HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Home Science 1st paper mcq question and answer. HSC Home Science 1st paper mcq questions pdf download. HSC Home Science 1st paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
গার্হস্থ্য বিজ্ঞান
প্রথম পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৮

HSC Home Science 1st Paper
 MCQ 
question and answer pdf download

১. আসবাবের নির্বাচনের সময় পরিবারকে প্রথমে কোন দিকে লক্ষ রাখতে হয়?
[ক] মূল্য
✅ আয়
[গ] উপযোগিতা
[ঘ] নমনীয়তা

২. আসবাবের গুণটি থাকলে একই আসবাব দ্বারা একাধিক কাজ করা যায়?
[ক] আরামদায়কতা
[খ] স্থায়িত্ব
✅ নমনীয়তা
[ঘ] উপযোগিতা

৩. আসবাব বিন্যাসের সময় কোনটি বিবেচনা করতে হবে?
[ক] দাম
[খ] সৌন্দর্য
[গ] পছন্দ
✅ ব্যবহার

৪. ছন্দের প্রাণ কোনটি?
✅ পুনরাবৃত্তি
[খ] ক্রমমাত্রা
[গ] স্থিতি
[ঘ] বিপরীত রেখা

৫. সামাজিকতার কেন্দ্রস্থল কোন কক্ষ?
[ক] শোবার
✅ বসার
[গ] অতিথির
[ঘ] শিশুর

৬. চাহিদা মেটানোর ক্ষমতাকে কী বলে?
[ক] আরামদায়কতা
[খ] নমনীয়তা
✅ উপযোগিতা
[ঘ] স্থায়িত্ব

৭. একই ধরনের আসবাব একসাথে বিন্যাস করলে কী প্রতিষ্ঠিত হয়?
[ক] ছন্দ
[খ] প্রাধান্য
[গ] ভারসাম্য
✅ কাজের ঐক্য

৮. লোহার মরিচা প্রতিরোধে কোন তেল ব্যবহার করা হয়?
[ক] সরিষা
✅ নারিকেল
[গ] সয়াবিন
[ঘ] কেরোসিন

৯. কোন আসবাব স্থানান্তরের সুবিধা রয়েছে?
[ক] বেতের
✅ প্লাস্টিকের
[গ] কাঠের
[ঘ] বাঁশের

১০. আমাদের দেশের আবহাওয়ার জন্য কোন জমিনের পর্দা বেশি উপযুক্ত?
[ক] ভারি
[খ] মোটা
[গ] অমসৃণ
✅ পাতলা

১১. দেয়ালসজ্জা করা উচিত কিসের ওপর লক্ষ রেখে?
[ক] নকশা
✅ কক্ষের আকার
[গ] চাহিদা
[ঘ] কক্ষের রং

১২. কোন উপকরণে তৈরি আসবাব বেশি দামি হয়?
[ক] বেত
[খ] লোহা
[গ] প্লাস্টিক
✅ কাঠ

১৩. আসবাবপত্র প্রয়োজন গৃহকে-
i. আকর্ষণীয় করতে
ii. আরামদায়ক করতে
iii. স্বাস্থ্যকর করতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৪. পরিবারের জীবনযাত্রার মান উন্নত হলে আসবাবপত্রের
i. স্থায়িত্ব বেশি হয়
ii. সংখ্যা বেশি হয়
iii. মূল্য অধিক হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৫. আসবাবপত্রের উপযোগিতা নির্ভর করে-
i. পদ মর্যাদার ওপর
ii. মূল্যের ওপর
iii. পরিবারের আকারের ওপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

১৬. শোবার ঘরে থাকা প্রয়োজন-
i. আরাম আয়েশের সুবিধা
ii. ব্যক্তিগত সুবিধা
iii. চলাচলের সুবিধা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৭. কাঠের আসবাব যত্ন নিতে প্রয়োজন ু
i. শুকনো কাপড়
ii. পালক
iii. পানি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

১৮. কার্পেট ব্যবহারের ফলে-
i. ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়
ii. শীতকালে ঘর উষ্ণ থাকে
iii. মেঝের ত্রুটি ঢেকে রাখা যায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :
ফিরোজ সাহেব সরকারি কর্মকর্তা। তার বাড়িতে আসবাবপত্র অনেক বেশি এবং সেগুলো নকশাবহুল ও ভারি। ফলে বদলির সময় তাকে অনেক সমস্যায় পড়তে হয়।

১৯. ফিরোজ সাহেবের পরিবারের ক্ষেত্রে আসবাব নির্বাচনে কোনটি বিবেচনা করতে হবে?
[ক] আবহাওয়া
[খ] স্থায়িত্ব
[গ] নকশা
✅ নমনীয়তা

২০. ফিরোজ সাহেবের আসবাবপত্র হতে হবে-
i. নকশাবহুল
ii. হালকা
iii. প্রয়োজনীয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

২১. পিতলের আসবাবে কিসের পানি মিশিয়ে পরিষ্কার করলে চকচক করে?
[ক] লবণের পানি
[খ] চুনের পানি
✅ তেঁতুলের পানি
[ঘ] নদীর পানি

২২. পিতলের আসবাব বছরে কয়বার পরিষ্কার করতে হয়?
[ক] ২/৩ বার
✅ ৩/৪ বার
[গ] ৪/৫ বার
[ঘ] ১/২ বার

২৩. পর্দা নির্বাচনের সময় কিসের প্রতি লক্ষ রাখতে হবে?
[ক] ঘরের আয়তনের প্রতি,
[খ] বারান্দার আয়তনের প্রতি
✅ দরজা-জানালার আয়তনের প্রতি
[ঘ] বাড়ির আয়তনের প্রতি

২৪. কোন রং উষ্ণ ভাব প্রকাশ করে?
✅ লাল
[খ] নীল
[গ] বেগুনি
[ঘ] সাদা

২৫. কোন রং শীতল ভাব প্রকাশ করে?
[ক] লাল
[খ] কমলা
[গ] সাদা
✅ সবুজ

২৬. চোখের জন্য কোন রং ভালো?
✅ সবুজ
[খ] বেগুনী
[গ] কমলা
[ঘ] লাল

২৭. পর্দায় অনেক রঙের সংমিশ্রণ থাকলে ঘরকে কেমন মনে হয়?
[ক] গোছালো
✅ এলোমেলো
[গ] সুন্দর
[ঘ] স্নান

২৮. আমাদের দেশের আবহাওয়ায় কোন ধরনের পর্দা বেশি উপযুক্ত?
[ক] লাল রঙের
[খ] মোটা জমিনের
✅ পাতলা জমিনের
[ঘ] সবুজ রঙের

২৯. ঘর যদি ছোট হয় তাহলে কোন রঙের পর্দা ব্যবহার করা উচিত?
✅ হালকা রঙের
[খ] গাঢ় রঙের
[গ] বাদামি রঙের
[ঘ] সবুজ রঙের

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. মেঝে থেকে পর্দা কত উপরে রাখতে হবে?
[ক] ২ থেকে ৩ ইঞ্চি
[খ] ১ থেকে ২ ইঞ্চি
[গ] ৩ থেকে ৪ ইঞ্চি
✅ ৫ থেকে ৬ ইঞ্চি

৩১. বর্তমানে পর্দা লম্বা নিতে হয়-
[ক] ৫২ ইঞ্চি
[খ] ৬২ ইঞ্চি
✅ ৭২ ইঞ্চি
[ঘ] ৮২ ইঞ্চি

৩২. আমাদের দেশে কার্পেটে অনেক ধুলা জমে। এর ফলে-
✅ ডাস্ট অ্যালার্জি হয়
[খ] ঘামাচি হয়
[গ] খোশ-পাচড়া হয়
[ঘ] হাম হয়

৩৩. কী দিয়ে কার্পেট তৈরি হয়?
✅ সিনথেটিক ফাইবার
[খ] নাইলন
[গ] তুলা
[ঘ] কাপড়

৩৪. কার্পেট ঘরের কোথায় স্থাপন করতে হয়?
ক ঘরের এক পাশে
✅ ঘরের মাঝখানে
[গ] ঘরের সামনে
[ঘ] পড়ার ঘরে

৩৫. দেয়ালসজ্জা কোন শিল্পের অন্তর্গত?
✅ আলঙ্করিক শিল্প
[খ] কুটির শিল্প
[গ] মাঝারি শিল্প
[ঘ] হস্তশিল্প

৩৬. শয়ন কক্ষে কোন ধরনের ছবি রাখতে হয়?
[ক] কার্টুন
[খ] টেরাকোটা
✅ পারিবারিক ছবি
[ঘ] বিখ্যাত ব্যক্তিবর্গের ছবি

৩৭. শিশুর কক্ষের জন্য কোন ধরনের ছবি নির্বাচন করতে হবে?
✅ কার্টুন
[খ] ধাতব ফলক
[গ] পারিবারিক ছবি
[ঘ] বিখ্যাত ব্যক্তির ছবি

৩৮. বিখ্যাত ব্যক্তিবর্গ ও চিত্রকর্ম কোন কক্ষের জন্য নির্বাচন করতে হয়?
✅ বসার কক্ষে
[খ] শয়ন কক্ষে
[গ] শিশুর কক্ষে
[ঘ] খাবার কক্ষে

৩৯. শিশুর ঘরের ছবি কত উপরে টানাতে হবে?
[ক] ২ ফুট
[খ] ৩ ফুট
✅ ৪ ফুট
[ঘ] ৫ ফুট

৪০. কয়ভাগে পুষ্প সজ্জিত করা যায়?
✅ দু ভাবে
[খ] তিন ভাবে
[গ] চার ভাবে
[ঘ] পাঁচ ভাবে

৪১. লম্বা ও চিকন ফুলদানিতে কোন ফুল রাখতে হয়?
[ক] ডালিয়া
[খ] সূর্যমুখী
[গ] কৃষ্ণচূড়া
✅ রজনীগন্ধা

৪২. কোন ধরনের ফুল পানিতে ভাসিয়ে রাখতে হয়?
✅ অপরাজিতা
[খ] সূর্যমুখী
[গ] ডালিয়া
[ঘ] গাঁদা

৪৩. বসার কক্ষের কোথায় পুষ্পবিন্যাস করলে কক্ষকে প্রাণবন্ত করে?
✅ কর্ণারে বড় ফুলদানিতে
[খ] মাঝখানে টবে
[গ] টেবিলের ওপর
[ঘ] নিচু ফুলদানিতে

৪৪. পুষ্প সজ্জার ধরন কয়টি?
[ক] দুটি
[খ] তিনটি
✅ চারটি
[ঘ] পাঁচটি

৪৫. কোন পদ্ধতিতে পুষ্পসজ্জা ইকেবানা শিল্প হিসেবে পরিচিত?
✅ জাপানি
[খ] পাকিস্তানি
[গ] হিন্দুস্তানি
[ঘ] ইরানি

৪৬. জাপানি পদ্ধতিতে পুষ্পবিন্যাস কয়টি ধাপের ওপর প্রতিষ্ঠিত?
[ক] দুটি
✅ তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি

HSC গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮

৪৭. জাপানি পদ্ধতিতে পুষ্পবিন্যাসের সময় সর্বোচ্চ ডালটি কিসের প্রতীক হিসেবে ধরা হয়?
✅ স্বর্গের প্রতীক
[খ] মানুষের প্রতীক
[গ] পৃথিবীর প্রতীক
[ঘ] পাহাড়ের প্রতীক

৪৮. জাপানি পদ্ধতিতে পুষ্পবিন্যাসের দ্বিতীয় ধাপকে কিসের প্রতীক হিসেবে কল্পনা করা হয়?
[ক] পৃথিবীর
[খ] স্বর্গের
✅ মানুষের
[ঘ] পাহাড়ের

৪৯. জাপানি পদ্ধতিতে পুষ্পবিন্যাসের তৃতীয় ধাপকে ধরা হয়-
✅ পৃথিবীর প্রতীক হিসেবে
[খ] স্বর্গের প্রতীক হিসেবে
[গ] মানুষের প্রতীক হিসেবে
[ঘ] পাহাড়ের প্রতীক হিসেবে

৫০. ফুলের তৃতীয় বৈশিষ্ট্য হলো-
[ক] রেখা
[খ] রং
✅ ছন্দ
[ঘ] বিন্যাস

৫১. কারা সবসময় অসম সংখ্যক পুষ্পাধার ব্যবহার করে?
[ক] ইরানিরা
✅ জাপানিরা
[গ] চীনারা
[ঘ] ভারতীয়রা

৫২. কাঠের আসবাবপত্রের দাম অনেক বেশি। কাঠের তুলনায় কম দাম-
i. বেতের সামগ্রী
ii. প্লাস্টিকের সামগ্রী
iii. স্টিলের সামগ্রী

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৫৩. আসবাবপত্রের আরাম প্রদানের ক্ষমতা নির্ভর করে-
i. আয়তনের ওপর
ii. উচ্চতার ওপর
iii. গভীরতার ওপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৫৪. আসবাবপত্র নির্বাচনের বিবেচ্য বিষয়-
i. পরিবারের আয়
ii. মূল্য
iii. উপযোগিতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৫৫. বসবার ঘরে বসার কাজে ব্যবহৃত হয়-
i. টেবিল
ii. মোড়া
iii. টুল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৫৬. আসবাবপত্রের উপযোগিতা নির্ভর করে-
i. পদমর্যাদার ওপর
ii. পরিবারের আকারের ওপর
iii. কাঠামোর ওপর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৫৭. শীতপ্রধান দেশে ব্যবহার করা হয়-
i. ভারি আসবাব
ii. উজ্জ্বল রঙের আসবাব
iii. লোহার আসবাব

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৫৮. আসবাবপত্র বেশি প্রয়োজন হয়-
i. ডাক্তারদের
ii. উকিলদের
iii. শিক্ষকদের

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৫৯. আসবাবপত্রের শিল্প উপাদান হচ্ছে-
i. রং
ii. রেখা
iii. ওজন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. শয়নকক্ষের আসবাবপত্র হচ্ছে-
i. খাট
ii. সাইড টেবিল
iii. ওয়্যারড্রোব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৬১. কারু শিল্পের সাথে প্রত্যেক অলংকারিক শিল্পের সাদৃশ্য রয়েছে। অলংকার শিল্পের মূলনীতি হচ্ছে-
i. সমানুতা
ii. সামঞ্জস্য
iii. ছন্দ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৬২. বর্তমানে আসবাবপত্রে কাঁচ ও ফাইবার গ্লাসের ব্যবহার দেখা যায়-
i. শোকেসে
ii. ড্রেসিং টেবিলে
iii. আলমারিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii

৬৩. শীতল ভাব প্রকাশ করে-
i. নীল রং
ii. সবুজ রং
iii. লাল রং

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৬৪. দেয়ালে ছবি টানানোর লক্ষণীয় বিষয় কোনটি?
i. দেয়ালের আকার আকৃতি
ii. কক্ষের আকার
iii. ছবির মূল্য

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬৫ ও ৬৬নং প্রশ্নের উত্তর দাও :
ফিরোজ সাহেব সরকারি কর্মকর্তা। তার বাড়িতে আসবাবপত্র অনেক বেশি এবং সেগুলো নকশাবহুল ও ভারী। ফলে বদলির সময় তাকে অনেক সমস্যায় পড়তে হয়।

৬৫. ফিরোজ সাহেবের পরিবারের ক্ষেত্রে আসবাব নির্বাচনে কোনটি বিবেচনা করতে হবে?
[ক] আবহাওয়া
[খ] স্থায়িত্ব
✅ নকশা
[ঘ] নমনীয়তা

৬৬. ফিরোজ সাহেবের আসবাবপত্র হতে হবে-
i. নকশাবহুল
ii. হালকা
iii. প্রয়োজনীয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৭. আসবাবপত্র নির্বাচনের সময় কোন বিষয়টি বিবেচনা করতে হয়?
✅ পরিবারের আয়
[খ] বয়স
[গ] শিক্ষাগত যোগ্যতা
[ঘ] বংশীয় মর্যাদা

৬৮. কোন আসবাবের মূল্য কম?
[ক] কাঠের
✅ প্লাস্টিকের
[গ] লোহার
[ঘ] স্টিলের

৬৯. কোন আসবাব দ্বারা অধিক কার্য সাধন করা যায়?
[ক] বুকসেল্ফ
✅ টেবিল
[গ] খাট
[ঘ] তাক

৭০. আসবাবের খুঁত বার্নিস করার সময় কী দিয়ে ঢেকে দিতে হয়?
✅ পুটিং
[খ] মোম
[গ] জিংক
[ঘ] আঠা

৭১. বেশি কারুকার্য খচিত আসবাবপত্রে-
✅ ধুলা বেশি জমে
[খ] ধুলা জমে না
[গ] পোকামাকড় থাকে
[ঘ] রং থাকে না

৭২. কোন পরিবারের জন্য নমনীয় আসবাব নির্বাচন করা উচিত?
[ক] শিক্ষিত পরিবারের
[খ] ছোট পরিবারের
✅ বড় পরিবারের
[ঘ] ধনী পরিবারের

৭৩. কোন পেশার লোকদের বিভিন্ন ধরনের আসবাবের প্রয়োজন হয়?
✅ শিক্ষক
[খ] কৃষক
[গ] জেলে
[ঘ] কুমোর

৭৪. কোন ধরনের আসবাবপত্রে কিছুদনি পর পর পলিশ করা প্রয়োজন?
[ক] লোহার
[খ] স্টিলের
✅ কাঠের
[ঘ] প্লাস্টিকের

৭৫. বড় আসবাব দেয়াল ঘেঁষে না রেখে দেয়ালের চেয়ে কত দূরে রাখতে হবে?
✅ ২/৩ ইঞ্চি
[খ] ৩/৪ ইঞ্চি
[গ] ৫/৬ ইঞ্জি
[ঘ] ৪/৫ ইঞ্চি

৭৬. কিসের ওপর গৃহের সৌন্দর্য সৃষ্টি নির্ভর করে?
[ক] দামি আসবাবের ওপর
✅ আসবাব বিন্যাসের ওপর
[গ] দামি নকশার ওপর
[ঘ] ঘরের প্রশস্ততার ওপর

৭৭. কোন কক্ষকে মাস্টার বেড বলা হয়?
✅ শয়ন কক্ষ
[খ] পড়ার কক্ষ
[গ] রান্নার কক্ষ
[ঘ] বসার কক্ষ

৭৮. চেয়ার বা সোফার সামনে পা রাখার জন্য কী পরিমাণ জায়গা রাখতে হয়?
[ক] ১ - ২'
✅ ১′৬" - ২′
[গ] ২' - ২′৫″
[ঘ] ২′৬" - ২'৮"

৭৯. ফ্ল্যাট বাড়িতে খাবার কক্ষ গৃহের কোন স্থানে থাকে?
[ক] দক্ষিণ পাশে
[খ] পশ্চিম পাশে
[গ] পূর্ব পাশে
✅ মাঝখানে

৮০. অলংকার শিল্পের মূলনীতি কয়টি?
[ক] দুটি
[খ] তিনটি
✅ পাঁচটি
[ঘ] সাতটি

৮১. সমতা কয় প্রকার?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৮২. কোনটি রক্ষা না করলে আসবাবপত্রের বিন্যাসে যথাযথ সৌন্দর্য ফুটে ওঠে না?
[ক] সমতা
[খ] সমানুতা
[গ] ছন্দ
✅ সামঞ্জস্য

৮৩. দৃষ্টির গতির ওপর কী নির্ভর করে?
[ক] সামঞ্জস্য
✅ ছন্দ
[গ] সমতা
[ঘ] সমানুতা

৮৪. তাজা ফুল বা একুরিয়াম কোন ঘরে রাখতে হয়?
[ক] শোবার ঘরে
[খ] খাবার ঘরে
✅ বসার ঘরে
[ঘ] পড়ার ঘরে

৮৫. কোন কক্ষে খাট, আলমারি, ড্রেসিং টেবিল ও দু/একটি চেয়ার রাখা যায়?
[ক] শোবার কক্ষে
[খ] পড়ার কক্ষে
[গ] খাবার কক্ষে
✅ অতিথির কক্ষে

৮৬. চুলার কোন দিকে রান্নার কাজ ব্যবহৃত সামগ্রী রাখার ব্যবস্থা থাকলে কাজে সুবিধা হয়?
✅ ডান দিকে
[খ] বাম দিকে
[গ] সামনে
[ঘ] পিছনে

৮৭. ধোঁয়া ও তাপ বের করার জন্য কী ব্যবহার করা হয়?
[ক] ভেনটিলেটর
✅ কিচেন হুড
[গ] জানালা
[ঘ] ফ্যান

৮৮. গৃহসজ্জার সৌন্দর্য ফুটিয়ে তুলতে কিসের প্রয়োজন?
✅ রুচির প্রয়োজন
[খ] টাকার প্রয়োজন
[গ] শিক্ষার প্রয়োজন
[ঘ] বয়সের প্রয়োজন

৮৯. আমাদের দেশে কোন ধরনের আসবাবপত্র বেশি ব্যবহৃত হয়?
✅ কাঠের
[খ] কাচের
[গ] প্লাস্টিকের
[ঘ] স্টিলের

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. আসবাবে পলিশ লাগানোর পর কী দিয়ে ঘষতে হবে?
[ক] নাইলনের কাপড়
✅ নরম কাপড়
[গ] সিরিস কাগজ
[ঘ] ট্রেট্রনের কাপড়

৯১. কাঠের আসবাবে কারুকার্য করা থাকলে কী দিয়ে পরিষ্কার করতে হবে?
[ক] সিরিস কাগজ দিয়ে
[খ] ভেজা কাপড় দিয়ে
✅ নরম ব্রাস দিয়ে
[ঘ] নাইলনের কাপড় দিয়ে

৯২. কাচের আসবাব প্রতিদিন কী দিয়ে মুছতে হবে?
✅ সুতি কাপড়
[খ] ব্রাস
[গ] জিন্সের কাপড়
[ঘ] নাইলনের কাপড়

৯৩. কাচের আসবাবপত্র সপ্তাহে কয়দিন লিকুইড ক্লিনার দিয়ে স্প্রে করতে হবে?
✅ এক দিন
[খ] দুই দিন
[গ] তিন দিন
[ঘ] চার দিন

৯৪. কাচের আসবাবপত্রে দাগ মোছার জন্য কী ব্যবহার করতে হবে?
[ক] সিরিস কাগজ
✅ নরম ব্রাস
[গ] মোটা কাপড়
[ঘ] নাইলনের কাপড়

৯৫. তাপ শোষণ ক্ষমতা বেশি-
[ক] স্টিলের
✅ বেতের
[গ] লোহার
[ঘ] প্লাস্টিকের

৯৬. বেতের আসবাবপত্র বার্নিস করতে হয়-
✅ এক বছরের মধ্যে
[খ] দুই বছরের মধ্যে
[গ] তিন বছরের মধ্যে
[ঘ] চার বছরের মধ্যে

৯৭. কোন সময় বেতের জিনিস রং করার উত্তম সময়?
[ক] বর্ষাকালে
[খ] গ্রীষ্মকালে
[গ] হেমন্তকালে
✅ শীতকালে

৯৮. কীভাবে বেতের আসবাবপত্রের সৌন্দর্য ও স্থায়িত্ব বৃদ্ধি পায়?
✅ রং দিলে
[খ] পরিষ্কার করলে
[গ] রোদে দিলে
[ঘ] প্রতিদিন মুছলে

৯৯. কোন দেশের বেশির ভাগ আসবাবপত্র স্টীলের ফ্রেমের ওপর ফোম দিয়ে তৈরি?
[ক] পাকিস্তানের
[খ] ভারতের
[গ] বাংলাদেশের
✅ ইরানের

১০০. পূর্বে কোন পরিবারে স্টীলের আসবাবপত্র ব্যবহৃত হতো?
[ক] কৃষক পরিবারে
✅ রাজকীয় পরিবারে
[গ] খান পরিবারে
[ঘ] চৌধুরী পরিবারে
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide