HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৯

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 1st paper mcq question and answer. HSC Geography 1st paper mcq questions pdf download. HSC vugol 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
ভূগোল
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৯

HSC Geography 1st Paper
MCQ
question and answer pdf download

১. ইকোসিস্টেমের প্রধান উপাদান কয়টি?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২. জীবমন্ডলের বৃহৎ ভৌগোলিক একক হচ্ছে-
[ক] ইকোসিস্টেম
[খ] ইকোলজি
[গ] বায়োমাস
✅ বায়োম

৩. রান বনভূমি রয়েছে কোন জেলায়?
[ক] যশোর
[খ] মাগুরা
✅ খুলনা
[ঘ] কুষ্টিয়া

৪. গ্রিনল্যান্ড অঞ্চলে কোন বায়োম দেখা যায়?
[ক] সাভানা
✅ তুন্দ্রা
[গ] তৃণভূমি
[ঘ] বনভূমি

৫. কলকারখানার ধোয়া থেকে নির্গত হয় কোনটি?
[ক] নিয়ন
✅ কার্বন
[গ] জেনন
[ঘ] আর্গন

৬. বাংলাদেশে স্রোতজ বনভূমি দেখা যায় কোন জেলায়?
[ক] টাংগাইল
[খ] দিনাজপুর
✅ সাতক্ষীরা
[ঘ] কুমিল্লা

৭. বনভূমির পরিমাণ বেশি কোন বিভাগে?
✅ চট্টগ্রাম
[খ] খুলনা
[গ] রাজশাহী
[ঘ] সিলেট

৮. জীবমন্ডলের কয়টি অংশ?
[ক] ২টি
✅ ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৯. এ পর্যন্ত কত প্রকার জীবকে চিহ্নিত করা সম্ভব হয়েছে?
[ক] ১৫:৫ লক্ষ
[খ] ১৬.৫ লক্ষ
✅ ১৭.৫ লক্ষ
[ঘ] ১৮.৫ লক্ষ

১০. ক্রান্তীয় চিরহরিৎ এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমির আয়তন কত?
[ক] ৯১৪ বর্গ কি.মি.
[খ] ৬ হাজার ৭৮৬ বর্গ কি.মি.
[গ] ১৪ হাজার ২৭১ বর্গ কি.মি.
✅ ১৫ হাজার ৩২৬ বর্গ কি.মি.

১১. স্রোতজ বনভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?
[ক] উত্তর-পূর্ব
✅ দক্ষিণ-পশ্চিম
[গ] দক্ষিণ-পূর্ব
[ঘ] উত্তর-পশ্চিম

১২. ক্রান্তীয় পত্র পতনশীল বৃক্ষের বনভূমিকে কত ভাগে ভাগ করা যায়?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

১৩. কোন জেলায় মধুপুর ও ভাওয়ালের বনভূমির পরিমাণ বেশি?
[ক] ময়মনসিংহ
✅ টাঙ্গাইল
[গ] গাজীপুর
[ঘ] রংপুর

১৪. বরেন্দ্র বনভূমির অবস্থান কোথায়?
✅ রংপুর
[খ] ময়মনসিংহ
[গ] গাজীপুর
[ঘ] খুলনা

১৫. সুন্দরবনের পশ্চিমে কোন নদী?
✅ রায়মঙ্গল
[খ] বুড়িশ্বর
[গ] দুধমুখো
[ঘ] পশুর

১৬. জীবের মধ্যে বিদ্যমান সকল প্রকার বৈচিত্র্যময়তাকে কী বলে?
[ক] পরিবেশ বৈচিত্র্য
[খ] আবহাওয়াবৈচিত্র্য
✅ জীববৈচিত্র্য
[ঘ] মৃত্তিকা বৈচিত্র্য

১৭. জীনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিকগত কারণে যে বৈচিত্র্য সংঘটিত হয় তাকে কী বলে?
✅ জীববৈচিত্র্য
[খ] পরিবেশ বৈচিত্র্য
[গ] জলবায়ু বৈচিত্র্য
[ঘ] মৃত্তিকা বৈচিত্র্য

১৮. মানুষের চুলের প্রকৃতি ও বর্ণ, নাক ও ঠোটের আকৃতি ও উচ্চতার দিক দিয়ে কীরূপ?
✅ অনেক পার্থক্য বিদ্যমান
[খ] সবাই একই প্রকৃতির
[গ] কোনো পার্থক্য নেই
[ঘ] সামান্য কিছু পার্থক্য আছে

১৯. ভিন্ন প্রজাতির জীবের মধ্যে বিরাজমান বৈচিত্র্যতাকে কী বলে?
✅ প্রজাতিগত বৈচিত্র্য
[খ] জীনগত বৈচিত্র্য
[গ] বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
[ঘ] পরিবেশিক বৈচিত্র্য

২০. কোনটি স্থলজ বায়োম?
✅ ক্রান্তীয় পাতাঝরা বনভূমির বায়োম
[খ] মোহনা অঞ্চলের বায়োম
[গ] দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাওড়
[ঘ] কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওড়

২১. সুনদরবনের একেবারে পশ্চিমাংশের মৃতপ্রায় বদ্বীপ এলাকা কীরূপ?
[ক] লবণাক্ত নয়
[খ] মৃদু লবণাক্ত
[গ] পরিমিত লবণাক্ত
✅ চরম লবণাক্ত

২২. সুন্দরবনের উত্তরাংশ-
[ক] লবণাক্ত নয়
✅ মৃদু লবণাক্ত
[গ] পরিমিত লবণাক্ত
[ঘ] চরম লবণাক্ত

২৩. সুন্দরবনের পরিমিত লবণাক্ত অঞ্চল কোনটি?
[ক] উত্তরাংশ
✅ সমুদ্রের তীরবর্তী এলাকা
[গ] পূর্বাংশ
[ঘ] পশ্চিমাংশ

২৪. সুনদরবনের ৯৯ ভাগ বনভূমি কোন এলাকায় অবস্থিত?
[ক] পটুয়াখালী, বরগুনা, ভোলা
✅ সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট
[গ] খুলনা, পটুয়াখালী, বরগুনা
[ঘ] সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা

২৫. ভূপৃষ্ঠের কতভাগ স্থান দখল করে আছে সাগর?
✅ ৭০ ভাগ
[খ] ৮০ ভাগ
[গ] ৮৫ ভাগ
[ঘ] ৯০ ভাগ

২৬. বায়োমকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
✅ ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫

২৭. Arthur George Tansley কত সালে ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন?
✅ ১৯৩৫
[খ] ১৯৩৭
[গ] ১৯৩৯
[ঘ] ১৯৪২

২৮. বৈশিষ্ট্য আলাদা হওয়াতে বাঘ এবং সিংহ একই প্রজাতির অন্তর্ভুক্ত নয়-
i. ক্রোমোসোম
ii. জীনসংখ্যা
iii. মূল বৈশিষ্ট্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

২৯. ওরিয়েন্টাল জীব অঞ্চলের অন্তর্গত-
i. ভারত
ii. শ্রীলঙ্কা
iii. বাংলাদেশ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. ওরিয়েন্টাল অঞ্চলে জলবায়ু লক্ষ্য করা যায়-
i. নিরক্ষীয় জলবায়ু
ii. মৌসুমি জলবায়ু
iii. ভূমধ্যসাগরীয় জলবায়ু

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে দেশের একটি উল্লেখযোগ্য জলজ বায়োম গড়ে উঠেছে। বায়োম অঞ্চলটি আবার দেশের বৃহৎ হাওড় হিসেবে পরিচিত।

৩১. উদ্দীপকে কোন জলজ বায়োমের কথা বলা হয়েছে?
✅ হাকালুকি হাওড়
[খ] চলন বিল
[গ] কর্ণফুলী লেক
[ঘ] নেত্রকোনার হাওড়

৩২. উদ্দীপকে উল্লিখিত জলজ বায়োমটি কোন জেলায়?
[ক] কিশোরগঞ্জ
✅ সিলেট
[গ] ময়মনসিংহ
[ঘ] নেত্রকোনা

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে সফরে গেল। তারা সেখানে এক ধরনের বনাঞল দেখল এবং সে বনভূমির বিশেষ বৈশিষ্ট্য লক্ষ করল এবং সেখানকার একটি জেলায় বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দেখে অভিভূত হলো।

৩৩. উদ্দীপকে ইঙ্গিতকৃত পর্বতশৃঙ্গটি বাংলাদেশের কোন জেলায়?
[ক] চট্টগ্রাম
✅ বান্দরবান
[গ] কক্সবাজার
[ঘ] রাঙামাটি

৩৪. উদ্দীপকে উল্লিখিত বনাঞ্চলের বৈশিষ্ট্য-
i. গাছের পাতা বছরে একবার ঝরে যায়
ii. সকল পাতা এক সঙ্গে ঝরে পড়ে না
iii. বনভূমির বৃক্ষগুলোর গোড়ায় শ্বাসমূল দেখা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
হিমেল তার কয়েকজন বন্ধুকে নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দর দেখতে গেল। সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের বিমান উড্ডয়ন ও অবতরণ করছে। অনেক ধরনের যাত্রী আসা যাওয়া করছে।

৩৫.হিমেলের দেখা অধিকাংশ আমেরিকার মানুষের গায়ের রং কীরূপ?
[ক] কৃষ্ণাঙ্গ
[খ] বাদামি
✅ শ্বেতাঙ্গ
[ঘ] ধূসর

৩৬. অধিকাংশ কৃষ্ণাঙ্গ মানুষ বাস করে-
i. ইথিওপিয়ায়
ii. সুদানে
iii. কেনিয়ায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৩৭. নাইট্রেট প্রথমে কিসে পরিণত হয়?
[ক] হিলিয়ামে
[খ] আয়নে
[গ] অক্সিজেনে
✅ অ্যামোনিয়াতে

৩৮. নাইট্রোজেন কিসের মাধ্যমে প্রাণিদেহে প্রবেশ করে?
[ক] ঘামের
[খ] রক্তের
✅ খাদ্যের
[ঘ] বাতাসের

৩৯. ভিন্ন প্রজাতির জীবের বিরাজমান বৈচিত্র্যকে বলা হয়-
[ক] জীনগত বৈচিত্র্য
✅ প্রজাতিগত বৈচিত্র্য
[গ] বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
[ঘ] কোনোটাই সঠিক নয়

৪০. বাংলাদেশের মোট কাঠের প্রায় ৬০% কোন বনাঞ্চলে পাওয়া যায়?
[ক] রংপুর ও দিনাজপুর বনাঞ্চলে
[খ] মধুপুর ও ভাওয়ালের বনভূমি অঞ্চলে
[গ] রাঙামাটি ও বান্দরবান অঞ্চলে
✅ গরান বা স্রোতজ বৃক্ষের বনভূমি অঞ্চলে

৪১. কার্বনচক্রে কী ছাড়া জৈব পদার্থ তৈরি হতে পারে না?
[ক] অক্সিজেন
[খ] নাইট্রোজেন
✅ কার্বন
[ঘ] হাইড্রোজেন

৪২. নাইট্রোজেন চক্র কয়টি ধাপে সম্পন্ন হয়?
[ক] ৩টি
[খ] ৪টি
✅ ৫টি
[ঘ] ৬টি

৪৩. জীববৈচিত্র্য সংঘটিত হয় কী কারণে?
i. জীনগত কারণে
ii. প্রজাতিগত কারণে
iii. বাস্তুতান্ত্রিকগত কারণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৪. বাংলাদেশে ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি অবস্থিত-
i. মধুপুর ও ভাওয়ালের গড়ে
ii. রংপুর ও দিনাজপুর অঞ্চলে
iii. সুন্দরবন এলাকায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৫. বিশ্বের মোট বনভূমির আয়তন কত বর্গ কি.মি.
✅ ৮৩ লাখ ৪০ হাজার
[খ] ৮৩ লাখ ৫৬ হাজার
[গ] ৮৪ লাখ ২২ হাজার
[ঘ] ৮৫ লাখ ৪০ হাজার

৪৬. কোনটি Endemic জীব?
[ক] কুমির
[খ] বাঘ
[গ] ময়না
✅ কালো বানর

৪৭. কোন নদীর অববাহিকায় সবচেয়ে বড় বন অবস্থিত?
[ক] কঙ্গো
[খ] ব্রহ্মপুত্র
[গ] নীলনদ
✅ আমাজান

৪৮. কোনটি তুন্দ্রা অঞ্চলের প্রাণী?
[ক] ঘোড়া
[খ] জিরাফ
[গ] ঈগল
✅ খরগোশ

৪৯. মরুভূমির প্রাণীরা কখন চলাচল করে?
[ক] সকালে
[খ] দুপুরে
[গ] বিকেলে
✅ রাতে

৫০. খাদক জীবনধারণের জন্যে কিসের ওপর নির্ভরশীল?
[ক] সূর্য
[খ] পরিবেশ
✅ উৎপাদক
[ঘ] বিয়োজক

৫১. কোন এলাকায় অধিক জীববৈচিত্র্য দেখা যায়?
[ক] শুষ্ক ও গ্রীষ্মমন্ডলী
[খ] আর্দ্র ও শুষ্কমন্ডলীয়
[গ] শুষ্ক ও আর্দ্রমন্ডলীয়
✅ আর্দ্র ও উষ্ণমন্ডলীয়

৫২. পর্যাপ্ত পানি জমা রাখার জন্য কোন জাতীয় উদ্ভিদের কা- রসালো থাকে?
[ক] লাইকেন
[খ] মস
✅ ক্যাকটাস
[ঘ] ফার্ন

৫৩. জীবের সাথে জড় মাধ্যম ও পরিবেশের দৃশ্যমান ও অদৃশ্যমান উপাদান কী নামে পরিচিত?
[ক] বায়োম
[খ] খাদ্য শৃঙ্খল
✅ বাস্তুতন্ত্র
[ঘ] জীববৈচিত্র্য

৫৪. সাভানা তৃণভূমি কোথায়?
[ক] দক্ষিণ আফ্রিকায়
[খ] অস্ট্রেলিয়ায়
✅ মধ্য আফ্রিকায়
[ঘ] দক্ষিণ আমেরিকায়

৫৫. মরুভূমি অঞ্চলে বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ ন্যূনতম কত সে.মি.?
✅ ৫০
[খ] ৪০
[গ] ৩০
[ঘ] ২০

৫৬. উপকূলীয় অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ পরিবেশীয় নিয়ামক কী?
[ক] বৃষ্টিপাত
[খ] জলোচ্ছ্বাস
✅ জোয়ারভাটা
[ঘ] বায়ুপ্রবাহ

৫৭. মহাসাগর ও সাগর ভূপৃষ্ঠের শতকরা কতভাগ দখল করে আছে?
✅ ৭০
[খ] ৭৫
[গ] ৮০
[ঘ] ৮৫

৫৮. হ্রদের উপরের মুক্ত অঞ্চলকে কী বলে?
[ক] বাই লিটোরাল অঞ্চল
[খ] প্রোফাল
✅ লিমেনেটিক অঞ্চল
[ঘ] লিটোরাল অঞ্চল

৫৯. পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোথায় অবস্থিত?
[ক] ইউরোপে
✅ আফ্রিকায়
[গ] অস্ট্রেলিয়ায়
[ঘ] দক্ষিণ আমেরিকায়

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. শামুক ও ঝিনুকের খোলস তৈরি হয় কী দিয়ে?
[ক] কার্বন ডাইঅক্সাইড
✅ কার্বনেট
[গ] কার্বন
[ঘ] C6H12O6

৬১. কোনটি জীবদেহের কাঠামো গঠনে সাহায্য করে?
[ক] সালফার
[খ] ক্যালসিয়াম
✅ কার্বন
[ঘ] অক্সিজেন

৬২. টেক্সটাইল ও অন্যান্য মিলে মাড় দেওয়ার কাজে কোন বৃক্ষটি ব্যবহত হয়?
[ক] চাপালিশ
[খ] গর্জন
✅ ছাতিম
[ঘ] শাল

৬৩. বাংলাদেশে শরৎ ও শীতকালে তাপমাত্রা কত থাকে?
✅ ১০°-২০° C
[খ] ১২°-২২°C
[গ] ১৪°-২৬°C
[ঘ] ১৫°-২৮°C

৬৪. অ্যামিনো এসিড কোথায় ব্যবহৃত হয়?
[ক] সালোকসংশ্লেষণে
[খ] ব্যাকটেরিয়ার শ্বসনে
✅ এনজাইম সংশ্লেষণে
[ঘ] নাইট্রেট সংশ্লেষণে

৬৫. শব্দদূষণের প্রধান কারণ কোনটি?
[ক] শিল্পের প্রসার
[খ] প্রযুক্তির প্রগতি
[গ] নগরায়ণ
✅ মানুষের অদূরদর্শী ক্রিয়াকলাপ

৬৬. বৈদ্যুতিক তারের খুঁটি তৈরিতে কোন কাঠ ব্যবহৃত হয়?
✅ শাল
[খ] গজারি
[গ] ছাতিম
[ঘ] কুচি

৬৭. অধিক জীববৈচিত্র্যপূর্ণ এলাকা
i. আর্দ্র
ii. নাতিশীতোষ্ণ
iii. উষ্ণমন্ডলীয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৮. যেসব উদ্ভিদের মূল বহু শাখা-প্রশাখাযুক্ত এবং মাটির কিছু নিচে থাকে-
i. ক্যাকটাস
ii. ঝোপ
iii. গুল্ম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৬৯ ও ৭০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রফিক তার বন্ধুদের নিয়ে দেশের দক্ষিণাঞ্চলে বেড়াতে গেল। সেখানে লক্ষ করল ঐ এলাকার ঘরগুলোর চালা/ছাদগুলো এক বিশেষ ধরনের পাতার তৈরি, যা ঐ এলাকায় প্রচুর পরিমাণে জন্মে।

৬৯. রফিক নিচের কোন এলাকায় বেড়াতে গিয়েছিল?
[ক] বরিশাল, বাগেরহাট
[খ] খুলনা, পটুয়াখালী
[গ] সাতক্ষীরা, বরিশাল
✅ খুলনা, সাতক্ষীরা

৭০. রফিকের বেড়াতে যাওয়া এলাকাটির সাথে মধুপুর অঞ্চলের বৈসাদৃশ্য হলো-
i. বায়ুর আর্দ্রতা
ii. মাটির বৈশিষ্ট্য
iii. সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
✅ ii ও iii

৭১. বনভূমি আবহাওয়াকে কীরূপ রাখে?
[ক] উষ্ণ
✅ শীতল
[গ] আর্দ্র
[ঘ] নাতিশীতোষ্ণ

৭২. পরিবেশের ভারসাম্য রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা রাখে কোন সম্পদটি?
[ক] পানি
[খ] খনিজ
[গ] মৃত্তিকা
✅ বনজ

নিচের উদ্দীপকটি পড় এবং ৭৩ ও ৭৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
নাফিস পত্রিকা পড়ে জানতে পারল সুন্দরবন সারা বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন হিসেবে খ্যাত। পরিচর্যা ও সংরক্ষণের অভাবে প্রায় বৃক্ষশূন্য হয়ে পড়ছে। সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ বনকে রক্ষা করা যায়।

৭৩. নাফিসের জানা সম্পদ হ্রাস পাচ্ছে কোনটির ফলে?
[ক] বাস্তুসংস্থানের বিপন্নতা
✅ মানুষের অপরিণামদর্শী কর্মকা-
[গ] পরিবেশের ভারসাম্যহীনতা
[ঘ] বনজ সম্পদ কমে যাওয়া

৭৪. উদ্দীপকে উল্লিখিত বনভূমির জীববৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজন-
i. জাতীয় পর্যায়ে সমীক্ষা
ii. অভয়ারণ্য সৃষ্টি
iii. স্বল্পমেয়াদি গবেষণা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৭৫. যেসব গাছের পাতা একসঙ্গে ঝরে যায় না এবং সবুজ থাকে তাদেরকে কী বৃক্ষ বলা হয়?
✅ চিরহরিৎ
[খ] পাতাঝরা
[গ] স্রোতজ
[ঘ] পত্রপতনশীল

৭৬. পৃথিবীর বুকে কোন মন্ডলের বিরাজমান জীবদের সকল প্রকার বৈচিত্র্যময়তাই জীববৈচিত্র্য?
[ক] বায়ুমন্ডলের
✅ জীবমন্ডলের
[গ] অশ্মমন্ডলের
[ঘ] উষ্ণমন্ডলের

৭৭. মানুষের চুলের প্রকৃতি ও বর্ণ, নাক ও ঠোটের আকৃতি ও উচ্চতার দিক দিয়ে কীরূপ?
✅ অনেক পার্থক্য বিদ্যমান
[খ] সবাই একই প্রকৃতির
[গ] কোনো পার্থক্য নেই
[ঘ] সামান্য কিছু পার্থক্য আছে

৭৮. কৃষ্ণাঙ্গদের ঠোটের আকৃতি কেমন?
✅ মোটা
[খ] চিকন
[গ] মসৃণ
[ঘ] আঁকাবাঁকা

৭৯. আফ্রিকার মানুষ কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত?
[ক] ককেশাস
✅ নিগ্রো নৃ-গোষ্ঠী
[গ] দ্রাবিড়
[ঘ] অষ্টিক

৮০. আমেরিকান জনগণ কোন নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত
[ক] নিগ্রো
[খ] দ্রাবিড়
✅ ককেশাস
[ঘ] অষ্টিক

৮১. ভিন্ন প্রজাতির জীবের মধ্যে বিরাজমান বৈচিত্র্যতাকে কী বলে?
✅ প্রজাতিগত বৈচিত্র্য
[খ] জীনগত বৈচিত্র্য
[গ] বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
[ঘ] পরিবেশিক বৈচিত্র্য

৮২. কোনো নির্দিষ্ট এলাকায় বিরাজমান মোট প্রজাতির সংখ্যা দ্বারা কী পরিমাপিত হয়?
[ক] জীনগত বৈচিত্র্য
✅ প্রজাতিগত বৈচিত্র্য
[গ] পরিবেশিক বৈচিত্র্য
[ঘ] বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য

৮৩. নিচের কোনটির মধ্যে অনেক ক্ষেত্রে বৈশিষ্ট্যের সাদৃশ্য রয়েছে?
✅ রয়েল বেঙ্গল টাইগার এবং সিংহ
[খ] গরু এবং পাখি
[গ] কুকুর এবং ছাগল
[ঘ] বন মোরগ এবং সাপ

৮৪. কোনো দেশের অর্থনীতিতে কোন সম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ?
[ক] প্রাণিসম্পদ
✅ বনজসম্পদ
[গ] মানবসম্পদ
[ঘ] মৎস্যসম্পদ

৮৫. বাংলাদেশের অর্থনীতিতে কোন সম্পদ অনন্য ভূমিকা পালন করে?
✅ বনজসম্পদ
[খ] খনিজসম্পদ
[গ] প্রাণিসম্পদ
[ঘ] মানবসম্পদ

৮৬. সরলবর্গীয় বনভূমি কোন দেশে পরিদৃষ্ট হয়?
✅ বাংলাদেশে
[খ] ভুটানে
[গ] আফগানিস্তানে
[ঘ] নেপালে

৮৭. ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর জেলায় কোন শ্রেণির বনভূমি অবস্থিত?
✅ ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি
[খ] ক্রান্তীয় চিরহরিৎ এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি
[গ] পর্ণমোচী বনভূমির বৃক্ষ
[ঘ] গরান ও স্রোতজ বনভূমি

৮৮.মধুপুরের বনভূমি কোথায় অবস্থিত?
[ক] গাজীপুর ও নরসিংদী জেলায়
[খ] বাগেরহাট ও সাতক্ষীরা জেলায়
✅ ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায়
[ঘ] কক্সবাজার ও বান্দরবান জেলায়

৮৯. সামান্য কিছু ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি দেশের কোন কোন জেলায় দেখতে পাওয়া যায়?
✅ রংপুর ও দিনাজপুর
[খ] নওগাঁ ও রাজশাহী
[গ] পাবনা ও সিরাজগঞ্জ
[ঘ] কুষ্টিয়া ও মেহেরপুর

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. ভাওয়ালের বনভূমি কোন জেলায় অবস্থিত?
[ক] নরসিংদী
[খ] ঢাকা
✅ গাজীপুর
[ঘ] ময়মনসিংহ

৯১. মৃত্তিকা, জলবায়ু, উদ্ভিজ্জ ও প্রাণিজগতের সাথে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কয় ধরনের গাছ জন্মে?
[ক] দুই ধরনের
✅ তিন ধরনের
[গ] চার ধরনের
[ঘ] পাঁচ ধরনের

৯২. বাংলাদেশের স্থলজ বায়োমকে কয়টি অঞ্চলে ভাগ করা যায়?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৯৩. কোনটি দ্বিতীয় স্তরের খাদক?
[ক] সাপ
[খ] বেজি
[গ] চিল
✅ পাখি

৯৪. উপকূলীয় অঞ্চলের বনভূমির মাটি-
i. কর্দমাক্ত
ii. লবণাক্ত
iii. জলাবদ্ধ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৫. সকল জৈব যৌগের গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান কী?
[ক] হিলিয়াম
[খ] নাইট্রোজেন
✅ কার্বন
[ঘ] অক্সিজেন

৯৬. কার্বনের মূল উৎস কোনটি?
[ক] অশ্মমন্ডল
[খ] জীবমন্ডল
[গ] বারিমন্ডল
✅ বায়ুমন্ডল

৯৭. বায়ুমন্ডলের কার্বনের পরিমাণ কত?
[ক] ০.০২%
✅ ০.০৩%
[গ] ০.০৪%
[ঘ] ০.০৫%

৯৮. অনেক সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণিদেহে কী সঞ্জিত থাকে?
✅ তেল
[খ] রক্ত
[গ] শ্যাওলা
[ঘ] পলি

HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৯

৯৯. বায়ুমন্ডল থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে বায়ুমন্ডলে কার্বন CO2 গ্যাসরূপে কীভাবে আবর্তন ঘটে?
[ক] তীর্যকভাবে
[খ] লম্বাভাবে
[গ] বক্রাকারে
✅ চক্রাকারে

১০০. কোনটি ছাড়া কোনো জৈব পদার্থ তৈরি হতে পারে না?
[ক] নাইট্রোজেন
✅ কার্বন
[গ] অ্যামোনিয়া
[ঘ] নাইট্রেট

১০১. প্রকৃতিতে ভারসাম্য রক্ষা হয় কিসের দ্বারা?
[ক] নাইট্রোজেন চক্র
[খ] অক্সিজেন চক্র
✅ কার্বন চক্র
[ঘ] হিলিয়াম চক্র
Share:

0 Comments:

Post a Comment