HSC মনোবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Psychology 1st Paper mcq question and answer. HSC Psychology 1st Paper mcq Questions pdf download. HSC Monobiggan 1st paper mcql Proshno Uttor.

উচ্চ মাধ্যমিক
মনোবিজ্ঞান
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-১

HSC Psychology
1st Paper
mcq Question and Answer pdf download

১. মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কত সালে স্থাপিত হয়েছে?
[ক] ১৭৮৯
✅ ১৮৭৯
[গ] ১৯১৩
[ঘ] ১৯৭৯

২. Psychology শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
[ক] ল্যাটিন
✅ গ্রিক
[গ] জার্মান
[ঘ] ফরাসি

৩. 'Psyche' এবং 'Logos' শব্দ দুটি কোন ভাষার শব্দ?
[ক] ইটালিয়ান
[খ] ল্যাটিন
✅ গ্রিক
[ঘ] ইংরেজি

৪. 'Psyche' শব্দের অর্থ কী?
[ক] মন
✅ আত্মা
[গ] জ্ঞান
[ঘ] পাগল

৫. আক্ষরিক অর্থে মনোবিজ্ঞানকে কী সম্বন্ধীয় বিজ্ঞান বলা হয়?
[ক] মন
[খ] আচরণ
✅ আত্মা
[ঘ] ধারণা

৬. কত সালে মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষাগার স্থাপিত হয়?
[ক] ১৮৭৫ সালে
[খ] ১৮৬৭ সালে
✅ ১৮৭৫ সালে
[ঘ] ১৯০৫ সালে

৭. উন্ড মনোবিজ্ঞানকে কীসের বিজ্ঞান হিসেবে ব্যাখ্যা করেন?
✅ চেতনার
[খ] মানসিক কার্যকলাপের
[গ] আচরণের
[ঘ] মনের

৮. ইঁদুর নিয়ে গবেষণা করেন কে?
[ক] প্যাভলভ
✅ ই. এল. থর্নডাইক
[গ] কোলার
[ঘ] রাউজার

৯. কুকুর নিয়ে গবেষণা করেন কোন বিজ্ঞানী?
[ক] থর্নডাইক
[খ] উন্ড
✅ প্যাভলভ
[ঘ] স্কিনার

১০. শ্রেণিকক্ষে শিক্ষকের বক্তব্য কোন ধরনের আচরণ?
[ক] খন্ডিত আচরণ
[খ] অভ্যন্তরীণ আচরণ
✅ সামগ্রিক আচরণ
[ঘ] অনৈচ্ছিক আচরণ

১১. মানুষ, প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনাকে কী বলে?
[ক] সমাজবিজ্ঞান
✅ মনোবিজ্ঞান
[গ] প্রাণিবিজ্ঞান
[ঘ] জীববিজ্ঞান

১২. সামগ্রিক আচরণ কোনটি?
[ক] পেশি সঞ্চালন
[খ] ঠোঁট নাড়া
[গ] চোখের পলক
✅ জনসভার ভাষণ

১৩. ঐচ্ছিক আচরণ কোনটি?
[ক] হৃৎপিন্ডের ক্রিয়া
[খ] শ্বাস-প্রশ্বাস
✅ হাঁটা
[ঘ] আগুন হতে হাত সরিয়ে নেওয়া

১৪. নিচের কোনটি অনৈচ্ছিক আচরণ?
[ক] কথা বলা
✅ শ্বাস-প্রশ্বাস
[গ] হাঁটা
[ঘ] খাওয়া

১৫. মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু কী?
✅ মানুষ ও প্রাণীর আচরণ
[খ] শিক্ষণ
[গ] ব্যক্তিত্ব
[ঘ] বুদ্ধি

১৬. কোনটি ইন্দ্রিয় নয়?
[ক] চক্ষ
[খ] কর্ণ
✅ হাত
[ঘ] নাসিকা

১৭. মানুষের সামগ্রিক আচরণ নিয়ন্ত্রণ হয় কীসের দ্বারা?
[ক] বুদ্ধির দ্বারা
✅ স্নায়ুতন্ত্রের দ্বারা
[গ] মনের দ্বারা
[ঘ] ব্যক্তিত্বের দ্বারা

১৮. কোনটি মনোবিজ্ঞানের বিষয়বস্তু নয়?
[ক] শিক্ষণ
[খ] বুদ্ধি
[গ] প্রত্যক্ষণ
✅ শারীরিক রোগ

১৯. মনোবিজ্ঞানের ভিত্তিমূল কী?
[ক] জীববিদ্যা
✅ দর্শন
[গ] প্রাণিবিদ্যা
[ঘ] উদ্ভিদবিদ্যা

২০. হিপোক্রেটিস কোন দেশের চিকিৎসক ছিলেন?
[ক] অস্ট্রিয়া
[খ] জার্মানি
✅ গ্রিস
[ঘ] ইংল্যান্ড

২১. মেডিসিনের জনক বলা হয় কাকে?
[ক] সক্রেটিস
[খ] ইবনে সিনা
[গ] প্লেটো
✅ হিপোক্রেটিস

২২. De Anima গ্রন্থটির রচয়িতা কে?
[ক] প্লেটো
[খ] সক্রেটিস
✅ এরিস্টটল
[ঘ] শেখেনভ

২৩. উন্ড কত সালে মনোবিজ্ঞানের পূর্ণাঙ্গ গবেষণাগার স্থাপন করেন?
[ক] ১৮৭০
[খ] ১৮৭৪
[গ] ১৮৭৫
✅ ১৮৭৯

২৪. আইভান প্রেট্রোভিচ্ প্যাভ্লেভ্ কী ছিলেন?
[ক] রসায়নবিদ
✅ শারীরবিদ
[গ] মনোবিদ
[ঘ] দার্শনিক

২৫. 'Principles of Physiological Psychology' বইটি কার লেখা?
[ক] উইলিয়াম জেমস্-এর
[খ] সিগমুন্ড ফ্রয়েড-এর
✅ উইলহেম উন্ডের
[ঘ] স্কিনারের

২৬. 'Principles of Physiological Psychology' বইটি কত সালে প্রকাশিত হয়?
[ক] ১৮৩২
✅ ১৮৭৪
[গ] ১৮৭৫
[ঘ] ১৮৭৯

২৭. নিচের কোনটি মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি নয়?
[ক] মনোগতীয় দৃষ্টিভঙ্গি
✅ পরিবেশগত দৃষ্টিভঙ্গি
[গ] মানবিক দৃষ্টিভঙ্গি
[ঘ] জ্ঞানীয় দৃষ্টিভঙ্গি

২৮. মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে কোনটি সঠিক নয়?
[ক] একজন মনোবিজ্ঞানীর দৃষ্টিভঙ্গি হলো কতকগুলো বিশ্বাস
[খ] দৃষ্টিভঙ্গিগুলো পরস্পর সম্পর্কযুক্ত
✅ দৃষ্টিভঙ্গিগুলোর মধ্যে কোনো সম্পর্ক নেই
[ঘ] এককভাবে কোনো দৃষ্টিভঙ্গিই প্রধান বা সঠিক নয়

২৯. হিপোক্রাটিসের আগ্রহ কীসের উপর ছিল?
[ক] বুদ্ধি সম্পর্কে
[খ] জ্ঞান সম্পর্কে
[গ] আত্মা সম্পর্কে
✅ আচরণ ও চেতনার সম্পর্কে

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৩০. কোন শতাব্দীর পূর্ব পর্যন্ত জৈবমননাবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অবহেলিত ছিল?
✅ অষ্টাদশ শতাব্দী
[খ] সপ্তদশ শতাব্দী
[গ] উনবিংশ শতাব্দী
[ঘ] বিংশ শতাব্দী

৩১. আচরণগত দৃষ্টিভঙ্গিতে কীসের উপর গুরুত্ব আরোপ করা হয়?
[ক] অন্তর্দর্শন
✅ পর্যবেক্ষণযোগ্য বিষয়
[গ] যৌনতা
[ঘ] প্রেষণা

৩২. আচরণগত দৃষ্টিভঙ্গির সূত্রপাত করেন কে?
[ক] থর্নডাইক
[খ] ওয়াটসন
✅ প্যাভ্লভ্
[ঘ] ফ্রয়েড

৩৩. প্যাভ্লভ্ কান দেশের নাগরিক?
✅ রাশিয়া
[খ] ব্রিটেন
[গ] অস্ট্রিয়া
[ঘ] পোল্যান্ড

৩৪. প্যাভ্লভ কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
[ক] ১৮৫৬
[খ] ১৮৯০
✅ ১৯০৪
[ঘ] ১৯১২

৩৫. প্যাভ্লভ্ কোন বিষয়ে নোবেল পুরস্কার পান?
[ক] শান্তিতে
[খ] রসায়নে
[গ] পদার্থবিজ্ঞানে
✅ মডিসিন ও শারীরবিদ্যায়

৩৬. প্যাভ্লভ্ কী ছিলেন?
[ক] রসায়নবিদ
✅ শারীরবিদ
[গ] মনোবিদ
[ঘ] দার্শনিক

৩৭. কে বিশ্বাস করতেন স্বাধীন বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান ছিল সম্পূর্ণ অসহায়?
✅ প্যাভ্লভ্
[খ] ফ্রয়েড
[গ] ওয়াটসন
[ঘ] স্কিনার

৩৮. উইলিয়াম জেমস্-এর ছাত্র কে?
[ক] স্কিনার
[খ] আর্নেস্ট জোনস
✅ থর্নডাইক
[ঘ] রোজার্স

৩৯. কত বছর বয়সে থর্নডাইক বিড়াল নিয়ে পরীক্ষালব্ধ তথ্য সমৃদ্ধ প্রবন্ধ প্রকাশ করেন?
[ক] ২৩ বছর
✅ ২৪ বছর
[গ] ২৬ বছর
[ঘ] ২৯ বছর

৪০. জ্ঞানীয় দৃষ্টিভঙ্গির মূল নিহিত কোথায়?
[ক] অভিজ্ঞতাবাদে
✅ অন্তর্দর্শনবাদে
[গ] আচরণবাদে
[ঘ] মনঃসমীক্ষণ বাদে

৪১. মানুষকে তথ্যের চরম সক্রিয় প্রক্রিয়াজাতকারক হিসেবে দেখে থাকেন কারা?
[ক] আচরণবাদীরা
[খ] মনোসমীক্ষণবাদীরা
[গ] মানবিক মনোবিজ্ঞানীরা
✅ জ্ঞানীয় মনোবিজ্ঞানিগণ

৪২. নিচের কোন জন জ্ঞানীয় মনোবিজ্ঞানী হিসেবে পরিচিত?
[ক] কার্ল রজার্স
[খ] সুলিভান
✅ আলরিক নিসার
[ঘ] কারেন হর্নি

৪৩. নিচের কোনটি সাধারণ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় নয়?
[ক] প্রেষণা
[খ] শিক্ষণ
✅ মানসিক রোগ
[ঘ] ব্যক্তিত্ব

৪৪. মনোবিজ্ঞানের কোন শাখার অবদানের ফলে মনোবিজ্ঞান বিজ্ঞান হিসেবে স্বীকৃতি লাভ করেছে?
[ক] সাধারণ মনোবিজ্ঞান
[খ] সমাজ মনোবিজ্ঞান
[গ] শিক্ষা মনোবিজ্ঞান
✅ পরীক্ষণ মনোবিজ্ঞান

৪৫. পরীক্ষণ মনোবিজ্ঞানের যাত্রা শুরু হয় কবে?
[ক] ১৮২০ সালে
[খ] ১৮৪৭ সালে
✅ ১৮৭৯ সালে
[ঘ] ১৯০০ সালে

৪৬. পরীক্ষণ মনোবিজ্ঞানের যাত্রা শুরু করেন কে?
[ক] কার্ল রজার্স
✅ উইলহেম উন্ড
[গ] প্যাভ্লভ্
[ঘ] মসলো

৪৭. রোগ নির্ণয়ের জন্য চিকিৎসা মনোবিজ্ঞানী কী প্রয়োগ করে থাকেন?
[ক] অন্তর্দর্শন
[খ] ঔষধ
✅ অভীক্ষা
[ঘ] পর্যবেক্ষণ

৪৮. নিচের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় নয়?
[ক] শিক্ষণে পুরস্কার ও শাস্তির প্রভাব
[খ] শিক্ষার পদ্ধতি
[গ] শিক্ষার পরিবেশ
✅ শৈশবকাল

৪৯. শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় কোনটি?
[ক] বয়োসন্ধিকাল
✅ শিক্ষার পরিবেশ
[গ] অপরাধ
[ঘ] মানসিক রোগ

৫০. নিচের কোনটি শিল্প মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়?
[ক] অপরাধ
[খ] শিক্ষার পদ্ধতি
[গ] বার্ধক্য
✅ শ্রমিক-মালিক সম্পর্ক

৫১. আচরণের মূলে কী রয়েছে?
[ক] শিক্ষণ
✅ শারীরিক ভিত্তি
[গ] পরিবেশ
[ঘ] প্রেষণা

৫২. নিচের কোনটি ইন্দ্রিয় নয়?
[ক] চক্ষু
[খ] কর্ণ
✅ দাঁত
[ঘ] জিহবা

৫৩. নিচের কোনটি শারীরিক মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় নয়?
✅ মানসিক রোগ
[খ] স্নায়ুতন্ত্র
[গ] শারীরিক গড়ন
[ঘ] জৈব-রাসায়নিক ঘটনাবলি

৫৪. কাউন্সেলিং শব্দটি এসেছে কোথা থেকে?
[ক] Council
✅ Counsel
[গ] Guidance
[ঘ] Psychology

৫৫. Counsel-এর আভিধানিক অর্থ কী?
[ক] নির্দেশনা
[খ] স্বাভাবিক
✅ উপদেশ প্রদান
[ঘ] সাহায্য করা

৫৬. নিচের কোনটি কাউন্সেলিং-এর লক্ষ্য নয়?
[ক] আচরণ পরিবর্তনে সহায়তা করা
✅ উপদেশ প্রদান করা
[গ] সম্পর্ক উন্নয়ন
[ঘ] সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করা

৫৭. কাউন্সেলিং মনোবিজ্ঞানের ভূমিকা নয় কোনটি?
[ক] প্রতিকারমূলক
[খ] নিবৃত্তমূলক
[গ] শিক্ষা ও বিকাশমূলক
✅ আত্মরক্ষামূলক

৫৮. Guidance-এর অর্থ কী?
[ক] উপদেশ
✅ নির্দেশনা
[গ] পরামর্শ
[ঘ] সাহায্য

৫৯. অস্বভাবী এর ইংরেজি প্রতিশব্দ কী?
[ক] Simple
[খ] Difficult
[গ] Normal
✅ Abnormal

৬০. 'Ab'-শব্দের অর্থ কী?
[ক] কাছে
✅ দূরে
[গ] স্বাভাবিক
[ঘ] অস্বাভাবিক

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

৬১. আভিধানিক অর্থে Abnormal শব্দটির অর্থ কী?
[ক] স্বাভাবিক
[খ] রোগগ্রস্ত
✅ অস্বভাবী
[ঘ] জ্বরা

৬২. অল্প সংখ্যক দৃষ্টান্ত থেকে সত্যে উপনীত হওয়াকে কী বলা হয়?
[ক] কার্যকরী সংজ্ঞা
✅ সাধারণীকরণ
[গ] পৃথকীকরণ
[ঘ] যথার্থতা প্রমাণ

৬৩. চাকরির নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা মূল্যায়ন পরীক্ষকের প্রভাবমুক্ত থাকাকে কী বলে?
✅ বস্তুনিষ্ঠতা
[খ] সাধারণীকরণ
[গ] পুনরাবৃত্তি
[ঘ] নিয়ন্ত্রণ

৬৪. ‘বিজ্ঞান’ শব্দের আভিধানিক অর্থ কী?
[ক] সাধারণ জ্ঞান
✅ বিশেষ জ্ঞান
[গ] জ্ঞান
[ঘ] পরীক্ষণ

৬৫. কোনো বস্তু বা ঘটনাকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে আমরা যে জ্ঞান লাভ করি তাকে কী বলে?
[ক] অভিজ্ঞতা
[খ] জ্ঞান
✅ বিজ্ঞান
[ঘ] উপলব্ধি

৬৬. নিচের কোনটি কোনো বিষয়কে বিজ্ঞান হিসেবে নির্ণয়ের নির্ধারক নয়?
[ক] বিষয়বস্তু
[খ] বৈজ্ঞানিক পদ্ধতি
[গ] প্রয়োগশীলতা
✅ অসাধারণীকরণ

৬৭. বিজ্ঞানের বিষয়বস্তুকে কোনটি হতে হবে না?
[ক] নিয়ম সাপেক্ষ
✅ অনিরূপণযোগ্য
[গ] পর্যবেক্ষণযোগ্য
[ঘ] প্রমাণযোগ্য

৬৮. নিচের কোনটি বৈজ্ঞানিক পদ্ধতির নীতি নয়?
[ক] নিয়ন্ত্রণ
[খ] পূনরাবৃত্তি
✅ নিয়ম বহির্ভূত
[ঘ] যথার্থতা প্রমাণ

৬৯. মনোবৈজ্ঞানিক পর্যবেক্ষণের কেন্দ্রবিন্দু কী?
✅ জীবন্ত প্রাণীর আচরণ
[খ] মৃত প্রাণীর আচরণ
[গ] জড় বস্তুর আচরণ
[ঘ] গাছপালার আচরণ

৭০. মানব জীবনে মনোবিজ্ঞান সম্বন্ধীয় জ্ঞানের প্রয়োজনীয়তা কতটুকু?
[ক] সামান্য
[খ] নেই
✅ অপরিসীম
[ঘ] আছে

৭১. কোন জ্ঞান মানুষকে তার জীবন সম্পর্কে সজাগ করে তোলে?
[ক] সমাজবিজ্ঞানের জ্ঞান
✅ মনোবিজ্ঞানের জ্ঞান
[গ] চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান
[ঘ] পরিবেশের জ্ঞান

৭২. মানুষের আচরণ সম্পর্কে পূর্বোক্তি করতে সাহায্য করে কোনটি?
[ক] চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান
[খ] দর্শনের জ্ঞান
[গ] সমাজবিজ্ঞানের জ্ঞান
✅ মনোবিজ্ঞানের জ্ঞান

৭৩. মনোবিজ্ঞানের বিষয়বস্তু হলো
i. আত্মা
ii. মানসিক প্রক্রিয়া
iii. আচরণ
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৪. Psychology শব্দটির সৃষ্টি হয়েছে
i. Psyche
ii. Philosophy
iii. Logos

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৭৫. মনোবিজ্ঞানের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে যেসব বিষয় ফুটে উঠে-
i. আচরণ
ii. মানসিক প্রক্রিয়া
iii. বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii ও iii
[গ] i ও ii
✅ i, ii ও iii

৭৬. আচরণ হলো-
i. পর্যবেক্ষণযোগ্য
ii. অস্পষ্ট
iii. পরিমাপযোগ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৭. ইঁদুর নিয়ে গবেষণা করেন-
i. থর্নডাইক
ii. প্যাভ্লভ্
iii. স্কিনার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৭৮. বি. এফ স্কিনার গবেষণা করেন-
i. কুকুর নিয়ে
ii. ইঁদুর নিয়ে
iii. কবুতর নিয়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৭৯. বিকাশ মনোবিজ্ঞান আলোচনা করে-
i. গর্ভাবস্থা
ii. শৈশবকাল
iii. বয়োসন্ধিকাল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮০. শিশু মনোবিজ্ঞানের বিষয়বস্তু
i. শিশুর বিকাশ
ii. শিক্ষার পদ্ধতি
iii. বাল্যকাল

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৮১. সমাজ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়-
i. অপরাধ
ii. দলীয় সম্পর্ক
iii. শিশুর বিকাশ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮২. পঞ্চইন্দ্রিয়ের অংশ-
i. চক্ষু
ii. কর্ণ
iii. ত্বক

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

HSC মনোবিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ১

৮৩. Abnormal শব্দটির সৃষ্টি হয়েছে-
i. Psycho
ii. Ab
iii. Normal

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৪. অস্ট্রিয়ার 'রাজধানীর নাম কী?
[ক] সিডনী
✅ ভিয়েনা
[গ] রোম
[ঘ] মাদ্রিদ

৮৫. মুন্ত অনুষও পদ্ধতি আবিষ্কার করেন কে?
[ক] এরিখ ফ্রম
✅ ফ্রয়েড
[গ] সুলিভান
[ঘ] স্কিনার

৮৬. ফ্রয়েড -এর মতে রোগীর জটিল সমস্যার মূলে রয়েছে কী?
✅ যৌনতা
[খ] ব্যক্তিত্ব
[গ] শিক্ষণের অভাব
[ঘ] শারীরিক রোগ

নিচের তথ্যের আলোকে ৮৭ ও ৮৮নং প্রশ্নের উত্তর দাও:
রহিম সাহেব লটারিতে ৪০ লক্ষ টাকা পেয়েছেন। লটারির টাকা পেয়ে রহিম সাহেব খুবই উচ্ছ্বসিত, যা তার একটি মানসিক প্রক্রিয়া।

৮৭. রহিম সাহেবের ঘটনাটিতে কোনটি প্রকাশ পেয়েছে?
[ক] প্রেষণা
[খ] চিন্তন
✅ আবেগ
[ঘ] স্মৃতি

৮৮. উদ্দীপকের প্রক্রিয়াটির অন্তর্ভুক্ত-
i. আবেগ
ii. প্রত্যক্ষণ
iii. প্রেষণা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ৮৯ ও ৯০ নং প্রশ্নের উত্তর দাও:
মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ Psychology, যা দুটি গ্রিক শব্দ 'Psyche' এবং 'Logos' থেকে উৎপন্ন। মনোবিজ্ঞানের পরিধি ব্যাপক।

৮৯. উদ্দীপকে মনোবিজ্ঞানের প্রতিশব্দটি কোন ভাষার শব্দ থেকে উৎপন্ন?
[ক] ল্যাটিন
✅ গ্রিক
[গ] জার্মান
[ঘ] ইংরেজি

৯০. আলোচ্য বিজ্ঞানের পরিধির আওতাভুক্ত-
i. আচরণ
ii. মানসিক প্রক্রিয়া
iii. জৈব-সামাজিক প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও ii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

HSC Psychology 1st Paper MCQ question and answer. উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান ১ম পত্র (MCQ) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download. HSC Psychology 1st Paper mcq guide pdf download.

নিচের তথ্যের আলোকে ৯১ ও ৯২ নং প্রশ্নের উত্তর দাও:
মি. হাবীব এমন একজন শারীরবিদের নাম বললেন যিনি ১৯০৫ সালে মেডিসিন ও শারীরবিদ্যায় নোবেল পুরস্কার পান।

৯১. উদ্দীপকে কোন বিজ্ঞানীর কথা বলা হয়েছে?
[ক] সিগমুন্ড ফ্রয়েড
[খ] উইলহেম উন্ড
✅ আইভান প্যাভ্লভ্
[ঘ] উইলিয়াম জেমস

৯২. উদ্দীপকে আলোচ্য বিজ্ঞানী-
i. ১৮৪৯ সালে জন্মগ্রহণ করেন
ii. মেডিসিনের জনক
iii. কুকুর নিয়ে গবেষণা করেন

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ৯৩ ও ৯৪ নং প্রশ্নের উত্তর দাও:
তানিয়া শিশুদের খুব ভালোবাসে। তাই সে শিশু মনোবিজ্ঞান নিয়ে মাস্টার্স পড়ছে।

৯৩. উদ্দীপকে উল্লিখিত মনোবিজ্ঞানের শাখাটি কেমন শাখা?
[ক] মৌলিক শাখা
[খ] যৌগিক শাখা
✅ স্বতন্ত্র শাখা
[ঘ] ফলিত শাখা

৯৪. তানিয়ার পঠিত বিজ্ঞানের আলোচ্য বিষয়-
i. শিশুর বিকাশ
ii. শৈশবকাল
iii. বয়োসন্ধিকাল

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii ও iii
[গ] i ও ii
✅ i, ii ও iii

৯৫. কোনো বিষয় বিজ্ঞান তা কয়টি বিষয়ের উপর নির্ভর করে?
✅ ৪ টি
[খ] ৫ টি
[গ] ৬ টি
[ঘ] ৭ টি

৯৬. মৌলিক ইন্দ্রিয় কতটি?
✅ পাঁচটি
[খ] ছয়টি
[গ] সাতটি
[ঘ] আটটি

৯৭. ইভটিজিং কী?
[ক] মানসিক ব্যাধি
✅ সামাজিক ব্যাধি
[গ] সহজাত সমস্যা
[ঘ] অর্জিত সমস্যা

৯৮. আচরণবাদী মনোবিজ্ঞানী কে?
✅ জন বি ওয়াটসন
[খ] উইলিয়াম জেমস
[গ] উইলহেম উন্ড
[ঘ] সিগমুন্ড ফ্রয়েড

৯৯. কোনটি প্রাণীর আচরণ গতি সঞ্চার করে?
[ক] শিক্ষণ
✅ প্রেষণা
[গ] অনুভূতি
[ঘ] স্মৃতি

১০০. নিচের কোনটি অনৈচ্ছিক আচরণ?
[ক] কথা বলা
✅ শ্বাস-প্রশ্বাস
[গ] চলাফেরা
[ঘ] খাওয়া
Share:

0 Comments:

Post a Comment