HSC ভূগোল ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 2nd Paper mcq question and answer. HSC Geography 2nd Paper mcq questions pdf download. HSC vugol 2nd paper mcq guide pdf.

উচ্চ মাধ্যমিক
ভূগোল
দ্বিতীয় পত্র

বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
অধ্যায়-৩

HSC Geography 2nd Paper
MCQ
question and answer pdf download

১. স্থায়ী বসতি গড়ে ওঠার জন্য প্রয়োজন-
i. পানির সহজলভ্যতা
ii. অনুকূল জলবায়ু
iii. রাজনৈতিক স্থিতিশীলতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও:

২. উদ্দীপকের ‘ক’ স্থানটির বসতি কোন প্রকার?
✅ পুঞ্জীভূত
[খ] সারিবদ্ধ
[গ] গোলাকার
[ঘ] বিচ্ছিন্ন

৩. উদ্দীপকে ‘খ’ স্থানের বসতির অনুকূল বৈশিষ্ট্য হচ্ছে-
i. অনুর্বর কৃষিজমি
ii. পলল সমৃদ্ধ মৃত্তিকা
iii. পার্বত্য ভূ-ভাগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৪. বাংলাদেশের কোন গোষ্ঠী রাজশাহী অঞ্চলে বসবাস করে?
✅ সাঁওতাল
[খ] চাকমা
[গ] গারো
[ঘ] মারমা

৫. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং প্রশ্নটির উত্তর দাও।

উদ্দীপকে কোন ধরনের বসতি নির্দেশ করে?
✅ সারিবদ্ধ
[খ] পুঞ্জীভূত
[গ] বিক্ষিপ্ত
[ঘ] বিচ্ছিন্ন

৬. ২০০ পরিবারের অধিক একসাথে বসবাস করে কোন বসতিতে?
[ক] পল্লি
[খ] গ্রাম
[গ] বিক্ষিপ্ত
✅ নিবিড়

৭. ‘ইগলু’ কাদের বাসগৃহ?
[ক] মাউরি
[খ] নরম্যান
[গ] ফ্রিম্যান
✅ এস্কিমো

৮. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে কম বসতি দেখা যায়?
[ক] রাজশাহী
[খ] টাঙ্গাইল
[গ] ফরিদপুর
✅ বান্দরবান

৯. নদীগুলোর সক্রিয়তার অভাবে বাংলাদেশের কোন অঞ্চলে সারিবদ্ধ বসতি গড়ে ওঠে?
[ক] দক্ষিণাঞ্চল
[খ] দক্ষিণ-পশ্চিমাঞ্চল
✅ বরেন্দ্র অঞ্চল
[ঘ] দক্ষিণ-পূর্বাঞ্চল

নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:
বৃষ্টির বাড়ি পাবনায়। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সুপ্তি চাকমার গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে সেখানে ভিন্ন ধরনের বসতি দেখতে পেল।

১০. বৃষ্টি কোন ধরনের বসতি দেখতে পেয়েছিল?
[ক] পুঞ্জীভূত
[খ] সারিবদ্ধ
✅ বিচ্ছিন্ন
[ঘ] অনুকেন্দ্রিক

১১. উদ্দীপকে ইঙ্গিতকৃত এলাকার সাথে বৃষ্টির নিজ এলাকার বসতির ভিন্নতর হওয়ার কারণ-
i. মৃত্তিকার ভিন্নতার কারণে
ii. গৃহ নির্মাণের ধরনে
iii. সাংস্কৃতিক বৈচিত্র্যে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১২. মানুষের সামাজিকতার অন্যতম নিদর্শন কোনটি?
[ক] ব্যবসায়-বাণিজ্য
[খ] বিবাহ
[গ] বিনিময় প্রথা
✅ বসতি

১৩. জীবনধারণের জন্য কোনটি অপরিহার্য?
[ক] খাদ্য
✅ পানি
[গ] অর্থ
[ঘ] কর্মসংস্থান

১৪. বহুসংখ্যক পরিবার কোন বসতির প্রধান বৈশিষ্ট্য?
✅ নিবিড় বসতি
[খ] বিক্ষিপ্ত বসতি
[গ] পুঞ্জীভূত বসতি
[ঘ] বিচ্ছিন্ন বসতি

১৫. গ্রামীণ বসতিকে কয় ভাগে ভাগ করা যায়?
[ক] ৫ ভাগে
[খ] ৪ ভাগে
✅ ৩ ভাগে
[ঘ] ২ ভাগে

১৬. কোন ধরনের বসতিতে প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় হয়?
[ক] বিচ্ছিন্ন বসতি
✅ পুঞ্জীভূত বসতি
[গ] অনুকেন্দ্রিক বসতি
[ঘ] বিক্ষিপ্ত বসতি

১৭. বাংলাদেশের কোন অঞ্চলে বিক্ষিপ্ত বসতি বিদ্যমান?
[ক] সুন্দরবনে
✅ পার্বত্য চট্টগ্রামের পাহাড়িয়া অঞ্চলে
[গ] মধুপুর অঞ্চলে
[ঘ] রাজশাহীর বরেন্দ্রভূমিতে

১৮. কোনটি গ্রামীণ হাটবাজারগুলো গড়ে ওঠার অন্যতম কারণ?
✅ স্থানীয় চাহিদার উদ্বৃত্ত চালান
[খ] দূরবর্তী পরিবাহক সেবা প্রদান
[গ] নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা
[ঘ] শ্রমিক মজুরি বৃদ্ধি

১৯. ‘সোনারগাঁও' কোন সময়ের নগরায়ণ?
[ক] আটাশকালের নগরায়ণ
✅ মধ্যযুগের নগরায়ণ
[গ] ইংরেজ আমলের নগরায়ণ
[ঘ] সাম্প্রতিককালের নগরায়ণ

২০. কোন অঞ্চলে প্রাচীনকালের নগরায়ণ ঘটেছে?
✅ বিক্রমপুর
[খ] সিলেট
[গ] গোপালপুর
[ঘ] দর্শনা

২১. বাংলাদেশের সর্ববৃহৎ বিভাগ কোনটি?
✅ ঢাকা
[খ] রাজশাহী
[গ] বরিশাল
[ঘ] খুলনা

২২. বাংলাদেশের কোন নগরটি প্রশাসনিক নগর?
✅ ঢাকা
[খ] চট্টগ্রাম
[গ] খুলনা
[ঘ] বরিশাল

২৩. যে-প্রক্রিয়ার মাধ্যমে কোনো জনগোষ্ঠীর পেশা কৃষি থেকে ক্রমশ অকৃষিতে পরিবর্তিত হয় সে প্রক্রিয়াকে কী বলে?
[ক] শিল্পায়ন
✅ নগরায়ণ
[গ] কৃষি রূপান্তর
[ঘ] পেশা

২৪. পাটশিল্পের জন্য বিশ্ববিখ্যাত ছিল কোন শহর?
[ক] টাঙ্গাইল
[খ] ফরিদপুর
✅ নারায়ণগঞ্জ
[ঘ] নরসিংদী

২৫. 'Conerbation' শব্দের অর্থ কী?
[ক] মহানগর
[খ] নগর
[গ] নগরায়ণ
✅ নগরপুঞ্জ

২৬. এশিয়া মহাদেশের বৃহত্তম গ্রাম কোনটি?
✅ বানিয়াচং
[খ] দহগ্রাম
[গ] সোনারগাঁও
[ঘ] জায়গীরজোত

২৭. ড্যানীর মতে, ঢাকায় বসতির সূত্রপাত হয় কখন?
✅ ১৬০০ খ্রিস্টাব্দে
[খ] ১৯০০ খ্রিস্টাব্দে
[গ] ১৭০০ খ্রিস্টাব্দে
[ঘ] ১৫০০ খ্রিস্টাব্দে

২৮. সপ্তদশ শতাব্দীর নিদর্শন কোনটি?
✅ সাত গম্বুজ মসজিদ
[খ] তারা মসজিদ
[গ] লালবাগ দুর্গ
[ঘ] ঢাকেশ্বরী মন্দির

২৯. Urbs কোন শব্দ?
[ক] ইংরেজি
✅ ল্যাটিন
[গ] ফারসি
[ঘ] হিব্রু

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৩০. সাম্প্রতিককালের নগরায়ণের ধারাকে কয়টি ভাগে ভাগ করা যায়?
✅ ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি

৩১. পাকিস্তান আমলের ১৯৫১ - ১৯৬১ এর মধ্যে কত সালে সামরিক শাসন জারি হয়?
[ক] ১৯৫৩ সালে
[খ] ১৯৫৪ সালে
✅ ১৯৫৮ সালে
[ঘ] ১৯৬১ সালে

৩২. স্বাধীন বাংলাদেশে প্রথম কত সালে লোক গণনা শুরু হয়?
[ক] ১৯৭২ সালে
[খ] ১৯৭৩ সালে
✅ ১৯৭৪ সালে
[ঘ] ১৯৭৫ সালে

নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও:
মেহেদী তার বাবার সাথে রাজশাহীর চলনবিলে বেড়াতে গেল। বিকালে নৌকা নিয়ে ঘুরতে বের হয়ে লক্ষ করল বিলের পাশ দিয়ে ছোট ছোট বাড়িঘর রয়েছে।

৩৩. মেহেদীর বেড়াতে যাওয়া এলাকাতে কোন ধরনের বসতি বেশি দেখা যায়?
[ক] পল্লি
✅ গোলাকার
[গ] পুঞ্জীভূত
[ঘ] বিক্ষিপ্ত

৩৪. উদ্দীপকের বসতির প্রাধান্য বেশি-
i. বিল অঞ্চলে
ii. ডোবা এলাকায়
iii. পাহাড়ি জনবসতিতে

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ থেকে ৩৬ নং প্রশ্নের উত্তর দাও:
বাশাররা তিন বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে গেল। সেখানে গিয়ে প্রাকতিক বৈচিত্র্য ও সমুদ্রের অপরূপ সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হলো।

৩৫. কক্সবাজার নগরী কোনটির জন্য বিখ্যাত?
✅ পর্যটন শিল্প
[খ] খনিজ শিল্প
[গ] চা শিল্প
[ঘ] কাগজ শিল্প

৩৬. কক্সবাজার জেলা কোন বিভাগের অন্তর্ভুক্ত?
[ক] ঢাকা
✅ চট্টগ্রাম
[গ] খুলনা
[ঘ] সিলেট

৩৭. কক্সবাজার নগরী কোনটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে?
✅ সমুদ্রসৈকত
[খ] নাফ নদী
[গ] পাহাড়
[ঘ] বনাঞ্চল

৩৭. বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্য হলো-
[ক] বাসগৃহের একত্রে সমাবেশ
[খ] যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত
✅ ক্ষুদ্রাকৃতির বসতি
[ঘ] বৃহৎ আকৃতির বসতি

৩৮. পুঞ্জীভূত বসতির বৈশিষ্ট্য নয় কোনটি?
[ক] বাসগৃহের একত্রে সমাবেশ
✅ ছড়িয়ে-ছিটিয়ে থাকা বসতি
[গ] উন্নত যোগাযোগ ব্যবস্থা
[ঘ] বৃহৎ আকৃতির বসতি

৩৯. বাংলাদেশের অধিকাংশ শহরের অন্যতম সমস্যা কোনটি?
✅ বসিত্ম
[খ] অধিক যানবাহন
[গ] স্বল্প আয়তন
[ঘ] রাস্তাঘাটের স্বল্পতা

৪০. জীবনধারণের জন্য মানুষের প্রথম ও প্রধান চাহিদা কী?
✅ বিশুদ্ধ পানীয় জল
[খ] বস্ত্র
[গ] বাসস্থান
[ঘ] শিক্ষা

৪১. নগরে সাধারণত কোন ধরনের বাড়ির সংখ্যা বেশি থাকে?
[ক] একতলা বাড়ি
[খ] টিনের ঘর
✅ বহুতলবিশিষ্ট বাড়ি
[ঘ] দোতলা বাড়ি

৪২. বিক্ষিপ্ত গ্রামীণ বসতির ধরন হলো-
i. ক্ষুদ্র পল্লি বসতি ও পৃথক বাসস্থান
ii. পথের ধারের চটি বসতি
iii. বিক্ষিপ্ত গুচ্ছায়ন বসতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪৩ ও ৪৪ নং প্রশ্নের উত্তর দাও:
অপুর বাড়িটি ষোলোতলাবিশিষ্ট অট্টালিকা। অপু ও নিপুর বাড়ির মধ্যকার দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। নিপুর বাড়িটিও খুব সুন্দর। তাদের উঠানের একদিকে তৈরি করা হয়েছে রান্নাঘর, শোয়ার ঘর এবং অন্যপাশে খনন করা হয়েছে দৃষ্টিনন্দন একটি পুকুর, যার পাশে রয়েছে একটি গোয়ালঘর।

৪৩. নিপুর বাড়ির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে?
✅ গ্রামে অবস্থান
[খ] নগরে অবস্থান
[গ] পৌর এলাকায় অবস্থান
[ঘ] পৌরসভায় অবস্থান

৪৪. অপুর বাড়িতে কীসের বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
[ক] গ্রামীণ বসতির
✅ পৌর বসতির
[গ] রৈখিক বসতির
[ঘ] বিক্ষিপ্ত বসতির

নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬ নং প্রশ্নের উত্তর দাও:
‘ক’
ভূপ্রকৃতি জলবায়ু মৃত্তিকা

৪৫. ছকে ‘ক’ বলতে কোনটিকে নির্দেশ করে?
✅ প্রাকৃতিক পরিবেশ
[খ] সামাজিক পরিবেশ
[গ] সাংস্কৃতিক পরিবেশ
[ঘ] রাজনৈতিক পরিবেশ

৪৬. ছকে উল্লিখিত বিষয় ছাড়াও আর যে বিষয়গুলো প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত-
i. পানি
ii. সূর্যালোক
iii. আবহাওয়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৪৭. ক্ষুদ্র পল্পি, গ্রাম, শহর ও নগরে মানুষ তাদের আবাসস্থলের সমষ্টি হচ্ছে বসতি সংজ্ঞাটি কার?
[ক] Drunhes
✅ Dicken Pias
[গ] Jen Brulnues
[ঘ] Stone

নিচের উদ্দীপকটি পড়ে ৪৮ ও ৪৯ নং প্রশ্নের উত্তর দাও:
মুরং চাকমার গ্রামের বাড়ি বান্দরবানের লামায়। সেখানকার ঘরগুলো পরস্পর থেকে অনেক দূরে অবস্থান করে।

৪৮. বান্দরবানের লামার ঘরগুলো কোন ধরনের?
[ক] পুঞ্জীভূত বসতি
[খ] সারিবদ্ধ বসতি
[গ] বিক্ষিপ্ত বসতি
✅ বিচ্ছিন্ন বসতি

৪৯. বান্দরবানের উপজাতিরা সাধারণত কোনটিকে কেন্দ্র করে বসতি গড়ে তোলে?
[ক] নদীকে
[খ] পাহাড়কে
[গ] বাজারকে
✅ ঝরনাকে

৫০. বাংলাদেশের গ্রামীণ হাটবাজারগুলো গড়ে ওঠার কারণগুলো হলো-
i. স্থানীয় চাহিদার উদ্বৃত্ত চালান
ii. দূরবর্তী পরিব্রাজক সেবা প্রদান
iii. ভৌগোলিক কারণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৫১. ‘নগরায়ণ’ শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো-
[ক] Urban
[খ] Urbs
[গ] Urbaner
✅ Urbanization

নিচের চিত্রটি দেখে ৫২ ও ৫৩ নং প্রশ্নের উত্তর দাও:

৫২. উদ্দীপকে ‘ক’ স্থানটির বসতি কোন ধরনের?
✅ পুঞ্জীভূত
[খ] সারিবদ্ধ
[গ] গোলাকার
[ঘ] বিছিন্ন

৫৩. উদ্দীপকে ‘খ’ স্যানের বসতির অনুকূল বৈশিষ্ট্য হচ্ছে-
i. অনুর্বর কৃষি জমি
ii. পলি সমৃদ্ধ মৃত্তিকা
iii. পার্বত্য ভূভাগ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৪. কোন পেশার মানুষ বসতি শব্দটির ব্যাপক ব্যবহার করেন?
[ক] কৃষিবিদ
[খ] শিক্ষাবিদ
[গ] রাজনীতিবিদ
✅ ভূগোলবিদ

৫৫. জীবনধারণের জন্য কোনটি অপরিহার্য?
[ক] খাদ্য
✅ পানি
[গ] অর্থ
[ঘ] কর্মসংস্থান

৫৬. প্রাচীনকালে বেশিরভাগ বসতি কোথায় গড়ে উঠত।
[ক] পাহাড়ি এলাকায়
[খ] সমুদ্র উপকূলে
[গ] রাস্তার পাশে
✅ নদীর তীরে

৫৭. সুন্দরবন এলাকায় অতি বিরল বসতি গড়ে ওঠার কারণ কী?
[ক] অধিক গাছপালা
[খ] হিংস্র প্রাণীর উপদ্রব
✅ পানির লবণাক্ততা
[ঘ] ভূমির বন্ধুরতা

৫৮. প্রাচীনকালে ইউরোপে বসতি স্থাপিত হয়েছিল-
i. নিচু ভূমিতে
ii. উঁচু ভূমিতে
iii. সমতল ভূমিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৫৯. গ্রামীণ বসতিতে কীসের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করা হয়?
[ক] ব্যবসায়-বাণিজ্য
[খ] শিল্পপ্রতিষ্ঠান
✅ কৃষিকাজ
[ঘ] কুটিরশিল্প

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৬০. কোন ধরনের বসতিতে প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় হয়?
[ক] বিচ্ছিন্ন বসতি
✅ পুঞ্জীভূত বসতি
[গ] অনুকেন্দ্রিক বসতি
[ঘ] বিক্ষিপ্ত বসতি

৬১. কৃষিজমি বসতি থেকে দূরে থাকে কোন ধরনের বসতিতে?
[ক] বিচ্ছিন্ন বসতি
✅ পুঞ্জীভূত বসতি
[গ] বিক্ষিপ্ত বসতি
[ঘ] অনুকেন্দ্রিক বসতি

৬২. বাংলাদেশের যে অঞ্চলে নিবিড় বসতি গড়ে উঠেছে তা হলো-
i. বরেন্দ্র ভূমি
ii. মধুপুর গড়
iii. পাবনা অঞ্চল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৩. নিবিড় বসতি হলো-
i. সারিবদ্ধ বসতি
ii. পুঞ্জীভূত বসতি
iii. অনুকেন্দ্রিক

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৬৪. পুঞ্জীভূত বসতির বৈশিষ্ট্য হলো-
i. বৃহৎ আকৃতি
ii. কৃষিকার্য
iii. প্রতিরক্ষা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৬৫. পণ্য বিনিময় প্রথা চলে আসছে কোন সময় থেকে?
[ক] মধ্যযুগ
[খ] আধুনিক যুগ
[গ] প্রস্তর যুগ
✅ প্রাচীন যুগ

৬৬. কোনটিকে কেন্দ্র করে বিনিময় প্রথার উদ্ভব হয় বলে ধারণা করা হয়?
✅ সম্পদের অসম বিন্যাস
[খ] সম্পদের সুসম বিন্যাস
[গ] চাহিদার সুসম বিন্যাস
[ঘ] চাহিদার অসম বিন্যাস

৬৭. সাধারণত প্রতিদিন সংঘটিত বিনিময় কার্যক্রম সম্পন্ন করার প্রতিষ্ঠানকে কী বলে?
[ক] হাট
✅ বাজার
[গ] মেলা
[ঘ] বিপণন কেন্দ্র

নিচের তালিকাটি পড়ে ৬৮ থেকে ৭০ নং প্রশ্নের উত্তর দাও:
সময় নগরীয় জনসংখ্যা শহরের সংখ্যা নগরায়িত জনসংখ্যা অনুপাত ঢাকার জনসংখ্যা
১৯৫১ ??৪. ৩৪?

৬৮. ১৯৫১ সালে নগরীয় জনসংখ্যা কত ছিল?
ক ১৫ লক্ষ
[খ] ১৬ লক্ষ
✅ ১৮ লক্ষ
[ঘ] ২০ লক্ষ

৬৯. ১৯৫১ সালে শহরের সংখ্যা কত ছিল?
[ক] ৫০টি
[খ] ৫৫টি
[গ] ৫৮টি
✅ ৬৩টি

৭০. ১৯৫১ সালে ঢাকায় জনসংখ্যা কত ছিল?
[ক] ৩,৩৫,০০০ জন
[খ] ৩,৩৬,০০০ জন
✅ ৩,৩৮,০০০ জন
[ঘ] ৩,৪০,০০০ জন

৭১. বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে?
✅ ৮টি
[খ] ৭টি
[গ] ৬টি
[ঘ] ৫টি

৭২. সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে কোন বিভাগে?
✅ ঢাকা
[খ] চট্টগ্রাম
[গ] সিলেট
[ঘ] খুলনা

৭৩. ২০১৪ সালে ঢাকা বিভাগের আয়তন কত ছিল?
[ক] ৪১,১২০ বর্গ কিমি.
[খ] ৩৭,৮২৫ বর্গ কিমি.
[গ] ৩ ৩২,৭২০ বর্গ কিমি.
✅ ৩১.১২০ বর্গ কিমি.

৭৪. ২০১১ সালে ৫ম আদমশুমারি রিপোর্ট অনুযায়ী ঢাকা বিভাগের জনসংখ্যা কত?
[ক] ৪,৯৩,২০,৬৭৮ জন
✅ ৪,৯৩,২১,৬৮৮ জন
[গ] ৪,৯৩,২২,৫৭৫ জন
[ঘ] ৪,৯৩,২৩,৫৮৮ জন

৭৫. ২০১৪ সালে ঢাকা বিভাগের জনসংখ্যার ঘনত্ব কত ছিল?
[ক] ১৫১২ জন
[খ] ১৫১৫ জন
✅ ১৫২১ জন
[ঘ] ১৫২৮ জন

৭৬. ঢাকা বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
✅ ১৮২৯ সালে
[খ] ১৮১২ সালে
[গ] ১৮০৮ সালে
[ঘ] ১৮০০ সালে

৭৭. ২০১৪ সালে ঢাকা বিভাগের মোট নগরসংখ্যা কত ছিল?
✅ ৪০টি
[খ] ৪২টি
[গ] ৪৪টি
[ঘ] ৪৫টি

৭৮. ময়মনসিংহ বিভাগ কবে প্রতিষ্ঠিত হয়?
[ক] ২০১৩ সালে
[খ] ২০১৪ সালে
✅ ২০১৫ সালে
[ঘ] ২০১৬ সালে

৭৯. কোন ধরনের অঞ্চল নগরায়ণের জন্য উত্তম?
[ক] পার্বত্য অঞ্চল
✅ সমভূমি অঞ্চল
[গ] হাওড় অঞ্চল
[ঘ] বনাঞ্চল

৮০. নগর গড়ে ওঠার পূর্বশর্ত কোনটি?
✅ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন
[খ] শিল্প উন্নয়ন
[গ] প্রযুক্তি উন্নয়ন
[ঘ] অবকাঠামোগত উন্নয়ন

৮১. মহাস্থানগড়কে কেন্দ্র করে কোন নগর গড়ে উঠেছে?
[ক] নওগাঁ
[খ] পাবনা
[গ] জয়পুরহাট
✅ বগুড়া

৮২. নারায়ণগঞ্জ নগরী কোনটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে?
[ক] ফতুল্লা স্টেডিয়াম
[খ] আদমজী পাটকল
✅ সোনারগাঁও
[ঘ] নদীবন্দর

৮৩. ময়নামতিকে কেন্দ্র করে কোন নগরী গড়ে উঠেছে?
[ক] চাঁদপুর
✅ কুমিল্লা
[গ] ব্রাহ্মণবাড়িয়া
[ঘ] ফেনী

৮৪. ঢাকা বিভাগ যে নগর শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে তা হলো-
i. গাজীপুর
ii. সাভার
iii. টাঙ্গাইল

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৫. সিলেট বিভাগের পর্যটন স্থান হলো-
i. মাধবকু- জলপ্রপাত
ii. শাহজালালের মাজার
iii. মহাস্থানগড়

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

HSC ভূগোল ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর pdf download অধ্যায় ৩

৮৬. খুলনা অঞ্চলের শিল্প হলো-
i. চিনিকল
ii. চা শিল্প
iii. রেয়ন শিল্প

নিচের কোনটি সঠিক?
[খ] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৭. রংপুর বিভাগের তুলনামূলক উন্নত নগরী হলো-
i. রংপুর
ii. দিনাজপুর
iii. নীলফামারী

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৮৮. রাজশাহী বিভাগের মোট কতটি নগর রয়েছে?
[ক] ৫টি
[খ] ৬টি
[গ] ৭টি
✅ ৮টি

নিচের উদ্দীপকটি পড়ে ৮৯ থেকে ৯০ নং প্রশ্নের উত্তর দাও:
বাশাররা তিন বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে গেল। সেখানে গিয়ে প্রাকৃতিক বৈচিত্র্য ও সমুদ্রের অপরূপ সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হলো।

৮৯. কক্সবাজার নগরী কোনটির জন্য বিখ্যাত?
✅ পর্যটন শিল্প
[খ] খনিজ শিল্প
[গ] চা শিল্প
[ঘ] কাগজ শিল্প

hsc geography mcq. hsc geography guide pdf download. HSC ভূগোল MCQ শর্ট সাজেশন (PDF), এইচএসসি ভূগোল নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর। উচ্চমাধ্যমিক ভূগোল বহুনির্বাচনি প্রশ্নের উত্তর।

৯০. কক্সবাজার জেলা কোন বিভাগের অন্তর্ভুক্ত?
[ক] ঢাকা
✅ চট্টগ্রাম
[গ] খুলনা
[ঘ] সিলেট

৯১. কক্সবাজার নগরী কোনটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে?
✅ সমুদ্রসৈকত
[খ] নাফ নদী
[গ] পাহাড়
[ঘ] বনাঞ্চল

৯২. বান্দরবান নগরীর মোট জনসংখ্যা কত?
[ক] ৪১৫২৫ জন
[খ] ৪০৪১৫ জন
✅ ৪০৪৯৪ জন
[ঘ] ৪০১২৫ জন

৯৩. নিচের কোনটি বেশি ঘনত্বের নগরী?
✅ ঢাকা
[খ] কুমিল্লা
[গ] গাজীপুর
[ঘ] ফেনী

৯৪. জনসংখ্যার দিক বিবেচনায় ঢাকার পরের অবস্থানে রয়েছে-
i. কুমিল্লা
ii. নোয়াখালী
iii. নওগাঁ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii

৯৫. বাংলাদেশের সবচেয়ে কম ঘনত্বের নগরী হলো-
i. বান্দরবান
ii. ভোলা
iii. রাঙামাটি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

৯৬. নিচের কোনটি বাংলাদেশের নগর সুবিধা বাধাগ্রস্ত হওয়ার মূল কারণ?
✅ দ্রুত জনসংখ্যা বৃদ্ধি
[খ] পরিবেশ দূষণ
[গ] আইন-শৃঙ্খলার অবনতি
[ঘ] অর্থনৈতিক মন্দা

৯৭. কীসের অভাবে নগরে পানিবাহিত রোগের প্রকোপ দেখা যায়?
✅ বিশুদ্ধ পানির অভাবে
[খ] অর্থের অভাবে
[গ] খাদ্যের অভাবে
[ঘ] সুস্থ বাসস্থানের অভাবে

৯৮. নগরে পর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় কীসের সৃষ্টি হচ্ছে?
[ক] শব্দদূষণ
[খ] পানিদূষণ
✅ বায়ুদূষণ
[ঘ] কোনোটিই নয়

৯৯. দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে নগরবাসী যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তা হলো-
i. বাসস্থানজনিত সমস্যা
ii. যানজট সৃষ্টি
iii. নাগরিক সেবার মান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০০.নগর সমস্যা সমাধানের ধাপ হলো-
i. ব্যাপক শিল্পায়ন
ii. কর্মসংস্থানের ব্যবস্থা
iii. শিল্পের বিকেন্দ্রীকরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii

১০১. পানিবাহিত রোগ হলো-
i. আমাশয়
ii. টাইফয়েড
iii. পেটের পীড়া

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii

১০২. বায়ুদূষণের কারণ কোনটি?
i. যানবাহনের ধোয়া
ii. ইট ভাটার ধোয়া
iii. উচ্চৈঃস্বরে আওয়াজ

নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
Share:

0 Comments:

Post a Comment