HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Home Science 2nd paper mcq question and answer. HSC Home Science 2nd paper mcq questions pdf download. HSC Home Science 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
গার্হস্থ্য বিজ্ঞান
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৩

HSC Home Science 2nd Paper
MCQ
question and answer pdf download

১. বিবাহোত্তর জীবনে নারীর লক্ষ্য কী?
[ক] সংসার
✅ মাতৃত্ব
[গ] চাকরি
[ঘ] শিক্ষা

২. নারীর জীবনে পূর্ণ বিকাশ ঘটে কিসের মাধ্যমে?
[ক] পরিবার গঠনে
✅ বিবাহের মাধ্যমে
[গ] মাতৃত্বে
[ঘ] পড়াশোনার মাধ্যমে

৩. গর্ভবতী মায়ের খাদ্য কেমন হওয়া উচিত?
[ক] ফ্যাটি
[খ] স্নেহ
[গ] আমিষ
✅ সুষম

৪. মাছ, মাংস ও ডিম থেকে কী পাওয়া যায়?
✅ প্রোটিন
[খ] শর্করা
[গ] স্নেহ
[ঘ] ফ্যাটি

৫. গর্ভাবস্থায় ৫ মাস পর থেকে দৈনিক কী পরিমাণ প্রোটিন প্রয়োজন?
[ক] ৩৫ গ্রাম
[খ] ৪৫ গ্রাম
[গ] ৫৫ গ্রাম
✅ ৬৫ গ্রাম

৬. গর্ভধারণের ৩ মাস পর থেকে অতিরিক্ত কী পরিমাণ খাদ্য গ্রহণ আবশ্যক?
[ক] ১০০ কিলো ক্যালরি
[খ] ২০০ কিলো ক্যালরি
✅ ৩০০ কিলো ক্যালরি
[ঘ] ৩৫০ কিলো ক্যালরি

৭. ভূণের হাড় গঠন ও দৃড়তার জন্য কী প্রয়োজন?
✅ ক্যালসিয়াম
[খ] ফ্যাট
[গ] প্রোটিন
[ঘ] শর্করা

৮. গর্ভাবস্থায় দৈনিক কী পরিমাণ ক্যালসিয়াম পাওয়া উচিত?
✅ ১,০০০ মিলিগ্রাম
[খ] ১,২০০ মিলিগ্রাম
[গ] ১,৫০০ মিলিগ্রাম
[ঘ] ১,৮০০ মিলিগ্রাম

৯. কিসের অভাবে দেহে রক্তশূন্যতা দেখা দেয়?
[ক] ভিটামিনের
✅ লৌহের
[গ] ফ্যাটির
[ঘ] শর্করার

১০. গর্ভবতীকে দৈনিক কী পরিমাণ লৌহ গ্রহণ করা আবশ্যক?
[ক] ১০-১৫ মিলিগ্রাম
[খ] ১৫-২০ মিলিগ্রাম
[গ] ২০-২৫ মিলিগ্রাম
✅ ২৫-৩৫ মিলিগ্রাম

১১. গর্ভবতীকে দৈনিক কী পরিমাণ আয়োডিন গ্রহণ করা আবশ্যক?
✅ ১২৫ মাইক্রোগ্রাম
[খ] ১৩০ মাইক্রোগ্রাম
[গ] ১৩৫ মাইক্রোগ্রাম
[ঘ] ১৪০ মাইক্রোগ্রাম

১২. ক্যালসিয়াম ও ফসফরাসের চাহিদা পূরণের জন্য দৈনিক কয় গ্লাস দুধ খেতে হবে?
✅ ১ গ্লাস
[খ] ২ গ্লাস
[গ] ৩ গ্লাস
[ঘ] ৪ গ্লাস

১৩. হাড়ের গঠনের জন্য কোন ভিটামিনের প্রয়োজন?
[ক] ভিটামিন 'এ'
[খ] ভিটামিন 'বি'
✅ ভিটামিন ‘ডি’
[ঘ] ভিটামিন 'কে'

১৪. নতুন কোষ সৃষ্টির জন্য অপরিহার্য-
✅ ফলিক এসিড
[খ] গ্লুকাজ
[গ] ভিটামিন ‘ডি’
[ঘ] আয়োডিন

১৫. গর্ভাবস্থায় দৈনিক কী পরিমাণ শাকসবজি খাওয়া আবশ্যক?
[ক] ১৫০ গ্রাম
[খ] ২০০ গ্রাম
✅ ২৫০ গ্রাম
[ঘ] ৩০০ গ্রাম

১৬. গর্ভাবস্থায় দৈনিক কী পরিমাণ ফল খাওয়া দরকার?
[ক] ৩০ গ্রাম
[খ] ৩৫ গ্রাম
[গ] ৫০ গ্রাম
✅ ৫৫ গ্রাম

১৭. গর্ভাবস্থায় দৈনিক কী পরিমাণ পানি পান করা উচিত?
[ক] ৫ গ্লাস
[খ] ৬ গ্লাস
[গ] ৭ গ্লাস
✅ ৮ গ্লাস

১৮. গর্ভবতী মাকে কোন ধরনের পোশাক ব্যবহার করতে হবে?
✅ ঢিলেঢালা
[খ] টাইট
[গ] কালো
[ঘ] সিল্কের

১৯. গর্ভবতী মাকে কোন ধরনের জুতা পরিহার করতে হবে?
[ক] নিচু জুতা
[খ] চামড়ার জুতা
✅ হিল জুতা
[ঘ] কাপড়ের জুতা

২০. কোনটি কোষ্ঠ পরিষ্কারে সহায়ক?
✅ শাকসবজি
[খ] চা
[গ] কফি
[ঘ] মাংস

২১. গর্ভবতীর দৈনিক কত ঘণ্টা ঘুম দরকার?
[ক] ৫ ঘণ্টা
[খ] ৬ ঘণ্টা
[গ] ৭ ঘণ্টা
✅ ৮ ঘন্টা

২২. গর্ভাবস্থায় মাকে কোন টিকা দিতে হয়?
✅ টিটেনাস টাক্সয়েড
[খ] হামের টিকা
[গ] ম্যালেরিয়া টিকা
[ঘ] বসন্ত টিকা

২৩. গর্ভবতী মায়ের মন ভালো রাখার জন্য প্রয়োজন-
[ক] ভালো খাদ্য খাওয়া
[খ] ভ্রমণ করা
✅ ভালো বই পড়া
[ঘ] সকালে গোসল করা

২৪. ভূণের মসিত্মষ্কের সর্বোচ্চ বৃদ্ধি লাভ হয়-
[ক] ১০ থেকে ১৫ সপ্তাহের মধ্যে
[খ] ১৬ থেকে ২০ সপ্তাহের মধ্যে
[গ] ২০ থেকে ২৫ সপ্তাহের মধ্যে
✅ ২৬ থেকে ৩২ সপ্তাহের মধ্যে

২৫. পুষ্টির চাহিদা অনুযায়ী গর্ভাবস্থাকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
[ক] ২ ভাগে
✅ ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

২৬. কখন ভ্রূণের বৃদ্ধি দ্রুত হয়?
[ক] ২-৪ মাস
[খ] ৩-৫ মাস
✅ ৪-৬ মাস
[ঘ] ৭-৮ মাস

২৭. একজন গর্ভবতী মাকে কোনটি সম্পর্কে সচেতন থকাতে হবে?
[ক] পারিপার্শ্বিক পরিবেশ
[খ] রাজনৈতিক পরিস্থিতি
[গ] অর্থনৈতিক অবস্থা
✅ স্বাস্থ্য

২৮. কোন ধরনের শিশু দেশের ভবিষ্যৎ হিসেবে বিবেচিত হয়?
[ক] সুন্দর গড়নের শিশু
✅ সুস্থ শিশু
[গ] অধিক ওজনের শিশু
[ঘ] স্বল্প ওজনের শিশু

২৯. জন্মমুহূর্ত হতে শুরু করে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত শিশু কোথায় অবস্থান করে?
✅ মাতৃগর্ভে
[খ] ল্যাবরেটরিতে
[গ] ইনকিউবেটরে
[ঘ] টেস্টটিউবের মধ্যে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. গর্ভস্থ শিশুর বৃদ্ধি নির্ভর করে কীসের ওপর?
[ক] মায়ের ওষুধ সেবনের ওপর
✅ মায়ের খাদ্যের ওপর
[গ] পরিবারের সদস্যদের যত্নের ওপর
[ঘ] মায়ের মানসিক প্রশান্তির ওপর

৩১. গর্ভস্থ ভ্রুণ শিশুর পুষ্টি কীসের ওপর নির্ভর করে?
[ক] দামি খাবারের ওপর
[খ] ওষুধের ওপর
[গ] বাবার পুষ্টির ওপর
✅ মায়ের পুষ্টির ওপর

৩২. অসুস্থ শিশুর জন্মের পেছনে কোন কারণটি দায়ী?
✅ মায়ের অপুষ্টি
[খ] অর্থনৈতিক দুরবস্থা
[গ] মায়ের ওষুধ সেবন
[ঘ] অপরিচ্ছন্ন পরিবেশ

৩৩. পুষ্টিহীনতায় আক্রান্ত মায়ের সন্তান কেমন প্রকৃতির হয়?
[ক] প্রতিভাবান হয়
✅ রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে
[গ] মানসিক ভারসাম্যহীন হয়
[ঘ] স্মরণশক্তি কম থাকে

৩৪. গর্ভাবস্থায় প্রথম কয় মাস কোনো রকম ভারি কাজ করা উচিত নয়?
[ক] ৪ থেকে ৫ মাস
[খ] ৫ থেকে ৬ মাস
[গ] ৬ থেকে ৮ মাস
✅ প্রথম তিন মাস

৩৫. সন্তানরা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না কেন?
[ক] মায়ের দৈহিক ত্রুটির কারণে
[খ] পরিবারের সদস্যদের মানসিক অশান্তির কারণে
✅ মায়ের মানসিক অশান্তির কারণে
[ঘ] উপযুক্ত পরিবেশের অভাবে

৩৬. গর্ভাবস্থায় কোন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়?
[ক] এড্রিনাল
✅ থাইরয়েড
[গ] টেস্টোস্টেরন
[ঘ] গোনাডোট্রফিক

৩৭. একজন গর্ভবতী মায়ের দৈনিক কত মাইক্রোগ্রাম আয়োডিন গ্রহণ করা আবশ্যক?
[ক] ১২০
✅ ১২৫
[গ] ১৩০
[ঘ] ১১৫

৩৮. গর্ভাবস্থায় দৈনিক কত মিলিগ্রাম ভিটামিন 'সি' গ্রহণ করা আবশ্যক?
✅ ৫৫
[খ] ৫০
[গ] ৭০
[ঘ] ৬০

৩৯. গর্ভাবস্থায় ভিটামিন ‘ডি’ এর প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় কেন?
[ক] ভূণের কোষের বৃদ্ধির জন্য
✅ ভ্রূণের হাড়ের গঠনের জন্য
[গ] ভ্রূণের মসিত্মষ্কের বৃদ্ধির জন্য
[ঘ] ভ্রূণের হৃৎপিন্ডের গঠনের জন্য

৪০. নতুন কোষ সৃষ্টির জন্য অপরিহার্য কোনটি?
[ক] ভিটামিন ‘ডি’
✅ ফলিক এসিড
[গ] ক্যালসিয়াম
[ঘ] লৌহ

HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

৪১. লৌহযুক্ত খাদ্য কোনটি?
[ক] ডাল
[খ] দুধ
[গ] হলুদ ফল
✅ সবুজ শাক

৪২. গর্ভাবস্থায় দৈনিক কত গ্রাম শাকসবজি খাওয়া আবশ্যক?
[ক] ৩০০
✅ ২৫০
[গ] ৪০০
[ঘ] ৩৫০

৪৩. গর্ভাবস্থায় দৈনিক কত গ্লাস পানি পান করা আবশ্যক?
✅ ৮
[খ] ৭
[গ] ৬
[ঘ] ৫

৪৪. মিতা গর্ভবতী, তার রক্তস্বল্পতা দেখা দিয়েছে। এক্ষেত্রে তার কোনটি বেশি করে খেতে হবে?
✅ সবুজ শাক
[খ] ছোট মাছ
[গ] হলুদ ফল
[ঘ] সামুদ্রিক মাছ

৪৫. গর্ভাবস্থায় মায়ের খাদ্য শিশুর দেহে প্রবেশ করে কীসের মাধ্যমে?
[ক] অন্ননালি
[খ] ডিম্বনালি
[গ] পৌষ্টিকনালি
✅ প্লাসেন্টা

৪৬. কোনটি শিশুর জীবনচক্রের ভিত্তিকাল?
[ক] নবজাতককাল
[খ] জন্মমুহূর্তকাল
✅ জন্মপূর্বকাল
[ঘ] কৈশোরকাল

৪৭. জন্মের পরপরই শাহিদার কন্যা সন্তানটি মারা যায়। শাহিদার কোন সমস্যার কারণে এটি হয়?
✅ অপুষ্টি
[খ] অতিরিক্ত উদ্বেগ
[গ] ক্লান্তি ও ক্লেশ
[ঘ] উত্তেজনা

৪৮. Balanced diet বলতে কী ধরনের খাদ্য বোঝায়?
✅ সুষম
[খ] শর্করা
[গ] সাধারণ
[ঘ] প্রোটিন

৪৯. ভ্রূণের বৃদ্ধি দ্রুত হয় কত মাস সময়ে?
[ক] ৬-৮
✅ ৪-৬
[গ] ২-৪
[ঘ] ১-২

৫০. গর্ভস্থ শিশুর দেহের গঠন, রক্ষণাবেক্ষণ ও সুস্থতার জন্য কোনটি প্রয়োজন?
[ক] ভিটামিন
✅ প্রোটিন
[গ] ফসফরাসঘ ক্যালসিয়াম

৫১. ডাল কী জাতীয় খাদ্য?
[ক] শর্করা
[খ] স্নেহ
[গ] ভিটামিন
✅ প্রোটিন

৫২. স্বাভাবিক ক্ষেত্রে গর্ভবতী মহিলার স্বাস্থ্য পরীক্ষা করতে হয়-
[ক] এক মাস অন্তর অন্তর
[খ] দুই মাস অন্তর অন্তর
✅ তিন মাস অন্তর অন্তর
[ঘ] চার মাস অন্তর অন্তর

৫৩. গর্ভবতী মহিলার শেষ তিন মাসে ওজন বৃদ্ধি পায়-
[ক] ৭ কেজি
[খ] ৮ কেজি
[গ] ৯ কেজি
✅ ১১ কেজি

৫৪. মাসিক বন্ধ হওয়ার কয় মাসের মধ্যে চিকিৎসকের কাছে যেতে হয়?
✅ ২ মাস
[খ] ৩ মাস
[গ] ৪ মাস
[ঘ] ৫ মাস

৫৫. কখন থেকে ভ্রূণের নড়াচড়া ও হৃৎস্পন্দন অনুভূত হয়?
[ক] ৫-৭ সপ্তাহ
[খ] ১০-১২ সপ্তাহ
[গ] ১১-১৩ সপ্তাহ
✅ ১৪-১৬ সপ্তাহ

৫৬. গর্ভবতী মায়ের কয় মাস অন্তর স্বাস্থ্য পরীক্ষা করা দরকার?
[ক] ২
✅ ৩
[গ] ৪
[ঘ] ১

৫৭. কীসের অভাবে রক্তস্বল্পতা দেখা দেয়?
[ক] ক্যালসিয়াম
[খ] ভিটামিন ‘ডি’
✅ লৌহ
[ঘ] প্রোটিন

৫৮. সীমা ৫ মাসের গর্ভবতী। হঠাৎ করে তার হাতে পায়ে পানি জমেছে। এটি কোন রোগের লক্ষণ?
✅ একলামসিয়া
[খ] ম্যালেরিয়া
[গ] রক্তস্বল্পতা
[ঘ] উচ্চ রক্তচাপ

৫৯. সংক্রামক রোগ কোনটি?
[ক] ডায়রিয়া
✅ ধনুষ্টংকার
[গ] ডায়াবেটিস
[ঘ] জন্ডেস

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. সর্বনিম্ন কত বছর বয়সে গর্ভধারণ করা উচিত?
[ক] ১৫ বছর
[খ] ১৬ বছর
[গ] ১৭ বছর
✅ ২০ বছর

৬১. কত সময় ধরে প্রসব বেদনা ও প্রসবকাল স্থায়ী হলে মা ও শিশু উভয়েই ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে?
[ক] ১০ ঘণ্টা
[খ] ১৫ ঘণ্টা
[গ] ১৮ ঘণ্টা
✅ ২৪ ঘণ্টা

৬২. প্রসব নিরাপদ ও জটিলতামুক্ত করতে হলে কয়টি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে?
[ক] দুটি
✅ তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

৬৩. বাংলাদেশের আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স কমপক্ষে কত?
[ক] ১৫ বছর
[খ] ১৬ বছর
[গ] ১৭ বছর
✅ ১৮ বছর

৬৪. বাংলাদেশের আইন অনুযায়ী ছেলেদের বিয়ের বয়স কমপক্ষে কত?
[ক] ১৮ বছর
[খ] ১৯ বছর
[গ] ২০ বছর
✅ ২১ বছর

৬৫. গর্ভবতী মায়েদের সাধারণত কয় ধরনের বিপদ হতে পারে?
[ক] দুই ধরনের
[খ] তিন ধরনের
[গ] চার ধরনের
✅ পাঁচ ধরনের

৬৬. সাধারণত শতকরা কত জন শিশু জরায়ু হতে জন্মনালির মধ্য দিয়ে ভূমিষ্ঠ হয়?
[ক] ৭৫ জন
[খ] ৮০ জন
[গ] ৮৫ জন
✅ ৯০ জন

৬৭. দুই সন্তানের মধ্যে কত বছরের ব্যবধান প্রসবকালীন জটিলতা সৃষ্টি করে?
[ক] ৩
✅ ২
[গ] ৫
[ঘ] ৪

৬৮. কোন বিষয়টি প্রসবের ক্ষেত্রে জটিলতার সৃষ্টি করে?
[ক] বিবাহের পরপরই সন্তান গ্রহণ
✅ বিবাহের অনেক বছর পর সন্তান গ্রহণ
[গ] পাঁচ বছরের ব্যবধানে দ্বিতীয় সন্তান গ্রহণ
[ঘ] গর্ভবতী মায়ের বয়স ২০-২৫ বছর হওয়া

৬৯. প্রসবকালীন বিপদ সংকেত কয়টি?
[ক] ৭টি
[খ] ৬টি
[গ] ৪ টি
✅ ৫ টি

৭০. কোনটি প্রসবকালীন বিপদ সংকেতের অন্তর্ভুক্ত?
[ক] দ্রুত প্রসব
✅ খিঁচুনি
[গ] সাদা স্রাব
[ঘ] বমি হওয়া

৭১. একজন প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী গর্ভবতী মা ও শিশুর ওপর কী প্রভাব ফেলে?
[ক] আয় বৃদ্ধিতে
[খ] শিশুর বিকাশে
✅ মা ও শিশুর মৃত্যুরোধে
[ঘ] শিশুর ওজন বৃদ্ধিতে

৭২. জরায়ুর সংকোচনে কোনটি বাধার সৃষ্টি করে?
✅ মায়ের উদ্বেগ
[খ] যমজ সন্তান
[গ] মায়ের বয়স
[ঘ] অক্সিজেনের অভাব

৭৩. জন্মকালীন সময় অতিমাত্রায় অক্সিজেন অধিক সময় প্রয়োগে কোন ধরনের শিশুর ক্ষতির সম্ভাবনা থাকে?
✅ অত্যন্ত কম ওজনের
[খ] অপরিণত
[গ] যমজ
[ঘ] অধিক ওজনের

৭৪. প্রসব জটিলতায় কোন ধরনের সেবা গ্রহণ করা হয়?
[ক] ECO
[খ] ECG
[গ] EOG
✅ EOC

৭৫. শিশু ভূমিষ্ঠ হবার কত সপ্তাহ পূর্বে প্রসবের লক্ষণ পরিলক্ষিত হয়?
[ক] ৩-৪
✅ ১-২
[গ] ২-৩
[ঘ] ৪-৫

৭৬. প্রসবকালীন সময়ে অক্সিজেন সরবরাহ কমে গেলে হৃদস্পন্দনের গতি কত এর নিচে নেমে যায়?
[ক] ৯০
[খ] ৮০
[গ] ৭০
✅ ১০০

৭৭. অপরিণত বয়সে বিয়ে কোন ধরনের অপরাধ?
[ক] পারিবারিক
[খ] সাধারণ
[গ] আন্তর্জাতিক
✅ সামাজিক

৭৮. অপরিণত বয়সে গর্ভধারণ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে কোনটি?
[ক] আর্থিক সচ্ছলতা
✅ গণমাধ্যম
[গ] রাজনৈতিক স্থিতিশীলতা
[ঘ] পোস্টার

৭৯. সন্তান স্বাভাবিকভাবে প্রসব হবে না সিজারের মাধ্যমে প্রসব হবে, তা কীভাবে জানা যায়?
✅ আলট্রাসোনোগ্রামের মাধ্যমে
[খ] রক্ত পরীক্ষার মাধ্যমে
[গ] প্রস্রাব পরীক্ষার মাধ্যমে
[ঘ] পায়খানা পরীক্ষার মাধ্যমে

৮০. কত বছরের পূর্বে মেয়েদের গর্ভধারণের সময় নয়?
[ক] ১৫ বছর
[খ] ১৭ বছর
[গ] ১৯ বছর
✅ ২০ বছর

৮১. গর্ভ পরিবেশ শিশুর অনুকূল হলে কোনটি ঘটবে?
[ক] কম ওজনের শিশু জন্ম নেয়
✅ শিশু নির্ধারিত সময়ে জন্মগ্রহণ করবে
[গ] নির্ধারিত সময়ের আগে শিশু জন্মগ্রহণ করবে
[ঘ] অপরিপক্ব শিশুর জন্ম হবে

৮২. সুমাইয়ার মেয়ে জন্মের পর স্বতঃস্ফূর্তভাবে শ্বাস নিতে পারে না। এর পেছনে কোন কারণটি দায়ী?
[ক] মানসিক অস্থিরতা
[খ] অপরিণত বয়স
✅ অস্ত্রোপচারের মাধ্যমে জন্মগ্রহণ
[ঘ] প্রসবকালীন সময়ে মায়ের অক্সিজেনের অভাব

৮৩. নবজাতকের জন্ম পরবর্তী অভিযোজন ও সুষ্ঠু বিকাশের ওপর কোনটির প্রভাব খুবই গুরুত্বপূর্ণ?
✅ প্রসবকালীন প্রভাব
[খ] পরিবারের সদস্যদের মনোভাব
[গ] পরিপারের আর্থিক সচ্ছলতা
[ঘ] পারিপার্শ্বিক প্রভাব

৮৪. Premature infant কী?
[ক] স্বাস্থ্যবান শিশু
[খ] বুদ্ধিমান শিশু
✅ অপরিণত শিশু
[ঘ] স্বল্প ওজনের শিশু

৮৫. Post mature শিশু ভূমিষ্ঠ হবার কত সপ্তাহ পার হয়ে জন্মগ্রহণ করে?
[ক] ৪-৫
[খ] ৩-৪
[গ] ২-৩
✅ ১-২

৮৬. অক্সিজেনের অভাবে শিশুদের মসিত্মষ্কে ক্ষতিকর প্রভাবের মাত্রা বেশি হলে কোনটি হতে পারে?
[ক] স্পর্শকাতরতা
[খ] খিটখিটে মেজাজ
✅ প্রতিবন্ধিতা
[ঘ] অস্থিরতা

৮৭. জন্মের পর নবজাতককে কয় ধরনের বিকাশের সাথে অভিযোজন করতে হয়?
[ক] দুই
[খ] তিন
✅ চার
[ঘ] পাঁচ

৮৮. সদ্যোজাত শিশুর ওপর কার মনোভাব শিশুর পরবর্তী বিকাশকে প্রভাবিত করে?
[ক] পরিবারের
✅ মা-বাবার
[গ] সমাজের
[ঘ] দাদা-দাদির

৮৯. অপরিণত শিশু বা Premature infant-এর ভূমিষ্ঠকালে কিসের ওপর বিশেষ জোর দেওয়া হয়?
[ক] নাইট্রোজেনের
[খ] প্রোটিনের
✅ অক্সিজেনের
[ঘ] হাইড্রোজেনের

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. ব্রীচ প্রসবের ফলে শিশুর মধ্যে কোন ধরনের রোগ দেখা দেয়?
✅ মৃগী রোগ
[খ] জন্ডিস রোগ
[গ] ম্যালেরিয়া রোগ
[ঘ] আমাশয় রোগ

৯১. প্রসবকালে তমার অতিরিক্ত ঘামে পানির স্বল্পতা দেখা দেয়। এ অবস্থায় তাকে কী দিতে হবে?
[ক] দুধ, ডিম
[খ] সবুজ শাকসবজি
✅ আধা তরল সহজপাচ্য খাদ্য
[ঘ] পুষ্টিকর ফল

৯২. নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার জন্য গর্ভধারণের উপযুক্ত বয়স কত বছরের পর?
[ক] ১৫
[খ] ৩০
✅ ২০
[ঘ] ৩৫

৯৩. গর্ভধারণ মুহূর্ত থেকে প্রসবকালীন ও প্রসব গর্ভবর্তী কমপক্ষে কত দিন পর্যন্ত মা ও শিশুর বিশেষ যত্ন প্রয়োজন?
✅ দেড় মাস
[খ] এক মাস
[গ] দশ দিন
[ঘ] পনেরো দিন

৯৪. সন্তানের আগমনে মায়ের মধ্যে জেগে ওঠে-
i. মায়া
ii. মমতা
iii. দায়িত্ব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৫. নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা সম্ভব হবে গর্ভবতীর-
i. জটিলতা রোধ করলে
ii. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে
iii. মনোবল বৃদ্ধি করলে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৬. প্রোটিন পাওয়া যায়-
i. মাছ
ii. মাংস
iii. ডিম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৭. ভ্রূণের হাড়ের গঠন ও দৃঢ়তার জন্য দরকার-
i. ক্যালসিয়াম
ii. ফসফরাস
iii. প্রোটিন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৮. গর্ভবতী মায়ের খাদ্যে যে উপাদানটি প্রয়োজন-
i. প্রোটিন
ii. ক্যালরি
iii. খনিজ লবণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৯. গর্ভবতী মায়ের মন ভালো রাখার জন্য দরকার-
i. ভালো ভালো বই পড়া
ii. সারাদিন বিশ্রাম নেওয়া
iii. পরিবারের সকলের সাথে আন্তরিক সম্পর্ক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iiiঘ i, ii ও iii

১০০. ভাত ও রুটি কোন ধরনের খাদ্য?
[ক] প্রোটিন
✅ কার্বোহাইড্রেট
[গ] স্নেহ
[ঘ] শর্করা
Share:

0 Comments:

Post a Comment