HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৬

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Home Science 2nd paper mcq question and answer. HSC Home Science 2nd paper mcq questions pdf download. HSC Home Science 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
গার্হস্থ্য বিজ্ঞান
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৬

HSC Home Science 2nd Paper
MCQ
question and answer pdf download

১. একজন দৃষ্টিপ্রতিবন্ধী কত দূরত্ব থেকে দেখতে পায়?
[ক] ১০ ফুট
[খ] ১৫ ফুট
✅ ২০ ফুট
[ঘ] ২৫ ফুট

২. বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাত্রা অনুযায়ী দৃষ্টিপ্রতিবন্ধী কত প্রকার?
[ক] দুই প্রকার
[খ] তিন প্রকার
[গ] চার প্রকার
✅ পাঁচ প্রকার

৩. সহায়ক উপকরণ ব্যবহার করেও ধীরগতিতেও কম সূক্ষ্ম দৃষ্টির কাজ যারা করতে পারে তারা কোন ধরনের দৃষ্টিপ্রতিবন্ধী?
[ক] মৃদু দৃষ্টিপ্রতিবন্ধী
✅ মধ্যম মাত্রার দৃষ্টিপ্রতিবন্ধী
[গ] গুরুতর মাত্রার প্রতিবন্ধী
[ঘ] প্রায় অন্ধ মাত্রার দৃষ্টিপ্রতিবন্ধী

৪. আংশিক দৃষ্টিপ্রতিবন্ধীকে কয় ভাগে ভাগ করা যায়?
✅ দুই ভাগে
[খ] তিন ভাগে
[গ] চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে

৫. কোন ধরনের দৃষ্টি প্রতিবন্ধী আলো-আঁধারের পার্থক্য বুঝতে পারে?
[ক] মধ্যম মাত্রার দৃষ্টিপ্রতিবন্ধী
[খ] গুরুতর মাত্রার দৃষ্টিপ্রতিবন্ধী
[গ] মৃদুপ্রতিবন্ধী দৃষ্টিপ্রতিবন্ধী
✅ প্রায় অন্ধ মাত্রার দৃষ্টিপ্রতিবন্ধী

৬. ব্রেইলভিত্তিক পদ্ধতিতে মোট কয়টি উঁচু ফোটা দিয়ে সকল বর্ণ ও সংখ্যা তৈরি করে পড়ার ব্যবস্থা করা যায়?
[ক] ৫টি
✅ ৬টি
[গ] ৭টি
[ঘ] ৮টি

৭. স্বাভাবিক শ্রবণক্ষমতার মাত্রা কত?
✅ ০-২৬ ডেসিবল
[খ] ২৭-৪০ ডেসিবল
[গ] ৪১-৫৫ ডেসিবল
[ঘ] ৫৬-৭০ ডেসিবল

৮. মৃদু শ্রবণপ্রতিবন্ধীর মাত্রা কত?
[ক] ০-২৬ ডেসিবল
✅ ২৭-৪০ ডেসিবল
[গ] ৪১-৫৫ ডেসিবল
[ঘ] ৫৬-৭০ ডেসিবল

৯. গুরুতর শ্রবণপ্রতিবন্ধীর মাত্রা কত?
[ক] ২৭-৪০ ডেসিবল
[খ] ৪১-৫৫ ডেসিবল
[গ] ৫৬-৭০ ডেসিবল
✅ ৭১-৯০ ডেসিবল

১০. পৃথিবীর মোট জনসংখ্যার শতকরা কত ভাগ মানসিক প্রতিবন্ধী?
[ক] দুই ভাগ
✅ তিন ভাগ
[গ] চার ভাগ
[ঘ] পাঁচ ভাগ

১১. মানসিক বা বুদ্ধিপ্রতিবন্ধিতা কত বছরের আগে প্রকাশ পায়?
[ক] ১৫ বছর
[খ] ১৭ বছর
✅ ১৮ বছর
[ঘ] ২০ বছর

১২. বুদ্ধিপ্রতিবন্ধীদের কয় ভাগে ভাগ করা যায়?
[ক] দুই ভাগে
[খ] তিন ভাগে
✅ চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে

১৩. মৃদুপ্রতিবন্ধীদের বৃদ্ধাঙ্ক কত থাকে?
[ক] ৪০-৫৪
[খ] ২০-৩৫
✅ ৫৫-৬৯
[ঘ] ৭৫-৮০

১৪. মধ্যম বুদ্ধিপ্রতিবন্ধীদের বুদ্ধাঙ্ক কত থাকে?
✅ ৪০-৫৪
[খ] ২০-৩৫
[গ] ৫৫-৬৯
[ঘ] ৭৫-৮০

১৫. কোন ধরনের বুদ্ধিপ্রতিবন্ধীদের বুদ্ধাঙ্ক ২০-৩৫?
[ক] চরম বুদ্ধিপ্রতিবন্ধী
✅ গুরুতর বুদ্ধিপ্রতিবন্ধী
[গ] মধ্যম বুদ্ধিপ্রতিবন্ধী
[ঘ] মৃদু বুদ্ধিপ্রতিবন্ধী

১৬. চরম বুদ্ধি প্রতিবন্ধীদের বুদ্ধাঙ্ক কত?
✅ ২৪
[খ] ৫০
[গ] ৩০
[ঘ] ৪০

১৭. জন্মগতভাবে দুর্বল বা নেতিয়ে পড়া ভাবকে কী বলে?
[ক] স্পাইনা বিফিডা
✅ সেরিব্রাল পলসি
[গ] পোলিও
[ঘ] ক্রিটিনিজম

১৮. কোন রোগের কারণে পা বা হাতের মাংসপেশি সংকুচিত হয়?
[ক] হাম
✅ পোলিও
[গ] বসন্ত
[ঘ] যক্ষ্মা

১৯. মৃদু থেকে গুরুতর মাত্রার বুদ্ধি প্রতিবন্ধী বলা হয়-
✅ ডাউন সিনড্রোম
[খ] ক্রিটিনিজম
[গ] মাইডেক্রাসেকালি
[ঘ] স্পাইনা বিফিডা

২০. জন্মের সাথে সাথে শিশুর হাত-পা বাঁকানো বোঝা গেলে কাভাবে ঠিক করা যায়?
[ক] মালিশ করে
[খ] টেনে ধরে
✅ ব্যায়াম করে
[ঘ] স্বাভাবিক থাকলে

২১. বেশিরভাগ শিশুর শারীরিক প্রতিবন্ধিতা বোঝা যায়-
[ক] কাজ দেখে
[খ] হাত দেখে
✅ চোখ দেখে
[ঘ] অনুভব করে

২২. শিশুর ঠোঁট কাটা থাকলে কী হয়?
[ক] দেখতে সমস্যা হয়
✅ কথা বলতে সমস্যা হয়
[গ] ঘুমাতে সমস্যা হয়
[ঘ] পড়তে সমস্যা হয়

২৩. শিশুর পা পিছনের দিকে বাঁকানো থাকলে বলা হয়-
[ক] স্বাভাবিক পা
[খ] সুস্থ পা
[গ] লম্বা পা
✅ মগুর পা

২৪. মেরুরজ্জু পিঠের দিকে থলির মতো ফুলাকে বোঝানো হয়-
✅ স্পাইনা বিফিটা
[খ] সেরিব্রাল পলসি
[গ] স্পাইনা পলসি
[ঘ] বেরিব্রাল বিফিটা

২৫. সেরিব্রাল পলসি আক্রান্ত শিশুরা-
[ক] হাত-পা নাড়াতে পারে
✅ হাত-পা নাড়াতে পারে না
[গ] হাঁটতে পারে
[ঘ] বসতে পারে

২৬. বুদ্ধিপ্রতিবন্ধিতা হচ্ছে এক ধরনের-
[ক] সক্ষমতা
✅ অক্ষমতা
[গ] সুস্থতা
[ঘ] স্বাভাবিকতা

২৭. কোন প্রতিবন্ধিতার কোনো চিকিৎসা নেই?
[ক] দৃষ্টিপ্রতিবন্ধিতা
[খ] শারীরিক প্রতিবন্ধিতা
[গ] বাকপ্রতিবন্ধিতা
✅ মানসিক প্রতিবন্ধিতা

২৮. বুদ্ধাঙ্কের ওপর ভিত্তি করে শনাক্ত করা হয়-
✅ বুদ্ধিপ্রতিবন্ধিতা
[খ] বাকপ্রতিবন্ধিতা
[গ] দৃষ্টিপ্রতিবন্ধিতা
[ঘ] শারীরিক প্রতিবন্ধিতা

২৯. বুদ্ধিপ্রতিবন্ধিতা নির্ণয় করেছেন কয় জন মনোবিজ্ঞানী?
[ক] একজন
✅ দুজন
[গ] তিন জন
[ঘ] চার জন

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. কানের গঠনগত ত্রুটি থাকে কাদের?
✅ শ্রবণপ্রতিবন্ধীদের
[খ] দৃষ্টিপ্রতিবন্ধীদের
[গ] বুদ্ধিপ্রতিবন্ধীদের
[ঘ] বাক প্রতিবন্ধীদের

৩১. ইশারায় ভাব বিনিময় করে-
ক দৃষ্টিপ্রতিবন্ধীরা
[খ] বুদ্ধিপ্রতিবন্ধীরা
[গ] বাকপ্রতিবন্ধীরা
✅ শ্রবণপ্রতিবন্ধীরা

৩২. প্রতিবন্ধী শিশু বলতে বোঝায়-
[ক] সুস্থ শিশু
[খ] স্বাভাবিক শিশু
[গ] শক্তিশালী শিশু
✅ অস্বাভাবিক শিশু

৩৩. মৃগী রোগের প্রাথমিক লক্ষণ কোনটি?
✅ খিঁচুনি হওয়া
[খ] প্রচ- জ্বর
[গ] আকস্মিক ঝাঁকুনি
[ঘ] অজ্ঞান হয়ে যাওয়া

৩৪. মুগুর পা রোগে শরীরের কোন অংশ ঠিকভাবে গঠিত হয় না?
[ক] পায়ের পাতা
[খ] পায়ের শিরা
✅ পায়ের গোড়ালি
[ঘ] পায়ের আঙ্গুল

৩৫. বয়োবৃদ্ধির সাথে সাথে নিচের কোন রোগটি দূর হয়ে যায়?
[ক] কাটা তালু
[খ] পলিওমাইলিটিস
✅ ভঙ্গুর অস্থি
[ঘ] স্পাইনা বিফিডা

৩৬. জন্মের সময় মাথায় আঘাত পাওয়ার কারণে রাজিব স্থায়িভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। রাজিব কোন ধরনের প্রতিবন্ধী?
[ক] দৃষ্টি
[খ] বুদ্ধি
✅ শারীরিক
[ঘ] শ্ৰবণ

৩৭. মুখের ভেতরের উপরের তালুর হাড় ও মাংসপেশি সঠিকভাবে গঠিত হয় না কোন ক্ষেত্রে?
[ক] সেরেব্রাল পলসি
[খ] স্পাইনা বিফিডা
✅ কাটা তালু
[ঘ] কাটা পেট

৩৮. শিশুর শরীরের অস্থি অতিমাত্রায় ভঙ্গুর হয় কোন রোগের ক্ষেত্রে?
[ক] বক্র শিরদাঁড়া
[খ] রিকেট
[গ] মাংসপেশির ত্রুটি
✅ ভঙ্গুর অস্থি

৩৯. মানুষের স্বাভাবিক শ্রবণ ক্ষমতা কত ডেসিবল?
✅ ০-২৬
[খ] ০-১০
[গ] ০-১৬
[ঘ] ০-৬০

৪০. সাবিহা চরম মাত্রার শ্রবণ প্রতিবন্ধী। সে কীভাবে অন্যের সাথে ভাব বিনিময় করবে?
[ক] লিখিত ভাষায়
✅ ইশারা ভাষায়
[গ] ভাব বিনিময় করতে পারে না
[ঘ] যন্ত্রের মাধ্যমে

৪১. জন্মের পর পর কোন পরীক্ষাটি করা হলে বুদ্ধি প্রতিবন্ধী চিহ্নিত করা সম্ভব হয়?
[ক] Eye test
✅ Apgar test
[গ] Sound test
[ঘ] Nurve test

৪২. কোন ধরনের দৃষ্টি প্রতিবন্ধীরা সূক্ষ্ম দৃষ্টির কাজ করতে পারে না?
✅ মধ্যম
[খ] মৃদু
[গ] গুরুতর
[ঘ] প্রায় অর্ধ

৪৩. দৃষ্টির ক্ষেত্র লেন্স ব্যবহারের পর দৃষ্টিপ্রতিবন্ধীদের দৃষ্টিক্ষেত্র কত ডিগ্রি?
[ক] ২৫
✅ ২০
[গ] ৩৫
[ঘ] ৩০

৪৪. বিল্লাল দৃষ্টিপ্রতিবন্ধী। সে শুধু মাত্র আলো আঁধারের পার্থক্য বুঝতে পারে। সে কোন মাত্রার দৃষ্টি প্রতিবন্ধী?
[ক] মধ্যম
[খ] গুরুতর
✅ প্রায় অন্ধ মাত্রার
[ঘ] আংশিক

৪৫. সূক্ষ্ম দৃষ্টির কাজ করতে পারে না কোন মাত্রার দৃষ্টি প্রতিবন্ধীরা?
[ক] সম্পূর্ণ অন্ধ
✅ গুরুতর
[গ] মৃদু
[ঘ] মধ্যম

৪৬. কোন ধরনের রোগে মেরুদন্ড ঠিকমতো গঠিত হয় না?
[ক] সেরিব্রাল পলসি
[খ] ক্রিটিনিজম
✅ স্পাইনা বিফিডা
[ঘ] পোলিও

৪৭. পোলিও রোগের লক্ষণ কোনটি?
[ক] মুগুর পা
[খ] তালু কাটা
✅ অস্থি বিকৃতি
[ঘ] পিঠে উঁচু মাংসপি-

৪৮. মেরুরজ্জুর আঘাতের ফলে কোন সমস্যাটি হতে পারে?
[ক] পিঠের ওপর উঁচু মাংসপি-
✅ ঘাড়ে আঘাত
[গ] অস্থি বিকৃতি
[ঘ] জন্মগতভাবে দুর্বল ভাব

৪৯. কোন রোগে চলাফেরায় ধীরগতি ও জড়তা লক্ষ করা যায়?
[ক] স্পাইনা বিফিডা
[খ] ক্রিটিনিজম
✅ মাসকুলার ডিসট্রফি
[ঘ] পোলিও

৫০. নাক চ্যাপ্টা, মোটা জিহবা ও তির্যক চোখ কোন রোগের লক্ষণ?
[ক] ক্রিটিনিজম
[খ] মাইক্রোসেফালি
[গ] মাসকুলার ডিসট্রফি
✅ ডাউন্স সিনড্রোম

৫১. ক্রিটিনিজম রোগের লক্ষণ কোনটি?
[ক] চলাফেরায় ধীরগতি
✅ শ্বাস-প্রশ্বাসে সমস্যা
[গ] ঘাড়ে আঘাত
[ঘ] অস্বাভাবিক বড় মাথা

৫২. বুদ্ধি প্রতিবন্ধিতাসহ শারীরিক সমস্যা কোন রোগের লক্ষণ?
[ক] ক্রিটিনিজম
[খ] স্পাইনা বিফিডা
✅ হাইড্রোসেফালি
[ঘ] মাইক্রোসেফালি

৫৩. উচ্চারণের ক্ষেত্রে অস্পষ্টতা কোন রোগের লক্ষণ?
[ক] স্পাইনা বিফিডা
[খ] কিট্রিনিজম
✅ শ্ৰবণ প্রতিবন্ধিতা
[ঘ] মাইক্রোসেফালি

৫৪. শ্রবণ প্রতিবন্ধীদের শনাক্তকরণে কোন যন্ত্র ব্যবহৃত হয়?
[ক] ফ্যাদোমিটার
✅ অডিওমিটার
[গ] ব্যারোমিটার
[ঘ] হেক্টোমিটার

৫৫. চোখের পাতা ফোলা ও কপাল ছোট হওয়া কোন রোগের লক্ষণ?
✅ ক্রিটিনিজম
[খ] দৃষ্টি প্রতিবন্ধিতা
[গ] মাইক্রোসেফালি
[ঘ] হাইড্রোসেফালি

৫৬. কোন প্রতিবন্ধীরা এক প্রশ্নের অন্য উত্তর দেয়?
✅ শ্রবণ
[খ] বুদ্ধি
[গ] দৃষ্টি
[ঘ] শারীরিক

৫৭. প্রতিটি প্রতিবন্ধী শিশুকে কোন সুযোগটি করে দেয়া আবশ্যক?
✅ পূর্ণ বিকাশের
[খ] স্বাভাবিক চলাফেরার
[গ] চিকিৎসার
[ঘ] লেখাপড়ার

৫৮. শারীরিক প্রতিবন্ধীদের শিক্ষা ব্যবস্থা করার জন্য কোন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে?
[ক] বয়স
✅ শারীরিক অক্ষমতা
[গ] বুদ্ধাংক
[ঘ] সামাজিক অবস্থান

৫৯. কোন মাত্রার শ্রবণ প্রতিবন্ধীরা সাধারণ বিদ্যালয়ে অন্য শিশুদের সাথে শিক্ষা গ্রহণ করতে পারবে?
[ক] মধ্যম গুরুতর
[খ] চরম
✅ মধ্যম মৃদু
[ঘ] গুরুতর

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. কীভাবে প্রতিবন্ধী শিশুদের সমাজে প্রতিষ্ঠিত করা যায়?
[ক] সুষম খাবার দিয়ে
[খ] স্নেহ-ভালোবাসা দিয়ে
✅ বিশেষ শিক্ষার সুযোগ দিয়ে
[ঘ] সঠিক চিকিৎসা ব্যবস্থা দ্বারা

৬১. যেসকল শিশুদের শিক্ষা গ্রহণে সমস্যা রয়েছে তাদের কী বলে?
[ক] নিরক্ষর
[খ] শিক্ষা অযোগ্য
✅ শিক্ষা প্রতিবন্ধী
[ঘ] অশিক্ষিত

৬২. কারজওয়েল রিডিং মেশিনের কাজ কী?
[ক] কম্পিউটারের লেখা পড়া
✅ সাধারণ ছাপার লেখা শব্দ উচ্চারণ করে শোনানো
[গ] শুদ্ধ উচ্চারণে পড়া
[ঘ] ছাপার লেখা দেখতে সহযোগিতা করা

৬৩. কোন মাত্রার বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য সাধারণ বিদ্যালয়ে সকল শিশুর সাথে শিক্ষার ব্যবস্থা করা যায়?
[ক] গুরুতর
✅ স্বল্প
[গ] মধ্যম
[ঘ] চরম

৬৪. বুদ্ধি ও আনুষঙ্গিক ক্ষমতার ঘাটতির জন্য কোন প্রতিবন্ধী শিশুদের বিকাশ বিলম্বিত হয়?
[ক] শ্রবণ
[খ] শারীরিক
✅ বুদ্ধি
[ঘ] দৃষ্টি

৬৫. কতজন শিশুর একটি দল নিয়ে Dr. Leo Kannen অটিজম সম্পর্কে গবেষণা করেন?
[ক] ৭ জন
[খ] ৯ জন
✅ ১১ জন
[ঘ] ১৩ জন

৬৬. কত সালে Dr. Leo Kannen গবেষণা করে অটিজম নাম দেন?
[ক] ১৯৪০ সালে
[খ] ১৯৪২ সালে
✅ ১৯৪৩ সালে
[ঘ] ১৯৪৪ সালে

৬৭. কখন শিশুর মধ্যে অটিজমের লক্ষণ প্রকাশ পায়?
✅ ২/৩ বছরে
[খ] ১/২ বছরে
[গ] ৩/৪ বছরে
[ঘ] ৪/৫ বছরে

৬৮. Hans Aspergen কোন দেশের চিকিৎসক?
[ক] যুক্তরাষ্ট্র
[খ] ফ্রান্স
✅ ভিয়েনা
[ঘ] রাশিয়া

৬৯. পরিব্যাপক বিকাশমূলক সমস্যা কয় ধরনের?
✅ দুই ধরনের
[খ] তিন ধরনের
[ঘ] পাঁচ ধরনেরগ চার ধরনের

৭০. রেট সিনড্রোম-এর লক্ষণ কখন ধরা পড়ে?
[ক] ১০-১২ মাস বয়সে
[খ] ১৪-১৫ মাস বয়সে
✅ ১৬-১৮ মাস বয়সে
[ঘ] ২০-২২ মাস বয়সে

৭১. কত শতাংশ শিশুর আত্মনিয়ন্ত্রণমূলক সকল দক্ষতা থাকে না?
[ক] ৭০ শতাংশ
[খ] ৮০ শতাংশ
[গ] ৮৫ শতাংশ
✅ ৯০ শতাংশ

৭২. সিডিডি-এর লক্ষণ কখন দেখা দেয়?
[ক] ৪ মাস বয়সে
[খ] ৮ মাস বয়সে
[গ] ১ বছর বয়সে
✅ ২ বছর বয়সের পর

৭৩. কোনটি নিরাময়ের কোনো ওষুধ নেই?
✅ অটিজম
[খ] পোলিও
[গ] ম্যালেরিয়া
[ঘ] হাম

৭৪. 'Autism' শব্দটি কোন শব্দ থেকে গ্রহণ করা হয়েছে?
✅ Autos
[খ] Outo
[গ] Uto
[ঘ] Ato

৭৫. অটিজম কী ধরনের সমস্যা?
[ক] শারীরিক
[খ] শ্রবণজনিত
✅ স্নায়বিক
[ঘ] দৃষ্টিশক্তিজনিত

৭৬. কোন ধরনের শিশুদের মধ্যে বিকাশমূলক বৈকল্য দেখা যায়?
✅ অটিস্টিক
[খ] দৃষ্টিপ্রতিবন্ধী
[গ] প্রতিভাবান
[ঘ] শারীরিক প্রতিবন্ধী

৭৭. যেসকল শিশুদের মধ্যে বিকাশমূলক বৈকল্য থাকে তাদের কী বলা হয়?
[ক] প্রতিবন্ধী শিশু
[খ] প্রতিভাবান শিশু
[গ] অটিজম শিশু
✅ অটিস্টিক শিশু

৭৮. অটিজম কত ধরনের হয়ে থাকে?
[ক] ৫
[খ] ৪
✅ ৩
[ঘ] ২

৭৯. রেট সিনড্রোমে আক্রান্ত শিশুদের প্রধান সমস্যা কোনটি?
[ক] দেয়ালে মাথা ঠোকে
[খ] ডাকলে সাড়া দেয় না
✅ পেশি সঞ্চালনে অক্ষমতা
[ঘ] হঠাৎ অন্যকে আক্রমণ করে

৮০. সুইস Autos শব্দটির অর্থ কী?
[ক] স্নায়ু
✅ আত্ম
[গ] অস্বাভাবিক
[ঘ] স্বাভাবিক

৮১. বিশিষ্ট শিক্ষাবিদ মাইকেল রাটার (১৯৭৮) অটিজমের কতটি প্রধান মানদন্ড-র কথা উল্লেখ করেছেন?
[ক] ৩টি
✅ ৪টি
[গ] ৫টি
[ঘ] ৬টি

৮২. অটিস্টিক শিশুদের বৈশিষ্ট্য কোনটি?
[ক] খেলনা পেলে খেলে
[খ] পরিচিত লোক দেখলে হাসে
[গ] দেহভঙ্গি স্বাভাবিক থাকে
✅ নিজেকে গুটিয়ে রাখে

৮৩. আমেরিকার ফেডারেল আইন কত সালে প্রণীত হয়?
[ক] ১৯৭২ সালে
[খ] ১৯৭৫ সালে
[গ] ১৯৭৭ সালে
✅ ১৯৭৮ সালে

৮৪. প্রতিবন্ধী শিশুকে শিক্ষা প্রদানে কার প্রশিক্ষণ গ্রহণ করতে হয়?
✅ পিতামাতার
[খ] সহপাঠীর
[গ] শিক্ষকদের
[ঘ] আত্মীয়-স্বজনের

৮৫. প্রতিবন্ধী শিশুদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া প্রয়োজন?
✅ উন্নত
[খ] অনুন্নত
[গ] গৃহভিত্তিক
[ঘ] শাসন

৮৬. প্রতিবন্ধী শিশুকে কীভাবে গড়ে তুলতে হবে?
[ক] দায়িত্বশীল করে
[খ] সুশিক্ষিত করে
✅ আত্মনির্ভরশীল করে
[ঘ] পরনির্ভরশীল করে

৮৭. প্রতিবন্ধী শিশুর প্রথমে শিক্ষক কে?
[ক] চিকিৎসক
[খ] শিক্ষক
[গ] ভাইবোন
✅ পিতামাতা

৮৮. প্রতিবন্ধী শিশুর তত্ত্বাবধানের উপযুক্ত অভিভাবক না থাকলে কে তার দায়িত্ব গ্রহণ করবে?
✅ সরকার
[খ] ধনী ব্যক্তি
[গ] আত্মীয়স্বজন
[ঘ] এনজিও

৮৯. রুমার ছেলে বুদ্ধি প্রতিবন্ধী। ছেলের প্রতি রুমার করণীয় কাজ কোনটি হবে?
[ক] ছেলের প্রতি অবহেলা করা
[খ] ছেলের সব কাজ নিজে করে দেয়া
✅ ছেলেকে স্বনির্ভর করে গড়ে তোলা
[ঘ] ছেলেকে সবকিছু থেকে সরিয়ে রাখা

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. প্রতিবন্ধী শিশুর নিজেকে গুটিয়ে রাখার সম্ভাবনা দেখা দেয় কেন?
✅ পিতামাতা তার প্রতিবন্ধকতাকে মেনে না নেওয়ার জন্য
[খ] উপযুক্ত শিক্ষার অভাব হলে
[গ] প্রতিবন্ধকতার কারণে
[ঘ] মানসিক অসুস্থতার জন্য

৯১.জন্মের পরে শিশুর প্রতিবন্ধী হওয়ার কারণ হলো-
i. নবজাতক জন্ডিসে আক্রান্ত হলে
ii. নবজাতকের রক্তে বিলিরুবিন স্বাভাবিক থাকলে
iii. নবজাতকের রক্তে বিলিরুবিন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
✅ i ও iii

৯২. শিশুর হাত পা বাঁকানো থাকলে সারানো যায়-
i. ব্যায়াম করে
ii. ব্যান্ডেজ করে
iii. স্বাভাবিক রেখে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৩. শিশুর খাদ্য গ্রহণে সমস্যা হয়-
i. তালুর হাড় গঠিত না হলে
ii. তালুর মাংসপেশি ঠিকমতো গঠিত না হলে
iii. তালুর হাড় শক্ত হলে

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] ii ও iii

৯৪. শিশু প্রতিবন্ধী হওয়ার কারণ হলো-
i. জন্মের পূর্বকালীন কারণ
ii. জন্মের পরবর্তী কারণ
iii. জন্মের সময়ের কারণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৫. দৃষ্টিপ্রতিবন্ধিতার লক্ষণ হলো-
i. চোখের পাতা লাল হওয়া
ii. চোখের পাতা ফুলে যাওয়া
iii. চোখ দিয়ে পানি ঝরা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৬. বুদ্ধাঙ্কের ওপর ভিত্তি করে বৃদ্ধি প্রতিবন্ধিতা নির্ণয় করেন-
i. টারম্যান
ii. ওয়েলার
iii. রবিনসন

নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] ii ও iii
✅ i ও ii

৯৭. সেরিব্রাল পলসিতে আক্রান্ত শিশুরা-
i. ভালোভাবে দুধ চুষে খেতে পারে না
ii. দেহে অস্বাভাবিক শক্ত ভাব থাকে
iii. জন্মগতভাবে দুর্বল থাকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৮. পোলিও ভাইরাসে আক্রান্ত শিশুদের-
i. অস্থি বিকৃতি দেখা দেয়
ii. পা বা হাতের মাংসপেশি সংকুচিত হয়
iii. মাথা অস্বাভাবিক বড় থাকে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৯. শাহিন মাইক্রোসেফালিতে আক্রান্ত। এর ফলে তার-
i. চলাফেরায় জড়তা আছে
ii. শারীরিক সমস্যা আছে
iii. মাথা অস্বাভাবিক ছোট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০০. বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের-
i. আচরণে অস্বাভাবিকতা
ii. বয়স অনুযায়ী শিক্ষণ ধীরগতির
iii. হাঁটা চলা দ্রুতগতিসম্পন্ন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment