HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Home Science 2nd paper mcq question and answer. HSC Home Science 2nd paper mcq questions pdf download. HSC Home Science 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
গার্হস্থ্য বিজ্ঞান
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৪

HSC Home Science 2nd Paper
MCQ
question and answer pdf download

১. প্রসবের প্রত্যাশিত তারিখের কয় সপ্তাহ আগে শিশুকে গ্রহণ করার জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে হবে?
[ক] এক সপ্তাহ
✅ দুই সপ্তাহ
[গ] তিন সপ্তাহ
[ঘ] চার সপ্তাহ

২. জন্মগ্রহণের পর থেকে নবজাতককাল আরম্ভ হয়। এ সময়কাল কয় দিন?
[ক] ৭ দিন
[খ] ১০ দিন
✅ ১৪ দিন
[ঘ] ২০ দিন

৩. নবজাতকের হৃৎস্পন্দন প্রতি মিনিটে কয় বার?
✅ ১২০-১৪০ বার
[খ] ১১০-১২০ বার
[গ] ১০০-১১০ বার
[ঘ] ১৪০-১৫০ বার

৪. নবজাতকের রক্তে প্রচুর পরিমাণে কী থাকে?
[ক] নিউরোবিন
✅ হিমোগ্লোবিন
[গ] শর্করা
[ঘ] স্নেহ

৫. মায়ের গর্ভের তাপমাত্রা কত?
[ক] ৮০° ফা.
[খ] ৯০° ফা.
✅ ১০০° ফা.
[ঘ] ১২০° ফা.

৬. জন্মগ্রহণের পরই নবজাতকের কোন বৈশিষ্ট্য লক্ষ করা যায়?
✅ গায়ের বর্ণ থাকে লালচে
[খ] গায়ের বর্ণ থাকে হলদে
[গ] গায়ের বর্ণ থাকে কালো
[ঘ] গায়ের বর্ণ থাকে মেরুন

৭. জন্মগ্রহণের পর নবজাতক কত ঘণ্টা ঘুমায়?
[ক] ১০-১২ ঘণ্টা
[খ] ১২-১৪ ঘণ্টা
[গ] ১৫-১৭ ঘণ্টা
✅ ১৬-২০ ঘণ্টা

৮. শিশু সর্বপ্রথম অক্সিজেন টেনে নেয়-
✅ নাভিরজ্জু কাটার পর
[খ] ভূমিষ্ঠ হওয়ার পর
[গ] জন্মের তিন ঘণ্টা পর
[ঘ] জন্মের ছয় ঘণ্টা পর

৯. ডা. ভার্জিনিয়া আপগার কোন দেশের নাগরিক?
[ক] সুইজারল্যান্ডের
[খ] ব্রিটেনের
✅ আমেরিকার
[ঘ] রাশিয়ার

১০. ডা. ভার্জিনিয়া আপগার নবজাতকের সুস্থতা মূল্যায়নের জন্য ছক আকারে কয়টি বিষয় নির্ধারণ করেন?
[ক] ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
✅ ৫টি

১১. শিশু ভূমিষ্ঠ হওয়ার পর নাডw়র গতি প্রতি মিনিটে ১০০-এর নিচে হলে মান কত হয়?
✅ ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৪

১২. শিশু জন্মের পর কয়টি বিষয় পরীক্ষা করে প্রতিটি বিষয়ের জন্য ০ থেকে ২ পর্যন্ত নম্বর দেওয়া হয়?
[ক] ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
✅ ৫টি

১৩. নবজাতকের স্কোর কত থাকলে জীবন রক্ষাকারী পদক্ষেপ নিতে হয়?
[ক] ৫ থেকে ৬
✅ ৪ থেকে ৭
[গ] ৭ থেকে ১০
[ঘ] ১০ থেকে ১২

১৪. প্রাণিজগতে সবচেয়ে অসহায় হচ্ছে-
✅ মানবশিশু
[খ] ছাগশিশু
[গ] মেষশাবক
[ঘ] পাখি

১৫. জন্মের কয় দিন পর নবজাতক শিশুকে গোসল করানো উচিত?
[ক] ২ দিন
✅ ৩ দিন
[গ] ৪ দিন
[ঘ] ৫ দিন

১৬. জন্মের পর পরই না কাঁদলে বুঝতে হবে নবজাতক-
[ক] খাবার পাচ্ছে না
[খ] সে অসুস্থ
✅ অক্সিজেন পাচ্ছে না
[ঘ] ভয় পাচ্ছে

১৭. নবজাতকের জন্ডিস দেখা দিলে তা কত দিনের মধ্যে সাধারণত ভালো হয়ে যায়?
✅ ৭-১০
[খ] ১০-১৫
[গ] ৩-৪
[ঘ] ১৫-২০

১৮. শিশুর প্রথম টিকা বলা হয় কোনটিকে?
[ক] হামের টিকাকে
✅ শালদুধকে
[গ] জন্ডিসের টিকাকে
[ঘ] পোলিওর টিকাকে

১৯. মায়ের দুধ ছাড়া অন্য দুধ পান করলে শিশুর ফল কী ধরনের হয়?
[ক] তরল
✅ শক্ত
[গ] কালচে
[ঘ] বাদামী

২০. সন্তান প্রসবের পর মাকে কত দিন ফলিক এসিড খেতে হবে?
[ক] ২
✅ ১
[গ] ৩
[গ] ৪

২১. মায়ের স্তনে দুধ তৈরি ও কোষ্ঠ পরিষ্কারের জন্য কী খেতে হবে?
[ক] ভিটামিন
✅ পানি
[গ] প্রোটিন
[ঘ] স্নেহ

২২. জন্মের পর পর নবজাতকের খিঁচুনি হলে কোন রোগ হওয়ার আশঙ্কা থাকে?
✅ মেনিনজাইটিস
[খ] হাম
[গ] ম্যালেরিয়া
[ঘ] জ্বর

২৩. নবজাতকের কত দিন বয়সের সময় সামান্য জন্ডিস দেখা দিতে পারে?
[ক] ২/৩ দিন বয়সে
✅ ৩/৪ দিন বয়সে
[গ] ৪/৫ দিন বয়সে
[ঘ] ৫/৬ দিন বয়সে

২৪. নবজাতক শিশুর হাত-পা শক্ত হয়ে যায় এবং চিৎকার করে-
[ক] জ্বর হলে
[খ] জন্ডিস হলে
✅ পেটে ব্যথা হলে
[ঘ] কাশি হলে

২৫. কিসের জন্য রক্ত জমাটকরণের উপাদান ঠিকমতো উৎপাদিত হয় না?
✅ যকৃতের অপরিণতির জন্য
[খ] জন্ডিসের জন্য
[গ] হিমোগ্লোবিনের অভাবে
[ঘ] ম্যালেরিয়ার জন্য

২৬. বিকাশ পর্যায়ে সর্বাপেক্ষা সংক্ষিপ্ত সময় কোনটি?
[ক] প্রারম্ভিক শৈশবকাল
✅ নবজাতককাল
[গ] বয়ঃসন্ধিকাল
[ঘ] অতি শৈশবকাল

২৭. মায়ের গর্ভের পরিবেশের তাপমাত্রা কত?
✅ ১০০°F
[খ] ৯৮°F
[গ] ১০৫°F
[ঘ] ১৯০°F

২৮. নবজাতকের উচ্চতা সাধারণত কত ইঞ্চি হয়?
[ক] ১৮-১৯
✅ ১৯-২১
[গ] ১২-১৫
[ঘ] ১৯-২০

২৯. অম্ল বা লবণ স্বাদে নবজাতক কী প্রতিক্রিয়া দেখায়?
[ক] কান্না করে
[খ] পরিতৃপ্তি প্রকাশ করে
✅ মুখ বিকৃত করে
[ঘ] চোখ বন্ধ করে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. নবজাতকের প্রধান কাজ কী?
[ক] মায়ের সাথে খেলা করা
[খ] মায়ের দুধ পান করা
✅ পরিবেশের সাথে খাপ খাওয়ানো
[ঘ] মায়ের কোলে শুয়ে থাকা

৩১. শিশুর নাভিরজ্জু কখন কাটা উচিত?
✅ নাভিরজ্জু হতে রক্ত সঞ্চালন কমে গেলে
[খ] ভূমিষ্ঠ হবার পর
[গ] ভূমিষ্ঠ হবার ৩০ মিনিটের মধ্যে
[ঘ] নাভিরজ্জু হতে রক্তসঞ্চালন অবস্থায়

৩২. শিশুর নাভিরজ্জু কোথায় কাটা হয়?
[ক] নাভির একেবারে শেষ প্রান্তে
✅ নাভির উপরে প্রায় তিন আঙ্গুল দূরে
[গ] নাভির খুব কাছাকাছি
[ঘ] নাভির উপরে প্রায় পাঁচ আঙ্গুল দূরে

৩৩. কত সালে ডা. ভার্জিনিয়া আপগার নবজাতকের সুস্থতা পরিমাপের কতগুলো বিষয় নির্ধারণ করেন?
✅ ১৯৫৩
[খ] ১৯৫৫
[গ] ১৯৫২
[ঘ] ১৯৫৪

৩৪. আপগার স্কোর মোট কত হলে সবচেয়ে উত্তম?
✅ ১০
[খ] ৯
[গ] ৭
[ঘ] ৮

৩৫. নবজাতকের গা মোছার জন্য কোন ধরনের কাপড় ব্যবহার করা উচিত?
[ক] নাইলনের কাপড়
[খ] লিনেন কাপড়
[গ] পশমি কাপড়
✅ নরম সুতি কাপড়

৩৬. নবজাতক শিশুকে মুক্ত আলো-বাতাস ও সূর্যের আলোতে রাখলে দেহে কী তৈরি হয়?
[ক] ভিটামিন-সি
[খ] ভিটামিন-এ
✅ ভিটামিন-ডি
[ঘ] ভিটামিন- কে

৩৭. সদ্যপ্রসূত শিশুর মল কোন বর্ণের হয়?
✅ বাদামি
[খ] হলুদ
[গ] লাল
[ঘ] খয়েরি

৩৮. শিশুকে সরাসরি সূর্যের আলোতে রাখলে কী হবে?
✅ সূর্যদাহ হবে
[খ] হাড় শক্ত হবে
[গ] চামড়া পুড়ে যাবে
[ঘ] ভিটামিন ডি পাবে

৩৯. Meconium কী?
[ক] এক ধরনের ঔষধ
✅ শিশুর প্রথম মল
[গ] শিশুর প্রথম দুধ পান
[ঘ] শিশুর এক ধরনের অসুখ

৪০. নবজাতকের যে ধরনের সমস্যা হতে পারে-
i. নীল হয়ে যাওয়া
ii. বমি
iii. পেট ব্যথা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৪

৪১. প্রসবের পর কত পারসেন্ট মায়ের মানসিক অসংগতি দেখা দেয়?
✅ ১০% থেকে ২০%
[খ] ৫% থেকে ১০%
[গ] ১৫% থেকে ৩০%
[ঘ] ৩% থেকে ৫%

৪২. প্রসূতি মাকে দৈনিক গড়ে কত মিলিমিটার দুধ উৎপাদন করতে হয়?
[ক] ১০০ থেকে ২০০ মিলিমিটার
[খ] ৩০০ থেকে ৪০০ মিলিমিটার
[গ] ৫০০ থেকে ৬০০ মিলিমিটার
✅ ৬৫০ থেকে ৮৫০ মিলিমিটার

৪৩. দুধ উৎপাদনে মাকে কত ক্যালরি অতিরিক্ত খাদ্য গ্রহণ করতে হয়?
[ক] ৩০০ ক্যালরি
[খ] ৪০০ ক্যালরি
✅ ৫০০ ক্যালরি
[ঘ] ৬০০ ক্যালরি

৪৪. প্রসূতি মাকে দৈনিক মোট কত ক্যালরি গ্রহণ করতে হয়?
[ক] ২০০০ ক্যালরি
[খ] ২৩০০ ক্যালরি
[গ] ২৪০০ ক্যালরি
✅ ২৬০০ ক্যালরি

৪৫. দুধের প্রোটিন তৈরির জন্য মাকে দৈনিক কত গ্রাম প্রোটিনজাতীয় খাদ্য গ্রহণ করতে হয়?
[ক] ৩০-৪০ গ্রাম
[খ] ৪০-৫০ গ্রাম
✅ ৭০-৭৫ গ্রাম
[ঘ] ৮০-৮৫ গ্রাম

৪৬. শিশুর আদর্শ খাদ্য কোনটি?
✅ মায়ের দুধ
[খ] ছোট মাছ
[গ] ডিম
[ঘ] মাংস

৪৭. মায়ের ৮৫০ মিলিলিটার দুধে কত গ্রাম ক্যালসিয়াম থাকে?
[ক] ২০০ গ্রাম
[খ] ২৫০ গ্রাম
[গ] ২৮০ গ্রাম
✅ ২৯০ গ্রাম

৪৮. প্রসূতি মায়ের ভিটামিন ও খনিজ লবণের চাহিদা মেটানোর জন্য কী খাওয়া প্রয়োজন?
✅ শাকসবজি
[খ] মাংস
[গ] মাছ
[ঘ] ডিম

৪৯. মায়ের বুকের শালদুধ কোন বর্ণের?
✅ হলুদ বর্ণের
[খ] বাদামি বর্ণের
[গ] সাদা বর্ণের
[ঘ] লাল বর্ণের

৫০. প্রতিদিন মায়ের বুকে কী পরিমাণ শালদুধ উৎপন্ন হয়?
[ক] ৫০-৬০ মিলিমিটার
[খ] ৬০-৭০ মিলিমিটার
[গ] ৭০-৮০ মিলিমিটার
✅ ৮০-১০০ মিলিমিটার

৫১. শিশুকে কয় মাস পর্যন্ত কেবল বুকের দুধ দিতে হবে?
[ক] ২ মাস
[খ] ৩ মাস
[গ] ৫ মাস
✅ ৬ মাস

৫২. কোন শিশুরা অধিক বুদ্ধিমান হয়ে থাকে?
✅ বুকের দুধ খাওয়া শিশুরা
[খ] কৌটার দুধ খাওয়া শিশুরা
[গ] ডিম খাওয়া শিশুরা
[ঘ] ছোট মাছ খাওয়া শিশুরা

৫৩. নবজাতককে ২৪ ঘণ্টায় কয়বার বুকের দুধ দিতে হবে?
[ক] ৫-৬ বার
[খ] ৭-৮ বার
[গ] ৯-১০ বার
✅ ১০-১২ বার

৫৪. শিশু জন্মের পর পরই মায়ের বুকে প্রথমে যে দুধ উৎপন্ন হয় তার নাম কী?
[ক] ক্যালসিয়াম
[খ] কোলেস্টরল
✅ কলোস্ট্রাম
[ঘ] ক্যালরি

৫৫. প্রাথমিক অবস্থায় শিশুকে কতক্ষণ ব্যায়াম করানো উচিত?
[ক] ১৫-২০ মিনিট
[খ] ২৫-৩০ মিনিট
✅ ১০-১৫ মিনিট
[ঘ] ৪-৫ মিনিট

৫৬. শিশুর আদর্শ খাদ্য কোনটি?
[ক] চিনি
[খ] গুড়
✅ মায়ের দুধ
[ঘ] গরুর দুধ

৫৭. নবজাত শিশু দৈনিক কত ঘণ্টা ঘুমায়?
✅ ১৮-২০ ঘণ্টা
[খ] ১৯-২০ ঘণ্টা
[গ] ১৯-২১ ঘণ্টা
[ঘ] ১৮-২১ ঘণ্টা

৫৮. জন্মের পর শিশু কত মাস বয়স পর্যন্ত মাতৃদুধের ওপর নির্ভরশীল?
✅ প্রথম ছয় মাস
[খ] দশ মাস
[গ] আট মাস
[ঘ] এক বছর

৫৯. ৬ মাস পর্যন্ত শিশুকে কী খাবার দিতে হবে?
[ক] ফলের জুস
[খ] প্রোটিন জাতীয় খাদ্য
[গ] স্নেহ জাতীয় খাদ্য
✅ বুকের দুধ

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. মা ও শিশুর বন্ধন দৃঢ় হয় কীভাবে?
✅ বুকের দুধ খাওয়ালে
[খ] বেড়াতে নিয়ে গেলে
[গ] বেশি সময় দিলে
[ঘ] মা বেশি কোলে নিলে

৬১. মায়ের দুধ মিষ্টি হয় কোনটি বেশি থাকার কারণে?
[ক] ভিটামিন সি
[খ] স্নেহ
✅ ল্যাকটোজ
[ঘ] প্রোটিন

৬২. মায়ের দুধে কী থাকে?
[ক] ভিটামিন এ
[খ] স্নেহপদার্থ
✅ স্নেহপদার্থ তরল অবস্থায় এবং বেশি পরিমাণ ল্যাক্টোএলবুমিন
[ঘ] ল্যাক্টোএলবুমিন

৬৩. শিশুর জন্য কোন খাদ্য প্রাকৃতিকভাবে তৈরি হয়?
[ক] গরুর দুধ
[খ] পরিপূরক খাদ্য
✅ মায়ের দুধ
[ঘ] চকোলেট

৬৪. কোনটি মাতৃদুধের প্রোটিন?
[ক] কেসিন
✅ ল্যাক্টোএলবুমিন
[গ] জেলাটিন
[ঘ] এলবুমিন

৬৫. মায়ের দুধে কোন ভিটামিন থাকে?
[ক] ভিটামিন-এ
[খ] ভিটামিন-বি
✅ ভিটামিন-সি
[ঘ] ভিটামিন-ডি

৬৬. শিশু পোশাকের জন্য কোন ধরনের বস্ত্র উত্তম?
[ক] লিনেন
[খ] রেয়ন
✅ সুতি
[ঘ] পশমি

৬৭. শিশুর পরিচ্ছদ সবসময় হবে-
[ক] আঁটসাঁট
✅ ঢিলেঢালা
[গ] গাঢ় রঙের
[ঘ] ডিজাইন সংবলিত

৬৮. শিশুর যত্ন নেওয়া প্রয়োজন কেন?
✅ সুপ্ত প্রতিভার উন্মেষ ও সুষ্ঠু বিকাশের জন্য
[খ] শারীরিক বৃদ্ধির জন্য
[গ] দায়িত্বশীল করার জন্য
[ঘ] নিরাপত্তা বিধানের জন্য

৬৯. শিশুকে নিয়মিত রোদে রাখলে-
✅ সংক্রামক রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে
[খ] রোদে দগ্ধ হয়
[গ] মোটা হয়
[ঘ] লম্বা হয়

৭০. মায়ের দুধ মিষ্টি হওয়ার কারণ কী?
✅ ল্যাকটোজের পরিমাণ বেশি
[খ] স্নেহজ এসিডের পরিমাণ বেশি
[গ] হিমোগে¬াবিনের পরিমাণ বেশি
[ঘ] ভিটামিনের পরিমাণ বেশি

৭১. কত মাস বয়স হলে শিশুকে বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দেওয়া যেতে পারে?
✅ ৫/৬ মাস বয়স হলে
[খ] ২/৩ মাস বয়স হলে
[গ] ৪/৫ মাস বয়স হলে
[ঘ] ৭/৮ মাস বয়স হলে

৭২. শারমিনের ছেলের বয়স ৪ মাস। দিনে কত বার তার শিশুকে দুধ খাওয়ানো উচিত?
✅ ৫-৬
[খ] ৪-৫
[গ] ২-৩
[ঘ] ৩-৪

৭৩. টিকা কী?
[ক] এক ধরনের জীবাণুনাশক
[খ] এক ধরনের স্যালাইন
[গ] এক ধরনের রাসায়নিক পদার্থ
✅ এক ধরনের ওষুধ

৭৪. মুমুর মেয়ের বয়স ৯ মাস। তিনি মেয়েকে সময়মতো টিকা দিতে নিয়ে যান। এর কারণ কী?
[ক] দৈহিক বৃদ্ধি ত্বরান্বিত হয়
[খ] এতে মানসিক বিকাশ ত্বরান্বিত হয়
✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়
[ঘ] রোগের প্রতিকার করা যায়

৭৫. পোলিও টিকার ডোজ কতটি?
[ক] ৭
[খ] ৬
[গ] ৫
✅ ৪

৭৬. শিশুকে হাম ও রুবেলার টিকা দিতে হয় শরীরের কোন অংশে?
[ক] ডান বাহুর উপরে
✅ বাম উরুর মধ্যভাগে বহিরাংশে
[গ] ডান উরুর মধ্যভাগে বহিরাংশে
[ঘ] বাম বাহুর উপরে

৭৭. টিকা দেবার জন্য শিশুকে কোথায় নিতে হয়?
[ক] বিদ্যালয়ে
[খ] ডাক্তারের কাছে
✅ টিকাদান কেন্দ্রে
[ঘ] খেলার মাঠে

৭৮. শিশুকে যক্ষ্মা রোগ প্রতিরোধে কত ডোজ টিকা দিতে হয়?
[ক] ৪
[খ] ৩
[গ] ২
✅ ১

৭৯. হাম প্রতিরোধের জন্য শিশুকে কত ডোজ টিকা দিতে হয়?
[ক] ৪
[খ] ২
[গ] ৩
✅ ১

৮০. ২ থেকে ৪ মাস বয়সের শিশুদের কোন টিকা দিতে হয়?
✅ পোলিও
[খ] হাম
[গ] হেপাটাইটিস-বি
[ঘ] বসন্ত

৮১. পোলিও টিকা কীভাবে দিতে হয়?
✅ মুখে খাওয়াতে হয়
[খ] বাম বাহুতে দিতে হয়
[গ] উরুর মধ্যভাগে দিতে হয়
[ঘ] ডান বাহুতে দিতে হয়

৮২. ৬ সপ্তাহ বয়সের শিশুদের কোন টিকা দিতে হয়?
✅ হেপাটাইটিস
[খ] হাম
[গ] রুবেলা
[ঘ] যক্ষ্মা

৮৩. ৯ মাস বয়স পূর্ণ হলে কোন টিকা দিতে হয়?
[ক] পিসিভি ভ্যাকসিন
[খ] বিসিজি টিকা
✅ এম আর টিকা
[ঘ] পোলিও টিকা

৮৪.শিশুর বয়স ১৫ মাস পূর্ণ হলে কিসের টিকা দিতে হবে?
✅ হামের
[খ] বসন্তের
[গ] জ্বরের
[ঘ] পোলিওর

৮৫. হামের টিকা কোথায় দিতে হয়?
[ক] চামড়ার মধ্যে
[খ] মুখে
[গ] মাংসপেশিতে
✅ চামড়ার নিচে

৮৬. যক্ষ্মার জন্য কোন টিকা নিতে হয়?
✅ BCG
[খ] DPT
[গ] OPV
[ঘ] MR

৮৭. গর্ভবতী মাকে তার দায়িত্ব গ্রহণে মানসিকভাবে প্রস্তুত করে-
i. বাবার সহানুভূতি
ii. বাবার সহযোগিতা
iii. বাবার নিরাপত্তার আশ্বাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৮. টিনা গর্ভবতী, এজন্য তার শারীরিক ও মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে-
i. নবজাতকের পরিচর্যায়
ii. মাতৃদুগ্ধ পান করানোয়
iii. সুস্থ শিশুর জন্মদানে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৯. করিম সাহেব বাবা হবেন। এজন্যে তার প্রয়োজন-
i. মানসিক প্রস্তুতি
ii. আর্থিক প্রস্তুতি
iii. শারীরিক প্রস্তুতি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. পরিবারে নতুন সদস্যের আগমনে প্রয়োজন-
i. মায়ের মনস্তাত্বিক প্রস্তুতি
ii. মা-বাবার প্রস্তুতি
iii. পরিবারের অন্য সদস্যদের প্রস্তুতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯১. নবজাতকের পোশাক হবে-
i. ভারি কাপড়ের
ii. জামার এক সাইড খোলা
iii. সুতি ও হালকা রঙের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯২. সকালের নরম রোদ শিশুর জন্য প্রয়োজনীয়কারণ এটির মাধ্যমে-
i. হাড় শক্ত হয়
ii. ঠা-া দূর হয়
iii. শিশুর ভিটামিন ডি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৩. শালদুধের বৈশিষ্ট্য হলো-
i. প্রোটিন, ভিটামিন ও অ্যান্টিবডি সমৃদ্ধ
ii. বর্ণ হলুদ, ঘন ও তরল
iii. শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৪. শিশুকে ডিপিটি টিকা দিতে হয়-
i. জন্মের ৬ সপ্তাহে
ii. উরুর মাংসপেশিতে
iii. তিনটি ডোজে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৫. জন্মগ্রহণের পর নবজাতকের দৈহিক আকৃতি হয়-
i. নাক চ্যাপ্টা
ii. গায়ের বর্ণ লালচে
iii. থুতনি খুব ছোট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৬. জন্মগ্রহণের পর নবজাতকের দৈহিক কাজ-
i. ১৬ থেকে ২০ ঘণ্টা ঘুমায়
ii. তীব্র আলোতে চোখ বন্ধ করে
iii. ভেজা অবস্থায় কেঁদে ওঠে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৭. জন্মগ্রহণের পর নবজাতকের স্বাস্থ্য রক্ষার জন্য-
i. নাক, কান, মুখ ও শরীর পরিষ্কার করতে হবে
ii. দেহে গরম কাপড় পেঁচিয়ে দিতে হবে,
iii. ওজন মাপতে হবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iiii

৯৮. নবজাতকের সুস্থতার জন্য যে বিষয়গুলো দেখা উচিত তা হলো-
i. শিশুর চেহারা
ii. নাড়ির গতি
iii. শ্বাস-প্রশ্বাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৯. শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যা করণীয়-
i. শিশুর নাভিরজ্জু কাটা
ii. তাপমাত্রা বজায় রাখা
iii. রোগ সংক্রমণ হতে রক্ষা করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০০. শিশু স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস গ্রহণ করতে থাকলে যে পরীক্ষা করতে হবে-
i. শিশুর ওজন
ii. শিশুর জন্মগত ত্রুটি
iii. শিশুর দেহে প্রসবকালীন আঘাত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment