এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Home Science 1st paper mcq question and answer. HSC Home Science 1st paper mcq questions pdf download. HSC Home Science 1st paper mcq guide pdf.
উচ্চ মাধ্যমিক
গার্হস্থ্য বিজ্ঞান
প্রথম পত্র
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৪
HSC Home Science 1st Paper
MCQ
question and answer pdf download
১. কখন নৈরাশ্যজনিত ক্লান্তি আসতে পারে?
✅ দুশ্চিন্তা করলে
[খ] কাজের পরিবেশ না থাকলে
[গ] যন্ত্রপাতি না থাকলে
[ঘ] পরিকল্পনা না থাকলে
২. কখন কর্মশক্তি বৃদ্ধি পায়?
[ক] সকালে
✅ মধ্যাহ্নে
[গ] বিকালে
[ঘ] রাতে
৩. বিজ্ঞানসম্মত উপায়ে কাজ করার নাম কাজ সহজকরণ পদ্ধতি।- কে বলেছেন?
✅ Gildreth
[খ] Marvin E. Mundel
[গ] Niekel
[ঘ] Dorsoy
৪. Marvin E. Mundel কাজকে সহজ করার জন্য কয় প্রকার পরিবর্তনের কথা উল্লেখ করেছেন?
[ক] দুই প্রকার
[খ] তিন প্রকার
[গ] চার প্রকার
✅ পাঁচ প্রকার
৫. কোনো কাজ সম্পূর্ণভাবে করার জন্য প্রয়োজনীয় পর্যায়ের বর্ণনাকে কী বলে?
[ক] অপারেশন চার্ট
[খ] ফ্লো চার্ট
✅ প্রোসেস চার্ট
[ঘ] মাইক্রোমোশন ফিল্ম বিশ্লেষণ
৬. কোন চার্ট করলে কোনো একটি কাজের বিভিন্ন স্তরকে কয়েকটি দলে বিভক্ত করা যায়?
[ক] ফ্লো চার্ট
✅ প্রোসেস চার্ট
[গ] মাল্টিম্যান চার্ট
[ঘ] অপারেশন চার্ট
৭. প্রোসেস চার্ট তৈরি করতে কমপক্ষে কয়জন লোকের প্রয়োজন?
✅ দুই জন
[খ] তিন জন
[গ] চার জন
[ঘ] পাঁচ জন
৮. একাধিক ব্যক্তি একসঙ্গে কাজ করলে কোন চার্টের মাধ্যমে কাজ বিশ্লেষণ করা যেতে পারে?
[ক] পাথওয়ে চার্ট
[খ] প্রোসেস চার্ট
[গ] মাল্টিম্যান চার্ট
✅ অপারেশন চার্ট
৯. কোন চার্ট পায়ে চলার পথ অনুসরণ করে করা হয়?
✅ পাথওয়ে চার্ট
[খ] প্রোসেস চার্ট
[গ] মাল্টিম্যান চার্ট
[ঘ] অপারেশন চার্ট
১০. হাঁড়ি-পাতিল যে স্থানে থাকে সেখানে কী রাখার প্রয়োজন নেই?
[ক] চুলা
✅ প্লেট
[গ] ম্যাচ
[ঘ] চামচ
১১. বর্তমানে রান্নার কাজে কী ব্যবহৃত হচ্ছে?
[ক] ওয়াশিং মেশিন
[খ] হ্যান্ড ওয়াশ
✅ প্রেসার কুকার
[ঘ] ফিল্টার মেশিন
১২. মানুষ কোন কাজে কতটা শক্তি ব্যয় করতে পারে তা নির্ভর করে-
i. তার বংশগতির ওপর
ii. তার দেহের অবস্থার ওপর
iii. মনের প্রস্তুতির ওপর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৩. শক্তি ব্যয় করার দক্ষতা বৃদ্ধি করে সফলতা অর্জন করা যায়-
i. উপযুক্ত অভ্যাস দ্বারা
ii. অনুশীলন দ্বারা
iii. সুচিন্তিত পরিকল্পনা দ্বারা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৪. সময় ও শক্তি পরিকল্পনা কার্যকরী ও সুষ্ঠু করতে হলে পরিকল্পনাকারীকে খেয়াল রাখতে হবে-
i. পরিবারের সদস্যদের প্রয়োজন
ii. পরিবারের সদস্যদের চাহিদা
iii. পরিবারের সদস্যদের কর্মতৎপরতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৫. সময় সঞ্চয়ের বিবেচ্য বিষয় হচ্ছে-
i. সময় ব্যবহারে মিতব্যয়ী হওয়া
ii. সময় ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া
iii. সময় ও শক্তিকে ব্যবহার করে পরিতৃপ্তি লাভ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৬. অপরিবর্তনীয় কাজ হচ্ছে-
i. স্কুলে যাওয়া
ii. অফিসে যাওয়া
iii. বেড়াতে যাওয়া
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
১৭. পূর্বপুরুষের ঐতিহ্য রক্ষা করতে প্রয়োজন হয়-
i. টাকান্ডপয়সা
ii. সময়
iii. শক্তি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৮. শক্তিকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে হলে আমাদের কিছু বিষয় বিবেচনা করতে হবে। বিষয়গুলো হচ্ছে-
i. ধারণা
ii. পরিবেশ
iii. ব্যক্তিগত পছন্দ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
১৯.প্রত্যেক পরিবারের কাজের পরিকল্পনা করা প্রয়োজন-
i. সাপ্তাহিক ভিত্তিতে
ii. মাসিক ভিত্তিতে
iii. বার্ষিক ভিত্তিতে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২০. সময় ও শক্তি কোন ধরনের সম্পদ?
✅ মানবীয়
[খ] অমানবীয়
[গ] বস্তুবাচক
[ঘ] ব্যাক্তিগত
২১. কাজে একঘেয়েমি দূর করার জন্য প্রয়োজন-
i. গান শোনা
ii. হালকা নাস্তা করা
iii. কর্মে বিরতি দেওয়া
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২২. কাজের পর কিছুটা বিশ্রাম নিলে-
i. শক্তির পুনঃপ্রাপ্তি ঘটে
ii. কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়
iii. মানসিক প্রশান্তি লাভ হয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৩. ক্লান্তির কারণ হচ্ছে-
i. হতাশা
ii. বিরতি
iii. দুর্বলতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৪. নৈরাশ্যজনিত ক্লান্তি আসতে পারে-
i. কাজে অকৃতকার্য হলে
ii. অভিজ্ঞতার অভাবে
iii. কাজে প্রশংসা অর্জন করতে না পারলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৫. Gilbreth চার্টের মাধ্যমে কর্মপদ্ধতি বিশ্লেষণের কলাকৌশলের কথা বলেছেন। কলাকৌশল হচ্ছে-
i. প্রোসেস চার্ট
ii. অপারেশন চার্ট
iii. পাথওয়ে চার্ট
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৬. কাজ সহজিকরণের উপায় বা কৌশল হচ্ছে-
i. কাজ করার স্থানের পরিবর্তন
ii. উৎপন্ন দ্রব্যের পরিবর্তন
iii. কাঁচামালের পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
২৭. খাওয়ার ঘরে রাখতে হবে-
i. পরিবেশনের সরন্জাম
ii. ফ্রিজ
iii. ড্রেসিং টেবিল
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
২৮. প্রোসেস চার্টের সুবিধা হলো-
i. এ চার্ট করা কঠিন নয়
ii. কাজের বিভিন্ন স্তরকে কয়েকটি দলে বিভক্ত করা যায়
iii. এ চার্ট করা ব্যয়সাপেক্ষ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
সাহানা বেগমকে তার পরিবারের সকল কাজ করতে হয়। কিন্তু সামান্য কাজ করে তিনি ক্লান্ত হয়ে পড়েন। ফলে তিনি যথাসময়ে তার কাজ সম্পন্ন করতে পারেন না।
২৯. উদ্দীপকের সাহানা বেগম কীভাবে সময়ের সদ্ব্যবহার করবে?
[ক] পরিবারের সবাইকে কাজে লাগিয়ে
✅ কাজের ধারাবাহিকতা রক্ষা করে
[গ] কাজের তালিকা করে
[ঘ] তাড়াতাড়ি কাজ করে
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৩০. সাহানা বেগমের ক্লান্তি দূর করার উপায়-
i. শক্তির সদ্ব্যবহার
ii. কৌশলে কাজ করা
iii. শক্তির তালিকা করা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং ৩১ ও ৩২নং প্রশ্নের উত্তর দাও :
কাকলি বেগম ও তার দুই জা মিলে সংসারের সকল কাজ সম্পন্ন করেন। কাকলি তার জায়েদের ভারি কাজ করতে দেন না। এতে তিনি প্রায়ই অসুস্থবোধ করেন।
৩১. কাকলি বেগম কীভাবে কাজ করলে সুস্থ থাকতেন?
[ক] হালকা কাজগুলো আগে করলে
✅ ভারী ও হালকা কাজ পর্যায়ক্রমে ভাগাভাগি করে করলে
[গ] হালকা কাজের পর ভারী কাজ করলে
[ঘ] ভারী কাজগুলো আগে করলে
৩২. কাকলি বেগমের কাজের ক্ষেত্রে অভাব হলো-
i. সমন্বয়ের
ii. উদ্যমের
iii. পরিকল্পনার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং ৩৩ ও ৩৪নং প্রশ্নের উত্তর দাও :
ছালেহা বেগমের পরিবারটি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ। তার পরিবারের সদস্যরা দায়িত্বশীল সম্পর্কে যথেষ্ট সচেতন। তারা নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে এসে প্রত্যেকে প্রত্যেকের কাজ করে। ফলে কাউকে অধিক কাজের চাপে পড়তে হয় না। যার ফলে একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে।
৩৩. ছালেহা বেগমের পরিবার কোন নীতি অনুসরণ করে?
✅ সময় পরিকল্পনা
[খ] কাজ পরিকল্পনা
[গ] বাজেট পরিকল্পনা
[ঘ] অর্থ পরিকল্পনা
৩৪. উক্ত নীতির ফলে ছালেহার পরিবারে-
i. কাজে গতি আসে
ii. শক্তির অপচয় হয়
iii. সময়ের অপচয় হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং ৩৫ ও ৩৬নং প্রশ্নের উত্তর দাও :
আরিফা বেগম একটি যৌথ পরিবারের গৃহ ব্যবস্থাপক। আরিফা বেগমকে সারাদিন অনেক কাজ করতে হয়। এতে আরিফা বেগমের অনেক শক্তি ব্যয় হয়। ফলে আরিফা বেগম অনেক ক্লান্তিবোধ করেন।
৩৫. আরিফা বেগমের পরিবারে শক্তি ব্যবহারের কোন প্রভাবকের কথা বলা হয়েছে?
[ক] পরিবারের আয়
[খ] পরিবারের কর্মতৎপরতা
✅ পরিবারের আকার ও গঠন
[ঘ] পরিবারের পশ্চাৎপদতা
৩৬. উক্ত প্রভাবক ছাড়াও যেসব প্রভাবক রয়েছে-
i. কাজের ধারাবাহিকতা
ii. গৃহ জীবনযাত্রার মান
iii. গৃহের অভ্যন্তরীণ সরঞ্জাম
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৭. নৈরাশ্যজনিত ক্লান্তির প্রধান উৎস কী?
[ক] ল্যাকটিক এসিড
[খ] স্নায়ুতন্ত্র
[গ] মাংসপেশির তৎপরতা
✅ দুশ্চিন্তা
৩৮. কাজের ক্ষেত্রে নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ কেন?
[ক] ফাঁকি দেওয়ার জন্য
[খ] সংশোধনের সুযোগ নেই বলে
✅ শৃঙ্খলা রক্ষার সুবিধার্থে
[ঘ] শক্তির অপচয়ের জন্য
৩৯. সময় তালিকায় বিবেচনাযোগ্য-
i. সহজবোধ্য
ii. নয়নীয়
iii. পরিপূর্ণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ৪০ ও ৪১নং প্রশ্নের উত্তর দাও :
সুস্মিতা কৌশল ব্যবহার করে সময়ের কাজ সময়ে শেষ করে। কিন্তু তার ভাবী মায়া সংসারের কাজ যথাসময়ে শেষ করতে পারে না এবং সহজেই ক্লান্ত হয়ে পড়ে।
৪০. সুস্মিতা নিজের কাজের ক্ষেত্রে কোন বিষয়ে পরিকল্পনা অনুসরণ করে?
[ক] সময়
✅ শক্তি
[গ] বাজেট
[ঘ] অর্থ
i. শক্তির সদ্ব্যবহার
ii. কৌশল অনুসরণ করা
iii. সময় তালিকা করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪২. কোন সম্পদটির সীমাবদ্ধতা সর্বজনীন?
✅ সময়
[খ] দক্ষতা
[গ] শক্তি
[ঘ] বুদ্ধি
৪৩. গৃহে কাজ সহজকরণের ক্ষেত্রে অধিক কার্যকর কৌশল কোনটি?
[ক] টপ চার্ট
[খ] অপারেশন চার্ট
[গ] প্রসেস চার্ট
✅ মাইক্রোমোশন ফিল্ম বিশ্লেষণ
৪৪. অধিক কার্যকরী হলেও অনেক ব্যয়সাপেক্ষ কোন চার্ট?
[ক] প্রসেস
[খ] অপারেশন
✅ মাইক্রোমোশন ফিল্ম বিশ্লেষণ
[ঘ] মাল্টিম্যান
৪৫. রান্নাঘরের খুব কাছে ফ্রিজ স্থাপন কোন কলাকৌশলের অন্তর্গত?
[ক] প্রসেস চার্ট
[খ] অপারেশন চার্ট
✅ পাথওয়ে চার্ট
[ঘ] মাল্টিম্যান চার্ট
৪৬. মানসিক ক্লান্তি হ্রাসের উপায় কী?
[ক] সঠিক চলাচলে ভারসাম্য বজায় রাখা
[খ] ভারী কাজের পর হালকা কাজ
[গ] সঠিক সরঞ্জাম ব্যবহার করে কার্য সম্পাদন
✅ কাজের একঘেয়েমি কমানো
৪৭. সঞ্চয় বলতে কী বোঝ?
[ক] হিসাব রাখা
✅ বর্তমান আয় থেকে কিছু তুলে রাখা
[গ] টাকা খরচ করা
[ঘ] আয়-ব্যয় হিসাব রাখা
৪৮. সময় তালিকায় কোনটি থাকতে হবে?
✅ নমনীয়তা
[খ] জটিলতা
[গ] সামঞ্জস্যপূর্ণ
[ঘ] ধারাবাহিকতা
৪৯. কাজ সহজকরণে মূলত কিসের দরকার?
[ক] দক্ষতা ও অভিজ্ঞতা
[খ] পরিশ্রমী ব্যক্তি
[গ] উন্নত কাজ
✅ মেধার ব্যবহার
৫০. সময় ব্যবহারে সতর্কতার প্রয়োজন। কারণ-
i. সময় সম্পদ
ii. সময় চাহিদা মেটাতে পারে
iii. সময় আর ফিরে আসে না
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii
৫১. পরিকল্পনার বৈশিষ্ট্য হলো-
i. নমনীয়তা
ii. সহজবোধ্যতা
iii. গতিশীলতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫২ ও ৫৩নং প্রশ্নের উত্তর দাও :
সীমার মা একজন গৃহিণী। তিনি সংসারের কাজ করতে গিয়ে সময় নষ্ট করে ফেলেন। সীমা তার মাকে বিজ্ঞানসম্মত উপায়ে কাজ করার একটি পদ্ধতির কথা বলেন। এ পদ্ধতিতে সহজে কাজ করতে হলে কিছু পরিবর্তনের প্রয়োজন।
৫২. সীমা তার মাকে কোন পদ্ধতির কথা বলেন?
[ক] সময় সঞ্চয় পদ্ধতি
[খ] অর্থ সঞ্চয় পদ্ধতি
[গ] শক্তি সঞ্চয় পদ্ধতি
✅ কাজ সহজকরণ পদ্ধতি
৫৩. এ পদ্ধতিতে কাজ করতে হলে যে পরিবর্তনের প্রয়োজন তা হলো-
i. গতির পরিবর্তন
ii. কাজের স্থানের পরিবর্তন
iii. উৎপাদিত দ্রব্যের পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৫৪ ও ৫৫নং প্রশ্নের উত্তর দাও :
রতন মিয়া একজন রিকশাচালক। তার শারীরিক পরিশ্রমের পর কাজের স্পৃহা কমে যায়।
৫৪. উদ্দীপকে রতনের কাজের স্পৃহা কমে যাওয়ার সমর্থনযোগ্য কারণ কোনটি?
[ক] হতাশা
[খ] বিষণ্ণতা
✅ অবসাদ
[ঘ] বিপর্যয়
৫৫.উক্ত বিষয়টি দেখা দেওয়ার মৌলিক কারণ হলো-
i. পরিকল্পনার অভাব
ii. শক্তির অপচয়
iii. ত্রুটিপূর্ণ সময় পরিকল্পনা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫৬ ও ৫৭নং প্রশ্নের উত্তর দাও :
সাবিবর মিয়া একজন দিনমজুর। তার শারীরিক পরিশ্রমের পর কাজ করার স্পৃহা কমে যায়। শারীরিক ছাড়াও মাঝে মাঝে তার শরীরে দুই ধরনের মানসিক অবসাদ দেখা যায়।
৫৬. সাবিবর মিয়ার কাজ করার স্পৃহা কমে যাওয়ার কারণ কী?
[ক] পরিশ্রম
✅ ক্লান্তি
[গ] কাজ
[ঘ] শক্তি
৫৭. শারীরিক অবসাদ ছাড়াও সাবিবর মিয়ার অবসাদ হলো-
i. বিরক্তি উৎপাদন ক্লান্তি
ii. নৈরাজ্যজনিত ক্লান্তি
iii. অনিদ্রাজনিত ক্লান্তি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৫৮. সময় ও শক্তি কোন ধরনের সম্পদ?
✅ মানবীয় সম্পদ
[খ] সামাজিক সম্পদ
[গ] ব্যক্তিগত সম্পদ
[ঘ] রাষ্ট্রীয় সম্পদ
৫৯. কোন সম্পদকে পরিমাপ করা যায়?
[ক] শক্তি সম্পদ
✅ সময় সম্পদ
[গ] রাষ্ট্রীয় সম্পদ
[ঘ] মানবীয় সম্পদ
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৬০. কোন সম্পদকে পরিমাপ করা যায় না?
[ক] সময় সম্পদ
[খ] মানবীয় সম্পদ
✅ শক্তি সম্পদ
[ঘ] রাষ্ট্রীয় সম্পদ
৬১. কীভাবে প্রতিটি মানুষ তার সময়ের সম্পর্ক করতে পারে?
✅ পরিকল্পনার মাধ্যমে
[খ] বাজেটের মাধ্যমে
[গ] চাকরির মাধ্যমে
[ঘ] খরচের মাধ্যমে
৬২. সময়ের সাথে মানুষের কিসের সম্বন্ধ অত্যন্ত নিবিড়?
[ক] অর্থের
✅ শক্তির
[গ] কর্মের
[ঘ] ধর্মের
৬৩. শক্তির সুষ্ঠু ব্যবহার হয় কী ব্যবহার করে?
[ক] সুষ্ঠু কর্মঘণ্টা
[খ] সুষ্ঠু দেহযন্ত্র
✅ সুষ্ঠু দেহভঙ্গি
[ঘ] সুষ্ঠু সময়
৬৪. সময় ও শক্তি ব্যবস্থাপনার প্রথম পদক্ষেপ কী?
[ক] দ্রুত কাজ করা
✅ সময় ও শক্তির পরিকল্পনা প্রণয়ন
[গ] কম কাজ করা
[ঘ] বেশি বিশ্রাম নেওয়া
৬৫. সময় ব্যবস্থাপনার উদ্দেশ্য কিসের ওপর নির্ভর করে?
✅ ব্যক্তির মনোভাবের
[খ] সময়ের ব্যবহারের
[গ] ব্যক্তির সামাজিক অবস্থানের
[ঘ] মূল্যবোধের
৬৬. শক্তির অপচয় রোধ হয় কীভাবে?
[ক] সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব হলে
[খ] সুষ্ঠু পরিকল্পনা না করলে
✅ সুষ্ঠু পরিকল্পনা করে কাজ করলে
[ঘ] সারাদিন কাজ করলে
৬৭. কাজে সময় বেশি লাগে কখন?
✅ ধীরগতিতে কাজ করলে
[খ] দ্রুতগতিতে কাজ করলে
[গ] কাজ করার সময় বেশি চিন্তা করলে
[ঘ] গুছিয়ে কাজ করলে
৬৮. শক্তি ব্যয় বেশি হয় কখন?
[ক] ধীরগতিতে কাজ করলে
✅ দ্রুতগতিতে কাজ করলে
[গ] সঠিক দেহভঙ্গিতে কাজ করলে
[ঘ] সুষ্ঠু কর্মতালিকা প্রণয়ন না করলে
৬৯. শক্তি কত প্রকার?
✅ দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
৭০. ইচ্ছামতো শক্তিকে ব্যয় করলে কী হয়?
[ক] অপরিবর্তিত থাকে
[খ] বৃদ্ধি পায়
[গ] পুনরায় শক্তি সঞ্চয় হয়
✅ ক্ষয় হয়
৭১. সময়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কী?
✅ সীমাবদ্ধতা
[খ] ধারাবাহিকতা
[গ] সচেতনতা
[ঘ] তালিকা প্রণয়ন
৭২. E. W. Crandall-এর মতে, তালিকা কয় প্রকার?
✅ দুই প্রকার
[খ] তিন প্রকার
[গ] চার প্রকার
[ঘ] পাঁচ প্রকার
৭৩. কোন কাজটি আমাদের সঠিক সময়ে করতে হয়?
[ক] বাজার করা
✅ স্কুলে যাওয়া
[গ] বেড়াতে যাওয়া
[ঘ] ভ্রমণ করা
৭৪. কাজ ও সময়কে ভিত্তি করে যে পরিকল্পনা করা হয় তাকে কী বলে?
[ক] বাজেট
✅ সময় তালিকা
[গ] সমন্বয়
[ঘ] সঞ্চয়
৭৫. সময় তালিকা প্রস্তুত করতে হলে কয়টি মূলনীতির দিকে খেয়াল রাখতে হবে?
[ক] দুটি
[খ] তিনটি
✅ চারটি
[ঘ] পাঁচটি
৭৬. সময় পরিকল্পনা প্রণয়ন করার পর পরিকল্পনাটি কী করতে হবে?
[ক] মূল্যায়ন
✅ বাস্তবায়ন
[গ] সমন্বয়
[ঘ] নির্দেশনা
৭৭. যেকোনো কাজের জন্য কী প্রয়োজন?
✅ শক্তি
[খ] ইচ্ছা
[গ] মনোবল
[ঘ] নির্দেশনা
৭৮. কী থেকে আমরা শক্তি পেয়ে থাকি?
[ক] বাসস্থান
✅ খাদ্য
[গ] অর্থ
[ঘ] মনোবল
৭৯. শক্তি ব্যবহারের দিকে আমাদের কী করতে হবে?
✅ যত্নবান
[খ] ধৈর্যশীল
[গ] ন্যায়পরায়ণ
[ঘ] মানবতাবোধ
৮০. কাজে একঘেয়েমি দূর করার জন্য কী করতে হবে?
✅ হালকা নাস্তার ব্যবস্থা থাকতে হবে
[খ] ভারী খাবারের ব্যবস্থা থাকতে হবে
[গ] হাঁটাহাঁটি করতে হবে
[ঘ] কর্মে বিরতি দিতে হবে
৮১. যেকোনো কাজ সহজে করা যায়-
[ক] শারীরিক শক্তি থাকলে
✅ অভিজ্ঞতা থাকলে
[গ] মানসিক শক্তি থাকলে
[ঘ] জীবনমান উন্নত হলে
৮২. কোন কাজ করলে শক্তি কম ব্যয় হয়?
✅ হালকা কাজ করলে
[খ] ভারী কাজ করলে
[গ] কাজে অভিজ্ঞতা থাকলে
[ঘ] পছন্দনীয় কাজ করলে
৮৩. কীভাবে অনেকক্ষণ কাজ করা যায়?
✅ আরামদায়ক ভঙ্গিতে বসে
[খ] সোজা দাঁড়িয়ে
[গ] সঠিক সাজসরঞ্জাম থাকলে
[ঘ] অভিজ্ঞতা থাকলে
৮৪. কীভাবে শক্তির পুনঃপ্রাপ্তি ঘটে?
[ক] অভিজ্ঞতার ফলে
✅ বিশ্রামের ফলে
[গ] হালকা কাজ করলে
[ঘ] পরিবেশ ভালো থাকলে
৮৫. কী দ্বারা শক্তি খরচের অনুমান করা যায়?
✅ অভিজ্ঞতা
[খ] তৃপ্তি
[গ] ধারাবাহিকতা
[ঘ] ব্যক্তিগত পছন্দ
৮৬.সময় ও শক্তির যথোপযুক্ত ব্যবহার না করতে পারলে-
[ক] কাজ সুন্দর হয় না
[খ] একঘেয়েমি সৃষ্টি হয়
✅ ক্লান্তির উদ্রেক হয়
[ঘ] কাজে তৃপ্তি আসে না
৮৭. সময় ও শক্তির ব্যবহারকে কী প্রভাব বিস্তার করে?
✅ পরিবারের আয়
[খ] পরিবারের সদস্যসংখ্যা
[গ] পরিবারের সামাজিক অবস্থান
[ঘ] পারিবারিক ঐতিহ্য
৮৮. কোন পরিবারে কাজের পরিমাণ বেশি হয়?
[ক] একক পরিবারে
✅ যৌথ পরিবারে
[গ] মাতৃপ্রধান পরিবারে
[ঘ] পিতৃপ্রধান পরিবারে
৮৯. পূর্বপুরুষের ঐতিহ্য রক্ষাকল্পে প্রায় সকল পরিবার জীবনযাপনে বজায় রাখতে সচেষ্ট হয়?
[ক] আয়
✅ স্ব-স্ব মান
[গ] আবাসন
[ঘ] অভ্যন্তরীণ সরঞ্জাম
hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।
৯০. কোন ঋতুতে কাজ করলে অল্পতেই ক্লান্তি আসে?
[ক] শীতকালে
[খ] বর্ষাকালে
[গ] শরৎকালে
✅ গ্রীষ্মকালে
৯১. ঋতু পরিবর্তন কোন অঞ্চলে প্রভাব বিস্তার করে না?
[ক] পাহাড়ি অঞ্চলে
✅ শহর অঞ্চলে
[গ] গ্রাম অঞ্চলে
[ঘ] নদীতীরবর্তী অঞ্চলে
৯২. কারা সময় ও শক্তি ব্যবহারে বেশি সচেতন?
✅ চাকরিজীবী
[খ] ব্যবসায়ী
[গ] কৃষক
[ঘ] ধনী ব্যক্তিরা
৯৩. কোন ধরনের কাজ ক্লান্তি বা অবসাদকে ত্বরান্বিত করে?
[ক] পরিকল্পিত কাজ
[খ] কঠিন কাজ
✅ অপরিকল্পিত কাজ
[ঘ] মানসিক কাজ
৯৪.কখন কাজের স্পৃহা কমে যায়?
✅ অবসাদ দেখা দিলে
[খ] অভিজ্ঞতা না থাকলে
[গ] ধারাবাহিকতা না থাকলে
[ঘ] কাজে তৃপ্তি না থাকলে
৯৫.কোন রাসায়নিক দ্রব্যের প্রভাবে দেহে ক্লান্তি সৃষ্টি হয়?
[ক] ফসফরিক এসিড
✅ ল্যাকটিক এসিড
[গ] সোডিয়াম ফসফেট
[ঘ] গ্লুকোজ
৯৬. ক্লান্তিকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
✅ দুই ভাগে
[খ] তিন ভাগে
[গ] চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে
৯৭. কায়িক পরিশ্রমে দেহকে বেশি পরিমাণে কী গ্রহণ করতে হয়?
✅ অক্সিজেন
[খ] নাইট্রোজেন
[গ] হিমোগ্লোবিন
[ঘ] ফসফরাস
৯৮. মানসিক ক্লান্তির কেন্দ্রস্থল কোনটি?
[ক] মস্তিষ্ক
✅ স্নায়ুতন্ত্র
[গ] মাংসপেশি
[ঘ] কঙ্কালতন্ত্র
৯৯. মানসিক ক্লান্তি কয় ভাগে বিভক্ত?
✅ দুই ভাগে
[খ] তিন ভাগে
[গ] চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে
১০০. ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্যের জন্য কোন ধরনের ক্লান্তি সৃষ্টি হয়?
[ক] মানসিক ক্লান্তি
[খ] শারীরিক ক্লান্তি
✅ নৈরাশ্যজনিত ক্লান্তি
[ঘ] অসুস্থতাজনিত ক্লান্তি
0 Comments:
Post a Comment