HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Home Science 2nd paper mcq question and answer. HSC Home Science 2nd paper mcq questions pdf download. HSC Home Science 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
গার্হস্থ্য বিজ্ঞান
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৫

HSC Home Science 2nd Paper
MCQ
question and answer pdf download

১. অ্যান্ডারসন কোন ধরনের বিজ্ঞানী?
✅ মনোবিজ্ঞানী
[খ] সমাজবিজ্ঞানী
[গ] পদার্থবিজ্ঞানী
[ঘ] রসায়ন বিজ্ঞানী

২. বর্ধনের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
[ক] সামাজিক অবস্থা
[খ] পারিবারিক অবস্থা
✅ ভৌগোলিক অবস্থা
[ঘ] রাষ্ট্রীয় অবস্থা

৩. শিশুর গুণগত পরিবর্তনকে কী বলে?
✅ বিকাশ
[খ] বর্ধন
[গ] আচরণ
[ঘ] স্বাস্থ্য

৪. বিকাশের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
✅ পরিবেশ
[খ] ভৌগোলিক অবস্থা
[গ] শিক্ষা
[ঘ] সামাজিক অবস্থা

৫. কিসের বৃদ্ধির ফলে চিন্তাশক্তি ও স্মরণশক্তি বৃদ্ধি পায়?
✅ মগজের
[খ] হাতের
[গ] পায়ের
[ঘ] মুখের

৬. শিশুর শারীরিক ও মানসিক পরিবর্তন কয় ভাগে ভাগ করা হয়েছে?
[ক] দুই ভাগে
[খ] তিন ভাগে
✅ চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে

৭. পূর্ণবয়স্কের ক্ষুদ্র সংস্করণ কী?
[ক] শিশুকাল
✅ শৈশব
[গ] কৈশোর
[ঘ] অতি শিশুকাল

৮. শিশুর শৈশবকালীন সহজাত প্রতিবর্তী ক্রিয়া কী?
[ক] কামড় দেওয়া
✅ চমকে ওঠা
[গ] হাত ধরা
[ঘ] লাফিয়ে ওঠা

৯. শিশুর আচরণগত পার্থক্যের ক্ষেত্রে কোন আচরণটির বিলুপ্তি ঘটে?
✅ হামাগুড়ি দেওয়া
[খ] কান্না করা
[গ] হাসা
[ঘ] হাত ধরা

১০. কখন শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের দৈর্ঘ্যের অনুপাত প্রাপ্তবয়স্কদের মতো হয়?
[ক] শৈশবে
✅ কৈশোরে
[গ] যৌবনে
[ঘ] শিশুকালে

১১. দেহের আকারগত পরিবর্তন নিয়ে কোনটি আবর্তিত হয়?
[ক] বিকাশ
✅ বর্ধন
[গ] চলন
[ঘ] আচরণ

১২. বিকাশ প্রক্রিয়া কোন বয়সে মন্থর হয়ে যায়?
[ক] শিশু বয়সে
[খ] কৈশোরে
[গ] বৃদ্ধ বয়সে
✅ মধ্য বয়সে

১৩. কোন বয়সে বিকাশ প্রক্রিয়া নিম্নমুখী হয়?
✅ বৃদ্ধ বয়সে
[খ] মধ্য বয়সে
[গ] যৌবন বয়সে
[ঘ] কৈশোরে

১৪. শিশুর অন্তর্নিহিত শক্তি ও সুপ্ত সম্ভাবনা যখন পারিপার্শ্বিক অবস্থার প্রভাবে বিকশিত হতে থাকে তখন তাকে কী বলা হয়?
[ক] সুপ্ত বিকাশ
[খ] বুদ্ধির বিকাশ
✅ ক্রমবিকাশ
[ঘ] নৈতিক বিকাশ

১৫. শিশুর বর্ধনজনিত পরিবর্তন কোনটি?
[ক] আবেগীয়
✅ দৈহিক
[গ] বুদ্ধিগত
[ঘ] ভাষাগত

১৬. কোন বিকাশটি পরিমাপ করা যায়?
[ক] ভাষাগত
[খ] নৈতিক
[গ] মানসিক
✅ বুদ্ধির

১৭. বর্ধনের ইংরেজি রূপ কোনটি?
✅ Growth
[খ] Grown
[গ] Grow
[ঘ] Growing

১৮. তামিমের বয়স ৪ বছর। তার শিখন, বুদ্ধিমত্তা এবং চিন্তাক্ষেত্রে পরিবর্তন ঘটেছে কিসের বৃদ্ধি ও পরিপক্বতার ফলে?
[ক] স্মৃতিশক্তির
[খ] চিন্তাশক্তির
[গ] শরীরের
✅ মসিত্মষ্কের

১৯. মানবজীবনে বিকাশ কতদিন পর্যন্ত হয়?
[ক] বয়ঃসন্ধিকাল
[খ] বার্ধক্যকাল,
✅ মৃত্যুর পূর্ব পর্যন্ত
[ঘ] শৈশবকাল

২০. E. Hurlock কোন ধরনের বিজ্ঞানী?
✅ শিশু মনোবিজ্ঞানী
[খ] চিকিৎসাবিজ্ঞানী
[গ] সমাজবিজ্ঞানী
[ঘ] পদার্থবিজ্ঞানী

২১. দেহের অভ্যন্তরীণ তন্ত্র কোনটি?
✅ হৃৎপি-
[খ] হাত
[গ] মাথা
[ঘ] পা

২২. কোন সময়ের অভিজ্ঞতা মানুষের ব্যক্তিত্বের উন্মেষ ঘটায়?
[ক] কৈশোরের
✅ শৈশবের
[গ] যৌবনের
[ঘ] শিশুকালের

২৩. মানুষের অন্তর্নিহিত বৈশিষ্ট্যের উন্মোচন হচ্ছে-
✅ পরিপক্বতা
[খ] সহমর্মিতা
[গ] সহযোগিতা
[ঘ] শিক্ষা

২৪. শিশু পরিপক্বতা কয়ভাবে অর্জন করে?
✅ দুইভাবে
[খ] তিনভাবে
[গ] চারভাবে
[ঘ] পাঁচভাবে

২৫. শিশুর আকারের পরিবর্তন বলতে বোঝায়-
✅ শিশুর উচ্চতা
[খ] শিশুর স্মরণশক্তি
[গ] শিশুর ভাষার বিকাশ
[ঘ] শিশুর চিন্তন শক্তি

২৬. ‘‘শৈশবকাল হচ্ছে একজন মানুষ হিসেবে গড়ে ওঠার উপযুক্ত সময়’’- কে বলেছেন?
✅ এরিকসন
[খ] হোয়াইট
[গ] ভ্যানডেল ডেল
[ঘ] এন্ডারসন

২৭. শিশুর দৈহিক পরিবর্তন কোথা থেকে শুরু হয়?
✅ মাথা থেকে
[খ] হাত থেকে
[গ] মুখ থেকে
[ঘ] পা থেকে

২৮. ই. বি. হারলক বিকাশের কয়টি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন?
✅ দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

২৯. শিশুর জন্মপূর্ব বর্ধনে কিসের বর্ধন সবচেয়ে বেশি থাকে?
✅ মাথার
[খ] মুখের
[গ] পায়ের
[ঘ] হাতের

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. জন্মমুহূর্ত হতে বয়ঃসন্ধিক্ষণ পর্যন্ত বয়স কয়টি প্রধান ধাপে বিভক্ত?
[ক] চারটি
✅ পাঁচটি
[গ] ছয়টি
[ঘ] সাতটি

৩১. কয় মাস বয়সে শিশুর ওজন জন্মকালীন ওজনের দ্বিগুণ হয়?
[ক] ৪ মাস
[খ] ৫ মাস
✅ ৬ মাস
[ঘ] ৭ মাস

৩২. কত সময়ে শিশুর জন্মকালীন ওজনের ৩ গুণ হয়?
✅ ১ বছর
[খ] ২ বছর
[গ] ৩ বছর
[ঘ] ৪ বছর

৩৩. দ্বিতীয় সপ্তাহ থেকে ২ বছর পর্যন্ত সময়কে কী বলে?
[ক] শৈশবকাল
✅ শিশুকাল
[গ] কৈশোরকাল
[ঘ] যৌবনকাল

৩৪. ২ বছর থেকে ১৩/১৪ বছর বয়স পর্যন্ত সময়কে কী বলে?
✅ শৈশবকাল
[খ] কৈশোরকাল
[গ] শিশুকাল
[ঘ] যৌবনকাল

৩৫. শৈশবকালকে কয় ভাগে ভাগ করা যায়?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৩৬. মাতৃগর্ভে বিকাশ বেশি হয়-
✅ মাথার
[খ] হাতের
[গ] পায়ের
[ঘ] মুখম-লের

৩৭. হৃৎপি-, যকৃৎ এবং পরিপাকতন্ত্র কখন ধীরগতিতে বৃদ্ধি পায়?
✅ শৈশবে
[খ] কৈশোরে
[গ] যৌবনে
[ঘ] পৌঢ়ে

৩৮. নিষিক্তকরণ থেকে জন্মগ্রহণ পর্যন্ত সময়কে কী বলে?
✅ প্রাক-জন্ম পর্যায়
[খ] শিশুকাল
[গ] প্রাক-শৈশব
[ঘ] প্রারম্ভিক শৈশব

৩৯. ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ২ সপ্তাহ সময় কালকে কী বলে?
[ক] প্রাক-শৈশব
✅ নবজাতক
[গ] প্রারম্ভিক শৈশব
[ঘ] বিলম্বিত শৈশব

৪০. শিশুর ২ সপ্তাহ থেকে ২ বছর সময়কালকে কী বলে?
[ক] নবজাতক
[খ] প্রাক-জন্ম পর্যায়
✅ প্রাক-শৈশব
[ঘ] শৈশব

HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

৪১. শিশুকাল কয় ভাগে বিভক্ত?
✅ দুই ভাগে
[খ] তিন ভাগে
[গ] চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে

৪২. ২ থেকে ৬ বছর সময় কালকে কী বলে?
[ক] প্রাক-শৈশব
[খ] নবজাতক
✅ প্রারম্ভিক শৈশব
[ঘ] বিলম্বিত শৈশব

৪৩. ৬ বছর থেকে ১০ বছর সময়কালকে কী বলে?
[ক] প্রাক-শৈশব
[খ] প্রারম্ভিক শৈশব
[গ] নবজাতক
✅ শৈশবকালের মধ্যবর্তী পর্যায়

৪৪. ১০ বছর থেকে ১৩ বছর সময়কালকে কী বলে?
✅ বিলম্বিত শৈশব
[খ] প্রারম্ভিক শৈশব
[গ] শৈশবকালের মধ্যবর্তী পর্যায়
[ঘ] প্রাক-শৈশব

৪৫. কখন থেকে বয়ঃসন্ধিকাল শুরু হয়?
[ক] ১০ থেকে ১৩ বছর
[খ] ১৩ থেকে ১৫ বছ
✅ ১৩ থেকে ১৮ বছর
[ঘ] ১৮ থেকে ২১ বছর

৪৬. তরুণ বয়সের পর্যায়কাল কখন?
[ক] ১৩ থেকে ১৮ বছর
[খ] ১০ থেকে ১৩ বছর
[গ] ১৩ থেকে ১৫ বছর
✅ ১৫ থেকে ১৮ বছর

৪৭. প্রাপ্ত বয়সের প্রাথমিক পর্যায়কে কী বলে?
[ক] তরুণ বয়স
[খ] বয়ঃসন্ধিকাল
✅ যৌবনকাল
[ঘ] মধ্যবয়স

৪৮. মধ্য বয়স কখন থেকে শুরু হয়?
[ক] ৩২ থেকে ৩৫ বছর
[খ] ৩৫ থেকে ৪০ বছর
✅ ৪০ থেকে ৬০ বছর
[ঘ] ৬০ থেকে ৭০ বছর

৪৯. কখন থেকে বার্ধক্য শুরু হয়?
[ক] ৪০ থেকে ৫০ বছর
[খ] ৫০ থেকে ৫৫ বছর
[গ] ৫৫ থেকে ৬০ বছর
✅ ৬০ বছর থেকে মৃত্যু পর্যন্ত

৫০. বিকাশমূলক কার্যক্রম কয়টি বিষয়ের সমন্বয়ে অর্জিত হয়?
[ক] দুটি
✅ তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৫১. জীবনের সবচেয়ে সুসময় হচ্ছে-
[ক] শিশুকাল
✅ শৈশবকাল
[গ] কৈশোরকাল
[ঘ] যৌবনকাল

৫২. বিলম্ব শৈশবে সুখ নির্ভর করে-
[ক] পরিবারের ওপর
[খ] সমাজের ওপর
✅ পরিবেশের ওপর
[ঘ] সহপাঠীর ওপর

৫৩. কার্যকারিতার দিক থেকে প্রতিবর্তী ক্রিয়া কয় ধরনের?
✅ দুই ধরনের
[খ] তিন ধরনের
[গ] চার ধরনের
[ঘ] পাঁচ ধরনের

৫৪. অসিত্মত্ব ও জীবন রক্ষাকারী প্রতিবর্তী ক্রিয়া কোনটি?
✅ ত্বক সংবেদন
[খ] হাতে বস্তু ধরা
[গ] হাত-পা ছোড়া
[ঘ] হাসা

৫৫. আদি প্রতিবর্তী ক্রিয়া কোনটি?
[ক] চোষা
[খ] ত্বক সংবেদন
[গ] নিঃশাস-প্রশ্বাস
✅ হাতে বস্তু ধরা

৫৬. মানবসৃষ্টির প্রথম সূচনা কোনটি?
[ক] শিশু
✅ জাইগোট
[গ] নবজাতক
[ঘ] নিউক্লিয়াস

৫৭. শিশুর শিক্ষা গ্রহণ পদ্ধতি কয়টি?
[ক] ২
✅ ১
[গ] ৪
[ঘ] ৩

৫৮. দীপ্ত সাইকেল চালানো শিখতে চায়। তার এই শিক্ষণকে ফলপ্রসূ করার জন্য কোনটি প্রয়োজন?
✅ অনুশীলন
[খ] শনাক্তকরণ
[গ] পরিবেশ
[ঘ] অনুকরণ

৫৯. অপরিণত শিশুর বিকাশের ধারা মন্থর হবার কারণ কী?
✅ শিশু দুর্বল থাকে বলে
[খ] শিশু স্বাস্থ্যবান থাকে বলে
[গ] শিশু চঞ্চল থাকে বলে
[ঘ] শিশু সবল থাকে বলে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. কোন বিকাশ শিক্ষণের ওপর নির্ভরশীল?
[ক] বস্তু ধরা
✅ অঙ্গসজ্ঞালনের দক্ষতা
[গ] ধ্বনি উচ্চারণ
[ঘ] দাঁড়ানো

৬১. আঁতুড় কাল বা নবজাতককালের প্রধান কাজ কী?
[ক] বর্ধন ও বিকাশের সূচনা করা
[খ] শিক্ষণের জন্য প্রস্তুতি নেওয়া
✅ নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানো
[ঘ] শারীরবৃত্তীয় কাজে অংশ নেওয়া

৬২. কোন বয়সে শিশুর কল্পনাশক্তির বিকাশ ঘটে?
✅ প্রান্তীয় শৈশবকাল
[খ] প্রাক শৈশবকালে
[গ] নবজাতককাল
[ঘ] বয়ঃসন্ধিকালে

৬৩. সাধারণত কোন সময়ে বাবা-মায়ের সন্তানের মতবিরোধ দেখা দেয়?
[ক] যৌবনে
[খ] শৈশবে
[গ] কৈশোরে
✅ বয়ঃসন্ধিকালে

৬৪. কখন শিশু নিজেকে নিয়ে অসন্তুষ্ট থাকে এবং হীনম্মন্যতায় ভোগে?
✅ অসুখী হলে
[খ] স্বাভাবিক বিকাশে
[গ] সুখী হলে
[ঘ] স্বাভাবিক বর্ধনে

৬৫. অতি শৈশবকালের বয়সসীমা কত?
[ক] ১ বছর হতে ২ বছর পর্যন্ত
[খ] জন্মের পর হতে ২ বছর পর্যন্ত
✅ ২ সপ্তাহ হতে ২ বছর পর্যন্ত
[ঘ] ২ মাস হতে ২ বছর পর্যন্ত

৬৬. কত বছর বয়সে শিশুদের হাড়ের সংখ্যা বৃদ্ধি পায়?
[ক] ৪
[খ] ৩
✅ ২
[ঘ] ১

৬৭. কত মাস বয়সে শিশু একাকী বসতে পারে?
[ক] ৫
[খ] ৪
✅ ৭
[ঘ] ৬

৬৮. মসিত্মষ্কের স্নায়ুকোষের বৃদ্ধির ফলে শিশুর কী পরিবর্তন হয়?
✅ মানসিক ক্ষমতা বৃদ্ধি পায়
[খ] আবেগের বিকাশ হয়
[গ] দৈহিক বিকাশ হয়
[ঘ] শারীরিক ক্ষমতা বৃদ্ধি পায়

৬৯. ২৪ মাস বয়সে শিশুর কী ধরনের ভাষার বিকাশ হয়?
[ক] দুই শব্দ সহযোগে স্পষ্ট অর্থবোধক শব্দ উচ্চারণ করে
[খ] ব্যাবলিং জাতীয় শব্দ করে
✅ মনের ভাব ভাষায় ব্যক্ত করে
[ঘ] শব্দ উচ্চারণের চেয়ে অঙ্গভঙ্গি বেশি করে

৭০. দ্বিতীয় বছরে উপনীত হলে শিশুর কী বলা হয়?
[ক] Childhood
✅ Toddler
[গ] Babyhood
[ঘ] Baby Toddler

৭১. কোন কাজের মাধ্যমে শিশুর চিন্তা ও কল্পনাশক্তির বিকাশ ঘটে?
[ক] গল্প বলা
✅ কথা বলা
[গ] টিভি দেখা
[ঘ] গান শোনা

৭২. কোন বয়সে শিশু নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করতে চায় এবং তার কাজের স্বীকৃতি ও অনুমোদন দাবি করে?
[ক] ১ বছর
✅ ২ বছর
[গ] ৩ বছর
[ঘ] ৬ মাস

৭৩. NCHS-এর মাপ অনুযায়ী ২ বছর বয়সে মেয়েদের ওজন কত কি.গ্রা. হয়?
✅ ১১.৯০
[খ] ১২
[গ] ১২.৯০
[ঘ] ১০

৭৪. এক বছরের মাইশার ৫টি দাঁত। কত বছর বয়সে তার ১৬টি দাঁত হবে?
[ক] তিন
[খ] চার
✅ দুই
[ঘ] দেড়

৭৫. কোন বয়সে শিশু সবকিছু পরিষ্কারভাবে দেখতে পায়?
✅ ৩ মাসে
[খ] ১ মাসে
[গ] ১ম সপ্তাহে
[ঘ] ৩য় সপ্তাহে

৭৬. মায়ের গলার শব্দে শিশু আনন্দ লাভ করে কোন বয়স থেকে?
[ক] ১ম মাসে
✅ ২য় মাসে
[গ] জন্মের পর থেকে
[ঘ] ২য় সপ্তাহ থেকে

৭৭. কোন বয়সের শিশুর দিকে তাকিয়ে কথা বললে মৃদু হাসে এবং আদর স্নেহ বুঝতে পারে?
[ক] ৬ষ্ঠ
✅ ৪র্থ
[গ] ৩য়
[ঘ] ৫ম

৭৮. জন্মের সময় নবজাতকের দৈর্ঘ্য কত সে. মি. থাকে?
[ক] ৬০
✅ ৫০
[গ] ৩০
[গ] ৪০

৭৯. শিশু ভূমিষ্ঠ হবার পর তার শ্বাস-প্রশ্বাসের হার মিনিটে কত বার?
[ক] ৪০-৫০
[খ] ৩০-৪০
[গ] ৩০-৩৫
✅ ৪০-৪৫

৮০. নবজাতকের দেহের রং হয়-
[ক] হলুদ
✅ রক্তাভ
[গ] লাল
[ঘ] নীল

৮১. মাতৃগর্ভে শিশুর তাপমাত্রা থাকে-
✅ ১০০° ফারেনহাইট
[খ] ১১০° ফারেনহাইট
[গ] ১২০° ফারেনহাইট
[ঘ] ১৩০° ফারেনহাইট

৮২. নবজাতক সাধারণত কত ঘণ্টা ঘুমায়?
[ক] ১০/১২ ঘণ্টা
[খ] ১৪/১৬ ঘণ্টা
[গ] ১৬/১৮ ঘণ্টা
✅ ১৮/২০ ঘণ্টা

৮৩. ভূণের বয়স কত হলে দাঁতের অসিত্মত্ব সূচিত হয়?
[ক] ৭-৮ সপ্তাহ
[খ] ৮-৯ সপ্তাহ
[গ] ৯-১০ সপ্তাহ
✅ ১০-১৩ সপ্তাহ

৮৪. কত মাস বয়সে শিশু একাকী হাঁটতে পারে?
[ক] ১০-১২ মাসখ ১১-১৩ মাস
✅ ১৪-১৫ মাস
[ঘ] ১৬-১৮ মাস

৮৫. কত মাস বয়সে শিশু পরিচিত ও অপরিচিত ব্যক্তিকে পৃথক করতে পারে?
[ক] ২/৩ মাস
[খ] ৩/৪ মাস
✅ ৪/৫ মাস
[ঘ] ৬/৭ মাস

৮৬. কত মাস বয়সে শিশু মায়ের মেজাজ বুঝতে পারে?
[ক] ৪/৫ মাস
[খ] ৬/৭ মাস
✅ ৭/৮ মাস
[ঘ] ৮/৯ মাস

৮৭. কত মাস বয়সে শিশু অন্যের স্বরধ্বনি ও অঙ্গভঙ্গি নকল করার চেষ্টা করে?
[ক] ৫/৬ মাস
[খ] ৭/৮ মাস
[গ] ৪/৯ মাস
✅ ৯/১০ মাস

৮৮. কত মাস বয়সে শিশু বড়দের সাথে খেলতে বেশি পছন্দ করে?
[ক] ১০/১১ মাসে
[খ] ১২/১৩ মাসে
[গ] ১৫/১৬ মাসে
✅ ১৮/১৯ মাসে

৮৯. কত মাস বয়সে শিশুর মধ্যে পরিতৃপ্তি লক্ষ করা যায়?
[ক] ২ মাস
✅ ৩ মাস
[গ] ৪ মাস
[ঘ] ৫ মাস

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. কত মাস বয়সে ভীতি, ক্রোধ ও ভালোবাসার প্রতিফলন দেখা যায়?
✅ ৩/৬ মাস
[খ] ২/৪ মাস
[গ] ৭/৮ মাস
[ঘ] ৯/১০ মাস

৯১. কোন বয়সে শিশুর মধ্যে আনন্দ, উল্লাস ও স্নেহের উন্মেষ ঘটে?
✅ ১ বছর
[খ] ২ বছর
[গ] ৩ বছর
[ঘ] ৪ বছর

৯২. ১ থেকে ২৪ মাস পর্যন্ত শিশুর ভাষা বিকাশে কয়টি পর্যায় লক্ষ করা যায়?
[ক] দুটি
[খ] তিনটি
✅ চারটি
[ঘ] পাঁচটি

৯৩. কত মাস বয়সে শিশু নিজের মায়ের ভাব ভাষায় ব্যক্ত করতে পারে?
[ক] ১২ মাস
[খ] ১৪ মাস
[গ] ১৬ মাস
✅ ২৪ মাস

৯৪. প্রারম্ভিক শৈশবকালের সময়সীমা কত বছর?
✅ ২-৬ বছর
[খ] ১-২ বছর
[গ] ৭-৮ বছর
[ঘ] ৮-১০ বছর

৯৫. কোন সময় শিশুর বিকাশ ধীরগতিতে হয়?
[ক] শিশুকালে
✅ প্রারম্ভিক শৈশবে
[গ] কৈশোরে
[ঘ] যৌবনে

৯৬. কত বছর বয়সে শিশুর অস্থি, পেশি ও স্নায়ুতন্ত্র মজবুত হয়।
[ক] ৩ বছর
[খ] ৪ বছর
[গ] ৫ বছর
✅ ৬ বছর

৯৭. কত বছর বয়সে শিশুর সূক্ষ্ম অঙ্গ সঞ্চালন বিকাশে পরিপক্কতা আসে?
[ক] ২/৩ বছর
[খ] ৪/৫ বছর
✅ ৫/৬ বছর
[ঘ] ৭/৮ বছর

৯৮. কত বছর পর্যন্ত শিশুর ওজন খুব একটা বাড়ে না?
✅ ২-৩ বছর
[খ] ৩-৪ বছর
[গ] ৪-৫ বছর
[ঘ] ৫-৬ বছর

৯৯. কখন শিশু সামাজিক চাহিদা ও প্রত্যাশা অনুসারে আচরণ করার ক্ষমতা অর্জন করে?
✅ প্রাক-শৈশবে
[খ] শৈশবে
[গ] কৈশোরে
[ঘ] যৌবনে

১০০. কোন বয়সে শিশুদের আবেগীয় বহিঃপ্রকাশের ক্ষেত্রে প্রচ-তা দেখা দেয়?
✅ ২ থেকে ৬ বছরে
[খ] ১ থেকে ২ বছরে
[গ] ৭ থেকে ৮ বছরে
[ঘ] ৮ থেকে ৯ বছরে
Share:

0 Comments:

Post a Comment