HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৭

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Home Science 2nd paper mcq question and answer. HSC Home Science 2nd paper mcq questions pdf download. HSC Home Science 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
গার্হস্থ্য বিজ্ঞান
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৭

HSC Home Science 2nd Paper
MCQ
question and answer pdf download

১. কোন বয়সে ছেলেমেয়েরা মা-বাবার ভালোবাসার বন্ধনযুক্ত হতে চায়?
[ক] শিশু বয়সে
[খ] কৈশোর বয়সে
[গ] শৈশব বয়সে
✅ তরুণ বয়সে

২. মানুষের চালিকাশক্তি কোনটি?
✅ ব্যক্তিত্ব
[খ] বয়স
[গ] টাকা
[ঘ] শিক্ষা

৩. কোন বয়সে মানুষের ব্যক্তিত্বের বীজ রোপিত হয়?
[ক] শিশু বয়স
[খ] বৃদ্ধ বয়স
✅ তরুণ বয়স
[ঘ] শৈশব বয়স

৪. কোন পরিবেশের মধ্যে ব্যক্তিত্বের আত্মপ্রকাশ ঘটে?
✅ সামাজিক পরিবেশ
[খ] পারিবারিক পরিবেশ
[গ] রাষ্ট্রীয় পরিবেশ
[ঘ] অর্থনৈতিক পরিবেশ

৫. ব্যক্তিত্বের প্রতি অনুকূপ মনোভাব সৃষ্টি করে-
✅ দৈহিক আকর্ষণ
[খ] অর্থ
[গ] শিক্ষা
[ঘ] বয়স

৬. তরুণ-তরুণীরা কোন ধরনের ব্যক্তিদের পছন্দ করে?
[ক] যারা তাদের ভালোবাসে
[খ] যারা তাদের প্রশংসা করে
[গ] যারা তাদের উপদেশ দেয়
✅ যারা তাদের আচরণ বোঝে

৭. কোনটি তরুণ বয়সের ঐশ্বর্য?
✅ দৈহিক সৌন্দর্য
[খ] আত্মসন্তুষ্টি
[গ] আত্মবিশ্বাস
[ঘ] মানসিক সৌন্দর্য

৮. চুরি করা, মিথ্যা বলা ইত্যাদি আচরণ তরুণদের মধ্যে কোন ধরনের বিপত্তির কারণে হয়ে থাকে?
[ক] পারিবারিক
[খ] নৈতিক
✅ মানসিক
[ঘ] সামাজিক

৯. কোন ধরনের আচরণ সম্পর্কে অনভিজ্ঞ তারুণ্যে সবচেয়ে বেশি প্রকট হয়ে ওঠে?
[ক] নৈতিক আচরণ
[খ] সামাজিক আচরণ
[গ] পারিবারিক আচরণ
✅ যৌন আচরণ

১০. সুন্দর চেহারা ও দৈহিক কাঠামো কিসের জন্ম দেয়?
✅ দাম্ভিকতার
[খ] সরলতার
[গ] পরিপক্কতার
[ঘ] নৈতিকতার

১১. আবেগের সুষ্ঠু বিকাশ হয়-
[ক] প্রতিকূল পরিবেশে
✅ অনুকূল পরিবেশে
[গ] পারিবারিক পরিবেশে
[ঘ] সামাজিক পরিবেশে

১২. কত বছর বয়সের ছেলেমেয়েরা খিটখিটে মেজাজের হয়?
[ক] ১০ বছর
[খ] ১১ বছর
[গ] ১২ বছর
✅ ১৪ বছর

১৩. কী ধরনের পরিবেশ আবেগের সুষ্ঠু বিকাশ হয়?
[ক] পারিবারিক
[খ] সামাজিক
[গ] প্রতিকূল
✅ অনুকূল

১৪. তরুণ বয়সের ছেলেমেয়েরা দিনের অধিকাংশ সময় গৃহের বাইরে কাটায় কেন?
[ক] অর্থ উপার্জনের জন্য
✅ প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের জন্য
[গ] খেলাধুলার জন্য
[ঘ] সামাজিক কর্মকান্ড-র জন্য

১৫. তরুণদের মনোভাব, কথাবার্তা, আগ্রহ ও আচরণের ওপর কার প্রভাব বেশি পরিলক্ষিত হয়?
[ক] ভাইবোনের
✅ সমবয়সিদের
[গ] মা-বাবার
[ঘ] শিক্ষকদের

১৬. তারুণ্যে মেয়েরা কী ধরনের দল গঠন করে থাকে?
[ক] উদ্দেশ্যমূলক দল
✅ ছোট ও দৃঢ় দল
[গ] খেলাধুলার দল
[ঘ] বড় দল

১৭. নেতৃত্বস্থানীয় তরুণ-তরুণীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?
[ক] শিক্ষা
[খ] পারিপাট্য
✅ ব্যক্তিত্ব
[ঘ] সুস্বাস্থ্য

১৮. অভিযোজনের সংকটময় কাল হচ্ছে-
[ক] শিশু বয়স
[খ] শৈশব
[গ] কৈশোর
✅ তারুণ্য

১৯. তরুণ-তরুণীর জীবনে একটি বাস্তব জগৎ হচ্ছে-
✅ সমবয়সি
[খ] পরিবার
[গ] মা-বাবা
[ঘ] দাদা-দাদি

২০. কখন পরিশ্রমসাপেক্ষ খেলাধুলার প্রতি আগ্রহ কমে যায়?
[ক] শৈশবে
[খ] কৈশোরে
[গ] যৌবনে
✅ তারুণ্যের শেষ দিকে

২১. নেতৃস্থানীয় তরুণ-তরুণীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো-
[ক] চেহারা
[খ] পোশাক
✅ ব্যক্তিত্ব
[ঘ] স্বাস্থ্য

২২. নৈতিকতার চালিকাশক্তি হচ্ছে-
✅ বিবেক
[খ] শিক্ষা
[গ] আচরণ
[ঘ] ধর্ম

২৩. শিশুরা নৈতিক শিক্ষা কোথা থেকে লাভ করে?
[ক] সহপাঠী
✅ পরিবার
[গ] সমাজ
[ঘ] রাষ্ট্র

২৪. কোন ধরনের তরুণদের মধ্যে নীতিবোধের কিছুটা অভাব থাকে?
✅ উচ্চবিত্ত তরুণদের মধ্যে
[খ] নিম্নবিত্ত তরুণদের মধ্যে
[গ] মধ্যবিত্ত তরুণদের মধ্যে
[ঘ] নিম্ন মধ্যবিত্ত তরুণদের মধ্যে

২৫. মিচেল (Mitchell) তরুণদের নৈতিক আচরণের কয়টি পরিবর্তন দেখতে পান?
[ক] দুটি
[খ] তিনটি
[গ] চারটি
✅ পাঁচটি

২৬. সমাজের নির্ধারিত সকল রীতিনীতি অনুযায়ী ভালো-মন্দ, বিচার-বুদ্ধি ও লোভ প্রতিহত করাকে কী বলে?
✅ নৈতিকতা
[খ] সামাজিকতা
[গ] সামাজিক আইন
[ঘ] সামাজিক নিয়ম

২৭. তরুণ বয়সে নৈতিক উন্নতির সাথে আর কোন বিষয়টি যুক্ত হয় যা অঙ্গাঙ্গীভাবে জড়িত?
✅ চিন্তাধারার বৃদ্ধি
[খ] অনুসরণ
[গ] আনুগত্য
[ঘ] দৃষ্টিভঙ্গি

২৮. কোন সমাজের তরুণদের মধ্যে ন্যায়-অন্যায় সম্পর্কে ধারণা সুস্পষ্ট?
✅ মধ্যবিত্ত
[খ] সংস্কৃতমনা
[গ] নিম্নবিত্ত
[ঘ] উচ্চবিত্ত

২৯. মানবজীবনের কোন সময়ে ন্যায়পরায়ণতা বোধ প্রাধান্য লাভ করে?
[ক] প্রাপ্ত বয়সে
✅ তারুণ্যে
[গ] অতি শৈশবে
[ঘ] শৈশবে

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. তরুণ বয়সে ছেলেমেয়েদের কার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা আবশ্যক?
[ক] প্রতিবেশী
[খ] শিক্ষক
✅ পরিবারের সদস্য
[ঘ] সমবয়সি

৩১. তরুণ বয়সে ছেলেমেয়েরা বাবা-মাকে সেকেলে বা Back dated মনে করে কেন?
✅ সংস্কৃতিগত পার্থক্যের জন্য
[খ] চিন্তাধারার পার্থক্যের জন্য
[গ] বয়সের ব্যবধানের জন্য
[ঘ] সামাজিক পার্থক্যের জন্য

৩২. কোন ধরনের পরিবারের মধ্যে মা-বাবার সাথে তরুণ ছেলেমেয়েদের সুসম্পর্কের অভাব বেশি দেখা যায়?
[ক] বড় পরিবার
[খ] মধ্যবিত্ত পরিবার
[গ] ছোট আকৃতির পরিবার
✅ মধ্যম আকৃতির পরিবার

৩৩. তরুণ ছেলেমেয়েরা কার শাসন পদ্ধতি পছন্দ করে না?
✅ মা-বাবার
[খ] সহপাঠীর
[গ] শিক্ষকের
[ঘ] বড় ভাইবোনের

৩৪. তরুণ ছেলেমেয়েরা কাদের সাথে থাকতে বেশি পছন্দ করে?
[ক] মা-বাবার
✅ বন্ধুবান্ধবের
[গ] শিক্ষকের
[ঘ] দাদা-দাদির

৩৫. কত বছর বয়সে পেশা নির্বাচন করতে হয়?
✅ ১৮ বছর
[খ] ১৯ বছর
[গ] ২০ বছর
[ঘ] ২২ বছর

৩৬. কখন ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ পেশা সম্পর্কে গভীরভাবে চিন্তা করে?
[ক] যৌবনে
[খ] কৈশোরে
✅ তারুণ্যের শেষভাগে
[ঘ] শৈশবে

৩৭. কত বছর বয়সের ছেলেমেয়েরা জীবিকা সম্পর্কে অলীক কল্পনা করে?
[ক] ৯/১০ বছর
✅ ১১/১২ বছর
[গ] ১৫/১৬ বছর
[ঘ] ১৮/২০ বছর

৩৮. ছেলেমেয়েদের সংকটময় কাল হচ্ছে-
[ক] শৈশব
[খ] প্রাক-শৈশব
[গ] কৈশোর
✅ তারুণ্য

৩৯. সমাজের অনাকাঙি্ক্ষত কাজ বলতে কী বোঝায়?
✅ সমাজবিরোধী কাজ
[খ] নৈতিক কাজ
[গ] অনাকাঙি্ক্ষত কাজ
[ঘ] রাষ্ট্রবিরোধী কাজ

HSC গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৭

৪০. কত বছর বয়স হতে ছেলেমেয়েদের অপরাধপ্রবণতা শুরু হয়?
[ক] ৫/৭ বছর
[খ] ৬/৭ বছর
[গ] ৮/৯ বছর
✅ ১০/১১ বছর

৪১. শিশুর প্রথম ও প্রধান শিক্ষালয় কোনটি?
✅ পরিবার
[খ] সমাজ
[গ] বিদ্যালয়
[ঘ] রাষ্ট্র

৪২. ব্যক্তিত্ব গঠনে কার ভূমিকা অপরিসীম?
ক রাষ্ট্রের
[খ] সমাজের
✅ পরিবারের
[ঘ] বিদ্যালয়ের

৪৩. মানুষের স্বাভাবিক কর্মক্ষমতা লোপ পায়-
✅ মাদকদ্রব্য সেবনের ফলে
[খ] অতিরিক্ত খাদ্য খাওয়ার ফলে
[গ] অর্থনৈতিক মন্দার কারণে
[ঘ] পারিবারিক অশান্তির কারণে

৪৪. তারুণ্যে প্রধান সামাজিক ও নৈতিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম-
✅ মাদকাসক্তি
[খ] অশিক্ষা
[গ] দারিদ্র্য
[ঘ] অবহেলা

৪৫. জীবনধারণের জন্য যে জীবিকার প্রয়োজন তাকে কী বলে?
[ক] নিরাপত্তা
[খ] সম্মান
✅ বৃত্তি
[ঘ] প্রতিষ্ঠা

৪৬. কখন থেকে একজন ব্যক্তি জীবিকা নির্বাচনের তাগিদ অনুভব করে?
[ক] কৈশোর
[খ] তারুণ্য
✅ শৈশব
[ঘ] বয়ঃপ্রাপ্তি

৪৭. কোন সময়ে ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ পেশা সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে পারে?
[ক] কৈশোরে
[খ] মধ্য শৈশবে
✅ তারুণ্যের শেষভাগে
[ঘ] প্রাক শৈশবে

৪৮. জীবনে প্রতিষ্ঠা আনার মাধ্যম কোনটি?
[ক] পড়াশোনা
✅ পেশা
[গ] বিনোদন
[ঘ] সামাজিকতা

৪৯. মানবজীবনের কোন সময়কালে নানা ধরনের বিপর্যয় দেখা দেয়?
ক শৈশবে
[খ] বার্ধক্যে
✅ তারুণ্যে
[ঘ] নবজাতকালে

৫০. কোনটি প্রতিকূল পারিবারিক পরিবেশের ফল?
[ক] যানবাহনে বিনা টিকেটে ভ্রমণ
✅ মা-বাবার দাম্পত্য কলহ
[গ] জোরপূর্বক চাঁদা আদায়
[ঘ] শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি

৫১. কোন ধরনের বিপর্যয়ে ছেলেমেয়েরা নিজেদের কোনো মূল্যই উপলব্ধি করতে পারে না?
✅ আত্মদ্বন্দ্ব
[খ] অপরাধপ্রবণতা
[গ] সামাজিক দাসত্ব
[ঘ] সামাজিক অন্তরণ

৫২. নিচের কোনটি সামাজিক, মানসিক এবং নৈতিক বিকাশের পরাজয়?
✅ অপরাধপ্রবণতা
[খ] সামাজিক অন্তরণ
[গ] আত্মদ্বন্দ্ব
[ঘ] সামাজিক দাসত্ব

৫৩. হতাশা ও আগ্রাসনের বশবর্তী হয়ে ছেলেমেয়েরা অন্যায় করার মাধ্যমে কী প্রকাশ করে?
[ক] বিদ্রোহী মনোভাব
[খ] মানসিক তৃপ্তি
✅ অতৃপ্ত অহংকারবোধ
[ঘ] মানসিক শান্তি

৫৪. তরুণদের কার সাথে সন্ধ্যার পর কোথাও যাওয়া ঠিক নয়?
[ক] আত্মীয়-স্বজন
[খ] বন্ধু
✅ অপরিচিত
[ঘ] প্রতিবেশী

৫৫. সন্তানদের কখন থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা উচিত?
[ক] তারুণ্য
[খ] কৈশোরকাল
✅ শৈশবকাল
[ঘ] বয়ঃসন্ধিকাল

৫৬. তারুণ্যের বিপর্যয় রোধে কার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ?
✅ পরিবারের
[খ] রাষ্ট্রের
[গ] দাদা-দাদির
[ঘ] বন্ধুবান্ধবদের

৫৭. ছেলেমেয়েদের মানসিক পরিবর্তন দ্রুত হয় কোন সময়?
[ক] শিশু বয়সে
[খ] মধ্য শৈশবে
✅ তরুণ বয়সে
[ঘ] যৌবনে

৫৮. মানসিক চাপ থেকে রক্ষা পাওয়ার উপায় কী?
[ক] পড়াশুনা করা
✅ মনোবল বজায় রাখা
[গ] পরিপাটি পোশাক পরা
[ঘ] স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া

৫৯. কোন বয়সকে ঝড়ঝঞ্ঝার বয়স বলা হয়?
✅ তারুণ্য
[খ] বার্ধক্য
[গ] শৈশব
[ঘ] কৈশোর

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. বয়ঃসন্ধিকালের সময়সীমা কত বছর?
[ক] ১১-১৩
[খ] ৯-১২
✅ ১৩-১৫
[ঘ] ১২-১৫

৬১. কাদেরকে যৌবনের দূত বলে অভিহিত করা হয়?
[ক] ছেলেদের
[খ] মেয়েদের
✅ তরুণদের
[ঘ] জ্ঞানী ব্যক্তিদের

৬২. তরুণরা প্রত্যাশা পূরণে নানারূপ সমস্যার সম্মুখীন হয় কেন?
[ক] অবাস্তব চিন্তার কারণে
✅ অনভিজ্ঞতার কারণে
[গ] আবেগের কারণে
[ঘ] মূল্যবোধের কারণে

৬৩. প্রাপ্ত বয়সের সূচনাপর্ব কোনটি?
[ক] বার্ধক্য
✅ তারুণ্য
[গ] প্রাক কৈশোর
[ঘ] শৈশব

৬৪. মানুষের ব্যক্তিত্বের বীজ রোপিত হয় কখন?
[ক] শৈশবে
[খ] কৈশোরে
✅ তারুণ্যে
[ঘ] নবজাতককালে

৬৫. Adolescence শব্দটির বাংলা প্রতিশব্দ কী?
✅ তারুণ্য
[খ] ব্যক্তিত্ব
[গ] তরুণ
[ঘ] কৈশোর

৬৬. কোন বয়সে মানুষ আত্মপরিচিতি অর্জন করে?
✅ তারুণ্যে
[খ] কৈশোরে
[গ] বার্ধক্যে
[ঘ] শৈশবে

৬৭. তরুণ বয়সে সাধারণত কতটি পরিবর্তন লক্ষ করা যায়?
[ক] ৪টি
✅ ৫টি
[গ] ৬টি
[ঘ] ৩টি

৬৮. সালেহা কলেজে দ্বিতীয় বর্ষে পড়ে। তার প্রধান বৈশিষ্ট্য কোনটি?
[ক] আত্মপরিচিতি অর্জন
[খ] মূল্যবোধের পরিবর্তন
[গ] নিজ সম্পর্কে নিশ্চিত ধারণা
✅ অত্যধিক আবেগপ্রবণতা

৬৯. মাদকদ্রব্য সেবনের ফলে কোনটি লোপ পায়?
[ক] চিন্তাশক্তি
[খ] চারিত্রিক দৃঢ়তা
✅ স্বাভাবিক কর্মক্ষমতা
[ঘ] আত্মসচেতনতা

৭০. যেসব দ্রব্য সেবন মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এবং দৈহিক কর্মকান্ড-র ওপর দীর্ঘস্থায়ী, প্রকট ও বিরূপ প্রভাব ফেলে সে দ্রব্যগুলোকে কী বলে?
[ক] শক্তি বর্ধক
[খ] পুষ্টিকারক
✅ মাদকদ্রব্য
[ঘ] সৌন্দর্যবর্ধক

৭১. শারীরিক বা মানসিকভাবে মাদকদ্রব্যের ওপর নির্ভরশীল ব্যক্তিকে কী বলা হয়?
[ক] অক্ষম
✅ মাদকাসক্ত
[গ] ভারসাম্যহীন
[ঘ] অসুস্থ

৭২. মাদক মানুষের জীবনকে কী করে?
[ক] রুচিসম্মত করে
✅ ধ্বংস করে
[গ] শৃঙ্খলিত করে
[ঘ] সুন্দর করে

৭৩. কোনো বন্ধু বা ব্যক্তি মাদক গ্রহণের প্রস্তাব দিলে কী করতে হবে?
[ক] তাকে এড়িয়ে যেতে হবে
[খ] পরিস্থিতির কারণে গ্রহণ করতে হবে
✅ জোর দিয়ে না বলতে হবে
[ঘ] স্বাভাবিকভাবে মিশতে হবে

৭৪. তরুণদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে নিজেদের কী করা উচিত?
[ক] আত্মসচেতন হওয়া
[খ] নেতৃত্ব দিতে শেখা
[গ] সঠিক জ্ঞান লাভ
✅ সুপ্রতিষ্ঠিত

৭৫. অভিভাবকরা কিসের ভিত্তিতে তরুণদের শাসন করেন?
[ক] সামাজিকতা
✅ অভিজ্ঞতা
[গ] শিক্ষা
[ঘ] মানসিকতা

৭৬. কোন ধরনের বাবা-মার সাথে সন্তানদের বিরোধ বেশি হয়?
[ক] বন্ধুত্বপূর্ণ
[খ] ধার্মিক
✅ রক্ষণশীল
[ঘ] স্নেহপূর্ণ

৭৭. কোন ধরনের বাবা-মায়েরা তরুণদের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারেন?
[ক] রক্ষণশীল
[খ] উদাসীন
[গ] ধার্মিক
✅ স্নেহধর্মী

৭৮. কখন চোখে নতুন স্বপ্ন থাকে?
✅ তরুণ বয়সে
[খ] কিশোর বয়সে
[গ] শৈশব বয়সে
[ঘ] যৌবন বয়সে

৭৯. কখন মেয়েদের ডিম্বাশয় ও জরায়ুর বৃদ্ধি ঘটে?
[ক] শিশু বয়সে
[খ] শৈশব বয়সে
✅ তরুণ বয়সে
[ঘ] বৃদ্ধ বয়সে

৮০. তারুণ্যের অন্যতম বৈশিষ্ট্য কোনটি?
[ক] উচ্চতা
✅ আবেগময়তা
[গ] উচ্চাকাঙ্খা
[ঘ] পরিপক্বতা

৮১. তরুণদের উন্নতির শিখরে পৌঁছে দেয়-
i. সাহসিকতা
ii. দুর্বারগতি
iii. নতুনত্বের বাসনা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮২. তরুণের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে-
i. দৈহিক পরিবর্তন
ii. যৌন পরিপক্বতা
iii. হাস্যোজ্জ্বল চেহারা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৩. ব্যক্তিত্ব গঠনে মুখ্য ভূমিকা পালন করে-
i. বংশগতি
ii. পারিবারিক পরিবেশ
iii. সামাজিক পরিবেশ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৪. তরুণদের মধ্যে দাম্ভিকতার জন্ম দেয়-
i. সুন্দর চেহারা
ii. পরিপাটি পোশাক
iii. দৈহিক কাঠামো

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৫. পরিবারের চেয়ে সমবয়সি দলের প্রভাব বেশি পরিলক্ষিত হয়-
i. কথাবার্তায়
ii. আগ্রহে
iii. আচরণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৬. তারুণ্যের নৈতিক আচরণের পরিবর্তন হলো-
i. সমবয়সিদের প্রতি আনুগত্য
ii. একটি বিশেষ আদর্শ অনুসরণ
iii. নৈতিকতা সম্পর্কে নতুন ধারণা লাভ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৭. নৈতিকতার চালিকাশক্তি হচ্ছে বিবেক। এ বিবেক হচ্ছে-
i. সহানুভূতি
ii. স্নেহ-ভালোবাসা
iii. সহমর্মিতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৮. তরুণদের জীবিকা নির্বাচনে প্রভাব বিস্তার করে থাকে-
i. শিক্ষাগত যোগ্যতা
ii. আর্থসামাজিক অবস্থা
iii. পারিবারিক মর্যাদা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৯. বর্তমানে তরুণ সমাজ আক্রান্ত হচ্ছে-
i. মিথ্যাচারে
ii. স্বেচ্ছাচারে
iii. অশিক্ষায়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

hsc economic mcq question answer. hsc economic guide pdf download. HSC গার্হস্থ্য বিজ্ঞান MCQ শর্ট সাজেশন PDF, এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চ মাধ্যমিক গার্হস্থ্য বিজ্ঞান বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. প্রতিকূল পারিবারিক পরিবেশ বলতে বোঝায়-
i. মা-বাবার দাম্পত্য কলহ
ii. নগরায়ণ
ii. সমাজবিরোধী কার্যকলাপ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯১. তরুণ সমাজকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারে-
i. ধর্মের প্রতি অনুপ্রেরণা
ii. খেলাধুলার ব্যবস্থা
iii. সাংস্কৃতিক কর্মকান্ড

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯২. যেসব বিষয়ে অভিযোজনের প্রয়োজন সে বিষয়গুলোর মধ্যে রয়েছে-
i. সমবয়স্ক দলের গভীর প্রভাব
ii. সামাজিক আচরণের পরিবর্তন
iii. নতুন সামাজিক দল গঠন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৩. যেকোনো পেশায় সাফল্য লাভের জন্য বুদ্ধি ছাড়াও প্রয়োজন-
i. অধ্যবসায়
ii. সহিষ্ণুতা
iii. নিয়মানুবর্তিতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৪. তারুণ্যের বিপর্যয়ের ধরন হচ্ছে-
i. সামাজিক দাসত্ব
ii. সামাজিক অন্তরণ
iii. চঞ্চলতা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৫. গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকমুক্ত থাকার কৌশল হিসেবে আয়োজন করা যায়-
i. মাদকবিরোধী পোস্টার
ii. সভা-সমাবেশ
iii. সেমিনার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৬. তরুণদের বিপর্যয়ে হাত থেকে রক্ষা করতে পারে-
i. পরিবারের সহযোগিতা
ii. রাষ্ট্রের সহযোগিতা
iii. সমাজের সহযোগিতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৭. ছেলেমেয়েদের ছোটবেলা থেকে শিক্ষা নিতে হবে-
i. খেলনা নির্বাচনে
ii. বই কেনায়
iii. পোশাক নির্বাচনে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৮. ভগ্ন পরিবার বলতে বোঝায়-
i. স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি
ii. দারিদ্র্য
iii. অশিক্ষা

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৯. সাধারণত অত্যধিক আদর পেয়ে উচ্ছৃঙ্খল হয়ে যায়-
i. একমাত্র সন্তান
ii. প্রথম সন্তান
iii. কনিষ্ঠ সন্তান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০০. অপরাধের অন্যতম কারণ হচ্ছে-
i. পরিবারের ভাঙন
ii. অর্থনৈতিক সমস্যা
iii. লেখাপড়া ও খেলাধুলার সুযোগের অভাব

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment