HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 1st paper mcq question and answer. HSC Logic 1st paper mcq questions pdf download. HSC Logic 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
যুক্তিবিদ্যা
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৮

HSC Logic 1st Paper
MCQ
question and answer pdf download

১. ‘যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে’ এর সাংকেতিক রূপ হবে-
[ক] p ≡ q
[খ] p • q
✅ p ⊃ q
[ঘ] p v q

২. প্রতীক কোনটি?
[ক] কতগুলো বর্ণ
[খ] সবুজ বাতি
[গ] গাড়ির হর্ন
✅ '+' (যোগ) চিহ্ন

৩. যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার সীমিত
[ক] প্রতীকের সংকট থাকায়
[খ] প্রতীক দুর্বোধ্য হওয়ায়
[গ] পদ্ধতিগত ত্রুটির কারণে
✅ ভাষার ব্যবহার বেশি হওয়ায়

৪. আধুনিক যুক্তিবিদগণ ধ্রুবক প্রতীক ব্যবহার করেন কেন?
[ক] বাক্য ব্যক্ত করার জন্য
[খ] আকার প্রসারণের জন্য
[গ] আকার ব্যাক্ত করার জন্য
✅ বাক্যের সংক্ষেপণের জন্য

৫. ট্রাফিকের লাল বাতি কী ধরনের
[ক] স্বাভাবিক
[খ] কৃত্রিম
[গ] চলক
✅ ধ্রুবক

৬. p • q- এটি কোন যৌক্তিক বাক্য?
[ক] প্রাকল্পিক
[খ] বৈকল্পিক
[গ] নিষেধক
✅ সংযৌগিক

উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
এখন বর্ষাকাল। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। মা তার ছেলেকে বললো, 'যদি স্কুলে যাও তবে ছাতা নিয়ে যাও।' ছেলে তার মাকে বললো, 'আমি ছাতা নিয়ে স্কুলে যাব।'

৭. ‘যদি স্কুলে যাও তবে ছাতা নিয়ে যাও'- বাক্যটির প্রতীকী রূপ কোনটি?
✅ p ⊃ q
[খ] p v q
[গ] p • q
[ঘ] p ≡ q

৮. মা ও ছেলের বক্তব্যের মধ্যে অমিল-
✅ মায়ের বক্তব্য শর্তযুক্ত এবং ছেলের বক্তব্য শর্তহীন
[খ] মায়ের বক্তব্য শর্তহীন এবং ছেলের বক্তব্য শর্তযুক্ত
[গ] মা এবং ছেলে উভয়ের বক্তব্য শর্তহীন
[ঘ] মা এবং ছেলে উভয়ের বক্তব্য শর্তযুক্ত

৯. কোনো কিছুর লিখিত বা কথিত চিহ্নকে কী বলে?
[ক] সংকেত
✅ প্রতীক
[গ] চিহ্ন
[ঘ] নির্দেশক

১০. প্রতীকের ব্যাপক ব্যবহার শুরু হয় কার মাধ্যমে?
[ক] লাইবনিজ
✅ জর্জ বুল
[গ] স্টেবিং
[ঘ] এরিস্টটল

১১. গাড়িতে লাল রঙের '+' চিহ্ন কিসের প্রতীক?
[ক] শান্তির
[খ] দেশের
✅ চিকিৎসা সেবার
[ঘ] সন্ধির

১২. শাওন কোনো কিছু নির্দেশ করার জন্য এক ধরণের চিহ্ন ব্যবহার করে। তার এসব ব্যবহৃত চিহ্নকে কী বলে?
✅ প্রতীক
[খ] সংকেত
[গ] চিহ্ন
[ঘ] নির্দেশক

১৩. প্রতীক প্রধানত কয় প্রকার?
[ক] এক
✅ দুই
[গ] তিন
[ঘ] চার

১৪. কোন প্রতীকের একটি সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয় অর্থ থাকে?
[ক] গ্রাহক
[খ] শাব্দিক
✅ ধ্রুবক
[ঘ] লিখিত

১৫. যুক্তির বৈধতা বিচারের কাজকে সহজ করে কোনটি?
[ক] সংকেত
✅ প্রতীক
[গ] চিহ্ন
[ঘ] যুক্তি

১৬. লাইবনিজের মতে, নিচের কোনটি কতগুলো প্রতীকায়িত মৌলিক ধারণার ওপর প্রতিষ্ঠিত?
[ক] ব্যবহারিক গণিত
[খ] উচ্চতর গণিত
✅ সার্বিক গণিত
[ঘ] পরিসংখ্যান

১৭. প্রতীক কোন ধরনের বিষয়?
✅ আকারগত
[খ] বস্তুগত
[গ] বিষয়গত
[ঘ] আদর্শনিষ্ঠ

১৮. সংযৌগিক বাক্যের প্রতীক কোনটি?
✅ •
[খ] v
[গ] ⊃
[ঘ] ~

১৯. ‘মামুন বিনয়ী এবং পরিশ্রমী’ - এই বাক্যের প্রতীকী রূপ কী?
✅ p . q
[খ] p v q
[গ] p ≡ q
[ঘ] p ⊃ q

২০. প্রতীকী যুক্তিবিদ্যার ক্রমবিকাশ কয়টি পথ ধরে চলেছে?
✅ দুইটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

২১. যুক্তিবিদ জর্জ বুলের হাত ধরে নিচের কোনটির সৃষ্টি হয়েছে?
[ক] আরোহ ধরনের প্রতীকায়িত যুক্তিবিদ্যা
✅ অবরোহ ধরনের প্রতীকায়িত যুক্তিবিদ্যা
[গ] বীজগাণিতিক যুক্তি
[ঘ] জ্যামিতিক যুক্তি

২২. জর্জ বুলের মতে চিন্তার উপাদান কী?
✅ সংকেত
[খ] পরিমাপ
[গ] ভাষা
[ঘ] মূল্যবোধ

২৩. প্রতীক সব সময়ই নির্ভরশীলত
i. মানুষের আচার-আচরণের ওপর
ii. মানুষের ব্যবহারের ওপর
iii. মানুষের ব্যাখ্যার ওপর

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২৪. প্রতীকী যুক্তিবিদ্যার ক্রমবিকাশ ঘটেছে-
i. লাইবনিজের চিন্তার গণনার প্রণালি অনুসরণে
ii. সার্বিক গণিতকে কেন্দ্র করে
iii. অবচেতন প্রক্রিয়ায়

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৫. রাসেল, হোয়াইট হেড কর্তৃক প্রকাশিত Principia Mathmatica - গ্রন্থে যে মূল বক্তব্য প্রকাশ পায়-
i. ব্যবহৃত সাধারণ ধারণাসমূহের বিশ্লেষণ
ii. সুষ্ঠুভাবে তার্কিক নীতি গঠন করা
iii. যুক্তিগত জটিলতা নিরসন করা

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
করোনা মহামারীর কারণে অনন্দ্যিকে অনলাইনে ক্লাস করতে হয়। ক্লাসে কোনো হোমওয়ার্কের খাতা দেখার সময় শিক্ষক মহোদয় ‘x’ বা ‘’ চিহ্ন ব্যবহার করেন।

২৬. শিক্ষক মহোদয়ের ব্যবহৃত চিহ্ন-পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে?
✅ সংকেত
[খ] প্রতীক
[গ] অনুমান
[ঘ] বিধেয়ক

২৭. উক্ত চিহ্ন ব্যবহারের কারণ-
i. ভাষার ত্রুটি দূর করা
ii. সচেতনতা সৃষ্টি
iii. সংক্ষিপ্ত অর্থ নির্দেশনা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২৮. আমরা কৃত্রিমভাবে যেসব চিহ্ন ব্যবহার করি তাদের কী বলে?
[ক] সংকেত
✅ প্রতীক
[গ] চিহ্ন
[ঘ] সংখ্যা

২৯. ভাষায় ব্যবহৃত শব্দগুলোকে কোন ধরনের প্রতীক বলে?
✅ শাব্দিক প্রতীক
[খ] গ্রাহক প্রতীক
[ঘ] পরিবর্ত প্রতীক
[গ] ধ্রুবক প্রতীক

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. রাইসা বাবার সাথে হাটার সময় রাস্তায় ‘লালবাতি’ দেখতে পায়। রাইসার দেখা এ বাতিটি কীসের প্রতীক?
[ক] ধীরে চলার
[খ] পথ চেনার
✅ গাড়ি থামানোর
[ঘ] দ্রুত রাস্তা পার হবার

৩১. কোনো বস্তু বা ব্যক্তির প্রতিনিধিত্বকারী চিহ্নকে কী বলে?
[ক] প্রতীক
✅ সংকেত
[গ] চিহ্ন
[ঘ] সংখ্যা

৩২. রবি দৈনিক শেষ রাতে আজানের ধ্বনি শুনতে পায়। এটি যুক্তিবিদ্যায় কীসের অন্তর্গত?
[ক] প্রতীক
✅ সংকেত
[গ] সত্য সারণি
[ঘ] ধ্রুবক

৩৩. অপরিকল্পিত ও স্বেচ্ছামূলক কোনটি?
[ক] প্রতীক
[খ] চিহ্ন
[গ] নির্দেশক
✅ সংকেত

৩৪. প্রতীকী যুক্তিবিদ্যায় সংকেত কয় প্রকার?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৩৫. মানুষের মনে সাংকেতিক প্রত্যাশা জাগায় কোনটি?
[ক] প্রতীক
✅ সংকেত
[গ] চিহ্ন
[ঘ] সংখ্যা

৩৬. সংকেতের ব্যাপকতা কোন ক্ষেত্রে বেশি?
[ক] সমাজ জীবনে
[খ] পারিবারিক জীবনে
✅ ব্যবহারিক জীবনে
[ঘ] ব্যক্তিগত জীবনে

৩৭. সব প্রতীককে কী বলা হয়?
[ক] চিহ্ন
✅ সংকেত
[গ] কার্য
[ঘ] অনুমান

৩৮. +, −, ×, ÷ এগুলো কোন ধরনের প্রতীক?
[ক] শাব্দিক প্রতীক
✅ অশাব্দিক প্রতীক
[গ] দৃষ্টান্তমূলক প্রতীক
[ঘ] পরিবর্তন প্রতীক

৩৯. কৃত্রিম সংকেতের ক্ষেত্রে আমরা কোন পদ্ধতিতে এর ব্যবহার যোগ্যতা সৃষ্টি করি?
[ক] পরিশেষ পদ্ধতি
✅ নিজস্ব পদ্ধতি
[গ] অনুসন্ধান পদ্ধতি
[ঘ] পরীক্ষণ পদ্ধতি

৪০. একজন ব্যক্তি পাহাড়ের চূড়া থেকে লক্ষ করল যে পাদদেশের এক স্থানে ধোঁয়া উড়ছে। এ দেখে সে বললো যে আগুন আছে। এখানে ঐ ব্যক্তি কোন ধরনের সংকেত ব্যবহার করেছে?
[ক] কৃত্রিম সংকেত
✅ প্রাকৃতিক সংকেত
[গ] শাব্দিক সংকেত
[ঘ] আপেক্ষিক সংকেত

৪১. কোনটি চিকিৎসা সেবার প্রতীক?
[ক] '+' চিহ্ন
[খ] লাল রঙের ‘√’ চিহ্ন
[গ] 'x' চিহ্ন
✅ লাল রঙের '+' চিহ্ন

৪২. হঠাৎ রাস্তার সিগন্যালে লাল আলো দেখে গাড়িগুলো থেমে গেল। এখানে গাড়ি থামার কারণ হিসেবে লাল আলোকে কী বলা হয়?
[ক] দৃশ্য
[খ] প্রতীক
✅ সংকেত
[ঘ] চিত্রকল্প

৪৩. কোন ধরনের সংকেত প্রতীক হওয়ার যোগ্য?
[ক] স্বাভাবিক সংকেত
[খ] প্রাকৃতিক সংকেত
[গ] শাব্দিক সংকেত
✅ কৃত্রিম সংকেত

৪৪. আমরা কোনো কিছুকে কোনো বিষয়ের চিহ্ন বা সংকেত হিসেবে ব্যবহার করি-
i. বিষয়টিকে সহজে প্রমাণের জন্যে
ii. দ কোনো কিছুকে নির্দেশ করার জন্য
iii. বিষয়টিকে জটিল করার জন্য

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৫. প্রতীক ও সংকেতের ক্ষেত্রে নিচের যে বক্তব্যটি সঠিক-
i. সব সংকেতই প্রতীক
ii. সব প্রতীকই সংকেত
iii. সব সংকেত প্রতীক নয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শিমুলের বাবা হঠাৎ শ্বাসকষ্টের কারণে অসুস্থ হয়ে পড়েন। এজন্য তাৎক্ষণিক এ্যাম্বুলেন্স ডাকা হলো। কিছুক্ষণ পর শিমুল একটি সাইরেনের শব্দ শুনতে পেল এবং দেখলো একটি গাড়ি এসেছে যার গায়ে (+) চিহ্ন।

৪৬. উদ্দীপকে গাড়ির চিহ্নটি কোন প্রতীককে প্রকাশ করে?
[ক] ধ্রুবক
[খ] গ্রাহক
[গ] শাব্দিক
✅ অশাব্দিক

৪৭. উদ্দীপকে শিমুল যে শব্দ শুনল তা নির্দেশ করে-
i. কৃত্রিম সংকেত
ii. স্বাভাবিক সংকেত
iii. প্রাকৃতিক সংকেত

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪৮. প্রতীকের সাহায্যে সহজ হয় কোন প্রক্রিয়া?
[ক] যুক্তি গঠনের
✅ সিদ্ধান্তে উপনীত হওয়ার
[গ] প্রতীক ব্যবহারের
[ঘ] গাণিতিক সমাধানের

৪৯. প্রতীক সর্বদা মানুষের কীসের ওপর নির্ভর করে?
[ক] অনুশীলন
[খ] চর্চার
✅ ব্যবহারের
[ঘ] ভাষায়

৫০. ধারণাজ্ঞাপক চিত্র বলা হয় কোন যুক্তিবিদ্যাকে?
[ক] সাবেকী
[খ] সনাতনী
✅ প্রতীকী
[ঘ] এরিস্টটলীয়

৫১. বাক্যের দ্ব্যর্থকতা দূর হয় কীসের ব্যবহারের মাধ্যমে?
✅ প্রতীকের
[খ] সংকেতের
[গ] চিহ্নের
[ঘ] সংখ্যা

৫২. প্রতীক ব্যবহারের ফলে যুক্তিবিদ্যা কীসের মর্যাদায় উন্নীত হয়
[ক] গণিতের
✅ বিজ্ঞানের
[গ] কলার
[ঘ] দর্শনের

৫৩. ভাষার অস্পষ্টতা ও সীমাবদ্ধতা দূর করা যায় কীসের ব্যবহারের মাধ্যমে?
[ক] সংকেতের
✅ প্রতীকের
[গ] চিহ্নের
[ঘ] সংখ্যার

৫৪. নিচের কোনটি আমাদেরকে চিন্তায় মিত্যব্যয়ী হতে এবং অনুমানের উন্নতিতে সাহায্য করে?
✅ প্রতীক
[খ] প্রযুক্তি
[গ] ভাষা
[ঘ] শব্দ

৫৫. যুক্তিতে প্রতীক ব্যবহার করলে যুক্তি কীরূপ আকার ধারণ করে?
✅ মূর্ত
[খ] নিরপেক্ষ
[গ] বৃহৎ
[ঘ] বিমূর্ত

৫৬. যুক্তিবিদ্যায় কীসের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ?
[ক] সংকেত
✅ প্রতীক
[গ] উদাহরণ
[ঘ] সমীকরণ

৫৭. জটিল যুক্তিকে প্রতীকের মাধ্যমে কীভাবে প্রকাশ করা যায়?
[ক] সংক্ষেপেখ বিস্তারিতভাবে
✅ সহজভাবে
[ঘ] কঠিনভাবে

৫৮. যুক্তিবিদ্যার উদ্দেশ্যের দিক থেকে প্রতীক ব্যবহারের যে সুবিধা আছে-
i. এটি ভাষার অসুষ্ঠুতা দূর করে
ii. এটি বচনের অসুষ্ঠুতা দূর করে
iii. ভাষার সঠিক জ্ঞান দান করে

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৯. প্রতীকী যুক্তিবিদ্যায় ব্যবহৃত প্রতীকগুলোতে সাধারণ ভাষার মতো অনুপস্থিত থাকে-
i. অস্পষ্টতা
ii. প্রাঞ্জলতা
iii. দ্ব্যর্থকতা

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬০ ও ৬১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আখতার ক্স হোসেন একাদশ শ্রেণির যুক্তিবিদ্যার খাতা দেখেন। তিনি কোনো উত্তরের পাশে ‘√’ (টিক) আবার কোনো উত্তরের পাশে 'x' (ক্রস) চিহ্ন দেন। এবং তিনি একজন ছাত্রের খাতায় গ্রাহক প্রতীক ও ধ্রুবক প্রতীকের পার্থক্য দেখতে পান।

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. উদ্দীপকে উল্লেখিত ‘v’ (টিক) চিহ্নের সাথে কোনটির সাদৃশ্য রয়েছে?
[ক] চল
✅ প্রতীক
[গ] সংকেত
[ঘ] গ্রাহক

৬১. উদ্দীপকে উল্লেখিত ধ্রুবক প্রতীকের ক্ষেত্রে বলা যায়-
i. এটি সুনির্দিষ্ট
ii. এটি অপরিবর্তনীয়
iii. এটি স্পষ্ট

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬২. এরিস্টটলীয় যুক্তিবিদ্যা বলা হয় কোন যুক্তিবিদ্যা কে?
[ক] প্রতীকী
✅ সাবেকী
[গ] গাণিতিক
[ঘ] আধুনিক

৬৩. যুক্তিবিদ্যার মৌলিক ও প্রাথমিক ভিত্তি কোনটি?
✅ সাবেকী যুক্তিবিদ্যা
[খ] প্রতীকী যুক্তিবিদ্যা
[গ] সাম্প্রতিক যুক্তিবিদ্যা
[ঘ] গাণিতিক যুক্তিবিদ্যা

৬৪. প্রতীকী যুক্তিবিদ্যা ও সনাতনী যুক্তিবিদ্যার মধ্যে পার্থক্য কী?
[ক] গুণগত
[খ] পরিমাণগত
[গ] বস্তুগত
✅ আকারগত

৬৫. প্রতীকী যুক্তিবিদ্যার ইতিহাস কীরূপ?
[ক] সুদীর্ঘ
✅ সংক্ষিপ্ত
[গ] বিস্তৃত
[ঘ] সমৃদ্ধ

৬৬. কোন যুক্তিবিদ্যায় গাণিতিক ব্যাখ্যা পরিলক্ষিত হয় না?
[ক] প্রতীকী
[খ] সাম্প্রতিক
[গ] গাণিতিক
✅ সাবেকী

৬৭. প্রতীকী যুক্তিবিদ্যা কোন ধরনের?
✅ অবরোহধর্মী
[খ] আরোহধর্মী
[গ] আনুমানিক
[ঘ] সংশ্লেষণধর্মী

৬৮. কোন যুক্তিবিদ আধুনিক যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার শুরু করেন?
[ক] জে এস মিল
[খ] বার্ট্রান্ড রাসেল
✅ গটলব ফ্রেগে
[ঘ] জর্জ কেন্টর

৬৯. যান্ত্রিক পদ্ধতিমূলক কোন যুক্তিবিদ্যা?
✅ প্রতীকী
[খ] সাবেকী
[গ] সনাতনী
[ঘ] এরিস্টটলীয়

HSC যুক্তিবিদ্যা ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮

৭০. সাবেকী যুক্তিবিদ্যায় ব্যাকরণগত বর্ণনামূলক বাক্য যখন যৌক্তিক আকার লাভ করে তখন তাকে কী বলে?
[ক] যুক্তিবিদ্যা
[খ] বৈধযুক্তি
✅ যুক্তিবাক্য
[ঘ] অবৈধ যুক্তি

৭১. ব্যাপকভাবে গ্রাহক প্রতীক ব্যবহার করে কোন যুক্তিবিদ্যা?
✅ প্রতীকী
[খ] সাবেকী
[গ] গাণিতিক
[ঘ] এরিস্টটলীয়

৭২. প্রতীকী যুক্তিবিদ্যায় সব ধরনের বাক্যকে কী বলে?
[ক] যুক্তিবাক্য
[খ] প্রতীক
✅ বচন
[ঘ] ভাষা

৭৩. প্রচলিত যুক্তিবিদ্যায় যুক্তিবাক্যটি সম্বন্ধের দিক থেকে সর্বদা কেমন হয়?
[ক] জটিল
✅ শর্তহীন নিরপেক্ষ
[গ] শর্ত নিরপেক্ষ
[ঘ] সরল

৭৪. সনাতনী যুক্তিবিদ্যার বিষয়বস্তু চিন্তার কোন রূপ নিয়ে সৃষ্টি হয়েছে?
[ক] যৌক্তিক
✅ ভাষাগত
[গ] নৈতিক
[ঘ] শব্দগত

৭৫. প্রতীকী যুক্তিবিদ্যায়-
i. গাণিতিক ব্যবস্থা পরিলক্ষিত হয়
ii. প্রতীকী ভাষা ব্যবহৃত হয়
iii. আকার সংক্ষিপ্ত হয়

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৬. সাবেকী যুক্তিবিদ্যার যুক্তিবাক্যে থাকে-
i. উদ্দেশ্য
ii. বিধেয়
iii. সংযোজক

নিচের কোনটি সঠিক
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৭. সত্যতার ইংরেজি প্রতিশব্দ কী?
[ক] Validity
[খ] Right
✅ Truth
[ঘ] Good

৭৮. যুক্তিবিদ্যায় ব্যবহৃত সত্যতা কাকে বলে?
✅ বস্তুর যথাযথ বর্ণনাকে
[খ] যুক্তি অনুধাবনকে
[গ] যুক্তি অনুসন্ধানকে
[ঘ] ভাষার যথাযথ ব্যবহারকে

৭৯. সত্যতা প্রযোজ্য হয় কীসের ওপর?
✅ বচনের
[খ] যুক্তির
[গ] যুক্তিবাক্যের
[ঘ] প্রতীকের

৮০. সত্যতা শব্দটি কোন জাতীয় পদ?
[ক] বিশেষ্য
✅ বিশেষণ
[গ] সর্বনাম
[ঘ] ক্রিয়া

৮১. বৈধতা প্রযোজ্য হয় কীসের ওপর?
[ক] বচনের
✅ যুক্তির
[গ] প্রতীকের
[ঘ] সংকেতের

৮২. সহানুমানের ক্ষেত্রে আশ্রয়বাক্যগুলো সত্য হলে সিদ্ধান্ত কীরূপ হয়?
✅ সত্য
[খ] অসত্য
[গ] বৈধ
[ঘ] অবৈধ

৮৩. আশ্রয়বাক্য সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি কেমন হবে?
[ক] সত্য
[খ] মিথ্যা
[গ] বৈধ
✅ অবৈধ

৮৪. বাস্তব বস্তু বা ঘটনার সাথে যার সঙ্গতি পাওয়া যায় তাকে কী বলা যায়?
[ক] সংকেত
[খ] প্রতীক
✅ সত্যতা
[ঘ] অবধারণ

৮৫. বৈধতার সাথে সম্পর্কিত কোনটি?
[ক] বচনের সত্যতা
[খ] বচনের মিথ্যাত্ব
✅ যুক্তির গঠন কাঠামো
[ঘ] যুক্তির সত্যতা

৮৬. যুক্তিবাক্যের স্বরূপ কী?
[ক] সত্য ও বৈধ
✅ সত্য ও মিথ্য
[গ] অবৈধ ও মিথ্যা
[ঘ] বৈধ ও মিথ্যা

৮৭. বৈধতার ক্ষেত্রে সঠিক তথ্য হলো-
i. এটি বচনের সত্যতা বা মিথ্যাত্বের ওপর নির্ভরশীল নয়
ii. এটি চিন্তার আকারের সাথে সম্পৃক্ত
iii. বচনের ক্ষেত্রে বৈধতার ধারণা যুক্তিযুক্ত

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৮. সত্যতার ক্ষেত্রে বলা যায় এটি-
i. বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ
ii. কোনো উক্তির ওপর আরোপিত হয়
iii. কোনো বাক্যের ওপর আরোপিত হয় না

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৯. হোসেন সত্যতার বিভিন্ন দিক সম্পর্কে তার বন্ধুর সাথে আলোচনা করে। এর বৈশিষ্ট্য হচ্ছে-
i. এটি বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ
ii. বচনের সাথে সাদৃশ্যপূর্ণ
iii. যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৯০ ও ৯১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
১ম: মৌমাছি উড়ে।
মাছি উড়ে।
অতএব, মাছি হয় মৌমাছি।

২য়: কোন জমিদার নয় উদার।
জামশেদ হয় জমিদার
অতএব, জামশেদ নয় উদার

hsc logic mcq question answer. hsc logic guide pdf download. HSC যুক্তিবিদ্যা MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি যুক্তিবিদ্যা নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. ১ম যুক্তিটি হয়-
[ক] মিথ্যা ও বৈধ
✅ মিথ্যা ও অবৈধ
[গ] সত্য ও অবৈধ
[ঘ] সত্য ও বৈধ

৯১. ১ম ও ২য় যুক্তির মধ্যে পার্থক্য হলো-
i. অবৈধ ও বৈধ
ii. মিথ্যা ও বৈধ
iii. সত্য ও অবৈধ

নিচের কোনটি সঠিক
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯২. কোন বচনে একটি উদ্দেশ্য ও একটি বিধেয় পদ থাকে?
✅ সরল
[খ] যৌগিক
[গ] মিশ্র
[ঘ] জটিল

৯৩. আধুনিক যুক্তিবিদদের মতে সরল বাক্যের অপর নাম কী?
[ক] আণবিক বাক্য
✅ নিরপেক্ষ বাক্য
[গ] ক্ষুদ্র বাক্য
[ঘ] সহজ বাক্য

৯৪. 'সব মানুষ হয় মরণশীল’- কোন ধরনের যুক্তিবাক্য?
✅ নিরপেক্ষ
[খ] সাপেক্ষ
[গ] বৈকল্পিক
[ঘ] প্রাকল্পিক

৯৫. নিচের কোনটি পারমাণবিক বচন?
✅ রহিম হয় বুদ্ধিমান
[খ] তিনি বাসে যাবেন অথবা হেঁটে যাবেন
[গ] যদি বৃষ্টি হয় তাহলে মাঠ ভিজবে
[ঘ] কাদের একজন রিক্শাচালক এবং সৎ ব্যক্তি

৯৬.কোনটি যৌগিক বাক্য?
[ক] মৌমিতা হয় বুদ্ধিমতী
[খ] তুহিন ভাত খায়
✅ সে নির্বোধ ও বোকা
[ঘ] করিম বল খেলে

৯৭. 'রাশেদ হন দার্শনিক ও যুক্তিবিদ'- এটি কোন ধরনের যৌগিক বাক্য?
✅ সংযৌগিক
[খ] বৈকল্পিক
[গ] সমমানিক
[ঘ] প্রাকল্পিক

৯৮. সংযৌগিক বচনের প্রথম বচন চ ও পরবর্তী বচন যদি ছ হয় তাহলে এদের প্রতীকায়িত রূপ কী হবে?
✅ P • Q
[খ] P ~ Q
[গ] চ ⊃ ছ
[ঘ] P ≡ Q

৯৯. সেলিম মেধাবী এবং জামিল মূর্খ - এটি কোন বাক্য?
[ক] প্রাকল্পিক
[খ] বৈকল্পিক
[গ] নিষেধক
✅ সংযৌগিক

১০০.যে সাপেক্ষ যুক্তিবাক্যে দুই বা ততোধিক বিকল্প সম্ভাবনা উল্লেখ থাকে তাকে বলা হয়-
✅ বৈকল্পিক
[খ] অনিবার্য
[গ] সম্ভাব্য
[ঘ] প্রাকল্পিক যুক্তিবাক্য
Share:

0 Comments:

Post a Comment