HSC ভূগোল ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 2nd Paper mcq question and answer. HSC Geography 2nd Paper mcq questions pdf download. HSC vugol 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
ভূগোল
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৪

HSC Geography 2nd Paper
MCQ
question and answer pdf download

১.ঢালু ভূমি ও পর্যাপ্ত বৃষ্টিপাত কোন ফসল চাষের সহায়ক?
✅ চা
[খ] আখ
[গ] গম
[ঘ] ধান

২. কৃষিকাজের অর্থনৈতিক নিয়ামক কোনটি?
[ক] জনসংখ্যা
[খ] বিজ্ঞান ও প্রযুক্তি
✅ পরিবহন
[ঘ] সরকারি নীতি

৩. বিশ্বের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কোনটি?
✅ ধান
[খ] গম
[গ] যব
[ঘ] ভুট্রা

৪. গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাতের পরিমাণ-
[ক] ২০ - ৫০ সে.মি.
[খ] ৩০ - ৫০ সে.মি.
✅ ৩০ - ১০০ সে.মি.
[ঘ] ৬০ - ১৫০ সে.মি.

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:

৫. উদ্দীপকের 'ই' চিহ্নিত অঞ্চলে উৎপাদিত শীর্ষস্থানীয় ফসল কোনটি?
[ক] ধান
[খ] গম
✅ আখ
[ঘ] চা

৬. উদ্দীপকের 'A' ও 'B' দেশে উৎপাদনের দিক থেকে শীর্ষস্থানীয় ফসলের ভৌগোলিক নিয়ামকের বৈসাদৃশ্য-
i. তাপমাত্রায়
ii. ভূপ্রকৃতিতে
iii. মৃত্তিকায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭. বিশ্বে দ্বিতীয় প্রধান কৃষিখাত কোনটি?
[ক] ফসল উৎপাদন
✅ পশুপালন
[গ] বনায়ন
[ঘ] মৎস্য চাষ

৮. বিশ্বের শীর্ষ আখ উৎপাদনকারী দেশ কোনটি?
[ক] থাইল্যান্ড
[খ] ভারত
✅ ব্রাজিল
[ঘ] চীন

৯. আখের আদিভূমি কোথায় অবস্থিত?
[ক] ব্রাজিল
[খ] মেক্সিকেৎ
[গ] থাইল্যান্ড
✅ ভারত

নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:
একটি খাদ্যশস্যের বৈজ্ঞানিক নাম Triticum Sativum। এর প্রধান জাতগুলোর আদিভূমির একটি স্থান হলো উত্তর আমেরিকা। পরবর্তীকালে এ অঞ্চল থেকে শস্যটি সারা বিশ্বে বিস্তারলাভ করে।

১০. উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যটি কোনটি?
ক যব
[খ] ভুট্টা
[গ] ধান
✅ গম

১১. উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যটি উৎপাদনের জন্য প্রয়োজন
i. ১৫° - ২০° সে. তাপমাত্রা
ii. ৫০ সে.মি. - ১০০ সে.মি. বৃষ্টিপাত
iii. কর্দময় দোআঁশ মৃত্তিকা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও:
ঐশী বাবার সাথে বেড়াতে গিয়ে দেখল পাহাড়ের ঢালে সবুজে আচ্ছাদিত ভূমি। বাবা বললেন ইহা এক ধরনের কৃষি পদ্ধতি।

১২. ঐশীর বাবা কোন ধরনের কৃষি পদ্ধতির ইঙ্গিত করেছেন?
[ক] প্রগাঢ়
[খ] ব্যাপক
[গ] মিশ্র
✅ বাগান

১৩. উদ্দীপকে ইঙ্গিতকৃত কৃষি পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছেত
i. নারী শ্রমিকের আধিক্যi
i. ছায়াদানকারী বৃক্ষ
iii. স্বাভাবিক বৃষ্টিপাত

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪. চা উৎপাদনে অনুকূল অবস্থা-
i. ঢালু ভূমি
ii. অপেক্ষাকৃত নিচু ভূমি
iii. প্রচুর বৃষ্টিপাত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও:
কাঁচামাল হিসেবে একটি ফসলকে কেন্দ্র করে বাংলাদেশের উত্তরবঙ্গে কিছু শিল্প গড়ে উঠেছে যা চট্টগ্রাম অঞ্চলে দেখা যায় না।

১৫. ফসলটি সবচেয়ে বেশি কোন দেশে উৎপন্ন হয়?
[ক] চীন
✅ ব্রাজিল
[গ] ভারত
[ঘ] মালদ্বীপ

১৬. উদ্দীপকের ফসলটি-
i. ক্রান্তীয় ও উপক্রান্তীয় এলাকায় জন্মে
ii. চাষের জন্য বৃষ্টিপাত দরকার হয়
iii. বেলে মাটিতে উৎপাদন ভালো হয়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

১৭. বসতি গড়ে ওঠার সাংস্কৃতিক নিয়ামক কোনটি?
[ক] ভূপ্রকৃতি
[খ] জলবায়ু
✅ কৃষি
[ঘ] মাটি

১৮. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি?
[ক] চা
✅ পাট
[গ] আখ
[ঘ] তামাক

১৯. পৃথিবীর প্রধান গম উৎপাদনকারী দেশ কোনটি?
[ক] রাশিয়া
[খ] যুক্তরাষ্ট্র
[গ] ভারত
✅ গণচীন

২০. ঢালু ভূমি ও পর্যাপ্ত বৃষ্টিপাত কোন ফসল চাষের সহায়ক?
[ক] গম
[খ] ধান
[গ] আখ
✅ চা

২১. নিরক্ষীয় অঞ্চলে সাধারণত গম চাষ করা হয় না কেন?
i. তাপমাত্রার আধ্যিকের কারণে
ii. বৃষ্টিপাতের আধ্যিকের কারণে
iii. মৃত্তিকায় জৈব পদার্থের ঘাটতির কারণে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:
২০১৩ সালের হিসাব অনুযায়ী 'A' ও 'B' দেশ দুটি তাদের প্রধান খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে যথাক্রমে চতুর্থ ও ষষ্ঠ স্থানে রয়েছে। উক্ত খাদ্যশস্য রপ্তানির ক্ষেত্রে 'A' দেশের তেমন ভূমিকা না থাকলেও 'B' দেশটি প্রায় শীর্ষ স্থানে রয়েছে।

২২. উদ্দীপকের দেশ দুটিতে যে খাদ্যশস্য উৎপন্ন হয় তার অনুকূল তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড?
[ক] ৮-১৭
✅ ১৮-২৭
[গ] ২৮-৩৭
[ঘ] ৩৮-৪৭

২৩. উদ্দীপকে উল্লিখিত 'A' দেশটি ইঙ্গিতপূর্ণ খাদ্যশস্যটির রপ্তানি বাণিজ্যে কম গুরুত্বপূর্ণ কেন?
i. অধিক জনসংখ্যা
ii. অভ্যন্তরীণ চাহিদা
iii. বাজারজাতকণের অসুবিধা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪. Agriculture কোন শব্দ?
✅ ল্যাটিন শব্দ
[খ] ফারসি শব্দ
[গ] ইংরেজি শব্দ
[ঘ] গ্রিক শব্দ

২৫. কৃষি এক ধরনের-
[ক] বৃহৎ শিল্প
[খ] কুটিরশিল্প
✅ জেনেটিক শিল্প
[ঘ] ক্ষুদ্র শিল্প

২৬. কৃষির নিয়ামক কয়টি?
[ক] ৫টি
[খ] ৪টি
✅ ৩টি
[ঘ] ২টি

২৭. কাদা মাটির বুনন বৈশিষ্ট্য কোনটি?
✅ সুসম
[খ] পরিমিত
[গ] মোটা
[ঘ] মধ্যম

২৮. পরিমিত ‘মোটা’ কোন মাটির বুনন বৈশিষ্ট্য?
[ক] কাদা মাটি
[খ] দোআঁশ মাটি
[গ] পলি মাটি
✅ বালি মাটি

২৯. মৃত্তিকায় pH মান কত হলে তা নিরপেক্ষ মাটি নির্দেশ করে?
[ক] ৫
[খ] ৬
✅ ৭
[ঘ] ৮

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. মৃত্তিকায় মোটা পাথরের ব্যাস কত মিলিমিটার?
[ক] ১<
[খ] <২
✅ >২
[ঘ] ২

৩১. মৃত্তিকায় উপস্থিত কণার মধ্যে কোনটির ব্যাস <.০০২ মিলিমিটার?
[ক] পলি
✅ কাদা
[গ] চিকন বালি
[ঘ] চিকন পাথর

৩২. কোনটি বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে?
✅ উদ্ভিদ
[খ] মাটি
[গ] বাতাস
[ঘ] পাহাড়

৩৩. পৃথিবীর সর্বাধিক ধান উৎপাদনকারী মহাদেশ কোনটি?
✅ এশিয়া
[খ] ইউরোপ
[গ] আফ্রিকা
[ঘ] উত্তর আমেরিকা

৩৪. ধান চাষে প্রভাববিস্তারকারী উপাদানগুলোকে কী বলা হয়?
✅ ভৌগোলিক অবস্থা
[খ] রাজনৈতিক অবস্থা
[গ] প্রযুক্তিগত অবস্থা
[ঘ] সামাজিক অবস্থা

৩৫. খরিফ শস্য কোন ঋতুভিত্তিক ফসল?
[ক] গ্রীষ্মকালীন
[খ] শীতকালীন
✅ বর্ষাকালীন
[ঘ] শরকালীন

৩৭. ধান উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
[ক] জাপান
✅ চীন
[গ] ভারত
[ঘ] বাংলাদেশ

৩৬. ধান উৎপাদনে কোন দেশ তৃতীয় স্থানে রয়েছে?
[ক] বাংলাদেশ
[খ] ভিয়েতনাম
[গ] থাইল্যান্ড
✅ ইন্দোনেশিয়া

৩৭. ইন্দোনেশিয়ার কোন অঞ্চল ধান উৎপাদনে প্রসিদ্ধ?
✅ জাভা
[খ] সুমাত্রা
[গ] বোর্নিও
[ঘ] সেলিবিস

৩৮. ধান উৎপাদনে বাংলাদেশ কততম স্থানে রয়েছে?
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
✅ চতুর্থ

৩৯. পৃথিবীর ধান্যাগার (Rice Bowl) বলা হয় কোন দেশকে?
✅ চীন
[খ] ভারত
[গ] বাংলাদেশ
[ঘ] মায়ানমার

৪০. জাপানিকা ও ইন্ডিকা প্রকৃতির ধান কোন অঞ্চলের উৎপাদিত ধান?
[ক] তুন্দ্র
✅ মৌসুমি
[গ] পার্বত্য
[ঘ] সামুদ্রিক

৪১. ধান চাষের অনুকূল তাপমাত্রা কত?
✅ ১৬° - ৩০° সেলসিয়াস
[খ] ১৬° - ২২° সেলসিয়াস
[গ] ২০° - ৩৫° সেলসিয়াস
[ঘ] ১৯° - ৩০° সেলসিয়াস

৪২. গম রপ্তানিকারক দেশ কোনটি?
[ক] মিশর
[খ] ইরান
[গ] বাংলাদেশ
✅ কানাডা

৪৩. কোন জমিতে চা ভালো হয়?
[ক] সমতল জমি
[খ] বন্ধুর জমি
✅ ঢালু জমি
[ঘ] নিচু জমি

৪৪. চা রপ্তানিতে চীন কততম?
✅ প্রথম
[খ] তৃতীয়
[গ] চতুর্থ
[ঘ] পঞ্চম

৪৫. কোন মহাদেশে মহিষপালন করা হয় না?
[খ] আফ্রিকা
[খ] ইউরোপ
✅ উত্তর আমেরিকা
[ঘ] দ. আমেরিকা

৪৬. চা চাষের জন্য কেমন জলবায়ু উপযোগী?
[ক] উষ্ণ
✅ উষ্ণ ও আর্দ্র
[গ] আর্দ্র
[ঘ] শীতল

৪৭. ছাগল উন্নয়ন ও পাঁঠাকেন্দ্র কোথায় অবস্থিত?
[ক] শরিয়তপুর
[খ] মাদারীপুর
[গ] ফরিদপুর
✅ রাজবাড়ি

৪৮. বাংলাদেশ মাছ রপ্তানিতে বিশ্বে কততম স্থানে রয়েছে?
[ক] চতুর্থ
[খ] পঞ্চম
[গ] ষষ্ঠ
✅ সপ্তম

৪৯. বিশ্বে তুলা উৎপাদনে কোন দেশ শীর্ষে রয়েছে?
✅ চীন
[খ] ভারত
[গ] যুক্তরাষ্ট্র
[ঘ] পাকিস্তান

৫০. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়?
✅ ১৯৭০ সালে
[খ] ১৯৭৫ সালে
[গ] ১৯৭৬ সালে
[ঘ] ১৯৭৮ সালে

৫১. BADC এর পূর্ণরূপ কোনটি?
[ক] Bangladesh Agriculture Development Commitee
✅ Bangladesh Agriculture Development Corporation
[গ] Bangladesh Agrotec Development Commitee.
[ঘ] Bangladesh Agriculture Development Corporation

৫২. BADC কোন মন্ত্রণালয়ের অধীনে?
✅ কৃষি মন্ত্রণালয়
[খ] বাণিজ্য মন্ত্রণালয়
[গ] অর্থ মন্ত্রণালয়
[ঘ] আইন মন্ত্রণালয়

৫৩. বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
✅ ঢাকা
[খ] গাজীপুর
[গ] পাবনা
[ঘ] রংপুর

৫৪. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
✅ ১৯৬১ সালে
[খ] ১৯৬২ সালে
[গ] ১৯৬৩ সালে
[ঘ] ১৯৬৪ সালে

৫৫. কোন মাসে আউশ ধানের চাষ শুরু হয়?
✅ বৈশাখ
[খ] শ্রাবণ
[গ] ভাদ্র
[ঘ] অগ্রহায়ণ

৫৬. বাংলাদেশে সর্বত্র ধানের চাষ হয় যে কারণে-
i. উর্বর পলল মৃত্তিকা
ii. প্রয়োজনীয় উত্তাপ
iii. প্রয়োজনীয় বৃষ্টিপাত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৭. বাংলাদেশ বিশ্বের অন্যতম চা রপ্তানিকারক দেশ। চা রপ্তানির ক্ষেত্রে যে দেশগুলো গ্রহণযোগ্য-
i. ভারত
ii. চীন
iii. জাপান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৮. কৃষিকার্যকে প্রভাবিত করে-
i. অবস্থান
ii. উচ্চতা
iii. ঢাল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৯. হিমালয়ের পার্বত্য অঞ্চলে প্রায় ৩,০০০ মিটার উচ্চতায় চাষ হয়-
i. যব
ii. গম
iii. ওট

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. মাটির ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটায়-
i. ব্যাকটেরিয়া
ii. ভাইরাস
iii. ছত্রাক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬১. থাইল্যান্ডের বেশিরভাগ ধান চাষ হয়-
i. ব্যাংকক শহরে
ii. মেনাব নদীর অববাহিকায়
iii. বদ্বীপ অঞ্চলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৬২. বাংলাদেশে গো-চারণের জন্য বাথান রয়েছে-
i. পাবনা
ii. রংপুর
iii. সিরাজগঞ্জ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৬৩ থেকে ৩৪ নং প্রশ্নের উত্তর দাও:
BINA বাংলাদেশের একটি ধান গবেষণামূলক সংস্থা। এ সংস্থাটি নাজিরশাইল ধানের মধ্যে গামা রশি প্রয়োগ করে বিনাশাইল ধান উদ্ভাবন করে।

৬৩. BINA এর পূর্ণরূপ কোনটি?
[ক] Bangladesh Internal Nuclear Agriculture.
[খ] Bangladesh Institute of New Agriculture.
[গ] Bangladesh Institute of Nuclear Agrotec.
✅ Bangladesh Institute of Nuclear Agriculture.

৬৪. উক্ত সংস্থাটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৬৮ সালে
[খ] ১৯৬৯ সালে
[গ] ১৯৭০ সালে
✅ ১৯৭২ সালে

৬৫. উক্ত সংস্থা কর্তৃক উদ্ভাবিত লবণসহিষ্ণু ধান হলো-
i. বিনা-৮
ii. বিনা-৯
iii. বিনা-১০

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৬৬ ও ৬৭নং প্রশ্নের উত্তর দাও:
কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে সার প্রয়োগ, কীটনাশক ব্যবহার, ভূনিমণস্থ পানি, একই জমি অধিকবার ব্যবহার করে ফসল ফলানো হয়, এছাড়া আমদানিকৃত অনেক আধুনিক যন্ত্রও ব্যবহার করা হয়।

৬৬. উদ্দীপকে উল্লিখিত প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষিতে কী প্রভাব পড়ছে?
✅ কৃষির ফলন বৃদ্ধি পাচ্ছে
[খ] কৃষির ফলন হ্রাস পাচ্ছে
[গ] মাটির উবর্রাশক্তি বাড়ছে
[ঘ] খাদ্য রপ্তানি বাড়ছে

৬৭. কৃষিতে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতির মধ্যে উল্লেখযোগ্য হলো-
i. স্পেয়ার
ii. থ্রেসার
iii. এক্স-রে মেশিন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬৮ থেকে ৭০নং প্রশ্নের উত্তর দাও:
রপ্তানি আমদানি
দেশ পরিমাণ, (লক্ষ মেট্রিক টন) দেশ পরিমাণ, (লক্ষ মেট্রিক টন)
ফ্রান্স ১৬৮.৭২ খ ৫৪.৬০
আর্জেন্টিনা ৫১.১৮ জার্মানি ৪০-৬৯
ক ৩২.২৯ স্পেন গ

৬৮. উপরের তালিকায় ‘ক’ চিহ্নিত স্থানে কোন দেশ হবে?
[ক] যুক্তরাষ্ট্র
[খ] অস্ট্রেলিয়া
[গ] কানাডা
✅ কাজাখস্তান

৬৯. সবচেয়ে কম গম রপ্তানিকারী দেশ কোনটি?
✅ কাজাখস্তান
[খ] আর্জেন্টিনা
[গ] ফ্রান্স
[ঘ] অস্ট্রেলিয়া

৭০. কোন দেশ বছরে ৫৪.৬০ লক্ষ মেট্রিক টন গম আমদানি করে?
✅ ইরান
[খ] জাপান
[গ] ইতালি
[ঘ] আলজেরিয়া

নিচের উদ্দীপকটি পড় এবং ৭১ ও ৭২নং প্রশ্নের উত্তর দাও:
অর্থকরী ফসলের মধ্যে বাগিচা শস্য চা অন্যতম। পৃথিবীর অল্পকয়টি দেশে চা উৎপন্ন হয়। পৃথিবীর মোট উৎপাদিত চায়ের মধ্যে বেশিরভাগ চা এশিয়া মহাদেশে উৎপন্ন হয়। তবে অন্যান্য অঞ্চলেও চা উৎপন্ন হয়।

৭১. উদ্দীপকে উল্লিখিত ফসলটির কত ভাগ এশিয়া মহাদেশে উৎপন্ন হয়?
✅ ৮৪ ভাগ
[খ] ৮২ ভাগ
[গ] ৮০ ভাগ
[ঘ] ৭৮ ভাগ

৭২. উক্ত ফসলটি চাষের জন্য কত সেমি বৃষ্টিপাত প্রয়োজন?
✅ ২৫০ সে.মি.
[খ] ২৭০ সে.মি.
[গ] ২৮০ সে.মি.
[ঘ] ২০০ সে.মি.

৭৩. আনুমানিক কত বছর পূর্বে পশুপালন শুরু হয়?
[ক] ১০ হাজার খ্রিস্টপূর্বাব্দ
[খ] ১১ হাজার খ্রিস্টপর্বাব্দ
✅ ১২ হাজার খ্রিস্টপূর্বাব্দ
[ঘ] ১৪ হাজার খ্রিস্টপূর্বাব্দ

৭৪. আনুমানিক কত বছর পূর্বে কৃষির উৎপত্তি হয়েছিল?
[ক] ১৫ হাজার বছর পূর্বে
[খ] ১৪ হাজার বছর পূর্বে
[গ] ১২ হাজার বছর পূর্বে
✅ ১০ হাজার বছর পূর্বে

৭৫. তন্তুজাতীয় ফসল কোনটি?
[ক] তিল
[খ] তিসি
✅ পাট
[ঘ] সরিষা

৭৬. কত বছর পূর্বে পশুপালন পর্যায় শুরু হয়েছিল?
[ক] ১০-৩ মিলিয়ন বছর পূর্বে
[খ] ১২-৩ মিলিয়ন বছর পূর্বে
[গ] ১৪-৩ মিলিয়ন বছর পূর্বে
✅ ১৫-৩ মিলিয়ন বছর পূর্বে

৭৭. সর্বপ্রথম কোন অঞ্চলে মেষপালন শুরু হয়?
✅ দক্ষিণ-পূর্ব এশিয়া
[খ] উত্তর-পশ্চিম ইউরোপ
[গ] দক্ষিণ আফ্রিকা
[ঘ] দক্ষিণ এশিয়া

৭৮. কাদের কাছ থেকে আমরা পশুপালন শিখেছি?
[ক] পর্যটকদের কাছ থেকে
[খ] নাবিকদের কাছ থেকে
[গ] ব্যবসায়ীদের কাছ থেকে
✅ যাযাবরদের কাছ থেকে

৭৯. গবাদি পশু পালনের প্রধান উদ্দেশ্য কয়টি?
[ক] ৪টি
✅ ৩টি
[গ] ২টি
[ঘ] ১টি

৮০. পৃথিবীর কয়টি অঞ্চলে সুশৃঙ্খলভাবে পশুপালন ক্ষেত্র গড়ে উঠেছে?
[ক] ৭টি অঞ্চলে
[খ] ৬টি অঞ্চলে
[গ] ৫টি অঞ্চলে
✅ ৪টি অঞ্চলে

৮১. মাখন উৎপাদনে কোন দেশ বিখ্যাত?
[ক] ব্রিটেন
[খ] জার্মানি
✅ ডেনমার্ক
[ঘ] হল্যান্ড

৮২. কত খ্রিষ্টাব্দে নিউজিল্যান্ডে পশুপালন খামারের গোড়াপত্তন হয়?
[ক] ১৮২০ খ্রিস্টাব্দে
[খ] ১৮৩০ খ্রিস্টাব্দে
✅ ১৮৪০ খ্রিস্টাব্দে
[ঘ] ১৮৫০ খ্রিস্টাব্দে

৮৩. মাখন ও পনির রপ্তানির ক্ষেত্রে কোন দেশ বিশ্বে শীর্ষে?
[ক] জার্মানি
[খ] অস্ট্রেলিয়া
✅ নিউজিল্যান্ড
[ঘ] হল্যান্ড

৮৪. বর্তমানে দুধ ও মাখন উৎপাদনে কোন দেশ শীর্ষে রয়েছে?
[ক] আমেরিকা
✅ রাশিয়া
[গ] নিউজিল্যান্ড
[ঘ] হল্যান্ড

৮৫. পৃথিবীর পশুপালন অঞ্চলসমূহ হলো-
i. উত্তর-পশ্চিম ইউরোপীয় অঞ্চল
ii. দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চল
iii. মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৬. ফ্রান্সের জন্য সঠিক তথ্যটি হলো-
i. দুধ উৎপাদনে প্রথম
ii. দুধ উৎপাদনে তৃতীয়
iii. মাখন উৎপাদনে দ্বিতীয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৭. পৃথিবীর দুধজাত দ্রব্যের শিল্পের গুরুত্বপূর্ণ অঞ্চল হলো-
i. কানাডা দক্ষিণ-পূর্ব অঞ্চল
ii. মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চল
iii. মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাংশ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৮. মত্স্য চাষের অন্তর্ভুক্ত অঞ্চলসমূহ হলো-
i. এশিয়ার পূর্ব উপকূলীর অঞ্চল
ii. ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চল
iii. উত্তর-পশ্চিম ইউরোপীয় অঞ্চল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৯. বাংলাদেশের শ্রমশক্তির মোট কত ভাগ কৃষির সাথে জড়িত?
[ক] ৪৪.৩০ ভাগ
[খ] ৪৫.৩০ ভাগ
[গ] ৪৬.৩০ ভাগ
✅ ৪৭.৩০ ভাগ

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. আমন ধান কোন জেলায় ভালো হয়?
[ক] সিলেট
✅ রংপুর
[গ] ময়মনসিংহ
[ঘ] পাবনা

৯১. সিলেটে কোন ধান ভালো হয়?
[ক] আমন
[খ] আউশ
✅ বোরো
[ঘ] ইরি

৯২. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়?
✅ ১৯৭০ সালে
[খ] ১৯৭৫ সালে
[গ] ১৯৭৬ সালে
[ঘ] ১৯৭৮ সালে

৯৩. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?
[ক] অর্থ মন্ত্রণালয়
[খ] বাণিজ্য মন্ত্রণালয়
✅ কৃষি মন্ত্রণালয়
[ঘ] শিল্প মন্ত্রণালয়

৯৪. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায়?
[ক] ঢাকা
✅ গাজীপুর
[গ] পাবনা
[ঘ] রংপুর

৯৫. ব্রি BRRI কর্তৃক উদ্ভাবিত প্রথম ধানের জাত কোনটি?
✅ বি আর-১ (চন্দনা)
[খ] বিনাশাইল
[গ] ইরি
[ঘ] আউশ

৯৬. ব্রি হাইব্রিড ধানের এককপ্রতি উৎপাদন কত?
[ক] ৫ টন
[খ] ৬ টন
[গ] ৭ টন
✅ ৮ টন

৯৭. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৭০ সালে
[খ] ১৯৭২ সালে
✅ ১৯৭৬ সালে
[ঘ] ১৯৭৯ সালে

৯৮. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
✅ গাজীপুর
[খ] ময়মনসিংহ
[গ] পাবনা
[ঘ] রংপুর

৯৯. BINA এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
[ক] গাজীপুর
✅ ময়মনসিংহ
[গ] রংপুর
[ঘ] কুমিল্লা

HSC ভূগোল ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪

১০০. BARI এর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কয়টি?
✅ ৬টি
[খ] ৭টি
[গ] ৮টি
[ঘ] ৯টি

১০১. সারাদেশে BADC এর অধীনে কয়টি হিমাগার রয়েছে?
[ক] ১৪টি
✅ ১৬টি
[গ] ১৭টি
[ঘ] ২০টি

১০২. DAE এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
✅ ঢাকায়
[খ] গাজীপুর
[গ] ময়মনসিংহ
[ঘ] পাবনা

১০৩. DAE কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৬০ সালে
✅ ১৯০৫ সালে
[গ] ১৯৬২ সালে
[ঘ] ১৯৬৩ সালে
Share:

0 Comments:

Post a Comment