HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Home Science 2nd paper mcq question and answer. HSC Home Science 2nd paper mcq questions pdf download. HSC Home Science 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
গার্হস্থ্য বিজ্ঞান
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৮

HSC Home Science 2nd Paper
MCQ
question and answer pdf download

১. প্রত্যেক মানুষেরই প্রজনন স্বাস্থ্য সম্পর্কে মৌলিক ধারণা থাকা প্রয়োজন কেন?
[ক] মানসিক সুস্থতার জন্য
[খ] সমৃদ্ধ জীবনের জন্য
[গ] দীর্ঘজীবনের জন্য
✅ নিরাপদ ও উন্নত জীবনের জন্য

২. প্রজনন স্বাস্থ্যসেবা কাদের জন্য প্রয়োজন হয়?
✅ সব বয়সিদের
[খ] তরুণ-তরুণীদের
[গ] শিশুদের
[ঘ] কিশোর-কিশোরীদের

৩. মানসিক স্বাস্থ্যের লক্ষণ কোনটি?
✅ দৃঢ় আত্মবিশ্বাসী ও ব্যক্তিত্বসম্পন্ন হয়
[খ] প্রতিকূল পরিবেশ মোকাবিলা করতে পারে না
[গ] অসামাজিক আচরণে লিপ্ত থাকে
[ঘ] উপযোজন ও অভিযোজনে বাধার সম্মুখীন হয়

৪. মানসিক স্বাস্থ্যের অধিকারী ব্যক্তির অন্যতম লক্ষণ কোনটি?
[ক] সফলতা
✅ মানসিক তৃপ্তি
[গ] মানসিক শান্তি
[ঘ] হতাশা

৫. কোনটি মানসিক জটিলতায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনুপস্থিত?
[ক] মানসিক অশান্তি
[খ] হতাশা
✅ মানসিক তৃপ্তি
[ঘ] বিষণ্ধসঢ়;ণতা

৬. মানসিক সুস্থতার জন্য কোনটি আবশ্যক?
✅ শারীরিক সুস্থতা
[খ] ধনসম্পদের প্রাচুর্যতা
[গ] সৃজনশীলতা
[ঘ] প্রাতিষ্ঠানিক শিক্ষা

৭. মানসিক স্বাস্থ্যের অধিকারী ব্যক্তি প্রতিকূল ও সমস্যাসংকুল পরিবেশে কীভাবে তার কার্যক্রম
চালায়?
[ক] খিটখিটে মেজাজে
[খ] ভীত মনে
✅ দৃঢ় আত্মবিশ্বাসের সাথে
[ঘ] উত্তেজিত হয়ে

৮. মানসিক দিক দিয়ে সুস্থ ব্যক্তির আচরণে কিসের পরিচয় পাওয়া যায়?
[ক] অন্তর্মুখী ব্যক্তিত্বের
✅ খিটখিটে মেজাজের
[গ] উত্তেজিত মেজাজের
[ঘ] আত্মতৃপ্তির

৯. মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মেজাজ কীরূপ হয়ে থাকে?
[ক] আত্মবিশ্বাসী
✅ খিটখিটে প্রকৃতির
[গ] আত্মতৃপ্তির অধিকারী
[ঘ] অনুকূল মনোভাব

১০. মানসিক সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তির কাজের মধ্যে কী ধরনের?
[ক] প্রতিকূল মনোভাব
[খ] আগ্রহের অভাব
[গ] হতাশাগ্রস্ততা
✅ যথাযথ আগ্রহ ও অনুকূল মনোভাব

১১. সামাজিক পরিবেশে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের আচরণ কীরূপ হয়?
✅ নিজেকে গুটিয়ে রাখে
[খ] আত্মবিশ্বাসী হয়
[গ] আত্মমূল্যায়ন ক্ষমতাসম্পন্ন হয়
[ঘ] নিজেকে সবার সামনে প্রকাশ করে

১২. বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের ক্রোড়পত্র (২০১১) অনুযায়ী প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর কত শতাংশ
মানসিক রোগে আক্রান্ত?
[ক] ১৪.২%
✅ ১৬.১%
[গ] ১৮.৫%
[ঘ] ২০.৩%

১৩. বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের ক্রোড়পত্র (২০১১) অনুযায়ী প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর কত শতাংশ নিউরোটিক ডিজঅর্ডারে আক্রান্ত?
[ক] ৮.২%
✅ ৮.৪%
[গ] ৮.৮%
[ঘ] ৮-১০%

১৪. ঢাকা বিভাগে পরিচালিত জরিপ অনুযায়ী কত শতাংশ শিশু মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে?
[ক] ১৫.৫%
[খ] ১৬.৮%
✅ ১৮.৪%
[ঘ] ২০.৫%

১৫. মানসিক স্বাস্থ্য ব্যক্তির কী ধরনের ক্ষমতা?
✅ মানসিক
[খ] শারীরিক
[গ] আর্থিক
[ঘ] আবেগীয়

১৬. কোনটির দ্বারা ব্যক্তি সমাজের সাথে সংগতি বিধান করে চলতে পারে?
✅ শারীরিক স্বাস্থ্য
[খ] মানসিক স্বাস্থ্য
[গ] আবেগ
[ঘ] সৃজনশীলতা

১৭. মানুষের সামগ্রিক স্বাস্থ্যের একটি দিক কোনটি?
[ক] শারীরিক স্বাস্থ্য
✅ মানসিক স্বাস্থ্য
[গ] দৃঢ় আত্মবিশ্বাস
[ঘ] আত্মমর্যাদা

১৮. মানসিক স্বাস্থ্যের সুস্থতা ও স্বাভাবিকতার প্রভাব বিস্তারকারী বিষয়গুলোকে কী বলা হয়?
[ক] মানসিকতা
✅ মনোভাব
[গ] মানসিক স্বাস্থ্যের উপাদান
[ঘ] মানসিক ক্ষমতা

১৯. ব্যক্তির বংশগত, শারীরিক সামগ্রিক সুস্থতা ও পুষ্টি ব্যবস্থা কিসের অন্তর্ভুক্ত?
[ক] আবেগের
[খ] পরিবেশের
[গ] ব্যক্তিত্বের
✅ দৈহিক স্বাস্থ্যের

২০. বংশগতির নির্ধারক কোনটি?
[ক] সামাজিক পরিবেশ
✅ জিন
[গ] পুষ্টিকর খাদ্য
[ঘ] নিউরোন

২১. শিশুর দৈহিক ও মানসিক সুস্থতা কোন পরিবেশে বিকশিত হয়?
[ক] কৃত্রিম
[খ] পরিচ্ছন্ন
[গ] প্রাকৃতিক
✅ সুষ্ঠু

২২. মানসিক স্বাস্থ্য রক্ষার উপায় কোনটি?
[ক] পুষ্টিকর খাদ্য
[খ] ধর্মীয় শিক্ষা
✅ ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশ
[ঘ] পর্যাপ্ত চিত্তবিনোদন

২৩. পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কীরূপ হবে?
[ক] প্রতিযোগিতাপূর্ণ
✅ বিশ্বাসপূর্ণ
[গ] অসহযোগিতাপূর্ণ
[ঘ] কলহপ্রবণ

২৪. শিশুদের প্রকৃতি কেমন হয়?
[ক] অস্থিতিশীল
[খ] অশান্ত
✅ অনুকরণপ্রিয়
[ঘ] সহানুভূতিহীন

২৫. শিশুর প্রথম সামাজিক পরিবেশ কোনটি?
✅ গৃহ
[খ] বিদ্যালয়
[গ] খেলার মাঠ
[ঘ] ধর্মীয় প্রতিষ্ঠান

২৬. পিতামাতার কোন ধরনের আচরণ শিশুর স্বাধীন আগ্রহ ও ইচ্ছাশক্তি দমন করে?
[ক] আস্থাহীন আচরণ
[খ] উদাসীন আচরণ
✅ অতি রক্ষণশীল আচরণ
[ঘ] অতিমাত্রায় স্বীকৃতিসূচক আচরণ

২৭. পিতামাতার অতি রক্ষণশীল আচরণে শিশুরা কেমন প্রকৃতির হয়?
[ক] সত্যবাদী
✅ পরনির্ভরশীল
[গ] দায়িত্ববান
[ঘ] আবেগী

২৮. পিতামাতার অতিমাত্রায় স্বীকৃতিসূচক মনোভাব শিশুর আচরণে কীরূপ প্রভাব ফেলে?
[ক] দায়িত্ববান করে তোলে
[খ] পরনির্ভরশীল করে তোলে
[গ] ভীতু করে তোলে
✅ স্বার্থপর ও জেদি করে তোলে

২৯. শাকির মা-বাবা সবসময় তাকে শাসনের মধ্যে রাখেন। কোনো কাজ করতে চাইলে বাধা
সৃষ্টি করেন। মা-বাবার এরূপ আচরণ লাকির ওপর কীরুপ প্রভাব ফেলবে?
[ক] স্বার্থপর করে তুলবে
✅ কোধ বৃদ্ধি করবে
[গ] দায়িত্বহীন করবে
[ঘ] নির্ভরশীল করবে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. প্রজনন স্বাস্থ্যের প্রয়োজন কেন?
[ক] দীর্ঘ জীবনের জন্য
✅ দেহ ও মনের সুস্থতার জন্য
[গ] সুস্থ সন্তান জন্মদানের জন্য
[ঘ] সুষ্ঠু বিকাশের জন্য

৩১. কোন সময় থেকে নারীর প্রজনন স্বাস্থ্যের পরিচর্যা শুরু করা উচিত?
[ক] গর্ভধারণের সময়
✅ ঋতুস্রাবের সময়
[গ] বিবাহের পর
[ঘ] শৈশবকাল থেকে

৩২. পুরুষের ক্ষেত্রে কত বছর পর থেকে প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা উচিত?
✅ ১২-১৩ বছর
[খ] ১৪-১৫ বছর
[গ] ১৬-১৭ বছর
[ঘ] ১৭-১৮ বছর

৩৩. বাংলাদেশ প্রজনন স্বাস্থ্য জরিপ অনুযায়ী কত শতাংশ মেয়ের বিয়ে ১৮ বা তার কম বয়সে হয়?
[ক] ৬০
[খ] ৭০
✅ ৮০
[ঘ] ৯০

৩৪. সন্তান জন্মদানের সময় বাংলাদেশে প্রতি লাখে কত জন মায়ের মৃত্যু হয়?
[ক] ১২০ জন
[খ] ২২০ জন
✅ ৩২০ জন
[ঘ] ৪২০ জন

৩৫. বাংলাদেশে যেসব নারী সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। তাদের বেশিরভাগের বয়স
কত?
[ক] ১-১২ বছর
✅ ১২-১৯ বছর
[গ] ১৯-২৫ বছর
[ঘ] ২০-৩০ বছর

৩৬.ইউএনএফপি-এর ২০০৫ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশ কত শতাংশ নারী প্রজননতন্ত্রের
বিভিন্ন সমস্যায় ভোগে?
[ক] ৩০
[খ] ৪০
✅ ৫০
[ঘ] ৬০

৩৭. প্রজনন স্বাস্থ্যসেবা কাদের জন্য প্রয়োজন হয়?
[ক] তরুণ-তরুণীদের
[খ] কিশোর-কিশোরীদের
[গ] শিশুদের
✅ সব বয়সিদের

৩৮. মানুষের প্রজনন স্বাস্থ্যজনিত অস্বাভাবিকতা ও রোগ কয় ধরনের হয়?
[ক] দুই
✅ তিন
[গ] চার
[ঘ] পাঁচ

৩৯. কোনটি যৌনবাহিত রোগ?
[ক] হাম
[খ] কলেরা
✅ গনেরিয়া
[ঘ] ক্যান্সার

৪০. মেয়েদের জন্য কত বছরের পূর্বে গর্ভধারণ ঝুঁকিপূর্ণ?
✅ ২০ বছর
[খ] ২৪ বছর
[গ] ২৮ বছর
[ঘ] ৩০ বছর

৪১. কত বছরের পর গর্ভধারণ ঝুঁকিপূর্ণ?
[ক] ২০ বছর
[খ] ২৫ বছর
[গ] ৩০ বছর
✅ ৩৫ বছর

৪২. জরায়ুর মুখে ক্যান্সার প্রতিরোধে কোনটি করা উচিত?
[ক] স্বাস্থ্য পরীক্ষা করা
✅ টিকা দেওয়া
[গ] রক্ত পরীক্ষা করা
[ঘ] ইঞ্জেকশন দেওয়া

৪৩. পারুলের ২০ বছর বয়সে বিয়ে হয়। পরের বছরই সে গর্ভধারণ করে। পারুল কোন সমস্যার
সম্মুখীন হতে পারে?
✅ গর্ভপাত
[খ] যৌন রোগে আক্রান্ত
[গ] ক্যান্সারে আক্রান্ত
[ঘ] কৌষ্ঠকাঠিন্য

৪৪. প্রজনন স্বাস্থ্য সুরক্ষার জন্য মেয়েদের কত বছরের পূর্বে গর্ভধারণ করা উচিত নয়?
[ক] ১৭ বছর
[খ] ১৮ বছর
[গ] ১৯ বছর
✅ ৩৫ বছর

৪৫. শিশুর জন্মপূর্ব যত্ন বলতে কী বোঝায়?
[ক] গর্ভস্থ সন্তানের যত্ন
[খ] জন্ম পরবর্তী শিশুর যত্ন
✅ গর্ভবতী মায়ের যত্ন
[ঘ] শিশু গর্ভে আসার মায়ের যত্ন

৪৬. জন্মের পর থেকে কত দিন বয়স পর্যন্ত শিশুকে নবজাতক বলা হয়?
[ক] ১০ দিন
[খ] ১২ দিন
✅ ১৪ দিন
[ঘ] ১৬ দিন

৪৭. নারীরা সাধারণত কত বছর বয়স পর্যন্ত গর্ভধারণ ও প্রজননে সক্ষম?
[ক] ১৫-৩০ বছর
[খ] ২০-৪০ বছর
[গ] ২০-৪৫ বছর
✅ ১৫-৫৫ বছর

৪৮. মেনোপজের সময় কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে?
[ক] পারিবারিক
[খ] অর্থনৈতিক
✅ শারীরিক
[ঘ] সামাজিক

৪৯. কোন সময় ছেলেমেয়েরা প্রজননক্ষম হয়ে ওঠে?
[ক] যৌবনে
[খ] বিয়ের পর
[গ] শৈশবে
✅ বয়ঃসন্ধিকালে

৫০. প্রজনন স্বাস্থ্য সুরক্ষার জন্য কখন থেকে ছেলেমেয়েদের এ সম্পর্কিত বিধিবিধান মেনে
চলতে হয়?
[ক] শৈশব
[খ] জন্মের পর
✅ বয়ঃসন্ধিকাল
[ঘ] যৌবনকাল

৫১. উপযুক্ত বয়সে গর্ভধারণের ফলে কোনটি ঘটে?
[ক] মায়ের সৌন্দর্য বৃদ্ধি পায়
✅ সুস্থ শিশুর জন্ম হয়
[গ] অধিক ওজনের শিশুর জন্ম হয়
[ঘ] কম ওজনের শিশুর জন্ম হয়

৫২. সুস্থ শিশু জন্ম দেওয়ার জন্য গর্ভবতী মায়ের করণীয় কোনটি?
[ক] বাইরে ঘুরতে যাওয়া
[খ] কাজকর্ম থেকে বিরত থাকা
✅ সুষম খাদ্য গ্রহণ
[ঘ] সারাদিন বিশ্রাম নেওয়া

৫৩. আমাদের দেশের অধিকাংশ মা ও শিশু অপুষ্টিতে ভোগে কেন?
[ক] পুষ্টিকর খাদ্যের অভাবে
[খ] বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে
✅ পুষ্টি সম্পর্কে সচেতনতার অভাবে
[ঘ] চিকিৎসা সেবার অপ্রতুলতার কারণে

৫৪. মেনোপজ কী?
[ক] প্রজনন অক্ষমতা
[খ] গর্ভধারণজনিত সমস্যা
✅ স্থায়িভাবে মাসিক বন্ধ হয়ে যাওয়া
[ঘ] মাসিকজনিত সমস্যা

৫৫. এইডস এবং এইচআইভি শব্দটি কোন ভাষার শব্দ?
✅ ইংরেজি
[খ] ফারসি
[গ] উর্দু
[ঘ] জার্মানি

৫৬. কোনটি ঘাতক ব্যাধি?
✅ এইডস
[খ] কলেরা
[গ] জন্ডিস
[ঘ] ডায়াবেটিস

৫৭. HIV ভাইরাস মানুষের শরীরের প্রবেশ করলে কোন ক্ষমতা হ্রাস পায়?
[ক] কাজ করার
[খ] চিন্তাচেতনার
✅ রোগ প্রতিরোধের
[ঘ] চলাফেরার

৫৮. কোন দেশের চিকিৎসাবিজ্ঞানী প্রথম এইডস রোগের ভাইরাস আবিষ্কার করেন?
[ক] জার্মানি
[খ] অস্ট্রেলিয়া
[গ] আফ্রিকা
✅ যুক্তরাষ্ট্র

৫৯. কোন রোগের ওষুধ এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি?
[ক] ম্যালেরিয়া
✅ এইডস
[গ] কলেরা
[ঘ] ডায়রিয়া

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. বর্তমান বিশ্বের বহুল আলোচিত বিষয় কোনটি?
[ক] ডায়রিয়া
✅ এইডস
[গ] জন্ডিস
[ঘ] যক্ষ্মা

৬১. কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম এইডস রোগ শনাক্তকরা হয়?
[ক] ১৯৮০ সালে
✅ ১৯৮১ সালে
[গ] ১৯৮২ সালে
[ঘ] ১৯৮৩ সালে

৬২. আফ্রিকায় কোন দশকে এইডসের বিস্তার ঘটে?
[ক] ষাট
✅ সত্তর
[গ] আশি
[ঘ] নববই

৬৩. এইচআইভি পরীক্ষা করার জন্য প্রতিটি নাগরিককে বছর কয়বার রক্ত পরীক্ষা করা উচিত?
✅ এক
[খ] দুই
[গ] তিন
[ঘ] চার

৬৪. এইডস প্রতিরোধে ব্লাড ব্যাংকে কাদের রক্ত বিক্রিতে বাধা প্রদান করতে হবে?
[ক] গার্মেন্টসকর্মীদের
✅ বিদেশ থেকে আগত ব্যক্তিদের
[গ] নেশাগ্রস্তদের
[ঘ] রিকশাচালকদের

৬৫. বাংলাদেশ সরকার কত সালে জাতীয় এইডস কমিটি গঠন করে?
[ক] ১৯৮০ সালে
[খ] ১৯৮২ সালে
✅ ১৯৮৫ সালে
[ঘ] ১৯৯০ সালে

৬৬. বিশ্বস্বাস্থ্য সংস্থার সহায়তায় কত সালে এদেশে এইডস প্রতিরোধ কর্মকান্ড শুরু করে?
[ক] ১৯৮০ সালে
[খ] ১৯৮২ সালে
[গ] ১৯৮৪ সালে
✅ ১৯৮৮ সালে

৬৭. কত সালে এইডস এবং যৌনরোগ বিষয়ক জাতীয় নীতি প্রণয়ন ও অনুমোদন করা হয়?
✅ ১৯৯৭ সালে
[খ] ১৯১৮ সালে
[গ] ১৯৯৯ সালে
[ঘ] ২০০০ সালে

৬৮. কত সালে এইচআইভি বিষয়ক জাতীয় কৌশলগত পরিকল্পনা অনুমোদিত ও গৃহীত হয়?
[ক] ২০০৪ সালে
✅ ২০০৫ সালে
[গ] ২০০৮ সালে
[ঘ] ২০১০ সালে

৬৯. নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত বিষয়ক আইন কত সালে পাস হয়?
✅ ২০০২ সালে
[খ] ২০০৪ সালে
[গ] ২০০৮ সালে
[ঘ] ২০০৯ সালে

HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৮

৭০. বর্তমানে দেশে কতটি রক্ত পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে?
[ক] ৯০টি
[খ] ৯২টি
[গ] ৯৫টি
✅ ৯৮টি

৭১. শফিকের শরীরে অবিরাম জ্বর থাকে। দিন দিন তার শরীরের ওজন হ্রাস পাচ্ছে। শফিকের এরূপ
শারীরিক অবস্থা কোন রোগের লক্ষণ?
[ক] কলেরা
[খ] জন্ডিস
✅ এইডস
[ঘ] ডায়াবেটিস

৭২. কোনটি এইডস রোগের উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থার অন্তর্ভুক্ত?
[ক] অপরিশোধিত যন্ত্রপাতি ব্যবহার
[খ] পরীক্ষিত জীবাণুমুক্ত রক্ত গ্রহণ
✅ একই সিরিঞ্জ দ্বারা একাধিক ব্যক্তির মাদক গ্রহণ
[ঘ] এইডস আক্রান্ত ব্যক্তির সাথে স্বাভাবিক মেলামেশা

৭৩. কোনটি এইডসের নিম্ন ঝুঁকির শ্রেণিভুক্ত?
[ক] অনিরাপদ যৌন সম্পর্ক
[খ] এইডস আক্রান্ত ব্যক্তির সাথে মেলামেশা করা
✅ অপরিশোধিত যন্ত্রপাতি ব্যবহার
[ঘ] এইডস আক্রান্ত ব্যক্তির সেবা করা

৭৪. এইডস প্রতিরোধে কোন কাজটি থেকে বিরত থাকতে হবে?
[ক] এইডস আক্রান্ত ব্যক্তির সাথে মেলামেশা
✅ অনিরাপদ যৌন সম্পর্ক
[গ] এইডস আক্রান্ত ব্যক্তির সেবা করা
[ঘ] এইডস আক্রান্ত ব্যক্তির সাথে একই পাত্রে খাওয়া

৭৫. এইডস রোগ থেকে রক্ষার অন্যতম উপায় কোনটি?
[ক] চিকিৎসা ব্যবস্থা গ্রহণ
[খ] আক্রান্ত ব্যক্তিকে এড়িয়ে চলা
[গ] নিয়মিত ওষুধ গ্রহণ
✅ প্রতিরোধ ব্যবস্থা অবলম্বন

৭৬. সজীব মাদকাসক্ত। সন্ধ্যার পর তারা কয়েকজন বন্ধু একই সিরিঞ্জ ব্যবহার করে মাদক গ্রহণ করে। সজীব ও তার বন্ধুরা কোন রোগে আক্রান্ত হতে পারে?
[ক] জন্ডিস
[খ] চর্মরোগ
[গ] ক্যান্সার
✅ এইডস

৭৭. জাতীয় এইডস কমিটি কোন মন্ত্রণালয়ের আওতায় কাজ করে?
✅ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়
[খ] নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
[গ] ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
[ঘ] সমাজকল্যাণ মন্ত্রণালয়

৭৮. জাতীয় এইডস কমিটি কোন কাজটি করে থাকে?
[ক] এইডস রোগীদের আর্থিক সহায়তা প্রদান করে
[খ] এইডস রোগীদের চিকিৎসার ব্যবস্থা করে
[গ] এইডস রোগীদের পুনর্বাসনের ব্যবস্থা করে
✅ এইডস প্রতিরোধ সম্পর্কে পরামর্শ দেয়

৭৯. নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত বিষয়ক আইন কত সালে পাস হয়?
[ক] ২০০৩
[খ] ২০০৫
[গ] ২০০৬
✅ ২০০২

৮০. রুমিদের বিশ্ববিদ্যালয়ে এইডস বিষয়ক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা
হয়। এ কার্যক্রমের ফলে কোনটি ঘটবে?
[ক] এইডস রোগীদের আর্থিকভাবে সহায়তা করা যাবে
[খ] এইডস নির্মূল করা যাবে
✅ এইডস বিষয়ে সচেতনতা বাড়বে
[ঘ] এইডসের চিকিৎসাপ্রাপ্তি সহজ হবে

৮১. এইডস আক্রান্তদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন হয়?
[ক] আক্রমণাত্মক
[খ] সহানুভূতিশীল
[গ] ইতিবাচক
✅ নেতিবাচক

৮২. কোনো ব্যক্তির সাথে নিষ্ঠুর আচরণ করা যাবে না; এটি সর্বজনীন মানবাধিকারের কত নং আর্টিকেল?
[ক] ৮
[খ] ৭
[গ] ৬
✅ ৫

৮৩. কী কারণে কিশোর-কিশোরীরা ঝুঁকিপূর্ণ কাজ করে?
[ক] নিজেকে অন্যের চোখে বড় দেখাতে
✅ কৌতূহল ও আবেগের বশবর্তী হয়ে
[গ] বন্ধুদের প্ররোচনায়
[ঘ] অর্থ উপার্জনের জন্য

৮৪. কিশোর-কিশোরীরা আবেগ প্রশমনের জন্য কোনটি করবে?
✅ সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন
[খ] সন্তানদের কড়া শাসনে রাখা
[গ] সন্তানদের অবাধ স্বাধীনতা প্রদান
[ঘ] সন্তানদের ইচ্ছার মূল্য না দেওয়া

৮৫. ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যানের ক্ষেত্রে কী করতে হবে?
[ক] নিশ্চুপ থাকতে হবে
[খ] এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে
✅ না বলার দক্ষতা অর্জন করতে হবে
[ঘ] বড়দের সহায়তা গ্রহণ করতে হবে

৮৬. কোনো ধর্ম বা সমাজে অনুমোদন করে না, কোন কাজটি?
✅ মাদকাসক্ত হওয়া
[খ] কম পরিশ্রম করা
[গ] নিরক্ষর থাকা
[ঘ] খেলাধুলা করা

৮৭. আত্মসচেতনতা সৃষ্টি এবং গণসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
কোনটি?
[ক] প্রশিক্ষণ
✅ র¨vলি
[গ] আলোচনা অনুষ্ঠান
[ঘ] পাঠ্যক্রম

৮৮. এইডস আক্রান্তদের প্রতি আমাদের কেমন ব্যবহার করতে হবে?
✅ স্বাভাবিক ব্যবহার করতে হবে
[খ] তাদেরকে এড়িয়ে চলতে হবে
[গ] উৎসব অনুষ্ঠানে তাদেরকে এড়িয়ে চলতে হবে
[ঘ] তাদের সাথে কঠোর আচরণ করতে হবে

৮৯. এইডসে আক্রান্ত হয়েছে রানার বন্ধু। তার প্রতি রানার অন্য বন্ধুদের আচরণ কেমন হবে?
[ক] তার কথা এলাকার সবাইকে জানাতে হবে
✅ তার চলাফেরার সকল বাধা দূর করতে হবে
[গ] তার সাথে মেলামেশা বন্ধ করতে হবে
[ঘ] তার সেবাযত্ন থেকে বিরত থাকতে হবে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. কর্মস্থলে একজন এইডস রোগীর প্রতি আচরণ কীরূপ হবে?
[ক] কর্মস্থল থেকে তাকে বরখাস্ত করতে হবে
✅ স্বাভাবিক সুযোগ-সুবিধা দিতে হবে
[গ] আর্থিক সহায়তা প্রদান করতে হবে
[ঘ] স্বাভাবিক মেলামেশা থেকে বিরত থাকতে হবে

৯১. সামাজিক যেকোনো কর্মকান্ড- এইডস রোগীদের অংশগ্রহণ কেমন হবে?
[ক] তার সাথে মেলামেশা বন্ধ করতে হবে
[খ] তার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না
✅ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে
[ঘ] অংশগ্রহণ থেকে বিরত রাখতে হবে

৯২. মানসিক স্বাস্থ্যের সুস্থতার যেসব প্রভাব বিদ্যমান থাকে সেগুলো হচ্ছে-
i. শারীরিক
ii. মনস্তাত্ত্বিক
iii. সামাজিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৩. মানসিক স্বাস্থ্য বলতে বোঝায়-
i. আচরণগত স্বাভাবিকতা
ii. আন্তঃকোষীয় ও বহিঃকোষীয় কার্যাবলি স্বাভাবিকতা
iii. অভিযোজন সক্ষমতার সার্বিক রূপ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৪. মানুষ তার চাহিদাগুলো সমাজস্বীকৃত পথে পরিতৃপ্ত করতে না পারলে-
i. প্রক্ষোভের সৃষ্টি হয়
ii. ইতিবাচক আবেগীয় অবস্থায়
iii. মানসিক দ্বনে্ধসঢ়;দ্বর সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৫. মানসিক স্বাস্থ্য হলো-
i. মানসিক অপূর্ণতা
ii. সামাজিক বিকাশ
iii. আবেগীয় বিকাশ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৬. মানসিক স্বাস্থ্যের উপাদানের অন্তর্ভুক্ত হলো-
i. দৈহিক স্বাস্থ্যগত পরিবেশ
ii. রাজনৈতিক পরিবেশ
iii. সামাজিক পরিবেশ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৭. সুষ্ঠু উপযোজন ও মানসিক সুস্থতার সহায়ক হচ্ছে-
i. ব্যক্তির নিজের সম্পর্কে বাস্তব ধারণা পোষণ
ii. রাজনৈতিক কর্মকান্ড সম্পর্কে বাস্তব ধারণা পোষণ
iii. পরিবেশ সম্পর্কে ব্যক্তির সঠিক ধারণা পোষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৮. মানসিক স্বাস্থ্যসম্পন্ন শিশুর থাকবে-
i. আত্মতৃপ্তি
ii. সামাজিক আগ্রহ
iii. মেধা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii

৯৯. শিশুর মানসিক সুস্বাস্থ্যের জন্য বাসগৃহ হতে হবে-
i. আলো-বাতাসপূর্ণ স্থানে
ii. শিল্পনগরীতে
iii. আবাসিক এলাকায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

১০০. গৃহ পরিবেশকে শান্তিপূর্ণ করে তোলে পরিবারের সদস্যদের-
i. কর্মব্যস্ততা
ii. বিশ্বাসযোগ্য সম্পর্ক
iii. ভালোবাসাপূর্ণ সম্পর্ক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment