এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Home Science 1st paper mcq question and answer. HSC Home Science 1st paper mcq questions pdf download. HSC Home Science 1st paper mcq guide pdf.
উচ্চ মাধ্যমিক
গার্হস্থ্য বিজ্ঞান
প্রথম পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৯
HSC Home Science 1st Paper
MCQ
question and answer pdf download
১. বাড়ির ছাদ ও বারান্দায় কীভাবে গাছ লাগানো উচিত?
[ক] ইচ্ছামতো
✅ সুপরিকল্পিতভাবে
[গ] সমান্তরালে
[ঘ] এলোমেলোভাবে
২. ছোট গাছকে গরু ছাগলের কবল থেকে রক্ষার জন্য কী দিয়ে ঘিরে দিতে হবে?
✅ বাঁশের খাঁচা
[খ] উঁচু দেয়াল
[গ] বড় গাছপালা
[ঘ] নাইলনের দড়ি
৩. কোনটি শিশুর অঙ্গসঞ্চালনমূলক বিকাশ ঘটায়?
[ক] ছড়া
[খ] লেখাপড়া
[গ] গল্প
✅ বহিরাঙ্গণ খেলাধুলা
৪. বারান্দায় গাছ লাগাতে হলে কিসের পর্যাপ্ততা থাকতে হবে?
[ক] স্থান
[খ] মাটি
✅ রোদ
[ঘ] ফুল
৫. কোনটি ভালো বীজের বৈশিষ্ট্য?
[ক] বীজ দাগযুক্ত হবে
[খ] অন্য জাতের মিশ্রণ থাকবে
✅ বীজের রং স্বাভাবিক হবে
[ঘ] অঙ্কুরোদগমের শতকরা হার ৭০ ভাগ হবে
৬. সবজি বাগান করার সময় কিসের প্রতি লক্ষ রাখা উচিত?
✅ মাটি
[খ] সার
[গ] চারা
[ঘ] সবজি
৭. সবজিতে পোকা আক্রমণ করলে কী প্রয়োগ করতে হবে?
[ক] পানি
[খ] সার
✅ কীটনাশক
[ঘ] সূর্যের আলো
৮. বাড়ির আঙিনায় সবজি বা ফুলের গাছ লাগালে নিয়মিত কিসের প্রয়োজন হয়?
[ক] রাতাস
[খ] কার্বন ডাই-অক্সাইড
[গ] নাইট্রোজেন
✅ পরিচর্যা
৯. স্মৃতিশক্তি হ্রাস পায় কোন দূষণের ফলে?
[ক] শব্দ দূষণ
✅ বায়ু দূষণ
[গ] পরিবেশ দূষণ
[ঘ] মাটি দূষণ
১০.গাছের জন্য কোন মাটি ব্যবহার করতে হবে?
[ক] এঁটেল
✅ দোআঁশ
[গ] বেলে
[ঘ] বেলে দোআঁশ
১১. বৃক্ষ পরিবেশ রক্ষা করে-
i. আর্দ্রতা নিয়ন্ত্রণ করে
ii. কার্বন শোষণ করে
iii. বায়ু শোষণ করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১২. বাড়ির পিছনের অংশ ব্যবহার করতে লক্ষণীয় হলো-
i. বড় বৃক্ষ প্রাচীরের পাশে লাগাতে হবে
ii. গুল্মজাতীয় গাছ প্রাচীরের পাশে লাগাতে হবে
iii. রোদযুক্ত স্থানে সবজি চাষ করতে হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৩. বারান্দার মাটির টবে লাগানো যায়-
i. গোলাপ
ii. বেলি
iii. কৃষ্ণচূড়া
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৪. ফুলের বাগান এমন হতে হবে যেন-
i. চলাচলে বাধা সৃষ্টি না হয়
ii. লনের জন্য কিছু জায়গা থাকে
iii. ফুলের সমারোহ কম থাকে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :
মারুফা একজন গৃহিণী। তিনি তার বাড়ির পিছনে সবজি বাগান করেন। প্রতিদিন মারুফা বাগানের যত্ন ও রক্ষণাবেক্ষণ করেন।
১৫. মারুফা সবজি বাগান করেন কেন?
[ক] প্রতিবেশীদের দেখাতে
[খ] চাহিদা মেটাতে
✅ অবসর কাটাতে
[ঘ] অর্থ উপার্জনে
১৬. মারুফা যেভাবে বাগানের যত্ন ও রক্ষণাবেক্ষণ করেন-
i. নিয়মিত পানি দেন
ii. আগাছা পরিষ্কার করেন
iii. ভালো বীজ রোপণ করেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
নীরব বাড়ির ছাদে মরিচ, শিম, লেবু, টমেটো ও বেগুনের গাছ লাগালো। একপর্যায়ে তার কিছু কিছু সবজিতে পোকার আক্রমণ হলো। পোকা দমন করার জন্য নীরবের বাবা তাকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে বললেন।
১৭. নীরবের বাবা তাকে কী ব্যবস্থা গ্রহণ করতে বললেন?
[ক] আগাছা পরিষ্কার করা
✅ কীটনাশক প্রয়োগ করা
[গ] নিড়ানি দেওয়া
[ঘ] জৈব সার প্রয়োগ করা
১৮. উল্লিখিত পরিস্থিতিতে নীরব ব্যবহার করবে-
i. বাসুডিন
ii. রিডোমিল
iii. আয়োডিন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৯. বাগানের জন্য সবচেয়ে ভালো মাটি কোনটি?
[ক] বেলে মাটি
✅ দোআঁশ মাটি
[গ] কাদামাটি
[ঘ] আঠালো মাটি
নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
রিতা তার বাড়ির ছাদে বাগান করেছে। সকালে সে তার ছেলেমেয়েদের নিয়ে বাগানে কাজ করে। এতে সবাই আনন্দ পায় ।
২০. রিতার বাগানে কী গাছ আছে?
✅ সবজি
[খ] আম
[গ] সুপারি
[ঘ] পেঁপে
২১. সবাই মিলে বাগানে কাজ করায় কী লাভ হচ্ছে?
i. সবার আন্তরিকতা বৃদ্ধি পাচ্ছে
ii. অর্থের সাশ্রয় হচ্ছে
iii. অবসর সময়কে কাজে লাগানো যাচ্ছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২২. ইনডোর গার্ডেনের গাছ কোনটি?
[ক] ক্যাকটাস
[খ] পেয়ারা
✅ লেবু
[ঘ] সফেদা
২৩. শহরের বাড়ির উন্মুক্ত স্থান হলো-
✅ বারান্দা
[খ] গৃহপ্রাঙ্গণ
[গ] ছাদ
[ঘ] ড্রয়িং রুম
২৪. সবজি বেড তৈরির জন্য প্রয়োজন হয়-
✅ রোদ
[খ] বৃষ্টি
[গ] ছিকা
[ঘ] খুঁটি
২৫. শহরাঞ্চলে সবুজের সমারোহ ঘটানোর জন্য করণীয় হলো-
i. ঘরে ঘরে বাগান করা
ii. দালানের ছাদে বাগান
iii. নার্সারি গড়ে তোলা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২৬ ও ২৭নং প্রশ্নের উত্তর দাও :
বশির বাড়িতে ছাদ বাগান করার সিদ্ধান্ত নিল। সে মাটি ক্রয় করল। তার বন্ধু তাকে ভালো বীজ সম্পর্কে ধারণা দিল এবং নিয়মিত যত্ন করার উপদেশ দিল।
২৬. বশির কী ধরনের মাটি ক্রয় করল?
[ক] বেলে
[খ] এঁটেল
✅ দোআঁশ
[ঘ] বেলে দোআঁশ
২৭. ভালো বীজের বৈশিষ্ট্যে থাকে-
i. পরিষ্কার ও পুষ্ট
ii. রং স্বাভাবিক
iii. অঙ্কুরোদগম ৮০ ভাগ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৮. নিয়মিত যত্নের জন্য করণীয় কী?
[ক] উত্তম বীজ ব্যবহার
[খ] উত্তম মাটি ব্যবহার
✅ আগাছা পরিষ্কার
[গ] পরিকল্পিত নকশা করা
২৯. বাড়ির সম্মুখ অংশে কোন ধরনের গাছ লাগানো উচিত?
[ক] আম
[খ] কাঁঠাল
[গ] কদম
✅ গোলাপ
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৩০. বড় গাছ বাড়ির কোন দিকে লাগানো উচিত?
[ক] উঠানে
[খ] ছায়ায়
[গ] সম্মুখে
✅ পিছনে
৩১. গুম্মজাতীয় গাছ কোনগুলো?
✅ মরিচ
[খ] বেল
[গ] আম
[ঘ] শিম
৩২. বাড়ির ছায়াযুক্ত স্থান কোন কাজে ব্যবহার করা যায়?
✅ হাঁস-মুরগি পালন
[খ] বড় গাছ লাগানো
[গ] গুল্ম জাতীয় গাছ
[ঘ] বনায়ন
৩৩. বাগান করার সময় লক্ষণীয় বিষয় হলো-
i. বাড়ির সৌন্দর্য নষ্ট না হয়
ii. ঋতু অনুসারে চাষ
iii. জায়গার আয়তনের সাথে অসংগতি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৪. মাটির সাথে কোন গাছ লাগানো যায়?
[ক] শিউলি
[খ] কদম
[গ] বকুল
✅ পাতাবাহার
৩৫. ছাদ বাগানে লাগানো যায় কোন গাছগুলো?
[ক] আম, পেয়ারা, ডালিম
✅ বরই, পেঁপে, কলম করা আম
[গ] কাঁঠাল, সুপারি, ডালিম
[ঘ] তাল, কলম বরই, হিজল
৩৬. বারান্দায় টবে গাছ লাগানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অধিক যুক্তিযুক্ত-
i. টবে মাটি ভরাট
ii. উত্তম রোদযুক্ত স্থান
iii. স্থানান্তরের সুযোগ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৭. ছাদ বাগান করার প্রধান উদ্দেশ্য কী?
✅ পরিবেশবান্ধব জীবন গঠন
[খ] নগরায়ণের সুবিধা
[গ] প্রযুক্তিনির্ভরতা
[ঘ] শহরে গ্রামীণ পরিবেশ
৩৮. কোন মাটিতে গাছ ভালো জন্মে?
[ক] বেলে মাটি
[খ] এঁটেল
✅ দোআঁশ মাটি
[ঘ] বেলে দোআঁশ
৩৯. কোন সবজি চাষে মাচা তৈরি করতে হয়?
[ক] টমেটো
[খ] বেগুন
✅ শিম
[ঘ] লেবু
৪০.ছাদে কোন গাছ লাগানো যায়?
[ক] মরিচ ও মুলা
[খ] মুলা ও টমেটো
✅ টমেটো ও মরিচ
[ঘ] শিম ও গাজর
৪১. গৃহ প্রাঙ্গণের বহুমুখী ব্যবহার করা যায়-
i. সবজি বাগান করে
ii. পশুপাখি পালন করে
iii. খেলাধুলার ব্যবস্থা করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৪২ ও ৪৩নং প্রশ্নের উত্তর দাও :
তৃষার বাড়ির ছাদটি অনেক বড়। বোনের পরামর্শে তিনি ছাদে সবজি বাগান করার সিদ্ধান্ত নিলেন। লেবু, কাঁচামরিচ, টমেটোসহ বিভিন্ন ধরনের সবজির চাষ করতে শুরু করলেন। কিন্তু সঠিক যত্নের অভাবে তিনি ভালো ফলন পেলেন না।
৪২. তৃষা তার সবজি বাগানে কোন মাটি ব্যবহার করবেন?
[ক] বেলে মাটি
✅ দোআঁশ মাটি
[গ] বেলে দোআঁশ মাটি
[ঘ] এঁটেল মাটি
৪৩. ভালো ফলন পেতে হলে তৃষাকে
i. মাটিতে সার দিতে হবে
ii. নিয়মিত পানি দিতে হবে
iii. কীটনাশক প্রয়োগ করতে হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
৪৪. প্রকৃতি ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে কিসের কোনো বিকল্প নেই?
[ক] কাজের
[খ] মাঠের
✅ গাছের
[ঘ] বাড়ির
৪৫. পরিবেশকে প্রাধান্য দিয়ে সবুজ দেশ গঠনে-
[ক] সকলের আত্মকেন্দ্রিকতা আবশ্যক
✅ সকলের সচেতনতা আবশ্যক
[গ] সকলের নিয়মানুবর্তিতা আবশ্যক
[ঘ] সকলের শৃঙ্খলা আবশ্যক
৪৬. কোন ধরনের দূষণ মস্তিষ্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে?
✅ বায়ুদূষণ
[খ] পরিবেশদূষণ
[গ] পানিদূষণ
[ঘ] মাটিদূষণ
৪৭. গৃহ প্রাঙ্গণ বা ছাদে সবুজ বনায়নের জন্য প্রয়োজন-
[ক] টাকান্ডপয়সা
[খ] চিন্তাভাবনা
✅ সঠিক পরিকল্পনা
[ঘ] সচেতনতা
৪৮. গৃহ প্রাঙ্গণ বড় হলে বাড়ির সম্মুখ অংশে কী থাকলে বাড়ির সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়?
[ক] গাড়ি
✅ ফুলের বাগান
[গ] দোকান
[ঘ] সুইমিং পুল
৪৯. গৃহের ও ছাদের সম্মুখের খোলা জায়গা অল্প হলে কেবল কয়টি ফুলের বাগানই যথেষ্ট?
[ক] চারটি
[খ] তিনটি
[গ] দুটি
✅ একটি
৫০. শহরাঞ্চলে বাড়ির ছাদে কী পালন করা যায়?
[ক] গরু-ছাগল, ভেড়া
[খ] বানর, হরিণ
[গ] গরু, মহিষ
✅ মুরগি, কবুতর, কোয়েল পাখি
৫১. কী অনুসারে বাগানে ফুল-ফল বা সবজি লাগাতে হবে?
✅ ঋতু
[খ] ইচ্ছা
[গ] বাড়ি
[ঘ] ক্ষমতা
৫২. বাড়ির পেছনের অংশে কী তৈরি করে সবজি বাগান করা যায়?
[ক] খাঁচা
✅ মাচা
[গ] ঘর
[ঘ] গর্ত
৫৩. বাড়ির আঙিনায় সবজি বা ফুলের গাছ লাগালে নিয়মিত-
✅ পরিচর্যা প্রয়োজন
[খ] হাঁটাচলা প্রয়োজন
[গ] পরিকল্পনা প্রয়োজন
[ঘ] চিন্তাভাবনা প্রয়োজন
৫৪. অধিক বস্তুর সমাবেশে গৃহের সম্মুখস্থ প্রাঙ্গণের ও ছাদের ব্যবহারিক মূল্য-
✅ কমে যায়
[খ] বেড়ে যায়
[গ] একই থাকে
[ঘ] থাকে না
৫৫. শহর এলাকায় পাকা বা ফ্ল্যাট বাড়িতে কী পাকা করে আঁধার তৈরি করে ফুল, ফল ও সবজি আবাদ করা যায়?
[ক] ছাদ
[খ] মেঝে
✅ টব/ড্রাম
[ঘ] বারান্দা
৫৬. বারান্দায় ফুলগাছ ছাড়াও কী জাতীয় গাছের আবাদ করা যায়?
[ক] বাঁশজাতীয়
✅ গুল্মজাতীয়
[গ] ঘাসজাতীয়
[ঘ] ঝাউজাতীয়
৫৭. বারান্দায় গাছ লাগাতে হলে খেয়াল রাখতে হবে গাছে যেন-
✅ পর্যাপ্ত রোদ লাগেক. পর্যাপ্ত বাতাস লাগে
[গ] পর্যাপ্ত পানি লাগে
[ঘ] পর্যাপ্ত সার লাগে
৫৮. শহরের প্রতিটি বাড়ির ছাদকে যদি সুষ্ঠুভাবে ব্যবহার করা যায় তবে কিসের বিপস্নব ঘটানো সম্ভব?
[ক] বৃক্ষের বিপস্নব
[খ] কর্মসংস্থানের বিপস্নব
[গ] রাষ্ট্রের বিপস্নব
✅ সবুজের বিপস্নব
৫৯. নিজের উৎপাদিত সবজি-
[ক] একদিকে যেমন তৃপ্তি দেবে, অন্যদিকে অর্থের অপচয় হবে
✅ একদিকে যেমন তৃপ্তি দেবে, অন্যদিকে অর্থের সাশ্রয় হবে
[গ] একদিকে যেমন কষ্ট দেবে, অন্যদিকে পরিশ্রম হবে
[ঘ] একদিকে যেমন তৃপ্তি দেবে, অন্যদিকে সময় অপচয় হবে
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৬০. পরিবারের সবাই মিলে কাজ করলে সকলের মধ্যে কেমন সম্পর্ক গড়ে ওঠে?
[ক] বৈষম্যের সম্পর্ক
[খ] হিংসার সম্পর্ক
✅ মধুর সম্পর্ক
[ঘ] ভাগাভাগির সম্পর্ক
৬১. কিসের অভাবে নানা ফুলের সমারোহে বিত্তবান পুষ্পোদ্যান ও কুশ্রী এবং দৃষ্টিকটু দেখায়?
[ক] পর্যাপ্ত অর্থ
✅ উপযুক্ত যত্ন
[গ] পর্যাপ্ত জায়গা
[ঘ] উপযুক্ত বাড়ি
৬২. ফুলের বাগানের উপযুক্ত যত্ন নেওয়া সম্ভব না হলে ফুলের বাগান না করে উন্মুক্ত প্রাঙ্গণকে কী হিসেবে ব্যবহার করাই শ্রেয়?
[ক] রাস্তা
[খ] জমি
✅ লন
[ঘ] মাঠ
৬৩. গৃহের সম্মুখভাগে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকলে-
[ক] বন্যা হতে পারে
✅ বদ্ধ পানি জমে স্যাঁতসেঁতে পরিবেশ সৃষ্টি হতে পারে
[গ] গর্তের সৃষ্টি হতে পারে
[ঘ] বন্ধ পানি জমে মাটির ক্ষয় হতে পারে
৬৪. কোন ধরনের মানুষ গৃহের মধ্যে আবদ্ধ থাকতে পারে না?
✅ মুক্তিপ্রিয়
[খ] আত্মকেন্দ্রিক
[গ] স্বেচ্ছাচারী
[ঘ] অহংকারী
৬৫. গৃহ প্রাঙ্গণ, ছাদ ও বারান্দায় বিচরণ করে মানুষ নিজের কী উন্নত করতে পারে?
[ক] সচেতনতা
✅ স্বাস্থ্য
[গ] বাড়ি
[ঘ] রুচি
৬৬. কেমন গৃহের সম্মুখে, পার্শ্বে বা পিছনে এবং ছাদ ও বারান্দায় বেশ কিছুটা খোলামেলা জায়গা দেখতে পাওয়া যায়?
✅ সুপরিকল্পিত
[খ] অপরিকল্পিত
[গ] পরিত্যক্ত
[ঘ] বৃহৎ
৬৭. গরমে কিংবা অতিথি আপ্যায়নের জন্য কোন স্থানে বসার ব্যবস্থা করে সময় অতিবাহিত করা যায়?
[ক] মাঠে
[খ] ঘরে
✅ লনে
[ঘ] রেস্টুরেন্টে
৬৮. অনেক বাড়িতে পশ্চাৎভাগের উন্মুক্ত প্রাঙ্গণের এক কোনায়-
✅ রান্নাঘর পৃথকভাবে অবস্থিত থাকে
[খ] বসার ঘর পৃথকভাবে অবস্থিত থাকে
[গ] শোয়ার ঘর পৃথকভাবে অবস্থিত থাকে
[ঘ] খাওয়ার ঘর পৃথকভাবে অবস্থিত থাকে
৬৯. বাড়ির চারদিক ঘিরে কী থাকলে হাঁস-মুরগি হারাবার সম্ভাবনা থাকে না?
[ক] উঁচু দালান
[খ] উঁচু গাছ
[গ] নিচু পাচিল
✅ উঁচু পাচিল
৭০. সবজি বাগান করার সময় জায়গার কিসের প্রতি লক্ষ রাখা উচিত?
[ক] বালির
[খ] পানির
[গ] গর্তের
✅ মৃত্তিকার
৭১. বাগান করার সময় জমিতে প্রয়োজনমতো কী দেওয়া উচিত?
[ক] বালি
✅ সার
[গ] মাটি
[ঘ] ইট
৭২. ফুলের বাগান এমনভাবে করা উচিত যাতে কিছুটা খোলা জায়গা-
✅ লনের জন্য অবশিষ্ট থাকে
[খ] মাঠের জন্য অবশিষ্ট থাকে
[গ] রাস্তার জন্য অবশিষ্ট থাকে
[ঘ] বাড়ির জন্য অবশিষ্ট থাকে
৭৩. ফুলের বাগানে মৌসুমি ফুলের সাথে কোন ধরনের ফুলের একটি সুন্দর সমতা থাকা বাঞ্ছনীয়?
[ক] অস্থায়ী
✅ অধিকতর স্থায়ী
[গ] অধিকতর সুন্দর
[ঘ] সুগন্ধযুক্ত
৭৪. আমাদের দেশে অধিকাংশ এলাকার বাড়ির আয়তন অল্প হওয়ায় সাধারণত উন্মুক্ত প্রাঙ্গণের-
[ক] পরিসর বেশি হয়
✅ পরিসর খুবই কম হয়
[গ] পরিসর থাকে না
[ঘ] পরিসর কমবেশি হয়
৭৫. কোনো একটি হাঁস বা মুরগি রোগে আক্রান্ত হলে সেটাকে কী করা উচিত?
✅ পৃথক করে রাখা
[খ] মেরে ফেলা
[গ] তাড়িয়ে দেওয়া
[ঘ] খেয়ে ফেলা
৭৬. বাড়ির আঙিনার যেদিকে রোদ থাকে, সেদিকে কী করা যায়?
[ক] খেলাধুলা
[খ] পশুপালন
[গ] পাখি পালন
✅ বাগান
i. প্রযুক্তিনির্ভরতা
ii. প্রকৃতিনির্ভরতা
iii. পরিবেশবান্ধবতা
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii
৭৮. পরিকল্পিত গৃহের আশপাশে কিছু খোলা জায়গা থাকা প্রয়োজনে-
i. স্বচ্ছন্দে বসবাসের জন্য
ii. স্বচ্ছন্দে চলাফেরার জন্য
iii. স্বচ্ছন্দে গাড়ি চালানোর জন্য
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৭৯. গৃহ প্রাঙ্গণ, ছাদ ও বারান্দার উপযোগিতা বৃদ্ধির জন্য প্রয়োজন-
i. প্রচুর অর্থ
ii. ইচ্ছাশক্তি
iii. উদ্যোগ গ্রহণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৮০. গৃহ প্রাঙ্গণের ছাদে ও বারান্দার ব্যবহারিক উপযোগিতা রয়েছে-
i. গৃহের সৌন্দর্য বৃদ্ধির জন্য
ii. গৃহের পরিধি বৃদ্ধির জন্য
iii. গৃহের নান্দনিকতা বৃদ্ধির জন্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
৮১. পরিকল্পনা প্রস্তুত করা উচিত গৃহ প্রাঙ্গণ, ছাদ ও বারান্দার উন্মুক্ত স্থানের-
i. আয়তন দেখে
ii. অবস্থান দেখে
iii. চাকচিক্য দেখে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৮২. ছাদ সবসময়-
i. ছোট থাকে
ii. খোলামেলা থাকে
iii. বড় থাকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৮৩. বারান্দার জায়গা ছোট হয়, তাই পছন্দের গাছ লাগানো যায়-
i. ছয়/সাতটি
ii. দুই/একটি
iii. নয়/দশটি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
৮৪. লনে সময় অতিবাহিত করা যায়-
i. অধিক শীতে
ii. অধিক গরমে
iii. অতিথি আপ্যায়নে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৮৫. আরামে বসা যায়, ছাদের উপরে-
i. খাট বসালে
ii. দোলনা বসালে
iii. টেবিল বসালে
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
৮৬. গৃহ প্রাঙ্গণ, ছাদ ও বারান্দা ব্যবহার বৃদ্ধি করে এক একটি বাড়ি হয়ে উঠতে পারে-
i. উৎপাদন কেন্দ্র বা বণ্টন কেন্দ্র
ii. উৎপাদন কেন্দ্র বা সৌন্দর্যের আঁধার
iii. উৎপাদন কেন্দ্র বা বিক্রয় কেন্দ্র
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
৮৭. বৃক্ষ পরিবেশ অক্ষত রাখে-
i. আর্দ্রতা নিয়ন্ত্রণ রাখে
ii. বায়ুদূষণ রোধ করে
iii. আর্দ্রতা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ রোধসহ শত শত টন কার্বন শোষণ করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ iii
৮৮. পরিবেশকে প্রাধান্য দিয়ে সবুজ দেশ গঠনে সকলের-
i. সচেতনতা আবশ্যক
ii. অঙ্গীকার আবশ্যক
iii. টাকান্ডপয়সা আবশ্যক
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii
৮৯. মাচা তৈরি করে চাষ করা যায়-
i. লাউ, শিম
ii. আলু, পেঁয়াজ
iii. চালকুমড়া, করলা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও ii
[ঘ] i, ii ও iii
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৯০. টব রাখা যায়-
i. শিকা বা রডের স্ট্যান্ড তৈরি করে
ii. দড়ি বা রবারের স্ট্যান্ড তৈরি করে
iii. মাচা তৈরি করে
নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৯১.গুম্মজাতীয় গাছ হলো-
i. কাঁচামরিচ
ii. লেবু
iii. টমেটো
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii
৯২. স্যাঁতসেঁতে জায়গা হেতু হয়ে দাঁড়ায়-
i. পোকামাকড়ের উপদ্রবের
ii. বানরের উপদ্রবের
iii. মশামাছির উপদ্রবের
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
৯৩. গৃহের পিছনের বড় প্রাঙ্গণে পরিবারের মহিলাদের জন্য খেলার ব্যবস্থা করা যায়-
i. টেনিস
ii. ব্যাডমিন্টন
iii. বক্সিং
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৯৪. তরিতরকারি এবং শাকসবজির বাগান করা উচিত-
i. বাড়ির সামনে ও ছাদের সম্মুখভাগে
ii. বাড়ির পিছনে
iii. ছাদের পশ্চাৎভাগে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৯৫. ছাদের উপর বাগান করলে বানাতে হবে-
i. ড্রাম
ii. প্লাস্টিকের বড় টব
iii. মাটির ছোট টব
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৯৬. বাগানে লাগাতে হবে শাকসবজির-
i. সুপরিপক্ক বীজ
ii. সুপুষ্ট বীজ
iii. অপরিপক্ক বীজ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
৯৭. চারাগাছে বছরে সার দিতে হবে দুভাগ করে
i. গ্রীষ্মের শেষে এক ভাগ ও বর্ষার শুরুতে আর এক ভাগ
ii. গ্রীষ্মের শুরুতে এক ভাগ ও বর্ষার শেষে আর এক ভাগ
iii. গ্রীষ্মের শুরুতে এক ভাগ ও বসন্তের শেষে আর এক ভাগ
নিচের কোনটি সঠিক?
[ক] i
✅ ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
৯৮.খরার সময় গাছের গোড়া ঢেকে রাখতে হবে-
i. আবর্জনা দিয়ে
ii. মাটি দিয়ে
iii. কচুরিপানা দিয়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i ও iii
৯৯. হাঁস-মুরগি রাখার জন্য আবশ্যক-
i. খাঁচা বা ঘর
ii. খাঁচা বা মাচা
iii. মাচা
নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
১০০. একবার লাগালে বহু বছর ফুল দেয়-
i. গোলাপ গাছ
ii. জবা গাছ
iii. কাঁঠালি চাঁপা গাছ
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
✅ i, ii ও iii
0 Comments:
Post a Comment