তার যুক্তিসম্মত আচরণ
৩৯. কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি অকার্যকর?
[ক] প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে
✅ ভোক্তার আয় বেড়ে গেলে
[গ] ভোক্তার ব্যয় বেড়ে গেলে
[ঘ] ভাত খাওয়ার ক্ষেত্রে
✅ স্থির
[খ] পরিবর্তনশীল
[গ] ক্রমহ্রাসমান
[ঘ] ক্রমবর্ধমান
৪১. বিভিন্ন দেশের পুরোনো ডাকটিকেট, বিভিন্ন মুদ্রা সংগ্রহের আকাঙ্ক্ষা ভোক্তার নিকট বাড়লে কোন বিধির কার্যকারিতা নষ্ট হয়?
[ক] ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি
✅ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি
[গ] মাত্রাগত প্রান্তিক উৎপাদন বিধি
[ঘ] ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি
৪২. কোন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি অকার্যকর?
[ক] প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে
✅ দুর্লভ মুদ্রার ক্ষেত্রে
[গ] মিষ্টি খাওয়ার ক্ষেত্রে
[ঘ] মধু খাওয়ার ক্ষেত্রে
৪৩. কোনটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির বহির্ভূত?
[ক] খাদ্য সংগ্রহ
[খ] বস্তু সংগ্রহ
✅ ডাকটিকেট সংগ্রহ
[ঘ] বাসস্থান নির্মাণ
৪৪. একটি দ্রব্যের কিছু পরিমাণ ভোগ করার পর ঐ দ্রব্যের অভাব বোধের মাত্রা কমে আসার কারণ কী?
✅ নির্দিষ্ট অভাব সসীম
[খ] মানুষ অল্পতেই তুষ্ট
[গ] নির্দিষ্ট অভাব অসীম
[ঘ] অভাবের মাত্রা সীমিত
৪৫. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির পূর্ণাঙ্গ ধারণা ব্যাখ্যা দেন কোন অর্থনীতিবিদ?
✅ অধ্যাপক মার্শাল
[খ] বেনহাম
[গ] স্যামুয়েলসন
[ঘ] কুনট
৪৬. নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পণ্যের অভাব কেমন?
[ক] অসীম
✅ সসীম
[গ] পরিমিত
[ঘ] অপরিমিত
৪৭. ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমিত শর্ত হলো-
i. ভোক্তার রুচি, অভ্যাস পরিবর্তনীয়
ii. উপযোগ সংখ্যাগতভাবে পরিমাপযোগ্য
iii. উপযোগকে অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৮. একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্য কেনার আকাঙ্খা, সামর্থ্য ও অর্থ ব্যয়ের ইচ্ছাকে অর্থনীতিতে কী বলে?
✅ চাহিদা
[খ] উপযোগ
[গ] যোগান
[ঘ] অভাব
৪৯. একজন ভিক্ষুক মোটরসাইকেল ক্রয় করতে চায়। কিন্তু তার মোটরসাইকেল ব্রুয়ের সামর্থ্য নেই। তাই তার আকাঙ্ক্ষাকে কী বলা যাবে না?
✅ চাহিদা
[খ] যোগান
[গ] উপযোগ
[ঘ] বিকল্প চাহিদা
৫০. চাহিদার সাথে দামের সম্পর্ক কীরূপ?
[ক] সমান
✅ বিপরীতমুখী
[গ] ঊর্ধ্বমুখী
[ঘ] সমমুখী
৫১. কোনো দ্রব্যের চাহিদা কীসের ওপর নির্ভর করে?
✅ দাম
[খ] যোগান
[গ] উৎপাদন
[ঘ] ভোক্তা
৫২. চাহিদার সাথে কোনটির ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান?
[ক] উপযোগ ও মূল্য
[খ] যোগান ও চাহিদা
✅ সময় ও দাম
[ঘ] উৎপাদন ও মজুদ
৫৩. চাহিদা বিধির অন্যান্য অবস্থার মধ্যে নিচের কোনটি পড়ে?
✅ ক্রেতার সংখ্যা স্থির
[খ] ক্রেতার সংখ্যা অধিক
[গ] ক্রেতার রুচির পরিবর্তন
[ঘ] ক্রেতার আয় অধিক
৫৪. চাহিদা বিধি কার্যকর হয় কখন?
[ক] ভোক্তার আয় বাড়লে
[খ] ভোক্তার সংখ্যা বাড়লে
[গ] অভ্যাসের পরিবর্তন হলে
✅ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে
৫৫. চাহিদা বিধি অনুসারে দাম বাড়লে কী হয়?
[ক] যোগান কমে
[খ] দাম ও চাহিদা একই থাকে
[গ] চাহিদা বাড়ে
✅ চাহিদা কমে
৫৬. বিকল্প দ্রব্যের উদাহরণ কোনটি?
[ক] গাড়ি ও পেট্রোল
[খ] চা ও চিনি
[গ] কলম ও কালি
✅ বিদ্যুতের বাতি ও মোমবাতি
৫৭. চা ও চিনি কী ধরনের দ্রব্য?
✅ পরিপূরক
[খ] পরিবর্তক
[গ] সমজাতীয়
[ঘ] বিকল্প
৫৮. 'কোনো নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাই ঐ দ্রব্যের চাহিদা।' - সংজ্ঞাটি কে প্রদান করেন?
[ক] রিকার্ডো
[খ] বেনহাম
✅ স্যামুয়েলসন
[ঘ] অ্যাডাম স্মিথ
৫৯. নিচের কোনটির ক্ষেত্রে চাহিদা বিধির ব্যতিক্রম ঘটে?
[ক] ক্রেতার আয়
[খ] ক্রেতার রুচি
[গ] ক্রেতার সংখ্যা
✅ জাঁকজমকপূর্ণ দ্রব্য
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৬০. কোনো ব্যক্তির টেলিভিশন কেনার ইচ্ছা, সামর্থ্য ও অর্থ রয়েছে। একে আমরা কী বলতে পারি?
[ক] বিলাসিতা
[খ] তীব্র শখ
✅ চাহিদা
[ঘ] যোগান
৬১. রবার্ট গিফেন কোন দেশের কৃষকদের আচরণ পর্যবেক্ষণ করে দাম ও চাহিদার মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক লক্ষ করেন?
[ক] ইংল্যান্ড
[খ] ভারত
✅ আইসল্যান্ড
[ঘ] আফ্রিকা
৬২. কোন অর্থনীতিবিদ গিফেন দ্রব্য সম্পর্কে প্রথম ধারণা দেন?
[ক] আলফ্রেড মার্শাল
✅ রবার্ট গিফেন
[গ] অ্যাস্টিন কুনট
[ঘ] ভেবলেন
৬৩. গিফেন দ্রব্যের ক্ষেত্রে কীসের ব্যতিক্রম দেখা যায়?
[ক] ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি
[খ] ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি
✅ চাহিদা বিধি
[ঘ] যোগান বিধি ভেবলেন ও গিফেন
৬৪. দ্রব্যের চাহিদা বাড়লে কী ঘটে?
[ক] দাম হ্রাস পায়
✅ দাম বৃদ্ধি পায়
[গ] চাহিদাবিধি কার্যকর হয়
[ঘ] যোগানবিধি কার্যকর হয়
৬৫. জাঁকজমক পণ্য সম্পর্কে কোন অর্থনীতিবিদ ধারণা প্রদান করেন?
[ক] স্যার রবাট গিফেন
✅ থর্সটেইন ভেবলেন
[গ] জমিনিক স্যালভেটর
[ঘ] জেরিম বেনথাম
৬৬. থর্সটেইন ভেবলেন কোন দেশের অর্থনীতিবিদ?
[ক] ভারত
✅ আমেরিকা
[গ] ইংল্যান্ড
[ঘ] জার্মানি
৬৭.দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। কিন্তু কোন পরিস্থিতিতে দাম বাড়লেও চাহিদা বাড়ে?
[ক] যোগান বৃদ্ধি পেলে
✅ ভোক্তার আয় বৃদ্ধি পেলে
[গ] উৎপাদন বৃদ্ধি পেলে
[ঘ] ভোক্তার রুচি অপরিবর্তিত থাকলে
৬৮. নিত্য ব্যবহার্য দ্রব্য চাল, লবণ, আলু কোন জাতীয় দ্রব্য?
✅ গিফেন দ্রব্য
[খ] ভেবলেন দ্রব্য
[গ] নিত্যদ্রব্য
[ঘ] প্রয়োজনীয় দ্রব্য
৬৯. ভোক্তার রুচি ও অভ্যাসের পরিবর্তন হলে-
i. দ্রব্যের দাম বাড়লে চাহিদা বাড়ে
ii. দাম কমলে চাহিদা বাড়ে
iii. দাম কমলে চাহিদা কমে না
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৭০. গিফেন দ্রব্যের বৈশিষ্ট্য হলো-
i. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লে ক্রয়ের পরিমাণ বাড়ে
ii. মৌলিক খাদ্যদ্রব্যের ক্ষেত্রে দাম ও চাহিদার মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান
iii. এর চাহিদা রেখা ডানদিকে ঊর্ধগামী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৭১ ও ৭২ নং প্রশ্নের উত্তর দাও:
মিজান একজন ব্যবসায়ী। তার এলাকায় চাল বেশি বিক্রি হয়। হঠাৎ একদিন আটার প্রতি ক্রেতাদের চাহিদা বৃদ্ধি পেল।
৭১. মিজানের এলাকায় চাল বিক্রি কমে যাওয়ায় কোন দিকটি ফুটে উঠেছে?
[ক] চাহিদা বৃদ্ধি
✅ রুচির পরিবর্তন
[গ] দ্রব্যমূল্য বৃদ্ধি
[ঘ] যোগান বৃদ্ধি
৭২. বাজার চাহিদা কী ধরনের ধারণা?
[ক] ব্যষ্টিক
✅ সামষ্টিক
[গ] ব্যক্তিগত
[ঘ] ক্ষুদ্র
৭৩. বাজারে সব ভোস্তার ব্যক্তিগত চাহিদার সমষ্টিকে কী বলে?
[ক] সামাজিক চাহিদা
[খ] ব্যক্তিগত চাহিদা
✅ বাজার চাহিদা
[ঘ] জাতীয় চাহিদা
৭৪. একজন ভোক্তার চাহিদাকে কোন চাহিদা বলে?
[ক] সামাজিক চাহিদা
✅ ব্যক্তিগত চাহিদা
[গ] বাজার চাহিদা
[ঘ] জাতীয় চাহিদা
৭৫. একজন ভোক্তা বিবেচনা করা হয় কোন ক্ষেত্রে?
[ক] সামাজিক চাহিদা
✅ ব্যক্তিগত চাহিদা
[গ] বাজার চাহিদা
[ঘ] জাতীয় চাহিদা
৭৬. বাজার চাহিদার ক্ষেত্রে কতজন ভোক্তা থাকে?
✅ অসংখ্য
[খ] একজন
[গ] দুইজন
[ঘ] কয়েকজন
৭৭. আকর্ষণীয় বিজ্ঞাপন বিশেষভাবে কী প্রভাবিত করে?
[ক] যোগান
[খ] উপযোগ
✅ চাহিদা
[ঘ] উৎপাদন
৭৮. কখন জনগণের চাহিদা কমে?
[ক] বিনিয়োগ বাড়লে
✅ জনগণের সঞ্চয় বাড়লে
[গ] ব্যক্তিগত চাহিদা বাড়লে
[ঘ] যোগান বাড়লে
৭৯. চাহিদা নির্ধারণকারী বিষয়গুলোর মধ্যে অন্যতম কোনটি?
[ক] ভোক্তার অভ্যাস, রুচি
✅ ভোক্তার আয়
[গ] ভোক্তার জীবনযাত্রার মান
[ঘ] ভোক্তার সঞ্চয় প্রবণতা
৮০. ব্যক্তিগত চাহিদা রেখাসমূহের যোগফল থেকে কোন রেখা পাওয়া যায়?
✅ বাজার চাহিদা রেখা
[খ] ব্যক্তিগত চাহিদা রেখা
[গ] ফার্মের চাহিদা রেখা
[ঘ] শিল্পের চাহিদা রেখা
৮১. ধরি একটি দ্রব্যের বাজারে দুইজন ক্রেতা রয়েছে। দ্রব্যের দাম যখন ৪ টাকা তখন প্রথম ক্রেতার চাহিদা ১৫ একক দ্রব্য এবং দ্বিতীয় ক্রেতার চাহিদা ১০ একক দ্রব্য এক্ষেত্রে বাজার চাহিদা কত?
[ক] ১৫ একক
✅ ২৫ একক
[গ] ৩৫ একক
[ঘ] ৪৫ একক
৮২. ব্যক্তিগত চাহিদা ৫ ও ১০ একক হলে বাজার চাহিদা কত হবে?
✅ ১৫ একক
[খ] ২৫ একক
[গ] ৩৫ একক
[ঘ] ৪৫ একক
৮৩.কোনটির পরিবর্তন হলে বৈদ্যুতিক পাখা, পাতলা কাপড়, ঠা-া জাতীয় পানীয় দ্রব্যের চাহিদার পরিবন ঘটে?
[ক] নগদপ্রিয়তার পরিবর্তন
[খ] জনসংখ্যার পরিবর্তন
[গ] রুচি পরিবর্তন
✅ ঋতুর পরিবর্তন
৮৪. চাহিদা রেখা অঙ্কন করা হয় যে কারণে-
i. চাহিদা সূচির জ্যামিতিক প্রকাশের জন্য
ii. চাহিদার পরিমাণ নির্দেশের জন্য
iii. দাম পরিবর্তনের জন্য
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৮৫. চাহিদা বাড়ে যখন-
i. সঞ্চয় কমে
ii. সম্পদের সুষম বণ্টন হয়
iii. আয় বৃদ্ধি পেলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৮৬. চাহিদার স্থিতিস্থাপকতা কত প্রকার?
✅ ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬
৮৭. জনাব করিম সাহেবের আয় বেড়ে যাওয়ার পূর্বে যে দ্রব্যটি ব্যবহার করত বর্তমানে তার তুলনায় কম ব্যবহার করে; দ্রব্যটি কোন ধরনের?
[ক] উৎকৃষ্ট
[খ] স্বাভাবিক
✅ নিকৃষ্ট
[ঘ] নিত্যপ্রয়োজনীয়
৮৮. মূলত স্থিতিস্থাপকতা উদ্ভূত হয়েছে কোন বিষয় থেকে?
[ক] জীববিজ্ঞান
[খ] অর্থনীতি
✅ পদার্থবিজ্ঞান
[ঘ] রসায়ন
৮৯. স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে অধীন চলকের সাড়া দেওয়ার মাত্রাকে কী বলে?
[ক] চাহিদা অপেক্ষক
✅ স্থিতিস্থাপকতা
[গ] যোগান অপেক্ষক
[ঘ] স্থির মাত্রাগত উৎপাদন
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC অর্থনীতি MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি অর্থনীতি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক অর্থনীতি বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৯০. আয়ের পরিবর্তনের সাপেক্ষে চাহিদার পরিবর্তন দেখানো হয় কোন স্থিতিস্থাপকতায়?
[ক] দাম স্থিতিস্থাপকতা
✅ আয় স্থিতিস্থাপকতা
[গ] চাহিদা স্থিতিস্থাপকতা
[ঘ] যোগান স্থিতিস্থাপকতা
৯১. চাহিদার স্থিতিস্থাপকতা নির্ভর করে কীসের ওপর?
[ক] চাহিদা
✅ দাম
[গ] যোগান
[ঘ] অভাব
৯২. নিচের কোন দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক?
[ক] টেলিভিশন
[খ] ডাক টিকিট
✅ চাল
[ঘ] মোটর গাড়ি
৯৩. স্বাভাবিক দ্রব্যের আয় স্থিতিস্থাপকতা কী ধরনের হয়?
✅ ধনাত্মক
[খ] সমানুপাতিক
[গ] ঋণাত্মক
[ঘ] শূন্য
৯৪. কোন চাহিদা রেখা অপেক্ষাকৃত খাড়া ঢালবিশিষ্ট হয়?
[ক] স্থিতিস্থাপক
[খ] সম্পূর্ণ স্থিতিস্থাপক
✅ অস্থিতিস্থাপক
[ঘ] সমপরাবৃত্তাকার
৯৫. নিচের কোন দুটি দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা ঋণাত্মক হয়?
[ক] খাতা ও কলম
✅ চা ও চিনি
[গ] চা ও কফি
[ঘ] চিনি ও গুড়
৯৬. কোনটি দামের সূক্ষ্ম পরিবর্তনের সাথে সম্পর্কিত?
[ক] আড়াআড়ি স্থিতিস্থাপকতা
[খ] ব্যয় স্থিতিস্থাপকতা
✅ দাম স্থিতিস্থাপকতা
[ঘ] আয় স্থিতিস্থাপকতা
৯৭. পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কোন ধরনের স্থিতিস্থাপকতা ঘটে?
[ক] আয় স্থিতিস্থাপকতা
[খ] ব্যয় স্থিতিস্থাপকতা
✅ আড়াআড়ি স্থিতিস্থাপকতা
[ঘ] দাম স্থিতিস্থাপকতা
৯৮. স্থিতিস্থাপকতায় দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন হতে পারেগ
i. কখনও কম
ii. কখনও বেশি
iii. কখনও শূন্য বা সমান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৯৯. Q=n-bP কোন ধরনের অপেক্ষককে নির্দেশ করে?
[ক] উপযোগ
[খ] উৎপাদন
✅ চাহিদা
[ঘ] যোগান
১০০. চাহিদা অপেক্ষকে কীসের মধ্যে সম্পর্ক দেখানো হয়?
[ক] দাম ও যোগান
✅ দাম ও চাহিদা
[গ] চাহিদা ও যোগান
[ঘ] চাহিদা ও উৎপাদন
0 Comments:
Post a Comment