HSC ভূগোল ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৯

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 2nd Paper mcq question and answer. HSC Geography 2nd Paper mcq questions pdf download. HSC vugol 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
ভূগোল
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৯

HSC Geography 2nd Paper
MCQ
question and answer pdf download

১. মানুষের সম্পূর্ণ বধিরতা সৃষ্টির মাত্রা কত ডেসিবল?
[ক] ৬০
[খ] ৮০
[গ] ১০০
✅ ১২০

২. গ্রিনহাউস গ্যাস কোনটি?
[ক] অক্সিজেন
[খ] নাইট্রোজেন
[গ] হিলিয়াম
✅ কার্বন-ডাইঅক্সাইড

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:
হারুন ও তার বন্ধুরা ঈদের পর দিন নৌকা বাইচের আয়োজন করে ফলে সারাদিন নদী ঘাটে লাউড স্পিকারে মিউজিক এবং ঢাকঢোল বাজিয়ে আনন্দ স্ফুর্তি করে।

৩. উদ্দীপকের কর্মকান্ডটি কোন ধরনের দূষণ সৃষ্টি করে?
[ক] বায়ু
[খ] পানি
[গ] মাটি
✅ . শব্দ

৪. উদ্দীপকের কর্মকান্ডের প্রভাবে হতে পারে-
i. মাথা ব্যথা
ii. হৃদরvাগ
iii. স্নায়ুবিক বৈকল্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫. CFC তৈরির জন্য দায়ী-
i. এয়ারকন্ডিশনার
ii. রেফ্রিজারেটর
iii. ওয়াশিং মেশিন

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও:
পুলক সাহেবের বয়স খুব বেশি নয়। তবে তিনি দূষিত পরিবেশে বসবাস করার জন্য দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট ও ফুসফুসের প্রদাহজনিত রোগে ভুগছেন।

৬. উদ্দীপকে ইঙ্গিতপূর্ব দূষণ কোন ধরনের?
[ক] শব্দ
✅ বায়ু
[গ] পানি
[ঘ] মাটি

৭. উদ্দীপকে দূষণের কারণ হচ্ছে-
i. জমিতে রাসায়নিক সার ব্যবহার
ii. জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার
iii. রেফ্রিজারেটরের ব্যাপক ব্যবহার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও:
শফিকুল বাংলাদেশের উপকূলীয় একটি জেলায় ব্যাংকে চাকরি করে। একদিন সে বিকালে বেড়াতে গিয়ে নিচে উনমুক্ত তিন তলাবিশিষ্ট বিল্ডিং দেখতে পায়। যা মানুষ ও প্রাণিকুল একটি বিশেষ দুর্যোগে নিরাপদত্থান হিসেবে ব্যবহার করে।

৮. উদ্দীপকে উল্লিখিত উপকূলীয় এলাকা পৃথিবীর অন্যতম দুর্যোগপূর্ণ অঞ্চল হবার কারণ হচ্ছে-
i. পার্শ্ববর্তী সাগরের ফানেল আকৃতি
ii. ক্রান্তীয় অঞ্চলে অবস্থান
iii. সমুদ্র সমতল হতে স্বল্প উচ্চতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯. উদ্দীপকে উল্লিখিত দুর্যোগ নিচের কোনটি?
[ক] কালবৈশাখী
✅ ঘূর্ণিঝড়
[গ] সুনামি
[ঘ] টর্নেডো

১০. আশ্রয়কেন্দ্র নির্মাণ দুর্যোগ ব্যবস্থাপনাচক্রের কোন ধাপের সাথে সংশিস্নষ্ট?
[ক] প্রস্তুতি
✅ প্রতিরোধ
[গ] সাড়াদান
[ঘ] পুনরুদ্ধার

১১. দুর্যোগ প্রশমনের জন্য কোনটি গুরুত্বপূর্ণ?
i. অবকাঠামোগত উন্নয়ন
ii. দুর্যোগ হ্রাসের কৌশল নির্ধারণ
iii. শস্য বহুমুখীকরণ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও:
অভি জলপথে ঢাকা হতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। সে লক্ষ্য করল, যাত্রাপথের দুই পার্শ্বের কলকারখানার বর্জ্য সেখানকার প্রবাহমান ধারায় এসে মিশছে?

১২. অভির দেখা সমস্যাটি নিচের কোনটি দূষিত করে?
[ক] মাটি
✅ পানি
[গ] বায়ু
[ঘ] শব্দ

১৩. উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি নিচের কোনটি নির্দেশ করে?
i. প্রাকৃতিক দূষণ
ii. মানবসৃষ্ট দূষণ
iii. পরিবেশ দূষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১৪. কোনটি বৃদ্ধির ফলে বায়ুমন্ডলের ওজোন স্তর ধ্বংস করে?
ক SO2
[খ] H2SO4
[গ] HNO2
✅ CO2

১৫. কিয়োটো প্রটোকল অনুসারে বিশ্বের সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশসমূহকে কত সালের পূর্বের কার্বন নিঃসরণ অবস্থায় ফিরে যেতে হবে?
[ক] ১৯৭০
[খ] ১৯৮০
✅ ১৯৯০
[ঘ] ২০০০

১৬. এসিড বৃষ্টির সৃষ্টি হয় কেন?
✅ বায়ুমন্ডলে সালফার ডাই-অক্সাইড বৃদ্ধির কারণে
[খ] বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির কারণে
[গ] বায়ুমন্ডলে CFC গ্যাস বৃদ্ধির কারণে
[ঘ] বায়ুমন্ডলে নাইট্রোজেন গ্যাস বৃদ্ধির কারণে

১৭. সম্প্রতি হিমালয়ে খুব দ্রুত বরফ গলছে এর প্রভাবে বাংলাদেশের কোনটি হতে পারে?
[ক] ঘূর্ণিঝড়
[খ] নিমণচাপ
✅ বন্যা
[ঘ] সাইক্লোন

১৮. প্রকৃতির দিক থেকে ঘূর্ণিঝড় দুর্যোগের কোন অবস্থা?
[ক] মৌসুমি
[খ] স্থায়ী
[গ] স্থির
✅ সাময়িক

১৯. শিল্পকারখানায় ঊঞ্চচস্থাপনের যথার্থ কারণ হলো-
[ক] মৃত্তিকার ক্ষতিসাধন করা
[খ] বর্জ্য সংরক্ষণ করা
✅ বর্জ্য যত্রতত্র নিক্ষেপ না করা
[ঘ] বর্জ্য পুনরুদ্ধার করা

২০. বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিবেশ সম্পর্কিত নীতিমালা প্রণয়ন হয় কত সালে?
✅ ১৯৯২
[খ] ১৯৯০
[গ] ১৯৯৬
[ঘ] ২০০০

২১. প্রতিবেদন তৈরি কত রকম হতে পারে?
[ক] ৬
[খ] ৪
✅ ৩
[ঘ] ৫

২২. ‘‘পরিবেশ সংরক্ষণ নীতিমালা, পরিবেশ উন্নয়ন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ’’ এটি কোন আইনে প্রমাণিত হয়?
[ক] জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা, ১৯৯৫
[খ] বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ নীতিমালা, ১৯৯৭
✅ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫
[ঘ] বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ২০০০

২৩.বায়ুর উপাদান কোনটি?
✅ নাইট্রোজেন
[খ] মারকারি
[গ] সিসা
[ঘ] লোহা

২৪. বাংলাদেশে ঘূর্ণিঝড় আইলা কখন সংঘটিত হয়?
[ক] ২০০৭ সালে
[খ] ২০০৪ সালে
✅ ২০০৯ সালে
[ঘ] ২০১৩ সালে

২৫. গ্রিন হাউস প্রতিক্রিয়া প্রতিরোধের জন্য করণীয় কী?
[ক] জমিতে জৈব সার ব্যবহার
[খ] সৌরশক্তির ব্যবহার
[গ] বেশি করে গাছ লাগানো
✅ উপরের সব কয়টি সঠিক

২৬. কুয়াশা আর তেল কয়লা দহনের ফলে কী সৃষ্টি হয়?
✅ ধোঁয়াশা
[খ] মেঘ
[গ] তুষারপাত
[ঘ] এসিড বৃষ্টি

২৭. ধোঁয়াশা সৃষ্টির ফলে মানুষ কোন রোগে আক্রান্ত হয়?
[ক] কলেরা
[খ] এইডস
✅ হাঁপানি
[ঘ] আমাশয়

২৮. বায়ুদূষণের ফলে কোন রোগটি হওার সম্ভাবনা নেই?
[ক] হাঁপানি
[খ] শ্বাসকষ্ট
[গ] ফুসফুসের ক্যান্সার
✅ চর্মরোগ

২৯. CFC বায়ুমন্ডলের কোন স্তরকে ধ্বংস করছে?
[ক] ট্রপোস্ফিয়ার
[খ] স্ট্রাটোস্ফিয়ার
✅ ওজনোস্ফিয়ার
[ঘ] এক্সোস্ফিয়ার

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. গাছপালা নিধনের ফলে বাতাসে কোন উপাদানটির মাত্রা বেড়ে গিয়ে বাতাস দূষিত করছে?
[ক] CH4
[খ] CO
[গ] O2
✅ CO2

৩১. নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস?
[ক] হাইড্রোজেন সায়ানাইড
[খ] কার্বন মনোক্সাইড
✅ ক্লোরো ফ্লুরো কার্বন
[ঘ] অ্যামোনিয়া

৩২. পানিদূষণের জন্য প্রধানত দায়ী হলো-
[ক] কল-কারখানার নির্গত গ্যাস
[খ] যানবাহনের নির্গত গ্যাস
✅ কৃষি বর্জ্য ও জলযান নির্গত বর্জ্য
[ঘ] তাপবিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়া ও হাই

৩৩. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা কতভাগ বনভূমি থাকা প্রয়োজন?
[ক] ১৫
[খ] ২০
✅ ২৫
[ঘ] ৩০

৩৪. বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন কত সালে পাস হয়?
[ক] ১৯৮৯
✅ ১৯৯৫
[গ] ২০০০
[ঘ] ২০০৫

৩৫. মৃত্তিকা দূষণের ফলাফল কোনটি?
[ক] লবণাক্ততা বৃদ্ধি
✅ উৎপাদন দক্ষতা হ্রাস
[গ] মরুকরণ
[ঘ] উর্বরতা হ্রাস

৩৬. বাংলাদেশের পানিদূষণ রোধে কোন প্রতিষ্ঠান মুখ্য ভূমিকা পালন করে?
[ক] পরিবেশ ও বন মন্ত্রণালয়
[খ] শিল্প মন্ত্রণালয়
[গ] ইউএনডিপি
✅ পরিবেশ অধিদপ্তর

৩৭. পারমাণবিক বিপর্যয়ের উদাহরণ কোনটি?
✅ ভূপাল দুর্ঘটনা
[খ] মিলামাটা দুর্ঘটনা
[গ] চের্নোবিল দুর্ঘটনা
[ঘ] মেক্সিকো দুর্ঘটনা

৩৮. উত্তর গোলাধের্র গড় তাপমাত্রা কত ডিগ্রি বৃদ্ধি পেলে বরফ গলে সাগরের পানি উঁচু হয়ে উপরে উঠবে?।
[ক] ১° সে.
✅ ২° সে.
[গ] ৩° সে.
[ঘ] ৪° সে.

৩৯. কোনটি অদৃশ্য দূষণ?
ক শব্দদূষণ
✅ তেজস্ক্রিয়তার দূষণ
[গ] পানিদূষণ
[ঘ] বায়ুদূষণ

৪০. তেজস্ক্রিয়তার মূল উৎস কোনটি?
✅ সূর্য
[খ] চন্দ্র
[গ] ধূমকেতু
[ঘ] উষ্কা

৪১. দেশে পরিবেশ আদালত গঠনের মূল লক্ষ্য কোনটি?
[ক] পরিবেশ ভালো রাখা
[খ] বিভিন্ন পরিবেশবিষয়ক সম্মেলন করা
[গ] জনগণকে সচেতন করা
✅ পরিবেশ অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করা

৪২. সার্বিকভাবে দুর্যোগ মোকাবিলার পর্যায়গুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ২ ভাগে
✅ ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

৪৩. পুনরুদ্ধার বলতে নিচের কোনটিকে বোঝানো হয়েছে?
[ক] দুর্যোগপূর্বকালীন পর্যায়
[খ] দুর্যোগকালীন পর্যায়
✅ দুর্যোগ পরবর্তী পর্যায়
[ঘ] দুর্যোগ পরবর্তী ছয় মাসের পর্যায়

৪৪. নিচের কোনটি দুর্যোগকালীন পর্যায় কর্মসূচির অন্তর্ভুক্ত?
[ক] কৃষিঋণের চাহিদা নিরূপণ
[খ] শিল্পকারখানা পুনর্নিরমাণ
✅ তলস্নাশি ও উদ্ধার
[ঘ] বাঁধ নির্মাণ

৪৫. নিচের কোনটি সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনার উপাদান?
✅ ত্রাণকার্য
[খ] কৃষিজমি বন্টন
[গ] পশুপালন প্রশিক্ষণ
[ঘ] খাল খনন

৪৬. ঢাকা বিভাগের কোন অঞ্চলে অধিক শিল্প গড়ে উঠেছে?
[ক] টাঙ্গাইল
✅ গাজীপুর
[গ] ময়মনসিংহ
[ঘ] ফরিদপুর

৪৭. টিপাইমুখে বাঁধ নির্মিত হলে বাংলাদেশের কোন অঞ্চলে কৃষিকাজে ব্যাপক ক্ষতি হবে?
[ক] চট্টগ্রাম
✅ সিলেট
[গ] কুমিলস্না
[ঘ] নোয়াখালী

৪৮. অবকাঠামোগত দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থার উদাহরণ কোনটি?
[ক] বেড়িবাধ তৈরি
✅ প্রশিক্ষণ
[গ] আশ্রয়কেন্দ্র নির্মাণ
[ঘ] নদী খনন

৪৯. দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাকে কী বলে?
[ক] প্রশমন
✅ পূর্বপ্রস্তুতি
[গ] সাড়াদান
[ঘ] পুনরুদ্ধার

৫০. নিচের কোনটি ব্যবহার করে পরিবেশবান্ধব উন্নয়ন ত্বরান্বিত করা যায়?
[ক] অনবায়নযোগ্য শক্তি
✅ নবায়নযোগ্য শক্তি
[গ] পারমাণবিক শক্তি
[ঘ] নিউক্লিয়ার শক্তি

৫১. বাস্তুসংস্থান কী?
[ক] প্রকৃতি ও উদ্ভিদের সম্পর্ক
[খ] উদ্ভিদ ও মাটির সম্পর্ক
✅ প্রাণিজগৎ ও উদ্ভিদের জৈবিক মিথস্ক্রিয়া
[ঘ] প্রকৃতি ও অণুজীবের আন্তঃসম্পর্ক

৫২. নিচের কোনটি মানবসৃষ্ট বিপর্যয় নয়?
[ক] বায়ুদূষণ
[খ] পানিদূষণ
[গ] শব্দদূষণ
✅ সুনামি

৫৩. মাটিতে পচে না এমন ক্ষতিকর রাসায়নিক পদার্থ কোনটি?
✅ পলিথিন
[খ] লোহা
[গ] তেজস্ক্রিয় পদার্থ
[ঘ] অ্যালুমিনিয়াম

৫৪. মানুষের স্বাস্থ্যের ওপর পারদ কী ধরনের প্রভাব ফেলে?
✅ স্নায়ুতন্ত্রের ক্ষতি
[খ] রক্তচাপ বৃদ্ধি
[গ] অ্যানিমিয়া
[ঘ] ফুসফুসের নিষ্ক্রিয়তা

৫৫. শব্দের তীব্রতার একক কী?
✅ ডেসিবেল
[খ] হাইড্রোমিটার
[গ] হাইগ্রোমিটার
[ঘ] সিলেবল

৫৬. মৃত্তিকাদূষণ দুষিত হওয়ার মূল কারণ হলো-
i. ভূমিক্ষয়
ii. বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাত
iii. বন উজাড়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৭. প্রাকৃতিক দুর্যোগ নয়-
i. বায়ুদূষণ
ii. সুনামি ও নদীভাঙন
iii. শব্দদূষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৮. গ্রিনহাউস গ্যাস হলো-
i. মিথেন
ii. জলীয়বাষ্প
iii. ওজোন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৯. ক্লোরো ফ্লুরো কার্বন ব্যবহৃত হয়-
i. রেফ্রিজারেটরে
ii. এয়ার কন্ডিশনারে
iii. মোটরগাড়িতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. আর্সেনিকের প্রভাবে-
i. মাথার চুল পড়ে
ii. মুখে দাগ পড়ে
iii. নখ ও মাড়ি ক্ষয়প্রাপ্ত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬১. শিল্পায়নের ফলে সৃষ্টি হয়-
i. বায়ুদূষণ
ii. পানি দূষণ
iii. মাটি দূষণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬২. কাঠামোগত প্রশমনের ক্ষেত্রে কার্যক্রম হলো-
i. বেড়িবাধ তৈরি
ii. আশ্রয়কেন্দ্র নির্মাণ
iii. নদী খনন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৩. দুর্যোগ প্রশমনের ব্যবস্থা হলো-
i. গঠনগত
ii. কাঠামোগত
iii. অকাঠামোগত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৪. উদ্দীপকে উল্লিখিত নগরের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম হলো-
i. পলিথিন ব্যাগ উৎপাদন ও ব্যবহার রোধ
ii. ইটের ভাটায় কাঠ না পোড়ানোনা
iii. সামাজিক বনায়ন গড়ে তোলা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৬৫ ও ৬৬ নং প্রশ্নের উত্তর দাও:
দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আনা-নেওয়ায় জলিল সাহেব চটের ব্যাগ ব্যবহার করেন। এ কাজের জন্য পলিথিন ব্যবহার সুবিধাজনক হলেও এটির ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় তিনি তা ব্যবহার করেন না।

৬৫. উদ্দীপকে আলোচিত পলিথিন ব্যাগ ব্যবহারের ফলে নিচের কোনটি দূষণ হয়?
✅ মাটি
[খ] পানি
[গ] বায়ু
[ঘ] শব্দ

৬৬. বাংলাদেশে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে-
i. সরকারকে
ii. জনগণকে
iii. প্রশাসনকে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৬৭ ও ৬৮নং প্রশ্নের উত্তর দাও:
আবেদ আলীর বাড়ি ফরিদপুর জেলায়। পদ্মার তীরে তার একটি খাবার হোটেল ছিল। কিন্তু গত বছরের বন্যায় এটি বিলীন হয়ে যায়। পড়ে সে পরিবার নিয়ে ঢাকায় চলে আসে এবং একটি কারখানায় চাকরি নেয়।

৬৭. উদ্দীপকে আলোচিত আবেদ আলীর দোকান বিলীন হওয়ার কারণ কী?
[ক] সুনামি
[খ] খরা
[গ] ভূমিকম্প
✅ নদীভাঙন

৬৮. নদীভাঙনের ফলে বিলীন হতে পারে নদীর তীরবর্তী-
i. রাস্তাঘাট
ii. হাটবাজার
iii. শিক্ষাপ্রতিষ্ঠান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৯. পানিদূষণের জন্য প্রধানত দায়ী হলো-
[ক] কলকারখানার নির্গত গ্যাস
[খ] যানবাহনের নির্গত গ্যাস
✅ কৃষি বর্জ্য ও জলযান নির্গত বর্জ্য
[ঘ] তাপবিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়া ও ছাই

৭০. দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো-
i. ক্ষতির পরিমাণ হ্রাস করা
ii. ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা
iii. পুনরুদ্ধার কাজ ভালvাভাবে সম্পন্ন করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৭১ ও ৭২নং প্রশ্নের উত্তর দাও:
সম্প্রতি কলাপাড়া উপজেলায় ঘটে যাওয়া ঘূর্ণিঝড়ে জান ও মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিএনসিসি ক্যাডেটরা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করে ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করে।

৭১. বিএনসিসি ক্যাডেটরা যে কাজ করেছে তাকে কী বলা যায়?
[ক] প্রতিরোধ
[খ] প্রতিকার
✅ সাড়াদান
[ঘ] পুনরুদ্ধার

৭২. উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি হ্রাস করার উপায়-
i. আশ্রয়কেন্দ্র নির্মাণ
ii. দুর্যোগসংক্রান্ত প্রশিক্ষণ দান
iii. গণসচেতনতা বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৭৩. পরিবেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যের যেকোনো নেতিবাচক পরিবর্তনকে কী বলে?
[ক] দুর্যোগ
[খ] বিপর্যয়
✅ দূষণ
[ঘ] দূষক

৭৪. CFC বায়ুমন্ডলের কোন স্তরকে ধ্বংস করছে?
[ক] ট্রপোস্ফিয়ার
[খ] স্ট্রাটোস্ফিয়ার
✅ ওজনোস্ফিয়ার
[ঘ] এক্সোস্ফিয়ার

৭৫. শিল্পকারখানা দ্বারা প্রত্যক্ষভাবে কোন দূষণ সবচেয়ে বেশি হয়?
[ক] শব্দ
[খ] মাটি
✅ পানি
[ঘ] আর্সেনিক

৭৬. দৃষ্টিশক্তি হাস পায় নিচের কোন দূষিত পদার্থের কারণে?
[ক] হাইড্রোজেন সালফাইড
✅ হাইড্রোজেন সায়ানাইড
[গ] অ্যামোনিয়া
[ঘ] বেঞ্জ পাইরিন

৭৭. মাটিতে পচে না এমন ক্ষতিকর রাসায়নিক পদার্থ কোনটি?
[ক] পলিথিন
[খ] লোহা
[গ] তেজস্ক্রিয় পদার্থ
[ঘ] অ্যালুমিনিয়াম

৭৮. কোন মহাদেশের দেশগুলোতে পানি দূষণের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে?
[ক] এশিয়া
[খ] আফ্রিকা
[গ] দক্ষিণ আমেরিকা
✅ ইউরোপ

৭৯. শব্দের তীব্রতা পরিমাপক একক কোনটি?
✅ ডেসিবেল
[খ] হাইড্রোমিটার
[গ] হাইগ্রোমিটার
[ঘ] সিসটোমিটার

৮০.মানুষের স্বাস্থ্যের ওপর পারদ কী ধরনের প্রভাব ফেলে?
✅ স্নায়ুতন্ত্রের ক্ষতি
[খ] রক্তচাপ বৃদ্ধি
[গ] অ্যানিমিয়া
[ঘ] ফুসফুসের নিষ্ক্রিয়তা

৮১. পরিবেশগত প্রভাব নিরূপণের নিমিত্তে কোন গাইডলাইন্স সংস্থার দিকনির্দেশনা লাগবে?
✅ ইআইএ (EIA)
[খ] পিইউসি (PUC)
[গ] বিইএমপি (BEMP)
[ঘ] ইআইবি (EIB)

৮২. মানবসৃষ্ট দুর্যোগ নামে অভিহিত করা যায় নিচের কোনটিকে?
✅ যুদ্ধ
[খ] খরা
[গ] মহামারী
[ঘ] ভূমিকম্প

৮৩. মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও উন্নয়নের ধারাকে মারাত্মকভাবে ব্যাহত করে নিচের কোনটি?
✅ ভূমিধস
[খ] বন্যা
[গ] জলোচ্ছাস
[ঘ] ভূমিক্ষয়

৮৪. অবকাঠামোগত দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থার উদাহরণ কোনটি?
[ক] বেড়িবাঁধ তৈরি
✅ প্রশিক্ষণ
[গ] আশ্রয়কেন্দ্র নির্মাণ
[ঘ] নদী খনন

৮৫. বায়ুদূষণের স্থির উৎস কোনটি?
✅ কলকারখানা
[খ] মোটরগাড়ি
[গ] উড়োজাহাজ
[ঘ] স্টিমার

৮৬. বাংলাদেশের পানিদূষণ রোধে কোন প্রতিষ্ঠান মুখ্য ভূমিকা পালন করে?
[ক] পরিবেশ ও বন মন্ত্রণালয়
[খ] শিল্প মন্ত্রণালয়
[গ] ইউএনডিপি
✅ পরিবেশ অধিদপ্তর

৮৭. ইলেকট্রিক পাওয়ার পস্নান্টে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কী ব্যবহার করা হয়?
[ক] সাইক্লোন
[খ] স্ক্রাবার
[গ] কনভার্টার
✅ ফিল্টার

৮৮. দূষণকে এককভাবে কী বলে?
[ক] দুর্গম
[খ] দুর্যোগ
[গ] বিপর্যয়
✅ দুর্দশা

৮৯. ধূলিকণা, বাম্প, কুয়াশা, অ্যাজবেস্টাস প্রভৃতি কিসের দূষক?
[ক] কারখানা
[খ] কৃষি প্রক্রিয়া
✅ শিল্প প্রক্রিয়াকরণ
[ঘ] রেফ্রিজারেটর শিল্প

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. এসিড বৃষ্টির সৃষ্টি হয় কেন?
✅ বায়ুমন্ডলে সালফার ডাই-অক্সাইড বৃদ্ধির কারণে
[খ] বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির কারণে
[গ] বায়ুমন্ডলে CFC গ্যাস বৃদ্ধির কারণে
[ঘ] বায়ুমন্ডলে নাইট্রোজেন গ্যাস বৃদ্ধির কারণে

৯১. বজ্রপাতের মতো দুর্যোগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কেন?
✅ বায়ুদূষণের জন্য
[খ] পানিদূষণের জন্য
[গ] শব্দদূষণের জন্য
[ঘ] মৃত্তিকাদূষণের জন্য

৯২. জনাব মুকুল সিএনজি অটোরিকশাচালক। তার গাড়ির ইঞ্জিন চার স্ট্রোকচালিত। জনাব মুকুলের কর্মকা- নিচের কোনটিকে সমর্থন করে?
[ক] শব্দ দূষিত হবে না
✅ বায়ু দূষিত হবে না
[গ] মৃত্তিকা দূষিত হবে না
[ঘ] যানবাহন দূষিত হবে না

HSC ভূগোল ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৯

৯৩. সম্প্রতি হিমালয়ে খুব দ্রুত বরফ গলছে। এর প্রভাবে বাংলাদেশের কোনটি হতে পারে?
[ক] ঘূর্ণিঝড়
[খ] নিমণচাপ
✅ বন্যা
[ঘ] সাইক্লোন

৯৪. পানিদূষণের তৃতীয় পর্যায়ভুক্ত প্রক্রিয়াকরণে নিচের কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?
[ক] খুবই সময়সাপেক্ষ
✅ খুবই ব্যয়সাপেক্ষ
[গ] খুবই কষ্টসাপেক্ষ
[ঘ] খুবই ঝুঁকিপূর্ণ

৯৫. প্রকৃতির দিক থেকে ঘূর্ণিঝড় দুর্যোগের কোন অবস্থা?
[ক] মৌসুমি
[খ] স্থায়ী
[গ] স্থির
✅ সাময়িক

নিচের উদ্দীপকটি পড়ে ৯৬ ও ৯৭নং প্রশ্নের উত্তর দাও:

৯৬. উদ্দীপক অনুসারে দুর্যোগ সংঘটিত হয় কোন দুই ধাপের মধ্যবর্তী পর্যায়ে?
[ক] প্রতিরোধ ও প্রশমন
✅ পূর্বপ্রস্তুতি ও সাড়াদান
[গ] সাড়াদান ও পুনরুদ্ধার
[ঘ] উন্নয়ন ও প্রতিরোধ

৯৭. দুর্যোগ ব্যবস্থাপনার পূর্বপ্রস্তুতি অংশের অন্তর্ভুক্ত
i. ড্রিল বা ভূমিকা অভিনয় এবং রাস্তাঘাট
ii. পাকা ও মজবুত ঘর-বাড়ি তৈরি
iii. দুর্যোগ সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
✅ i ও iii
[ঘ] i, ii ও iii

৯৮. বজ্রপাতের মতো দুর্যোগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কেন?
✅ বায়ু দূষণের জন্য
[খ] পানি দূষণের জন্য
[গ] শব্দ দূষণের জন্য
[ঘ] মাটি দূষণের জন্য

নিচের উদ্দীপকটি পড়ে ৯৯ ও ১০০নং প্রশ্নের উত্তর দাও:

৯৯. চিত্রে 'A' চিহ্নিত অংশটি কী নির্দেশ করে?
[ক] দূষণ
✅ দুর্যোগ
[গ] ক্ষয়
[ঘ] সড়ক

১০০.'B' চিহ্নিত অংশ যে ধরনের কাজ করে-
i. প্রতিরোধ
ii. প্রশমন
iii. পূর্বপ্রস্তুতি

নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment