HSC মনোবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Psychology 1st Paper mcq question and answer. HSC Psychology 1st Paper mcq Questions pdf download. HSC Monobiggan 1st paper mcql Proshno Uttor.

উচ্চ মাধ্যমিক
মনোবিজ্ঞান
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৩

HSC Psychology
1st Paper
mcq Question and Answer pdf download

১. উত্তেজনা অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে কোথায় যায়?
[ক] হাতে
[খ] পায়ে
[গ] নাকে
✅ মস্তিষ্কে

২. আসমা রাগে উত্তেজিত হয়ে মায়াকে থাপ্পড় দিল- এটি কিসের উদাহরণ?
[ক] সন্নিকর্ষের ক্রিয়া
[খ] কার্যসম্পাদন
[গ] স্নায়বিক ক্রিয়া
✅ প্রতিবর্তী ক্রিয়া

৩. কাজ অনুসারে স্নায়ুকোষ মূলত কত ধরনের?
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৪. বাইরের উদ্দীপনা গ্রহণে নিউরনের কোন অংশ দায়ী?
[ক] কোষদেহ
✅ স্নায়ুকেশ
[গ] স্নায়ুশাখা
[ঘ] প্রান্তগুচ্ছ

৫. স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি?
[ক] গ্রন্থি
[খ] নিউরন
✅ মস্তিষ্ক
[ঘ] কলা

৬. মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কী?
[ক] বুদ্ধি
[খ] মন
[গ] আবেগ
✅ আচরণ

৭. আচরণের জৈবিক ভিত্তি কোনটি?
[ক] মস্তিষ্ক
✅ স্নায়ুতন্ত্র
[গ] কলা
[ঘ] নিউরন

৮. দেহের একক কী?
[ক] কলা
✅ কোষ
[গ] স্নায়ুতন্ত্র
[ঘ] নিউরন

৯. খালি চোখে দেখা যায় না কোনটি?
[ক] স্নায়ুতন্ত্র
[খ] পাকস্থলী
✅ কোষ
[ঘ] গ্রন্থি

১০. একই জাতীয় অনেকগুলো কোষ মিলে কী গঠিত হয়?
[ক] গ্রন্থি
[খ] তন্ত্র
[গ] অঙ্গ
✅ কলা

১১. কতকগুলো কলা একত্রিত হয়ে যে সংগঠন সৃষ্টি করে তার নাম কী?
[ক] তন্ত্র
✅ অঙ্গ
[গ] গ্রন্থি
[ঘ] কোষ

১২. পাকস্থলী কী?
[ক] কোষ
[খ] তন্ত্র
✅ অঙ্গ
[ঘ] গ্রন্থি

১৩. কতকগুলো অঙ্গ মিলে কী গঠন করে?
[ক] নিউরন
✅ তন্ত্র
[গ] গ্রন্থি
[ঘ] মস্তিষ্ক

১৪. প্রাণীর অভ্যন্তরীণ সমন্বয় সাধন ও বাইরের যোগাযোগ রক্ষা করে কোনটি?
[ক] মস্তিষ্ক
[খ] নিউরন
✅ স্নায়ুতন্ত্র
[ঘ] রেচনতন্ত্র

১৫. শরীরের পরিবহন সংস্থা বলা হয় কোনটিকে?
[ক] রেচনতন্ত্র
[খ] নিউরন
[গ] কলা
✅ স্নায়ুতন্ত্র

১৬. স্নায়ুকোষ কত ফুট পর্যন্ত লম্বা হতে পারে?
[ক] ১ ফুট
[খ] ২ ফুট
✅ ৩ ফুট
[ঘ] ৫ ফুট

১৭. নিউরনের কয়টি অংশ রয়েছে?
[ক] ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
✅ ৫টি

১৮. নিউরনের অংশ নয় কোনটি?
[ক] কোষদেহ
✅ সন্নিকর্ষ
[গ] স্নায়ুকেশ
[ঘ] কোষকেন্দ্র

১৯. সাধারণ কোষের অংশ কয়টি?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

২০. সাধারণত কোষের অংশ নয় কোনটি?
[ক] কোষ কেন্দ্র
[খ] কোষ দেহ
✅ স্নায়ুকোষ
[ঘ] কোষ আবরণ

২১. কোষদেহ কী দ্বারা গঠিত?
[ক] লাইসোজোম
✅ সাইটোপস্নজম
[গ] হরমোন
[ঘ] কোষঝিল্লি

২২. কোষদেহের মধ্যে নেই কোনটি?
✅ নিউক্লিওলাই
[খ] গলজিবডি
[গ] ক্রোমোফিল
[ঘ] ভ্যাকুউল

২৩. কোষ কেন্দ্রের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থকে কী বলা হয়?
[ক] গলজিবডি
[খ] ভ্যাকুউল
✅ নিউক্লিওলাই
[ঘ] মাইটোকন্ড্রিয়া

২৪. কোষদেহের বাহ্যিক আবরণকে কী বলা হয়?
[ক] সাইটোপ্লাজম
✅ কোষপ্রাচীর
[গ] কোষঝিল্লি
[ঘ] ক্রোমোফিল

২৫. স্নায়ুকোষের প্রান্ত বা প্রবেশদ্বার বলা হয় কোনটিকে?
✅ স্নায়ুকেশ
[খ] স্নায়ুশাখা
[গ] কোষ আবরণ
[ঘ] কোষদেহ

২৬. স্নায়ু শাখার সংবাদ প্রেরণের গতি ঘন্টায় কত?
[ক] ১ - ১০০
[খ] ১ - ২০০
[গ] ২ - ১০০
✅ ২ - ২০০

২৭. মেরুদন্ডের ভিতরে অবস্থিত মেরুরজ্জুতে কত জোড়া মেরুস্নায়ু আছে?
✅ ৩১
[খ] ৩২
[গ] ৩৩
[ঘ] ৩৪

২৮. কোনটি প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ?
[ক] মেরুরজ্জ্ব
✅ সমবেদী
[গ] সেতু মস্তিষ্ক
[ঘ] হাইপোথ্যালামাস

২৯. মস্তিষ্ককে কয়টি ভাগে ভাগ করা যায়?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৩০. আমাদের সচেতন ও ঐচ্ছিক কার্যাবলি নিয়ন্ত্রণ করে কোনটি?
[ক] মেরুরজ্জ্ব
✅ ঐচ্ছিক স্নায়ুতন্ত্র
[গ] সমবেদী
[ঘ] গুরুমস্তিষ্ক

৩১. বক্ষ ও কটিদেশীয় স্বয়ংক্রিয় স্নায়ু নিয়ে গঠিত-
[ক] ঐচ্ছিক
[খ] পরাসমবেদী
✅ সমবেদী
[ঘ] মধ্য মস্তিষ্ক

৩২. মেরুদ-কে কয়টি অঞ্চলে ভাগ করা হয়ছে?
[ক] ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
✅ ৫টি

৩৩. কটিদেশীয় স্নায়ুর সংখ্যা?
[ক] ১ জোড়া
✅ ৫ জোড়া
[গ] ৮ জোড়া
[ঘ] ১২ জোড়া

৩৪. গ্রীবা দেশীয় স্নায়ুর সংখ্যা কত?
[ক] ৩ জোড়া
[খ] ৪ জোড়া
[গ] ৫ জোড়া
✅ ৮ জোড়া

৩৫. মেরুস্নায়ুর সংখ্যা কতটি?
✅ ৬২টি
[খ] ৬৩টি
[গ] ৬৪টি
[ঘ] ৬৬টি

৩৬. হিপোক্যাম্পাস শব্দটি?
[ক] ল্যাটিন শব্দ
✅ গ্রিক শব্দ
[গ] ইংরেজি শব্দ
[ঘ] মান্দারিন শব্দ

৩৭. হিপোক্যাম্পাস অর্থ-
✅ সী-হর্স
[খ] সী-গার্ল
[গ] কোরাল
[ঘ] শামুক

৩৮. এমিগডালা দেখতে?
✅ ত্রিকোণাকার
[খ] গোলাকার
[গ] চতুষ্কোণাকার
[ঘ] ডিম্বাকার

৩৯. আক্রমণাত্মক আচরণ নিয়ন্ত্রণ করে কোনটি?
[ক] করোটীয় স্নায়ু
[খ] ঐচ্ছিক স্নায়ু
✅ এমিগডালা
[ঘ] গুরুমস্তিষ্ক

৪০. মেরুরজ্জ্বর সাথে মস্তিষ্কের যোগাযোগ রক্ষা করে কোনটি?
[ক] এমিগডালা
[খ] ঐচ্ছিক স্নায়
✅ অধঃমস্তিষ্ক
[ঘ] লঘু মস্তিষ্ক

৪১. ‘গতি সমন্বয় কেন্দ্র' বলা হয় কোনটিকে?
[ক] সেতু মস্তিষ্ককে
[খ] সেপটামকে
[গ] গতি অলকে
✅ লঘু মস্তিষ্ককে

৪২. মাথার খুলি ও মেরুদ--র বাইরে স্নায়ুতন্ত্রের যে অংশ অবস্থিত তাকে বলে?
[ক] ঐচ্ছিক স্নায়ুতন্ত্র
[খ] করোটীয় স্নায়ু
✅ প্রান্তীয় স্নায়ু
[ঘ] সেপটাম

৪৩. দর্শন স্নায়ুর উৎপত্তিস্থল কোথায়?
[ক] ললাট অঞ্চল
[খ] মধ্যমস্তিষ্ক
✅ থ্যালামাস
[ঘ] সেতু মস্তিষ্ক

৪৪. যখন আমরা আবেগের অভিজ্ঞতা লাভ করি তখন যে শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে তার মূলে রয়েছে কোনটি?
[ক] মেরুরজু
✅ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র
[গ] এমিগডালা
[ঘ] মেরু স্নায়ু

৪৫. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে কয়ভাগে ভাগ করা যায়?
✅ ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

৪৬. চোখের মণিকে বড় করা কার কাজ?
[ক] পরাসমবেদী স্নায়ু
[খ] ঐচ্ছিক স্নায়ু
✅ সমবেদী স্নায়ু
[ঘ] এমিগডালা

৪৭. সমবেদী স্নায়ুতন্ত্রের কাজ নয় কোনটি?
[ক] শ্বাসযন্ত্রের ক্রিয়া বাড়িয়ে দেওয়া
✅ রক্তের চাপ কমানো
[গ] চোখের মণিকে বড় করা
[ঘ] শরীরের লোম খাড়া করা

৪৮. শরীরে শক্তিকে সংরক্ষণ করা এবং একে সঞ্চিত করা কোন স্নায়ুতন্ত্রের কাজ?
[ক] Oculomotor
[খ] Optic
[গ] সমবেদী
✅ পরাসমবেদী

৪৯. প্রভুগ্রন্থি বলা হয় কোন গ্রন্থিকে?
[ক] থাইরয়েড
[খ] এড্রিনাল
[গ] থাইমাস
✅ পিটুইটারি

৫০. সন্তান প্রসবকালে সাহায্য করে কোন হরমোন?
✅ অক্সিটোসিন
[খ] ভেসোপ্রোসিন
[গ] লিউটিনাইজিং
[ঘ] থাইরোট্রপিন

৫১. প্রভুগ্রন্থি কোনটি?
✅ পিটুইটারি
[খ] এড্রিনাল
[গ] থাইরয়েড
[ঘ] প্যারাথাইরয়েড

৫২. কোনটি বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ?
[ক] থাইরয়েড গ্রন্থি
✅ লালা গ্রন্থি
[গ] পিটুইটারি গ্রন্থি
[ঘ] এড্রিনাল গ্রন্থি

৫৩. নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়?
[ক] পিটুইটারি গ্রন্থি
[খ] যৌন গ্রন্থি
✅ ঘর্মগ্রন্থি
[ঘ] থাইমাস গ্রন্থি

৫৪. পিটুইটারি গ্রন্থির অংশ কয়টি?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৬টি

৫৫. পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ থেকে কয় ধরনের হরমোন নিঃসৃত হয়?
[ক] ৩
[খ] ৪
[গ] ৫
✅ ৬

৫৬. কোন হরমোন ক্ষরণের ফলে গর্ভবতী মায়েদের স্তনে দুধের সঞ্চার হয় এবং মাতৃসুলভ আচরণ প্রকাশ পায়?
✅ Lactogenic hormone
[খ] Thyroxine
[গ] Oxytocin
[ঘ] Leutinizing

৫৭. পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশের স্ফীতির ফলে কোনটি ঘটে?
[ক] পিটুইটারি দৈত্য
[খ] পিটুইটারি বামন
✅ সায়মন্ড রোগ
[ঘ] পানির অভাব

৫৮. পিটুইটারি গ্রন্থির সম্মুখ অংশ থেকে অতিরিক্ত রস ক্ষরণ হলে হয়-
[ক] পিটুইটারি বামন
✅ অ্যাক্রোমেগালি নামক রোগ
[গ] সায়মন্ড রোগ
[ঘ] এডিসন রোগ

৫৯. পিটুইটারি গ্রন্থির মধ্য অংশ থেকে নিঃসৃত হরমোনের নাম কী?
[ক] Thyrotropic
[খ] Thyroxin
✅ Melanocyte stimulating
[ঘ] Oxytocin

৬০. ত্বকের বর্ণ তৈরিতে সাহায্য করে কোনটি?
[ক] কর্টিন
[খ] ইনসুলিন
[গ] এড্রিনালিন
✅ মেলানোসাইট স্টিমুলেটিং

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৬১. Oxytocin হরমোন কোথা থেকে নিঃসৃত হয়?
[ক] থাইরয়েড গ্রন্থি
✅ পিটুইটারি গ্রন্থি
[গ] যৌন গ্রন্থি
[ঘ] থাইমাস গ্রন্থি

৬২. শরীরের তরল পদার্থের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোনটি?
✅ থাইরক্সিন
[খ] থাইরোট্রোপিক
[গ] কর্টিন
[ঘ] এন্টিডিউরেটিক হরমোন

৬৩. ভ্যাসেপোসিন হরমোন নামে পরিচিত কোনটি?
[ক] কর্টিসোল
[খ] কর্টিসোন
[গ] অক্সিটোসিন
✅ এন্টিডিউরেটিক হরমোন

৬৪. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন?
[ক] কর্টিসোন
[খ] এড্রিনালিন
✅ থাইরক্সিন
[ঘ] কর্টিন

৬৫. শরীরের কোষ বিভাজন ও মৌল তাপ উৎপাদনের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
[ক] কর্টিন
✅ থাইরক্সিন
[গ] প্রোলেকটিন
[ঘ] অক্সিটোসিন

৬৬. থাইরয়েড গ্রন্থি থেকে প্রয়োজনীয় রস ক্ষরিত না হলে কোন রোগ হয়?
[ক] সায়মন্ড রোগ
[খ] এডিসন রোগ
✅ ক্রেটিনিজম
[ঘ] রোগ গলগ-

৬৭. মিক্সেডেমা নামক রোগ হয় কিসের অভাবে?
[ক] কর্টিসোল
[খ] ইনসুলিন
[গ] নর-এড্রিনালিন
✅ থাইরক্সিন

৬৮. কোন হরমোনের আধিক্য দেখা দিলে গলগন্ড রোগ হয়?
✅ থাইরক্সিন
[খ] নর-এড্রিনালিন
[গ] কর্টিন
[ঘ] মেলাটোনিন

৬৯. এড্রিনাল গ্রন্থির অবস্থান?
[ক] গলবিলের কাছে
[খ] মস্তিষ্কে
✅ বৃক্কের উপরে
[ঘ] যৌনাঙ্গের কাছে

৭০.‘এডিসন’ রোগ হয় কোন হরমোনের অভাবে?
[ক] এড্রিনালিন
✅ কর্টিন
[গ] ইনসুলিন
[ঘ] গস্নুকোজ

৭১. কোন হরমোনের অতিরিক্ত ক্ষরণের ফলে পুরুষের ক্ষেত্রে নারীসুলভ এবং নারীর ক্ষেত্রে পুরুষসুলভ ভাবের সৃষ্টি হয়?
✅ কর্টিন
[খ] কটিসোল
[গ] অক্সিটোসিন
[ঘ] মেলাটোনিন

৭২. নারীর গলার স্বর মোটা ও গম্ভীর হয় যার প্রভাবে-
[ক] এড্রেনিন
✅ কর্টিন
[গ] থাইরোট্রোপিক
[ঘ] ইনসুলিন

৭৩. এড্রিনাল মেডুলা থেকে নিঃসৃত হরমোন?
[ক] কর্টিন
[খ] মেলাটোনিন
✅ এড্রিনালিন
[ঘ] কর্টিসোল

৭৪. এড্রিনাল গ্রন্থিকে জরুরি বা আপদকালীন গ্রন্থি বলেছেন কে?
✅ ক্যানন
[খ] উইলিয়াম জেমস
[গ] রাউজার
[ঘ] ফকনার

৭৫. কোন গ্রন্থি ক্ষতিগ্রস্ত হলে ব্যক্তি রোগ প্রতিরোধ শক্তি হারিয়ে ফেলেন?
[ক] পিটুইটারি গ্রন্থি
[খ] থাইরয়েড গ্রন্থি
✅ এড্রিনাল গ্রন্থি
[ঘ] যৌন গ্রন্থি

৭৬. অন্ডকোষ থেকে নিঃসৃত হরমোনের নাম কী?
[ক] ইট্রোজেন
✅ টেস্টোস্টেরন
[গ] কর্টিন
[ঘ] মেলাটোনিন

৭৭. ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম কী?
[ক] এন্ড্রোজেন
[খ] টেস্টোস্টেরন
[গ] থাইরোটোপ্রিক
✅ ইসট্রোজেন

৭৮. কোন রস স্ত্রী-লোকের লক্ষণ ও আচরণ নিয়ন্ত্রণ করে?
[ক] এড্রেনিন
[খ] ইনসুলিন
✅ ইসট্রোজেন
[ঘ] প্যারাহরমোন

৭৯. অল্পবয়সী পুরুষের ক্ষেত্রে অস্বাভাবিক যৌন ক্ষুধাকে কী বলে?
✅ সেটিরিয়াসিস
[খ] নিমফোমেনিয়া
[গ] মেনিয়া
[ঘ] সায়ম-

৮০. ‘টিটেনি’ নামক রোগ দেখা যায় কোন গ্রন্থির নষ্টের ফলে?
[ক] থাইমাস গ্রন্থি
[খ] অগ্ন্যাশয় গ্রন্থি
✅ প্যারাথাইরয়েড গ্রন্থি
[ঘ] থাইরয়েড গ্রন্থি

৮১. রক্ত প্রবাহে শর্করার ভারসাম্য রক্ষা করে কোনটি?
[ক] গস্নুকোজেন
[খ] মেলাটোনিন
✅ ইনসুলিন
[ঘ] এন্ড্রোজেন

৮২. পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম?
[ক] থাইরক্সিন
✅ মেলাটোনিন
[গ] লিউটিনাইজিং
[ঘ] প্রোলেকটিন

৮৩. হরমোন-এর নামকরণ করেন কোন বিজ্ঞানী?
[ক] চার্লস ডারউইন
[খ] বিজ্ঞানী স্যাক্স
[গ] ফ্যারাডে
✅ বেলিস ও স্টারলিং

৮৪. চার্লস ও ডারউইন হরমোনের অস্তিত্ব প্রমাণ করেন কত সালে?
[ক] ১৯৮৯
[খ] ১৯৮৩
✅ ১৮৮৩
[ঘ] ১৮৮৯

৮৫. স্নায়ুতন্ত্রের অংশ-
i. প্রান্তীয় স্নায়ুতন্ত্র
ii. সন্নিকর্ষ
iii. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i ও iii

৮৬. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের অংশ-
i. থ্যালামাস
ii. সমবেদী
iii. পরাসমবেদী

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i ও iii

৮৭.প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রিত হয়-
i. মস্তিষ্ক দ্বারা
ii. সুষুষ্মকা- দ্বারা
iii. দেহের নির্দিষ্ট অঙ্গ দ্বারা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] iii
✅ ii
[ঘ] i, ii ও iii

৮৮. সম্মুখ মস্তিষ্কের অংশ-
i. গুরুমস্তিষ্ক
ii. থ্যালামাস
iii. হাইপোথ্যালামাস

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii ও iii
[গ] i ও ii
✅ i, ii ও iii

৮৯. থ্যালামাসের মধ্য দিয়ে যায়-
i. চক্ষু থেকে প্রাপ্ত তথ্য
ii. কর্ণ থেকে প্রাপ্ত তথ্য
iii. ত্বক থেকে প্রাপ্ত তথ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৯০. সীমান্ততন্ত্রের সংগঠন-
i. হিপোক্যাম্পাস
ii. থ্যালামাস
iii. সেপটাম

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৯১. মধ্য মস্তিষ্কের সংগঠন
i. পেরিয়াকুয়েডাক্টাল
ii. সাবস্টানশিয়া নাইগ্রা
iii. রেড নিউক্লিয়াস

নিচের কোনটি সঠিক?
[ক] iii
[খ] i ও ii
[গ] i ও iii
✅ i, ii ও iii

HSC মনোবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

নিচের তথ্যের আলোকে ৯২ ও ৯৩ নং প্রশ্নের উত্তর দাও:
সফিক তার বন্ধু সালমানের চোখে হঠাৎ লাইটের আলো ফেলে। এতে সালমানের চোখ বন্ধ হয়ে যায়।

৯২. সফিকের বন্ধুর চোখ বন্ধ হয়ে যাওয়া ক্রিয়াটির নাম কী?
[ক] গতিবাহী
✅ প্রতিবর্তী ক্রিয়া
[গ] প্রতিফলন
[ঘ] চমকে যাওয়া

৯৩. উদ্দীপকে আলোচিত ক্রিয়াটির বৈশিষ্ট্য-
i. এটি সহজাত ঘটনা-শিক্ষালব্ধ নয়
ii. এটি অনৈচ্ছিক আচরণ
iii. এটি খুব দ্রুত গতিতে শেষ হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দাও:
রফিক অষ্টম শ্রেণিতে পড়ে। একদিন তার ক্লাসে বিজ্ঞানের শিক্ষক বললেন, মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মস্তিষ্ক। এর উর্ধবাংশের নাম গুরুমস্তিষ্ক।

৯৪. উদ্দীপকে আলোচিত অংশটির উপরের পর্দার নাম কী?
[ক] মায়োলিন সিথ
✅ সেরেব্রাল কর্টেক্স
[গ] ইন্টারমিডিয়া
[ঘ] রোলান্ডো

৯৫. উদ্দীপকে আলোচিত অংশটির কাজ-
i. শ্রবণ নিয়ন্ত্রণ করা
ii. শিক্ষণ
iii. চিন্তন

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৬. প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত-
i. এক্সন দ্বারা
ii. স্নায়ুরজ্জু দ্বারা
iii. কর্টেক্স দ্বারা

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৭. যেসব করোটীয় স্নায়ুর উৎপত্তিস্থল পশ্চাৎ মস্তিষ্ক-
i. Abducens
ii. Optic
iii. Vagus

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i ও iii

নিচের তথের আলোকে ৯৮ ও ৯৯ নং প্রশ্নের উত্তর দাও:
এটি এড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন। এর অতিরিক্ত ক্ষরণের ফলে পুরুষের ক্ষেত্রে নারী সুলভ এবং নারীর ক্ষেত্রে পুরুষালীভাবের সৃষ্টি হয়।

৯৮. উদ্দীপকে আলোচিত হরমোনটির নাম কী?
[ক] প্রোলেক টন
[খ] এড্রিনালিন
✅ কর্টিন
[ঘ] কর্টিসান

৯৯. উদ্দীপকের হরমোনটির অভাবে-
i. এডিসোন রোগ হয়
ii. সায়মন্ড রোগ হয়
iii. রক্তচাপের হ্রাস হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

১০০. রোগের সময় কোন সণায়ু কাজ করে?
[ক] মস্তিষ্ক
[খ] ঐচ্ছিক
[গ] মেরুরজ্জু
✅ স্বয়ংক্রিয়
Share:

0 Comments:

Post a Comment