HSC মনোবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Psychology 1st Paper mcq question and answer. HSC Psychology 1st Paper mcq Questions pdf download. HSC Monobiggan 1st paper mcql Proshno Uttor.

উচ্চ মাধ্যমিক
মনোবিজ্ঞান
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৫

HSC Psychology
1st Paper
mcq Question and Answer pdf download

১. অনুষঙ্গ কত প্রকার?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

২. অভিজ্ঞতার ফলে তাৎক্ষণিক বা সম্ভবনাসূচক আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে শিক্ষণ হিসেবে সংজ্ঞায়িত করেছেন কারা?
✅ ক্রাইডার, গোথাল্স
[খ] কোহলার, কোফ্কা
[গ] মর্গান, স্কোপলার
[ঘ] বাসকিস্ট, জারবিং

৩. শিক্ষণ কী?
[ক] বই পড়া জ্ঞান
[খ] টিভি দেখা জ্ঞান
✅ অনুশীলনের ফলে আচরণের পরিবর্তন
[ঘ] অপরিবর্তিত আচরণ

৪. আচরণ যা সম্ভাবনাসূচক আচরণের পরিবর্তন কোনটির কারণে ঘটে?
[ক] ক্লান্তি
✅ পরিবেশগত অভিজ্ঞতা
[গ] ঔষধ
[ঘ] আঘাতজনিত কারণে

৫. শিক্ষণকে অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তন হিসেবে সংজ্ঞায়িত করেন কে?
[ক] জন সি. রাচ
[খ] মর্গান
[গ] ওয়াইনী ওয়াইটেন
✅ উইলিয়াম বাসকিস্ট

৬. শিক্ষণের সংজ্ঞায় কয়টি বিষয় সুস্পষ্টভাবে ফুটে উঠে?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৭. শিক্ষণ হলে কী ঘটবে?
✅ আচরণের পরিবর্তন
[খ] অপরিবর্তিত আচরণ দেখা যাবে
[গ] দৈহিক বিকাশ
[ঘ] জ্ঞানের ঘাটতি

৮. আচরণের পরিবর্তন কীসের ফলে হতে হবে?
[ক] বই পড়ার ফলে
[খ] জানার ফলে
[গ] দেখার ফলে
✅ অনুশীলন বা অভ্যাসের ফলে

৯. আচরণের পরিবর্তন কেমন হতে হবে?
[ক] স্বল্পস্থায়ী
✅ দীর্ঘস্থায়ী
[গ] খুবই কম
[ঘ] খুবই বেশি

১০. শিক্ষণের উপাদান বা শর্তসমূহ শিক্ষণের সূত্রপাত হয় কীভাবে?
[ক] প্রেষণার ফলে
[খ] চাওয়ার ফলে
✅ সমস্যাকে কেন্দ্র করে
[ঘ] আবেগের ফলে

১১. কোনটি না থাকলে মানুষ কোন কিছু শিখত না?
[ক] প্রেষণা
[খ] আবেগ
[গ] উদ্দীপক
✅ সমস্যা

১২. একজন ছাত্রের কবিতার লাইন মুখস্থ করার পেছনে সমস্যা কী?
[ক] কবিতাটি শিক্ষা
[খ] জ্ঞান বৃদ্ধি করা
✅ শিক্ষকের মুখস্থ ধরা
[ঘ] বন্ধুদের কাছে নিজেকে বড় করা

১৩. স্কীনার বাক্সের ইঁদুরের সমস্যা কী ছিল?
[ক] খাবার খাওয়া
✅ খাবার সংগ্রহের কৌশল বের করা
[গ] বাক্স থেকে বের হওয়া
[ঘ] ধাঁধা মিলানো

১৪. কোন স্থান বা কালে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক বা যোগাযোগ হওয়াকে কী বলে?
[ক] শিক্ষণ
[খ] নৈকট্য
[গ] যোগাযোগ
✅ অনুষঙ্গ

১৫. দুটি সম্পর্কযুক্ত ঘটনা পাশাপাশি ঘটলে শিক্ষণ কী রকম হয়?
[ক] কম হয়
[খ] বেশি হয়
✅ ত্বরান্বিত হয়
[ঘ] একই থাকে

১৬. যখন উদ্দীপকের মধ্যে সংযোগ স্থাপিত হয় তখন তাকে কী বলে?
[ক] উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ
✅ সংবেদী অনুষঙ্গ
[গ] মিলন
[ঘ] নৈকট্য

১৭. উদ্দীপক-উদ্দীপক সংযোগের উদাহরণ কোনটি?
[ক] ব্যাট ও মার্বেল
[খ] প্যান্ট ও জুতা
✅ আগুন ও ধোঁয়া
[ঘ] ছাতা ও বাতাস

১৮. যখন কোন উদ্দীপকের সাথে কোন প্রতিক্রিয়া সংযুক্ত হয়, তখন তাকে কী বলে?
[ক] সংবেদী অনুষঙ্গ
✅ উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ
[গ] নৈকট্য
[ঘ] সম্পর্ক

১৯. উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগের উদাহরণ কোনটি?
[ক] ব্যাট ও বল
[খ] আগুন ও ধোঁয়া
✅ সবুজ বাতি জ্বলে উঠলে গাড়ি চালানো
[ঘ] বৃষ্টি ও ছাতা

২০. কয় ধরনের সংযোগ রয়েছে?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২১. প্রেষণার উদাহরণ কোনটি?
[ক] গাড়ি চালানো
[খ] বই পড়া
[গ] ঝগড়া করা
✅ ক্ষুধা

২২. শিক্ষণের পরিমাণ নির্ভর করে কীসের উপর?
[ক] প্রেষণার উপর
[খ] সংবেদনের উপর
[গ] প্রচেষ্টার উপর
✅ প্রত্যক্ষণের উপর

২৩. কোনো ব্যক্তি একটি বিশেষ মুহূর্তে যা করে, তাকে কী বলে?
[ক] শিক্ষণ
[খ] জ্ঞান
✅ কর্মসম্পাদন
[ঘ] প্রচেষ্টা

২৪.শিক্ষণের সময় আচরণের যে পরিবর্তন হয়, তা সুপ্ত থাকে’- কে বলেছেন?
[ক] জেমস
[খ] উন্ড
[গ] স্কিনার
✅ টলম্যান

২৫. শিক্ষণের বাহ্যিক প্রকাশ ঘটে কীসের মাধ্যমে?
✅ কর্মসম্পাদনের মাধ্যমে
[খ] প্রচেষ্টার মাধ্যমে
[গ] বলবৃদ্ধির মাধ্যমে
[ঘ] আবেগের মাধ্যমে

২৬. অনিচ্ছাকৃত শিক্ষণকে কী বলা হয়?
[ক] অনুকরণ শিক্ষণ
✅ প্রাসঙ্গিক শিক্ষণ
[গ] সুপ্ত শিক্ষণ
[ঘ] অন্তদৃষ্টিমূলক শিক্ষণ

২৭. প্রাণী শিক্ষণের উপর প্রথম মনোগ্রাফ লেখেন কে?
✅ থর্নডাইক
[খ] স্কিনার
[গ] জেমস
[ঘ] ওয়াটসন

২৮. থর্নডাইকের মতবাদ শিক্ষণ মতবাদে কতদিন পর্যন্ত প্রভাব বিস্তার করেছিল?
[ক] এক যুগ
✅ অর্ধ শতাব্দী
[গ] এক শতাব্দী
[ঘ] দুই শতাব্দী

২৯. ইতর প্রাণী কেবল চেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিখে’- কে বলেন?
[ক] স্কিনার
[খ] প্যাভলভ
✅ থর্নডাইক
[ঘ] ওয়াটসন

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৩০. 'Law of effect' প্রণয়ন করেন কে?
[ক] ওয়াইটেন
[খ] প্যাভলভ
[গ] সলোমন
✅ থর্নডাইক

৩১. থর্নডাইক কত সালে ফল লাভের সূত্র প্রণয়ন করেন?
[ক] ১৯০১
[খ] ১৮৯৮
✅ ১৯১১
[ঘ] ১৯২৯

৩২. উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগকে শক্তিশালী করে কোনটি?
[ক] ভুল
[খ] শিক্ষণ
[গ] প্রচেষ্টা
✅ সন্তুষ্টি

৩৩. থর্নডাইকের মতামতের সমালোচনা করেন কে?
[ক] প্যাভলভ
[খ] স্কিনার
✅ হবহাউজ
[ঘ] ক্লাইডার

৩৪. প্রচেষ্টা ও ভুল সংশোধন প্রক্রিয়ায় প্রাণী প্রথমে কোন প্রক্রিয়া অনুসরণ করে?
[ক] গঠনমূলক প্রক্রিয়া
[খ] নির্দিষ্ট প্রক্রিয়া
[গ] চিন্তাশীল প্রক্রিয়া
✅ অন্ধ যান্ত্রিক প্রক্রিয়া

৩৫. আইন প্যাভলভ কী ছিলেন?
✅ শারীরবিদ
[খ] রসায়নবিদ
[গ] চিকিৎসক
[ঘ] মনোবিজ্ঞানী

৩৬. আইন প্যাভলভ কোন দেশের নাগরিক?
[ক] যুক্তরাষ্ট্র
[খ] জার্মানি
✅ রাশিয়া
[ঘ] যুক্তরাজ্য

৩৭. সর্বপ্রথম সাপেক্ষীকরণ বা সাপেক্ষ প্রতিবর্তী ধারণার প্রচলন করেন কে?
[ক] স্কিনার
✅ প্যাভলভ
[গ] থর্নডাইক
[ঘ] ওয়াটসন

৩৮. আইভান প্যাভলভ কত সালে নোবেল পুরুস্কার পান?
[ক] ১৯০১
✅ ১৯০৪
[গ] ১৯১০
[ঘ] ১৯১৭

৩৯. সাপেক্ষীকরণে কত ধরনের প্রতিক্রিয়া লক্ষ করা যায়?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৪০. সাপেক্ষ উদ্দীপক কর্তৃক সৃষ্ট প্রতিক্রিয়াকে কী বলা হয়?
[ক] স্বাভাবিক প্রতিক্রিয়া
[খ] অসাপেক্ষ প্রতিক্রিয়া
✅ সাপেক্ষ প্রতিক্রিয়া
[ঘ] জটিল প্রতিক্রিয়া

৪১. সহায়ক শিক্ষণে প্রাণী তার আচরণের সাথে ঐ আচরণের ফলাফলের অনুষঙ্গ স্থাপন করতে শিখে’- কে বলেন?
[ক] প্যাভলভ
✅ ক্লাইডার
[গ] ওয়াইটেন
[ঘ] এডামস্

৪২. যেখানে স্বতস্ফুর্ত প্রতিক্রিয়া তাদের ফলাফল দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে কোন ধরনের শিক্ষণ বলে?
[ক] প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ
[খ] জ্ঞানগত শিক্ষা
✅ সহায়ক শিক্ষণ
[ঘ] চিরায়ত সাপেক্ষীকরণ

৪৩. অভীষ্ট বা সন্তুষ্টি লাভের জন্য কোনটি প্রয়োজন?
[ক] প্রচেষ্টা
✅ বলবর্ধক
[গ] পুরুস্কার
[ঘ] শাস্তি

৪৪. তৃষ্ণার্তের জন্য বলবর্ধক কোনটি?
[ক] খাবার
[খ] প্রসংশা
✅ পানি
[ঘ] পুরুস্কার

৪৫. Operant Learning শব্দটি ব্যবহার করেন কে?
[ক] থর্নডাইক
✅ স্কীনার
[গ] প্যাভলভ
[ঘ] ওয়াটসন

৪৬. বি.উ স্কীনার কোন প্রাণী নিয়ে গবেষণা করেন?
✅ ইঁদুর
[খ] বিড়াল
[গ] কুকুর
[ঘ] পায়রা

৪৭. কোন শিক্ষণ ব্যবস্থায় সন্তুষ্টি বা বলবর্ধক নির্ভুল প্রতিবেদন করার পর আসে?
[ক] প্রচেষ্টা বা ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ
[খ] চিরায়ত সাপেক্ষীকরণ
✅ সহায়ক শিক্ষণ
[ঘ] জ্ঞানগত শিক্ষণ

৪৮. কোন ধরনের শিক্ষণে প্রাণীকে অধিক স্বাধীনতা দেওয়া হয়?
[ক] প্রচেষ্টার মাধ্যমে শিক্ষণ
[খ] চিরায়ত সাপেক্ষীকরণ
[গ] জ্ঞানগত শিক্ষণ
✅ সহায়ক শিক্ষণ

৪৯. সহায়ক শিক্ষণের বৈশিষ্ট্য কোনটি?
[ক] লালা নিঃসরণ
✅ হুড়কায় চাপ দেওয়া
[গ] স্বাধীনতা নেই
[ঘ] নির্ভরযোগ্য নয়

৫০. কোন শিক্ষণে উদ্দীপকসমূহের মধ্যে সংযোগ স্থাপন করা হয়?
[ক] সংশোধনমূলক শিক্ষণে
[খ] চিরায়ত সাপেক্ষীকরণে
[গ] সহায়ক শিক্ষণে
✅ জ্ঞানগত শিক্ষণে

৫১. পরিজ্ঞানমূলক শিক্ষণ মতবাদের প্রবর্তক কে?
✅ কোহলার
[খ] নিউটন
[গ] স্কীনার
[ঘ] প্যাভলভ

৫২. কোন শিক্ষণে সমাধান পরিপূর্ণ উপলব্ধির মাধ্যমে আসে?
[ক] করণ শিক্ষণ
✅ পরিজ্ঞানমূলক শিক্ষণ
[গ] সুপ্তশিক্ষণ
[ঘ] অনুকরণ শিক্ষণ

৫৩. কোহলার কোন প্রাণী নিয়ে গবেষণা করেন?
[ক] ইঁদুর
✅ শিম্পাঞ্জী
[গ] বিড়াল
[ঘ] পাখি

৫৪. সুলতান কে?
[ক] একটি ইঁদুর
[খ] একটি বিড়াল
[গ] একটি কুকুর
✅ একটি শিম্পাঞ্জী

৫৫. কোন প্রাণী পরিজ্ঞানমূলক শিক্ষণের পরিচয় দিতে সক্ষম হয়েছিল?
✅ কুকুর
[খ] বিড়াল
[গ] মুরগি
[ঘ] ইঁদুর

৫৬. সন্তুষ্টি বা বলবর্ধক ব্যতীত শিক্ষণকে কোন ধরনের শিক্ষণ বলে?
[ক] পরিজ্ঞানমূলক শিক্ষণ
[খ] প্রাসঙ্গিক শিক্ষণ
✅ সুপ্ত শিক্ষণ
[ঘ] পরিহার শিক্ষণ

৫৭. শিক্ষণের সময় কোন শিক্ষণ আচরণের মধ্যে পরিলক্ষিত হয় না?
[ক] পরিজ্ঞানমূলক শিক্ষণ
✅ সুপ্ত শিক্ষণ
[গ] প্রাসঙ্গিক শিক্ষণ
[ঘ] পরিহার শিক্ষণ

৫৮. টলম্যান এবং হনজিক কত সালে ইঁদুর নিয়ে গবেষণা করেন?
[ক] ১৯১৯
[খ] ১৯২৯
✅ ১৯৩০
[ঘ] ১৯৪৯

৫৯. প্রাসঙ্গিক শিক্ষণ সংক্রান্ত পরীক্ষণ চালান কোন বিজ্ঞানী?
[ক] বস্নজেট
[খ] টলম্যান
✅ জেনকিন্স
[ঘ] হনজিক

৬০. প্রাণীগুলোকে গোলক ধাঁধায় ছেড়ে পরীক্ষণ পরিচালনা করেন কে?
✅ বাক্সস্টন
[খ] জেনকিন্স
[গ] বস্নজেট
[ঘ] হনজিক

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৬১. কোন শিক্ষণ চিরায়ত সাপেক্ষীকরণ ও করণ শিক্ষণের একটি মিশ্ররূপ?
[ক] পরিজ্ঞানমূলক শিক্ষণ
[খ] সুপ্ত শিক্ষণ
[গ] প্রাসঙ্গিক শিক্ষণ
✅ পরিহার শিক্ষণ

৬২. পরিহার শিক্ষণের উপর গবেষণা করেন কে?
✅ সলোমন
[খ] স্কীনার
[গ] গোথালস্
[ঘ] প্যাভলভ

৬৩. সলোমন এবং ওয়াইন কত সালে পরিহার শিক্ষণ নিয়ে গবেষণা করেন?
[ক] ১৯২৯
[খ] ১৯৩০
✅ ১৯৫৩
[ঘ] ১৯৬৩

৬৪. অতীত অভিজ্ঞতার যথাসম্ভব অবিকল পুনরুৎপাদন করায় ক্ষমতাকে কী বলে?
✅ স্মৃতি
[খ] বিস্মৃতি
[গ] শিক্ষণ
[ঘ] জ্ঞান

৬৫. নিচের কোনটি সঠিক?
[ক] স্মৃতি = বিস্মৃতি - শিক্ষণ
✅ স্মৃতি = শিক্ষণ - বিস্মৃতি
[গ] স্মৃতি = শিক্ষণ + বিস্মৃতি
[ঘ] শিক্ষণ = বিস্মৃতি - স্মৃতি

৬৬. ‘যা পূর্বে শিক্ষা লাভ করা হয়েছে, তা স্মরণ করাই হলো স্মৃতি’- কে বলেছেন?
[ক] ওয়াইনার
[খ] এডাম্স
✅ উডওয়ার্থ
[ঘ] জন সি. রাচ

৬৭. আধুনিক মনোবিজ্ঞানীদের মতে স্মৃতি কোন ধরনের প্রক্রিয়া?
✅ সক্রিয়
[খ] নিষ্ক্রিয়
[গ] জটিল
[ঘ] সরল

৬৮. তথ্যের প্রক্রিয়াজাতকরণ তত্ত্বানুসারে স্মৃতির প্রক্রিয়া মূলত কয়টি মৌলিক প্রক্রিয়া দ্বারা গঠিত?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৬৯. স্মৃতির প্রথম স্তর কোনটি?
[ক] সংরক্ষণ
✅ শিক্ষণ
[গ] পুনরুদ্রেক
[ঘ] প্রত্যভিজ্ঞ

৭০. মনে সংরক্ষিত অব্যক্ত প্রতিরূপ ব্যক্ত করাকে কী বলে?
[ক] প্রত্যভিজ্ঞ
[খ] পুনর্জন
✅ পুনরুদ্রেক
[ঘ] সংরক্ষণ

৭১. যে বিষয়টিকে পূর্বে জানা ছিল, তাই পুনর্বার তোত হচ্ছে এ 'জ্ঞানকে কী বলে?
[ক] শিক্ষণ
✅ প্রত্যভিজ্ঞ
[গ] অভিজ্ঞতা
[ঘ] প্রত্যক্ষণ

৭২. সংবেদী স্মৃতির সময়কাল কত?
✅ ১ সে. এর কম
[খ] ২ সে. এর কম
[গ] ৩ সে. এর কম
[ঘ] ৪ সে. এর কম

৭৩. জ্ঞানীয় মনোবিজ্ঞানীরা স্মৃতির পূর্বের ধারণাকে চ্যালেঞ্জ করেন কোন সময়?
[ক] ১৯৫০-এর দশকে
[খ] ১৯৬০-এর দশকে
✅ ১৯৭০-এর দশকে
[ঘ] ১৯৮০-এর দশকে

৭৪. স্মৃতি কয়টি উপাদান নিয়ে গঠিত?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৭৫. ‘ক্রি-উপাদান মডেল’ প্রদান করেন কে?
✅ রিচার্ড আটকিনসন
[খ] ওয়াইনী ওয়াইটেন
[গ] মার্গারেট পিটারসন
[ঘ] কেভানহ্

৭৬. স্মৃতির প্রথম পর্যায় কোনটি?
[ক] স্বল্পস্থায়ী স্মৃতি
[খ] দীর্ঘস্থায়ী স্মৃতি
[গ] মহড়া পর্যায়
✅ সংবেদী স্মৃতি

৭৭. সংবেদী স্মৃতিতে তথ্য সংরক্ষণ থাকে কতক্ষণ?
[ক] এক সেকেন্ড
✅ এক সেকেন্ডের কম সময়
[গ] দুই সেকেন্ড
[ঘ] তিন সেকেন্ডের বেশি সময়

৭৮. তথ্যের প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু কোনটি?
[ক] সংবেদি স্মৃতি
[খ] মহড়া পর্যায়
✅ স্বল্পস্থায়ী স্মৃতি
[ঘ] দীর্ঘস্থায়ী স্মৃতি

৭৯. কোন বিষয় একবার দেখে বা শুনে তাৎক্ষণিকভাবে বলতে" স্মৃতির উদাহরণ?
✅ স্বল্পস্থায়ী স্মৃতি
[খ] দীর্ঘস্থায়ী স্মৃতি
[গ] সংবেদি স্মৃতি
[ঘ] মহড়া পর্যায়

৮০. নিচের কোনটি সঠিক?
[ক] শিক্ষণ = বিস্মৃতি - স্মৃতি
[খ] স্মৃতি = বিস্মৃতি - শিক্ষণ
✅ বিস্মৃতি = শিক্ষণ - স্মৃতি
[ঘ] বিস্মৃতি = স্মৃতি - শিক্ষণ

৮১. বিস্মৃতি বলতে একটি নির্দিষ্ট তথ্যকে পুনরুৎপাদন করার অক্ষমতাকে বোঝায়’- সংজ্ঞাটি কার?
[ক] ওয়াইনী ওয়াইটেন
✅ ক্রাইভার
[গ] কোহলার
[ঘ] জর্জ মিলার

৮২. অনুশিক্ষণ প্রতিবন্ধকতার উপর গবেষণা করেন কে?
[ক] ওয়াইনী ওয়াইটেন
✅ মুলার
[গ] ওয়াটসন
[ঘ] এডাম্স

৮৩. কোনটির কারণে স্মৃতির বিকৃতি ঘটে?
[ক] অব্যবহার
[খ] অনুশিক্ষণ প্রতিবন্ধকতা
[গ] পূর্ব-শিক্ষণ প্রতিবন্ধকতা
✅ প্রকারগত পরিবর্তন

৮৪. লীপইয়ারে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়?
[ক] ২৮ দিন
✅ ২৯ দিন
[গ] ৩০ দিন
[ঘ] ৩১ দিন

৮৫. নির্ভুল পুনরাবৃত্তির জন্য যতবার শিক্ষা করা দরকার তার অধিক যেকোনো শিক্ষণই অতিশিক্ষণ- কে বলেছেন?
[ক] ওয়াইটেন
[খ] ওয়াটসন
✅ এবিংহস
[ঘ] রবিনসন

৮৬. 'Survey Q3R' পদ্ধতি আবিষ্কার করেন কে?
[ক] এডামস্
[খ] পিটারসন
[গ] এবিংহস
✅ রবিনসন

৮৭. চিরায়ত সাপেক্ষীকরণের সময় সংঘটিত প্রক্রিয়া-
i. অর্জন
ii. অবলুপ্তি
iii. পুনরাগমন

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

HSC মনোবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

৮৮. স্মৃতিকে উন্নত করার কৌশল হলো-
i. আবৃতি করে পড়া
ii. না বুঝে মুখস্থ করা
iii. গভীর মনোযোগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৯. প্রাসঙ্গিক শিক্ষণের উপর গবেষণা করেন-
i. জেনকিনস্
ii. বাকস্টন
iii. হনজিক

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯০. পরিহার শিক্ষণের উপর গবেষণা করেন-
i. বাকস্টন
ii. সলোমন
iii. ওয়াইন

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯১. পরিহার শিক্ষণের পর্যায়-
i. সুপ্ত শিক্ষণ
ii. চিরায়ত সাপেক্ষীকরণ
iii. করণ শিক্ষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের নিচের উদ্দীপকের আলোকে ৯২ ও ৯৩ নং প্রশ্নের উত্তর দাও:
পাভেলের ফাইনাল পরীক্ষা কিছুদিন পর । অথচ এখন পাভেল অনেক কিছুই মনে করতে পারছে না। অধিকাংশ পড়া ভুলে গেছে।

৯২. উদ্দীপকে পাভেলের ঘটনাটিকে কী বলে?
[ক] শিক্ষণ
✅ বিস্মৃতি
[গ] স্মৃতি
[ঘ] প্রচেষ্টা

৯৩. উদ্দীপকে পাভেলের ঘটনাটির কারণ-
i. অব্যবহার জনিত
ii. মনোযোগের এবং অনুরাগের অভাব
iii. স্নায়বিক ছাপ

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

নিচের নিচের উদ্দীপকের আলোকে ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দাও:
হেনা নানার বাড়ি বেড়াতে এসে ১০টি ফলের গাছ দেখেছিল নানাভাই তাকে ফলগুলোর নাম লিখতে বলায় সে ৭টি সঠিক ও ২টি ভুল করেছিল এবং ১টি লিখতে পারেনি।

৯৪. হেনার বিস্মৃতির পরিমাণ কত?
✅ ৩০%
[খ] ৩৫%
[গ] ৪০%
[ঘ] ৪৫%

৯৫. হেনার পুনরুদ্রেক সাফল্যাংকের পরিমাণ কত?
[ক] ৪০%
[খ] ৫০%
[গ] ৬০%
✅ ৭০%

নিচের নিচের উদ্দীপকের আলোকে ৯৬ ও ৯৭ নং প্রশ্নের উত্তর দাও:
একটি ছোট্ট শিশুকে সালাম দেওয়া শেখানো হলো। বাড়িতে কোনো নতুন লোক এলেই সে হাত তুলে আসসালামু আলাইকুম বলে।

৯৬.অভিজ্ঞতার মাধ্যমে সংঘটিত আচরণ বা জ্ঞানের তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে কী বলে?
[ক] আবেগ
✅ প্রেষণা
[গ] শিক্ষণ
[ঘ] প্রত্যক্ষণ

৯৭. উদ্দীপকে শিশুর আচরণের বৈশিষ্ট্য-
i. অভিজ্ঞতার মাধ্যমে সংঘটিত
ii. অনুশীলনের মাধ্যমে সংঘটিত
iii. আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তন।

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের নিচের উদ্দীপকের আলোকে ৯৮ ও ৯৯ নং প্রশ্নের উত্তর দাও:
রফিক সাহেব আজ অনেক খুশি। কারণ তার বেতন বেড়েছে আজ এই খুশিতে রফিক সাহেব আজ অন্যদিনের দ্বিগুণ কাজ করল।

৯৮. রফিক সাহেবের দ্বিগুণ কাজের পেছনে কোন উদ্দীপকটি কাজ করেছে?
[ক] প্রেষণা
[খ] মনোযোগ
✅ বলবৃদ্ধি
[ঘ] পরিপক্কতা

৯৯. চিরায়ত সাপেক্ষীকরণে বলবৃদ্ধি আসে-
i. নির্ভুল প্রতিক্রিয়ার পরে
ii. নির্ভুল প্রতিক্রিয়ার আগে
iii. মাঝামাঝিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii

১০০. 'Survey Q3R' পদ্ধতির তিন 'R' হলো-
i. Read
ii. Recite
iii. Review

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment