HSC ভূগোল ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 2nd Paper mcq question and answer. HSC Geography 2nd Paper mcq questions pdf download. HSC vugol 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
ভূগোল
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৫

HSC Geography 2nd Paper
MCQ
question and answer pdf download

১. কঠিন শিলা ব্যবহৃত হয়-
i. রাস্তাঘাট নির্মাণে
ii. সিমেন্ট প্রস্তুতে
iii. রেলপথ নির্মাণে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

২. বর্তমানে আকরিক লৌহ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি?
✅ অস্ট্রেলিয়া
[খ] ভারত
[গ] ব্রাজিল
[ঘ] চীন

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:

৩. উদ্দীপকের 'A' অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি?
[ক] প্রাকৃতিক গ্যাস
✅ কয়লা
[গ] কাচ বালি
[ঘ] খনিজ তেল

৪. উদ্দীপকের 'A' ও 'B' অঞ্চলে প্রাপ্ত প্রধান খনিজের মধ্যে বৈসাদৃশ্য-
i. যানবাহনের জ্বালানি
ii. সার শিল্পে ব্যবহার
iii. বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫. বাংলাদেশের কোন জেলায় চীনামাটির সন্ধান পাওয়া গেছে?
✅ নওগাঁ
[খ] রংপুর
[গ] পাবনা
[ঘ] নীলফামারী

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশে একটি খনিজ প্রচুর পরিমাণে পাওয়া যায় যা সার কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।

৬. উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটি বাংলাদেশের কোথায় সর্বপ্রথম আবিষ্কৃত হয়?
✅ হরিপুর
[খ] রশিদপুর
[গ] তিতাস
[ঘ] বাখরাবাদ

৭. উদ্দীপকের খনিজটি আর কোন কোন কাজে ব্যবহৃত হয়?
i. রান্নার কাজে
ii. পরিবহনের জ্বালানি হিসেবে
iii. পারমাণবিক চুল্লিতে তাপ প্রশমক হিসেবে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮. সিমেন্ট প্রস্তুতে ব্যবহৃত হয়-
[ক] কাচ বালি
[খ] খনিজ বালি
[গ] চীনামাটি
✅ চুনাপাথর

৯. লৌহ ও ইস্পাত উৎপাদনে এশিয়ার শীর্ষদেশ কোনটি?
[ক] ভারত
[খ] জাপান
✅ চীন
[ঘ] দঃ কোরিয়া

১০. নিচের কোন খনিজ উৎপাদনে ভারত বিশ্বে প্রথম?
✅ অভ্র
[খ] বক্সাইট
[গ] ম্যাঙ্গানিজ
[ঘ] ফেলসফার

১১. গ্রাফাইট উৎপাদনকারী দেশ কোনটি?
✅ ভারতয়
[খ] নেপাল
[গ] মালদ্বীপ
[ঘ] ভুটান

১২. মধ্যপ্রাচ্যের সর্বাধিক তেল উৎপাদনকারী দেশ কোনটি?
[ক] ইরান
[খ] ইরাক
✅ সৌদি আরব
[ঘ] কুয়েত

নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও:
ছাতক সিমেন্ট কারখানায় একটি খনিজ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় যা আমাদের দেশে পাওয়া গেলেও অপর্যাপ্ততার কারণে বিদেশ থেকে আমদানি করতে হয়।

১৩. খনিজটি আমদানি করা হয় কোন দেশ থেকে?
✅ ভারত
[খ] অষ্ট্রেলিয়া
[গ] চীন
[ঘ] মালয়েশিয়া

১৪. খনিজটি বাংলাদেশে পাওয়া যায়-
i. টেকেরহাট
ii. জয়পুরহাট
iii. বিজয়পুর

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii য়
[ঘ] i, ii ও iii

১৫. বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোনটি?
✅ তিতাস
[খ] রশিদপুর
[গ] হবিগঞ্জ
[ঘ] কৈলাসটিলা

১৬. যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে কোন শিল্প বেশি গড়ে উঠেছে?
[ক] কার্পাস বয়ন
✅ লৌহ ও ইস্পাত
[গ] তৈরি পোশাক
[ঘ] ঔষধ প্রস্তুতি

১৭. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোন জেলায়?
[ক] নাটোর
[খ] যশোর
[গ] খুলনা
✅ পাবনা

১৮. OPEC প্রতিষ্ঠার উদ্যোক্তা রাষ্ট্র কোনটি?
✅ ইরাক
[খ] ইরান
[গ] ইন্দোনেশিয়া
[ঘ] ভেনিজুয়েলা

১৯. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?
[ক] কয়লা
✅ প্রাকৃতিক গ্যাস
[গ] খনিজ তৈল
[ঘ] চুনাপাথর

২০. বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলে যে খনিজ সম্পদ পাওয়া যায় তার প্রধান উপাদান কোনটি?
[ক] ক্লোরিন
[খ] ফ্লোরিন
✅ মিথেন
[ঘ] ব্রোমিন

২১. ২০১২ সালের তথ্যানুযায়ী বিশ্বের শীর্ষ লৌহ আকরিক উৎপাদনকারী দেশ কোনটি?
[ক] ভারত
[খ] সুইডেন
✅ চীন
[ঘ] দক্ষিণ আফ্রিকা

২২. OPEC কত সালে প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৯৫০
[খ] ১৯৫৫
✅ ১৯৬০
[ঘ] ১৯৬৫

২৩. খনিজ সম্পদকে মূলত কয়ভাগে ভাগ করা হয়েছে?
✅ ২ ভাগে
[খ] ৩ ভাগে
[গ] ৪ ভাগে
[ঘ] ৫ ভাগে

২৪. কোনটি লৌহ সংকর ধাতু?
✅ নিকেল
[খ] তামা
[গ] রূপা
[ঘ] দস্তা

২৫. প্রাথমিক অবস্থায় মানুষ কোন শক্তির ওপর নির্ভর করত?
✅ পেশিশক্তি
[খ] পশুশুক্তি
[গ] বিদ্যুৎশক্তি
[ঘ] আলোকশক্তি

২৬. কানাডায় লৌহ আকরিক উৎপাদনের শতকরা হার কত?
✅ ১.৭৮%
[খ] ১.৬৮%
[গ] ১.৫৮%
[ঘ] ১.৪৮%

২৭. কোন মহাদেশে পৃথিবীর অর্ধেকেরও বেশি লৌহ আকরিক উৎপাদিত হয়?
✅ এশিয়া
[খ] ইউরোপ
[গ] আফ্রিকা
[ঘ] উত্তর আমেরিকা

২৮. কৃষ্ণ সিসা কী?
✅ গ্রাফাইট
[খ] ম্যাঙ্গানিজ
[গ] লোহা
[ঘ] তামা

২৯. বর্তমানে কোন দেশ কৃত্রিমভাবে গ্রাফাইট তৈরি করছে?
[ক] কানাডা
[খ] রাশিয়া
✅ মার্কিন যুক্তরাষ্ট্র
[ঘ] মেক্সিকো

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. নিচের কোনটি খনিজ সম্পদ?
[ক] আলোকশক্তি
[খ] তাপশক্তি
✅ গ্রাফাইট
[ঘ] পানিবিদ্যুৎ

৩১.আকরিক লোহা উত্তোলনে কোন দেশ দুটি শীর্ষস্থানীয়?
[ক] ভারত ও রূশ ফেডারেশন
[খ] দক্ষিণ আফ্রিকা ও আমেরিকা যুক্তরাষ্ট্র
✅ চীন ও অস্ট্রেলিয়া
[ঘ] কানাডা ও সুইডেন

৩২. লেŠহ আকরিকের ভূমিকা অনস্বীকার্য হওয়ার ক্ষেত্রে কোনটি যোক্তিক?
[ক] যাতায়াতের ক্ষেত্রে
[খ] অবকাঠামো তৈরিতে
[গ] রাস্তা তৈরিতে
✅ যাতায়াত ও অবকাঠামো তৈরিতে

৩৩. খনিজ তেল উত্তোলনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
✅ রাশিয়া
[খ] সৌদি আরব
[গ] যুক্তরাষ্ট্র
[ঘ] ভেনিজুয়েলা

৩৪. ‘ডিগবয়’ তেলক্ষেত্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
[ক] মেঘালয়
✅ আসাম
[গ] মধ্যপ্রদেশ
[ঘ] কর্নাটক

৩৫. বর্তমান বিশ্বে সর্বাধিক ব্যবহৃত শক্তিসম্পদ কোনটি?
[ক] কয়লা
✅ খনিজ তেল
[গ] লোহা
[ঘ] স্বর্ণ

৩৬. খনিজ তেলের অপর নাম কী?
[ক] স্বর্ণ
[খ] রৌপ
✅ তরল স্বর্ণ
[ঘ] তরল রৌপ্য

৩৭. প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল অধিক ব্যবহারের ফলে একদিন ফুরিয়ে যাবে। কারণ-
✅ উপরের দুটিই অনবায়নযোগ্য সম্পদ
[খ] উপরের দুটিই নবায়নযোগ্য সম্পদ
[গ] প্রাকৃতিক গ্যাস নবায়নযোগ্য ও খনিজ তেল অনবায়নযোগ্য সম্পদ
[ঘ] জনসংখ্যার অত্যধিক বৃদ্ধির কারণে

৩৮. ইরানে খনিজ তেল আবিষ্কৃত হয় কত সালে?
[ক] ১৮৯৬
[খ] ১৯৭২
[গ] ১৯৩৫
✅ ১৯০৮

৩৯. বিশ্বের প্রধান জ্বালানি শক্তির উৎস হিসেবে তুমি নিচের কোনটিকে যৌক্তিক মনে কর?
[ক] বায়োগ্যাস
✅ ফসিল ফুয়েল
[গ] সৌরশক্তি
[ঘ] কাঠ

৪০. সৌদি আরব বিশ্বে তেল উৎপাদনে কততম স্থানে রয়েছে?
[ক] প্রথম
✅ দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

৪১. সৌদি আরবের কোন অঞ্চলে অধিকাংশ তেলের খনি রয়েছে?
✅ হাসা
[খ] জেদ্দা
[গ] মদিনা
[ঘ] মক্কা

৪২. কোনটি কানাডাভিত্তিক তেল-গ্যাস কোম্পানি?
[ক] বাপেক্স
✅ নাইকো
[গ] পেট্রোবাংলা
[ঘ] ইউনোকল

৪৩. ইউনোকল কোন দেশভিত্তিক তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান?
✅ যুক্তরাষ্ট্র
[খ] কানাডা
[গ] পোল্যান্ড
[ঘ] চীন

৪৪. পৃথিবীর প্রথম ও দ্বিতীয় প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী দেশ দুটি হলো-
[ক] চীন ও আমেরিকা যুক্তরাষ্ট্র
✅ আমেরিকা যুক্তরাষ্ট্র ও রূশ ফেডারেশন
[গ] নরওয়ে ও নেদারল্যান্ডস
[ঘ] দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড

৪৫. খনিজ সম্পদ কমে গেলে কোন প্রভাবটি দেখা যাবে?
[ক] চিকিৎসা সহায়তা কমে যাবে
✅ শিল্প ও বাণিজ্য হ্রাস পাবে
[গ] মানুষের সুখ-স্বাচ্ছন্দ্য ও সমাজের উন্নতি কমে যাবে
[ঘ] রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে

৪৬. বিশ্বের শীর্ষ গ্যাস উৎপাদনকারী দেশ কোনটি?
✅ যুক্তরাষ্ট্র
[খ] ভারত
[গ] রাশিয়া
[ঘ] চীন

৪৭. রাশিয়া কোন গ্যাস বলয়ে অবস্থিত?
✅ ইউরোপ গ্যাস বলয়ে
[খ] এশিয়া গ্যাস বলয়ে
[গ] আফ্রিকা গ্যাস বলয়ে
[ঘ] অস্ট্রেলিয়া গ্যাস বলয়ে

৪৮. কয়লার প্রাথমিক পর্যায় কোনটি?
✅ পিট
[খ] বিটুমিনাস
[গ] লিগনাইট
[ঘ] অ্যানথ্রাসাইট

৪৯. পৃথিবীতে মোট সঞ্চিত কয়লার কত ভাগ এশিয়া মহাদেশে রয়েছে?
[ক] ৪৫ ভাগ
✅ ৪৬ ভাগ
[গ] ৪৮ ভাগ
[ঘ] ৫০ ভাগ

৫০. কয়লা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে কোন দেশ?
✅ চীন
[খ] রাশিয়া
[গ] পোল্যান্ড
[ঘ] কানাড়া

৫১. কত সালে মধ্যপাড়া কঠিন শিলা আবিষ্কৃত হয়?
[ক] ১৯৭০ সালে
[খ] ১৯৭১ সালে
[গ] ১৯৭২ সালে
✅ ১৯৭৩ সালে

৫২. দক্ষিণ এশিয়ায় তামা উৎপাদনে শীর্ষে কোন দেশ?
[ক] বাংলাদেশ
[খ] পাকিস্তান
✅ ভারত
[ঘ] চীন

৫৩. ভারতের সুপ্ত জলশক্তির কত ভাগ দক্ষিণ ভারতের পূর্ব বাহিনীর নদীগুলোতে আছে?
[ক]২২ ভাগ
✅ ২০ ভাগ
[গ] ১৮ ভাগ
[ঘ] ১৬ ভাগ

৫৪. প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়-
i. বিভিন্ন শিল্প-কারখানায়
ii. তাপবিদ্যুৎকেন্দ্রে
iii. গৃহস্থালির জ্বালানি হিসেবে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৫. পরিশোধিত তেল থেকে পাওয়া যায়-
i. পেট্রোল
ii. কেরোসিন
iii. বিটুমিন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৬. সিডেরাইট শ্রেণির লৌহ আকরিক যে বর্ণের হয়-
i. বাদামি
ii. কালো
iii. ধূসর

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৭. শক্তিসম্পদের ক্ষেত্রে তথ্যটি অধিক সমর্থনযোগ্য-
i. এ সম্পদ শক্তি সরবরাহের কাজে ব্যবহৃত হয়
ii. এ সম্পদকে জ্বালানি সম্পদ বলা হয়
iii. এ সম্পদ খনি থেকে আহরণ করা হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৮. রংপুর ও দিনাজপুর জেলায় প্রাপ্ত কঠিন শিলার ব্যবহার লক্ষণীয়-
i. রেললাইন নির্মাণে
ii. রাস্তাঘাট নির্মাণে
iii. নদীর বাঁধ তৈরিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫৯. ফসিল ফুয়েলের ক্ষেত্রে নিচের যেটি যৌক্তিক-
i. খনিজ তেল
ii. কয়লা
iii. প্রাকৃতিক গ্যাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৬০ ও ৬১নং প্রশ্নের উত্তর দাও:
অধাতব খনিজ সম্পদ
খনিজ জ্বালানি রাসায়নিক কাজে ব্যবহৃত খনিজ গৃহনির্মাণে ব্যবহৃত খনিজ

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. নিচের কোনটি খনিজ জ্বালানির অন্তর্ভুক্ত?
✅ কয়লা
[খ] সালফার
[গ] মার্বেল
[ঘ] কাঠ

৬১. বেলে পাথর কোন জাতীয় খনিজের অন্তর্ভুক্ত?
[ক] খনিজ জ্বালানি
[খ] রাসায়নিক কাজে ব্যবহৃত খনিজ
✅ গৃহনির্মাণে ব্যবহৃত খনিজ
[ঘ] অন্যান্য খনিজ

৬২. রাসায়নিক কাজে ব্যবহৃত খনিজসমূহ হলো-
i. পাইরেট
ii. পটাশ
iii. চুনাপাথর

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ৬৩ ও ৬৪নং প্রশ্নের উত্তর দাও:
লৌহ আকরিক হলো বর্তমান যান্ত্রিক সভ্যতার ভিত্তি। কোনো দেশের কৃষি, শিল্প, পরিবহন, ব্যবসায়-বাণিজ্য প্রভৃতি লোহার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই যে দেশ লৌহ আকরিক শিল্পে প্রসিদ্ধ সে দেশ অর্থনৈতিকভাবে উন্নত।

৬৩. লৌহ আকরিক রপ্তানিকারক দেশ কোনটি?
✅ জাপান
[খ] ব্রাজিল
[গ] স্পেন
[ঘ] ভারত

৬৪. লৌহ আকরিক আমদানিকারক দেশ হলো-
i. লুক্সেমবার্গ
ii. আলজেরিয়া
iii. ভারত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

HSC ভূগোল ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৫

৬৫. জৈব খনিজ হলো-
✅ লোহা ও সিসা
[খ] কয়লা ও খনিজ তেল
[গ] তামা ও চিনি
[ঘ] নিকেল ও ম্যাঙ্গানিজ

৬৬. পৃথিবীর প্রধান খনিজ তেল উত্তোলনকারী দেশ কোনটি?
[ক] যুক্তরাষ্ট্র
[খ] সৌদি আরব
✅ রূশ ফেডারেশন
[ঘ] চীন

৬৭. পৃথিবীর প্রথম ও দ্বিতীয় প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী দেশ দুটি হলো-
[ক] চীন ও যুক্তরাষ্ট্র
✅ যুক্তরাষ্ট্র ও রূশ ফেডারেশন
[গ] নরওয়ে ও নেদারল্যান্ডস
[ঘ] দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড

৬৮. পৃথিবীর প্রধান কয়লা উত্তোলনকারী দেশ হলো-
[ক] ভারত ও অস্ট্রেলিয়া
✅ চীন ও ইন্দোনেশিয়া
[গ] দক্ষিণ আফ্রিকা ও রূশ ফেডারেশন
[ঘ] যুক্তরাজ্য ও পোল্যান্ড

৬৯. বাংলাদেশের প্রধান কয়লাক্ষেত্র কোনটি?
[ক] জামালগঞ্জ
[খ] দিঘীপাড়া
✅ বড়পুকুরিয়া
[ঘ] খালাসপীর

৭০. বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র কোনটি?
[ক] বাখরাবাদ
[খ] হরিপুর
✅ তিতাস
[ঘ] ছাতক

৭১. খনিজ সম্পদ কমে গেলে কোন প্রভাবটি দেখা যাবে?
[ক] চিকিৎসা সহায়তা কমে যাবে
✅ শিল্প ও বাণিজ্য হ্রাস পাবে
[গ] মানুষের সুখ-স্বাচ্ছন্দ্য ও সমাজের উন্নতি কমে যাবে
[ঘ] রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে

৭২. বর্তমান বিশ্বে সর্বাধিক ব্যবহৃত শক্তিসম্পদ কোনটি?
[ক] কয়লা
✅ খনিজ তেল
[গ] লোহা
[ঘ] স্বর্ণ

৭৩. খনিজ তেলের অপর নাম কী?
[ক] স্বর্ণ
[খ] রৌপ্য
✅ তরল সোনা
[ঘ] তরল রৌপ্য

৭৪. বিশ্বের খনিজ তেলের বাণিজ্য নিয়ন্ত্রণ করে কোন সংস্থাটি?
[ক] UNO
[খ] UNDP
[গ] OROUP
✅ OPEC

৭৫. বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় কত সালে?
✅ ১৯৫৫
[খ] ১৯৫৮
[গ] ১৯৬১
[ঘ] ১৯৬৮

৭৬. বর্তমানে বাংলাদেশে কতটি গ্যাসক্ষেত্র রয়েছে?
[ক] ১৬
[খ] ২০
✅ ২৭
[ঘ] ৩৫

৭৭.কোনটি লৌহজাতীয় ধাতব খনিজ?
[ক] ম্যাঙ্গানিজ
[খ] টাংস্টেন
✅ লৌহ আকরিক
[ঘ] ক্রোমিয়াম

৭৮. কোনটি লৌহ সংকর ধাতু?
✅ নিকেল
[খ] তামা
[গ] রূপা
[ঘ] দস্তা

৭৯. অ্যালুমিনিয়াম কী?
[ক] লৌহজাতীয় অধাতব খনিজ
[খ] লৌহশংকর ধাতব খনিজ
✅ লৌহজাতীয় ধাতব খনিজ
[ঘ] রাসায়নিক কাজে ব্যবহৃত খনিজ

৮০. কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কী বলে?
✅ শক্তি
[খ] ক্ষমতা
[গ] সম্পদ
[ঘ] গতি

৮১. প্রাচীনকালে মানুষ কীসের মাধ্যমে শক্তি উৎপাদন করত?
✅ কাঠ পুড়িয়ে
[খ] পানির প্রবাহ দিয়ে
[গ] বাতাসের মাধ্যমে
[ঘ] আবর্জনা থেকে

৮২. শক্তিসম্পদের প্রধান উৎস হলো-
i. কয়লা
ii. খনিজ তেল
iii. প্রাকৃতিক গ্যাস

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৮৩.শক্তিসম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো-
i. পানিবিদ্যুৎ শক্তি
ii. তাপবিদ্যুৎ শক্তি
iii. শব্দশক্তি

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৪. বিশ্বে তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
[ক] সৌদি আরব
✅ আমেরিকা
[গ] চীন
[ঘ] রাশিয়া

৮৫. সৌদি আরব বিশ্বে তেল উৎপাদনে কততম স্থানে রয়েছে?
[ক] প্রথম
✅ দ্বিতীয়
[গ] তৃতীয়
[ঘ] চতুর্থ

৮৬. তৃতীয় স্থান অধিকারী তেল উৎপাদনকারী দেশ কোনটি?
[ক] চীন
✅ রাশিয়া
[গ] ইরান
[ঘ] ইরাক

৮৭.বর্ণনার সুবিধার্থে পৃথিবীর তেল উৎপাদনকারী অঞ্চলসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
[ক] ৪ ভাগে
[খ] ৫ ভাগে
✅ ৬ ভাগে
[ঘ] ৭ ভাগে

৮৮. দক্ষিণ-পূর্ব এশিয়া মহাদেশের মধ্যে কোন দেশ সর্বাধিক তেল উৎপাদন করে?
✅ চীন
[খ] জাপান
[গ] ভারত
[ঘ] পাকিস্তান

৮৯. সৌদি আরবের কোন অঞ্চলে অধিকাংশ তেলের খনি রয়েছে?
✅ হাসা
[খ] জেদ্দা
[গ] মদিনা
[ঘ] মক্কা

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. পৃথিবীতে মোট সঞ্চিত তেলের কতভাগ আফ্রিকা মহাদেশে রয়েছে?
[ক] ৫.১ ভাগ
[খ] ৫.২ ভাগ
[গ] ৫.৪ ভাগ
✅ ৫.৫ ভাগ

৯১. আফ্রিকার কোন দেশ তেল উৎপাদনে নবম স্থানে রয়েছে?
✅ নাইজেরিয়া
[খ] লিবিয়া
[ঘ] ঘানা
[গ] মিশর

নিচের উদ্দীপকটি পড়ে ৯২ থেকে ৯৩ নং প্রশ্নের উত্তর দাও:
আনোয়ার সাহেব বাংলাদেশের ঢাকা জেলা থেকে দক্ষিণাঞ্চলে অবস্থিত বান্দরবান জেলায় ভ্রমণ করেছিলেন। তিনি সেখানকার ভূপ্রকৃতি, উদ্ভিদ ও প্রাণী থেকে ঢাকার ভূপ্রকৃতি, উদ্ভিজ্জ ও প্রাণীর মধ্যে বৈচিত্র্যতা খুঁজে পান।

৯২. আনোয়ার সাহেবের ভ্রমণকৃত এলাকা কোন ধরনের ভূপ্রকৃতির আওতাভুক্ত?
✅ টারশিয়ারি যুগের ভূপ্রকৃতি
[খ] পস্নাইস্টোসিন যুগের চত্বরসমূহ
[গ] সাম্প্রতিককালের পস্নাবন সমভূমি
[ঘ] টারশিয়ারি পস্নাইস্টোসিন যুগের চত্বরসমূহ

৯৩. পাহাড়িয়া অঞ্চলের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য হলো-
i. ভূমিগুলো নদীবিধৌত সমভূমি
ii. পার্বত্য সমভূমি
iii. বন্ধুর প্রকৃতির

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৪. বাংলাদেশে গড়ে প্রায় কত টন চুনাপাথর উত্তোলন করা হয়?
[ক] ৩৪ হাজার মে. টন
✅ ৩৫ হাজার মে. টন
[গ] ৩৬ হাজার মে. টন
[ঘ] ৩৭ হাজার মে. টন

৯৫. লৌহ আকরিক উৎপাদনে ভারত বিশ্বের কততম স্থানে রয়েছে?
[ক] প্রথম
[খ] দ্বিতীয়
[গ] তৃতীয়
✅ চতুর্থ

৯৬. দক্ষিণ এশিয়ায় তামা উৎপাদনে শীর্ষে কোন দেশ?
[ক] বাংলাদেশ
[খ] পাকিস্তান
✅ ভারত
[ঘ] চীন

৯৭. পরিবেশ আইনের কোন ধারায় পরিবেশ আদালত প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করা হয়েছে?
✅ ধারা-৪
[খ] ধারা-১১
[গ] ধারা-১৫
[ঘ] ধারা-১৬

৯৮. পরিবেশ আইনের ধারা-১৬তে কোনটি সম্পর্কে আলোচনা করা হয়েছে?
[ক] প্রবেশ, আটক ইত্যাদির ক্ষমতা
✅ অর্থদ- আদায় পদ্ধতি
[গ] আপস মীমাংসা
[ঘ] আদালত প্রতিষ্ঠা

৯৯.পরিবেশ আইনে ধারা-৪ এ প্রতি অঞ্চলের পরিবেশ আদালত কোথায় অবস্থিত থাকবে?
[ক] থানায়
✅ জেলা সদরে
[গ] ইউনিয়নে
[ঘ] গ্রামে

১০০. কত সালে মধ্যপাড়া কঠিন শিলা আবিষ্কৃত হয়?
[ক] ১৯৭০ সালে
[খ] ১৯৭১ সালে
[গ] ১৯৭২ সালে
[ঘ] ১৯৭৩ সালে
Share:

0 Comments:

Post a Comment